1 [ kha1 ] বাংলা ভাষার দ্বিতীয় ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য খ্ ধ্বনির দ্যোতক বর্ণ।

2 [ kha2 ] বি. 1 আকাশ (খগ, খেচর, খদ্যোত); 2 (অপ্র.) সূর্য; 3 (অপ্র.) ইন্দ্রিয়। [সং. √ খদ্ + অ, অদ্ লোপ]।

খই [ khi ] বি. ধান ভেজে প্রস্তুত মুড়িজাতীয় খাদ্যবিশেষ, লাজ। [সং. খদিকা]। ̃ চালা বি. ভাজা খই থেকে তুষ ও অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস বার করে দেবার চালনি। ̃ চুর বি. চিনির রসে পাক দেওয়া মিষ্টান্নবিশেষ। ̃ ঢেকুর বি. চোঁয়া ঢেকুর। ̃ য়া, ̃ য়ে বিণ. খইয়ের মতো আকার বা রংবিশিষ্ট (খইয়ে গোখরো)। (মুখে) খই ফোটা অনবরত বকবক করা, অনর্গল কথা বলা (ছেলেটার মুখে যেন খই ফুটছে)।

খইনি [ khini ] বি. চূন-মাখানো তামাকপাতা; শুকনো তামাকপাতায় চূন মাখিয়ে প্রস্তুত নেশার বস্তুবিশেষ (খইনি মুখে সেপাই)। [হি.]।

খইল, (কথ্য) খোল [ khila, (kathya) khōla ] বি. তিল সরষে প্রভৃতি থেকে তেল বার করে নেবার পর অবশিষ্ট ছিবড়ে। [সং. খলি]।

খওয়া [ khōẏā ] ক্রি. ক্ষয় হওয়া (পেনসিলটা খয়ে গেছে)। ☐ বিণ. ক্ষয়প্রাপ্ত (খওয়া দাঁত)। ☐ বি. ক্ষয়। [সং. ক্ষয় + বাং. আ]। ̃ নো ক্রি. ক্ষয় করে দেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

খক, খক্ [ khaka, khak ] অব্য. কাশির বা হাসির শব্দ (খক করে কেশে উঠল)। ̃ খক অব্য. ক্রমাগত কাশি বা হাসির শব্দ। ̃ খকানি বি. ক্রমাগত সশব্দে কাশি বা হাসি। ̃ খকে বিণ. খকখক আওয়াজযুক্ত।

খগ [ khaga ] বি. (আকাশে বিচরণ করে বলে) পাখি। [সং. খ + √ গম্ + অ]। ̃ পতি, ̃ রাজ, খগেন্দ্র বি. পাখিদের রাজা, গরুড়।

খগম [ khagama ] বি. 1 পাখি; 2 জনৈক পৌরাণিক ঋষিপুত্র যিনি নিজের কৃতকর্মের ফলে সহস্রপাদ নামে এক ঋষিবন্ধুর শাপে ঢোঁড়া সাপে পরিণত হয়েছিলেন। ☐ বিণ. আকাশে বিচরণকারী। [সং. খ + √ গম্ + অ]।

খগোল [ khagōla ] বি. 1 নভোমণ্ডল; 2 নভোমণ্ডলের প্রতিরূপক কৃত্রিম গোলক। [সং. খ + গোল]। ̃ বিদ্যা বি. নভোবিজ্ঞান; জ্যোতির্বিজ্ঞান, astronomy.

খচ, খচ্ [ khaca, khac ] অব্য. বি. ছুঁচলো বস্তু বিঁধে যাবার বা কাঁটা বেঁধার (কল্পিত) আওয়াজ (খচ করে ছুঁচটা আঙুলে ফুটে গেল)। ̃ খচ অব্য. ক্রমাগত কাটবার বা বেঁধবার শব্দ। খচখচ করা ক্রি. বি. ক্রমাগত কর্কশ বা কষ্টকর স্পর্শের অনুভূতি হওয়া (এই অস্বস্তিটা সর্বদা মনের মধ্যে খচখচ করছে; ভাতে কাঁকর খচখচ করছে)। ̃ খচানি বি. ক্রমাগত বকুনি বা তিরস্কার, খিচখিচ করা, ক্যাটক্যাট করা। খচাখচ ক্রি. বিণ. খচখচ শব্দে এবং অতি দ্রূত (ফুলগাছগুলো খচাখচ কেটে দিল; খচাখচ লিখে দিলাম)। খচ-খচে বিণ. খচখচ করে এমন।

খচ-মচ, খচো-মচো [ khaca-maca, khacō-macō ] অব্য. বি. 1 করতাল খঞ্জনি ইত্যাদি বাজাবার কর্কশ শব্দ; 2 কাগজ ইত্যাদি নাড়াচাড়া করার বা দলা পাকাবার শব্দ (প্যাকিং বাক্সের মধ্যে বিড়ালটা খচমচ করছে)। ☐ বি. গোলমেলে ব্যাপার; গণ্ডগোল ('রাজসেবা কত খচমচ': ভা. চ.; সবসময় ওখানে খচমচ লেগেই আছে)।

খচরামি [ khacarāmi ] বি. 1 খচ্চরের মতো ব্যবহার; 2 ইতরামি, বদমায়েশি। [দেশি খচ্চর + বাং. আমি]।

খচা1 [ khacā1 ] বিণ. খচিত, শোভিত ('তাকাও যখন তারাখচা মহাকাশে': সু. দ.)। [সং. √ খচ্ + বাং. আ]।

খচা2 [ khacā2 ] ক্রি. (অশা.) রেগে যাওয়া (আমার কথায় সে খুব খচেছে)। খচে বোম বিণ. (অশা.) রেগে আগুন, অত্যন্ত কুপিত (এই কথা শুনে সে তো খচে একেবারে বোম হয়ে গেছে)। [দেশি]।

খচাখচ [ khacākhaca ] দ্র খচ

খচিত [ khacita ] বিণ. 1 জড়িত; 2 মধ্যে মধ্যে স্হাপিত (মণিরত্নখচিত হার); 3 গ্রথিত; 4 পরিব্যাপ্ত; 5 শোভিত (নক্ষত্রখচিত আকাশ)। [সং. √ খচ্ + ত]।

খচ্চর [ khaccara ] বি. 1 অশ্বতর, ঘোড়া ও গাধার মিলনজাত জীববিশেষ; 2 (আল.) দুর্বৃত্ত, বদমাশ লোক (আচ্ছা খচ্চর তো!)। [দেশি]। তিলে খচ্চর গায়ে তিলের মতো দাগযুক্ত খচ্চর; হাড়ে হাড়ে বদমাশ।

খজ্যোতি [ khajyōti ] বি. জোনাকি। [সং. খ + জ্যোতিঃ]।

খঞ্চা [ khañcā ] বি. বড় থালা; বারকোশ। [ফা. খঞ্চহ্]। ̃ পোষ, খঞ্চি-পোষ বি. খঞ্চার ঢাকনি বা আবরণ।

খঞ্জ [ khañja ] বিণ. খোঁড়া (খঞ্জ ভিখারি গান গায়)। [সং. √ খন্জ্ + অ]। বি. ̃ তা, ̃ ত্ব

খঞ্জন [ khañjana ] বি. চঞ্চল স্বভাবের লেজ-নাচানো ছোট পাখিবিশেষ। [সং. √খন্জ্ + অন]। খঞ্জনা, খঞ্জনিকা বি. (স্ত্রী.) 1 স্ত্রী-খঞ্জন, খঞ্জন পাখির স্ত্রী; 2 খঞ্জনের মতো পক্ষিণীবিশেষ, কাদাখোঁচা। ̃ গঞ্জন আঁখি বি. যে চোখ খঞ্জন পাখির (সুন্দর ও চঞ্চল) চোখকেও লজ্জা দেয় বা পরাজিত করে, অত্যন্ত সুন্দর ও চঞ্চল চোখ।

খঞ্জনা, খঞ্জনিকা [ khañjanā, khañjanikā ] দ্র খঞ্জন

খঞ্জনি [ khañjani ] বি. চামড়া দিয়ে একমুখ-ঢাকা এবং করতাল-লাগানো ছোট গোলাকার বাদ্যযন্ত্রবিশেষ। [দেশি]।

খঞ্জর [ khañjara ] বি. 1 ছোরাবিশেষ, দুই দিকে ধারবিশিষ্ট ছোরা; 2 গোলা; কামান ইত্যাদির গোলা। [আ. খঞ্জর্]।

খট, খট্ [ khaṭa, khaṭ ] অব্য. বি. কাঠ, শক্ত মেঝে প্রভৃতি কঠিন পদার্থে ধাক্কা খাওয়ার আওয়াজ (দরজায় খটখট আওয়াজ); শক্ত সোলের জুতো শক্ত মেঝেতে ঠোকার আওয়াজ; ঘোড়ার খুরের আওয়াজ। [দেশি]। খটখট, খটাখট অব্য. ক্রমাগত 'খট' শব্দ; অতি শুষ্কতার লক্ষণ প্রকাশ (শুকিয়ে খটখট করা)। খট-খটে বিণ. শুকনো, জলহীন (খটখটে মেঝে, খটখটে দিন)।

খটকা [ khaṭakā ] বি. সন্দেহ, সংশয়, অবিশ্বাস ('মনে লাগে খটকা': সু. রা)। [হি. খট্কা]।

খটখটে [ khaṭakhaṭē ] দ্র খট

খট-মট, খটো-মটো [ khaṭa-maṭa, khaṭō-maṭō ] বিণ. দুর্বোধ্য, জটিল (খটমট বিষয়, খটোমটো অঙ্ক)। [দেশি]।

খটাত্ [ khaṭāt ] অব্য. খট-এর চেয়ে জোর শব্দ (জানালাটা খটাত্ করে উঠল)। [দেশি, ধ্বন্যা.]।

খটাশ, খাটাশ [ khaṭāśa, khāṭāśa ] বি. 1 নকুলজাতীয় মাংসাশী জন্তুবিশেষ, polecat; 2 ভাম, খট্টাশ, গন্ধগোকুল, civet cat. [সং. খট্টাশ]।

খটাস [ khaṭāsa ] অব্য. খটাত্ -এর অনুরূপ বা তার চেয়েও জোর শব্দ। [দেশি, ধ্বন্যা.]।

খটিকা, খঢী [ khaṭikā, khaḍhī ] বি. খড়ি, খড়িমাটি, চকখ়ড়ি। [সং. খঢী + ক + আ]।

খটিনী [ khaṭinī ] বি. খড়ি, খটিকা। [সং. তু. কঠিনী]।

খট্টাশ [ khaṭṭāśa ] দ্র খটাশ

খট্টি, খট্টী [ khaṭṭi, khaṭṭī ] বি. শব বহন করার খাট, খাটিয়া। [সং. √খট্ট্ + ই, ঈ]।

খট্বা [ khaṭbā ] বি. খাট, পালঙ্ক, পর্যঙ্ক। [সং. √খট্ + ব (ক্বন্) + আ]। ̃ ঙ্গ বি. 1 খাটের পায়া বা খুরা; 2 খট্বাঙ্গের মতো মুগুর; 3 আগায় নরকপালযুক্ত লাঠি-যা শিবের অস্ত্র। ̃ ঙ্গ-ধর বি. শিব। ̃ রূঢ় বিণ. 1 নিষিদ্ধ অনুষ্ঠান করছে এমন; 2 (কৌতু.) খাটের উপর বসেছে বা শুয়েছে এমন।

খড [ khaḍa ] দ্র খদ

খড় [ khaḍ় ] বি. শুকনো তৃণ, বিচালি (খড়ের চাল)। [দেশি]। ̃ কুটো, ̃ কুটা বি. শুকনো তৃণ বা অনুরূপ তুচ্ছ বস্তু।

খড়কে, খড়িকা [ khaḍ়kē, khaḍ়ikā ] বি. সরু ছোট কাঠি; দাঁত পরিষ্কার করার ছোট সরু কাঠি, toothpick. [বাং. খড় + ইকা > কে]।

খড়-খড়, খড়-মড় [ khaḍ়-khaḍ়, khaḍ়-maḍ় ] বি. শুকনো খড় ইত্যাদিতে চলাফেরা বা নড়াচড়ার আওয়াজ (সারারাত প্যাকিং বাক্সের মধ্যে খড়খড় শব্দ শুনেছি)। [দেশি]। খড়-খড়ে বিণ. 1 ওইরকম শব্দকারী; 2 অত্যন্ত শুকনো (খড়খড়ে গামছায় মুখ মুছো না)।

খড়-খড়ি [ khaḍ়-khaḍ়i ] বি. পাটে পাটে ভাঁজ করা ও খোলা যায় জানলার এমন কপাটবিশেষ, ঝিলমিল (জানলার খড়খড়ি তুলে বাইরের দৃশ্য দেখতে লাগলাম)। [দেশি]।

খড়খড়ে [ khaḍ়khaḍ়ē ] দ্র খড়খড়

খড়ম [ khaḍ়ma ] বি. কাঠের পাদুকা। [তু. হি. খড়ৌঙ]। খড়মপেটা করা ক্রি. বি. খড়ম দিয়ে প্রহার করা। খড়ম-পেয়ে বিণ. (সচ. নিন্দার্থে) যার পা খড়মের মতো, চলবার সময় যার পদতলের মাঝখান ভূমি স্পর্শ করে না।

খড়মড় [ khaḍ়maḍ় ] দ্র খড়খড়

খড়রা [ khaḍ়rā ] বি. ঘোড়া, গোরু প্রভৃতির গা ঘষে পরিষ্কার করার জন্য লোহার চিরুনিবিশেষ। [হি. খরহরা]।

খড়ি [ khaḍ়i ] বি. 1 সাদা মাটিবিশেষ, লেখবার খড়িমাটি, chalk; 2 তিলকমাটি; 3 গণনা, অঙ্ক (খড়িপাতা); 4 ধুলো; শুকনো কাঠের গুঁড়ো, খুস্কি (খড়ি উড়ছে, গা থেকে খড়ি উঠছে)। [সং. খটিকা]। খড়ি পাতা ক্রি. চকখড়ির সাহায্যে জ্যোতিষিক গণনা করা। চা-খড়ি, ফুল-খড়ি বি. সাদা মাটিবিশেষ; চকখড়ি। হাতেখড়ি বি. 1 বালক-বালিকাদের বিদ্যারম্ভের অনুষ্ঠানবিশেষ; 2 (আল.) কোনো কাজ আরম্ভ করা, কার্যারম্ভ (পরিচারক হিসাবে তার সবে হাতেখড়ি হল)।

খড়িকা [ khaḍ়ikā ] দ্র খড়কে

খড়ি-মাটি [ khaḍ়i-māṭi ] বি. খড়ি, তিলকমাটি। [বাং. খড়ি + মাটি]।

খড়িশ [ khaḍ়iśa ] বি. (আঞ্চ.) তীব্র বিষযুক্ত সাপবিশেষ; গোখরো সাপ (খড়িশের ছোবল)। [দেশি]।

খড়ো, খড়ুয়া [ khaḍ়ō, khaḍ়uẏā ] বিণ. খড় দিয়ে তৈরি বা ছাওয়া (খড়ো চাল, খড়ো ঘর)। [বাং. খড় + উয়া > ও]।

খড়গ [ khaḍ়ga ] বি. 1 খাঁড়া, প্রাণী বলি দেবার তরবারিবিশেষ (খড়েগর এক কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল) ; 2 গণ্ডারের শৃঙ্গ বা শিং। [সং. √খড়্ + গ]। ̃ হস্ত বিণ. 1 কৃপাণধারী, হাতে খড়গ নিয়েছে এমন; 2 অত্যন্ত ক্রুদ্ধ; প্রহার বা তিরস্কার করতে উদ্যত (তিনি আমার প্রতি কেন যে এমন খড়গহস্ত তা বুঝি না)। খড়্গী (-ড়্গিন্) বি. গণ্ডার। ☐ বিণ. যার খড়্গ আছে এমন।

খণ্ড [ khaṇḍa ] বি. 1 অংশ, ভাগ, টুকরো (এক খণ্ড মেঘ, মাংসের খণ্ড); 2 গ্রন্হের ভাগ (চার খণ্ডে বিভক্ত বই); 3 অঞ্চল, দেশের অংশ (শ্রীখণ্ড, ভূখণ্ড); 4 টি, টা, খানি, খানা, খান (এক খণ্ড কাপড়)। [সং. √খণ্ড্ + অ]। ̃ বিণ. ছেদক, যে খণ্ড বা ছেদন করে। ̃ কথা বি. ক্ষুদ্র কাহিনী। ̃ কাব্য বি. ক্ষুদ্র কাব্য-যথা মেঘদূত, ঋতুসংহার। খণ্ড খণ্ড বিণ. টুকরো টুকরো; ছিন্নভিন্ন। ̃ বি. 1 খণ্ডে খণ্ডে ভাগ করা; 2 ছেদন, কর্তন, কাটা; 3 যুক্তি দিয়ে অন্যের যুক্তির ভুল দেখানো; 4 (দোষ পাপ ইত্যাদি) মোচন, নিরাকরণ (পাপ খণ্ডন, মোহ খণ্ডন)। [সং. √খণ্ড্ + অন]। ̃ নীয় বিণ. খণ্ডনযোগ্য; খণ্ডন করতে হবে বা করা যায় বা উচিত এমন। ̃ প্রলয় বি. 1 আংশিক প্রলয়; 2 স্বর্গ বাদে সমুদয় সৃষ্টির অবসান; 3 তুমুল কাণ্ড, ঘোর দাঙ্গাহাঙ্গামা (ঘরের মধ্যে ততক্ষণে খণ্ডপ্রলয় ঘটে গেছে)। ̃ বিখণ্ড বিণ. ছিন্নভিন্ন; টুকরো টুকরো। ̃ (-শস্) ক্রি-বিণ. খণ্ডে খণ্ডে, খণ্ড খণ্ড করে, ক্রমশ (অভিধানখানি খণ্ডশ প্রকাশিত হবে)। খণ্ডানো ক্রি. বি. 1 যুক্তির দ্বারা ভুল বা মিথ্যা বলে প্রতিপন্ন করা ; 2 পাপ, দোষ প্রভৃতি মোচন বা নিবারণ করা (এতে কি তোমার দোষ খণ্ডাবে?); 3 লঙ্ঘন করা ('বিধির বিধি কে পারে খণ্ডাতে?)। খণ্ডিত বিণ. খণ্ড করা হয়েছে এমন, টুকরো বা বিভক্ত করা হয়েছে এমন (খণ্ডিত ভারতবর্ষ); অঙ্গহীন, অসম্পূর্ণ (খণ্ডিত জ্ঞান); নিরাকৃত, মোচন করা হয়েছে এমন (পাপ খণ্ডিত হয়েছে)। খণ্ডিতা বি. (স্ত্রী.) নায়কের দেহে অন্য নারীর প্রণয়ের চিহ্নাদি দেখে ক্রুদ্ধা ও ঈর্ষান্বিতা নায়িকা। খণ্ডী-করণ বি. খণ্ড করা।

খণ্ডাখণ্ডি [ khaṇḍākhaṇḍi ] বি. প্রবল মারামারি; ভয়ানক যুদ্ধ। [দেশি]।

খত [ khata ] বি. 1 চিঠি, লিপি (একটি খত লিখে পাঠিয়েছি); 2 তমসুক, ঋণপত্র, ঋণের দলিল; 3 স্বীকারপত্র (দাসখত লিখে দিয়েছি নাকি?); 4 আঁচড় বা ঘষার দাগ। [আ. খত্]। নাকে খত বি. অপরাধের দণ্ড হিসাবে মাটিতে নাক ঘষা।

খতনা [ khatanā ] বি. (মুস.) মুসলমানি, লিঙ্গের ত্বকছেদনরূপ সংস্কার, circumcision. [আ. খত্না]।

খতবা [ khatabā ] বি. শুক্রবারের নামাজে বা ইদের নামাজে ইমামের অর্থাত্ নামাজপরিচালকের ভাষণ-এতে ধর্মের বিধিনিষেধাবলি স্মরণ করিয়ে দেওয়া হয় এবং হজরত মোহাম্মদ ও আন্যান্য মুসলমান ধর্মনেতাদের প্রতি আনুগত্য স্বীকার করে তাঁদের জন্য আল্লাহ্র কাছে প্রার্থনা জানানো হয়। [আ. খুত্বা]।

খতম [ khatama ] বি. 1 সমাপ্তি, শেষ (কাজ খতমের পর); 2 বিনাশ, নিকাশ (শত্রুকে খতম করবই)। ☐ বিণ. 1 সমাপ্ত (তদন্ত খতম হয়েছে); 2 বিনষ্ট (শত্রু খতম হয়েছে)। [আ. খতম্]।

খতরা [ khatarā ] বি. 1 বিপদ; 2 ভয়; 3 গোলযোগ। [আ. খত্রহ্]।

খতা, খতানো [ khatā, khatānō ] ক্রি. 1 হিসাবনিকাশ করা (আমার হিসাবটা একটু খতিয়ে দেখো); 2 (আল.) বিবেচনা করা (সে কোনো ব্যাপারই খতিয়ে দেখে না)। [খত দ্র]। ☐ বি. হিসাবনিকাশ; বিবেচনা। ☐ বিণ. হিসাবনিকাশ করা হয়েছে এমন; বিবেচিত।

খতি [ khati ] বি. ঘুষ, উত্কোচ। [আ. খত্]।

খতিব [ khatiba ] বি. খতবাপাঠক, যে খতবা পাঠ বা ঘোষণা করে। [আ. খতীব]।

খতিয়ান, খতেন [ khatiẏāna, khatēna ] বি. বিষয়ানুক্রমিক হিসাবের বই, ledger; জমিজমার খাজনাদি আদায়-উশুলের হিসাববই। [হি. খতিয়ান]।

খত্তাল [ khattāla ] বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ। [সং. করতাল]।

খদ, খড [ khada, khaḍa ] বি. খুব নিচু উপত্যকা; পর্বতমালার মধ্যস্হ গভীর নিম্নভূমি; 2 ছোট পুকুর বা ডোবা। [হি. খড্]।

খদি, খদিকা [ khadi, khadikā ] বি. খই। [সং. খদিকা]।

খদির [ khadira ] বি. খয়ের। [সং. √খদ্ + ইর]।

খদ্দর [ khaddara ] বি. হাতে-কাটা কার্পাস সুতোয় প্রস্তুত বস্ত্র; হাতে-কাটা মোটা বস্ত্রবিশেষ। [গুজ. খদ্দর]।

খদ্যোত [ khadyōta ] বি. জোনাকি পোকা। [সং. খ + √দ্যুত্ + অ]। স্ত্রী. খদ্যোতিকা

খধূপ [ khadhūpa ] বি. হাউই; তারাবাজি। [সং. খ + ধূপ]।

খনক [ khanaka ] বি. খননকারী। [সং. √খন্ + অক]।

খন-খন [ khana-khana ] অব্য. বি. ধাতুপাত্রাদির আঘাতের শব্দ, ঠনঠন। [দেশি]। খন-খনে বিণ. খনখন আওয়াজবিশিষ্ট, কর্কশ আওয়াজবিশিষ্ট (খনখনে গলার গান)।

খনন [ khanana ] বি. খোঁড়া (মৃত্তিকা খনন করা)। [সং. √খন্ + অন]। ̃ কারী (রিন্) বিণ. বি. খনক, যে খোঁড়ে। ̃ যন্ত্র বি. যে যন্ত্র দিয়ে খোঁড়া হয়। খনিত বিণ. খোঁড়া হয়েছে এমন, খাত। খননীয়, খন্য বিণ. খোঁড়ার যোগ্য, খুঁড়তে হবে বা খোঁড়া উচিত এমন। খনয়িত্রী বি. (স্ত্রী.) যে খোঁড়ে।

খনা [ khanā ] বি. জ্যোতিষ ও গণিতশাস্ত্রে পারদর্শিনী প্রাচীন বাংলার প্রখ্যাতা নারী, মিহিরের স্ত্রী। খনার বচন শস্য বৃক্ষরোপণ গৃহনির্মাণ জ্যোতিষ প্রভৃতি সম্বন্ধে ছড়ার আকারে প্রচলিত বচন, যা খনার রচিত বলে প্রসিদ্ধ।

খনি [ khani ] বি. আকর, ভূগর্ভের ধাতু রত্নাদির উত্পত্তিস্হান ('অজানা খনির নূতন মণির গেঁথেছি হার': রবীন্দ্র)। [সং. √খন্ + ই]। ̃ বি. কয়লাখনির মধ্যে কর্মরত শ্রমিক (রবীন্দ্র)। ̃ বিণ. খনিজাত, আকরিক, খনিতে জন্মায় এমন (খণিজ পদার্থ)।

খনিত্র [ khanitra ] বি. মাটি খনন করার অস্ত্রবিশেষ, খন্তা, শাবল। [সং. √খন্ + ইত্র]।

খন্তা, খোন্তা [ khantā, khōntā ] বি. মাটি খোঁড়বার অস্ত্রবিশেষ, শাবল। [সং. খনিত্র]।

খন্দ1 [ khanda1 ] বি. গর্ত, খানা, নিচু জমি (খানাখন্দ, খালখন্দ)। [ফা. খন্দ্ক]। খন্দক বি. গর্ত।

খন্দ2 [ khanda2 ] বি. ফসল, শস্যাদি (রবিখন্দ)। [সং. কন্দ]। ̃ কার বি. 1 শস্য-উত্পাদক, চাষি; 2 মুসলমান পদবি খোন্দকার, খোন্দেকার প্রভৃতির রূপভেদ।

খপ [ khapa ] অব্য. দ্রুত শীঘ্র বা হঠাত্ কিছু করা বা ধরার ভাবপ্রকাশক (খপ করে ধরে ফেলল)। [দেশি]।

খপুষ্প [ khapuṣpa ] বি. আকাশকুসুম; অলীক পদার্থ। [সং. খ + পুষ্প]।

খপোত [ khapōta ] বি. বিমান, ব্যোমযান, এরোপ্লেন। [সং. খ + পোত]।

খপ্পর [ khappara ] বি. 1 কবল, ফাঁদ (একটা বদমাশের খপ্পরে পড়েছে); 2 খাপরা, খোলা; 3 খোলা বা খাপরার চাল। [সং. খর্পর]।

খবর [ khabara ] বি. 1 সংবাদ, বার্তা; জানবার বা জানাবার মতো তথ্য (ওখানকার খবর কী?) খবরের কাগজ পড়ো); 2 তত্ত্ব, সন্ধান (ওদের খবর নিতে হবে)। [আ. খব্র্]। খবর করা ক্রি. বি. ডেকে পাঠানো (মক্কেলকে খবর করতে হবে)। খবর রাখা ক্রি. বি. 1 তত্ত্ব বা সন্ধান সম্বন্ধে অবগত থাকা (আজকাল আর ওদের খবর রাখি না) ; 2 যোগাযোগ রাখা। খবর নেওয়া ক্রি. বি. খোঁজ নেওয়া; তত্ত্ব বা সন্ধান নেওয়া। খবর হওয়া ক্রি. বি. সংবাদ রটা বা সংবাদ জানাজানি হওয়া (ট্রেনের খবর হয়েছে?)। ̃ দার অব্য. হুঁশিয়ার, সাবধান (খবরদার ! এমন কাজ আর কোরো না)। ☐ বিণ. সতর্ক, সাবধান। ̃ দারি বি. সতর্কতা; তত্ত্বাবধান (জমিজমার খবরদারি করা)। খবরা-খবর বি. তত্ত্বতালাশ; খোঁজখবর (এদিকে কী হল তার খবরাখবর কিছু রাখ?)। খবরের কাগজ বি. যাতে নানাধরনের খবর ছেপে প্রকাশিত ও প্রচারিত হয় এমন কাগজ, সংবাদপত্র।

খবিশ, খপিশ [ khabiśa, khapiśa ] বি. (মুসলমানদের বিশ্বাস অনুযায়ী)। ভূত-প্রেত। ☐ বিণ. নোংরা, ময়লা (আমার বাড়ির চাকরটা ভারি খবিশ)। [আ. খবীশ্]।

খমধ্য [ khamadhya ] বি. মাথার ঠিক সোজাসুজি উপরে আকাশে কল্পিত বিন্দুবিশেষ, সুবিন্দু, zenith (বি.প.)। [সং. খ + মধ্য]।

খম্বা, খাম্বা [ khambā, khāmbā ] বি. থাম, খুঁটি, স্তম্ভ। [হি. থম্ভ < সং. স্তম্ভ]।

খয়রা1 [ khaẏarā1 ] বিণ. খয়েরি রঙের (খয়রা কাপড়)। [বাং. খয়ের + আ (যুক্তার্থে)]।

খয়রা2 [ khaẏarā2 ] বি. ছোট সাদা আঁশযুক্ত মাছবিশেষ। [দেশি]।

খয়রাত [ khaẏarāta ] বি. 1 দান (আমি কি এখানে খয়রাত করতে বসেছি?); 2 বিতরণ; 3 ভিক্ষা। [আ. খয়্রাত্]। খয়রাতি বিণ. দানসম্বন্ধীয়; দানরূপে প্রাপ্ত; দাতব্য।

খয়া [ khaẏā ] বিণ. 1 ক্ষয়প্রাপ্ত, খয়ে গেছে এমন; 2 রোগা, পাতলা (খয়া গড়ন, খয়া চেহারা)। [সং. ক্ষয় + বাং. আ]।

খয়ের [ khaẏēra ] বি. পানের উপকরণরূপে ব্যবহৃত গাছবিশেষের কষায় ক্বাথ। [সং. খদির]।

খয়ের খাঁ [ khaẏēra khā ] বি. স্তাবক, মোসায়েব। [আ. খয়র্ + ফা. খোআহ্]।

খয়েরি [ khaẏēri ] বিণ. খয়েরের মতো (খয়েরি রঙের জামা)। [বাং. খয়ের + ই]।

খর1 [ khara1 ] বি. 1 গাধা; 2 অশ্বতর; 3 রামায়ণোক্ত রাক্ষসবিশেষ। [সং. খ + র]।

খর2 [ khara2 ] বিণ. 1 তীক্ষ্ণ, ধারালো (খর তরবারি); 2 উগ্র, প্রখর (খরতাপ); 3 প্রবল, তীব্র (খরবায়ু); 4 রূঢ় (খরবাক্য); 5 ক্ষারমিশ্রিত (খরজল)। [সং. খ + √রা + অ]। ̃ তর বিণ. 1 দুইয়ের বা উভয়ের মধ্যে অধিক খর, অপেক্ষাকৃত বেশি খর; 2 খুব তীক্ষ্ণ বা বেগবান ('খরতর বক্র হাসি': রবীন্দ্র)। ̃ দৃষ্টি বি. 1 তীক্ষ্ণ বা অন্তর্ভেদী দৃষ্টি ; 2 ক্রুদ্ধ দৃষ্টি। ̃ ধার, ̃ শান, ̃ শাণ বিণ. অত্যন্ত ধারালো। ̃ স্রোত (-তস্) বি. তীব্র স্রোত, অতি বেগবান স্রোত। ̃ স্রোতা বিণ. যার স্রোত বা প্রবাহ অতি বেগবান (খরস্রোতা নদী)।

খর-খর [ khara-khara ] অব্য. বি. 1 কর্কশ শব্দ (দেওয়ালটা খরখর করছে); 2 দ্রুত চলার শব্দ (খরখর করে চলে গেল)। [ধ্বন্যা.]। খর-খরে বিণ. 1 কর্কশ; 2 বেশি চালাকচতুর ও চটপটে (খুব খরখরে ছেলে); 3 অনবরত কথা বলে এমন; 4 চঞ্চল (খরখরে স্বভাব)।

খরগোশ [ kharagōśa ] বি. শশক, দ্রুতগামী লম্বা কান ও ছোট লেজবিশিষ্ট নিরামিষাশী জন্তুবিশেষ। [ফা. খর্গোশ্]।

খরচ, খরচা [ kharaca, kharacā ] বি. ব্যয়। [ফা. খর্চ্]। খরচ-খরচা, খরচ-পত্র বি. নানারকম ব্যয়; অতিরিক্ত খরচ। খরচে, খরুচে বিণ. অত্যধিক খরচ করে এমন।

খরজ [ kharaja ] বি. সংগীতের স্বরগ্রামের প্রথম সুর, ষ়ড়্জ; সা। [সং. ষড়্জ]।

খরমুজ, খরমুজা [ kharamuja, kharamujā ] বি. ফুটিজাতীয় ফলবিশেষ। [ফা. খরবুজহ্]।

খরশান, খরশুলা [ kharaśāna, kharaśulā ] যথাক্রমে খর2 ও খোলশোলা দ্র।

খরা [ kharā ] বি. 1 রৌদ্র; 2 গ্রীষ্ম; 3 অনেক দিন ধরে একটানা অনাবৃষ্টি। ☐ ক্রি. কড়া করে ভাজা। ☐ বিণ. কড়া ভাজা হয়েছে এমন। [সং. খর + বাং. আ]।

খরাজ [ kharāja ] বি. যে জমির কর দিয়ে হয়। [ফা. খিরাজ]।

খরাদ [ kharāda ] বি. কুঁদযন্ত্রে কাঠ চেঁছে মসৃণ করা। [আ.]।

খরানি [ kharāni ] বি. (আঞ্চ.) রৌদ্রময় ও বৃষ্টিহীন দিন।

খরিদ [ kharida ] বি. ক্রয়, কেনা। [ফা. খরিদ]। ̃ দার, খদ্দের বি. ক্রেতা। ̃ মূল্য বি. যে-দামে কেনা হয়েছে। খরিদা বিণ. ক্রীত (খরিদা সম্পত্তি)।

খরিফ [ kharipha ] বি. হেমন্তকালীন শস্য। ☐ বিণ. উক্ত অর্থে। [আ.]।

খরোষ্ঠী [ kharōṣṭhī ] বি. প্রাচীন ভারতের উত্তর-পশ্চিম প্রান্তে প্রচলিত লিপিবিশেষ। [সং. খরোষ্ট্রি]।

খর্জূর [ kharjūra ] বি. খেজুর গাছ বা তার ফল। [সং. খর্জ্ + ঊর]।

খর্পর [ kharpara ] বি. 1 খাপরা; খোলা, মাটির পাত্রের টুকরো; 2 মড়ার মাথার খুলি; 3 ভিক্ষাপাত্র; 4 চোর। [সং. কর্পর > প্রাকৃ. খর্পর]।

খর্ব [ kharba ] বিণ. 1 খাটো, বেঁটে (খর্বকায়); 2 ছোট, হীন (গর্ব খর্ব হওয়া)। ☐ বি. সহস্র কোটি সংখ্যা। [সং. খর্ব্ + অ]।

খল1 [ khala1 ] বিণ. 1 হিংসক, হিংসাকারী; 2 কপট, ক্রূর; 3 নীচ। [সং. √খল্ + অ]। বি. ̃ তা। ̃ নায়ক বি. (নাটকে) নায়ক বা নায়িকার দুর্বৃত্ত শত্রু, villain.

খল2 [ khala2 ] বি. ওষুধ পেষণ করার পাত্রবিশেষ; 2 (বিরল) ধান মাড়াইয়ের স্হান; খামার। [সং. √খল্ (সঞ্চয়ে) + অ]। ̃ নুড়ি বি. ওষুধ পেষণের পাত্র ও দণ্ড।

খল-খল [ khala-khala ] অব্য. জোর হাসির শব্দ (শিশুটি খলখল করে হেসে উঠল)। [ধ্বন্যা.]।

খলট [ khalaṭa ] (আঞ্চ.) বি. 1 ধান মা়ড়াইয়ের স্হান; 2 উঠান। [দেশি-তু. সং. খল2]।

খলতি [ khalati ] বি. 1 ইন্দ্রলুপ্ত, টাক; 2 টেকো লোক। ☐ বিণ. টাকযুক্ত, টেকো। [সং. √স্খল্ + অতি]।

খল-বল [ khala-bala ] অব্য. অল্প জলে বা জলপূর্ণ পাত্রে মাছ লাফানোর শব্দ (হাঁড়িতে জিয়ল মাছগুলো খলবল করছে)। [ধ্বন্যা.]। খল-বলানো ক্রি. বি. খলবল করা।

খলি [ khali ] বি. খইল, খোল। [সং. √খল্ (চলনে) + ই]।

খলিত [ khalita ] বিণ. 1 টাকযুক্ত; 2 পতিত, চ্যুত, ভ্রষ্ট; 3 শিথিল (খলিত বসন)। [সং. < স্খলিত]।

খলিন, খলীন [ khalina, khalīna ] বি. লাগাম; ঘোড়ার মুখে বল্গা বাঁধার লৌহদণ্ড। [সং. খ + লীন, মুখে সংলগ্ন এই অর্থে]।

খলিফা [ khaliphā ] বি. 1 ওস্তাদ কারিগর; 2 দরজি; 3 মুসলমানজগতের শ্রেষ্ঠ নৃপতি ও ধর্মনেতার উপাধি; 4 (ব্যঙ্গে) ওস্তাদ বা ধূর্ত ব্যক্তি। ☐ বিণ. (ব্যঙ্গে) ওস্তাদ বা ধূর্ত (আচ্ছা খলিফা লোক তো!)। [আ. খলীফা]।

খলিশা, (কথ্য) খলশে [ khaliśā, (kathya) khalaśē ] বি. কইজাতীয় ছোট মাছবিশেষ। [সং. খলিশ বা খলেশয়]।

খলিল [ khalila ] বি. ঘনিষ্ঠ বন্ধু, বিশেষ বন্ধু। [আ. খলীল্]।

খল্বাট, খল্লিট [ khalbāṭa, khalliṭa ] বি. টেকো লোক। [সং. √স্খল্ ধাতুজ]।

খস [ khasa ] অব্য. খসে পড়ার শব্দ। [ধ্বন্যা.]। ̃ খস1 অব্য. শুকনো পাতা বস্ত্র প্রভৃতি পড়ার বা পরস্পর ঘর্ষণের শব্দ। ̃ খসানি বি. খসখস শব্দ (শুকনো পাতার খসখসানি)। ̃ খসে বিণ. 1 খসখস শব্দ করে এমন; 2 অমসৃণ, কর্কশ (কাপড়ের জমিটা খসখসে, গায়ের চামড়া খসখসে)।

খস-খস2 [ khasa-khasa2 ] বি. 1 বেনার মূল, উশীর; 2 খসখসের তৈরি আচ্ছাদন বা পরদা। [ফা. খস্]।

খসড়া [ khasaḍ়ā ] বি. 1 মুসাবিদা, draft; 2 নকল বা পাণ্ডুলিপি (চিঠির খসড়া, দলিলের খসড়া)। [আ. খস্রা]।

খসম [ khasama ] বি. স্বামী, পতি (আমার খসমের দিব্যি)। [আ. খস্ম]।

খসা [ khasā ] ক্রি. খুলে পড়ে যাওয়া (খিল খসে গেছে); 2 ঢিলে হয়ে যাওয়া (কাপড় খসা); 3 বিচ্যুত হওয়া ('মালা হতে খসে-পড়া ফুলের একটি দল': রবীন্দ্র); 4 ধসে যাওয়া, ভেঙে পড়া (দেওয়ালের চুনবালি খসে যাচ্ছে); 5 নির্গত হওয়া (মুখ থেকে কথা খসছে না) ; 6 খরচ হওয়া (আজ আমার একশো টাকা খসল) ; 7 মৃত্যু হওয়া (বুড়োটা খসেছে); 8 পালিয়ে যাওয়া (চোরটা খসে পড়েছে)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ বিণ. খসে পড়েছে এমন, স্খলিত, বিচ্যুত (গাছ থেকে খসা আম, হার থেকে খসা পুঁতি)। [বাং. √খস্ + আ-তু. সং. √স্খল্]। ̃ নো ক্রি. খসিয়ে ফেলা। ☐ বি. স্খলন। ☐ বিম. স্খলিত, বিচ্যুত।

খাই2 [ khāi2 ] বি. 1 গর্ত, খাত; 2 পারিখা, গড়খাই ('কৈল খাই সমুদ্রসমান': কাশী.) ; 3 গভীরতা (চার হাত খাই)। [সং. খাত]।

খাই3 [ khāi3 ] ক্রি. আহার করি। ☐ বি. ভোজন। [বাং. √খা (সং. √খাদ্) + ই]। ̃ খরচ, ̃ খরচা বি. খাওয়াদাওয়া বাবদ খরচ, খাওয়ার জন্য যে টাকা খরচ হয়। খাই খাই করা ক্রি. বি. সর্বদা খাওয়ার জন্য লালসা প্রকাশ করা। ̃ খালাশি বিণ. জমির উপস্বত্ব থেকে ঋণ পরিশোধের শর্তবিশিষ্ট। ̃ য়ে বিণ. ভোজনপটু, প্রচুর খেতে পারে বা খেতে ভালোবাসে এমন (খাইয়ে লোককে খাইয়েও সুখ)।

খাওন [ khāōna ] বি. (আঞ্চ.) ভোজন, আহার (নেমন্তন্ন বাড়িতে খাওনটা মন্দ হয়নি)। [বাং. √খা + অন]।

খাওয়া [ khāōẏā ] ক্রি. 1 ভোজন করা, আহার করা; 2 পান করা (চা দুধ খাওয়া) ; 3 সেবন করা (হাওয়া খেতে বেরিয়েছি); 4 ভোগ করা, সহ্য করা (মার খাওয়া, গালি খাওয়া); 5 উত্কোচ বা ঘুষ নেওয়া (পয়সা খেয়েছে, ঘুষ খেয়েছে); 6 দংশন করা (সাপে খেয়েছে); 7 নষ্ট করা, কলঙ্কিত করা (চোখের মাথা খেয়েছ নাকি?) ছেলেটার মাথা খাচ্ছ কেন?); 8 গ্রাস করা (আমার সব সম্পত্তি মহাজনে খেয়েছে); 9 শেষ করা, বিনষ্ট করা (স্বামী-পুত্র খেয়ে এখন বাপের বাড়িতে এসে উঠেছে); 1 টেনে নেওয়া, শোষা (যন্ত্রটা বেশ তেল খায়) ; 11 (চুম্বন ইত্যাদি) দেওয়া (চুমু খাওয়া); 12 (আদর) পাওয়া (মায়ের আদর খাচ্ছে); 13 খাটা, উপযুক্ত হওয়া (খাপ খায় না)। ☐ বি. ভোজন। ☐ বিণ. খাওয়া হয়েছে এমন। [বাং. √খা + আ]। ̃ দাওয়া বি. পানভোজন ; আহারাদি। ̃ নো ক্রি. (অন্যকে) ভোজন বা পান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ̃ পরা বি. খাওয়াদাওয়া ও পোশাক-আশাক (আমি কারও খাওয়াপরার দায়িত্ব নিতে পারব না)। ̃ র জল. খাবার জল বি. পানীয় জল।

খাঁ [ khā ] বি. 1 সম্ভ্রসূচক মুসলমানি উপাধিবিশেষ। [ফা. খান্]।

খাঁই [ khām̐i ] বি. 1 আকাঙ্ক্ষা, লালসা, লোভ (টাকার খাঁই); 2 পাওয়ার ইচ্ছা, দাবি (তুমি ওর খাঁই মেটাতে পারবে?)। [< সং. আকাঙ্ক্ষা়]।

খাঁকতি [ khān̐kati ] বি. 1 অভাব; 2 লোভ, খাঁই (টাকার খাঁকতি)। [দেশি]।

খাঁকার, খাঁকারি, খাঁকরি [ khān̐kāra, khān̐kāri, khān̐kari ] বি. গলা সাফ করার শব্দ; কৃত্রিম কাশির শব্দ। [দেশি-তু. হি. খঁখার]।

খাঁ খাঁ [ khā n̐khā ] অব্য. শূন্যতা নির্জনতা বা ব্যাকুলতার ভাব প্রকাশ (বাড়িটা খাঁ খাঁ করছে; মন খাঁ খাঁ করা)। [দেশি]।

খাঁচা [ khān̐cā ] বি. 1 পিঞ্জর (পাখির খাঁচা); 2 পিঞ্জরের আকৃতিবিশিষ্ট বস্তু (বুকের খাঁচা, সিংহের খাঁচা)। [হি. খাঁচা-তু. সং. কঞ্চিকা]।

খাঁজ [ khān̐ja ] বি. 1 রেখা; ইট কাঠ প্রভৃতির জোড়ের মুখে লম্বা ফাঁক (খাঁজ ভরাট করা); 2 ভাঁজ (খাঁজ-কাটা)। [তু. হি. খাঁচ (=সন্ধি, জোড়া)]। খাঁজ-কাটা বিণ. খাঁজ রয়েছে এমন, খাঁজযুক্ত।

খাঁটি1 [ khān̐ṭi1 ] বি. দেশি মদ। [ইং. country?]।

খাঁটি2 [ khān̐ṭi2 ] বিণ. 1 বিশুদ্ধ, ভেজালহীন (খাঁটি দুধ); 2 অকৃত্রিম, আসল (খাঁটি সোনা) ; 3 সাধুচরিত্রবিশিষ্ট (খাঁটি লোক); 4 সত্য (খাঁটি কথা বলবে)। [দেশি]।

খাঁড় [ khān̐ḍ় ] বি. দানাওয়ালা গুড়। [সং. খণ্ড]।

খাঁড়া, খাণ্ডা [ khān̐ḍ়ā, khāṇḍā ] বি. খড়্গ (খাঁড়ার ঘা)। [সং. খড়্গ]।

খাঁড়ি, খাড়ি [ khān̐ḍ়i, khāḍ়i ] বি. 1 (সাগরসংগমের নিকটবর্তী) সরু শাখানদী; 2 নদীর মোহানা; 3 সাগর নদী খাল প্রভৃতির সংকীর্ণ অংশ। [দেশি]।

খাঁদা, খ্যাঁদা [ khān̐dā, khyān̐dā ] বিণ. চ্যাপটা বা অনুন্নত নাকবিশিষ্ট। [দেশি়]। বিণ. (স্ত্রী.) খাঁদিখাঁদা-বোঁচা বিণ. 1 নাক-কান দুই-ই কাটা গেছে এমন; 2 নাক-থেবড়া; 3 কুত্সিতদর্শন। খেঁদি বিণ. বি. (স্ত্রী.) 1 নাক কান দুই-ই কাটা গেছে এমন (স্ত্রীলোক); 2 চ্যাপটা নাকবিশিষ্টা; 3 কুত্সিতদর্শনা, কুরূপা।

খাক [ khāka ] বি. ছাই, ভস্ম (পুড়ে খাক হয়ে গেছে)। [ফা. খাক্=ধূলি]।

খাক-সার [ khāka-sāra ] বি. 1 দীন সেবক; (ইসলামি রীতিতে চিঠিপত্রের শেষে নাম স্বাক্ষরের আগে লিখিত) অকিঞ্চন; 2 মুসলমানদের রাজনৈতিক দলবিশেষ। [আ. খাক্সার্]।

খাকি1 [ khāki1 ] বিণ. ছাই রঙের, ছাইরঙা; বাদামি বা কপিল রঙের (খাকি জামা, খাকি পোশাক)। [ফা. খাক্ + বাং. ই]। খাকি2, খাগি বিণ. (স্ত্রী.) (সাধারণত নিন্দার্থে বা গালি হিসাবে ব্যবহৃত) ভক্ষণকারিণী (চোখখাকি, গতরখাকি, ভাতারখাকি)। [সং. খাদিকা]। খেকো, -খেগো বিণ. খাদক, ভক্ষণকারী (মানুষখেকো বাঘ)।

খাগ [ khāga ] বি. 1 খাগড়ার নল; 2 খাগড়ার নল দিয়ে তৈরি কলম। [বাং. খাগড়া]।

খাগড়া [ khāgaḍ়ā ] একরকম বড় ঘাস বা শর (খরগোশটা খাগড়া বনে লুকাল)। [সং. খগ্গড়]।

খাগড়াই [ khāgaḍ়āi ] বিণ. মুরশিদাবাদ জেলার অন্তর্গত খাগড়ানামক স্হানে নির্মিত (খাগড়াই বাসন)। [বাং. খাগড়া + ই]।

খাজনা, খাজানা [ khājanā, khājānā ] বি. রাজস্ব; জমিদার বা সরকারের প্রাপ্য কর; জমিদার বা সরকার প্রজার কাছ থেকে যে ভূমিকর পান। [আ. খজানা]। ̃ খানা বি. কোষাগার।

খাজা [ khājā ] বি. ময়দার তৈরি মিঠাইবিশেষ (খাজাগজা খাই না)। ☐ বিণ. 1 শক্তি, কচ্কচে (খাজা কাঁঠাল); 2 নিরেট বোকা; অপদার্থ (আচ্ছা খাজা লোক তো)। [সং. খাদ্য > খজ্জ > খাজা]।

খাজাঞ্চি [ khājāñci ] বি. কোষাধ্যক্ষ, treasurer. [আ. খজানা + তুর্. চি]। ̃ খানা বি. কোষাগার।

খাঞ্জা খাঁ [ khāñjā khā ] বি. যে ব্যক্তি (খান্জহান্ খাঁয়ের মতো) নবাবি চালে চলে। [ফা. খান্জহান্ খাঁ]।

খাট1 [ khāṭa1 ] বি. পর্যঙ্ক, পালংক; খাটিয়া। [সং. খট্বা]।

খাটনি [ khāṭani ] দ্র খাটুনি

খাটলি [ khāṭali ] দ্র খাটুলি

খাটা [ khāṭā ] ক্রি. 1 পরিশ্রম করা (পরীক্ষার জন্য খুব খাটছে); 2 কাজ করা (বাড়িতে এখন মিস্ত্রি খাটছে) ; 3 মানানসই হওয়া (ঘরের সঙ্গে আসবাবপত্র ঠিক খাটছে না); 4 নিয়োজিত বা বিনিযুক্ত হওয়া (ব্যবসায়ে আমার টাকা খাটছে); 5 যথাযথ হওয়া (তোমার সম্বন্ধে একথা খাটে না)। ☐বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 খেটেছে এমন (খাটা কথা, খাটা টাকা); 2 যার জন্য (মেথরকে) খাটতে হয় (খাটা পায়খানা)। [বাং. √খাট্ + আ]। ̃ নো ক্রি. 1 অপরকে দিয়ে খাটিয়ে নেওয়া; 2 পরিশ্রম করানো (শরীরটাকে একটু খাটাও, মাথা খাটানো); 3 কাজ করানো (মিস্ত্রি খাটিয়ে খাই); 4 বিনিয়োগ করা (টাকা খাটানো, বুদ্ধি খাটানো); 5 স্হাপন করা (তাঁবু খাটানো); 6 লাগানো, পরানো (ছবিতে ফ্রেম খাটানো); 7 টাঙানো (আলনা খাটানো, মশারি খাটানো)। ☐ বি. উক্ত সব অর্থে। খাটা পায়খানা বি. যে পায়খানা মেথরে খেটে বা পরিশ্রম করে সাফ করে।

খাটাল [ khāṭāla ] বি. 1 গৃহতল, ঘরের মেঝে; 2 অন্তর, মধ্যস্হল; 3 গোরুমোষ রাখার স্হান, বাথান, গোয়াল। [দেশি]।

খাটাশ [ khāṭāśa ] দ্র খটাশ

খাটিয়া [ khāṭiẏā ] বি. 1 ছোট খাটবিশেষ; 2 দড়ি ও বাঁশ দিয়ে তৈরি হালকা খাটবিশেষ। [সং. খট্টিকা]।

খাটিয়ে [ khāṭiẏē ] বিণ. পরিশ্রমী, খাটতে পারে এমন (খুব খাটিয়ে লোক)। [বাং. √খাট্ + ইয়ে]।

খাটুনি, খাটনি [ khāṭuni, khāṭani ] বি. পরিশ্রম, মেহনত; চেষ্টা। [বাং. √খাট্ + উনি, অনি]।

খাটুলি, খাটলি [ khāṭuli, khāṭali ] বি. ছোট খাটবিশেষ, খাটিয়া; মড়া বহন করার খাট। [বাং. খাট (সং. খট্বা) + উলি, অলি]।

খাটো [ khāṭō ] বিণ. 1 আকৃতিতে ছোট, বেঁটে, লম্বা নয় এমন (খাটো গড়ন); 2 মৃদু, চাপা, অনুচ্চ (খাটো গলায় কথা বলা); 3 হীন (খাটো নজর, যোগ্যতায় কারও চেয়ে খাটো নয়)। [দেশি]। খাটো করা ক্রি. বি. ছোট করা; হীন বা অপমানিত করা। খাটো হওয়া ক্রি. বি. অপমানিত বা হীন হওয়া; হীন বোধ করা।

খাট্টা [ khāṭṭā ] বি. টক স্বাদ, অম্ল স্বাদ। ☐ বিণ. 1 টক, টকো, অম্ল স্বাদযুক্ত; 2 (কথ্য) বিগড়ে গেছে এমন, বিরক্ত (মেজাজ খাট্টা হওয়া)। [হি. খট্টা]।

খাড়ব [ khāḍ়ba ] বি. সংগীতে ছয়টি স্বরবিশিষ্ট রাগ। [সং. ষাড়ব]।

খাড়া [ khāḍ়ā ] বিণ. 1 সোজাভাবে দাঁড়িয়ে আছে এমন (এক পায়ে খাড়া হয়ে আছে); 2 লম্বভাবে অবস্হিত, perpendicular (খাড়া পাহাড়); 3 একটানা, পুরো (খাড়া দুই ক্রোশ পথ)। ☐ বি. ডাঁটা (সজনের খাড়া)। [দেশি]। ̃ বি. উচ্চতা। ̃ খাড়ি ক্রি-বিণ. লম্বালম্বি (খাড়াখাড়িভাবে শুয়ে আছে)।

খাড়ু, খাড়ুয়া [ khāḍ়u, khāḍ়uẏā ] বি. হাতের বা পায়ের বলয় বা বালাবিশেষ। [দেশি]।

খাণ্ডব [ khāṇḍaba ] বি. মহাভারতের বর্ণিত ইন্দ্রপ্রস্হের নিকটস্হ অরণ্যবিশেষ। [সং. খণ্ডু + অ]। ̃ দাহন বি. কৃষ্ণার্জুনের সহায়তায় অগ্নির দ্বারা খাণ্ডব বন দাহন। খাণ্ডবানল বি. যে অগ্নিতে খাণ্ডব বন দগ্ধ হয়েছিল; (আল.) ভয়ংকর অগ্নিকাণ্ড।

খাণ্ডিক [ khāṇḍika ] বি. ময়রা; যে গুড় বা মিঠাই প্রস্তুত করে। [সং. খণ্ড (=আখের গুড়) + ইক]।

খাত [ khāta ] বি. (উচ্চা. খাত্) 1 খনিত স্হান, গর্ত, খানা; 2 পুকুর; 3 খাঁড়ি; 4 খনি; 5 গড়খাই, পরিখা, প্রণালী; 6 যাওয়া-আসার পথ (নানা খাতে খরচ)। ☐ বিণ. (উচ্চা. খাতো) খনন করা হয়েছে এমন, খনিত (স্বখাত সলিল)। [সং. √খন্ + ত]।

খাতক [ khātaka ] বি. অধর্মণ, দেনাদার, ঋণী (খাতকদের কাছ থেকে টাকা আদায় করা যাচ্ছে না)। [< সং. খাদক]।

খাতা [ khātā ] বি. লেখার বা হিসাবের পুস্তকবিশেষ; লেখার জন্য একত্র বাঁধা কাগজ। [ফা. খত্]। খাতা খোলা ক্রি. বি. হিসাব আরম্ভ করা। ̃ পত্র বি. নানান বিষয়ের বা নানাবিধ খাতা। ̃ বন্দি বি. বিণ. হিসাব নির্ধারণ; হিসাবের বইয়ের অন্তর্ভুক্ত। খাতা লেখা ক্রি. বি. দোকান বা ব্যাবসা প্রতিষ্ঠানের জমা-খরচ খাতায় লেখা।

খাতির [ khātira ] বি. 1 সম্মান, সমাদর, কদর (সেখানে সে খুব খাতির পেল); 2 প্রভাব (তার খাতিরেই কাজটা হল); 3 সৌহার্দ্য, সম্প্রীতি (তার সঙ্গে আমার যথেষ্ট খাতির আছে) ; 4 কারণ, গরজ, নিমিত্ত (সত্যের খাতিরে বলতেই হয়, চাকরির খাতিরে)। [আ. খাতর্]। খাতির করা ক্রি. বি. সমাদর বা আপ্যায়ন করা। ̃ জমা বি. নিশ্চয়তা; দৃঢ় ধারণা; নিশ্চিন্ততা। ☐ বিণ. নিশ্চিন্ত। ̃ দারি বি. সমাদর; আতিথ্য। ̃ নাদারত, ̃ নাদারদ বিণ. যে কাউকে খাতির করে কথা বলে না, যে কারও খাতিরে উচিত কথা বলতে পিছপা নয়; স্পষ্ট বক্তা। ☐ বি. উপেক্ষা।

খাতুন, খানুম [ khātuna, khānuma ] বি. মুসলমান মহিলাদের নামের শেষে প্রযোজ্য উপাধিবিশেষ। [তুব. আ. খাতুন্, খানুম্]।

খাদ1 [ khāda1 ] বি. সোনারুপোর সঙ্গে মিশ্রিত অন্য ধাতু, পান (এই সোনায় একটু বেশি খাদ আছে)। [সং. ক্ষয়দ]।

খাদ2 [ khāda2 ] বি. 1 (সংগীতে) নিম্ন স্বর; 2 খনিত স্হান; গর্ত; পরিখা; 3 খনি। [সং. খাত]।

খাদক [ khādaka ] বিণ. 1 ভক্ষক (নরখাদক); 2 পণ্যদ্রব্যের ভোক্তা বা ব্যবহারকারী, consumer. [সং. √খাদ্ + অক]।

খাদন [ khādana ] বি. ভোজন, আহার। [সং. √খাদ্ + অন]।

খাদা [ khādā ] বি. 1 জমির পরিমাণবিশেষ, 16 বিঘা; 2 কাঠের বা পাথরের তৈরি গামলাজাতীয় পাত্রবিশেষ। [দেশি]।

খাদি [ khādi ] বি. হাতে-কাটা বা চরকায় বোনা মোটা সুতার কাপড়বিশেষ, খদ্দর। [গুজ. খদ্দর]।

খাদিত [ khādita ] বিণ. ভক্ষিত, খাওয়া হয়েছে এমন। [সং. √খাদ্ + ত]।

খাদিম, খাদেম [ khādima, khādēma ] বি. 1 ভৃত্য, সেবক; 2 মসজিদের তত্ত্বাবধায়ক। [আ. খাদিম]।

-খাদী [ -khādī ] (-দিন্) বিণ. ভক্ষক (নরখাদী)। [সং. √খাদ্ + ইন]।

খাদ্য [ khādya ] বি. ভোজ্যদ্রব্য, খাবার জিনিস, খাবার। ☐ বিণ. ভোজনের যোগ্য (পশুর অখাদ্য)। [সং. √খাদ্ + য]। ̃ গ্রহণ বি. খাওয়া, আহার। ̃ নালী বি. জীবদেহের যে অন্ত্রপথে খাদ্যবস্তু পরিপাকের জন্য পরিবাহিত হয়, food canal. ̃ প্রাণ বি. খাদ্যবস্তুতে থাকে এমন জীবনীশক্তিবর্ধক পদার্থবিশেষ, ভিটামিন। খাদ্যাখাদ্য বি. খাওয়ার উপযুক্ত ও অনুপযুক্ত পদার্থ।

খান2 [ khāna2 ] বি. স্হান, জায়গা (এইখান, কোনখানে)। [ফা. খানহ্]।

খান3 [ khāna3 ] (নির্দেশক) অব্য. খণ্ড, টুকরো, সংখ্যাপরিমাণ, খানা (একখান, খানকয়েক)। [সং. খণ্ড]। ̃ কতক বি. বিণ. কয়েকটা (খানকতক শাড়ি)। ̃ খান অব্য. টুকরো টুকরো, খণ্ড় খণ্ড (ভেঙে খানখান করেছে)।

খানকি [ khānaki ] বি. (সচ. গালিতে) বেশ্যা। [ফা. খান্গী]। ̃ গিরি বি. বেশ্যাবৃত্তি। ̃ পনা বি. বেশ্যার মতো আচরণ।

খান-দান [ khāna-dāna ] বি. 1 বংশ; 2 বংশকৌলীন্য; আভিজাত্য; উচ্চবংশে জন্মের গৌরব (তোমার খানদানের কথা স্মরণ রেখে কাজ করবে)। [ফা. খান্দান]। খান-দানি বিণ. উচ্চবংশীয়; অভিজাত বা উচ্চশ্রেণির (খানদানি হোটেল, খানদানি চালচলন)।

খান-সামা [ khāna-sāmā ] বি. 1 খানদানি পরিবারের তত্ত্বাবধায়ক; 2 সম্ভ্রান্ত পরিবারের বা ব্যক্তির পরিচায়ক, খিদমতগার বা খাদ্যপরিবেশক। [ফা. খান্-সামান্]। ̃ গিরি বি. খানসামার কাজ বা বৃত্তি।

খানা1 [ khānā1 ] অব্য. টুকরো, খণ্ড, খান ('একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে': রবীন্দ্র); সংখ্যা-পরিমাণ, সংখ্যামাত্র (পাঁচখানা); বস্তু বা বিষয়ের নির্দেশকবিশেষ (বইখানা দাও)। [সং. খণ্ড]।

খানা2 [ khānā2 ] বি. গর্ত, খাদ, ছোট জলাশয় (গাড়িটা খানায় পড়েছে, খানাখন্দ দেখে গাড়ি চালিয়ো)। [পো. cana]। ̃ খন্দ, ̃ খোঁদল বি. গর্ত খাদ ইত্যাদি।

খানা3 [ khānā3 ] বি. স্হান, কক্ষ বা গৃহ (ডাক্তারখানা, গোসলখানা)। [ফা. খানা (=বাড়ি)]। ̃ তল্লাশ, ̃ তল্লাশি বি. (অপরাধীর বা আপত্তিকর বস্তুর সন্ধানে) গৃহাদি অনুসন্ধান। [ফা. খানা + আ. তলাশা]।

খানা4 [ khānā4 ] বি. 1 মুসলমানি বা বিলাতি কায়দায় রান্না-করা খাবারদাবার (আজ কোথায় খানা খাবে?); 2 ভোজ (খানাপিনা ভালোই হয়েছে)। [হি. খানা]। ̃ পিনা বি. পানভোজন; আহারাদি।

খানি [ khāni ] আদরার্থেখানা1 -এর রূপভেদ ('মুখখানি তার পড়ে মনে': রবীন্দ্র; নাতনির মুখখানি দেখে সব ভুলে গেলাম)।

খানিক [ khānika ] ক্রি-বিণ. অল্পসময়, কিছুক্ষণ (খানিক দাঁড়াও)। ☐ বিণ. অল্প, কিছু, কতক (খানিকক্ষণ)। [< সং. ক্ষণ]।

খানুম [ khānuma ] দ্র খাতুন

খানেক [ khānēka ] বিণ. প্রায় এক, একের কাছাকাছি (মিনিটখানেক, সেরখানেক)। [বাং. খান + এক]।

খানে-জাদ [ khānē-jāda ] বি. 1 ভৃত্য; 2 দাসীপুত্র। [ফা. খান-এ-জাদ]।

খাণ্ডার [ khāṇḍāra ] বিণ. কলহপ্রিয়, ঝগড়াটে। [দেশি]। খাণ্ডারি, খাণ্ডারনি বিণ. (স্ত্রী.) কলহপ্রিয়; উগ্রস্বভাবা।

খাপ [ khāpa ] বি. 1 অস্ত্র রাখার আধার (খাপ থেকে তরোয়াল বার করল); 2 কোষ, আধার (চশমার খাপ); 3 মিল, সামঞ্জস্য (খাপ খাওয়া); 4 ঘনত্ব, ঠাসবুনন (কাপড়ের খাপ, খাপযুক্ত কাপড়)। [< ফা. খাম্]। ̃ ছাড়া বিণ. বেমানান, অসংলগ্ন, অপ্রাসঙ্গিক, অসম্বন্ধ (খাপছাড়া বর্ণনা); অদ্ভুত (খাপছাড়া স্বভাবের লোক)। খাপা ক্রি. 1 খাপ খাওয়া, সামঞ্জস্যপূর্ণ বা সংগতিপূর্ণ হওয়া; 2 ছোট হয়ে যাওয়া (কাচলে কাপড়টা খেরে যাবে কি?)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। খাপানো ক্রি. বি. খাপ খাওয়ানো, মানানো; খাপি করা। খাপি বিণ. ঠাসবুননযুক্ত; মোটা (খাপি ধুতি)।

খাপচি [ khāpaci ] বি. চিমটি, খামচি (খাপচি কাটছ কেন?)। [দেশি]।

খাপছাড়া [ khāpachāḍ়ā ] দ্র খাপ

খাপরা [ khāparā ] বি. 1 ভাঙা কলসি মাটির হাঁড়ি ইত্যাদির টুকরো; 2 ঘর ছাওয়ার খোলা (খাপরার চাল)। [সং. খর্পর]। খাপরেল বি. 1 খোলায় ছাওয়া ঘর; 2 খোলা।

খাপি [ khāpi ] দ্র খাপ

খাপ্পা [ khāppā ] বিণ. ক্ষিপ্ত, অত্যন্ত ক্রুদ্ধ (অল্পেই এক খাপ্পা হয়ে ওঠ কেন?)। [ফা. খাফা]।

খাবরি [ khābari ] বি. মাটির বা কাঁসা-পিতলের পাত্র। [বাং. খাবরা + ই (সাদৃশ্যার্থে)]।

খাবল [ khābala ] বি. 1 হাতের খাবায় যতটা নেওয়া যায় (এক খাবল ভাত); 2 থাবা; কামড় (বাঘটা অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে তার ঘাড়ে খাবল দিল)। [সং. কবল]। খাবলা বি. খাবল (এক খাবলা ভাত)। ☐ ক্রি. খাবল দিয়ে ধরা, কামড়ানো (খাবলেছে)। খাবলানো বি. খাবল দিয়ে ধরা; কামড়; কামড়ে এক অংশ তুলে নেওয়া। ☐ বিণ. খাবল দিয়ে ধরা হয়েছে এমন; কামড়ানো হয়েছে এমন (খাবলানো মাংস)। ☐ ক্রি. খাবল দেওয়া।

খাবার [ khābāra ] বি. খাদ্যদ্রব্য; জলখাবার (খাবার খেয়ে বাইরে যাব)। ☐ বিণ. 1 খাদ্য, ভোজ্য, আহার্য, খাওয়ার উপযুক্ত (খাবার জিনিস); 2 পানীয় (খাবার জল)। [বাং. খাইবার < √খা]। ̃ ওয়ালা বি. খাবার জিনিসের বিক্রেতা; মিষ্টান্ন ইত্যাদি বিক্রেতা।

খাবি [ khābi ] বি. নিশ্বাস বাধাপ্রাপ্ত হলে নিশ্বাস গ্রহণের চেষ্টায় মুখ ব্যাদান। [দেশি]। খাবি খাওয়াঁ ক্রি. বি. 1 বাধাপ্রাপ্ত নিশ্বাস গ্রহণের জন্য শেষ চেষ্টা করা; 2 (আল.) বিপদ থেকে উদ্ধার পাবার জন্য প্রাণপণ চেষ্টা করা।

খাম1 [ khāma1 ] বি. স্তম্ভ, থাম, খুঁটি। [সং. স্তম্ভ > থাম > খাম]। ̃ আলু বি. মোটা কন্দবিশেষ, চুপড়ি আলু।

খামকা, খামোকা, খামোখা [ khāmakā, khāmōkā, khāmōkhā ] ক্রি-বিণ. 1 অকারণে, অনর্থক (খামোকা ছেলেটাকে বকছ কেন?); 2 হঠাত্। [ফা. খো আমখো + বাং. আ]।

খাম-খেয়াল [ khāma-khēẏāla ] বি. চিত্তের অস্হিরতা; হঠাত্ বা অদ্ভুত খেয়াল; অদ্ভুত বা অসার কল্পনা।[ফা. খাম্ + আ. খেয়াল]। খাম-খেয়ালি বিণ. অদ্ভুত খেয়ালবিশিষ্ট; খেয়ালের বশে হঠাত্ হঠাত্ কোনো কাজ করে বসে এমন (আমার বাবা ছিলেন খুব খামখেয়ালি লোক)। খাম-খেয়ালি-পনা বি. খেয়ালি বা খামখেয়ালি স্বভাব (খামখেয়ালিপনার জন্য তার যথেষ্ট ক্ষতি হয়েছে)।

খামচ [ khāmaca ] বি. থাবা, খাবল। [দেশি]। খামচা বি. খামচ, থাবা (এক খামচা নুন নিল)। ☐ ক্রি. খাবলানো, খামচানো (আমার পিঠে ওভাবে খামচাচ্ছ কেন?)। খামচানো ক্রি. আঁচড়ানো, খাবলানো; নখ দিয়ে আঁচড়ানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। খামচি বি. নখের আঘাত; খাবল।

খামটি [ khāmaṭi ] বি. 1 মালকোঁচা; 2 রাগে বা আক্রোশে উপরের পাটির দাঁত দিয়ে নীচের ঠোঁট কামড়ে ধরা (মুখখামটি)। [দেশি]।

খামতি [ khāmati ] বি. 1 ঘাটতি; 2 ত্রুটিবিচ্যুতি (ভাষার উজ্জ্বলতা এই প্রবন্ধের যুক্তির খামতিকে পুষিয়ে দিয়েছে)। [দেশি]।

খামার [ khāmāra ] বি. শস্য মাড়াই করার ও রাখার স্হান (খেত-খামার, খামার বাড়ি)। [হি. খামার্]।

খামি1 [ khāmi1 ] বি. 1 অলংকারের মধ্যাংশ; 2 কণ্ঠহারের বলয়ের মধ্যে সংযোগকারী আংটা (খামি-দেওয়া হার)। [ফা. খম্]।

খামি2, খামির [ khāmi2, khāmira ] বি. জিলাপি বা অনুরূপ খাদ্যদ্রব্য তৈরি করার গাঁজ, yeast. [আ. খমীর]। খামিরা, খাম্বিরা বি. মশলাযুক্ত তামাকবিশেষ।

খামোশ [ khāmōśa ] অব্য. অনু-ক্রি. চুপ করো; চুপ। [ফা.খামোশ্]।

খাম্বা [ khāmbā ] বি. থাম, খাম, স্তম্ভ। [খাম < সং, স্তম্ভ]।

খাম্বাজ [ khāmbāja ] বি. সংগীতের সন্ধ্যাকালীন রাগিণীবিশেষ, খাম্বাবতী। [দেশি]।

খাম্বিরা [ khāmbirā ] দ্র খামির

খারাপ [ khārāpa ] বিণ. 1 মন্দ, বদ (খারাপ কাজ, খারাপ লোক); 2 খেলো, নিকৃষ্ট, বাজে (খারাপ কাপড়) ; 3 দুষ্ট, নষ্ট (খারাপ চরিত্রের লোক); 4 অভদ্র (খারাপ ব্যবহার); 5 অশ্লীল, অশালীন (খারাপ কথা); 6 রুক্ষ, উগ্র (খারাপ মেজাজ) ; 7 দুঃখিত, ব্যথিত (মন খারাপ); 8 অসুস্হ (শরীর খারাপ) ; 9 বিকল, অব্যবহার্য (ফোন খারাপ হয়েছে); 1 দুর্দশাগ্রস্ত (খারাপ অবস্থা); 11 দুশ্চিকিত্ স্য ; সংক্রামক (খারাপ রোগ); 12 দূষিত (খারাপ রক্ত) ; 13 অশুভ (খারাপ দিন); 14 কুশ্রী, অসুন্দর (খারাপ চেহারা) ; 15 বিকৃত (মাথা খারাপ); 16 নোংরা (মুখ খারাপ করা); 17 অসত্ মতলব বা অভিপ্রায়যুক্ত (খারাপ নজর, খারাপ দৃষ্টি)। [আ. খরাব্]।

খারাবি [ khārābi ] বি. 1 ক্ষতি; 2 বদমায়েশি; 3 সর্বনাশ। [আ. খারাব্]। খুন-খারাবি, খুন-খারাব, খুন-খারাপি বি. 1 দাঙ্গাহাঙ্গামা; হত্যাকাণ্ড ; 2 টকটকে লাল রংবিশেষ।

খারিজ [ khārija ] বিণ. 1 বাতিল, অগ্রাহ্য (তোমার আবেদন খারিজ হয়ে গেছে); 2 পরিত্যক্ত (ওই পরিকল্পনা অনেকদিন আগেই খারিজ হয়ে গেছে); পরিবর্তিত। ☐ বি. 1 পরিবর্তন ; 2 বর্জন (নাম খারিজ করা, খারিজের দরখাস্ত)। [আ. খারিজ]। খারিজা বিণ. খারিজ করা হয়েছে এমন (খারিজা দরখাস্ত)।

খাল [ khāla ] বি. 1 খাত, খাদ; 2 জলনালি, প্রণালী, canal; 3 নিম্নভূমি (জায়গাটায় খাল হয়ে জল জমেছে); 4 দেহের খিঁচুনি বা আড়ষ্টভাব, খিল (খাল ধরা) ; 5 ছাল, চামড়া (গায়ের খাল খুলে নেওয়া)। [সং. খল্ল]। ̃ বিল বি. জলাভূমি ও নিম্নভূমি; জলা (আমাদের গাঁয়ে খালবিল খুব কম)।

খালসা [ khālasā ] বি. গুরু গোবিন্দের মতাবলম্বী শিখ সম্প্রদায়বিশেষ। ☐ বিণ. বিশুদ্ধ, খাঁটি। [আ. খালিস]।

খালা [ khālā ] বি. (স্ত্রী.) (মুস.) খালাতো বিণ. মাসতুতো (খালাতো ভাই)।

খালাস [ khālāsa ] বি. 1 মুক্তি, রেহাই, অব্যাহতি (অভিযোগ থেকে খালাস পাওয়া); 2 (আঞ্চ.) প্রসব (পোয়াতিদের খালাসের ব্যবস্হা); 3 দায়মুক্তি (তুমি তো বলেই খালাস) ; 4 বন্দি অবস্থা থেকে মুক্তি (জেল থেকে খালাস পেয়েছে) ; 5 ছাড়ানো (মাল খালাস করা)। ☐ বিণ. 1 খালি, শূন্য (ঘর খালাস করা); 2 দায়মুক্ত (একবার বলেই খালাস হলাম); 3 প্রসূতা (পোয়াতি খালাস হয়েছে)। [আ. আখ্লস্]।

খালাসি1 [ khālāsi1 ] বিণ. খালাস করা হয়েছে এমন (খালাসি মাল)। [বাং. খালাস + ই]।

খালাসি2 [ khālāsi2 ] বি. 1 জাহাজ-স্টিমারে বা সৈন্যবিভাগে নিযুক্ত নিম্নশ্রেণির কর্মচারী ; 2 ভারী বস্তু ওঠানো-নামানোর কাজে নিযুক্ত ভৃত্য বা শ্রমিক। [আ. খালাস্]।

খালি1 [ khāli1 ] বি. (মুস.) মাসি, খালা। [দেশি]।

খালি2 [ khāli2 ] বিণ. 1 শূন্য, রিক্ত, নিঃশেষ (খালি হাত, খালি কলসি); 2 ফাঁকা (খালি কামরা); 3 কেবল, ক্রমাগত (খালি বায়না, খালি কান্না)। ☐ ক্রি-বিণ. 1 কেবল, শুধু, মাত্র (খালি বসব, আমি খালি দেখব); 2 সর্বদা (ছেলেটা খালি কাঁদছে)। [আ. খালী]। খালি খালি ক্রি-বিণ. অনর্থক (খালি খালি আমাকে বকছ)। ☐ বিণ. প্রায় ফাঁকা (ঘরটা খালি খালি ঠেকছে)।

খালি-জুলি [ khāli-juli ] বি. ক্ষুদ্র জলস্রোত। [দেশি]।

খালিত্য [ khālitya ] বি. মাথার টাক, ইন্দ্রলুপ্ত। [সং. খলিত + য]।

খালু [ khālu ] বি. (মুস.) মেসো, মাসির স্বামী। [দেশি]।

খালুই [ khālui ] বি. বাঁশ বা সরু কাঠের ফালি দিয়ে তৈরি মাছের ঝুড়িবিশেষ; মাছ রাখার খাঁচা। [দেশি]।

খাস [ khāsa ] বিণ. 1 অসাধারণ (শাক দরবার); 2 নিজস্ব (খাস কামরা); 3 মালিকের সরাসরি অধিকারভুক্ত বা কর্তৃত্বাধীন (খাসদখল)। [আ. খাস্]। ̃ খামার বি. নিজের চাষবাসের জমি। ̃ মহল, ̃ মহাল, ̃ তালুক বি. যে জমি বা তালুক প্রজার কাছে বিলি না করে জমির মালিক সরাসরি নিজের তত্ত্বাবধানে রাখে (খাস তালুকের প্রজা)।

খাস-গেলাস [ khāsa-gēlāsa ] বি. 1 অভ্র থেকে প্রস্তুত কাচবিশেষ; 2 উক্ত কাচ থেকে গেলাসের আকারে তৈরি শোভাযাত্রাদিতে ব্যবহৃত বাতিদান। [ইং. cutglass]।

খাস-নবিশ [ khāsa-nabiśa ] বি. রাজা বা জমিদারের নিজস্ব মুনশি বা সচিব, private secretary. [আ. খাসনবীশ]।

খাস-বরদার [ khāsa-baradāra ] বিণ. বি. (প্রভুত্বের চিহ্নস্বপূর) দণ্ডধারী বা আসাসোঁটাধারী। [আ. খাসবর্দার্]।

খাসা [ khāsā ] বিণ. 1 উত্কৃষ্ট; চমত্কার (খাসা ছেলে); 2 উপাদেয় (খাসা রান্না হয়েছে)। [আ. খাসা]। খাসা দই বি. খুব ঘন ও সুমিষ্ট দই।

খাসি [ khāsi ] বি. ছিন্নমুষ্ক নপুংসক ছাগ (খাসির মাংস)। ☐ বিণ. ছিন্নমুষ্ক (খাসি মোরগ)। [আ. খসি]।

খাস্ত, খাস্তা1 [ khāsta, khāstā1 ] বিণ. নষ্ট, বিকৃত। [ফা. খস্তা]। সাত নকলে আসল খাস্তা বারবার বা ক্রমাগত নকল হতে হতে আসল বা মূলই হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়।

খাস্তা2 [ khāstā2 ] বিণ. 1 প্রচুর ঘিয়ের ময়ান-দেওয়া, মুচমুচে (খাস্তা কচুরি, খাস্তা বিস্কুট) ; 2 উত্কৃষ্ট। [ফা. খস্ত]।

খিঁচ1 [ khin̐ca1 ] বি. 1 সজোরে হাত-পা ইত্যাদি অঙ্গের চালনা (রোগীর হাত-পায়ের খিঁচ শুরু হয়েছে) ; 2 টান (খিঁচ ধরা)। খিঁচা, খেঁচা ক্রি. (হঠাত্) জোরে টান দেওয়া (দাঁড় খেঁচা, লাঠি খিঁচিয়ে এগিয়ে গেল); মুখ ইত্যাদির বিকৃত ভঙ্গি করা; ভেংচানো (দাঁত খেঁচা, মুখ খিঁচিয়ে বলল); হাত-পা সজোরে সঞ্চালন করা (হাত-পা খেঁচা)। [দেশি়]। খিঁচানো ক্রি. খিঁচা, খেঁচা। ☐ বিণ. খিঁচা র সব অর্থে। খিঁচুনি, খিচুনি, খিঁচনি, খিচনি বি. বিকৃত অঙ্গভঙ্গি বা অঙ্গের আক্ষেপ; ভেংচানি। খিঁচে নেওয়া বি. ক্রি. বলপূর্বক আদায় করা; কারও ইচ্ছার বিরুদ্ধে আদায় করা (ওর কাছ থেকে কিছু টাকা খিঁচে নিতে হবে)।

খিঁচ2 [ khin̐ca2 ] বি. 1 কাঁকর; 2 সামান্য ত্রুটি বা গোলযোগ (আগে খিঁচটা দূর করতে হবে) ; 3 টান; 4 মনান্তর (আমাদের মধ্যে একটা খিঁচ রয়েই গেছে) ; 5 তর্কবিতর্ক। [দেশি]।

খিচ-খিচ, খিচ-মিচ, খিচি-মিচি [ khica-khica, khica-mica, khici-mici ] অব্য. বি. ক্রমাগত বকুনি, তিরস্কার (সারাদিন এত খিচখিচ কর কেন?)। [দেশি]।

খিচুড়ি [ khicuḍ়i ] বি. চাল ও ডাল একত্র সিদ্ধ করে প্রস্তুত খাদ্যবস্তুবিশেষ; (আল.) বিসদৃশ নানা দ্রব্যের বা বিভিন্ন জাতীয় উপকরণের মিশ্রণ (তোমার ওই খিচুড়িভাষা আমি বুঝি না, সব কিছু নিয়ে একেবারে খিচুড়ি পাকিয়ে রেখেছ যে)। [সং. কৃশর]।

খিট-কেল [ khiṭa-kēla ] বি. (আঞ্চ.) গণ্ডগোল; ঝামেলা; ফ্যাসাদ (আমার চাকরি নিয়ে ভারি খিটকেল বেধেছে)। [দেশি]।

খিট-খিট, খিট-মিট [ khiṭa-khiṭa, khiṭa-miṭa ] বি. ক্রমাগত তিরস্কার বা অসন্তোষ প্রকাশ; খিচখিচ (সবসময় খিটখিট না করা ভালো মুখে ওর সঙ্গে দুটো কথা বলতে পার না?)। [দেশি]। খিট-খিটে বিণ. সর্বদা খিটখিট করে এমন (খিটখিটে স্বভাবের লোক).

খিটি-মিটি [ khiṭi-miṭi ] বি. সামান্য কারণে সর্বদা কলহ বা মনান্তর (স্বামী-স্ত্রীতে খিটিমিটি লেগেই আছে)। [দেশি]।

খিড়কি [ khiḍ়ki ] বি. বাড়ির পিছনের দরজা (খিড়কি দিয়ে চোর পালিয়েছে)। [< হি. খড়ক্কী]। খিড়কি পুকুর বি. বাড়ির পিছন দিকের পুকুর, সাধারণত যেখানে মেয়েরা বাসন মাজে ও কাপড় কাচে।

খিদ-মত, খিদ-মদ [ khida-mata, khida-mada ] বি. সেবা; পরিচর্যা (আল্লা তোমাকে এই খিদমতের পুরস্কার নিশ্চয় দেবেন)। [আ. খিদমত্]। ̃ গার বি. সেবক; ভৃত্য, পরিচায়ক; খানসামা। ̃ গারি বি. খিদমতগারের পেশা পদ বা কাজ।

খিদে [ khidē ] বি. (কথ্য) ক্ষুধা, আহারের ইচ্ছা। [সং. ক্ষুধা]। চোখের খিদে প্রকৃত খিদে না থাকা সত্ত্বেও চোখের সামনে খাদ্যবস্তু থাকায় যে খিদের উদ্রেক হয়। চোরা খিদে যে খিদে অনুভব করা যায় না। দুষ্টু খিদে পেট ভরা থাকা সত্ত্বেও খাদ্যবস্তুর প্রতি লোভ। খিদের মাথায় খিদের সময়, খিদের উদ্রেক হলে। খিদে মরা ক্রি. বি. খিদের সময় খাবার না পেয়ে খাওয়ার ইচ্ছা নষ্ট হওয়া (খিদে মরে গেলে আর পোলাও মাংস কিছুই খেতে পারব না)।

খিদ্য-মান [ khidya-māna ] বিণ. খেদ বা দুঃখ করছে এমন। [সং. √খিদ্ + মান (শানচ্)]।

খিন্ন [ khinna ] বিণ. 1 খেদযুক্ত, দুঃখিত; 2 ক্লান্ত, অবসন্ন। [সং. √খিদ্ + ত]।

খিমচা, খিমচানো [ khimacā, khimacānō ] ক্রি. খিমচি কাটা (আমাকে খিমচাচ্ছে কেন?)। [বাং. খিমচি + আ, আনো]।

খিমচি [ khimaci ] বি. চিমটি, নখ বা আঙুল দিয়ে অনতিজোর খামচি। [দেশি]।

খিল1 [ khila1 ] বি. 1 (দরজা ইত্যাদির) অর্গল, হুড়কো; 2 খেঁচুনি, মাংসপেশির বা হাত-পায়ের আড়ষ্ট অসাড় ভাব (হাসতে হাসতে পেটে খিল ধরা)। [সং.কীলক]।

খিল2 [ khila2 ] বিণ. 1 অকর্ষিত; পতিত (খিল জমি); 2 পরিশিষ্ট (খিল হরিবংশ)। [সং. খ (শূন্য) + লা (পাওয়া) + অ, নিপাতনে]।

খিল-খিল [ khila-khila ] অব্য. বি. অনুচ্চ শব্দে ক্রমাগত হাসির শব্দ। [ধ্বন্যা.]।

খিলা [ khilā ] ক্রি. (জোড় বা সন্ধি) আটকানো। [বাং. খিল1 + আ]।

খিলাত, খেলাত [ khilāta, khēlāta ] বি. রাজদত্ত সম্মানসূচক পোশাক। [আ. খিলাত্]।

খিলান2 [ khilāna2 ] বি. ইট পাথর প্রভৃতি দিয়ে তৈরি অর্ধগোলাকার গাঁথনিবিশেষ, arch. [দেশি]।

খিলি [ khili ] বি. সাজা পান; সাজা পানের মোড়ক (এক খিলি পান খাও)। [দেশি-তু. হি. ঠিলি]।

খিস্তি [ khisti ] বি. অশ্লীল গালাগালি। [দেশি]।

খুঁচা [ khun̐cā ] দ্র খোঁচা2

খুঁচি [ khun̐ci ] বি. ধান চাল ইত্যাদি মাপবার পাত্রবিশেষ, কুনকে। [সং. কুঞ্চি]।

খুঁজা, খোঁজা [ khun̐jā, khōn̐jā ] ক্রি. খোঁজ করা, সন্ধান করা (অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছি)। ☐ বি. সন্ধান, অন্বেষণ, খোঁজ (জিনিসটার জন্যে খোঁজা এখনও চলছে)। [বাং. √খুঁজ্]। ̃ খুঁজি বি. ক্রমাগত বা বারংবার খোঁজ বা সন্ধান (খোঁজাখুঁজিই সার হল, জিনিসটা পেলাম না)। ̃ নো ক্রি. (পরের দ্বারা) সন্ধান করানো বা অন্বেষণ করানো। ☐ বি. (অন্যের দ্বারা) সন্ধান।

খুঁট [ khun̐ṭa ] বি. 1 কাপড়ের কোণ (খুঁটে পয়সা বেঁধে নিল); 2 সুতোর প্রান্ত। [বাং. √খুঁট্ + অ]।

খুঁটা1, খোঁটা1 [ khun̐ṭā1, khōn̐ṭā1 ] বি. 1 গোঁজ, কীলক; 2 ছোট খুঁটি, সীমানা নির্দেশ করার জন্য পোঁতা খুঁটি; 3 খাটের পায়া; 4 (আল.) সহায় বা অবলম্বন (খোঁটার জোর থাকলে সব হয়)। [সং. ক্ষোড]।

খুঁটা2, খোঁটা2 [ khun̐ṭā2, khōn̐ṭā2 ] ক্রি. নখ ঠোঁট বা কোনো ছুঁচলো বস্তু দিয়ে একটু একটু করে তুলে নেওয়া বা খোঁচানো (খুঁটে নেওয়া, দাঁত খোঁটা)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [দেশি]। খুঁটন বি. খোঁটা। ̃ খুঁটি বি. ক্রমাগত বা বারংবার খোঁটা। ̃ নো ক্রি. অপরের দ্বারা খুঁটে নেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। খুঁটিয়ে ক্রি. বিণ. পুঙ্খানুপুঙ্খভাবে, বিশদভাবে, সূক্ষ্মভাবে (কাগজপত্রগুলো খুঁটিয়ে দেখতে হবে)।

খুঁটি [ khun̐ṭi ] বি. 1 কাঠের বা বাঁশের থাম (খুঁটি পুঁতে রেখেছে); 2 বড় গোঁজ বা কীলক (গোরুর খুঁটি) ; 3 সীমানা নির্দেশের জন্য পোঁতা গোঁজ বা থাম; 4 (আল.) মুরুব্বি, পৃষ্ঠপোষক (খুঁটির জোরে চাকরি)। [সং. কূট? ক্ষোড? প্রা. বাং. খুণ্টি]। খুঁটি গাড়া ক্রি. বি. 1 তীরের খুঁটিতে নৌকা বাঁধা; 2 (আল.) স্হায়ী হয়ে বসা, পাকাপাকিভাবে বসা (সাধুবাবা বটতলায় খুঁটি গেড়ে বসেছেন)।

খুঁটি-নাটি [ khun̐ṭi-nāṭi ] বি. 1 তুচ্ছ দ্রব্যাদি; অকিঞ্চিত্কর বিষয়; সূক্ষ্ম ও ছোটখাটো ব্যাপারসমূহ, details; 2 অকিঞ্চিত্কর দোষত্রুটি। [তু. বাং. খুঁট্]।

খুঁটিয়ে [ khun̐ṭiẏē ] দ্র খুঁটা2

খুঁড়া, খোঁড়া [ khun̐ḍ়ā, khōn̐ḍ়ā ] ক্রি. 1 খনন করা (মাটি খুঁড়ছে, কবর খোঁড়া); 2 কিছুতে ঠোকা (মাথা খোঁড়া); 3 অতিরিক্ত প্রশংসা করে ক্ষতি বা অমঙ্গল করা (দয়া করে আমার ছেলেটাকে তোমরা খুঁড়ো না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [প্রাকৃ. √খুড়্ < সং. √ক্ষুদ্]। ̃ খুঁড়ি বি. ক্রমাগত বা বারংবার খনন (এই রাস্তায় এখন খোঁড়াখুঁড়ি চলছে)। খোঁড়ানো1 ক্রি. (অপরের দ্বারা) খনন করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

খুঁড়ানো, খোঁড়ানো2 [ khun̐ḍ়ānō, khōn̐ḍ়ānō2 ] ক্রি. খঞ্জের মতো চলা (হাঁটার নামেই তুমি খোঁড়াতে শুরু করলে?)। ☐ বি. খঞ্জের মতো চলন বা গতি (তোমার খোঁড়ানো বন্দ করো)। [খোঁড়া দ্র]।

খুঁত [ khun̐ta ] বি. 1 ক্ষতচিহ্ন (শরীরে খুঁত আছে); 2 স্বল্প ত্রুটি বা দোষ ; 3 কলঙ্ক। [< সং. ক্ষত]। খুঁত ধরা ক্রি. বি. দোষত্রুটি দেখানো (সবার খুঁত ধরাই ওর কাজ)। ̃ খুঁত করা ক্রি. বি. সামান্য ত্রুটিতেই অসন্তুষ্ট হওয়া; কিছুতেই সন্তুষ্ট না হওয়া। ̃ খুঁতানি, ̃ খুঁতুনি বি. খুঁতখুঁত করা। ̃ খুঁতে বিণ. কেবলই খুঁত ধরে এমন; সবকিছুতেই অসন্তুষ্ট।

খুঁতি [ khun̐ti ] বি. দড়ি দিয়ে তৈরি ছোট থলিবিশেষ। [দেশি]।

খুঁয়া, খুঞা [ khum̐ẏā, khuñā ] বি. 1 রেশম, সিল্ক; 2 শণ; 3 রেশমি বা শণসুতোর তৈরি কাপড় ; 4 মোটা কাপড়বিশেষ। [সং. ক্ষুমা]। খুঁয়ে বিণ. মোটা কাপড় বোনে এমন অর্থাত্ সূক্ষ্ম বস্ত্র বয়নে অক্ষম ('খুঁয়ে তাঁতি হয়ে দাও তসরেতে হাত': ভা. চ.)।

খুক [ khuka ] অব্য. অনুচ্চ কাশির শব্দ। [দেশি]। ̃ খুক অব্য. ক্রমাগত অনুচ্চ কাশির শব্দ। ̃ খুকানি বি. ক্রমাগত অনুচ্চ কাশি (ও ঘর থেকে সারারাত দাদুর খুকখুকানির শব্দ এসেছে)।

খুকি [ khuki ] বি. 1 ছোট মেয়ে (তোমার নাম কী খুকি?); 2 কন্যা সন্তান (আপনার ছোট খুকি কোথায়?)। [সং. কুক্ষি?]। ̃ পনা বি. খুকির মতো আচরণ; ছোট মেয়ের মতো আবদেরে ও অবুঝ ব্যবহার। খুকু বি. (আদরে) খুকি।

খুঙ্গি, খুঙি [ khuṅgi, khuṅi ] বি. বেত বা বাঁশের তৈরি (পুঁথিপত্র রাখার) ঝাঁপিবিশেষ। [দেশি-তু. সং. করঙ্গ]। ̃ পুঁথি বি. খুঙ্গি ও তার ভিতরের পুঁথি।

খুচ-খাচ [ khuca-khāca ] বি. 1 ছোটখাটো বা তুচ্ছ জিনিস বা ব্যাপার; 2 তুচ্ছ ব্যাপার নিয়ে ঝগড়া (ওদের মধ্যে খুচখাচ তো লেগেই আছে)। [দেশি]।

খুচরা, খুচরো [ khucarā, khucarō ] বিণ. 1 ছোট ছোট ও বিবিধ (খুচরো কাজ, খুচরো খরচ); 2 ভাঙানো (খুচরো টাকা)। ☐ বি. টাকার ভাঙানি; ভাঙানো টাকা-পয়সা ইত্যাদি (আমার পকেটে একেবারেই খুচরো নেই)। [হি. খুদরা < সং. ক্ষুদ্র]।

খুজলি [ khujali ] বি. 1 খোস; 2 চুলকানি। [হি. খুজ্লি]।

খুঞ্চি [ khuñci ] বি. বারকোশ। [ফা. খঞ্জহ] ̃. পোষ বি. খুঞ্চির ঢাকনা বা আবরণ।

খুট [ khuṭa ] অব্য. কঠিন বস্তুর উপর মৃদু আঘাত শব্দ। [দেশি]। ̃. খুট অব্য. ক্রমাগত 'খুট'-আওয়াজ।

খুটুর.মুটুর, খুটুর.খাটুর [ khuṭura.muṭura, khuṭura.khāṭura ] বি. অব্য ক্রমাগত মৃদু খুটখুটি শব্দ (তখন থেকে কী খুটুরমুটুর করে চলছ ?) [দেশি]।

খুড়তুতো [ khuḍ়tutō ] দ্র খুড়া

খুড়া, খুড়ো [ khuḍ়ā, khuḍ়ō ] বি. কাকা, পিতৃব্য পিতার কনিষ্ট ভাই; কাকার তুল্য ব্যক্তি। [সং. খুল্ল (তাত)। খুড়ি বি. (স্ত্রী.) কাকি, কাকার স্ত্রী। খুড়-তুতো বিণ. খুড়োর বা কাকার সন্তান এমন সম্পর্কিত (খুড়তুতো ভাই)। ̃. শ্বশুর, খুড়.শ্বশুর বি. শ্বশুরের কনিষ্ঠ ভাই। স্ত্রী। ̃. শাশুড়ি, খুড়.শাশুড়ি

খুতনা-খতনা [ khutanā-khatanā ] র রূপভেদ.।

খুতবা-খতবা [ khutabā-khatabā ] র. রূপভেদ।

খুদ1-খোদ [ khuda1-khōda ] এর রূপভেদ।

খুদ2 [ khuda2 ] বিণ. তণ়্ডুলকণা, যেকোনো শস্যের কণা (চালের খুদ)। [সং. ক্ষোদ, ক্ষুদ্র]। ̃. কুঁড়া, ̃.কুঁড়ো বি. নিতান্ত তুচ্ছ ও অত্যল্পপরিমাণ খাদ্য (খুদকুঁড়ো খেয়ে বেঁচে আছি) খুদি, খুদে বিণ. অতি ক্ষুদ্র, খুব ছোট (খুদে রাক্ষস)।

খুদা1, খুদাহ্-খোদা1 [ khudā1, khudāh-khōdā1 ] এর রূপভেদ।

খুদা2 খোদা2 [ khudā2 khōdā2 ] বিণ. ক্রি. উত্কীর্ণ বা অঙ্কিত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ক্ষুদ]। ̃. বি. উত্কিরণ; ক্ষোদন, ধাতু প্রস্তর ইত্যাদি কঠিন বস্তুর উপর অস্ত্র দিয়ে লেখা বা আঁকা, engraving ̃. নো ক্রি. খোদাই করানো (পাথরের নাম খোদানো)। ☐ বি উক্ত অর্থে। [ক্ষোদন, ক্ষোদিত দ্র]।

খুন [ khuna ] বি. 1 হত্যা; 2 রক্ত ('জালিমের বুকে বেয়ে খুন ঝরে' নজরুল)। ☐ বিণ. আকুল ('শুনিয়া গবু ভাবিয়া হল খুন'): রবীন্দ্র)। [ফা. খুন]। মাথায় খুন চাপা (চড়া) ক্রি. বি. ক্রোধে রক্ত গরম হওয়া, প্রচণ্ড রেগে যাওয়া; অত্যন্ত উত্তেজিত হওয়া। খুন করা ক্রি. বি. হত্যা করা। খুন হওয়া ক্রি. বি. 1 নিহত হওয়া; 2 (আল.) আকুল হওয়া। খুনা.খুনি, খুনো.খুনি বি. পরস্পর হত্যা বা সাংঘাতিক মারামারি; রক্তারক্তি কাণ্ড; তুমুল ঝগড়া-বিবাদ। খুনি, খুনে বিণ. হত্যাকারী; হত্যা করতে সমর্থ বা অভ্যস্ত; (আল.) অত্যন্ত নিষ্ঠুর। ☐ বি. ওইরকম লোক।

খুনখারাপি, খুনখারাবি [ khunakhārāpi, khunakhārābi ] দ্র খারাবি

খুন.খুনে [ khuna.khunē ] বিণ. অতি বৃদ্ধ, জরাগ্রস্ত (খুনখুনে বুড়ো)। [দেশি]।

খুন.সুটি, খুন.সুড়ি [ khuna.suṭi, khuna.suḍ়i ] বি. 1 শিশুকালের বা বালকোচিত ঝগড়াঝাঁটি (ভাই-বোনে খুনসুটি লেগেই আছে); 2 প্রেমের মান-অভিমান, প্রণয়কলহ। [দেশি]।

খুন্তি [ khunti ] বি. রান্নার কাজে ব্যবহার্য খন্তার মতো ছোট হাতা। [সং. খনিত্র]।

খুপরি [ khupari ] বি. ছোট কক্ষ বা ঘর; খোপ (ছোট ছোট খুপরিতে শ্রমিকেরা থাকে)। [দেশি]।

খুপি [ khupi ] বি. ছোট খোপ। [বাং. খোপ + ই]। ☐ 1 খোপবিশিষ্ট; 2 চৌকো ঘর-কাটা (চৌখুপি ঘুড়ি)। [বাং. খোপ + ই (যুক্তার্থে)]।

খুব [ khuba ] বিণ-বিণ. অত্যন্ত (খুব বেশি)। ☐ ক্রি-বিণ. 1 বেশ, উত্তম, চমত্কার (খুব ঘোরে খুব শুনিয়ে দিয়েছি, খুব খেতে পারে); 2 নিশ্চয় (খুব পারবে)। [ফু. খুব]। খুব করা ক্রি. বি. বেশ করা, উচিত বা উপযুক্ত কাজ করা (ওকে বকেছ খুব করেছ, এখন যাও)। খুব করে বকে দিয়ো

খুবরি-খুপরি [ khubari-khupari ] র. রূপভেদ।

খুব.সুরত [ khuba.surata ] বিণ. পরম সুন্দর বা সুন্দরী (খুবসুরত মহিলা)। [ফা. খুবসুরত্]।

খুবানি, খোবানি [ khubāni, khōbāni ] বি. কুল ও খেজুরের মতো আঁটিযুক্ত ফলবিশেষ, apricot.[ফা. খুবানি]।

খুর [ khura ] বি. গবাদি পশুর পায়ের অস্হিময় প্রান্তভাগ। [সং. √খুর্ (=ছেদন করা বা আঁচড়ানো) + অ. তু. ক্ষুর]।

খুরপা, খুরপি [ khurapā, khurapi ] বি. মাটি খোঁড়াবার ছোট খন্তাজাতীয় অস্ত্রবিশেষ। [সং. ক্ষুরপ্র]।

খুরমা [ khuramā ] বি. শুকানো খেজুর। [ফা. খুরমা]।

খুরলি, খুরলী [ khurali, khuralī ] বি. 1 ব্যায়াম; 2 শরাভ্যাস; 3 অভ্যাস ('বিম্ব-অধরে মুরলী খুরলী': গো. দা.); 4 রঙ্গ ('পথে কতই কর খুরলি': গো. দা.)। [সং. খুরলী]।

খুরা, খুরো [ khurā, khurō ] বি. খাট আলমারি ইত্যাদি আসবাবপত্রের পায়ার নীচে স্হাপিত কাঠের টুকরো। [সং. খুরক]।

খুরি [ khuri ] বি. মাটির তৈরি ছোট ভাঁড় (খুরিতে করে চা খাই)। [দ্রা. খুরি]।

খুর্মা-খুরমা [ khurmā-khuramā ] র. বানানভেদ।

খুলা [ khulā ] দ্র খোলা2

খুলি1 [ khuli1 ] বি. 1 মাথার উপরিভাগ, করোটি; 2 ছোট পাত্রবিশেষ। [দেশি]।

খুলি2 [ khuli2 ] বি. যে খোল বাজায়; খোলবাদক। [বাং. খোল + ই-তু. ঢুলি]।

খুল্ল-তাত [ khulla-tāta ] বি. কাকা, খুড়ো। [সং. ক্ষুল্ল>খুল্ল + তাত (√ তন + ত)]।

খুশ, খুশখবর, খুশনবিশ, খুশনাম, খুশমেজাজ [ khuśa, khuśakhabara, khuśanabiśa, khuśanāma, khuśamējāja ] দ্র খোশ।

খুশকি, খুসকি, খুস্কি [ khuśaki, khusaki, khuski ] বি. মরামাস; মাথার চামড়া থেকে উঠে-যাওয়া শুকনো চর্মরেণু। [ফা. খুশক]।

খুশবু [ khuśabu ] বি. সুগন্ধ, ভালো গন্ধ। [আ. খুশব]।

খুশি [ khuśi ] বি. 1 আনন্দ, আহ্লাদ, আমোদ (মুখে-চোখে খুশি উপচে পড়ছে : খুশিতে ঝলমল করছে); 2 ইচ্ছা, মরজি (যেখানে খুশি সেখানে যাও); 3 সন্তোষ (তোমার সাফল্যে আমরা খুশির কথা জানাই)। ☐ বিণ. আনন্দিত; প্রীত, সন্তুষ্ঠ, তৃপ্ত (তুমি খুশি হয়েছ তো ?)। [ফা. খুশী]।

খুসকি, খুস্কি [ khusaki, khuski ] দ্র খুশকি

খৃষ্ট, খৃষ্টান, খৃষ্টীয় [ khṛṣṭa, khṛṣṭāna, khṛṣṭīẏa ] খ্রিস্ট, খ্রিস্টান, খ্রিস্টীয় -র বানানভেদ।

খেই [ khēi ] বি. 1 সুতোর প্রান্ত; 2 সুতোর সংখ্যা (পাঁচ খেই); 3 সূত্র, প্রসঙ্গ (কথার খেই হারানো)। [সং. ক্ষেপ]।

খেউড়, খেঁউড় [ khēuḍ়, khēm̐uḍ় ] বি. অশ্লীল গ্রাম্য গান বা কবিতা; অশ্রাব্য গালাগালি (আবার খেউড় শুরু করলে)। [< সং. ক্ষেড়া (=ধ্বনি)]।

খেউরি [ khēuri ] বি. ক্ষৌরকর্ম; দাড়িগোঁফ কামানো (খেউরি করা, খেউরি হওয়া)। [সং. ক্ষৌর]।

খেংরা, খ্যাংরা [ khēṃrā, khyāṃrā ] বি. ঝাঁটা (খ্যাংরা মেরে বিদেয় করব ওকে)। [দেশি]।

খেঁক [ khēn̐ka ] বি. অব্য. 1 শিয়াল বা কুকুরের রাগ বা বিরক্তি-প্রকাশক শব্দ; 2 কর্কশ বাক্য। [ধ্বন্যা.]। ̃ খেঁক বি. কর্কশভাবে ক্রোধ প্রকাশ বা তেড়ে যাওয়া। ̃ খেঁকানি, ̃ খেঁকানো বি. খেঁক খেঁক করে ক্রোধ প্রকাশ বা তেড়ে যাওয়া; খেঁক খেঁক শব্দ। খেঁকানো ক্রি. বি. খেঁক খেঁক শব্দ করে তেড়ে যাওয়া বা খেঁক খেঁক শব্দে ক্রোধ প্রকাশ করা।

খেঁক-শিয়াল [ khēn̐ka-śiẏāla ] বি. শিয়ালবিশেষ, fox. [দেশি]। স্ত্রী. খেঁক-শিয়ালি

খেঁকি [ khēn̐ki ] বিণ. রাগী; খেঁক খেঁক করে এমন। ̃ কুকুর, ̃ কুত্তা বি. খেঁক খেঁক করে তাড়া করতে অভ্যস্ত কুকুরবিশেষ। [বাং. খেঁক + ই]।

খেঁচকা [ khēn̐cakā ] বি. পিছন দিকে টান; হেঁচকা টান। [তু. হি. খিচনা]। ̃ নো ক্রি. বি. সজোরে টান দেওয়া; ক্রমাগত অনুরোধ জানিয়ে বা তাগাদা দিয়ে বিরক্ত করা।

খেঁচড়া [ khēn̐caḍ়ā ] বিণ. 1 অশিষ্ট; বজ্জাত; দুষ্ট; 2 অপরিচ্ছন্ন বা অসম্পূর্ণভাবে করা হয়েছে এমন (আধ-খেঁচড়া)। [দেশি]।

খেঁচা-খেঁচি [ khēn̐cā-khēn̐ci ] বি. ঝগড়া-বিবাদ, কলহ ও চেঁচামেচি; বকাবকি। [দেশি]।

খেঁট [ khēn̐ṭa ] দ্র খ্যাঁট

খেঁড়ু [ khēn̐ḍ়u ] বি. খেউড়গান বা কবিতা। ['খেউড়' শব্দের উচ্চারণ-বিকৃতি-ঘটিত রূপ]।

খেঁদা, খেঁদি [ khēn̐dā, khēn̐di ] দ্র খাঁদা

-খেকো [ -khēkō ] বিণ. 1 যে খায় (মানুষখেকো বাঘ); 2 ভক্ষিত (পোকায় খেকো ফল)। [বাং. √খা + উকা]।

খেচর [ khēcara ] বিণ. আকাশচারী(খেচর প্রাণীরা)। ☐ বি. পাখি। [সং. খে + √চর্ + অ]। স্ত্রী. খেচরী1, খচরী

খেচরান্ন, খেচরী2 [ khēcarānna, khēcarī2 ] বি. খিচুড়ি। [খেচর + অন্ন, ঈ]

খেচা-খেচি, খেচা-মেচি [ khēcā-khēci, khēcā-mēci ] বি. গোলমাল; অপ্রিয় বাদ-প্রতিবাদ (তোমাদের এই খেচাখেচি এবার দয়া করে থামাও)। [তু. কচকচি]।

খেজুর [ khējura ] বি. (প্রধানত) এশিয়া ও আফ্রিকায় জন্মায় এমন গাছবিশেষ ও তার ফল, খর্জূর, date palm. [সং. খর্জূর]। ̃ ছড়ি বি. 1 খেজুরের কাঁদি; 2 ধানবিশেষ; 3 খেজুর পাতার মতো নকশাযুক্ত পাড়বিশেষ। খেজুরে, খেজুরিয়া বিণ. খেজুর দিয়ে বা খেজুরের রসে প্রস্তুত (খেজুরে গুড়)।

খেটক [ khēṭaka ] বি. 1 গদা বা মুগুর; 2 ঢাল (খড়্গখেটকধারিণী)। [সং. √খেট্ + ক]।

খেটে1 [ khēṭē1 ] বি. ছোট মুগুর; ছোট মোটা লাঠি। [সং. খেট]।

খেটে2 [ khēṭē2 ] অস-ক্রি. 'খাটিয়া'-র চলিত রূপ, পরিশ্রম করে (খেটে-খাওয়া মানুষ)। [বাং. √খাটা]। ̃ বি. যে ব্যক্তি শারীরিক পরিশ্রমের দ্বারা আহার সংগ্রহ করে; মেহনতি মানুষ; শ্রমিক, মজুর।

খেড় [ khēḍ় ] (উচ্চা. খ্যাড়) খড় -এর বিকৃত রূপ।

খেত [ khēta ] বি. চাষের জমি, ক্ষেত (খেতের ফসল)। [সং. ক্ষেত্র]।

খেতাব [ khētāba ] বি. সম্মানসূচক উপাধি; শিরোপা। [আ. খিতাব্]। ̃ ধারী (-রিন্) বিণ. খেতাবপ্রাপ্ত, যার খেতাব আছে (খেতাবধারী পণ্ডিত)।

খেতি2 [ khēti2 ] বি চাষ-আবাদ। [সং. ক্ষেত্র]। ̃ মজুর, খেত-মজুর বি. যে ভূমিহীন কৃষক পরের খেতে খেটে খায়।

খেত্রি [ khētri ] বি. হিন্দুস্থানি গোষ্ঠীবিশেষ, ছেত্রী। [সং. ক্ষত্রিয়]।

খেদ [ khēda ] বি. 1 আক্ষেপ (ব্যাপারটার জন্যে এখন খেদ হচ্ছে); 2 বিলাপ; দুঃখ (জন্মালে মরতেই হবে, তার জন্যে খেদ করে লাভ নেই); 3 অনুতাপ (কৃতকর্মের জন্য খেদ)। [সং. √খিদ্ + অ]।

খেদা1 [ khēdā1 ] বি. হাতি ধরার ফাঁদবিশেষ। [তু. বাং. √খেদা]।

খেদা2 [ khēdā2 ] ক্রি. তাড়িয়ে দেওয়া, দূর করে দেওয়া (দল থেকে খেদিয়ে দেওয়া হল)। [বাং. √খেদা < সং. √খিদ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বিণ. উক্ত অর্থে। ̃ ড়া ক্রি. খেদানো, তাড়ানো। ̃ নিয়া, ̃ নে বিণ. বিতাড়নকারী, যে তাড়ায় বা খেদায়।

খেদোক্তি [ khēdōkti ] বি. 1 দুঃখপ্রকাশ; 2 কান্নাকাটি। [সং. খেদ + উক্তি]।

খেপ [ khēpa ] বি. 1 বার, দফা (খেপে খেপে; তিন খেপে পুরো টাকা শোধ করব); 2 নিক্ষেপ (এক খেপ জাল ফেলবে না কি?)। [সং. ক্ষেপ]।

খেপলা [ khēpalā ] বি. মাছ ধরার জালবিশেষ। [সং. √ক্ষিপ্ + বাং. লা]।

খেপা1 [ khēpā1 ] ক্রি. নিক্ষেপ করা, ক্ষেপণ করা। ☐ বিণ. বি উক্ত অর্থে। [সং. √ক্ষিপ্ + বাং. আ]।

খেপা2, খ্যাপা [ khēpā2, khyāpā ] ক্রি. 1 ক্ষিপ্ত হওয়া, পাগল হওয়া; 2 ক্রুদ্ধ হওয়া; ক্রোধে মত্ত হওয়া (ষাঁড়টা হঠাত্ খেপেছে); 3 উদ্দাম হওয়া (সমুদ্র খেপেছে)। [সং. √ক্ষিপ্]। ☐ বিণ. 1 খেপেছে এমন (খ্যাপা লোক, খ্যাপা ষাঁড়); 2 উদ্দাম হয়েছে এমন (খ্যাপা হাওয়া); 3 ভাবোন্মত্ত (খ্যাপা বাউল)। ☐ বি. 1 খ্যাপা লোক; ভাবোন্মত্ত ব্যক্তি (বামা খ্যাপা) ; 2 আদরের বা স্নেহের সম্বোধনবিশেষ (দূর খ্যাপা, খেপা কোথাকার)। স্ত্রী. খেপি। ̃ নো ক্রি. পাগল করে তোলা; জ্বালাতন করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ মি বি. পাগলামি (এমন খ্যাপামি করছ কেন?)।

খেমটা [ khēmaṭā ] বি. 1 সংগীতের তালবিশেষ; 2 ওই তালের লঘু নাচ। [দেশি]। ̃ ওয়ালা বি. খেমটা নাচের দলের পুরুষ গায়ক বা দোহার। ̃ ওয়ালি বি. (স্ত্রী.) পেশাদার নর্তকী; যে স্ত্রীলোক খেমটা নেচে বেড়ায়।

খেয়া [ khēẏā ] বি. 1 নদী পারাপারের নৌকা (শেষ খেয়া চলে গেছে); 2 নৌকা বা অন্য জলযানের দ্বারা নদী বা খাল পারাপার (খেয়ার ঘাটে নৌকা বাঁধা আছে)। [সং. ক্ষেপ]। খেয়া দেওয়া ক্রি. বি. নৌকায় পারাপার করানো। ̃ ঘাট বি. নদীর যে জায়গা থেকে নৌকায় চড়ে নদী পারপার করা হয়। ̃ নৌকা, ̃ তরী বি. নদী পারাপারের নৌকা। ̃ মাঝি বি. যে মাঝি নৌকায় করে নদী পারাপার করায়। খেয়ার কড়ি বি. নদী পারাপারের পয়সা, খেয়ার ভাড়া, পারানি।

খেয়াল [ khēẏāla ] বি. 1 কল্পনা; স্বপ্ন; 2 জ্ঞান, হুঁশ, চেতনা (কখন বেলা গেল খেয়ালই ছিল না) ; 3 স্মরণ (কী বলেছিলাম খেয়াল নেই); 4 প্রবৃত্তি, ঝোঁক (বদখেয়াল); 5 মরজি, খুশি, ইচ্ছা (আপন খেয়ালে চলা); 6 অসাধারণ ব্যাপার (প্রকৃতির খেয়াল, বড়মানুষি খেয়াল); 7 (প্রচলিত বিশ্বাস অনুযায়ী) আমির খসরু ও সুলতান হোসেন কর্তৃক প্রবর্তিত উচ্চাঙ্গ সংগীতবিশেষ। [আ. খয়াল্]। খেয়ালি বি. খেয়ালগায়ক, খেয়ালিয়া। ☐ বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক; অব্যবস্হিতচিত্ত (ভারি খেয়ালি লোক)। ̃ খুশি বি. যেমন ইচ্ছা তেমন করা; খামখেয়াল। খেয়ালিয়া বি. খেয়াল-গাইয়ে।

খেয়ো-খেয়ি [ khēẏō-khēẏi ] বি. পরস্পর ঝগড়াবিবাদ বা মারামারি (নিজেদের মধ্যে খেয়োখেয়ির জন্যেই দলটা ডুবল)। [বাং. খাওয়া + খাওয়া + ই]।

খেরুয়া, খেরো [ khēruẏā, khērō ] বি. লাল রঙে রঞ্জিত মোটা সুতার কাপড়বিশেষ। [তু. হি. খারুয়া]। খেরো খাতা বি. মোটা লাল কাপড়ে বাঁধাই-করা খাতা; জাবেদা খাতা; যে খাতায় নানান বিষয় লেখা থাকে।

খেল [ khēla ] দর্ খেলা

খেলনা [ khēlanā ] দ্র খেলা

খেলা [ khēlā ] বি. 1 ক্রীড়া (বল নিয়ে খেলা); 2 কৌতুক বা পারদর্শিতা প্রদর্শন (সাপ খেলা, ছোরা খেলা) ; 3 লীলা, অবস্হাবিশেষের আচরণ ('এই খেলা তো শেষ খেলা নয়': রবীন্দ্র) ; 4 ভোজবাজি (ভানুমতীর খেলা)। ☐ ক্রি. 1 খেলা করা (ছেলেরা মাঠে খেলছে); 2 স্ফুরিত বা বিকশিত হওয়া (মাথায় একটা বুদ্ধি খেলে গেল) ; 3 বুদ্ধিযুক্ত হওয়া (অঙ্কটা তার মাথায় ঠিক খেলে না)। [সং. √খেল্ + বাং. আ]। খেল বি. 1 ক্রীড়া; 2 ভোজবাজি (ভানুমতীর খেল)। খেলনা বি. ক্রীড়নক, পুতুল। ☐ বিণ. ক্রীড়নকরূপে ব্যবহার্য (খেলনা-পুতুল)। ̃ ঘর বি. (আল.) কৃত্রিম সংসার। ̃ ধুলা বি. তুচ্ছ জিনিস নিয়ে শিশুদের ক্রীড়াকৌতুক; নানাবিধ খেলা। ̃ নো ক্রি. 1 খেলা করানো (ছেলেদের খেলাচ্ছে); 2 চালনা করে কৌতুক দক্ষতা রঙ্গ ইত্যাদি প্রদর্শন করা (সাপ খেলানো) ; 3 ইচ্ছামতো পরিচালিত করা (মাছটাকে খেলাচ্ছি, পুলিশ চোরকে খেলাচ্ছে)।

খেলাপ [ khēlāpa ] বি. অন্যথাচরণ, ব্যত্যয় (আমি কখনো কথার খেলাপ করি না)। [আ. খিলাফ্]।

খেলুড়ে, খেলুড়িয়া [ khēluḍ়ē, khēluḍ়iẏā ] বি. 1 খেলোয়াড়, যে খেলে (ও তো ভালো দাবা-খেলুড়ে); 2 খেলার সাথি। [বাং. খেলা + ড়িয়া > ড়ে]। স্ত্রী. খেলুড়ি

খেলো [ khēlō ] বিণ. 1 নিরেস, নিকৃষ্ট (খেলো কাপড়); 2 হীন, নীচ, অপদস্হ (খেলো হয়ে গেছি); 3 আস্হা স্হাপনের অযোগ্য, বাজে (খেলো কথা)। [সং. ক্ষুদ্রক > ক্ষুল্লক > খুল্ল]।

খেলোয়াড় [ khēlōẏāḍ় ] বি. যে খেলে, ক্রীড়ক। ☐ বি. বিণ. কূটকৌশলী, ধূর্ত, চক্রান্তকারী (সে খুব খেলোয়াড় লোক)। [হি. খেল্বাড় < সং. √খেল্]। খেলোয়াড়ি বিণ. 1 খেলোয়াড়সুলভ (খেলোয়াড়ি মনোভাব); 2 কৌশলী।

খেসারত [ khēsārata ] বি. ক্ষতিপূরণ (অনেক টাকা খেসারত দিতে হল)। [আ. খিসারত্]। খেসারতি বি. বিণ. ক্ষতিপূরণ; ক্ষতিপূরণসম্পর্কিত।

খেসারি [ khēsāri ] বি. ডালবিশেষ। [দেশি]।

খোঁচ [ khōn̐ca ] বি. 1 কাঁটা; 2 ছুঁচের মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ মুখ; 3 সূক্ষ্ম কোণ ; 4 (আল.) ত্রুটি, ছটোখাটো ঝঞ্ঝাট (সবই হল, তবে একটা খোঁচ থেকেই গেল)। [দেশি]।

খোঁচা1 [ khōn̐cā1 ] বিণ. খোঁচযুক্ত, তীক্ষ্ণাগ্র (খোঁচা খোঁচা দাড়ি)। [বাং. খোঁচ + আ]।

খোঁচা2 [ khōn̐cā2 ] বি. তীক্ষ্ণ বস্তুর আঘাত (বল্লমের খোঁচা); কোনো কিছুর আগা দিয়ে ঠেলা বা আঘাত (লাঠির খোঁচা); আঁচড়, দাগ (কলমের খোঁচা)। [বাং. √খোঁচা]। ̃ নো ক্রি. বি. 1 খোঁচা দেওয়া; 2 বিরক্ত বা উত্তেজিত করা। ̃ খুঁচি বি. কার্যসিদ্ধির জন্য নানা দিকে খোঁচার প্রয়োগ; পরস্পর খোঁচা দেওয়া; ক্রমাগত বিরক্ত করা (ব্যাপারটা নিয়ে এত খোঁচাখুঁচি করছ কেন?)।

খোঁজ [ khōn̐ja ] বি. 1 সন্ধান, অন্বেষণ (চাকরির খোঁজ করছে); 2 খবর, তত্ত্ব (আমি কেমন আছি তার খোঁজ রাখো? ছেলেটার খোঁজ পেলে?)। [বাং. √খুঁজ্ + অ]। ̃ খবর বি. তত্ত্বতলাশ, সন্ধান, পাত্তা।

খোঁজা [ khōn̐jā ] দ্র খুঁজা

খোঁটা1 [ khōn̐ṭā1 ] বি. ত্রুটি ধরা; ত্রুটি দেখিয়ে তিরস্কার বা গঞ্জনা (আমি বেঁটে বলে রাতদিন খোঁটা দেয়)। [দেশি]।

খোঁটাখুঁটি, খোঁটানো [ khōn̐ṭākhun̐ṭi, khōn̐ṭānō ] দ্র খুঁটা

খোঁড়ল, খোঁদল [ khōn̐ḍ়la, khōn̐dala ] বি. 1 গর্ত, কোটর (সাপটা খোঁদলের মধ্যে ঢুকে গেছে); 2 দেওয়ালের গায়ে ছোট খোপ। [দেশি]।

খোঁড়া1 [ khōn̐ḍ়ā1 ] বি. বিণ. পায়ের ত্রুটি বা অসুবিধার জন্য ঠিকমতো হাঁটতে পারে না এমন, খঞ্জ (খোঁড়াটা ছুটিতে পারছে না; খোঁড়া ভিখিরি)। [সং. খোঁড়]।

খোঁড়া2, খোঁড়াখুঁড়ি, খোঁড়ানো1 [ khōn̐ḍ়ā2, khōn̐ḍ়ākhun̐ḍ়i, khōn̐ḍ়ānō1 ] দ্র খুঁড়া

খোঁপা, খোপা [ khōm̐pā, khōpā ] বি. কবরী, মেয়েদের ঝুঁটবাধা চুল, মেয়েদের গুচ্ছাকারে বাঁধা চুল। [তু. ম. বাং. খোপ্পা]।

খোঁয়াড় [ khōm̐ẏāḍ় ] বি. 1 শুয়োর ভেড়া ইত্যাদির থাকার স্হান; 2 ইতস্তত ঘুরে-বেড়ানো পশুকে আটকে রাখার স্হান, pound (গোরুটাকে ধরে খোঁয়াড়ে দিয়ে দাও)। [দেশি]।

খোঁয়াড়ি, খোঁয়ারি [ khōm̐ẏāḍ়i, khōm̐ẏāri ] বি. মদের নেশা কেটে যাবার পর অবসাদ। [তু. আ. খুমার]। খোঁয়ারি ভাঙা ক্রি. বি. মদের নেশার পর যে অবসাদ আসে তা দূর করার জন্য পুনরায় অল্পমাত্রায় মদ খাওয়া।

খোকন [ khōkana ] বি. (আদরার্থে) খোকা। [খোকা দ্র]।

খোকা [ khōkā ] বি. 1 শিশুপুত্র (তার একটি খোকা হয়েছে); 2 অল্পবয়স্ক বালক (খোকাখুকুর খেলা) ; 3 (ব্যঙ্গে) অল্পবয়সীর মতো আচরণকারী বয়স্ক লোক (বুড়ো খোকা)। [আঞ্চ. কোকা < সং. কুক্ষি?]। ̃ পনা, ̃ মি বি. বয়স্ক লোকের খোকার মতো আচরণ (এই খোকামি তোমাকে আর মানায় না)। স্ত্রী. খুকি, খুকু। ̃ ইলিশ বি. ইলিশের স্বাদগন্ধযুক্ত ছোট ইলিশবিশেষ।

খোক্কস [ khōkkasa ] বি. রূপকথায় বর্ণিত রাক্ষসের মতো কাল্পনিক প্রাণী। [দেশি]।

খো-খো [ khō-khō ] বি. মূলত ভারতীয়দের খোলা মাঠের খেলবিশেষ। [দেশি]।

খোজা [ khōjā ] বি. বিণ. ক্লীব, নপুংসক, পুরুষত্বহীন (ব্যক্তি)। [ফা. খাজা]। খোজা-প্রহরী বি. ভারতের মুসলমান নৃপতিদের হারেম বা অন্তঃপুরের নপুংসক পাহারাদার।

খোটেল [ khōṭēla ] বিণ. বি. ধূর্ত, ধড়িবাজ (আচ্ছা খোটেল লোকের পাল্লায় পড়েছি)। [দেশি]।

খোট্টা [ khōṭṭā ] বি. (অবজ্ঞায়) হিন্দুস্হানি; বিহার মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের হিন্দিভাষী লোক (খোট্টার মতো চুল কেটেছ কেন?)। [দেশি]। স্ত্রী. ̃ নি

খোদ [ khōda ] বিণ. 1 স্বয়ং (খোদ মালিকই এটা দিয়েছেন); 2 আসল (তোমাকে খোদ জিনিসই দেব)। ̃ কর্তা বি. আসল কর্তা বা মালিক; কর্তা স্বয়ং। [আ. খুদ্]।

খোদ-কার, খোদ-গার [ khōda-kāra, khōda-gāra ] বিণ. বি. যে খোদাইয়ের কাজ করে। খোদ-কারি বি. 1 খোদাই, নকশা, খোদাইয়ের কাজ ; 2 (আল.) অসংগত ও অনুচিত হস্তক্ষেপ (এর ওপর তুমি তার দয়া করে খোদকারি কোরো না)। খোদার উপর খোদকারি বি. যোগ্য লোকের কাজে অযোগ্য লোকের অসংগত হস্তক্ষেপ। [ফা. কোদ্গর]।

খোদা1 [ khōdā1 ] বি. ঈশ্বর, আল্লাহ্। [আ. খুদা]। খোদাই-খিদমদগার বি. 1 খোদার সেবক; 2 উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে আবদুল গফ্ফুর খান-প্রবর্তিত সেবাদল। খোদার খাশি বি. (ব্যঙ্গে) অত্যন্ত হৃষ্টপৃষ্ট বা নাদুসনুদুস কিন্তু নিষ্কর্মা লোক।

খোদা2, খোদাই, খোদানো [ khōdā2, khōdāi, khōdānō ] যথাক্রমে খুদা2, খুদাই ও খুদানো -র চলিত রূপ।

খোদা-বন্দ [ khōdā-banda ] বি. হুজুর; রাজা মনিব বা অনুরূপ মান্য ব্যক্তিকে সম্বোধনে শব্দবিশেষ (বন্দেগি খোদাবন্দ; খোদাবন্দ যা বলবেন তাই করব)। [ফা. খুদাবন্দ্]।

খোনা [ khōnā ] বিণ. নাকি সুরে কথা বলে এমন (খোনা গলার গান); নাকি, অনুনাসিক। [আ. খামনা-তু. সং. ঘোণা]।

খোন্তা, খোন্দল, খোন্দকার [ khōntā, khōndala, khōndakāra ] যথাক্রমে খন্তা, খোঁড়ল ও খন্দকার -এর রূপভেদ।

খোপ, খোপর [ khōpa, khōpara ] বি. 1 খুপরি, কোটর (ঘরের দেওয়ালে খোপ কাটা আছে); 2 খোপের আকারবিশিষ্ট নকশা (মাটিতে খোপ কাটছে); 3 ছোট বাসা (পায়বার খোপ)। [দেশি]।

খোপা, খোবানি [ khōpā, khōbāni ] যথাক্রমে খোঁপা ও খুবানি -র রূপভেদ।

খোয়া1 [ khōẏā1 ] বি. 1 জমাট-বাঁধানো শুকনো ক্ষীর (সচ. খোয়াক্ষীর); 2 ইটের টুকরো (খোয়া ভাঙে)। [হি. খোয়া < সং. ক্ষয়]।

খোয়া2 [ khōẏā2 ] ক্রি. হারানো; নষ্ট করে ফেলা (কলমটাকে কীভাবে খোয়ালে? সম্মান খোয়ানো)। ☐ বিণ. হারিয়ে গেছে এমন; নষ্ট; অপহৃত (কলমটা খোয়া গেছে)। [সং. ক্ষয়িত]। খোয়া যাওয়া ক্রি. বি. হারিয়ে যাওয়া; চুরি যাওয়া। ̃ নো ক্রি. হারানো, নষ্ট করে ফেলা (সর্বস্ব খোয়ানো, মানসম্মান খুইয়েছে)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

খোয়ার [ khōẏāra ] বি. স্বপ্ন (তুমি কি খোয়াব দেখছ নাকি?)। [ফা. খ্বাব্]।

খোয়ার [ khōẏāra ] বি. 1 দুর্গতি, দুর্দশা (চরম খোয়ারে পড়েছি); 2 ক্ষতি ; 3 অপমান; 4 নিন্দা, কুত্সা। [ফা. খার্]।

-খোর [ -khōra ] বিণ. 1 (নিন্দার্থে) যে খায় বা ভোগ করে (সুদখোর, ঘুষখোর); 2 আসক্ত (নেশাখোর)। [ফা. খোর্]।

খোর-পোশ [ khōra-pōśa ] বি. 1 অন্নবস্ত্র; গ্রাসাচ্ছাদন; 2 ভরণপোষণের খরচ (খোরপোশ জোগাবে কে?)। [ফা. খোর + পোশাক (খাওয়া + পরা)]।

খোর-শোলা, খোর-সোলা, খোর-শুলা [ khōra-śōlā, khōra-sōlā, khōra-śulā ] বি. ছোট মাছবিশেষ। [দেশি]।

খোরা, খোরাই [ khōrā, khōrāi ] বি. (সাধারণত) মাটির বা পাথরের কিনারা-উঁচু পাত্রবিশেষ; মাটির বা পাথরের বাটি। [দেশি]।

খোরাক [ khōrāka ] বি. 1 খাদ্যদ্রব্য (গোরুর খোরাকের জন্য খরচ কি কম?); 2 খাওয়ার পরিমাণ (তার খোরাক কম)। [ফা. খুরাক্]। খোরাকি বি. খাইকরচ (খোরাকি লাগে না)।

খোরাসানি [ khōrāsāni ] বিণ. খোরাসানদেশীয় (খোরাসানি পোশাক)। ☐ বি. খোরাসানের লোক; খোরাসানের সৈনিক (দলে দলে খোরাসানি আসছে)। [খুরাসান, খোরাসান + বাং. ই]।

খোর্মা, খোল1 [ khōrmā, khōla1 ] যথাক্রমে খুর্মা ও খইল -এর কথ্য রূপ।

খোল2 [ khōla2 ] বি. 1 আবরণ (শামুকের খোল); 2 ওয়াড় (বালিশের খোল) ; 3 চর্মাবৃত বাদ্যযন্ত্রবিশেষ, মৃদঙ্গ; 4 গর্ত, গহ্বর, কোটর (নৌকার খোল) ; 5 বস্ত্রাদির জমি (এই শাড়ির খোলটা খুব মিহি); 6 গাছের ছালবিশেষ (সুপুরির খোল) ; 7 আধার. তুম্ব (হুঁকার খোল); 8 কানের ময়লা, কর্ণমল (কানের খোল)। [সং. খলি]।

খোলক [ khōlaka ] বি. সর্বাঙ্গ আবৃত করে এমন বস্ত্রবিশেষ; খোলা, আবরণ, shell. [সং. খোল + ক (স্বার্থে)]।

খোলতা [ khōlatā ] বিণ. উজ্জ্বল; শোভমান, সুবিকশিত (চেহেরাটা বেশ খোলতা হয়েছে)। [দেশি-তু. হি. খোল্তা]। ̃ বি. ঔজ্জ্বল্য; শোভা।

খোলস [ khōlasa ] বি. বাইরের আবরণ (খোলস ছেড়ে বেরিয়ে এল); খোল, নির্মোক (সাপের খোলস)। [সং. খোলক]।

খোলসা [ khōlasā ] বিণ. 1 পরিষ্কৃত, মুক্ত (আকাশ খোলসা হয়েছে); 2 খোলা, অকপট (খোলসা করে বলো); 3 খালি, উজাড় (মনের কথা খোলসা করো)। [আ. খুলাসা]।

খোলা1 [ khōlā1 ] বি. 1 খোসা, আবরণ (কলার খোলা); 2 ভাজবার পাত্রবিশেষ ('খোলা পেতে ভাজে খই মুড়ি': রবীন্দ্র); 3 খাপরা (খোলার চাল); 4 খেত, খামার (ধানের খোলা); 5 স্হান (হাটখোলা, ইটখোলা)। [খোলক]।

খোলা1, খুলা [ khōlā1, khulā ] ক্রি. 1 উন্মুক্ত করা (দরজা খোলো); 2 বন্ধনমুক্ত করা (জাহাজ খোলা) ; 3 শিথিল করা (খোঁপা খোলা); 4 খসানো, অবিন্যস্ত করা (চুল খোলা); 5 পরিত্যাগ করা, ছাড়া (জামা খোলা); 6 প্রতিষ্ঠা করা, স্হাপন করা (একটা স্কুল খুলেছি); 7 আরম্ভ হওয়া (আজ স্কুল খুলবে); 8 বিকশিত হওয়া, শোভা পাওয়া (তোমার গায়ে জামাটা বেশ খুলেছে) ; 9 আড়ষ্টতা ত্যাগ করা (হাত খুলে খেলো); 1 অকপট হওয়া (মন খুলে কথা বলা); 11 স্খলিত হওয়া (ইট খুলে খুলে পড়ছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. উক্ত সব অর্থে, এবং বিশেষত উন্মুক্ত; বন্ধনহীন; অকপট (খোলা মন); [বাং. √খুল্ < সং. স্খল্ + বাং. আ]। &tilde ;খুলি বিণ. অকপট, স্পষ্ট (খোলাখুলি কথা)। ☐ ক্রি-বিণ. অকপটে, স্পষ্টভাবে (একটা কথা তোমাকে খোলাখুলি বলব)। ☐ বি. অকপটতা, স্পষ্টতা; বারবার খোলা ও বাঁধা (পঞ্চাশবার এই খোলাখুলি কার ভালো লাগে?)। ̃ নো ক্রি. বি. অন্যকে দিয়ে খুলিয়ে নেওয়া।

খোলা-বাজার [ khōlā-bājāra ] বি. সর্বসাধারণের জন্য উন্মুক্ত (এবং সরকারি বা অন্যবিধ নিয়ন্ত্রণমুক্ত) বৈধ বাজার (খোলাবাজারে এখন অঢেল চাল পাওয়া যাচ্ছে)। [বাং. খোলা (=নিয়ন্ত্রণমুক্ত) + বাজার]।

খোলাম-কুচি [ khōlāma-kuci ] বি. 1 হাঁড়ি-কলসি প্রভৃতির ছোট ভাঙা টুকরো; 2 (আল.) অকিঞ্চিত্কর জিনিস। [< বাং. খোলা1 + কুচি]।

খোশ [ khōśa ] বিণ. আনন্দজনক, প্রীতিকর (খোশখবর)। [ফা. খুশ্]। ̃ কবালা বি. পাকাপাকিভাবে স্বত্ব হস্তান্তরের দলিল। ̃ খবর বি. সুসংবাদ। ̃ খেয়াল বি. খামখেয়াল, মরজি। ̃ খোরাক বি. শৌখিন আহার। ̃ খোরাকি বিণ. শৌখিন আহারে অভ্যস্ত; ভোজনবিলাসী। ̃ গল্প বি. আমোদজনক হালকা গল্পগুজব বা আলাপ (সারাটা দিন খোশগল্প করেই কেটে গেল)। ̃ নবিশ বি. অতি সুন্দর হস্তাক্ষরবিশিষ্ট ব্যক্তি; সুলেখক। ̃ নাম বি. সুনাম, সুখ্যাতি। ̃ পোশাক বি. শৌখিন পোশাক। ̃ পোশাকি বিণ. পোশাকবিলাসী। ̃ বু, খুশবু, ̃ বাই, ̃ বয় বি. সুগন্ধ ̃ মেজাজ বি. প্রফুল্লতা; প্রফুল্ল মন।

খোশামদ [ khōśāmada ] বি. স্তাবকতা, তোষামোদ, চাটুবাক্য (খোশামোদে ভোলে না এমন লোক কমই আছে)। [ফা. খুশ্আমদ্]। খোশামুদি, খোশামোদি বি. স্তুতি; চাটুবাক্য। খোশামুদে বিণ. খোশামোদ করে এমন, চাটুকার।

খোশাল [ khōśāla ] বিণ. সন্তুষ্ট, খুশি। [ফা. খুশ্হাল]।

খোস [ khōsa ] বি. পাঁচড়া, চর্মরোগবিশেষ। [সং. খস; অথবা সং. কচ্ছ (=itching)]।

খোসা [ khōsā ] বি. ফলাদির ত্বক (তরকারির খোসা, আমের খোসা); ছাল। [সং. কোষ]।

খ্যাঁট [ khyān̐ṭa ] বি. (কৌতু.) ভোজ, ভোজন; জবর খাওয়া (বিয়েবাড়িতে খ্যাঁট কেমন হল?)। [সং. খেট]। ̃ বি. ভোজ, খ্যাঁট।

খ্যাঁত্-খ্যাঁত্ [ khyān̐t-khyān̐t ] বি. অব্য. অসুস্হ বা রুগ্ণ শিশুর বিরক্তিকর মৃদু কান্না বা ঘ্যানরঘ্যানর (ছেলেটা সারাদিন এত খ্যাঁত্ খ্যাঁত্ করছে যে ওকে রেখে কাজ করতেই পারছি না)। [দেশি]।

খ্যাত [ khyāta ] বিণ. 1 বিখ্যাত, প্রসিদ্ধ (খ্যাতনামা); 2 উক্ত, কথিত, অভিহিত, পরিচিত (সে এই নামেই খ্যাত)। [সং. খ্যা + ত]। ̃ নামা (-মন্) বিণ. বিখ্যাত, প্রসিদ্ধ। খ্যাতি বি. 1 প্রসিদ্ধি, যশ; 2 আখ্যা; 3 প্রচার।

খ্যান-খ্যান [ khyāna-khyāna ] বি. অব্য. খ্যাঁত্ খ্যাঁত্ এর অনুরূপ। খ্যান-খেনে বিণ. খ্যাঁত্ খ্যাঁত্ বা খ্যানখ্যান করে এমন (খ্যানখেনে ছেলে). [দেশি]।

খ্যাপক [ khyāpaka ] বিণ. ঘোষণাকারী, প্রচারক। [সং. √খ্যা + ণিচ্ + অক]। খ্যাপন বি. প্রচার, ঘোষণা; কীর্তন (নামখ্যাপন)।

খ্যাপা, খ্যাপামি [ khyāpā, khyāpāmi ] যথাক্রমে খেপা ও খেপামি -র বানানভেদ।

খ্রিষ্ট, খ্রিষ্টান, খ্রিষ্টীয় [ khriṣṭa, khriṣṭāna, khriṣṭīẏa ] যথাক্রমে খ্রিস্ট, খ্রিস্টান ও খ্রিস্টীয় -র বানানভেদ।

খ্রিস্ট [ khrisṭa ] বি. খ্রিস্টান ধর্মের প্রবর্তক জিশু, Jesus. [ইং. Christ]। ̃ ধর্ম বি. জিশুর প্রবর্তিত ধর্ম। ̃ পূর্ব বিণ. জিশুর জন্মের পূর্ববর্তী (ইং. Before Christ (B.C.) এর বঙ্গানুবাদ)। খ্রিস্টান বি. বিণ. খ্রিস্টধর্মাবলম্বী। [ইং. Christian]। খ্রিস্টানি বি. 1 সাহেবিয়ানা। ☐ বিণ. খ্রিস্টান-সম্প্রদায়সম্বন্ধীয়; খ্রিস্টধর্মসম্বন্ধীয়; খ্রিস্টানদের (খ্রিস্টানি রীতি)। খ্রিস্টাব্দ বি. জিশুখ্রিস্টের জন্ম থেকে পরিগণিত অব্দ। খ্রিস্টীয় বিণ. 1 খ্রিস্টসম্বন্ধীয়; 2 খ্রিস্টের জন্ম থেকে পরিগণিত (খ্রিস্টীয় চতুর্থ শতক)।