1 [ ō1 ] বাংলা বর্ণমালার দ্বাদশ, এবং আধুনিকমতে দশম বর্ণ উচ্চমধ্য অর্ধসংবৃত 'ও' ধ্বনির দ্যোতক বর্ণ।

2 [ ō2 ] সর্ব. অদূরের বস্তু বা ব্যক্তি বা বিষয় (ও পারবে, ও নিয়ে পরে কথা হবে)। ☐ বিণ. 1 ওই (ওকথা, ওবিষয়); 2 গত (ওমাসে); 3 অপর, ওপার (ওপার বাংলা)। ☐ অব্য. সম্বোধন, স্মরণ, বিস্ময় অনুকম্পা প্রভৃতির সূচক ধ্বনি (ও রাম, ও ভুলে গেছি ও তাই নাকি)।

3 [ ō3 ] অব্য. 1 আর, এবং (রাম ও শ্যাম, সুখ ও দুঃখ); 2 অধিকন্তু, আরও, আবার (সেও আসবে, এটিও ভালো ওটিও ভালো); 3 মাত্র, পর্যন্ত, এমনকী, মোটেও (তার নামও শুনিনি, আমি সেখানে যাইওনি)। [ফা. ঊঅ]।

ওআটার পোলো, ওয়াটার পোলো [ ōāṭāra pōlō, ōẏāṭāra pōlō ] বি. জলে ভাসন্ত বা সন্তরণরত অবস্হায় বল খেলাবিশেষ। [ইং. water polo]।

ওঃ [ ōḥ ] অব্য. বিস্ময় বিরক্তি খেদ যন্ত্রণা অবজ্ঞা ইত্যাদি সূচক ধ্বনি (ওঃ কী যন্ত্রণা, ওঃ আবার এসেছে)।

ওঁ, ওম্ [ ō, m̐ōm ] বি. প্রণব বা সকল মন্ত্রের আদ্যবীজ; সকল মন্ত্রের ভিত্তিভূমি; ঈশ্বরবাচক ধ্বনি বা চিহ্ন; ব্রহ্মের শব্দপ্রতীক। [সং. অ + উ +ম্]। ওঁকার, ওঙ্কার, ওংকার বি. ওঁ ধ্বনি।

ওঁচলা [ ōn̐calā ] বি. 1 খোসা; শস্যের ঝেড়ে-ফেলা অসার অংশ; 2 জঞ্জাল, আবর্জনা। [সং. উঞ্ছ > ওঁচ + বাং. লা]।

ওঁচা, ওঁছা [ ōn̐cā, ōn̐chā ] বিণ. অত্যন্ত নিকৃষ্ট বা বাজে, হীন, খেলো (বাজার থেকে পয়সা দিয়ে যত ওঁচা জিনিস নিয়ে এসেছে)। [সং. উঞ্চ]।

ওকড়া [ ōkaḍ়ā ] বি. লতাগাছবিশেষ; তার ফল বা পাতা [দেশি]।

ওকার [ ōkāra ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে 'ও' অক্ষর বা ধ্বনির যোগ।

ওকালতনামা [ ōkālatanāmā ] বি. আমমোক্তারনামা, উকিল হিসাবে নিয়োগের পত্র, power of attorney. [আ. ওকালত্ + ফা. নামহ্]।

ওকালতি [ ōkālati ] বি. উকিলের কাজ বা পেশা (মহকুমা আদালতে ওকালতি করে সে আজকাল বেশ রোজগার করছে); 2 পক্ষ-সমর্থন (বন্ধুর হয়ে তোমাকে আর ওকালাতি করতে হবে না)। [আ. ওকালত্]। ☐ বিণ. উকিলের, উকিলসম্বন্ধীয় (ওকালতি বুদ্ধি)।

ওকি [ ōki ] অব্য. প্রশ্ন বিস্ময় ভয় ইত্যাদি সূচক ধ্বনি। [বাং. ও2 + কি (কী)]।

ও কী [ ō kī ] সর্ব. বিণ. ও কেমন (ও কী কথা?) [ওকি দ্র]।

ওক্ত, ওক্ত [ ōkta, ōkta ] বি. সময়; বার বা দফা (পাঁচ ওক্ত নমাজ)। [আ. ওঅখ্ত]।

ওখান [ ōkhāna ] বি. ওই স্হান, ওই জায়গা; অদূরবর্তী বা উল্লিখিত স্হান; সেখান। [বাং. ও (=ঐ) + খান (সং. স্হান]। ̃ কার বিণ. সেই জায়গায়, সেখানকার।

ওগয়রহ [ ōgaẏaraha ] অব্য. ইত্যাদি; অপরাপর, অন্য সব। [আ. ওগয়রহ্]।

ওগরা1 [ ōgarā1 ] বি. চাল-ডাল একসঙ্গে সিদ্ধ করে প্রস্তুত রোগীর পথ্যবিশেষ। [দেশি]।

ওগো [ ōgō ] অব্য. আবেগ উচ্ছ্বাস ইত্যাদি ভাবের প্রকাশক সম্বোধনসূচক ধ্বনি ('ওগো আমার চির অচেনা পরদেশী': রবীন্দ্র; ওগো কে আছ)। [দেশি]।

ওঙ্কার [ ōṅkāra ] দ্র ওঁ

ওছি. ওছিয়তনামা [ ōchi. ōchiẏatanāmā ] যথাক্রমে অছি ও অছিয়তনামা -র রূপভেদ।

ওজঃ [ ōjḥ ] (-জস্) বি. 1 তেজ, বল; 2 সাহিত্যের গাম্ভীর্য সৃষ্টিকারী গুণবিশেষ; 3 দীপ্তি। [সং. ওজস্]।

ওজন [ ōjana ] বি. 1 তৌল ভার, ভরের পরিমাণ বা পরিমাপ (এক কেজি ওজন); 2 গুরুত্ব, ক্ষমতা, মর্যাদা (নিজের ওজন বুঝে চলা)। [আ. ওজ্ন্]। ̃ দর বি. তৌল হিসাবে নির্ধারিত দাম, অর্থাত্ সংখ্যা হিসাবে নয় (ওজনদরে আম কিনেছি)। ̃ দার বিণ. 1 ভারী; 2 গুরুত্ব বা প্রতিপত্তি আছে এমন।

ওজর [ ōjara ] বি. 1 আপত্তি; 2 অজুহাত, ছল। [আ. উজর্]।

ওজস্বল [ ōjasbala ] বিণ. 1 তেজস্বী, দৃপ্ত; 2 বলশালী, বলিষ্ঠ। [সং. ওজস্ + বল]।

ওজস্বী [ ōjasbī ] (-স্বিন্) বিণ. 1 তেজস্বী, দৃপ্ত; 2 বলবান; 3 ওজোগুণবিশিষ্ট, উদ্দীপক (ওজস্বী বক্তৃতা); 4 দীপ্তিমান। [সং. ওজস্ + বিন্]। স্ত্রী. ওজস্বিনী। বি. ওজস্বিতা

ওজু, ওজুহাত [ ōju, ōjuhāta ] যথাক্রমে অজু ও অজুহাত -এর রূপভেদ।

ওজো-গুণ [ ōjō-guṇa ] বি. সাহিত্যিক রচনার গাম্ভীর্য আনে এমন বৈশিষ্ট্য বা উদ্দীপক গুণবিশেষ। [সং. ওজ্স্ + গুণ]।

ওজোন [ ōjōna ] বি. অম্লজান সার। [ই. ozone]।

ওঝা [ ōjhā ] বি. 1 মন্ত্রতন্ত্রের দ্বারা যে সাপের বিষের চিকিত্সা করে; 2 মন্ত্রতন্ত্রের সাহায্যে যে ভূত নামায়; রোজা; 3 ব্রাহ্মণদের উপাধিবিশেষ। [সং. উপাধ্যায় > প্রাকৃ. উঅজঝাঅ]।

ওটা [ ōṭā ] সর্ব. (অবজ্ঞাসূচক) ব্যক্তি বা বস্তুর নির্দেশক (ওটা আবার কী. ওটা ফেলে দাও)। [বাং. ও2 + টা]।

ওঠ-বস [ ōṭha-basa ] বি. 1 ক্রমাগত ওঠা আর বসা; 2 একই সঙ্গে চলাফেরা (সারাদিন তোমার সঙ্গে ওঠবস করি, আর আমিই এটা জানতে পারলাম না!)। [বাং. ওঠা + বসা]।

ওডি-কোলন [ ōḍi-kōlana ] বি. জার্মানির্ কলন্ শহরে (ফরাসি নাম কলঞ্) প্রস্তুত সুগন্ধ সুরাসারবিশেষ। [ফ. eau-de-cologne, মূল ফ. উচ্চারণ য়্য-দ্য-কলঞ্]।

ওড্র [ ōḍra ] বি. উত্কলদেশ, উড়িষ্যা, ওড়িশা। [সং. আ + √ উন্দ্ + র]।

ওড়ন-পাড়ন [ ōḍ়na-pāḍ়na ] বি. 1 পেতে শোয়ার ও গায়ে দেবার চাদর; 2 উঠানো ও পেতে দেওয়া। [হি. ওঢ়না + বাং. পাড়ন]।

ওড়না [ ōḍ়nā ] বি. স্ত্রীলোকের পাতলা চাদর বা উত্তরীয়। [সং. অববেষ্টন; তি. হি. ওঢ়না]।

ওড়-পুষ্প, ওড় [ ōḍ়-puṣpa, ōḍ় ] বি. জবাফুল। [সং. ওড্র, ওড্রপুষ্পম্]।

ওড়ব, ঔড়ব [ ōḍ়ba, auḍ়ba ] বি. মার্গসংগীতের রাগের জাতিবিশেষ যাতে মাত্র পাঁচটি স্বর ব্যবহৃত হয় যেমন ভূপালি হিন্দোল প্রভৃতি। [সং. ওড়ব, ওড়ব + অ]।

ওড়িয়া, উড়িয়া [ ōḍ়iẏā, uḍ়iẏā ] বি. উড়িষ্যা বা ওড়িশা প্রদেশের লোক বা ভাষা (ওড়িয়ার সঙ্গে বাংলার বেশ মিল আছে)। ☐ বিণ. ওড়িশাসম্বন্ধীয় (ওড়িয়া সংস্কৃতি)। [সং. ওড্র]।

ওড়িশা বি উড়িষ্যা [ ōḍ়iśā bi uḍ়iṣyā ] র বর্ত. অধিকতর চলিত রূপ। ওড়িশি বি. ওড়িশার নৃত্য। ☐ বিণ. ওড়িশাসম্বন্ধীয় (ওড়িশি সংস্কৃতি)। [ওড়িশা + বাং. ই]।

ওত [ ōta ] বি. শিকারের বা আক্রমণের উদ্দেশ্যে আত্মগোপন করে অপেক্ষা। [দেশি]। ̃ আত বি. অন্ধিসন্ধি, ঘাঁতঘোঁত। ওত পাতা ক্রি. বি. শিকারের অপেক্ষায় থাকা; (হেঁট হয়ে)। শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি থাকা।

ওত-প্রোত [ ōta-prōta ] বিণ. সর্বত্র পরিব্যাপ্ত; পরস্পর সম্পূর্ণ জড়িত (এই ব্যাপারটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি; 'সময় দিয়ে ওতপ্রোত বাঁধে আমার ভিটে': শ. ঘো.)। [সং. অত (=অন্তর্ব্যাপ্ত) + (প্রোত) (=প্রোথিত)]।

ওতরা, ওতলা [ ōtarā, ōtalā ] যথাক্রমে উতরা ও উতলা -র চলিত রূপ।

ওথা [ ōthā ] ক্রি-বিণ. (প্রা. বাং/আঞ্চ.) ওখানে, কিছু দূরে। [বাং. ও2 + থা (সং. স্হান)]।

ওদন [ ōdana ] বি. অন্ন, ভাত, সিদ্ধ তণ্ডুল ('শিশু কাঁদে ওদনের তরে': ক.ক)। [সং. √ উন্দ্ + অন]।

ওদিক [ ōdika ] বি. ওই দিক; ওই পক্ষ (ওদিকে গেছে; একবার এদিক একবার ওদিক)। [বাং. ও2 + সং. দিক্]।

ওধার [ ōdhāra ] বি. ওদিক, ওই দিক। [বাং. ও (ওই) + ধার, তু. হি. উধর্]।

ওনাকে [ ōnākē ] সর্ব. (আঞ্চ.) তাঁকে, ওঁকে। [বাং. উনি + কে >]। ওনাদের সর্ব. ওঁদের, তাঁদের।

ওপড়া, ওপাড়ানো [ ōpaḍ়ā, ōpāḍ়ānō ] যথাক্রমে উপড়া ও উপড়ানো -র চলিত রূপ।

>ওপার [ >ōpāra ] বি. 1 অন্য পার; ওই পার; 2 ওই দিক; 3 পরলোক। [বাং. ও (ওই) + সং. পার]।

>ওভার-টাইম [ >ōbhāra-ṭāima ] বি. 1 নির্দিষ্ট সময়ের অতিরিক্ত কাজের জন্য মজুরি; 2 নির্দিষ্ট সময়ের অতিরিক্ত কাজ। [ইং. overtime]।

ওভার-ব্রিজ [ ōbhāra-brija ] বি. রেল স্টেশনে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াতের জন্য নির্মিত উঁচু সেতুবিশেষ। [ইং. overbridge]।

ওম্ [ ōm ] দ্র ওঁ

ওয়াক, ওক [ ōẏāka, ōka ] অব্য. বমির অনুকারধ্বনি। ওক তোলা. ওয়াক তোলা ক্রি. বি বমির উদ্রেক হয়েছে এমন শব্দ করা (বাচ্চাটা দুধ খেয়েই ওক তুলতে শুরু করেছে)।

ওয়াক-ওভাব [ ōẏāka-ōbhāba ] বি. (খেলায়) বিপক্ষ দলের অনুপস্হিতিতে না খেলেই জয়লাভ। [ইং. walk over]।

ওয়াকফ-নামা [ ōẏākapha-nāmā ] বি. ধর্মের জন্য বা জনহিতে ঈশ্বরের নামে দানপত্র। [আ. বাকিফ্ + ফা. নামহ্]।

ওয়াকিফ, ওয়াকেফ, ওয়াকিব, ওয়াকেব [ ōẏākipha, ōẏākēpha, ōẏākiba, ōẏākēba ] বিণ. অভিজ্ঞ; কোনো বিষয়ে ধারণা আছে এমন। ওয়াকিবহাল বিণ. অবস্হা সম্পর্কে অভিজ্ঞ। [আ. ওয়াকিফ্ + হাল্]।

ওয়াক্ত [ ōẏākta ] দ্র ওক্ত

ওয়াজিব, ওয়াজেব [ ōẏājiba, ōẏājēba ] বিণ. 1 সঠিক; 2 ন্যায়সংগত; 3 প্রয়োজনীয়। [আ. ওয়াজীব্]।

ওয়াটারপোলো [ ōẏāṭārapōlō ] দ্র ওআটারপোলো

ওয়াড়, ওড় [ ōẏāḍ়, ōḍ় ] বি. বালিশ লেপ ইত্যাদির ঢাকনা খোল বা আবরণ। [সং. অববেষ্ট-তু. হি. মরা. ওঢ়ণী]।

ওয়াদা [ ōẏādā ] বি. 1 মেয়াদ, নির্দিষ্ট সময় (তোমার ওয়াদা শেষ); 2 প্রতিশ্রুতি, ভবিষ্যতে কাউকে কিছু দেবার প্রতিশ্রুতি (আমি তাকে টাকা দেব বলে ওয়াদা করেছিলাম; তাকে ওয়াদা দিয়েছিলাম যে টাকা দেব)। [আ. ওয়াদাহ্]। ওয়াদা খেলাপ করা ক্রি-বি. কথার খেলাপ করা, কথা দিয়ে কথা না রাখা।

ওয়াপস [ ōẏāpasa ] বি. ফেরত (বইটা ওয়াপস দাও)। [ফা. ওয়াপস্]।

ওয়ারিস, ওয়ারিশ [ ōẏārisa, ōẏāriśa ] বি. উত্তরাধিকারী। [আ. ওয়ারিস্]। ওয়ারিসান, ওয়ারিশান বি. 1 উত্তরাধিকারিগণ; 2 (বাংলায়) উত্তরাধিকারী ('তস্য ওয়ারিশানগণ মালিক দখলিকারস্বত্বে': সু.রা.)।

ওয়ারেণ্ট, ওআরেণ্ট [ ōẏārēṇṭa, ōārēṇṭa ] বি. গ্রেপ্তারি পরোয়ানা। [ইং. warrant]।

ওয়ালা1 [ ōẏālā1 ] (তদ্ধিত প্রত্যয়বিশেষ); 2 ব্যবসায়ী, বিক্রেতা (ফলওয়ালা); 2 পেশাধারী (ফেরিওয়ালা, পাহারাওয়ালা); 3 অধিকারী, মালিক (বাড়িওয়ালা, টাকাওয়ালা লোক)। [হি. ওয়ালা]। স্ত্রী. ওয়ালি, উলি

ওয়ালা2-আলা1 [ ōẏālā2-ālā1 ] র রূপভেদ।

ওয়াসিল, ওয়াশিল [ ōẏāsila, ōẏāśila ] বি. পাওনা-আদায়, উসুল। [আ. ওয়াসিল্]।

ওয়াস্তা [ ōẏāstā ] বি. 1 অপেক্ষা; 2 তোয়াক্কা, ভরসা (সে কারও ওয়াস্তা করে না); 3 উপায় (শত্রুসৈন্য টুকে পড়লে আর ওয়াস্তা থাকবে না); 4 হেতু, জন্য, দরুন (কারও ওয়াস্তে কিছু করা)। [আ. ওয়াস্তা]।

ওয়াহাবি (বর্জি.) ওয়াহাবী, ওহাবি [ ōẏāhābi (barji.) ōẏāhābī, ōhābi ] বিণ. বি. মুসলমান ধর্মসংস্কারক আবদুল ওয়াহাব-এর অনুগামী। [আ. ওয়হাবী]।

ওয়েটিং-রুম [ ōẏēṭi-ṃruma ] বি. রেল স্টেশনে যাত্রীদের বিশ্রামঘর। [ইং. waiting room]।

ওয়েস্ট-কোট [ ōẏēsṭa-kōṭa ] বি. ফতুয়াজাতীয় একরকম জামা। [ইং. waistcoat]।

ওর1 [ ōra1 ] বি. (বৈ. সা.) অন্ত, পার, সীমা ('রূপের নাহিক ওর': চণ্ডী)। [হি. ওর]।

ওর2 [ ōra2 ] সর্ব. তার, ওই ব্যক্তির। [সং. অদস্]।

ওরফে [ ōraphē ] অব্য. বি. 1 বনাম, নামান্তরে (এই লোকটিই রতন ওরফে বাবু); 2 উপনাম, ডাকনাম। [আ. উর্ফ্]।

ওরম্বা, ওড়ম্বা [ ōrambā, ōḍ়mbā ] বি. 1 অকর্মা লোক; যে কেবল ঘুরে ফিরে বেড়ায়; 2 লম্পট ব্যক্তি। [প্রাকৃ. √ উরুম্বা]।

ওরসা [ ōrasā ] বিণ. ভিজে, আর্দ্র; স্যাঁতসেঁতে। [দেশি]।

ওরাং-ওটাং [ ōrā-ṃōṭā ] বি. মনুষ্যাকৃতি দীর্ঘবাহু বৃক্ষবাসী বানরজাতীয় প্রাণী, যাদের প্রধানত সুমাত্রা ও বোর্নিয়ো-র বনাঞ্চলে দেখা যায়। [ইং. orange-outang. মালয়ি ভাষায় মূল অর্থ বনের মানুষ বা বনমানুষ]।

ওরে1 [ ōrē1 ] সর্ব. (কাব্যে ও আঞ্চ.) ওকে, তাকে ('ওকে জাগায়ো না': রবীন্দ্র)। [বাং. 'সে' শব্দের দ্বিতীয়ার একবচন]।

ওরে2 [ ōrē2 ] অব্য. তুচ্ছার্থে বা আদরে ব্যবহৃত ধ্বনি (ওরে ছাড়্ রে, ওরে বাবারে, ওরে আমার সাত সাগরের মানিক)।

ওল [ ōla ] বি. তরকারিরূপে ব্যবহৃত কন্দবিশেষ। [সং. ওল্ল, প্রাকৃ. ওল্ল]। বুনো ওল বি. বনে জঙ্গলে অযত্নে বেড়ে-ওঠা একজাতীয় তীব্র ওল যা খেলে গলা ধরে বা কুটকুট করে। যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল যেমন দৃষ্ট প্রকৃতির লোক তেমনি তাকে শায়েস্তা করবার মতো কঠোর শাসন।

ওল-কপি [ ōla-kapi ] বি. মানুষের আহার্য শালগমজাতীয় তরকারি বা আনাজবিশেষ। [ইং. kohlrabi]।

ওলন1 [ ōlana1 ] বি. অবতরণ, অবরোহণ; নামা। [বাং. √ ওল্ + অন]।

ওলন2 [ ōlana2 ] বি. লম্বরেখা বা খাড়াই নির্ণয়ের জন্য নীচে তার-বাঁধা সুতো, খাড়াই পরীক্ষার জন্য রাজমিস্ত্রিদের ব্যবহৃত ওলনদাড়ি। ☐ বিণ. উল্লম্ব, vertical. [সং. অবলম্বন]।

ওলন্দাজ [ ōlandāja ] বি. হল্যাণ্ডের অধিবাসী. ডাচ। [ফ. Hollandaise, মূল ফ. উচ্চারণ অলাঁদেজ্; Holandes, মূল পো. উচ্চারণ ওলাঁদেশ]।

ওলা2 [ ōlā2 ] বি. সাদা চিনির নাড়ু। [দেশি]।

ওলা3 [ ōlā3 ] ক্রি. (আঞ্চ.) নামা বা নামানো (ওলা-ওঠা, গলা দিয়ে ভাত ওলে না)। [বাং. √ ওল্ + আ]। ̃ নো বিণ. বি. নামানো।

ওলাই-চণ্ডী [ ōlāi-caṇḍī ] বি. ওলাওঠা বা কলেরা রোগের অধিষ্ঠাত্রী গ্রাম্য বা লৌকিক দেবীবিশেষ। [বাং. ওলা3 + সং. চণ্ডী]।

ওলা-উঠা, ওলা-ওঠা [ ōlā-uṭhā, ōlā-ōṭhā ] বি. ভেদবমি, কলেরা, বিসূচিকারোগ। [বাং. ওলা3 + উঠা]।

ওলানো [ ōlānō ] দ্র ওলা3

ওলা-বিবি [ ōlā-bibi ] বি. ওলাইচণ্ডীকে মুসলমানদের দেওয়া নাম। [বাং. ওলা + তুর্. বিবি]।

ওলিম-পিক, অলিম-পিক [ ōlima-pika, alima-pika ] বি. চার বত্সর অন্তর অন্তর ভিন্ন ভিন্ন দেশে মহাসমারোহে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। [ইং. Olympic]।

ওলো [ ōlō ] অব্য. নারীদের পরস্পরকে সম্বোধনবিশেষ; সখীদের পরস্পর আহ্বানধ্বনি ('ওলো শেফালী, আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি': রবীন্দ্র; ওলো আয়, জল আনতে যাই)। [প্রাকৃ. হলা]।

ওষধি, ওষধী [ ōṣadhi, ōṣadhī ] বি. ধানগাছ কলাগাছ প্রভৃতি যেসব উদ্ভিদ একবার ফল দিয়েই মরে যায়। [সং. ওষ (=দীপ্তি) + √ ধা + ই]। ̃ নাথ, ̃ পতি বি. 1 চন্দ্র; 2 সোমলতা; 3 কর্পূর।

ওষ্ঠ [ ōṣṭha ] বি. উপরের ঠোঁট; (বাং.) নীচের বা উপরের ঠোঁট। [সং. √ উষ্ + থ]। ̃ পুট বি. মিলিত ওষ্ঠদ্বয়। ̃ ব্রণ বি. ঠোঁটের বিষফোঁড়াবিশেষ ওষ্ঠাগত বিণ. 1 প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন, মুর্মূষু; 2 জ্বালাতনে অতিষ্ঠ; পরিশ্রম ইত্যাদিতে কাতর ও অতিষ্ঠ। ওষ্ঠাগত-প্রায় বিণ. মৃতপ্রায়। ওষ্ঠাধর বি. নীচের ও উপরের দুটি ঠোঁট। ওষ্ঠ্য বিণ. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বা উচ্চারিত (ওষ্ঠ্যবর্ণ)। ☐ বি. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বর্ণ, ওষ্ঠ্যবর্ণ। [সং. ওষ্ঠ + য]।

ওস, ওসা [ ōsa, ōsā ] বি. হিম, শিশির (এ বছর যেন একটু আগেই ওস পড়তে শুরু করেছে)। [প্রাকৃ. ওসাঅ]।

ওসার [ ōsāra ] বি. বিস্তার, প্রস্হ। [সং. প্রসার]।

ওস্তাগর [ ōstāgara ] বি. 1 নিপুণ কারিগর বা শিল্পী; 2 রাজমিস্ত্রী; 3 দরজি; 4 মুসলমানদের উপাধিবিশেষ। [ফা. উস্তাদ্গর]।

ওস্তাদ [ ōstāda ] বিণ. গুরু, শিক্ষক, সংগীতের গুরু (আমার ওস্তাদ রামদাসজি নিজে এখনও কঠোর অনুশীলন করেন)। ☐ বিণ. 1 দক্ষ, নিপুণ; 2 (মন্দার্যে) অতিরিক্ত চালাক (বেশি ওস্তাদ হয়েছ বুঝি?)। [ফা. উস্তাদ্]।

ওস্তাদি [ ōstādi ] বি. 1 গুরুগিরি, শিক্ষকতা; 2 দক্ষতা, কেরামতি (ছেলেটার ওস্তাদি মানতেই হবে); 3 চালবাজি, অতিরিক্ত চালাকি। ☐ বিণ. ওস্তাদসম্বন্ধীয়; ওস্তাদের কৃত; যাতে ওস্তাদি আছে এমন (ওস্তাদি গান)।

ওহাবি [ ōhābi ] দ্র ওয়াহাবি

ওহে [ ōhē ] অব্য. আহ্বানধ্বনি, সম্বোধনসূচক ধ্বনি (ওহে রাম, এদিকে এসো)। [সং. অহে]।

ওহো [ ōhō ] অব্য. স্মরণ বিস্ময় আক্ষেপ প্রভৃতিসূচক ধ্বনি। [সং. অহো]।