[ gh ] বাংলা ভাষার চতুর্থ ব্যঞ্জনবর্ণ এবং ঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য ঘ্ ধ্বনির লিখিত রূপ।

ঘচ-ঘচ [ ghaca-ghaca ] অব্য. বি. নরম জিনিস ক্রমাগত কাটবার শব্দ। [ধ্বন্যা.]। ঘচাঘচ ক্রি-বিণ. ঘচঘচ শব্দে (ঘচাঘচ কাটতে লাগল)।

ঘট [ ghaṭa ] বি. 1 ছোট কলসি ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র); 2 পাত্র, আধার (সর্ব ঘটে); 3 মাথা, মগজ (ঘটে বুদ্ধি নেই); 4 দেহ ('ঘটের মধ্যে সাঁই বিরাজে': বাউল গান)। [সং. √ঘট্ + অ]। ̃ কর্পর বি. 1 ঘটের ভাঙা টুকরো, ভাঙা খাপরা; 2 বিক্রমাদিত্যের সভার নবরত্নের অন্যতম। ̃ কার বি. কুম্ভকার, কুমোর।

ঘটক [ ghaṭaka ] বি. 1 সংঘটনকর্তা, যে ঘটায়; 2 বিবাহের সম্বন্ধ স্হাপনকারী পুরুষ ; 3 ব্রাহ্মণদের পদবিবিশেষ। [সং. √ঘট্ + অক]। ঘটকী বি. (স্ত্রী.) বিবাহের সম্বন্ধ স্হাপনকারিণী স্ত্রীলোক। ঘটকালি বি. ঘটকের কাজ; বিবাহের সম্বন্ধ করা।

ঘটকার [ ghaṭakāra ] দ্র ঘট

ঘট-ঘট [ ghaṭa-ghaṭa ] অব্য. বি. (প্রধানত) শূন্য কাঠের পাত্রের মধ্যে কাঠের দণ্ড বা অনুরূপ কিছু নাড়াচাড়া করার শব্দ। [দেশি-ধ্বন্যা.]। ঘটর-ঘটর অব্য. বি. ক্রমাগত ঘটঘট জাতীয় গড়ানোর শব্দ।

ঘটন [ ghaṭana ] বি. সংঘটন, ঘটা, হওয়া; 2 যোজন (অঘটন-ঘটন); 3 বিধির নির্বন্ধ। [সং. √ঘট্ + অন]।

ঘটনা [ ghaṭanā ] বি. 1 ব্যাপার, যা ঘটে; 2 যোজনা; 3 আকস্মিক ব্যাপার। [সং. √ঘট্ + অন + আ]। ̃ ক্রমে, ̃ চক্রে ক্রি-বিণ. দৈবাত্, ঘটনাগতিকে, accidentally. ̃ চক্র বি. ঘটনাপরম্পরা। ̃ ধীন বিণ. দৈবাধীন। ̃ পূর্ণ, ̃ বহুল বিণ. নানা ঘটনায় পূর্ণ। ̃ বলি বি. ঘটনাসমূহ। ̃ স্হল বি. অকুস্হল, যেখানে (কোনো) ঘটনা ঘটে বা ঘটেছে।

ঘটনীয় [ ghaṭanīẏa ] বিণ. 1 সংঘটনযোগ্য; 2 ঘটবে এমন; 3 সম্ভাব্য। [সং. √ঘট্ + অনীয়]।

ঘট-মান [ ghaṭa-māna ] বিণ. 1 ঘটছে এমন; 2 (ব্যাক.) চলছে এমন (ঘটমান বর্তমান, ঘটমান অতীত)। [সং. √ঘট্ + মান (শানচ্)]।

ঘটরঘটর [ ghaṭaraghaṭara ] দ্র ঘটঘট

ঘটা1 [ ghaṭā1 ] বি. 1 ঘটন; 2 সমারোহ, জাঁকজমক (ছেলের বিয়েতে খুব ঘটা হয়েছিল) ; 3 সম্মিলন (গজঘটা); 4 শোভা (পোশাকের কী ঘটা) ; 5 (প্রা. ম. বাং.) সমূহ ('অনঙ্গ তরঙ্গ হোলো উলঙ্গের ঘটা')। [সং. √ঘট্ + অ + আ]।

ঘটা2 [ ghaṭā2 ] ক্রি. 1 সংঘটিত হওয়া (বিপদ ঘটেছে); 2 সম্পন্ন হওয়া (ঘটে উঠল না) ; 3 পরিণতি লাভ করা (কী থেকে কী ঘটল)। ☐ বি. সংঘটন। [বাং. √ঘট্ (সং. √ঘট্) + আ]। ̃ নো ক্রি. 1 সংঘটিত করানো (ছেলেটা দেখছি বিপদ ঘটাবে); 2 সম্পন্ন করানো (বিয়েটা ঘটিয়ে দাও)। ☐ বি. সংঘটিত করা (এ বিয়ে ঘটানো আমার কর্ম নয়)। ☐ বিণ. অন্যের দ্বারা সংঘটিত (শত্রুর দ্বারা ঘটানো বিপদ)।

ঘটাটোপ [ ghaṭāṭōpa ] বি. 1 গোরুর গাড়ি, পালকি বা আসবাবপত্রের আবরণ, ঘেরাটোপ; 2 বাহুল্যপূর্ণ আড়ম্বর। [সং. ঘট (=পাত্র) + আটোপ (=আড়ম্বর)]।

ঘটি [ ghaṭi ] বি. ঘটের মতো ধাতুনির্মিত ছোট জলপাত্রবিশেষ (ঘটিবাটি)। [সং. ঘটী]।

ঘটিকা [ ghaṭikā ] বি. 1 আড়াই দণ্ড, ঘণ্টা (দুই ঘটিকায়); 2 ছোট ঘট, ঘটি ; 3 পায়ের গোড়ালি। [সং. ঘটী + ক + আ]।

ঘটিত [ ghaṭita ] বিণ. 1 সংঘটিত; 2 সম্পাদিত; 3 জনিত, সংক্রান্ত (নারীঘটিত, অর্থঘটিত) ; 4 যুক্ত, যোজিত (স্বর্ণঘটিত)। [সং. √ঘট্ + ত]। ̃ ব্য বিণ. ঘটবে এমন; সম্ভাবিত।

ঘটি-রাম [ ghaṭi-rāma ] বি. মূর্খ বা অযোগ্য কর্মচারী। [দীনবন্ধু মিত্রের 'সধবার একাদশী' থেকে]।

ঘটী [ ghaṭī ] বি. 1 ঘট, ঘটি; 2 আড়াই দণ্ড, ঘণ্টা; 3 কালনির্ণায়ক যন্ত্র, ঘড়ি। [সং. ঘট + ঈ]। ̃ যন্ত্র বি. 1 কুয়ো থেকে জল তোলার যন্ত্র ; 2 কালনিরূপক যন্ত্রবিশেষ, সেকালের ঘড়ি।

ঘটোধ্নী [ ghaṭōdhnī ] বিণ. যার উধস্ বা পালান ঘটের মতো বৃহদাকার (ঘটোধ্নী গাভী)। [সং. ঘট + উধ্স + নী (স্ত্রী.)]।

ঘট্ট [ ghaṭṭa ] বি. পুকুরের ঘাট। [সং. √ঘট্ট্ + অ]।

ঘট্টন [ ghaṭṭana ] বি. 1 সংঘটন; 2 ঘোটন, ঘোটা; 3 ঘর্ষণ; 4 গঠন। [সং. √ঘট্ট্ + অন]। ঘট্টনী বি. (স্ত্রী.) যা দিয়ে ঘাঁটা বা বাটা হয়, ঘোটনা। ঘট্টিত বিণ. 1 সংঘটিত; 2 নির্মিত; 3 ঘোটা হয়েছে এমন।

ঘড়-ঘড় [ ghaḍ়-ghaḍ় ] অব্য. বি. 1 কণ্ঠনালিতে শ্লেষ্মাজনিত আওয়াজ (গলার ঘড়ঘড়); 2 চলন্ত গাড়ির চাকার শব্দ। [দেশি-ধ্বন্যা.].

ঘড়া [ ghaḍ়ā ] বি. বড় কলসি; ধাতুনির্মিত কলসি (এক ঘড়া জল)। [সং. ঘট]।

ঘড়াঞ্চি [ ghaḍ়āñci ] বি. বাঁশ বা কাঠের সিঁড়িযুক্ত উঁচু টুলবিশেষ; মই। [দেশি়]।

ঘড়ি [ ghaḍ়i ] বি. 1 সময়নিরূপক যন্ত্রবিশেষ (ঘড়ি ধরে কাজ করো); 2 ঘণ্টা, আড়াই দণ্ড (দু-ঘড়ি)। [সং. ঘটী]। ঘড়ি-ঘড়ি ক্রি-বিণ. 1 ঘণ্টায় ঘণ্টায়; 2 প্রতি মুহূর্তে; 3 বারংবার। ট্যাঁকঘড়ি, পকেট ঘড়ি বি. যে ঘড়ি ট্যাঁক বা পকেটে রাখা হয়। দেওয়াল ঘড়ি, দেয়াল ঘড়ি বি. যে-ঘড়ি দেওয়ালে আটকে রাখা হয়। পেটা ঘড়ি বি. যে ঘড়ি পিটিয়ে বাজাতে হয়-যে ঘড়ি আপনা-আপনি বাজে না। সূর্য ঘড়ি বি. যে ঘড়িতে দিনের বেলা রোদের ছায়া দেখে সময় নিরূপণ করা হয়। হাত-ঘড়ি বি. যে ঘড়ি কব্জিতে বাঁধা হয়।

ঘড়িয়াল1 [ ghaḍ়iẏāla1 ] বি. যে ব্যক্তি ঘণ্টা বাজিয়ে ঘণ্টায় ঘণ্টায় সময় নির্দেশ করে। [বাং. ঘড়ি + আল]।

ঘড়িয়াল2 [ ghaḍ়iẏāla2 ] (কথ্য) ঘড়েল বিণ. ধূর্ত, ধড়িবাজ (ঘড়েল লোক)। ☐ বি. 1 লম্বা মুখওয়ালা কুমিরবিশেষ; 2 ধূর্ত বা ধড়িবাজ লোক। [তু. হি. ঘড়িবাল]।

ঘণ্ট [ ghaṇṭa ] বি. তরকারি ঘেঁটে রান্না করা ব্যঞ্জনবিশেষ (মোচার ঘণ্ট)। [সং. ঘণ্ট?]।

ঘণ্টা [ ghaṇṭā ] বি. 1 কাঁসা বা অন্য ধাতু দিয়ে তৈরি বাদ্যযন্ত্রবিশেষ; 2 ষাট মিনিট বা আড়াই দণ্ডকাল সময়; 3 (বিদ্রূপে) কিছুই না, ঘোড়ার ডিম (ঘণ্টা করবে)। [সং. √ঘণ্ + ট + আ]।

ঘণ্টা-কর্ণ [ ghaṇṭā-karṇa ] বি. 1 ঘেঁটু ফুল; 2 ঘেঁটু ঠাকুর। [সং. ঘণ্টা + কর্ণ]।

ঘণ্টা-ঘর [ ghaṇṭā-ghara ] বি. যে ঘর থেকে নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজানো হয়। [সং. ঘণ্টা + বাং. ঘর]।

ঘণ্টা-ধ্বনি [ ghaṇṭā-dhbani ] বি. ঘণ্টার শব্দ। [সং. ঘণ্টা + ধ্বনি]।

ঘণ্টা-পথ [ ghaṇṭā-patha ] বি. বড় রাস্তা; রাজপথ। [সং. ঘণ্টা + পথ]।

ঘণ্টি [ ghaṇṭi ] বি. ছোট ঘণ্টা (ঘণ্টি নেড়ে দাও); বাদ্যযন্ত্রবিশেষ। [সং. ঘণ্টা + ই > ক্ষুদ্রার্থে]।

ঘণ্টিকা, ঘণ্টী [ ghaṇṭikā, ghaṇṭī ] বি. 1 ছোট ঘণ্টা, ঘণ্টি; 2 আলজিভ। [সং. ঘণ্টা + ক + আ, ঘণ্ট + ঈ]।

ঘণ্টেশ্বর [ ghaṇṭēśbara ] বি. 1 মঙ্গলপুত্র ঘেঁটু, ঘেঁটু ঠাকুর; 2 মহাদেব। [সং. ঘণ্টা + ঈশ্বর]।

ঘন [ ghana ] বি. 1 মেঘ (ঘনঘটা); 2 (গণি.) সমান তিন রাশির গুণফল, cube যেমন, 2x2x2=8; 3 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট বস্তু, solid. ☐ বিণ. 1 নিবিড়, দুর্ভেদ্য, দুর্গম (ঘন অন্ধকার, ঘন জঙ্গল, ছায়াঘন পথ) ; 2 অবিরল, বারংবার কৃত (ঘন ঘন বিলাপ, ঘন ঘন আসা-যাওয়া) ; 3 ঠাসা, ঠাসবুনটযুক্ত (ঘন বুনানি); 4 জমাট, মোটা (ঘন কাপড়); 5 প্রবল, গভীর (ঘন বরষা); 6 দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট (ঘন ক্ষেত্র)। [সং. √হন্ + অ]। ̃ কৃষ্ণ বিণ. মেঘের মতো কালো; গাঢ় কৃষ্ণবর্ণ। ̃ ঘটা বি. মেঘের আড়ম্বর বা সমারোহ। ঘন ঘন ক্রি-বিণ. প্রায়ই, বারংবার; খুব কাছাকাছি (ঘন ঘন সন্নিবিষ্ট)। ̃ ঘোর বিণ. মেঘে আচ্ছন্ন ও অন্ধকারময়। ̃ তা, ̃ ত্ব বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাযুক্ত অবস্হা বা আকার; দৃঢ়তা; নিবিড়তা; গাঢ়তা। ̃ ফল বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধের গুণফল। ̃ বসতি বি. গায়ে গায়ে লাগা ঘরবাড়ি; যেখানে খুব কাছাকাছিভাবে লোকে বাস করে। ̃ বিন্যাস বি. ফাঁক না রেখে পরপর স্হাপন। ̃ বীথি বি. মেঘলোক, মেঘমালা; আকাশপথ। ̃ মূল বি. যে রাশি আপনার দ্বারা দুবার গুণিত হয় সেই রাশি উক্ত গুণফলের ঘনমূল, cube-root. ̃ শ্যাম বিণ. মেঘের মতো শ্যামবর্ণ। ☐ বি. 1 শ্রীকৃষ্ণ; 2 রামচন্দ্র।̃ সার বি. 1 কর্পূর; 2 চন্দন ; 3 পারদ।

ঘনক [ ghanaka ] বি. ঘনক্ষেত্র, ঘন, cube. [সং. ঘন + ক (স্বার্থে)]।

ঘনা [ ghanā ] ক্রি. 1 কাছে যাওয়া, নিকটবর্তী হওয়া (ভয়ে তার কাছে কেউ ঘনায় না) ; 2 আসন্ন হওয়া (মৃত্যু ঘনাল, দুর্যোগ ঘনিয়ে এল)। [বাং. ঘন + আ]।

ঘনাগম [ ghanāgama ] বি. 1 মেঘের আবির্ভাব; 2 বর্ষাকালের আরম্ভ (ঘনাগমে চাতকের আনন্দ)। [সং. ঘন + আগম]।

ঘনাঙ্ক [ ghanāṅka ] বি. ঘনতার পরিমাণ, ঘনত্ব, density (বি.প.)। [সং. ঘন + অঙ্ক]।

ঘনাত্যয়, ঘনান্ত [ ghanātyaẏa, ghanānta ] বি. 1 মেঘের প্রস্হান; 2 বর্ষাকালের অবসান বা বিদায় ; 3 শরত্ ঋতু। [সং. ঘন + অত্যয়, অস্ত]।

ঘনানো [ ghanānō ] ক্রি. 1 নিকটবর্তী হওয়া, ঘনা (বিপদ ঘনিয়ে আসছে); 2 জমাট হওয়া বা করা (মেঘ ঘনিয়েছে)। ☐ বি. 1 নিকটবর্তী হওয়া; 2 ঘনীকরণ। ☐ বিণ. ঘনীকৃত। [বাং. √ঘন + আনো]।

ঘনান্ধ-কার [ ghanāndha-kāra ] বি. গাঢ় অন্ধকার। [সং. ঘন + অন্ধকার]।

ঘনাবৃত [ ghanābṛta ] বিণ. মেঘাচ্ছন্ন, মেঘে ঢাকা (ঘনাবৃত আকাশ)। [সং. ঘন + আবৃত]।

ঘনায়-মান [ ghanāẏa-māna ] বিণ. 1 ঘনিয়ে আসছে বা নিকটবর্তী হচ্ছে এমন; 2 ঘন হয়ে আসছে বা জমে উঠছে বা জমাট হচ্ছে এমন (ঘনায়মান অন্ধকার)। [সং. √ঘনায় (নামধাতু) + মান (শানচ্)]।

ঘনিমা [ ghanimā ] (-মন্) বি. (সচ. কাব্যে) ঘনত্ব। [সং. ঘন + ইমন্]।

ঘনিষ্ঠ [ ghaniṣṭha ] বিণ. 1 অতি নিকট (ঘনিষ্ঠ সম্পর্ক); 2 অতি অন্তরঙ্গ (ঘনিষ্ঠ বন্ধু)। [সং. ঘন + ইষ্ঠ]। স্ত্রী. ঘনিষ্ঠা। বি. ̃ তা

ঘনী-কৃত [ ghanī-kṛta ] বিণ. ঘন করা হয়েছে এমন। [সং. ঘন + ঈ (চ্বি) + √কৃ + ত]।

ঘনী-ভবন [ ghanī-bhabana ] বি. ঘন হওয়া। [সং. ঘন + ঈ (চিব) + √ভূ + অন]।

ঘনী-ভূত [ ghanī-bhūta ] বিণ. 1 ঘন হয়েছে এমন (ঘনীভূত অন্ধকার); 2 জমাট, আসন্ন (দুর্যোগ, ঘনীভূত)। [সং. ঘন + ঈ (চিব) + √ভূ + ত]।

ঘনোপল [ ghanōpala ] বি. করকা, শিল (ঘনোপলসহ বৃষ্টিপাত)। [সং. ঘন + উপল]।

ঘর [ ghara ] বি. 1 গৃহ বা বাড়ি, বাসভবন; 2 প্রকোষ্ঠ, কক্ষ (পড়ার ঘর, বসবার ঘর) ; 3 মন্দির (ঠাকুর ঘর); 4 পরিবার (এ পাড়ায় চল্লিশ ঘর লোকের বাস); 5 বংশ, কুল (ভালো ঘরের ছেলে); 6 ছোট রন্ধ্র, ছিদ্র, ঘাট (জামায় বোতামের ঘর) ; 7 ভিতর, অন্তর, মধ্য (ঘরের কথা, ঘরে-বাইরে); 8 স্হান, বিষয় (জমার ঘরে শূন্য)। [সং. গৃহ > প্রাকৃ. ঘর]। ঘর-আলো-করা বিণ. গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করে এমন (ঘর-আলো-করা ছেলে)। ঘর আলো করা ক্রি. (আল.) গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করা (ঘর আলো করে চাঁদের মতো ছেলে জন্মাল)। ঘর করা ক্রি. গৃহিণী বা বধূ হয়ে সংসারে বাস করা (শ্বশুরের ঘর করা, স্বামীর ঘর করা)। ঘর কাটা ক্রি. চৌকো খোপ আঁকা। ঘর জ্বালানো ক্রি. 1 ঘরে আগুন দেওয়া; 2 (আল.) পরিবারের সুখশান্তি নষ্ট করা বা পরিবারের ধ্বংসসাধন করা (তুমি কি আমার ঘর জ্বালাতে এসেছ?)। ঘর তোলা ক্রি. বাড়ি তৈরি করা (এই সামান্য টাকায় কি আর পাকা ঘর তোলা যায়?)। ঘর নষ্ট করা ক্রি. পরিবারের শান্তি বা মানসম্মান নষ্ট করা। ঘর পাওয়া ক্রি. 1 বাসাবাড়ি সংগ্রহ করা; 2 (বৈবাহিক সম্বন্ধ স্হাপনের জন্য) উপযুক্ত বংশ অর্থাত্ পাত্রপাত্রী পাওয়া। ঘর বাঁধা ক্রি. 1 বসতি স্হাপন করা; 2 বিবাহাদি করে সংসার পাতা। ঘর-বার করা ক্রি. আকুল প্রতীক্ষায় ক্রমাগত ঘরের বাইরে যাওয়া ও ভিতরে আসা। ঘর ভাঙা ক্রি. ঘর নষ্ট করা -র অনুরূপ। ঘরে আগুন দেওয়া ক্রি. (আল.) পরিজনদের ধ্বংসসাধন করা; সংসারের শান্তি নষ্ট করা। ঘরে পরে ক্রি-বিণ. ঘরের ভিতরে ও বাইরে, দেশেবিদেশে, সর্বত্র ('ঘরে পরে সব হাসিছে': রবীন্দ্র)। ঘরের কথা পরিবারের এবং নিজ পক্ষের গুপ্ত বা অন্তরঙ্গ কথা বা ব্যাপার (ঘরের কথা পরকে বলা)। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ক্রি. বি. অকারণে অন্যের দায়িত্ব মাথায় নেওয়া। ঘরের শত্রু স্বজনের বা স্বদলের শত্রুতাসাধনকারী। ̃ কন্না, ̃ করনা বি. গৃহস্হালি, সংসার, সংসারের দৈনন্দিন কাজকর্ম; সংসারধর্ম; গৃহকর্ম; গৃহিণীপনা। ̃ কুনো বিণ. 1 গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন; 2 অমিশুক, অসামাজিক। ঘর ঘর ক্রি-বিণ. প্রত্যেক বাড়িতে বা পরিবারে ('পল্লীর ঘর ঘর': স. দ.)। ̃ ছাড়া বিণ. 1 গৃহহীন ('ঘরছাড়া আজ ঘর পেল যে': রবীন্দ্র); 2 গৃহত্যাগী, বৈরাগী। ̃ জামাই বি. যে পুরুষ বিবাহের পর শ্বশুরালয়ে বাস করে। ̃ জোড়া বিণ. সমস্ত ঘর জুড়ে থাকে অর্থাত্ সংসার জমজমাট করে রাখে এমন। ̃ জ্বালানে বিণ. পরিবারের সুখশান্তি নষ্ট করে এমন। স্ত্রী. ̃ জ্বালানিঘর-ঘর বি. আত্মপর, আপনপর। ̃ পোড়া বিণ. 1 যার ঘর পুড়েছে এমন; 2 (আল.) পরিবারের বা আত্মপক্ষের ধ্বংসকারক (ঘর-পোড়া বুদ্ধি)। ☐ বি. হনুমান। ঘর-পোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একবার অগ্নিদাহ থেকে রক্ষা পেয়েছে এমন গোরু সিঁদুর-রাঙা মেঘ দেখলে তাকে অগ্নিশিখা ভাবে শঙ্কিত হয়; (আল.) একবার বিপদ থেকে রক্ষা পেলে লোকে তুচ্ছ কারণেও ভয় পায়। ̃ পোষা বিণ. গৃহপালিত। ̃ বর বি. স্বামী ও তার বংশমর্যাদা (ঘরবর দেখে মেয়ের বিয়ে দেওয়া)। ̃ বাড়ি বি. বাসগৃহাদি। ̃ ভাঙানে বিণ. গৃহবিচ্ছেদকারী। স্ত্রী. ̃ ভাঙানি। ̃ মুখো বিণ. নিজ গৃহাভিমুখী। ̃ সংসার বি. গৃহস্হালি ও সাংসারিক কাজকর্ম। ̃ সন্ধানী বিণ.সংসারের বা পরিবারের সমস্ত গুপ্ত কথা জানে ও ফাঁস করে এমন (ঘরসন্ধানী বিভীষণ)।

ঘরনি [ gharani ] বি. 1 গৃহিণী, সংসারের কর্ত্রী; 2 স্ত্রী, পত্নী (রাজার ঘরনি) ; 3 সংসার পরিচালনে নিপুণা রমণী। [সং. গৃহিণী]। অতি বড় ঘরনি না পায় ঘর প্রায়ই ঘরকন্নার কাজে অতিশয় নিপুণা নারীর স্বামীর ঘরকন্নার সুযোগ জোটে না।

ঘরন্তী [ gharantī ] বি. বিণ. (স্ত্রী.) গৃহকর্মনিপুণা। ☐ বি. ঘরনি। [বাং. ঘর + অস্ত + ঈ]।

ঘরা-ঘরি [ gharā-ghari ] ক্রি-বিণ. আপোশে; নিজেদের মধ্যে; আত্মীয়স্বজনের মধ্যে (আমরা জিনিসগুলো ঘরাঘরি ভাগ করে নিয়েছি)। [বাং. ঘর + আ + ঘর + ই]।

ঘরানা [ gharānā ] বি. (সংগীতে) বংশবিশেষ কর্তৃক পুরুষানুক্রমে প্রচলিত অনুশীলনরীতি (বিষ্ণুপুর ঘরানা, পাতিয়ালা ঘরানা)। ☐ বিণ. 1 উচ্চবংশীয়; সদ্বংশজাত, বনেদি (ঘরানা লোক) ; 2 বংশীয় (নবাব ঘরানা); 3 পারিবারিক, সকলের কাছে প্রকাশ্য নয় এমন (ঘরানা কথা, ঘরানা ব্যাপার)। [হি. ঘরানা]।

ঘরামি [ gharāmi ] বি. খড় ইত্যাদি দিয়ে ছাওয়া কাঁচা ঘরের নির্মাণকারী, যে কাঁচা বাড়ি তৈরি করে। [বাং. ঘর + আমি]।

ঘরুটে [ gharuṭē ] বিণ. (আঞ্চ.) ঘরোয়া (আমরা ঘরুটে বাড়ির দুধ নিই-অর্থাত্ পেশাদার গোয়ালার দুধ নিই না)। [দেশি]।

ঘরোয়া [ gharōẏā ] বিণ. 1 গৃহসম্বন্ধীয়, পারিবারিক (ঘরোয়া ব্যাপার); 2 অতি ঘনিষ্ঠ, আপন (ঘরোয়া লোক); 3 ঘরেই সহজ ও স্বাভাবিক বোধ করে এমন (আমার পুত্রবধূটি বেশ ঘরোয়া স্বভাবের মেয়ে)। [বাং. ঘর + উয়া]।

ঘর্ঘর [ gharghara ] বি. চলন্ত গাড়ির চাকার শব্দ বা ওইজাতীয় শব্দ (ঘোড়ার গা়ড়ির ঘর্ঘর শব্দে কান পাতা যায় না)। [সং. ধ্বন্যা. ঘর্ঘর + অ (অস্ত্যর্থে)]। ঘর্ঘরিত বিণ. ঘর্ঘর শব্দে ধ্বনিত, মুখরিত বা পূর্ণ।

ঘর্ম [ gharma ] বি. 1 ঘাম, স্বেদ; 2 (বিরল) রৌদ্র; 3 (বিরল) গ্রীষ্ম। [সং. √ঘৃ (ক্ষরণ, সেচন) + ম]। ঘর্মাক্ত বিণ. ঘামে ভিজে গেছে এমন (ঘর্মাক্ত দেহে সামনে এসে দাঁড়াল)। ঘর্মাক্ত-কলেবর বিণ. শরীর ঘামে ভিজে গেছে এমন।

ঘর্ষণ, ঘর্ষ [ gharṣaṇa, gharṣa ] বি. 1 ঘষা, মার্জন; 2 সংঘর্ষ। [সং. √ঘৃষ্ + অন, অ]। ঘর্ষিত বিণ. ঘষা বা মার্জন করা হয়েছে এমন।

ঘষটা, ঘষড়া [ ghaṣaṭā, ghaṣaḍ়ā ] ক্রি. 1 ঘষে ঘষে টানা; 2 ক্রমাগত ঘষা; 3 হেঁচড়ানো ; 4 রগড়ানো; 5 (আল.) ক্রমাগত আবৃত্তি, অভ্যাস বা চেষ্টা করা। [সং. √ঘৃষ্ + বাং. টা, ড়া]। ̃ নো ক্রি. বি. ঘষটা, ঘষড়া। ☐ বিণ. উক্ত সমস্ত অর্থে। ঘষটানি, ঘষড়ানি বি. ঘর্ষণ; হেঁচড়ানি; রগড়ানি।

ঘষা [ ghaṣā ] ক্রি. ঘর্ষণ করা (গা ঘষা)। ☐ বি. ঘর্ষণ (ঘষা লেগেছে)। ☐ বিণ. 1 ঘর্ষিত (ঘষা কাচ); 2 ক্ষয়প্রাপ্ত (ঘষা পয়সা)। [সং. √ঘৃষ্ + বাং. আ]। ঘষা ঘষা বিণ. সামান্য ঘষা, ঘষাভাবযুক্ত। ̃ ঘষি বি. 1 পরস্পর ঘর্ষণ; 2 ক্রমাগত ঘর্ষণ। ̃ মাজা বি. ঝকঝকে করা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা। ঘষে মেজে অস-ক্রি. নানাভাবে চেষ্টাচরিত্র করে; তোয়াজ-তদারক করে।

ঘসি [ ghasi ] (আঞ্চ.) বি. ঘুঁটে। [দেশি]।

ঘা [ ghā ] বি. 1 আঘাত, চোট (মাথায় ঘা লেগেছে); 2 প্রহার (দিয়েছি ঘা-কতক) ; 3 ক্ষত (ঘায়ে মলম লাগানো); 4 মনঃকষ্ট (অভিমানে ঘা লাগ); 5 শোক; 6 ক্ষতি (ব্যাবসায় ঘা। [সং. ঘাত-তু. সাঁও. ঘাও]। ঘা করা ক্রি. বি. ক্ষত সৃষ্টি করা (খুঁচিয়ে ঘা করা)। ঘা খাওয়া ক্রি. বি. (প্রধানত মনে) আঘাত বা বেদনা পাওয়া; ক্ষতিগ্রস্ত হওয়া। ঘা দেওয়া ক্রি. বি. 1 (প্রধানত মনে) আঘাত বা বেদনা দেওয়া; 2 (সর্পের দংশন সম্বন্ধে) দংশন করা (জাতসাপে ঘা দিয়েছে)। ঘা মারা ক্রি. বি. আঘাত করা। ঘা শুকানো ক্রি. বি. ক্ষত আরোগ্য হওয়া (এ ঘা শুকোতে সময় লাগবে)। ঘা সওয়া ক্রি. বি. আঘাত বা ক্ষতি সহ্য করা (এ জীবনে অনেক ঘা সয়েছি)। ঘা-সওয়া বিণ. আঘাত বা ক্ষতি সহ্য করেছে এমন। ঘা হওয়া ক্রি. বি. ক্ষত হওয়া। ঘা-কতক বি. বেশকিছু প্রহার। ঘা-কতক খাওয়া ক্রি. বি. ভালোরকম মার খাওয়া। ঘা-কতক দেওয়া, ঘা-কতক বসিয়ে দেওয়া ক্রি. বি. ভালোরকম মার দেওয়া, উত্তম-মধ্যম প্রহার করা। খুঁচিয়ে ঘা করা ক্রি. অকারণ খোঁচাখুঁচির ফলে সুস্হ স্হান ক্ষত করা; (আল.) অনাবশ্যক আলোচনার দ্বারা অপ্রিয় অবস্হার সৃষ্টি করা।

ঘাই [ ghāi ] বি. 1 আঘাত; 2 জলের মধ্যে বড় মাছের লেজের আঘাত (পুকুরে মাছগুলো ঘাই মারছে)। [সং. (আ-) ঘাত]।

ঘাইট, ঘাইল [ ghāiṭa, ghāila ] যথাক্রমে ঘাট1 ও ঘায়েল -এর অপ্র. রূপ।

ঘাঁটা1 [ ghān̐ṭā1 ] ক্রি. বি. আলোড়িত বা মথিত করা, বিশেষভাবে নাড়া, নাড়াচাড়া করা (বই ঘাঁটা, জামাকাপড় ঘাঁটা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ঘট্ট + বাং. আ]। ̃ ঘাঁটি বি. ক্রমাগত ঘাঁটা; আলোড়ন। ̃ নো ক্রি. বি. 1 নাড়ানো ; 2 উত্ত্য বা উত্তেজিত করা, চটিয়ে দেওয়া (আমাকে ঘাঁটালে তার ফল ভালো হবে না)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ঘাঁটা2 [ ghān̐ṭā2 ] বি. কড়া (হাতে ঘাঁটা পড়ে গেল)। [দেশি]।

ঘাঁটি [ ghān̐ṭi ] বি. 1 প্রহরীর থাকবার স্হান, চৌকি; 2 প্রবেশপথ বা পথের সন্ধিস্হল; 3 যুদ্ধরত সৈনিকদের অবস্হিতিস্হান, থানা, আড্ডা (ঘাঁটি স্হাপন করা)। [সং. ঘট্ট]। ̃ য়াল বি. ঘাঁটির প্রহরী বা অধ্যক্ষ। ঘাঁটি আগলানো ক্রি. বি. প্রবেশপথ রক্ষার জন্য পাহারা দেওয়া।

ঘাঁত-ঘোঁত [ ghān̐ta-ghōn̐ta ] বি. অন্ধিসন্ধি, সুলুকসন্ধান। [দেশি]।

ঘাগর, ঘাঘর [ ghāgara, ghāghara ] বি. কিঙ্কিণী; ঘুঙুর। [সং. ঘর্ঘরা]।

ঘাগরা, ঘাঘরা [ ghāgarā, ghāgharā ] বি. স্ত্রীলোকের লম্বা ঝুলওয়ালা বা ঢিলা পোশাকবিশেষ। [হি. ঘাগরা > সং ঘর্ঘরা]।

ঘাগি, ঘাঘি, ঘাগু [ ghāgi, ghāghi, ghāgu ] বিণ. 1 বারংবার ঘা খেয়েছে এমন; ভুক্তভোগী; 2 বারংবার শাস্তি পেয়েছে এমন, পুরনো (ঘাগি চোর)। [হি. ঘাঘ]।

ঘাট1 [ ghāṭa1 ] বি. 1 ত্রুটি, অপরাধ (আমার ঘাট হয়েছে, ঘাট স্বীকার করছি) ; 2 ন্যূনতা, ঘাটতি, কমতি (গুণের ঘাট নেই)। [হি. ঘাটি]। ̃ তি বি. 1 কমতি, অভাব (টাকার ঘাটতি নেই); 2 লোকসান (ব্যাবসায় ঘাটতি)। ঘাট মানা ক্রি. ত্রুটি স্বীকার করা; ত্রুটি স্বীকার করে নত হওয়া। ঘাটতি-বাড়তি বি. অল্পাধিক্য, কম-বেশি।

ঘাট2 [ ghāṭa2 ] বি. 1 পুকুর নদী প্রভৃতি জলাশয়ের অবতরণস্হান; 2 নদী খাল প্রভৃতির তীরে নৌকা ইত্যাদি ভিড়াবার স্হান (খেয়াঘাট, জাহাজঘাট, স্টিমারঘাট); 3 সেতার এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের সুরের পর্দা; 4 পর্বত (পূর্বঘাট, পশ্চিমঘাট); 5 গিরিসংকট। [সং. ঘট্ট]। ঘাটের কড়ি বি. খেয়া পারাপারের মাশুল, পারানি। ̃ খরচ, ̃ খরচা বি. মড়া পোড়াবার খরচ। ̃ লা বি. পাকা ঘাট, বাঁধানো ঘাট। ঘাটে ঘাটে ক্রি-বিণ. 1 প্রতি ঘাটে; 2 সর্বত্র ('ভুবনের ঘাটে ঘাটে: রবীন্দ্র)। ঘাটের মড়া (ঈষত্ উপেক্ষার্থে বা ব্যঙ্গার্থে) মুর্মূর্ষু ব্যক্তি; অতি বৃদ্ধ লোক।

ঘাটা [ ghāṭā ] বি. নদী খাল প্রভৃতির তীরে নৌকা স্টিমার ইত্যাদি ভিড়াবার স্হান (জাহাজঘাটা, স্টিমারঘাটা)। [বাং. ঘাট2 + আ]।

ঘাটিয়াল, ঘাটোয়াল [ ghāṭiẏāla, ghāṭōẏāla ] বি. 1 খেয়াঘাট বা পারাপারের ঘাটের তত্ত্বাবধায়ক, পাটনি; 2 ঘাঁটিরক্ষক; 3 তীর্থস্হানে যাত্রীদের কাছ থেকে যে কর সংগ্রহ করে। [বাং. ঘাটি (ঘাঁটি) + আল ; ঘাট2 + ওয়াল]। ঘাটোয়ালি বি. 1 ঘাটিয়াল বা ঘাটোয়ালের পদ বা কাজ (তিরিশ বছর ঘাটোয়ালি করছি) ; 2 ঘাটোয়াল-এর স্ত্রীলিঙ্গ; 3 ঘাটোয়ালকে প্রদত্ত জমি।

ঘাড় [ ghāḍ় ] বি. গ্রীবা, কণ্ঠের পশ্চাদ্ভাগ, কাঁধ (বোঝা ঘাড়ে নেওয়া)। [প্রাকৃ. ঘাড় < সং. ঘাটা (=গ্রীবার পশ্চাদ্ভাগ)]। ঘাড় ভাঙা দ্র ভাঙাঘাড়ে করা, ঘাড়ে নেওয়া ক্রি. বি. 1 কাঁধে তুলে নেওয়া; 2 (আল.) দায়িত্ব বা ভার গ্রহণ করা। ঘাড়ে চাপা ক্রি. বি. 1 আশ্রয় করা; 2 গলগ্রহ হওয়া। ঘাড়ে দুটো মাথা থাকা ক্রি. অত্যন্ত দুঃসাহস হওয়া (আমার ঘাড়ে তো দুটো মাথা নেই)। ̃ ধাক্কা বি. গলাধাক্কা; (আল.) তাড়িয়ে দেওয়া (গলাধাক্কা খাওয়া, গলাধাক্কা দেওয়া)। ঘাড়ে-গর্দানে বিণ গজস্কন্ধ; অত্যন্ত স্হূল বা মোটাসোটা (ঘাড়ে-গর্দানে চেহারা; বেশ ঘাড়ে-গর্দানে হয়েছে)।

ঘাত [ ghāta ] বি. 1 আঘাত, ঘা ('নাশো কঠিন ঘাতে': রবীন্দ্র); 2 প্রহার ; 3 ক্ষত, ঘা; 4 হিংসা, হত্যা (পশুঘাত-তু. পশুঘাতী); 5 (গণি.) কোনো রাশিকে সেই রাশি দ্বারা বারংবার গুণ করে প্রাপ্ত ফল, power (বি.প.)। [সং. √হন্ + অ]। ̃ বি. বিণ. 1 হত্যাকারী (গুপ্তঘাতক) ; 2 জল্লাদ। ̃ চিহ্ন বি. (গণি.) বর্গ ঘন প্রভৃতি সূচক অঙ্ক। ̃ 1 বি. 1 হত্যা; 2 যজ্ঞের প্রয়োজনে বধ, বলি; 3 আঘাত। ̃ 2 বি. 1 অন্যের দ্বারা বধ করানো; 2 প্রহার করার অস্ত্র। ☐ বিণ. নাশক, ঘাতক, হত্যাকারী (দৈত্যঘাতন, অসুরঘাতন)। ঘাত-প্রতিঘাত বি. 1 আঘাত-প্রত্যাঘাত; 2 ক্রিয়া ও প্রতিক্রিয়া (ঘটনার ঘাত-প্রতিঘাত)। ̃ সহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন; ঘা দিলে ভাঙে না বরং বিস্তৃত হয় এমন, malleable. ঘাতী (-তিন্) বিণ. (সমাসের উত্তরপদে) হত্যাকারী (পুত্রঘাতী, নারীঘাতী)। স্ত্রী. ঘাতিনীঘাতুক বিণ. 1 হিংস্র, নিষ্ঠুর, ক্রূর; 2 নাশক, হত্যাকারী, ঘাতক। ঘাত্য বিণ. বধ্য; ঘাতযোগ্য; আঘাত করার বা বধ করার যোগ্য।

ঘানি [ ghāni ] বি. সরষে তিল প্রভৃতি পিষে তেল বার করার যন্ত্রবিশেষ। [দেশি]। ̃ গাছ বি. যে মোটা খুঁটিতে বেঁধে তার চার দিকে ঘানি ঘোরানো হয়। ঘানি টানা ক্রি. বি. (এককালে জেলের কয়েদিদের ঘানি টানতে হত বলে) কারাদণ্ড ভোগ করা। শক্ত ঘানি বি. 1 যার কাছে সহজে নিষ্কৃতি পাওয়া যায় না; 2 কঠিন পরিশ্রমের কাজ।

ঘাপটি [ ghāpaṭi ] বি. ওঁত; লুকিয়ে অবস্হান। [বাং. ঘোপ + টি]। ঘাপটি মারা ক্রি. বি. শিকারের অপেক্ষায় ওঁত পাতা।

ঘাপলা [ ghāpalā ] বি. 1 বিপদ, সংকট; 2 প্যাঁচ, ঝামেলা; ফ্যাচাং। [দেশি]।

ঘাবড়া [ ghābaḍ়ā ] ক্রি. থতমত খাওয়া, বিচলিত হওয়া, হতবুদ্ধি হওয়া, ভয় পাওয়া (ঘাবড়েছে, ঘাবড়িয়ো না)। [হি. √ঘব্ড়া]। ̃ নি বি. ঘাবড়ানোর ভাব। ̃ নো ক্রি. বি. বিণ. থতমত খাওয়া; হতবুদ্ধি হওয়া; ঘাবড়েছে বা হতবুদ্ধি হয়েছে এমন।

ঘাম [ ghāma ] বি. ঘর্ম, স্বেদ, ত্বকের ছিদ্র দিয়ে যে জলীয় পদার্থ শরীর থেকে বেরিয়ে আসে। [সং. ঘর্ম]। ঘাম দিয়ে জ্বর ছাড়া ক্রি. বি. (আল.) উদ্বেগ বা বিপদ কেটে যাওয়ায় আশ্বস্ত হওয়া। ̃ তেল বি. গর্জনতেল-প্রতিমায় যে তেলের প্রলেপ দিলে প্রতিমা ঘেমেছে বলে মনে হয়। ঘামা ক্রি. ঘর্মাক্ত হওয়া (আমি শীতকালেও ঘামি)। ঘামানো ক্রি. 1 ঘর্মাক্ত করানো; 2 খাটানো, পরিশ্রম করানো (মাথা ঘামানো)। ☐ বি. ঘর্মাক্ত করা, পরিশ্রান্ত করানো।

ঘামাচি [ ghāmāci ] বি. ঘামের জন্য দেহে উদ্গত ক্ষুদ্র ব্রণবিশেষ, ঘামের জন্য দেহে যে ক্ষুদ্র জলপূর্ণ উদ্ভেদ সৃষ্ট হয়। [বাং. ঘাম + আচি-তু. সং. ঘর্মচর্চিকা]।

ঘায়েল, ঘাল [ ghāẏēla, ghāla ] বিণ. 1 আহত; 2 পরাস্ত, বিপর্যস্ত, কাবু ('উনিশটিবার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে': সু. রা.); 3 নিহত। [বাং. ঘা (সং. ঘাত) + এল, ইল-তু. হি. ঘায়ল্]।

ঘাস [ ghāsa ] বি. দূর্বাদি তৃণ, সবুজ উদ্ভিদ যার পাতা গোরু মোষ ছাগল ইত্যাদির প্রধান স্বাভাবিক খাদ্য। [সং. √অদ্ (=ঘস্) + অ]। ̃ জল বি. গবাদি পশুর খাদ্য ও পানীয়। ঘাসি বিণ. ঘাসসম্বন্ধীয়। ☐ বি. ঘাস-ব্যবসায়ী, ঘেসেড়া। [সং. ঘাস + বাং. ই]। ঘাসি নৌকা ঘাস বহনের উপযুক্ত নৌকা, মাল ও যাত্রিবাহী ছোট লম্বা নৌকাবিশেষ।

ঘাসুড়িয়া, ঘাসুয়া [ ghāsuḍ়iẏā, ghāsuẏā ] যথাক্রমে ঘেসেড়া ও ঘেসো -র মার্জিত রূপ।

ঘি [ ghi ] বি. 1 ঘৃত, দুধ থেকে প্রস্তুত স্নেহজাতীয় পদার্থবিশেষ; 2 ঘিলু (মাথার ঘি)। [সং. ঘৃত]। ঘিয়ে-ভাজা বিণ. 1 ঘি দিয়ে ভাজা হয়েছে এমন (ঘিয়ে-ভাজা লুচি); 2 (-বিদ্রূপে) অত্যন্ত রুগ্ন, হাড়জিরজিরে (ঘিয়ে-ভাজা কুকুর)।

ঘিচি-ঘিচি [ ghici-ghici ] বিণ. ঘেঁষাঘেঁষি (ঘিচিঘিচি হাতের লেখা)। [দেশি]।

ঘিঞ্জি [ ghiñji ] বিণ. 1 ঘন, নিবিড়, ঘেঁষাঘেঁষি; 2 জনবহুল। [হি. গঝিন্-তু. ফা. গুন্জান্]।

ঘিন-ঘিন [ ghina-ghina ] অব্য. বি. ঘৃণার জন্য অস্বস্তি বোধ (গা ঘিনঘিন করা)। [সং. ঘৃণা]। ঘনে-ঘিনে বিণ. অতিরিক্ত ঘৃণা বোধ করে এমন।

ঘিয়ে-ভাজা [ ghiẏē-bhājā ] দ্র ঘি

ঘিরা [ ghirā ] দ্র ঘেরা

ঘিলু [ ghilu ] বি. মস্তিষ্ক, মগজ, মাথার ঘি (চিন্তায় চিন্তায় মাথার ঘিলু শুকিয়ে গেল)। [দেশি]।

ঘিস-কাপ, ঘিস-ক্যাপ [ ghisa-kāpa, ghisa-kyāpa ] বি. কাঠ চাঁচবার যন্ত্রবিশেষ; রাঁদা। [দেশি]।

ঘুংড়ি-কাশি [ ghuṇḍ়i-kāśi ] বি. (সচ. শিশুদের) কষ্টদায়ক কাশি রোগবিশেষ, হুপিং কাশি, hooping cough. [ধ্বন্যা.]।

ঘুঁজি, ঘুঞ্জি [ ghun̐ji, ghuñji ] বি. 1 সংকীর্ণ গালি বা স্হান; 2 এঁদো স্হান (গলিঘুঁজি)। [দেশি]।

ঘুঁটা, ঘোঁটা [ ghun̐ṭā, ghōn̐ṭā ] বি. ক্রি. 1 আলোড়িত করা, তরল পদার্থের সঙ্গে নেড়েচেড়ে মেশানো; 2 তোলপাড় করা, তন্নতন্ন করে খোঁজা। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ঘট্ট + বাং. আ]. ̃ নো বি. ক্রি. (অন্যের দ্বারা) আলোড়িত করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

ঘুঁটি [ ghun̐ṭi ] বি. দাবা পাশা প্রভৃতি খেলার গুটিকা। [সং. গুটিকা]। ঘুঁটি চালা ক্রি. বি. দাবা পাশা প্রভৃতি খেলায় দান দেওয়া।

ঘুঁটে (বিরল) ঘুঁটিয়া [ ghun̐ṭē (birala) ghun̐ṭiẏā ] বি. জ্বালানিরূপে ব্যবহৃত গোবরের শুকনো চাপড়া বা চাকতি। [সং. গোবিষ্ঠা > গোইঠা > গুঠা]।

ঘুগনি [ ghugani ] বি. আলু, সিদ্ধ মটর, নারকেল প্রভৃতি মিশিয়ে তৈরি খাবারবিশেষ। [হি. ঘুঁঘ্নী]। ̃ দানা বি. ঘুগনি।

ঘুঘু [ ghughu ] বি. 1 পায়রাজাতীয় পাখিবিশেষ; 2 (আল.) অতি ধূর্ত ও ফন্দিবাজ লোক। [ধ্বন্যা.]। ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি (আল.) ঘুঘু পাখির আনন্দে বিচরণই দেখছ, তার ফাঁদে পড়ার যন্ত্রণা দেখনি-অর্থাত্ আনন্দ আর আরামই ভোগ করেছ বা আরামের কথাই ভাবছ, দুঃখকষ্টের কথা ভাবছ না।

ঘুঙট, ঘোঙট, ঘোঙ্গট [ ghuṅaṭa, ghōṅaṭa, ghōṅgaṭa ] বি. (বৈ. সা.) ঘোমটা। [হি. ঘুঁঘট, ঘুঙট-তু. সং. অবগুণ্ঠন, অবগুণ্ঠিকা।]। ঘুঙুর, বি. পায়ের অলংকারবিশেষ; নূপুর, কিঙ্কিণী। [ধ্বন্যা.-তু. সং. ঘর্ঘরা; মরা, ঘুংগুর]।

ঘুচা, ঘোচা [ ghucā, ghōcā ] বি. ক্রি. 1 লোপ পাওয়া, বিনষ্ট হওয়া (সম্পর্ক ঘুচেছে); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (সুখের দিন ঘুচেছে); 3 দূর হওয়া, শেষ হওয়া (দৈন্য ঘোচা, দ্বিধা ঘোচা)। [বাং. √ঘুচ্ + আ]। ̃ নো বি. ক্রি. 1 দূর করা (আমি তোমার দুঃখ ঘোচাব); 2 নষ্ট বা রহিত করা (মাতব্বরি ঘুচিয়ে দেব) ; 3 (উচ্ছিষ্ট বা ময়লা) পরিষ্কার করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ঘুট-ঘুট [ ghuṭa-ghuṭa ] অব্য. ঘোর কৃষ্ণবর্ণের বা অন্ধকারের ভাবপ্রকাশক (অন্ধকার ঘুটঘুট করছে)। [দেশি]। ঘুট-ঘুটে বিণ.গাঢ়, ঘোর কালোরঙের (ঘুটঘুটে আঁধার)।

ঘুটিং [ ghuṭi ] বি. একপ্রকার কাঁকর বা ছোট নুড়ি যা পুড়িয়ে চুন তৈরি হয়। [হি. ঘুট]।

ঘুড়ি1, (আঞ্চ.) ঘুড্ডি [ ghuḍ়i1, (āñca.) ghuḍḍi ] বি.পাতলা কাগজে বাঁশের শলাকা এঁটে তৈরি আকাশে উড়াবার খেলনাবিশেষ। [তু. হি. গুড্ডী]।

ঘুড়ি2 [ ghuḍ়i2 ] বি. (স্ত্রী.) ঘোড়া, ঘোটকী। [বাং. ঘোড়া + ই (স্ত্রী.)]।

ঘুণ [ ghuṇa ] বি. কাঠ ধ্বংসকারী পোকাবিশেষ (ঘুণ করা)। ☐ বিণ. (কথ্য. বাং.) 1 অভিজ্ঞ; 2 নিপুণ (এ কাজে সে খুবই ঘুণ)। [সং. √ঘুণ্ + অ]। ঘুণাক্ষর বি. কাঠে ঘুণপোকা অক্ষরের মতো অস্পষ্ট যে ক্ষতচিহ্ন করে; (আল.) সামান্য ইঙ্গিত, আভাস (ঘুণাক্ষরেও টের পাইনি)।

ঘুণ্টি [ ghuṇṭi ] বি. 1 বোতামবিশেষ; 2 অতি ক্ষুদ্র ঘণ্টা। [সং. ঘণ্টী]।

ঘুনসি, ঘুনশি [ ghunasi, ghunaśi ] বি. কোমরে বাঁধবার সুতো (ঘুনসিতে কড়ি বাঁধা)। [দেশি]।

ঘুনি [ ghuni ] বি. মাছ ধরার ফাঁদাবিশেষ, বাঁশের শলাকা দিয়ে তৈরি খাঁচার মতো মাছ-ধরা ফাঁদ। [দেশি]।

ঘুপসি [ ghupasi ] বিণ. 1 অন্ধকার ও সংকীর্ণ (ঘুপসি ঘর); 2 জড়সড়, গুটিসুটি (ঘুপসি মেরে থাকা)। ☐ বি. অন্ধকার ও সংকীর্ণ স্হান। [বাং. ঘোপ + সি]।

ঘুম [ ghuma ] বি. নিদ্রা, শরীর ও মনের যে (রাত্রীকালীন) অবস্হায় চোখ বন্ধ থাকে, নার্ভতন্ত্র নিষ্ক্রিয় থাকে এবং পেশি থাকে শিথিল। [দেশি]। ঘুম চটে যাওয়া ক্রি. বি. ঘুমের আবেশ কেটে যাওয়া। ঘুম দেওয়া, ঘুম যাওয়া, ঘুম লাগানো ক্রি. বি. ঘুমানো। ঘুম পাড়ানো ক্রি. বি. (কাউকে) নিদ্রিত করা। ̃ কাতুরে বিণ. নিদ্রালস; সর্বদাই ঘুমাতে চায় এমন; অনেকক্ষণ ঘুমাতে না পারলে কাতর হয় এমন। ̃ ঘোর বি. 1 গভীর ঘুম; 2 ঘুমের আবেশ (তখনও তার ঘুমঘোর কাটেনি)। ̃ ন্ত বিণ. নিদ্রিত (ঘুমন্ত শিশু, ঘুমন্ত বাঘ)। ̃ পাড়ানি বিণ. নিদ্রিত করায় এমন, ঘুমিয়ে পড়তে সাহায্য করে এমন (ঘুমপাড়ানি গান)। ঘুমা ক্রি. ঘুমানো। ঘুমিয়ে থাকা ক্রি. বি. (আল.) অলস বা অসতর্ক হয়ে থাকা (সামনে বিপদ। এখনও ঘুমিয়ে থাকবে?)। ঘুমানো ক্রি. নিদ্রিত হওয়া; নিদ্রিত থাকা। ☐ বি. উক্ত অর্থে। কাঁচা ঘুম বি. অপূর্ণ ঘুম।

ঘুর [ ghura ] বি. 1 ঘূর্ণন, পাক, চক্র (ঘুর দেওয়া); 2 ঘূর্ণি রোগ (ঘুর লেগেছে) ; 3 দূরের পথ (পৌঁছতে ঘুর পড়বে); 4 ঘোরপ্যাঁচ (তার কথাটায় কোনো ঘুর ছিল না)। ☐ বিণ. 1 অসরল, সোজার বিপরীত (ঘুর পথ); 2 গাঢ় (ঘুরঘুট্টি)। [সং. ঘূর্ণ]। ̃ ন্ত বিণ. ঘুরছে এমন (ঘুরন্ত চাকা)। ̃ পথ বি. ঘোরা পথ, কুটিল বা বাঁকা পথ, সোজা পথের বিপরীত। ̃ পাকা বি. চক্রাকারে পরিক্রমণ বা ঘোরা। ̃ পাক খাওয়া ক্রি. (ক্রমাগত) চক্রাকারে পরিক্রমণ করা; ঘূর্ণিত হওয়া। ̃ পেঁচ, ̃ প্যাঁচ, ঘোরপেঁচ, ঘোরপ্যাঁচ বি. জটিলতা, কুটিলতা (তার মনে মোটেই ঘোরপ্যাঁচ নেই)।

ঘুর-ঘুট্টি [ ghura-ghuṭṭi ] বিণ. গাঢ় বা ঘোর অন্ধকারময় (ঘুরঘুট্টি অন্ধকার)। [দেশি]।

ঘুর-ঘুর [ ghura-ghura ] বি. অব্য. ঘোরাঘুরি করার ভাবপ্রকাশক (ঘুরঘুর করছ কেন?)। [ঘুরা দ্র]। ঘুর-ঘুরে, ঘুর-ঘুরিয়া বি. পোকাবিশেষ।

ঘুরপ্যাঁচ [ ghurapyān̐ca ] দ্র ঘুর

ঘুরা, ঘোরা [ ghurā, ghōrā ] ক্রি. 1 ঘূর্ণিত হওয়া, চক্রাকারে ভ্রমণ করা (চাকা ঘুরছে, পৃথিবী সূর্যের চার দিকে ঘোরে); 2 পাক খাওয়া (মাথা ঘুরছে); 3 বেড়ানো (একটু ঘুরে আসি); 4 প্রকৃত বা সঠিক পথ খুঁজে না পেয়ে একই পথে ক্রমাগত ভ্রমণ করা; লক্ষ্যহীন হয়ে বেড়ানো (কেবল ঘুরে মরছি)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. অসরল, কুটিল, ঘুর (ঘোরা পথ)। [সং. √ঘূর্ণ > ঘুর + বাং. আ]। ̃ ঘুরি বি. হাঁটাহাঁটি; বারবার আসা-যাওয়া (এই ঘোরাঘুরি আর ভালো লাগছে না)। ̃ নো ক্রি. 1 ঘূর্ণিত করা (হাত ঘোরালে নাড়ু দেব); 2 পাক দেওয়া (লাট্টু ঘোরানো) ; 3 ভ্রমণ বা অনর্থক হাঁটাহাঁটি করানো; 4 বারবার ফিরিয়ে দেওয়া (আপনি আমাকে এত ঘোরাচ্ছেন কেন?)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ ক্রি-বিণ. কুটিলভাবে (তুমি এত ঘুরিয়ে বলছ কেন?)। ̃ নি, ঘুরুনি বি. ঘূর্ণিত করা বা ঘূর্ণিত হওয়া; পাক দেওয়া; ভ্রমণ; লক্ষ্যহীন হয়ে একই পথে বারবার ঘুরে বেড়ানো।

ঘূর্ঘুর [ ghūrghura ] বি. পোকাবিশেষ, ঘুরঘুরে পোকা। [দেশি]।

ঘুল-ঘুলি [ ghula-ghuli ] বি. ঘরের দেওয়ালের বড় (সচরাচর) গোলাকার ছিদ্র। [দেশি]।

ঘুলা [ ghulā ] ক্রি. 1 নেড়ে ঘোলা করা বা ঘোলা হওয়া; 2 আলোড়িত করা বা হওয়া ; 3 মিশিয়ে দেওয়া বা মিশে যাওয়া; 4 জটিল করা বা হওয়া; 5 বিভ্রান্ত করা বা হওয়া (বুদ্ধি ঘুলিয়ে যাওয়া, বুদ্ধি ঘুলিয়ে দেওয়া)। [তু. হি. ঘুলনা]। ̃ নো ক্রি. বি. ঘুলা। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ঘুষ, ঘুস [ ghuṣa, ghusa ] বি. কোনো কাজে সাহায্য লাভের জন্য বা কার্যসিদ্ধির জন্য গোপনে দেওয়া পুরস্কার বা অর্থ, উত্কোচ। [দেশি]।

ঘুষ-খোর, ঘুস-খোর [ ghuṣa-khōra, ghusa-khōra ] বি. বিণ. যে ঘুষ নেয়। [বাং. ঘুষ + আ. খোর্]।

ঘুষ-ঘুষে, ঘুস-ঘুসে [ ghuṣa-ghuṣē, ghusa-ghusē ] বিণ. 1 চাপা, গুপ্ত; 2 মৃদু, অল্প; 3 ভিতরে ভিতরে রয়েছে অথচ বাইরে থেকে বোঝা যায় না এমন (ঘুষঘুষে জ্বর)। [দেশি]।

ঘুষা, ঘোষা [ ghuṣā, ghōṣā ] ক্রি. 1 ঘোষণা করা; 2 উচ্চৈঃস্বরে আবৃত্তি করা (নামতা ঘোষা)। ☐ বি. উক্ত অর্থে। [সং. √ঘুষ্ (শব্দ করা) + বাং. আ]। ̃ নো ক্রি. (অন্যের দ্বারা) ঘোষিত করানো বা আবৃত্তি করানো (ছেলেটি ক্লাসের ছেলেদের নামতা ঘোষাচ্ছে)। ☐ বি. উক্ত অর্থে।

ঘুষি, ঘুষো [ ghuṣi, ghuṣō ] যথাক্রমে ঘুসি ও ঘুসো -র বানানভেদ।

ঘুসঘুসে [ ghusaghusē ] দ্র ঘুষঘুষে

ঘুসা1, ঘুসো1 [ ghusā1, ghusō1 ] বি. ছোট চিংড়িমাছবিশেষ। [দেশি]।

ঘুসা2, ঘুসি, ঘুসো2 [ ghusā2, ghusi, ghusō2 ] বি. 1 মুষ্টি; 2 মুষ্টি দিয়ে প্রহার। [দেশি-তু. হি. ঘুস্সা, ঘুসা]। ঘুসি মারা ক্রি. বি. মুষ্ট্যাঘাত করা, হাতের মুঠি দিয়ে আঘাত করা। ঘুসি লড়া ক্রি. মুষ্টিযুদ্ধ করা। ঘুসা-ঘুসি, ঘুসো-ঘুসি বি. ঘুসির লড়াই, মুষ্টিযুদ্ধ, boxing.

ঘূত্-কার [ ghūt-kāra ] বি. 1 পেঁচার ডাক; 2 ঘোঁত্ ঘোঁত্ শব্দ। [সং. ঘূত্ (ধ্বন্যা.) + √+ কৃ + অ]।

ঘূর্ণ [ ghūrṇa ] বি. ঘূর্ণি, ঘূর্ণন, জল বা বাতাসের আবর্ত, ভ্রমি। ☐ বিণ. ঘূর্ণিত, আবর্তিত (ঘূর্ণবায়ু)। [সং. √ঘূর্ণ + অ]। ̃ বি. আবর্তন, ক্রমাগত ঘুরন ; 2 ভ্রমণ, পরিভ্রমণ। ̃ বাত, ̃ বায়ু বি. ঘূর্ণিঝড়, cyclone. ̃ মান বিণ. যা ঘুরছে, যা আবর্তিত হচ্ছে, ঘূর্ণায়মান (ঘূর্ণমান জ্যোতিষ্ক)। ঘূর্ণাবর্ত বি. ঘূর্ণিজল, whirlpool. ঘূর্ণায়-মান বিণ. যা ঘুরছে, আবর্তিত হচ্ছে এমন; ভ্রমণরত (ঘূর্ণায়মান জ্যোতিষ্ক)। ঘূর্ণি বি. 1 ঘূর্ণিবায়ু; 2 জলভ্রমি, ঘূর্ণিজল (নৌকোটা ঘূর্ণির মধ্যে গিয়ে পড়ল)। ঘূর্ণি-জল বি. জলস্রোতের মধ্যে আবর্তিত জল, ঘূর্ণাবর্ত। ঘূর্ণিত বিণ. আবর্তিত। ঘূর্ণিত নয়নে ক্রি-বিণ. 1 চোখের তারা ঘুরছে এমনভাবে; 2 অতি ক্রোধভরে, অতি ক্রুদ্ধভাবে। ঘূর্ণি-বাত, ঘূর্ণি-বায়ু বি. ঘূর্ণবায়ু, ঘূর্ণিঝড়, যে বায়ুপ্রবাহ পাক খেতে খেতে বেগে ছুটে আসে। ঘূর্ণি-বৃষ্টি বি. ঘূর্ণিঝড়সহ বৃষ্টিপাত। ঘূর্ণ্য-মান বিণ. (যাকে) ঘোরানো হচ্ছে এমন।

ঘূর্ণায়মান মঞ্চ [ ghūrṇāẏamāna mañca ] বি. যে মঞ্চ ঘোরে, revolving stage. [সং. √ঘূর্ণ্ + ণিচ্ + শানচ্ = ঘূর্ণায়মান + মঞ্চ]।

ঘূর্ণি, ঘূর্ণিত, ঘূর্ণিবাত, ঘূর্ণ্যমান [ ghūrṇi, ghūrṇita, ghūrṇibāta, ghūrṇyamāna ] দ্র ঘূর্ণ

ঘৃণা [ ghṛṇā ] বি. 1 (নোংরামির কারণে) বিরাগ; বিদ্বেষ; বিতৃষ্ণা; অবজ্ঞা ও অশ্রদ্ধা; 2 লজ্জাবোধ বা অপমানবোধ (গালাগালিতে তার ঘৃণা হয় না); 3 দয়া, করুণা। [সং. √ঘৃণ্ + অ + আ]। ̃ র্হ, ঘৃণ্য বিণ. ঘৃণার যোগ্য। ̃ স্পদ বিণ. ঘৃণার পাত্র। ঘৃণিত বিণ. 1 ঘৃণা করা হয়েছে এমন; 2 ঘৃণার বিষয়ীভূত; 3 কদর্য, গর্হিত (ঘৃণিত কাজ)। ঘৃণী (-ণিন্) বিণ. 1 ঘৃণাকারী; 2 দয়ালু।

ঘৃত [ ghṛta ] বি. ঘি, হবিঃ। [সং. √ঘৃ (=ক্ষরণ) + ত]। ̃ পক্ব বিণ. ঘি দিয়ে বা ঘিয়ে ভাজা বা তৈরি (ঘৃতপক্ব লুচি)।

ঘৃত-কুমারী [ ghṛta-kumārī ] বি. ওষধিবিশেষ। [সং. ঘৃত + কুমারী -তু. হি. ঘিউকুআরি]।

ঘৃতপক্ব [ ghṛtapakba ] দ্র ঘৃত

ঘৃতাক্ত [ ghṛtākta ] বিণ. ঘিয়ে-মাখা, ঘি দেওয়া হয়েছে বা মাখা হয়েছে এমন। [সং. ঘৃত + অক্ত]।

ঘৃতাচী [ ghṛtācī ] বি. অপ্সরাবিশেষ। [সং. ঘৃত + অঞ্চ + ক্বিপ্ + ঈ]।

ঘৃতান্ন [ ghṛtānna ] বি. ঘি-ভাত। [সং. ঘৃত + অন্ন]।

ঘৃতাহুতি [ ghṛtāhuti ] বি. 1 মন্ত্রপাঠপূর্বক যজ্ঞাগ্নিতে ঘৃত-নিক্ষেপ; 2 (আল.) ক্রোধের উত্তেজনা-বৃদ্ধি (অগ্নিতে ঘৃতাহুতি)। [সং. ঘৃত + আহুতি]।

ঘৃষ্ট [ ghṛṣṭa ] বিণ. 1 যা ঘষা হয়েছে, ঘর্ষিত; 2 মার্জিত; 3 (ব্যাক.) ঘর্ষণ-জাত (ঘৃষ্ট ব্যঞ্জন, ঘৃষ্ট বর্ণ)। [সং. √ঘৃষ্ + ত]।

ঘেউ, ঘেউ-ঘেউ [ ghēu, ghēu-ghēu ] অব্য. বি. কুকুরের ডাক। [দেশি-ধ্বন্যা.]।

ঘেঁচড়া [ ghēn̐caḍ়ā ] বি. বারবার ঘষার ফলে কড়া পড়া, জামড়া (ঘেঁচড়া পড়া)। ☐ বিণ. 1 কড়া পড়েছে এমন; 2 অবাধ্য ও একগুঁয়ে (ঘেঁচড়া ছেলে); 3 বোধহীন (মারঘেঁচড়া)। [দেশি-তু. সং. ঘৃষ্ট]।

ঘেঁচড়ানো [ ghēn̐caḍ়ānō ] ক্রি. বি. 1 বারবার ঘষা; 2 (আল.) একই জিনিসের বিরক্তিকর পুনরাবৃত্তি করা; বারবার একই কথা বোঝানো বা একই পড়া মুখস্হ করা (একই পড়া রোজ রোজ ঘেঁচড়াতে আর ভালো লাগে না)। [দেশি ঘেঁচড়া + বাং. আনো]।

ঘেঁচু [ ghēn̐cu ] বি. 1 ক্ষুদ্র কচু; 2 (অবজ্ঞার্থে) কিছুই নয় (তুমি আমার ঘেঁচু করবে)। [দেশি; 'কচু'-র সহচর শব্দ-কচুঘেঁচু]।

ঘেঁটু [ ghēn̐ṭu ] বি. 1 ঘণ্টাকর্ণ, ঘেঁটুঠাকুর, চর্মাদি রোগের অধিদেবতা; 2 বন্য গুল্ম বা ফুলবিশেষ, ভাঁটফুল। [সং. ঘণ্টাকর্ণ]।

ঘেঁষ1, ঘেঁস1 [ ghēm̐ṣa1, ghēm̐sa1 ] বি. 1 পাথুরে কয়লার ছাই; 2 ভাঙা বাড়ির ইট-পাথরের গুঁড়োর স্তূপ। [দেশি]।

ঘেঁষ2, ঘেঁস2 [ ghēm̐ṣa2, ghēm̐sa2 ] বি. 1 ছোঁয়া; স্পর্শ; 2 সংস্রব। ☐ বিণ. ঘনিষ্ঠ (ঘেঁষ হয়ে বসা)। [সং. ঘর্ষ]। ঘেঁষা, ঘেঁসা ক্রি. বি. 1 স্পর্শ করা; 2 কাছাকাছি যাওয়া; নিকটবর্তী হওয়া (দেয়াল ঘেঁষে দাঁড়াও, সে আমাকে কাছে ঘেঁষতে দেয় না) ; 3 ঘনিষ্ঠ হওয়া। ☐ বিণ. উক্ত সব অর্থে। ঘেঁষা-ঘেঁসি, ঘেঁসা-ঘেঁসি বি. খুব কাছে এসে চাপাচাপি করে অবস্হান (এত ঘেঁষাঘেঁষি করে বসেছ কেন, ঘেঁষাঘেঁষির জন্যই এত অসুবিধা হচ্ছে)। ☐ ক্রি-বিণ. গায়ে গা লাগিয়ে, চাপাচাপি করে (ঘেঁষাঘেঁষি বসেছে)।

ঘেঙা [ ghēṅā ] ক্রি. ঘ্যানঘ্যান করা, একঘেয়ে কাতরোক্তি করা। [দেশি-ধ্বন্যা.]। ̃ নো ক্রি. ঘেঙা। ☐ বি. ঘ্যানঘ্যান।

ঘেঙানি [ ghēṅāni ] বি. একঘেয়ে কাতরোক্তি। [ঘেঙা দ্র]।

ঘেন্না [ ghēnnā ] বি. ঘৃণা -র কথ্য ও বিকৃত রূপ। ঘেন্না করা ক্রি. 1 ঘৃণার ভাব পোষণ করা, মনে ঘৃণার ভাব জাগা ; 2 গা ঘিনঘিন করা (আরশোলা দেখলেই ঘেন্না করে)।

ঘেমো [ ghēmō ] বিণ. ঘামযুক্ত, ঘামে ভিজে গেছে এমন (ঘেমো গা, ঘেমো জামা)। [বাং. ঘাম + উয়া > ও]।

ঘেয়ো [ ghēẏō ] বিণ. ঘা-যুক্ত (ঘেয়ো কুকুর)। [বাং. ঘা + উয়া > ও]।

ঘের [ ghēra ] বি. 1 বেড়, পরিধি (জামার ঘের, পাজামার ঘের); 2 বেষ্টনী, বেড়া ('এরা আমায় জাঁকজমকে ঘের দিয়েছে': শ. ঘো.)। [বাং. √ঘির্ + অ]।

ঘেরা, ঘিরা [ ghērā, ghirā ] ক্রি. 1 বেষ্টন করা (বেড়া দিয়ে ঘেরা); 2 চার পাশে বেষ্টনী দেওয়া বা বেষ্টন করা (বাড়িটাকে ঘিরতে হবে); 3 আবৃত বা আচ্ছাদিত করা ('আকাশ ঘিরে মেঘ জুটেছে': রবীন্দ্র)। ☐ বি. বেষ্টন; আচ্ছাদন; পরিবেষ্টিত স্হান; ঘের। ☐ বিণ. 1 বেষ্টিত (ঘেরা বারান্দা); 2 আবৃত। [হি. ঘির-তু. সং. √ঘৃ]। ̃ বি. 1 বেষ্টন; 2 অবরোধ; দাবিপূরণের জন্য কর্তৃপক্ষীয় ব্যক্তিকে আটক বা অবরোধ। ☐ বিণ. 1 ঘেরাও করা হয়েছে এমন (অফিসারটি সারাদিন নিজের ঘরে ঘেরাও হয়ে বসে আছেন) ; 2 বেষ্টিত, পরিবেষ্টিত। ̃ টোপ বি. 1 সর্বাঙ্গ ঢেকে পরবার মতো জামাবিশেষ; 2 বোরখা; 3 (গাড়ি পালকি প্রভৃতি) সম্পূর্ণ ঢেকে রাখার জন্য ঢাকনা। ̃ নো ক্রি. বি. পরিবেষ্টিত বা অবরুদ্ধ করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

ঘেসেড়া [ ghēsēḍ়ā ] বি. যে ব্যক্তি ঘোড়ার খাওয়ার জন্য ঘাস কাটে। [বা. ঘাসুড়িয়া]। স্ত্রী. ̃ নি

ঘেসো [ ghēsō ] বিণ. 1 ঘাসে পূর্ণ (ঘেসো জমি); 2 ঘাসের মতো (ঘেসো গন্ধ) ; 3 অসার, বাজে (ঘেসো জিনিস, ঘেসো মাল); 4 ঘাস থেকে বা ঘাসজাতীয় জিনিস থেকে প্রস্তুত (ঘেসো কাগজ)। [বাং. ঘাস + উয়া > ও]।

ঘোঁজ [ ghōn̐ja ] বি. 1 বাঁকা স্হান, বাঁক (পথের ঘোঁজে দাঁড়িয়েছিল); 2 ক্ষেত বা আলের বাঁক; 3 ঘুঁজি, কোণ (গলির ঘোঁজ)। [দেশি]। ̃ ঘাঁজ বি. 1 সংকীর্ণ স্হান; 2 আড়াল-আবডাল।

ঘোঁট [ ghōn̐ṭa ] বি. 1 জটলা; 2 আন্দোলন, নাড়াচাড়া। [দেশি-তু. সং. √ঘট্ট]। ঘোঁট পাকানো ক্রি. বি. 1 জটলা করা; 2 দল বেঁধে বিরূপ সমালোচনা করা বা ষড়যন্ত্র করা।

ঘোঁত-ঘোঁত [ ghōn̐ta-ghōn̐ta ] অব্য. বি. শুয়োরের ডাক; অসন্তোষ বা ক্রোধের চাপা ধ্বনি। [দেশি-ধ্বন্যা.]।

ঘোগ [ ghōga ] বি. 1 বাঘ ও কুকুরের মাঝামাঝি জন্তুবিশেষ; 2 বাঘের শত্রু বুনো কুকুর ; 3 মাঠে ও ক্ষেতে জল বেরোবার গর্ত বা নালি। [দেশি-তু. সং. কোক]।

ঘোঙট, ঘোঙ্গট [ ghōṅaṭa, ghōṅgaṭa ] দ্র ঘুঙট

ঘোচা, ঘোচানো [ ghōcā, ghōcānō ] যথাক্রমে ঘুচা ও ঘুচানো -র চলিত রূপ।

ঘোটক [ ghōṭaka ] বি. ঘোড়া। [দ্রা. গুর্রম্ > সং. √ঘুট্ + অ + ক]। স্ত্রী. ঘোটকীঘোটকারূঢ় বিণ. ঘোড়ার পিঠে আরূঢ়, অশ্বারোহী।

ঘোটন [ ghōṭana ] বি. 1 আলোড়ন; 2 তরল পদার্থের সঙ্গে মিশ্রিত করা ; 3 পেষণ; 4 অন্বেষণ। [বাং. √ঘুট্ (ঘুঁট্) + অন]। ঘোটনা বি. যে দণ্ডের দ্বারা ঘোটা হয়।

ঘোড়-গাড়ি [ ghōḍ়-gāḍ়i ] বি. ঘোড়ায় টানা গাড়ি; ঘোড়ার গাড়ি। [বাং. ঘোড়া (বাহিত) + গাড়ি]।

ঘোড়-দৌড় [ ghōḍ়-dauḍ় ] বি. বাজি জেতার জন্য ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা। [বাং. ঘোড়া + দৌড়]। ঘোড়দৌড় করানো ক্রি. বি. অত্যধিক দৌড়াদৌড়ি করিয়ে হয়রান করা (আমাকে এইভাবে ঘোড়দৌড় করিয়ে তোমার কী লাভ হল?)।

ঘোড়-সওয়ার [ ghōḍ়-sōẏāra ] বিণ. বি. যে ঘোড়ার পিঠে চড়েছে। [বাং. ঘোড়া + ফা. সওয়ার]।

ঘোড়া [ ghōḍ়ā ] বি. 1 অশ্ব, তৃণভোজী দ্রুতগামী চতুষ্পদ প্রাণিবিশেষ-ভারবাহী ও যাত্রীবাহী হিসাবে বহুলব্যবহৃত; 2 দাবা খেলার বলবিশেষ; 3 বন্দুকের বারুদে আগুন ধরাবার বা গুলিনিক্ষেপের চাবি। [সং. ঘোটক]। স্ত্রী. ঘুড়ি, ঘোড়িঘোড়া ঘোড়া খেলা বি. ছোট ছেলেমেয়েদের ঘোড়া সেজে ছোটাছুটি করা খেলাবিশেষ। ঘোড়ার ডিম ডিম দ্র। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্রি. বি. (আল.) যথার্থ ক্ষমতাশালী ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের চেষ্টা করা। ঘোড়া দেখে খোঁড়া হওয়া ক্রি. বি. আরাম পাবার উপায় থাকলে তারই ভরসায় নিশ্চেষ্ট হয়ে থাকা। ̃ মুখো বিণ. ঘোড়ার মতো লম্বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখি। ̃ মুগ বি. নিকৃষ্ট ধরনের মুগকলাইবিশেষ। ̃ রোগ বি. 1 উত্কট বাতিক; 2 গরিবের অত্যধিক খরচ করে বড়মানুষি করার প্রবৃত্তি; 3 ঘোড়দৌড়, বাজি জেতার নেশা, রেস খেলার নেশা। ̃ শাল বি. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা।

ঘোণা [ ghōṇā ] বি. 1 নাক; 2 ঘোড়ার নাক। [সং. √ঘুণ্ + অ + আ (স্ত্রী.)]।

ঘোপ [ ghōpa ] বি. গোপন স্হান। [তু. বাং. খোপ]। ̃ ঘাপ বি. লুকিয়ে থাকার গোপন বা সংকীর্ণ স্হান।

ঘোমটা [ ghōmaṭā ] বি. 1 অবগুণ্ঠন, স্ত্রীলোকের মুখাবরণ; 2 (সচরাচর বিবাহিতা) স্ত্রীলোকের পরিধেয় বস্ত্রের যে অংশ মাথার উপর থাকে। [তু. হি. ঘুঙট]। ঘোমটায় নীচে (ভিতরে) খেমটা নাচ কুলবধূর বেশে অসতীত্ব; বাইরে সাধুত্ব কিন্তু ভিতরে ভিতরে নষ্টামি।

ঘোর [ ghōra ] বিণ-বিণ. বিণ. 1 ভয়ংকর, নিদারুণ (ঘোর বিপদ); 2 অত্যন্ত (ঘোর-নাস্তিক, ঘোর বৈষ্ণব) ; 3 উত্কট (ঘোর মাতাল); 4 দুর্গম ('এ কী এ ঘোর বন': রবীন্দ্র); 5 গাঢ়, গভীর (ঘোর নিদ্রা, ঘোর অন্ধকার)। ☐ বি. 1 জড়তা (ঘুমের ঘোর) ; 2 আবেশ (নেশার ঘোর এখনও কাটেনি); 3 অন্ধকার (সন্ধ্যার ঘোর); 4 মোহ (চোখের ঘোর)। [সং. √ঘুর্ + অ]। স্ত্রী. ঘোরা ('ঘোরা রজনী দিকললনা ভয়বিভলা': রবীন্দ্র)। ঘোর ঘোর বি. অন্ধকারের ভাব (চারিদিকে ঘোর ঘোর হয়ে আসছে)। ̃ পেঁচ, ̃ প্যাঁচ, ̃ ফের বি. 1 জটিলতা; 2 কুটিল অভিসন্ধি। ̃ তর বিণ. 1 অত্যন্ত ভয়ংকর, নিদারুণ (ঘোরতর নাস্তিক, ঘোরতর যুদ্ধ হল); 2 দুইয়ের মধ্যে বেশি ঘোর। ̃ দর্শন বিণ. বিকটাকার; দেখলে ভয় লাগে এমন (ঘোরদর্শন মূর্তি)।

ঘোরা, ঘোরাঘুরি, ঘোরানো [ ghōrā, ghōrāghuri, ghōrānō ] যথাক্রমে ঘুরা, ঘুরাঘুরি ও ঘুরানো -র চলিত রূপ।

ঘোরা-ফেরা [ ghōrā-phērā ] বি. ঘুরে ফিরে বেড়ানো, ইতস্তত বেড়ানো, [বাং. ঘোরা + ফেরা]।

ঘোরালো, ঘোরাল [ ghōrālō, ghōrāla ] বিণ. 1 গাঢ় অন্ধকারময় (ঘোরালো রাত্রি); 2 গাঢ় (ঘোরালো রং); 3 ক্রোধ অভিমান ইত্যাদিতে অত্যন্ত গম্ভীর (ঘোরালো মুখ); 4 ভয়ংকর (ঘোরালো বিপদ) ; 5 অত্যন্ত জটিল (ঘোরালো ব্যাপার)। [বাং. ঘোর + আলো, আল]।

ঘোল [ ghōla ] বি. তক্র, জলের সঙ্গে মিশিয়ে পাতলা করা বা মাখন-তোলা দই। [সং. √ঘূণ্ (< ঘূর্ণ) + অ; অথবা √হন্ + অ -তু. প্রাকৃ. ঘোল]। ঘোল খাওয়া ক্রি. বি. (আল.) বিপদে পড়ে বিব্রত হওয়া। ঘোল খাওয়ানো ক্রি. বি. (আল.) নাকাল করা। মাথায় ঘোল ঢালা ক্রি. বি. (আল.) অপমানিত বা জব্দ করা। ̃ মউনি বি. যে দণ্ড বা যন্ত্র দিয়ে দই ঘুটে ঘোল করা হয়, দধিমন্হনদণ্ড।

ঘোলা [ ghōlā ] বিণ. 1 আবিল, অস্বচ্ছ (ঘোলা চোখে দেখা, ঘোলা দৃষ্টি); 2 কর্দমাক্ত, কাদা-গোলা (ঘোলা জল)। ☐ ক্রি. ঘুলা -র চলিত রূপ। [সং. ঘোল + বাং. আ (সাদৃশ্যার্থে)]। ̃ টে বিণ. ঈষত্ ঘোলা। ̃ নো ক্রি. বি. ঘুলানো-র চলিত রূপ।

ঘোষ [ ghōṣa ] বি. 1 গম্ভীর শ্বদ বা ধ্বনি (তু. বজ্রনির্ঘোষ); 2 ঘোষণা ; 3 গোয়ালা (ঘোষের দুধ); 4 গোয়ালাদের পাড়া; 5 বাঙালি কায়স্হদের পদবিবিশেষ। [সং. √ঘুষ্ + অ]। ̃ বিণ. বি. ঘোষণাকারী। ̃ যাত্রা বি. (প্রধানত মহাভারতে বর্ণিত দুর্যোধনের গোধন পরিদর্শনের জন্য) গোপপল্লিতে যাওয়া। ̃ বর্ণ বি. বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ এবং য্ র্ ল্ ব্ হ্।

ঘোষণ, ঘোষণা [ ghōṣaṇa, ghōṣaṇā ] বি. 1 সর্বসাধারণকে জানানো, বিজ্ঞপ্তি প্রচার; 2 উচ্চ শব্দ। [সং. √+ ঘুষ্ + অন, + আ]। ঘোষ-পত্র, ঘোষণা-পত্র বি. বিজ্ঞাপন, ইস্তাহার।

ঘোষা, ঘোষানো [ ghōṣā, ghōṣānō ] যথাক্রমে ঘুষা ও ঘুষানো -র চলিত রূপ।

ঘোষিত [ ghōṣita ] বিণ. ঘোষণা করা হয়েছে এমন, প্রচারিত (সরকারি সিদ্ধান্তটি গত সপ্তাহে ঘোষিত হয়েছে, সরকারের ঘোষিত নীতি)। [সং. √ঘুষ্ + ণিচ্ + ত]।

ঘ্যাঁচ [ ghyān̐ca ] অব্য. বি. নরম জিনিস কাটার শব্দবিশেষ (কচু গাছটাকে ঘ্যাঁচ করে কেটে ফেলল)। [দেশি-ধ্বন্যা.]। ঘ্যাঁচ ঘ্যাঁচ অব্য. বি. ক্রমাগত ঘ্যাঁচ শব্দ (ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কাটছে)।

ঘ্যাঁট [ ghyān̐ṭa ] বি. 1 ঘণ্ট, নানাবিধ সবজির মিশ্রিত ব্যঞ্জন; 2 (আল.) নানাবিধ বস্তুর অবাঞ্ছিত মিশ্রণ (ঘ্যাঁট পাকিয়ে রেখেছে)। [দেশি]।

ঘ্যাগ [ ghyāga ] বি. গলগণ্ড। [দেশি]।

ঘ্যাঙর-ঘ্যাঙ [ ghyāṅara-ghyāṅa ] অব্য. বি. ব্যাঙের ডাক। [দেশি-ধ্বন্যা.]।

ঘ্যান-ঘ্যান [ ghyāna-ghyāna ] বি. বিরক্তিকর ও ক্রমাগত নাকি কান্না বা অনুনয় (ছেলেটা তখন থেকে ঘ্যানঘ্যান করছে, এই ঘ্যানঘ্যান আর ভালো লাগে না)। [দেশি-ধ্বন্যা.]। ঘ্যান-ঘেনে বিণ. ঘ্যানঘ্যান করে এমন (ঘ্যানঘেনে ছেলে)।

ঘ্যানর-ঘ্যানর [ ghyānara-ghyānara ] বি. 1 ক্রমাগত বিরক্তিকর নাকি কান্না বা অনুনয়; 2 একটানা বিরক্তিকর শব্দ। [ধ্বন্যা.]।

ঘ্যাম [ ghyāma ] বিণ. (অশোভন) উঁচুদরের (এসব ঘ্যাম ব্যাপারের মর্ম তুমি কী বুঝবে?)। [দেশি]।

ঘ্রাণ [ ghrāṇa ] বি. 1 গন্ধ (ঘ্রাণ নেওয়া); 2 গন্ধগ্রহণ (ঘ্রাণশক্তি); 3 ঘ্রাণেন্দ্রিয়, নাক। [সং. √ঘ্রা + অন]। ̃ বিণ. 1 ঘ্রাণেন্দ্রিয় বা নাক থেকে উত্পন্ন; 2 আঘ্রাণের বা গন্ধগ্রহণের ফলে উত্পন্ন। ̃ তর্পণ বি. 1 ঘ্রাণেন্দ্রিয়ের তৃপ্তিসাধন; 2 অতিশয় সুগন্ধ। ̃ শক্তি বি. গন্ধ উপলব্ধি করার ক্ষমতা, গন্ধ গ্রহণের ক্ষমতা। ঘ্রাণেন্দ্রিয় বি. নাক।

ঘ্রাত [ ghrāta ] বিণ. ঘ্রাণ নেওয়া হয়েছে এমন, (গন্ধ) শোঁকা হয়েছে এমন। [তু. বিপ. অনাঘ্রাত)। [সং. √ঘ্রা + ত]। ঘ্রাতব্য বিণ. শোঁকবার যোগ্য। ঘ্রাতা (-তৃ) বি. বিণ. ঘ্রাণগ্রহণকারী, যে শোঁকে।

ঘ্রেয় [ ghrēẏa ] বিণ. শোঁকবার বা ঘ্রাণ নেবার যোগ্য। [সং. √ঘ্রা + য]।

[ ṅ ] বাংলা ভাষার পঞ্চম ব্যঞ্জনবর্ণ এবং কণ্ঠ্য নাসিক্য ধ্বনি ঙ্-র লিখিত রূপ। বর্তমানে ঙ এবং ং (অনুস্বার) উচ্চারণে অভিন্ন। বহুক্ষেত্রে ঙ-র পরিবর্তে ং লিখিত হয়।