1 [ ā1 ] বাংলার দ্বিতীয় স্বরবর্ণ এবং নিম্ন কেন্দ্রীয় বিবৃত আ-ধ্বনি দ্যোতক বর্ণ।

2 [ ā2 ] অব্য. আনন্দ, বিস্ময় বিরক্তি খেদ প্রভৃতি জ্ঞাপক শব্দ (আ মর, আ কপাল)।

3 [ ā3 ] অব্য. ঈষত্ সম্যক বৈপরীত্য সীমা না (নঞ্) অল্প প্রভৃতির সূচক উপসর্গ (আরক্ত, আগত, আসমুদ্র, আঢাকা, আধোয়া)।

আই1 [ āi1 ] তদ্ভাব, ক্রিয়া, সম্বন্ধ প্রভৃতির সূচক বাংলা প্রত্যয় (বড়াই, ঢাকাই, খাড়াই, খোদাই)।

আই2, আয়ি [ āi2, āẏi ] বি. 1 (বর্ত. অপ্র.) মাতা, মা; 2 দিদিমা। [সং. আর্যিকা]।

আই-আই, আউ [ āi-āi, āu ] অব্য. ঘৃণাসূচক শব্দ।

আইচ [ āica ] বি. 1 পুষ্পবৃক্ষবিশেষ; আচ গাছ ও তার ফুল; 2 বাঙালির পদবিবিশেষ। [বাং. আচি < সং. আদিত্য]।

আইডিয়া [ āiḍiẏā ] বি. মনে উদিত ভাব কল্পনা বা চিন্তা (আমার মাথায় একটা আইডিয়া এসেছে)। [ইং. idea]।

আই-ঢাই [ āi-ḍhāi ] ক্রি-বিণ. হাঁসফাঁস, ছটফট (খাওয়া বেশি হওয়ায় শরীর আইঢাই করছে); শ্বাসরোধের মতো (গরমে শরীর আইঢাই করছে)। [দেশি]।

আইন [ āina ] বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য। [আ. আঈন, ফা. আইন]। আইন অমান্য বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience. ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন। ̃ জ্ঞ বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ। ̃ ব্যবসায়ী (-য়িন্) বি. আইনজীবী। ̃ , (বর্জি.) ̃ তঃ (-তস) ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে। ̃ মাফিক, ̃ মোতাবেক বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে। ̃ সম্মত, ̃ সংগত বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য। আইনানুগ বিণ. আইনসম্মত; আইন অনুসারী। আইন পাশ করা ক্রি. বি. 1 ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল); 2 আইন বা বিধি প্রবর্তন বা চালু করা; সংসদে বিধি প্রবর্তন করা। পাঁচ আইন বি. পুলিশের ক্ষমতা ও কর্তব্যবিষয়ক আইন।

আই-বড়, আই-বুড়ো [ āi-baḍ়, āi-buḍ়ō ] বিণ. অবিবাহিত বা অবিবাহিতা। [সং. অব্যূঢ় ? সং. আয়ুর্বৃদ্ধি?] ̃ ভাত বি. গায়েহলুদের পরে এবং বিবাহ অনুষ্ঠানের আগে পাত্র-পাত্রীর অবিবাহিত অবস্হার শেষ ভাত খাওয়ার অনুষ্ঠান।

আইমা [ āimā ] বি. দিদিমা, মায়ের মা। [সং. আর্যিকা + বাং. মা]।

আইয়ো-ডিন [ āiẏō-ḍina ] বি. 1 অধাতব মৌলিক রাসায়নিক পদার্থবিশেষ; 2 ক্ষতাদি যাতে পেকে উঠতে না পারে সেইজন্য ব্যবহৃত প্রতিষেধক ওষুধবিশেষ। [ইং. iodine]।

আইল1 [ āila1 ] ক্রি. আসিল -র আঞ্চ. ও কোমল রূপ।

আইল2 [ āila2 ] বি. খেতের আল, আলবাল বা বাঁধ। [সং. আলি]।

আই-ল্যান্ড [ āi-lyānḍa ] বি. 1 দ্বীপ; 2 (আল.) যেকোনো বিচ্ছিন্ন উঁচু জায়গা। [ইং. island]।

আইস, আইসে-এস [ āisa, āisē-ēsa ] ও আসে -র অপ্র. রূপভেদ।

আইস-ক্রিম [ āisa-krima ] বি. বরফ-দেওয়া মিঠাইবিশেষ; দুধ, সর, চিনি, বরফ প্রভৃতি সহযোগে প্রস্তুত মিঠাই। [ইং. ice cream]।

আউ-ওল [ āu-ōla ] বিণ. অতি উত্কৃষ্ট; প্রথম শ্রেণীর। [আ. আওয়ল]। আউওল জমি বি. সবরকমের শস্যই পুরো ও ভালো উত্পন্ন হয় এমন জমি; ভালো জমি।

আউট [ āuṭa ] বিণ. 1 সংশোধনের অতীত; গোল্লায় গেছে এমন ('ও ছেলে একেবারে আউট হয়ে গেছে': শরত্); 2 ক্রিকেট খেলায় কোনো ব্যাটস্ ম্যান ব্যাট করার অধিকার হারিয়েছে এমন। [ইং. out]।

আউটানো [ āuṭānō ] ক্রি. দুধ ইত্যাদি জ্বাল দেবার সময় হাতা বা চামচ দিয়ে নাড়তে থাকা। ☐ বি. জ্বাল দেবার সময় নাড়া দেওয়া বা আলোড়ন। ☐ বিণ. আউটানো হয়েছে এমন, আলোড়িত (আউটানো দুধ সহজে উথলে পড়ে না)। [বাং. √ আউটা (সং. আবর্তন >)]।

আউন্স [ āunsa ] বি. এক পাউন্ডের 1/16 অংশ পরিমাণ ওজন; প্রায় আধ ছটাক পরিমাণ ওজন; প্রায় 48 গ্রেনের সমান পরিমাণ ওজন। [ইং. ounce]।

আউল1 [ āula1 ] বি. সহজিয়া সাধক (তু.বাউল); দৈবশক্তিসম্পন্ন ব্যক্তি। [আ. বলি]। আউলিয়া বি. আউল সম্প্রদায়ের লোক; দরবেশ, ফকির। [আ. বলিয়া, ওয়ালিয়া]।

আউল2, আউলা [ āula2, āulā ] বিণ. এলোমেলো, আলুলায়িত, আলুথালু। [সং. আকুত, প্রাকৃ. আউল]। আউলা-ঝাউলা বিণ. এলোমেলো ও অপরিচ্ছন্ন, ঢিলেঢালা ও নোংরা। আউলানো ক্রি. এলোমেলো করা, আলুলায়িত করা (চুল আউলে রোদে শুয়ে আছে)। ☐ বি. এলোমেলো করা (যখন-তখন চুল আউলানো ভালো নয়)। ☐ বিণ. এলোমেলো।

আউলিয়া [ āuliẏā ] দ্র আউল1

আউশ, আউস, আশু1 [ āuśa, āusa, āśu1 ] বি. বর্ষাকালে উত্পন্ন মোটা ধানবিশেষ। (এই আশু শব্দটি বিশেষপ্রকার ধানের নাম, এর শীঘ্র অর্থের কোনো সম্পর্ক নেই। তথাপি সাধারণভাবে মনে করা হয় যে আউশ ধান শীঘ্র বা আশু ফলে বলেই একে আশু ধান বলে)। [< সং. আ + √ বৃষ্?]।

আওজানো [ āōjānō ] ক্রি. বি. ভেজানো, আলতো করে বন্ধ করা (দরজা আওজানো)। ☐ বিণ. ভেজিয়ে দেওয়া হয়েছে এমন (আওজানো দরজা খুলে ঢুকল)। [< সং. আ + √ বৃজ্]।

আওড় [ āōḍ় ] বি. নদীর ঘূর্ণি; নদীর জলের আবর্ত বা ঘূর্ণি, whirlpool. [সং. আবর্ত]।

আওড়ানো [ āōḍ়ānō ] ক্রি. আবৃত্তি করা, মুখস্হ বলা (শ্লোক আওড়ায়, মন্ত্র আওড়ায়)। ☐ বিণ. আবৃত্তি করা হয়েছে এমন (বহুবার আওড়ানো কথা)। ☐ বি. আবৃত্তি করা (সাপের মন্ত্র আওড়ানোই শেষ পর্যন্ত তার কাল হয়েছে)। [সং. আবৃত্তি > বাং. √ আওড়া]।

আওতা [ āōtā ] বি. 1 রোদের আড়াল, রৌদ্রনিবারক আচ্ছাদন; 2 ছায়া; 3 আশ্রয়; 4 প্রভাব। [সং. আবৃত? বাং. আড় (আড়াল, আবরণ অর্থে) + তা ?]। আওতায় আসা, আওতায় পড়া ক্রি. বি. এলাকাভুক্ত হওয়া; প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে আসা; কবলে পড়া।

আওয়াজ [ āōẏāja ] বি. শব্দ, ধ্বনি; (রাজ.) আন্দোলনের সময় দাবিজ্ঞাপক ধ্বনি, জিগির, slogan. [ফা. আওয়াজ]। আওয়াজ তোলা ক্রি. বি. কোনো ধ্বনি বা স্লোগান দেওয়া। আওয়াজ দেওয়া ক্রি. বি. 1 ধ্বনি বা স্লোগান উচ্চারণ করা; 2 বিদ্রুপাত্মক ধ্বনি উচ্চারণ করা; 3 সাড়া দেওয়া (এত ডাকছি, তবু আওয়াজ দাও না কেন?)।

আওয়াজি [ āōẏāji ] বি. দেওয়ালের উপরের দিকের ছোট জানালা; ঘুলঘুলির মতো ছোট জানালা। [ফা.]।

আওয়ারি [ āōẏāri ] বি. বাড়ি, ঘর; বাড়িঘর। [সং. আবারি]।

আওয়াস [ āōẏāsa ] বি. আবাস, বাসস্হান, থাকবার জায়গা। [সং. আবাস]।

আওরত [ āōrata ] (বর্জি.) আওরত্ বি. 1 নারী, স্ত্রীলোক; 2 স্ত্রী, পত্নী (সাধারণত মুসলিম সমাজে ও হিন্দিপ্রভাবিত লোকের মধ্যে ব্যবহৃত)। [আ. আওরত্]।

আওরানো [ āōrānō ] ক্রি. 1 ফুলে ওঠা; 2 টাটানো, টনটনে ব্যথা করা (ফোঁড়াটা খুব আওরাচ্ছে); 3 রোদে শুকিয়ে যাওয়া। ☐ বিণ. ফুলে উঠেছে এমন; টনটন করছে এমন। ☐ বি. ফোলা; টনটনে ব্যথা। [বাং. √ আওরা + আনো]।

আওল2 [ āōla2 ] ক্রি. (প্রা. কাব্যে) আসিল, এল ('আওল ঋতুপতি': বিদ্যা)।

আওলাত, আওলাদ [ āōlāta, āōlāda ] বি. 1 সন্তান, সন্তানসন্ততি; 2 গাছপালা প্রভৃতি স্হাবর সম্পত্তি। [আ. আওলাদ্]। আওলাদ বুনিয়াদ বি. গোষ্ঠীভুক্ত লোকজন।

আওসত [ āōsata ] বি. বড় জমিদারির অধীন খাজনা-করা ছোট তালুক বা ভূসম্পত্তি; ছোট তালুক বা জোতজমি। [আ. আওসত্, অওসত্]। ̃ হাওয়ালা বি. হাওয়ালা বা হাওলা-করা অর্থাত্ নির্দিষ্ট শর্তে দেওয়া প্রজাস্বত্ব বা চাষের অধিকার।

আওসা [ āōsā ] বি. (আঞ্চ.) গোরুর এবং অন্যান্য গবাদি পশুর রোগবিশেষ; গোরুর খুরের রোগবিশেষ। [দেশি?]।

আওহাল, আহোয়াল, আহাল [ āōhāla, āhōẏāla, āhāla ] বি. 1 অবস্হা, হাল; 2 দুরবস্হা, দুর্দশা (কী আওহালেই যা আছি)। [আ. আহ্'য়াল]।

আংগা, আঙ্গা [ āṅgā, āṅgā ] বি. (আঞ্চ.) জামা; ছোট জামা। [হি. অংগা]।

আংটা, আঙটা [ āṇṭā, āṅaṭā ] বি. 1 আংটির আকারবিশিষ্ট হাতল, কড়া; 2 আগুন রাখার পাত্র। [হি. আংগূঠা]।

আংটি, আঙটি [ āṇṭi, āṅaṭi ] বি. আঙুলে অলংকাররূপে পরা হয় এমন বলয়; অঙ্গুরীয়। [সং. অঙ্গুষ্ঠিকা]।

আংরা, আঙরা [ āṃrā, āṅarā ] বি. 1 জলন্ত অঙ্গার, জলন্ত কয়লা; 2 জলন্ত অঙ্গারের মতো লাল রং। [সং. অঙ্গার]।

আংরাখা, আঙরাখা [ āṃrākhā, āṅarākhā ] বি. চাপকানজাতীয় লম্বা ঝুলের জামাবিশেষ। [সং. অঙ্গরক্ষা, হি. অঙ্গরখা]।

আংশিক [ āṃśika ] বিণ. 1 অংশবিষয়ক, অংশসম্বন্ধীয়; 2 অসম্পূর্ণ, খানিক, কতক (আংশিক সত্য, আংশিক তথ্য)। [সং. অংশ + ইক]।

আঃ [ āḥ ] অব্য. বিরক্তি ক্ষোভ বিস্ময় ক্রোধ আরাম প্রভৃতি সূচক ধ্বনিবিশেষ।

আঁক [ ān̐ka ] বি. 1 চিহ্ন, দাগ (আঁক কাটা); রেখা; 2 গণিতের অঙ্ক (আঁক কষা)। [সং. অঙ্ক]।

আঁকড়া [ ān̐kaḍ়ā ] বি. কোনোকিছু ঝুলিয়ে বা আটকে রাখার জন্য বাঁকানো লোহার আংটা, hook; কড়া। [দেশি]। আঁকড়া-আঁকড়ি বি. জড়াজড়ি; টানাটানি।

আঁকড়ানো [ ān̐kaḍ়ānō ] ক্রি. জাপটে বা জড়িয়ে ধরা (ভয়ে সে বাবাকে আঁকড়ে ধরল)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [বাং. আঁকড়া + আনো]। আঁকড়ে ধরা ক্রি. বি. জড়িয়ে ধরা।

আঁকড়ি, আঁকুড়ি [ ān̐kaḍ়i, ān̐kuḍ়i ] বি. 1 অঙ্কুশ; অঙ্কুশের মতো বাঁকানো জিনিস বা চিহ্ন; 2 অক্ষরের পাশে নাকের মতো বাঁকা অংশ। [বাং. আঁকড়া + ই]।

আঁকন [ ān̐kana ] বি. অঙ্কন, আঁকা; ছবি ('আঁকন আঁকা হবে': রবীন্দ্র)। [সং. অঙ্কন]।

আঁকশি, আঁকুশি [ ān̐kaśi, ān̐kuśi ] বি. গাছের উঁচু ডাল ইত্যাদি থেকে ফলফুল পাড়ার জন্য অঙ্কুশের মতো আগাবিশিষ্ট লাঠি বা লগা। [সং. অঙ্কুশ]।

আঁকা [ ān̐kā ] ক্রি. 1 রেখা টেনে চিত্র করা; দাগ কাটা; 2 লেখা (বিধাতা মানুষের ললাটে যা আঁকেন তা মোছা যায় না)। ☐ বি. অঙ্কন, চিত্রণ (ছবি আঁকা তার পেশা)। ☐ বিণ. অঙ্কিত, চিত্রিত (তোমার আঁকা ছবি); চিহ্নিত, লিখিত। [বাং. √ আঁক্ + অ]। ̃ নো ক্রি. অঙ্কিত বা চিত্রিত করানো। ☐ বিণ. অঙ্কিত করানো হয়েছে এমন। আঁকা-জোঁকা বি. বিণ. ক্রি. দাগ কাটা, চিত্রবিচিত্র করা, নকশা করা। আঁকিয়ে বি. যে ছবি আঁকে; শিল্পী।

আঁকা-বাঁকা [ ān̐kā-bān̐kā ] বিণ. সাপের (কুটিল) গতির মতো আকৃতিবিশিষ্ট, টেরাবাঁকা। [সং. অঙ্কবঙ্ক]।

আঁকি-বুকি [ ān̐ki-buki ] বি. হিজিবিজি লেখা; অন্যমনস্কভাবে দাগ টানা। [তু. আঁকাবাঁকা]।

আঁকিয়ে [ ān̐kiẏē ] দ্র আঁকা

আঁকু-পাঁকু, আঁকু-বাঁকু [ ān̐ku-pān̐ku, ān̐ku-bān̐ku ] বি. হাঁকডাক; ব্যস্ততা প্রকাশ (কিছু বলার জন্য সে কেবলই আঁকুপাঁকু করছে); অত্যন্ত ব্যাকুলতাসূচক অঙ্গভঙ্গি। [দেশি]।

আঁকুশি [ ān̐kuśi ] দ্র আঁকশি

আঁখি [ ān̐khi ] বি. চোখ (নিদ্রাহীন আঁখি)। [সং. অক্ষি]। ̃ জল বি. চোখের জল, অশ্রু। ̃ ঠার বি. চোখের ইশারা বা ইঙ্গিত। ̃ পাত বি. 1 তাকানো, দৃষ্টিপাত, চাউনি; 2 চোখের পাতা ('চলে আসে আঁখিপাতে': নজরুল)।

আঁচ1 [ ān̐ca1 ] আভাস (মনের আঁচ); আন্দাজ, অনুমান, ধারণা (ভবিষ্যত্ ঘটনার আঁচ)। [সং. √ আন্চ্]।

আচ2 [ āca2 ] বি. আগুনের আভা; তাপ বা ঝাঁজ (উনুনের আঁচ)। [সং. অর্চি (=অগ্নিশিখা)]। আঁচ দেওয়া ক্রি. বি. উনুন ধরানো, উনুনে অগ্নিসংযোগ করা।

আঁচড় [ ān̐caḍ় ] বি. দাগ, অগভীর রেখা; নখের আঘাত; (আল.) সামান্য চেষ্টা (এক আঁচড়েই বুঝে নিলাম)। [দেশি]। আঁচড়া-আঁচড়ি বি. নখের আঁচড়ের লড়াই। আঁচড়ানো ক্রি. 1 নখ দিয়ে ক্ষত সৃষ্টি করা; 2 চিরুনি দিয়ে চুল বিন্যাস করা। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।

আঁচা [ ān̐cā ] ক্রি. আঁচ করা, আন্দাজ করা, অনুমান করা (ব্যাপারটা আগেই আঁচতে পেরেছিল)। [বাং. √ আঁচ্ + আ]।

আঁচানো [ ān̐cānō ] ক্রি. বি. কিছু খাওয়ার পর এঁটো মুখ ধোঁয়া; আচমন করা। ☐ বি. মুখ ধোয়া, আচমন ☐ বিণ. মুখ ধোয়া হয়েছে এমন। [বাং. আঁচা + আনো]। না আঁচালে বিশ্বাস নেই কার্যসিদ্ধির আগে সাফল্য সম্পর্কে নিশ্চিত না হওয়া।

আঁচিল [ ān̐cila ] বি. মানুষের চামড়ার উপর ব্রণের মতো ছোট মাংসপিণ্ড; উপমাংস, wart. [দেশি]

আঁজনাই [ ān̐janāi ] বি. আঞ্জনি; চোখের পাতার ভিতরদিকের ফোঁড়াবিশেষ, sty, stye. [সং. অঞ্জন]।

আঁজল, আঁজলা [ ān̐jala, ān̐jalā ] বি. আঞ্জলি, গণ্ডূষ, হাতের কোষ। ☐ বিণ. অঞ্জলিপরিমাণ। [সং. অঞ্জলি]।

আঁজি [ ān̐ji ] বি. 1 রেখা; ডোরা দাগ; 2 কাপড়ে রঙিন সুতোর রেখা, রঙিন ডোরা; 3 ঘরবাড়ি তৈরির সময় সাজানো ইটের সন্ধিস্হলে রেখার আকারে চুনবালির প্রলেপ, pointing. আঁজি ধরানো ক্রি. ইটের সন্ধিস্হলে চুনবালির প্রলেপ জমানো, পয়েন্টিং করা। ☐ বি. উক্ত অর্থে।

আঁট [ ān̐ṭa ] বি. 1 টান, দৃঢ়তা (বাঁধনের আঁট); 2 বাঁধুনি (কথার বেশ আঁট আছে); 3 সংযম (মুখের আঁট নেই)। ☐ বিণ. 1 দৃঢ় (বাঁধন আঁট করা); 2 টানটান, মাপে একটু ছোট টাইট, tight (জামাটা খুব আঁট হয়েছে)। [সং. অট্ট?]। ̃ সাঁট বিণ. ঢিলে নয় এমন (আঁটসাঁট পোশাক)।

আঁটা-আঁটি, আঁটি-সাঁটি [ ān̐ṭā-ān̐ṭi, ān̐ṭi-sān̐ṭi ] বি. কষাকষি, কড়া মনোভাব, অতিরিক্ত দরাদরি বা কড়াকড়ি (নিজের বেলা আঁটাসাঁটি)।

আঁট-কুড়1 [ ān̐ṭa-kuḍ়1 ] বি জঞ্জাল, উচ্ছিষ্ট ইত্যাদি ফেলার জায়গা, আঁস্তাকুড়। [দেশি]।

আঁট-কুড়2, আঁ-কুড়ে, আঁট-কুড়ো [ ān̐ṭa-kuḍ়2, ā-n̐kuḍ়ē, ān̐ṭa-kuḍ়ō ] বিণ. নিঃসন্তান, সন্তান হয় না এমন। [দেশি]। আঁট-কুড়ি বিণ. (স্ত্রী) সন্তানহীনা, বাঁজা, বন্ধ্যা।

আঁটা [ ān̐ṭā ] ক্রি. 1 কষে বা শক্ত করে বাঁধা ('তোমার রাখি বাঁধো আঁটি': রবীন্দ্র); 2 বাঁধা, পরা (পাগড়ি আঁটা); 3 বন্ধ করা, লাগানো (দরজায় খিল আঁটা); 4 সংকুলান হওয়া (এই ঘরে এত লোক আঁটবে না); 5 সমকক্ষ হওয়া (বুদ্ধিতে তাকে আঁটা মুশকিল)। ☐ বিণ. বদ্ধ, আঁটকানো (আঁটা খাম)। [বাং. √ আট্ + আ]। ̃ নো ক্রি. বি. ধরানো (চেপে চেপে রাখলে ওই হাঁড়িতেই সব আটা আঁটানো যাবে) এঁটে ওঠা ক্রি. বি. সমকক্ষ হওয়া, সমানভাবে পাল্লা দেওয়া (বুদ্ধিতে তার সঙ্গে এঁটে ওঠা কঠিন)।

আঁটি1, আটি [ ān̐ṭi1, āṭi ] বি. শাক, ঘাস, খড় ইত্যাদির গোছা (শাকের আঁটি, খড়ের আঁটি, আঁটি বাঁধা)। [দেশি]। বোঝার উপর শাকের আঁটি প্রচুর ওজনের উপর সামান্য ভার; বিরাট দায়িত্ব বা বোঝা যার কাঁধে রয়েছে অতি সামান্য বাড়তি বোঝা তার কাছে কিছুই নয়। আঁটিসাঁটি দ্র আঁট

আঁটি2, আঁঠি [ ān̐ṭi2, ān̐ṭhi ] বি. ফলের ভিতরের বড় বীজ, বীচি (আমের আঁটি)। [সং. অস্হি]। আঁটি চোষা ক্রি. বি. (আল.) সার জিনিস বা খাঁটি জিনিস থেকে বঞ্চিত হওয়া।

আঁটুনি [ ān̐ṭuni ] বি. 1 শক্ত বাঁধন, টান; 2 (কথার) বাঁধুনি বা বিন্যাস (ওইটুকু ছেলের কথার আঁটুনি দেখেছ?)। [বাং. আঁট + উনি]। বজ্র আঁটুনি ফস্কা গেরো বাঁধন বা নিয়মের যতই কড়াকড়ি থাকুক, এড়ানোর পথ বা ফাঁকফোকরও ততই সহজ হয়ে আসে।

আঁটু-বাঁটু [ ān̐ṭu-bān̐ṭu ] বি. ক্রি-বিণ. ঢিলেঢালা চলন; নড়বড়েভাবে ('চলনে আঁটুবাঁটু': ভা.চ.)। [দেশি]। আঁটুবাঁটু করা ক্রি. বি. জড়সড়ভাবে চলা।

আঁড়িয়া, এঁড়ে [ ān̐ḍ়iẏā, ēn̐ḍ়ē ] বি. বিণ. পুরুষ বাছুর; পুরুষ গোরু; পুরুষ মোষ। আঁড়িয়া লাগা, এঁড়ে লাগা দ্র এঁড়ে

আঁত [ ān̐ta ] বি. 1 অন্ত্র, নাড়ি; 2 অন্তর, হৃদয় (আঁতে ঘা দেওয়া); 3 মনোভাব, মতলব (আঁত বুঝে চলা)। [সং. অন্ত্র]। ̃ আঁতড়ি বি. নাতিভুঁড়ি।

আঁতকানো [ ān̐takānō ] ক্রি. ভয়ে চমকানো, ভয়ে চমকে ওঠা ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং. আতঙ্ক > বাং. আঁতকা]। আঁতকে ওঠা ক্রি. বি. ভয়ে চমকে ওঠা।

আঁতড়ি [ ān̐taḍ়i ] বি. অন্ত্র; নাড়িভুঁড়ি। [সং. অন্ত্র]

আঁতাঁত [ ān̐tān̐ta ] বি. বিভিন্ন ব্যক্তি বা রাষ্ট্রের মধ্যে সদ্ভাব ও সহযোগিতা; মৈত্রী (অশুভ আঁতাঁত)। [ফ. entente]।

আঁতি-পাঁতি, আতি-পাতি [ ān̐ti-pān̐ti, āti-pāti ] অব্য. ক্রি-বিণ. সর্বত্র (আঁতিপাঁতি খোঁজা)। [হি. অঁয়তি-পঁয়তি?]।

আঁতু-আঁতু, আঁতু-পুঁতু [ ān̐tu-ān̐tu, ān̐tu-pun̐tu ] বি. অতিরিক্ত যত্ন, বাড়াবাড়িরকমের সাবধানতা। [সং. আত্মন্ +পুত্র?]।

আঁতুআঁতু করা, আঁতুতুপুঁতু করা [ ān̐tuān̐tu karā, ān̐tutupun̐tu karā ] ক্রি. বি. আদরের বস্তুকে নিয়ে বাড়াবাড়িরকমের সাবধানতা অবলম্বন করা (ছেলেকে নিয়ে ওরা বড় আঁতুপুঁতু করে)।

আঁতুড় [ ān̐tuḍ় ] বি. যে ঘরে শিশু ভূমিষ্ঠ হয়, সূতিকাগার, সন্তানপ্রসব গৃহ। [সং. অন্ত্র > আঁত + বাং. উড়ি=আঁতুড়ি > আঁতুড়]। আঁতুড়ে বিণ. নিতান্তই কচি (শিশু)।

আঁতেল [ ān̐tēla ] বিণ. বি. (ব্যঙ্গে) পণ্ডিত, বিদ্বান, বুদ্ধিজীবীর ধরনধারণবিশিষ্ট (ব্যক্তি)। [ফ. ঁতেলেক্তুয়াল (intellectual এর অপভ্রংশ, কিংবা ইং. intellectual এর ফরাসিভঙ্গিম উচ্চারণ থেকে]।

আঁতলামো [ ān̐talāmō ] বি. (ব্যঙ্গে) আঁতেল-আঁতেল ভাব, (নকল) পণ্ডিতি, বুদ্ধিজীবীর ভাবভঙ্গির অনুকরণ।

আঁদরু-পেঁদরু [ ān̐daru-pēn̐daru ] বি. সাহেবিয়ানার উগ্র অনুকরণকারী দেশীয় খ্রিস্টান। [ইং. Andrews Pedro]।

আঁদর্সা, আঁতসা, আঁদসা [ ān̐darsā, ān̐tasā, ān̐dasā ] বি. গুড়ের রসে জ্বাল-দেওয়া নারকেল আর চালের গুঁড়োর পিঠে। [দেশি]।

আঁধলা [ ān̐dhalā ] বি. অন্ধ লোক। [হি. অন্ধেলা]।

আঁধার [ ān̐dhāra ] বি. অন্ধকার, আলোকের অভাব ('ও আমার আঁধার ভালো':রবীন্দ্র)। ☐ বিণ. নিরালোক, আলোকহীন ('আঁধার রাতে একলা পাগল': রবীন্দ্র)। [সং. অন্ধকার]। আঁধারা ক্রি. অন্ধকার করা। আঁধারি বি. অন্ধকার (আলো-আঁধারি)। আঁধার ঘরের মানিক বি. দুঃখের জীবনে বা সংসারে একমাত্র সুখের বস্তু; অত্যন্ত প্রিয়জন। মুখ আঁধার করা ক্রি. বি. মুখ গোমড়া করা, অখুশি হওয়া

আঁধি, আঁন্ধি [ ān̐dhi, ān̐ndhi ] বি. ঝড়ো হাওয়া যাতে ধুলো ও অন্ধকার সৃষ্টি হয়; ঝড়; অন্ধকার সৃষ্টিকারী জিনিস ('ঘুম ভাঙাবার আঁধি': ব. চ.)। [সং. অন্ধ, হি. আঁধী]। আঁধী-ঝড় বি. অন্ধকার সৃষ্টিকারী ঝড়।

আঁশ2 [ ām̐śa2 ] বি. 1 সুতোর মতো সুক্ষ্ম অংশ, রোঁয়া, তন্তু; গাছ-লতা-ফল প্রভৃতির ভিতরকার সূক্ষ্ম তন্তু; 2 মাছের গায়ের শল্ক; scales. [সং. অংশু]। আঁশটে বিণ. মাছের গায়ের গন্ধযুক্ত।

আঁশ-ফল [ ām̐śa-phala ] বি. লিচুজাতীয় ছোট ফলবিশেষ। [দেশি?]।

আঁশানো [ ām̐śānō ] ক্রি. 1 চিনি গুড় প্রভৃতির রসে জ্বাল দেওয়া (পিঠে আঁশানো, সে এখন পিঠে আঁশাচ্ছে); 2 একটু শুকিয়ে নেওয়া (রোদে আঁশানো)। ☐ বিণ. বি. উক্ত অর্থে [বাং. √ আঁশা (সং. অংশু) + আনো]।

আঁশালো [ ām̐śālō ] বিণ. আঁশযুক্ত, আঁশবহুল (আঁশালো ফল)। [বাং. আঁশ + আলো]।

আঁষ, আঁইষ [ ām̐ṣa, ām̐iṣa ] বি. আমিষ খাদ্য; আমিষ (আঁষ-নিরামিষ); মাছ-মাংস-ডিমজাতীয় খাদ্য। ☐ বিণ. আমিষ দ্রব্যযুক্ত; আমিষ রান্নার কাজে ব্যবহৃত (আঁষবঁটি)। [সং. আমিষ]।

আঁষটে [ ām̐ṣaṭē ] বিণ. মাছ-মাংস প্রভৃতি আমিষের গন্ধযুক্ত।

আঁসু [ ām̐su ] বি. চোখের জল, অশ্রু। [হি. আঁসু]।

আঁস্তা-কুড়, আঁস্তা-কুঁড় [ ām̐stā-kuḍ়, ām̐stā-kun̐ḍ় ] বি. উচ্ছিষ্ট বা আবর্জনা ফেলবার স্হান। [দেশি]। আঁস্তাকুড়ের পাতা 1 যে পাতা খাওয়ার শেষে আঁস্তাকুড়ে ফেলা হয়; 2 আবর্জনা; 3 (আল.) হেয় ব্যক্তি। আঁস্তাকুড়ের পাতা স্বর্গে যায় না হেয় ও নীচ ব্যক্তির দ্বারা কোনো ভালো কাজ হয় না; নীচ লোক ভদ্রসমাজে মিশতে পারে না।

আক-কুটে, আক-খুটে [ āka-kuṭē, āka-khuṭē ] বিণ. 1 জিনিসপত্র সম্পর্কে যত্নহীন; অগোছালো; 2 উড়নচণ্ডী; অমিতব্যয়ী। [দেশি]।

আকচা-আকচি [ ākacā-ākaci ] বি. পরস্পর ঈর্ষা; রেষারেষি। [দেশি]।

আক-ছার, আক-চার [ āka-chāra, āka-cāra ] ক্রি-বিণ. হামেশা, প্রায়ই; সর্বদা; সচরাচর। [আ. অক্সর]।

আকড়িয়া, আকড়ে [ ākaḍ়iẏā, ākaḍ়ē ] বিণ. 1 কড়ি নেই এমন; 2 মাগ্না, বিনামূল্যের। [বাং. আ + কড়ি + ইয়া]

আকণ্ঠ [ ākaṇṭha ] ক্রি-বিণ কণ্ঠ পর্যন্ত, গলা পর্যন্ত; গলায় গলায় ('আকণ্ঠ ঋণে নিমগ্ন': রবীন্দ্র)। [সং. আ + কণ্ঠ]। ̃ মগ্ন বিণ. গলা পর্যন্ত ডুবে আছে এমন (দেনায় সে এখন আকণ্ঠমগ্ন)।

আকতা, আখতা [ ākatā, ākhatā ] বিণ. খাসি করা হয়েছে এমন (আকতা ষাঁড়)। [আ. আখ্তা]

আক্দ [ ākda ] বি. মুসলমান রীতিতে বিবাহবন্ধন; মুসলমানদের বিবাহে বরকন্যার পরস্পরকে স্বীকার ও গ্রহণ। [আ. আ'ক্দ্]।

আকনি, আখনি [ ākani, ākhani ] বি. মাংসের বা মশলার ক্বাথ। [ফা. অখ্নী]।

আকন্দ [ ākanda ] বি. অর্ক; গাছবিশেষ ও তার ফুল। [সং. অর্কমন্দার ?]।

আকপিল, আকপিশ [ ākapila, ākapiśa ] বিণ. পাঁশুটে রঙের, ঈষত্ কপিল বা কপিশ বর্ণের। [সং. আ (ঈষত্ অর্থে) + কপিল, কপিশ]।

আক-বত [ āka-bata ] বি. পরকাল। [আ. অ'কবত্]।

আক-বরি, আকব্বরি [ āka-bari, ākabbari ] বিণ. মোগল সম্রাট আকবরের সময়ের বা তাঁর নামাঙ্কিত (আকবরি মোহর)। [আ. আক্বর + বাং. ই]।

আকম্প, আকম্পন [ ākampa, ākampana ] বি. সামান্য কম্পন, অল্প কম্পন। [সং. আ + কম্প, কম্পন]।

আকম্পিত, আকম্প্র [ ākampita, ākampra ] বিণ. অল্প একটু কম্পিত, ঈষত্ কম্পিত; ঈষত্ কম্পমান, একটু একটু কাঁপছে এমন। [সং. আ. + কম্পিত, কম্প্র]।

আকর [ ākara ] বি. 1 খনি; উত্পত্তিস্হান; 2 আধার; পাত্র (গুণের আকর, রোগের আকর)। [সং. আ + √ কৃ + অ]। ̃ বিণ. খনিজ, খনিতে জন্মায় এমন। আকরিক, আকরীয় বিণ. 1 খনিজ; 2 খনিসম্বন্ধীয়।

আকর্ণ [ ākarṇa ] ক্রি-বিণ. কান পর্যন্ত (আকর্ণবিস্তৃত)। [সং. আ + কর্ণ]। ̃ নয়ন, &tilde লোচন বি. বিণ. কান পর্যন্ত টানা চোখ যার। আকর্ণবিস্তৃত হাসি সারা মুখে ছড়িয়ে যায় এমন হাসি, যে হাসিতে ঠোঁটের দুই প্রান্ত প্রায় কান স্পর্শ করে।

আকর্ণন [ ākarṇana ] বি. শ্রবণ, শোনা। [সং. আ + √ কর্ণ্ + অন]।

আকর্ণিত [ ākarṇita ] বিণ. শ্রূত, শোনা হয়েছে বা শোনা গেছে এমন।

আকর্ষ [ ākarṣa ] বি. 1 আকর্ষণ, টান; 2 যা দিয়ে আকর্ষণ করা বা টানা যায়যেমন, আঁকশি, চুম্বকপাথর ইত্যাদি; 3 লতাতন্তু, প্রতান, tendril. [সং. আ + √ কৃষ্ + অ]। ̃ .ক বিণ. বি. 1 যে আকর্ষণ করে; 2 চুম্বক (পাথর)। আকর্ষী (-র্ষিন্) বিণ. আকর্ষণ করে এমন, আকর্ষণকারী। ☐ বি. আঁকশি। বিণ. (স্ত্রী.) আকর্ষণী।

আকর্ষণ [ ākarṣaṇa ] বি. টান; নিজের দিকে আনার জন্য টান; (গৌণ অর্থে) যে গুণের দ্বারা মন প্রলুব্ধ হয় (গানের আকর্ষণ)। [সং. আ + √ কৃষ্ + অন] আকর্ষণী বিণ. টেনে আনে বা আকর্ষণ করে এমন (বক্তৃতার আকর্ষণী শক্তি)। ☐ বি. আঁকশি। আকর্ষণীয় বিণ. আকর্ষণের যোগ্য আকর্ষণরকারী অর্থে অশুদ্ধ প্রয়োগ।

আকর্ষা [ ākarṣā ] ক্রি. আকর্ষণ করা টানা। [সং. আ + √ কৃষ্ + বাং. আ]।

আকলন [ ākalana ] বি. 1 গ্রহন; সংগ্রহ; 2 গহনা, হিসাব করা, 3 পরিধান; 4 আকাঙ্ক্ষা; 5 আকর্ষণ। [সং. আ + √ কলি + অন]।

আকস্মিক [ ākasmika ] বিণ. হঠাত্ ঘটেছে বা ঘটে এমন; আশা করা যায়নি এমন; অপ্রত্যাশিত (আকস্মিক মৃত্যু)। [সং. অকস্মাত্ + ইক]। বি. ̃ তা (ঘটনার আকস্মিকতায় তিনি কিছুটা বিমূঢ় হয়ে পড়েছেন)।

আঁকাড়া [ ān̐kāḍ়ā ] বিণ. কাঁড়া বা ঝেড়ে পরিষ্কার করা হয়নি এমন (আঁকাড়া চাল)। [বাং. আ + কাঁড়া]।

আকাঙ্ক্ষা [ ākāṅkṣā ] বি. পাওয়ার ইচ্ছা; বাসনা; প্রার্থনা। [সং. আ + √কাঙ্ক্ষ + অ + আ] আকাঙ্ক্ষণীয় বিণ. চাওয়া হয়েছে এমন। আকাঙ্ক্ষী (-ক্ষিন) বিণ. আকাঙ্ক্ষা করে এমন (মঙ্গলাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী)। স্ত্রী. আকাঙ্ক্ষিণী

আকাচা [ ākācā ] বিণ. কাচা হয়নি এমন; ধোয়া হয়নি এমন (আকাচা কাপড়)। [বাং. আ + কাচা]।

আকাট1 - আকাঠ [ ākāṭa1 - ākāṭha ] এর রূপভেদ।

আকাট2 [ ākāṭa2 ] বিণ. নিরেট; সম্পূর্ণ; অত্যন্ত; নির্ভেজাল (আকাট মূর্খ)। ̃ .মূর্খ বিণ. বি. মহামূর্খ।

আকাটা [ ākāṭā ] বিণ. কাটা হয়নি এমন (আকাটা ফল, আকাটা হীরে)। [বাং. আ + কাটা]।

আকাঠ, আকাঠা [ ākāṭha, ākāṭhā ] বি. বাজে কাঠ। [বাং. আ (মন্দ অর্থে) + কাঠ]।

আকাম-অকাম [ ākāma-akāma ] এর আঞ্চ. রূপ।

আকামানো [ ākāmānō ] বিণ. 1 কামানো বা মুড়ানো হয়নি এমন (আকামানো মাথা); 2 শ্রমের দ্বারা রোজগার করা হয়নি এমন; 3 (আঞ্চ.) সাপের বিষদাঁত ভাঙা হয়নি এমন (আকামানো সাপ)। [বাং. আ + কামানো]।

আ-কার, আকার1 [ ā-kāra, ākāra1 ] বি. ব্যঞ্জনবর্গের সঙ্গে 'আ' অক্ষর বা ধ্বনির যোগ।

আকার2 [ ākāra2 ] বি. 1 আকৃতি, চেহারা; 2 গঠন; 3 প্রকার (নানা আকারে কথাটা প্রকাশ করা); 4 মূর্তি (আদর্শকে আকার দেওয়া)। [সং. আ + √ কৃ + অ]। ̃ .ইঙ্গিত, ̃ .প্রকার বি. ভাবভঙ্গি। ̃ .মাত্রিক বিণ. আ-কার চিহ্ন দিয়ে সংগীতের মাত্রার সংখ্যা বোঝানো হয় এমন (আকারমাত্রিক স্বরলিপি)।

আকাল [ ākāla ] বি. 1 দুর্ভিক্ষ; 2 দুঃসময়; 3 অভাব (দেশে কি ভালো শিল্পীর আকাল হয়েছে?)। [সং. অকাল]।

আকালিক [ ākālika ] বিণ. 1 অকালে বা অসময়ে উত্পন্ন; 2 তাড়াতাড়ি বিনষ়্ট হয় এমন। [সং. অকাল + ইক]।

আকাশ [ ākāśa ] বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ̃ .কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ̃ .গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ̃ .চারী (-রিন্) বিণশূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ̃ .ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ̃ .জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ̃ .দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্হিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ̃ .পট বি. আকাশের আঙিনা। ̃ .পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ̃ .পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ☐ ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ̃ .বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ̃ .মণ্ডল বি. নভোমণ্ডল। ̃ .যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ̃ .স্হ বিণ. আকাশে অবস্হিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া।

আকাশি [ ākāśi ] বিণ. আকাশের রঙের, হালকা নীল রঙের। [সং. আকাশ + বাং. ই]।

আকিঞ্চন [ ākiñcana ] বি. 1 দৈন্য, নিঃস্বতা; 2 বিনীত কামনা, আকাঙ্ক্ষা; 3 আগ্রহ; 4 চেষ্টা। [সং. অকিঞ্চন + অ]।

আকীর্ণ [ ākīrṇa ] বিণ. ছড়ানো, বিক্ষিপ্ত, বিস্তীর্ণ; পূর্ণ (জনাকীর্ণ, কন্টকাকীর্ণ)। [সং. আ + √ কৃ + ত]।

আকুঞ্চন [ ākuñcana ] বি. একটুখানি কুঁকড়ে বা গুটিয়ে যাওয়া, কোঁকড়ানো; সংকোচন। [সং. আ + কুঞ্চন]। আকুঞ্চিত বিণ. কোঁকড়ানো, গুটানো, সংকুচিত।

আকুড়সি [ ākuḍ়si ] বি. আঁকশি। [সং. আকর্ষী]।

আকুত, আকুতি, আকূত, আকূতি [ ākuta, ākuti, ākūta, ākūti ] বি. 1 আকুলতা; আকুল প্রার্থনা; 2 অভিপ্রায়, মনের ইচ্ছা বা কামনা। [সং. আ + √ কু, √ কূ + ত, তি]।

আকুমার [ ākumāra ] ক্রি-বিণ. কুমার বয়স থেকে। [বাং. আ + কুমার]।

আকু-পাংচার [ āku-pāñcāra ] বি. শরীরের বিভিন্ন স্হানে ছুঁচ ফুটিয়ে রোগ সারানোর চৈনিক পদ্ধতি। [লা. acus (ছুঁচ) + punctura (ফোটানো)]।

আকুল [ ākula ] বিণ. 1 ব্যগ্র, উত্কন্ঠিত (আকুল আহ্বান, আকুল প্রতীক্ষা); 2 অস্হির; 3 অসংবৃত, আলুলায়িত। [সং. আ + √কুল্ + অ]। বি. ̃ তাআকুলা ক্রি. আকুল হওয়া। আকুলিত বিণ. আকুল হয়েছে এমন। আকুলি-বিকুলি বি. অতিশয় ব্যাকুলতা (খবরটা পাওয়ার জন্য সে আকুলি-বিকুলি করছে)। ☐ ক্রি-বিণ. অতি আকুলভাবে। আকুলি-ব্যাকুলি-আকুলি-বিকুলি -র রূপভেদ। আকুলী.কৃত বিণ. আকুল করা হয়েছে এমন। আকুলি.ভূত বিণ.আকুল হয়ে উঠেছে এমন।

আকৃতি [ ākṛti ] বি. চেহারা; গঠন। [সং. আ + √ কৃ + তি]। ̃ .প্রকৃতি বি. আকার-প্রকার; হাবভাব; লক্ষণ।

আকৃষ্ট [ ākṛṣṭa ] বিণ. আকর্ষণ করা হয়েছে এমন; প্রলুব্ধ; মুগ্ধ (সমুদ্রের দৃশ্যে মন আকৃষ্ট হয়)। [সং. আ + √ কৃষ্ + ত]।

আকৃষ্য-মাণ [ ākṛṣya-māṇa ] বিণ. আকৃষ্ট হচ্ছে এমন, আকর্ষণ করা হচ্ছে বা টেনে আনা হচ্ছে এমন। [সং. আ + √ কৃষ্ + মান]।

আক্কেল [ ākkēla ] বি. কান্ডজ্ঞান, বোধবুদ্ধি, বুদ্ধি-বিবেচনা। [আ. আক্ল্]। ̃ .গুড়ুম বি. হতভম্ব অবস্হা (তার কথা শুনে আমার তো আক্কেলগুড়ুম)। ̃ .দাঁত বি. পূর্ণবয়সে যে দাঁত ওঠে, wisdom tooth. আক্কেলদাঁত না গজানো ক্রি. বি. বুদ্ধিবিবেচনা বা কান্ডজ্ঞান না হওয়া, অপরিণত বুদ্ধির পরিচয় দেওয়া। ̃ .দাঁত ওঠা ক্রি. বি. বুদ্ধি পরিপক্ক হওয়া। ̃ .মন্দ, ̃ .মন্ত বিণ. বিবেচক; বিজ্ঞ; আক্কেলযুক্ত। [আ. + আক্ল্ + বাং. মন্ত]। ̃ .সেলামি বি. অপরিণত বুদ্ধি বা অনভিজ্ঞতার জন্য লোকসান বা শাস্তি।

আক্রম [ ākrama ] বি. 1 আক্রমণ; 2 বলপূর্বক অতিক্রম; 3 বিক্রম; 4 উদয়। [সং. আ + √ ক্রম্ + অ]। ̃ বি. 1 অন্যের প্রতি বলপ্রয়োগ; 2 অধিকার বা জয় করার জন্য হানা; হামলা; 3 গ্রাস (রোগের আক্রমণ)। আক্রমণীয় বিণ. আক্রমণের যোগ্য। আক্রান্ত বিণ. 1 আক্রমণ করা হয়েছে এমন; 2 আক্রমণের বিষয়ীভূত; 3 আচ্ছন্ন (জলভারাক্রান্ত মেঘ); 4 আক্রমণের ফলে পীড়িত (রোগাক্রান্ত)।

আক্রা [ ākrā ] বিণ. দুর্মূল্য, মহার্ঘ, অত্যন্ত দামি। ☐ বি. দুর্মূল্যের অবস্হা, চড়া দাম (এই আক্রার সময়)। [সং. অক্রেয়]।

আক্রামক [ ākrāmaka ] বিণ. আক্রমণকারী। [সং. আ + √ ক্রম্ + অক]। স্ত্রী আক্রামিকা

আক্রীড় [ ākrīḍ় ] বি. 1 প্রমোদবন; 2 ক্রীড়াভূমি; 3 আখড়া। [সং. আ + √ ক্রীড়্ + অ]।

আক্রোশ [ ākrōśa ] বি. বিদ্বেষ, ক্রোধ, গায়ের ঝাল (দীর্ঘদিনের সঞ্চিত আক্রোশ)। [সং. আ + √ ক্রুশ্ + অ]।

আক্লান্ত [ āklānta ] বিণ. অতিশয় ক্লান্ত। [বাং. আ + সং. ক্লান্ত]।

আক্ষরিক [ ākṣarika ] বিণ. 1 অক্ষরসংক্রান্ত; অক্ষর অনুযায়ী; 2 বর্ণে বর্ণে করা হয়েছে এমন (আক্ষরিক অনুবাদ), হুবহু, literal. [সং. অক্ষর + ইক]। বি. ̃ তা

আক্ষিপ্ত [ ākṣipta ] বিণ. 1 ক্ষেপন করা বা ছোড়া হয়েছে এমন, নিক্ষিপ্ত; ছড়িয়ে রাখা হয়েছে বা ছড়িয়ে আছে এমন, বিক্ষিপ্ত; 2 আক্ষেপযুক্ত; দুঃখে অধীর। [সং. আ + √ ক্ষিপ্ + ত]।

আক্ষেপ [ ākṣēpa ] বি. 1 (বিকারগ্রস্ত রোগীর) হাত-পা ইত্যাদি ছোড়া, খিঁচুনি, তড়কা, fits, convulsion; 2 ক্ষোভ মনস্তাপ (আক্ষেপের বিষয়), বিলাপ; 3 অর্থালংকারবিশেষ। [সং. আ + √ ক্ষিপ্ + অ]। বিণ. আক্ষিপ্ত।

আক্ষোট, অক্ষোট [ ākṣōṭa, akṣōṭa ] বি. আখরোট গাছ। [সং. অক্ষোট তু. প.অখ্রোট্]।

আখ, আক [ ākha, āka ] বি. সরু লম্বা গাছ যার রস থেকে চিনি গুড় প্রভৃতি পাওয়া যায়, ইক্ষু, sugar-cane. [সং. ইক্ষু]।

আখটি, আখটে [ ākhaṭi, ākhaṭē ] দ্র আখুটি

আখড়া [ ākhaḍ়ā ] বি. 1 (ব্যায়াম, গানবাজনা প্রভৃতি) অনুশীলনের স্হান; সন্ন্যাসীদের (বিশেষত বৈষ্ণব বৈরাগীদের) আশ্রম; 1 আড্ডা। [সং. অক্ষবাট, হি. আখড়া]। ̃ বি. অভিনয়ের মহলা, মহড়া, রিহার্সাল, rehearsal. ̃ .ধারী বি. আখড়া বা মঠের প্রধান বা অধ্যক্ষ।

আখণ্ডল [ ākhaṇḍala ] বি ইন্দ্র। [আ + √ খণ্ডি + অল]।

আখনজি [ ākhanaji ] দ্র আখুন্দ

আখবার [ ākhabāra ] বি. খবরের কাগজ। [আ. আখ্বার]।

আখর [ ākhara ] বি. 1 অক্ষর; বর্ণ; 2 কীর্তন গানে মূল পদের সঙ্গে সংযোজিত বা জুড়ে দেওয়া পদ (আখর দেওয়া গান)। [সং. অক্ষর]।

আখরোট [ ākharōṭa ] বি. শক্ত খোলার মধ্যে শাঁস থাকে এমন পার্বত্য ফলবিশেষ, walnut. [সং. অক্ষোট, প. অখ্রোট্]।

আখা [ ākhā ] বি. উনুন, চুলো, চুল্লি। [বাং. তু. সং. উখা = হাঁড়ি, যজ্ঞীয় অগ্নিকুন্ড (হরিচরণ বন্দ্যোপাধ্যায়)]।

আখাম্বা [ ākhāmbā ] বিণ. থামের মতো আকৃতিবিশিষ্ট, খুব মোটা ও লম্বা (আখাম্বা বাঁশ)। [বাং. আ + হি. খম্বা]।

আখুটি, আখটি [ ākhuṭi, ākhaṭi ] বি. আবদার, বায়না; শিশুর জেদ। [সং. আখট্টি]। আখুটিয়া, আখুটে, আখটে বিণ. আবদেরে, অতিরিক্ত বায়না করে এমন (আখুটে শিশু)।

আখুঞ্জ, আখুনজি, আখনজি [ ākhuñja, ākhunaji, ākhanaji ] বি. ফারসি-শিক্ষক। [ফা. আখুন্ + হি.জি]।

আখেজ, আখজ [ ākhēja, ākhaja ] বি. শত্রুতা, বিদ্বেষ। [আ. আখজ]।

আখেটক, আখেটিক [ ākhēṭaka, ākhēṭika ] বি. ব্যাধ, শিকারি। [সং. আ + √ খিট্ + অক]। আখেটি বি. ব্যাধ। [তু. হি. আখেটী]

আখের, আখির [ ākhēra, ākhira ] বি. পরিণাম, শেষ, চূড়ান্ত পরিণতি। [আ. আখীর্]। আখেরি বিণ. অন্তিম, শেষের। আখেরি চাহার শুম্বা শেষ বুধবার; হজরত মোহম্মদের মৃত্যুর পূর্বের শেষ বুধবার (এই দিন অসুস্হতার মধ্যে তিনি সুস্হ বোধ করেছিলেন)। আখেরি জমানা বি. শেষ যুগ; কেয়ামত বা প্রলয়ের পূর্ববর্তী যুগ (তু. কলিযুগ)। আখেরে ক্রি-বিণ. শেষ পর্যন্ত, পরিণামে; ভবিষ্যতে।

আখোলা [ ākhōlā ] বিণ. খোলা নয় এমন, আটকানো, বন্ধ। [বাং. আ + খোলা]।

আখ্যা [ ākhyā ] বি. সংজ্ঞা, নাম; উপাধি। [সং. আ + √ খ্যা + অ + (স্ত্রী) আ]। ̃ তা বিণ. সংজ্ঞাপ্রাপ্ত; কথিত, পরিচিত; ব্যাখ্যাত। ̃ বি. কাহিনী, গল্প; ইতিহাস। ̃ .য়ক বি. কথক; প্রচারক। ̃ .য়িকা বি. কাহিনী। ̃ য়ী (-য়িন্) বিণ. বর্ণনাকারী, কথক। আখ্যেয় বিণ. আখ্যাযুক্ত, নামবিশিষ্ট; কথনীয়।

আখ্যান [ ākhyāna ] দ্র আখ্যা

আগ1 [ āga1 ] বি. 1 আগা, অগ্রভাগ; সম্মুখভাগ। ☐ বিণ. অগ্রবর্তী, এগিয়ে আছে এমন; সবচেয়ে উঁচুতে রয়েছে এমন (আগডাল)। [সং. অগ্র]। ̃ .পাছ বি. আগুপিছু, আগের ও পরের ব্যাপার (আগপাছ ভাবা)। আগ বাড়া, আগ বাড়ানো ক্রি. বি. এগিয়ে যাওয়া, কোনো কাজের জন্য আগেই প্রস্তুত হওয়া। আগু বাড়াআগ বাড়া র রূপভেদ।

আগ1 [ āga1 ] বি. (কাব্যে) আগুন। [বাং. আগুন]।

আগ়ড়, আগল [ āg়ḍ়, āgala ] বি. 1 দরজার মতো করে ব্যবহৃত ঝাঁপ, টাটি; 2 খিল; 3 বাধা। [সং. অর্গল]।

আগ়ড়-বাগ়ড় [ āg়ḍ়-bāg়ḍ় ] বি. 1 নানারকম বাজে জিনিস; 2 বাজে কথা; অর্থহীন প্রলাপ। [তু. হি. অগ়ড় বগড়]।

আগড়ম-বাগ়ড়ম [ āgaḍ়ma-bāg়ḍ়ma ] বি. অর্থহীন অপ্রয়োজনীয় বা অসংলগ্ন কথা (আগড়ম-বাগড়ম বকছে)। [হি. আওড়ম্ বওড়ম]।

আগডুম - বাগ়ডুম, আগডোম- বাগডোম [ āgaḍuma - bāg়ḍuma, āgaḍōma- bāgaḍōma ] বি. শিশুদের খেলাবিশেষ ও তার সঙ্গে আবৃত্ত ছড়ার প্রথম অংশ [সমগ্র ছড়াটি মূলে কোনো যুদ্ধযাত্রা বা বিবাহযাত্রার বর্ণনা করছে বলে মনে হয়]।

আগত [ āgata ] বিণ. 1 এসেছে এমন, উপস্হিত; 2 প্রাপ্ত (শরাণাগত)। [সং. আ + √ গম্ + ত]। ̃ .প্রায় বিণ. এসে পড়েছে এমন, আসন্ন (পূজার দিন আগতপ্রায়)।

আগ.দুয়ার [ āga.duẏāra ] বি. 1 বাইরের দরজা; 2 বাহির বাড়ি। বিপ. পাছদুয়ার। [সং. অগ্রদ্বার]।

আগন্তুক [ āgantuka ] বি. অতিথি; নবাগত বা অপরিচিত ব্যক্তি। ☐ বিণ. 1 নবাগত, সদ্য বা হঠাত্ এসেছে এমন; 2 হঠাত্ ঘটেছে এমন (আগন্তুক বিপদ)। [সং. আ + √ গম্ + তু + ক (স্বার্থে)]।

আগ বাড়া, আগ বাড়ানো [ āga bāḍ়ā, āga bāḍ়ānō ] দ্র আগ1

আগম [ āgama ] বি. 1 তন্ত্রশাস্ত্র, বেদ ইত্যাদি শাস্ত্র; 2 আগমন, আসা (বর্ষাগম, গ্রীষ্মাগম); 3 লাভ, উপার্জন (ধনাগম); 4 জীবদেহের শ্বাসগ্রাহী অঙ্গ, অন্তঃশ্বসন যন্ত্র, inhalant (বি.প.); 5 আমদানি, import (স. প.); 6 (ব্যাক.) প্রকৃতিপ্রত্যয়ের লোপ না করে শব্দের মধ্যে বর্ণের প্রবেশ। [সং. আ + √ গম্ + অ]। ̃ .শুল্ক বি. আমদানির জন্য দেয় কর, import duty (স. প.)। আগম্য বিণ. আসা উচিত বা আসার যোগ্য এমন।

আগমন [ āgamana ] বি. এসে উপস্হিত হওয়া, আসা। [সং. আ + √ গম্ + অন]। আগমনি বি. শিবপত্নী ও হিমালয়কন্যা উমার পিত্রালয়ে আগমনবিষয়ক গান; দুর্গাপূজার আগে উমার আগমন নিয়ে যে গান গাওয়া হয়। ☐ বিণ. আগমনসংক্রান্ত। [সং. আগমন + বাং. ই (ঈ অপ্রয়োজনীয়)]।

আগম-বাগীশ, আগম-বেদী [ āgama-bāgīśa, āgama-bēdī ] বিণ. আগমশাস্ত্রে অর্থাত্ বেদাদি শাস্ত্রে অভিজ্ঞ। [সং. আগম + বাগীশ, বেদিন]।

আগর2 [ āgara2 ] বিণ. (অপ্র.) শ্রেষ্ঠ, প্রধান; উত্কৃষ্ট। [সং. অগ্র]। স্ত্রী আগরী

আগল [ āgala ] বি. 1 খিল, হুড়কো ('দ্বারে দ্বারে ভাঙল আগল'); 2 বাধা (মুখের আগল নেই); 3 বেড়া, ঝাঁপ। [সং. অর্গল]।

আগলা1 [ āgalā1 ] বিণ. অনাবৃত, আঢাকা; খোলা (খাবারটা আগলা রয়েছে)। [সং. অলগ্ন, হি. অলগ]।

আগলা2 [ āgalā2 ] ক্রি. আগলানো -র কোমল রূপ।

আগলানো [ āgalānō ] ক্রি. 1 আটক করা; 2 পাহারা দেওয়া, সামলানো। ☐ বি. উক্ত অর্থে (ছেলে আগলানোর লোক)। [বাং. √ আগ্লা + আনো]।

আগলি [ āgali ] বিণ. অগ্রবর্তী; আগেরটি; প্রধান। ☐ বি. আলয়, আগার ('বুদ্ধির আগলি': ক.ক.)। [সং. অগ্র. তু. বৈ. সা. আগরি]।

আগা [ āgā ] বি. অগ্রভাগ, উপরের অংশ, ডগা (গাছের আগা, সূচের আগা)। [সং. অগ্র]। ̃ .গোড়া ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আদ্যন্ত।

আগাছা [ āgāchā ] বি. অকেজো গাছ লতা তৃণ ইত্যাদি; বাজে গাছপালার জঞ্জাল। [বাং. আ + গাছ + আ]।

আগানো [ āgānō ] ক্রি. এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া। ☐ বি. উক্ত অর্থে (আগানোর পথ)। [বাং. √ আগা (আগ + আ নামধাতু) + আনো]।

আগা.পাছ.তলা, আগা.পাস্তলা [ āgā.pācha.talā, āgā.pāstalā ] ক্রি-বিণ. আগাগোড়া, উপর থেকে নীচ পর্যন্ত, আপাদমস্তক; সর্বত্র। [বাং. আগা + পাছ (পিছন) + তলা]।

আগাম [ āgāma ] বিণ. আগে দেওয়া বা নেওয়া হয় এমন, অগ্রিম। ☐ বি. যে জিনিস অগ্রিম হিসাবে দেওয়া বা নেওয়া হয় (এখনও কিছু আগাম দিইনি)। [সং. অগ্রিম]।

আগামী [ āgāmī ] (-মিন্) বিণ. ভবিষ্যতে আসবে বা ঘটবে এমন, ভাবী (আগামী কাল, আগামী বছর)। [সং. আ + √ গম্ + ইন্]।

আগার [ āgāra ] বি. 1 থাকবার জায়গা; 2 গৃহ; আলয়; 3 ভান্ডার (ধনাগার, রত্নাগার, অস্ত্রাগার); আধার। [সং. (অগার অগ + আ + √ রা + অ) + অ]।

আগি [ āgi ] বি. (ব্রজ.) আগুন ('হৃদয়ে জ্বলত মঝু আগি': চণ্ডী)। [প্রাক্. আগ্গি < সং. অগ্নি]।

আগিলা [ āgilā ] বিণ. সামনের, সামনে রয়েছে এমন ('আগিলা ঘাটে সে নায়': চণ্ডী)। [বাং. আগ + ইলা (তু. পাছিলা)]।

আগু [ āgu ] বি. 1 প্রথম; পূর্ব (আগু থেকে); 2 গোড়া, সামনের দিক (আগুপিছু)। ☐ বিণ. অগ্রবর্তী; সামনে বা আগে রয়েছে এমন। ☐ ক্রি-বিণ. আগে, প্রথমে ('আগু গিয়া রাবণের গলে দিব ফাঁস': কৃত্তি)। [সং. অগ্র]। ̃ তে ক্রি-বিণ. প্রথমে, আগে। ̃ .পাছ, ̃ .পিছু ক্রি-বিণ. 1 অগ্রপশ্চাত্, ভূত-ভবিষ্যত্ (আগুপিছু বিবেচনা করা); 2 ইতস্তত (আগুপিছু করা)। আগু বাড়া-আগ দ্র। ̃ .য়ান, ̃ .সার বিণ. এগিয়ে আছে এমন, অগ্রসর, অগ্রবর্তী।

আগুন, (কাব্যে) আগুনি [ āguna, (kābyē) āguni ] বি. 1 আলো উত্তাপ ও শিখা সৃষ্টি করে এমন রাসায়নিক অবস্হা; যা পুড়িয়ে দেয়; অগ্নি; 2 (গৌণ অর্থে) দুঃসহ তাপ (জ্বরে গা আগুন হয়েছে); 3 দুর্ভাগ্য (কপাল আগুন); 4 মূল্যবৃদ্ধি (বাজার আগুন)। [প্রাকৃ. আগণি < সং. অগ্নি]। আগুন করা ক্রি. বি. রান্নার জন্য বা যজ্ঞের জন্য আগুন জ্বালাবার ব্যবস্হা করা। আগুন ধরা, আগুন লাগা ক্রি. বি. 1 আগুনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করা (ঘরে আগুন লেগেছে); 2 বিপদ বিশৃঙ্খলা উপদ্রব ইত্যাদি উপস্হিত হওয়া (ফসলে এবার আগুন লেগেছে)। আগুন লাগানো ক্রি. বি. আগুনের সংস্পর্শে এনে জ্বালিয়ে দেওয়া। আগুন পোহানো ক্রি. বি. আগুনের তাপ উপভোগ করা, আগুনের তাপে শরীর গরম করা। আগুন হওয়া বি. ক্রি. (আল.) প্রচন্ড রেগে যাওয়া। ছাই-চাপা আগুন বি. 1 যে দুঃখ বা ক্ষোভ বাইরে প্রকাশিত নয় কিন্তু ভিতরে ভিতরে খুবই প্রবল; 2 যে গুণাবলি বা প্রতিভা লোকচক্ষুর অন্তরালে রয়েছে।

আগুয়ান, আগুসার [ āguẏāna, āgusāra ] দ্র আগু

আগুরি, আগুড়ি [ āguri, āguḍ়i ] বি. উগ্রক্ষত্রিয়। [সং. উগ্রক্ষত্রিয়]।

আগুল্ফ [ āgulpha ] ক্রি-বিণ. গোড়ালি পর্যন্ত (আগুল্ফলম্বিত কেশ)। [সং. আ + গুল্ফ]।

আগে [ āgē ] ক্রি-বিণ. 1 প্রথমে, পূর্বে; 2 সামনে। [সং. অগ্রে]। ̃ .কার বিণ. প্রথমের, পূর্বের; অতীতের (আগেকার দিনে)। আগে আগে ক্রি-বিণ. সামনে (তার ছেলেটি আগে আগে চলেছে)। ̃ .পাছে ক্রি-বিণ. সামনে ও পিছনে। আগেপাছে করা ক্রি. ইতস্তত করা। ̃ .ভাগে ক্রি-বিণ. সবার আগে, আগে থেকে (আগেভাগে খবর দিয়ো)।

আগ্নেয় [ āgnēẏa ] বিণ. 1 আগুনসম্বন্ধীয়; 2 অগ্নিগর্ভ (আগ্নেয়গিরি); 3 আগুন নিঃসরণ করে এমন (আগ্নেয়াস্ত্র); 4 আগুনের তাপে গলে গিয়ে উত্পন্ন হয়েছে এমন (আগ্নেয় প্রস্তর)। [সং. অগ্নি + এয়]। ̃ .গিরি বি. আগুন, তপ্ত গলিত ধাতু ইত্যাদি নিঃসরণ করে এমন পর্বতবিশেষ, volcano. আগ্নেয়াস্ত্র বি. কামান বন্দুক ইত্যাদি যেসব অস্ত্রে আগুন উত্পন্ন হয়; বজ্র, শতঘ্নী ইত্যাদি পৌরাণিক অস্ত্র।

আগ্রহ [ āgraha ] বি. 1 ঝোঁক, উত্সাহ (লেখাপড়ায় আগ্রহ); 2 বিশেষ প্রবৃত্তি, আসক্তি; 3 ঐকান্তিক চেষ্টা বা ইচ্ছা। [সং. আ + √ গ্রহ্ + অ]। আগ্রহাতি-শয় বি. অতিশয় আগ্রহ, অতিশয় উত্সাহ বা আসক্তি। আগ্রহান্বিত, আগ্রহী বিণ. আগ্রহ বা উত্সাহ আছে এমন, উত্সুক (শিখতে আগ্রহী, এ ব্যাপারে আমি বেশ আগ্রহান্বিত বোধ করছি)।

আগ্রাসন [ āgrāsana ] বি. বৈদেশিক রাজ্য বা দেশকে গ্রাস বা আক্রমণ করার প্রবৃত্তি, aggression. [সং. আ + √ গ্রস্ + ণিচ্ + অন]। আগ্রাসী (-সিন্) বিণ. অন্যের রাজ্য বা অধিকার গ্রাস করতে চায় এমন প্রবৃত্তিযুক্ত (আগ্রাসী নীতি, আগ্রাসী মনোভাব)।

আঘাট, আঘাটা [ āghāṭa, āghāṭā ] বি. ব্যবহার করা হয় না বা ব্যবহার করা যায় না এমন ঘাট; যে ঘাট ঠিক ঘাট নয়। [বাং. আ + ঘাট, + আ]।

আঘাত [ āghāta ] বি. চোট, ঘা (অভিমানে আঘাত লেগেছে, অস্ত্রাঘাত); প্রহার। [সং. আ + √ হন্ + অ]। ̃ বি. বিণ. আঘাতকারী, আঘাত করে এমন (ব্যক্তি, কথা ইত্যাদি)। ̃ বি. আঘাত দেওয়া। ̃ .সহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন।

আঘ্রাণ [ āghrāṇa ] বি. 1 গন্ধ গ্রহণ, গন্ধ নেওয়া বা শোঁকা; 2 গন্ধ (আমের আঘ্রাণ)। [সং. আ + √ ঘ্রা + অন]। আঘ্রাত বিণ. শোঁকা হয়েছে এমন।

আঙিনা, আঙ্গিনা [ āṅinā, āṅginā ] বি. 1 উঠান, অঙ্গন ('মোর আঙিনায় আজি পাখি গাহিছে এ কি গান': অ. সে.); 2 ক্ষেত্র (সাহিত্যের আঙিনায়, বনের আঙিনায়)। [সং. আঙ্গন]।

আঙিয়া, আঙ্গিয়া [ āṅiẏā, āṅgiẏā ] বি. স্ত্রীলোকের ছোট ও আঁট জামাবিশেষ; মেয়েদের বক্ষাবরণ, চোলি, কাঁচুলি। [সং. অঙ্গিকা]।

আঙুর [ āṅura ] বি. সবুজ রঙের ছোট গোল ফলবিশেষ যা খাওয়া হয় আবার যা থেকে মদও প্রস্তুত হয়; দ্রাক্ষা, grapes. [ফা. আঙ্গুর্]।

আঙুল [ āṅula ] বি. হাত ও পায়ের শেষ প্রান্তের পাঁচটি অঙ্গ; অঙ্গুলি finger. [সং. অঙ্গুলি]। আঙুল ফুলে কলা গাছ হঠাত্ বিরাট পদোন্নতি, অবস্হার উন্নতি বা ধনবৃদ্ধি। ̃ .হাড়া আঙুলের যন্ত্রদায়ক রোগবিশেষ, আঙুলের মাথা পেকে ওঠা, whitlow.

আঙ্কিক [ āṅkika ] বিণ. অঙ্কসম্বন্ধীয়। ☐ বি. অঙ্কে পারদর্শী এমন ব্যক্তি। [সং. অঙ্ক + ইক]।

আঙ্গ [ āṅga ] বি. অঙ্গসম্বন্ধীয়; আঙ্গিক। [সং. অঙ্গ + অ]।

আঙ্গার1 [ āṅgāra1 ] বি. অঙ্গারসমূহ। ☐ বিণ. অঙ্গারসম্বন্ধীয়। [সং. অঙ্গার + অ]।

আঙ্গার2 [ āṅgāra2 ] বি. 1 কয়লা, আঙার; 2 পোড়া কাঠ। [সং. অঙ্গার]।

আঙ্গিক [ āṅgika ] বিণ. অঙ্গসম্বন্ধীয়; অঙ্গজাত; অঙ্গভঙ্গির সাহায্যে সম্পাদিত বা অভিনীত। ☐ বি. 1 অভিনয়াদি শিল্পকলার ভাবব্যঞ্জক অঙ্গভঙ্গি; 2 (বাং.) কলাকৌশল। [সং. অঙ্গ + ইক]।

আঙ্গিনা [ āṅginā ] দ্র আঙিনা

আঙ্গিয়া [ āṅgiẏā ] দ্র আঙিয়া

আঙ্গিরস [ āṅgirasa ] বি. 1 অঙ্গিরস মুনির পুত্র; 2 বৃহস্পতি; 3 গোত্রবিশেষ। [সং. অঙ্গিরস + অ]।

আঙ্গোট [ āṅgōṭa ] বি. পায়ের আঙুলে পরবার আংটি। [সং. অঙ্গুষ্ঠিকা]।

আচকা [ ācakā ] ক্রি. বিণ. হঠাত্, অকস্মাত্, আচমকা। [বাং. আচমকা]।

আচকান [ ācakāna ] বি. পুরুষদের পরিধেয় শেরওয়ানিজাতীয় লম্বা জামাবিশেষ। [ফা. আচ্কন]।

আচঞ্চল [ ācañcala ] বিণ. কিছুটা চঞ্চল, একটু চঞ্চল। [বাং. আ + সং. চঞ্চল]।

আচমকা [ ācamakā ] ক্রি-বিণ. হঠাত্, আচম্বিতে, চমকে দেয় এমনভাবে (আচমকা এসে উপস্হিত)। [হি. আচম্ভা, তু. হি. অচানক]। আচমকা-সুন্দরী বিণ. প্রকৃতপক্ষে সুন্দরী না হলেও হঠাত্ দেখলে সুন্দরী মনে হয় এমন।

আচমন [ ācamana ] বি. 1 পূজার কাজ আরম্ভ করার আগে জল দিয়ে বিধিমতো দেহশুদ্ধি; 2 আঁচানো, খাওয়ার পর হাত-মুখ ধোয়া। [সং. আ + √ চম্ + অন]। আচমনীয় বি. 1 আচমন করার জল; 2 যা খেলে আচমন করতে হয় এমন খাদ্য।

আচম্বিতে, (বিরল) আচম্বিত [ ācambitē, (birala) ācambita ] ক্রি-বিণ. হঠাত্, আকস্মিকভাবে, আচমকা ('উদ্দীপ্ত নয়ন নিবে গেল আচম্বিতে': সু. দ.)। [সং. অসম্ভারিত ? তু. হি. অচম্ভা]।

আচরণ [ ācaraṇa ] বি. 1 ব্যবহার, চালচলন; 2 পালন, অনুষ্ঠান (ধর্মাচরণ, পাপাচরণ)। [সং. আ + √ চর্ + অন]। ̃ .বিধি বি. চালচলনের বা মেনে চলার জন্য নিয়মাবলি। আচরণীয় বিণ. 1 আচরণের যোগ্য; ব্যবহার্য; 2 অনুষ্ঠান বা পালন করার যোগ্য। আচরিত বিণ. আচরণ করা হয়েছে এমন।

আচা. ভুয়া, আচা.ভুয়ো [ ācā. bhuẏā, ācā.bhuẏō ] বিণ. অদ্ভুত, কিম্ভুতকিমাকার। [হি. অচম্ভা]। আচাভো বি. কিম্ভূতকিমাকার সংবিশেষ।

আচার1 [ ācāra1 ] বি. টক ঝাল তেল ইত্যাদি সহযোগে তৈরি মুখরোচক চাটনিজাতীয় খাবার, sauce. [পো. achar. ফা. আচার]।

আচার2 [ ācāra2 ] বি. 1 অনুষ্ঠান, পালন; 2 প্রচলিত ব্যবহার, চালচলন; সংস্কার, রীতিনীতি (দেশাচার); 3 শাস্ত্রীয় আচরণ ও নিয়মাদি (আচারসর্বস্ব ধর্ম); 4 সাধনরীতি (বামাচার)। [সং. আ + √ চর্ + অ]। ̃ .নিষ্ঠা বি. আচার মেনে চলা। বিণ. ̃ .নিষ্ঠ। ̃ .বান, ̃ .বান্ বিণ. শাস্ত্রীয় নিয়মাদি পালন করে এমন; শাস্ত্রীয় নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। স্ত্রী. ̃ .বতী। ̃ .বিচার বি. শাস্ত্রীয় বা প্রথাগত নিয়ম পালন। ̃ .ভ্রষ্ট বিণ. শাস্ত্রীয় আচার থেকে বিচ্যুত, শাস্ত্রীয় আচার লঙ্ঘনকারী। আচারী (-রিন্) বিণ. নিষ্ঠাবান, শাস্ত্রীয় নিয়মাদি যথাবিধি পালন করে এমন। আচরণীয় দ্র আচরণ

আচার্য [ ācārya ] বি. 1 বেদ শিক্ষাগুরু; 2 দৈবজ্ঞ ব্রাহ্মণ; 3 শিক্ষাগুরু; 4 বিশ্ববিদ্যালয়ের প্রধান বা চ্যান্সেলর। [সং. আ + √ চর্ + য]। আচার্যা বি. (স্ত্রী.) শিক্ষাদানকারিণী, শিক্ষাদাত্রী। আচার্যানী বি. (স্ত্রী.) আচার্যের পত্নী।

আচালা [ ācālā ] বিণ. চালুনি দিয়ে বা অন্য কোনোভাবে চালা হয়নি এমন; অপরিষ্কৃত। [বাং. আ + চালা]।

আচোট [ ācōṭa ] বিণ. চাষ করা হয়নি এমন, অকর্ষিত; পতিত। [বাং. আ + হি. চোট]।

আচ্ছন্ন [ ācchanna ] বিণ. 1 আবৃত (মেঘাচ্ছন্ন আকাশ); পরিব্যাপ্ত; 2 অচৈতন্য (রোগীর আচ্ছন্ন অবস্হা কেটে গেছে); 3 অভিভূত (শোকাচ্ছন্ন)। [সং. আ + √ ছদ্ + ত]। বি. ̃ তা। ̃ .দৃষ্টি বি. কোনো কিছুর দ্বারা অভিভূত বা প্রভাবিত দৃষ্টি, আবিল দৃষ্টি, যে দৃষ্টি মুক্ত বা পরিষ্কার নয়।

আচ্ছা [ ācchā ] অব্য. সম্মতিসূচক বা স্বীকারসূচক শব্দ (আচ্ছা, তাই হবে); ধরা যাক (আচ্ছা তাই যেন হল)। ☐ বিণ. ক্রি-বিণ. 1 বেশ, ভালো, উত্তম, খুব (আচ্ছা সেজেছে, আচ্ছা বলেছ ভাই); 2 (ব্যঙ্গে) বিলক্ষণ (আচ্ছা সাধুর পাল্লায় পড়েছ); 3 চমত্কার (আচ্ছা বুদ্ধি বটে তোমার, আচ্ছা কথা শুনিয়ে দিলাম)। [সং. অস্তু ? অচ্ছ?]।

আচ্ছাদ [ ācchāda ] দ্র আচ্ছাদক

আচ্ছাদক [ ācchādaka ] বিণ. আবৃত করে এমন; আচ্ছাদনকারী। ☐ বি. যা দিয়ে আচ্ছাদন করা হয়। [সং. আ + √ ছদ্ + ণিচ্ + অক]। আচ্ছাদ, আচ্ছাদন বি. 1 আবরণ; 2 ঢাকনি; ছাউনি; 3 পরিধেয় বস্ত্র (গ্রাসাচ্ছাদন)। আচ্ছাদনীয়, আচ্ছাদ্য বিণ. আচ্ছাদনের যোগ্য। আচ্ছাদা ক্রি. আচ্ছাদন করা। আচ্ছাদিত বিণ. আচ্ছাদন করা হয়েছে এমন। আচ্ছাদনী বি. আবরণী, আচ্ছাদক; ঢাকনি।

আচ্ছিন্ন [ ācchinna ] বিণ. ছিন্ন করা বা ছেঁড়া হয়েছে এমন (আচ্ছিন্ন বস্ত্র)। [সং. আ + √ ছিদ্ + ত]।

আছ্ [ āch ] (> আছি, আছ, আছে প্রভৃতি) ক্রি. থাকা, হওয়া, বিদ্যমান বা উপস্হিত থাকা; উচিত বা সংগত হওয়া (অমন কথা বলতে আছে?)। [সং. √ অস্; ইন্দোইয়োরোপীয় এস্ + স্কো + তি (সুনীতি)]।

আছ়ড়া [ āch়ḍ়ā ] বি. 1 ছ়ড়া, পশলা, ছিটে বা ছিটা (এক আছড়া জল, জলের আছড়া); 2 গোছা। [তু. বাং. ছড়া1; সং. ছটা]

আছড়ানো [ āchaḍ়ānō ] বি. ক্রি. আছাড় দেওয়া; (বস্ত্রাদি) তুলে নীচে বা ভূমিতে সজোরে ফেলা। ☐ বিণ. উক্ত অর্থে। [বাং. √ আছ়ড়া + আনো]।

আছাঁকা [ āchān̐kā ] বিণ. ছাঁকা হয়নি এমন (আছাঁকা দুধ); তরল জিনিস থেকে বর্জনীয় অংশ বার করে ফেলা হয়নি এমন। [বাং. আ + ছাঁকা]।

আছাঁটা [ āchān̐ṭā ] বিণ. 1 ঢেঁকিতে বা কলে ছাঁটা বা ভাঙা হয়নি এমন (আছাঁটা চাল); 2 কাটা হয়নি এমন (আছাঁটা চুল)। [বাং. আ + ছাঁটা]।

আছাড় [ āchāḍ় ] বি. জোরে পড়ে যাওয়া, মাটিতে বা নীচে জোরে পতন; পা পিছলে বা অন্য কারণে মাটিতে পড়ে যাওয়া। [আ. আসর্]। আছাড় খাওয়া ক্রি. বি. পা পিছলে পড়ে যাওয়া।

আছাড়ি-পিছাড়ি [ āchāḍ়i-pichāḍ়i ] বি. মাটিতে গড়াগ়ড়ি। [দেশিতু. বাং. আছড়]

আছোলা [ āchōlā ] বিণ. 1 খোসা বা ছাল ছাড়ানো হয়নি এমন; 2 চাঁচা হয়নি এমন (আছোলা বাঁশ)। [বাং. আ + ছোলা]।

আজ [ āja ] অব্য. ক্রি-বিণ. এই দিনে, অদ্য (আজ সেখানে যাব)। ☐ বি. 1 এই দিন, অদ্যকার দিন (আজ শুভ দিন); 2 বর্তমান কাল। [প্রাকৃ. অজ্জ]। ̃ .কার, ̃ .কের বিণ. এই দিনের, বর্তমান দিনের, অদ্যকার। ̃ .কাল অব্য. ক্রি-বিণ. বর্তমানে, এখন, অধুনা। ̃ .কে অব্য. ক্রি-বিণ. আজ, বর্তমান দিনে, এই দিনে (আজকে আমি যাব না)। আজ-কাল করা ক্রি. অযথা দেরি বা গড়িমসি করা। আজ নয় কাল বি. অযথা দেরি, অযথা গড়িমসি, দীর্ঘসূত্রতা। আজ বাদে কাল বি. ক্রি. বিণ. শীঘ্রই (আজ বাদে কাল পরীক্ষা, এখনও সময় নষ্ট করছ?)।

আজ-গুবি, আজ-গবি [ āja-gubi, āja-gabi ] বিণ. অবিশ্বাস্য, অসম্ভব, অদ্ভুত ('আজগুবি চাল বেঠিক বেতাল': সু. রা)। [ফা. অজ্ + আ. গায়েব]।

আজন্ম [ ājanma ] ক্রি-বিণ. বিণ. বিণবিণ. জন্ম থেকে শুরু করে, জন্মাবধি, সারা জীবন ধরে (আজন্ম করে আসছি, আজন্ম বাস, আমি আজন্ম দরিদ্র)। ☐বি. সারা জীবন ('ফিরবে বীভত্স নৃত্যে আজন্মের নিস্ফলতা যত': সু. দ.)। [সং. আ + জন্মন্]। ̃ .কাল ক্রিবিণ. চিরকাল বা চিরজীবন ধরে।

আজব [ ājaba ] বিণ. অদ্ভুত, আশ্চর্যজনক (আজব ব্যাপার, আজব কান্ড)। [আ. অজব]। ̃ .ঘর, ̃ .খানা বি. জাদুঘর, প্রদর্শশালা, museum.

আজমিড় [ ājamiḍ় ] দ্র অজমিড়

আজ-রাইল [ āja-rāila ] বি. (ইসলামি শাস্ত্রে) যম; যমদূত। [আ. ইজ্রাইল]।

আজা [ ājā ] বি. মাতামহ, মায়ের বাবা। [সং. আর্যক]। স্ত্রী. আজি, আজিমা।

আজাড় [ ājāḍ় ] বিণ. উজাড়, খালি, নিঃশেষ। [তু. উজাড়]।

আজাদ [ ājāda ] বিণ. স্বাধীন, মুক্ত। [ফা.আজাদ]। আজাদ হিন্দ ফৌজ ভারতের বাইরে রাসবিহারী বসু কর্তৃক প্রতিষ্ঠিত এবং নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তৃক পরিচালিত ভারতের মুক্তিবাহিনী। আজাদি বি. মুক্তি, স্বাধীনতা।

আজান [ ājāna ] বি. নমাজের জন্য ডাক বা আহ্বান। [আ. অজান্]। আজান দেওয়া ক্রি. বি. সকলকে নমাজে ডাকা।

আজানু [ ājānu ] ক্রিবিণ. হাঁটু পর্যন্ত। [সং. আ + জানু]। ̃ .লম্বিত বিণ. (দেহের উপরদিক থেকে) হাঁটু পর্যন্ত লম্বা বা প্রসারিত। ̃ .লম্বিত বাহু বিণ. হাঁটু পর্যন্ত প্রসারিত বাহুবিশিষ্ট।

আজার [ ājāra ] বি. রোগ, অসুখ। [ফা. আজার; তু. গুজ. আজর]। আজারি বিণ. রোগী, অসুস্হ ('এল মুসাফির গায়ে আজারির চিন্': নজরুল)।

আজি2, আজিমা [ āji2, ājimā ] দ্র আজা

আজীব [ ājība ] বি. 1 যার সাহায্যে জীবনধারণ করা যায়; জীবিকা; বৃত্তি; 2 ব্যবসায় (ব্যবহারাজীব)। [সং. আ + √ জীব্ + অ]।

আজীবন [ ājībana ] ক্রি-বিণ. বিণ. সারা জীবন ধরে (আজীবন একথা মনে রাখব, আজীবন শত্রু)। [বাং. আ + সং. জীবন]।

আজু [ āju ] অব্য. ক্রি.-বিণ. (ব্রজ.) আজ, অদ্য ('বড় অপরূপ আজু পেখনু রাই': বিদ্যা.)। [প্রাকৃ. অজ্জ]।

আজে-বাজে [ ājē-bājē ] বিণ. (জিনিস কথাবার্তা প্রভৃতি সম্বন্ধে) নানারকমের অকেজো, বাজে, তুচ্ছ। [দেশি]।

আজ্জানো [ ājjānō ] ক্রি. রোপণ বা বপন করা। ☐ বি. রোপন বা বপন। ☐ বিণ. রোপিত বা উপ্ত (আজ্জানো চারা)। [বাং. √ আজ্জা + আনো]।

আজ্ঞপ্তি [ ājñapti ] বি. আদেশ, রায়, হুকুম, degree (স.প.)। [সং. আ + √ জ্ঞপ্ + তি]।

আজ্ঞা [ ājñā ] বি. আদেশ, অনুজ্ঞা, অনুমতি। ☐ অব্য. মান্য ব্যক্তির কথায় বা ডাকে সম্মতিসূচক সাড়া দেবার শব্দ (আজ্ঞা যাই, আজ্ঞা তাই হবে)। [সং. আ + √ জ্ঞা + অ + আ]। ̃ .কারী (-রিন্) বিণ. আদেশদাতা। স্ত্রী. ̃ .কারিণী। ̃ ধীন, ̃ নু-বর্তী (-র্তিন্), ̃ .বহ বিণ. আদেশ পালন করে এমন, বাধ্য। ̃ পক বি. বিণ. আদেশদাতা। ̃ .পত্র, ̃ .লিপি বি. হুকুমনামা, আদেশপত্র, যে কাগজে হুকুম লেখা হয়। ̃ পন বি. হুকুমদান। ̃ পিত বিণ. আদেশ দেওয়া হয়েছে এমন, আদিষ্ট। ̃ .বহ বিণ. আজ্ঞা পালন বা বহন করে এমন। আজ্ঞে অব্য মান্য ব্যক্তির বা গুরুজনের ডাকে বা কথায় সম্মতিসূচক সাড়া দেবার শব্দ (আজ্ঞে ঠিক আছে, আজ্ঞে যাই)। যে আজ্ঞা, যে আজ্ঞে অব্য ঠিক আছে, তাই হবে।

আজ্য [ ājya ] বি. যজ্ঞের ঘি; হবি। [সং. আ + √ অন্জ্ + য]।

আঝাড়া [ ājhāḍ়ā ] বিণ. (শস্যাদি সম্বন্ধে) ঝেড়ে ধুলোবালি প্রভৃতি বাজে জিনিস দূর করা হয়নি এমন। [বাং. আ + ঝাড়া]।

আঝালা1, আঝালি [ ājhālā1, ājhāli ] বিণ. ঝাল দেওয়া হয়নি এমন, লঙ্কা মেশানো হয়নি এমন। [বাং. আ + ঝাল + আ, ই]।

আঝালা2 [ ājhālā2 ] বিণ. ঝাল বা ধাতু জুড়বার পান দিয়ে জোড়া হয়নি এমন, unsoldered. [বাং. আ + হি. ঝাল + বাং. আ]।

আঞ্চলিক [ āñcalika ] বিণ. 1 স্হানীয়, local; 2 অপেক্ষাকৃত ছোট কোনো স্হান বা এলাকাসংক্রান্ত (আঞ্চলিক শক্তি, আঞ্চলিক স্বার্থ)। [সং. অঞ্চল + ইক]। বি. ̃ তা, regionalism.

আঞ্জনি, আঞ্জুনি [ āñjani, āñjuni ] বি. আজনাই, চোখের পাতায় উদ্গত ব্রণবিশেষ। [সং. অঞ্জন + অ + বাং. ই]।

আঞ্জনেয় [ āñjanēẏa ] বি. অঞ্জনার পুত্র, হনুমান। [সং. অঞ্জনা + এয়]।

আঞ্জা [ āñjā ] বি. এক সন্তানের জন্ম থেকে পরবর্তী সন্তানের জন্মের মধ্যবর্তী সময়, দুই গর্ভের অন্তর্বর্তী সময়। [তু. উ. অন্জনা (যার জন্ম হয়নি)]।

আঞ্জাম [ āñjāma ] বি. 1 বন্দোবস্ত; 2 নির্বাহ, সরবরাহ; 3 শেষ, সমাপ্তি। [ফা. আন্জাম]।

আঞ্জিনেয় [ āñjinēẏa ] বি. পিঠে নীল ডোরা দাগবিশিষ্ট টিকটিকিজাতীয় জীববিশেষ; আজনাই। [সং. অঞ্জনী + এয়]।

আঞ্জির [ āñjira ] বি. ডুমুরজাতীয় ফলবিশেষ। [ফা. আন্জীর]।

আঞ্জুনি [ āñjuni ] দ্র আঞ্জনি

আঞ্জু-মান, আঞ্জু-মন [ āñju-māna, āñju-mana ] বি. সভা, সমিতি, মজলিশ। [ফা. আন্জুমন্]।

আট [ āṭa ] বি. বিণ. আট (8) সংখ্যা; আটসংখ্যক। [সং. অষ্ট]। ̃ বি. মাসের 8 তারিখ। ☐ বিণ. মাসের 8 তারিখের বা 8 তারিখসংক্রান্ত। ̃ .কড়াইয়া, ̃ .কৌড়ে বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার। ̃ .কপালিয়া, ̃ .কপালে বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট। স্ত্রী. ̃ .কপালি আট-খানা করা ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা। আট-খানা হওয়া ক্রি. বি. আনন্দে অধীর হওয়া। ̃ ঘাট বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)। আটঘাট বেঁধে চলা ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা। ̃ চল্লিশ বি. বিণ. 48 সংখ্যা বা 48 সংখ্যক। ̃ চালা বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ। ̃ ত্রিশ বি. বিণ. 38 সংখ্যা বা 38 সংখ্যক। ̃ পহর, ̃ পর-আটপ্রহর -এর কথ্য রূপ। ̃ পিঠা, ̃ পিঠে বিণ. 1 আটটি পৃষ্ঠ বা তলযুক্ত; 2 সবরকমের কাজে দক্ষতা আছে এমন। ̃ পৌরে বিণ. অষ্ট প্রহর অর্থাত্ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)। ̃ প্রহর বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)। ̃ ষষ্টি বি. বিণ. 68 সংখ্যা; 68 সংখ্যক।

আটই [ āṭi ] দ্র আট

আটক [ āṭaka ] বি. বাঁধা, প্রতিবন্ধক (এতে কোনো আটক নেই)। ☐ বিণ. বন্দি; অবরুদ্ধ, কয়েদ (আটক ব্যক্তিদের ছাড়া হবে না)। [দেশি]। আটক পড়া ক্রি. বি. বন্দি হওয়া, অবরুদ্ধ হয়ে পড়া।

আটকড়াইয়া, আটকপালিয়া, আটকপালে [ āṭakaḍ়āiẏā, āṭakapāliẏā, āṭakapālē ] দ্র আট

আটকা [ āṭakā ] বি. বাধা, প্রতিবন্ধক। ☐ বিণ. বন্দি, অবরুদ্ধ (জালে আটকা-পড়া মাছ, কলে আটকা ইঁদুর)। [বাং. আটক + আ]। আটকা-আটকি বি. কড়াকড়ি ব্যবস্হা।

আটকানো [ āṭakānō ] ক্রি. 1 আটকে রাখা, অবরুদ্ধ করা (খোঁয়াড়ে আটকানো); 2 বাধাপ্রাপ্ত হওয়া, বাধা পাওয়া (মুখে কথা আটকায় না); 3 লাগানো, সংবদ্ধ করা (দেওয়ালে ছবি আটকানো); 4 বাধা দেওয়া (বন্যা আটকানো); 5 বেধে যাওয়া (ঘুড়িটি গাছে আটকে গেছে)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [বাং. আটক নামধাতু √ আটকা + আনো]।

আটকে, আটকিয়া [ āṭakē, āṭakiẏā ] বি. পুরীর জগন্নাথের প্রসাদবিশেষ। [ও. একাটিয়া]। আটকে বাঁধা জগন্নাথমন্দিরে পুণ্য অর্জনের জন্য অর্থদান যাতে একজনের উপযোগী প্রসাদের ব্যবস্হা হয়।

আটকৌড়ে, আটখানা, আটঘাট, আটচল্লিশ, আটচালা, আটত্রিশ, আটপ্রহর, আটপিঠে, আটপৌরে [ āṭakauḍ়ē, āṭakhānā, āṭaghāṭa, āṭacalliśa, āṭacālā, āṭatriśa, āṭaprahara, āṭapiṭhē, āṭapaurē ] দ্র আট

আটা2 [ āṭā2 ] বি. পেষাই-করা গম, গমের চূর্ণ। [দেশি]।

আটা3 [ āṭā3 ] বি. আট ফোঁটার তাস। [বাং. আট + আ]।

আটাত্তর [ āṭāttara ] বি. বিণ. 78 সংখ্যা; 78 সংখ্যক। [সং. অষ্টসপ্ততি বা অষ্টাসপ্ততি-তু. প্রাকৃ. আটহত্তর]।

আটা-নব্বই [ āṭā-nabbi ] বি. বিণ. 98 সংখ্যা; 98 সংখ্যক। [সং. অষ্টনবতি, অষ্টানবতি-তু. প্রাকৃ. অট্ঠাণউই]।

আটান্ন [ āṭānna ] বি. বিণ. 58 সংখ্যা; 58 সংখ্যক। [সং. অষ্টপঞ্চাশত্, অষ্টাপঞ্চাশত্-তু. প্রাকৃ. অট্ঠাবণ্ণ]।

আটাশ, আঠাশ [ āṭāśa, āṭhāśa ] বি. বিণ. 28 সংখ্যা; 28 সংখ্যক। [সং. অষ্টাবিংশতি-তু. প্রাকৃ. অট্ঠাইস]। আটাশে, আঠাশে বি. 28 তারিখ। ☐ বিণ. 1 28 তারিখের; 2 গর্ভের অষ্টম মাসে জাত বা ভূমিষ্ঠ; 3 দুর্বল ('আটাশে ছেলে': রা. প্র.)।

আঠা [ āṭhā ] বি. 1 গঁদ, কাই, লেই; চট্চটে রস বা রসজাতীয় জিনিস (গাছের আঠা); 2 (আল.) আগ্রহ, উত্সাহ (তোমার দেখেছি কাজে বড়ই আঠা)। ̃ কাটি, ̃ কাঠি বি. পাখি ধরার জন্য আঠা-মাখানো শলা; (আল.) ফাঁদ। ̃ লো বিণ. চট্চটে, আঠাযুক্ত।

আঠারো [ āṭhārō ] বি. বিণ. 18 সংখ্যা; 18 সংখ্যক। [সং. অষ্টাদশন্-তু. প্রাকৃ. অট্ঠারহ]। আঠারো মাসে বছর অতিশয় দীর্ঘসূত্রতা। ̃ বি মাসের 18 তারিখ। ☐ বিণ. 18 তারিখের।

আঠালো [ āṭhālō ] দ্র আঠা

আড়1 [ āḍ়1 ] বি. ট্যাংরাজাতীয় বড় মাছ বিশেষ। [দেশি]।

আড়2 [ āḍ়2 ] বি. আড়াল ('তেপান্তরে পাহাড়ের আড়ে দেখেছি সূর্যের যাত্রা': বিষ্ণু)। [সং. অন্তরাল; হি. আড়]।

আড়3 [ āḍ়3 ] বিণ. অপর; বিপরীত (আড়পার)। [সং. তু. হি. আর]।

আড়4 [ āḍ়4 ] বি. 1 প্রস্হ, পার্শ্ব (তক্তাটি লম্বায় ছফুট আর আড়ে এক ফুট); 2 কাপড়জামা রাখবার বা পাখির বসবার দণ্ড। [দেশি]।

আড়5 [ āḍ়5 ] বি ণ. তেরছা, বাঁকা, তির্যক (আড়চোখে তাকানো)। ☐ বি. দেহের বা উচ্চারণের জড়তা (কথার আড়)। [সং. অরাল; তু. হি. আড়]। আড় ভাঙা ক্রি. বি. 1 সোজা করা; 2 (দেহের বা উচ্চারণের) জড়তা দূর করা। আড় হওয়া ক্রি. বি. কাত হয়ে শোয়া বা দাঁড়ানো। ̃ কোলা বিণ. পাঁজাকোলা, শিশুকে দুধ খাওয়ানোর সময় বা তাকে যেভাবে কোলে শোয়ানো হয় সেইভাবে শায়িত। ̃ খেমটা বি. সংগীত নৃত্য প্রভৃতির তালবিশেষ। ̃ ঘোমটা বি. আধাআধি টানা ঘোমটা, অর্ধ-অবগুণ্ঠন। ̃ চোখ, ̃ নয়ন বি. কটাক্ষ, চোরা-চাহনি। ̃ পাগলা বিণ. আধপাগল, পাগলাটে। ̃ মোড়া বি. শরীর সোজা করে আড়ষ্টতা ও জড়তা ভাঙা। ̃ বাঁশি বি. আড়ভাবে বা আড়াআড়িভাবে ধরে যে বাঁশি বাজাতে হয়।

আড়-কাঠি, আড়-কাটি [ āḍ়-kāṭhi, āḍ়-kāṭi ] বি. 1 খনি কারখানা প্রভৃতির জন্য মজুর সংগ্রহকারী, recruiter; 2 তাঁতের মাকু; 3 নদীর চড়া প্রভৃতি সম্বন্ধে সতর্ক করার জন্য পুঁতে রাখা দণ্ড বা লাঠি; 4 কর্ণধার; 5 বন্দরের কাছে জাহাজের পথপ্রদর্শক। [দেশি]।

আড়-কাঠ [ āḍ়-kāṭha ] বি. কড়িকাঠ। [দেশি]।

আড়কোলা [ āḍ়kōlā ] দ্র আড়5

আড়-গড়া [ āḍ়-gaḍ়ā ] বি. 1 আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা; 2 অশ্বপালনের প্রতিষ্ঠান বা কেন্দ্র। [হি. অড়্গড়া]।

আড়ঙ্গ [ āḍ়ṅga ] দ্র আড়ং

আড়চোখ [ āḍ়cōkha ] দ্র আড়5

আড়ত [ āḍ়ta ] বি. গোলা, কেনা-বেচার কেন্দ্র, depot (কয়লার আড়ত)। তু. হি. আঢ়ত্]। ̃ দার বি. যে ব্যক্তি অপরের মাল নিজের গোলায় রাখে এবং দালালি নিয়ে বিক্রয়ের ব্যবস্হা করে। ̃ দারি বি. আড়তদারের কাজ বা পেশা। ☐ বিণ. আড়তদারসংক্রান্ত বা আড়তদারের পেশাসংক্রান্ত।

আড়ম্বর [ āḍ়mbara ] 1 জাঁকজমক, ঘটা, সমারোহ (মহা আড়ম্বরে মেয়ের বিয়ে দিলেন); 2 মেঘের গর্জন; 3 রণবাদ্য; 4 গর্ব। [সং. আ+ √ ডম্ব্ + অর]। ̃ বর্জিত, ̃ শূন্য, ̃ হীন বিণ. জাঁকজমকহীন, সরল।

আড়রি, আড়ুরি [ āḍ়ri, āḍ়uri ] বি. 1 ভাঙা উঁচু তটভূমি; 2 নদীর উঁচু পাড়। [দেশি]।

আড়ষ্ট [ āḍ়ṣṭa ] বিণ. 1 অসাড় (শীতে হাত-পা আড়ষ্ট); 2 জড়, অস্বচ্ছন্দ (এত অপরিচিত লোকের মধ্যে সে একটু আড়ষ্ট হয়ে পড়ল)। (তু. মরা. অডস); [হি. আড়া]। ̃ তা বি. অস্বাচ্ছন্দ্য, জড়তা।

আড়া1 [ āḍ়ā1 ] বি. 1 আকৃতি, ডৌল, ছাঁচ (বেআড়া); 2 প্রকার, ধরন। [সং. আকার]।

আড়া2 [ āḍ়ā2 ] বি. ধান গম ইত্যাদির পরিমাণবিশেষ। [সং. আঢ়ক]।

আড়া3 [ āḍ়ā3 ] বি. 1 ডাঙা, কিনারা; 2 আড়কাঠ; 3 কাপড় ইত্যাদি রাখার আড়, সাঙা। [দেশি]।

আড়া-আড়ি [ āḍ়ā-āḍ়i ] ক্রি-বিণ. কোনাকুনি। ☐ বি. পরস্পর শত্রুতা বা প্রতিযোগিতা। [বাং. আড়5]।

আড়াই [ āḍ়āi ] বিণ. দুই এবং আধ, 21 / 2। [প্রাকৃ. আড়্ঢাইয়]। ̃ হাতি বিণ. আড়াই হাত দৈর্ঘ্যবিশিষ্ট। তাল গাছের আড়াই হাত কোনো কাজের শেষ এবং সবচেয়ে কঠিন অংশ। ̃ য়া বি. আড়াই গুনের নামতা; (বর্ত বিরল) আড়াই সের ওজনের বাটখারা।

আড়া-ঠেকা [ āḍ়ā-ṭhēkā ] বি. সংগীতের ষোলো মাত্রার তালবিশেষ। [বাং. আড়াই + ঠেকা]।

আড়ানা [ āḍ়ānā ] বি. কানাড়া গোষ্ঠীর রাগিণীবিশেষ, এই রাগিণী সাধারণত রাত্রি দ্বিতীয় প্রহরে গেয়। [দেশি]।

আড়াল [ āḍ়āla ] বি. 1 দৃষ্টির বাহির, অন্তরাল (চোখের আড়াল, আড়ালে রাখো); 2 পরদা, আবরণ (দুটো ঘরের মাঝে একটা আড়াল থাকা দরকার)। [বাং. আড়2]।

আড়ি2 [ āḍ়i2 ] বি. 1 আড়াল, অন্তরাল; 2 বিবাদ, মনের অমিল, অসদ্ভাব; 3 (ছোট ছেলেমেয়েদের মধ্যে প্রচলিত) চিবুকে আঙুল ঠেকিয়ে কথা বন্ধের ঘোষণা। [দেশি]। আড়ি পাতা, আড়ি মারা ক্রি. বি. আড়াল থেকে লুকিয়ে অন্যের কথা শোনা।

আড়ে [ āḍ়ē ] ক্রি-বিণ. 1 আড়ালে ('সে ছিল গাছের আড়েই': নজরুল); 2 প্রস্হের দিকে (কাপড়টা আড়ে এক হাত)।

আড়ে-দিঘে, আড়ে-দীঘে [ āḍ়ē-dighē, āḍ়ē-dīghē ] ক্রি. বিণ. প্রস্হে ও দৈর্ঘ্যে, চওড়ায় ও লম্বায়। [বাং. আড় + সং. দৈর্ঘ্য]।

আড়ে-হাতে [ āḍ়ē-hātē ] ক্রি-বিণ. 1 উঠে-পড়ে, সোত্সাহে (এ কাজে সে আড়েহাতে লেগেছে); 2 সজোরে (দিলাম আড়েহাতে এক ঘা)। [দেশি]।

আড্ডা [ āḍḍā ] বি. 1 বাসস্হান; 2 মিলনস্হল (চোরের আড্ডা); 3 গল্পগুজব; 4 গল্পগুজব করার জায়গা, বৈঠক (আমাদের চায়ের আড্ডায় এসো)। [দেশি]। আড্ডা গাড়া ক্রি. বি. বাসা বাঁধা (এক সন্ন্যাসী এখানে আড্ডা গেড়েছেন)।

আড্ডা দেওয়া, আড্ডা মারা [ āḍḍā dēōẏā, āḍḍā mārā ] ক্রি. বি. দল বেঁধে গল্পগুজব করা, গল্পগুজব করে সময় কাটানো। ̃ ধারী বি. আড্ডার প্রধান ব্যক্তি; যে ব্যক্তি নিয়মিত আড্ডা দেয় ̃ বাজ বিণ. নিয়মিত আড্ডা দিয়ে বা গল্পগুজব করে সময় কাটাতে ভালোবাসে এমন; আড্ডা দিয়ে সময় নষ্ট করে এমন।

আঢাকা [ āḍhākā ] বিণ. ঢাকা বা আবৃত নয় এমন, খোলা। [বাং. আ + ঢাকা]।

আঢ্য [ āḍhya ] বিণ. 1 সমৃদ্ধ, ধনী; 2 যুক্ত, সম্পন্ন (ধনাঢ্য)। ☐ বি. পদবিবিশেষ। [সং আ + ধৈ + অ]।

আণব, আণবিক [ āṇaba, āṇabika ] বিণ. অণুসম্বন্ধীয়, molecular. [সং. অণু + অ, ইক]। আণবিক আকর্ষণ অণুর আকর্ষণ, molecular attraction.

আণ্ডীর [ āṇḍīra ] বিণ. ডিম্ববহুল; অনেক অণ্ডযুক্ত। [সং. অণ্ড + অ + ঈর। তু. হি. অণ্ডৈল]।

আতঙ্ক [ ātaṅka ] বি. শঙ্কা, ভয়। [সং. আ.+ √ তন্ক্ (=দুর্দশা) + অ]। ̃ বাদী বি. বিণ. সন্ত্রাসবাদী। আতঙ্কিত বিণ. ভীত, শঙ্কিত।

আতত [ ātata ] বিণ. 1 বিস্তৃত, প্রসারিত; 2 সজ্জিত। [সং. আ + √ তন্ + ত]। আততি বি. বিস্তার, প্রসার ('আততিবিহীন কবন্ধ দুঃস্বপ্ন': বিষ্ণু)।

আততায়ী [ ātatāẏī ] (য়িন্) বিণ. বি. হিংস্র আক্রমণকারী বা আঘাতকারী; বধ করতে উদ্যত; প্রাণনাশ করতে উদ্যত শত্রু। [সং. আতত + √ ই + ইন্]। বি. আততায়িতা

আততি [ ātati ] বি. 1 বিস্তার, বিস্তৃতি, প্রসার; 2 আরোপ। [সং. আ + √ তন্ + তি]।

আতপ [ ātapa ] বি. সূর্যকিরণ, রোদ। [সং. আ + √ তপ্ + অ]।

আতপ-চাল, আতপ-তণ্ডুল [ ātapa-cāla, ātapa-taṇḍula ] বি. আলোচাল। আতপ-স্নান বি. শরীরে রোদ লাগানো, sunbath.

আতপত্র [ ātapatra ] বি. ছাতা। ☐ বিণ. আতপ বা রোদ থেকে পরিত্রাণকারী। [সং. আতপ + √ ত্রৈ + অ]।

আতপ্ত [ ātapta ] বিণ. ঈষত্ উষ্ণ। [বাং. আ + সং. তপ্ত]।

আতর1 [ ātara1 ] বি. 1 সুগন্ধ ফুলের নির্যাস; 2 ফুল মৃগনাভি ইত্যাদির সুরভিত তেল। [আ. ইত্র্]। ̃ দান বি. আতর রাখার পাত্র।

আতর2 [ ātara2 ] বি. (বিরল) খেয়ার ভাড়া, পারানির কড়ি ('আতর সঞ্চিত নাই বঞ্চিত সাঁতারে': কৃ. ম)। [সং. আ + √ তৃ + অ]।

আতশ, আতস [ ātaśa, ātasa ] বি. আগুন; উত্তাপ। [ফা. আতশ্, আতিশ্]। ̃ বাজি বি. তুবড়ি হাউই প্রভৃতি আগ্নেয় বাজি। আতশি, আতসি বিণ. আগ্নেয়। আতশ কাচ, আতশি কাঁচ বি. যে কাচে সূর্যরশ্মি কেন্দ্রীভূত হলে আগুন জ্বলে ওঠে।

আতা [ ātā ] বি. বুটিদার খোসাযুক্ত ফলবিশেষ। [লা. ata]।

আতান্তর [ ātāntara ] বি. দুরবস্হা; সংকট। [সং. অবস্হান্তর > অথান্তর]।

আতাম্র [ ātāmra ] বিণ. ঈষত্ তাম্রবর্ণ, তামাটে; লোহিতাভ। [বাং. আ + তাম্র]।

আতালি [ ātāli ] বি. মাচা; ভারা। [দেশি]।

আতালিপাতালি, আথালিপাথালি [ ātālipātāli, āthālipāthāli ] ক্রি-বিণ. 1 সর্বত্র, চারদিকে; 2 ব্যাকুল ও ব্যস্ত হয়ে; 3 এদিক-ওদিক চাইতে চাইতে। [প্রকৃ. উথল্ল-পথল্ল]।

আতি [ āti ] অব্য. (প্রা. বাং.) এত। [তু. সং. অতি]।

আতিক্ত [ ātikta ] বিণ. ঈষত্ তিক্ত, কিছুটা তেতো, তিতকুটে। [বাং. আ+ সং. তিক্ত]।

আতিথেয় [ ātithēẏa ] বিণ. অতিথিপরায়ণ, অতিথির সেবা করে এমন। [সং. অতিথি + এয়]। ̃ তা বি. অতিথিপরায়ণতা, অতিথির সেবা।

আতিথ্য [ ātithya ] বি. 1 অতিথির সেবা, অতিথির সত্কার; 2 অতিথিসেবার উপকরণ। [সং. অতিথি + য]। ̃ গ্রহণ, ̃ স্বীকার বি. অতিথি হওয়া (মাদ্রাজে আমরা তাঁর আতিথ্যগ্রহণ করেছিলাম)।

আতি-পাতি [ āti-pāti ] ক্রি-বিণ. বিণ. তন্নতন্ন, পুঙ্খানুপুঙ্খ, পাতিপাতি। [দেশি]।

আতি-শয্য [ āti-śayya ] বি. আধিক্য, অতিরিক্ততা (ভক্তির আতিশয্য, ভাবের আতিশয্য)। [সং. অতিশয় + য]।

আ-তু [ ā-tu ] অব্য. কুকুরকে ডাকার শব্দ।

আতুর [ ātura ] বিণ. 1 রুগণ্, রোগগ্রস্ত (অন্ধ-ধাতুর জন); 2 আর্ত, কাতর (শোকাতুর)। [সং. আ + √ তুর্ + অ]। বিণ. স্ত্রী. আতুরা (শোকাতুর জননী)। আতুরাশ্রম বি. রুগ্ণ ও আর্ত লোকেদের আশ্রয়স্হান।

আতেলা [ ātēlā ] বিণ. 1 তৈলহীন, তেল নেই এমন, রুক্ষ; 2 (রাঁধা ব্যঞ্জনাদি সম্পর্কে) তেল কম হয়েছে বা তেল দেওয়া হয়নি এমন। [বাং. আ + তেল+ আ]।

আত্ত [ ātta ] বিণ. গৃহীত, প্রাপ্ত; লব্ধ (আত্তশস্ত্র)। [সং. আ + √ দা + ত]।

আত্তি [ ātti ] বি. আত্মীয়তা বা মমতা দেখানো, মায়ামমতা (যত্ন-আত্তি করা)। [সং. আত্মন্]।

আত্মী-করণ [ ātmī-karaṇa ] বি. দেহের অঙ্গী ভূত করা, assimilation. (বিপ.)। [সং. আ + √ দা + ত + চিব + করণ]।

আত্ম1 [ ātma1 ] বিণ. নিজের, আপনার (আত্মকথা)। ☐ বি. আপনজন (কেবা আত্ম কেবা পর)। [সং. আত্মন]।

আত্ম2 [ ātma2 ] (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। ̃ কর্ম (-র্মন্) বি. নিজের কাজ। ̃ কলহ বি. গৃহবিবাদ। ̃ কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। ̃ কেন্দ্রিক বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। ̃ গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। ̃ গর্ব বি. অহংকার। ̃ গর্বী (-র্বিন্) বিণ. অহংকারী। ̃ গোপন বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। ̃ গৌরব বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। ̃ গ্লানি বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। ̃ ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা। ̃ ঘাতী (-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. ̃ ঘাতিনী। ̃ চরিত বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী। &tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। ̃ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)। বি. (স্ত্রী.) ̃ জা কন্যা। ̃ জীবনী বি. নিজের জীবনী, আত্মচরিত। ̃ জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত। ̃ জ্ঞান, ̃ তত্ত্ব বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন। ̃ তত্ত্বজ্ঞ বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ। ̃ তুষ্টি, ̃ তৃপ্তি বি. নিজের তৃপ্তি বা সন্তোষ। ̃ তুল্য বিণ. নিজের সমান। বিণ. (স্ত্রী.) ̃ তুল্যা। ̃ ত্যাগ বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোত্সর্গ, নিজের জীবন দান। ̃ ত্যাগী (-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন। ̃ ত্রাণ বি. বিপদ থেকে নিজের মুক্তি। ̃ দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ̃ দর্শন বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার। ̃ দর্শী (-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন। ̃ দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন। ̃ দৃষ্টি-আত্মদর্শন -এর অনুরূপ। ̃ দোষ বি. নিজের দোষ বা ত্রুটি। ̃ দ্রষ্টা (ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি। ̃ দ্রোহ বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ। ̃ দ্রোহী (-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী। ̃ নিবেদন বি. নিজেকে উত্সর্গ করা, আত্মোত্সর্গ। ̃ নিয়ন্ত্রণ বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা। &tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা। ˜ নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। ☐ বিণ. স্বাবলম্বী। ̃ নিষ্ঠ বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjective ̃ নেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ। ̃ পক্ষ বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন। ̃ পর বি. নিজে ও অন্যেরা। ̃ পরায়ণ বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর। পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ। ̃ পীড়ন বি. নিজেকে কষ্ট দেওয়া। ̃ প্রকটন -আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)। ̃ প্রকাশ বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া। ̃ প্রতারণা, ̃ প্রবঞ্চনা -আত্মবঞ্চনা -র অনুরূপ। ̃ প্রত্যয় বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্হা; নিজের অন্তরে উপলব্ধি। ̃ প্রশংসা বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি। ̃ প্রসাদ বি. নিজের মনের মধ্যে তৃপ্তি। ̃ বঞ্চনা বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো। ̃ বত্ অব্য. নিজের মতো। ̃ বন্ধু বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ̃ বর্গ বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন। ̃ বলি, ̃ বলি-দান আত্মদান -এর অনুরূপ। ̃ বশ বিণ. স্বাধীন; সংযমী। ☐ বি. আত্মসংযম, মনকে বশ করা। ̃ বিকাশ বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ। ̃ বিক্রয় বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন। ̃ বিচ্ছেদ বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ। ̃ বিদ্যা বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা। ̃ বিরোধ বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ। ̃ বিলাপ বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ। ̃ বিলোপ বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')। ̃ বিশ্বাস বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ। ̃ বিসর্জন -আত্মদান -এর অনুরূপ। ̃ বিস্মরণ, ̃ বিস্মৃতি বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাব ̃ বিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন। ̃ বুদ্ধি বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান। ̃ বেদী (-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ। ̃ ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব। ̃ ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাত্কৃত। ̃ মগ্ন বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট। ̃ মর্যাদা বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান। ̃ ম্ভরি বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক। ̃ ম্ভরিতা বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ। ̃ রক্ষা বি. নিজেকে বাঁচানো। ̃ রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)। ̃ রূপ বি. স্বরূপ, নিজের চেহারা ও প্রকৃতি। ̃ লোপ-আত্মবিলোপ -এর অনুরূপ। ̃ শক্তি বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা। ̃ শাসন-আত্মসংযম -এর অনুরূপ। ̃ শুদ্ধি, ̃ শোধন বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা। ̃ শ্লাঘা বি. নিজের প্রশংসা। ̃ সংবরণ বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা। ̃ সংযম বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা। বিণ ̃ সংযমী (-মিন্)। ̃ সমর্পণ বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান। ̃ সমাহিত বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়। ̃ সম্পর্কীয়, ̃ সম্বন্ধীয় বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন। ̃ সম্ভ্রম, ̃ সম্মান আত্মমর্যাদা -র অনুরূপ। ̃ সর্বস্ব বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর। ̃ সাত্ বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত। ̃ সার-আত্মসর্বস্ব -র অনুরূপ। ̃ সিদ্ধি বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি। ̃ স্হ বিণ. 1 আত্মায় স্হিত; 2 হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্হ। ̃ স্বরূপ বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়। ̃ হত্যা বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ। ̃ হন্তা (-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) ̃ হন্ত্রী। ̃ হা বিণ. আত্মঘাতী। ̃ হারা বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়।

-আত্মক [ -ātmaka ] বিণ. (সমাসের উত্তরপদে অর্থাত্ পরপদে) গুণবিশিষ্ট, প্রকৃতিবিশিষ্ট (হিংসাত্মক, ধংসাত্মক, রসাত্মক)। স্ত্রী. -আত্মিকা

-আত্মা [ -ātmā ] (-ত্মন্) বি. 1 দেহের মধ্যে অধিষ্ঠিত চৈতন্যময় সত্তা, জীবাত্মা, soul; 2 পরমাত্মা, ব্রহ্ম; 3 স্বরূপ; স্বয়ং; 4 শরীর; 5 হৃদয়, মন; স্বভাব (পুণ্যাত্মা)। [সং. √ অত্ + মন্]।

আত্মাদর [ ātmādara ] বি. নিজের প্রতি শ্রদ্ধা, self-esteem. [সং. আত্মন্ + আদর]।

আত্মাদর্শ [ ātmādarśa ] বি. নিজের দৃষ্টান্ত, নিজের দ্বারা স্হাপিত আদর্শ। [সং. আত্মন্ + আদর্শ]।

আত্মাধীন [ ātmādhīna ] বিণ. স্ববশ, স্বাধীন। [সং. আত্মন্ + অধীন]।

আত্মানু-শাসন [ ātmānu-śāsana ] বি. আত্মার বিশেষ উপদেশ বা নির্দেশ। [সং. আত্মন্ + অনুশাসন]। আত্মানু-সন্ধান, আত্মান্বেষণ বি. 1 আত্মস্বরূপের অনুসন্ধান, ব্রহ্মজ্ঞান লাভের জন্য অনুসন্ধান বা সাধনা; 2 নিজের দোষ-গুণের বিচার। [সং. আত্মন্ + অনুসন্ধান, অন্বেষণ]। আত্মানু-সন্ধায়ী (-য়িন্), আত্মান্বেষী (-ষিন্) বিণ. আত্মানুসন্ধান করে এমন।

আত্মাপরাধ [ ātmāparādha ] বি. নিজের দোষ। [সং. আত্মন্ + অপরাধ]।

আত্মাপ-হারক, আত্মাপ-হারী [ ātmāpa-hāraka, ātmāpa-hārī ] (-রিন্) বিণ. নিজের পরিচয় গোপনকারী; প্রতারক। [সং. আত্মন্ + অপহারক, অপহারিন্]।

আত্মা-পুরুষ [ ātmā-puruṣa ] (অশু.) বি আত্মা; প্রাণ। [সং. আত্মা + পুরুষ]। আত্মাপুরুষ খাঁচাছাড়া হওয়া ক্রি. বি দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়া; মৃত্যু ঘটা বা সেইরকম অবস্হা হওয়া। আত্মাপুরুষ (বা আত্মারাম) শুকিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত ভয় পাওয়া, ভয়ে আড়ষ্ট হওয়া।

আত্মাভি-মান [ ātmābhi-māna ] বি. নিজের সম্পর্কে গর্ব; অহংকার। [সং. আত্মন্ + অভিমান]। আত্মাভি-মানী (-নিন্) বিণ. অহংকারী। স্ত্রী. আত্মাভি-মানিনী

আত্মা-রাম [ ātmā-rāma ] বিণ. ব্রহ্মজ্ঞান লাভ করার ফলে আত্মাতেই পরমানন্দ অনুভবকারী; আত্মতৃপ্ত, আত্মতুষ্ট। (বাং. অর্থ) বি. আত্মাপুরুষ; প্রাণপাখি; প্রাণ; টিয়া ময়না প্রভৃতিকে আদরের সম্বোধন ('বল বাবা আত্মারাম')। [সং. আত্মন্ + আরাম]।

আত্মাশ্রয় [ ātmāśraẏa ] বি. স্বাবলম্বন, নিজের উপর নির্ভর। ☐ বিণ. স্বাবলম্বী, নিজের উপর নির্ভর করে এমন। [সং. আত্মন্ + আশ্রয়]। আত্মাশ্রয়ী বিণ. আত্মনির্ভর, নিজের উপর নির্ভর করে এমন, স্বাবলম্বী।

আত্নাহুতি [ ātnāhuti ] বি. নিজেকে আহুতি দেওয়া, নিজের জীবন বিসর্জন। [সং. আত্মন্ + আহুতি]

আত্মিক [ ātmika ] বিণ. হৃদয়ঘটিত, হার্দ্য (আত্মিক সম্পর্ক)। [সং আত্ম + ইক]।

আত্মী-করণ [ ātmī-karaṇa ] বি. আত্মার ভিতর অর্থাত্ নিজের ভিতর গ্রহণ করা, assimilation; আত্মসাত্ করা। [সং. আত্মন্ + ঈ] (চিব)+ √কৃ + অন]।

আত্মীয় [ ātmīẏa ] বিণ. স্বকীয়, স্বীয়, নিজের। ☐ বি স্বজন, কুটুম্ব, জ্ঞাতি; বন্ধুবান্ধব। [সং. আত্মন্ + ঈয়] স্ত্রী. আত্মীয়া। ̃ তা বি. হৃদ্যতা; কুটুম্বিতা, জ্ঞাতিত্ব; বন্ধুত্ব। ̃ বন্ধু, ̃ স্বজন বি. বন্ধুবান্ধব, নিজের লোকজন।

আত্মোত্কর্ষ, আত্মোন্নতি. [ ātmōtkarṣa, ātmōnnati. ] বি. নিজের আত্মার উন্নতি; নিজের উন্নতি। [সং. আত্মন্ + উত্কর্ষ, উন্নতি]

আত্মোত্-সর্গ [ ātmōt-sarga ] বি নিজের জীবন বা স্বার্থ বিসর্জন। [সং আত্মন্ + উত্সর্গ]

আত্মোদর-পূর্তি [ ātmōdara-pūrti ] বি. নিজের পেট ভরার ব্যবস্হা; নিজের ক্ষুধা মেটানো। [সং. আত্মন্ + উদরপূর্তি]

আত্মোপম [ ātmōpama ] বিণ. আপনার বা নিজের সমান, নিজের মতো। [সং আত্মন্ + উপমা]। আত্মৌপম্য বি. নিজের সঙ্গে সাদৃশ্য; স্বীয় দৃষ্টান্ত।

আত্যন্তিক [ ātyantika ] বিণ. অত্যধিক, খুব বেশি; অশেষ; অত্যধিক পরিমাণবিশিষ্ট, extreme [সং. অত্যন্ত + ইক] বি. ̃তা।

আত্যয়িক [ ātyaẏika ] বিণ. 1 অত্যয় বা বিনাশসম্বন্ধীয়; 2 বিপ়জ্জনক; 3 জীবনহানিকর। [সং. অত্যয় + ইক]।

আত্রেয় [ ātrēẏa ] বি. অত্রিমুনির পুত্র ☐ বিণ. অত্রিমুনির বংশজাত। [সং. অত্রি + এয়]। স্ত্রী. আত্রেয়ী বি. অত্রির পত্নী। ☐ বিণ. অত্রির বংশে জাতা।

আথান্তর-আতান্তর [ āthāntara-ātāntara ] এর রুপভেদ।

আথাল [ āthāla ] বি গোয়াল, গোহাল (আথাল-ভরা গোরু)। [দেশি]

আথাল.পাথাল, আথালি.পাথালি-আতালি.পাতালি [ āthāla.pāthāla, āthāli.pāthāli-ātāli.pātāli ] র রুপভেদ।

আথি.বিথি, আথে.বেথে, আথে.ব্যথে [ āthi.bithi, āthē.bēthē, āthē.byathē ] ক্রি-বিণ. ব্যস্তসমস্ত হয়ে। [বাং. আস্তেব্যস্তে]।

আদ [ āda ] বিণ. আদি, সাবেক, মূল। [সং. আদি]।

আদত [ ādata ] বিণ. 1 আসল, খাটি, প্রকৃত; 2 সমগ্র, গোটা আস্ত। ☐ বি. 1 স্বভাব, অভ্যাস; 2 আচার, রীতি, ধারা। [সং. আদিত; তু. আ. আদদ্]। আদতে ক্রি-বিণ. অব্য. বাস্তবিকপক্ষে, আসলে।

আদপে [ ādapē ] ক্রি-বিণ. অব্য. আসলে, মূলে; মোটে, একেবারেই। [সং আদৌ]।

আদব [ ādaba ] বি. শিষ্টাচার, ভদ্রতা। [আ. আদব্]। ̃ কায়দা বি. ভদ্রতার রীতিনীতি, ভদ্রসমাজের রীতিনীতি। ̃ কায়দা.দুরস্ত, ̃কায়দা.দোরস্ত বিণ. ভদ্রতার রীতিসম্মত।

আদম [ ādama ] বি. ইসলামি খ্রিস্টীয় ও ইহুদি পুরাণে বর্ণিত প্রথম মানুষ। [আ. আদম্]।

আদন.শুমার, আদম.শুমারি [ ādana.śumāra, ādama.śumāri ] (বর্জি) আদম.সুমারি বি. লোকগণনা, জনসংখ্যা গণনা। [আ. আদম্ + ফা শুমার]

আদমি, [ ādami, ] (বর্জি.) আদমী বি. 1 মানুষ, ব্যক্তি, লোক; 2 (হিন্দির প্রভাবে) পতি, স্বামী; 3 মরদ, মানুষের মতো মানুষ। [আ. আদম্]।

আদর [ ādara ] বি 1 যত্ন, খাতির, কদর (নতুন জামাইয়ের আদরই আলাদা); 2 স্নেহ, প্রীতি; সোহাগ; 3 শ্রদ্ধা, ভক্তি। [সং. আ + √দৃ + অ]। ̃ ণীয় বিণ.আদরের যোগ্য, আদর পাবার যোগ্য। আদরিণী বিণ. (স্ত্রী.) আদরের পাত্রী, আদুরি।

আদরা [ ādarā ] বি. 1 কিছু সাদৃশ্য; 2 নকশা, চিত্রাঙ্কনের প্রাথমিক কাঠামো, sketch [সং. আদর্শ]

আদর্শ [ ādarśa ] বি. 1 অনুকরণীয় বিষয়, ideal উদ্দেশ্য ও লক্ষ্য; 2 নমুনা, model (রচনার আদর্শ); 3 দর্পণ, আয়না। ☐ বিণ. অনুকরণীয় (আদর্শ চরিত্র)। [সং. আ + √দৃশ্ + অ]

আদল [ ādala ] বি. 1 (বিশেষত চেহারার) সাদৃশ্য (ছেলেটির মুখে তার বাবার মুখের আদল আছে); আভাস। [সং. আদর্শ]

আদলি, আধলি [ ādali, ādhali ] বি. আধখানা হাঁড়ি; চারা রোপণের জন্য ব্যবহৃত ভাঙা হাঁড়ির আধখানা ('আদলি উপরে কেবা কদলি রোপলি রে': চণ্ডী)। [সং. অর্ধস্হালী]

আদা [ ādā ] বি. মশলা হিসাবে ব্যবহৃত ঝাঁঝালো কন্দজাতীয় মূলবিশেষ, ginger. [সং. আর্দ্রক]। আদা-জল খেয়ে লাগা ক্রি. বি বিপুল উদ্যমের সঙ্গে কাজে নেমে পড়া। আদায়-কাঁচকলায় পরস্পর চিরশত্রুতা, সাপে-নেউলে। আদার ব্যাপারী বি. খুব ছোট ব্যবসায়ী; অতি তুচ্ছ লোক। আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কী তুচ্ছ লোকের বড় ব্যাপারে মাথা গলানো অনুচিত।

আদাড় [ ādāḍ় ] বি. আবর্জনা বা নোংরা জিনিস ফেলবার জায়গা, আঁস্তাকুড়। [দেশি] আদাড়-পাদাড় বি. বাড়ির পিছনের বা আশপাশের আবর্জনাপূর্ণ জায়গা; অবাঞ্ছিত জায়গা (কেন তখন থেকে আদাড়েপাদাড়ে ঘুরে বেড়াচ্ছ ?)। আদাড়ে বিণ. আদাড়ের; নোংরা; জংলা; নিকৃষ্ট (ওই আদাড়ে হাঁড়ি আমি ঘরে তুলব না।)

আদান [ ādāna ] বি. গ্রহণ; নেওয়া। [সং. আ (বিপরীত অর্থে) + দান]। আদান-প্রদান বি. দেওয়া-নেওয়া, গ্রহণ ও দান; সামাজিক সম্পর্ক স্হাপন (আদান-প্রদানের মাধ্যমেই গড়ে ওঠে সুসম্পর্ক)।

আদাব [ ādāba ] বি. (মুস.) সালাম, নমস্কার, অভিবাদন। [আ. আদাব]।

আদায় [ ādāẏa ] বি. 1 সংগ্রহ, উশুল (কর আদায়); 2 লাভ (দাবি) আদায় করা); 3 পরিশোধ (দেনা আদায়)। [আ. আদা]।

আদালত [ ādālata ] বি. বিচারালয়, কোর্ট, court [আ. আদালত্]। আদালতি বিণ. আদালতসম্বন্ধীয়।

আদি [ ādi ] বি. 1 আরম্ভ, উত্পত্তির কারণ, উত্পত্তি ('নাহি তুঁয়া আদি অবসানা': বিদ্যা); 2 উত্পত্তিস্হান; 3 (বহুব্রীহি সমাসনিষ্পন্ন পদান্তে) প্রভৃতি (ইন্দ্রবরুণাদি দেবতা, ) রাবণাদি রাক্ষস)। ☐ 1 প্রথম (আদি কবি); 2 মূল (আদি বাসস্হান)। [সং. আ + √ দা + ই]। ̃ .অকৃত্রিম বিণ. মৌলিক, কৃত্রিমতাহীন; অপরিবর্তিত, অবিকৃত। ̃ .কবি বি. প্রথম কবি; ব্রহ্মা; বাল্মীকি। ̃ .কান্ড বি. গ্রন্হাদির (বিশেষত রামায়ণের) প্রথম অধ্যায়। ̃ .কাব্য বি. প্রথম রচিত কাব্য; রামায়ণ। ̃ .কারণ বি. 1 মূল কারণ; 2 পরমব্রহ্ম। ̃ .কাল বি. প্রাচীন কাল। ̃ .দেব বি. প্রথম দেবতা; ব্রহ্মা; বিষ্ণু; শিব। ̃ নাথ বি. ঈশ্বর; মহাদেব। ̃ .পুরাণ বি. ব্রহ্মপুরাণ। ̃ .পুরুষ বি. বংশের প্রথম পুরুষ। ̃ .বাসী (-সিন্) বি. আদিম অধিবাসী বা জাতি। ̃ .ভূত বিণ. প্রথম জাত বা সৃষ্ট; আদ্য; মূলস্বরূপ। স্ত্রী ̃ ভূতা। ̃ .রস বি. অলংকারশাস্ত্রের প্রথম রস, শৃঙ্গার রস, নারী-পুরুষের মিলন বা সম্ভোগসম্বন্ধীয রস। ̃ .রসাত্মক বিণ. আদিরসম্বন্ধীয়, আদিরসমূলক। ̃ .রূপ বি. মূল আদর্শ, archetype.

আদিখ্যেতা, আধিখ্যেতা [ ādikhyētā, ādhikhyētā ] বি. বাড়াবাড়ি; ভান; ন্যাকামি (ছেলেকে নিয়ে এত আদিখ্যেতা সহ্য করা যায় না)। [সং. আধিক্য]।

আদিগন্ত [ ādiganta ] বিণ. ক্রি-বিণ. দিগন্ত পর্যন্ত। [সং. আ + দিগন্ত]।

আদিতেয় [ āditēẏa ] বি. 1 অদিতির পুত্র; 2 দেবতা; 3 সূর্য। [সং. অদিতি + এয়]।

আদিত্য [ āditya ] বি. অদিতির পুত্র (বিবস্বান্ অর্যমা পূষা ত্বষ্টা সবিতা ভগ ধাতা বিধাতা বরুণ মিত্র শত্রু ও উরুক্রম এই দ্বাদশ পুত্র)। [সং. অদিতি + য]।

আদিনাথ [ ādinātha ] দ্র আদি

আদিবাসী [ ādibāsī ] দ্র আদি

আদিম [ ādima ] বিণ. 1 প্রথম (আদিম প্রবৃত্তি); 2 অতি প্রাচীন ('দেখা হত যদি কোনও আদিম ফাল্গুনে': সু. দ; আদিম জাতি)। [সং. আদি + ম]।

আদিরস [ ādirasa ] দ্র আদি

আদিরূপ [ ādirūpa ] দ্র আদি

আদি.শূর [ ādi.śūra ] বি. প্রাচীন বাংলার পরাক্রান্ত হিন্দু রাজা। এঁকে দক্ষিণরাঢ়ী কায়স্হদের (মতান্তরে ব্রাহ্মণদের) পূর্বপুরুষ বলে মনে করা হয়। [সং. আদি + শূর]।

আদিষ্ট [ ādiṣṭa ] বিণ. আদেশপ্রাপ্ত, আজ্ঞাপ্রাপ্ত; উপদেশ বা নির্দেশ পেয়েছে এমন; নিযুক্ত। [সং. আ + √ দিশ্ + ত]।

আদুড় [ āduḍ় ] বিণ. খোলা, নগ্ন, অনাবৃত (আদুড় গায়ে থেকো না)। [বাং. আ + হি. উধড় = আউধড়]।

আদুরে [ ādurē ] বিণ. 1 অতিরিক্ত আদরের; 2 অতিরিক্ত প্রশ্রয় পায় এমন; 3 অত্যন্ত আবদার বা বায়না করে এমন। [সং. আদর + বাং. ইয়া > এ]। স্ত্রী আদুরিআদুরে গোপাল বি. অতিরিক্ত আদরযত্নে যে ছেলেকে পালন করা হয়।

আদৃত [ ādṛta ] বিণ. 1 আদরপ্রাপ্ত, সমাদরপ্রাপ্ত; 2 সম্মানিত; অভ্যর্থিত। [সং. আ + √ দৃ + ত]।

আদেখলে, আদেখলা [ ādēkhalē, ādēkhalā ] বিণ. দেখার বা পাবার জন্য এমন ব্যাকুল হয় যে মনে হয় আগে আর কখনো দেখেনি বা পায়নি; হ্যাংলা; অতিশয় লোভী। [বাং. আ + দেখলে, দেখলা]। ̃ .পনা বি. আদেখলের ভাব (সব জিনিসের জন্যে এমন আদেখলেপনা ভালো নয়)।

আদেশ [ ādēśa ] বি. 1 আজ্ঞা, হুকুম; 2 অনুমতি; 3 অনুশাসন; উপদেশ; 4 নিয়োগ; 5 (ব্যাক.) এক শব্দাংশের স্হানে অন্য শব্দাংশের বিধান। [সং. আ + √ দিশ্ + অ]। ̃ বিণ. বি. যে আদেশ দেয়। ̃ বি. আদেশ করা বা দেওয়া। ̃ .পত্র, ̃ .নামা বি. হুকুমনামা, যে পত্রে আদেশ লেখা হয়।

আদেষ্টা [ ādēṣṭā ] (-ষ্টৃ) বিণ. আদেশদানকারী, আদেশক। [সং. আ + √ দিশ্ + তৃ]।

আদৌ [ ādau ] অব্য. ক্রি-বিণ. 1 আদিতে; আগে; 2 (বিশেষ বাং. অর্থ) মোটেই, আদপে (কথাটা আদৌ সত্য নয়)। [সং. আদি শব্দের 7মী বিভক্তির রূপ]।

আদ্য [ ādya ] বিণ. 1 প্রথম; আদিম; আদিতে জন্ম এমন; 2 শ্রেষ্ট। [সং. আদি + য]। ̃ .কৃত্য বি. প্রথম করণীয় কাজ; আদ্যশ্রাদ্ধ। ̃ ন্ত বি. 1 প্রথম ও শেষ; 2 প্রথম থেকে শেষ। ☐ বিণ. ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আগাগোড়া; পূর্বাপর। ̃ .প্রান্ত বি. আদি ও অন্ত; প্রথম থেকে শেষ। ☐ ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত (বইটি আদ্যপ্রান্ত পড়েছে)। ̃ .রস বি. আদিরস। ̃ .শ্রাদ্ধ বি. অশৌচ শেষ হবার পরদিন মৃতের উদ্দেশে প্রথম শ্রাদ্ধ; (গৌণ অর্থে) চূড়ান্ত বাড়াবাড়ি।

আদ্যা [ ādyā ] বিণ. (স্ত্রী) আদিভূতা, আদিতে জন্ম হয়েছে এমন। ☐ বি. (স্ত্রী) 1 প্রকৃতি; 2 পরমেশ্বরী; 3 মহাবিদ্যা; মহামায়া; 4 দূর্গা; 5 কালী। [সং. আদ্য + আ]। ̃ .শক্তি বি. মহামায়া; জগত্সৃষ্টির আদি কারণ; পরমেশ্বরী।

আদ্যি.কাল [ ādyi.kāla ] বি. অতি প্রাচীন কাল; মান্ধাতার আমল; (সচ. ব্যঙ্গে) বহু পূর্বের কাল, বিস্মৃত অতীত (কোন আদ্যিকালের ঘটনা, সে কি মনে থাকে?)। [বাং. আদ্যি + সং. কাল]। আদ্যিকালের (বদ্যি) বুড়ো অতি প্রাচীন বা বুড়ো লোক।

আদ্যোপান্ত [ ādyōpānta ] ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আগাগোড়া (আদ্যোপান্ত মুখস্হ)। [সং. আদ্য + উপান্ত]।

আদ্রক [ ādraka ] বি. আদা। [সং. আর্দ্রক]।

আদ্রিয়.মাণ [ ādriẏa.māṇa ] বিণ. আদর পাচ্ছে বা আদৃত হচ্ছে এমন। [সং. আ + √ দৃ + মান]।

আধ [ ādha ] বিণ. 1 অর্ধেক, অর্ধ (আধ কেজি চাল); 2 আংশিক (আধময়লা)। [সং. অর্ধ]। আধোআধো বিণ. অসম্পূর্ণ; অপরিস্ফুট (আধোআধো ভাব, আধোআধো বুলি)। আধোআধো.পনা (ব্যঙ্গে) বি. শিশুসুলভ ব্যবহার। ̃ .কপালি, ̃ .কপালে বিণ. অর্ধেক বা আংশিক কপাল জুড়ে আছে এমন। ☐ বি. ওইরকম মাথাধরা রোগ। ̃ .খেঁচড়া, আধা.খেঁচড়া বিণ. অসম্পূর্ণ; বিশৃঙ্খলা। ̃ .পাকা বিণ. আংশিক পাকা। ̃ .পাগলা বিণ. পাগলাটে; পাগল নয় অথচ পাগলের মতো হাবভাববিশিষ্ট। ̃ .পেটা বিণ. পেটের অর্ধাঁশ মাত্র ভরে এমন (আধপেটা খাবার)। ☐ক্রি-বিণ. পেটের অর্ধেক ভরে বা অর্ধেক ক্ষুধা মেটে এমনভাবে (দিনের পর দিন আধপেটা খেয়ে)। ̃ বয়সী, আধা-বয়সী বিণ. মাঝবয়সী, মধ্যবয়সী; প্রৌঢ়। ̃ বুড়ো বি.বিণ প্রায় বুড়ো (একটা আধবুড়োর সঙ্গে/আধবুড়ো লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে)। স্ত্রী. ̃ বুড়ি। ̃মনি, ̃মণি বিণ. আধ মন ওজনবিশিষ্ট; আধ মন ওজনের খাবার খায় এমন (আধমনি কৈলাস)। ̃ মরা বিণ. মৃতপ্রায়, অর্ধমৃত। ̃ সিদ্ধ বিণ. অর্ধেক সিদ্ধ হয়েছে এমন (আধসিদ্ধ ডিম)।

আধলা [ ādhalā ] বিণ. আধখানা। ☐বি 1 ইটের অর্ধেক টুকরো, আধখানা ইট; 2 আধ পয়সা। [বা. আধ + লা]

আধলি [ ādhali ] দ্র আদলিআধুলি।

আধা [ ādhā ] বিণ. অর্ধেক (আধা মাইল)। ☐বি. অর্ধভাগ ('সুতনু তনুর আধা': ভা. চ.; আধা খাই আধা ফেলি)। [বাং. আধ + আ]। ̃ .আধি বিণ. ক্রি-বিণ. অর্ধেক বা প্রায় অর্ধেক (আধাআধি পথ, কাজটা আধাআধি শেষ হয়েছে, আধাআধি ভাগ করেছি)। ̃ .খেঁচড়া, ̃. বয়সী দ্র আধ।

আধান [ ādhāna ] বি 1 স্হাপন (অগ্ন্যাধান); 2 সঞ্চার, বলাধান; 3 গ্রহণ; ধারণ। [সং. আ + √ ধা + অন]।

আধার1 [ ādhāra1 ] বি. পাখি বা মাছের খাদ্য। [সং. আহার?]।

আধার2 [ ādhāra2 ] বি. 1 যে ধারণ করে অর্থাত্ যার ভিতরে বা উপরে কিছু থাকে (কলসী জলের আধার, পৃথিবী যাবতীয় বস্তুর আধার); 2 আশ্রয়, স্হান; পাত্র (সর্বগুণাধার); 3 (ব্যাক.) আধিকরণ কারকের অর্থ। (সং. আ + ̃ধৃ+অ]। আধারাধেয়.ভাব বি. পাত্র ও তার মধ্যের বস্তুর ভাব বা সম্পর্ক; ভূমি ও ঘটের তুল্য আশ্রয় ও আশ্রিতের ভাব

আধি [ ādhi ] বি. মানসিক পীড়া; দুশ্চিন্তা ('ব্যাধির চেয়ে আধি হল বড়ো': রবীন্দ্র)। [স. আ (=সম্যক্) + ̃ধা + ই] ̃ক্ষীণ বিণ. মনঃপীড়ায় কাতর। ̃. ব্যাধি বি. মানসিক ও দৈহিক পীড়া।

আধি-কারিক [ ādhi-kārika ] বিণ. অধিকারসম্পর্কিত। ☐ বি. কোনো বিভাগের ভারপ্রাপ্ত উচ্চপদস্হ কর্মচারী, officer (তথ্য আধিকারিক, information officer)। [সং. অধিকার + ইক]।

আধিক্য [ ādhikya ] বি. আতিশয্য, অতিরিক্ততা; প্রাধান্য, প্রাবল্য; বাড়াবাড়ি। [সং. অধিক + য]। বিণ. অধিক

আধিক্যেতা, আধিখ্যেতা-আদিখ্যেতা [ ādhikyētā, ādhikhyētā-ādikhyētā ] র রূপভেদ।

আধি-ক্লিষ্ট [ ādhi-kliṣṭa ] বিণ. মনের পীড়ায় কাতর, মানসিক রোগে কাতর। [সং.আধি + ক্লিষ্ট]।

আধি-দৈবিক [ ādhi-daibika ] বিণ. 1 দেবতা থেকে সৃষ্ট, দৈবজাত; 2 ভূমিকম্প বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধীয়। [সং অধিদেব + ইক]।

আধি-পত্য [ ādhi-patya ] বি. কর্তৃত্ব, প্রভুত্ব; প্রাধান্য; রাজত্ব। [সং. অধিপতি + য]।

আধি-বিদ্যক [ ādhi-bidyaka ] বিণ. অধিবিদ্যা বা পরাবিদ্যাসম্বন্ধীয়। [সং. অধিবিদ্যা + ক (সমাসান্ত)]।

আধিব্যাধি [ ādhibyādhi ] দ্র আধি

আধি-ভৌতিক [ ādhi-bhautika ] বিণ. পঞ্চভূত বা জীব থেকে উত্পন্ন (আধিভৌতিক দুঃখ)। [সং. অধিভূত + ইক]।

আধি-রাজ্য [ ādhi-rājya ] বি. অধিরাজের ভাব; আধিপত্য। [সং. অধিরাজ + য]।

আধুত, আধূত [ ādhuta, ādhūta ] বিণ. ঈষত্ কম্পিত (আধুত বৃক্ষলতা)। [সং. আ + √ধু + ত]।

আধুনিক [ ādhunika ] বিণ. বর্তমানকালীন; সাম্প্রতিক, হালের, আধুনাতন, নব্য। [সং. অধুনা + ইক]। বি. ̃ তা। স্ত্রী. আধুনিকী, (বাং. প্রয়োগ হিসাবে প্রচলিত) আধুনিকা। আধুনিকী-করণ বি. বর্তমান সময়ের বা যুগের উপযোগী কর।

আধুলি, আধলি [ ādhuli, ādhali ] বি. এক টাকার অর্ধেক মূল্যের মুদ্রা। [বাং. আধ + উলি, অলি]।

আধৃত [ ādhṛta ] বিণ. গৃহীত; আশ্রয় দেওয়া হয়েছে এমন। [সং. আ + √ ধৃ + ত]।

আধেক [ ādhēka ] বিণ. ক্রি-বিণ. অর্ধেক ('আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়': রবীন্দ্র)। [বাং. আধ + এক]।

আধেয় [ ādhēẏa ] বি. আধারস্হ বস্তু (কলসি আধার, জল আধেয়), content. ☐বিণ. স্হাপনযোগ্য; উত্পাদ্য। [সং.] আ + √ ধা + য]।

আধো-আধো [ ādhō-ādhō ] দ্র আধ।

আধোয়া [ ādhōẏā ] বিণ. ধোয়া হয়নি এমন (আধোয়া কাপড়া); কাচা হয়নি এমন; অপরিষ্কৃত; কোরা। [বাং. আ + ধোয়া]।

আধ্মান [ ādhmāna ] বিণ. 1 শব্দিত, নিনাদ; 2 স্ফীতি, পেট ফাঁপা। [সং. আ + √ ধ্মা + অন]।

আধ্যাত্মিক [ ādhyātmika ] বিণ. 1 আত্মাসম্বন্ধীয়; আত্মিক, spiritual: 2 ব্রহ্মবিষয়ক; 3 মানসিক (আধ্যাত্মিক চিন্তা, আধ্যাত্মিক সাধনা)। [সং আধাত্ম + ইক]।

আধ্যান [ ādhyāna ] বি. 1 স্মরণ, উত্কণ্ঠার সঙ্গে স্মরণ; 2 চিন্তন; 3 উত্কণ্ঠা। [সং. আ + √ ধৈ + অন]।

আন1 [ āna1 ] বিণ. (কাব্যে) অন্য, ভিন্ন ('আন পথে যাই': চণ্ডী)। [সং. অন্য]।

আন2 [ āna2 ] ক্রি আনো (অর্থাত্ আনয়ন করো)-র বর্জি. রূপ।

আনক [ ānaka ] বি. 1 ঢাক, ভেরী; 2 মৃদঙ্গ; 3 শব্দযুক্ত মেঘ। ☐ বিণ. শব্দায়মান, শব্দ করছে এমন। [সং. আ + √অন্ + অক]।

আনকা, আনকো, আনখা [ ānakā, ānakō, ānakhā ] বিণ. 1 নতুন, অভিনব; 2 অদ্ভুত; 3 অপরিচিত, অজ্ঞান। [তু. হি. অনোখা]।

আনকোরা [ ānakōrā ] বিণ. 1 সম্পূর্ণ নতুন (আনকোরা ধুতি-শাড়ি); 2 টাটকা, অমলিন; 3 অব্যবহৃত। [হি. অন্কোরা]।

আনচান, আনছান [ ānacāna, ānachāna ] বিণ. অস্হির, চঞ্চল;, আকুল, উচাটন। [(1)আন (অন্য) + ফা. চয়েন (স্বস্তি); (2) হি. অন্চৈন (অন্চয়েন)]

আনত1 [ ānata1 ] বিণ. 1 অবনত; ঈষত্ নত, হেঁট; 2 প্রণত। [সং. আ + নত]। আনতি বি. 1 অবনমন 2 প্রণাম 3 নম্রতা।

আনত2 [ ānata2 ] ক্রি-বিণ. (ব্রজ) অন্য দিকে ('আনত হেরি ততহি দেই কানে': বিদ্যা)। [সং. অন্যত্র]

আন-তাবড়ি [ āna-tābaḍ়i ] বিণ. ক্রি-বিণ. 1 এলোমেলো, এলোপাথাড়ি; 2 আন্দাজে (আনতাবড়ি ঢিল ছোড়া)। [দেশি]।

আনদ্ধ [ ānaddha ] বি. চামড়া দিয়ে মুখ-বন্ধ-করা বাদ্যযন্ত্র (যেমন, মৃদঙ্গ, ঢোল, তবলা)। ☐ বিণ. 1 চমড়া দিয়ে ঢাকা রয়েছে এমন (আনদ্ধ যন্ত্র); 2 গ্রথিত, সজ্জিত (আনদ্ধ কেশপাশ); 3 বস্ত্রাদি দিয়ে সজ্জিত। [সং. আ + √ নহ্ + ত]।

আনন [ ānana ] বি. 1 মুখমন়্ডল, বদন, face: 2 মুখ, mouth. [সং. আ + √ অন + অন]।

আনন্তর্য [ ānantarya ] বি. অনন্তরতা, ব্যবধানের অভাব। [সং. অনন্তর + য (ভাবার্থে)]।

আনন্ত্য [ ānantya ] বি. অনন্তের ভাব; অসীমতা; অন্তহীনতা। [সং. অনন্ত + য (ভাবার্থে)]।

আনন্দ [ ānanda ] বি. 1 হর্ষ, তৃপ্তি ('আনন্দেরই সাগর হতে': রবীন্দ্র); 2 সুখ, আহ্লাদ ('সদা থাকো আনন্দে': রবীন্দ্র); 3 স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই); 4 সত্যের উপলব্ধি থেকে উত্পন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা ('আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি': রবীন্দ্র); 5 আনন্দজনক বস্তু ('তোমার আনন্দ ওই এল দ্বারে': রবীন্দ্র); 6 মদ। ☐ বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ ('আজি এ আনন্দ সন্ধ্যা': রবীন্দ্র)। [সং. আ + √ নন্দ্ + অ]। ̃ .কন্দ বি. সমস্ত আনন্দের মূল। ̃ .ঘন বিণ. আনন্দময়। ̃ .ধাম বি. যে গৃহে আনন্দ বিরাজ করে। ̃ .ধারা বি. আনন্দের স্রোত। ̃ .ন বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উত্পাদন। ☐ বিণ. আনন্দদায়ক। ̃ .নাড়ু বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার না়ড়ু বা নাড়ুজাতীয় খাবার। ̃ .বিধান বি. আনন্দ দান, আনন্দ উত্পাদন। ̃ .ময় বিণ. আনন্দে পূর্ণ। ☐ বি. ঈশ্বর (আনন্দময় ও মঙ্গলময় বলে)। ̃ .লহরি, ̃ .লহরী বি. 1 আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; 2 (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ। ̃ .সাগর বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ। আনন্দা ক্রি. আনন্দিত করা। আনন্দাশ্রু বি. আনন্দের আবেগজনিত চোখের জল। .আনন্দিত বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত।

আনমন1 [ ānamana1 ] বি. অবনমন, নত করা, ঈষত্ নত করা। [সং. আ + √ নম্ + অন]। আনমনীয়, আনম্য বিণ. নোয়ানো বা বাঁকানো যায় এমন। আনমিত বিণ. নোয়ানো বা বাঁকানো হয়েছে এমন।

আন-মন, আন-মনা [ āna-mana, āna-manā ] বিণ. 1 অন্যমনস্ক (বড়ই আনমনা ছেলে); 2 অমনোযোগী; 3 উদাসীন। [সং. অন্যমনস্]।

আনম্র [ ānamra ] বিণ. ঈষত্ নম্র বা নত, ঈষত্ নমনশীল ('তোমার আনম্র শিরে আনন্দে আদরে': রবীন্দ্র)। [সং. + আ + নম্র]।

আনয়ন [ ānaẏana ] বি. নিয়ে আসা, আনা। [সং. আ + √ নী + অন]।

আনর্ত [ ānarta ] বি. 1 নৃত্যশালা; 2 রঙ্গালয়; 3 যুদ্ধ। [সং. আ + √ নৃত্য + অ]।

আনর্থ, আনর্থ্য, আনর্থক্য [ ānartha, ānarthya, ānarthakya ] বি. অনর্থকতা, নিস্ফলতা, ব্যর্থতা। [সং. অনর্থ + অ, য; অনর্থক + য]।

আনল [ ānala ] বি. অনলএর বিকৃত রূপ ('আনলে পুড়িয়া গেল': জ্ঞান.)।

আনহি [ ānahi ] ক্রি. বিণ. (অপ্র.) অন্যত্র; অন্যপ্রকারে। [< সং. অন্য]।

আনা1 [ ānā1 ] বি. (বর্ত. অপ্র.) এক টাকার ষোলো ভাগের এক ভাগ; ষোড়শ ভাগের এক ভাগ (আমি এই সম্পত্তির এক আনার মালিক)। ☐ বিণ. ষোড়শাংশ পরিমাণের (এক আনা বখরা)। [সং. আনক]।

আনা2 [ ānā2 ] ক্রি. নিয়ে আসা। ☐ বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। ☐ বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। ̃ .নো ক্রি. আনয়ন করানো। ☐ বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। ☐ বিণ. অন্যের দ্বারা আনীত।

আনা-গোনা, আনা-গনা [ ānā-gōnā, ānā-ganā ] বি. 1 আসা-যাওয়া; যাতায়াত; 2 (আল.) জন্ম-মৃত্যু; 3 সঞ্চরণ (হৃদয়ে আনাগোনা)। [তু. হি. আনা-যানা]।

আনা-কানাচ [ ānā-kānāca ] বি. গলিঘুঁজি; আশপাশ; অস্হান-কুস্হান; জানা-অজানা সমস্ত প্রান্ত (ঘরের আনাচকানাচ সমস্ত জায়গাই খুঁজেছি)। [দেশি]।

আনাজ [ ānāja ] বি. সবজি, কাঁচা তরকারি। [প্রাকৃ. অন্নজ্জ; হি. অনাজ]। ̃ .পত্র বি. শাকসবজি।

আনাড়ি, (বর্জি.) আনাড়ী [ ānāḍ়i, (barji.) ānāḍ়ī ] বিণ. অপটু; অনভিজ্ঞ, অশিক্ষিত; মূর্খ, অজ্ঞ। [হি. অনাড়ী]।

আনানো [ ānānō ] দ্র আনা2

আনায় [ ānāẏa ] বি. ফাঁদ ('আনায়-মাঝারে বাঘে পাইলে কি কভু': মধু); জাল। [সং. আ + √ নী + অ]।

আনার [ ānāra ] বি. 1 ডালিম; 2 বেদানা। [ফা. আনার]। ̃ .কলি বি. কচি ডালিম।

আনা-রস [ ānā-rasa ] বি. পুরু ও অমসৃণ খোসাযুক্ত এবং মিষ্টি শাঁসযুক্ত রসালো ফলবিশেষ, pineapple. [পো. ananas]।

আনি [ āni ] বি. 1 আনা; এক আনা মূল্যের মুদ্রা; 2 1/16 অংশ (সম্পত্তির এক আনির মালিক)। ☐ বিণ. ষোড়শাংশ পরিমাণের (এক আনি অংশ)। [হি. অন্নী]।

আনীত [ ānīta ] বিণ. আনা হয়েছে এমন, নিয়ে আসা হয়েছে এমন (অঙ্গদ রাবণের সভায় আনীত হলেন)। [সং. আ + √ নী + ত]।

আনীল [ ānīla ] বিণ. ঈষত্ নীল, নীলাভ, light blue. [সং. আ + নীল]।

আনু-কুল্য [ ānu-kulya ] বি. 1 সহায়তা, পোষকতা (সরকারি আনুকূল্যে কাজটি সম্পন্ন হয়েছে): 2 অনুগ্রহ, উপকার। [সং. অনুকূল + য]। বিণ. অনুকূল

আনু-গত্য [ ānu-gatya ] বি. 1 বশ্যতা, বাধ্যতা; 2 অনুসরণ; অনুবর্তন। [সং. অনুগত + য]। বিণ. অনুগত

আনু-তোষিক [ ānu-tōṣika ] বি. ক্ষতিপূরণ হিসাবে বা সাহায্যরূপে প্রদত্ত বৃত্তি, gratuity (স.প.)। [সং. অনুতোষ + ইক]।

আনু-নাসিক [ ānu-nāsika ] বিণ. নাসিকার অর্থাত্ নাকের সাহায্যে উচ্চারিত (আনুনাসিক ধ্বনি)। [সং. অনুনাসা + ইক]।

আনু-পদিক [ ānu-padika ] বিণ. অনুসরণকারী, পিছনে আসে এমন; পশ্চাদ্গামী। [সং. অনুপদ + ইক]।

আনু-পাতিক [ ānu-pātika ] বিণ. অনুপাত অর্থাত্ সংগত অংশ অনুসারে বিবেচিত, proportional. [সং. অনুপাত + ইক]।

আনু.পূর্ব, আনু.পূর্ব্য [ ānu.pūrba, ānu.pūrbya ] বি. অগ্রপশ্চাত্, পরপর ক্রম; পরম্পরা, যথাক্রম। [সং. অনুপূর্ব + অ, য]।

আনু-পূর্বিক [ ānu-pūrbika ] বিণ. পরম্পরা অনুযায়ী, ক্রম অনুযায়ী; প্রথম থেকে শেষ (আনুপূর্বিক বর্ণনা)। ☐ ক্রি. বিণ. যথাক্রমে, আরম্ভ থেকে। [সং. অনুপূর্ব + ইক]।

আনু-মানিক [ ānu-mānika ] বিণ. 1 অনুমানযোগ্য; অনুমানের দ্বারা বোঝা যায় বা স্হির করা যায় এমন; 2 সম্ভাব্য, আন্দাজি (আনুমানিক হিসাব)। [সং. অনুমান + ইক]।

আনু-যাত্রিক [ ānu-yātrika ] বি. সঙ্গী, সহচর; সঙ্গে যায় এমন। [সং. অনুযাত্রিক + অ]

আনু-রক্তি [ ānu-rakti ] বি. অনুরাগ; আসক্তি; আনুগতা। [সং. অনুরক্ত + ই]

আনু-রূপ্য [ ānu-rūpya ] বি. অনুরূপের ভাব, সাদৃশ্য, মিল। [সং. অনুরূপ + য]।

আনু-লোমিক [ ānu-lōmika ] বিণ. 1 অনুলোমভাবে ঘটে এমন, অনুকূল; 2 ক্রমিক, যথাক্রমিক, পরপর ঘটে এমন। [সং. অনুলোম + ইক]।

অনু-লোম্য [ anu-lōmya ] বি. 1 স্বাভাবিক ক্রম, যথাক্রম; 2 অনুকূল ভাব, আনুকূল্য। [সং. অনুলোম + য]।

আনু-শাসনিক [ ānu-śāsanika ] বিণ. অনুশাসনসংক্রান্ত। ☐ বি. মহাভারতের পর্ববিশেষ। [সং. অনুশাসন + ইক]।

আনু-ষঙ্গ [ ānu-ṣaṅga ] বিণ. আনুষঙ্গিক; গৌণ, মূল বিষয়ের সঙ্গে যুক্ত। [সং. অনুষঙ্গ + অ]

আনু-ষঙ্গিক [ ānu-ṣaṅgika ] বিণ. 1 অন্য বিষয়ের সঙ্গে যুক্ত (আনুষঙ্গিক ব্যয়); 2 গৌণ; অপ্রধান। [সং. অনুষঙ্গ + ইক]।

আনুষ্ঠানিক [ ānuṣṭhānika ] বিণ. 1 অনুষ্ঠানসম্বন্ধীয়; শাস্ত্রীয় রীতিসম্মত; 2 বিহিত অনুষ্ঠান অনুযায়ী (আনুষ্ঠানিক নির্বাচন)। [সং. অনুষ্ঠান + ইক]।

আনূপ [ ānūpa ] বিণ. জলময়। ☐ বি. জল ভালোবাসে এমন জন্তু (যেমন মোষ, গণ্ডার প্রভৃতি)। [সং. অনূপ + অ]।

আনৃণ্য [ ānṛṇya ] বি. ঋণের অভাব; অঋণীর ভাব; ঋণ বা দেনা থেকে মুক্তি। [সং. ন + ঋণ + য]।

আনৃশংস্য [ ānṛśaṃsya ] বি. নৃশংসতার বা হিংস্রতার অভাব; দয়া, করুণা। [সং. অনৃশংস + য]।

আনেতা [ ānētā ] (-তৃ) বিণ. আনয়নকারী, নিয়ে আসে এমন। [সং. আ + √ নী + তৃ]।

আনোখা [ ānōkhā ] বিণ. 1 অচেনা, অপরিচিত (আনোখা লোকের সঙ্গে যাব না); 2 বেঠিক। [হি. অনোখা]।

আন্ডিল, (বর্জি.) আন্ডীল [ ānḍila, (barji.) ānḍīla ] বিণ. মহাধনশালী (আন্ডীল লোক)। ☐ বি. স্তূপ (টাকার আন্ডীল)। [সং. আন্ডীর]।

আন্ডা [ ānḍā ] বি. ডিম; অণ্ড। [হি. অন্ডা]। ̃ বাচ্চা বি. গর্ভস্হ ও ক্রো়ড়স্হ সন্তান; ছেলেপুলে।

আন্তঃ-প্রাদেশিক [ āntḥ-prādēśika ] বিণ. দুই বা ততোধিক প্রদেশব্যাপী বা প্রদেশসংক্রান্ত, interprovincial. [সং. অন্তর্ + প্রদেশ + ইক]।

আন্তর [ āntara ] বিণ. 1 অন্তর বা মনসংক্রান্ত, আন্তরিক, মনোগত; 2 অন্তর্গত। ☐ বি. তফাত, পার্থক্য, ব্যবধান। [সং. অন্তর + অ]।

আন্তরিক [ āntarika ] বিণ. 1 অন্তরসম্পর্কিত, মনোগত, মানসিক (এটাই আমার আন্তরিক ইচ্ছা); 2 অকপট, অকৃত্রিম, হৃদ্য; 3 অভ্যন্তরীণ, দেহান্তর্গত। [সং. অন্তর্ + ইক]। ̃ .তা বি. অকপটতা, সারল্য; হৃদ্যতা।

আন্তরীক্ষ, আন্তরিক্ষ [ āntarīkṣa, āntarikṣa ] বিণ. আকাশ সম্বন্ধীয়; অন্তরীক্ষ বা আকাশ থেকে আগত (আন্তরীক্ষ উত্পাত)। ☐ বি. 1 আকাশ; 2 মেঘ ও জল। [সং. অন্তরীক্ষ + অ]। বি. ̃ .তা

আন্তর্জাতিক [ āntarjātika ] বিণ. সর্বজাতীয়, সকল জাতি বা রাষ্ট্রের মধ্যে বিদ্যমান (আন্তর্জাতিক খ্যাতি, আন্তর্জাতিক সম্পর্ক), international. [সং. অন্তর্ + জাতি + ইক]। আন্তর্জাতিকতা.বাদ বি. সর্বজাতীয়তার বোধ; সমস্ত জাতি বা রাষ্ট্রের মৈত্রী।

আন্ত্র, আন্ত্রিক [ āntra, āntrika ] বিণ. অন্ত্রসম্বন্ধীয়, অন্ত্রঘটিত (আন্ত্রিক জ্বর, enteric fever [সং. অন্ত্র + অ, অক]।

আন্দাজ [ āndāja ] বি. অনুমান (তার বয়স সম্পর্কে আমার কোনো আন্দাজ নেই)। ☐ বিণ. 1 আনুমানিক (আন্দাজ দুই মাইল) ; 2 আনুমানিক পরিমাণের (এক কেজি আন্দাজ চিনি)। [ফা. অন্দাজ্]। আন্দাজি বিণ. আনুমানিক; অনুমানের উপর নির্ভর করে বলা বা করা এমন (আন্দাজি কথা)।

আন্দু, আন্ধু [ āndu, āndhu ] বি. হাতির পা বাঁধার জন্য শিকল। [সং. অন্দু]।

আন্দোলন [ āndōlana ] বি. 1 কম্পন; দোলন; আলোড়ন (গাছের পাতার আন্দোলন); 2 কোনো লক্ষ্য সিদ্ধির জন্য প্রচার, উত্তেজনা, সংঘবদ্ধ বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি। [সং. √ আন্দোলি + অন]। আন্দোলিত বিণ. আলোড়িত, কম্পিত; উত্তেজিত।

আন্ধার [ āndhāra ] বি. বিণ. আঁধার, অন্ধকার। [সং. অন্ধকার]।

আন্নাকালী [ ānnākālī ] দ্র কালী

আন্বয়িক [ ānbaẏika ] বিণ. (ব্যাক.) 1 অন্বয়সম্বন্ধীয়; 2 অন্বয়সংগত, অন্বয়ের দিক থেকে সংগত। [সং. অন্বয় + ইক]।

আন্বীক্ষিকী [ ānbīkṣikī ] বি. 1 তর্কশাস্ত্র; 2 ন্যায়দর্শন। [সং. অন্বীক্ষা + ইক + ঈ]।

আপ [ āpa ] বি. নিজে, আপনি (আপ ভালা তো জগত্ ভালা)। ☐ বিণ. নিজের, আপন (আপরুচি খানা)। [প্রাকৃ. আপ্পা; তু. হি. আপ্ (=আপনি, ইনি, উনি, তুমি)]।

আপকা-ওয়াস্তে [ āpakā-ōẏāstē ] অব্য. 1 আপনার জন্য; 2 নিজের জন্য। ☐ বিণ. স্বার্থান্বেষী; তোষামোদকারী। [হি. আপ্কা ওয়াস্তে]।

আপক্ক [ āpakka ] বিণ. 1 ঈষত্ পক্ক, আধসিদ্ধ; 2 ডাঁসা, আধপাকা। [সং. আ + পক্ক]।

আপ-খোরাকি [ āpa-khōrāki ] বিণ. খোরাকি অর্থাত্ খাওয়ার খরচ নিজেকে জোগাড় করতে হয় এমন (তার আপখোরাকি বেতন তিনশো টাকা। [হি. আপ + ফা. খুরাক + বাং. ই]।)

আপগা [ āpagā ] বি. নদী। [সং. আপ + √ গম্ + অ + আ]।

আপ-জাত্য [ āpa-jātya ] বি. জাতীয় বা কুলোচিত গুণের অভাব বা হানি; সদ্গুণের নাশ বা সদ্গুণ থেকে বিচ্যুতি, degeneracy. [সং. অপজাত + য]। বিপ. আভি.জাত্য

আপড়া [ āpaḍ়ā ] বিণ. 1 পড়া হয়নি এমন, অপঠিত, unread; 2 অশিক্ষিত ('আপড়া পো সভায় নিয়ে থো')। [বাং. অ + পড়া2]।

আপণ [ āpaṇa ] বি. বিপণি, দোকান; কেনাবেচার জায়গা; হাট। [সং. আ + √ পণ্ + অ]। আপণিক বিণ. আপণসম্বন্ধীয়; কেনাবেচাসম্বন্ধীয়। ☐ বি. ব্যবসায়ী, দোকানদার (আপণিকেরা নিজ নিজ পণ্য নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সচেষ্ট হল)।

আপত্ [ āpat ] দ্র আপদ। ̃ .কাল বি. বিপদের সময়, দুঃসময়। ̃কালীন বিণ. বিপদের সময়ের (আপত্কালীন সতর্কতা)।

আপতন [ āpatana ] বি. 1 পতন, পড়ে যাওয়া; 2 সংঘটন; কোনো ঘটনার আকস্মিক সংঘটন, accident; 3 অবতরণ, নামা। [সং. আ + √ পত + অন]। আপতিক বিণ. সহসা বা হঠাত্ ঘটেছে এমন, accidental. আপতিত বিণ. দৈবাত্ বা হঠাত্ আগত; নিপতিত; অবতীর্ণ।

আপত্তি [ āpatti ] বি. 1 অসম্মতি; বিরুদ্ধ যুক্তি বা মত; 2 ওজর; 3 বিপদ। [সং. আ + √ পদ্ + তি]।

আপদ, আপদ্ [ āpada, āpad ] বি. 1 বিপদ; দুর্দশা; দুঃখ; 2 অবাঞ্ছিত ও অপ্রীতিকর ব্যক্তি বা বস্তু (এ আপদ আবার কোথা থেকে এল ?)। [সং. আ + √ পদ্ + ক্কিপ্]। ̃ .গ্রস্ত বিণ. বিপদে পড়েছে এমন, বিপন্ন। আপদর্থে অব্য. আপদের জন্য; বিপদ থেকে উদ্ধারের জন্য। ̃ .বিপদ বি. নানারকম বিপদ বা বিপত্তি। ̃ .ভঞ্জন বিণ. আপদবিপদ থেকে উদ্ধার করে এমন। আপদুদ্ধার বি. বিপদ থেকে উদ্ধার বা মুক্তি; বিপদ দূরীকরণ। আপদ্ধর্ম, ̃ .ধর্ম বি. অন্যসময় অকর্তব্য কিন্তু বিপদের সময় অবলম্বন করা যায় বা উচিত এমন ধর্ম।

আপন [ āpana ] বিণ. নি়জ, স্বীয়, নিজের; আত্মীয় (আপনজন)। [সং. আত্মন্]। ̃ .কার সর্ব. বিণ. আপনার; নিজের। ̃ .জন বি. নিজের লোক; আত্মীয়। ̃ .পর বি. আত্মীয়অনাত্মীয়; সত্রু-মিত্র। ̃ .ভোলা বিণ. উদাসীন, নিজের সুখশান্তি সম্বন্ধে খেয়াল নেই এমন; আত্মহারা; তন্ময়। ̃ .মনে ক্রিবিণ. নিজে নিজে; নিজের মনে; বাইরের সবকিছু সম্বন্ধে নির্লিপ্ত থেকে। ̃ .সর্বস্ব বিণ. স্বার্থপর; কেবল নিজের কথাই ভাবে এমন। ̃ .হারা বিণ. আত্মভোলা; আপনভোলা। আপনার পায়ে কুড়ুল মারা ক্রি. বি. নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা।

আপনা [ āpanā ] বি. নিজ (আপনা থেকেই এটা হয়েছে)। ☐ বিণ. নিজের (আপনা হাত জগন্নাথ); আত্মীয় (আপনা জন)। [হি. আপনা]। আপনা-আপনি ক্রি-বিণ. নিজে নিজে, আপনা থেকে, স্বাভাবিকভাবে। ☐ বি. আত্মীয়স্বজন (আপনাআপনির মধ্যে)। ̃ .র মতো বিণ. ক্রি.বিণ. নিজের মতো, মনের মতো।

আপনি [ āpani ] সর্ব. 1 তুমি-র সম্ভ্রমসূচক রূপ (আপনি আসুন) 2 স্বয়ং, নিজে ('রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান': রবীন্দ্র)। [সং. আত্মন্; প্রাকৃ, অপ্পাণ; হি. আপ্নে, আপনা]। আপনি বাঁচলে বাপের নাম বংশমর্যাদা বা অন্য সবকিছুর চেয়ে নিজের জীবনের মূল্য বেশি।

আপন্ন [ āpanna ] বিণ. 1 আপদ্গ্রস্ত, বিপন্ন 2 গ্রস্ত, প্রাপ্ত (শরণাপন্ন, মরণাপন্ন)। [সং. আ + √ পদ্ + ত]।

আপরাহ্নিক [ āparāhnika ] বিণ. বৈকালিক, বিকাল বেলার, বিকালে ঘটে এমন (আপরাহ্নিক ভ্রমণ)। [সং. অপরাহ্ন + ইক]।

আপ-রুচি [ āpa-ruci ] বিণ. নিজের রুচি বা পছন্দমতো (আপরুচি খানা)। [হি. আপ্ + সং. রুচি]।

আপ-শোস, আপ-সোস [ āpa-śōsa, āpa-sōsa ] বি. আক্ষেপ; পরিতাপ, দুঃখ; মনস্তাপ। [ফা. আফসোস]।

আপস, আপোশ, (বর্জি.) আপোষ [ āpasa, āpōśa, (barji.) āpōṣa ] বি. মিটমাট, রফা; মীমাংসা। [ফা. ওয়াপ্স্]।

আপসে, আপোশে [ āpasē, āpōśē ] ক্রি-বিণ. 1 আপনাআপনির মধ্যে (আপসে ঝগড়া করা); 2 উভয়পক্ষের সম্মতিক্রমে (আপোশে মেটা); 3 বন্ধুভাবে (আপোসে কুস্তি লড়া); 4 আপনা থেকে; সহজে, অনায়াসে (তুমি কি ভেবেছ কাজটা আপসেই হয়ে যাবে ?)। [হি. আপ্ + সে]।

আপা [ āpā ] বি. (মুস) দিদি, (মুসলমান) মেয়েদের মধ্যে পারস্পরিক সম্বোধন। [ঢাকা আঞ্চ. দেশি ?]।

আপাকা [ āpākā ] বিণ. পাকা নয় এমন; ঈষত্ পক্ক, অল্প পাকা। [বাং. আ + পাকা]।

আপাঙ, আপাং, আপাঙ্গ [ āpāṅa, āpā, ṃāpāṅga ] বি. শিষ-আকন্দ নামে পরিচিত গাছ। [সং. অপাঙ্গক]।

আপাটল [ āpāṭala ] বিণ. ঈষত্ পাটল; ঈষত্ পাটকিলে, ফিকে লাল। [বাং. আ + পাটল]।

আপাণ্ডু, আপাণ্ডুর [ āpāṇḍu, āpāṇḍura ] বিণ. ঈষত্ পাণ্ডুর, হালকা পীত রঙের বা পীতাভ। [বাং. আ + সং. পাণ্ডু, পাণ্ডুর]।

আপাত [ āpāta ] বি. 1 (সাধারণত সমাসের পূর্বপদে) উপস্হিত সময়, তত্কাল, ঘটনাকাল (আপাতকঠিন, আপাতদর্শন); 2 (পরপদে) পতন, সংঘটন (অনিষ্টাপাত)। [সং. আ + √ পত + অ]। ̃ .কঠিন বিণ. আপাতত কঠিন বলে মনে হয় (কিন্তু আসলে কঠিন নয়) এমন। ̃ .কঠোর বিণ. এখন কঠোর মনে হচ্ছে তবে আসলে কঠোর নয় এমন। ̃ , ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. (সং. অর্থ) প্রথম দর্শনে; (বাং. অর্থ) এখন, এই মুহুর্তে সম্প্রতি (আপাতত কোনো আশা দেখছি না)। ̃ .দৃষ্টিতে ক্রি-বিণ. সাধারণভাবে দেখলে, অর্থাত্ খুঁটিয়ে না দেখলে; মোটামুটি বিচারে (আপাতদৃষ্টিতে তাকে সুশ্রী বলে মনে হয় বটে)। ̃ .মধুর বিণ. আপাতত মধুর বলে মনে হয়, কিন্তু আসলে তা নয় এমন। ̃ .রমণীয় বিণ. আপাতত সুন্দর বা প্রীতিকর বলে মনে হয় কিন্তু আসলে তা নয় এমন।

আপাদ [ āpāda ] অব্য. ক্রি-বিণ. 1 পা পর্যন্ত; 2 পা থেকে। [সং. আ + পাদ]। ̃ .মস্তক ক্রি-বিণ. পা থেকে মাথা পর্যন্ত (আপাদমস্তক চাদরে ঢাকা)।

আপান [ āpāna ] বি. মদের আড্ডা, মদের দোকান। [সং. আ + √পা + অন]।

আপামর [ āpāmara ] ক্রি-বিণ. 1 পামর বা নরাধমকেও বাদ না দিয়ে, পামর পর্যন্ত সকলে; 2 উচ্চ-নীচ নির্বিশেষে। [সং. আ + পামর]। ̃ .সাধারণ, ̃ .জন-সাধারণ বি. সমস্ত লোক, সর্বসাধারণ।

আপিঙ্গল [ āpiṅgala ] বিণ. ঈষত্ পিঙ্গল বা তাম্র বর্ণ; নীলাভ পীত বর্ণ। [বাং. আ + সং. পিঙ্গল]।

আপিল [ āpila ] (বর্জি.) আপীল বি. উচ্চতর আদালতে কোনো মামলার পুনর্বিচারের জন্য আবেদন (আমি হাইকোর্টে আপিল করব)। [ইং appeal]

আপিস-অফিস [ āpisa-aphisa ] এর চলিত বিকৃত রূপ।

আপীড় [ āpīḍ় ] বি. পাগড়ি, শিরোভূষণ; মুকুট; মাথায় পরার মালা। [সং. আ + পীড়্ + অ]।

আপীড়ন [ āpīḍ়na ] বি. 1 রীতিমতো পীড়ন; নিপীড়ন; 2 গাঢ়] আলিঙ্গন। [সং. আ + পীড়ন]। আপীড়িত বিণ. অত্যন্ত পীড়িত; প্রগাঢ়ভাবে আলিঙ্গিত।

আপীত1 [ āpīta1 ] বিণ. ঈষত্ পীত বর্ণ, পীতাভ, হরিদ্রাভ। [বাং.] আ + পীত

আপীত2 [ āpīta2 ] বিণ. সম্যক পান করা হয়েছে এমন, ভালোভাবে পান করা হয়েছে এমন। [সং. আ + √ পা + ত]।

আপীন [ āpīna ] বি. 1 গবাদি পশুর স্তন বা পালান; 2 পালানের বাঁট। ☐ বিণ. সুপুষ্ট; স্ফীত। [সং. আ + √প্যায়্ + ত]।

আপুনি-আপনি [ āpuni-āpani ] র বিকৃত রূপ।

আপীল-আপিল [ āpīla-āpila ] এর বর্জি বানান।

আপেক্ষিক [ āpēkṣika ] বিণ. 1 তুলনামূলক, অপেক্ষাকৃত; 2 পরস্পর নির্ভরশীল, সাপেক্ষ relative. [সং. অপেক্ষা + ইক]। বি. ̃ তা। আপেক্ষিক গুরুত্ব তুলনামূলক গুরুত্ব বা ওজন; (বিজ্ঞানে) কোনো বস্তুর পরিমাণের অনুপাত (সাধারণত ঘন ও তরল বস্তুর সঙ্গে জলের এবং বায়বীয় বস্তুর সঙ্গে বায়ুর), specific gravity. আপেক্ষিক-তত্ত্ব, আপেক্ষিকতা-বাদ গতিমাত্রই আপেক্ষিক এবং স্হান-কাল specific-time জড় বস্তুর চতুর্থ মাত্রা: এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বিজ্ঞানী আইনস্টাইনের বিখ্যাত মতবাদ যা মহাকর্ষ সম্পর্কে সমস্ত পুরোনো ধারণাকে ভুল প্রমাণিত করেছে।

আপেল [ āpēla ] বি. গোলাপজাতীয় (rosaceous) পার্বত্য গাছের গোলাকার ফল বিশেষ। [ইং. apple]

আপোড়া [ āpōḍ়ā ] বিণ. 1 পোড়া বা পোড়ানো নয় এমন, অদগ্ধ; 2 কাঁচা; 3 ঈষত্ গদ্ধ, আধপোড়া, অল্প পোড়া; 4 শবদাহহীন, যেখানে শবদাহ হয় না এমন ('আপোড়া পৃথিবী যদি তুমি কোথা কাশী)। [বাং]. আ + পোড়া।

আপ্ত1 [ āpta1 ] বিণ. 1 প্রাপ্ত, লব্ধ, পাওয়া গেছে এমন (আপ্ত কাম); 2 অভ্রান্ত, ভুল নেই এমন, প্রামাণিক (আপ্তবাক্য); 3 বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ইত্যাদিস্হানীয় (আপ্তজন)। [সং. √ আপ্ + ত]। ̃ .কাম বিণ. মনোরথ বা মনোবাসনা পূর্ণ হয়েছে এমন। ̃ .দূতী বি. যে দূতী প্রিয়ভাষিণী, চতুরা, বিশ্বস্তা এবং মন বুঝে কাজ করে। ̃ .বচন, ̃ .বাক্য বি. 1 দেবতার কাছ থেকে পাওয়া আদেশ; 2 নির্বিচারে গ্রহণীয় বেদ ইত্যাদির বিধান; 3 (আল.) অভ্রান্ত বী প্রামাণিক কথা।

আপ্ত2 [ āpta2 ] বিণ. আপন, নিজের (আপ্তগরজি)। [সং. আত্ম, ] আত্মন্]। ̃ .কথা, আপতো কথা বি (আঞ্চ. প্রয়োগ) গোপন কথা। ̃ .গণ বি. নিজের জন্যই ভাবে বা কাজ করে এমন, স্বার্থপর। ̃ .সার বিণ. স্বার্থপর। ☐ বি. তন্ত্রবলে বা যোগবলে আত্মরক্ষা। ̃ .সুখী বিণ. আত্মসুখী, কেবল নিজের সুখই বোঝে এমন।

আপ্য [ āpya ] বিণ. পাওয়া যায় এমন, প্রাপ্য। [সং. √ আপ্ + য]।

আপ্যায়ন [ āpyāẏana ] বি. সংবর্ধনা, অভ্যর্থনা; প্রীতি সম্পাদন; প্রীতি ও সৌজন্যসহকারে বন্ধু অতিথি ইত্যাদির অভ্যর্থনা। [সং. করেছে এমন, সংবর্ধিত, অভ্যর্থিত।]

আপ্রাণ [ āprāṇa ] বিণ. ক্রি-বিণ. যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ, প্রাণ থাকা পর্যন্ত (আপ্রাণ খেটে যাব); প্রাণপণ (আপ্রাণ চেষ্টা)। [সং. আ (=সীমা, অবধি) + প্রাণ]।

আপ্লব, আপ্লাব, আপ্লাবণ [ āplaba, āplāba, āplābaṇa ] বি 1 জলপ্লাবন, বন্যা; 2 অবগাহন, স্নান। [সং. আ + &tick প্লু + অ, অন]। আপ্লাবিত বিণ. প্লাবিত, ডুবে গেছে বা বন্যায় ভেসেছে এমন; সিক্ত।

আপ্লুত [ āpluta ] বিণ. সম্পূর্ণ সিক্ত; স্নাত; (আল.) অভিষিক্ত (করুণায় আপ্লুত মন) [সং. আ + √ প্লু + ত]।

আফখোরা-আবখোরা [ āphakhōrā-ābakhōrā ] রূপভেদ।

আফ.গান [ āpha.gāna ] বি. আফগানিস্তানের অধিবাসী। ☐বিণ. আফগানিস্তানসম্বন্ধীয়; আফগানসম্বন্ধীয়। [ফা. অফ্গান্]। আফ.গানি বিণ. আফগানিস্তানের।

আফতাব [ āphatāba ] বি. সূর্য। [ফা. আফ্তাব]।

আফদ [ āphada ] বি. আপদ, বিপদ; বিপত্তি। [আ. আফত; তু. সং. আপদ্]।

আফলোদয় [ āphalōdaẏa ] ক্রি-বিণ. ফললাভ বা সাফল্যলাভ পর্যন্ত, যে পর্যন্ত ফললাভ না হয়। [সং. আ (=অবধি) + ফলোদয়]।

আফসানো [ āphasānō ] ক্রি. 1 আস্ফালন করা; 2 বিফল হয়ে খেদ বা ক্রোধ প্রকাশ করা। [বাং. √ আফসা + আনো]। আফসানি বি. আস্ফালন; আপশোস।

আফসোস-আপশোস [ āphasōsa-āpaśōsa ] এর. রুপভেদ।

আফিং, আফিঙ-আফিম [ āphi, ṃāphiṅa-āphima ] এর. রূপভেদ।

আফিম, আফিং [ āphima, āphi ] বি. অহিফেন; পোস্ত বীজ থেকে তৈরি ওষুধ ও মাদক দ্রব্য। [আ. আফিয়ুন]।

আফুটন্ত, আফুটা, আফোটা [ āphuṭanta, āphuṭā, āphōṭā ] বিণ. 1 অপরিস্ফুট, অবিকশিত; 2 সিদ্ধ হয়নি বা ফোটানো এমন (আফোটা) চাল)। [বাং. আ + ফুট্ + অন্ত (শতৃ), আ]।

আফোটা [ āphōṭā ] দ্র আফুটন্ত।

আফ্রিকান [ āphrikāna ] বি. আফ্রিকা-মহাদেশের লোক। ☐ বিণ. আফ্রিকার; আফ্রিকাসম্বন্ধীয়। [ইং African]

আব1 [ āba1 ] বি. দেহে উত্পন্ন মাংসপিণ্ড বা এই রোগ, tumour [সং.অর্বুদ]।

আব2 [ āba2 ] বি. 1 জল (পাঞ্জাব, দোআব); 2 উজ্জ্বলতা। [ফা. আব্]।

আব-ওয়াব [ āba-ōẏāba ] বি. নির্ধারিত বা বৈধ করের অতিরিক্ত কর বা খাজনা। [ফা. ওয়াব শব্দের বহুবচন]।

আব-কার, আব-গার [ āba-kāra, āba-gāra ] বি. যে মদ চোলাই বা প্রস্তুত করে এবং বিক্রয় করে; মাদকদ্রব্য প্রস্তুতকারী ও বিক্রেতা। [ফা. আব্কার্]। আব-কারি, আব-গারি বি 1 মাদকদ্রব্যের ব্যবসায়; 2 মাদক দ্রব্যসংক্রান্ত রাজস্ব (আবকারি বিভাগ, Excise Department) ☐ বিণ. মাদকদ্রব্য সম্বন্ধীয়; মাদক দ্রব্যের প্রস্তুতিকরণ ও ব্যবসায়সংক্রান্ত।

আব-খোরা [ āba-khōrā ] বি. জল পান করার পাত্রবিশেষ। [ফা. আখ্খোরা]।

আবছা, আব.ছায়া [ ābachā, āba.chāẏā ] বি. অস্পষ্ট প্রকাশ, অস্পষ্ট আকার; আভাস। ☐ বিণ. অস্পষ্ট; ছায়ার মতো ('আবছা রাতে দেখনু বিনা চশমাতে': সু. রা.)। ☐ ক্রি-বিণ. অস্পষ্টভাবে (আবছা দেখলাম)। [সং. অপচ্ছায়া]।

আবজানো-আওজানো [ ābajānō-āōjānō ] এর রুপভেদ।

আব-জুশ [ āba-juśa ] বি. ক্বাথ, সিদ্ধ করে প্রস্তুত কোনো জিনিসের ঘন নির্যাস, broth. [ফা. আব্জোশ]।

আবড়া-খাবড়া-এবড়োখেবড়ো [ ābaḍ়ā-khābaḍ়ā-ēbaḍ়ōkhēbaḍ়ō ] এর রূপভেদ।

আবডাল [ ābaḍāla ] বি. আড়াল। [সং. অন্তরাল]।

আবণ্টন [ ābaṇṭana ] বি. অংশ বণ্টন বা ভাগবাঁটোয়ারা, allotmet (স.প..)। [সং. আ + বণ্টন]।

আবদার1 [ ābadāra1 ] বি. বায়না; অন্যায় যুক্তিহীন বা উত্কট দাবি (ছেলের সব আবদার মেনে নিলে তাতে ছেলেরই ক্ষতি হবে)। আবদেরে বিণ. আবদার করে এমন, বায়না করে এমন (বড়ই আবদেরে ছেলে)। [হি. আব্দা]।

আবদার2 [ ābadāra2 ] বিণ. উজ্জ্বল (আবদার মুক্তো)। [ফা. আব্ + দার]।

আবদ্ধ [ ābaddha ] বিণ. 1 রুদ্ধ, বন্ধ (গণ্ডির মধ্যে আবদ্ধ); 2 জড়িত (নানা সাংসারিক সমস্যায় আবদ্ধ); 3 বাঁধা রয়েছে বা বেঁধে রাখা হয়েছে এমন (শৃঙ্খলাবদ্ধ); 4 বন্ধকি, mortgaged [সং. আ + বদ্ধ]।

আবপন [ ābapana ] বি. (বীজ) বোনা। [সং. আ + √ বপ্ + অন]।

আবরক [ ābaraka ] বিণ. ঢাকে বা ঢেকে রাখে এমন, আবরণকারী, আচ্ছাদনকারী। ☐ বি. ঢাকনি; ঘোমটা। [সং. আ + √ বৃ + অক]।

আবরণ [ ābaraṇa ] বি. 1 আচ্ছাদন, আবৃতকরণ (গাত্রাবরণ); 2 আচ্ছাদনী, ঢাকনি (মাথার উপর কোনো আবরণ ছিল না)। [সং. আ + √ বৃ + অন]। আবরণী বি. ঢাকনি। আবরিত বিণ. আবৃত, ঢাকা রয়েছে এমন, আচ্ছাদিত ('বর্ম-আবরিত দ্বারীর চোখে')

আবরু [ ābaru ] বি. 1 মর্যাদা, (স্ত্রীজাতির) সম্ভ্রম; 2 শ্লীলতা, ইজ্জত; 3 পর্দা, আবরণ; 4 চোখের পাতা। [ফা. আব্রু]।

আবর্জন [ ābarjana ] বি. 1 সম্পূর্ণ বর্জন, পরিত্যাগ; 2 অবনমন; 3 নিয়মন। [সং. আ + বর্জন]। আবর্জিত বিণ. সম্পূর্ণ পরিত্যক্ত; অবনমিত; আকৃষ্ট (আবর্জিতচিত্ত); নিয়মিত।

আবর্জনা [ ābarjanā ] বি. জঞ্জাল, নোংরা জিনিস; সম্পূর্ণরূপে বর্জনীয় জিনিস; (আল.) অবাঞ্ছিত ব্যক্তি (সংসারের আবর্জনা)। [সং. আবর্জন + আ]।

আবর্ত [ ābarta ] বি. 1 ঘূর্ণন; আলোড়ন (রাজনীতির আবর্ত); 2 পরিক্রমণ; 3 ঘূর্ণিজল; 4 ঘূর্ণিপাক; 5 আবর্তন। ☐ বিণ. ঘূর্ণায়মান ('কে রোধিবে সেই আবর্ত গতিকে')। [সং. আ + √বৃত + অ]।

আবর্তন [ ābartana ] বিণ. 1 ঘূর্ণন; চক্রাকারে ভ্রমণ (গ্রহ-উপগ্রহের আবর্তন); 2 পরিভ্রমণ; 3 প্রত্যাবর্তন; 4 আলোড়ন, ঘোঁটন; 5 বারবার করা। [সং. আ + √বৃত + অন]। ̃ .দণ্ড, আবর্তনী বি. মন্হনদণ্ড, ঘোঁটনকাঠি, যা দিয়ে মন্হন বা ঘোঁটা হয়। আবর্ত.মান বিণ. আবর্তন করছে বা ঘুরেফিরে আসছে এমন (আবর্তমান গ্রহ-উপগ্রহ)। আবর্তা ক্রি. আবর্তন করা বা হওয়া। আবর্তিত বিণ. আবর্তন করা হয়েছে এমন।

আবলি, আবলী [ ābali, ābalī ] বি. 1 পঙ্ক্তি, সারি; 2 সমষ্টি (গ্রন্হাবলি, রচনাবলি)। [সং. আ + √বল্ + ই]।

আবলুস [ ābalusa ] বি. কঠিন কালো কাঠবিশেষ, ebony [আ. আবলুস]।

আবল্য [ ābalya ] বি. 1 দুর্বলতা; 2 জড়তা; 3 অবসাদজনিত তন্দ্রার ভাব। [সং. অবল + য]।

আবশ্যক [ ābaśyaka ] বিণ. প্রয়োজনীয়, দরকারি; অপরিহার্য। ☐ বি. প্রয়োজন, দরকার (তার আর আবশ্যক কী?)। [সং. অবশ্যম্ + ক]। ̃ .তা বি. প্রয়োজনীয়তা, দরকার। আবশ্যকীয় (আশু. কিন্তু বাংলায় বহুলপ্রচলিত) বিণ. প্রয়োজনীয়। আবশ্যিক বিণ. আবশ্যকরণীয় বা গ্রহণীয়, compulsory.

আবহ [ ābaha ] বিণ. বহন করে বা বয়ে আনে এমন; ধারণা করে বা সৃষ্টি করে এমন (দুঃখাবহ, শোকাবহ, ভয়াবহ)। ☐ বি. সপ্তবায়ুর অন্যতম; ভূবায়ূ, বায়ুমণ্ডল, atmosphere. [সং. আ + √বহ্ + অ]। ̃ .বিজ্ঞান, ̃ .বিদ্যা বি. বায়ুমণ্ডল বিদ্যা, meteorology. ̃ .সংবাদ বি. জল-ঝড়-বায়ু প্রভৃতির গতি ও হালচালসম্বন্ধীয় খবর। ̃ .সংগীত বি. নাটক-সিনেমা ইত্যাদিতে দর্শকদের দৃষ্টির আড়ালে অভিনেয় ঘটনার অনুষঙ্গ হিসাবে কৃত সংগীত, নেপথ্য সংগীত, background music.

আবহ.মান [ ābaha.māna ] বিণ. ক্রমাগত; চিরপ্রচলিত (আবহমানকাল ধরে এই চলছে)। [সং. আ + √বহ্ + মান (শানচ্)]। ̃ .কাল বি. ক্রি-বিণ. চিরকাল, অনাদিকাল; চিরকাল ধরে।

আবহাওয়া [ ābahāōẏā ] বি. 1 জলবায়ু, climate; Weather; 2 (আল.) পরিবেশ, পরিস্হিতি (ঘরে ঢুকেই বুঝলাম ঘরের আবহাওয়া ভালো নয়)। [ফা. আব্ + হাওয়া]।

আবা [ ābā ] বি. বোতামহীন লম্বা ও ঢিলে জামাবিশেষ। [আ আ'বা]।

আঁবাধা [ ām̐bādhā ] বিণ. 1 বাঁধা নয় এমন, আবদ্ধ (আবাঁধা চুল); 2 বাঁধানো নয় এমন (আবাঁধা ঘাট); 3 আগোছালো (আবাঁধা সংসার)। [সং. আ + বাঁধা]।

আবাগা, আবাগে [ ābāgā, ābāgē ] বি. অভাগা, হতভাগ্য ব্যক্তি। [সং. অভাগ্য]। আবাগি, আবাগী বি. (স্ত্রী.) হতভাগ্য নারী; হতভাগী।

আবাছা [ ābāchā ] বিণ. 1 যা থেকে অদরকারি বাজে জিনিস বেছে ফেলে দেওয়া হয়নি (আবাছা মশলা, আবাছা চাল); 2 বেছে নেওয়া বা নির্বাচিত করা হয়নি এমন। [বাং. অ + বাছা]।

আবাদ [ ābāda ] বি. 1 চাল, কৃষি ('আবাদ করলে ফলত সোনা': রা. প্র.); 2 কর্ষিত বা চাষের জন্য তৈরি জমি; 3 জনপদ। [ফা. আবাদ]। আবাদি বিণ. চাষের উপযুক্ত; ফসল. জন্মে এমন; কর্ষিত (আবাদি জমি)।

আবাপ [ ābāpa ] বি. বীজ বোনা। [সং. আ + ̃ বপ্ + অ]।

আবাপন [ ābāpana ] বি. কাপড় বোনার তাঁত। [সং. আ + ̃ বাপি + অন]।

আবার [ ābāra ] ক্রি-বিণ. অব্য. 1 পুনর্বার, পুনরায় (একবার গেছ তো কী হয়েছে, আবার যাও); 2 অধিকন্তু, উপরন্তু (গরিব, আবার বদখেয়ালি); 3 অনিশ্চয়তা বা অবিশ্বাস বোঝাতে ও নেতিমূলক প্রশ্নে (দারিদ্রের আবার সুখশান্তি; তার মতো লোক আবার সাহায্য করবে; কী আবার করব) [সং. অপর; প্রাকৃ. অবর]।

আবাল-বৃদ্ধ-বনিতা [ ābāla-bṛddha-banitā ] ক্রি-বিণ. বি. বালক-বৃদ্ধ-স্ত্রীলোক পর্যন্ত সকলেই। [সং. আ + বাল (ক) + বৃদ্ধ + বনিতা]।

আবাল্য [ ābālya ] অব্য. ক্রি-বিণ. বাল্যকাল থেকে; শিশুকাল থেকে (আমরা আবাল্য এই কথা শুনে আসছি)। [সং. আ + বাল্য]।

আবাস [ ābāsa ] বি. থাকবার জায়গা, বাসস্হান; গৃহ, বাড়ি ('পুরানো আবাস ছেড়ে যাই যবে': রবীন্দ্র)। [সং. আ + ̃ বস্ + অ]।

আবাসন [ ābāsana ] বি. নাগরিকদের বসবাসের জন্য ঘরবাড়ি নির্মাণ বণ্টন ও সংরক্ষণের সরকারি ব্যবস্হা (আবাসন-পর্ষদ্)। [সং. আ + ̃ বস্ + ণিচ্ + অন]।

আবাসিক [ ābāsika ] বি. 1 (বৌদ্ধ বিহারের) রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত ব্যক্তি, caretaker; 2 ছাত্রাবাসে বাসকারী ছাত্র (আবাসিকদের সুযোগসুবিধা বাড়ানো)। ☐ বিণ. আবাসসংক্রান্ত; আবাসবিশিষ্ট। [সং. আবাস + ইক]। আবাসিক বিদ্যালয় বি. যে বিদ্যালয়ে সমস্ত ছাত্রকেই ছাত্রাবাসে (hostel) আবাসিক হিসাবে থাকতে হয়, residential school.

আবাহন [ ābāhana ] বি. মন্ত্রোচ্চারণের দ্বারা দেবতাকে আমন্ত্রণ; দেবতাকে আবির্ভাবের জন্য আহ্বান, invocation; আহ্বান, আমন্ত্রণ, ডাক। [সং. আ + ̃ বহ্ + ণিচ্ + অন্য]। আবাহনী বিণ. আবাহনাত্মক, আবাহনের জন্য রচিত। ☐ বি. দেবতাকে আবাহন করার করপুট ও আঙ্গুলসহযোগে কৃত মুদ্রাবিশেষ।

আবিক [ ābika ] বিণ. ভেড়ার লোম দিয়ে তৈরি, ভেড়ার লোমের (আবিক কম্বল) [সং. অবি + ইক]।

আবিদ্ধ [ ābiddha ] বিণ. বিদ্ধ, বেঁধা বা ছিদ্র করা হয়েছে এমন (আবিদ্ধ কান, আবিদ্ধ রত্ন)। [সং. আ + বিদ্ধ]।

আবির, [ ābira, ] (বর্জি.) আবীর বি. 1 ফাগ; রং-মেশানো অভ্রের চূর্ণ; 2 আবিরের রং (আকাশে আবির)। [সং. অভ্র; হি. আবীর]। আবির খেলা ক্রি. বি. (সচ. হোলি-উত্সবে) পরস্পরের দেহে আবির দেওয়া।

আবির্ভাব, আবির্ভবন [ ābirbhāba, ābirbhabana ] বি. 1 প্রকাশ, উদয় (মেঘের আড়াল থেকে সূর্যের আবির্ভাব); 2 অধিষ্ঠান (দেবতার আবির্ভাব); 3 প্রাদুর্ভাব (কলেরার আবির্ভাব)। [সং. আবিস্ + ̃ ভূ + অ, অন]। আবির্ভূত বিণ. প্রকাশিত, উদিত; অধিষ্ঠিত; অবতীর্ণ (মহাপুরুষ আবির্ভূত হলেন); প্রাদুর্ভূত।

আবিল [ ābila ] বিণ. কলুষিত; পঙ্কিল, ঘোলা; অস্বচ্ছ (আবিল দৃষ্টি)। [সং. আ + ̃ বিল্ + অ]। ̃ .তা বি. কলুষ; অস্বচ্ছতা; মলিনতা (কামনার আবিলতা)।

আবিষ্করণ, আবিষ্কার, আবিষ্ক্রিয়া [ ābiṣkaraṇa, ābiṣkāra, ābiṣkriẏā ] বি. অপ্রকাশিত বা অজ্ঞাত বস্তু বা বিষয়ের প্রকাশ বা সন্ধানলাভ; কোনো অজানা বিষয় বা বস্তুর সম্পর্কে প্রথম জ্ঞানলাভ; উদ্ভাবন, discovery invention (আমেরিকা আবিষ্কার, বেতারযন্ত্রের আবিষ্কার, নতুন তথ্য আবিষ্কার)। [সং. আবিস্ + ̃কৃ + অন, অ, ক্রিয়া]। আবিষ্করণীয় বিণ. আবিষ্কারের যোগ্য; আবিষ্কার, করতে হবে বা করা উচিত এমন। আবিষ্কর্তা (-র্তৃ), আবিষ্কারক বি. যে আবিষ্কার করে বা করছে; উদ্ভাবক। আবিষ্কৃত বিণ. আবিষ্কার করা হয়েছে এমন (নবাবিষ্কৃত তথ্য)

আবিষ্ট [ ābiṣṭa ] বিণ. 1 আচ্ছন্ন, অভিভূত (মোহাবিষ্ট); 2 অধিকৃত (ভূতাবিষ্ট); 3 বিহ্বল; তদ্গত; 4 অভিনিবিষ্ট (অধ্যয়নে আবিষ্ট, আবিষ্টমনে অধ্যয়ন); 5 পরিব্যাপ্ত (মেঘাবিষ্ট আকাশ) [সং. আ + ̃ বিশ্ + তা]। বি. আবেশ

আবীত1 [ ābīta1 ] বিণ. 1 আবৃত, ঢাকা; 2 পরিহিত। [সং. আ + ̃ ব্যে + ত]।

আবীত2 [ ābīta2 ] বি. উপবীত, যজ্ঞসূত্র, পইতে। [সং. আ + ̃ অজ্ (বী আদেশ) + ত]।

আবৃত [ ābṛta ] বিণ. 1 আচ্ছাদিত, ঢাকা; 2 বেষ্টিত (মেখলাবৃত); 3 ব্যাপ্ত (মেঘাবৃত)। [সং. আ + ̃বৃ + ত]। আবৃতি বি. 1 আবরণ, আচ্ছাদন; 2 বেষ্টন; 3 প্রাচীর, বেড়া; 4 বেষ্টিত স্হান।

আবৃত্ত [ ābṛtta ] বিণ. 1 আবর্তন করা বা ঘোরানো হয়েছে এমন; 2 পুনঃপুনঃ পড়া হয়েছে এমন; 3 প্রত্যাগত, ফিরে এসেছে এমন, পুনরায় আগত। [সং. আ + ̃বৃত + ত]। ̃ .চক্ষু বিণ. ভিতরের দিকে চোখ ফিরিয়ে নিয়েছে এমন। আবৃত দশমিক বি. recurring decimal (পরি.)।

আবৃত্তি [ ābṛtti ] বি. 1 বারংবার পাঠ বা অভ্যাস করা; ছন্দ ভাব ইত্যাদি যথাসম্ভব বজায় রেখে উচ্চকন্ঠে পাঠ; 2 পুনঃপুনঃ আগমন, পুনরায় আগমন। [সং. আ + ̃ বৃত + তি]।

আবেগ [ ābēga ] বি. 1 তীব্র বেগ, বিশেষ বেগ, বেগের তীব্রতা ('বেগের আবেগ': রবীন্দ্র); 2 ভাবজনিত বিহ্বলতা, অনুভূতি, emotion (আবেগসঞ্চার); 3 মনের ভাবের আবেশ, ব্যাকুলতা, চঞ্চলতা, উদ্বেগ (ভাবাবেগ, প্রাণের আবেগ, শোকাবেগ) [সং. আ + √ বিজ্ + অ]

আবেদক [ ābēdaka ] বিণ. আবেদনকারী; প্রার্থী। [সং. আ + √ বেদি + অক]।

আবেদন [ ābēdana ] বি 1 প্রার্থনা, নিবেদন; 2 দরখাস্ত, আরজি, application; 3 অভিযোগ, নালিশ; 4 চিত্তবৃত্তিকে বা মনকে নাড়া দেবার প্রয়াস বা শক্তি, appeal (কবিতার আবেদন বুদ্ধির কাছে নয়, হৃদয়ের কাছে)। [সং. আ + √ বেদি + অন]। আবেদনীয় বিণ. আবেদনযোগ্য, আবেদন করা যায় এমন।

আবেশ, আবেশন [ ābēśa, ābēśana ] বি. 1 বিহ্বলতা, ভাবাবেগ ('আবেশ হিয়ার মাঝারে লই': বিদ্যা.); 2 আসক্তি, আনুরাগ অনুপ্রবেশ (ভূতাবেশ); 4 গভীর মনোযোগ; 5 মোহ, আচ্ছন্নতা (ঘুমের আবেশ)। [সং. আ + √বিশ্ + অ, অন]।

আবেষ্টক [ ābēṣṭaka ] দ্র আষ্টন।

আবেষ্টন [ ābēṣṭana ] বি. 1 সম্পূর্ণভাবে বেষ্টন বা ঘেরাও করা পরিবেষ্টন (অগ্নির আবেষ্টন); 2 বেড়া; 3 পরিপার্শ্বিক অবস্হা, প্রতিবেশ। [সং. আ + বেষ্টন]। আবেষ্টক বিণ. আবেষ্টন করে বা ঘিরে এমন। ☐ বি বেড়া, প্রাচীর। আবেষ্টনী বি. (স্ত্রী.) 1 বেষ্টনী, বেড়া; 2 পরিধি; 3 পারিপার্শ্বিকতা (পারিবারিক আবেষ্টনী, পল্লিজীবনের আবেষ্টনী), environment. আবেষ্টিত বিণ. আবেষ্টন বা ঘেরাও করা হয়েছে এমন।

আবোল-তাবোল [ ābōla-tābōla ] বি অসংবদ্ধ কথা; মানে হয় না এমন বা বা়জে ছড়া। ☐ বিণ. অসংবদ্ধ; আজেবাজে ('কী বললি তুই, এ-সব কেবল আবোল-তাবোল বকুনি ?': সু.রা.)। [তু. হি. আন্বোল্-ভব্বোল্।]

আব্বা [ ābbā ] বি (মুসা.) বাবা, পিতা। [আ. বাবা]। ̃ জান বি. (মুস. সম্ভ্রমার্থে) বাবা।

আব্রহ্ম [ ābrahma ] অব্য. ব্রহ্ম থেকে। [সং আ + ব্রহ্মন্] ̃ স্তম্ভ বি. ব্রহ্ম থেকে আরম্ভ করে সামান্য স্তম্ব অর্থাত্ তৃণ পর্যন্ত জগত্-সংসার।

আব্রু-আবরু [ ābru-ābaru ] র বানানভেদ।

আভরণ [ ābharaṇa ] বি. ভূষণ, অলংকার, গয়না (নানা আভরণে ভূষিত হয়ে এল)। [সং. আ + √ভৃ + অন]।

আভা [ ābhā ] বি 1 দীপ্ত, প্রভা (চাঁদের আভা); 2 শোভা; 3 বর্ণ (কৃষ্ণাভা) [সং. আ + √ ভা + অ + আ]।

আভাং [ ābhā ] বি. তেল ইত্যাদি দিয়ে শরীর মর্দন; তেল মাখা। [সং. অভ্যঙ্গ]।

আভাঙা [ ābhāṅā ] বিণ. ভাঙা বা চূর্ণ করা হয়নি এমন, পেষানো হয়নি এমন (আভাঙ্গা গম)। [বাং. আ + ভাঙ্গা]।

আভাষ [ ābhāṣa ] বি. 1 মুখবন্ধ, ভুমিকা, অবতরণিকা (গ্রন্হের পূর্বাভাষ); 2 আলাপ। [সং. আ + ̃ ভাষ্ + অ]। ̃ বি. সম্বোধনপূর্বক কথন; আলাপ; উক্তি; বক্তৃতা। আভাষিত বিণ. কথিত, উক্ত।

আভাস [ ābhāsa ] বি. 1 ক্ষীণ বা অস্পষ্ট প্রকাশ ('আভাসে দাও দেখা': রবীন্দ্র); 2 ছায়া; 3 ইঙ্গিত (আভাস দেওয়া, আভাস বলা); 4 আভা। [সং. আ + √ ভাস্ + অ]। ̃ মান বিণ. প্রতীয়মান; ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমন। আভাসিত বিণ. অস্পষ্টভাবে প্রকাশিত, ঈষত্ প্রকটিত।

আভিজন [ ābhijana ] বি. অভিজনের ভাব, অভিজনের অবস্হা; কৌলীন্য। [সং. অভিজন + অ]

আভি-জাতিক [ ābhi-jātika ] বিণ. 1 অভিজাতসম্বন্ধীয়; 2 বংশঘটিত; কুলপরিচায়ক। [সং. অভিজাত + ইক]। আভিজাতিক চিহ্ন বি. বংশপরিচয় বুঝিয়ে দেয় এমন চিহ্ন, heraldry.

আভি-জাত্য [ ābhi-jātya ] বি. বংশমর্যাদা (আভিজাত্যের গৌরব); উঁচু বংশের প্রভাব-প্রতিপত্তি। [সং. আভিজাত + য]

আভি-ধানিক [ ābhi-dhānika ] বিণ. 1 অভিধানসংক্রান্ত; 2 অভিধানের অন্তর্গত (আভিধানিক অর্থ)। ☐ বি অভিধানপ্রণেতা। [সং. অভিধান + ইক]।

আভি-মুখ্য [ ābhi-mukhya ] বি. 1 অভিমুখীনতা 2 মুখোমুখি অবস্হা; 3 আনুকূল্য। [সং. অভিমুখ + য]।

আভীর [ ābhīra ] বি. আহির, গোয়ালাজাতিবিশেষ। [সং. আ + ভী + √রা + অ; তু. হি. অহীর]। বি. (স্ত্রী.) আভীরী, আভীরা, আভীরিণী। ̃পল্লি বি. যে পল্লিতে আভীররা বাস করে, গোয়ালপাড়া।

আভূমি [ ābhūmi ] ক্রি-বিণ. ভূমি পর্যন্ত। [সং. আ + ভূমি]। ̃ নত বিণ. ভূমি পর্যন্ত নত হয়েছে এমন।

আভোগ [ ābhōga ] বি 1 (সাধারণত ধ্রুপদ) সংগীতের চতুর্থ বা শেষ ভাগ; 2 উপভোগ; 3 পূর্ণতা; 4 বিস্তার। [সং. আ + √ ভূজ্ + অ]।

আভ্যন্তর, আভ্যন্তরিক [ ābhyantara, ābhyantarika ] বিণ. অভ্যন্তরে বা ভিতরে থাকে এমন, অন্তর্গত। [সং. অভ্যন্তর + অ, ইক]। আভ্যন্তরীণ বিণ. (অশু. কিন্তু প্রচলিত) অভ্যন্তরীণ, আভ্যন্তর, ভিতরের।

আভ্যুদয়িক [ ābhyudaẏika ] বিণ. 1 অভ্যুদয়সম্বন্ধীয়; অভ্যুদয় যার লক্ষ্য এমন; 2 মাঙ্গলিক; সমৃদ্ধি সাধন করে এমন। ☐ বি. বিবাহাদি উপলক্ষ্যে করণীয় পিতৃপুরুষের শ্রাদ্ধবিশেষ। [সং. অভ্যুদয় + ইক]।

আম1 [ āma1 ] বি. অস্ত্রের নির্যাস, mucus, আমাশয়। [সং. √অমি + অ]।

আম2 [ āma2 ] বি. সাধারণ। ☐ বিণ. সর্বসাধারণের (আমজনতা, ) আমদরবার)। [আ. আম]। ̃ জনতা বি. সাধারণ মানুষ। ̃ দরবার সাধারণ মানুষকে নিয়ে যে দরবার বা সভা।

আম3 [ āma3 ] বি. আম্রফল; শাঁসযুক্ত রসালো অম্লমধুর দ্বিবীজ ফলবিশেষ, mango. [সং. আম্র]। আমের আচার বি. আমের সঙ্গে টক ও ঝাল মিশিয়ে প্রস্তুত চাটনিবিশেষ। বর্ণচোরা আম বি. রং দেখে কাঁচা ও টক মনে হলেও প্রকৃতপক্ষে পাকা ও মিষ্টি আম; (আল.) ছদ্মবেশী। পাকা আম দাঁড়কাকে খায় (উক্তি) অপাত্রে সুপাত্রী দানের জন্য বা উত্কৃষ্ট বস্তুর নিকৃষ্ট ব্যবহারের জন্য আক্ষেপ।

আম4 [ āma4 ] বিণ. অপক্ক, কাঁচা (আম মাংস); অদগ্ধ. আপোড়া (আমসরা, আমহাঁড়ি)। [সং. √অম্ + অ]।

আম-আদা [ āma-ādā ] বি আমের গন্ধযুক্ত আদাবিশেষ। [বাং. আম3 + আদা]।

আমক-শ্মশান [ āmaka-śmaśāna ] বি. যে শ্মশানে মৃতদেহ দাহ না করে শিয়াল কুকুরের খাওয়ার জন্য ফেলে রাখা হয়। [সং. আম4 + ক + শ্মশান].

আম-গন্ধি [ āma-gandhi ] বিণ. (রাঁধা খাবার সম্বন্ধে) কাঁচা গন্ধযুক্ত; দুর্গন্ধযুক্ত। [সং.আম4 + গন্ধ + ই]।

আমগ্ন [ āmagna ] বিণ. আংশিক মগ্ন, প্রায় ডুবে আছে এমন ('আমগ্ন কি স্বপ্নাবিষ্ট ঘুমে': সু.দ.)। [সং. আ + মগ্ন]।

আম-চুর [ āma-cura ] বি. আমশি, শুকিয়ে রাখা আমের ছোট ছোট টুকরো।[বাং. আম3 + চুর (সং. চূর্ণ)]।

আমড়া [ āmaḍ়ā ] বি. লম্বাটে গোলধরনের টক স্বাদযুক্ত ফলবিশেষ। [সং. আম্রাতক]। ̃ গাছি বি. (বিশেষ উদ্দেশ্যসাধনের জন্য) তোষামোদ।

আমতা, আমতা-আমতা [ āmatā, āmatā-āmatā ] অব্য. অস্পষ্টভাবে স্বীকার বা অস্বীকার; হ্যাঁ বা না কোনোটাই স্পষ্টভাবে না বলা। [দেশি]।

আমদ [ āmada ] বি. আগমন, আসা। [ফা. আমদন্]।

আমদরবার [ āmadarabāra ] দ্র আম2

আম-দানি [ āma-dāni ] বি. 1 দেশের বাইরে থেকে অর্থাত্ অন্য দেশ থেকে পণ্যদ্রব্য আনা, import; 2 আয়, আগম (পয়সাকড়ি কিছু আমদানি হচ্ছে কি?)। ☐ বিণ. আমদানি করা হয়েছে এমন (আমদানি মাল)। [ফা. আমদন্]। ̃ শুল্ক বি. বিদেশ থেকে পণ্য আমদানি করার জন্য যে কর বা মাশুল দিতে হয়, import duty.

আমধুর [ āmadhura ] বিণ. ঈষত্ মধুর, কিছুটা মধুর; অনুগ্র মাধুর্যযুক্ত, খুব মধুর নয় তবে কিছুটা মধুর এমন। [বাং. আ + মধুর]।

আমন [ āmana ] বিণ. হৈমন্তিক, হেমন্তকালীন। ☐ বি. হৈমন্তিক ধান। [সং. হৈমন]।

আমন্ত্রণ [ āmantraṇa ] বি. 1 আহ্বান, নিমন্ত্রণ; 2 সম্ভাষণ। [সং. আ + √ মন্ত্র + অন]। আমন্ত্রক, আমন্ত্রয়িতা (-তৃ) বিণ. বি. আমন্ত্রণকারী। আমন্ত্রিত বিণ. ডেকে আনা বা সম্ভাষণ করা হয়েছে এমন।

আম-বাত [ āma-bāta ] বি. গায়ের চামড়ায় চুলকানিযুক্ত উদ্ভেদবিশেষ। [বাং. আম2 + বাত]।

আম-মোক্তার [ āma-mōktāra ] বি. বিষয়কর্ম নির্বাহের জন্য আইনত নিযুক্ত প্রতিনিধি। [আ. আম্ + ফা. মুখ্তার]। ̃ নামা বি. আমমোক্তার নিয়োগের দলিল, power of attorney.

আময় [ āmaẏa ] বি. রোগ, ব্যাধি (নিরাময়, উদরাময়)। [সং. আম1 + √ যা + অ]। আময়িক বিণ. রোগসম্বন্ধীয়; রোগনিরাময়সম্বন্ধীয়।

আময়দা, আমদা [ āmaẏadā, āmadā ] বিণ. প্রচুর, অনেক, অপরিমিত। [ফা. আমাদাহ্].

আ মর [ ā mara ] অব্য. মরণ হোক এই উক্তি; বিরক্তি ক্রোধ ব্যঙ্গ ইত্যাদি সূচক ধ্বনি (আ মর, আমি তার কী জানি)। [বাং আ3 + মর]।

আম-রক্ত [ āma-rakta ] বি. মলের সঙ্গে যে রোগে রক্ত পড়ে, রক্তাতিসার। [সং. আম1 + রক্ত]।

আমরণ [ āmaraṇa ] ক্রি-বিণ. মৃত্যু পর্যন্ত (আমরণ সংগ্রাম করা)। ☐ বিণ. মৃত্যু পর্যন্ত ব্যাপ্ত (আমরণ দুঃখ)। [সং. আ + মরণ]।

আম-রস [ āma-rasa ] বি. অপক্ব বা অপরিণত রসধাতু, chyme.[সং. আম4 + রস]।

আ মরি, আমরি [ ā mari, āmari ] অব্য. আহা মরি, মরি মরি; প্রশংসা বা বিদ্রূপের সূচক ধ্বনি ('মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা': অ. প্র.)। [বাং. আ + মরি]।

আম-রুল [ āma-rula ] বি. গুল্মজাতীয় টক স্বাদের শাকবিশেষ। [তু. সং. অম্ললোনী]।

আমর্শ [ āmarśa ] বি. 1 স্পর্শ; 2 পরামর্শ, উপদেশ; 3 প্রণিধান, চিন্তা (পরামর্শ)। [সং. আ + √ মৃশ্ + অ]। ̃ বি. উক্ত সব অর্থে।

আমর্ষ [ āmarṣa ] বি. 1 অক্ষমা; 2 ক্রোধ। [সং. অমর্ষ]।

আমল [ āmala ] বি. 1 সময়, যুগ, কাল (ঠাকুরদার আমল, হাল আমল); 2 রাজত্বকাল, শাসনকাল (আকবরের আমল); 3 অধিকার ('কটকে হইল আলিবর্দির আমল': ভা. চ.); 4 প্রশ্রয়; গুরুত্ব (কথায় আমল না দেওয়া)। আমল দেওয়া ক্রি. বি. গ্রাহ্য করা, গুরুত্ব দেওয়া। ̃ নামা বি. জমি ইত্যাদিতে দখল দেওয়ার জন্য লিখিত আদেশ। আমলে আনা ক্রি. বি. 1 গ্রাহ্য করা (কারও কথাই আমলে আনে না); 2 কোনো কাজ হাতে নেওয়া বা আরম্ভ করা।

আমলকী [ āmalakī ] বি. টক ও কষায় স্বাদযুক্ত ফলবিশেষ, আমলা; ওই ফলের গাছ। [সং. আ + √ মল্ + অক্ + ঈ]।

আমলা1 [ āmalā1 ] বি. আমলকী। [বাং, তু. হি. আঁওলা]। ̃ তেল বি. আমলা থেকে তৈরি কেশবর্ধক তেল।

আমলা2 [ āmalā2 ] বি. 1 কেরানি; 2 কর্মচারী; 3 উচ্চপদস্হ কর্মচারী। [আ. আমিল]। ̃ তন্ত্র বি. যে শাসনব্যবস্হায় উচ্চপদস্হ সরকারি কর্মচারিমণ্ডলই সর্বেসর্বা; bureaucracy.

আমলানো [ āmalānō ] ক্রি. ক্রমশ বা একটু একটু করে বেদনা অনুভূত হওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [বাং. আমলা + আনো]।

আমশি [ āmaśi ] বি. কাঁচা আমের ছোট ছোট চাকলা শুকিয়ে প্রস্তুত টক স্বাদের খাবার। [আম3 দ্র]। আমশি হওয়া, মুখ শুকিয়ে আমশি হওয়া ক্রি. বি. বিবর্ণ বা বিরস বা বিশীর্ণ হওয়া।

আম-সত্ত্ব [ āma-sattba ] বি. পাকা আমের রস (সচ.) রোদে শুকিয়ে প্রস্তুত মিষ্টি বা টকমিষ্টি খাবারবিশেষ। [বাং আম্ 3 + সং. সত্ত্ব]।

আমা1 [ āmā1 ] বিণ. আধপোড়া (আমা ইট, আমা ঝামা)। [সং. আম 4 + বাং. আ তু. প্রাকৃ. আমঅ]।

আমা2 [ āmā2 ] সর্ব. 1 আমি নিজে, স্বয়ং; 2 আমার (' আমা হতে এই কার্য হবে না সাধন': নবীন: আমাপানে চাও); 3 আমাকে। [সং. অহম্ > আমা তু. পা. অহ্মাকং]।

আমাতি-সার [ āmāti-sāra ] বি. আমাশয় বা আমাশা রোগ. [সং. আম1 + অতিসার]।

আমানত [ āmānata ] বি. কারও কাছে গচ্ছিত বা জমা রাখা হয়েছে এমন ধন বা অন্য বস্তু (আমানতের পরিমাণ, বিপুল আমানত)। ☐ বিণ. গচ্ছিত. মজুত, জমা (আমানত টাকা)। [আ. আমানত্]. আমানত রাখা, আমানত করা ক্রি. বি. জমা দেওয়া, গচ্ছিত রাখা। আমানতি বিণ. গচ্ছিত বা জমা রাখা হয়েছে এমন (আমানতি টাকা)।

আমানি [ āmāni ] বি. পানতা ভাতের জল, কাঁজি। [দেশি]।

আমান্ন [ āmānna ] বি. অপক্ব বা আরাঁধা অন্ন। [সং. আম4 + অন্ন]।

আমার [ āmāra ] বিণ. মদীয়; নিজের। [বাং. 'আমি' শব্দের ষষ্ঠীর 1 বচনে]।

আমাশয়, (কথ্য) আমাশা [ āmāśaẏa, (kathya) āmāśā ] বি. 1 পেটে আমসঞ্চয়রোগ এবং তার ফলে উদরাময়; 2 পেটে আমসঞ্চয়ের স্হান, আমস্হলী। [সং. আম1 + আশয়]।

আমি [ āmi ] সর্ব. বক্তা স্বয়ং (আমি যেতে চাই)। ☐ বি. 1 আত্মবোধের অবলম্বন ('কোন পথে গেলে ও মা আমি মেলে': রা. প্র.); 2 সত্তা, আত্মা (আত্মার আমি); 3 অহংকার ('আমি যাবে মলে')। [< সং. অহম্]। ̃ ত্ব বি. আমি-র ভাব; অহংকার।

আমিক্ষা [ āmikṣā ] বি. (অপ্র.) ছানা। [সং. আ + √মিহ্ + স + আ]।

আমিন [ āmina ] বি. 1 তত্ত্বাবধানকারী কর্মচারী; 2 জমি জরিপকারী কর্মচারী। [আ. আমীন]। আমিনি বি. আমিনের কাজ। ☐ বিণ. আমিনসংক্রান্ত (আমিনি কমিশন, আমিনি দায়িত্ব)।

আমির [ āmira ] বি. 1 সম্ভ্রান্ত ও ধনী মুসলমান; 2 সম্ভ্রান্ত মুসলমানের বা নৃপতির উপাধিবিশেষ; 3 ধনী বা সম্ভ্রান্ত ব্যক্তি। [আ. আমীর]। ̃ ওমরাহ, ̃ ওমরা বি. 1 সম্ভ্রান্ত ও পদস্হ মুসলমান ব্যক্তিবর্গ; 2 মুসলমান শাসকের দরবারের বা রাজ্যের ক্ষমতাশালী মুসলমান গোষ্ঠী। আমিরি বি. আমিরের পদ বা দায়িত্ব বা মর্যাদা। ☐ বিণ. আমিরের মতো, আমিরসুলভ (আমিরি চাল)।

আমিষ [ āmiṣa ] বি. 1 মাংস; 2 মাছ-মাংসজাতীয় জৈব খাদ্য, আঁষ। [সং. আ + √মিষ্ + অ]। আমিষাশী (-শিন্) বিণ. আমিষভোজী, আমিষ খাদ্য খায় এমন।

আমুক্ত [ āmukta ] বিণ. 1 ঈষত্ মুক্ত, একটুখানি মুক্ত বা উন্মুক্ত; 2 পরিত্যক্ত। [সং. আ + √মুচ্ + ত]।

আমুদে [ āmudē ] বিণ. আমোদপ্রিয়; আমোদ বা রঙ্গরসিকতা করতে পারে এমন (আমুদে লোক); রসিক; হাসিখুশি। [সং. আমোদ + বাং. ইয়া > এ]।

আমূল [ āmūla ] বিণ. মূল পর্যন্ত বিস্তৃত; সম্পূর্ণ (আমূল পরিবর্তন)। ☐ ক্রি-বিণ. 1 মূল পর্যন্ত বা মূল থেকে; 2 আগাগোড়া, পুরোপুরি (আমূল বদলে গেছে)। [সং. আ + মূল]।

আমৃত্যু [ āmṛtyu ] ক্রি-বিণ. মৃত্যু পর্যন্ত; জীবনের শেষ দিন পর্যন্ত (আমৃত্যু মনে রেখেছিলেন)। [সং. আ + মৃত্যু]।

আমেজ [ āmēja ] বি. 1 রেশ (নেশার আমেজ, খুশির আমেজ); 2 আভাস, ঈষত্ প্রকাশ। [ফা.]।

আমোদ [ āmōda ] বি. 1 আহ্লাদ, হর্ষ, আনন্দ (খুব আমোদ পেয়েছে); 2 মজা; 3 উত্সব; 4 দূর থেকে ভেসে আসা গন্ধ; 5 সুগন্ধ। [সং. আ + √ মুদ্ + অ]। ̃ বি 1 বিনোদন, amusement; 2 আমোদ করা; 3 সুরভিত করা। আমোদিত বিণ. হর্ষযুক্ত; সুরভিত। আমোদী (-দিন্) বিণ. হর্ষযুক্ত; আমুদে; সুগন্ধজনক।

আম্পায়ার [ āmpāẏāra ] বি. ক্রিকেট, হকি ইত্যাদি খেলায় বিচারক। [ইং. umpire]।

আম্বা [ āmbā ] বি. 1 স্পর্ধা, আস্ফালন; 2 বড়াই; 3 দুরাকাঙ্ক্ষা। [দেশি]।

আম্মা [ āmmā ] বি. মা, মাতা। [সং. অম্বা-তু. উ. আম্মা; তু. আ. উম্ম]।

আম্র [ āmra ] বি. আম গাছ বা তার ফল। [সং. অম্র + অ]। ̃ কানন বি. আমের বাগান। ̃ পল্লব বি. আমের পল্লব বা কচি ডাল, আমের শাখা।

আম্রাত, আম্রাতক [ āmrāta, āmrātaka ] বি. আমড়া গাছ; আমড়া ফল। [সং. আম্র + √ অত + অ, অক]।

আম্ল [ āmla ] বিণ. অম্লরসযুক্ত অর্থাত্ টক স্বাদযুক্ত। [সং. অম্ল + অ]। আম্লা বি. 1 তেঁতুল গাছ; 2 আমলকী।

আম্লিক [ āmlika ] বিণ. 1 আম্লাত্মক, অম্লযুক্ত, টক; 2 অম্লসম্বন্ধীয়। [সং. অম্ল + ইক]। আম্লিক অক্সাইড acidic oxide (বি. প.)। আম্লিক সন্ধান acidic fermentation. আম্লিকা বি. তেঁতুল গাছ।

আযুক্ত [ āyukta ] বিণ. নিযুক্ত; ভারপ্রাপ্ত, in charge (স. প.)। [সং. আ + যুক্ত]।

আয় [ āẏa ] বি. 1 রোজগার, উপার্জন, কোনো কাজের বা শ্রমের বিনিময়ে অর্থাগম; 2 উপস্বত্ব। [সং. আ + √অয়্ + অ]। ̃ কর বি. আয়ের উপর ধার্য কর, income tax. ☐ বিণ. আয়জনক; লাভজনক। ̃ ব্যয় বি. রোজগার ও খরচ; জমাখরচ।

আয়ত1 [ āẏata1 ] বিণ. 1 বিস্তৃত, চওড়া, টানা টানা (আয়তনেত্র); 2 (সমচতুষ্কোণ সম্বন্ধে) বিষমবাহুবিশিষ্ট (আয়তক্ষেত্র)। [সং. আ + √যম্ + ত]।

আয়ত2 [ āẏata2 ] বি. এয়োতি। [আয়তি1 দ্র]।

আয়তন [ āẏatana ] বি. 1 ক্ষেত্রমান, area; 2 ঘনমান, volume; 3 প্রস্হ, পরিসর, বিস্তার; 3 মন্দির, গৃহ, প্রতিষ্ঠান (অচলায়তন); 4 যজ্ঞবেদি; 5 (বৌ. শা.) চক্ষু কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়। [সং. আ + √ যত + অন]।

আয়ত-নেত্র, আয়ত-লোচন [ āẏata-nētra, āẏata-lōcana ] বিণ. বড় ও টানা টানা চোখবিশিষ্ট। [সং. আয়ত + নেত্র, লোচন]।

আয়তি1 [ āẏati1 ] বি. সধবার লক্ষণ বা অবস্হা; এয়োতি। [অবিধ্বত্ব > আয়ত + ই, তু. এয়োতি]।

আয়তি2 [ āẏati2 ] বি. দৈর্ঘ্য, লম্বার দিকে বিস্তার; আয়তন। [সং. আ + √ যম্ + তি]।

আয়তি3 [ āẏati3 ] বি. 1 ভবিষ্যত্ কাল, উত্তর কাল; 2 ফলদানকাল; 3 সন্তান; বংশধর। [সং. আ + √ যা + তি]।

আয়ত্ত [ āẏatta ] বিণ. 1 অধীন, অধিকৃত; 2 অধিগত ('সমস্ত ঘটনাই মানববুদ্ধির আয়ত্ত নহে': শরত্); 3 কবলিত (দৈবায়ত্ত, করায়ত্ত)। ☐ বি. অধিকার (আয়ত্তের বাইরে, আয়ত্তে আনা)। [সং. আ + যত + ত]। বি. আয়ত্তি, ̃ তাআয়ত্তাধীন (বাং. প্র.) বিণ. আয়ত্ত; অধীন; অধিগত।

আয়ত্তি [ āẏatti ] বি. 1 অধিকার, দখল; 2 নাগাল (আয়ত্তির বাইরে); 3 সংযম; 4 দক্ষতা। [সং. আ + √ যম্ + তি]। আয়ত্তী-কৃত বিণ. অধিকৃত; দখলীকৃত।

আয়না [ āẏanā ] বি. যাতে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতিবিম্ব দেখা যায়, দর্পণ, আরশি (আয়নায় মুখ দেখা)। [ফা. আঈনা]।

আয়ব্যয় [ āẏabyaẏa ] দ্র আয়

আয়মা [ āẏamā ] বি. ধর্মপ্রচারের বা পাণ্ডিত্যের পুরস্কারস্বরূপ মৌলবিরা মুসলমান শাসকদের কাছ থেকে যে নিষ্কর জমি পেতেন। [আ. আএমা]। ̃ দার বি. যে ব্যক্তি আয়মা জমি ভোগ করে।

আয়স [ āẏasa ] বি. লোহা। ☐ বিণ. লোহাসংক্রান্ত, লোহাঘাটিত, লোহানির্মিত। [সং. অয়স্ + অ]। আয়সী বি. (স্ত্রী.) লোহার তৈরি বর্ম।

আয়াত1 [ āẏāta1 ] বিণ. আগত (যাতায়াত)। [সং. আ + √যা + ত]।

আয়াত2 [ āẏāta2 ] বি. কোরানের ক্ষুদ্রতম বাক্য। [আ.]।

আয়াত3 [ āẏāta3 ] বি. এয়োত্ব, সধ্বার চিহু। [আয়তি 1 দ্র]।

আয়াম1 [ āẏāma1 ] বি. 1 বিস্তার, প্রসার; 2 দৈর্ঘ্য। [সং. আ + √যম্ + অ]।

আয়াম2 [ āẏāma2 ] বি. 1 ঋতু বা মরশুম; 2 উপযুক্ত কাল। [আ. আইয়াম্]।

আয়াস [ āẏāsa ] বি. 1 কষ্ট, ক্লেশ; 2 দুঃখ; 3 শ্রান্তি, ক্লান্তি; 4 বিশেষ চেষ্টা ও যত্ন; 5 পরিশ্রম (অনায়াস সাফল্য)। [সং. আ + √ যম্ + অ]। ̃ সাধ্য বিণ. বিশেষ যত্ন বা পরিশ্রমের দ্বারা সাধন করা যায় এমন।

আয়াসী [ āẏāsī ] (-সীন্) বিণ. পরিশ্রমী, যত্নশীল (উদ্দেশ্য সিদ্ধির জন্য সতত আয়াসী); উদ্যোগী। [সং. আ + √যম্ + ইন্]।

আয়ি-আই [ āẏi-āi ] র বানানভেদ।

আয়ু [ āẏu ] (-য়ুম্) বি. পরমায়ু; জীবনকাল (দীর্ঘায়ু ব্যক্তি, স্বল্পায়ু, আয়ুশেষ)। [সং. √ই + উস্]।

আয়ুঃপ্রদ [ āẏuḥprada ] বিণ. যাতে আয়ু বাড়ে, আয়ুবৃদ্ধিকর। [সং. আয়ুঃ + প্রদ]।

আয়ুধ [ āẏudha ] বি. অস্ত্র, অস্ত্রশস্ত্র, প্রহারের যন্ত্র, প্রহরণ। [সং. আ + √ যুধ্ + অ]।

আয়ুবৃদ্ধি [ āẏubṛddhi ] বি. আয়ু বাড়া, পরমায়ুর বৃদ্ধি (পরিমিত আহার ও নিয়মিত শরীরচর্চায় আয়ুবৃদ্ধি হয়)। [সং. আয়ুঃ + বৃদ্ধি]। ̃ কর বিণ. আয়ু বাড়ায় এমন।

আয়ুর্বেদ [ āẏurbēda ] বি. ধন্বন্তরির উদ্ভাবিত চিকিত্সাবিদ্যা; কবিরাজি চিকিত্সাবিদ্যা। [সং. আয়ুঃ + বেদ]। আয়ুর্বেদীয় বিণ. আয়ুর্বেদসম্বন্ধীয়; আয়ুর্বেদসম্মত।

আয়ুষ্কর [ āẏuṣkara ] বিণ. পরমায়ু বাড়ায় এমন, আয়ুর্বৃদ্ধিকর। [সং. আয়ুঃ + √কৃ + অ]।

আয়ুষ্কাল [ āẏuṣkāla ] বি. জীবিতকাল, জীবনকাল, পরমায়ু। [সং. আয়ুঃ + কাল]।

আয়ুষ্টোম [ āẏuṣṭōma ] বি. দীর্ঘায়ু লাভের জন্য অনুষ্ঠিত যজ্ঞ। [সং. আয়ুঃ + স্তোম]।

আয়ুষ্মতী [ āẏuṣmatī ] দ্র আয়ুষ্মান

আয়ুষ্মান [ āẏuṣmāna ] (-ষ্মত্) বিণ. দীর্ঘজীবি, দীর্ঘ পরমায়ুযুক্ত। [সং. আয়ুঃ + মত্]। স্ত্রী. আয়ুষ্মতী

আয়েন্দা [ āẏēndā ] বি. আগামী সময়, ভবিষ্যত্। ☐ ক্রি-বিণ. এখন থেকে, এর পর থেকে। [ফা. আইন্দা]।

আয়েশ, আয়েস [ āẏēśa, āẏēsa ] বি. 1 সুখ (একটু আয়েশ করে নিই); 2 বিলাসিতা, বিলাস। [আ. আএশ]। আয়েশি, আয়েসি বিণ. আরামে অভ্যস্ত; বিলাসপ্রিয় (আয়েশি জীবন)।

আয়োগ [ āẏōga ] বি. 1 তদন্তের জন্য নিযুক্ত কমিশন বা সমিতি; 2 নিযুক্তি। [সং. আ + √যুজ্ + অ]।

আয়োজক [ āẏōjaka ] বিণ. বি. আয়োজনকারী, ব্যবস্হা বা ব্যবস্হাপনা করে এমন; উদ্যোগী। [সং. আ + √যুজ্ + অক]। আয়োজন বি. 1 জোগাড়, ব্যবস্হা; 2 উদ্যোগ; 3 কোনো অনুষ্ঠানের জন্য সংগৃহীত দ্রব্যসামগ্রী (ভোজের আয়োজন)। আয়োজিত বিণ. আয়োজন করা বা সংগৃহীত করা বা উদ্যোগ নেওয়া হয়েছে এমন।

আয়িডিন-আইয়োডিন [ āẏiḍina-āiẏōḍina ] এর প্রচলিত বাংলা রূপ।

আর [ āra ] সমু. অব্য. 1 এবং, ও (তুমি আর আমি); 2 এর বেশি (অনেক লিখেছি, আর কী লিখব?); 3 অতঃপর (রাত হয়েছে, আর গল্প নয়); 4 অথবা, কিংবা (চাও আর না চাও); 5 যুগপত্ (এইসব দেখি আর দুঃখ পাই); 6 পক্ষান্তরে, কিন্তু (শক্তের ভক্ত আর নরমের যম); 7 পুনরায়, আবার (আর সেকথা কেন?); 8 এখনও (আর কেন বৃথা চেষ্টা); 9 এখন (আর সেদিন নেই); 1 কখনো (ধানগাছে কি আর তক্তা হয়); 11 আগে বা পরে কখনো (এমনটি আর হবে না); 12 অবশ্য (তুমি তো আর গরিব নও); 3 তদবধি (গেলে আর ফিরলে না)। ☐ বিণ. 1 অন্য, অপর (আর কেউ, আর পারে আমবন); 2 দ্বিতীয়, অন্য একটি (আর এমন লোক পাবে না); 3 বিগত (আর বছর এসেছিল); 4 আগামী (আর শনিবারে যাব)। ☐ সর্ব. অন্য কিছু (এক করতে আর হয়)। [সং. অপর > আবার > আর]। আর-আর অব্য. বিণ. অন্যান্য (আর-আর লোকে, আর-আর দিন)। আরও অব্য. বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ. 1 অধিকতর (আরও কষ্ট, আরও ভালো, আরও কাঁদবে); 2 এ ছাড়া অন্য (আরও লোকে জানে); 3 অধিকন্তু (আরও শোনো)।

আরও [ ārō ] দ্র আর

আরক [ āraka ] বি. 1 নির্যাস, সার (জোয়ানের আরক); 2 রস; 3 চোয়ানো মদ। [আ. আরক্]।

আরক্ত [ ārakta ] বিণ. 1 ঈষত্ রক্তবর্ণ, রক্তাভ (বিকেলের আরক্ত আকাশ); 2 গাঢ় লাল (আরক্ত চক্ষু)। [সং. আ + রক্ত]। ̃ চক্ষু, ̃ নয়ন, ̃ লোচন বিণ. 1 রক্তবর্ণ চোখযুক্ত, চোখ লাল হয়েছে এমন; 2 ক্রুদ্ধ। ̃ মুখ বিণ. (লজ্জায়) মুখ লাল হয়েছে এমন।

আরক্তিম [ āraktima ] বিণ. ঈষত্ লাল হয়েছে এমন (আরক্তিম কর্ণমূল)। [বাং. আ + রক্তিম]।

আরক্ষ [ ārakṣa ] বি. 1 থানা, ঘাঁটি; 2 রক্ষিসৈন্য। ☐বিণ. রক্ষক। [সং. আ + √রক্ষ্ + অ়]। আরক্ষা বি. 1 আরক্ষণ, রক্ষণ; 2 পুলিশ (স. প.)। আরক্ষিক, আরক্ষী (-ক্ষিন্) বি. 1 পুলিশের কনস্টেবল; 2 প্রহরী।

আরজি, আর্জি [ āraji, ārji ] বি. 1 প্রার্থনা; 2 দরখাস্ত, আবেদন, petition. [আ. আরজ্]।

আরণ্য [ āraṇya ] বিণ. 1 বন্য, বনজাত (আরণ্য সম্পদ); 2 বনসম্বন্ধীয় (আরণ্য প্রকৃতি)। [সং. অরণ্য + অ]। ̃ বিণ. বন্য। ☐ বি. 1 বেদের অন্যতম উপসংহারভাগ; 2 অরণ্যবাসী মৃগয়াজীবী গোষ্ঠী।

আরতি2 [ ārati2 ] বি. 1 নিবৃত্তি; 2 গভীর আসক্তি, একান্ত অনুরাগ ('বঁধুর পিরীতি আরতি দেখিয়া': চণ়্ডী)। [সং. আ + √রম্+ তি]।

আরতি3 [ ārati3 ] বি. প্রদীপাদি দিয়ে দেবমূর্তি বরণ; নীরাজনা। [সং. আরাত্রিক]।

আর-দালি [ āra-dāli ] বি. অফিস কাছারি ইত্যাদি প্রতিষ্ঠানের বেয়ারা, পরিচারক বা পিয়ন; চাপরাশি। [ইং. orderly]।

আরন্ধ [ ārandha ] বি. ভাদ্রমাসের সংক্রান্তির অরন্ধন। [সং. অরন্ধন]।

আরব1 [ āraba1 ] বি. 1 আরবদেশ; 2 আরবের অধিবাসী, আরবজাতি। [আ.]। আরবি বিণ. 1 আরব দেশে জাত বা উত্পন্ন; 2 আরবদেশসম্বন্ধীয় (আরবি রীতি)। ☐ বি. 1 আরবের অধিবাসী; 2 আরবদের ভাষা। আরব্য বিণ. আরবদেশীয় (আরব্য উপন্যাস)।

আরব2 [ āraba2 ] বি. উচ্চ ধ্বনি; গর্জন। [সং. আ + √রু+ অ]।

আরব্ধ [ ārabdha ] বিণ. আরম্ভ করা হয়েছে এমন (আরব্ধ কাজ শেষ করা)। [সং. আ + √ রভ্ + ত]।

আরভ-মাণ [ ārabha-māṇa ] বিণ. 1 আরম্ভ করা হচ্ছে এমন; 2 আরম্ভ করছে এমন। [সং. আ + √রভ্ + মান (শানচ্)]।

আর-মানি [ āra-māni ] বি. আরমিনিয়ার অধিবাসী। ☐ বিণ. আরমিনিয়াদেশীয়; আরমিনিয়াসংক্রান্ত (আরমানি গির্জা)। [ইং. Armenia > আরমান + ই]।

আরম্ভ [ ārambha ] বি. 1 সূত্রপাত, শুরু (বিবাদের আরম্ভ এভাবেই হয়েছিল); 2 উত্পত্তি (সৃষ্টির আরম্ভ); 3 উপক্রম, উদ্যোগ; 4 প্রস্তাবনা। [সং. আ + √রভ্ + অ]। ̃ বিণ. আরম্ভকারী; সূচনাকারী। আরম্ভিক বিণ. সূত্রপাতসংক্রান্ত; আরম্ভবিষয়ক; প্রারম্ভিক, গোড়াকার (আরম্ভিক ভাষণ)।

আরশ [ āraśa ] বি. সিংহাসন, রাজাসন ('খোদার আরশ': নজরূল)। [আ. আর্শ্]।

আরশি [ āraśi ] বি. আয়না, দর্পণ। [প্রাকৃ. আঅরিশ]।

আর-শোলা [ āra-śōlā ] বি. তেলাপোকা, গাঢ় ও চকচকে বাদামি রঙের পতঙ্গবিশেষ। [দেশি]।

আরাত্রিক [ ārātrika ] বি. আরতি, নীরাজনা ('আমাকে ও-পার থেকে আরাত্রিকে আহ্বান পাঠায়': সু. দ.)। [সং. অরাত্রি + ইক]।

আরাধক [ ārādhaka ] বিণ. উপাসক, যে পূজা বা উপাসনা করে, পূজক (শিবের আরাধক)। [সং. আ + √রাধ্ + ণিচ্ + অক]।

আরাধন, আরাধনা [ ārādhana, ārādhanā ] বি. 1 উপাসনা, পূজা (দেবতার আরাধনা); 2 প্রার্থনা। [সং. আ + √রাধ্ + অন, + আ]। আরাধনীয় বিণ. উপাসনার যোগ্য। আরাধিত বিণ. আরাধনা বা পূজা করা হয়েছে এমন। আরাধ্য বিণ. পূজার যোগ্য, আরাধনীয়। আরাধ্য-মান বিণ. পূজিত হচ্ছে এমন।

আরাব-আরব2 [ ārāba-āraba2 ] এর অনুরূপ।

আরাম1 [ ārāma1 ] বিণ. সুস্হ, রোগমুক্ত (আরাম হওয়া)। [ফা. আরাম]।

আরাম2 [ ārāma2 ] বি. 1 আয়েশ (একটু আরাম করছি); 2 সুখ, আনন্দ; 3 বিশ্রাম; 4 উপবন, বাগান (সংঘারাম)। [সং. আ + √ রম্ + অ]।

আরাম-কেদারা [ ārāma-kēdārā ] বি. হেলান দিয়ে আরামে বসার উপযোগী চেয়ার, easy chair. [সং. আরাম + পো. cadeira]।

আরিন্দা [ ārindā ] বি. চিঠিপত্র খাজনা প্রভৃতির বাহক; পেয়াদা। [ফা. অরিন্দহ্]।

আরূঢ় [ ārūḍh় ] বিণ. আরোহণ করেছে এমন (গজারূঢ়, অশ্বারূঢ়); অধিষ্ঠিত। [সং. আ + √রুহ্ + ত]।

আরে [ ārē ] অব্য. বিস্ময়, লজ্জা, বিরক্তি, ক্রোধ প্রভৃতিসূচক ও সম্বোধনসূচক শব্দ (আরে, তুমি কখন এলে!)। [তু. সং. অরে]।

আরেক [ ārēka ] বিণ. অন্য একটি বা একজন (আরেক দিন)। ☐ সর্ব. অন্য এক (একে গায় আরেকে শোনে)। [বাং. আর + এক]।

আরোগ্য [ ārōgya ] বি. 1 রোগমুক্তি, অসুখ সেরে যাওয়া (আরোগ্যলাভ); 2 রোগাভাব, সুস্হতা, স্বাস্হ্য। [সং. আরোগ + য]। ̃ নিকেতন বি. রোগমুক্তির চিকিত্সালয়। আরোগ্যাতীত বিণ. যে রোগ সারে না, যে রোগের আরোগ্য সম্ভব নয়।

আরোপ [ ārōpa ] বি. 1 এক বস্তুতে অন্য বস্তুর গুণ বা ধর্ম সংস্হাপন, অধ্যাস (রজ্জুতে সর্পের আরোপ); 2 অর্পণ, স্হাপন; 3 অন্যায়ভাবে বা অসংগতভাবে দায়ী করা (দোষারোপ)। [সং. আ + √রুহ্ + ণিচ্ +অ]। ̃ বিণ. আরোপকারী বা আরোপণকারী। ̃ বি. 1 আরোপ করা; 2 স্হাপন; 3 আরোহণ করানো; 4 ধনুকে জ্যা পরানো; 5 শস্য রোপণ। আরোপিত বিণ. আরোপ করা বা আরোপণ করা হয়েছে এমন।

আরোহ [ ārōha ] বি. 1 উচ্চতা; 2 দৈর্ঘ্য; 3 কটিদেশ; 4 নিতম্ব (বরারোহা); 5 শ্রেণী; 6 (দর্শ.) ফল বা কার্য থেকে কারণ অনুমাণ, induction. [সং. আ + √রুহ্ + অ]। ̃ বি. উপরে ওঠা। ̃ ণী বি. সিঁড়ি, সোপান। আরোহী (-হিন্) বিণ. 1 আরোহণকারী; 2 (সংগীতে) ক্রমান্বয়ে ঊর্ধ্বদিকে গতিযুক্ত, ক্রমশ চড়ার দিকে যাচ্ছে এমন (আরোহী সুর); 3 (দর্শ.) কার্য দেখে কারণ বিচারের প্রণালীসম্মত, inductive. স্ত্রী. আরোহিণী

আর্ক [ ārka ] বিণ. সৌর। [সং. অর্ক + অ]। ̃ ফলা বি. 1 রেফ, ব্যঞ্জনবর্ণের মাথায় (র্ ) এই চিহ্ন; 2 (ব্যঙ্গে) টিকি, চৈতন।

আর্জব [ ārjaba ] বি. ঋজুতা, ঋজুভাব। [সং. ঋজু + অ]।

আর্জি-আরজি [ ārji-āraji ] র বানানভেদ।

আর্জুনি [ ārjuni ] বি. অর্জুনের পুত্র। [সং. অর্জুন + ই]।

আর্ট [ ārṭa ] বি. 1 চারুকলা, সুকুমার শিল্পকলা; 2 চিত্রাঙ্কন সাহিত্য নৃত্যগীতাদির অভিনয় প্রভৃতি অবলম্বনে রসসৃষ্টি; 3 সৌন্দর্যসৃষ্টির উদ্দেশ্যে কৃত্রিম ভঙ্গি (কথা বলার আর্টি)। [ইং. art]। আর্ট কলেজ চারুকলা বা শিল্পকলা লেখার প্রতিষ্ঠান। ̃ পেপার বি. ছবি আঁকার উপযোগী পুরু ও বড় মাপের কাগজ।

আর্টস [ ārṭasa ] বি. 1 শিল্পকলাদি; 2 মানবিকী বিদ্যা। [ইং. arts]।

আর্ত [ ārta ] বিণ. 1 পীড়িত, দুঃখিত, ক্লেশিত, কাতর (শীতার্ত, আর্তজনের সেবা); 2 বিপন্ন। [সং. আ + √ঋ + ত]। ̃ নাদ বি. কাতর বা আকুল চিত্কার; যন্ত্রণাক্লিষ্ট চিত্কার।

আর্তব [ ārtaba ] বি. স্ত্রীরজঃ। ☐ বিণ. 1 মরশুম বা ঋতুসংক্রান্ত; 2 স্ত্রীরজঃসংক্রান্ত। [সং. ঋতু + অ]।

আর্তি [ ārti ] বি. 1 যন্ত্রণা, কাতরতা, পীড়া; 2 দুঃখ (প্রাণের আর্তি)। [সং. √ঋ + তি]।

আর্থ [ ārtha ] বিণ. অর্থসম্বন্ধীয়, ধনবিষয়ক (আর্থসামাজিক অবস্হা)। [সং. অর্থ + অ]।

আর্থনীতিক [ ārthanītika ] বিণ. অর্থনীতিসম্বন্ধীয় (আর্থনীতিক পরিকল্পনা)। [সং. অর্থনীতি + ইক]।

আর্থিক [ ārthika ] বিণ. অর্থসম্বন্ধীয়, আর্থ (আর্থিক সচ্ছলতা, আর্থিক পরিস্হিতি)। [সং. অর্থ + ইক]।

আর্দ্র [ ārdra ] বিণ. 1 ভেজা, সজল (আর্দ্রনয়নে); 2 নরম (স্নেহার্দ্র)। [সং. √অর্দ্ + র]। বি. ̃ তা

আর্দ্রক [ ārdraka ] বি. আদা। [সং. আর্দ্র + ক]।

আর্দ্রা [ ārdrā ] বি. জ্যোতিষমতে সাতাশ নক্ষত্রের মধ্যে ষষ্ঠ নক্ষত্র। [সং. আর্দ্র + আ]।

আর্য [ ārya ] বি. 1 প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে যে (আর্যভাষী) জাতি এসেছিল; 2 আর্যাবর্তের সম্মানীয় ব্যক্তি; 3 গুরুজন। ☐ বিণ. 1 মান্য, পূজা; 2 শ্রেষ্ঠ; 3 সত্কুলজাত; 4 সুসভ্য। [সং. √ঋ + য]। ̃ তা বি. আর্যের ভাব; সদাচার। ̃ পুত্র বি. (সংস্কৃতে সম্বোধনে) স্বামী। ̃ সমাজ বি. দয়ানন্দ সরস্বতীর প্রতিষ্ঠিত বৈদিক ধর্মানুগামী সম্প্রদায়। আর্যা বিণ. আর্য-র স্ত্রীলিঙ্গ। ☐ বি. 1 শাশুড়ি; 2 মাননীয়া নারী; 3 সংস্কৃত ছন্দোবিশেষ; 4 (বাংলায়) পদ্যে রচিত গণিতের সূত্র (শুভংকরের আর্যা)। আর্যাবর্ত বি. (প্রাচীন আর্যদের দ্বারা অধ্যুষিত বলে) ভারতের উত্তরাংশ, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্যপর্বত পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড। [সং. আর্য + আবর্ত]।

আর্ষ [ ārṣa ] বিণ. 1 ঋষিসম্বন্ধীয়; 2 কোনো ঋষির উক্ত যদিও ব্যাকরণবিরুদ্ধ (আর্ষপ্রয়োগ)। [সং. ঋষি + অ]।

আর্হত [ ārhata ] বিণ. 1 অর্হত্সম্বন্ধীয়; 2 জৈনধর্মসম্বন্ধীয়। ☐ বি. 1 বুদ্ধবিশেষ; 2 জৈন। [সং. অর্হত্ + অ]।

আল1 [ āla1 ] বি. জমির বাঁধ, আইল, এক জমি থেকে তার পাশের জমিকে আলাদা করার জন্য নির্মিত বাঁধ। [সং. আলি]।

আল2 [ āla2 ] বি. 1 কীটপতঙ্গাদির হুল; 2 কোনো বস্তুর সূক্ষ্ম প্রান্ত (লাট্টুর আল); 3 বেধনাস্ত্র, awl (জুতো সেলাইয়ের আল); 4 খোঁচা, তীক্ষ্ণ বাক্যবাণ (কথার আল)। [সং. অল]। ̃ কাটা বিণ. কাঠ বা লোহা সংযুক্ত করবার জন্য খাঁজ-কাটা।

আলংকারিক [ ālaṅkārika ] বিণ. অলংকারসম্বন্ধীয়; অলংকার হিসাবে ব্যবহৃত। ☐ বি. অলংকারশাস্ত্রে পণ়্ডিত ব্যক্তি। [সং. অলংকার + ইক]।

আল-কাতরা [ āla-kātarā ] বি. পাথুরে কয়লা ইত্যাদি থেকে তৈরি গাঢ় কালো রঙ্গের আঠালো পদার্থ। [আ. অলকত্রহ্ তু. পো. alcatrao]।

আল-কাপ [ āla-kāpa ] বি. বাংলার আঞ্চলিক লোকগানবিশেষ।

আল-কুশি [ āla-kuśi ] বি. হুলের মতো আলযুক্ত লতাগাছ বা তার ফল। [বাং. আল2 + কুশি]।

আঁল-খাল্লা [ ām̐la-khāllā ] বি. হাঁটু পর্যন্ত ঝুলওয়ালা ঢিলে জামাবিশেষ। [আ. আল্খালিক্]।

আলগা [ ālagā ] বিণ. 1 আটকানো বা সংলগ্ন নয় এমন; 2 এলায়িত, শিথিল (ফাঁস আলগা করা, আলগা খোঁপা); 3 ফসকা (আলগা গেরো); 4 অনাবৃত, পোশাক পরা নয় এমন (আলগা গা); 5 আঢাকা (আলগা ভাত, তরকারিটা আলগা আছে); 6 খোলা (দরজা আলগা); 7 বেফাঁস, অসংযত (মুখ আলগা); 8 আন্তরিকতাহীন (আলগা সোহাগ); 9 অসাবধান, উদাসীন (আলগা পুরুষ); 1 সহজেই কাবু হয় এমন (আলগা শরীর)। [সং. অলগ্ন তু. হি. অলগ্, অল্গা]।

আল-গোছ [ āla-gōcha ] বিণ. অসংলগ্ন, আলগা, আলাদা, অন্যকিছুর সংস্পর্শ থেকে মুক্ত (বাসনগুলো আলগোছ করে রাখো)। [তু. সং. অলগ্ন তু. হি. অলগ]। আল-গোছে ক্রি-বিণ. 1 আলগাভাবে, আলতো করে (কাচের বাসনগুলো আলগোছে রেখো); 2 সন্তর্পণে (আলগোছে যাও)।

আলঙ্কারিক-আলংকারিক [ ālaṅkārika-ālaṅkārika ] এর বানানভেদ।

আল-জিভ, আল-জিব [ āla-jibha, āla-jiba ] বি. গলনালির মধ্যস্হ ছোট মাংসখণ্ড, উপজিহ্বা, uvula. [সং. অলিজিহ্বা]।

আল-টপকা [ āla-ṭapakā ] ক্রি-বিণ. হঠাত্, আচমকা, অপ্রত্যাশিতভাবে (আলটপকা এসে হাজির)। [দেশি তু. আ. আলুফ্ফা]।

আল-টাকরা [ āla-ṭākarā ] বি. গলনালির উপরে টাকরার পশ্চাদ্ভাগ, soft palate. [বাং. আল2 + টাকরা]।

আলটু-ফালটু [ ālaṭu-phālaṭu ] বি. আজেবাজে কথা; অর্থহীন ও অসার কথাবার্তা (আলটুফালটু বকা)। ☐ বিণ. উক্ত অর্থে (আলটুফালটু কথা)। [দেশি]।

আলতা [ ālatā ] বি. মেয়েদের পায়ের পাতার চার দিকে প্রলেপনীয় লাল রঙের তরল; লাক্ষারস। [সং. অলক্ত]।

আল-তারাফ, আল-তারাপ [ āla-tārāpha, āla-tārāpa ] বি. সিন্দুক আলমারি প্রভৃতির কপাট বন্ধ করার খিলবিশেষ। [আ. আলতর্ফ]।

আলতো [ ālatō ] বিণ. আলগা (আলতো করে বেঁধেছে)। [দ্রা. আলিঙ্গ্ তোলাহ্]।

আলনা [ ālanā ] বি. কাপড়চোপড় ঝুলিয়ে রাখার বা ভাঁজ করে রাখার কাঠের মঞ্চবিশেষ। [সং. আলম্বন]।

আল-পনা [ āla-panā ] বি. (সচ. জলে গোলা চালের গুঁড়ো দিয়ে) পূজার মণ্ডপ, দেবস্হান, ঘরের মেঝে প্রভৃতিতে আঁকা মাঙ্গল্য চিত্র। [< সং. আলেপন]।

আল-পাকা [ āla-pākā ] বি. ভেড়াজাতীয় পশুবিশেষ বা তার লোমজাত বস্ত্র। [ইং. alpaca]।

আল-পিন [ āla-pina ] বি. কাগজপত্র গাঁথবার জন্য ধাতুর তৈরি সরু ও ছোট কীলকবিশেষ। [পো. alfinete]।

আল-বত, আল-বাত [ āla-bata, āla-bāta ] অব্য. নিশ্চয়, অবশ্যই (আলবাত যাবে)। [আ. আল্বত্তাহ্]।

আল-বাঁধ [ āla-bān̐dha ] বি. জমির আল; বিভিন্ন খেতের সীমারেখা নির্দিষ্ট করার জন্য যে বাঁধ দেওয়া হয়। [বাং. আল + বাঁধ]।

আলবাত [ ālabāta ] দ্র আলবত

আল-বার্ট [ āla-bārṭa ] বি. চুলের সামনের দিক ফাঁপিয়ে উচু করার ঢংবিশেষ; চুলের টেড়ি। [< Prince Albert]।

আলবাল [ ālabāla ] বি. জল সেচনের জন্য গাছের গোড়ায় মাটির ঘের। [সং. আ + লব + আ + √লা + অ]।

আল-বোলা [ āla-bōlā ] বি. লম্বা নলযুক্ত হুকাবিশেষ, গড়গড়া। [ফা. আল্বলা]।

আলম [ ālama ] বি. পণ্ডিত ব্যক্তি, বিদ্বান লোক। [আ. ইলম্]।

আলম-গির [ ālama-gira ] বি 1 জগতের শ্রেষ্ঠ ব্যক্তি; 2 মোগল সম্রাট ঔরঙ্গজেবের উপাধি। [আ ইলম + ফা গীর]

আলম-মারি [ ālama-māri ] বি. জামাকাপড় ও অন্যান্য (সচ.) দামি ও শৌখিন জিনিসপত্র রাখবার জন্য কপাটযুক্ত আধারবিশেষ। [পো. armario > ইং. almirah]।

আলম্ব [ ālamba ] বি. অবলম্বন; আশ্রয় (নিরালম্ব)। [সং. আ + √লম্ব্ + অ]। ̃ বি. অবলম্বন; আশ্রয়; আশ্রয় নেওয়া; (অল.) স্হায়িভাবের সঞ্চারক বিভাববিশেষ। আলম্বিত বিণ. অবলম্বিত; ধৃত; প্রলম্বিত। আলম্বী (-ম্বিন্) বিণ. আলম্বনকারী; লম্বমান।

আলয় [ ālaẏa ] বি. 1 বাড়ি, গৃহ (দেবালয়, শ্বশুরালয়); 2 বাসস্হান (লোকালয়, মনুষ্যালয়); 3 আশ্রয় (মঙ্গলালয়); 4 আধার (হিমালয়)। [সং. আ + √লী + অ]।

আলসে1 [ ālasē1 ] বি. পাকা বাড়ির ছাদের প্রান্ত বা উচু কিনারা, কার্নিশ; আলিসা। [সং. আলি + বাং. সা = আলিসা > আলসে]।

আলসে2অলস [ ālasē2alasa ] এর কথ্য রূপ।

আলস্য [ ālasya ] বি. 1 অলসতা, কুঁড়েমি; 2 জড়তা; 3 পরিশ্রমে অনিচ্ছা। [সং. অলস + য]। ̃ ত্যাগ বি. কুঁড়েমি বা জড়তা দূর করা, দেহের জড়তা দূর করা।

আলা1-ওয়ালা1 [ ālā1-ōẏālā1 ] এর রূপভেদ।

আলা2 [ ālā2 ] বি. আলো বা আলোকিত অবস্হা ('আলার ভিতরে কালাটি রয়েছে': চণ্ডী; আলায় আলায় চলে যাই)। ☐ বিণ. আলোকিত; উদ্ভাসিত ('ভুবন হয়েছে আলা')। [সং. আলোক]।

আলা3 [ ālā3 ] বিণ. প্রথম, শ্রেষ্ঠ (সদরআলা)। [আ. আলা]।

আলাং-আলাং [ ālā-ṃālā ] বি. 1 আবোলতাবোল; 2 বাগাড়ম্বর বা গালভারী কথা। [দেশি]।

আলাত [ ālāta ] বিণ. অলাত বা জ্বলন্ত অঙ্গারসম্বন্ধীয়। [সং. অলাত + অ]। ☐ বি. জ্বলন্ত অঙ্গার।

আলাদা [ ālādā ] বিণ. 1 ভিন্ন, অন্য বা অন্যরকম (আলাদা বিছানায় শোয়); 2 স্বতন্ত্র, পৃথক (এটাকে আলাদা রাখো) [আ. আলাহিদা]।

আলাদিনের প্রদীপ [ ālādinēra pradīpa ] আশ্চর্য জাদুময় প্রদীপ যা দিয়ে অসাধ্যসাধন করা যায়।

আলান [ ālāna ] বি. 1 যে স্তম্ভে বা খুঁটিতে হাতিকে বাঁধা হয়, হস্তিবন্ধনস্তম্ভ; 2 জীবজন্তু বেঁধে রাখার জন্য খুঁটি বা গোঁজ। [সং. আ + √ লা + অন]।

আলানো [ ālānō ] ক্রি. 1 আলুলায়িত করা, এলোমেলো করা; 2 ধান বা শস্যাদি ছড়িয়ে দেওয়া; 3 আলগা করা; 4 খোলা, খুলে দেওয়া (পাঁজি আলানো)। [সং. আকুল > বাং. আউল + আনো]।

আলাপ [ ālāpa ] বি. 1 কথাবার্তা; 2 সম্ভাষণ; 3 মার্গ বা উচ্চাঙ্গ সংগীতে প্রারম্ভিক সুরবিস্তার; 4 (বাং.) জানাশুনা, পরিচয় (দুদিনের আলাপে মানুষ চেনা যায় না)। [সং. আ + √লপ্ + অ]। ̃ চারী বি. 1 সুরের আলাপ, সুর ভাঁজা; 2 কথাবার্তা, কথোপকথন। ☐ বিণ. আলাপযোগ্য। ̃ বি. কথোপকথন, কথাবার্তা। ̃ পরিচয়, ̃ সালাপ বি. পরস্পর কথোপকথন; ঘনিষ্ঠ আলাপ। আলাপিত বিণ. 1 আলাপ করা হয়েছে এমন; 2 (বাং.) পরিচিত। আলাপী (-পিন্) বিণ. 1 আলাপপ্রিয়; 2 (বাং.) পরিচিত। ☐ বি. পরিচিত ব্যক্তি (উনি আমার এক পুরোনো আলাপী)। স্ত্রী. আলাপিনী

আলা-ভোলা [ ālā-bhōlā ] বিণ. 1 সাদাসিধে, সরল; 2 কোনো দিকে খেয়াল নেই এমন; উদাসীন; 3 অল্পেই তুষ্ট। ☐ সাদাসিধে বা বেখেয়ালি লোক। [হি. বালা ভোলা]।

আলাম [ ālāma ] বি. দণ্ড, ধ্বজ, flagstaff. [< সং. আলম্ব]।

আলাল [ ālāla ] বিণ. ধনী। [হি. আলাল (অকর্মণ্য) -তু. হি. লাল]। আলালের ঘরের দুলাল বড়লোকের ঘরের আদুরে এবং বয়ে-যাওয়া ছেলে।

আলিহিয়া বিলাবল [ ālihiẏā bilābala ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [হি. অলহিয়া + বিলাবল -তু. বেলাবলী]।

আলি1 [ āli1 ] বি. 1 সম্ভ্রান্ত মুসলমান পুরুষের পদবিবেশেষ; 2 মোহম্মদের জামাতা ও প্রধান শিষ্য। ☐ বিণ. 1 উদার; 2 উন্নত, উচ্চ। [আ. আলী]।

আলি2 [ āli2 ] বি. সখী; সঙ্গিনী। [সং. আ + √অল্ + ই -তু. হি. সহেলী]।

আলি3 [ āli3 ] বি. 1 জমির বাঁধ, আল, আইল; 2 সারি, শ্রেণী (গীতালি)। [সং. আ + √ অল্ + ই -তু. আবলি]।

আলিখিত [ ālikhita ] বিণ. 1 লিখিত; 2 অঙ্কিত; 3 চিত্রিত, চিত্রে অঙ্কিত। [সং. আ + লিখিত]।

আলিঙ্গন [ āliṅgana ] বি. কোলাকুলি, বুকে জড়িয়ে ধরা, আশ্লেষ। [সং. আ + √লিনগ্ + অন]। আলিঙ্গিত বিণ. আলিঙ্গন করা হয়েছে এমন।

আলিপনা-আলপনা [ ālipanā-ālapanā ] র অপ্র. রূপভেদ।

আলিপ্ত [ ālipta ] বিণ. ভালোভাবে বা প্রকৃষ্টভাবে লিপ্ত বা চর্চিত (আলিপ্ত চন্দন)। [সং. আ + লিপ্ত]।

আলিম [ ālima ] বি. বিদ্বান ব্যক্তি, পণ্ডিত লোক। [অ. ইলম্]।

আলিপ্পন, আলিপ্পনা [ ālippana, ālippanā ] বি. আলপনা; আলপনা দেওয়া। [সং. আ + √লিপ্ > লিম্প্ + অন + আ]।

আলিসা -আলসে [ ālisā -ālasē ] র মার্জিত কিন্তু বর্ত. অপ্র. রূপ। [দ্র আলসে1]।

আলী1, 2, 3-আলি1, 2, 3 [ ālī1, 2, 3-āli1, 2, 3 ] এর বার্জি. বানানভেদ।

আলীঢ় [ ālīḍh় ] বিণ. 1 লেহন করা বা চাটা হয়েছে এমন; 2 স্বাদ নেওয়া হয়েছে এমন, আস্বাদিত। ☐ বি. বাণ নিক্ষেপের সময় বাম হাঁটু মুড়ে ডান পা সামনের দিকে প্রসারিত করে বসার ভঙ্গি। [সং. আ + √লিহ্ + ত]।

আলীন [ ālīna ] বিণ. 1 বিলীন, লুপ্ত, লয়প্রাপ্ত; 2 পরিব্যাপ্ত। [সং. আ + লীন]।

আলু1 [ ālu1 ] বি. যে সুপরিচিত কন্দ বা মূল সবজি হিসাবে খাওয়া হয় (গোল আলু, লাল আলু, আলুর দম)। [দেশি]। ̃ কাবলি বি. আলু, মটর প্রভৃতি সিদ্ধ করে মশলা পেঁয়াজ সহযোগে প্রস্তুত নোনতা ও ঝাল খাবার।

আলু2 [ ālu2 ] সংস্কৃত কৃত্প্রত্যয়বিশেষ, আলুচ্ (নিদ্রালু, দয়ালু, তন্দ্রালু)।

আলুই [ ālui ] বি. কালমেঘের পাতা জোয়ান প্রভৃতি মিশিয়ে প্রস্তুত শিশুদের ওষুধবিশেষ। [দেশি]।

আলু-থালু [ ālu-thālu ] বিণ. 1 আলুলায়িত (আলুথালু চুল); 2 অসংবৃত, এলোমেলো (আলুথালু বেশ)। [< সং. আলুলায়িত]।

আলুনি [ āluni ] বিণ. লবণহীন, নুন কম দেওয়া হয়েছে বা দেওয়া হয়নি এমন (আলুনি তরকারি)। [বাং. আ + লুন + ই]।

আলুফা [ āluphā ] বিণ. অনায়াসে কিংবা বিনা ব্যয়ে পাওয়া গেছে এমন। [আ. আলুফ্ফাহ]।

আলু-বোখরা [ ālu-bōkharā ] বি. কুলজাতীয় কাবুলি ফলবিশেষ। [তু. আলু + বোখারা]।

আলুর দোষ, আলু-দোষ [ ālura dōṣa, ālu-dōṣa ] বি. (আশি.) মেয়েদের প্রতি পুরুষের মাত্রাতিরিক্ত ও অশোভন আসক্তি।

আলুলায়িত [ ālulāẏita ] বিণ. অসম্বন্ধ, এলানো; এলোমেলো (আলুলায়িত কেশ)। [সং. আ + √নুড্ (=লুল্) অ = আলুল + য = √আলুলায় + ত]।

আলুলিত [ ālulita ] বিণ. এলানো; এলোমেলো। [< সং. আলুলায়িত]।

আলেকম, আলেকুম [ ālēkama, ālēkuma ] মুসলমানদের নমস্কার ও প্রতিনমস্কারের উক্তি। [আ. আলেকুম]।

আলেখা [ ālēkhā ] বিণ. লেখা হয়নি এমন, অলিখিত (আলেখা চিঠি)। [বাং. আ3 + লেখা]।

আলেখ্য [ ālēkhya ] বি. ছবি. অঙ্কিত চিত্র (আলেখ্যদর্শন); অঙ্কিত প্রতিমূর্তি। [সং. আ + √লিখ্ + য]।

আলেপ, আলেপন [ ālēpa, ālēpana ] বি. 1 লেপন; 2 প্রলেপ দেওয়া, প্রলেপন; 3 আলপনা। [সং. আ + √ লিপ্ + অ, অন]।

আলেম -আলিম [ ālēma -ālima ] এর রূপভেদ।

আলেয়া [ ālēẏā ] বি. 1 (সাধারণত রাতে) জলাভূমিতে দৃষ্ট জ্বলন্ত গ্যাস যাতে প্রায়ই পথিকের পথভ্রম ঘটে, will-o-the-wisp; 2 (আল.) বিভ্রান্তিকর বস্তু, প্রহেলিকা। আলেয়ার আলো (আল.) মিথ্যা মায়া।

আলো [ ālō ] বি. 1 আলোক (আলেয়ার আলো, প্রদীপের আলো); 2 প্রদীপ, দীপ (একটা আলো নিয়ে এসো)। [সং. আলোক]। আলো করা ক্রি-বি. আলোকিত বা উদ্ভাসিত করা; উজ্জ্বল করা, মহিমান্বিত করা (পরিবারের মুখ আলো করেছে)। আলো-আঁধারি বি. 1 আলোক ও অন্ধকারের মিশ্রণ; 2 খানিকটা বোঝা যায় এবং খানিকটা বোঝা যায় না এমন ভাষায় বা ভাবে বর্ণনা বা চিত্রণ। ̃ ছায়া বি. আঁকা ছবিতে যুগপত্ আলোক ও অন্ধকারের বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ, chiaroscuro. আলো-আঁধারি। আলোয়-আলোয় ক্রি-বিণ. 1 দিনের আলো থাকতে থাকতে (আলোয়-আলোয় বাড়ি ফিরতে হবে); 2 (আল.) সুদিন থাকতে থাকতে।

আলোক [ ālōka ] বি. 1 দীপ্তি, জ্যোতি, প্রভা বা উজ্জ্বলতা, যার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যমান হয়; 2 কিরণ (সূর্যালোক)। [সং. আ + √লোক্ + অ]। ̃ চিত্র বি. ফোটোগ্রাফ। ̃ চ্ছটা বি. আলোকরশ্মি। ̃ পাত বি. জ্ঞানের আলো নিক্ষেপ, অজানা তথ্যাদি পরিবেষণ (এ বিষয়ে আলোকপাত করুন)। ̃ বর্ষ বি. (জ্যোতি.) এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, light year. ̃ বিজ্ঞান বি. আলোক ও দৃষ্টিসম্বন্ধীয় তত্ত্ব, দৃষ্টিবিজ্ঞান, optics. ̃ লতা বি. পরগাছাবিশেষ। ̃ শক্তি বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy. ̃ সংকেত বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্হা, beacon. ̃ সজ্জা বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা। ̃ সপ্পাত বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো ফেলবার কৌশল। ̃ স্তম্ভ বি. (সচ. সমুদ্রতীরে) জাহাজকে আলো দেখাবার জন্য স্হাপিত উঁচু বাতিঘর, light house. আলোকিত বিণ. আলোকের দ্বারা উজ্জ্বল বা দীপ্তিমান; দীপ্ত, উদ্ভাসিত। আলোকোজ্জ্বল বিণ. উদ্ভাসিত, দীপ্ত।

আলোকন [ ālōkana ] বি. 1 অবলোকন, দর্শন, দেখা। [সং. আ + √ লোক্ + অন]; 2 দেখানো, প্রদর্শন। [সং. আ + √লোক্ + ণিচ্ + অন]। আলোকনীয় বিণ. দর্শনীয়, দেখার মতো।

আলোচক [ ālōcaka ] দ্র আলোচনা

আলোচনা, আলোচন [ ālōcanā, ālōcana ] বি. 1 বিচারবিবেচনা; 2 অনুশীলন, চর্চা। [সং. আ + √লোচ্ + অন + আ]। আলোচক বিণ. বি. যে আলোচনা করে। আলোচনা-চক্র বি. যে সভায় কোনো একটি বিষয় নিয়ে নানাজনে আলোচনা করে, seminar. আলোচনীয়, আলোচ্য বিণ. আলোচনার যোগ্য, আলোচনা করা উচিত বা করতে হবে এমন (আলোচ্য বিষয়)। আলোচিত বিণ. যা নিয়ে আলোচনা হয়েছে; বিচারিত।

আলো-চাল [ ālō-cāla ] বি. আতপ চাল, সূর্যের আলোয় অর্থাত্ রোদে শুকিয়ে যে চাল তৈরি হয়।

আলোচিত, আলোচ্য [ ālōcita, ālōcya ] দ্র আলোচনা

আলোছায়া [ ālōchāẏā ] দ্র আলো

আলোড়ন [ ālōḍ়na ] বি. 1 আন্দোলন; প্রবল নাড়াচাড়া; 2 আবর্তন, মন্হন, ঘোটন। [সং. আ + √ লুড্ + অন]। আলোড়ক বি. 1 যে আলোড়ন করে; 2 আলোড়নদণ্ড। আলোড়িত বিণ. আলোড়ন করা হয়েছে এমন (সংশয়ে মন আলোড়িত)।

আলোনা [ ālōnā ] বিণ. লবণাক্ত নয় এমন, লবণহীন (আলোনা জল, আলোনা ঝোল)। [বাং. আ3 + লোনা]।

আলোয়ান [ ālōẏāna ] বি. গায়ের (সচ.) গরম চাদর; পাড়বিহীন গরম গায়ের চাদর। [আ. আল্ওয়ান্]।

আলোল [ ālōla ] বিণ. 1 ঈষত্ চঞ্চল; 2 বিলোল, আলোড়িত (আলোল কুন্তল)। [সং. আ + লোল]।

আলোহিত [ ālōhita ] বিণ. ঈষত্ লাল, রক্তাভ। [সং. আ + লোহিত]।

আল্লা, আল্লাহ্ [ āllā, āllāh ] বি. পরমেশ্বর, ভগবান, খোদা। [আ. অল্লাহ্]।

আশ1 [ āśa1 ] বি. আহার, ভোজন (প্রাতরাশ)। [সং, √ অশ্ + অ]।

আশ2 [ āśa2 ] বি. আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা (আশ মিটিয়ে খাও)। [< সং. আশা বা আশয়]। আশ মিটিয়ে ক্রি-বিণ. মনের সাধ পূরণ করে।

আশংসন, আশংসা [ āśaṃsana, āśaṃsā ] বি. 1 আশা, প্রত্যাশা; 2 কামনা (শুভাশংসা); 3 সম্ভাবনা। [সং. আ + √ শন্স্ + অন, অ + আ]। আশংসিত বিণ. প্রত্যাশিত; আকাঙ্ক্ষিত; প্রার্থিত; সম্ভাবিত।

আশক [ āśaka ] বিণ. বি. প্রেমিক, প্রণয়ী। [আ. আশিক্]।

আশ-কারা [ āśa-kārā ] বি. 1 প্রশ্রয় (ছেলেকে বড্ড আশকারা দিয়েছে); 2 তদন্তের ফলে গোপন অপরাধ প্রকাশ (খুনের আশকারা)। [ফা. আশ্কারা]।

আশঙ্কনীয় [ āśaṅkanīẏa ] বিণ. আশঙ্কার যোগ্য, ভয়প্রদ, যাতে ভয় হয়। [সং. আ + √ শঙ্ক্ + অনীয়]।

আশঙ্কা [ āśaṅkā ] বি. 1 ভয়, শঙ্কা; 2 সংশয়। [সং. আ + শঙ্কা]। আশঙ্কিত বিণ. আশঙ্কা করা হয়েছে এমন; ভীত, ত্রস্ত (আশঙ্কিত হয়ো না, আমরা তো আছি)।

আশ-নাই [ āśa-nāi ] বি. 1 বন্ধুত্ব, বন্ধুভাব; 2 অবৈধ প্রেম। [ফা. আশনহ্]।

আশ-পাশ [ āśa-pāśa ] বি. কাছাকাছি জায়গা, নিকটবর্তী চারদিক (আশপাশ থেকে আওয়াজ আসছে)। [পাশ-এর সহচর শব্দ আশ]। আশ-পাশে, আশে-পাশে ক্রি-বিণ. চার দিকে, এদিকে-ওদিকে (আশেপাশে কোথাও নিশ্চয় আছে জিনিসটা)।

আশ-মান [ āśa-māna ] বি. আকাশ। [ফা.]। আশমান-জমিন ফারাক আকাশ-পাতাল তফাত, বিরাট পার্থক্য। আশমানি বিণ. 1 আকাশসম্বন্ধীয়; 2 আকাশের মতো হালকা নীল রঙের (আশমানি রং)। ☐ বি. আকাশি নীল রং।

আশয় [ āśaẏa ] বি. 1 মন, অন্তঃকরণ (নীচাশয়, মহাশয়); 2 আধার (জলাশয়); 3 অভিপ্রায়, ইচ্ছা, অভিলাষ। [সং. আ + √ শী + অ]।

আশ-রফি [ āśa-raphi ] বি. স্বর্ণমুদ্রাবিশেষ, মোহর। [ফা. আশরফী]।

আশা1-আসা1 [ āśā1-āsā1 ] এর বানানভেদ।

আশা2 [ āśā2 ] বি. 1 প্রার্থিত বস্তু পাবার সম্ভাবনায় বিশ্বাস (চাকরির আশা); 2 ভরসা (ছেলের উপর আশা); 3 দিক (পূর্বাশা)। [সং. আ + √ অশ্ + অ + আ]। &tilde ; জনক আশা জাগায় এমন। ̃ তিরিক্ত বিণ. যতটা আশা করা যায় বা উচিত তার চেয়ে বেশি (আশাতিরিক্ত সাফল্য)। ̃ তীত বিণ. আশাতিরিক্ত- র অনুরূপ। ̃ ন্বিত বিণ. আশাযুক্ত, অন্তরে আশা আছে এমন (আপনার কথায় আশান্বিত হচ্ছি)। ̃ পতি বি. দিকপাল। ̃ বাদ বি. আশা পোষণ করার স্বভাব, আশা ত্যাগ না করা। ̃ বাদী বিণ. সবসময় আশা পোষণ করা উচিত এই মতে বিশ্বাসী; শেষ পর্যন্ত সবকিছুই ভালো হবে এই বিশ্বাসে বিশ্বাসী। ̃ ভরসা বি. বলভরসা, সহায় ও সম্বল (তোমরাই এখন আমার আশাভরসা)। ̃ হত বিণ. হতাশ; ভরসাহীন। ̃ হীন-আশাহত র অনুরূপ।

আশান-আসান [ āśāna-āsāna ] এর বানানভেদ।

আশা-বরি [ āśā-bari ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। [আ. আসারবী]।

আশি [ āśi ] বি. বিণ. 8 সংখ্যা বা সংখ্যক; অশীতি। [সং. অশীতি]।

আশিস [ āśisa ] (-শীঃ, শিস্) বি. আশীর্বাদ; গুরুজনের শুভেচ্ছা প্রকাশ। [সং. আ + শাস্ + ক্বিপ্]।

আশী [ āśī ] বি. সাপের বিষদাঁত (আশীবিষ)। [সং. আ + √ শাস্ + ক্বিপ্]। ̃ বিষ বি. যার দাঁতে বিষ থাকে অর্থাত্ সাপ (আশীবিষের দংশন)।

আশীর্বচন, আশীর্বাদ [ āśīrbacana, āśīrbāda ] বি. গুরুজনের দ্বারা মঙ্গল কামনা বা শুভেচ্ছা প্রকাশ। [সং. আশিস্ + বচন, বাদ]। আশীর্বাদক বি. বিণ. আশীর্বাদকারী। স্ত্রী. আশীর্বাদিকাআশীর্বাদি বিণ. আশীর্বাদের সঙ্গে প্রদেয় (আশীর্বাদি ফুল)। ☐ বি. আশীর্বাদসহ প্রদেয় বা প্রদত্ত বস্তু। [আশীর্বাদ + বাং. ই]।

আশীষ-আশিস [ āśīṣa-āśisa ] এর রূপভেদ।

আশু1 [ āśu1 ] দ্র আউস

আশু2 [ āśu2 ] অব্য. বিণ. শীঘ্র, ক্ষিপ্র, দ্রুত (আশু প্রতিকার)। ☐ ক্রি-বিণ. সত্বর, দ্রুত, অবিলম্বে। [সং. √ অশ্ + উ]। ̃ , ̃ গতি, ̃ গামী (-মিন্) বিণ. দ্রুতগামী। স্ত্রী. ̃ গামিনী। ̃ তোষ বি. 1 যে শীঘ্র বা অল্পে তুষ্ট হয়; 2 শিব। ̃ পাতী (-তিন্) বিণ. খুব শীঘ্র পড়ে বা ঝরে যায় এমন।

আশেপাশে [ āśēpāśē ] দ্র আশপাশ

আশৈশব [ āśaiśaba ] অব্য. ক্রি-বিণ. শিশুকাল থেকে (আশৈশব সংগীতচর্চা করছেন)। [সং. আ + শৈশব]।

আশোয়ার [ āśōẏāra ] বি. অশ্বারোহী যোদ্ধা। [তু. সং. অশ্ববার তু. ফা. সওয়ার]।

আশ্চর্য [ āścarya ] বিণ. 1 বিস্মিত (তার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম); 2 অদ্ভুত, বিস্ময়কর (এ কী আশ্চর্য ব্যাপার)। ☐ বি. 1 অদ্ভুত ঘটনা বা ব্যাপার, বিস্ময় (আশ্চর্যের কথা); 2 বিস্ময়ের বিষয় (পৃথিবীর সপ্তম আশ্চর্য)। [সং. আ + √ চর্ + য]। আশ্চর্যান্বিত বিণ. বিস্মিত, অবাক হয়ে গেছে এমন।

আশ্বস্ত [ āśbasta ] বিণ. ভরসা পেয়েছে এমন, ভয় বা উদ্বেগ থেকে মুক্তি পেয়েছে এমন (আপনার কথা শুনে আশ্বস্ত হলাম)। [সং. আ + √ শ্বস্ + ত]। বি. আশ্বাস

আশ্বাস [ āśbāsa ] বি. 1 ভরসা, অভয়; 2 প্রবোধ, সান্ত্বনা; 3 উত্সাহদান (আশ্বাস দেওয়া)। [সং. আ + √ শ্বস্ + অ]। ̃ বিণ. বি. আশ্বাসদানকারী। ̃ বি. আশ্বাস দেওয়া। আশ্বাসিত বিণ. আশ্বাস দেওয়া হয়েছে এমন, আশ্বস্ত।

আশ্বিন [ āśbina ] বি. বাংলা সনের ষষ্ঠ মাস। [সং. অশ্বিনী (নক্ষত্র) + অ]। আশ্বিনে বিণ. আশ্বিন মাসের বা আশ্বিন মাসে ঘটে এমন (আশ্বিনে ঝড়)।

আশ্রম [ āśrama ] বি. 1 সংসারত্যাগী সাধু বা তপস্বীদের আবাস, শাস্ত্রচর্চার বা সাধনার স্হান, মঠ; 2 তপোবন (আশ্রমবালক); 3 শাস্ত্রোক্ত জীবনযাত্রার চতুর্বিধ অবস্হা অর্থাত্ ব্রহ্মচর্য, গার্হস্হ্য, বানপ্রস্হ ও সন্ন্যাস (ব্রহ্মচর্যাশ্রম, চতুরাশ্রম); 4 আশ্রয়স্হান (অনাথাশ্রম)। [সং. আ + √ শ্রম্ + অ]। ̃ ধর্ম বি. আশ্রমবাসীদের কর্তব্য। আশ্রমিক, আশ্রমী বিণ. বি. চতুরাশ্রমের কোনো একটি আশ্রম পালনকারী; কোনো আশ্রমে বাসকারী।

আশ্রয় [ āśraẏa ] বি. 1 অবলম্বন (ভগবানের চরণকে আশ্রয় করেছেন); 2 শরণ, সহায়, রক্ষক (দীনের আশ্রয়); 3 আধার (সর্বগুণের আশ্রয়); 4 গৃহ, বাসস্হান (আশ্রয়চ্যুত, নিরাশ্রয়)। [সং. আ + √ শ্রি + অ]। ̃ বি. অবলম্বন; আশ্রয়গ্রহণ। ̃ ণীয় বিণ. আশ্রয় নেওয়ার যোগ্য। ̃ দাতা বি. বিণ. যিনি আশ্রয় দেন। ̃ প্রার্থী বি. বিণ. আশ্রয় চায় এমন। ̃ হীন বিণ. আশ্রয় নেই এমন, নিরাশ্রয়। বি. ̃ হীনতাআশ্রয়ার্থী বিণ. আশ্রয় চায় এমন; আশ্রয়প্রার্থী। স্ত্রী. আশ্রয়ার্থিনীআশ্রয়ী বিণ. আশ্রয় গ্রহণ করে বা করেছে এমন, আশ্রয়প্রাপ্ত। আশ্রিত বিণ. 1 আশ্রয় পেয়েছে এমন; 2 অনুগত; 3 অবলম্বন করেছে এমন (সুরাশ্রিত)। স্ত্রী. আশ্রিতাআশ্রিত-বত্সল বিণ. আশ্রিতের প্রতি স্নেহশীল।

আশ্রুত [ āśruta ] বিণ. 1 প্রতিশ্রুত, অঙ্গীকৃত; 2 শ্রুত। [সং. আ + √ শ্রু + ত]।

আশ্লিষ্ট [ āśliṣṭa ] বিণ. 1 আলিঙ্গিত; 2 ব্যাপ্ত; 3 সংযুক্ত; 4 শ্লেষোক্তিপূর্ণ। [সং. আ + √ শ্লিষ্ + ত]।

আশ্লেষ [ āślēṣa ] বি. 1 আলিঙ্গন; 2 মিলন; 3 সংযুক্ত; 4 শ্লেষোক্তিপূর্ণ। [সং. আ + √ শ্লিষ্ + ত]।

আষাঢ় [ āṣāḍh় ] বি. 1 বাংলা সনের তৃতীয় মাস; 2 (লক্ষ্যার্থে) বর্ষা ('আসন্ন আষাঢ় ঐ ঘনায় গগনে')। [সং. আষাঢ়া (নক্ষত্র) + অ]। আষাঢ়ে বিণ. 1 আষাঢ়মাসে ঘটে এমন (আষাঢ়ে বাদল); 2 অদ্ভুত, মিথ্যা, অলীক (আষাঢ়ে গল্প)।

আষ্টে-পৃষ্ঠে [ āṣṭē-pṛṣṭhē ] ক্রি-বিণ. সারা গায়ে, সর্বাঙ্গে (লোকটাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা হল)। [অষ্টেপৃষ্ঠে দ্র]।

আসক [ āsaka ] বি. (প্রা. বাং.) অনুরাগ, প্রেম ('পিরীতি আসকে সদাই থাকিব': চণ্ডী)। [< সং. আসক্তি]।

আসকে [ āsakē ] বি চালের গু়ঁড়ো দিয়ে ছাঁচে তৈরি পিঠেবিশেষ। [দেশী]।

আসক্ত [ āsakta ] বিণ. 1 একান্ত অনুরক্ত বা প্রীত; 2 অতিশয় লিপ্ত; 3 অতিশয় প্রবণতাযুক্ত, নেশাগ্রস্ত (পানাসক্ত)। [সং. আ + √ সনজ্ + ত]। আসক্তি বি. 1 অনুরাগ, অনুরক্তি; 2 লিপ্সা; প্রবণতা; 3 নেশা (পানাসক্তি); 4 লিপ্ততা, সংলগ্নতা; 5 ভোগবাসনা (বিষয়াসক্তি)।

আসঙ্গ [ āsaṅga ] বি. 1 সহবাস, মিলন (আসঙ্গলিপ্সা); 2 ভোগের ইচ্ছা; 3 অনুরাগ; 4 অভিনিবেশ। [সং. আ + √ সনজ্ + অ]।

আসছে [ āsachē ] ক্রি. আগমন করছে। ☐ বিণ. আগামী (আসছে কাল)। [বাং. আসিতেছে]।

আসঞ্জন [ āsañjana ] বি. 1 আসক্তি, আসঙ্গ; 2 এঁটে থাকার ভাব, আঠালো ভাব; 3 সংযোগ। [সং. আ + √ সনজ্ + অন]।

আসত্তি [ āsatti ] বি. 1 মিলন; 2 নৈকট্য; 3 লাভ; 4 (ব্যাক.) পরস্পর অন্বিত পদসমূহের সন্নিহিত অবস্হান। [সং. আ + √ সদ্ + তি]।

আসন [ āsana ] বি. 1 বসার স্হান (সিংহাসন, কাষ্ঠাসন); 2 বসার জন্য ছোট গালিচা বা ওইজাতীয় বস্তু; 3 পীঠ (দেবীর আসন); 4 যোগসাধনে বসার প্রণালী বা যোগব্যায়ামের প্রণালী (শবাসন, পদ্মাসন); 5 সম্মানের স্হান, মর্যাদা (বিদ্বানের আসন সর্বত্র, তাঁর আসন সবার হৃদয়ে)। [সং. √ আস্ + অন]। ̃ গ্রহণ বি. বসা, নির্দিষ্ট আসনে উপবেশন। ̃ পিঁড়ি বিণ. পরস্পর বিপরীত হাঁটুর উপর পা তুলে বসা (আসনপিঁড়ি হয়ে বসা)।

আসন্ন [ āsanna ] বিণ. 1 প্রায় এসে গেছে এমন (আসন্ন বিপদ, বর্ষা আসন্ন); 2 নিকটবর্তী; 3 অন্তিম, শেষ (আসন্ন অবস্হা)। [সং. আ + √ সদ্ + ত]। ̃ কাল বি. মৃত্যুকাল; বিপত্কাল। ̃ প্রসবা বিণ. (স্ত্রী.) যার প্রসবকাল উপস্হিত। ̃ মৃত্যু বিণ. মুমূর্ষু।

আস-বাব [ āsa-bāba ] বি. টেবিল চেয়ার ইত্যাদি গৃহসজ্জার জিনিসপত্র; সরঞ্জাম। [আ. আসবাব্]।

আসমান-আশমান [ āsamāna-āśamāna ] এর বানানভেদ।

আসমাপ্ত [ āsamāpta ] বিণ. সমাপ্ত ('আসমাপ্ত মুহুর্তের ঊর্ধ্বশ্বাস গতি': সু. দ.)। [সং. আ + সমাপ্ত]।

আসমুদ্র [ āsamudra ] বিণ. ক্রি-বিণ. সমুদ্র পর্যন্ত (আসমুদ্র হিমাচল)। [সং. আ + সমুদ্র]। ̃ হিমাচল বিণ. ক্রি-বিণ. সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত। ☐ বি. সমগ্র ভারতবর্ষ।

আসর [ āsara ] বি. সভা, মজলিশ, বৈঠক (কুন্তির আসর, সাহিত্যের আসর, গানের আসর)। [ফা.] আসর গরম করা ক্রি. বি. সভা মজলিশ জমিয়ে তোলা, সভায় উদ্দীপনা সৃষ্টি করা। আসর জমানো (বা জাঁকানো), আসর মাতানো ক্রি. বি. কথাবার্তা বা ভাবভঙ্গির দ্বারা নিজেকে সভার প্রধান আকর্ষণ হিসাবে প্রতিপন্ন করা। আসরে নামা ক্রি. বি. কর্মক্ষেত্রে অবতীর্ণ হওয়া, কাজে নামা, যোগ দেওয়া।

আসল [ āsala ] বিণ. 1 খাঁটি (আসল হীরা); 2 সত্য, প্রকৃত, যথার্থ (আসল কথাটা বলো); 3 অবিকৃত; 4 মূল, original (আসল দলিলটা দেখতে চাই); 5 খরচখরচা বাদে মোট, নিট। ☐ বি. 1 মূল জিনিস; 2 মূলধন (আসলের চেয়ে সুদ বেশি)। [আ. অস্ল্]। আসলি বিণ. খাঁটি, বিশুদ্ধ, নির্ভেজাল (আসলি সোনা)। আসলে ক্রি-বিণ. প্রকৃতপক্ষে।

আস-শেওড়া [ āsa-śēōḍ়ā ] বি. ছোট বন্য গাছবিশেষ যার ডাল দিয়ে দাঁত মাজা হয়। [সং. আস্যশাখোট]।

আসা1 [ āsā1 ] বি. লাঠি বা দণ্ড; রাজদণ্ড। [আ. আসা]। ̃ নাড়ি বি. লাঠি। ̃ বরদার বি. রাজদণ্ডধারী, দণ্ডধারী। ̃ সোঁটা বি. রাজদণ্ড।

আসা2 [ āsā2 ] ক্রি. 1 আগমন করা, উপস্হিত হওয়া (বাড়ি আসবে); 2 সাধ্যে কুলানো, পটুতা থাকা (গানবাজনা আমার আসে না); 3 জোগানো (মাথায় একটা বুদ্ধি এসেছে); 4 উদয় হওয়া (মনে আসা, হাসি আসছে); 5 আয় হওয়া (অনেক টাকা এসেছে); 6 শুরু হওয়া (ফুরিয়ে আসছে, মাঘের শেষে বসন্ত আসে); 7 ঘটা (বিপদ আসছে); 8 উপযোগী হওয়া, কাজে লাগা (ঘড়িটা কাজে আসছে না); 9 প্রবেশ করা, ঢোকা (জানলা দিয়ে আলো আসে)। ☐ বিণ. 1 আগত (ডাকে-আসা চিঠি); 2 গত, সমাপ্ত (নিবে-আসা আলো)। ☐ বি. আগমন (তার আমার আশায় আছি)। [বাং. √ আস্ + আ]। ̃ আসি, ̃ যাওয়া বি. 1 যাতায়াত, আসা ও যাওয়া; 2 মেলামেশা (দুই পরিবারের মধ্যে তেমন আসা-যাওয়া নেই). কথা আসা ক্রি. বি. কথাবার্তা বা উত্তর জোগানো (মুখে কথা আসছে না)। কানে আসা ক্রি. বি. শুনতে পাওয়া, কর্ণগোচর হওয়া (কথাটা কানে এল)। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া, গর্ভসঞ্চার হওয়া (সেই বছরই ছেলেটা পেটে এল)। বলে আসা ক্রি. বি. অনুমতি নিয়ে আসা বা জানিয়ে আসা। মনে আসা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে পড়া। মাথায় আসা ক্রি. বি. বুঝতে পারা। মুখে আসা ক্রি. বি. উচ্চারিত হওয়া বা মুখে জোগানো। হাতে আসা ক্রি. বি. অধিকারে বা আয়ত্তে আসা।

আসাদন [ āsādana ] বি. 1 লাভ, প্রাপ্তি; 2 সমাগম; 3 সম্পাদন। [সং. আ + √ সাদি + অন]। আসাদিত বিণ. লব্ধ, প্রাপ্ত; কাছে এসেছে এমন; সম্পাদিত।

আসান [ āsāna ] বি. 1 লাঘব (মুশকিল আসান); 2 সুবিধা (এতে পয়সার আসান হবে কি?)। [আ. আহ্সান্]।

আসানড়ি, আসাবরদার [ āsānaḍ়i, āsābaradāra ] দ্র আসা1

আসামি1 [ āsāmi1 ] বি. 1 অভিযুক্ত ব্যক্তি, (ফৌজদারিমামলায়) প্রতিবাদী; 2 (বিরল) প্রজা; 3 (বিরল) দেনদার লোক। [আ. অস্মা]।

আসামি2-অসমিয়া [ āsāmi2-asamiẏā ] র রূপভেদ।

আসার [ āsāra ] বি. 1 বৃষ্টিপাত; 2 প্রবল বৃষ্টিপাত (ধারাসার)। [সং. আ + √ সৃ + অ]।

আসাসোঁটা [ āsāsōn̐ṭā ] দ্র আসা1

আসিক্ত [ āsikta ] বিণ. 1 ঈষত্ সিক্ত; 2 সম্পূর্ণ সিক্ত বা ভেজা (আসিক্ত বস্ত্রাঞ্চল)। [বাং আ + সং. সিক্ত]।

আসিদ্ধ [ āsiddha ] বিণ. 1 আধসিদ্ধ, অল্পসিদ্ধ; 2 সিদ্ধ নয় এমন। [বাং. আ + সিদ্ধ]।

আসীন [ āsīna ] বিণ. 1 উপবিষ্ট, বসে আছে এমন; 2 অধিষ্ঠিত, অবস্হিত। [সং. √ আস্ + ঈন (শানচ্)]।

আসুর, আসুরিক [ āsura, āsurika ] বিণ. 1 অসুরসম্বন্ধীয়; 2 অসুরতুল্য (আসুরিক শক্তি); 3 গর্হিত, অপরাধজনক (আসুরিক বলপ্রয়োগ); 4 অপবিত্র; 5 ভয়ংকর। [সং. অসুর + অ, ইক]। আসুর বিবাহ যে বিবাহে বর কন্যার অভিভাবককে মূল্য দিয়ে কন্যা গ্রহণ করে।

আসেচন [ āsēcana ] বি. 1 ভালোমতো সেচন বা সিক্তকরণ; ভালোভাবে সিঞ্চন করা; 2 ভালোমতো সেক দেওয়া। [সং. আ + সেচন]।

আসোয়ার, আসোবার [ āsōẏāra, āsōbāra ] বিণ. হাতি বা ঘোড়ার পিঠে আরূঢ়। ☐ বি. হাতি বা ঘোড়ার পিঠে আরূঢ় ব্যক্তি। [ফা. সওয়ার]।

আস্কন্দিত [ āskandita ] বি. ঘোড়ার প্লুত গতি অর্থাত্ লাফিয়ে চলা ('আস্কন্দিতে নাচে বাজিরাজি': মধু)। [সং. আ + √ স্কন্দ্ + ণিচ্ + ত]।

আস্ত [ āsta ] বিণ. 1 গোটা (আস্ত ডিম্, আস্ত কাঁঠাল); 2 অভগ্ন, সমুদয়, সমগ্র (আস্ত জেলাটা, আস্ত দেশ); 3 পাকা, প্রকৃত (আস্ত চোর); 4 বিলক্ষণ, ভীষণ, মারাত্মক (আস্ত বদমাশ, আস্ত কেউটে); 5 পুরোপুরি (আস্ত পাগল)। [দেশি]।

আস্তর, আস্তরণ [ āstara, āstaraṇa ] বি. 1 শয্যা; 2 শয্যার আচ্ছাদন বা চাদর; 3 গালিচা, শতরঞ্চি প্রভৃতি আসন; 4 হাতির পিঠে পাতবার জন্য চিত্রিত আচ্ছাদন। [সং. আ + √ স্তৃ + অ, অন]।

আস্তানা [ āstānā ] বি. 1 আড্ডা (সাপের আস্তানা); 2 বাসস্হান (কোনোক্রমে এখানে একটা আস্তানা করেছি); 3 আখড়া, আশ্রম (কোনোক্রমে এখানে একটা আস্তানা করেছি) 3 আখড়া, আশ্রম (ফকিরের অস্তানা)। [ফা. আস্তানা]। আস্তানা গাড়া ক্রি. বি. (অস্হায়ী) বাসস্হান স্হাপন করা। আস্তানা গুটানো ক্রি. বি. আড্ডা তুলে দেওয়া। তু. পাততাড়ি গুটানো

আস্তা-বল [ āstā-bala ] বি. 1 ঘোড়ার আড্ডা, ঘোড়াশাল; 2 ঘোড়া বা হাতির থাকবার জায়গা। [আ. ইন্তবল্]।

আস্তিক1, আস্তীক [ āstika1, āstīka ] বি. মুনিবিশেষ, মনসাদেবীর পুত্র। [সং. অস্তি + ইক, ঈক]।

আস্তিক2 [ āstika2 ] বিণ. 1 ঈশ্বরের আস্তিত্বে বিশ্বাসী; 2 পরলোকে ও বেদাদি শাস্ত্রে বা তার অভ্রান্ততায় বিশ্বাসী। [সং. আস্তি + ক]। বি. ̃ তা, ̃ ত্ব, আস্তিক্য

আস্তিন [ āstina ] বি. জামার হাতা। [ফা. আস্তীন্]। আস্তিন গুটানো ক্রি. বি. যেন মারামারি করতে প্রস্তুত এমন ভাব করা।

আস্তীক-আস্তিক1 [ āstīka-āstika1 ] এর বানানভেদ।

আস্তীর্ণ [ āstīrṇa ] বিণ. 1 বিছানো হয়েছে এমন; 2 প্রসারিত, বিস্তীর্ণ; 3 সমাকীর্ণ, ছাওয়া (কুসুমাস্তীর্ণ)। [সং. আ + √ স্তৃ + ত]।

আস্তৃত [ āstṛta ] বিণ. বিস্তৃত, প্রসারিত; আচ্ছাদিত। [সং. আ + √ স্তৃ + ত]।

আস্তে [ āstē ] ক্রি-বিণ. 1 ধীরে (আস্তে হাঁটো); 2 সন্তপর্ণে, লঘু পায়ে (আস্তে এগিয়ে চলো); 3 মৃদু স্বরে (আস্তে কথা বলো); 4 নিঃশব্দ। [ফা. আহিস্তা]। ̃ ব্যস্তে ক্রি-বিণ. ব্যস্তসমস্ত হয়ে ও তাড়াহুড়ো করে।

আস্হা [ āshā ] বি. 1 ভরসা (তার উপর আস্হা রেখো); 2 শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি (ধর্মে আস্হা); 3 বিশ্বাস (হোমিয়োপ্যাথিতে আস্হা নেই)। [সং. আ + √ স্হা + অ]। ̃ বান (-বত্), ̃ শীল বিণ. আস্হা আছে এমন। ̃ হীন বিণ. আস্হা বা ভরসা বা বিশ্বাস নেই এমন।

আস্হান [ āshāna ] বি. 1 আস্হা; 2 অবস্হিতি; 3 আশ্রয়; 4 সভা। [সং. আ + ̃ স্হা + অন]।

আস্হায়ী [ āshāẏī ] (-য়িন্) বি. গানের প্রথম পদ বা চরণ। [সং. আ + √ স্হা + ইন্]।

আস্হিত [ āshita ] বিণ. 1 আরোহণ করেছে এমন, আরূঢ়; 2 আশ্রিত; 3 অধিষ্ঠিত; 4 পরিব্যাপ্ত। [সং. আ + স্হিত]।

আস্পদ [ āspada ] বি. আধার, পাত্র (প্রেমাস্পদ, শ্রদ্ধাস্পদ)। [সং. আ + (স্) + √ পদ্ + অ]।

আস্পর্ধা [ āspardhā ] বি. স্পর্ধা, দম্ভ, দর্প; বাড়। [সং. আ + স্পর্ধা]।

আস্ফালন [ āsphālana ] বি. 1 বেগে সঞ্চালন বা আন্দোলিত করা; 2 দম্ভপ্রকাশ (শক্তির আস্ফালন)। [সং. আ + √ স্ফল্ + ণিচ্ + অন]। আস্ফালিত বিণ. বেগে সঞ্চালিত বা আন্দোলিত।

আস্ফোট, আস্ফোটন [ āsphōṭa, āsphōṭana ] বি. 1 সংঘর্ষণ, সংঘর্ষ; 2 ঠোকাঠুকির বা আছড়াবার শব্দ (বাহ্বাস্ফোট); 3 কুস্তিতে তাল ঠোকা। [সং. আ + √ স্ফোটি + অ]।

আস্বচ্ছ [ āsbaccha ] বিণ. ঈষত্ স্বচ্ছ, কিছুটা স্বচ্ছ ('আস্বচ্ছ কপিশ বস্ত্র': সু. দ.)। [সং. আ + স্বচ্ছ]।

আস্বাদ [ āsbāda ] বি. স্বাদ, রসানুভূতি; তার (দুধের আস্বাদ)। [সং. আ + √ স্বদ্ + অ]। ̃ বিণ. স্বাদগ্রহণকারী। ̃ বি. স্বাদগ্রহণ; পান; ভোজন; উপভোগ। ̃ ণীয়, আস্বাদ্য বিণ. আস্বাদযোগ্য। আস্বাদা ক্রি. (কাব্যে) স্বাদ নেওয়া, আস্বাদন করা। আস্বাদিত বিণ. স্বাদগ্রহণ করা হয়েছে এমন।

আস্য [ āsya ] বি. মুখ (পূর্বাস্য, 'মেলিল বিপুল আস্য': রবীন্দ্র)। [সং. √ অস্ + য]।

আহত [ āhata ] বিণ. 1 আঘাত পেয়েছে এমন (খেলতে গিয়ে আহত); 2 প্রহৃত (লগুড়াহত); 3 তাড়িত (বাত্যাহত); 4 মর্দিত (পদাহত); 5 (তারের বাদ্যযন্ত্র সম্বন্ধে) ধ্বনিত। [সং. আ + √ হন্ + ত]। আহতি বি. আঘাত; প্রহার; তাড়না; মর্দন; ধ্বনন।

আহব1 [ āhaba1 ] বি. যুদ্ধ, সংগ্রাম। [সং. আ + √ হ্বে +অ]।

আহব2 [ āhaba2 ] বি. যজ্ঞ। [সং. আ + √ হু + অ]। আহবনীয় বিণ. সম্যক হোম করার যোগ্য, উত্তমরূপে হোম করার যোগ্য। ☐ বি. গার্হপত্য থেকে যে সংস্কৃত যজ্ঞাগ্নি উদ্ধার করা হয়।

আহরণ [ āharaṇa ] বি. 1 সংগ্রহ; 2 সংকলন; 3 সঞ্চয়; 4 উপার্জন; 5 আয়োজন; 6 বিবাহাদির উপঢৌকন। [সং. আ + √ হৃ + অন]। আহরক বিণ. বি. যে আহরণ করে, সংগ্রহকারী, সংকলক। আহরণী বি. বিভিন্ন রচনাবলি থেকে রচনা সংকলন করে প্রস্তুত গ্রন্হ, anthology. আহরণীয়, আহর্তব্য বিণ. আহরণযোগ্য। আহর্তা বিণ. বি. আহরণকারী।

আহরিত্ [ āharit ] বিণ. ঈষত্ সবুজ, সবজেটে। [বাং. আ + সং. হরিত্]।

আহরিত [ āharita ] বিণ. আহৃত-র বাংলা রূপ।

আহা [ āhā ] অব্য দুঃখ শোক সহানুভূতি প্রভৃতি প্রকাশক শব্দ। আহা মরি প্রশংসাসূচক বা বিদ্রূপসূচক ধ্বনি।

আহাম্মক, আহাম্মুক [ āhāmmaka, āhāmmuka ] বিণ. নিরেট মূর্খ, নির্বোধ, বেঅকুফ, বোকা। [আ. আহ্মক্]।

আহার [ āhāra ] বি. 1 খাদ্যগ্রহণ, ভোজন; 2 খাদ্য (আহার জোটানো); 3 আহরণ, সংগ্রহ। [সং. আ + √ হৃ + অ]। আহারবিহার বি. ভোজন ও ভ্রমণ; খাওয়াদাওয়া। আহারান্ত বি. আহারের বা ভোজনের শেষ। আহারার্থী (-র্থিন্) বিণ. বি. ভোজন করতে ইচ্ছুক, খেতে চায় এমন (ব্যক্তি)। আহারী (-রিন্) বিণ. 1 ভোজনকারী (মিতাহারী); 2 প্রচুর আহার করতে পারে এমন। আহারীয় বিণ. ভোজনের যোগ্য।

আহার্য [ āhārya ] বিণ. 1 আহারের যোগ্য; 2 আহরণীয়, আহরণ করার যোগ্য; 3 যত্নসাধ্য। ☐ বি. খাদ্যসামগ্রী। [সং. আ + √ হৃ + য]।

আহিক [ āhika ] বি. সাপুড়ে। [সং. অহি + ইক]।

আহিড়ি [ āhiḍ়i ] বি. ব্যাধ; শিকারি। [আহেরিয়া দ্র]।

আহিত [ āhita ] বিণ. 1 ন্যস্ত; 2 স্হাপিত; 3 প্রতিষ্ঠিত; 4 অর্পিত। [সং. আ + √ ধা + ত]। আহিতাগ্নি বি. সাগ্নিক, অগ্নিহোত্রী ব্রাহ্মণ।

আহির [ āhira ] বি. গোপ জাতিবিশেষ। < [সং আভীর তু হি আহির]। স্ত্রী আহিরি, আহিরী।

আহির ভৈরব [ āhira bhairaba ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [হি. আহীর + সং. ভৈরব]।

আহুড়ি-আহিড়ি [ āhuḍ়i-āhiḍ়i ] র রূপভেদ।

আহুত [ āhuta ] বিণ. (যাতে বা যা) আহুতি দেওয়া হয়েছে এমন। [সং. আ + √ হু + ত]। আহুতি বি. হোম; হোমের সামগ্রী।

আহূত [ āhūta ] বিণ. আমন্ত্রিত, নিমন্ত্রিত; ডাকা বা আহ্বান করা হয়েছে এমন (রবাহূত, অনাহূত)। [সং. আ + √ হ্বে + ত]। আহূতি বি. আমন্ত্রণ, আহ্বান।

আহৃত [ āhṛta ] বিণ. 1 আহরণ করা হয়েছে এমন; 2 সংগৃহীত, সংকলিত; 3 সঞ্চিত; 4 আয়োজিত। [সং. আ + √ হৃ + ত]।

আহেরিয়া, আহেড়িয়া [ āhēriẏā, āhēḍ়iẏā ] বি. রাজপুতানার শিকারোত্সববিশেষ; মৃগয়া। ☐ বিণ. মৃগয়াকারী। [প্রাকৃ. আহেড় (< সং. আখেট) + ইয়া]।

আহেল, আহলে, আহেলি [ āhēla, āhalē, āhēli ] বিণ. খাস; খাঁটি, অমিশ্র; নতুন, আনকোরা। [আ. আহল্]। ̃ বিলাত, ̃ বিলাতি বিণ. সদ্য বিলাত বা বিদেশ থেকে এসেছে এমন।

আহ্নিক [ āhnika ] বি. নিত্য বন্দনা উপাসনা ইত্যাদি, নিত্য সন্ধ্যাদি উপাসনা। ☐ বিণ. দৈনিক, প্রাত্যহিক (আহ্নিক গতি)। [সং. অহন্ + ইক]।

আহ্বান [ āhbāna ] বি. 1 আমন্ত্রণ, নিমন্ত্রণ; 2 ডাক, সম্বোধন। [সং. আ + √ হ্বে + অন]।

আহ্বায়ক [ āhbāẏaka ] বি. বিণ. আমন্ত্রণকারী; (গৌণার্থে) কোনো সমিতি বা পরিষদের মূল আয়োজক। [সং. আ + √ হ্বে + অক]। স্ত্রী. আহ্বায়িকা

আহ্লাদ [ āhlāda ] বি. 1 আনন্দ, হর্ষ (আহ্লাদে আটখানা); 2 মজা; 3 স্নেহ বা আশকারা (বেশি আহ্লাদ পেলে ছেলে বিগড়ে যাবে, আহ্লাদ পেলে কুকুর মাথায় ওঠে)। [সং. আ + √ হ্লাদ্ + অ]। ̃ বি. আহ্লাদ উত্পাদন। আহ্লাদিত বিণ. আনন্দিত, হৃষ্ট। আহ্লাদী (-দিন্) বিণ. (স্ত্রী.) 1 আমোদপ্রিয়া; 2 নেকি; 3 অতিরিক্ত স্নেহ বা আশকারা পেয়েছে এমন। পুং. আহ্লাদেআহ্লাদে আটখানা আনন্দে আত্মহারা।