1 [ cha1 ] বাংলা ভাষার সপ্তম ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ মহাপ্রাণ তালব্য ছ্ ধ্বনির লিখিত রূপ।

ছই [ chi ] বি. নৌকা গোরুর গাড়ি প্রভৃতির চাল বা ছাদ। [সং. ছদি]।

ছউই [ chui ] বি. মাসের ষষ্ঠ দিন। ☐ বিণ. মাসের ষষ্ঠ দিনের (ছউই চৈত্র)। [বাং. ছয় + ই]।

ছক [ chaka ] বি. 1 দাবা পাশা ইত্যাদি খেলার ঘর; 2 নকশা, কোনোকিছুর পরিকল্পিত আদল। [দেশি]। ছক কাটা ক্রি. বি. 1 রেখা দ্বারা চারকোনা ঘরে বিভক্ত করা; 2 (আল.) কোনোকিছু করার আগে স্পষ্ট পরিকল্পনা করে নেওয়া। ছক-কাটা বিণ. চৌকো ঘর কাটা হয়েছে এমন; চৌকো খোপযুক্ত (ছক-কাটা কাগজ)। ছক-বাঁধা বিণ. পূর্বপরিকল্পনার মধ্যে আবদ্ধ, অপরিবর্তনীয়। ছকা ক্রি. ছক বা নকশা অঙ্কন করা; পরিকল্পনার বা কাজের মুসাবিদা বা খসড়া করা (আগে প্ল্যানটা ঠিকমতো ছকে নাও)।

ছকড়া-নকড়া [ chakaḍ়ā-nakaḍ়ā ] বি. 1 তুচ্ছতাচ্ছিল্য; 2 বিশৃঙ্খলা। ☐ বিণ. বিশৃঙ্খল। [দেশি]।

ছকা [ chakā ] দ্র ছক

ছক্কড় [ chakkaḍ় ] বি. নড়বড়ে ঘোড়ার গাড়ি। [সং. শকট-তু. ছ্যাকড়া]।

ছক্কা1 [ chakkā1 ] বি. সবজি দিয়ে রাঁধা ব্যঞ্জনবিশেষ, ছোঁকা। [দেশি]।

ছক্কা2 [ chakkā2 ] বি. 1 ছয় ফোঁটা চিহ্নিত তাস; 2 (ক্রিকেট ইত্যাদিতে) ছয় (ছক্কা হাঁকিয়েছে)। [বাং. ছয়-তু. সং. ষট্ক]।

ছট-ফট [ chaṭa-phaṭa ] বি. 1 অস্হিরতা আকুলতা উদ্বেগ প্রভৃতির ভাব; 2 আইঢাই আনচান বা ধড়ফড় অবস্হা (গরমে বা ব্যথায় ছটফট করা)। [দেশি]। ছট-ফটানো ক্রি. ছটফট করা। ☐ বি. উক্ত অর্থে। ছট-ফটানি বি. অস্হিরতা, আকুলতা; উদ্বেগ। ছট-ফটে বিণ. অস্হির, চঞ্চল।

ছটরা, ছর্রা [ chaṭarā, charrā ] বি. বন্দুকের ছোট গুলি বা ছিটে। [ইং. shot + বাং. রা]।

ছটা [ chaṭā ] বি. 1 দীপ্তি (সূর্যের রঙের ছটা); 2 আভা, আলোক; 3 সৌন্দর্য, শোভা (রূপের ছটা); 4 জাঁকজমক, ঘটা (বাক্যের ছটা); 5 সমূহ; পরম্পরা (শ্লোকের ছটা)। [সং. √ ছো + অট + আ]।

ছটাক [ chaṭāka ] বি. 1 ওজনের পরিমাণবিশেষ (=5 তোলা বা 1/16 সের বা 1/4 পোয়া); 2 ভূমির পরিমাণবিশেষ (=5 হাত লম্বা ও 4 হাত চওড়া)। [হি. ছটাংক < ? সং. ষট্টঙ্ক]।

ছড়1 [ chaḍ়1 ] বি. 1 সরু লম্বা দণ্ড, শিক (বন্দুকের ছড়, লোহার ছড়); 2 ছোট ছড়ি, বেহালা এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের ছড়ি; 3 লম্বা আঁচড় ('বাছার গায়ে কতই ছড় গিয়াছে': টেকচাঁদ ঠাকুর)। [বাং. ছড়ি]।

ছড়2 [ chaḍ়2 ] বি. চামড়া, ছাল ('অভাগী ফুল্লরা পরে হরিণের ছড়': ক. ক.)। [সং. ছল্লি]।

ছড়া1 [ chaḍ়ā1 ] ক্রি. ছড়ানো। [সং. ছটা]।

ছড়া2 [ chaḍ়ā2 ] ক্রি. ছড়ে যাওয়া, আঁচড় লাগা; ছাল উঠে যাওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [ছড়2 দ্র]।

ছড়া3 [ chaḍ়ā3 ] বি. 1 শিশু-ভোলানো বা মেয়েলি কবিতা; 2 গ্রাম্য কবিতাবিশেষ; 3 ছড়ি বা মালার আকারবিশিষ্ট বস্তু (গোটছড়া, হারছড়া); 4 গুচ্ছ, থোলো (কলার ছড়া); 5 ইতস্তত ছড়ানো তরল পদার্থ, ছিটা (জলছড়া, গোবরছড়া, ছড়া দেওয়া)। [সং. ছটা]। ছড়া কাটা ক্রি. বি. ছড়া আবৃত্তি করা; ছড়া তৈরি করে উত্তর-প্রত্যুত্তর করা। ছড়া-কার বি. ছড়া তৈরি করে এমন ব্যক্তি, ছড়া-রচয়িতা।

ছড়া-ছড়ি [ chaḍ়ā-chaḍ়i ] বি. 1 অযত্নে ইতস্তত নিক্ষেপ; 2 ওইভাবে অপচয় (জিনিসপত্রের ছড়াছড়ি); 3 চার দিকে ছড়িয়ে আছে এমন প্রাচুর্য (এ বছর এখানে আমের ছড়াছড়ি)। [ছড়া1 দ্র]।

ছড়ানো [ chaḍ়ānō ] ক্রি. 1 ইতস্তত নিক্ষেপ করা, বিক্ষিপ্ত করা (জিনিসপত্র এভাবে ছড়াল কে?); 2 বিস্তৃত হওয়া, বিস্তার লাভ করা, ব্যাপ্ত হওয়া (রোগ ছড়াচ্ছে, আগুন ছড়িয়ে পড়ছে); 3 ছিটানো (জল ছড়ানো, বীজ ছড়ানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [ছড়া1 দ্র]।

ছড়ি [ chaḍ়i ] বি. 1 সরু লাঠি (ছড়ি হাতে বেড়ানো); 2 বেহালা এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের ছড়। [বাং.-তু. হি. ছড়ী < সং. যষ্টি?]। ̃ দার বি. 1 ছড়িধারী ব্যক্তি; 2 তীর্থস্হানে পাণ্ডার অনুচর। ̃ বরদার বি. সুসজ্জিত ভৃত্য, চোপদার।

ছতরি, ছত্রি [ chatari, chatri ] বি. 1 গোরুর গাড়ি বা নৌকার চাল বা ছাদ, ছই; 2 মশারি টাঙাবার ফ্রেম। [সং. ছত্র]।

ছত্র1 [ chatra1 ] বি. অন্নাদির বিতরণস্হান (অন্নছত্র, জলছত্র)। [সং. সত্র]।

ছত্র2 [ chatra2 ] বি. অক্ষর-পঙ্ক্তি, লাইন (দু-চার ছত্র লেখা)। [আ. সত্র্]।

ছত্র3 [ chatra3 ] বি. 1 ছাতা, আঁতপত্র; 2 ব্যাঙের ছাতা; 3 রাজচিহ্ন; 4 রাজছত্র। [সং. ছদ্ + ণিচ্ + র]। ̃ ক, ছত্রাক বি. 1 ছাতা, fungus (বইয়ে ছাতা ধরেছে); 2 কোঁড়ক, ব্যাঙের ছাতা, mushroom. ̃ খান বিণ. 1 উন্মুক্ত ছাতার মতো চার দিকে বিস্তৃত; 2 এলোমেলো ও চার দিকে ছড়ানো (জিনিসপত্র নানাদিকে ছত্রখান হয়ে আছে)। ̃ দণ্ড বি. রাজছত্র ও রাজদণ্ড। ̃ ধর, ̃ ধারী (-রিন্) বিণ. বি. 1 যে ছাতা ধরে রয়েছে; 2 বংশবদ অনুচর। ̃ পতি বি. 1 সম্রাট; রাজচক্রবর্তী; 2 শিবাজির উপাধি। ̃ ভঙ্গ বিণ. 1 বিশৃঙ্খল; 2 দলভ্রষ্ট। ☐ বি. পরাজিত সৈন্যদলের বিশৃঙ্খল অবস্হা। ছত্রাকার বিণ. 1 ছাতার মতো আকারবিশিষ্ট; 2 চতুর্দিকে বিক্ষিপ্ত, বিশৃঙ্খলভাবে বিকীর্ণ, ছত্রখান।

ছত্রাক, ছত্রাকার [ chatrāka, chatrākāra ] দ্র ছত্র3

ছত্রি1 [ chatri1 ] বি. নৌকা বা গোরুর গাড়ির ছই, ছতরি; মশারির ফ্রেম। [সং. ছত্র + বাং. ই]।

ছত্রি2 [ chatri2 ] বি. ক্ষত্রিয় জাতিবিশেষ, খেত্রি। [< সং. ক্ষত্রিয়]।

ছত্রিশ [ chatriśa ] বি. বিণ. 36 সংখ্যা বা সংখ্যক। [সং. ষট্ত্রিংশত্-তু. হি. ছত্তীস]।

ছত্রী2 [ chatrī2 ] (-ত্রিন্) বিণ. ছত্রধারী। [সং. ছত্র + ইন্]। ̃ সেনা, ̃ সৈন্য বি. ছত্রাকৃতি প্যারাশ্যুট-এর সাহায্যে বিমান হেলিকপ্টার ইত্যাদি থেকে ভূতলে অবতরণকারী সৈন্য, parachute troops, paratroops.

ছদ [ chada ] বি. 1 গাছের পাতা (সপ্তচ্ছদ); 2 আচ্ছাদন (পরিচ্ছদ)। [সং. √ ছদ্ + ণিচ্ + অ]।

ছদ্ম [ chadma ] (-দ্মন্) বিণ. 1 কপট, ছলনাকারী; 2 আচ্ছাদক। [সং. √ ছদ্ (=গোপন) + ণিচ্ + মন্]। ̃ নাম বি. প্রকৃত নাম গোপন করার জন্য গৃহীত অন্য নাম। ̃ বেশ বি. আত্মগোপনের জন্য পরিধেয় বেশ। ̃ বেশী (শিন্) বিণ. ছদ্মবেশধারী। স্ত্রী. ̃ বেশিনী

ছন [ chana ] বি. পূর্ববঙ্গে ঘর ছাওয়ার খড়জাতীয় তৃণবিশেষ। [তু. সং. শণ]।

ছন্দ1 [ chanda1 ] বি. 1 প্রবৃত্তি, ঝোঁক; 2 অভিপ্রায় (ছন্দানুবর্তন, ছন্দানুসরণ); 3 বশ্যতা (স্বচ্ছন্দে); 4 ধরন, রকম (নানা ছন্দে)। [সং. √ ছন্দ্ (গোপন) + অ]। ছন্দানু-গমন বি. ইচ্ছা বা প্রবৃত্তি অনুসারে চলা বা করা। ছন্দানু-সরণ ছন্দানুগমন -এর অনুরূপ। ছন্দানু-গামী (-গামিন্), ছন্দানু-সারী (-সারিন্) বিণ. ইচ্ছা বা প্রবৃত্তি অনুসারে চলে বা করে এমন। ছন্দানু-বর্তন, ছন্দানু-বৃত্তি বি. মন জোগানো; অন্যের ইচ্ছানুসারে চলা। ছন্দানু-বর্তী (-র্তিন্.) বিণ. পরের মন জুগিয়ে চলে বা পরের ইচ্ছানুসারে চলে এমন।

ছন্দ2, ছন্দঃ [ chanda2, chandḥ ] (-ন্দস্) বি. 1 পদ্যবন্ধ, নিয়মিত অংশে বিভক্ত পদ্যের রচনারীতি; 2 রচনার মাত্রা বা তাল, ছাঁদ। [সং. √ ছন্দি + অস্ (অসুন)]। ̃ পতন, ̃ পাত বি. পদ্যরচনায় তালভঙ্গ, পদ্যরচনায় অক্ষর বা মাত্রার আধিক্য বা ন্যূনতার জন্য নিয়মভঙ্গ। ছন্দোভঙ্গ ছন্দঃপতন -এর অনুরূপ।

ছন্দানুগমন, ছন্দানুগামী, ছন্দানুবর্তন, ছন্দানুবর্তী, ছন্দানুবৃত্তি, ছন্দানুসরণ, ছন্দানুসারী [ chandānugamana, chandānugāmī, chandānubartana, chandānubartī, chandānubṛtti, chandānusaraṇa, chandānusārī ] দ্র ছন্দ1

ছন্দে-বন্দে [ chandē-bandē ] ক্রি-বিণ. কলেকৌশলে, পাকেপ্রকারে (ছন্দেবন্দে কার্যোদ্ধার করা)। [সং. ছন্দবন্ধ]।

ছন্দো-বদ্ধ [ chandō-baddha ] বিণ. ছন্দে গ্রথিত; পদ্যরীতিতে রচিত। [সং. ছন্দঃ + বদ্ধ]।

ছন্দোভঙ্গ [ chandōbhaṅga ] দ্র ছন্দ2

ছন্ন [ channa ] বিণ. 1 আচ্ছাদিত, আচ্ছন্ন (ছায়ায় ছন্ন আশ্রম); 2 লুপ্ত, নষ্ট, অপসারিত ('পাপতাপ হবে ছন্ন': ভা. চ.)। [সং. √ ছদ্ + ত]। ̃ ছাড়া বিণ. লক্ষ্মীছাড়া, উচ্ছন্নে গেছে এমন; আশ্রয়হীন (ছন্নছাড়া জীবন)। ̃ মতি বিণ. বুদ্ধি লুপ্ত বা নষ্ট হয়েছে এমন।

ছপ্পর [ chappara ] বি. 1 আচ্ছাদন; 2 ছাদ। [হি.]। ছপ্পর ফুঁড়ে ক্রি-বিণ. 1 ছাদ ফুঁড়ে; 2 (আল.) আশাতীতভাবে।

ছবি1 [ chabi1 ] বি. 1 দ্যুতি, দীপ্তি (রবিচ্ছবি); 2 শোভা, কান্তি (মুখচ্ছবি)। [সং. √ ছো + ই]।

ছবি2 [ chabi2 ] বি. চিত্রিত মূর্তি, প্রতিমূর্তি; আলেখ্য। [আ. শবীহ্-তু. আ. তস্বীর]।

ছমছম [ chamachama ] বি. ভয়জনিত বিকারের ভাব, ভয়জনিত শিহরন (গা ছমছম করা)। [ধ্বন্যা.]। ছম-ছমে বিণ. গা ছমছম করে এমন, ভয়োত্পাদক।

ছয় [ chaẏa ] বি. বিণ. 6 সংখ্যা বা সংখ্যক। [সং. ষট্]।

ছয়-লাপ [ chaẏa-lāpa ] বিণ. 1 পরিপূর্ণ, ছেয়ে গেছে এমন (কাগজপত্রে ঘর একেবারে ছয়লাপ); 2 সম্পূর্ণ নষ্ট (জিনিসপত্র ছয়লাপ করা)। [ফা. সয়লাব্]।

ছর-কট, ছর-কোট [ chara-kaṭa, chara-kōṭa ] বি. ছড়াছড়ি, বিশৃঙ্খলা, বেবন্দোবস্ত (জিনিসপত্রের ছরকট)। [দেশি]। ছর-কুটে বিণ. বিশৃঙ্খল; এলোমেলো স্বভাবের (ছরকুটে লোক)।

ছর্দি2 [ chardi2 ] বি. বমি; উদগার। [সং. √ ছর্দ্ + ই]।

ছর্রা [ charrā ] দ্র ছটরা

ছল [ chala ] বি. 1 ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা (ছলেবলে); 2 উপলক্ষ্য, ব্যপদেশ, প্রসঙ্গ (কথাচ্ছলে); 3 রূপ, আকার ('বৃষ্টি ছলে মেঘ কাঁদে': ভা. চ.); 4 ইঙ্গিত, ইশারা ('কথা কয় ছলে': ভা. চ.); 5 ছুতা, ওজর, ভান (প্রশংসার ছলে বিদূপ, খেলাচ্ছলে); 6 দোষ, ত্রুটি, খুঁত (ছল ধরা)। ☐ বিণ. কপট, ছদ্ম। [সং. √ ছল্ + অ]। ছল পাতা ক্রি. বি. ফাঁদ পাতা। ̃ কপট, ̃ চাতুরী বি. শঠতা; প্রবঞ্চনা। ̃ গ্রাহী (-হিন্) বিণ. ছিদ্রান্বেষী, দোষদর্শী। ̃ ছুতো বি. 1 অছিলা; 2 সামান্য ত্রুটি।

ছল-ছল, ছলচ্ছল [ chala-chala, chalacchala ] বি. 1 জলপ্রবাহের বা ঢেউয়ের ছলাত্ ছলাত্ শব্দ (ছলছল করে বয়ে চলেছে); 2 অশ্রুপূর্ণতার লক্ষণ প্রকাশ (চোখ ছলছল করছে)। ☐ বিণ. 1 ছলাত্ ছলাত্ শব্দযুক্ত ('ছলচ্ছল টলট্টল কলক্কল তরঙ্গা': ভা. চ.); 2 অশ্রূপূর্ণ, সজল (ছলছল চোখে)। [ধ্বন্যা.]।

ছলন, ছলনা [ chalana, chalanā ] বি. 1 কপটতা, শঠতা, প্রতারণা ('আশার ছলনে ভূলি': মধু); 2 ধোঁকা। [সং. √ ছলি + অন + আ]। ছলিত বিণ. প্রতারিত।

ছলা [ chalā ] বি. ছল, ছলনা। ☐ ক্রি. ছলনা করা, প্রতারণা করা, ঠকানো, ধোঁকা দেওয়া ('কোন ছলে ছলিয়া': রবীন্দ্র)। [সং. ছল + বাং. আ স্বার্থে]। ̃ কলা বি. শঠতা; মন-ভোলানো হাবভাব বা কৌশল।

ছলাত্ [ chalāt ] বি. অব্য. 1 নদীর তটে ঢেউয়ের আঘাতের শব্দ; 2 তরল পদার্থ হঠাত্ উথলে বা চলকে পড়ার শব্দ। [ধ্বন্যা.]।

ছা [ chā ] বি. 1 ছানা; শাবক (পাখির ছা); 2 শিশু, বাচ্চা (ছাপোষা)। [পা. ছাব < সং. শাবক]। ̃ পোষা বিণ. বহু সন্তানপালনের দায়দায়িত্ববিশিষ্ট (ছাপোষা লোক, ছাপোষা কেরানি)।

ছাই [ chāi ] বি. 1 ভস্ম, খাক, কোনো পদার্থ সম্পূর্ণ পুড়ে যাবার পর যে মিহি অবশেষ থাকে; 2 (আল.) অকিঞ্চিত্কর অসার বা জঞ্জালতুল্য বস্তু বা বিষয় (ও ছাই কেন খাচ্ছ ?); 3 কিছুই নয় (তুমি ছাই জানো)। [সং. ক্ষার]। ছাই-চাপা আগুন যে মর্মযন্ত্রণা বা প্রতিভা প্রকাশ করা যায় না বা প্রকাশিত হয় না। ছাই-চাপা কপাল ভাঙা কপাল; দুর্ভাগ্য। ̃ পাঁশ বি. (আল.) আজেবাজে জিনিস। ছাই ফেলতে ভাঙা কুলো অতি অকিঞ্চিত্কর কার্যসাধনের জন্য যে অবহেলিত ব্যক্তির প্রয়োজন। ̃ ভস্ম বি. বাজে বা জঞ্জালতুল্য বস্তু।

ছাউনি1 [ chāuni1 ] বি. 1 আচ্ছাদন (খড়ের ছাউনি); 2 চাঁদোয়া। [সং. ছাদনী]।

ছাউনি2 [ chāuni2 ] বি. 1 সেনানিবাস, সৈন্যদের স্হায়ী আড্ডা, cantonment; 2 শিবির, যুদ্ধের সময় সৈন্যবাহিনীর ঘাঁটি। [হি. সাউনি]।

ছাও [ chāō ] বি. (আঞ্চ.) শাবক, ছানা, ছা। [ছা দ্র]।

ছাওয়া [ chāōẏā ] বি. ক্রি. 1 আচ্ছাদন করা, আবৃত করা, ঢাকা (শুকনো পাতায় উঠোনটা ছেয়ে গেছে); 2 বিছানো, ছড়ানো, পরিব্যাপ্ত করা (মেঘে আকাশ ছেয়ে গেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ ছাহ্ (< সং. √ ছদ্) + আ]। ̃ নো ক্রি. বি. আচ্ছাদিত বা আবৃত করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

ছাওয়াল, ছাবাল [ chāōẏāla, chābāla ] বি. (আঞ্চ.) 1 ছেলে; 2 শিশু। [পা. ছাব]।

ছাঁইচ, ছাঁচ [ chām̐ica, chān̐ca ] বি. ঢালু চালের প্রান্তভাগ বা তার দ্বারা আবৃত ঘরের চারপাশ। [দেশি]। ̃ তলা বি. ঘরের চাল বা ছাতের তলদেশ, যেখানে জল গড়িয়ে পড়ে।

ছাঁকন [ chān̐kana ] বি. ছাঁকা, বস্ত্রাদির সাহায্যে তরল পদার্থ নিঃসারণ বা পরিস্রুত করা। [বাং. √ ছাঁক্ + অন]।

ছাঁকনা, ছাঁকনি [ chān̐kanā, chān̐kani ] বি. ক্ষুদ্র ছিদ্রযুক্ত পাত্রবিশেষ যার দ্বারা ছাঁকা হয়, ছোট চালনি, sieve, strainer. [বাং. √ ছাঁক্ + অনা, অনি]।

ছাঁকা [ chān̐kā ] ক্রি. 1 বস্ত্রাদির সাহায্যে তরল বস্তু থেকে বর্জনীয় অংশ বার করে ফেলা, পরিস্রুত বা শোধন করা (দুধ ছাঁকা); 2 চালা, গুঁড়ো পৃথক করা (আটা ছাঁকা)। ☐ বি. ছাঁকার কাজ। ☐ বিণ. 1 ছাঁকা হয়েছে এমন (ছাঁকা দুধ); 2 খাঁটি (ছাঁকা কথা বলে দিলাম); 3 বিশেষভাবে নির্বাচিত (ছাঁকা ছাঁকা লোককে নিয়ে যাবে); 4 নির্ভেজাল, বিশুদ্ধ (ছাঁকা গঙ্গাজল); 5 সহজলভ্য (ছাঁকা পয়সা); 6 ছাঁকার জন্য উদ্দিষ্ট (দুধ-ছাঁকা কাপড়); আটা-ছাঁকা চালুনি)। [বাং. √ ছাঁক্ + আ]। ছাঁকা তেলে ভাজা ক্রি. বি. ঝাঁঝরির দ্বারা ছেঁকে তোলা যায় এমন বেশি তেলে ভাজা। ছেঁকে ধরা ক্রি. বি. ঘিরে ধরা; চারদিক থেকে অনেকে মিলে ব্যতিব্যস্ত করা (পিঁপড়েয় ছেঁকে ধরেছে, পাওনাদারেরা ছেঁকে ধরেছে)।

ছাঁকি-জাল [ chān̐ki-jāla ] বি. চুনোপুঁটিজাতীয় ছোট ছোট মাছ ধরার জন্য ক্ষুদ্র জাল। [বাং. ছাঁকা + ই + জাল]।

ছাঁচ2 [ chān̐ca2 ] বি. 1 ফর্মা, mould, যার মধ্যে ফেলে কোনো বস্তুর আকার দেওয়া হয় (সন্দেশের ছাঁচ, পুতুলের ছাঁচ); 2 ছাঁচে প্রস্তুত খাবার (ক্ষীরের ছাঁচ); 3 (আল.) ধরন, সাদৃশ্য, আদল (একই ছাঁচে গড়া)। [দেশি-তু. হি. সাঁচা]।

ছাঁচি [ chān̐ci ] বিণ. 1 আসল; 2 দেশি (ছাঁচি কুমড়ো)। [হি. সাঁচ > ছাঁচ + বাং. ই]। ছাঁচি কুমড়ো বি. চালকুমড়ো। ছাঁচি পান বি. সুগন্ধ পানবিশেষ। ছাঁচি বেত বি. সরু বেতবিশেষ।

ছাঁট1 [ chān̐ṭa1 ] বি. 1 কেটে বাদ দেওয়া অংশ বা বাড়তি অংশ (কাপড়ের ছাঁট); 2 ছাঁটার বা কাটার প্রণালী (জামার ছাঁট, চুলের ছাঁট)। ☐ বিণ. কেটে বাদ দেওয়া হয়েছে এমন (ছাঁট কাপড়)। [ছাঁটা দ্র]। ̃ কাট বি. জামা বা সেলাই-করা পোশাকের কাটার ও সেলাইয়ের প্রণালী বা নৈপুণ্য।

ছাঁট2 [ chān̐ṭa2 ] বি. জলের ছিটা, ছাট। [ছাট দ্র]।

ছাঁটা [ chān̐ṭā ] ক্রি. 1 অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা বা কেটে ছোট করা (গাছ ছাঁটা, চুল ছাঁটা); 2 কাঁড়ানো (চাল ছাঁটা); 3 বাদ দেওয়া (দল থেকে ছেঁটে দেওয়া); 4 অগ্রাহ্য করা, উপেক্ষা করা (মনের দুঃখ ছেঁটে ফেলা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. √ ছাঁট-তু. সং. √ শাতি (শাতন বা ছেদন করা)]। ̃ বি. 1 কর্তন; 2 বাদ দেওয়া; 3 অমান্য বা অগ্রাহ্য করা; 4 বর্জন; 5 বরখাস্ত করা, ব্যয় সংকোচের জন্য কারখানা ইত্যাদি থেকে কর্মচারীর সংখ্যা হ্রাস করা; 6 ছেঁটে বাদ দেওয়া। ̃ নো ক্রি. অন্যের দ্বারা ছাঁটাই করা (ছেলেটার চুল ছাঁটিয়ে আনতে যাব)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ছাঁত্ [ chān̐t ] অব্য. বি. শরীরে বা বুকের মধ্যে হঠাত্ তীব্র শিহরনের অনভূতি। [ধ্বন্যা.]।

ছাঁদ [ chān̐da ] বি. 1 আকৃতি, গঠন (মুখের ছাঁদ); 2 প্রকার, ধরন, স্বকীয় রীতি (লেখার ছাঁদ, কথার ছাঁদ, নানা ছাঁদে)। [সং. ছন্দ]।

ছাঁদন [ chān̐dana ] বি. 1 বেষ্টন; 2 বাঁধন; 3 দোহনকালে গাভীর দুই পা বাঁধা (ছাঁদনদড়ি)। [ছাঁদা দ্র]।

ছাঁদনা-তলা [ chān̐danā-talā ] বি. বিবাহের ছায়ামণ্ডপ, যে মণ্ডপে বিবাহ-আসর অনুষ্ঠিত হয়। [সং. ছাদন + বাং. আ + তলা (স্হল)]।

ছাঁদা [ chān̐dā ] ক্রি. 1 বেষ্টন করা, জ়ড়ানো; 2 বাঁধা, দোহনকালে গোরুর পিছনের দুই পা দড়ি দিয়ে বাঁধা (গোরু ছাঁদার দড়ি); 3 ফাঁদা, পত্তন করা (বাড়ি ছাঁদা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ☐ বি. 1 বেষ্টন (বাঁধাছাঁদা); 2 বন্ধন; 3 নিমন্ত্রিত ব্যক্তি ভোজনশেষে যে খাদ্যবস্তু কাপড়ে বেঁধে নিয়ে যায় (ছাঁদা বাঁধা)। [বাং. ছাঁদ (=বন্ধন) + বাং. আ]।

ছাগ [ chāga ] বি. ছাগল, অজ। [সং. √ ছো + গ]। বি. (স্ত্রী.) ছাগী। ̃ বাহন বি. অগ্নিদেব।

ছাগল [ chāgala ] বি. শিং ও ছোট লেজবিশিষ্ট তৃণভোজী এবং রোমন্হক পশুবিশেষ, অজ, ছাগ। [সং. ছগল + অ]। ছাগলাদ্য ঘৃত নপুংসক ছাগ অর্থাত্ খাসির চর্বিতে প্রস্তুত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ। স্ত্রী. ছাগলী

ছাট [ chāṭa ] বি. বায়ুতাড়িত জলের ধারা বা ছিটা (বৃষ্টির ছাট)। [সং. ছটা]।

ছাড় [ chāḍ় ] বি. 1 বাদ, ত্যাগ (এই শব্দটি ছাড় গেছে); 2 রেহাই, মুক্তি (কোনো ছাড় নেই); 3 মুক্তির বা যাওয়ার অনুমতি (ছাড়পত্র); 4 বিরাম, অবসর (একটু ছাড় পেয়েছি); 5 মূল্যহ্রাস (দামে ছাড়); 6 অনুমতিপত্র, ছাড়পত্র (একটা ছাড় লিখে দাও)। [ছাড়া দ্র]।

ছাড়া [ chāḍ়ā ] ক্রি. 1 ত্যাগ করা (সংসার ছাড়বে); 2 পরিবর্তন করা, বদল করা (কাপড় ছাড়া); 3 যাত্রা করা, স্হানত্যাগ করে চলতে আরম্ভ করা (গাড়ি কখন ছাড়বে?); 4 মুক্তি দেওয়া (পুলিশ আসামিকে ছেড়ে দিল); 5 দূর হওয়া (জ্বর ছেড়েছে); 6 অভ্যাস ত্যাগ করা (ধূমপান ছেড়েছে, সেই কবে ধুতি ছেড়েছি); 7 উপেক্ষা করা (ওর কথা ছাড়ো); 8 ক্ষমা করা (অন্যায় করলে কেউ তোমাকে ছেড়ে দেবে না); 9 শিথিল হওয়া, খোলা (জোড় ছেড়ে গেছে; বাঁধন ছেড়ে গেছে); 1 জড়তা ত্যাগ করা, স্বর উঁচুতে তোলা (গলা ছেড়ে গাও); 11 ডাকে দেওয়া, বাইরে পাঠানো (চিঠি ছাড়া); 12 স্পন্দহীন হওয়া (নাড়ি ছেড়ে গেছে); 13 প্রসব করা (মাছটা ডিম ছেড়েছে); 14 নিক্ষেপ করা (বাণ ছাড়া); 15 অবারিত বা বাধাহীন করা (পথ ছাড়ো); 16 সঙ্গ ত্যাগ করা (মাকে ছেড়ে থাকতে পারে না); 17 নিষ্কৃতি দেওয়া (খেয়ে তবে ছেড়েছে)। ☐ বিণ. 1 পরিত্যক্ত (ছাড়া ভিটা); 2 বঞ্চিত (ভিটা-ছাড়া, মা-ছাড়া); 3 স্বাধীন, বন্ধনহীন (ছাড়া গোরু); 4 বর্জিত (লক্ষ্মীছাড়া); 5 বহির্ভূত (সৃষ্টিছাড়া)। ☐ বি. ক্রিয়ার সব অর্থে (গাড়ি ছাড়ার সময়, কাপড় ছা়ড়ার ঘর, সংসার ছাড়ার ইচ্ছা, মাছের ডিম ছাড়া দেখেছি, ছাড়া পাওয়া)। ☐ অব্য. অনু. ব্যতীত (এ ছাড়া কী করার আছে? লাভ ছাড়া লোকসান নেই)। [পা. √ ছড্ড < √ ছর্দ্]। ছাড়া ছাড়া বিণ. বিরল, ফাঁক ফাঁক, বিচ্ছিন্ন (ছাড়া ছাড়া কতগুলি শব্দ, সবাই আজকাল ছাড়া ছাড়া থাকে)। ̃ ছাড়ি বি. বিচ্ছেদ।

ছাড়ান [ chāḍ়āna ] (উচ্চা. ছাড়ান্) বি. মুক্তি, রেহাই, নিষ্কৃতি, খালাস (ওর হাত থেকে সহজে ছাড়ান পাবে না)। [ছাড়া দ্র]।

ছাড়ানো [ chāḍ়ānō ] ক্রি. 1 ত্যাগ করানো (নেশা ছাড়ানো); 2 পরিবর্তন করানো (কাপড় ছাড়ানো); 3 খালাস করা, উদ্ধার বা মুক্ত করা (জেল থেকে ছাড়িয়ে এনেছি); 4 তাড়ানো (ভূত ছাড়ানো); 5 মোচন করা (হাত ছাড়ানো); 6 খোলা (জট ছাড়ানো); 7 বাদ দেওয়া, বিচ্যুত করা (খোসা ছাড়ানো); 8 অতিক্রম করা (আমাকে ছাড়িয়ে গেছে; ছেলে বাবাকেও ছাড়াবে)। ☐ বি. উক্ত সব অর্থে (আমাকে ছাড়ানো কি সোজা কথা?)। ☐ বিণ. উক্ত সব অর্থে (খোসা-ছাড়ানো ফল)। [বাং. ছাড়া + নো]।

ছাতরা [ chātarā ] ক্রি. ছত্রাকারে ছড়িয়ে পড়া। [< ছত্রাকারছত্র1 দ্র]। ̃ নো ক্রি. ছত্রাকারে ছড়িয়ে পড়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে (চার দিকে ছাতরানো সব জিনিসপত্র)।

ছাতলা [ chātalā ] বি. 1 ছত্রক, ছত্রাক; 2 ছাতা, শ্যাওলার মতো মরচে বা ময়লা (ছাতলা পড়া, ছাতলা ধরা)। [বাং. ছাতা2 + লা]।

ছাতা1 [ chātā1 ] বি. রোদ বৃষ্টি প্রভৃতি এড়াবার জন্য মাথার উপরে ধৃত আচ্ছাদনবিশেষ, ছত্র, আতপত্র। [সং. ছত্র]।

ছাতা2 [ chātā2 ] বি. 1 কোঁড়ক; 2 ছাতলা। [সং. ছত্রাক]। ̃ ধরা, ̃ পড়া বিণ. ছাতলাযুক্ত। ব্যাঙের ছাতা বি. কোঁড়ক, mushroom.

ছাতার, ছাতারে [ chātāra, chātārē ] বি. চড়াইজাতীয় কিন্তু আকারে একটু বড় ধূসর রঙের পাখিবিশেষ, warbler, seven sisters. [বাং. ছত্র্ (ধ্বন্যা.) + ইয়া > এ]।

ছাতি1 [ chāti1 ] বি. ছাতা, রোদ-বৃষ্টি এড়াবার জন্য আচ্ছাদনবিশেষ। [বাং. ছাতা + ই]।

ছাতি2 [ chāti2 ] বি. 1 বুকের পাটা বা বিস্তার, ছিনা; 2 (আল.) সাহস। [হি. ছাতী]। ছাতি ফাটা ক্রি. বি. বুক বিদীর্ণ হওয়া (পিপাসায় ছাতি ফাটা)। ছাতি ফোলানো ক্রি. বি. 1 বুক ফোলানো; 2 (আল.) গর্ব বা শক্তিমত্তা জাহির করা।

ছাতিম [ chātima ] বি. পাতা ও ডালপালাসহ ছাতার মতো আকৃতিযুক্ত গাছবিশেষ, সপ্তপর্ণী। [বাং. ছাতি + ম, তু-সং. সপ্তপর্ণ]।

ছাতিয়া [ chātiẏā ] বি. (ব্রজ.) বুক, ছাতি ('ফাটি যাওত ছাতিয়া': বিদ্যা.)। [ছাতি2 দ্র]।

ছাতু [ chātu ] বি. 1 ভাজা ছোলা যব ইত্যাদির গুঁড়ো; 2 (আল.) মিহি গুঁড়ো (মেরে ছাতু করে দেবে); 3 (আল.) কিছুই নয় (সে জানে ছাতু)। [হি. ছত্তু (< সং. শক্তু)]। ̃ খোর বি. 1 ছাতুভোজী; 2 (বিদ্রূপে) হিন্দুস্হানি।

ছাত্র [ chātra ] বি. শিক্ষার্থী; শিষ্য। [সং. ছত্র + অ]। বি. (স্ত্রী.) ছাত্রী। ̃ জীবন বি. পাঠ্যাবস্হা। ̃ নিবাস, ছাত্রাবাস বি. ছাত্রদের থাকা-খাওয়ার ব্যবস্হাযুক্ত স্হান, বোর়্ডিং, হস্টেল। ̃ বৃত্তি বি. 1 ভালো ছাত্রকে প্রদত্ত আর্থিক পুরস্কার বা জলপানি; 2 জলপানির পরীক্ষাবিশেষ।

ছাদ [ chāda ] বি. পাকা বাড়ির উপরের আচ্ছাদন, ছাত। [সং. √ ছদ্ + ণিচ্ + অ]। ̃ বিণ. 1 আচ্ছাদনকারী; 2 ছাদ নির্মাণকারী, ঘরামি। ̃ বি. 1 আচ্ছাদন; 2 ছাদ নির্মাণ; 3 ঘর ছাওয়া; 4 যা দিয়ে আচ্ছাদিত করা হয়। ছাদিত বিণ. 1 আচ্ছাদিত; 2 ছাদবিশিষ্ট।

ছানতা [ chānatā ] বি. ঝাঁঝরি, ছিদ্রযুক্ত হাতা। [তু. হি. ছন্না]।

ছানা1 [ chānā1 ] ক্রি. 1 কোনো জিনিসের সঙ্গে জল ইত্যাদি তরল পদার্থ মিশিয়ে চটকে মাখা (আটা ছানা, ময়দা ছানছি); 2 ছাঁকা ('অকূল ছানিয়ে যা পাস তা নিয়ে': রবীন্দ্র)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [হি. √ ছান + বাং. আ]।

ছানা2 [ chānā2 ] বি. অম্লযোগে দুধ বিকৃত করে পাওয়া পিণ্ডের মতো খাদ্য বস্তু। [সং. ছিন্নক]। ছানা কাটা ক্রি. বি. ছানা প্রস্তুত করা বা হওয়া।

ছানা3 [ chānā3 ] বি. বাচ্চা; পশুপাখির শাবক (বিড়ালছানা, পাখির ছানা)। [বাং. ছা (< পা. ছাব) + না (?)-তু. হি. সৌনা]। ̃ পোনা বি. কাচ্চাবাচ্চা।

ছানি1 [ chāni1 ] বি. (আঞ্চ.) গোরুর জাব; গোরুর খাওয়ার জন্য কুচানো খড়-বিচালি। [হি. সানী]।

ছানি2 [ chāni2 ] বি. দৃষ্টির প্রতিবন্ধক নেত্ররোগবিশেষ, চোখের তারার উপর আবরণীরূপ রোগবিশেষ, cataract. [সং. ছন্নিকা]। ছানি কাটানো ক্রি. বি. অস্ত্রোপচারের দ্বারা ছানি তুলে ফেলা। ছানি পড়া ক্রি. বি. চোখে ছানির সৃষ্টি হওয়া।

ছানি3 [ chāni3 ] বি. মামলা-মোকদ্দমা পুনর্বিচারের আবেদন, আপিল। [আ. সানী]।

ছানি4 [ chāni4 ] বি. ইশারা (হাতছানি)। [হি. সয়েন্]।

ছান্দ1 [ chānda1 ] বি. (বর্ত. অপ্র.) বন্ধন ('তব মায়া ছান্দে বিশ্ব পড়ি কান্দে': ভা. চ.)। [সং. √ ছন্দ্ + অ]।

ছান্দ2 [ chānda2 ] বি. ছন্দ, রকম ('বিনাইয়া নানা ছান্দে')। [সং. ছন্দস্]।

ছান্দস [ chāndasa ] বি. বেদাধ্যায়ী, বেদশিক্ষক; শ্রোত্রিয়। ☐ বিণ. বৈদিক (ছান্দস প্রয়োগ); 2 ছন্দসম্বন্ধীয়। [সং. ছন্দস্ + অ]।

ছান্দসিক [ chāndasika ] বি. ছন্দজ্ঞানী, ছন্দ সম্পর্কে জ্ঞানসম্পন্ন ব্যক্তি। ☐ বিণ. ছন্দবিষয়ক। [সং. ছন্দস্ + ইক]।

ছান্দোগ্য [ chāndōgya ] বি. সামবেদের অন্তর্গত উপনিষদ্বিশেষ। [সং. ছান্দোগ + য]।

ছাপ [ chāpa ] বি. 1 মোহর (ডাকঘরের ছাপ); 2 চিহ্ন, দাগ (কালির ছাপ)। [বাং. √ ছাপ্ + অ]।

ছাপর [ chāpara ] বি. আচ্ছাদন, ছাদ, খোলার চাল। [হি. ছপ্পর]। ̃ খাট বি. মশারি টাঙানোর চালযুক্ত খাট।

ছাপরা [ chāparā ] বি. 1 ঘর ছাওয়ার খোলা; 2 খোলা দিয়ে ছাওয়া ঘর। [তু. খাপরা < সং. খর্পর]।

ছাপল [ chāpala ] দ্র ছাপা2

ছাপা1 [ chāpā1 ] ক্রি. মুদ্রিত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [বাং. √ ছাপা]। ̃ বি. 1 মুদ্রণ; 2 মুদ্রণের খরচ। ☐ বিণ. মুদ্রণসম্বন্ধীয়। ̃ খানা বি. যেখানে বইপত্র ইত্যাদি ছাপা হয়। ̃ নো ক্রি. মুদ্রিত করা বা করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ছাপা2 [ chāpā2 ] ক্রি. বি. ঢাকা পড়া বা ঢাকা থাকা, চাপা থাকা (এসব কথা ছাপা থাকে না)। ☐ বিণ. গুপ্ত, ঢাকা রয়েছে এমন। [বাং. √ ছাপা; তু. হি. ছিপা]। ̃ ছাপি বি. গোপনীয়তা; পরস্পর থেকে গোপন; ঢাকাঢাকি। ̃ নো ক্রি. লুকানো, লুকিয়ে রাখা, গোপন করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ̃ য়ল, ছাপল ক্রি. (ব্রজ.) লুকিয়ে রাখল।

ছাপা3 [ chāpā3 ] ক্রি. উপচে ওঠা বা পড়া; কূল বা সীমা অতিক্রম করা (নদী বা নদীর তীর ছাপিয়ে উঠেছে)। [তু. উপচা (< সং. উপচয়)]। ̃ ছাপি বি. কূল বা সীমা অতিক্রম; প্লাবিত অবস্হা। ☐ বিণ. কূল বা সীমা অতিক্রম করা হয়েছে এমন; প্লাবিত; উপছে ওঠার মতো অবস্হাপ্রাপ্ত (পুকুরে জল ছাপাছাপি হয়েছে)। ̃ নো ক্রি. উপচে ওঠা বা পড়া; প্লাবিত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ছাপোষা [ chāpōṣā ] দ্র ছা

ছাপ্পান্ন [ chāppānna ] বি. বিণ. 56 সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. ছপ্পণ্ণ, হি. ছপ্পন]।

ছাব্বিশ [ chābbiśa ] বি. বিণ. 26 সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. ছব্বীস]। ছাব্বিশে বি. মাসের ছাব্বিশ তারিখ। ☐ বিণ. উক্ত তারিখের (ছাব্বিশে ভাদ্র)।

ছামনি1 [ chāmani1 ] বি. বিয়ের সময় বরকনের শুভদৃষ্টি; মুখচন্দ্রিকা। [বাং. (সামনা-) সামনি]।

ছামনি2 [ chāmani2 ] বি. (আঞ্চ.) ছাউনি। [বাং. ছাউনি]।

ছামুতে [ chāmutē ] ক্রি-বিণ. সামনে, সম্মুখে। [তু. প্রাকৃ. ছাঅন; তু. সং. সম্মুখ]।

ছায়া [ chāẏā ] বি. 1 কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); 2 রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); 3 প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); 4 অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); 5 দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); 6 আশ্রয় ('দেহ পদচ্ছায়া'); 7 সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ̃ চিত্র বি. সিনেমার ছবি। ̃ চ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ̃ তরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ̃ ত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব। ̃ দেহ, ̃ শরীর বি. অশরীরী মূর্তি। ̃ নট বি. রাগবিশেষ। ̃ পথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way. ̃ বাজি বি. 1 ছায়া-দেখানো খেলা; 2 ম্যাজিক লণ্ঠন; 3 ভেলকিবাজি। ̃ মণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা। ̃ ময় বিণ. 1 ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); 2 ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)। ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)। ̃ মূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি। ̃ সুত বি. শনি।

ছার [ chāra ] বি. 1 ক্ষার, ছাই, ভস্ম ('রাগ দ্বেষ মোহ লইআ ছার' : চর্যা); 2 ধ্বংসাবশেষ ('এক ভস্ম আর ছার'); 3 তুচ্ছ বা নগণ্য লোক (আমরা কোন ছার); 4 অসার বস্তু (এ কোন ছার)। ☐ বিণ. 1 অধম; 2 হেয়, তুচ্ছ, নগণ্য; 3 অসার। [সং. ক্ষার]। ̃ কপালে বিণ. বি. হতভাগা, হতভাগ্য। স্ত্রী. ̃ কপালি। ̃ খার বি. সর্বনাশ; অধঃপাত। ☐ বিণ. ভস্মতূল্য সারহীন, ধ্বংসীভূত, উত্সন্ন (ছারখার হওয়া)।

ছার-পোকা [ chāra-pōkā ] বি. (সচ.) বিছানায় থাকে এবং মানুষের রক্ত খায় এমন কীটবিশেষ, মত্কুণ, শয্যাকীট। [দেশি]।

ছাল [ chāla ] বি. 1 ত্বক, চামড়ার পাতলা স্তর; 2 চামড়া (পিঠের ছাল তুলে নেব, ছাল ছাড়ানো); 3 খোসা, বল্কল (গাছের ছাল)। [সং. ছল্লি]। ̃ বি. গাছের ছাল, বাকল। ̃ টি শণ, তিসি প্রভৃতির ছালের সুতায় বোনা কাপড়।

ছালা1 [ chālā1 ] বি. থলে, বস্তা। [দেশি-তু. হি. থৈলা, থৈলিয়া]।

ছালা2 [ chālā2 ] ক্রি. (আঞ্চ.) ছাল তোলা বা ওঠা (পাঁঠা ছালা, গা ছালা)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [বাং. √ ছাল্ + আ]।

ছি, ছ্যা [ chi, chyā ] অব্য. বি. ঘৃণা নিন্দা লজ্জা প্রভৃতি প্রকাশক শব্দ। [প্রাকৃ. ছি]। ছি ছি, ছ্যা ছ্যা বি. ধিক্কার, নিন্দা। ছি ছি করা ক্রি. বি. ধিক্কার দেওয়া, নিন্দা করা, ঘৃণা করা। ছিছিক্কার বি. নিন্দা, অপবাদ (এ নিয়ে চার দিকে একেবারে ছিছিক্কার পড়ে গেছে)।

ছিঁচকা1, (কথ্য) ছিঁচকে1 [ chin̐cakā1, (kathya) chin̐cakē1 ] বি. হুঁকোর নলচে ইত্যাদি সাফ করার জন্য লোহার সরু শিক বা শলাকা। [ফা. শিকচা]।

ছিঁচকা2, (কথ্য) ছিঁচকে2 [ chin̐cakā2, (kathya) chin̐cakē2 ] বিণ. সামান্য জিনিস চুরি করে এমন, হাতের কাছে যা পায় তাই চুরি করে এমন (ছিঁচকে চোর)। [দেশি-তু. হি. উচক্কা]।

ছিঁচ-কাঁদুনে [ chin̐ca-kān̐dunē ] বিণ. ছুঁলেই কাঁদে অর্থাত্ অল্পেই কাঁদে এমন। [দেশি]। স্ত্রী. ছিঁচকাঁদুনি

ছিঁড়া, ছেঁড়া [ chin̐ḍ়ā, chēn̐ḍ়ā ] ক্রি. 1 ছিন্ন করা বা হওয়া, বিদীর্ণ করা বা হওয়া (কাপড়টা ছিঁড়ে গেল); 2 তোলা বা উপড়ানো (ফুল ছেঁড়া, চুল ছেঁড়া); 3 ছানা কাটা (দুধটা ছিঁড়ে গেছে); 4 যন্ত্রণায় দীর্ণ হওয়া (মাথাটা ছিঁড়ে যাচ্ছে)। ☐ বিণ. 1 বাজে, তুচ্ছ (ছেঁড়া কাজ, ছেঁড়া কথা); 2 ছিন্ন, বিদীর্ণ (ছেঁড়া কাপড়); 3 উত্পাটিত (ছেঁড়া ফুল); 4 ছানা-কাটা (ছেঁড়া দুধ)। [সং. √ ছিদ্ + বাং. আ]। ̃ খোঁড়া বিণ. ছিন্নবিচ্ছিন্ন (যাহোক একটা ছেঁড়াখোঁড়া কাপড় দিলেও চলবে)। ̃ ছিঁড়ি বি. 1 বারবার ছেঁড়া (এটাকে কতবার আর ছেঁড়াছিঁড়ি করবে?); 2 পরস্পর আঁচড়ানো-কামড়ানো এবং ক্ষতবিক্ষত করা; 3 উত্কট বিপদ। ̃ নো ক্রি. অন্যের দ্বারা ছিন্ন বা বিদীর্ণ করানো; অন্যের দ্বারা উপড়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ছিচকা, ছিচকে [ chicakā, chicakē ] যথাক্রমে ছিঁচকা1, 2 ও ছিঁচকে1, 2 -এর রূপভেদ।

ছিছিক্কার [ chichikkāra ] দ্র ছি

ছিট1 [ chiṭa1 ] বি. 1 ফোঁটা, বিন্দু, ছিটা (কালির ছিট, জলের ছিট); 2 ছাপযুক্ত রঙিন কাপড় (ছিটের কাপড়, বিলিতি ছিট); 3 অস্পষ্ট লক্ষণ, আভাস (পাগলামির ছিট দেখা দিয়েছে); 4 ঈষত্ পাগলামি (মাথায় ছিট আছে)। [হি. ছিট]।

ছিট2 [ chiṭa2 ] বি. খণ্ড, টুকরা। ☐ বিণ. বিচ্ছিন্ন (ছিট জমি, ছিটমহল)। [তু. ছিট1]। ছিট জমি বি. ভিন্ন মৌজার জমি।

ছিটকা [ chiṭakā ] ক্রি. নিক্ষিপ্ত হওয়া (ছিটকে পড়ল)। [তু. হি. √ ছীট]। ̃ নো ক্রি. 1 ছিটানো (কালি ছিটকানো); 2 বেগে বহির্গত বা নিক্ষিপ্ত হওয়া (ছিটকে গেল, ছিটকে ঘর থেকে বেরিয়ে গেল)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

ছিটকানি1 [ chiṭakāni1 ] বি. ছিটকে-পড়া তরল পদার্থ। [ছিটকা দ্র]।

ছিট-কানি2 [ chiṭa-kāni2 ] বি. দরজা-জানলা ইত্যাদি বন্ধ করার ছোট হুক বা হুড়কোবিশেষ। [হি. সিটকিনী]।

ছিটা, (কথ্য) ছিটে [ chiṭā, (kathya) chiṭē ] বি. 1 নিক্ষিপ্ত কণা; 2 ছাট (জলের ছিটে); 3 বিন্দু, ফোঁটা (একছিটে চিনি); 4 বন্দুকের ছটরা; 5 আফিম-গুলিতে প্রস্তুত মাদক। ☐ ক্রি. বি. ছিটানো; ফোঁটায় ফোঁটায় ছড়িয়ে পড়া বা ঝরা (কলম থেকে কালি ছিটছে)। [তু. হি. √ ছীট্]। ̃ ছিটি বি. পরস্পরের প্রতি ছিটানো। ̃ নো ক্রি. 1 ছড়া দেওয়া; 2 বিন্দু বিন্দু করে ছড়িয়ে দেওয়া বা নিক্ষেপ করা; 3 সিঞ্চন করা; 4 ছড়ানো (জল ছিটানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ ফোঁটা বিণ. সামান্য (ছিটেফোঁটা বৃষ্টি)। ☐ বি. কণা-পরিমাণ দ্রব্য (ঘি-মাখনের ছিটেফোঁটাও পাতে পড়ে না)। ̃ বেড়া বি. মাটির প্রলেপযুক্ত বাঁখারির বেড়া। ̃ বোনা ক্রি. পলি-পড়া বা চর জমিতে চাষ না করে কেবল বীজ ছড়িয়ে দেওয়া। কাটা ঘায়ে নুনের ছিটে (আল.) আহতকে আরও কষ্ট দেওয়া বা অপমান করা।

ছিতরা, ছিতরানো [ chitarā, chitarānō ] যথাক্রমে ছাতরা ও ছাতরানো -র রূপভেদ।

ছিদাম [ chidāma ] কৃষ্ণসখা শ্রীদাম -এর নামের বিকৃত রূপ।

ছিদ্য-মান [ chidya-māna ] বিণ. ছেদিত হচ্ছে এমন, ছিন্ন করা বা ছেঁড়া হচ্ছে এমন। [সং. √ ছিদ্ + মান (শানচ্)]।

ছিদ্র [ chidra ] বি. 1 ছেঁদা, ফুটো (ছিদ্র দিয়ে জল ঢুকছে); 2 দোষত্রুটি (পরের ছিদ্র খোঁজা); 3 চক্ষু-কর্ণ-নাসিকা ইত্যাদি দেহস্হ বিবর (নবচ্ছিদ্র দেহ)। [সং. √ ছিদ্ + র]। ̃ দর্শী (-র্শিন্) বিণ. কেবল পরের দোষ দেখে এমন। ছিদ্রানু-সন্ধান, ছিদ্রান্বেষণ বি. পরের দোষত্রুটি খুঁজে বেড়ানো, অন্যের দোষের খোঁজখবর। ছিদ্রানু-সন্ধায়ী (-য়িন্), ছিদ্রান্বেষী (-ষিন্) বিণ. পরের দোষ-ত্রুটি অনুসন্ধানে অভ্যস্ত। ছিদ্রিত বিণ. 1 ছিদ্রযুক্ত; 2 বিদ্ধ; 3 ছিদ্র করা হয়েছে এমন।

ছিনতাই [ chinatāi ] দ্র ছিনা3

ছিনা1 [ chinā1 ] (কথ্য) ছিনে বিণ. শীর্ণ (ছিনা গড়ন)। [সং. ক্ষীণ]। ̃ জোঁক বি. 1 সরু জোঁকবিশেষ যা ধরলে সহজে ছাড়ে না; 2 (আল.) নাছোড়বান্দা লোক।

ছিনা2 [ chinā2 ] বি. 1 বুক, বক্ষঃস্হল; 2 বুকের পাটা বা বিস্তার, ছাতি। [ফা. সীনা]।

ছিনা3, ছিনানো [ chinā3, chinānō ] ক্রি. ছিনিয়ে বা কেড়ে নেওয়া (টাকা ছিনিয়ে নিয়েছে)। [বাং. √ ছিনা-তু. হি. ছীন্]। ছিন-তাই, ছিন্তাই বি. ছিনিয়ে নেওয়া বা বলপ্রয়োগ করে কিছু কেড়ে নেওয়া (আজকাল এই রাস্তায় ছিনতাই খুব বেড়েছে)।

ছিনাল [ chināla ] বি. ভ্রষ্টা নারী, কুলটা; ব্যভিচারিণী স্ত্রীলোক। [প্রাকৃ. ছিন্নাল]। ছিনালি বি. ভ্রষ্টা নারীর চাতুরী হাবভাব বা মিথ্যা প্রণয়, মান-অভিমানের ভান।

ছিনি-মিনি [ chini-mini ] বি. 1 জলে খোলামকুচি ভাসিয়ে খেলাবিশেষ; 2 (আল.) অত্যন্ত বেহিসাবি খরচ; 3 (আল.) চূড়ান্ত অপচয় (টাকা নিয়ে ছিনিমিনি খেলা); 4 ইচ্ছামতো ব্যবহার করা (মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়)। [দেশি]।

ছিন্ন [ chinna ] বিণ. 1 ছিঁড়েছে বা ছেঁড়া হয়েছে এমন (ছিন্ন বস্ত্র); 2 ছেদিত, কর্তিত (ছিন্ন বৃক্ষ); 3 উত্পাটিত (ছিন্নমূল); 4 সংযোগভ্রষ্ট, বিচ্যুত, দূরীকৃত, নিরাকৃত (ছিন্নসংশয়)। [সং. √ ছিদ্ + ত]। ছিন্না বিণ. (স্ত্রী.) ছিন্ন -র সব অর্থে। ☐ বি. বেশ্যা। ̃ দ্বৈধ বিণ. দ্বিধামুক্ত, দ্বিধাহীন। ̃ পক্ষ বিণ. ডানা কাটা গেছে বা কাটা হয়েছে এমন। ̃ বিচ্ছিন্ন, ̃ ভিন্ন বিণ. ছিঁড়েখুঁড়ে একাকার করা হয়েছে এমন; লণ্ডভণ্ড। ̃ মস্তক বিণ. মস্তকহীন, স্কন্ধকাটা। ̃ মস্তা বি. (স্ত্রী.) মহাবিদ্যার রূপবিশেষ। ̃ মূষ্ক বিণ. অণ্ডহীন, অণ্ড কাটা হয়েছে এমন, খাসি। ̃ মূল বিণ. মূল ছিন্ন বা উত্পাটিত হয়েছে এমন (ছিন্নমূল বৃক্ষ)।

ছিপ1 [ chipa1 ] বি. দ্রুতগামী সরু ও লম্বাটে নৌকাবিশেষ। [সং. ক্ষিপ্র]।

ছিপ2 [ chipa2 ] বি. বাঁশের কঞ্চি থেকে প্রস্তুত মাছ ধরার লম্বা সরু দণ্ডবিশেষ (ছিপ ফেলে মাছ ধরা)। [দেশি]।

ছিপ-ছিপে [ chipa-chipē ] বিণ. কৃশ ও লম্বা (ছিপছিপে গড়নের)। [বাং. ছিপ 2 + ছিপ2 + আ]।

ছিপা [ chipā ] ক্রি. লুকানো, গোপন করা। [হি. ছিপ্না]। ̃ নো ক্রি. লুকানো, গোপন করা, ছিপা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ছিপি [ chipi ] বি. শোলা কাচ প্রভৃতির তৈরি গোঁজবিশেষ যা দিয়ে শিশি-বোতলের মুখ বন্ধ করা হয়, cork. [তু. হি. ছিপ্পা (=ঢেকে রাখা)]।

ছিবড়া, (কথ্য) ছিবড়ে, (আঞ্চ.) ছিবে [ chibaḍ়ā, (kathya) chibaḍ়ē, (āñca.) chibē ] বি. পদার্থের রস বার করে নেওয়ার পর যা অবশিষ্ট থাকে, শিটা। [দেশি]।

ছিম-ছাম [ chima-chāma ] বিণ. 1 পরিপাটি, শোভন; 2 আতিশয্যবর্জিত কিন্তু শোভন ও সুচারু (ছিমছাম ঘর, ছিমছাম পোশাক)। [দেশি]।

ছিয়াত্তর [ chiẏāttara ] বি. বিণ. 76 সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. ছাহত্তরি-তু. হি. ছিহত্তর]। ছিয়াত্তরের মন্বন্তর 1176 বঙ্গাব্দে বাংলাদেশে সংঘটিত ভয়ানক দূর্ভিক্ষ।

ছিয়া-নব্বই, (কথ্য) ছিয়া-নব্বুই [ chiẏā-nabbi, (kathya) chiẏā-nabbui ] বি. বিণ. 96 সংখ্যা বা সংখ্যক। [সং. ষণ্ণবতি-তু. প্রাকৃ. ছনবই-তু. হি. ছানবে]।

ছিয়াশি [ chiẏāśi ] বি. বিণ. 86 সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. ছাসীই]।

ছিয়ে [ chiẏē ] অব্য. (ব্রজ.) ধিক ('ছিয়ে ছিয়ে রাধা': রবীন্দ্র)। [বাং. ছি]।

ছিরি [ chiri ] বি. (মূলত কথা) 1 শ্রী, কান্তি, রূপ (ছিরি তো খুব খুলেছে); 2 ধরন (কথার ছিরি দেখ); 3 বিবাহাদি শুভকার্যের জন্য রঙিন পিঠালি দিয়ে গড়া চূড়ার মতো মাঙ্গলিক দ্রব্যবিশেষ। [সং. শ্রী]। ̃ ছাঁদ বি. লাবণ্য ও গঠন; সৌকর্য (কথাবার্তার কোনো ছিরিছাঁদ নেই)।

ছিলকা, (কথ্য) ছিলকে [ chilakā, (kathya) chilakē ] বি. গাছের ছালের টুকরো; বল্কল, ত্বক, খোসা। [সং. ছল্লি]।

ছিলা1 [ chilā1 ] ক্রি. বাং. আছ্ ধাতুর অতীত কালের মধ্যম পুরুষে ছিলে -র আঞ্চ. রূপ।

ছিলা2 [ chilā2 ] বি. 1 ধনুকের গুণ, জ্যা; 2 বস্ত্রাদির প্রান্তভাগের ঝালরের মতো সুতো। [সং. ছল্লি]।

ছিলিম [ chilima ] বি. 1 তামাকের কলকে; 2 এক কলকে তামাক (এক ছিলিম খাবে না কি?)। [ফা. চিলম্]। ̃ চি বি. 1 হুঁকার যে অংশে কলকে বসানো হয়; 2 হাত ধোরার ধাতুনির্মিত পাত্র।

ছিষ্টি, ছুঁচ [ chiṣṭi, chun̐ca ] যথাক্রমে সৃষ্টি ও সুচ -এর কথ্য রূপ।

ছুঁচা, ছুঁচো [ chun̐cā, chun̐cō ] বি. 1 ইঁদুরজাতীয় প্রাণিবিশেষ, গন্ধমূষিক; 2 (আল.) স্বভাবে নীচ, নোংরা বা ঘৃণ্য লোক। [সং. ছুছুন্দরী]। ̃ বাজি বি. ছুঁচোর মতো বেগে ছুটে যায় এমন আতশবাজিবিশেষ। ছুঁচোর কেত্তন ছুঁচোর মতো বিরক্তিকর চেঁচামেচি; নিরন্তর কলহ। ছুঁচো মেরে হাত গন্ধ করা ক্রি. বি. নীচ বা হীন ব্যক্তিকে শাস্তি দিয়ে লাভের বদলে বদনাম কুড়ানো। বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন কোঁচা দ্র।

ছুঁচালো, ছুঁচলো [ chun̐cālō, chun̐calō ] বিণ. 1 সুচের ডগার মতো সরু ও তীক্ষ্ণাগ্র, সুচালো (ছুঁচলো পিন); 2 ক্রমশ আগার দিকে সরু হয়ে এসেছে এমন (ছুঁচলো দাড়ি)। [বাং. ছুঁচ (< সূচি) + আলো]।

ছুঁচি-বাই [ chun̐ci-bāi ] বি. অশুচি হওয়ার ভয় ও শুচিতা রক্ষার জন্য বাড়াবাড়ি; ছোঁয়াছুঁয়ি সম্বন্ধে বাতিক, শুচিবায়ু। [বাই (< শুচিবায়ু) দ্র]।

ছুঁড়া [ chun̐ḍ়ā ] দ্র ছুড়া, ছোড়া

ছুঁড়ি [ chun̐ḍ়i ] বি. (সচ. তুচ্ছার্থে) 1 নবযুবতী; 2 কিশোরী; 3 বালিকা, ছুকরি। [সং. ছমণ্ডী]। পুং. ছোঁড়াওঠ ছুঁড়ি তোর বিয়ে যথোচিত প্রস্তুতির আগেই হঠাত্ কোনো গুরুতর বা চেষ্টাসাধ্য কাজ করার আহ্বান।

ছুঁত, ছুঁত্ [ chun̐ta, chun̐t ] বি. 1 স্পর্শ; স্পর্শদোষ; 2 খুঁত; 3 অশৌচ। [হি. ছুত < সং. √ ছুপ্]। ̃ মার্গ বি. 1 তথাকথিত অস্পৃশ্য জাতিকে স্পর্শ করলে দোষ হয়-এই মত; 2 ছোঁয়াছুঁয়ির বিচার।

ছুঁয়া [ chum̐ẏā ] দ্র ছোঁয়া

ছুকরি [ chukari ] বি. (সচ. তুচ্ছার্থে) ছুঁড়ি; নবযুবতী; কিশোরী; বালিকা। [হি. ছোকরী]। পু. ছোকরা

ছুছুন্দরি [ chuchundari ] বি. (স্ত্রী.) গন্ধমূষিক, ছুঁচো। [< সং. ছুচ্ছুন্দরি]।

ছুট1 [ chuṭa1 ] বি. 1 চূল বাঁধার দড়ি; 2 পরিধেয় বস্ত্র (দোছুট)। [সং. সূত্র]।

ছুট2 [ chuṭa2 ] বি. 1 ফাঁক; অবসর; 2 মুক্তি (ছুট পাওয়া ভার)। [বাং. ছুটি]।

ছুট3 [ chuṭa3 ] বি. 1 ছাঁট, বাদ-দেওয়া অংশ (ছুটের পরিমাণ, কথার ছুট); 2 বাদ, ছাড় (ছুট গেছে); 3 দৌড় (এক ছুটে বাড়ি গিয়ে হাজির)। [ছাঁটছুটা দ্র]।

ছুটন্ত [ chuṭanta ] বিণ. ছুটছে এমন (ছুটন্ত ঘোড়া, ছুটন্ত গাড়ি)। [বাং. √ ছুট্ + অস্ত]।

ছুটা, ছোটা [ chuṭā, chōṭā ] ক্রি. 1 দৌড়ানো (জোরে ছোটো); 2 বেগে চলা বা প্রবাহিত হওয়া (বাতাস ছুটছে, গাড়ি ছুটছে); 3 প্রবলভাবে নির্গত হওয়া (ফিনকি দিয়ে রক্ত ছুটছে); 4 বেগে বর্ষিত হওয়া ('ভোর হতে আজ বাদল ছুটেছে': রবীন্দ্র); 5 দূর হওয়া (নেশা ছুটে গেছে, মায়া-মোহ ছুটে যাবে); 6 ছিঁড়ে বা টুটে যাওয়া (বাঁধন ছোটা); 7 ভেঙে বা খুলে যাওয়া (খিল ছুটে গেল); 8 লোপ পাওয়া, নিশ্চিহ্ন হওয়া (এই রং সহজে ছুটবে না)। ☐ বি. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছূঢ-তু. হি. √ ছুট]। ̃ ছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা। ̃ নো ক্রি. 1 ধাবিত করানো (কুকুরটাকে মাঠে একটু ছুটিয়ে আনো); 2 বন্ধনহীন করা (মুখ ছুটানো); 3 বিচ্ছিন্ন করা (তক্তা থেকেপেরেকটা ছোটানো গেল না); 4 দূর করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

ছুটি [ chuṭi ] বি. 1 অবসর, অবকাশ, ফুরসত (সকাল থেকে একটুও ছুটি মেলেনি); 2 দৈনিক কাজের অবসান (কারখানা কখন ছুটি হবে?); 3 কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য দৈনিক কর্মে বিরতি (আজ স্কুলের ছুটি); 4 কর্ম থেকে কিছুকালের জন্য অবসর (বড়বাবু এক মাসের ছুটি নিয়েছেন); 5 কর্ম থেকে স্হায়ী অবসর বা বিদায়, retirement; 6 নিষ্কৃতি, মুক্তি, খালাস (কয়েদি ছুটি পেল)। [হি. ছুটী]।

ছুড়া [ chuḍ়ā ] দ্র ছোড়া

ছুতমার্গ [ chutamārga ] দ্র ছুঁত

ছুতা, (কথ্য) ছুতো [ chutā, (kathya) chutō ] বি. 1 সামান্য ত্রুটি বা খুঁত (ছুতো ধরা); 2 অছিলা, ছল (ছুতো করে কাজে এল না, রোগের ছুতোয় কামাই করল); 3 সামান্য হেতু, উপলক্ষ্য (একটা ছুতো পেয়ে গেল)। ̃ নাতা, ছল-ছুতো বি. ছল বা অছিলা; সামান্য ত্রুটি।

ছুতার, (কথ্য) ছুতোর [ chutāra, (kathya) chutōra ] বি. সূত্রধর, কাঠের মিস্ত্রি; হিন্দু জাতিবিশেষ। [সং. সূত্রধর]।

ছুপা, ছোপা [ chupā, chōpā ] ক্রি. 1 ছোপ ধরানো; 2 রাঙানো, রং করা (শাড়ি ছোপানো)। [বাং. √ ছোপা]। ̃ নো ক্রি. রঞ্জিত করা, রং করা, ছোপা। ☐ বি. রঞ্জন। ☐ বিণ. রঞ্জিত (ছোপানো শাড়ি)।

ছুবলা, ছোবলা [ chubalā, chōbalā ] ক্রি. ছোবল দেওয়া, ছোবল মারা (সাপে ছুবলেছে)। [বাং. ছোবল + আ]। ̃ নো ক্রি. ছোবল মারা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ছুমন্তর [ chumantara ] বি. 1 মন্ত্রতন্ত্র; 2 ঝাড়ফুঁক। [হি. ছু (< ফুঁ?) + মন্তর্ (< সং. মন্ত্র)]।

ছুরি [ churi ] বি. ছোট ছোরা, চাকু। [সং. ছুরী, ছুরিকা]। গলায় ছুরি দেওয়া (চালানো) ক্রি. বি. গলা কেটে ফেলা; (আল.) একেবারে ঠকানো।

ছুরিকা [ churikā ] বি. ছুরি, ছোট ছোরা। [সং. √ ছুর্ + অ + ঈ + ক + আ]। ̃ ঘাত বি. ছুরির আঘাত (ছুরিকাঘাতে মৃত্যু)।

ছুরিত [ churita ] বিণ. 1 লিপ্ত, জ়ড়িত; 2 শোভিত, খচিত; 3 পরিব্যাপ্ত। [সং. √ ছুর্ + ত]। তু. বিচ্ছুরিত

ছুলা, ছোলা [ chulā, chōlā ] ক্রি. 1 ছাল বা খোসা ছাড়ানো (নারকেল ছুলছে, বাঁশ ছোলা); 2 চাঁচা, পরিষ্কার করা (জিভ ছোলা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছোল্ল]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা খোসা বা ছাল ছাড়ানো; চাঁচানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

ছুলি [ chuli ] বি. চর্মরোগবিশেষ, গায়ের চামড়ায় এবং বিশেষত মুখে খুব হালকা সাদা দাগ। [সং. ছল্লি]।

ছে [ chē ] বি. (আঞ্চ.) 1 খণ্ড, ছিন্ন অংশ (কাঠের ছে); 2 বিরাম, ছেদ (বৃষ্টির ছে নেই)। [সং. ছেদ]। ছে কাঠ বি. ঢেঁকির মুষল।

ছেঁক2, ছ্যাঁক [ chēn̐ka2, chyān̐ka ] অব্য. বি. সহসা উত্তপ্ত তেলে কিছু পড়ার বা উত্তপ্ত কিছুতে জল পড়ার শব্দ। [ধ্বন্যা.]। ছেঁক ছেঁক, ছ্যাঁক ছ্যাঁক অব্য. বি. 1 ক্রমাগত ছেঁক শব্দ; 2 ঈষত্ তাপপ্রকাশক (গা-টা ছ্যাঁক ছ্যাঁক করছে)।

ছেঁকা1 [ chēn̐kā1 ] বি. তপ্ত বস্তুর দাহজনক স্পর্শ (ছেঁকা দেব, ছেঁকা লেগেছে)। [বাং. ছেঁক2 + আ]।

ছেঁকা2 [ chēn̐kā2 ] ক্রি. অল্প তেলে বা ঘিয়ে ভাজা; সাঁতলানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সেকা দ্র]।

ছেঁচড়, ছ্যাঁচড় [ chēn̐caḍ়, chyān̐caḍ় ] বিণ. 1 প্রতারক; 2 নীচপ্রকৃতির; 3 দেনা সহজে শোধ করতে চায় না এমন। [হি. ছিছোড়]।

ছেঁচড়া2, ছ্যাঁচড়া2 [ chēn̐caḍ়ā2, chyān̐caḍ়ā2 ] বি. মাছের কাঁটা তেল প্রভৃতির সঙ্গে শাকসবজি মিশিয়ে তৈরি ব্যঞ্জনবিশেষ। [দেশি]।

ছেঁচড়া3 [ chēn̐caḍ়ā3 ] ক্রি. ছেঁচড়ানো; মাটির উপর দিয়ে ঘষটে যাওয়া বা চলা (ছেঁচড়ে ছেঁচড়ে চলেছে)। [হিঁচড়া দ্র]। ̃ নো ক্রি. হেঁচড়ানো, টেনে বা ঘষটাতে ঘষটাতে নিয়ে যাওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ছেঁচা1 [ chēn̐cā1 ] ক্রি. জল তুলে ফেলা (নৌকোর জল ছেঁচা)। [সেচা দ্র]।

ছেঁচা2 [ chēn̐cā2 ] ক্রি. বি. থেঁতলানো, পেষা (আদা ছেঁচা)। ☐ বি. পেষণ; পিষ্ট দ্রব্য। ☐ বিণ. পিষ্ট (ছেঁচা আদা, ছেঁচা পান)। [√ সিচ্ > প্রাকৃ. √ সিংচ > বাং. ছিঁচ + আ]। ̃ নো ক্রি. বিণ. বি. অন্যের দ্বারা পিষ্ট করানো।

ছেঁটে দেওয়া [ chēn̐ṭē dēōẏā ] দ্র ছাঁটা

ছেঁড়া, ছেঁড়াছিঁড়ি [ chēn̐ḍ়ā, chēn̐ḍ়āchin̐ḍ়i ] যথাক্রমে ছিঁড়া ও ছিঁড়াছিঁড়ি -র চলিত রূপ।

ছেঁদা [ chēn̐dā ] বি. ছিদ্র, ফুটো (কলসির ছেঁদা)। [সং. ছিদ্র]।

ছেঁদে [ chēn̐dē ] অস-ক্রি. 1 দৃঢ়ভাবে জড়িয়ে ('ছেঁদে ধরি গলে'); 2 কৌশলে উত্থাপন করে (কথা ছেঁদে)। [বাং. ছাঁদা]।

ছেঁদো [ chēn̐dō ] বিণ. 1 কৌশলপূর্ণ, কপট (ছেঁদো কথা); 2 অসার। [বাং. ছাঁদ + উয়া > ও]।

ছেক1 [ chēka1 ] বি. বিরাম (বৃষ্টি ছেক দিয়েছে)। [সং. ছেদ]।

ছেক2 [ chēka2 ] বি. (অল.) পর্যায়ক্রমে উচ্চারিত ব্যঞ্জনযুক্ত অনুপ্রাসবিশেষ। [সং. √ ছো + এক]।

ছেকড়া, ছ্যাঁকড়া [ chēkaḍ়ā, chyān̐kaḍ়ā ] বি. নিকৃষ্ট শ্রেণির ভাড়াটে ঘোড়ার গাড়ি। [সং. শকট; ছক্কড় দ্র]।

ছেচল্লিশ [ chēcalliśa ] বি. বিণ. 46 সংখ্যা বা সংখ্যক। [বাং. ছয় + চল্লিশ-তু. হি. ছিয়ালীস]।

ছেত্তা [ chēttā ] (-তৃ) বিণ. ছেদনকারী, ছেদক, যে কাটে। [সং. √ ছিদ্ + তৃ]। ছেত্তব্য বিণ. ছেদনযোগ্য।

ছেদ [ chēda ] বি. 1 ছেদন, বিচ্ছিন্ন করা (শিরশ্ছেদ); 2 বিরাম (বৃষ্টির ছেদ নেই); 3 ভাগ, খণ্ড, অধ্যায়, পরিচ্ছেদ (পঞ্চম ছেদ); 4 দাঁড়ি কমা ইত্যাদি যদি বা বিরামচিহ্ন (ছেদ চিহ্ন)। [সং. √ ছিদ্ + অ]। ̃ বিণ. ছেদনকারী। ̃ বি. 1 কর্তন; 2 নাশন (বন্ধন ছেদন)। ̃ বি. ছেদনের অস্ত্র। ̃ নীয়, ছেদ্য বিণ. ছেদনযোগ্য (আচ্ছেদ্য সম্পর্ক)। ছেদিত বিণ. ছেদন বা কর্তন করা হয়েছে এমন; খণ্ডিত।

ছেনাল, ছেনালি [ chēnāla, chēnāli ] যথাক্রমে ছিনাল ও ছিনালি -র কথ্য ও অধিকতর প্রচলিত রূপ।

ছেনি [ chēni ] বি. ধাতু ও প্রস্তরাদি কাটার ও বাটালিজাতীয় অস্ত্র। [সং. ছেদনিকা]।

ছেপ [ chēpa ] (উচ্চা. ছ্যাপ্) বি. (আঞ্চ.) থুতু, নিষ্ঠীবন। [হি. ছেপ]।

ছেপত, ছেপ্ত [ chēpata, chēpta ] বিণ. 1 লিখিত; 2 মোহরাঙ্কিত। [আ. সব্ত্]।

ছেবলা, ছ্যাবলা [ chēbalā, chyābalā ] বিণ. 1 লঘুপ্রকৃতি; বালকের মতো চপল; 2 বাচাল, প্রগল্ভ। [তু. সং. চপল]। ̃ মি, ̃ মো বি. ছেবলা আচরণ বা স্বভাব।

ছেলে [ chēlē ] বি. 1 বালক, শিশু (ছেলেখেলা); 2 পুত্র (তাঁর তিনটি ছেলে); 3 লোক, ব্যক্তি (বেটা ছেলে, মেয়ে ছেলে); 4 বিবাহের পাত্র (মেয়ের জন্য ছেলে দেখতে গিয়েছিলাম)। [বাং. ছাওয়াল, ছাবাল < পা. ছাব-তু. সং. শাবক]। ̃ খেলা বি. 1 ছোটদের খেলা; 2 (আল.) অতি সহজসাধ্য ব্যাপার (সেতার বাজানো মোটেই ছেলেখেলা নয়)। ̃ ছোকরা বি. অপক্ববুদ্ধি যুবক, অপরিণতবুদ্ধি তরুণ। ̃ ধরা বি. যে-ব্যক্তি অসদুদ্দেশ্যে বালকবালিকাদের চুরি করে। ̃ পিলে, ̃ পুলে বি. 1 ছোট ছেলেমেয়ে; 2 সন্তানসন্ততি। ̃ বেলা বি. শিশুকাল, বাল্যকাল। ছেলে-ভুলানো বিণ. যাতে কেবল শিশুরাই ভোলে বা আকৃষ্ট হয় (ছেলে-ভুলানো ছড়া)। ̃ মানুষ বিণ. অল্পবয়স্ক; অপরিণতবুদ্ধি। ̃ মানুষি বি. বিণ. বালকসুলভ আচরণ; বালসুলভ (ছেলেমানুষি কথা)। ̃ মি বি. ছেলেমানুষি। ̃ মেয়ে বি. বালকবালিকা; সন্তানসন্ততি।

ছেষট্টি [ chēṣaṭṭi ] বি. বিণ. 66 সংখ্যা বা সংখ্যক। [সং. ষট্ষট্টি]।

ছোঁ [ chō ] বি. হঠাত্ ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করা বা কামড় বা ছোবল দেওয়া বা কেডে নেবার চেষ্টা করা (ছোঁ মারা, ছোঁ মেরে নিয়ে যাওয়া)। [সং. ছুপ]।

ছোঁক-ছোঁক [ chōn̐ka-chōn̐ka ] অব্য. বি. 1 ঘ্রাণ নেওয়ার সময় নাকের শব্দ; 2 লোভসূচক চাঞ্চল্য (খাওয়ার জন্যে ছোঁকছোঁক করে)। [ধ্বন্যা.]।

ছোঁকা [ chōn̐kā ] বি. ছক্কা, ঘিয়ে বা তেলে সাঁতলানো কুমড়ো ইত্যাদি নানারকম সবজির ব্যঞ্জনবিশেষ। [ছেঁকা2 দ্র]।

ছোঁচা1 [ chōn̐cā1 ] বিণ. 1 অত্যন্ত খাদ্যলোভী ('ছোঁচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার, যাও': নজরুল); 2 প্রতারক; 3 আত্মসম্মানহীন। [সং. সূচক? (=দুর্জন)]।

ছোঁচা2 ছোঁচানো [ chōn̐cā2 chōn̐cānō ] ক্রি. মলত্যাগের পর জলশৌচ করা। [সং শৌচ]।

ছোঁড়া1 [ chōn̐ḍ়ā1 ] বি. (অনাদরে) ছোকরা, বালক; কিশোর। [বাং. ছেমড়া < সং. ছমণ্ডা। স্ত্রী. ছুঁড়ি]।

ছোঁড়া2, ছুড়া, ছোড়া [ chōn̐ḍ়ā2, chuḍ়ā, chōḍ়ā ] ক্রি. 1 নিক্ষেপ করা (ঢিল ছুড়ছে); 2 সঞ্চালন করা (হাত-পা ছোড়া); 3 দাগা (বন্দুক ছোড়া)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. নিক্ষিপ্ত। [সং. √ ক্ষিপ্]। ̃ ছুঁড়ি, ̃ ছুড়ি বি. ক্রমাগত ছোড়া; পরস্পরের প্রতি ছোড়া। ̃ নো ক্রি. নিক্ষেপ করানো; দাগানো। ☐ বি. উক্ত দুই অর্থে।

ছোঁয়া, ছুঁয়া [ chōm̐ẏā, chum̐ẏā ] ক্রি. স্পর্শ করা (ময়লা ছোঁয়া)। ☐ বি. স্পর্শ (ছোঁয়া লেগেছে)। ☐ বিণ. 1 স্পৃষ্ট, ছোঁয়া লেগেছে এমন (পাপে ছোঁয়া মন); 2 ছুঁয়েছে বা ঠেকেছে এমন, স্পর্শী (আকাশছোঁয়া)। [সং. √ ছুপ + বাং. আ]। ̃ চে বিণ. স্পর্শ করলেই বা ছুঁলেই সংক্রামিত হয় এমন (ছোঁয়াচে রোগ)। ̃ ছুঁয়ি বি. পরস্পর স্পর্শ; স্পর্শদোশ; ছুঁতমার্গ। ̃ নো ক্রি. স্পর্শ করানো, ঠেকানো (মাথা ছোঁয়ানো, একটা টাকাও ছোঁয়াল না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ̃ লেপা বি. অস্পৃশ্য বস্তু বা ব্যক্তির সঙ্গে সংস্পর্শদোষ।

ছোকরা [ chōkarā ] বি. 1 বালক; 2 নবযুবক; 3 কিশোর; 4 ছোঁড়া; 5 বালকভৃত্য। ☐ বিণ. অপরিণতবয়স্ক (একটা ছোকরা চাকর আছে)। [হি.]। স্ত্রী. ছুকরি

ছোট, ছোটো [ chōṭa, chōṭō ] বিণ. 1 ক্ষুদ্র, খর্ব (একটা ছোট বাঁশ); 2 হীন, নীচ, হেয় (ছোটো নজর, ছোটো কাজ, ছোট লোক); 3 কনিষ্ঠ (ছোট ভাই); 4 সংকুচিত (তার মুখটা ছোট হয়ে গেল); 5 সমাজে অবনত (ছোট জাত); 6 অপেক্ষাকৃত অল্পবয়স্ক (তোমার চেয়ে ছোট); 7 ক্ষমতায় পদে বা মর্যাদায় নিম্নতর (ছোট সাহেব, ছোট বাবু, ছোট আদালত); 8 বিনীত, নম্র ('বড় যদি হতে চাও ছোট হও তবে); 9 অনুচ্চ (ছোট গলায় কথা)। [প্রাকৃ. ছু়ড্ড < সং. ক্ষুদ্র]। ̃ খাট, ̃ খাটো বিণ. ক্ষুদ্রায়তন, স্বল্পায়তন (একখানি ছোটখাটো ঘর); সংক্ষিপ্ত (ছোটখাটো গল্প)। ̃ বেলা ছেলেবেলা -র অনুরূপ। ̃ মোটো ছোটখাটো -র অনুরূপ। ̃ লোক বিণ. 1 নীচপ্রকৃতির লোক; অভদ্র লোক; 2 সমাজের অবনত ও অনুন্নত সম্প্রদায়ের লোক। ছোট হাজরি হাজরি দ্র

ছোটা1, ছোটাছুটি, ছোটানো [ chōṭā1, chōṭāchuṭi, chōṭānō ] যথাক্রমে ছুটা, ছুটাছুটি ও ছুটানো -র চলিত রূপ।

ছোটা2 [ chōṭā2 ] বি. শুকনো ঘাস, কলাগাছের খোসা ইত্যাদি দিয়ে তৈরি বোঝা বাঁধবার দড়ি (ছোটা দিয়ে বাঁধা)। [সং. সূত্র?]।

ছোট্ট [ chōṭṭa ] বিণ. (সচ. আদরার্থে) অতি ছোট, অতি হ্রস্ব বা সামান্য (ছোট্ট বই, ছোট্ট ফুল)। [বাং. ছোট]।

ছোড় [ chōḍ় ] বি. ছাড়াছাড়ি, পরিত্যাগ (নাছোড়)। ☐ বিণ. পৃথক, বিচ্ছিন্ন (ছো়ড় হয়ে গেছে)। [বাং. √ ছোড়্ (সং. √ ছুর্) + অ]। ̃ (ব্রজ.) ত্যাগ করে, ছাড়ে। ̃ বি. পরিত্যাগ, বর্জন (আর ছোড়ন নেই)। ̃ ক্রি. (ব্রজ.) ছাড়বে ('অবহি ছোড়ব মোহি': বিদ্যা.)। ̃ বি ক্রি. (ব্রজ.) ছাড়বি ('দয়া জনু ছোড়বি মোয়': বিদ্যা.)। ̃ ভঙ্গ বিণ. বিশৃঙ্খল, দল থেকে ছাড়াছাড়ি হয়েছে এমন, দলছুট; বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত। [সং. ছত্রভঙ্গ > ছড়ভঙ্গ]।

ছোড়া, ছোড়াছুড়ি, ছোড়ানো [ chōḍ়ā, chōḍ়āchuḍ়i, chōḍ়ānō ] যথাক্রমে ছুড়া, ছুড়াছুড়ি ও ছুড়ানো -র চলিত রূপ।

ছোপ [ chōpa ] বি. 1 ছাপ, দাগ (কালির ছোপ, পানের ছোপ); 2 প্রলেপ (আরও এক ছোপ রং দিতে হবে)। [বাং. √ ছুপ্ + অ]।

ছোপা, ছোপানো [ chōpā, chōpānō ] যথাক্রমে ছুপা ও ছুপানো -র চলিত রূপ।

ছোবড়া [ chōbaḍ়ā ] বি. ফলের বাইরের অসার বা রসহীন আবরণ; নারকেল ইত্যাদির খোসা। [দেশি]।

ছোবল [ chōbala ] বিল. 1 সাপের কামড়; 2 খাবল, নখ বা দাঁত দিয়ে হঠাত্ আক্রমণ। [< সং. কবল]। ছোবল খাওয়া ক্রি. বি. সাপের কামড় খাওয়া; নখ বা দাঁতের দ্বারা বিদ্ধ হওয়া। ছোবল দেওয়া, ছোবল মারা ক্রি. বি. নখ বা দাঁত দিয়ে বিদ্ধ করা।

ছোবলা, ছোবলানো [ chōbalā, chōbalānō ] যথাক্রমে ছুবলা ও ছুবলানো -র চলিত রূপ।

ছোবা [ chōbā ] বি. (আঞ্চ.) ছোবড়া। [দেশি]। তু. ছোবড়া

ছোরা [ chōrā ] বি. বৃহদাকার ছুরি। [দেশি]।

ছোলঙ্গ [ chōlaṅga ] বি. (আঞ্চ.) বাতাবি লেবু। [দেশি]।

ছোল-দারি [ chōla-dāri ] বি. (প্রধানত, সৈন্যদের) ত্রিকোণ তাঁবুবিশেষ। [ইং. soldier + বাং. ই?]।

ছোলা1 [ chōlā1 ] বি. চণক, চানা, বুট। [সং. চণক > হি. চনা]।

ছোলা2, ছোলানো [ chōlā2, chōlānō ] যথাক্রমে ছুলা ও ছুলানো -র চলিত রূপ।

ছোহারা [ chōhārā ] বি. শুকানো খেজুর; খুরমা। [হি. ছুহারা]।

ছৌ, ছো [ chau, chō ] বি. পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার প্রসিদ্ধ নৃত্যবিশেষ। [দেশি]।

ছ্যা [ chyā ] দ্র ছি

ছ্যাঁক, ছ্যাঁচড়, ছ্যাঁচড়া [ chyān̐ka, chyān̐caḍ়, chyān̐caḍ়ā ] যথাক্রমে ছেঁক, ছেঁচড় ও ছেঁচড়া -র বানানভেদ।

ছ্যাঁত্ [ chyān̐t ] বি. অব্য. ভয়ের ভাব, ভয়ে শিউরে ওঠা (বুকটা ভয়ে ছ্যাঁত্ করে উঠল)। [দেশি-তু. ছাঁত্]।

ছ্যাকড়াগাড়ি [ chyākaḍ়āgāḍ়i ] দ্র ছেকড়া

ছ্যাত্লা, ছ্যাতলা [ chyātlā, chyātalā ] দ্র ছাতলা

ছ্যাবলা, ছ্যাবলামি [ chyābalā, chyābalāmi ] যথাক্রমে ছেবলা ও ছেবলামি -র বানানভেদ।