1 [ ja1 ] বাংলা বর্ণমালার অষ্টম ব্যঞ্জনবর্ণ এবং অল্পপ্রাণ তালব্য জ-ধ্বনির দ্যোতক।

2 [ ja2 ] বি. বিণ. সিকি-ইঞ্চি; সিকি-ইঞ্চি-পরিমাণ (তিন জ পেরেক)। [সং. যব]।

-জ3 [ -ja3 ] বিণ. (সমাসের পরপদে) জাত, উত্পন্ন (জলজ, পঙ্কজ, সরোজ)। [সং. √ জন্ + অ]।

জই [ ji ] বি. যবজাতীয় শস্যবিশেষ। [সং. যবিকা]।

জউ, জৌ [ ju, jau ] বি. লাক্ষা, গালা। [সং. জতু > প্রাকৃ. জউ]। ̃ ঘর, জৌহর, জোহর বি. জতুগৃহ, লাক্ষা দিয়ে তৈরি ঘর।

জওজে, জওজ [ jōjē, jōja ] বি. স্বামী (দলিলের ভাষায়) পত্নী, যার স্বামী (জাহানারা খাতুন জওজে ইয়াকুব আলি)। [আ. যওজ]।

জওয়ান [ jōẏāna ] বি. 1 হৃষ্টপুষ্ট বা শক্তিশালী, ব্যক্তি (তিন জওয়ানে মিলে এটাকে তুলতে পারলে না?); 2 সেনাবাহিনীর যোদ্ধা। ☐ বিণ. হৃষ্টপুষ্ট, শক্তিশালী, জোয়ান। [ফা. জবান]। জোয়ান দ্র।

জওয়াব়, জওসম [ jōẏāb়, jōsama ] যথাক্রমে জবাব ও জসম -এর অপ্রচলিত রূপভেদ।

জং [ ja ] বি. মরচে, ধাতুমল, rust. [ফা. জংগ্]।

জংলা, জংলি [ jaṃlā, jaṃli ] দ্র জঙ্গল

জংশন [ jaṃśana ] বি. বিণ. 1 দুটি রাস্তার মিলনস্হান; 2 দুটি রেলপথের মিলন যে স্টেশনে হয়। [ইং. junction]।

জখম [ jakhama ] বি. ক্ষত, ঘা, আঘাত, চোট। ☐ বিণ. আহত (জখম হয়েছে)। [ফা. যখম্]। জখমি বিণ. 1 আহত, আঘাতপ্রাপ্ত (জখমি বাঘ খুবই ভয়ংকর); 2 আঘাতসংক্রান্ত।

জগ1 [ jaga1 ] বি. বিশ্ব, জগত্, ভুবন (জগজন, জগবন্ধু)। [সং. জগত্]।

জগ2 [ jaga2 ] বি. হাতলওয়ালা গাড়ুবিশেষ, হাতলওয়ালা জলপাত্রবিশেষ। [ইং. jug]।

জগ-জগ [ jaga-jaga ] অব্য. বি. ঝকমক, ঝকমকানি (থালাটা জগজগ করছে)। [হি. জগ্জগা]। জগ-জগা বি. রাংতা প্রভৃতির ঝকঝকে পাত।

জগ-জন [ jaga-jana ] বি. (সচ. কাব্যে) পৃথিবীর লোক, জগতের মানুষ ('জগজন মানিবে বিস্ময়': অ. সে)। [বাং. জগ + সং. জন]।

জগজ্জন [ jagajjana ] বি. পৃথিবীর মানুষ। [সং. জগত্ + জন]।

জগজ্জননী [ jagajjananī ] বি. 1 জগতের মাতা; জগন্মাতা; 2 দুর্গাদেবী; 3 পরমেশ্বরী। [সং. জগত্ + জননী]।

জগজ্জয়ী [ jagajjaẏī ] বিণ. পৃথিবী জয়কারী, বিশ্বজয়ী, দিগ্বিজয়ী। [সং. জগত্ + জয়ী]।

জগ-ঝপ্প [ jaga-jhappa ] বি, জয়ঢাক; প্রাচীন রণবাদ্যবিশেষ। [ধ্বন্যা.]।

জগত্ [ jagat ] বি. 1 পৃথিবী, ভুবন, বিশ্ব; 2 সমাজ (পশুজগত্)। [সং. √ গম্ + ক্বিপ্]। ̃ পতি, ̃ পিতা বি. জগদীশ্বর, পরমেশ্বর। ̃ সংসার বি. বিশ্বজগত্; জীবজগত্সহ সমগ্র পৃথিবী।

জগতি [ jagati ] (অপ্র.) বি. 1 জগত্কর্তা; ঈশ্বর; 2 সিংহাসন। [সং. জগত্]।

জগতী [ jagatī ] বি. (স্ত্রী.) 1 পৃথিবী (জগতীতল); 2 পৃথিবীর মানুষজন; 3 বৈদিক ছন্দোবিশেষ; 4 ইহলোক। [সং. জগত্ + ঈ]।

জগদ্-গুরু [ jagad-guru ] বি. 1 পৃথিবীর গুরু; 2 পরমেশ্বর। [সং. জগত্ + গুরু]।

জগদম্বা [ jagadambā ] বি. 1 পৃথিবীর মাতা; জগন্মাতা; 2 দুর্গাদেবী; 3 পরমেশ্বরী। [সং. জগত্ + অম্বা]।

জগদীশ, জগদীশ্বর [ jagadīśa, jagadīśbara ] বি. ভগবান; পরমেশ্বর। [সং. জগত্ + ঈশ, ঈশ্বর]।

জগদ্গৌরী [ jagadgaurī ] বি. (স্ত্রী.) সর্পের অধিষ্ঠাত্রী মনসাদেবী। [সং. জগত্ + গৌরী]।

জগদ্দল [ jagaddala ] বিণ. 1 পৃথিবীকে দলন করে এমন; 2 নড়ানো যায় না এমন গুরুভার (জগদ্দল পাথর)। ☐ বি. সরানো বা নড়ানো যায় না এমন গুরুভার পাথর। [সং. জগত্ + √ দল্ + অ]।

জগদ্ধাত্রী [ jagaddhātrī ] বি. 1 পৃথিবীর ধাত্রী বা পালয়িত্রী; 2 দুর্গাদেবী; 3 পরমেশ্বরী। [সং. জগত্ + ধাত্রী]।

জগদ্বন্ধু [ jagadbandhu ] বি. 1 পৃথিবীর বা সর্বজনের বন্ধু; 2 পরমেশ্বর। [সং. জগত্ + বন্ধু]।

জগদ্বরেণ্য [ jagadbarēṇya ] বিণ. সারা জগতের বরেণ্য বা সম্মাননীয়; পৃথিবীব্যাপী খ্যাতিসম্পন্ন। [সং. জগত্ + বরেণ্য]।

জগদ্বাসী [ jagadbāsī ] (-সিন্) বিণ. বি. পৃথিবীর অধিবাসী। স্ত্রী. জগদ্বাসিনী। [সং. জগত্ + √ বস্ + ইন্]।

জগন্নাথ [ jagannātha ] বি. 1 পৃথিবীর প্রভু; পরমেশ্বর; 2 বিষ্ণু; 3 শ্রীকৃষ্ণ; 4 পুরীর মন্দিরের বিষ্ণুমূর্তি। [সং. জগত্ + নাথ]। ̃ ক্ষেত্র বি. 1 পুরীধাম; 2 জাতিবিচারহীন পুণ্যভূমি।

জগন্নিবাস [ jagannibāsa ] বি. 1 যিনি জগতের বা সর্বজনের নিবাস আধার বা আশ্রয়; ঈশ্বর; 2 শ্রীকৃষ্ণ; 3 বিষ্ণু। [সং. জগত্ + নিবাস]।

জগন্মণ্ডল [ jaganmaṇḍala ] বি. 1 ভূমণ্ডল, পৃথিবী; 2 নিখিল সৃষ্টি। [সং. জগত্ + মণ্ডল]।

জগন্ময় [ jaganmaẏa ] বিণ. বিশ্বব্যাপক। ☐ বি. পরমেশ্বর। [সং. জগত্ + ময়]। জগন্ময়ী বিণ. (স্ত্রী.) বিশ্বব্যাপিনী। ☐ বি. (স্ত্রী.) বিশ্ব জুড়ে বিরাজ করছেন এমন শক্তি; আদ্যাশক্তি; পরমেশ্বরী।

জগন্মাতা [ jaganmātā ] বি. পৃথিবীর মাতা; আদ্যাশক্তি; পরমেশ্বরী। [সং. জগত্ + মাতা]।

জগন্মোহন [ jaganmōhana ] বিণ. বি. পৃথিবীকে যে মুগ্ধ করে। [সং. জগত্ + মোহন]।

জগ-মোহন [ jaga-mōhana ] বিণ. পৃথিবীকে মুগ্ধ করে এমন, জগন্মোহন। [বি. 1 পৃথিবীকে মুগ্ধ করে এমন ব্যক্তি; 2 মন্দির ও নাটমন্দিরের মধ্যবর্তী স্হান; 3 পুরীর জগন্নাথমন্দিরে যে স্হান থেকে দর্শনার্থীরা ঠাকুর দর্শন করে। [বাং. জগ1 + সং. মোহন]।

জগা-খিচুড়ি [ jagā-khicuḍ়i ] বি. বিবিধ শাকসবজি সহযোগে রান্না করা খিচু়ড়ি; (আল.) বিভিন্নরকম জিনিসের (অবাঞ্ছিত) সংমিশ্রণ। [সং. জগা (জগতের সমস্ত বস্তু অর্থে) + বাং. খিচুড়ি]।

জগাতি [ jagāti ] বি. 1 শুল্ক আদায়কারী কর্মচারী; 2 বাধা, বিঘ্ন। [আ. যকাত্]।

জগ্ধ [ jagdha ] বিণ. ভূক্ত, ভক্ষণ করা বা খাওয়া হয়েছে এমন ('জগ্ধতৃণ': বিষ্ণু)। [সং. √ অদ্ + ত]।

জঘন [ jaghana ] বি. 1 স্ত্রীলোকের নিতম্বের সম্মুখভাগ; 2 নিতম্ব; 3 কোমর। [সং. √ হন্ + যঙ্লুক + অ]।

জঘন্য [ jaghanya ] বিণ. নোংরা, কদর্য; ঘৃণিত, নীচ, হেয়। [সং. জঘন + য]। বি. ̃ তা

জঙ্গযখ2 [ jaṅgayakha2 ] বি. যুদ্ধ। ম [ফফা. জংগ]। ̃ ডিঙা বি. রণতরি, যুদ্ধজাহাজ। জঙ্গি বিণ. 1 যুদ্ধসংক্রান্ত, সামরিক (জঙ্গি বিমান); 2 রণোম্মুখ, মারমুখো (জঙ্গি মনোভাব); 3 রণকুশল; 4 শক্তিশালী (জঙ্গি পালোয়ান)।

জঙ্গম [ jaṅgama ] বিণ. 1 গতিশীল; অস্হাবর; 2 প্রাণবিশিষ্ট। [সং. √ গম্ + যঙ্লুক্+ অ]।

জঙ্গল [ jaṅgala ] বি. 1 ছোট বা অগভীর বন; 2 বন, অরণ্য (জঙ্গলের পশু); 3 আগাছা (জঙ্গল সাফ করছে)। [সং. √ গল্ + য-তু. ফা. জঙ্গল্]। জংলা বিণ. বুনো, বন্য। জংলি বিণ. 1 বুনো, বন্য; 2 অসভ্য; 3 অমার্জিত। জঙ্গুলে বিণ. বন্য, বুনো; অরণ্যজাত।

জঙ্গাল [ jaṅgāla ] বি. বাঁধ, জাঙ্গাল। [সং. √ জঙ্গ্ + আল]।

জঙ্গি [ jaṅgi ] দ্র জঙ্গ2

জঙ্গুলে [ jaṅgulē ] দ্র জঙ্গল

জঙ্ঘা [ jaṅghā ] বি. 1 হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত দেহাংশ; 2 ঊরু, জাং। [সং. √ হন্ (গত্যার্থে) + যঙ্ লুক্ + অ + আ]।

জজ [ jaja ] বি. বিচারক, বিচারপতি। [ইং. judge]। জজিয়তি বি. জজের বৃত্তি বা কাজ (তিনি বড় আদালতে জজিয়তি করেন)।

জঞ্জাল [ jañjāla ] বি. 1 আবর্জনা; 2 আগাছা; 3 (আল.) অবাঞ্ছিত বস্তু; ঝঞ্ঝট, উপদ্রব (আচ্ছা জঞ্জাল জুটেছে)। [হি.]।

জট [ jaṭa ] বি. 1 জটা, বিশৃঙ্খলভাবে জড়ানো বা চাপ-খাওয়া কেশরাশি (মাথায় জট পড়েছে); 2 জড়ানো বা তালগোল-পাকানো অবস্হা (জট বেঁধেছে); 3 গাঁট, গিঁট, জটিলতা (জট ছাড়ানো); 4 গাছের ঝুরি; 5 (মনোবি.) মনের জটিল গ্রন্হি। [সং. জটা]।

জটলা [ jaṭalā ] বি. 1 বহু লোকের সমাবেশ; 2 একজাতীয় প্রাণী বা বস্তুর একত্র সমাবেশ ('ছোট ছোট দ্বীপের জটলা': প্রেমেন্দ্র); 3 বহু লোকের একত্র জল্পনা বা কোলাহল। [সং. জটিল]।

জটা [ jaṭā ] বি. 1 বিশৃঙ্খলভাবে জড়ানো বা চাপ খাওয়া কেশরাশি, জট; 2 কেশর; 3 গাছের ঝুরি (বটের জটা)। [সং. √ জট (পরস্পর লগ্ন) + অ + আ]। ̃ জাল, ̃ জূট বি. জটারাশি; লম্বিত অবিন্যস্ত কেশরাশি। ̃ ধর, ̃ ধারী (-রিন্), ̃ জূট-ধারী বিণ. মাথায় জটা আছে এমন (জটাজূটধারী সন্ন্যাসী)। ☐ বি. জটাধারী শিব। ̃ মাংসী বি. ছোট গুল্মজাতীয় গাছ থেকে প্রস্তুত মলমের মতো সুগন্ধ দ্রব্যবিশেষ। ̃ বিণ. জটাযুক্ত।

জটিল [ jaṭila ] বিণ. 1 জটাযুক্ত; 2 জট-পাকানো, জড়ানো (জটিল গ্রন্হি); 3 গোলমেলে; কঠিন, সমাধান করা বা উত্তর দেওয়া শক্ত এমন, দুর্বোধ্য (জটিল প্রশ্ন)। [সং. জটা + ইল]। বি. ̃ জটিলা বিণ. (স্ত্রী.) 1 জটাযুক্তা; 2 দুর্বোধ্য, সমাধান করা কঠিন এমন; 3 অনিষ্টকর কূটবুদ্ধিসম্পন্না; 4 কলহপরায়ণা; 5 বধূদের গঞ্জনাদাত্রী। ☐ বি. শ্রীরাধিকার শাশুড়ি।

জটী [ jaṭī ] (-টিন্) বিণ. জটাযুক্ত, জটাধারী। [সং. জটা + ইন্]।

জটে, জটিয়া [ jaṭē, jaṭiẏā ] বিণ. জটাবিশিষ্ট, জোটে। [বাং. জট + ইয়া > এ]। ̃ বুড়ি জোটেবুড়ি -র রূপভেদ।

জঠর [ jaṭhara ] বি. 1 উদর, পেট (জঠরজ্বালা, জঠরাগ্নি); 2 পাকস্হলী; 3 গর্ভ, জরায়ু, গর্ভাশয় (জঠরের সন্তান)। [সং. √ জন্ + অর]। ̃ জ্বালা বি. অত্যন্ত ক্ষুধাবোধ। ̃ যন্ত্রণা বি. 1 গর্ভধারণের কষ্ট ও প্রসব বেদনা; 2 গর্ভে অবস্হানের কষ্ট ('দিবি পুনঃ জঠরযন্ত্রণা': রা. প্র.)। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে অবস্হিত; উদরে অবস্হিত। জঠরাগ্নি, জঠরানল বি. তীব্র ক্ষুধা; পরিপাকশক্তি; পাকস্হলীর পাচকরস।

জড়1 [ jaḍ়1 ] বি. 1 শিকড়, মূল; 2 মূল কারণ (রোগের জ়ড় নির্ণয়)। [সং. জটা]। জড় মারা ক্রি. বি. শিকড় তুলে ফেলা; মূল কারণ নষ্ট করা।

জড়2 [ jaḍ়2 ] বিণ. 1 চেতনাহীন (জড় পদার্থ); 2 ইন্দ্রিয়গ্রাহ্য, পঞ্চভূতের দ্বারা সৃষ্ট, material (জড় জগত্, জড় দেহ); 3 চেষ্টাহীন, নিষ্ক্রিয় (জড় হয়ে থাকা); 4 মূর্খ, অজ্ঞান (জ়ড় বুদ্ধি)। ☐ বি. 1 জ্ঞানশক্তিহীন নিষ্ক্রিয় ব্যক্তি; 2 মূর্খ বা সুখদুঃখবোধহীন লোক; 3 অচেতন পদার্থ (জীব ও জড়ের পার্থক্য); 4 পঞ্চভূত যথা ক্ষিতি অপ্ তেজ মরুত্ ব্যোম। [সং. √ জল্ (ল্=ড়) + অ]। ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র। ̃ তা, ̃ ত্ব বি. 1 জড়ের ভাব, জাড্য; 2 বুদ্ধি বা চৈতন্যের অভাব; 3 আড়ষ্টতা (জড়তা কাটিয়ে ওঠা); 4 অস্পষ্টতা (কথার জড়তা); 5 স্ফূর্তিহীনতা। ̃ পদার্থ বি. অচেতন প্রাকৃতিক বস্তু যথা পর্বত, মাটি, জল। ̃ পিণ্ড বি. স্হূল বা পিণ্ডে পরিণত জড়পদার্থ। ̃ পুত্তলি বি. প্রাণহীন পুতুল; (আল.) গতিহীন, আড়ষ্ট বা স্হূলবুদ্ধি ব্যক্তি। ̃ বাদ বি. জড়জগতের বা জড়প্রকৃতির বাইরে কোনোকিছুর স্বতন্ত্র অস্তিত্ব নেই, এই মতবাদ। ̃ বাদী (-দিন্) বিণ. বি. জড়বাদে বিশ্বাসী। ̃ বিজ্ঞান বি. ভৌতবিজ্ঞান। ̃ বুদ্ধি বিণ. বোধহীন, হাবাগবা (জড়বুদ্ধি লোক)। ̃ ভরত বি. 1 ভরত নামে প্রাচীন চন্দ্রবংশীয় রাজা যিনি মোক্ষলাভের জন্য জড়ত্ব অবলম্বন করেছিলেন; 2 (আল.) জড়বুদ্ধি বা জড়ভাবাপন্ন লোক। ☐ বিণ. 1 অকর্মণ্য, নিষ্ক্রিয় জ়ড়ভরত হয়ে বসে আছ কেন?); 2 জবুথবু, নিশ্চল শীতে জড়ভরত হওয়া)। ̃ সড় বিণ. আড়ষ্ট; সংকুচিত।

জড়া [ jaḍ়ā ] ক্রি. জড়ানো। ☐ বিণ. জড়িয়ে আছে বা জড়িয়ে ধরেছে এমন। [সং. √ জট্ + বাং. আ-তু. হি. √ জ়ড়]।

জড়া-জড়ি [ jaḍ়ā-jaḍ়i ] বি. পরস্পর বেষ্টন বা আলিঙ্গন (দু-ভাই জড়াজড়ি করে শুয়ে আছে)। ☐ বিণ. জড়িয়ে ধরে অবস্হিত; পরস্পর আলিঙ্গিত (জড়াজড়ি অবস্হা)। [বাং. জড়া + জড়া + ই]। জড়ামড়ি জড়াজড়ি -র অনুরুপ।

জড়ানো [ jaḍ়ānō ] ক্রি. 1 আলিঙ্গিন করা, জাপটানো (ছেলেকে জড়িয়ে ধরে আদর করা); 2 বেষ্টিত করা (গলায় চাদর জড়ানো, দুহাতে গাছটাকে জড়িয়ে ধরল); 3 মোড়া, আবৃত করা (কাগজে জড়ানো); 4 গোটানো (কম্বলটা জড়িয়ে রেখেছে); 5 পরস্পর মেশানো; 6 লিপ্ত হওয়া মামলায় জড়িয়ে পড়েছে); 7 অস্পষ্ট বা অবশ হওয়া (কথা জড়িয়ে যাওয়া)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ জড়া + আনো]।

জড়িত [ jaḍ়ita ] বিণ. 1 সংলগ্ন (শিকড় মাটির সঙ্গে জড়িয়ে রয়েছে); 2 সম্বন্ধযুক্ত (তিনি এই ব্যাপারটির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত); 3 লিপ্ত (মামলায় জড়িত হওয়া); 4 খচিত (মণিমাণিক্যজড়িত); 5 যুক্ত (লজ্জাজড়িত কণ্ঠ); 6 অস্পষ্ট, জড়তাযুক্ত (জড়িত কণ্ঠ, জড়িত ভাষা)। [সং. √ জড়া + ইত]।

জড়ি-বুটি [ jaḍ়i-buṭi ] বি. 1 টোটকা চিকিত্সা; 2 কবচ-তাবিজ; 3 তুকতাক। [হি. জড় + বাং. ই + বুটি ই + বুটি (সং. বটিকা)]।

জড়িমা [ jaḍ়imā ] (-মন্) বি. 1 জড়ত্ব, আড়ষ্টতা, জড়তা; 2 নিশ্চেষ্টতা; 3 আচ্ছন্নভাব, ঘোর (স্বপ্নজড়িমা)। [সং. জড় + ইমন্]।

জড়ী-কৃত, জড়ী-ভূত [ jaḍ়ī-kṛta, jaḍ়ī-bhūta ] বিণ. 1 জডতাপ্রাপ্ত; জড়ে পরিণত; 2 নিরুদ্যম, নিষ্ক্রিয়; 3 জড়িত; 4 সমাচ্ছন্ন ঋণজালে জড়ীভূত)। [সং. জড় + ঈ চির) + √ কৃ + ত, √ ভূ + ত]।

জডুল, (বিরল) জড়ুর [ jaḍula, (birala) jaḍ়ura ] বি. গায়ের চামড়ায় তিলের চেয়ে জড় জন্মচিহ্নবিশেষ। [সং. জটুল]।

জড়া [ jaḍ়ā ] বিণ. 1 একত্র, একত্রীকৃত; 2 সংগৃহীত (লোক জড়ো করা); 3 জমায়েত (তিনটের সময় রাস্তার মোড়ে সকলে জড়ো হন)। [সং. √ জট্ (=একত্র হওয়া, পরস্পরলগ্ন হওয়া)]।

জড়োপাসক [ jaḍ়ōpāsaka ] বিণ. জড়প্রকৃতি অর্থাত্ নদী বৃক্ষ প্রভৃতি অচেতন পদার্থের উপাসনাকারী। [সং. জড় + উপাসক]।

জড়োপাসনা [ jaḍ়ōpāsanā ] বি. জড়প্রকৃতির পূজা, fetishism.

জড়োয়া [ jaḍ়ōẏā ] বি. হীরা-মণি-মুক্তাখচিত গহনা। ☐ বিণ. হীরা-মণি-মুক্তাখচিত (জড়োয়া গয়না)। [হি. জড়াবট, জড়াউ]।

জতু [ jatu ] বি. 1 লাক্ষা, গালা (জতুগৃহ); 2 আলতা। [সং. √ জন্ +উ]। ̃ বি. হিং. হিঙ্গু। ̃ গৃহ বি. মহাভারতে পাণ্ডবদের জীবন্ত দগ্ধ করার জন্য দুর্যোধনের আদেশে গালা দিয়ে তৈরি গৃহ। ̃ রস বি. আলতা, গালা থেকে প্রস্তুত রং-বিশেষ।

জত্রু [ jatru ] বি. কণ্ঠের দুই পাশের হাড়, কণ্ঠাস্হি, collar-bone. [সং. √ জন্ + রু]।

জন [ jana ] বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। ☐ বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন।

জনক [ janaka ] বি. 1 জন্মদাতা, পিতা; 2 রামায়ণোক্ত মিথিলার রাজা। ☐ বিণ. উত্পাদক (সুখজনক, সন্দেহজনক)। [সং. √ জন্ + ণিচ্ + অক]। ̃ তা বি. সৃজনশক্তি; উত্পাদকতা; উত্পাদনশক্তি। ̃ তনয়া, ̃ নন্দিনী, ̃ সূতা বি. সীতা। জনিকা বি. (স্ত্রী.) জননী।

জনগণ, জনগণেশ, জনতা [ janagaṇa, janagaṇēśa, janatā ] দ্র জন

জনন [ janana ] বি. 1 জন্মদান (জননশক্তি, জননেন্দ্রিয়); 2 উত্পাদন; 3 জন্ম, উত্পত্তি। [সং. √ জন্ + অন]। জননান্তর বি. জন্মান্তর। জননাশৌচ বি. হিন্দুমতে সন্তান জন্মের জন্য যে অশৌচ।

জননী [ jananī ] বি. গর্ভধারিণী, মাতা। ☐ বিণ. উত্পাদনকারিণী। [সং. √ জন্ + ণিচ্ + অন + ঈ]।

জননীয় [ jananīẏa ] বিণ. জননযোগ্য, জন্মদান বা উত্পাদনের উপযুক্ত। [সং. √ জন্ + অনীয়]।

জননেতা [ jananētā ] দ্র জন

জননেন্দ্রিয় [ jananēndriẏa ] বি. উপস্হ; লিঙ্গ; পুরুষের লিঙ্গ বা নারীর যোনি; যে ইন্দ্রিয়ের সাহায্যে সন্তানের জন্মদান করা হয়। [সং. জনন + ইন্দ্রিয়]।

জনপ্রবাদ, জনপ্রাণী, জনপ্রিয়, জনবহুল [ janaprabāda, janaprāṇī, janapriẏa, janabahula ] দ্র জন

জনমজুর, জনমত, জনমানব [ janamajura, janamata, janamānaba ] দ্র জন

জনয়িতা [ janaẏitā ] (-তৃ) বি. জন্মদাতা, জনক, পিতা। [সং. √ জন্ + ণিচ্ + তৃ]। জনয়িত্রী বি. (স্ত্রী., ) জন্মদাত্রী, জননী, মাতা।

জনশিক্ষা, জনসংখ্যা, জনসমুদ্র, জনসাধারণ, জনস্হান, জনস্রোত, জনহীন [ janaśikṣā, janasaṅkhyā, janasamudra, janasādhāraṇa, janashāna, janasrōta, janahīna ] দ্র জন

জনা [ janā ] বি. (কাব্যে ও কথ্য ভাষায়) জন ('শূলের উপর মরিবে সে জনা': রবীন্দ্র); ব্যক্তি (জনা প্রতি)। [সং. জন + বাং. আ স্বার্থে]।

জনাকীর্ণ [ janākīrṇa ] বিণ. জনবহুল, বহু লোকের দ্বারা পূর্ণ। [সং. জন + আকীর্ণ]।

জনাস্তিকে [ janāstikē ] ক্রি-বিণ. 1 অন্য লোকের অনতিদূরে কিন্তু আড়ালে, একপাশে; 2 (নাটকে) লোকের সমক্ষে কিন্তু রঙ্গমঞ্চের অন্যান্য অভিনেতা শুনতে না পায় এমনভাবে। [সং. জন + অন্তিক + বাং. এ]।

জনাপ-বাদ [ janāpa-bāda ] বি. লোকনিন্দা, অখ্যাতি, কলঙ্ক। [সং. জন + অপবাদ]।

জনাব [ janāba ] বি. (সচ. মুসলমানদের মধ্যে প্রচলিত) সম্মানসূচক বা ভদ্রতামূলক সম্বোধন; মহাশয়। [আ.]।

জনার [ janāra ] বি. মকাই বা ভুট্টা বা ওইজাতীয় শস্যবিশেষ। [হি.]।

জনারণ্য [ janāraṇya ] বি. বহু লোকের ভিড়। [সং. জন + অরণ্য]।

জনার্দন [ janārdana ] বি. ('জন' নামক অসুরের নিধনকারী বলে) বিষ্ণু। [সং. জন + অর্দন (=পীড়ন, দমন)]।

জনি1, জনী [ jani1, janī ] বি. 1 উত্পত্তি, জন্ম; 2 নারী; 3 জায়া, পত্নী; 4 পুত্রবধূ। [সং. √ জন্ + ই, ঈ]।

জনি2, জনু [ jani2, janu ] অব্য. (ব্রজ.) 1 যদি ('না জানি কানুর প্রেম তিলে জনি টুটে' : চণ্ডী); 2 যেন ('চরণ কমল জনু': গো. দা); 3 যেন না ('দয়া জনু ছোড়বি মোয়': বিদ্যা.); 4 বুঝি, বুঝি বা ('জনু রবিশশি একাহিঁ উজল': বিদ্যা.)। [তু. বাং. যেন]।

জনিকা [ janikā ] দ্র জনক

জনিত [ janita ] বিণ. জাত, উত্পাদিত, উদ্ভুত (দুর্বলতাজনিত ভয়, তজ্জনিত)। [সং. √ জন্ + ণিচ্ + ত]। স্ত্রী. জনিতা1

জনিতা2 [ janitā2 ] (-তৃ) বি. (অপ্র.) জনক, উত্পাদক। [সং. √ জন্ + তৃ]। স্ত্রী. জনিত্রী

জনিত্র [ janitra ] বি. উত্পাদকযন্ত্র (গ্যাসজনিত্র = gasplant)। [সং. √ জন্ + ইত্র]।

জনী [ janī ] দ্র জনি1

জনু1 [ janu1 ] দ্র জনি2

জনু2, জনূ [ janu2, janū ] বি. উত্পত্তি, জন্ম। [সং. √ জন্ + উ, ঊ]।

জনেক [ janēka ] বিণ. অনির্দিষ্ট কোনো একজন, জনৈক ('জনেক যক্ষের কর্মে অবহেলা ঘটলো বলে শাপ দিলেন প্রভু': বুদ্ধ)। [বাং.মতে জন + এক]।

জনৈক [ janaika ] বিণ. অনির্দিষ্ট কোনো একজন। [সং. জন + এক]। স্ত্রী. জনৈকা

জণ্ডিস [ jaṇḍisa ] বি. ন্যাবারোগ, পাণ্ডুরোগ, লিভার বা যকৃতের রোগবিশেষ। [ইং. jaundice]।

জন্তু [ jantu ] বি. 1 প্রাণী, জীব; 2 জানোয়ার, পশু। [সং. √ জন + তু]।

জন্ম [ janma ] (-ন্মন্) বি. 1 মাতৃগর্ভ থেকে বার হওয়া, ভূমিষ্ঠ হওয়া; 2 উত্পত্তি, সৃষ্টি, আবির্ভাব (পৃথিবীর জন্ম, খনিতে মণির জন্ম); 3 দেহধারণ (মনুষ্যজন্ম); 4 দেহাশ্রিত অবস্হা (জন্মজন্মান্তর); 5 জীবনকাল (জন্ম গেল খেটে খেটে)। [সং. √ জন্ + মন্]। জন্ম-এয়োতি, জন্ম-এয়োস্ত্রী বি. চিরসধবা। জন্ম কাটা, জন্ম যাওয়া ক্রি. বি. জীবন অতিবাহিত হওয়া। ̃ কুণ্ডলী বি. (জ্যোতিষ) জন্মকালীন রাশিচক্র। ̃ গত বিণ. সহজাত, জন্ম থেকে প্রাপ্ত (জন্মগত অভ্যাস বা সংস্কার)। ̃ গ্রহণ বি. ভূমিষ্ঠ হওয়া, মাতৃগর্ভ থেকে বার হওয়া; উত্পত্তি। ̃ জন্ম বি. প্রতি জন্ম, যতবার জন্ম বা আবির্ভাব ঘটবে। ̃ জন্মান্তর বি. এই জন্ম ও পরবর্তী অন্যান্য জন্ম। ̃ জয়ন্তী বি. বিশিষ্ট ব্যক্তির জন্মদিনের স্মরণে অনুষ্ঠিত উত্সব। ̃ তিথি বি. জন্মকালীন তিথি। ̃ , ̃ দাতা (-তৃ) বি. পিতা, জনক। স্ত্রী. ̃ দা, ̃ দাত্রি। ̃ দান বি. উত্পাদন। ̃ দুঃখী বিণ. চিরদিন দুঃখভোগ করে এমন। স্ত্রী. ̃ দুঃখিনী। ̃ নক্ষত্র বি. জন্মের সময় যে নক্ষত্রের প্রভাব সর্বাধিক। ̃ পত্র, ̃ পত্রিকা বি. কোষ্ঠী। ̃ বৃত্তান্ত বি. জন্মের কাহিনী; জীবনকালের কাহিনী। ̃ ভূমি বি. যে ভূমিতে বা দেশে জন্ম হয়েছে, মাতৃভূমি। ̃ শাসন বি. জন্মনিয়ন্ত্রণ, birth control. ̃ শোধ ক্রি-বিণ. জন্মের মতো, চিরদিনের মতো। জন্মে ক্রি-বিণ. 1 জন্ম থেকে, জন্মাবধি; 2 সারা জীবনে (জন্মেও সে একটা সত্যি কথা বলল না)।

জন্মা [ janmā ] ক্রি. 1 জন্মগ্রহণ করা (পুত্র জন্মাল); 2 উত্পন্ন হওয়া (ধান জন্মে)। [বাং. √ জন্ম্ + আ]। ̃ নো ক্রি. জন্মগ্রহণ করা; উত্পন্ন হওয়া; উত্পাদন করা (মনে অবিশ্বাস জন্মানো)। ☐ বি. উক্ত সব অর্থে।

জন্মাধি-কার [ janmādhi-kāra ] বি. সহজাত অধিকার, যে অধিকার নিয়ে মানুষ জন্মায় (আমার জন্মাধিকার কে কেড়ে নেবে?)। [সং. জন্ম + অধিকার]।

জন্মানো [ janmānō ] দ্র জন্মা

জন্মান্তর [ janmāntara ] বি. অন্য জন্ম, পূর্বজন্ম (জন্মান্তরের প্রভাব); পরজন্ম (জন্মজন্মান্তরেও ভুলব না)। [সং. জন্ম + অন্তর]। ̃ বাদ বি. মৃত্যুর পর কর্মফলে পুনরায় জন্ম হয় এই মত; পুনর্জন্মবাদ।

জন্মান্ধ [ janmāndha ] বিণ. জন্ম থেকেই অন্ধ বা দৃষ্টিহীন। [সং. জন্ম + অন্ধ]।

জন্মাবচ্ছিন্ন [ janmābacchinna ] বিণ. চিরজীবনব্যাপী; জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে বা ঘটে এমন। [সং. জন্ম + অবচ্ছিন্ন]।

জন্মাবধি [ janmābadhi ] ক্রি-বিণ. জন্মকাল থেকে, আজন্ম (জন্মাবধি এই কথা শুনে আসছি)। [সং. জন্ম + অবধি (থেকে)]।

জন্মায়তি [ janmāẏati ] বিণ. চিরসধবা। [সং. জন্ম + বাং. আয়তি (আয়ুষ্মতী)]।

জন্মাষ্টমী [ janmāṣṭamī ] বি. শ্রীকৃষ্ণের জন্মতিথি, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী। [সং. জন্ম + অষ্টমী]।

জন্মিত [ janmita ] বিণ. (পিতার সন্তানরূপে) জাত; (কিছু থেকে) উত্পন্ন। [বাং. √ জন্ম্ + ইত]।

জন্য, (কথ্য) জন্যে [ janya, (kathya) janyē ] অব্য. অনু. 1 কারণে, ফলে, বশত, দরুন (অসুস্হতার জন্য দুর্বলতা, সেইজন্য দুঃখকষ্ট); 2 নিমিত্ত, উদ্দেশ্যে, প্রয়োজনে (উপার্জনের জন্য বিদেশে যাওয়া, আমার জন্য চিন্তা করছে)। ☐ বিণ. উত্পাদ্য; উত্পাদক। [সং. √ জন্ + ণিচ্ + য]। ̃ জনক-সম্বন্ধ বি. যে উত্পাদন করে এবং যা উত্পন্ন হয় এই দুইয়ের সম্বন্ধ।

জপ [ japa ] বি. (সচ. মনে মনে বা অনুচ্চ স্বরে) ইষ্টমন্ত্রাদি পুনঃ পুনঃ উচ্চারণ বা আবৃত্তি। [সং. √ জপ্ + অ]। ̃ তপ বি. জপ ও উপাসনা; পূজা-অর্চনা। ̃ তহি ক্রি. (ব্রজ.) জপ করে, জপ করছে। ̃ বি. জপ করা। ̃ মালা বি. ইষ্টমন্ত্রাদি জপ করার সময় যে মালার গুটিকা গোনা হয়; (আল.) সর্বদা স্মরণীয় বিষয় (টাকাই এখন তার জপমালা হয়েছে)। ̃ যজ্ঞ বি. ইষ্টনাম জপরূপ যজ্ঞ বা পূণ্যকর্ম। জপা ক্রি. জপ করা; মনে মনে আবৃত্তি করা। জপানো ক্রি. 1 জপ করানো; মূখস্হ করানো; 2 (কথ্য.) ক্রমাগত প্ররোচনা বা পরামর্শ দিয়ে কার্যোদ্ধারের চেষ্টা করা, ভজানো (লোভ দেখিয়ে তাকে জপানো সহজ হবে না)। জপ্য বিণ. জপের যোগ্য. জপনীয়। ☐ বি. জপমালা।

জপানো [ japānō ] দ্র জপ

জপিত [ japita ] বিণ. জপ করা হয়েছে এমন (জপিত নাম)। [সং. √ জপ্ + ত]।

জপ্য [ japya ] দ্র জপ

জব-জব [ jaba-jaba ] বি. তেল ঘি ইত্যাদি তরল পদার্থে সিক্ত হওয়ার ভাব (চুলে তেল একেবারে জবজব করছে)। [দেশি]। জব-জবে বিণ. জবজব করছে এমন।

জবড়ে, জবরজং [ jabaḍ়ē, jabaraja ] বিণ. 1 এলোমেলো, বিশৃঙ্খল; 2 বেমানান, বিসদৃশ (জবড়জং চেহারা, জবড়জং পোশাক)। [আ. যবর + ফা. জঙ্গ]।

জবর [ jabara ] বিণ. 1 জাঁকালো (জবর আয়োজন, জবর মজা, জবর উত্সব); 2 চমত্কার, উত্কৃষ্ট (জবর জিনিস); 3 জোরালো (জবর মার, জবর ঘা দিয়েছি); 4 বলিষ্ঠ (জবর পালোয়ান); 5 কঠিন, কঠোর (জবর শাস্তি); 6 নাছোড়বান্দা (জবর লোক); 7 উত্তেজনাজনক; 8 জরুরি (জবর খবর)। [আ. যবর]। ̃ দখল বি. জোর করে দখল, বলপ্রয়োগের দ্বারা বা বেআইনি দখল। ☐ বিণ. বলপ্রয়োগের দ্বারা বা বেআইনিভাবে অধিকৃত (জবরদখল জমি)। ̃ দস্ত বিণ. 1 দুর্দান্ত; 2 অত্যন্ত বলবান; 3 অত্যন্ত জুলুমবাজ; অত্যন্ত নাছোড়বান্দা। ̃ দস্তি বি. জুলুম, কঠিন অত্যাচার বা বলপ্রয়োগ। ☐ ক্রি-বিণ. বলপ্রয়োগের দ্বারা, জুলুম করে (জবরদস্তি কেড়ে নেওয়া)।

জবা [ jabā ] বি. (সচ.) লাল রঙের পাঁচটি পাপড়িযুক্ত গন্ধহীন ফুলবিশেষ। [সং. জপা > প্রাকৃ. জবা]।

জবাই [ jabāi ] বি. 1 মুসলমান রীতিতে কণ্ঠনালি ছিন্ন করে পশুবধ; 2 (আল.) হত্যা ('এ গোঁফ যদি আমার বলিস করব তোদের জবাই': সূ. রা.)। [আ. জবহ্]।

জবান [ jabāna ] বি. 1 ভাষা (হিন্দি জবান); 2 কথা, প্রতিশ্রুতি (জবানের ঠিক নেই); 3 জিহ্বা (জবান সামলে কথা বলবে, জবান দুরস্ত করো)। [ফা. যবান; তু. আ. জবান]। ̃ বন্দি বি. বিচারকার্যে ব্যবহারের জন্য প্রদত্ত সাক্ষ্য। জবানি বি. উক্তি। ☐ ক্রি-বিণ. প্রমুখাত্, মুখে (সব কথা তার জবানিতে শুনে নিয়ো)।

জবাব [ jabāba ] বি. 1 চিঠিপত্র বা প্রশ্নের উত্তর (চিঠির জবাব দেওয়া); 2 কৈফিয়ত (এর জবাবে তোমার কী বলার আছে?); 3 উদ্ধত প্রত্যুত্তর, চোপা (মুখে মুখে জবাব দেওয়া); 4 ইস্তফা, বিদায়, বরখাস্ত (ও চাকরিতে তার জবাব হয়ে গেছে)। [আ. জবাব]। ̃ দিহি বি. 1 কৈফিয়ত; 2 দায়িত্ব।

জবাবি [ jabābi ] বিণ. 1 জবাব লেখার জন্য প্রদত্ত (জবাবি পোস্টকার্ড); 2 জবাব হিসাবে বলা হয় এমন, পালটা (জবাবি কৈফিয়ত)। [আ. জওয়াব + বাং. ই]।

জবু-থবু [ jabu-thabu ] বিণ. জড়ের মতো নিষ্ক্রিয় ও শক্তিহীন; নড়াচড়া করতে পারে না বা চায় না এমন (এই বয়সেই এমন জবুথবু হয়ে গেলে কী করে)। [তু. সং. জ়ড় + স্হবির]।

জব্দ [ jabda ] বিণ. 1 নাকাল, নিগৃহীত, লাঞ্ছিত (তার পিছনে লাগতে গিয়ে নিজেই জব্দ হল); 2 পরাজিত, পরাভূত, দমিত (শত্রু জব্দ হয়েছে); 3 বাজেয়াপ্ত (জামিন জব্দ); 4 অধিকৃত (ভিটেমাটি জব্দ)। [আ. জব্ত্]।

জমক [ jamaka ] বি. 1 আড়ম্বরপূর্ণ শোভা; 2 সমারোহ; 3 জেল্লা। [হি. ঝমক, তু. সং. চমক]। জমকানো বি. ক্রি. জাঁকানো; জমজমে হওয়া; শোভিত হওয়া বা করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। জমকালো বিণ. জাঁকালো, আড়ম্বরপূর্ণ, জাঁকজমকবিশিষ্ট।

জম-জম [ jama-jama ] বি. লোকসমাগমের জন্য উপভোগ্য অবস্হা, গমগমে ভাব (মেলাপ্রাঙ্গণ লোকে জমজম করছে)। জম-জমে বিণ. জমজম করছে এমন (জমজমে মেলাপ্রাঙ্গণ)। [দেশি]।

জম-জমাট [ jama-jamāṭa ] বিণ. জমজমে ও সেই কারণে আকর্ষণীয় হয়েছে এমন; সরগরম (জমজমাট আসর)। [হি. ঝমঝমানা]।

জমদগ্নি [ jamadagni ] বিণ. 1 অগ্নি ভক্ষণকারী; 2 ক্রোধী। ☐ বি. পরশুরামের পিতা। [সং. √ জম্ + অত্ + অগ্নি]।

জমা1 [ jamā1 ] ক্রি. 1 সঞ্চিত বা সংগৃহীত হওয়া (টাকা জমছে); 2 স্তূপীকৃত হওয়া (ময়লা জমে); 3 বুদ্ধি পাওয়া (পসার জমছে না, মেঘ জমছে); 4 জমাট বাঁধা, ঘন বা কঠিন হওয়া (বরফ জমছে); 5 সমবেত বা একত্র হওয়া (লোক জমছে); 6 উপভোগ্য হওয়া, সরগরম হওয়া (গানটা বেশ জমেছে, আসর জমেছে); 7 অসাড় বা ঠাণ্ডা হওয়া (হাত-পা জমে যাচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [জমা2 দ্র]।

জমা2 [ jamā2 ] বি. 1 পুঁজি, সঞ্চয়; সংগ্রহ; 2 আয় (জমা-খরচ); 3 খাজনা (বার্ষিক দশ টাকা জমা); 4 খাজনা করা জমি (তাঁর অধীনে আমার কিছু জমা আছে)। [আ. জম্আ]। ̃ ওয়াশিল-বাকি বি. আদায়ীকৃত ও অনাদায়ী খাজনার হিসাব। ̃ খরচ বি. আয়-ব্যয়ের হিসাব। ̃ নবিশ বি. জমি ও খাজনার হিসাবরক্ষক। ̃ বন্দি বি. প্রজাবিলি ও খাজনার হিসাব।

জমাট [ jamāṭa ] বিণ. 1 ঘনীভূত, কাঠিন্যপ্রাপ্ত (জমাট দই); 2 দৃঢ়, সংহত, শক্ত, মজবুত (জমাট গাঁথনি); 3 অবিচ্ছেদ্য, অন্তরঙ্গ (জমাট বন্ধুত্ব); 4 পরিপূর্ণভাবে উপভোগ্য (জমাট আড্ডা); 5 সরগরম (জমাট আসর)। ☐ বি. কাঠিন্য; জমাট-বাঁধা বস্তু বা জিনিস (চূন-সুরকির জমাট)। [বাং. জমা1 + অট -তু. আ. জমাবট]।

জমাটি [ jamāṭi ] বিণ. জমাট, সরগরম (জমাটি আড্ডা)। [বাং. জমাট + ই]।

জমাদার [ jamādāra ] বি. 1 উচ্চপদস্হ ভারতীয় সৈনিকবিশেষ; 2 হেড কনস্টেবল; 3 ধাঙড়, মেথর বা কুলির সর্দার; 4 প্রধান যন্ত্রচালক (ছাপাখানার জমাদার); 5 মেথর। [ফা. জমাদার্]।

জমানত [ jamānata ] বি. জামিনস্বরূপ প্রদত্ত টাকা, জামিনের টাকা; জামিন। [আ. জমানত্]।

জমানা, জামানা [ jamānā, jāmānā ] বি. 1 আমল, যুগ (সে জমানা আর নেই); 2 শাসনকাল (কংগ্রেসি জমানা)। [আ. জমানা]।

জমানো [ jamānō ] বি. ক্রি. সঞ্চয় বা সংগ্রহ করা (টাকা জমানো); 2 ঘনীভূত করা (বরফ জমানো); 3 জমায়েত করা (চেঁচিয়ে লোক জমানো); 4 সরগরম করা (আসর জমানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [জমা2 দ্র-তু. হি. জমানা]।

জমায়েত, (বর্ত. অপ্র.) জমায়ত [ jamāẏēta, (barta. apra.) jamāẏata ] বি. জনসমাবেশ (বিরাট জমায়েত হয়েছে)। [আ. জমায়ত্]। জমায়েত হওয়া ক্রি. বি. ভিড় করে একত্র হওয়া; সমবেত হওয়া।

জমি [ jami ] বি. 1 ভূমি (জমিতে পড়ে আছে); 2 কৃষিক্ষেত্র (চাষের জমি); 3 ভূ-সম্পত্তি (সমস্ত জমি ক্রোক হয়েছে); 4 ভূতল, ভূপৃষ্ঠ (সর্বত্র বন্যার জল, কোথাও জমি দেখা যায় না); 5 বস্ত্রাদির বুনুনি (শাড়ির জমি)। [ফা. জমীন্]। ̃ জমা বি. ভূ-সম্পত্তি। ̃ জিরাত, ̃ জিরেত বি. চাষবাসের উপযুক্ত জমি; কৃষিজমি। ̃ দার বি. জমির মালিক, ভূস্বামী। ̃ দারি বি. 1 জমিদারের পদ; 2 জমিদারের সম্পত্তি (এত বড় জমিদারি সামলায় কে?); 3 (আল.) দাপট, খবরদারি, মাতব্বরি (এখানে তোমার জমিদারি মানব না)। ☐ বিণ. 1 জমিদারসংক্রান্ত (জমিদারি কায়দা); 2 জমিদারিসংক্রান্ত (জমিদারি আয়)।

জমিন [ jamina ] বি. জমি ('মানবজমিন রইল পতিত': রা. প্র.)। [ফা. জমীন্]।

জম্পতি [ jampati ] বি. 1 স্বামী ও স্ত্রী; দম্পতি; 2 মিথুন, যুগল। [সং. জায়া + পতি]।

জম্পেশ, জম-পেশ [ jampēśa, jama-pēśa ] বিণ. উত্তম, তোফা; খুব উপভোগ্য; জমিয়ে করা হয় এমন (আজ বেশ জম্পেশ করে খাওয়া হল)। [দেশি]।

জম্বির, জম্বীর [ jambira, jambīra ] বি. জামির, গোঁড়া লেবু। [সং. √ জম্ + ইর, ঈর]।

জম্বু [ jambu ] বি. 1 জাম বা জামগাছ ('জম্বুপুঞ্জে শ্যাম বনান্ত': রবীন্দ্র); 2 পুরোণোক্ত সপ্তদ্বীপের অন্যতম, এশিয়া মহাদেশ; 3 সুমেরু পর্বতের নদীবিশেষ। [সং. √ জম্ + উ, ব্ আগম]। ̃ দ্বীপ বি. পৌরাণিক দ্বীপবিশেষ, পুরোণোক্ত সপ্তদ্বীপের অন্যতম।

জম্বুক [ jambuka ] বি. শিয়াল। [সং. √ জম্ + উ + ক]।

জম্বুরা [ jamburā ] বি. (আঞ্চ.) বাতাবিলেবু। [তু. জম্বীর]।

জয় [ jaẏa ] বি. 1 পরাভুত বা দমন করা (শত্রু জয়, যুদ্ধ জয়); 2 যুদ্ধ ইত্যাদির দ্বারা অধিকার করা (দেশ জয়); 3 কার্যসিদ্ধি, সাফল্য (জীবনে জয়লাভ করা, মহারাজের জয় হোক)। [সং. √ জি + অ]। ̃ কেতু বি. জয়পতাকা। ̃ জয়-কার বি. জয়ধ্বনি; বিজয়ের পরাকাষ্ঠা; জয়োল্লাসের ধ্বনি। ̃ জয়ন্তী বি. 1 সংগীতের রাগবিশেষ; 2 বিজয়নিশান। ̃ ঢাক বি. রণবাদ্যরূপে ব্যবহৃত বিরাট ঢাক; বড় ঢাক। ̃ তি ক্রি. জয় হয়। ̃ তু ক্রি. জয় হোক। ̃ দুর্গা বি. দুর্গাদেবীর রূপবিশেষ। ̃ ধ্বজ বি. জয়পতাকা। ̃ ধ্বনি বি. 1 জয়োল্লাসের ধ্বনি; 2 গৌরবকীর্তন বা বিজয়ঘোষণা ('তোরা সব জয়ধ্বনি কর': নজরুল)। ̃ নাদ বি. জয়ধ্বনি; আনন্দধ্বনি। ̃ পতাকা বি. বিজয়নিশান। ̃ পত্র বি. বিজয় বা সাফল্যের নিদর্শনসূচক পত্র বা লেখন। ̃ ভেরী বি. জয়ঢাক। ̃ মঙ্গল বি. 1 মঙ্গলচণ্ডী; 2 জ্বরনাশক কবিরাজি ওষুধবিশেষ; 3 রাজহস্তী। ̃ মাল্য বি. জয়ের নিদর্শনরূপে প্রাপ্ত মালা। ̃ যুক্ত বিণ. জয়ী; জয় বা সাফল্য অর্জন করেছে এমন (জয়যুক্ত হও)। ̃ লক্ষ্মী বি. সাফল্যরূপ লক্ষ্মী; জয়শ্রী; বিজয়। ̃ লেখ বি. বিজয়ীর ললাটে জয়ের যে বিবরণপত্র এঁটে দেওয়া হয় বা হত ('ললাটে দিয়াছে জয়লেখ': রবীন্দ্র); (আল.) বিজয় নিদর্শন; সাফল্যের নিদর্শন। ̃ শঙ্খ বি. যে শঙ্খ বাজিয়ে যোদ্ধা নিজের জয় ঘোষণা করে। ̃ শ্রী বি. 1 জয়লক্ষ্মী, বিজয়ের অধিষ্ঠাত্রী দেবী; 2 সংগীতের রাগবিশেষ। ̃ স্তম্ভ বি. বিজয়লাভের নিদর্শন বা স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ। জয়োন্মত্ত বিণ. জয়লাভের ফলে উন্মত্ত বা উদ্দাম। জয়োত্সব বি. বিজয়লাভের উপলক্ষ্যে উত্সব। জয়োল্লাস বি. জয়ের আনন্দ।

জয়ত্রি, জৈত্রি [ jaẏatri, jaitri ] বি. জায়ফল গাছের ফুল বা ছাল। [সং. জাতিপত্রী]।

জয়ন্ত [ jaẏanta ] বি. 1 ইন্দ্রপুত্র; 2 শিব; মহাদেব; 3 ভীমের ছদ্মনাম। [সং. √ জি + অন্ত]।

জয়ন্তী [ jaẏantī ] বি. 1 পতাকা, নিশান; 2 দুর্গা; 3 ইন্দ্রকন্যা; 4 শ্রীকৃষ্ণের জন্মতিথি বা জন্মরাত্রি; 5 বরণীয় ব্যক্তির সম্মানে অনুষ্ঠিত উত্সব (রবীন্দ্রজয়ন্তী); 6 বৃক্ষবিশেষ জয়ন্তীপত্র)। [সং. √ জি + অত্ (শতৃ) + ঈ]। রৌপ্য জয়ন্তী বি. পঁচিশ বত্সর পূর্ণ হওয়া উপলক্ষ্যে উত্সব। সুবর্ণ জয়ন্তী বি. পঞ্চাশ বত্সর পূর্ণ হওয়া উপলক্ষ্যে উত্সব। হীরক জয়ন্তী বি. ষাট বত্সর পূর্ণ হওয়া উপলক্ষ্যে অনুষ্ঠিত উত্সব।

জয়-পাল [ jaẏa-pāla ] বি. 1 ব্রহ্মা; 2 বিষ্ণু; 3 বৃক্ষবিশেষ যার বীজ থেকে croton oil নামে পরিচিত উগ্র বিরেচক তেল উত্পন্ন হয়। [সং. জয় + √ পালি + অ]।

জয়া [ jaẏā ] বি. 1 পার্বতী, শিবপত্নী; 2 পার্বতীর সখীবিশেষ; 3 জয়ন্তীবৃক্ষ; 4 হরীতকী; 5 ভাং, সিদ্ধি। [সং. √ জি + অ + আ]।

জয়ী [ jaẏī ] (-য়িন্) বিণ. জয়লাভকারী, জয়যুক্ত, জয়শীল। [সং. √ জি + ইন্]।

জয়োল্লাস [ jaẏōllāsa ] দ্র জয়

জয়োস্তু [ jaẏōstu ] ক্রি. জয় হোক, জয়তু। [< সং. জয়ঃ + অস্তু]।

জর-জর [ jara-jara ] বিণ. 1 অতিশয় ক্লিষ্ট (দুঃখে জরজর); 2 জীর্ণ; 3 জারিত (নুনে জরজর); 4 দুঃখে বা আনন্দে বিহ্বল ('তার পুলকিত তনু জরজর', 'শোকে হিয়া জরজর': রবীন্দ্র)। [সং. জর্জর]।

জরজেট [ jarajēṭa ] দ্র জর্জেট

জরঠ [ jaraṭha ] বিণ. 1 অতি বৃদ্ধ; 2 শক্ত বা কঠিন ('জরঠ কর্মঠ': ক. ক.)। [সং. √ জৃ + অঠ]।

জরত্ [ jarat ] বিণ. জরাজীর্ণ (জরদ্গব)। [সং. √ জৃ + অত্]। জরতী বিণ. (স্ত্রী.) জরাগ্রস্তা; অতি বৃদ্ধা; অতি প্রাচীনা ('জরতী পৃথিবী')। ☐ বি. অতি বৃদ্ধা ও জরাগ্রস্তা স্ত্রীলোক ('রূপজীবী জরতীর মতো': সু. দ.)।

জরত্-কারু [ jarat-kāru ] বি. পৌরাণিক মুনিবিশেষ, মনসাদেবীর পতি। [সং. জরত্ (জরাজীর্ণ) + কারু]।

জরতী [ jaratī ] দ্র জরত্

জরথুস্ত্র, জরথুস্ট্র [ jarathustra, jarathusṭra ] বি. প্রাচীন পারসিক ধর্মপ্রবর্তক, পশ্চিম ভারতীয় পারসি সম্প্রদায়ের ধর্মগুরু, Zarathustra.

জরদ [ jarada ] বিণ. হলদে, পীতবর্ণ। [ফা. যর্দ্]।

জরদ্-গব [ jarad-gaba ] বি. 1 জরাগ্রস্ত ষাঁড়; 2 (আল.) অকর্মণ্য স্হবির লোক। [সং. জরত্ + গো + অ]।

জরদা, জর্দা [ jaradā, jardā ] বি. পানের সঙ্গে খাবার সুগন্ধ তামাকচূর্ণবিশেষ, সুরতি। ☐ বিণ. হলদে, পীত। ̃ পোলাও বি. জাফরানমিশ্রিত হলদে রঙের মিষ্টি পোলাও।

জরা1 [ jarā1 ] বি. বার্ধক্য, স্হবিরতা (জরায় আক্রান্ত, জরাজনিত দুর্বলতা)। [সং. √ জৃ + অ + আ]। ̃ জনিত বিণ. জরার কারণ ঘটিত, জরার জন্য ঘটেছে এমন। ̃ জীর্ণ বিণ. বার্ধক্যের জন্য দুর্বল ও অকর্মণ্য (জরাজীর্ণ শরীর)। ̃ রহিত, ̃ হীন বিণ. জরায় আক্রান্ত হয় না এমন, যার জরা নেই, অজর।

জরা2 [ jarā2 ] ক্রি. জীর্ণ হওয়া (নুনে জরা)। ☐ বি. উক্ত অর্থে। [সং. √ জৃ + আ]। ̃ নো বি. ক্রি. জারিত করা। ☐ বিণ. উক্ত অর্থে।

জরাজীর্ণ [ jarājīrṇa ] দ্র জরা1

জরায়ু [ jarāẏu ] বি. যে থলি বা আধারে ভ্রুণ থাকে, গর্ভকোষ, গর্ভাশয়, গর্ভশয্যা, uterus. [সং. জরা + ই + উ]। ̃ বিণ. জরায়ু থেকে প্রসূত বা জরায়ুতে জাত অর্থাত্ মানুষ পশু প্রভৃতি যারা মাতৃগর্ভ থেকে শিশুরূপে জন্মগ্রহণ করে এমন (জরায়ুজ প্রাণী)। তু. অণ্ডজ

জরি [ jari ] বি. সোনালি বা রুপালি তার পাত; সোনালি বা রুপালি তার বা পাতে মোড়া সরু সুতো। [ফা. যরী, যরীন]। ̃ দার বিণ. জরিওয়ালা, জরিযুক্ত।

জরিপ [ jaripa ] বি. জমির মাপ, ক্ষেত্র পরিমাপ। [আ. জরীব]।

জরিমানা [ jarimānā ] বি. অর্থদণ়্ড, ফাইন ('এই না বলে জরিমানা করলেন তিনি সবায়': সু. রা.)। [আ. জুর্মানা]।

জরু, জোরু [ jaru, jōru ] বি. পত্নী, স্ত্রী। [হি. জোরু]।

জরুর [ jarura ] অব্য. ক্রি-বিণ. নিশ্চয়, অবশ্যই (জরুর হবে; কেন যাবে না, জরুর যাবে)। [আ. জরুর্]। ̃ বি. প্রয়োজন, দরকার। জরুরি বিণ. 1 অত্যন্ত দরকারি; আশু প্রয়োজনীয় (জরুরি কথা, জরুরি কাজ); 2 এই মুহুর্তে করণীয়, urgent (জরুরি তলব)।

জর্জর [ jarjara ] বিণ. জীর্ণ, অতিশয় ক্লিষ্ট (রোগজর্জর, দুঃখে জর্জর)। [সং. √ জর্জ্ + অর]। জর্জরিত বিণ. জর্জর করা হয়েছে এমন (কশাঘাতে জর্জরিত); জর্জর (রোগে জর্জরিত শরীর)।

জর্জেট, জর-জেট [ jarjēṭa, jara-jēṭa ] বি. মিহি রেশমজাতীয় ক্রেপ বস্ত্রবিশেষ। [ইং. georgette]।

জর্দা [ jardā ] দ্র জরদা

জল [ jala ] বি. 1 স্বাদ-বর্ণ-গন্ধহীন স্বচ্ছ তরল, বারি, সলিল, উদক, অম্বু, নীর (পানীয় জল, নদীর জল); 2 বৃষ্টি (আজ নিশ্চয়ই জল হবে); 3 (আঞ্চ.) হালকা খাবার (তুমি সকালে জল খেয়েছ?)। ☐ বিণ. 1 শীতল (প্রাণ জল হয়ে গেল); 2 শান্ত (মিষ্টি কথায় জল হয়ে গেলাম); 3 তরল, সরল ('বুঝিয়ে দিলে যেন জল': সু. রা.); 4 নষ্ট, অপব্যয়িত (টাকা জল হওয়া, পরিশ্রম জল হওয়া)। [সং. √ জল্ + অ]। ̃ কণা বি. জলের ফোঁটা, জলের বিন্দু। ̃ কন্যা বি. নদী ইত্যাদি থেকে উত্থিতা অপ্সরী; জলপরি। ̃ কপাট বি. নদী ইত্যাদির মধ্যে জলস্রোত নিয়ন্ত্রণের জন্য কপাটযুক্ত বাঁধবিশেষ, floodgate. ̃ কর বি. জলাশয়াদির উপর ধার্য খাজনা; মাছ চাষের জন্য জলাশয়ের উপর যে খাজনা ধার্য হয়। ̃ কল্লোল বি. জলস্রোতের কলকল শব্দ; শব্দকারী জলতরঙ্গ। ̃ কষ্ট বি. জলের অভাবের জন্য কষ্ট। ̃ কাদা বি. বৃষ্টির জল এবং তার ফলে রাস্তায় কাদা। ̃ কুক্কুট বি. গাংচিল। ̃ কেলি, ̃ ক্রীড়া, ̃ খেলা বি. জলের মধ্যে আনন্দে সাঁতার ও অন্য ক্রীড়াকৌতুক। জল খাওয়া ক্রি. বি. 1 জল পান করা; 2 হালকা খাবার বা জলখাবার খাওয়া। ̃ খাবার বি. সকাল-বিকালের হালকা খাবার, জলযোগ, টিফিন। ̃ গৃহ জলটুঙি -র অনুরূপ। ̃ চর বিণ. জলে বিচরণ করে এমন (জলচর পাখি)। ̃ চল বিণ. যার ছোঁয়া জল পান করতে বাধা নেই। ̃ চূড়ি বি. পরিধেয় বস্ত্রাদিতে সরু ডোরার মতো জলছাপ। ̃ চৌকি বি. ছোট ও নিচু চৌকো বসার টুল। ̃ ছত্র জলসত্র -র চলিত রূপ। ̃ ছবি বি. যেঁ ছবি জলে ভিজিয়ে অন্য কাগজে চেপে ছাপ তোলা যায়। ̃ বিণ. জলে বা জলাশয়াদিতে উত্পন্ন হয় এমন (জলজ উদ্ভিদ)। ☐ বি. পদ্ম ফুল। ̃ জন্তু বি. জলচর জন্তু। ̃ জিয়ন্ত, ̃ জ্যান্ত বিণ. সম্পূর্ণ সজীব; সম্পূর্ণ স্পষ্ট (জলজ্যান্ত প্রমাণ); একেবারে, ডাহা (জলজ্যান্ত মিথ্যা)। ̃ টল বি. জল ও ওইজাতীয় অন্য জিনিস; জলখাবার (জলটল খেয়েছে?)। ̃ টুঙি, ̃ টুঙ্গি বি. পুকুর, দিঘি প্রভৃতির মধ্যে নির্মিত ঘর। ̃ ঢোঁড়া বি. জলচর নির্বিষ ঢোঁড়া সাপবিশেষ। ̃ তরঙ্গ বি. 1 জলের ঢেউ; 2 সাতটি জল-ভরা বাটিতে কাঠির আঘাতে সুর তোলা হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ। ̃ তেষ্টা বি. জলপিপাসা, তৃষ্ণা। ̃ বিণ. জল দেয় এমন। ☐ বি. মেঘ। ̃ দস্যু বি. যারা নদীতে বা সমুদ্রপথে ডাকাতি করে বেড়ায়। ̃ দেবতা বি. জলে অধিদেবতা; বরুণ। ̃ দোষ বি. 1 উদরীরোগ; 2 কোষবৃদ্ধি। ̃ ধর বিণ. জলধারণকারী; জলপূর্ণ। ☐ বি. 1 মেঘ (নব জলধর); 2 সমুদ্র। ̃ ধি বি. সমুদ্র। ̃ নালি, ̃ প্রণালী বি. জলনিকাশের নর্দমা। ̃ নিধি বি. সমুদ্র। ̃ পাটি বি. দেহের আহত স্হানে বাঁধার জন্য বা জ্বরের তাপ কমানোর জন্য কপালে দেবার জলসিক্ত কাপড়ের টুকরো বা ফালি। ̃ পড়া বি. রোগ-বালাই, ভূত প্রভৃতি অমঙ্গল দূর করার জন্য মন্ত্রপূত জল। ̃ পথ বি. নৌকা জাহাজ প্রভৃতি যোগে চলবার পথ অর্থাত্ নদী, সমুদ্র ইত্যাদি। ̃ পরি বি. জলে বিচরণ বা বাস করে এমন কাল্পনিক কন্যা, জলকন্যা। ̃ পান বি. জলখাবার। ̃ পানি বি. 1 মেধাবী ছাত্রের পুরস্কার বা বৃত্তি; 2 জলখাবার খাওয়ার পয়সা। ̃ পিপি বি. জলে ভাসমান উদ্ভিদের উপর চলে বেড়ায় এমন বকজাতীয় পাখিবিশেষ, water jacana. ̃ প্রপাত বি. পর্বত বা ওইরকম উঁচু জায়গা থেকে অবিরত বেগে পতনশীল জলধারা। ̃ প্লাবন বি. প্রবল বন্যা। ̃ বসন্ত, পানি-বসন্ত বি. সংক্রামক কিন্তু মারাত্মক নয় এমন, গুটিকারোগ, chicken-pox. ̃ বাতাস, ̃ বায়ু বি. আবহাওয়া। ̃ বিছুটি বি. জলে ভিজানো বা জলে জাত বিছুটি গাছ, যা গায়ে লাগলে অত্যন্ত চুলকায় জ্বালা করে। ̃ বিজ্ঞান বি. জলবিষয়ক শাস্ত্র। ̃ বিদ্যুত্ বি. প্রধানত জল থেকে বা বাষ্প থেকে উত্পাদিত বিদ্যুত্, hydroelectricity. ̃ বিভাজিকা বি. বিভিন্ন নদী ইত্যাদির মিলনস্হানে জলের বিভাজক রেখা; দুই নদীর জলের মিলনস্হানে যে রেখা দুই নদীর জলকে পৃথকভাবে চিহ্নিত করে, watershed. ̃ বিম্ব বি. জলের বুদ্বুদ, ভুড়ভুড়ি। ̃ বিষুব বি. কার্তিক মাসের সংক্রান্তি। ̃ বিহার বি. জলক্রীড়া। জল ভাঙা ক্রি. বি. 1 জল বার হওয়া; 2 সন্তানপ্রসবের অনতিপূর্বে গর্ভিণীর গর্ভাশয় থেকে জল বার হওয়া; 3 জলের মধ্য দিয়ে হাঁটা (জল ভেঙে এত পথ যাওয়া যায়?)। ̃ ভাত বি. (আল.) অতি সহজ ব্যাপার (এটা বুঝছ না? এ তো জলভাত)। ̃ ভ্রমি বি. নদী সমুদ্র প্রভৃতির মধ্যে জলের আবর্ত বা ঘূর্ণি। ̃ মগ্ন বিণ. জলে ডুবে গেছে বা ডুবে আছে এমন। ̃ ময় বিণ. জলপূর্ণ, জলে ভরা; জলপ্লাবিত। জল মরা ক্রি. বি. জল কমে বা শুকিয়ে যাওয়া। ̃ মার্জার বি. উদ্বিড়াল। ̃ মুক (-মুচ্) বি. মেঘ। ̃ যন্ত্র বি. 1 জল তুলবার যন্ত্র; 2 জলঘড়ি; 3 ধারাযন্ত্র, পিচকারি, spray. ̃ যাত্রা বি. 1 জলপথে যাত্রা; 2 জল আনার জন্য যাওয়া। ̃ যান বি. জলপথে যাতায়াতের জন্য নৌকো জাহাজ ইত্যাদি যান। ̃ যোগ বি. জলখাবার খাওয়া। ̃ রং বি. জলে গুলে নিয়ে আঁকতে হয় এমন রং। ̃ রোধী বিণ. 1 জল আটকায় এমন, watertight; 2 যার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারে না, waterproof. ̃ শৌচ বি. মলমূত্রাদি ত্যাগের পর জল দিয়ে শরীরের অঙ্গ ধোওয়া। ̃ সত্র, ̃ ছত্র বি. যে স্হান থেকে সর্বসাধারণকে বিনামূল্যে জল দান করা হয়। জল সরা ক্রি. বি. 1 জল বার হওয়া; 2 পুকুর ইত্যাদি জলাশয়ে নিত্যপ্রয়োজনে জল ব্যবহার করা। জল সহা, (কথ্য) জল সওয়া ক্রি. বি. বিবাহাদি উপলক্ষ্যে প্রতিবেশীর বাড়ি থেকে জল সংগ্রহরূপ মঙ্গলাচরণ করা। ̃ সেক বি. জলসেচন; গরম জলে ন্যাকড়া তুলো ইত্যাদি ভিজিয়ে সেক দেওয়া। ̃ স্তম্ভ বি. সমুদ্র নদী ইত্যাদিতে স্তম্ভের আকারে উত্থিত জলরাশি, waterspout. জল হওয়া ক্রি. বি. 1 বৃষ্টি হওয়া; 2 তরল বা দ্রব হওয়া (গলে জল হয়ে গেছে); 3 শান্ত বা শুঁড়িবিহীন জলজন্তুবিশেষ। ̃ হাওয়া বি. আবহাওয়া। জলীয় বিণ. 1 জলপূর্ণ; 2 জলসম্বন্ধীয়; 3 জলমিশ্রিত। জলে দেওয়া, জলে ফেলা ক্রি. বি. নষ্ট করা; অপাত্রে দান করা। জলে পড়া ক্রি. বি. অস্হানে উপস্হিত হওয়া; অপাত্রে পড়া; বিপদে পড়া। জলে যাওয়া ক্রি.বি. নষ্ট হওয়া; অপচয় হওয়া; লোকসান বা ব্যর্থ হওয়া। জলের দাগ বি. নিমেষেই মুছে যায় এমন চিহ্ন। জলের দামে ক্রি-বিণ. নামমাত্র দামে, খুব সস্তায়।

জলদ2 [ jalada2 ] বিণ. ক্রি-বিণ. শীঘ্র, সত্বর, দ্রুত (গানটা জলদ লয়ে গাও)। [ফা. জলদ্ -তু. হি. জলদী]।

জলদ-গম্ভীর [ jalada-gambhīra ] বিণ. মেঘের গর্জনের মতো গম্ভীর (জলদগম্ভীর কণ্ঠ)। [সং. জলদ + গম্ভীর]।

জলদি [ jaladi ] ক্রি.-বিণ. শীঘ্র, দ্রুত, তাড়াতাড়ি। [ফা. জলদ্]।

জল-পাই [ jala-pāi ] বি. অম্লস্বাদযুক্ত আমড়ার মতো ছোট ফলবিশেষ, olive. [দেশি]।

জলসা [ jalasā ] বি. নাচগান ইত্যাদির আসর বা বৈঠক। [আ. জল্স্অ]।

জলা [ jalā ] বি. জলময় নিম্নভূমি, বিল। ☐ বিণ. জলময় ও নিচু; জলে ডুবে থাকে এমন (জলাভূমি, জলাজায়গা)। [সং. জল + বাং. আ]। ̃ ভূমি বি. নিচু জলা জায়গা।

জলাচরণীয় [ jalācaraṇīẏa ] বিণ. জলচল, উচ্চবর্ণের হিন্দুরা যে নিম্নবর্ণের ছোঁয়া জল ব্যবহার করতে পারে সেই বর্ণযুক্ত। [সং. জল + আচরণীয়]।

জলাঞ্জলি [ jalāñjali ] বি. 1 শবদাহের পর হিন্দুদের সংস্কার অনুযায়ী প্রেতাত্মার উদ্দেশে আঁজলা ভরে জল দেওয়া; 2 (আল.) বিসর্জন, সম্পূর্ণ পরিত্যাগ (পড়াশুনায় জলাঞ্জলি দিয়েছে); 3 অপচয় (টাকাপয়সা জলাঞ্জলি দেওয়া)। [সং. জল + অঞ্জলি]।

জলাতঙ্ক [ jalātaṅka ] বি. যে ভাইরাসঘটিত ভয়ংকর রোগে রোগী জল দেখলেই ভয় পায়, hydrophobia, rabies. [সং. জল + আতঙ্ক]।

জলাত্যয় [ jalātyaẏa ] বি. 1 বর্ষার শেষ; 2 শরত্কাল। [সং. জল (=বৃষ্টি) + অত্যয় (অপগমন, অপসরণ, প্রস্হান)]।

জলাধার [ jalādhāra ] বি. 1 জলাশয়; 2 জলপাত্র; 3 জল সংরক্ষণের জন্য নির্মিত বৃহত্ চৌবাচ্চা, dam. [সং. জল + আধার]।

জলাধিপ [ jalādhipa ] বি. 1 সমুদ্র; 2 বরুণ। [সং. জল + অধিপ]।

জলাধি-পতি [ jalādhi-pati ] বি. জলের দেবতা বরুণ। [সং. জল + অধিপতি]।

জলাবর্ত [ jalābarta ] বি. নদী সমুদ্র প্রভৃতির জলে ঘূর্ণি, জলভ্রমি, whirpool. [সং. জল + আবর্ত]।

জলাভাব [ jalābhāba ] বি. 1 জলের অভাব; 2 জলের অভাবহেতু কষ্ট। [সং. জল + অভাব]।

জলাভূমি [ jalābhūmi ] দ্র জলা

জলাশয় [ jalāśaẏa ] বি. 1 জলের আধার; 2 নদী, পুকুর, ডোবা প্রভৃতি। [সং. জল + আশয় (=আধার)]।

জলীয় [ jalīẏa ] দ্র জল

জলুস, জৌলুস [ jalusa, jaulusa ] বি. জেল্লা (পোশাকের জলুস); ওজ্জ্বল্য। [আ. জুলুস]।

জলেন্দ্র, জলেশ, জলেশ্বর [ jalēndra, jalēśa, jalēśbara ] বি. 1 সমুদ্র; 2 বরুণদেব। [সং. জল + ইন্দ্র, ঈশ, ঈশ্বর]।

জলো [ jalō ] দ্র জোলো

জলোচ্ছ্বাস [ jalōcchbāsa ] বি. 1 জলের স্ফীতি; 2 জোয়ার। [সং. জল + উচ্ছ্বাস]।

জলৌকা [ jalaukā ] বি. জোঁক। [সং. জল + ওক (=বাসস্হান) + আ]।

জল্প [ jalpa ] বি. 1 (ন্যায়.) পরমত খণ্ডনের দ্বারা স্বমত প্রতিষ্ঠা; 2 বাক্যব্যয়; কথা বলা; 3 বাচালতা। [সং. √ জল্প্ + অ]। ̃ বিণ. বাচাল; বহুভাষী। ̃ , ̃ না বি. 1 কথা, উক্তি, কথা বলা; 2 বাচালতা; 3 পরস্পর পরামর্শ, প্রস্তাব; 4 সূচনা। জল্পনা-কল্পনা বি. পরামর্শ, অনুমান; আলোচনা। জল্পিত বিণ. কথিত; প্রস্তাবিত।

জল্লাদ [ jallāda ] বি. 1 ঘাতক; 2 প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে যে বধ করে; 3 (আল.) অত্যন্ত নিষ্ঠুর ব্যক্তি (লোকটা একেবারে জল্লাদ)। [আ. জল্লাদ]।

জশদ [ jaśada ] বি. দস্তা। [সং. যশদ]।

জশম [ jaśama ] বি. (সচ.) লম্বা সোনার মাদুলির সঙ্গে পরিধেয় হাতের গহনাবিশেষ। [ফা. জউশন্]।

জহর1 [ jahara1 ] বি. বিষ. গরল। [ফা. যহ্র্]।

জহর2 [ jahara2 ] বি. মণি, বহুমূল্য পাথর, রত্ন। [আ. জওহর্]।

জহর-কোট [ jahara-kōṭa ] বি. জওহরলাল নেহরু কর্তৃক ব্যবহৃত ওয়েস্টকোটের মতো ফতুয়াজাতীয় জামাবিশেষ। [জহর < জওহর + ইং. coat]।

জহরত [ jaharata ] বি. মণিমুক্তাদি বহুমূল্য রত্ন। [আ. জওহরাত্ (বহুবচনে)]।

জহর-ব্রত [ jahara-brata ] বি. আত্মসম্মান রক্ষার জন্য রাজপুত রমণীদের জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে বা বিষপান করে মৃত্যুবরণের ব্রত। [ফা. যহ্র + সং. ব্রত]।

জহরি, জহুরি [ jahari, jahuri ] বি. 1 যে জহরতের ব্যাবসা করে; 2 যে ব্যক্তি জহরত চেনে বা জহরতের উত্কর্ষ নির্ণয় করতে পারে; 3 (আল.) যে ভালো জিনিস বা আসল জিনিস চেনে। [আ. জওহরি]।

জহিন [ jahina ] বিণ. 1 বুদ্ধিমান, চালাক; 2 সমঝদার। [আ. যহীন্]।

জহুরি [ jahuri ] দ্র জহরি

জহ্নু [ jahnu ] বি. পৌরাণিক রাজর্ষিবিশেষ। [সং. √ হা +নু]। ̃ কন্যা, ̃ তনয়া, ̃ সুতা বি. গঙ্গা।

জা1 [ jā1 ] বি. দেবর বা ভাসুরের পত্নী। [সং.যাতৃ]।

জা2 [ jā2 ] বি. সন্তান; পুত্র (ঘোষজা, বোসজা)। [বাং. প্রত্যয় < সং. জাত]।

জাউ [ jāu ] বি. 1 মণ্ড; খুদ বা চাল বা খুব নরম করে সিদ্ধ করে প্রস্তুত খাবার; 2 মাড়; 3 ফেনভাত। [সং. যবাগূ]।

জাওলা [ jāōlā ] বিণ. জল থেকে তুলেও যে মাছকে জিইয়ে বা বাঁচিয়ে রাখা যায়, জিত্তল। ☐ বি. জাওলা বা জিত্তল মাছ ধরার উপযুক্ত জাল বা যন্ত্র। [বাং. তু. জিত্তল, জিয়ল]।

জাং [ jā ] বি. জঙ্ঘা, ঊরু। [সং. জঙ্ঘা]।

জাঁক [ jān̐ka ] বি. 1 গর্ব, দম্ভ, বড়াই (জাঁক করে কত কথাই না বলে গেল); 2 আড়ম্বর, সমারোহ (মেয়ের বিয়েতে খুব জাঁক করেছেন)। [সং. জমক]। ̃ জমক বি. সমারোহ, আড়ম্বর, বিশেষ সমারোহ।

জাঁকড় [ jān̐kaḍ় ] বি. অপছন্দ হলে কেনা জিনিস ফেরত দেওয়া হবে এবং দামও ফেরত পাবে এই শর্ত (জিনিসটা জাঁকড়ে কিনেছি)। [হি. জাকড়]।

জাঁকা [ jān̐kā ] ক্রি. 1 জমকালো হওয়া; 2 চেপে বসা (জেঁকে বসেছে); 3 এঁটে ধরা। ☐ বি. উক্ত সব অর্থে। [বাং. জাঁক + আ]। ̃ নো ক্রি. বি. শোভিত করা, শোভামণ্ডিত করা; 2 জমকালো হওয়া। ☐ বিণ. জমকালো, সরগরম; গুলজার। ☐ বি. জমকালো ভাব বা অবস্হা।

জাঁকালো [ jān̐kālō ] বিণ. জমকালো, জাঁকজমকপূর্ণ। [বাং. জাঁক + আলো]।

জাঁতা1 [ jān̐tā1 ] বি. 1 ডাল গম ইত্যাদি শস্য পেষনের জন্য পাথরের তৈরী গোলাকার যন্ত্রবিশেষ; 2 হাপরে হাওয়া দেওয়ার চর্মাবৃত যন্ত্র, ভস্ত্রা। [সং. যন্ত্র]।

জাঁতা2 [ jān̐tā2 ] ক্রি. (আঞ্চ. প্রা. বাং.) জাঁতায় চাপা; টেপা ('চরণ জাঁতিছে')। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [জাঁতা1 দ্র]। জাঁতা দেওয়া ক্রি. বি. পিষ্ট করা; চাপা দেওয়া। ̃ নো ক্রি. (আঞ্চ.) চাপানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। জাঁতি বি. সুপারি কাটবার অস্ত্রবিশেষ। [সং. যন্ত্র]। ̃ কল বি. ইঁদুর মারার জন্য জাঁতির মতো আকৃতিবিশিষ্ট কল বিশেষ।

জাঁদরেল [ jān̐darēla ] বি. 1 সেনাপতি; 2 মহাবীর। ☐ বিণ. 1 মাতব্বর; 2 জবরদস্ত (জাঁদরেল অফিসার); 3 মস্ত, প্রকাণ্ড। [ইং. general]।

জাগ [ jāga ] বি. কাঁচা ফল পাকাবার জন্য বা পাট পচাবার জন্য খড় পাতা প্রভৃতির চাপ (পাট জাগ দেওয়া, জাগে পাকানো)। [সং. হি. জকড়]।

জাগ-গান [ jāga-gāna ] বি. উত্তর ও পূর্ববঙ্গে প্রচলিত পল্লিসংগীতবিশেষ। [< বাং. জাগর-গান]।

জাগতিক [ jāgatika ] বিণ. জগত্ বা ইহলোক সম্বন্ধীয়, পার্থিব (জাগতিক নিয়ম, জাগতিক সুখ-শান্তি)। [সং. জগত্ + ইক]।

জগন্ত [ jaganta ] বিণ. জেগে আছে এমন, জাগ্রত্, জাগ্রত। তু. বিপ. ঘুমন্ত [বাং. জাগা + অন্ত]।

জাগর [ jāgara ] বি. 1 জাগ্রত্ বা জাগ্রত অবস্হা ('রজনী জাগর ক্লান্ত': রবীন্দ্র); 2 নিদ্রাভঙ্গ, জেগে জাওয়া; 3 ঘুমভাঙানি গানবিশেষ। [সং. √ জাগৃ + অ]। ̃ মন্ত্র বি. ঘুম ভাঙানোর মন্ত্র; নিস্ক্রিয়তা বা অচৈতন্য অবস্হা দূর করার মন্ত্র ('নবীন প্রাণের জাগরমন্ত্র': রবীন্দ্র)।

জাগরণ [ jāgaraṇa ] বি. 1 নিদ্রাভঙ্গ; 2 নিদ্রাহীনতা; 3 জাগ্রত অবস্হা; 4 কীর্তনাদি পালাগানের অঙ্গবিশেষ; 5 (আল.) নিষ্ক্রিয় বা অচেতন অবস্হা থেকে মুক্তি; 6 উদ্দিপনা; 7 চৈতন্যলাভ (জাতির জাগরণ, নবজাগরণ)। [সং. √ জাগৃ + অন]। জাগরণী বি. জাগরণগান; জাগরণপর্ব। ☐ বিণ. জাগরণবিষয়ক।

জাগরিত [ jāgarita ] বিণ. 1 জেগে উঠেছে এমন, নিদ্রোত্থিত; 2 জেগে রয়েছে এমন, নিদ্রাহীন; 3 চেতনাপ্রাপ্ত। [সং. √ জাগৃ + ত]।

জাগরী [ jāgarī ] (-রিন্) বিণ. 1 জাগরণকারী, জাগিয়ে দেয় এমন; 2 নিদ্রাহীন, জাগরিত। [সং. √ জাগৃ + ইন্]।

জাগরূক [ jāgarūka ] বিণ. 1 জাগ্রত্, সজাগ; 2 সতর্ক, হুঁশিয়ার; 3 অবিস্মৃত, অটুট (আশা বা সংকল্প হৃদয়ে জাগরূক থাকা)। [সং. √ জাগৃ + ঊক]।

জাগর্তি [ jāgarti ] বি 1 জাগ্রত অবস্হা; জাগ্রত ভাব; 2 সচেতনতা, চেতনা; 3 উদ্দিপনা। [সং. √ জাগৃ + তি]।

জাগা [ jāgā ] ক্রি. বি. 1 নিদ্রোত্থিত হওয়া, ঘুম থেকে ওঠা (খুব ভোরে জেগে যাই); 2 না ঘুমানো, বিনিদ্র থাকা (রাত জাগা ভালো নয়); 3 প্রবৃদ্ধ হওয়া, চেতনা লাভ করা ('জাগিয়া উঠেছে প্রাণ': রবীন্দ্র); 4 উদিত হওয়া (মনে একটা প্রশ্ন জেগেছে); 5 উঁচু হয়ে থাকা (কাঁটাটা জেগে আছে, জলের মধ্যে ডালপালাগুলো জেগে আছে)। [সং. জাগৃ + বাং আ]। ̃ নো বি. ক্রি. 1 ঘুম ভাঙানো ('ওরে জাগায়ো না': রবীন্দ্র); 2 প্রবুদ্ধ বা সচেতন করা; 3 সতর্ক করা; 4 স্মরণ করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।

জাগ্রত্ [ jāgrat ] বিণ. 1 জেগে আছে এমন, জাগ্রত, সজাগ; 2 সতর্ক, সচেতন (সদাজাগ্রত্)। [সং. √ জাগৃ + অত্]।

জাগ্রত [ jāgrata ] (বাং.) বিণ. 1 জাগ্রত্, সজাগ, জেগে আছে এমন; 2 সতর্ক, সচেতন ('জাগ্রত হে ভগবান', জাগ্রত প্রাণ)। [< সং. জাগ্রত্]।

জঙ্গল [ jaṅgala ] বিণ. 1 জঙ্গলসম্বন্ধীয়; 2 বনপ্রায়, প্রায় বনের মতো (জাঙ্গল ভূমি); 3 জঙ্গলময়; 4 বন্য, অসভ্য (জাঙ্গল প্রকৃতি, জাঙ্গল স্বভাব)। ☐ বি. জল-বায়ু-রৌদ্রবিশিষ্ট ও কৃষিসম্পদে সমৃদ্ধ দেশবিশেষ (কুরু-জাঙ্গল)। [সং. জঙ্গল + অ]।

জাঙ্গাল, জাঙাল [ jāṅgāla, jāṅāla ] বি. 1 বাঁধ, dam. 2 সেতু; 3 জমির আল বা আলি; 4 পথ; 5 পতিত জমি। [সং. জঙ্গাল]।

জাঙ্গিয়া, জাঙিয়া [ jāṅgiẏā, jāṅiẏā ] বি. জাং বা ঊরু পর্যন্ত লম্বিত খাটো ও আঁটসাঁট অন্তর্বাসবিশেষ [সং. জঙ্ঘা > বাং. জাং + ইয়া]।

জাজিম [ jājima ] বি. ফরাস; বিছানা, গালিচা, কার্পেট প্রভৃতির উপর বিছাবার মোটা নকশাদার চাদরবিশেষ। [ফা. জাজম্]।

জাজ্বল্য [ jājbalya ] বিণ. উজ্জ্বল ('অন্তরে জাজ্বল্য থাকে উজ্জ্বল রতন': রবীন্দ্র)। [বাং. প্রয়োগ < সং. জাজ্বল্যমান]।

জাজ্বল্য-মান [ jājbalya-māna ] বিণ. অতিশয় উজ্জ্বল বা স্পষ্ট। [সং. √ জ্বল্ + যঙ্ + মান (শানচ্)]।

জাট, জাঠ [ jāṭa, jāṭha ] বি. পঞ্জাব ও রাজপুতানার জাতিবিশেষ। [হি. জাট]।

জাঠর [ jāṭhara ] বিণ. জঠরসম্বন্ধীয়। [সং. জঠর + অ]।

জাঠা1, যাঠা [ jāṭhā1, yāṭhā ] বি. পৌরাণিক যুদ্ধাস্ত্রবিশেষ, লৌহযষ্টি। [সং. যষ্টি]।

জাঠা2 [ jāṭhā2 ] বি. অভিযান, মিছিল। [তু. সং. যাত্রা]।

জাড্য [ jāḍya ] বি. 1 জড়তা, অলসতা; 2 জড়বুদ্ধির ভাব, মূর্খতা; 3 শৈত্য; 4 (বিজ্ঞা.) জড় পদার্থের ধর্মবিশেষ, বাহ্যশক্তির সংস্পর্শে না এলে নিশ্চল অবস্হার বা চলত্ অবস্হার পরিবর্তন না হওয়ার ধর্ম, inertia (বি. প.)। [সং. জড় + য]।

জাড় [ jāḍ় ] বি. শীত; ঠাণ্ডা, হিম। [হি. জাড়-তু. সং. জাড্য, জড়]।

জাড়ি1 [ jāḍ়i1 ] বি. ভাণ্ড, পাত্র, আধার ('ধনের জাড়ি': চৈ. চ.)। [তু. ইং. jar]।

জাড়ি2 [ jāḍ়i2 ] বি. 1 গুল্ম, ভেষজ গুল্ম; 2 জ্বরনাশক পাচন। [< সং. জ্বর]।

জাত1 [ jāta1 ] বিণ. সঞ্চিত, সংগৃহীত, রক্ষিত (গুদামজাত করে রাখা)। [আ. যাদ]।

জাত2 [ jāta2 ] বিণ. 1 শ্রেষ্ঠ (জাত শিল্পী); 2 আসল (জাত সাপ, জাত কেউটে)। [সং. জাত্য]। ̃ বসন্ত বি. সংক্রামক ও মারাত্মক মসূরিকা রোগ, গুটি বসন্ত, small-pox. ̃ সাপ বি. 1 বিষধর সাপ; 2 কেউটে বা গোখরো সাপ।

জাত3 [ jāta3 ] বিণ. 1 জন্মেছে এমন (সদ্যোজাত); 2 উত্পন্ন (ক্ষেত্রজাত)। ☐ বি. 1 জন্ম (জাতকর্ম); 2 সমূহ (দ্রব্যজাত)। [সং. √ জন্ + ত]। ̃ কর্ম, ̃ কৃত্য, ̃ ক্রিয়া বি. হিন্দু শিশুর জন্ম উপলক্ষ্যে অনুষ্ঠেয় সংস্কারবিশেষ। ̃ কোপ, ̃ ক্রোধ বি. আজন্মকাল ধরে ক্রোধ, বহু পুরোনো ও তীব্র ক্রোধ। ☐বিণ. দীর্ঘকাল ধরে ক্রুদ্ধ। ̃ পত্র বি. কোষ্ঠী, জন্মপত্রিকা। ̃ পুত্র বিণ. যার পুত্র জন্মেছে, পুত্রবান। ̃ বেদা, ̃ বেদাঃ (-দস্) বি. অগ্নিদেব।̃ মাত ্র ক্রি-বি জন্মের সঙ্গে সঙ্গে ☐ বিণ.ণ. সদ্যোজাত। ̃ শত্রু বি. আজন্ম শত্রু। ☐ বিণ. (যার) অনেক শত্রু জন্মেছে এমন।

জাত4 [ jāta4 ] বি. 1 বর্ণ, জন্মগত সামাজিক শ্রেণি (জাত মেনে চলা); 2 প্রকার (নানা জাতের আম, বড় জাতের ডাকাতি)। ☐ বিণ. জন্মগত, জাতিগত (জাত বোষ্টম) [সং জাতি]। জাত খাওয়া, জাত মারা ক্রি. বি. জাতিচ্যুত করা। জাত খোয়ানো, জাত হারানো ক্রি. বি. নিজ বর্ণ বা সামাজিক শ্রেণি থেকে বিচ্যুত হওয়া। জাত দেওয়া ক্রি. বি. ভিন্ন ধর্মের পাত্র বা পাত্রীকে বিবাহ করার ফলে স্বীয় ধর্ম জাতি ত্যাগ করা। ̃ পাত বি. নানা ধর্মের বা জাতের দ্বন্দ্ব; জাতের ভেদাভেদ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা। ̃ ভাই বি. স্বজাতীয় লোক; একই পেশা বা শ্রেণির লোক। জাতে ওঠা ক্রি. বি. উন্নততর জাতে স্হান পাওয়া; (আল.) মর্যাদাবৃদ্ধির ফলে বিশেষ কোনো (উন্নত) সমাজে স্হান পাওয়া। জাত তোলা ক্রি. বি. উন্নততর জাতে স্হান দেওয়া।

জাতক [ jātaka ] বিণ. জন্মেছে এমন। ☐ বি. 1 জন্মকোষ্ঠী; 2 সন্তানের জন্মকালে পিতার করণীয় অনুষ্ঠান; 3 বুদ্ধদেবের পূর্ব-পূর্ব জন্মের কাহিনী অবলম্বনে পালি ভাষায় রচিত কথাগ্রন্হ। [সং. জাত + ক]।

জাতপাত [ jātapāta ] দ্র জাত4

জাতাশৌচ [ jātāśauca ] বি. হিন্দুমতে সন্তানের জন্মহেতু অশৌচ। [সং. জাত + অশৌচ]।

জাতি1 [ jāti1 ] বি. চামেলি বা মালতী ফুল। [সং. √ জন্ + তি]। ̃ কচু বি. মানকচু। ̃ কলা বি. কাঁটালি কলা। ̃ পত্র, ̃ পত্রী বি. জয়ত্রি। ̃ ফল বি. জায়ফল।

জাতি2 [ jāti2 ] বি. 1 প্রকার, শ্রেণি (নানা জাতির ফুল); 2 সমলক্ষণ বিভাগ (মানবজাতি, স্ত্রীজাতি); 3 ধর্ম, রাষ্ট্র, জন্মভূমি আদিম বংশ ব্যবসায় ইত্যাদি অনুযায়ী বিভাগ (হিন্দু জাতি, আর্য জাতি); 4 হিন্দুদের বর্ণ বা তার অন্তর্গত সামাজিক উপবিভাগ (জাতিভেদ, কায়স্হ জাতি)। [সং. √ জন্ + তি]। ̃ গত বিণ. জাতির প্রকৃতি অনুযায়ী, জাতীয় (জাতিগত প্রভেদ)। ̃ চ্যুত বিণ. স্বীয় সমাজ বা জাতি থেকে বহিষ্কৃত। ̃ তত্ত্ব বি. মানবজাতির বিভিন্ন শ্রেণির বৈশিষ্ট্য ও পরস্পর সম্বন্ধ বিষয়ক তত্ত্ব বা বিদ্যা। ̃ ধর্ম বি. 1 জাতির বিশেষ প্রকৃতি; 2 জাতির বিহিত ধর্মকর্মাদি। ̃ নাশ, ̃ পাত বি. সমাজচ্যুত হওয়া, জাতি নষ্ট হওয়া। ̃ বর্ণ-নির্বিশেষে ক্রি-বিণ. জন্ম বংশ প্রভৃতির ভেদ না করে (জাতিবর্ণনির্বিশেষে সকলকেই আহ্বান করা হয়েছে)। ̃ বাচক বিণ. 1 জাতিনির্দেশক বা শ্রেণিনির্দেশক (জাতিবাচক উপাধি); 2 (ব্যাক.) শ্রেণিসূচক (জাতিবাচক বিশেষ্য)। ̃ বিদ্বেষ বি. এক জাতির প্রতি অন্য জাতির বিরূপতা; জাতিতে জাতিতে শত্রুতা। ̃ বৈর বি. জন্মগত শত্রুতা; জাতিবিদ্বেষ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা বা ব্যাবসা। ̃ ভেদ বি. হিন্দুদের চার বর্ণের বিভাগের মধ্যে পরস্পর পার্থক্য বা ভেদাভেদ। ̃ ভ্রষ্ট জাতিচ্যুত -র অনুরূপ। ̃ সংঘ বি. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের সম্মেলন বা সভা, League of Nations;প্রথম মহাযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে গঠিত সংস্হাবিশেষ। ̃ সত্তা বি. (নিজ) জাতির বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা। ̃ স্মর বিণ. (যার) পূর্বজন্মের কথা মনে আছে এমন।

জাতীয় [ jātīẏa ] বিণ. 1 জাতিসম্বন্ধীয়, জাতিগত বহা শ্রেণিগত; 2 প্রকারবাচক (অশ্বজাতীয় প্রাণী, নানাজাতীয় ফুল); 3 দেশীয়, জাতির প্রকৃতিগত (জাতীয় জীবন, জাতীয় আদর্শ); 4 সমগ্র জাতির (জাতীয় সভা)। [সং. জাতি + ঈয়]। স্ত্রী. জাতীয়া

জাতীয়তা, জাতীয়তা-বাদ [ jātīẏatā, jātīẏatā-bāda ] বি. 1 জাতিত্ব; 2 স্বাজাত্য, স্বাদেশিকতা, স্বাদেশিকতার ভাব। [সং. জাতীয় + তা + বাদ]।

জাতেষ্টি [ jātēṣṭi ] বি. সন্তানের জন্ম উপলক্ষ্যে অনুষ্ঠান, জাতকর্ম। [সং. জাত + ইষ্টি]।

জাত্য [ jātya ] বিণ. 1 কুলীন; সদ্বংশজাত; 2 শ্রেষ্ঠ। [সং. জাতি + য]।

জাত্যংশ [ jātyaṃśa ] বি. 1 জাতির অংশ বা সম্বন্ধ (জাত্যংশে শ্রেষ্ঠ); 2 জন্মবংশ, কুল, গোত্র। [সং. জাতি + অংশ]।

জাত্যন্ধ [ jātyandha ] বি. বিণ. জন্ম থেকেই অন্ধ, জন্মান্ধ। [সং. জাতি + অন্ধ]।

জাত্যভি-মান [ jātyabhi-māna ] বি. আভিজাত্যের জন্য অর্থাত্ উঁচু বংশে জন্মের জন্য অহংকার, কুলগর্ব। [সং. জাতি + অভিমান]।

জাদ [ jāda ] বি. চুল বাঁধার ফিতে। [দেশি]।

-জাদা [ -jādā ] বি. (শব্দান্তে প্রত্যয়রূপে ব্যবহৃত) ছেলে, পুত্র, (হারামজাদা, শাহজাদা)। [ফা. জাদ্হ্]। স্ত্রী. জাদি

জাদু1 [ jādu1 ] বি. 1 শিশুকে স্নেহসম্বোধনবিশেষ (জাদুমণি); 2 বিদ্রূপাত্মক সম্বোধনবিশেষ, বাছাধন (না হে জাদু না, আমাকে ঠকানো সহজ নয়)। [ফা. জাদ-তু. সং. জাত]।

জাদু2 [ jādu2 ] বি. 1 ভেলকি, ইন্দ্রজাল, ম্যাজিক; 2 তুক। [ফা. জাদ]। ̃ কর বি. 1 ঐন্দ্রজালিক, ম্যাজিশিয়ান; 2 মায়াবী। স্ত্রী. ̃ করীজাদু করা ক্রি. বি. বশ করা; অদ্ভুত উপায়ে বশীভূত করা; মোহাবিষ্ট করা। ̃ ঘর বি. শিল্পবিজ্ঞানজাত দ্রব্য বা পুরাতত্ত্ব বিষয়ক দ্রব্যসম্ভার যেখানে রাখা হয়, মিউজিয়াম। ̃ বিদ্যা বি. ইন্দ্রজাল, ম্যাজিক, ভেলকি।

জান1 [ jāna1 ] বি. 1 দৈবজ্ঞ, গণক; 2 সর্বজ্ঞ। [সং. জ্ঞান-তু. বাং. জানা]।

জান2 [ jāna2 ] বি. 1 প্রাণ, জীবন (জান নিয়ে টানাটানি); 2 (বিরল) (সংগীতে) রাগরাগিণীর প্রধান সূর। [ফা. জান]।

জানকী [ jānakī ] বি. (রামায়ণে) জনকরাজার কন্যা সীতা। [সং. জনক + অ + ঈ]।

জানত [ jānata ] বিণ. ক্রি-বিণ. জ্ঞাতসারে, সজ্ঞানে, জ্ঞাতে (জানতপক্ষে এমন কাজ করব না)। [সং. জ্ঞানতঃ]।

জানপদ [ jānapada ] বিণ. 1 জনপদসম্বন্ধীয়; 2 জনপদে উত্পন্ন বা বসবাসকারী। [সং. জনপদ + অ]।

জানা [ jānā ] বি. ক্রি. 1 অবগত হওয়া (সে একথা জেনেছে); 2 টের পাওয়া (এমনভাবে করবে যাতে কেউ জানতে না পারে); 3 কোনো বিষয়ে জ্ঞান থাকা (তিনি সংস্কৃত জানেন, উর্দু আমার জানা নেই); 4 বুঝতে পারা (জানছি কষ্ট হবে); 5 কারও সঙ্গে পরিচয় থাকা (লোকটাকে আমি জানি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (জানা কথা, জানা লোক)। [সং. √ জ্ঞা + বাং. আ]। ̃ জানি বি. বিণ. প্রকাশিত, রাষ্ট্র, অনেক লোকের মধ্যে প্রচার বা প্রচারিত ('সত্য পরিচয় জানাজানি হইয়া যায়': শরত্]। ̃ (উচ্চা. জানান্) বি. জ্ঞাপন; সংবাদদান; ঘোষণা (এখুনি এটা সবাইকে জানান দেওয়ার দরকার নেই)। জানান দেওয়া ক্রি. বি. ঘোষণা করা; জানিয়ে দেওয়া; নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়া। ̃ নো ক্রি. বি. অবগত করানো; সংবাদ দেওয়া; সতর্ক করা; নিবেদন করা। ̃ শুনা, ̃ শোনা বি. অভিজ্ঞতা, জ্ঞান; পরিচয়। ☐ বিণ. পরিচিত (জানাশোনা লোক)।

জানাজা [ jānājā ] বি. 1 মৃতের সদ্গতির জন্য প্রার্থনা; 2 সজ্জিত মৃতদেহ; 3 মুসলমানদের অন্ত্যেষ্টি। [আ. জানাযা]।

জানাজানি [ jānājāni ] দ্র জানা

জানানা, জেনানা [ jānānā, jēnānā ] বি. 1 স্ত্রীলোক; মহিলা; 2 অন্তঃপুরবাসিনী বা পর্দানশিন নারী; 3 পত্নী (কথাটা তার জানানাকে জানাতে হবে); 4 অন্তঃপুর। [ফা. জানানা]।

জানালা [ jānālā ] বি. আলোবাতাস চলাচলের জন্য ঘরের দেওয়ালে ফাঁকা জায়গাবিশেষ, বাতায়ন, গবাক্ষ। [পো. janella]।

জানিত [ jānita ] বিণ. জ্ঞাত; পরিচিত। তু. বিপ. অজানিত। [সং. জ্ঞাত, জানা দ্র]।

জানু [ jānu ] বি. হাঁটু ('জানু ভানু কৃশানু শীতের পরিত্রাণ': ক. ক.)। [সং. √ জন্ + উ]।

জানুআরি, জানুয়ারি [ jānuāri, jānuẏāri ] বি. ইংরেজি বত্সরের প্রথম মাস। [ইং. January]।

জানোয়ার [ jānōẏāra ] বি. 1 পশু, জন্তু (বন্য জানোয়াররা এখানে জল খেতে আসে); 2 (নিন্দায়) জন্তুর তুল্য ঘৃণ্য ও মনুষ্যত্বহীন ব্যক্তি (অসভ্য জানোয়ার কোথাকার)। [ফা. জান্বর]।

জান্তব [ jāntaba ] বিণ. 1 জন্তুজাত (জান্তব চর্বি); 2 পশুবত্; জন্তুসম্বন্ধীয় (জান্তব চিত্কার)। [সং. জন্তু + অ]।

জান্তা [ jāntā ] বিণ. (সচ. অন্য পদের শেষে) জ্ঞানসম্পন্ন, জানে এমন (সবজান্তা)। [বাং. জানত]।

জান্নাত [ jānnāta ] বি. 1 স্বর্গোদ্যান; 2 স্বর্গ (জান্নাতবাসী)। [আ. জন্নত্]। ̃ বাসী (-সিন্) বিণ. স্বর্গবাসী; স্বর্গত, পরলোকগত।

জাপ [ jāpa ] বিণ. জাপানি (জাপ বিমানবাহিনী)। [ইং. Jap < Japanese]।

জাপক [ jāpaka ] বিণ. জপকারী, জপ করে এমন। [সং. √ জপ্ + অক]।

জাপটা [ jāpaṭā ] ক্রি. বি. জাপটানো, জড়িয়ে ধরা। [বাং. জাপটা < আ. দব্ত্]। ̃ নো ক্রি. জড়ানো; জড়িয়ে ধরা। ☐ বিণ. বি. উক্ত অর্থে। ̃ জাপটি বি. পরস্পর জড়াজড়ি।

জাপানি [ jāpāni ] বি. জাপানের অধিবাসী (জাপানিরা কষ্টসহিষ্ণু জাতি)। ☐ বিণ. জাপানদেশীয় (জাপানি রীতি, জাপানি পোশাক)। [জাপান + বাং. ই]।

জাফরান [ jāpharāna ] বি. 1 কুঙ্কুম, কুসুম ফলের শুষ্ক কেশর; 2 জাফরানি রং, হলদে রং। [আ. জা-আফ্রান্]। জাফরানি বিণ. হলদে, পীত।

জাফরি [ jāphari ] বি. 1 চৌকো ছিদ্রযুক্ত বেড়া; 2 জালতি। [আ. জাফ্রী]।

জাব [ jāba ] বি. গোরুর খাওয়ার জন্য কুচানো ও ভিজানো খড় বিচালি ইত্যাদি। [সং. যবস-তু. হি. জাব (=তৃণবিশেষ)। ̃ ড়, ̃ ড়া বিণ. 1 জাবের মতো সিক্ত; 2 অতিরিক্ত ভেজা; 3 এলোমেলো; 4 ধেবড়া; 5 অতি স্হূল। ̃ ড়ানো ক্রি. 1 জাবের মতো ভিজানো; 2 এলোমেলোভাবে কাজ করা; 3 ধেবড়ানো; 4 (আঞ্চ.) জাপটানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

জাবদা [ jābadā ] দ্র জাবেদা

জাবর [ jābara ] বি. গোরু-মোষের চর্বিতচর্বণ। [জাব দ্র]। জাবর কাটা ক্রি. বি. 1 রোমন্হন করা; 2 (আল.) একই কথা বারবার (বিরক্তিকরভাবে) বলা বা আলোচনা করা।

জাবালি [ jābāli ] বি. 1 ছাগল পালন করা যার বৃত্তি, অজপালক; 2 পৌরাণিক মুনিবিশেষ। [সং. অজপাল > জপাল]।

জাবেদা, জাবদা [ jābēdā, jābadā ] বি. 1 দৈনিক হিসাব; 2 দৈনিক হিসাবের খাতা। [আ জাবিতাহ্]। জাবেদা খাতা বি. 1 দৈনিক হিসাবের খাতা; 2 সবরকমের হিসাবপত্র রাখা হয় এমন বড় খাতা।

জাম [ jāma ] বি. গাঢ় বেগনি রঙের এবং কষায় স্বাদযুক্ত ছোট ফলবিশেষ, জম্বু, কালোজাম। [সং. জম্বু]।

জামড়া [ jāmaḍ়ā ] বি. ঘর্ষণজনিত চামড়ার কাঠিন্য, কড়া (হাতে-পায়ে জামড়া পড়ে গেছে)। ☐ বিণ. দরকাঁচা। [আ. জামিদ্]।

জামদগ্ন্য [ jāmadagnya ] বি. জমদগ্নিমুনির পুত্র পরশুরাম। [সং. জমদগ্নি + য]।

জাম-দানি [ jāma-dāni ] বি. 1 বুনুনির দ্বারা ফুল-তোলা মিহি কাপড় (ঢাকাই জামদানি); 2 নকশা-তোলা বাসন, ফুল-কাটা বাসন। ☐ বিণ. ফুল-কাটা, নকশা-তোলা (জামদানি শাড়ি)। [ফা. জামদানি]।

জাম-বাটি [ jāma-bāṭi ] বি. কাঁসার বড় বাটি। [ফা. জাম (=পাত্র) + বাং. বাটি]।

জাম-রূল [ jāma-rūla ] বি. সাদা রঙের রসালো ফলবিশেষ। [দেশি]।

জামা [ jāmā ] বি. পিরান শার্ট ইত্যাদি দেহাবরণ। [ফা. জামহ্]। ̃ কাপড় বি. পোশাক, পোশাকপরিচ্ছদ।

জামাই [ jāmāi ] বি. কন্যার স্বামী, জামাতা। [সং. জামাতৃ]। ̃ আদর বি. শ্বশুরালয়ে জামাই যেমন আদরযত্ন পায় সেইরকম যত্ন; পরম সমাদর। ̃ বরণ বি. বিবাহ উপলক্ষ্যে কন্যাগৃহে সমাগত পাত্রকে কন্যাপক্ষীয় স্ত্রীলোকদের দ্বারা বরণের অনুষ্ঠানবিশেষ। ̃ ষষ্ঠী বি. জ্যৈষ্ঠ মাসের শুল্কষষ্ঠীতে হিন্দুদের জামাইবরণের অনুষ্ঠান।

জামাতা [ jāmātā ] (-তৃ) বি. জামাই। [সং. জায়া + √ মা + তৃ]।

জামানা [ jāmānā ] দ্র জমানা

জামা মসজিদ [ jāmā masajida ] বি. 1 বড় মসজিদ; 2 দিল্লির প্রসিদ্ধ মসজিদ। [আ. জামাহ্ + মস্জিদ]।

জামিন [ jāmina ] বি. 1 প্রতিভূ; 2 কারও কার্যকলাপের জন্য দায়িত্বগ্রহণকারী ব্যক্তি; 3 জমানত। [আ. জামিন]। ̃ দার বি. যে ব্যক্তি আদালতে অভিযুক্ত ব্যক্তির বা অন্য কারও জামিন হয়। জামিনে খালাস বি. অন্য ব্যক্তি অভিযুক্ত ব্যক্তির দায়িত্ব স্বীকার করায় খালাস।

জামিয়ার [ jāmiẏāra ] বি. সারা গায়ে বা সমস্ত জমিতে ফুল-তোলা দামি শালবিশেষ। [ফা. জামহ্ওয়ার]।

জামির [ jāmira ] বি. গোঁড়া লেবু। [সং. জম্বীর]।

জাম্পার [ jāmpāra ] বি. উলের জামাবিশেষ, সোয়েটার। [ইং. jumper]।

জাম্ব-বান, জাম্বু-বান [ jāmba-bāna, jāmbu-bāna ] বি. পুরাণোক্ত ভল্লুকরাজ। [সং. জাম্ব (জম্বু + অ) + বত্]। জাম্ববতী বি. (স্ত্রী.) জাম্ববানের কন্যা ও শ্রীকৃষ্ণের অন্যতমা মহিষী।

জাম্বীর [ jāmbīra ] বিণ. জামিরসম্বন্ধীয়; জামির থেকে জাত বা উত্পন্ন। [সং. জম্বীর + অ]।

জায় [ jāẏa ] বি. 1 বিস্তৃত হিসাব, কৈফিয়তসহ হিসাব; 2 ফর্দ; তালিকা, তফশিল; 3 বিনিময় (টাকার জায়ে খাটছে)। [ফা. জায়]। ̃ বাকি বি. প্রাপ্য টাকার তালিকা, বাকিজায়। ̃ সুদি বিণ. ঋণের সুদস্বরূপ জমির ফসল দিতে হয় এমন।

জায়গা [ jāẏagā ] বি. 1 স্হান, ঠাঁই (দাঁড়াবার জায়গা); 2 জমি, ভূমি (জায়গা কিনে বাড়ি করা); 3 অবস্হা, পরিবেশ (লোভের জায়গা); 4 পাত্র, আধার (দুধের জায়গা); 5 আশ্রয় (পৃথিবীতে তার আর জায়গা নেই); 6 বাস, আবাস (জঙ্গলটা সাপের জায়গা); 7 পরিবর্ত (আমার জায়গায় অন্য লোক নাও); 8 সুযোগ (জায়গা বুঝে কথা বলতে হয়)। [ফা. জায়গাহ্]। ̃ জমি বি. ভূ-সম্পত্তি।

জায়গির [ jāẏagira ] বি. দান বা পুরস্কাররূপে প্রাপ্ত নিষ্কর ভূ-সম্পত্তি। [ফা. জাগীর]। ̃ দার বি. বিণ. জায়গির ভোগকারী। ̃ দারি, ̃ দারি প্রথা বি. জায়গির দেওয়া এবং তত্পরিবর্তে কাজ আদায় করার বন্দোবস্তবিশেষ।

জায়-দাদ [ jāẏa-dāda ] বি. ভূ-সম্পত্তি বা তার দখলিস্বত্ব। [ফা. জাইদাদ্]।

জায়-ফল [ jāẏa-phala ] বি. কষায় স্বাদের সুগন্ধ ফলবিশেষ। [সং. জাতিফল]।

জায়-মান [ jāẏa-māna ] বিণ. জন্মলাভ করছে এমন, উত্পদ্যমান। [সং. √ জন্ + মান (শানচ্)]।

জায়া [ jāẏā ] বি. পত্নী, স্ত্রী। [সং. √ জন্ + য + আ]। ̃ জীব, ̃ জীবী (-বিন্) বি. 1 পত্নীর উপার্জনে জীবিকা নির্বাহকারী; 2 নটীর স্বামী। ̃ পতি বি. স্বামী-স্ত্রী, দম্পতি।

জায়েজ [ jāẏēja ] বিণ. বৈধ; ন্যাসসংগত। [আ. জায়েজ্]।

জার [ jāra ] বি. উপপতি; গুপ্ত বা অবৈধ প্রণয়ী (যবনীজার, জারজ সন্তান)। [সং. √ জৃ + অ]। ̃ জ দ্র জারজ

জারক [ jāraka ] বিণ. জীর্ণকারী, পাচক, হজমি। [সং. √ জৃ + ণিচ্ + অক]।

জারজ [ jāraja ] বিণ. জারজাত; বেজন্মা। [সং. জার + √ জন্ + অ]।

জারণ [ jāraṇa ] বি. পরিপাক, জীর্ণ করা; জারিত করা। [সং. + √ জৃ + ণিচ্ + অন]।

জারব [ jāraba ] ক্রি. (ব্রজ.) জীর্ণতাপ্রাপ্ত হয়, শুকিয়ে যায় ('অঙ্কুর তপন-তাপে যদি জারব': বিদ্যা.)। [জারা দ্র]।

জারা [ jārā ] ক্রি. 1 জীর্ণ করা; 2 শোধন করা; 3 জরানো। ☐ বি. 1 জীর্ণ বা জারিত করানো; 2 জারিত দ্রব্য (লোহাজারা)। ☐ বিণ. জারিত। [সং. √ জৃ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. জীর্ণ বা জারিত করা; জীর্ণ বা জারিত করানো; শোধন করা বা করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

জারি1 [ jāri1 ] বি. বাংলার মুসলমানি পল্লিসংগীতবিশেষ। [ফা. যারী]।

জারি2 [ jāri2 ] বিণ. প্রবর্তিত, প্রচারিত, কার্যকর, চলিত (আইন জারি করা)। ☐ বি. প্রবর্তন, প্রচলন, প্রচার (সমনজারি, আইনজারি)। [আ. জারী]।

জারি-জুরি [ jāri-juri ] বি. 1 কূটবুদ্ধির প্রয়োগ; 2 দম্ভ; 3 বাহাদুরি; 4 প্রভাবপ্রতিপত্তি (আর তোমার জারিজুরি খাটবে না)। [আ. জারি + বাং. জোর + ই]।

জারিত [ jārita ] বিণ. 1 জরানো হয়েছে এমন; 2 জীর্ণ; 3 শোধিত। [সং. √ জৃ + ণিচ্ + ত]।

জারুল [ jārula ] বি. সুপরিচিত বড় গাছবিশেষ বা তার কাঠ। [দেশি]।

জার্নাল [ jārnāla ] বি. 1 সাময়িকপত্র, মাগাজিন; 2 দিনলিপিজাতীয় রচনা। [ইং. journal]।

জার্সি [ jārsi ] বি. একই দলভুক্ত খেলোয়াড়দের একইধরনের জামা। [ইং. jersey]।

জাল1 [ jāla1 ] বিণ. 1 কৃত্রিম, মেকি (জাল টাকা, জাল ওষুধ); 2 ছদ্মবেশী, কপট (জাল সন্ন্যাসী)। [আ. জাল]। জাল করা ক্রি. বি. ঠকানোর জন্য কৃত্রিম বা নকল জিনিস তৈরি করা ('আরেকটি তো তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে': সু. রা.)।

জাল2 [ jāla2 ] বি. 1 লোহার তার সুতো প্রভৃতি দিয়ে ফাঁক ফাঁক করে বোনা ফাঁদবিশেষ (মাছ-ধরা জাল, তারের জাল); 2 সূত্রনির্মিত অতি সূক্ষ্ম আবরণ (মাকড়সার জাল); 3 ফাঁদ (জাল পাতা); 5 কুহক, মোহিনীশক্তি (ইন্দ্রজাল, মায়াজাল); 6 সমূহ (স্নায়ুজাল, যুক্তিজাল)। [সং. √ জাল্ + অ]। ̃ জীবী (-বিন্) বি. জেলে। ̃ পাদ বিণ. পায়ের আঙুল পাতলা চামড়ার আবরণে সংযুক্ত থাকে এমন (জালপাদ পাখি)। ☐ বি. হাঁসজাতীয় পাখি।

জালক [ jālaka ] বি. 1 ফুলের কুঁড়ি; 2 জাল; 3 লাউ কুমড়ো প্রভৃতির কচি ফল, জালি। [সং. জাল + ক]।

জালতি [ jālati ] বি. 1 ছোট জাল; 2 ফল পাড়বার জালযুক্ত আঁকশিবিশেষ। [সং. জাল + বাং. তি]।

জালাতন, জ্বালাতন [ jālātana, jbālātana ] বি. উত্পাত, যন্ত্রণা বা বিরক্তি উত্পাদন (এই জালাতন আর সহ্য হয় না)। ☐ বিণ. অত্যন্ত উত্ত্যক্ত (জালাতন করা, জালাতন হওয়া)। [আ. জালাওতন-তু. সং. জ্বালা]।

জালানি, জালানো, জালানো [ jālāni, jālānō, jālānō ] যথাক্রমে জ্বালানি, জ্বালানো, জ্বালানে -র অধিকতর চলিত রূপ।

জালি1 [ jāli1 ] বি. 1 ছোট জাল; 2 জালসদৃশ বস্তু; 3 জাফরি। ☐ বিণ. জালের মতো ফাঁক-ফাঁক করে তৈরি (জালি গেঞ্জি)। [সং. জাল + বাং. ই]।

জালি2 [ jāli2 ] বি. লাউ কুমড়ো ইত্যাদির কচি ফল। ☐ বিণ. অত্যন্ত কচি (জালি শশা)। [সং. জালক]।

জালিক [ jālika ] বিণ. প্রতারক। ☐ বি. 1 ধীবর, জেলে; 2 ব্যাধ; 3 মাকড়সা। [সং. জাল2+ ইক]।

জালি-বোট [ jāli-bōṭa ] বি. স্টিমারের সঙ্গে যে ছোট নৌকা বাঁধা থাকে। [ইং. jolly-boat]।

জালিম [ jālima ] বি. 1 জেলে, ধীবর; 2 ব্যাধ। [সং. জাল2 + বাং. ইয়া]।

জালিয়াত [ jāliẏāta ] বি. বিণ. 1 যে অন্যের হস্তাক্ষর অসদুদ্দেশ্যে নকল করে; 2 মেকি জিনিস প্রস্তুতকারক। [আ. জাল1 + বাং. ইয়াত্ (< সং. বত্)-তু. চালিয়াত]। জালিয়াতি বি. জালিয়াতের কাজ; নকল বা মেকি জিনিস তৈরি করার অভ্যাস বা কাজ।

জাল্ম [ jālma ] বি. 1 ইতর বা নীচ লোক; 2 নিচু বংশে জাত লোক। ☐ বিণ. 1 দুর্বৃত্ত; 2 মূর্খ; 3 নীচাশয়; 4 ছোট বংশে জাত। [সং. জাল2 + ম]।

জাশু, জাসু [ jāśu, jāsu ] বিণ. 1 ধূর্ত, ধড়িবাজ; 2 ঝানু। [আ. জাসূস]।

জাস্তি [ jāsti ] বি. আধিক্য। ☐ বিণ. অধিক, বেশি। [আ. জিয়াদ্তি > হি. জাস্তি]।

জাহাঁ-পনা [ jāhā-m̐panā ] বি. 1 দুনিয়ার আশ্রয়; 2 মুসলমান নৃপতিদের সম্বোধনসূচক শব্দ। [ফা. জহান্ + পনাহ্]।

জাহাঁ-বাজ [ jāhā-m̐bāja ] বিণ. 1 ধড়িবাজ, ধূর্ত, কূটবুদ্ধিসম্পন্ন; 2 দুর্দান্ত। [ফা. জহান্বাজ]।

জাহাজ [ jāhāja ] বি. বিশাল জলযান, বড় স্টিমার; (আল.) বিশাল আধার (বিদ্যের জাহাজ)। [আ. জহাজ]। ̃ ঘাটা বি. নদী বা সমুদ্রের তীরে যেখানে জাহাজ ভিড়ানো হয়। জাহাজি বিণ. জাহাজসম্বন্ধীয়; জাহাজে বাহিত; জাহাজে কাজ করে এমন।

জাহান [ jāhāna ] বি. জগত্, পৃথিবী, বিশ্ব (সারা জাহানে এমন জিনিস আর কোথাও নেই)। [ফা. জহান্]।

জাহান্নম, জাহান্নাম [ jāhānnama, jāhānnāma ] বি. 1 ইসলামি শাস্ত্রানুযায়ী নরক; 2 নরক (তুমি জাহান্নামে যাও)। [ফা. জহান্নম]। জাহান্নমি বি. বিণ. নারকী; নরকভোগী। জহান্নমে দেওয়া ক্রি. বি. সর্বনাশ করা, নষ্ট করা। জাহান্নামে যাওয়া ক্রি. বি. অধঃপাতে বা গোল্লায় যাওয়া। জাহান্নামের পথ বি. নরকের পথ; উচ্ছন্ন বা গোল্লায় যাবার পথ।

জাহির [ jāhira ] বিণ. 1 প্রকাশিত (হুকুম জাহির করা); 2 প্রচারিত (নাম জাহির করা); 3 প্রদর্শিত ('বড় বিদ্যা করেছি জাহির': র. সে.)। [আ. জাহির্]।

জাহ্নবী [ jāhnabī ] বি. জহ্নুমুনির কন্যা, গঙ্গাদেবী। [সং. জহ্নু + অ + ঈ]।

জি [ ji ] বি. 1 সম্মানসূচক উপাধিবিশেষ (নেতাজি, গান্ধিজি); 2 মহাশয়, বাবু ইত্যাদি সম্ভ্রসূচক সম্বোধন (জি হুজুর)। [হি. জীউ (সং. জীব)]।

জিউ [ jiu ] বি. দেব, ঠাকুর (পার্শ্বনাথ জিউ)। [হি. জীউ < সং. জীব]।

জিত্তল [ jittala ] বিণ. দীর্ঘকাল বেঁচে থাকে এবং জলে জিইয়ে রাখা যায় এমন (জিত্তল মাছ)। ☐ বি. 1 মাছবিশেষ, শিঙি মাছ; 2 গাছবিশেষ (জিত্তলের ডাল)। [সং. জীব < জি + ওয়াল < ওল]।

জিগির [ jigira ] বি. 1 বিশেষ জোর; 2 অতিরিক্ত নির্বন্ধ, নির্বন্ধাতিশয়; 3 ধুয়া; 4 উচ্চ ধ্বনি, জোর আওয়াজ (জিগির তোলা); 5 প্রচার; 6 জয়োল্লাস। [ফা. জিকর]।

জিগীষা [ jigīṣā ] বি. জয়ের ইচ্ছা (প্রবল জিগীষার আত্মপ্রকাশ)। [সং. √ জি + সন্ + অ + আ]। জিগীষু বিণ. জয়েচ্ছু, জয়ের অভিলাষী।

জিঘাংসা [ jighāṃsā ] বি. বধ করার বা হত্যার ইচ্ছা। [সং. √ হন্ + সন্ + অ + আ]। জিঘাংসু বিণ. হত্যা করতে চায় এমন; হত্যা করতে ইচ্ছুক।

জিজিয়া [ jijiẏā ] বি. মুসলমান শাসকদের দ্বারা অমুসলমান প্রজাদের উপর ধার্য করবিশেষ। [আ. জিজিয়া]।

জিজীবিষা [ jijībiṣā ] বি. বেঁচে থাকার ইচ্ছা। [সং. √ জীব্ + সন্ + অ + আ]। জিজীবিষু বিণ. বাঁচতে ইচ্ছুক।

জিজ্ঞাসক [ jijñāsaka ] দ্র জিজ্ঞাসা

জিজ্ঞাসা [ jijñāsā ] বি. 1 জানবার ইচ্ছা, কৌতূহল; 2 প্রশ্ন, অনুসন্ধান (একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই)। ☐ ক্রি. (কাব্যে) জিজ্ঞাসা বা প্রশ্ন করা, শুধানো ('হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন?': নজরূল)। [সং. √ জ্ঞা + সন্ + অ + আ]। ̃ বাদ বি. প্রশ্ন; জেরা; খোঁজখবর। জিজ্ঞাসক বিণ. জিজ্ঞাসাকারী, প্রশ্নকর্তা। জিজ্ঞাসন বি. জিজ্ঞাসা করা। জিজ্ঞাসনীয় বিণ. জিজ্ঞাসার যোগ্য। জিজ্ঞাসিত বিণ. (যা বা যাকে) জিজ্ঞাসা করা হয়েছে এমন, পৃষ্ট। জিজ্ঞাসু বিণ. জিজ্ঞাসাকারী; কৌতূহলী, অনুসন্ধিত্সু। জিজ্ঞাস্য বিণ. জিজ্ঞাসার বিষয়ীভূত (এটাই আপনার কাছে আমার জিজ্ঞাস্য); অনুসন্ধেয়।

জিঞ্জির [ jiñjira ] বি. 1 শিকল; 2 কণ্ঠহারে সংলগ্ন সরু ও ছোট সোনার শিকল; 3 (বিরল) কারাবাস; 4 দ্বীপান্তর। [ফা. জন্জীর্]।

জিত [ jita ] বিণ. 1 জয় করা হয়েছে এমন, জয়লব্ধ (জিতরাজ্য); 2 পরাজিত (জিতশত্রু); 3 বশীভূত, নিয়ন্ত্রিত (জিতনিদ্র, জিতেন্দ্রিয়)। ☐ বি. (উচ্চা. জিত্) জয় (হার-জিত, না হয় তোমারই জিত হল)। [সং. √ জি + ক্বিপ্]।

জিতা, জেতা [ jitā, jētā ] ক্রি. বি. 1 জয়লাভ করা; প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হওয়া; 2 জয় করা, জয়লাভ করে অধিকার করা (রাজ্য জেতা বা জিতে নেওয়া, বাজি জেতা, লাখ টাকা জিতেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ জি + ত + বাং. আ]। ̃ নো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। ☐ বিণ. উক্ত অর্থে।

জিতাষ্টমী [ jitāṣṭamī ] বি. আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি-যে তিথিতে স্ত্রীলোকেরা পুত্রলাভের জন্য জিমূতবাহনের পূজা করে; জিমূতাষ্টমী। [সং. জিমূতাষ্টমী]।

জিতেন্দ্রিয় [ jitēndriẏa ] বিণ. ইন্দ্রিয়জয়কারী, ইন্দ্রিয়কে জয় বা নিয়ন্ত্রিত করেছে এমন। [সং. জিত + ইন্দ্রিয়]। ̃ তা বি. ইন্দ্রিয় সংযম।

জিন1 [ jina1 ] বিণ. জয়শীল, জয়ী। ☐ বি. 1 বুদ্ধ; 2 জৈন সন্ন্যাসী বা অর্হত্; 3 বিষ্ণু। [সং. √ জি + ন]।

জিন2 [ jina2 ] বি. দৈত্য, দানো। [আ. জীন্]।

জিন3 [ jina3 ] বি. 1 ঘোড়ার পিঠে আরোহীর পেতে বসবার আসন; 2 ঘোড়ার সাজ। [ফা. জীন]।

জিন4 [ jina4 ] বি. মোটা সূতোর ঠাসবুনানি খাপি কাপড়বিশেষ। [ইং. jean]। জিনস বি. 1 জিন (জিনসের প্যাণ্ট); 2 জিনের তৈরি পাতলুন বা প্যাণ্ট (জিনস পরেছে)।

জিনা [ jinā ] ক্রি. (কাব্যে) জয় করা, জিতে নেওয়া ('জিনিব আজিকার রণে')। [প্রাকৃ. √ জিন < সং. √ জি]।

জিনিয়া1 [ jiniẏā1 ] ক্রি-বিণ. (কাব্যে) জিতে, জয়পূর্বক।

জিনিয়া2 [ jiniẏā2 ] বি. গাঢ় ও উজ্জ্বল লাল এবং অন্যান্য রঙের ফুলবিশেষ। [ইং. zinnia]।

জিনিস [ jinisa ] বি. 1 বস্তু; দ্রব্য (অনেক জিনিস চাই); 2 সারবস্তু (এতে জিনিস কিছু নেই)। [আ. জিন্স্]। ̃ পত্র বি. নানারকম দ্রব্য; দ্রব্যাদি, বস্তুসমূহ।

জিন্দা [ jindā ] বিণ. জীবিত, বেঁচে আছে এমন। [ফা. জিন্দা]। ̃ পির বি. 1 জীবিত সাধুপুরুষ; জাগ্রত সাধু; 2 অলৌকিক ক্ষমতাসম্পন্ন পির বা সাধু। ̃ বাদ ক্রি. বেঁচে থাকুক; জয়ী হোক।

জিন্দিগি, জিন্দেগি [ jindigi, jindēgi ] বি. 1 জীবন; 2 জীবিতকাল, আয়ু। [ফা. জিন্দগী]।

জিব, জিভ [ jiba, jibha ] বি. জিহ্বা, রসনা। [সং. জিহ্বা]। জিব কাটা ক্রি. বি. দাঁত দিয়ে জিব চেপে ধরে লজ্জা প্রকাশ করা। ̃ ছোলা বি. জিহ্বা পরিষ্কার করার জন্য ফলকবিশেষ। জিব বার হওয়া ক্রি. বি. (আল.) অতিরিক্ত পরিশ্রমের ফলে অত্যন্ত ক্লান্ত হওয়া। জিবে জল আসা ক্রি. বি. লুব্ধ হওয়া। জিবে বিণ. জিহ্বার মতো আকৃতিবিশিষ্ট (জিবে গজা)।

জিমনাস-টিকস [ jimanāsa-ṭikasa ] বি. ব্যায়াম, শরীরচর্চা; ইয়োরোপীয় প্রণালীতে ব্যায়াম। [ইং. gymnastics]।

জিম্মা [ jimmā ] বি. হেপাজত; রক্ষা করার দায়িত্ব (জিনিসটা তোমার জিম্মায় রইল)। ☐ বিণ. গচ্ছিত (জিনিসটা তোমার কাছে জিম্মা করলাম)। [আ. জিম্মা]। ̃ দার বি. যার জিম্মায় কিছু রাখা হয়, যার তত্ত্বাবধানে বা হেপাজতে কিছু রাখা হয়। ̃ দারি বি. তত্ত্বাবধান, রক্ষার দায়িত্ব।

জিয়ন-কাঠি [ jiẏana-kāṭhi ] বি. রূপকথায় বর্ণিত প্রাণসঞ্চারের মন্ত্রপূত কাঠিবিশেষ; বাঁচাবার উপায়বিশেষ। [বাং. জিয়ন (< সং. √ জী + বাং. অন) + কাঠি]।

জিয়ন্ত [ jiẏanta ] বিণ. জীবন্ত, সজীব, জীবিত। [সং. জীবন্ত]।

জিয়া [ jiẏā ] ক্রি. (কাব্যে) বাঁচানো; জিয়ানো। [প্রাকৃ √ জিঅ < সং. জীব]।

জিয়ানো [ jiẏānō ] ক্রি. 1 বাঁচিয়ে রাখা (কই মাছ জিয়ানো); 2 (বিরল) পুনর্জীবিত করা (লক্ষ্মীন্দরকে জিয়ানো)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [জিয়া দ্র]।

জিয়ারত [ jiẏārata ] বি. তীর্থ বা কবর প্রদক্ষিণ ('আসিয়াছি মাগো জিয়ারত লাগি': নজরুল)। [আ. জিয়ারত্]।

জির-জিরে [ jira-jirē ] বিণ. অস্হিচর্মসার, অত্যন্ত কৃশ, রোগা (হাড়-জিরজিরে চেহারা)। [সং. জর্জর]।

জিরা1 [ jirā1 ] ক্রি. জিরানো, বিশ্রাম করা। [আ. জিরিয়ান্]।

জিরা2 [ jirā2 ] বি. হালকা রান্নায় স্বাদ বাড়ায় এমন মশলাবিশেষ। [সং. জীরক]। ̃ মরিচ বি. জিরা ও গোলমরিচ।

জিরাত [ jirāta ] বি. বাসের বা চাষের জমি (জমিজিরাত)। [আ. জরাআত্]।

জিরান [ jirāna ] (উচ্চা. জিরান্) বি. 1 বিশ্রাম; 2 সাময়িক বিরতি, অবকাশ। [আ. জিরিয়ান্]। জিরান-কাট বি. খেজুর গাছ তিন দিন ধরে কেটে রস নিয়ে তিন দিন বন্ধ রাখার পর প্রথম দিনের কাটা (জিরানকাটের রস)।

জিরানো [ jirānō ] ক্রি. বিশ্রাম করা (একটু জিরাতে দাও, এখানে একটু জিরিয়ে নাও)। ☐ বি. বিশ্রামগ্রহণ। [আ. জিরিয়ান্]। কথ্য জিরোনো

জিরাফ [ jirāpha ] বি. লম্বা গলাবিশিষ্ট আফ্রিকার সুপরিচিত তৃণভোজী পশুবিশেষ। [ইং. giraffe]।

জিল, জিল্দ [ jila, jilda ] বি. 1 বইয়ের ফর্মা যা বাঁধবার আগে একসঙ্গে সেলাই করা হয়; 2 বইয়ের মলাট বা তার ভিতরের দিকের অংশ। [আ. জিলদ্]।

জিলা-দার [ jilā-dāra ] বি. জেলার শাসনকর্তা বা শাসক। [আ. জিলা + ফা. দার]।

জিলাপি, (কথ্য) জিলিপি [ jilāpi, (kathya) jilipi ] বি. ময়দা দিয়ে তৈরি চক্রাকারে ভাজা এবং চিনির রসে প্রস্তুত মিঠাইবিশেষ। [হি. জিলেবী]।

জিশু [ jiśu ] বি. খ্রিস্টধর্মের প্রবর্তক, জিশুখ্রিস্ট। [ইং. Jesus]।

জিষ্ণু [ jiṣṇu ] বি. জয়শীল, জয়া। ☐ বি. 1 বিষ্ণু; 2 ইন্দ্র; 3 অর্জুন। [সং. √ জি + স্নু]।

জিহীর্ষা [ jihīrṣā ] বি. চুরি বা হরণ করার ইচ্ছা। [সং. √ হৃ + সন্ + অ + আ]। জিহীর্ষু বিণ. হরণ করতে ইচ্ছুক।

জিহ্বা [ jihbā ] বি. রসনা, জিভ, মুখবিবরের যে অঙ্গ স্বাদগ্রহণে, লেহন করতে এবং (মানুষের ক্ষেত্রে) কথা বলতে সাহায্য করে। [সং. √ লিহ্ + য + অ (নি.)]। ̃ গ্র বি. জিভের আগা বা ডগা। ̃ মূল বি. জিভের গোড়া। ̃ মূলীয় বিণ. 1 জিহ্বামূলসংক্রান্ত; 2 জিহ্বামূল থেকে জাত বা উচ্চারিত (জিহ্বামূলীয় ধ্বনি)। ☐ বি. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনি অর্থাত্ ক্ খ্ গ্ ঘ্ ঙ্।

জীউ2 [ jīu2 ] ক্রি. (প্রা. বাং.) বেঁচে থাকো ('সবে কহে জীউ': চৈ. ভা.)। [সং. √ জীব]।

জীব1 [ jība1 ] ক্রি. (আশীর্বাদকালে বা কল্যাণকামনায় উক্ত) বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। [সং. √ জীব্]।

জীব2 [ jība2 ] বি. 1 প্রাণী; 2 প্রাণ ('জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি'); 3 দেহধারী আত্মা; জীবাত্মা; 4 (বিজ্ঞা.) যার জীবন আছে, প্রাণী বা উদ্ভিদ (জীব ও জ়ড়)। [সং. √ জীব্ + অ]। ̃ জগত্ বি. সমগ্র প্রাণীজগত্, চেতনজগত্। ̃ জন্তু বি. নানা জন্তু। ̃ তারা বি. জীবনরূপ তারা, জীবন। ̃ ধর্ম বি. প্রাণীর যাবতীয় দৈহিক ব্যাপার। ̃ ধাত্রী বিণ. জীবজগতের পালনকারিণী (জীবধাত্রী বসুন্ধরা)। ̃ বলি বি. দেবতার উদ্দেশে পশুবধ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. প্রাণী ও উদ্ভিদের জীবনবিষয়ক বিজ্ঞান, biology. ̃ লোক বি. সংসার, মর্তলোক। ̃ হিংসা, ̃ হত্যা বি. প্রাণীহত্যা। কৃষ্ণের জীব বি. অত্যন্ত নিরীহ জীব; যে জীব একান্ত কৃপাপাত্র।

জীবক [ jībaka ] বি. 1 সাপুড়ে; 2 ভৃত্য; 3 ভিক্ষুক; 4 কুসীদজীবী; 5 বুদ্ধদেবের চিকিত্সকবিশেষ। [সং. √ জীব্ + অক]।

জীবত্ [ jībat ] বিণ. জীবন থাকতে, জীবিত (জীবত্-পিতৃক, জীবদ্দশা)। [সং. √ জীব + অত্]। ̃ কাল বি. জীবন; জীবনকাল।

জীবতারা [ jībatārā ] দ্র জীব2

জীবদ্দশা [ jībaddaśā ] বি. জীবনকাল, যে পর্যন্ত প্রাণ থাকে (তাঁর জীবদ্দশাতেই রাজ্যের পতন শুরু হয়)। [সং. জীবত্ + দশা]।

জীবন [ jībana ] বি. 1 প্রাণ; 2 প্রাণধারণ (জীবনকাল, জীবনযাত্রা); 3 জীবনকাল (আজীবন); 4 আয়ু (জীবন ফুরিয়ে এল); 5 প্রাণস্বরূপ অতি প্রিয়পাত্র ('জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি': ভা. চ.); 6 জল। [সং. √ জীব্ + অন]। ̃ কাল বি. আয়ুষ্কাল, জীবদ্দশা। ̃ চরিত, ̃ বৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী। ̃ জিজ্ঞাসা বি. জীবন বা জগত্ সম্পর্কে প্রশ্ন কৌতূহল বা অনুসন্ধান। ̃ দর্শন বি. জীবনের স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে বোধ ও ধারণা; জীবনের স্বরূপ অবধারণ। ̃ প্রবাহ বি. সংসারস্রোত, জীবনযাপন, বহমান শ্রোতোরূপ জীবন ('জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়': মধু)। ̃ বিজ্ঞান জীববিজ্ঞান -এর অনুরূপ। ̃ বিমা বি. যে বিমা-চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাকারী বা তার মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারী টাকা পায়। ̃ বেদ বি. জীবনের মূলমন্ত্র ও নিয়ন্ত্রক নীতি। ̃ যাত্রা বি. জীবিকানির্বাহ, সংসার চালানো। ̃ যাপন বি. জীবন কাটানো। ̃ যৌবন বি. জীবন ও যৌবন; প্রাণ ও তারুণ্য। ̃ সঙ্গী বি. 1 সারা জীবনের সঙ্গী, চিরসহচর; 2 স্বামী। স্ত্রী. ̃ সঙ্গিনী। ̃ স্মৃতি বি. আত্মচরিত, নিজের জীবনের স্মৃতিচারণা।

জীবনাধিক [ jībanādhika ] বিণ. প্রাণের চেয়ে বেশি প্রিয়, প্রাণাধিক। [সং. জীবন + অধিক]।

জীবনান্ত, জীবনাব-সান [ jībanānta, jībanāba-sāna ] বি. জীবনের শেষ, মৃত্যু। [সং. জীবন + অন্ত, অবসান]।

জীবনাশঙ্কা [ jībanāśaṅkā ] বি. প্রাণের ভয়, মৃত্যুভয়, মারা যাবার ভয় (এই রোগে জীবনাশঙ্কা নেই)। [সং. জীবন + আশঙ্কা]।

জীবনী [ jībanī ] বিণ. (স্ত্রী.) জীবন বা প্রাণ দান করে এমন, প্রাণদায়িনী; প্রাণের প্রাচুর্যদায়িনী (জীবনীশক্তি)। ☐ বি. জীবনচরিত, জীবনবৃত্তান্ত। [সং. জীবন + ঈ]। ̃ কার বি. জীবনচরিত রচয়িতা।

জীবনীয় [ jībanīẏa ] বিণ. প্রাণধারণের জন্য আবশ্যক। ☐ বি. জল। [সং. জীবন + ঈয়]।

জীবনী শক্তি [ jībanī śakti ] বি. প্রাণপ্রাচুর্য, প্রাণচাঞ্চল্য (জীবনীশক্তিতে ভরপুর) সজীবতা; প্রাণবন্ত ভাব।[সং. জীবনী + শক্তি]।

জীবনোপায় [ jībanōpāẏa ] বি. জীবিকা। [সং. জীবন + উপায়]।

জীবন্ত [ jībanta ] বিণ. 1 বেঁচে আছে এমন, সজীব, জীবিত (জীবন্ত দগ্ধ); 2 অত্যন্ত স্পষ্ট (জীবন্ত সত্য)। [সং. √ জীব্ + বাং. অন্ত]।

জীবন্মুক্ত [ jībanmukta ] বিণ. জীবিতাবস্হাতেই পার্থিব মায়া-বন্ধন থেকে মুক্ত, কিন্তু তবু প্রারব্ধ কর্ম সম্পন্ন করার জন্য নিরাসক্তভাবে দেহধারণ করে আছেন এমন। [সং. জীবত্ + মুক্ত]। জীবন্মুক্তি বি. জীবন্মুক্ত অবস্হা; জীবন্মুক্ত হওয়া।

জীবন্মৃত [ jībanmṛta ] বিণ. জীবিত অবস্থাতেই মৃতবত্, নির্জীব; অত্যন্ত কষ্টে জীবনধারণের গ্লানি বহন করছে এমন। [সং. জীবত্ + মৃত]।

জীব-ন্যাস [ jība-nyāsa ] বি. 1 মন্ত্রবলে দেবপ্রতিমাদির প্রাণ প্রতিষ্ঠা; 2 (বিরল) প্রাণদান। [সং. জীব + ন্যাস (=স্হাপন)]।

জীববিজ্ঞান, জীবলোক, জীবহত্যা, জীবহিংসা [ jībabijñāna, jībalōka, jībahatyā, jībahiṃsā ] দ্র জীব2

জীবাণু [ jībāṇu ] বি. অতি সূক্ষ্ম প্রাণী বা উদ্ভিদ, microbe. [সং. জীব + অণু]। রোগ-জীবাণু বি. যে জীবাণু জীবদেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করে, bacillus.

জীবাত্মা [ jībātmā ] (-ত্মন্) বি. 1 জীবনামক আত্মা; দেহধারী আত্মা; 2 বিশেষ জীবের মধ্যে প্রতিবিম্বিত পরমাত্মা, পরমাত্মার প্রকাশরূপ জীবের দেহস্হ চৈতন্য। [সং. জীব + আত্মন্]।

জীবান্তক [ jībāntaka ] বিণ. জীবননাশক। ☐ বি. ব্যাধ। [সং. জীব + অন্তক]।

জীবাশ্ম [ jībāśma ] বি. প্রস্তরীভূত উদ্ভিদ বা প্রাণী, বহু পূর্বে মৃত প্রাণী বা উদ্ভিদের প্রস্তরে পরিণত দেহাবশেষ, fossil (বি.প.)। [সং. জীব + অশ্ম]।

জীবিকা [ jībikā ] বি. জীবনধারণের জন্য অবলম্বিত বৃত্তি বা পেশা, জীবনধারণের উপায়; পেশা বা বৃত্তি। [সং. √ জীব্ + ক + আ]। ̃ নির্বাহ বি. জীবনধারণের ব্যবস্হা, বেঁচে থাকার উপায় করা।

জীবিত [ jībita ] বিণ. জীবন্ত, বেঁচে আছে এমন (জীবিতাবস্হা, জীবিত প্রাণী)। ☐ বি. জীবন (জীবিতকাল, জীবিতেশ্বর)। [সং. √ জীব্ + ত]। জীবিতাশা বি. বাঁচার আশা। জীবিতেশ, জীবিতেশ্বর বি. 1 প্রাণেশ্বর, স্বামী; 2 যমরাজ; 3 ঈশ্বর, পরমেশ্বর; 4 প্রভু, নাথ।

-জীবী [ -jībī ] (-বিন্) বিণ. 1 জীবনযুক্ত, আয়ুযুক্ত (দীর্ঘজীবী, ক্ষণজীবী); 2 জীবিকানির্বাহকারী (আইনজীবী)। [সং. √ জীব্ + ইন্]।

জীমূত [ jīmūta ] বি. 1 মেঘ; 2 পর্বত। [সং. জী (=জীবন, জল) + √ মূ (ধারণ বা বদ্ধ করা) + ত]। ̃ নাদ, ̃ মন্দ্র বি. মেঘগর্জন, মেঘের ডাক। ̃ বাহন বি. ইন্দ্র।

জীরক [ jīraka ] বি. মশলাবিশেষ, জিরে। [সং. জীর + ক]।

জীর্ণ [ jīrṇa ] বিণ. 1 সর্বদা ব্যবহারে ক্ষয়প্রাপ্ত বা ব্যবহারের অযোগ্য (জীর্ণ বস্ত্র); 2 শীর্ণ হয়েছে এমন (জীর্ণদেহ); 3 জারিত (জীর্ণ লৌহ); 4 হজম হয়েছে এমন (জীর্ণ অন্ন)। [সং. √ জৃ + ত]। স্ত্রী. জীর্ণা। বি. ̃ তা। ̃ দশা বি. ভগ্ন অবস্হা। ̃ সংস্কার বি. ভগ্ন বা ক্ষয়প্রাপ্ত বস্তুর মেরামত। জীর্ণোদ্ধার বি. জীর্ণ বস্তুর মেরামত, জীর্ণসংস্কার।

জুঁই [ jum̐i ] বি. খুব ছোট সুগন্ধি ফুলবিশেষ, যুথিকা। [সং. যূথিকা]।

জুখা [ jukhā ] দ্র জোখা

জুগুপ্সা [ jugupsā ] বি. 1 কুত্সা, নিন্দা; 2 ঘৃণা। [সং. √ গুপ্ + সন্ + অ + আ]। জুগুপ্সিত বিণ. নিন্দিত; ঘৃণিত।

জুজ [ juja ] বি. বইয়ের ফর্মা বা খণ্ড। [আ. জুজ্]। ̃ সেলাই বি. ফর্মা পৃথক পৃথক সেলাই করে বই বাঁধানো।

জুজু [ juju ] বি. শিশুদের ভয় দেখাবার জন্য কল্পিত অশরীরী বা পিশাচযোনি। [দেশি]। ̃ বুড়ি বি. কল্পিত ছেলেধরা পিশাচী।

জুজুত্সু [ jujutsu ] বি. মল্লবিদ্যা; কুস্তি; জাপানি প্রণালীর কুস্তি। [জাপ. জিজিউত্-সু]।

জুঝা, যুঝা [ jujhā, yujhā ] ক্রি. 1 লড়া, যুদ্ধ করা; 2 বাধাবিঘ্নের মোকাবিলা করা (দারিদ্রের সঙ্গে যুঝতে হচ্ছে)। ☐ বি. উক্ত অর্থে। [সং. √ যুধ্]। ̃ নো ক্রি. লড়াই করানো; লড়াইয়ে বাধ্য বা উত্সাহিত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [জোঝা দ্র]।

জুটা, জোটা [ juṭā, jōṭā ] ক্রি. 1 সংগ্রহ হওয়া, মেলা (দুমুঠো অন্ন জোটে না, অন্ন জুটবে না); 2 একত্র হওয়া (বহুলোক জুটেছে); 3 উপস্হিত হওয়া (হঠাত্ এসে জুটল)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. √ জুট < সং. যূথ]। ̃ নো ক্রি. 1 সংগ্রহ করা; 2 একত্র করা; 3 উপস্হিত করা, নিয়ে আসা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

জুটি [ juṭi ] বি. 1 দোসর, সমান সমান দুটির একটি (একা কেন? তোমার জুটি কই?); 2 জোড়া, সমান বা সমকক্ষ দুটি। [জুড়ি দ্র]।

জুডো [ juḍō ] বি. আধুনিক জাপানি রীতির মল্লযুদ্ধ; জুজুত্সু-র আধুনিক রূপ। [ইং. judo < জাপ. জিউ-দো]।

জুড়ন [ juḍ়na ] দ্র জুড়া2

জুড়া2, জোড়া [ juḍ়ā2, jōḍ়ā ] ক্রি. 1 যুক্ত বা মিলিত করা (ভাঙতে পারি, জুড়তে পারি না); 2 কিছুর সঙ্গে এঁটে দেওয়া, জোতা (গাড়িতে বলদ জোড়া); 3 আরম্ভ করা (গল্প জুড়ে দিল); 4 ব্যাপ্ত করা ('আকাশ জুড়ে মেঘ করেছে চাঁদের লোভে লোভে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত সব অর্থে।[প্রাকৃ. √জোড় < সং. √ যোজি]। ̃ নো ক্রি. যুক্ত বা মিলিত বা যোজিত করানো; জোড়া দেওয়ানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [জোড়া2 দ্র]।

জুড়া2 [ juḍ়ā2 ] ক্রি. জুড়ানো, জুড়িয়ে যাওয়া, ঠাণ়্ডা হওয়া (ভাত জুড়াচ্ছে; হৃদয় জুড়ায়)। [বাং. √ জুড়া-তু. সং. জড় (=ঠাণ্ডা), হি. জাড়া]। ̃ নো ক্রি. বি. 1 ঠাণ়্ডা করা বা হওয়া (দুধ জুড়ানো); 2 শান্ত হওয়া বা করা (জ্বালা জুড়ানো); 3 তৃপ্ত হওয়া বা করা (চোখ জুড়ানো, প্রাণ জুড়ানো)। (কথ্য) জুড়ানোজুড়ন বি. জুড়ানো -র সব অর্থে ('তবু হিয়া জুড়ন না গেল')।

জুড়ি [ juḍ়i ] বি. 1 সমান সমান দুটি বা সমান সমান দুটির একটি, জুটি (জুড়ি বাঁধা); 2 সমকক্ষ ব্যক্তি (তার জুড়ি মেলা ভার); 3 দুই ঘোড়ায় টানা গাড়ি (জুড়ি হাঁকিয়ে চলেন); 4 যাত্রাগানে একযোগে গানকারী গায়কেরা (জুড়ির গান); 5 একই পরদায় বাঁধা সেতার এসরাজ ইত্যাদির দুটি বিশেষ তার। ☐ বিণ. 1 দুই ঘোড়ায় টানে এমন (জুড়িগাড়ি); 2 সমকক্ষ, সমান সমান। [হি. জোড়ী]। ̃ গাড়ি বি. দুই ঘোড়ায় টানে এমন গাড়ি। ̃ দার বি. সহযোগী বা সমকক্ষ ব্যক্তি।

জুত1 [ juta1 ] বি. 1 জ্যোতি (চোখের জুত); 2 শক্তি, তেজ। [সং. জ্যোতিঃ]।

জুত2 [ juta2 ] বি. 1 আরাম; 2 সুবিধা (খাওয়ার জুত হচ্ছে না, জুতসই)। [হি. জোড় = মেল, মিলন]।

জুতা1, জোতা [ jutā1, jōtā ] ক্রি. (গাড়ি, লাঙল ইত্যাদিতে প্রধানত পশুদের) যোজিত করা। ☐ বি. উক্ত অর্থে। [প্রাকৃ. যুত্ত < সং. যুক্ত]। ̃ নো ক্রি. (গাড়ি ইত্যাদিতে) যোজিত করানো। ☐ বি. উক্ত অর্থে।

জুতা2, (কথ্য) জুতো [ jutā2, (kathya) jutō ] বি. ধুলো ময়লা ইত্যাদি থেকে পায়ের পাতাকে রক্ষা করবার (মূলত চামড়ার তৈরি) পাদুকা, বিনামা। [হি. জুতা]। ̃ নো বি. ক্রি. 1 জুতো দিয়ে মারা বা প্রহার করা; 2 (আল.) নিদারুণ অপমানিত করা। ☐ বিণ. উক্ত দুই অর্থে। জুতা মারা, জুতো মারা ক্রি. বি. জুতানো। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ছোট বড় যাবতীয় কাজ।

জুদা [ judā ] বিণ. পৃথক, তফাত। [ফা. জুদাহ্]।

জুন [ juna ] বি. ইংরেজি সালের ষষ্ঠ মাস। [ইং. June]।

জুনি-পোকা [ juni-pōkā ] বি. জোনাকি। [আঞ্চ. জুনি + বাং. পোকা]।

জুবিলি [ jubili ] বি. কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের সাধারণত পঞ্চাশ বত্সর উত্তীর্ণ হওয়া উপলক্ষ্যে উত্সব; জয়ন্তী উত্সব। [ইং. jubilee]। রৌপ্য জুবিলি পাঁচিশ বত্সর পূর্তি উপলক্ষ্যে উত্সব, silver jubilee. স্বর্ণ বা সুবর্ণ জুবিলি পঞ্চাশ বত্সর পূর্তির উত্সব, golden jubilee. হীরক জুবিলি ষাট বত্সর পূর্তির উত্সব, diamond jubilee.

জুম, জুমিয়া [ juma, jumiẏā ] বিণ. বি. আসাম রাজ্যের পর্বতময় অঞ্চলে পাহাড়ের গায়ে যে চাষ হয়।

জুমা, জুম্মা [ jumā, jummā ] বি. শুক্রবারের মুসলমানি নাম, নামাজের বার। [আ. জুমাই]। ̃ বার বি. শুক্রবার, নামাজের দিন। জুমা মসজিদ বি. যে মসজিদে মুসলমান জনসাধারণ মিলিত হয়ে জুম্মার নামাজ পড়ে।

জুয়া1 [ juẏā1 ] ক্রি. জুয়ানো। [সং. √ যুজ্]।

জুয়া2 [ juẏā2 ] বি. 1 বাজি রেখে প্রতিযোগিতামূলক খেলা, gambling; 2 দ্যূতক্রীড়া। [হি. জুয়া]। ̃ খেলা বি. টাকাপয়সা বাজি ধরে খেলা। ̃ চুরি বি. প্রবঞ্চনা, প্রতারণা। ̃ চোর বি. ঠক, প্রবঞ্চক, প্রতারক। ̃ ড়ি, ̃ রি বি. যে জুয়া খেলে।

জুয়ানো [ juẏānō ] ক্রি. বি. 1 জোগানো ('কথা না জুয়ায়'); 2 উচিত বা সংগত হওয়া ('ছাড়িতে না জুয়ায়')। [জুয়া1 দ্র]।

জুয়েলার [ juẏēlāra ] বি. স্বর্ণকার; মণিকার। [ইং. jeweller]। জুয়েলারি বি. সোনারূপার গহনার দোকান।

জুরি [ juri ] বি. আদালত কর্তৃক জনসাধারণের মধ্য থেকে মনোনীত আসামির দোষ বা নির্দোষিততার বিষয়ে মতদানকারী ব্যক্তিসমষ্টি। [ইং. jury]।

জুল-জুল [ jula-jula ] অব্য. বি. 1 মিটমিট বা অল্প উজ্জ্বলতার ভাব (জুলজুল করে তাকানো); 2 চকচকে ভাব। ☐ বিণ. ঈষত্ উজ্জ্বল; আশা, আনন্দ বা লোভে চকচকে (জুলজুল চোখে তাকাচ্ছে)। [দেশি]।

জুলপি, জুলফি [ julapi, julaphi ] বি. 1 কানের পাশে নেমে আসা চুলের গোছা; 2 কানের পাশ থেকে গালের কিছুদূর পর্যন্ত রাখা দাড়ি। [হি. জুল্ফী < ফা. জুল্ফ্]।

জুলাই [ julāi ] বি. ইংরেজি বছরের সপ্তম মাস। [ইং. July]।

জুলি [ juli ] বি. 1 ছোট নালা; 2 অগভীর ও অপ্রশস্ত খাত; 3 মাটি খুঁড়ে সাজানো সারি সারি চুল্লি। [দ্রা. জোলি ?-তু জলপ্রণালী]।

জুলু [ julu ] বি. দক্ষিণ আফ্রিকার বানটু জাতিবিশেষ বা তাদের ভাষা। [ইং. Zulu]।

জুলুম [ juluma ] বি. অত্যাচার, উত্পীড়ন; জবরদস্তি (জোরজুলুম, চাঁদার জুলুম)। [আ. জুল্ম]। ̃ বাজ বিণ. অত্যাচারী, পীড়ক। ̃ বাজি বি. অত্যাচার, পীড়ন।

জুষ্ট [ juṣṭa ] (বর্ত. বিরল) বিণ. সেবিত, পূজিত (অনার্যজুষ্ট)। [সং. √ জুষ্ + ত]।

জুস1 [ jusa1 ] বি. রস, নির্যাস (আপেলের জুস)। [ইং. juice]।

জুস2 [ jusa2 ] বি. ক্বাথ; ঝোল; সূপ (ডালের জুস, মুরগির জুস)। [সং. যুস]।

জূট [ jūṭa ] বি. 1 সমূহ, রাশি; 2 চূলের ঝুঁটি (জটাজূট); 3 কেশবন্ধন। [সং. √ জূট্ + অ]।

জৃম্ভণ, জৃম্ভ [ jṛmbhaṇa, jṛmbha ] বি. 1 হাই; মুখ্যব্যাদান; 2 স্ফুরণ, বিকাশ। [সং. √ জৃম্ভ্ + অন, অ]। জৃম্ভক বিণ. 1 যে হাই তোলে; 2 আলস্যজনক বা নিদ্রাকারক। জৃম্ভকাস্ত্র বি. যে অস্ত্রপ্রয়োগে হাই ওঠে এবং ঘুম পায়। জৃম্ভমাণ বিণ. 1 হাই তুলছে এমন; 2 বিকাশশীল। জৃম্ভিত বিণ. 1 জৃম্ভণযুক্ত; 2 প্রকাশিত, বিকশিত।

জেঁকো [ jēn̐kō ] বিণ. জাঁক করে এমন। [বাং. জাঁক + উয়া > ও]।

জেট [ jēṭa ] বি. জেটইঞ্জিনচালিত বিমানপোত। [ইং. jet]।

জেটি [ jēṭi ] বি. জাহাজ, স্টিমার প্রভৃতি থেকে মালপত্র নামাবার বা যাত্রী নামাবার মঞ্চবিশেষ। [ইং. jetty]।

জেঠ [ jēṭha ] বিণ. (প্রত্যয়যুক্ত বা সমাসবদ্ধ শব্দে পূর্বপদে) জ্যাঠা (জেঠতুতো, জেঠশ্বশুর)। [সং. জ্যেষ্ঠ]। ̃ তুতো বিণ. জ্যাঠার সন্তান এমন (জেঠতুতো ভাই)। ̃ শাশুড়ি বি. স্বামীর বা স্ত্রীর জেঠিমা। ̃ শ্বশুর বি. স্বামীর বা স্ত্রীর জ্যাঠা।

জেঠা [ jēṭhā ] দ্র জ্যাঠা

জেঠি1, জেঠিমা [ jēṭhi1, jēṭhimā ] বি. জ্যাঠার পত্নী; পিতার অগ্রজের বা অগ্রজতুল্য ব্যক্তির পত্নী। [সং. জ্যেষ্ঠ > বাং. জেঠ + ই]।

জেঠি2, জেঠী [ jēṭhi2, jēṭhī ] বি. টিকটিকি। [সং. জ্যেষ্ঠী]।

জেতব্য [ jētabya ] বিণ. জেয়, জয় করার যোগ্য; জয় করা যায় বা উচিত এমন। [সং. √ জি + তব্য]।

জেতা1 [ jētā1 ] (-তৃ) বিণ. জয়ী, জয়কারী। [সং. √ জি + তৃ]।

জেতা2, জেতানো [ jētā2, jētānō ] যথাক্রমে জিতা ও জিতানো -র চলিত রূপ।

জেদ [ jēda ] বি. জিদ, প্রচণ্ড বা প্রবল ঝোঁক, গোঁ, নাছোড়বান্দা ভাব। [আ. জিদ্দী]। জেদি বিণ. একগুঁয়ে, নাছোড়বান্দা। জেদা-জেদি বি. পরস্পর জিদ প্রকাশ; বারবার জিদ প্রকাশ।

জেনারেল [ jēnārēla ] বি. সেনাপতি। [ইং. general]।

জেনারেশন [ jēnārēśana ] বি. যুগ; প্রজন্ম; পুরুষ (নতুন জেনারেশনের ছেলেমেয়েরা)। [ইং. generation]।

জেনে-শুনে [ jēnē-śunē ] ক্রি-বিণ. সচেতনভাবে; বুঝেশুঝে (সে জেনেশুনেই এ কাজ করেছে)। [বাং. জানাশুনা]।

জেন্দ [ jēnda ] বি. প্রাচীন পারস্যের ভাষা, Zend; জোরোয়াস্টারকৃত ধর্মশাস্ত্র 'আবেস্তা' র ভাষা। [ফা. জেন্দ্]।

জেব [ jēba ] বি. 1 জামার পকেট; 2 টাকাপয়সা রাখার জন্য ছোট থলি। [ফা. জেব্]।

জেব্রা [ jēbrā ] বি. আফ্রিকার ডোরা-কাটা ঘোড়াজাতীয় পশুবিশেষ। [ইং. zebra]।

জেয় [ jēẏa ] বিণ. জয়ের যোগ্য, জেতব্য, জয়সাধ্য। (তু. বিপ. অজেয়)। [সং. √ জি + য]।

জের [ jēra ] বি. 1 আগেকার হিসাবের অবশেষ বা অনুবৃত্তি (গত মাসের হিসাবের জের); 2 রেশ (পুরোনো ঝগড়ার জের)। [ফা. যের]। জের টানা ক্রি. 1 হিসাবের খাতায় পূর্বপৃষ্ঠার জমাখরচের মোট অঙ্ক পরপৃষ্ঠায় নিয়ে যাওয়া; 2 পূর্বকর্মের রেশ টানা, আগেকার কাজের ফলভোগ করা। ☐ বি. উক্ত অর্থে।

জের-বার [ jēra-bāra ] বিণ. নাকাল, বিপর্যস্ত (সমস্যায় সমস্যায় জেরবার হয়ে গেছে)। [ফা. যেরবার]।

জেরা [ jērā ] বি. আদালতে কারও উক্তির সত্যাসত্য বিচারের জন্য সাক্ষীকে উকিলের কূট প্রশ্ন; উকিলের কূট প্রশ্নের মতো প্রশ্নের পর প্রশ্ন। [হি. জেরা < আ. জির্হ্]।

জেল [ jēla ] বি. 1 কারাগার, জেলখানা (জেলে যাওয়া); 2 কারাদণ্ড (জেল খাটা, জেল হওয়া)। [ইং. jail]।

জেলা [ jēlā ] বি. মহকুমার সমষ্টি; দেশ, রাজ্য বা প্রদেশের বিভাগবিশেষ, district. [আ. দিলা]। ̃ পরিষদ বি. ভারতের পঞ্চায়েত ব্যবস্থায় সর্বোচ্চ স্তর। ̃ শহর বি. জেলার প্রধান শহর। &tilde ; শাসক বি. জেলার প্রশাসনিক প্রধান, district magistrate.

জেলার [ jēlāra ] বি. জেলের অধ্যক্ষ, কারাধ্যক্ষ। [ইং. jailor]।

জেলি [ jēli ] বি. ফলের রস চিনির রসে ফুটিয়ে প্রস্তুত মোরব্বাজাতীয় খাদ্যবিশেষ। [ইং. jelly]।

জেলে, জেলিয়া [ jēlē, jēliẏā ] বি. ধীবর, মত্স্যশিকারি, মত্স্যব্যবসায়ী; হিন্দু জাতিবিশেষ। [সং. জাল2 + বাং. ইয়া > এ]। স্ত্রী. জেলেনি। ̃ ডিঙি বি. জেলেদের ব্যবহৃত মাছ ধরার ছোট নৌকা।

জেল্লা [ jēllā ] বি. ঔজ্জ্বল্য, চাকচিক্য, চেকনাই (চেহারার জেল্লা, বাসনের জেল্লা)। [আ. দিলা]। ̃ দার বিণ. উজ্জ্বল, চকচকে।

জেহাদ, জিহাদ [ jēhāda, jihāda ] বি. 1 বিধর্মীদের বিরুদ্ধে মুসলমানদের ধর্মযুদ্ধ; 2 ধর্মযুদ্ধ; 3 (আল.) ধর্মীয় বা অন্য কোনো সত্ উদ্দেশ্যে যুদ্ধ প্রতিবাদ বা বিদ্রোহ। [আ. জিহাদ্]।

জেহ্ন [ jēhna ] অব্য. বিণ. (প্রা. বাং.) যেন, যেমন, যেরূপ। [বাং. যেন]।

জৈন [ jaina ] বি. মহাবীর-প্রবর্তিত জিনোপাসক ধর্মসম্প্রদায়বিশেষ। [সং. জিন + অ]।

জৈব [ jaiba ] বিণ. 1 জীবসম্বন্ধীয় (জৈব উপাদান); 2 জীবজাত, প্রাণিজ। [সং. জীব + অ]। ̃ রসায়ন বি. জীবসংক্রান্ত রসায়নশাস্ত্র, organic chemistry, biochemistry.

জৈমিনি [ jaimini ] বি. মীমাংসাদর্শনপ্রণেতা মুনি, এর নাম স্মরণ করলে বজ্রপাত নিবারিত হয় এই বিশ্বাসে বজ্রবিদ্যুত্পাতের সময় লোকে এর নাম কীর্তন করে।

জো [ jō ] বি. সুযোগ, উপায় (পালাবার জো নেই)। [সং. যোগ]।

জোঁক [ jōn̐ka ] বি. জলৌকা, রক্তপায়ী কৃমিবিশেষ। [সং. জলৌকা]।

জোঁকার, জোকার [ jōn̐kāra, jōkāra ] বি. হুলুধ্বনি। [প্রাকৃ. জোক্কার < সং. জয়কার]।

জোঁদা [ jōn̐dā ] বিণ. অত্যন্ত টক, অতি টক স্বাদযুক্ত। [দেশি]।

জোক, জোখ [ jōka, jōkha ] বি. মাপ; পাশাপাশি রেখে নেওয়া মাপ (মাপজোক, জোক নেওয়া)। [হি. √ জুখ]।

জোখা, জুখা [ jōkhā, jukhā ] ক্রি. 1 পরিমাণ নির্ণয় করা; 2 ওজন করা; 3 পাশাপাশি রেখে তুলনামূলকভাবে মাপা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে (লেখাজোখা)। [হি √ জুখ]।

জোগাড়, (বর্জি.) যোগাড় [ jōgāḍ়, (barji.) yōgāḍ় ] বি. 1 সংগ্রহ (টাকার জোগাড়); 2 আয়োজন (বিয়ের জোগাড়)। [সং. যোগ + বাং. আড়]। &tilde ; যন্ত্র বি. কাজ সম্পাদনের ব্যবস্থা ও কাজের উপকরণের আয়োজন। জোগাড়ে, যোগাড়ে বিণ. 1 জোগাড় করতে পটু; 2 সাহায্যকারী।

জোগান, (বর্জি.) যোগান [ jōgāna, (barji.) yōgāna ] বি. সরবরাহ (দুধের জোগান)। [জোগাড় দ্র]। জোগান দেওয়া ক্রি. বি. সরবরাহ করা (লোকটি আমাকে নিয়মিত খবর জোগান দেয়)। জোগানো, যোগানো ক্রি. বি. 1 সরবরাহ করা (কথা জোগায় না, টাকা জোগাবে কে?); 2 প্রয়োজন মেটানো। ̃ দার, জোগানে বিণ. সরবরাহকারী।

জোচ্চোর, জোচ্চুরি [ jōccōra, jōccuri ] যথাক্রমে জুয়াচোর ও জুয়াচুরি র কথ্য রূপ।

জোট [ jōṭa ] বি. 1 মিলিত হওয়া, মিলন, সমাবেশ; দল (জোট বাঁধা); 2 গাঁট, জটিল বন্ধন (জোট পড়েছে)। [হি. জোড়]। জোট-নিরপেক্ষ বিণ. কোনো গোষ্ঠী দেশ বা জোটের অন্তর্ভুক্ত নয় এমন, non-aligned. জোট-নিরপেক্ষতা বি. কোনো দলে বা গোষ্ঠীতে না থাকার নীতি, non-alignment.

জোটা, জোটানো [ jōṭā, jōṭānō ] যথাক্রমে জুটা ও জুটানো -র চলিত রূপ।

জোটে-বুড়ি [ jōṭē-buḍ়i ] বি. জুজুবুড়ি, শিশুদের ভয় দেখানোর জন্য কল্পিত জটাধারিণী পিশাচীমূর্তি। [বাং. জটা + ইয়া > এ + বুড়ি]।

জোড় [ jōḍ় ] বি. 1 মিলন, সংযোগ (কাঠের জোড়ের মুখ); 2 যুগল (তারা জোড়ে এসেছিল, মানিকজোড়); 3 বিবাহ ইত্যাদি মাঙ্গলিক কর্মের ধুতি ও চাদর (চেলির জোড় পরেছে); 4 যন্ত্রসংগিতের দ্রুত বাদনরীতির অঙ্গবিশেষ। ☐ বিণ. যুক্ত; মিলিত (জোড়হাতে)। [প্রাকৃ. জোডিঅ < সং. √ জুড়্ (বন্ধনে)]। ̃ কলম বি. বড় গাছের ডালের সঙ্গে চারাগাছ জুড়ে দিয়ে উত্পাদিত কলম। জোড় খাওয়া, জোড় মেশা ক্রি. বি. ঠিকভাবে সংযুক্ত হওয়া, মিশ হওয়া (এটার সঙ্গে ওটা ঠিক জোড় খাবে না)। ̃ সংখ্যা বি. যুগ্ম সংখ্যা, 2-দ্বারা বিভাজ্য সংখ্যা। ̃ হাত বি. কৃতাঞ্জলি হয়ে অর্থাত্ দুই করতল যুক্ত করে নমস্কার করার ভঙ্গিবিশেষ। জোড়ে যাওয়া ক্রি. বি. বিবাহের পর স্ত্রীকে নিয়ে বরের প্রথম শ্বশুরালয়ে যাওয়া।

জোড়া1 [ jōḍ়ā1 ] বিণ. যুগল, দুটি (জোড়া ইলিশ, জোড়া পায়ে লাথি)। ☐ বি. 1 যুগ্ম বস্তু (কাপড়ের জোড়া, একজোড়া কাপড়); 2 জুড়ি, সমকক্ষ বস্তু বা ব্যক্তি (তার জোড়া নেই, সাপের জোড়া); 3 জোড়, সংযোগ (জোড়া লেগে গেছে)। [বাং. জোড় + আ (সং. যুগ্ম)]।

জোড়া2 [ jōḍ়ā2 ] বিণ. 1 যুক্ত, আঁটা (বইয়ে জোড়া ছবি); 2 যোজিত (লাঙলে ছোড়া বলদ); 3 ভরা, ব্যাপ্ত করে আছে এমন (ঘরজোড়া খাট, দেশজোড়া খ্যাতি); 4 দোসর, জুটি (এ কাপড়ের আর জোড়া হবে না)। [জুড়া, জোড়া1 দ্র]।

জোড়া-তাড়া [ jōḍ়ā-tāḍ়ā ] বি. কাজ চালাবার জন্য যেকোনো রকমে জোড়া দেওয়ার, ব্যবস্হা; গোঁজামিল; জোড়াতালি। [বাং. জোড়া + (অনুগামী শব্দ) তাড়া]।

জোড়া-তালি [ jōḍ়ā-tāli ] বি. 1 সেলাই করে জোড়া লাগানো এবং প্রয়োজনবোধে তালি দেওয়ার কাজ; 2 কোনোরকমে কাজ চালাবার মতো ব্যবস্হা, জোড়াতাড়া। [বাং. জোড়া + তালি]।

জোড়া-শব্দ [ jōḍ়ā-śabda ] বি. বিশেষ অর্থবোধ হয় এমন একই শব্দের বা প্রায় একইরকম শব্দের দ্বিত্ব, শব্দদ্বৈত-যথা গলায় গলায়। [সং. জোড়া + সং. শব্দ]।

জোত [ jōta ] বি. 1 চাষের জমি; 2 কর্ষণযোগ্য ভূ-সম্পত্তি; 3 লাঙলের সঙ্গে গোরুকে বাঁধবার দড়ি। [সং. যোত্র]। ̃ দার বি. জমিদার; জমিদারের অধীনে কর্ষণযোগ্য ভূ-সম্পত্তির মালিক।

জোতা [ jōtā ] ক্রি. যুক্ত বা যোজিত করা; সংযোজিত করা (এখন গাড়িতে বলদ জোতা হয়নি)। [জুতা1 দ্র]।

জোত্র, (কথ্য) জোত্তর [ jōtra, (kathya) jōttara ] বি. 1 জো, সুযোগ, উপায় (শরীরটা তেমন জোত্তর লাগছে না); 2 সংস্হান। [সং. যোত্র]।

জোনাকি [ jōnāki ] বি. দীপ্তিযুক্ত পোকাবিশেষ, খদ্যোত। [তু. সং. জ্যোতিরিঙ্গণ]।

জোব্বা [ jōbbā ] বি. বুকখোলা ও হাঁটু পর্যন্ত লম্বা ঢিলা জামাবিশেষ। [আ. জুব্বা]।

জোয়ান1 [ jōẏāna1 ] বি. মশলা হিসাবে ব্যবহৃত ক্ষুদ্র শস্যবিশেষ। [< সং. যমানী]।

জোয়ান2 [ jōẏāna2 ] বি. 1 যুবক; 2 বলবান ব্যক্তি; 3 যোদ্ধা (জোয়ানরা দেশের জন্য লড়ছে)। ☐ বিণ. হৃষ্টপৃষ্ট; বলিষ্ঠ (জোয়ানমর্দ)। [ফা. জবান-তু. সং. যুবন্]।

জোয়ার1 [ jōẏāra1 ] বি. চন্দ্রসূর্যের আকর্ষণে সমুদ্র ও নদনদীর জলস্ফীতি (তু. ভাঁটা)। [হি. জুবার (< সং. জলবার)]।

জোয়ার2 [ jōẏāra2 ] বি. গমজাতীয় শস্যবিশেষ। [হি. জওয়ার, জবার]। জোয়ারি1 -বিণ. জোয়ার থেকে প্রস্তুত (জোয়ারি রুটি)।

জোয়ারি2 [ jōẏāri2 ] বি. যে ফলকটি তানপুরা সেতার প্রভৃতি বাদ্যযন্ত্রের তার ধারণ করে, bridge. [হি. জবারী]। জোয়ারি করা ক্রি. বি. জোয়ারি পরিষ্কার করা; জোয়ারি সাফ করে সুরে বাঁধা।

জোয়াল [ jōẏāla ] বি. লাঙলের সঙ্গে পশু জোতবার কাঠামোবিশেষ, সুগন্ধর। [সং. যুগল]।

জোর [ jōra ] বি. 1 বল, শক্তি (গায়ের জোর, বুদ্ধির জোরে করেছে); 2 বলপ্রয়োগ (জোরে ধাক্কা দেওয়া); 3 তীব্রতা, উচ্চতা (গলার জোর); 4 দৃঢ়তা (মনের জোরে); 5 অধিকার দাবি (সন্তানের উপর মায়ের জোর)। ☐ বিণ. 1 উচ্চ, চড়া, তীব্র (জোর আওয়াজ); 2 বলবান, শক্তিশালী (জোর হাওয়া); 3 কড়া (জোর হুকুম); 4 দ্রুত, দ্রুতগতি (জোর পায়ে চলা, জোর কদম); 5 আশাতীতরকম ভালো (জোর বরাত); 6 প্রচুর, দারুণ (জোর মারপিট হল)। [ফা. যোর]। ̃ কপাল, ̃ বরাত. বি. ভাগ্যের জোর বা অনুকূলতা। ̃ জবর-দস্তি, ̃ জুলুম বি. 1 জোরাজুরি, জবরদস্তি; 2 অত্যাচার; 3 পীড়াপীড়ি। ̃ জার বি. জবরদস্তি। ̃ তলব বি. জরুরি তলব, তাড়াতাড়ি যাবার বা আসবার জন্য কড়া হুকুম। জোরা-জুরি বি. ক্রমাগত বলপ্রয়োগ বা চাপসৃষ্টি। ̃ দার, জোরানো বিণ. বলবান, শক্তিশালী; প্রবল (জোরালো আন্দোলন)।

জোরু, জরু [ jōru, jaru ] বি. পত্নী, স্ত্রী। [হি. জরু]।

জোল, জোলা1 [ jōla, jōlā1 ] বি. সংকীর্ণ বা অপরিসর খাল, লম্বা কিন্তু সরু খাত। [জুলি দ্র]।

জোলা2 [ jōlā2 ] বি. মুসলমান তাঁতি। [ফা. জুলাহ]। স্ত্রী. ̃ নি

জোলাপ [ jōlāpa ] বি. বিরেচক ওষুধ, কোষ্ঠ সাফকারী ওষুধ। [ফা. < আ. জুলাব্]।

জোলো [ jōlō ] বিণ. 1 জলমিশ্রিত (জোলো দুধ); 2 জলীয়, সজল (জোলো বাতাস); 3 জলের মতো স্বাদবিশিষ্ট, পানসে (জোলো রান্না, জোলো স্বাদ); 4 নীরস; 5 অন্তঃসারশূন্য; 6 হালকা (জোলো বক্তৃতা)। [বাং. জল + ও]।

জোশ [ jōśa ] বি. 1 উদ্দীপনা, উত্সাহ (তোমার কথায় সে বেশ জোশ পেয়েছে); 2 উত্তপ্ত ভাব, উত্তাপ। [ফা. জোশ]।

জোষণ [ jōṣaṇa ] বি. 1 আনন্দ, হর্ষ; 2 প্রীতি; 3 সেবা। [সং. √ জুষ্ + অন]।

জোহার [ jōhāra ] বি. (প্রা. বাং. কাব্যে) প্রণাম; অভিবাদন। [তু. হি. জুহার্]।

জৌনপুরি [ jaunapuri ] বিণ. 1 জৌনপুরে উত্পন্ন; 2 জৌনপুর-সম্বন্ধীয়। ☐ বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [জৌনপুর + বাং. ই]।

-জ্ঞ [ -jña ] (সমাসের পরপদে) বিণ. বিজ্ঞ; জানে এমন (বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ, রাজনীতিজ্ঞ)। [সং. √ জ্ঞা + অ]।

জ্ঞাত [ jñāta ] বিণ. 1 জানে এমন (আপনি জ্ঞাত আছেন); 2 বিদিত, অবগত (এ ব্যাপার সকলেরই জ্ঞাত)। [সং. √ জ্ঞা + ত]। ̃ সারে ক্রি-বিণ. 1 সজ্ঞানে, জেনে (সে জ্ঞাতসারে এ কাজ করেনি); 2 গোচরে (এ কাজ তার জ্ঞাতসারে হয়নি)।

জ্ঞাতব্য [ jñātabya ] বিণ. জানবার যোগ্য, জানা উচিত বা জানতে হবে এমন (জ্ঞাতব্য তথ্য)। [সং. √ জ্ঞা + তব্য]।

জ্ঞাতা [ jñātā ] (-তৃ) বিণ. বি. জানে এমন; অভিজ্ঞ। [সং. √ জ্ঞা + তৃ]।

জ্ঞাতি [ jñāti ] বি. 1 একই আদিপুরুষের বংশধর; সগোত্র ব্যক্তি; 2 নিকট সম্পর্কের ব্যক্তি; 3 সপিণ্ড, যে সপ্তমপুরুষ পর্যন্ত পিণ়্ডদান করার অধিকারী। [সং. √ জ্ঞা + তি]। ̃ কুটম্ব, ̃ গোত্র বি. আত্মীয়স্বজন। ̃ ত্ব বি. জ্ঞাতির সম্বন্ধ; জ্ঞাতির উপযুক্ত আচরণ। ̃ ভাই বি. জ্ঞাতি সম্বন্ধে ভাই।

জ্ঞান [ jñāna ] বি. 1 বোধ, বুদ্ধি, বোঝবার শক্তি (গভীর জ্ঞানের অধিকারী); 2 সংজ্ঞা, চেতনা (রোগীর জ্ঞান ফেরেনি); 3 ধারণা, বিবেচনা (মাত্রাজ্ঞান, সমজ্ঞান, আত্মীয়জ্ঞানে কাজ করা); 4 অভিজ্ঞতা (ব্যবসায়ে জ্ঞান); 5 বিদ্যাবত্তা, শিক্ষা, পাণ্ডিত্য (শাস্ত্রজ্ঞান); 6 তত্ত্বজ্ঞান (গীতার জ্ঞানযোগ)। [সং. √ জ্ঞা + অন]। ̃ কাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু। ̃ কৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ) ̃ কোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia. ̃ গম্য বিণ. জ্ঞানের দ্বারা লভ্য। ̃ গম্যি বি. (কথ্য) বুদ্ধিশুদ্ধি। ̃ গরিমা বি. জ্ঞানগৌরব, জ্ঞানের গরিমা। ̃ গর্ভ বিণ. জ্ঞানপূর্ণ, সারগর্ভ। ̃ চক্ষু বি. অন্তর্দৃষ্টি; জ্ঞানরূপ দৃষ্টি। ̃ ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে। ̃ তৃষ্ণা বি. জ্ঞানের জন্য প্রবল আগ্রহ। ̃ বিণ. জ্ঞানদায়ক। ̃ দা বিণ. (স্ত্রী.) জ্ঞানদায়িনী। ̃ পবন (কথ্য) বি. বুদ্ধিশুদ্ধি। ̃ পাপী (-পিন্) বিণ. জেনেশুনে পাপকাজ করে এমন। ̃ পিপাসা জ্ঞাততৃষ্ণা -র অনুরূপ। ̃ বাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত। ̃ বান (-বত্) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী। ল্ত্রী. ̃ বতী। ̃ বৃদ্ধ বিণ. জ্ঞানী, জ্ঞানসমৃদ্ধ; প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। ̃ ময় বিণ. জ্ঞানপূর্ণ; জ্ঞানস্বরূপ। ☐ বি. পরব্রহ্ম, যিনি নিখিল জ্ঞানের আধার এবং যিনি কেবল জ্ঞানযোগের দ্বারা লভ্য। ̃ যোগ বি. জ্ঞানরূপ যোগ; ব্রহ্মলাভার্থ জ্ঞানমার্গীয় সাধনপ্রণালী; জ্ঞানলাভের উপায় বা শাস্ত্র। ̃ লিপ্সা বি. জ্ঞানলাভের ইচ্ছা, জ্ঞানপিপাসা। ̃ শক্তি বি. শ্রীকৃষ্ণের শক্তিত্রয়ের অন্যতম; জ্ঞানরূপ শক্তি; জ্ঞান যে শক্তি দেয়। ̃ শূন্য, ̃ হীন বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ। জ্ঞান দেওয়া (কথ্য) অবাঞ্ছিত উপদেশ দেওয়া।

জ্ঞানাঙ্কুর [ jñānāṅkura ] বি. জ্ঞানের প্রাথমিক বিকাশ বা সঞ্চার, জ্ঞানসঞ্চার। [সং. জ্ঞান + অঙ্কুর]।

জ্ঞানাঞ্জন [ jñānāñjana ] বি. তত্ত্বজ্ঞানরূপ কাজল যার দ্বারা অজ্ঞানরূপ অন্ধকার দূর হয় বা তিমিররোগ নিরাময় হয় এবং সমস্ত কিছুর প্রকৃত রূপ উপলব্ধি করা যায়। [সং. জ্ঞান + অঞ্জন]।

জ্ঞানাতীত [ jñānātīta ] বিণ. জ্ঞানের অতীত, জ্ঞানের দ্বারা যা লভ্য নয়। [সং. জ্ঞান + অতীত]।

জ্ঞানী [ jñānī ] (-নিন্) বিণ. 1 জ্ঞানবান, জ্ঞান আছে যাঁর; 2 বিবিধ শাস্ত্র সম্বন্ধে জ্ঞানসম্পন্ন; 3 অভিজ্ঞ; 4 তত্ত্বজ্ঞ। [সং. জ্ঞান + ইন্]।

জ্ঞানেন্দ্রিয় [ jñānēndriẏa ] বি. যে ইন্দ্রিয়ের দ্বারা বাহ্যবিষয়ের জ্ঞান লাভ করা যায় অর্থাত্ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক এই পঞ্চেন্দ্রিয়। [সং. জ্ঞান + ইন্দ্রিয়। তু. কর্মেন্দ্রিয়়]।

জ্ঞানোদয় [ jñānōdaẏa ] বি. জ্ঞানের উদয়, জ্ঞানের সঞ্চার; জ্ঞানলাভ হওয়া। [সং. জ্ঞান + উদয়]।

জ্ঞাপক [ jñāpaka ] বিণ. 1 যে বা যা জানায়, যে বা যা জ্ঞাপন করে; 2 দ্যোতক, ব্যঞ্জক, প্রকাশক (অর্থজ্ঞাপক); 3 প্রচারক (সংবাদজ্ঞাপক)। [সং. √ জ্ঞা + ণিচ্ + অক]।

জ্ঞাপন [ jñāpana ] বি. 1 জ্ঞাত করা, জানানো (ভাষার প্রধান কাজ জ্ঞাপন); 2 নিবেদন। [সং. √ জ্ঞা + ণিচ্ + অন]। জ্ঞাপনীয় বিণ. জ্ঞাপন করা উচিত বা করার যোগ্য এমন; নিবেদনীয়।

জ্ঞাপয়িতা [ jñāpaẏitā ] (-তৃ) বিণ. জ্ঞাপক, জ্ঞাপনকারী। [সং. √ জ্ঞা + ণিচ্ + তৃ]। স্ত্রী. জ্ঞাপয়িত্রী

জ্ঞাপিত [ jñāpita ] বিণ. জানানো হয়েছে এমন। [সং. √ জ্ঞা + ণিচ্ + ত]।

জ্ঞেয় [ jñēẏa ] বিণ. 1 জ্ঞাতব্য; জানার যোগ্য; 2 জ্ঞানসাধ্য, জানা যায় এমন (দুর্জ্ঞেয় রহস্য); 3 জানতে হবে এমন। [সং. √ জ্ঞা + য]।

জ্বর [ jbara ] বি. সর্বাঙ্গে তাপ ও নাড়ির চাঞ্চল্য বৃদ্ধিকারক রোগ। [সং. √ জ্বর্ + অ]। ̃ ঘ্ন বিণ. জ্বরনাশক (জ্বরঘ্ন ওষুধ)। ̃ ঠুঁটো বি. জ্বরভোগের ফলে ঠোঁটে যে ঘা হয়। জ্বরাক্রান্ত বিণ. জ্বরে আক্রান্ত। জ্বরাতিসার বি. উদরাময়যুক্ত টাইফয়েড জাতীয় জ্বররোগ। জ্বরান্তক বিণ. জ্বরঘ্ন, জ্বরনাশক। জ্বরিত বিণ. জ্বরাক্রান্ত, জ্বরযুক্ত।

জ্বল-জ্বল [ jbala-jbala ] বি. প্রখর দীপ্তির ভাব; দীপ্তভাবে অবস্হানের ভাব (আকাশে তারা জ্বলজ্বল করছে)। [সং. জ্বল্ + অ + জ্বল্ + অ]। জ্বলজ্বলে বিণ. প্রদীপ্ত; অতিশয় উজ্জ্বল।

জ্বলতঁহি [ jbalatam̐hi ] ক্রি. (ব্রজ.) জ্বলছে। [সং. জ্বলতি]।

জ্বলত্ [ jbalat ] বিণ. দীপ্যমান, জ্বলছে বা জ্বলজ্বল করছে এমন (জ্বলজ্যোতি)। [সং. √ জ্বল্ + অত্]।

জ্বলন [ jbalana ] বি. 1 অগ্নি; 2 অগ্নিশিখা; 3 দীপ্তি; 4 দাহজনিত বা অন্য কোনো কারণজনিত কষ্টবোধ, জ্বালা; 5 (আঞ্চ.) বিরক্তি। [সং. √ জ্বল্ + অন]।

জ্বলন্ত [ jbalanta ] বিণ. জ্বলছে এমন (জ্বলন্ত অঙ্গার)। [বাং. √ জ্বল্ + অন্ত]।

জ্বলা [ jbalā ] ক্রি. 1 পোড়া, দগ্ধ হওয়া (কয়লা জ্বলছে); 2 প্রদীপ্ত হওয়া ('সেখানে দুচোখে জ্বলে তারা': বিষ্ণু); 3 আলোকদান করা (বাতি জ্বলে); 4 জ্বলজ্বল করা (বিড়ালের চোখ জ্বলে); 5 জ্বালা করা (বুক জ্বলে গেল); 6 অতিশয় ক্রোধের উদ্রেক হওয়া (কথা শুনলে গা জ্বলে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. দগ্ধ; জ্বলেছে বা জ্বলছে বা জ্বলে এমন। [সং. √ জ্বল্ + বাং. আ]।

জ্বলানো [ jbalānō ] ক্রি. বি. (আঞ্চ.) 1 প্রজ্বলিত করা; 2 অগ্নি সংযোগ করা; 3 পোড়ানো; 4 উত্ত্যক্ত করা। [জ্বালানো দ্র]।

জ্বলিত [ jbalita ] বিণ. 1 জ্বলেছে বা জ্বলে গেছে এমন; প্রজ্বলিত; 2 প্রকাশিত; 3 দীপ্ত; 4 দগ্ধ। [সং. √ জ্বল্ + ত]।

জ্বলুনি [ jbaluni ] বি. 1 দহন, জ্বলন; 2 জ্বালা, যন্ত্রণা। [বাং. জ্বলা + উনি]।

জ্বাল [ jbāla ] বি. 1 আগুনের তাপ বা আঁচ; 2 আগুনের তাপে গরম বা সিদ্ধ করা (দুধ জ্বাল দেওয়া, ঝোলটায় জ্বাল কম হয়েছে); 3 অগ্নিশিখা। [সং. √ জ্বল্ + অ]।

জ্বালতি, জালতি [ jbālati, jālati ] বি. রান্নায় যে অংশ জ্বলে নিঃশেষ হয় (সস্তা ঘিয়ে জ্বালতি বেশি যায়)। [সং. জ্বাল + বাং. তি]।

জ্বালা1 [ jbālā1 ] বি. 1 আগুনের ঝলকা; 2 অগ্নিশিখা (বহ্নিজ্বালা); 3 দাহ, যন্ত্রণা (পেটের জ্বালা, কেন এত জ্বালা দিচ্ছ?)। [সং. √ জ্বল্ + আ]।

জ্বালা2 [ jbālā2 ] ক্রি. 1 প্রজ্বলিত করা (আগুন জ্বালা); 2 আগুন ধরানো, অগ্নিসংযোগ করা (উনুন জ্বালা, চিতা জ্বালা)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [সং. √ জ্বল্ + বাং. আ]।

জ্বালাতন [ jbālātana ] দ্র জালাতন

জ্বালানি [ jbālāni ] বি. ইন্ধন; জ্বালাবার কাঠ তেল ইত্যাদি। ☐ বিণ. জ্বালাবার উপযুক্ত (জ্বালানি কাঠ)। [বাং. জ্বালা2 + নি]। ☐ বিণ. (স্ত্রী.) যে জ্বালে বা জ্বালায়।

জ্বালানে, জ্বালানিয়া [ jbālānē, jbālāniẏā ] বিণ. 1 জ্বালায় বা জ্বালাতন করে এমন, উত্ত্যক্ত করে এমন (জ্বালানে ছেলে); 2 অগ্নিসোযোগকারী (ঘরজ্বালানে)। [বাং. জ্বালা2 + নিয়া > নে]। স্ত্রী. জ্বালানি

জ্বালানো [ jbālānō ] ক্রি. 1 প্রজ্বলিত করা (আগুন জ্বালানো); 2 অগ্নিসংযোগ করা, আগুন ধরানো (উনুন জ্বালানো); 3 পোড়ানো, পুড়িয়ে ফেলা (জঞ্জাল জ্বালানো); 4 উত্ত্যক্ত করা, জ্বালাতন করা (আর আমাকে জ্বালিয়ো না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 প্রজ্বলিত (জ্বালানো উনুন); 2 দগ্ধীভূত। [বাং. √ জ্বালা + আনো]।

জ্বালা-ময়ী [ jbālā-maẏī ] বিণ. (স্ত্রী.) তীব্র, তীক্ষ্ণ (জ্বালাময়ী বক্তৃতা)। [সং. জ্বালাময় + ঈ]।

জ্বালা-মালিনী [ jbālā-mālinī ] বি. দুর্গাদেবীর রূপবিশেষ। [সং. জ্বালামালা + ইন্ + ঈ]।

জ্বালা-মুখ [ jbālā-mukha ] বি. আগ্নেয়গিরির মুখ; যেখান দিয়ে তপ্ত লাভা ইত্যাদি বার হয়, অগ্নিমুখ। [সং. জ্বালা (অগ্নিশিখা) + মুখ]।

জ্বালা-মুখী [ jbālā-mukhī ] বি. পাঞ্জাবের একটি পীঠস্হান। [সং. জ্বালা (অগ্নিশিখা) + মুখ (প্রধান) + ঈ]।

জ্বালিত [ jbālita ] বিণ. 1 আগুন ধরানো বা জ্বালানো হয়েছে এমন, প্রজ্বলিত; 2 দগ্ধীকৃত, ভস্মীকৃত; 3 সন্তাপিত; 4 উত্ত্যক্ত। [সং. √ জ্বল্ + ণিচ্ + ত]।

জ্যা [ jyā ] বি. 1 ধনুকের গুণ বা ছিলা; 2 (জ্যামি.) বৃত্তাংশের দুই প্রান্ত যোজনাকারী রেখা, chord; 3 পৃথিবী।[সং. √ জ্যা + ক্বিপ্]। ̃ নির্ঘোষ বি. ধনুকের টংকার। ̃ রোপণ বি. ধনুকে গুণ বা ছিলা পরানো।

জ্যাকেট [ jyākēṭa ] বি. কোটের মতো কিন্তু অপেক্ষাকৃত কম ঝুলবিশিষ্ট জামাবিশেষ। [ইং. jacket]।

জ্যাঠা [ jyāṭhā ] বি. জ্যেষ্ঠতাত, পিতার অগ্রজ, বাবার বড় ভাই। ☐ বিণ. (বিদ্রূপে বা তিরস্কারে) অকালপক্ব বা ফাজিল (জ্যাঠা ছেলে)। [সং. জ্যেষ্ঠতাত]। ̃ ইমা দ্র জেঠিমা। ̃ মশাই বি. জ্যাঠা, বাবার বড় ভাই। ̃ মি বি. পাকামি, ফাজলামি, অকালপক্বতা।

জ্যানির্ঘোষ [ jyānirghōṣa ] দ্র জ্যা

জ্যান্ত [ jyānta ] বিণ. জিয়ন্ত, জীবন্ত। [সং. জীবন > জিয়ন্ত > জ্যান্ত]।

জ্যামিতি [ jyāmiti ] বি. রেখা ক্ষেত্র ঘন প্রভৃতিসম্বন্ধীয় গণিত, geometry. [সং. জ্যা (=পৃথিবী) + মিতি (পরিমাণ)]। ̃ বিণ. জ্যামিতিশাস্ত্রসম্বন্ধীয়।

জ্যারোপণ [ jyārōpaṇa ] দ্র জ্যা

জ্যাল-জ্যাল [ jyāla-jyāla ] বি. নিষ্প্রভ ভাব (জ্যালজ্যাল করছে)। [দেশি]। জ্যাল-জেলে বিণ. 1 নিষ্প্রভ, উজ্জ্বলতাহীন (জ্যালজেলে রং); 2 ফাঁকযুক্ত, ছিদ্রযুক্ত (জ্যালজেলে কাপড়)।

জ্যেষ্ঠ [ jyēṣṭha ] বিণ. 1 বয়সে বড়, অগ্রজ; 2 প্রবীণ, প্রাচীন (বয়োজ্যেষ্ঠ); 3 শ্রেষ্ঠ (বর্ণজ্যেষ্ঠ)। ☐ বি. অগ্রজ ভ্রাতা। [সং. বৃদ্ধ + ইষ্ঠ]। ̃ তাত বি. জ্যাঠা। জ্যেষ্ঠা বিণ. (স্ত্রী.) জ্যেষ্ঠ অর্থে। ☐ বি. 1 নক্ষত্রবিশেষ; 2 মধ্যমাঙ্গুলি; 3 টিকটিকি। জ্যেষ্ঠাধি-কার বি. জ্যেষ্ঠপুত্র হিসাবে সম্পত্তিতে অধিকার। জ্যেষ্ঠাশ্রম বি. গার্হস্থ্যজীবন। জ্যেষ্ঠী বি. টিকটিকি।

জ্যৈষ্ঠ [ jyaiṣṭha ] বি. বাংলা সনের দ্বিতীয় মাস। [সং. জ্যেষ্ঠ্য + অ]।

জ্যোত্স্না [ jyōtsnā ] বি. চন্দ্রালোক, চাঁদের আলো, কৌমুদী, জোছনা। [সং. জ্যোতিস্ + ন + আ]।

জ্যোতি [ jyōti ] (-তিস্, তিঃ) বি. 1 আলোক; 2 দীপ্তি; 3 গ্রহনক্ষত্রাদি (জ্যোতিঃপুঞ্জ); 4 দৃষ্টিশক্তি (চোখের জ্যোতি)। [সং. √ দ্যুত্ + ইস্]। জ্যোতিঃপথ বি. 1 জ্যোতিতে পূর্ণ পথ; 2 সূর্যচন্দ্রের পরিভ্রমণ পথ। জ্যোতিঃপুঞ্জ বি. আকাশের দীপ্তিমান গ্রহনক্ষত্রাদি। জ্যোতিঃশাস্ত্র জ্যোতির্বিদ্যা -র অনুরূপ। জ্যোতিরিঙ্গণ বি. জোনাকি পোকা, খদ্যোত। জ্যোতির্বিদ, জ্যোতির্বেত্তা বিণ. বি. 1 জ্যোতিঃশাস্ত্রজ্ঞ; 2 জ্যোতিষী। জ্যোতির্বিদ্যা বি. 1 গ্রহনক্ষত্রাদিসম্বন্ধীয় বিজ্ঞানশাস্ত্র astronomy; 2 গ্রহনক্ষত্রাদির গতি, স্হিতি ও সঞ্চার অনুসারে শুভাশুভ নিরূপণবিষয়ক শাস্ত্র, astrology. জ্যোতির্মণ্ডল বি. যাবতীয় গ্রহনক্ষত্রের সমষ্টি। জ্যোতির্ময় বিণ. জ্যোতিঃপূর্ণ, দীপ্তিময় ('জ্যোতির্ময় টিকা মলিন ললাটে': রবীন্দ্র)। স্ত্রী. জ্যোতির্ময়ীজ্যোতিশ্চন্দ্র বি. 1 রাশিচক্র; 2 জ্যোতির্মণ্ডল।

জ্যোতিষ [ jyōtiṣa ] বি. 1 গ্রহনক্ষত্রাদিসম্বন্ধীয় বিজ্ঞানশাস্ত্র, astronomy; 2 গ্রহনক্ষত্রের অবস্হান নির্ণয়পূর্বক মানুষের ভবিষ্যত্ শুভাশুভ বিচারের বিদ্যা, astrology. [সং. জ্যোতিস্ + অ]। জ্যোতিষী (-ষিন্) বিণ. বি. জ্যোতিষশাস্ত্রজ্ঞ; গনতকার।

জ্যোতিষ্ক [ jyōtiṣka ] বি. সূর্য চন্দ্র প্রভৃতি জ্যোতির্ময় গ্রহনক্ষত্রাদি। [সং. জ্যোতিস্ + ক]।

জ্যোতি-ষ্টোম [ jyōti-ṣṭōma ] বি. বৈদিক যজ্ঞবিশেষ। [সং. জ্যোতিস্ + স্তোম (=যজ্ঞ)]।