[ jh ] বাংলা বর্ণমালার নবম ব্যঞ্জমবর্ণ, এবং ঘোষ মহাপ্রাণ তালব্য ঝ্-ধ্বনির দ্যোতক বর্ণবিশেষ।

ঝংকার, ঝঙ্কার [ jhaṅkāra, jhaṅkāra ] বি. 1 মৃদু ঝনঝন শব্দ, ঝনত্কার (বীণার ঝংকার); 2 গুঞ্জন, মধুর ও অস্ফুট ধ্বনি ('ভ্রমরা ঝঙ্কার করে পিয়ে মকরন্দ': বি. গু.); 3 তর্জন (ঝংকার দিয়ে ওঠা)। [সং. ঝন্ + √ কৃ + অ]। ঝংকার ক্রি. (কাব্যে) ঝংকার করা; গুঞ্জন করা ('ঝঙ্কারিবে অলি')। ঝংকৃতি বি. ঝংকার।

ঝক-ঝক, ঝক-মক [ jhaka-jhaka, jhaka-maka ] বি. 1 তীব্র আলো বা ঔজ্জ্বল্যের ভাব (আনন্দে চোখ ঝকমক করে উঠল); 2 অত্যন্ত পরিষ্কার ও সুসজ্জিত ভাব বা অবস্হা (ঘরদোর ঝকঝক করছে)। [তু. তুর. চকমক]। ঝক-ঝকানো, ঝক-মকানো ক্রি. বি. ঝকঝক বা ঝকমক করা। ঝক-ঝকানি, ঝক-মকানি বি. ঝকঝক করার ভাব। ঝক-ঝকে, ঝক-মকে বিণ. ঝকঝক করছে এমন (ঝকঝকে থালাবাসন)।

ঝকমক [ jhakamaka ] দ্র ঝকঝক।

ঝকমারি [ jhakamāri ] বি. 1 (অনুশোচনায়) বোকামি, ভুল, অপরাধ (এ কাজ করতে যাওয়াই ঝকমারি হয়েছে); 2 ল্যাঠা, ঝঞ্ঝাট (এ কাজে কি কম ঝকমারি ?)। [হি. ঝখ্ (ত্রুটি) + বাং. মারা + ই-তু. হি. ঝখ মারনা]।

ঝক্কি [ jhakki ] বি. 1 ঝুঁকি, দায়িত্ব (কাজের ঝক্কি নেওয়া); 2 ঝঞ্ঝাট, ধকল, উপদ্রব (ঝক্কি পোহানো)। [হি. ঝক্কী]।

ঝগড় [ jhagaḍ় ] বি. 1 (প্রা. বাং.) ঝগড়া; 2 অপরাধ, ত্রুটি ('কি মোর ঝগড় ভেল': শ্রীকৃ)। [ঝগড়া দ্র]

ঝগড়া [ jhagaḍ়ā ] বি. বিবাদ, কলহ; অপ্রীতিকর তর্কাতর্কি; বচসা। [হি. ঝগড়া]। ̃ ঝাঁটি বি. কলহবিবাদ প্রভৃতি; অপ্রীতিকর বাদবিসংবাদ। ̃ টে বিণ. কলহপরায়ণ, ঝগড়া করাই যার স্বভাব।

ঝঙ্কার, ঝঙ্কৃত [ jhaṅkāra, jhaṅkṛta ] যথাক্রমে ঝংকারঝংকৃত -র বানানভেদ।

ঝঞ্ঝনা [ jhañjhanā ] দ্র ঝন

ঝঞ্ঝা [ jhañjhā ] বি. প্রবল ঝড়বৃষ্টি। [সং. ঝম্ + √ ঝট্ + অ + আ]। ̃ ক্ষুব্ধ বিণ. প্রবল ঝড়ে আলোড়িত। ̃ নিল, ̃ বাত বি. প্রবল ঝোড়ো বাতাস। ̃ বর্ত বি. ঝড়বৃষ্টিসহ ঘূর্ণিবাতাস। বিক্ষুব্ধ-ঝঞ্ঝাক্ষুব্ধ -র অনুরূপ।

ঝঞ্ঝাট [ jhañjhāṭa ] বি. ঝামেলা; জটিলতা; হাঙ্গামা, অশান্তি (ঝঞ্ঝাট পোহানো, ঝঞ্ঝাট চুকিয়ে দেওয়া)। [সং. ঝঞ্ঝা + বাং. ট]।

ঝঞ্ঝাক্ষুব্ধ, ঝঞ্ঝানিল, ঝঞ্ঝাবর্ত, ঝঞ্ঝাবাত [ jhañjhākṣubdha, jhañjhānila, jhañjhābarta, jhañjhābāta ] দ্র ঝঞ্ঝা

ঝট [ jhaṭa ] বি. ক্রি-বিণ. অতি দ্রুত, শীঘ্র (ঝট করে নিয়ে এসো)। [সং. ঝটিতি]।

ঝটকা, ঝটকানি [ jhaṭakā, jhaṭakāni ] বি. আকস্মিক তীব্র টান, হেঁচকা টান। [হি. ঝটক্]।

ঝট-পট1 [ jhaṭa-paṭa1 ] ক্রি-বিণ. অতি শীঘ্র, খুব তাড়াতাড়ি (ঝটপট কাজ শেষ করো)। [ঝট দ্র]।

ঝট-পট2 [ jhaṭa-paṭa2 ] বি. (পাখির) ডানা নাড়ার শব্দ (পাখির ঝটপট)। [ধ্বন্যা.]। ঝট-পটানি বি. ডানা নাড়ানো। ঝট-পটানো ক্রি. বি. ঝটপট শব্দ করা।

ঝটা-পটি [ jhaṭā-paṭi ] বি. পরস্পর জড়াজড়ি, হাতাহতি। [ধ্বন্যা.]।

ঝটিকা [ jhaṭikā ] বি. ঝড়। [প্রাকৃ. ঝড়ী]। ̃ বর্ত বি. ঘূর্ণিবাতাস, cyclone. ̃ সফর বি. ঝড়ের গতিতে পর্যটন বা প্রচার অভিযান; খুব অল্প সময়ের জন্য সফর।

ঝটিতি [ jhaṭiti ] ক্রি-বিণ. তাড়াতাড়ি, খুব শীঘ্র, ঝট করে। [সং. √ ঝট্ + ইতি]।

ঝড় [ jhaḍ় ] বি. প্রচণ্ড বায়ুপ্রবাহ, ঝটিকা। [প্রাকৃ. ঝড়ী] ̃ জল বি. ঝড় ও বৃষ্টি। ̃ ঝাপটা বি. 1 ঝড়ের তাড়না বা দমক; 2 (আল.) বিপদ-আপদ (জীবনে অনেক ঝড়ঝাপটা পার হয়ে এসেছি)।

ঝড়তি-পড়তি [ jhaḍ়ti-paḍ়ti ] বি. 1 যে অংশ নাড়াচাড়ায় বা গুদামে থেকে নষ্ট হয়; 2 যে অংশ সহজে ঝড়ে পড়ে যায়; 3 (আল.) যত্সামান্য; 4 (আল.) যা পড়ে থাকে, অবশিষ্ট অংশ (আমার ভাগে ছিল কিছু ঝড়তিপড়তি)। [বাং. ঝাড়তি (ঝাড়া জিনিস) + পড়তি (পড়ে থাকা অংশ)]।

ঝন [ jhana ] বি. ধাতুদ্রব্যাদি পড়ার বা আঘাত পাওয়ার তীক্ষ্ণ শব্দ। ̃ ঝন বি. 1 অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে ক্রমাগত ঝন শব্দ; 2 টনটন (মাথাটা ঝনঝন করছে)। ঝন-ঝনা, ঝঞ্ঝনা বি. 1 (ঝনঝন আওয়াজ, ঝনত্কার (অস্ত্রের ঝনঝনা); 2 বজ্র ('ঝঞ্ঝনা পড়ুক তার মাথার উপর': চণ্ডী)। ঝন-ঝনানো ক্রি. ঝনঝন আওয়াজ করা বা হওয়া; আঘাত ইত্যাদির জন্য টনটন করা, বেদনা বোধ করা (মাথাটা ঝনঝনাচ্ছে)। ☐ বি. উক্ত অর্থে।

ঝন-কাঠ, ঝন-কাট [ jhana-kāṭha, jhana-kāṭa ] বি. (আঞ্চ.) দরজার মাথার কাঠ, কপালি। [দেশি]।

ঝনত্-কার [ jhanat-kāra ] বি. (অলংকার ইত্যাদি ধাতুনির্মিত দ্রব্যের সংযোগজনিত) ঝনঝন শব্দ। [বাং. ঝনত্ (ধ্বন্যা.) + কার]।

ঝনাত্ [ jhanāt ] বি. ঝন-এর চেয়ে তীব্রতর শব্দ। [ধ্বন্যা.]।

ঝপ [ jhapa ] বি. হঠাত্ জলে পড়ার শব্দ। ☐ ক্রি-বিণ. খপ, ঝাঁ, তাড়াতাড়ি (ঝপ করে নিয়ে এসো)। [ধ্বন্যা.]। ঝপ-ঝপ বি. ক্রি-বিণ. ক্রমাগত ঝপ শব্দ; তাড়াতাড়ি (ঝপাঝপ করে কাজ সারা)। ঝপা-ঝপ ক্রি-বিণ. খুব তাড়াতাড়ি, ঝপাঝপ করে (ঝপাঝপ স্নান করে এসো)।

ঝপাং, ঝপাত্ [ jhapā, ñjhapāt ] বি. জলের মধ্যে ঝাঁপ দেবার বা ভারী কিছু পড়ার আওয়াজ। [ধ্বন্যা.]।

ঝপাঝপ [ jhapājhapa ] দ্র ঝপ

ঝপাত্ [ jhapāt ] দ্র ঝপাং

ঝম-ঝম [ jhama-jhama ] বি. 1 বৃষ্টি পড়ার শব্দ; 2 মল নূপুর প্রভৃতি পায়ে দিয়ে চলার শব্দ। [ধ্বন্যা.]। ঝমর-ঝমর বি. মল নূপুর ইত্যাদির জোর এবং ক্রমাগত শব্দ। ঝম-ঝমিয়ে ক্রি-বিণ. ক্রমাগত প্রবল ভাবে ঝমঝম শব্দে (ঝমঝমিয়ে বৃষ্টি পড়া)। ঝমাঝম ক্রি-বিণ. ক্রমাগত প্রবলভাবে ঝমঝম শব্দে (ঝমাঝম বৃষ্টি পড়ছে, ঝমাঝম বাজনা বাজে)।

ঝম্প [ jhampa ] বি. ঝাঁপ, লাফ। [সং. √ ঝম্ + প]। ̃ বি. লাফ, লাফ দেওয়া, ঝাঁপ দেওয়া।

ঝম্পক [ jhampaka ] বি. সংগীতের পাঁচ মাত্রার তালবিশেষ। [তু. হি. ঝম্পা, ঝাঁপান (=দোলা)]।

ঝম্পন [ jhampana ] দ্র ঝম্প

ঝরঝর [ jharajhara ] বি. 1 ক্রমাগত লক্ষণ, পতন বা প্রবহিত হওয়ার শব্দ (চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে); 2 পরিচ্ছন্নতার ভাব (ঘরদুয়ার ঝরঝর করছে)। ☐ ক্রি-বিণ. অবিরল ধারায় ('ঝরঝর বরিষে বারিধারা': রবীন্দ্র)। [সং. ঝর্ঝর]। ঝরঝরা ক্রি. ঝরঝর করে পড়া ('বাদল ঝরঝরে': রবীন্দ্র)। ঝরঝরে বিণ. 1 পরিষ্কারপরিচ্ছন্ন (ঘরদোর ঝরঝরে রাখে); 2 তাজা, হালকা, সুস্হ (শরীরটা বেশ ঝরঝরে লাগছে); 3 গোটা-গোটা ও শক্ত (ঝরঝরে ভাত); 4 স্পষ্ট ও পরিচ্ছন্ন (ঝরঝরে হাতের লেখা); 5 ঝাঁঝরা, বিনষ্ট (পরকাল ঝরঝরে হওয়া)।

ঝরতি [ jharati ] বি. বাড়তি; গুদাম বা বস্তা থেকে শস্যাদির যে অংশ ঝরে পড়ে যায়। [বাং. ঝরা + তি]।

ঝরনা [ jharanā ] বি. 1 নির্ঝর, ফোয়ারা; 2 প্রবাহ (আলোর ঝরনা) [বাং. √ ঝর + না]। ঝরনা কলম বি. ফাউণ্টেন পেন, যে কলমে একবার কালি ভরে অনেকক্ষণ লেখা যায়।

ঝরা [ jharā ] ক্রি. 1 ক্ষরিত হওয়া, ফোঁটায় ফোঁটায় বা ধারায় পতিত হওয়া (জল ঝরছে); 2 খসে পড়া, বিচ্যুত হয়ে নীচে পড়া (আমের বোল ঝরছে, ফুল ঝরছে); 3 ক্ষীণ ধারায় নির্গত হওয়া (ফোঁড়া দিয়ে রক্ত ঝরছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে (রক্ত ঝরা, ঝরা ফুল)। [সং. √ ঝৃ + বাং. আ]। ঝরই, ঝরু (ব্রজ.) ক্রি. ঝরে। ̃ নো ক্রি. 1 ক্ষরিত হওয়া; 2 খসিয়ে ফেলা। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।

ঝরিত [ jharita ] বিণ. 1 ঝরে পড়েছে এমন, ক্ষরিত (ঝরিত পুষ্প); 2 গলিত (নির্ঝরঝরিত বারিরাশি)। [সং. ঝর + ইত]।

ঝরোকা [ jharōkā ] বি. ছোট জানালা; জাফরি-কাটা বা জাল-দেওয়া ছোট জানালা। [হি. ঝরোখা]।

ঝর্ঝর [ jharjhara ] বি. 1 জলপ্রবাহের শব্দ; 2 ঝাঁঝরি, হাতা; 3 বাদ্যযন্ত্রবিশেষ, ঝাঁঝর, কাড়া। [সং. √ ঝর্ঝ্ + অর]। ঝর্ঝরিত বিণ. 1 ঝর্ঝর শব্দযুক্ত; 2 ঝাঁঝরা হয়ে গেছে এমন। ঝর্ঝরে বিণ. ঝরঝরে।

ঝলক [ jhalaka ] বি. 1 দমক, কোনোকিছুর যতটুকু অংশ একবারে উত্ক্ষিপ্ত হয় বা ছড়িয়ে পড়ে (এক ঝলক আলো, এক ঝলক রক্ত); 2 তীব্র আলোকের জন্য দৃষ্টিবিভ্রম ('চোখে আমার ঝলক লাগে': রবীন্দ্র); 3 উদ্ভাস (রূপের ঝলক, সুরের ঝলক)। [সং. জ্বলকা-তু. প্রাকৃ. ঝলক্ক]। ঝলকা বি. ঝলক -এর অনুরূপ। ঝলকানি বি. ঝমমকানি, তীব্র আলোকের দীপ্তি বা আকস্মিক আবির্ভাব। ঝলকানো ক্রি. বি. ঝলকে ঝলকে ছড়িয়ে পড়া; ঝকমক্ করা। ঝলকিত বিণ. উজ্জ্বল আলোকে উদ্ভাসিত; ঝকমকে।

ঝল-ঝল [ jhala-jhala ] বি. ঝুলে পড়ার ভাব, ঢিলা ভাব (জামাটা ঝলঝল করছে)। [ধ্বন্যা.]। ঝল-ঝলে বিণ. ঢিলা, ঝলঝল করে এমন (ঝলঝলে জামা)।

ঝল-মল [ jhala-mala ] বি. ঝলকে ঝলকে উজ্জ্বলতার প্রকাশ; ঝকমকানি (আলো ঝলমল করছে)। ঝল-মলা ক্রি. ঝলমলানো, ঝলমল করা। ঝল-মলানো ক্রি. ঝলমল করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ঝল-মলানি বি. উজ্জ্বলতা; ঝলমলে ভাব। ঝল-মলে বিণ. ঝলমল করে এমন, উজ্জ্বলতাযুক্ত।

ঝলসা [ jhalasā ] ক্রি. ঝলসানো। [সং. √ জ্বল। হি ঝল্সানা-তু. হি. জলুস]। ঝলসানি বি. ঝলসানোর ভাব বা অবস্হা। ̃ নো ক্রি. 1 ধাঁধিয়ে দেওয়া, তীব্র আলোকে দৃষ্টি আচ্ছন্ন করা (চোখ ঝলসানো); 2 অর্ধদগ্ধ করা (আগুনে মাংস ঝলসানো)। ☐ বি. উক্ত দুই অর্থে। ☐ বিণ. ধাঁধায় এমন (চোখ-ঝলসানো রূপ); অর্ধদগ্ধ, দগ্ধপ্রায় (ঝলসানো মাংস)। [বাং. √ ঝলসা + নো]। ঝলসিত বিণ. ঝলসানো হয়েছে বা ঝলসেছে এমন।

ঝলা [ jhalā ] ক্রি. (কাব্যে) ঝলমল করা ('পিঙ্গল জটা ঝলিছে ললাটে': রবীন্দ্র)। ☐ বি. 1 প্রখর দীপ্তি; 2 সূর্যের কিরণতরঙ্গ। [সং. √ জ্বল্]।

ঝল্লক [ jhallaka ] বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসর, ঝাঁঝ, করতাল। [সং. ঝল্ল + ক (স্বার্থে)]।

ঝল্লরী [ jhallarī ] বি. ঝল্লক, কাঁসর, করতাল। [সং. ঝল্ল + √ রা + অ + ঈ]।

ঝল্লিকা [ jhallikā ] বি. 1 ঝলক; 2 সূর্যকিরণের তেজ, রোদের ঝাঁঝ; 3 গামছা। [সং. ঝল্লী + ক (স্বার্থে) + আ]।

ঝাউ [ jhāu ] বি. অত্যন্ত সরু ও সূচের মতো তীক্ষ্ণ পাতাযুক্ত গাছবিশেষ। [সং. ঝাবুক]।

ঝাঁ [ jhā ] অব্য. বি. অত্যন্ত ক্ষিপ্রতার ভাব, ধাঁ, বোঁ, চট। [ধ্বন্যা]। ঝাঁ ঝাঁ বি. 1 তীব্র উত্তাপের ভাব (রোদ ঝাঁ ঝাঁ করছে); 2 জ্বালাবোধ (মাথাটা ঝাঁ ঝাঁ করছে); 3 অত্যন্ত তাড়াতাড়ি (ঝাঁ ঝাঁ করে কাজ সারা)। ☐ বিণ. তীব্র উত্তাপের ভাবযুক্ত (এই ঝাঁ ঝাঁ রোদ্দুরে কোথায় যাচ্ছ?)।

ঝাঁক [ jhān̐ka ] বি. পাখি মাছ পতঙ্গ প্রভৃতির দল (ঝাঁকে ঝাঁকে মাছ মরছে, এক ঝাঁক পাখি, ঝাঁকের কই)। [হি. ঝাংক]।

ঝাঁকড়-মাকড়, ঝাঁকড়া-মাকড়া [ jhān̐kaḍ়-mākaḍ়, jhān̐kaḍ়ā-mākaḍ়ā ] বিণ. আলুথালু, উসকোখুসকো ও জট-পাকানো। [দেশি]।

ঝাঁকড়া [ jhān̐kaḍ়ā ] বিণ. রুক্ষ ও উসকোখুসকো; লম্বা গোছা গোছা (ঝাঁকড়া চুল)। [বাং. ঝাঁক + ড়া]।

ঝাঁকরানি, ঝাঁকরানো [ jhān̐karāni, jhān̐karānō ] দ্র ঝাঁকা2

ঝাঁকা1 [ jhān̐kā1 ] বি. বেতে বা বাঁশে তৈরি মোট বয়ার বড় ঝুড়ি (ঝাঁকা-বোঝাই আম)। [হি. ঝাঁকা]।

ঝাঁকা2, ঝাঁকানো [ jhān̐kā2, jhān̐kānō ] ক্রি. সবেগে নাড়া দেওয়া (গাছের ডাল ধরে ঝাঁকাচ্ছে); দেহ সবেগে নাড়ানো (মাথা ঝাঁকিয়ে বলল)। ☐ বি. নাড়া (বাতাস গাছগুলোকে প্রবল ঝাঁকা দিচ্ছে)। [বাং. √ ঝাঁক্ + আ, নো]। ঝাঁকরানো ক্রি. জোরে নাড়ানো বা ঝাঁকানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ঝাঁকানি, ঝাঁকরানি, ঝাঁকুনি বি. জোর নাড়া বা আন্দোলন (গোরুর গাড়ির ঝাঁকুনি)।

ঝাঁকি [ jhān̐ki ] বি. উঁকি; ঝুঁকে দেখা। [বাং. √ ঝাঁক্ + ই]। ঝাঁকি দর্শন বি. 1 খুব অল্প সময়ের জন্য দেখা; অল্প সময়ের জন্য দেখা দিয়ে চলে যাওয়া; 2 লুকিয়ে দেখা; 3 ঝুঁকে পড়ে দেখা।

ঝাঁকুনি [ jhān̐kuni ] দ্র ঝাঁকা2

ঝাঁগুড়-গুড় [ jhān̐guḍ়-guḍ় ] বি. ঢাকের আওয়াজ (অনেক দূর থেকে ভেসে আসছে ঢাকের ঝাঁগুড়গুড়)। [ধ্বন্যা.]।

ঝাঁজ2, ঝাঁজ [ jhān̐ja2, jhān̐ja ] বি. 1 আঁচ, প্রখর তেজ (রোদের ঝাঁজ); 2 তীব্র গন্ধ বা স্বাদ (ওষুধের ঝাঁজ); 3 ক্রুদ্ধ ভাব, উগ্র মেজাজ (কথার ঝাঁজ, ঝাঁজ দেখিয়ে চলে গেল)। [তু. হি. ঝাঁঝ]। ঝাঁজালো, ঝাঁঝালো বিণ. ঝাঁজয়ুক্ত, তীব্র, তীক্ষ্ণ; উগ্র।

ঝাঁজ3, ঝাঁঝ2, ঝাঁজর1, ঝাঁঝর1 [ jhān̐ja3, jhān̐jha2, jhān̐jara1, jhān̐jhara1 ] বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসর। [সং. ঝর্ঝর]।

ঝাঁজর2, ঝাঁঝর2 [ jhān̐jara2, jhān̐jhara2 ] বিণ. বহু ছিদ্রযুক্ত, ফোঁপরা। [তু. সং. জর্জরীক (বহুছিদ্র)]। ঝাঁজরা, ঝাঁঝরা বিণ. 1 বহুছিদ্রযুক্ত (গুলিতে বুকটা ঝাঁজরা হয়ে গেছে); 2 জীর্ণ; 3 শূন্যগর্ভ। ☐ বি. বহুছিদ্রযুক্ত হাতা, ঝাঁঝরি, ছানতা। ঝাঁজরি, ঝাঁঝরি বি. 1 বহুছিদ্রযুক্ত হাতাবিশেষ; 2 নর্দমার মুখের লোহার ঢাকনি; 3 জল ছিটাবার ছিদ্রযুক্ত পাত্রবিশেষ, ঝারি।

ঝাঁজি [ jhān̐ji ] বি. জলজ গুল্মবিশেষ। [দেশি]।

ঝাঁঝর, ঝাঁঝরা, ঝাঁঝরি [ jhān̐jhara, jhān̐jharā, jhān̐jhari ] দ্র ঝাঁজ3 ও ঝাঁজর2

ঝাঁট [ jhān̐ṭa ] বি. ঝাঁটা দিয়ে পরিষ্কার করা, সম্মার্জন ('সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট: য. সে.)। [ঝাঁটা দ্র]। ঝাঁট দেওয়া ক্রি. বি. ঝাঁটা দিয়ে পরিষ্কার করা।

ঝাঁটা [ jhān̐ṭā ] বি. ঝাড়ু, খ্যাংরা, সম্মার্জনী। ☐ ক্রি. ঝাঁটানো। [দেশি]। ̃ খেকো বিণ. ঝাঁটার প্রহার সহ্য করতে অভ্যস্ত; (আল.) অতি হেয়; গালিবিশেষ। ̃ নো ক্রি. ঝাঁটা দিয়ে পরিষ্কার করা (জঞ্জাল ঝোঁটিয়ে ফেলা)। ☐ বি. উক্ত অর্থে। ̃ পেটা বি. ঝাঁটার প্রহার।

ঝাঁটি [ jhān̐ṭi ] বি. ফুলবিশেষ, কুরুবক। [সং. ঝিণ্টী]।

ঝাঁপ1 [ jhām̐pa1 ] বি. 1 আচ্ছাদন, ঢাকনি; 2 বাঁশ দরমা ইত্যাদির ঝুলানো কপাট (দোকানের ঝাঁপ ফেলা); 3 তাঁতে টানার সুতোর যে ফাঁকের মধ্য দিয়ে মাকু চলে। [হি.-তু. ঝাঁপা3]।

ঝাঁপ2 [ jhām̐pa2 ] বি. হাত-পা ছড়িয়ে উপর থেকে লাফিয়ে পড়া; লাফ (জলে ঝাঁপ দেওয়া)। [সং. ঝম্প]।

ঝাঁপটা [ jhām̐paṭā ] বি. স্ত্রীলোকের মাথার গহনাবিশেষ, ঝাঁপা। [বাং. ঝাঁপ 1 + টা]।

ঝাঁপ-তাল [ jhām̐pa-tāla ] বি. সংগীতের দশ মাত্রার তালবিশেষ। [তু. ঝম্পাতাল]।

ঝাঁপা1 [ jhām̐pā1 ] বি. স্ত্রীলোকের মাথার গহনাবিশেষ, ঝাঁপটা। [বাং. ঝাঁপ1 + আ]।

ঝাঁপা2 [ jhām̐pā2 ] ক্রি. ঝাঁপানো, লাফিয়ে পড়া (জলে ঝাঁপাছে)। [সং. ঝম্প + বাং. আ]।

ঝাঁপা3 [ jhām̐pā3 ] ক্রি. (প্রা. বাং.) 1 মনে পড়া ('তাহার রূপ সদা মনে ঝাঁপে গো': চণ্ডী); 2 (প্রা. বাং.) ক্ষেপণ করা ('হাতে লই জাল তুরিতে ঝাঁপায় তারে': চণ়্ডী); 3 আচ্ছাদন করা, ঢাকা ('বদন ঝাঁপিব বাসে': জ্ঞান.)। [প্রাকৃ. √ ঝংপ + বাং. আ]।

ঝাঁপান [ jhām̐pāna ] বি. 1 মনসা পূজায় সাপ খেলার উত্সববিশেষ; 2 পর্বতারোহণের ডুলিবিশেষ। [হি. ঝঁপান]।

ঝাঁপানো [ jhām̐pānō ] ক্রি. ঝাঁপ বা লাফ দেওয়া; উপর থেকে নীচে লাফিয়ে পড়া। ☐ বি. উক্ত অর্থে। [ঝাঁপা2 দ্র]।

ঝাঁপি [ jhām̐pi ] বি. ঢাকনিযুক্ত ছোট পেটিকাবিশেষ (পয়সার ঝাঁপি, লক্ষ্মীর ঝাঁপি)। [বাং. ঝাঁপ1 + ই]।

ঝাট [ jhāṭa ] ক্রি-বিণ. শীঘ্র, এখনই। [সং. ঝটিতি]।

ঝাড়1 [ jhāḍ়1 ] বি. 1 ঝোপ, ঘন ডালপালার গুচ্ছ (বাঁশঝাড়, গোলাপের ঝাড়); 2 গোষ্ঠী, বংশ (শয়তানের ঝাড়, ঝাড়েরবংশে শেষ হয়ে যাওয়া); 3 বহু শাখাযুক্ত দীপাধার বা লণ্ঠন (বলোয়ারি ঝাড়)। [সং. ঝাট (রাশীকৃত, একত্রবদ্ধ)]।

ঝাড়2 [ jhāḍ়2 ] বি. (অশা.) বকুনি, তিরস্কার (এমন ঝাড় দেব)। [ঝাড়া দ্র]।

ঝাড়ন [ jhāḍ়na ] বি. 1 ধুলো ঝাড়বার কাপড় বা ওইজাতীয় দ্রব্য (পালকের ঝাড়ন); 2 সম্মার্জন; 3 ঝাঁড়ফুঁক (ভূত ঝাড়ন)। [ঝাড়া দ্র]।

ঝাড়পোঁছ, ঝাড়ফুঁক [ jhāḍ়pōn̐cha, jhāḍ়phun̐ka ] দ্র ঝাড়া

ঝাড়া [ jhāḍ়ā ] ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি। ̃ বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ̃ ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ̃ নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই।

ঝাড়ু [ jhāḍ়u ] বি. ঝাঁটা। [হি. ঝাড়ু]। ̃ দার বি. 1 যে ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করার কাজ করে; 2 মেথর। [হি. ঝাড়ু + ফা. দার]।

ঝা়ড়ে-বংশে, ঝাড়ে-মূলে [ jhā়ḍ়ē-baṃśē, jhāḍ়ē-mūlē ] ক্রি-বিণ. একেবারে নির্মূল করে; নির্বংশ বা নিশ্চিহ্ন করে; সম্পূর্ণভাবে (ঝাড়েবংশে শেষ করে দিতে হবে)। [বাং. ঝাড় + সং. মূল + বাং. এ]।

ঝানু [ jhānu ] বিণ. 1 ঝুনো; 2 ঘাগি; 3 পাকা (ঝানু গোয়েন্দা)। [দেশি]।

ঝাণ্ডা [ jhāṇḍā ] বি. 1 পতাকা, নিশান; 2 পতাকাদণ্ড। [হি. ঝণ্ডা]।

ঝাপট, ঝাপটা1 [ jhāpaṭa, jhāpaṭā1 ] বি. 1 ঝড় বা বৃষ্টির প্রবল ধাক্কা ('ঝোড়ো শব্দের ঝাপট': শ. ঘো.); 2 বৃষ্টির ছাঁট; 3 আকস্মিক সজোর আঘাত (লেজের ঝাপটা)। [হি. ঝপট, ঝপট্ট]।

ঝাপসা [ jhāpasā ] বিণ. (পাতলা ঝাঁপে বা আবরণে ঢাকা বলে) স্পষ্টভাবে দেখা যায় না এমন, অস্পষ্ট, আবছা (ঝাপসা দেখা, ঝাপসা ছবি)। [বাং. ঝাঁপ1 + সা (সাদৃশ্যার্থে)]।

ঝামটা [ jhāmaṭā ] বি. রুক্ষ মুখভঙ্গিসহ কটু ধমক, দাবড়ি (মুখঝামটা)। [তু. বাং. ঝাম, ঝাপটা; হি. ঝমাকা]।

ঝামর [ jhāmara ] বিণ. ঝামার মতো বিবর্ণ বা মলিন ('হেমকান্তি ঝামর হইল': যদু.)। [সং. ঝামক]। ঝামরা ক্রি. ঝামরানো। ̃ চুলো বিণ. বিবর্ণ বা মলিন চুলবিশিষ্ট ('ডাইনী যেন ঝামরচুলো': স. দ.)। ঝামরানো বি. ক্রি. 1 মলিন বা বিবর্ণ হওয়া; 2 শ্লেষ্মা বা রসের বৃদ্ধির জন্য অস্বাভাবিক হওয়া (চোখ-মুখ ঝামরেছে); 3 জলভারাক্রান্ত হওয়া; 4 বৃষ্টির সংকেত দেওয়া (আকাশ ঝামরে উঠেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ঝামা [ jhāmā ] বি. পোড়া ইট, অতিরিক্ত পোড়া ইট। [সং. ঝামক]।

ঝামেলা [ jhāmēlā ] বি. 1 ঝঞ্ঝাট, ফ্যাসাদ (খুব ঝামেলায় পড়েছি); 2 জটিলতা (এতে কোনো ঝামেলা নেই, এ তো সোজা ব্যাপার); 3 বিবাদ, হাঙ্গামা (এই সামান্য ব্যাপার নিয়ে আর ঝামেলা কোরো না)। [হি. ঝমেলা]। ̃ বাজ বিণ. ঝামেলা বা ঝঞ্ঝাট বাধায় বা বাধাতে ভালোবাসে এমন।

ঝারা [ jhārā ] বি. 1 মাটি ফুলের চারা ইত্যাদির উপর জলসেচন করার বহুছিদ্রযুক্ত জলপাত্র; 2 ওই জলপাত্র দ্বারা জলসেচন বা তা থেকে জলের ক্ষরণ। [সং. ধারা]।

ঝারি [ jhāri ] বি. 1 গাছে জল সেচন করার জলপাত্র বা ঘটবিশেষ; 2 গাড়ুবিশেষ, ভৃঙ্গার। [সং. ঝরী]।

ঝাল1 [ jhāla1 ] বি. ধাতুনির্মিত বাসন ইত্যাদি জুড়বার পান (রাংঝাল, কলসিতে ঝাল দেওয়া)। [হি. ঝাল < সং. জ্বাল]।

ঝাল2 [ jhāla2 ] বিণ. অত্যন্ত কটু বা তীক্ষ্ণ; লংকার মতো কটু রসযুক্ত। ☐ বি. 1 কটু রস; 2 কটু রসযুক্ত মশলা, লংকা (রান্নায় বেশি ঝাল দিয়ো না); 3 প্রসূতিদের পথ্যবিশেষ; 4 কটু রসযুক্ত মশলায় প্রস্তুত ব্যঞ্জনবিশেষ (মাছের ঝাল); 5 (আল.) আক্রোশ, ক্রোধ, জ্বালা (গায়ের ঝাল মেটানো)। [সং. জ্বালা]। ঝাল ঝাড়া ক্রি. বি. কটুক্তি করে নিজের ক্রোধ বা আক্রোশ মেটানো। ঝাল মেটানো ক্রি. বি. আক্রোশ মেটানো। পরের মুখে ঝাল খাওয়া ক্রি. নিজে না জেনে অন্যের কথা নির্বিচারে মেনে নেওয়া। ঝালে ঝোলে অম্বলে ক্রি-বিণ. সমস্ত ব্যাপারে বা জায়গায় (অত ঝালে ঝোলে অম্বলে থাকার দরকার কী? একটু নিজের মনে, থাকাই তো ভালো)।

ঝালর [ jhālara ] বি. 1 কাপড়ের তৈরি পোশাকে শয্যা চাঁদোয়া প্রভৃতির কারুকার্যময় ও কুঞ্চিত প্রান্তদেশ (চাঁদোয়ার ঝালর); 2 অলংকারাদির কারুকার্যময় ঝুলন্ত ও দোদুল্যমান অংশ। [সং. ঝল্লরী]।

ঝালস [ jhālasa ] বি. (আঞ্চ.) রোদের তাপ; গ্রীষ্মের খরতাপ (এই ঝালসে পথে বেরোনো দায়)। [ঝলসা দ্র]।

ঝালা1 [ jhālā1 ] ক্রি. সেতার সরোদ প্রভৃতি তারযন্ত্রে দ্রুত ঝংকার তোলা। ☐ বি. ঝালার কাজ (সেতারের ঝালা)। [তু. হি. জলদ (দ্রুত)]।

ঝালা2, ঝালাই [ jhālā2, jhālāi ] বি. 1 পান দিয়ে ধাতুদ্রব্য জোড়া; 2 ভিতরের আবর্জনা তুলে ফেলা, পঙ্কোদ্ধার করা (বহুদিন পুকুর ঝালা হয়নি)। [হি. √ ঝাড়]। ̃ নো ক্রি. বি. পান দিয়ে জোড়ানো; পঙ্কোদ্ধার করানো; (আল.) মকশো করা, নতুন করে প্রয়োগ করা বা সাধা (পরিচয়টা ঝালানো দরকার)।

ঝালা-পালা [ jhālā-pālā ] বিণ 1 তীব্র শব্দে প্রায় বধির হয়ে গেছে এমন (কান ঝালাপালা হয়ে গেছে); 2 অতি বিরক্ত ('করিলেক ঝালাপালা তনুপ্রাণ রহে না': ভা. চ.)। ☐ বি. 1 কানকে পীড়িত বা বধির করে এমন শব্দ; 2 উত্পাত, উপদ্রব। [বাং. ঝালা2 + পারা (মতো, সদৃশ)-তু. জ্বালা + পালা (সহচর শব্দ)]।

ঝালি [ jhāli ] বি. 1 ঝুলন খেলা; 2 নালা নর্দমা প্রভৃতির মুখের গর্ত; 3 জমিতে সেচনের জল ধরে রাখার জন্য খোঁড়া গর্ত; 4 ঝুলি, পেটিকা। [দেশি]।

ঝি [ jhi ] বি. 1 কন্যা, মেয়ে (মায়ে ঝিয়ে মিলে); 2 পরিচারিকা, দাসী। [পা. ধীতা < সং. দুহিতা]। ঝিকে মেরে বউকে শেখানো ক্রি. বি. পরের উপর রাগ করে আপনজনকে শাস্তি দিয়ে পরোক্ষে মনের ভাব প্রকাশ করা।

ঝিউড়ি, ঝিয়ারি [ jhiuḍ়i, jhiẏāri ] বি. 1 কন্যা; 2 অবিবাহিতা কন্যা। [বাং. ঝি + উড়ি]।

ঝিঁক, ঝিক [ jhin̐ka, jhika ] বি. হাঁড়ি, কড়াই প্রভৃতি দৃঢ়ভাবে বসাবার জন্য উনুনের পার্শ্বস্হ চূড়া। [মরা. √ ঝিংক = ধরা, ধরে রাখা]।

ঝিঁকরা [ jhin̐karā ] বি. ঝাড়বিশিষ্ট ছোট ছোট বুনো গাছ। ☐ বিণ. ওইরকম গাছযুক্ত (ঝিঁকরা বাগান)। [দেশি]।

ঝিঁকা, (কথ্য) ঝিঁকে [ jhin̐kā, (kathya) jhin̐kē ] বি. নৌকার হাল ধরে জোর টান বা হ্যাঁচকা টান। [তু. হি. ঝকোর্না]। ঝিঁকে মারা ক্রি. বি. নৌকার হাল ধরে হ্যাঁচকা টান দেওয়া; (আল.) ওইরকম হেঁচকে হেঁচকে চলা।

ঝিঁঝি1 [ jhin̐jhi1 ] বি. ঝিঁঝিঁ শব্দকারী পোকাবিশেষ, cricket. [সং. ঝিল্লী]।

ঝিঁঝি2 [ jhin̐jhi2 ] বি. ঝিমঝিম করার ভাব (বসে বসে পায়ে ঝিঁঝি ধরেছে)। [তু. ঝিনঝিন, ঝিমঝিম]। ঝিঁঝি ধরা ক্রি. বি. অনেকক্ষণ হাত-পা চেপে বসে থাকার জন্য রক্তসঞ্চালন বন্ধ হয়ে ঝিমঝিম করা।

ঝিঁঝিট, ঝিঁঝোটি [ jhin̐jhiṭa, jhin̐jhōṭi ] বি. সংগীতের সন্ধ্যাকালীন রাগিণীবিশেষ। [হি. ঝিংঝোটী]।

ঝিক-মিক, ঝিকি-মিকি [ jhika-mika, jhiki-miki ] বি. আলোর চঞ্চল দীপ্তি বা প্রভা; মৃদু ঝকমক করার ভাব (জ্যোত্স্নার ঝিকিমিকি, জলে চাঁদের আলো ঝিকমিক করছে)। [দেশি]।

ঝিকুট, ঝিকুর [ jhikuṭa, jhikura ] বি. মাস্তষ্ক; মাথার ভিতরে নরম অংশ, ঘিলু। [দেশি]। ঝিকুর নড়া ক্রি. বি. মাথা খারাপ হওয়া।

ঝিঙা, (কথ্য) ঝিঙে [ jhiṅā, (kathya) jhiṅē ] বি. গ্রীষ্মের সবজি ফলবিশেষ। [মুণ্ডারি ঝিঙ্গা]। ̃ ফুল বি. ঝিঙের ফুল। ̃ শাল বি. সরু চালের ধানবিশেষ।

ঝিঙুর [ jhiṅura ] বি. ঝিঁঝিপোকা। [হি. ঝিঙ্গুর]।

ঝিঙে [ jhiṅē ] দ্র ঝিঙা

ঝিণ্টি [ jhiṇṭi ] বি. ঝাঁটি ফুল বা তার গাছ। [সং. ঝিণ্টী]।

ঝিন-ঝিন [ jhina-jhina ] বি. রক্তচলাচল বন্ধ হওয়ার জন্য শরীরের কোনো স্হানে অসাড়তা বা ঈষত্ যন্ত্রণা ও কম্পনের অনভূতি (হাত-পা ঝিনঝিন করা)। [ধ্বন্যা.]।

ঝিনি-ঝিনি1 [ jhini-jhini1 ] বি. ঝিনঝিন করার ভাব। [ধ্বন্যা.]।

ঝিনি-ঝিনি2, ঝিনিকি-ঝিনি [ jhini-jhini2, jhiniki-jhini ] বি. মৃদু ও মধুর ঝন ঝন শব্দ; নূপুর বা ওইরকম কোনো অলংকারের আওয়াজ, শিঞ্জন। [ধ্বন্যা.]।

ঝিনুক [ jhinuka ] বি. 1 শুক্তি; 2 শিশুকে দুধ খাওয়াবার জন্য ঝিনুকের মতো চামচবিশেষ। [দেশি]।

ঝিম [ jhima ] বি. তন্দ্রাবেশ, ক্লান্তি প্রভৃতির দরুন আচ্ছন্নতা, অবসন্ন ভাব (দুপুরে খাওয়ার পর ঝিম ধরে)। ☐ বিণ. তন্দ্রা ইত্যাদির জন্য অবশ বা আচ্ছন্ন (ঝিম হয়ে বসে থাকা)। [বাং. √ ঝিমা]।

ঝিমকিনি [ jhimakini ] বি. 1 ক্ষীণ ধারায় বৃষ্টি; 2 তন্দ্রার আবেশ বা ঢুলুনি, ঝিমুনি। [দেশি]।

ঝিম-ঝিম [ jhima-jhima ] বি. জড়তা বা অবশতার ভাব (হাত-পা ঝিমঝিম করছে)। [দেশি-তু. ঝিনঝিন, ঝিঁঝি2]।

ঝিমা [ jhimā ] ক্রি. ঝিমানো। [বাং. ঝিম্ + আ]। ̃ নো ক্রি. বি. তন্দ্রা বা নেশার আবেশে চোখ বুজে ঢোলা; নিস্তেজ বা নিরুদ্যম হওয়া (আগুনটা ঝিমিয়ে গেছে; কী ব্যাপার, ঝিমিয়ে পড়লে কেন?)। ঝিমানি, ঝিমুনি বি. তন্দ্রাচ্ছন্ন ভাব, তন্দ্রাবেশে ঢুলুনি।

ঝিমিকি, ঝিমিক [ jhimiki, jhimika ] বি. 1 বিদ্যুতের বারবার চমক; 2 লঘু পায়ে চলা। [ধ্বন্যা. তু. হি. ঝমক]।

ঝিমুনি [ jhimuni ] দ্র ঝিমা

ঝিয়ারি [ jhiẏāri ] বি. কন্যা; অবিবাহিতা কন্যা, ঝিউড়ি। [বাং. ঝি + আরি (স্বার্থে)]।

ঝির-কুটে [ jhira-kuṭē ] বিণ. 1 বেঁটে ও কৃশ; 2 বাড় নেই এমন, কূরকুটে। [তু. হি. কুরকুট]।

ঝির-ঝির [ jhira-jhira ] বি. 1 মৃদু বা লঘু ঝরঝর আওয়াজ; 2 লঘু প্রবাহ বা ক্ষরণের ভাব (ঝিরঝির করে বৃষ্টি পড়ছে)। [ধ্বন্যা.]। ঝির-ঝিরে বিণ. ঝিরঝির করে প্রবাহিত হচ্ছে বা পড়ছে এমন (ঝিরঝিরে বাতাস, ঝিরঝিরে বৃষ্টি)। ঝির-ঝিরানি বি. বাতাস বা বৃষ্টির ঝিরঝির শব্দ।

ঝিল [ jhila ] বি. বিলের মতো কিন্তু অপেক্ষাকৃত সরু ও লম্বা এবং সচরাচর স্বাভাবিক জলাশয়। [হি. ঝীল]।

ঝিল-মিল1 [ jhila-mila1 ] বি. জানালার খড়খড়ি; খড়খড়ির পাখি বা তক্তা। [হি. ঝিল্মিলী]।

ঝিল-মিল2 [ jhila-mila2 ] বি. মৃদু ঝলমল বা ঝিকমিক করার ভাব ('স্পন্দিত নদীজল ঝিলমিল করে;: রবীন্দ্র)। [ঝলমল দ্র]। ঝিলি-মিলি বি. ঝিলমিল, ঝিলমিল করার ভাব (রোদের ঝিলিমিলি)। ঝিল-মিলে বিণ. ঝিলমিল করে এমন।

ঝিলিক [ jhilika ] বি. 1 ছোট ঝলক বা চমক; 2 অত্যন্ত ক্ষণস্হায়ী আলোকচ্ছটা (ঝিলিক দেওয়া, ঝিলিক মারা, বিদ্যুতের ঝিলিক; 'সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে': রবীন্দ্র)। [ঝলক দ্র]।

ঝিলি-মিলি2 [ jhili-mili2 ] বিণ. ঈষত্ ঝলমলে; ঝিলমিলে ও তরঙ্গায়িত ('সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা': রবীন্দ্র)। [ঝিলমিল2 দ্র]।

ঝিল্লি, ঝিল্লিকা [ jhilli, jhillikā ] বি. 1 ঝিঁঝি পোকা ('ঝিল্লি ডাকে ঝোপে ঝাড়ে': রবীন্দ্র); 2 চামড়ার পাতলা আবরণ, membrane. [সং. ঝিল্লি (ধ্বন্যা.)]।

ঝুঁকা, ঝোঁকা [ jhun̐kā, jhōn̐kā ] বি. ক্রি. 1 হেলে পড়া, সামনের দিকে বা নীচের দিকে নত হওয়া (ঝুঁকে দেখবার চেষ্টা করছে); 2 আকৃষ্ট হওয়া (খেলার দিকে মন ঝুঁকেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [হি. √ ঝুক্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 হেলানো, নত করা; 2 আকৃষ্ট বা পক্ষপাতগ্রস্ত করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ঝুঁকি [ jhun̐ki ] বি. 1 ভাব, দায়িত্ব; 2 বিপদের ভয়; 3 উঁকি (উঁকিঝুঁকি)। [হি. ঝোংকী]।

ঝুঁট, ঝুঁটি [ jhun̐ṭa, jhun̐ṭi ] বি. 1 চূড়া-বাঁধা চুল; 2 খোঁপা; 3 টিকি বা টিকির গোছা; 4 ঝোটন, চুল লোম বা পালকের মোটা গুচ্ছ ('কাকাতুয়ার মাথায় ঝুঁটি'); 5 মাংসপিণ্ড (ষাঁড়ের ঝুঁটি)। [সং. জুটিকা]।

ঝুট-মুট [ jhuṭa-muṭa ] ক্রি-বিণ. মিছিমিছি, অকারণে (ঝুটমুট ঝামেলা করা)। [হি. ঝুট (মিথ্যা) + মুট (সহচর শব্দ)]।

ঝুটা1, (কথ্য) ঝুটো [ jhuṭā1, (kathya) jhuṭō ] বিণ. 1 নকল, কৃত্রিম (ঝুটো মুক্তো); 2 জাল (ঝুটো লোক, ঝুটো দলিল); 3 মিথ্যা, অসত্য (ঝুটো কথা)। [হি. ঝুট]।

ঝুটা2 [ jhuṭā2 ] বিণ. উচ্ছিষ্ট, এঁটো। [হি. জুটা < সং. জুষ্ট (=ব্যবহৃত)]।

ঝুটা-পুটি, (কথ্য) ঝুটো-পুটি [ jhuṭā-puṭi, (kathya) jhuṭō-puṭi ] বি. 1 পরস্পরের ঝুঁটি ধরে জড়াজড়ি; 2 জড়াজড়ি, জাপটাজাপটি। [বাং. ঝুঁটি + পুটি (সহচর শব্দ)]।

ঝুড়া, ঝোড়া [ jhuḍ়ā, jhōḍ়ā ] ক্রি. বি. গাছের অনাবশ্যক ডালপালা ছাঁটা। ☐ বিণ. উক্ত অর্থে। [তু. ঝাড়া]। ̃ নো ক্রি. বি. অনাবশ্যক ডালপালা (অন্যের দ্বারা) ছাঁটানো। ☐ বিণ. উক্ত অর্থে।

ঝুড়ি [ jhuḍ়i ] বি. বাঁশ বেত প্রভৃতি দিয়ে তৈরি বড় চুপড়ি বা চ্যাঙারি। [মুণ্ডারি ঝুরি (=ডালপালা)]। ঝুড়ি ঝুড়ি ক্রি-বিণ. বিণ. অনেক, অনেক পরিমাণে, রাশি রাশি (ঝুড়ি ঝুড়ি আম)।

ঝুনা, (কথ্য) ঝুনো [ jhunā, (kathya) jhunō ] বিণ. 1 পাকা ও শক্ত (ঝুনো নারকেল); 2 অভিজ্ঞ ও কঠোর; ঝানু (ঝুনো গোয়েন্দা)। [প্রাকৃ. জুণ্ণ < সং. জুর্ণ]।

ঝুনু-ঝুনু, ঝুনুর-ঝুনুর [ jhunu-jhunu, jhunura-jhunura ] বি. নূপুর ঘুঙুর প্রভৃতির মৃদুমধুর আওয়াজ। [ধ্বন্যা.]।

ঝুনো [ jhunō ] দ্র ঝুনা

ঝুপ [ jhupa ] বি. ঝাঁপ দেওয়ার বা জলে ভারী জিনিস পড়ার মৃদু শব্দ। [ধ্বন্যা.]। ̃ ঝুপ, ̃ ঝাপ বি. ক্রমাগত 'ঝুপ' শব্দ; ক্রমাগত উপর থেকে পড়ার বা জলে ভারী জিনিস পড়ার শব্দ (ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, নদীর পাড় ঝুপঝুপ করে ভেঙে পড়ছে)।

ঝুপড়ি [ jhupaḍ়i ] বি. নিচু কুঁড়েঘর। [হি. ঝোপড়া < প্রাকৃ. ঝুমপডা]।

ঝুপুর-ঝুপুর, ঝুপুর-ঝাপুর [ jhupura-jhupura, jhupura-jhāpura ] বি. ক্রি-বিণ. ক্রমাগত নৌকার বৈঠা বা দাঁড় ফেলার বা বৃষ্টি পড়ার শব্দ। [ধ্বন্যা.]।

ঝুমকা, (কথ্য) ঝুমকো [ jhumakā, (kathya) jhumakō ] বি. 1 গোল থোলোর মতো ফুলবিশেষ বা তার লতা; 2 ঝুমকো ফুলের মতো আকারবিশিষ্ট মেয়েদের কানের গহনাবিশেষ। [হি. ঝুমকা]।

ঝুম-ঝুম [ jhuma-jhuma ] বি. মৃদু ঝমঝম শব্দ; ঘুঙুর পরে নাচের শব্দ। [ধ্বন্যা.]।

ঝুম-ঝুমি [ jhuma-jhumi ] বি. শিশুর খেলনাবিশেষ, যা নাড়লে ঝুমঝুম শব্দ হয়। [বাং. ঝুমঝুম + ই]।

ঝুমরি [ jhumari ] বি. সংগীতের শৃঙ্গাররসাত্মক রাগিণীবিশেষ। [সং. ঝুমরি-তু. হি. ঝুমরা]।

ঝুমুর [ jhumura ] বি. নৃত্যসংবলিত শৃঙ্গাররসাত্মক সংগীতবিশেষ (গ্রামে একটা ঝুমুরের দল এসেছে)। [সং. ঝুমরি]। ঝুমুর ঝুমুর বি. নূপুর ঘুঙুর ইত্যাদির মৃদুমধুর ধ্বনি।

ঝুর-ঝুর [ jhura-jhura ] বি. মৃদু ঝরঝর শব্দ (চূন-বালি ঝুরঝুর করে পড়ছে)। ঝুর-ঝুরে বিণ. ঝুরঝুর করে ঝরে এমন (ঝুরঝুরে বালি); শুষ্ক ও অসংলগ্ন (ঝুরঝুরে ভাত)। [ঝরঝর দ্র]।

ঝুরা1 [ jhurā1 ] ক্রি. (প্রা. বাং.) 1 খেদ করা বা কাঁদা ('কানুর পিরীতে ঝুরি দিবা রাতে': চণ্ডী); 2 ঝরা, গলে পড়া ('রূপ লাগি আঁখি ঝুরে': জ্ঞান.); 3 শীর্ণ বা ম্লান হওয়া ('ঝুরত তুয়া বিনু রাই': গো. দা.)। [মৈ. √ ঝুর < প্রাকৃ. √ জুর < সং. √ খিদ]।

ঝুরা2, (কথ্য) ঝুরো [ jhurā2, (kathya) jhurō ] বিণ. 1 গুঁড়ানো, চূর্ণিত; 2 শুষ্ক ও ঝুরঝুরে (ঝুরো মাটি)। [তু. সং. চূর্ণ]। ঝুরা-ঝুরা, ঝুরো-ঝুরো বিণ. ঝুরঝুরে।

ঝুরি [ jhuri ] বি. বট, অশ্বত্থ প্রভৃতি গাছ থেকে ঝুলে পড়া জটা (বটের ঝুরি)। [হি. ঝুল]। ̃ ভাজা বেসন দিয়ে তৈরি সরু সরু ঝুরির আকারের ভাজা খাবারবিশেষ।

ঝুরু-ঝুরু [ jhuru-jhuru ] ক্রি-বিণ. ঝুরঝুর শব্দে, ঝুরঝুর করে ('ঝুরুঝুরু বায়ু বহে যায়': রবীন্দ্র; ঝুরুঝুরু বালি ঝরছে)। [ঝরঝর দ্র]।

ঝুল1 [ jhula1 ] বি. 1 ঝোলার ভাব, আনতি, ঝোঁক (অত ঝুল দিয়ো না; পড়ে যাবে); 2 নীচের দিকে পরিমাপ (জামার ঝুলটা বেশি হয়েছে)। [হি. ঝুল]।

ঝুল2 [ jhula2 ] বিণ. (অশা.) বাজে, খারাপ (একটা ঝুল সিনেমা দেখে এলাম)। [ঝুল দ্র (যা ঝুলিয়ে দেয় এই অর্থে)]।

ঝুল3 [ jhula3 ] বি. মাকড়সার জালের সঙ্গে আটকে থাকা বা মিশে থাকা ধোঁয়ার কালি (ঝুল জমেছে)। [তু. হি. ঝোল (ময়লা, ছাই)]।

ঝুলন [ jhulana ] বি. 1 দোলন; 2 ঝুলে থাকার অবস্হা; 3 শ্রীকৃষ্ণের দোলন উত্সব। [ঝুলা দ্র]। ̃ যাত্রা বি. শ্রাবণ-ভাদ্র মাসে অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের দোলন উত্সব।

ঝুলনা [ jhulanā ] বি. দোলনা ('বাধ ঝুলনা, তমালবনে)। [ঝুলা দ্র]।

ঝুল-বারান্দা [ jhula-bārāndā ] বি. বাড়ির উপরতলার যে বারান্দা রাস্তার দিকে ঝুলে থাকে। [বাং. ঝুল + বারান্দা < ইং. veranda]।

ঝুলা, ঝোলা [ jhulā, jhōlā ] ক্রি. বি. 1 লম্বিত হওয়া (কড়িকাঠ থেকে ঝুলছে); 2 দোল খাওয়া (গাছে দড়ি বেঁধে ঝুলছে); 3 পক্ষপাতী হওয়া, কোনো বিশেষ দিকে ঝোঁকা (তার দিকে মন ঝুলেছে)। [বাং. ঝুল + আ]। ̃ ঝুলি বি. 1 বারবার বা ক্রমাগত ঝোলা; 2 ক্রমাগত সনির্বন্ধ অনুরোধ (আমাকে নিয়ে যাবার জন্য সে কী ঝোলাঝুলি)। ̃ নো ক্রি. বি. লম্বিত করা, লটকানো, টাঙানো। ☐ বিণ. উক্ত অর্থে।

ঝুলি [ jhuli ] বি. 1 (সচ.) কাপড়ের তৈরি থলি; কাঁধে ঝোলানো থলি; 2 জপমালা রাখার থলি (হরিনামের ঝুলি)। [হি. ঝোলী]। ̃ ঝাড়া বিণ. ঝুলি উজাড় করে ঝাড়লে পাওয়া যায় এমন অকিঞ্চিত্কর; যত্সামান্য। কাঁধে ঝুলি নেওয়া ক্রি. বি. (আল.) ভিক্ষার জন্য বার হওয়া; ভিক্ষাবৃত্তি অবলম্বন করা।

ঝেঁটা, ঝেঁটানো [ jhēn̐ṭā, jhēn̐ṭānō ] যথাক্রমে ঝ্যাঁটা ও ঝ্যাঁটানো -র বানানভেদ।

ঝেঁপে দেওয়া [ jhēm̐pē dēōẏā ] ক্রি. (অশা.) চুরি করা; আত্মসাত্ করা, মেরে দেওয়া। [তু. বাং. ঝাঁপা (=ঢাকা, আচ্ছাদন করা)।

ঝোঁক [ jhōn̐ka ] বি. 1 ঝুঁকে থাকার ভাব; 2 নীচের দিকে টান; আকর্ষণ; 3 পক্ষপাত; 4 শখ, আগ্রহ (ছবি আঁকায় তার একেবারেই ঝোঁক নেই, দেশভ্রমণের ঝোঁক); 5 ঘোর, প্রভাব (নেশার ঝোঁক)। [বাং. ঝুঁকা < হি. ঝুঁকা]।

ঝোঁক ধরা [ jhōn̐ka dharā ] ক্রি. বি. বায়না করা, কিছু পাবার জন্য আবদার বা দাবি করা।

ঝোঁকা, ঝোঁকানো [ jhōn̐kā, jhōn̐kānō ] যথাক্রমে ঝুঁকা ও ঝুঁকানো -চলিত রূপ।

ঝোঁটন [ jhōn̐ṭana ] বি. ঝুঁটি। ☐ বিণ. ঝুঁটিবিশিষ্ট (ঝোঁটন পাখি)। [বাং. ঝুঁটি]।

ঝোড়া1 [ jhōḍ়ā1 ] বি. বাঁশের তৈরি বড় ঝুড়ি। [দেশি]।

ঝোড়া2, ঝোড়ানো [ jhōḍ়ā2, jhōḍ়ānō ] যথাক্রমে ঝুড়া ও ঝুড়ানো -র চলিত রূপ।

ঝোড়ো [ jhōḍ়ō ] বিণ. 1 ঝড়সম্বন্ধীয়; 2 ঝড়যুক্ত (ঝোড়ো বাতাস); 3 ঝড় সৃষ্টিকারী (ঝোড়ো মেঘ); 4 ঝড়ে পীড়িত (ঝোড়ো কাক); 5 ঝড়ে পড়েছে এমন (ঝোড়ো আম)। [বাং. ঝড় + উয়া > ও]।

ঝোপ [ jhōpa ] বি. ছোট মাছের ঝাড় বা জঙ্গল; গুল্ম। [সং. ক্ষুপ]। ̃ ঝাড় বি. ছোট গাছের ঝাড় জঙ্গল। ঝোপ বুঝে কোপ (আল.) সুযোগ ও অবস্হা বুঝে ব্যবস্হা।

ঝোরা [ jhōrā ] বি. ঝরনা (পাগলা ঝোরা)। [ঝরনা দ্র]।

ঝোল [ jhōla ] বি. তরল ব্যঞ্জনবিশেষ; জুল, সুপ। [দেশি]।

ঝোলা1 [ jhōlā1 ] বিণ. ঝোলের মতো, পাতলা (ঝোলা গুড়)। [বাং. ঝোল + আ]।

ঝোলা2 [ jhōlā2 ] বিণ. ঢোলা; লম্বা ও ঢিলা (ঝোলা জামা, ঝোলা আস্তিন)। [বাং. ঝুল + আ]।

ঝোলা3 [ jhōlā3 ] বি. বড় থলি বা ঝুলি (ঝোলার মধ্যে কী আছে?)। [হি. ঝোলী]। ̃ ঝুলি বি. ছোট বড় সবরকমের থলি। ̃ মালা বি. ভিখারি বৈষ্ণবের ভিক্ষার ঝুলি ও কণ্ঠের মালা।

ঝোলা4, ঝোলানো1 [ jhōlā4, jhōlānō1 ] যথাক্রমে ঝুলা ও ঝুলানো -র চলিত রূপ।

ঝোলানো2 [ jhōlānō2 ] ক্রি. বি. (কথ্য) অসুবিধায় বা অস্বস্তিতে ফেলা (তোমাকে বিশ্বাস করে দায়িত্ব দিচ্ছি, আমাকে ঝোলাবে না তো?)। [বাং. ঝুলা + নো]।

ঝ্যাঁটা [ jhyān̐ṭā ] বি. (আঞ্চ.) ঝাঁটা। [দেশি]। ̃ নো ক্রি. বি. ঝাঁট দেওয়া; ঝোঁটিয়ে দূর করা। ̃ পেটা বি. ঝাঁটার ঘা, ঝাঁটা দিয়ে মার।

[ ñ ] বাংলা বর্ণমালার দশম ব্যঞ্জনবর্ণ। শব্দের আদ্যক্ষররূপে এর ব্যবহার নেই। শব্দের ভিতরেও এর ব্যবহার কেবল যুক্তাক্ষরের মধ্যেই দেখা যায়-ঝঞ্ঝাট, ঝঞ্ঝা। মধ্য বাংলায় আঁই এই যুগ্মস্বরের ক্ষেত্রে আঞি বানান পাওয়া যায়-গোসাঞি, ঠাঞি (ঠাঁই)।