[ ṭ ] বাংলা বর্ণমালার একাদশ ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ অল্পপ্রাণ মূর্ধন্য ট্-ধ্বনির দ্যোতক।

টই-টই, টই-টম্বুর [ ṭi-ṭi, ṭi-ṭambura ] বিণ. পরিপূর্ণ, কানায় কানায় ভরা (পুকুরটা একেবারে চইটম্বুর হয়ে আছে)। [দেশি]।

টং1 [ ṭa1 ] বিণ. 1 অত্যন্ত ক্রুদ্ধ, অগ্নিমূর্তি, মেজাজ চড়ে আছে এমন (রেগে টং হয়ে আছে); 2 ভরপুর (মদে টং হওয়া)। [সং. টঙ্ক]।

টং2 [ ṭa2 ] বি. উঁচু মাচা, মাচান, টোং ('টঙের ঘরে একা একা': প্রেমেন্দ্র)। [সং. তুঙ্গ]।

টং3 [ ṭa3 ] বি. 1 ঘড়ি, কাঁসি প্রভৃতির শব্দবিশেষ; 2 ধনুকের জ্যা টেনে ছেড়ে দিলে যে শব্দ হয়। [ধ্বন্যা.]।

টংকার [ ṭaṅkāra ] দ্র টঙ্কার

টক1 [ ṭaka1 ] বিণ. অম্ল স্বাদযুক্ত (টক দই)। ☐ বি. 1 অম্লরস বা অম্ল স্বাদ (অত টক খেয়ো না); 2 অম্ল স্বাদযুক্ত ব্যঞ্জনবিশেষ, অম্বল (মাছের টক)। [সং. তক্র]। ̃ ডাল, টকের ডাল বি. কাঁচা আম তেঁতুল প্রভৃতি সহযোগে তৈরি অম্ল স্বাদযুক্ত ডাল।

টক2 [ ṭaka2 ] বি. অত্যন্ত দ্রুততার ভাব। ☐ ক্রি-বিণ. দ্রুত (টক করে নিয়ে এসো)। [ধ্বন্যা.]। টকা-টক1 ক্রি-বিণ. অতি দ্রুত (টকাটক খেয়ে ফেলো)। টকাস1 ক্রি-বিণ. অতি দ্রুত, অনায়াসে (টকাস করে গিলে ফেলো তো)।

টক3 [ ṭaka3 ] বি. শুকনো কাঠে ছোট কিছুর আঘাতের বা অনুরূপ কোনো শব্দ। [ধ্বন্যা.]। ̃ টক1, টকা-টক2 বি. ক্রমাগত টক শব্দ। টকাস2 বি. সজোরে টক শব্দ।

টক-টক2 [ ṭaka-ṭaka2 ] বি. (সচ. লাল রঙের) তীব্রতা বা আধিক্যের ভাব (লাল টকটক করছে)। [ধ্বন্যা.]। টক-টকে বিণ. গাঢ়, উজ্জ্বল (টকটকে লাল, টকটকে রং)।

টকা [ ṭakā ] ক্রি. 1 বিকৃত হওয়া, কটু হয়ে যাওয়া (তরকারিটা টকে গেছে); 2 টকের সংস্পর্শে শিরশির করা বা অস্বস্তিকর অনুভূতি হওয়া (দাঁত টকে যাওয়া)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [বাং. টক + আ]। ̃ নো ক্রি. অম্ল স্বাদযুক্ত করা, টকিয়ে দেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

টকা-টক1, টকাস1 [ ṭakā-ṭaka1, ṭakāsa1 ] দ্র টক2

টকা-টক2, টকাস2 [ ṭakā-ṭaka2, ṭakāsa2 ] দর্ টক3

টক্কর [ ṭakkara ] বি. 1 হোঁচট, ঠোকর (টক্কর খাওয়া); 2 ধাক্কা; 3 পাল্লা, প্রতিযোগিতা (তাকে টক্কর দেওয়া তোমার কাজ নয়)। [দেশি]।

টগ-বগ [ ṭaga-baga ] বি. 1 ফুটন্ত জলের শব্দ; 2 ঘোড়ার দ্রুতগতির শব্দ। [ধ্বন্যা.]। টগ-বগিয়ে ক্রি-বিণ. 1 টগবগ করতে করতে; 2 (আল.) উত্সাহ-উদ্দীপনার সঙ্গে। টগ-বগে বিণ. 1 টগবগ করে এমন; তেজি; 2 উদ্যমী; 3 ফুটন্ত।

টগর [ ṭagara ] বি. (সচ.) সাদা ফুলবিশেষ। [সং. তগর]।

টগরা [ ṭagarā ] বিণ. (আঞ্চ.) চালাক ও চটপটে (বেশ টগরা ছেলে)। [দেশি]।

টঙ্ক1 [ ṭaṅka1 ] বি. 1 খড়্গ টাঙি প্রভৃতি অস্ত্র; 2 খননের অস্ত্র; 3 পাহাডের উঁচু স্হান; 4 ক্রোধ বা আস্ফালন (কেবল মুখেই যত টঙ্ক)। [সং. √ টঙ্ক্ + অ]।

টঙ্ক2 [ ṭaṅka2 ] বিণ. (আঞ্চ.) মজবুত, দৃঢ় (বাঁধনটা বেশ টঙ্ক হয়েছে)। [দেশি]।

টঙ্ক3 [ ṭaṅka3 ] বি. টাকা। [সং. টং (ধ্বন্যা.) + √ কৈ (শব্দ করা) + অ]। ̃ , ̃ পতি বি. টাঁকশালের অধ্যক্ষ। ̃ বিজ্ঞান বি. নানা দেশের ও নানা যুগের মুদ্রাবিষয়ক বিদ্যা, numismatics. ̃ শালা বি. টাঁকশাল।

টঙ্কন [ ṭaṅkana ] বি. 1 সোহাগা; 2 বাঁধন। [সং. √ টঙ্ক্ + অন]।

টঙ্কপতি, টঙ্কবিজ্ঞান, টঙ্কশালা [ ṭaṅkapati, ṭaṅkabijñāna, ṭaṅkaśālā ] দ্র টঙ্ক3

টঙ্কা [ ṭaṅkā ] বি. টাকা। [সং. টঙ্ক-তু. হি. তন্খা]।

টঙ্কার, টংকার [ ṭaṅkāra, ṭaṅkāra ] বি. 1 ধনুকের ছিলার শব্দ (কোদণ্ড টঙ্কার); 2 অনুরূপ অন্য শব্দ ('টাকার টঙ্কার': সু. মু.)। [সং. টঙ্ + √ কৃ + অ]।

টট্টর, টট্টরে [ ṭaṭṭara, ṭaṭṭarē ] যথাক্রমে টরটর ও টরটরে -র কথ্য রূপ।

টন [ ṭana ] বি. ইংরেজি ওজনবিশেষ, কুড়ি হন্দর-প্রায় 116 কিলোগ্রাম বা সাতাশ মন। [ইং. ton]।

টনক [ ṭanaka ] বি. হুঁশ, খেয়াল, মনোযোগ। [দেশি]। টনক নড়া ক্রি. বি. খেয়াল হওয়া, হুঁশ হওয়া (এতক্ষণে তোমার টনক নড়ল?)।

টন-টন [ ṭana-ṭana ] বি. আঁটসাঁট টানটান পরিপূর্ণ বা তীক্ষ্ণ হওয়ার দরুন অস্বস্তি বা বেদনাবোধ (পা টনটন করছে)। [ধ্বন্যা.]। টন-টনানি বি. টনটন করার অনুভূতি বা ভাব (পায়ের টনটনানি এখনও গেল না)। টন-টনে বিণ. (বিদ্রূূপে) গভীর, তীক্ষ্ণ (টনটনে জ্ঞান)।

টন-সিল [ ṭana-sila ] বি. গলার মধ্যে জিহ্বার মূলদেশে স্হিত গ্ল্যাণ্ড বা গ্রন্হিদ্বয়। [ইং. tonsils]।

টনিক [ ṭanika ] বি. 1 শক্তিবর্ধক ওষুধ; 2 (আল.) যাতে গায়ের বা মনের জোর বাড়ে এমন বস্তু বা প্রভাব (টাকার মতো টনিক আর কী আছে?)। [ইং. tonic]।

টপ1 [ ṭapa1 ] বি. মটরাকৃতি গঠন (কানের টপ, টপতোলা)। [সং. স্তূপ]।

টপ2 [ ṭapa2 ] বিণ. (কথ্য, অশোভন) সবচেয়ে ভালো; খুব ভালো (একেবারে টপ খেলা, টপ দেখতে)। [ইং. top]।

টপ3 [ ṭapa3 ] বি. তরল পদার্থের ফোঁটা পড়ার শব্দ। [ধ্বন্যা]। টপ টপ1 বি. ক্রি-বিণ. ক্রমাগত ফোঁটা ফোঁটা করে পড়ার শব্দ (টপ টপ করে রস পড়ছে)।

টপ4 [ ṭapa4 ] বি. ক্রি-বিণ. অতি শীঘ্র, চট (টপ করে গিলে ফেলা)। [ধ্বন্যা.]। টপ টপ2 ক্রমাগত ও অতি দ্রুত (টপ টপ করে খেয়ে নেওয়া)। টপা-টপ টপ টপ2 -এর অনুরূপ।

টপকা [ ṭapakā ] ক্রি. পার হওয়া; লাফিয়ে পার হওয়া। [হি. টপ]। ̃ নো ক্রি. অতিক্রম করা, ডিঙানো। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. অতিক্রান্ত; অতিক্রম করা হয়েছে এমন।

টপাটপ [ ṭapāṭapa ] দ্র টপ4

টপাস [ ṭapāsa ] বি. ক্রি-বিণ. বড় ফোঁটা পড়ার অপেক্ষাকৃত জোর শব্দ। [ধ্বন্যা.]।

টপ্পা [ ṭappā ] বি. লঘু রসাত্মক উপশাস্ত্রীয় সংগীতবিশেষ। [হি. টপ্পা]।

টফি [ ṭaphi ] বি. দুধ চিনি কোকো ইত্যাদি দিয়ে প্রস্তুত ছোটদের লোভনীয় মিঠাইবিশেষ। [ইং. toffee]।

টব [ ṭaba ] বি জল রাখার বা ফুলগাছ রোপণ করার পাত্রবিশেষ (ফুলের টব, জলের টব)। [ইং. tub]

ট বর্গ [ ṭa barga ] বি. (ব্যাক.) ট ঠ ড ঢ ণ এই পাঁচটি বর্ণ।

টম-টম [ ṭama-ṭama ] বি. এক ঘোড়ায় টানা দুই চাকার খোলা গাড়িবিশেষ। [ইং. tandem]।

টম্যাটো [ ṭamyāṭō ] বি. সবজি শ্রেণির ফলবিশেষ, বিলাতি বেগুন। [ইং. tomato]।

টর-টর [ ṭara-ṭara ] ক্রি-বিণ. 1 (চলন সম্বন্ধে) দ্রুত ও ছোট ছোট পদবিক্ষেপে (টরটর করে চলেছে); 2 (কথা বলা সম্বন্ধে) দ্রুত ও ঈষত্ আধোআধো ভাবে। [সং. ত্বর (দ্বিত্ব)]। টর-টরে বিণ. দ্রুত ও ছোট ছোট পায়ে চলে এমন; কথাবার্তায় খুব চালাকচতুর ও চটপটে।

টরে-টক্কা [ ṭarē-ṭakkā ] বি. তারবার্তা পাঠাবার সাংকেতিক ভাষাবিশেষ। [ধ্বন্যা.]।

টর্চ [ ṭarca ] বি. ব্যাটারির সাহায্যে জ্বলে এমন আধুনিক বাতিবিশেষ। [ইং. torch]।

টর্নাডো [ ṭarnāḍō ] বি. ঘূর্ণিবায়ুযুক্ত প্রবল ঝড়বিশেষ। [ইং. tornado]।

টর্পেডো [ ṭarpēḍō ] বি. ডুবোজাহাজ থেকে ছোড়া হয় এমন চুরুটের আকৃতিবিশিষ্ট ক্ষেপণাস্ত্র। [ইং. torpedo]।

টল1 [ ṭala1 ] দ্র টলন

টল-টল [ ṭala-ṭala ] বি. তরস পদার্থের ঈষত্ আন্দোলন ও পরিপূর্ণতার লক্ষণ (পুকুরে জল টলটল করছে)। [ধ্বন্যা.]। টল-টলানো ক্রি. টলটল করা। টল-টলায়মান বিণ. টলে পড়ে যাবার উপক্রম হয়েছে এমন, পতনোম্মুখ (সিংহাসন টলটলায়মান)। টল-টলে বিণ. টলটল করে বা করছে এমন (টলটলে জল)।

টলট্টল [ ṭalaṭṭala ] বিণ. অত্যন্ত বিক্ষুব্ধ বা আন্দোলিত; উচ্ছলিত। [বাং. টল + টল]।

টলন, টল2 [ ṭalana, ṭala2 ] বি. 1 বিচলন, স্খলন (কিছুতেই টলন নেই); 2 বিহ্বলতা। [সং. √ টল্ (ব্যাকুলতা) + অন, অ]।

টল-মল [ ṭala-mala ] বি. 1 অস্হির আন্দোলিত বা পতনোম্মুখ হওয়ার লক্ষণ (ধরণী টলমল করছে); 2 উচ্ছলিত হওয়ার লক্ষণ (বর্ষায় নদীর জল টলমল করছে)। [বাং. টল + মল (সহচর শব্দ)]। ☐ বিণ. উক্ত সব অর্থে (টলমল অবস্হা)। টল-মলা ক্রি. টলমল করা; টলমল করানো। টল-মলানি বি. টলমল করার অবস্হা। টল-মলায়-মান, টল-মলে বিণ. টলমল করছে এমন; দোলায়মান, পতনোম্মুখ।

টলা [ ṭalā ] ক্রি. 1 বিচলিত হওয়া (মন টলানো); 2 স্হানভ্রষ্ট হওয়া, বিচ্যুত হওয়া, কম্পিত বা আন্দোলিত হওয়া (পা টলছে); 3 অন্যথা বা নড়চড় হওয়া (তার প্রতিজ্ঞা টলবে না)। [বাং. √ টল্ + আ]। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। টলানো ক্রি. বি. বিচলিত করা; স্হানচ্যুত করা, নড়ানো; কম্পিত বা আন্দোলিত করা; অন্যথা করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।

টসকা, টসকানো [ ṭasakā, ṭasakānō ] ক্রি. 1 অস্বাভাবিক হওয়া; 2 ভগ্নস্বাস্হ্য হওয়া (শরীরটা টসকেছে); 3 সহজে ভেঙে যাওয়া বা নষ্ট হওয়া (সে অত সহজে টসকাবে না)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. √ টস্ = ফাটা, মচকানো]।

টস-টস [ ṭasa-ṭasa ] বি. 1 রসে পরিপূর্ণ হওয়ার ভাব (ফলটা পেকে টসটস করছে); 2 ফোঁটায় ফোঁটায় পড়ার বা জল রস পুঁজ প্রভৃতিতে পূর্ণ হওয়ার ভাব (ফোঁড়াটা টসটস করছে)। [ধ্বন্যা.]। টস-টসে বিণ. টসটস করছে এমন; ফোঁটা ফোঁটা পড়ছে এমন; রসে বা পুঁজে ভরতি এমন (টসটসে ফোঁড়া)।

টহল [ ṭahala ] বি. 1 পায়চারি; 2 পর্যটন (দুনিয়াময় টহল দেওয়া); 3 ঘুরে ঘুরে পাহারা (পুলিশ সারা শহর টহল দিচ্ছে)। [হি. টহল্না]। ̃ দার বি. 1 চৌকিদার; 2 ভিক্ষার জন্য গান গেয়ে ভ্রমণকারী; 3 পর্যটনকারী; 4 পাহারাওয়ালা। ̃ দারি বি. টহলদারের বৃত্তি বা কাজ। টহলানো বি. ক্রি. 1 টহল দেওয়া বা দেওয়ানো; 2 ঘোড়াকে হাঁটানো।

টা [ ṭā ] নির্দেশক আশ্রিত পদ বা প্রত্যয়কল্প অব্যয়বিশেষ (একটা, খানিকটা); ব্যক্তি বিষয় বা বস্তু নির্দেশে (মেয়েটা, আমটা, কাজটা); অবজ্ঞা বা অনাদরে ('রাজাটা খেপেছে রে': রবীন্দ্র; হচ্ছেটা কী?)।

টাই [ ṭāi ] বি. ইয়োরোপীয় পুরুষের পোশাকের অঙ্গরূপে জামার কলারের সঙ্গে বাঁধবার ফিতাবিশেষ। [ইং. tie, necktie]।

টাইট [ ṭāiṭa ] বিণ. 1 আঁট, টান টান, শক্ত (প্যাণ্টটা বড় টাইট হয়েছে); 2 (অশা.) ঢিট, শায়েস্তা, জব্দ (লোকটার বড় বাড় বেড়েছে, একটু টাইট করে দিতে হবে)। ☐ বি. (অশা.) বকুনি; জব্দ করার জন্য ব্যবস্থা (টাইট দেওয়া)। [ইং. tight]।

টাইপ [ ṭāipa ] বি. 1 অক্ষর (ছাপাখানার টাইপ, টাইপরাইটারের টাইপ); 2 ধরন, প্রকার (বদ টাইপের লোক, নাটকে টাইপ সৃষ্টি করা)। [ইং. type]। টাইপ করা ক্রি. বি. টাইপরাইটারে লেখা বা ছাপ দেওয়া। ̃ রাইটার বি. লেখার বা অক্ষর ছাপার যন্ত্রবিশেষ, typewriter. টাইপিস্ট বি. টাইপ করার কর্মে নিযুক্ত ব্যক্তি, (পরি.) মুদ্রলেখক।

টাই-ফয়েড [ ṭāi-phaẏēḍa ] বি. আন্ত্রিক জ্বর; সান্নিপাতিক জ্বর, জীবাণুঘটিত জ্বরবিশেষ। [ইং. typhoid]।

টাই-ফুন [ ṭāi-phuna ] বি. প্রবল সমুদ্রঝড়বিশেষ। [ইং. typhoon]।

টাই-ব্রেকার [ ṭāi-brēkāra ] বি. ফুটবল হকি প্রভৃতি খেলায় জয়পরাজয়ের নিষ্পত্তির জন্য পেনালটির স্হান থেকে উভয় পক্ষের পরপর গোল করা। [ইং. tie-breaker]।

টাইম [ ṭāima ] বি. সময়; অবকাশ (নিশ্বাস ফেলারও টাইম নেই)। [ইং. time] ̃ কল বি. (আঞ্চ.) নির্দিষ্ট সময়ে যে কল থেকে জল পাওয়া যায়; রাস্তার জলের কল। ̃ কিপার বি. কারখানা ও অন্যান্য স্হানে কর্মচারীদের হাজিরার সময়রক্ষক; কোনো কাজের বা বিষয়ের সময়রক্ষক। ̃ টেবল বি. সময়সারণি; রেল কারখানা ইত্যাদির সময়সূচি। ̃ ধরা, ̃ বাঁধা বিণ. বাঁধা বা নির্দিষ্ট সময়ে করে বা করতে হয় এমন (টাইম-বাঁধা খাওয়া)। ̃ পিস বি. টেবিলঘড়ি।

টাউন [ ṭāuna ] বি. 1 শহর, নগর; 2 ছোট শহর। [ইং. town]। ̃ হল বি. নাগরিকদের সর্বজনীন মিলনগৃহ।

টাঁক [ ṭān̐ka ] বি. 1 লক্ষ্য, তাক; 2 লুব্ধদৃষ্টি; 3 প্রতীক্ষা (টাঁক করে আছি)। [সং. তর্ক]।

টাঁক-শাল [ ṭān̐ka-śāla ] বি. মুদ্রা প্রস্তুত হয় এমন কারখানা, mint. [সং. টঙ্কশাল]।

টাঁকা1 [ ṭān̐kā1 ] বি. ক্রি. সেলাই করে জুড়ে দেওয়া (জামার ধারটা টেঁকে দিতে হবে)। ☐ বিণ. উক্ত অর্থে (টাঁকা ব্লাউজ)। [সং. √ তঙ্ক-তু. হি. √ টাক]।

টাঁকা2 [ ṭān̐kā2 ] বি. ক্রি. 1 তাক করা; 2 আগে থেকে বলা; 3 কামনা করা ('মরণ টাঁকিলি': ভা. চ.); 4 প্রতীক্ষা করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. টাঁক + আ]।

টাঁসা [ ṭām̐sā ] ক্রি. 1 হাতে-পায়ে রক্তচলাচল বন্ধ হয়ে শক্ত হয়ে যাওয়া; 2 (বিদ্রূপে) মরে যাওয়া বা মরে কাঠ হয়ে যাওয়া (বুড়োটা টেঁসে গেছে)। [দেশি]।

টাক1 [ ṭāka1 ] বি. 1 কেশহীন মস্তক (টাকটা ঢাকো); 2 মস্তকের কেশহীনতা, ইন্দ্রলুপ্ত (মাথায় টাক পড়েছে)। ☐ বিণ. টাকযুক্ত, টেকো (টাক মাথা)। [দেশি]।

টাক2 [ ṭāka2 ] (অব্য.) (অনুমানবাচক প্রত্যয়বিশেষ), প্রায়, তত্পরিমাণ (পোয়াটাক, মাইলটাক)। [দেশি]।

টাক3 [ ṭāka3 ] (আঞ্চ.) বি. ঠোকর, গুঁতো (মাথায় টাক খাওয়া)। [তু. টক্কর]।

টাকরা [ ṭākarā ] বি. তালু, জিহ্বার ঊর্ধ্বদেশ, palate. [দেশি]।

টাকা2 [ ṭākā2 ] বি. 1 মুদ্রাবিশেষ; ভারতীয় মুদ্রার একক (1 পয়সায় 1 টাকা); 2 অর্থ, ধন (লোকটার যথেষ্ট টাকা আছে)। [সং. টঙ্ক]। টাকা ওড়ানো ক্রি. বি. অপব্যয় করা। ̃ কড়ি, ̃ পয়সা বি. নগদ অর্থ। টাকা করা ক্রি. বি. অর্থ উপার্জন ও সঞ্চয় করা। টাকা খাওয়া ক্রি. বি. ঘুষ নেওয়া। টাকা ভাঙানো ক্রি. বি. বেশি মূল্যের মুদ্রা বা কাগজি মুদ্রার সঙ্গে সমপরিমাণ কিন্তু খুচরা মুদ্রার বিনিময় করা। টাকা মারা ক্রি. বি. অন্যের টাকা আত্মসাত্ করা। টাকায় টাকা আনে ব্যাবসা ইত্যাদিতে যত বেশি টাকা বিনিয়োগ করা হয় তত বেশি টাকা লাভ হয়। টাকার আণ্ডিল, টাকার কুমির (আল.) অতি ধনশালী ব্যক্তি। টাকার গরম বি. ধনগর্ব। টাকার মুখ দেখা ক্রি. বি. অর্থলাভ করা; অর্থোপার্জনে সক্ষম হওয়া। টাকার শ্রাদ্ধ বি. প্রচুর অর্থের অপচয়।

টাঁকু, টাঁকুয়া, টেঁকো [ ṭān̐ku, ṭān̐kuẏā, ṭēn̐kō ] বি. তকলি, সুতো কাটার ও জড়িয়ে রাখার শলাকাবিশেষ। [সং. তর্কু]।

টাঙা1 [ ṭāṅā1 ] বি. টাট্টুঘোড়ায় টানা দুই চাকার গাড়িবিশেষ। [হি. টাঁগা]।

টাঙা2 [ ṭāṅā2 ] ক্রি. টাঙানো, ঝুলানো। [সং. √ টঙ্ক + বাং. আ]। ̃ নো বি. ক্রি. ঝুলানো, লম্বিত করা, লটকানো (মশারি টাঙানো)। ☐ বিণ. উক্ত অর্থে।

টাঙি, টাঙ্গি [ ṭāṅi, ṭāṅgi ] বি. কুঠারজাতীয় যুদ্ধাস্ত্রবিশেষ। [সং. টঙ্গ]।

টাট3 [ ṭāṭa3 ] বি. মহাজনের ফরাস বা গদি। [হি. টট=চট]।

টাটকা [ ṭāṭakā ] তাজা, সতেজ, নতুন (টাটকা ফল, টাটকা মাছ, টাটকা খবর)। [হি. টট্কা]।

টা-টা1 [ ṭā-ṭā1 ] বি. বিদায়দান বা বিদায়গ্রহণের সময় শুভেচ্ছা প্রকাশের উক্তি, সাধারণত শিশুদের ক্ষেত্রে প্রচলিত। [ইং. ta-ta]।

টাটা2 [ ṭāṭā2 ] ক্রি. টাটানো, ব্যথার অনুভূতি হওয়া। [প্রাকৃ. তত্ত < সং. তপ্ত]। ̃ নো ক্রি. বি. বেদনাযুক্ত হওয়া, ব্যথার বোধ হওয়া, টনটন করা (ফোঁড়াটা টাটাচ্ছে)। টাটানি বি. টনটনানি, ব্যথার অনুভূতি। চোখ টাটানো ক্রি. বি. অন্যের সুখ সইতে না পারা, ঈর্ষা হওয়া।

টাটি1 [ ṭāṭi1 ] বি. মাটির ছোট খুরি বা ভাঁড়। [দেশি]।

টাটি2 [ ṭāṭi2 ] বি. চাটাই, দরমা প্রভৃতির বেড়া বা আবরণ, ঝাঁপ। [হি. টট্টর]।

টাটু, টাট্টু [ ṭāṭu, ṭāṭṭu ] বি. ছোট ঘোড়াবিশেষ, pony. [হি. টট্টু]।

টাট্টি [ ṭāṭṭi ] বি. 1 মল, মলত্যাগ; 2 মলত্যাগের স্হান। [হি. টাট্টি]।

টান [ ṭāna ] বি. 1 আকর্ষণ (স্নেহের টান, স্রোতের টান); 2 আঁট ভাব (দড়ির গিঁটের টান); 3 বিড়ি, সিগারেট ইত্যাদির ধোঁয়া মুখে নেওয়া (বিড়ির টান); 4 আসক্তি, মমতা (নাড়ির টান); 5 অভাব (পয়সার টান); 6 অত্যধিক চাহিদা (বাজারে ডিমের টান); 7 হাঁপানি (টান উঠেছে); 8 তুলি ইত্যাদির অঙ্কনভঙ্গি, ছাঁদ (তুলির টান); 9 কথার বিশেষ সুর (কথায় পশ্চিমা টান); 1 দেমাক, অহংকার (তার কথায় বড় টান)। [টানা2 দ্র]। টান টান বিণ. আঁটসাঁট, টাইট; গর্বিত; চড়া (টান টান কথা)।

টানা1 [ ṭānā1 ] বি. 1 কাপড়ের লম্বা দিকের সুতো; 2 দেরাজ, (টানওয়ালা টেবিল)। [টানা2 দ্র]। ̃ পোড়েন বি. 1 কাপড়ের লম্বালম্বি ও আড়াআড়িভাবে স্হাপিত বা বোনা সুতো; 2 (আল.) বিরক্তিকর আসা-যাওয়া (দুই পক্ষের এই টানাপোড়েনে আমার প্রাণটা যে যায়)।

টানা2 [ ṭānā2 ] ক্রি. 1 আকর্ষণ করা (কাছে টানা); 2 আঁকা (রেখা টানা); 3 বহন করা (মাল টানা); 4 পক্ষপাতী হওয়া (তার দিকে টেনে কথা বলা); 5 ব্যয়সংকোচ করা (যথেষ্ট টেনে সংসার চালাতে হয়); 6 ধূমপান করা (বিড়ি টানা); 7 শোষণ করা, শুষে নেওয়া (জল বা রস টেনে নেওয়া); 8 (অশা.) প্রচুর খাওয়া (ভোজবাড়িতে গিয়ে প্রচুর টেনেছ মনে হচ্ছে); 9 (অশা.) মদ ইত্যাদি খাওয়া (লোকটা কি টেনে এসেছে?)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 বাহিত (ঘোড়ায়-টানা গাড়ি); 2 হাতে টেনে চালাতে হয় এমন (টানা পাখা, টানা রিকশা); 3 সোজা (টানা পথ); 4 ছেদহীন, নিরবচ্ছিন্ন (টানা দুঘণ্টা); 5 মন্হন করা বা মাখন তোলা হয়েছে এমন (টানা দুধ); 6 বিস্তৃত, আয়ত (টানা চোখ); 7 অঙ্কিত (কালি দিয়ে টানা রেখা); 8 জড়িত, ছাড়া ছাড়া নয় এমন (টানা হাতের লেখা)। [বাং. √ টান + আ < সং. √ তন্]। টানা-জাল বি. একসঙ্গে বহু মাছ ধরার জন্য নদী পুকুর ইত্যাদির মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে এমন বড় জালবিশেষ। টানা টানা বিণ. আয়ত (টানা টানা চোখ); বাঁকা, তির্যক (টানা টানা কথা)। ̃ টানি বি. 1 পরস্পর আকর্ষণ; টানাহেঁচড়া; 2 অভাব-অনটন (টানাটানির সংসার)। ̃ বোনা বি. বিণ. ক্রি. কষ্টেসৃষ্টে কার্যসিদ্ধি বা কার্যসিদ্ধি করা (টেনেবুনে সংসার চালানো)। ̃ হেঁচড়া, ̃ হ্যাঁচড়া বি. হেঁচড়ে হেঁচড়ে বা অনিচ্ছার সঙ্গে জোর করে টানা; কষ্টেস়ৃষ্টে চালানো; জোর করে কোনো কাজে প্রবৃত্ত করা।

টাপুর-টুপুর [ ṭāpura-ṭupura ] বি. ক্রি.-বিণ. টুপ্টাপ্ শব্দে বা ক্রমাগত বৃষ্টি পড়ার শব্দ ('বৃষ্টি পড়ে টাপুর-টুপুর': রবীন্দ্র)। [ধ্বন্যা.]।

টাবা [ ṭābā ] বি. লেবুবিশেষ। [দেশি]।

টায়-টায়, টায়-টৌয় [ ṭāẏa-ṭāẏa, ṭāẏa-ṭauẏa ] ক্রি-বিণ. কোনোরকমে; ঠিক ঠিক; না কম না বেশি (টায়টায় পাশ করেছে, টায়টায় চালানো)। [টালটোল?]।

টায়রা [ ṭāẏarā ] বি. স্ত্রীলোকের ললাটভূষণ বা মাথায় পরার গয়নাবিশেষ। [ইং. tiara]।

টায়ার [ ṭāẏāra ] বি. গাড়ির চাকার বাইরের শক্ত রবারের আবরণ। [ইং. tyre]।

টাল1 [ ṭāla1 ] বি. স্তূপ, গাদা (টাল দিয়ে আলু রাখা)। [হি.]।

টাল2 [ ṭāla2 ] বি. 1 বাঁকা ভাব (তলোয়ারে টাল আছে); 2 এক দিকে ঝোঁক (চাকায় টাল আছে); 3 হেলে পড়ার ভাব (টাল খেয়ে চলা); 4 ধাক্কা, ঝুঁকি, বিপদ (টাল সামলানো); 5 স্তোকবাক্য, ছলনা। [সং. √ টল্]। ̃ বাহানা বি. দেরি; মিথ্যা ওজর। ̃ মাটাল বি. অতিশয় অস্হিরতা, চাঞ্চল্য, সংশয় বা বিপদের ভাব (টালমাটাল চলছে)। ☐ বিণ. অতিশয় অস্হির বা নড়বড়ে (কোম্পানির এখন টালমাটাল অবস্হা)।

টালনি [ ṭālani ] বি. হেলন, কাত হওয়ার ভাব ('চূড়ার টালনি বামে': জ্ঞান)। [টাল2 দ্র]।

টালবাহানা, টালমাটাল [ ṭālabāhānā, ṭālamāṭāla ] দ্র টাল2

টালা [ ṭālā ] ক্রি. 1 অবহেলা করা; 2 বৃথা সময় নষ্ট করা ('মনুষ্য দুর্লভ জন্ম বৃথা কেন টাল': ঘ.); 3 ভাঁড়ানো ('সত্য কথা মিথ্যা করি টালে': শি.); 4 অগ্রাহ্য করা; 5 চালা; বিচলিত করা, নড়চড় করা। [সং. √ টালি > √ টল্ + বাং. আ]। ̃ চালি বি. নাড়ানাড়ি; বারবার নড়চড় (কথা টালাটালি)।

টালি [ ṭāli ] বি. ঘরের ছাদ আচ্ছাদনের জন্য ব্যবহৃত পোড়ামাটির বা পাথরের ফলক বা খাপরা। [ইং. tile]।

টিউ-টর [ ṭiu-ṭara ] বি. 1 শিক্ষক; 2 গৃহশিক্ষক। [ইং. tutor]। প্রাইভেট টিউটর বি. গৃহশিক্ষক।

টিউব-ওয়েল [ ṭiuba-ōẏēla ] বি. নলকূপ। [ইং. tube + well]।

টিউ-শনি, টুই-শনি [ ṭiu-śani, ṭui-śani ] বি. ছাত্রদের বাড়িতে গিয়ে কিংবা অন্যত্র গৃহশিক্ষকতা; গৃহশিক্ষকের কাজ (টিউশনি করে সংসার চালায়)। [ইং. tuition + বাং. ই]।

টিক1 [ ṭika1 ] বি. দাগ, চিহ্ন; √ এই দাগ (শুধু টিক দেওয়া প্রশ্নগুলো পড়বে)। [ইং. tick]।

টিক2 [ ṭika2 ] বি. সেগুন কাঠ। [ইং. teak]।

টিক-টিক [ ṭika-ṭika ] বি. 1 খিটখিট করার ভাব; ক্রমাগত মৃদু আপত্তি করার ভাব (সবসময় এত টিকটিক করলে লোকে বিরক্ত হবেই); 2 ঘড়ির ক্রমাগত শব্দ। [ধ্বন্যা.]।

টিক-টিকি [ ṭika-ṭiki ] বি. 1 সরীসৃপ শ্রেণির ছোট প্রাণিবিশেষ, গৃহগোধিকা, জ্যেষ্ঠা; 2 (বিদ্রূপে) গোয়েন্দা, ডিটেকটিভ (পিছনে টিকটিকি লেগেছে)। [বাং. টিকটিক + ই]। টিকটিকি পড়া বি. ক্রি. অমঙ্গলসূচক টিকটিক শব্দ বা টিকটিকির ডাক হওয়া।

টিকলি [ ṭikali ] বি. 1 ছোট গোলাকার খণ্ড বা টুকরো (আখের টিকলি); 2 স্ত্রীলোকদের কপালের গহনাবিশেষ। [হি. টিক্লী]।

টিকলো [ ṭikalō ] বিণ. তীক্ষ্ণ অগ্রভাগবিশিষ্ট; খাড়া (টিকলো নাক)। [সং. তীক্ষ্ণ > তিখা > তিখ্ > টিক + আলো = টিকালো > টিকলো]।

টিকা1 [ ṭikā1 ] বি. কয়লার গুঁড়ো ইত্যাদিতে প্রস্তুত গুটিকার আকৃতিবিশিষ্ট জ্বালানিবিশেষ। [হি. টিকিয়া]।

টিকা2 [ ṭikā2 ] বি. তিলক, কপালের ফোঁটা (রাজটিকা)। [প্রাকৃ. টিক্ক < সং. তিলক]। টিকা পরানো বি. ক্রি. কপালে চন্দনাদির ফোঁটা দেওয়া।

টিকা3 [ ṭikā3 ] বি. দেহে ক্ষত করে বা সুচ বিদ্ধ করে বসন্তাদি রোগের প্রতিষেধক বীজ প্রয়োগ। [তু. সং. গুটিকা, বটিকা]। টিকা ওঠা ক্রি. বি. টিকার ঘা পেকে ওঠা। ̃ দার বি. যে টিকা দেয়।

টিকা4, টেকা [ ṭikā4, ṭēkā ] বি. ক্রি. 1 থাকা, তিষ্ঠানো (ঘরে আর টিকতে পারছি না); 2 স্হায়ী হওয়া (এ জুতো টিকবে?); 3 বজায় থাকা (ধোপে টিকবে না); 4 বাঁচা (রোগী কতক্ষণ টিকবে?)। [হি. √ টিক]। ̃ নো ক্রি. বি. স্হায়ী করা, বজায় রাখা; স্বীকৃত বা গৃহীত করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।

টিকারা [ ṭikārā ] বি. নাকাড়াজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ, কাড়া, দুন্দুভি। [তু. হি. টিকারা]।

টিকি [ ṭiki ] বি. বর্ণহিন্দুদের মাথার পিছনে সংরক্ষিত কেশগুচ্ছ; শিখা, চৈতন। [দেশি]। টিকির দেখা নেই (কৌতু.) মোটেই দেখতে না পাওয়া, সম্পূর্ণ অদর্শন (তোমাকে হন্যে হয়ে খুঁজছি, অথচ তোমার টিকির দেখা নেই)।

টিকিট [ ṭikiṭa ] বি. 1 ভাড়া মাশুল ইত্যাদির নিদর্শনপত্রবিশেষ (বাসের টিকিট, লটারির টিকিট); 2 পরিচয়পত্রবিশেষ (বাসের টিকিট, লটারির টিকিট); 2 পরিচয়পত্রবিশেষ (কয়েদির টিকিট)। [ইং. ticket]। ̃ বাবু, ̃ মাস্টার বি. টিকিট বিক্রয় করার ভারপ্রাপ্ত কর্মচারী।

টিকিন, টিকিং [ ṭikina, ṭiki ] বি. গদি তোশক বালিশ প্রভৃতির খোল তৈরির জন্য ব্যবহৃত মোটা কাপড়বিশেষ। [ইং. ticking]।

টিট [ ṭiṭa ] বিণ. নিলর্জ্জ, বেহায়া; ঠ্যাটা। [সং. ধৃষ্ট?]। ̃ পনা বি. ঠ্যাটামি, বেহায়াপনা।

টিট-কারি, টিট-কিরি [ ṭiṭa-kāri, ṭiṭa-kiri ] বি. ধিক্কার বা ব্যঙ্গবিদ্রূপসূচক উক্তি। [তু. সং. ধিক্কার]।

টিটিভ, টিট্টিভ, টিটির [ ṭiṭibha, ṭiṭṭibha, ṭiṭira ] বি. 'টি-টি' শব্দকারী পাখিবিশেষ। [সং. টিট্টিভ]।

টিন [ ṭina ] বি. 1 নমনীয় ধাতুবিশেষ; 2 রাং; 3 রাঙের কলাই-করা লোহার পাত; 4 ক্যানেস্তারা, টিনের পাত্র (তেলের টিন)। [ইং. tin]।

টিনচার আয়োডিন [ ṭinacāra āẏōḍina ] বি. ক্ষতাদির পচনরোধক ওষুধবিশেষ। [ইং. tincture iodine]।

টিন-টিন [ ṭina-ṭina ] বি. অতিশয় কৃশতার ভাব। [দেশি। টিন-টিনে বিণ. খুব কৃশ, টিনটিন করে এমন (রোগা টিনটিনে ছেলে)।

টিপ [ ṭipa ] বি. 1 আঙুলের ডগা; 2 বুড়ো আঙুলের ডগার ছাপ; 3 দুই আঙুলের ডগা পরস্পর চেপে যে পরিমাণ দ্রব্য ধরা যায় (নাস্যির এক টিপ); 4 কপালের ফোঁটা বা ফোঁটার মতো প্রসাধনী বা অলংকারবিশেষ (চন্দনের টিপ, কপালে টিপ পরেছে); 5 আঙুলের ডগার চাপ ('অঙ্গুলির টিপ দিয়া ঘুচায় যন্ত্রণা': বি. গু.); 6 তাগ, লক্ষ্য (বন্দুকের টিপ)। ☐ বিণ. দুই আঙুলের ডগায় চেপে ধরে রাখা যায় এমন পরিমিত (এক টিপ নস্য)। [হি. টীপ]। ̃ কল বি. 1 টিপে আটকানো যায় এমন যন্ত্রযুক্ত দ্রব্যাদি; 2 নলকূপ, টিউবওয়েল। ̃ ছাপ, ̃ সই, ̃ সহি বি. বুড়ো আঙুলের ডগায় কালি মাখিয়ে গৃহীত ছাপ, fingerprint.

টিপ টিপ [ ṭipa ṭipa ] বি. 1 টপ টপ থেকে মৃদুতর শব্দ; 2 ক্রমাগত মৃদু বৃষ্টিপাতের শব্দ (টিপ টিপ করে বৃষ্টি পড়া); 3 মৃদু শিখা (প্রদীপটা টিপ টিপ করে জ্বলছে); 4 ভয় বা বেদনার জন্য মৃদু স্পন্দনের ভাব (বুক টিপ টিপ করা)। [দেশি]। টিপ-টিপানি বি. টিপ টিপ করার ভাব বা অবস্হা; দুরুদুরু ভাব।

টিপন, টিপনি, টিপুনি [ ṭipana, ṭipani, ṭipuni ] বি. 1 টেপন; 2 গোপন চিমটি; 3 গুপ্ত সংকেত বা প্ররোচনা (এতে নিশ্চয় তার টিপুনি আছে)। অন্তরটিপুনি দ্র অন্তর। [টিপা দ্র]।

টিপা, টেপা [ ṭipā, ṭēpā ] ক্রি. 1 মর্দন করা, ডলা, মালিশ করা (হাত-পা টেপা); 2 আঙুলের ডগা দিয়ে বা আঙুল দিয়ে চাপ দেওয়া (গাল টেপা); 3 সন্তর্পণে স্হাপন করা (পা টিপে চলা); 4 ঠারা, ঠেরে ইঙ্গিত করা (চোখ টেপা); 5 গোপনে সতর্ক করা, ইশারা করা (আগে থেকে তাকে টিপে দিয়েছিলাম)। ☐ বি. উক্ত সব অর্থে। [হি. টীপ্]। ̃ টিপি বি. পরস্পরের মধ্যে গোপন ইঙ্গিত বা সংকেত। ̃ নো ক্রি. মর্দন করানো, ডলানো; চাপ দেওয়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

টিপাই [ ṭipāi ] বি. ছোট তেপায়া টেবিল; প্রধানত চা-জলখাবার খাওয়ার উপযোগী ছোট ও নিচু তেপায়া টেবিল। [ইং. teapoy]।

টিপি-টিপি [ ṭipi-ṭipi ] ক্রি-বিণ. 1 টিপ টিপ করে (টিপিটিপি বৃষ্টি পড়ছে); 2 ধীরে, আস্তে আস্তে; নিঃশব্দে (টিপিটিপি চলা)। [দেশি]।

টিপুনি [ ṭipuni ] দ্র টিপন

টিপ্পনী [ ṭippanī ] বি. 1 গ্রন্হাদির অংশবিশেষ সম্বন্ধে ব্যাখ্যা, ভাষ্য, মন্তব্য; টীকা; 2 কথাবার্তার মধ্যে বিদ্রূপাত্মক মন্তব্য, ফোড়ন (কথায় কথায় টিপ্পনী দেয়)। [সং. √ টিপ্ + ক্বিপ্ + পন + ক + ঈ]।

টিফিন [ ṭiphina ] বি. 1 (প্রধানত) অপরাহ্নের জলযোগ; 2 অপরাহ্নের জলযোগের জন্য স্কুল, অফিস ইত্যাদিতে বিরতি। [ইং. tiffin]।

টিভি [ ṭibhi ] বি. টেলিভিজন, দূরদর্শন। [ইং. television এর সংক্ষিপ্ত রূপ]।

টিম-টিম [ ṭima-ṭima ] বি. মিটমিট করার ভাব (আলোটা টিমটিম করছে)। [ধ্বন্যা. তু. হি. টিমটিমানা]। টিমটিম করা ক্রি. বি. 1 ক্ষীণভাবে জ্বলা; 2 অতিকষ্টে বা কোনোরকমে অস্তিত্ব বজায় রাখা (সারা গ্রামে একটা পাঠশালা টিমটিম করছে)। টিম-টিমে বিণ. টিমটিম করে এমন; ক্ষীণ, অনুজ্জ্বল।

টিয়া1 [ ṭiẏā1 ] বি. সবুজ পালকবিশিষ্ট লেজ-ঝোলা এবং কথা-বলা পাখিবিশেষ; তোতা, শুক পাখি। [দেশি, ধ্বন্যা.]।

-টিয়া2, -টে [ -ṭiẏā2, -ṭē ] বাংলা তদ্ধিত প্রত্যয়বিশেষ; স্বভাব অর্থে-ঝগড়াটে, হিংসুটে, প্রকার অর্থে-রোগাটে, ঘোলাটে, ধোঁয়াটে; চুক্তি অর্থে-ভাড়াটিয়া, ভাড়াটে।

টিলা [ ṭilā ] বি. 1 মাটি বা অন্যকিছুর উঁচু স্তূপ; 2 খুব ছোট পাহাড়। [হি. ঢীলা]।

টীকা [ ṭīkā ] বি. দুরূহ শব্দাদির ব্যাখ্যা বা ব্যাখ্যাপুস্তক; ভাষ্য, ব্যাখ্যান। [সং. √ টীক্ + অ + আ]।

টুইড [ ṭuiḍa ] বি. পশমের বা পশম ও সুতির মিশ্র বুনটের কাপড়বিশেষ। [ইং. tweed]।

টুইল [ ṭuila ] বি. পশমের কাপড়বিশেষ। [ইং. twill]।

টুং [ ṭu ] বি. ধাতুদ্রব্যে মৃদু আঘাতের শব্দ। [ধ্বন্যা.]। ̃ টাং বি. 1 জলতরঙ্গের শব্দ; 2 ধাতুদ্রব্যে মৃদু আঘাতের ক্রমাগত শব্দ (কাঁসারির দোকানে টুংটাং করে কাজ চলছে)।

টুঁ [ ṭu ] বি. 1 'টুঁ'-এই শব্দ; সামান্যতম শব্দ (কোথাও টুঁ শব্দ শোনা যাচ্ছে না); 2 ক্ষীণ প্রতিবাদ (কেউ টুঁ শব্দটি করল না)। [ধ্বন্যা.]।

টুঁটি [ ṭun̐ṭi ] বি. 1 কণ্ঠনালী; 2 কণ্ঠ। [হি. টেঁটুয়া]। টুঁটি ছেঁড়া ক্রি. বি. 1 কণ্ঠ ছিন্ন করা; 2 বধ করা। টুঁটি টেপা ক্রি. বি. কণ্ঠরোধ করা; কথা বলতে না দেওয়া; গলা টিপে ধরা।

টুক [ ṭuka ] বি. 1 টক-এর চেয়ে মৃদুতর শব্দ; 2 টপ (টুক করে গেলা); 3 দ্রুততাসূচক ভাব। [ধ্বন্যা.]। টুক টুক বি. 1 ক্রমাগত টুক শব্দ; 2 অক্ষমতার জন্য ধীরতাব্যঞ্জক (টুক টুক করে খায়); গুুটিগুটি (টুক টুক করে চলে)।

টুক-টাক [ ṭuka-ṭāka ] বিণ. সামান্য, অল্পস্বল্প, ছোটখাটো (টুকটাক কাজকর্ম করে)। ☐ বি. ছোটখাটো কাজকর্ম (টুকটাক করে)। [দেশি]। টুকটাক করে ক্রি-বিণ. কোনোরকমে; নানা উপায়ে, এটাসেটা করে (টুকটাক করে সংসারটা চালায়)।

টুক-টুক1 [ ṭuka-ṭuka1 ] বি. ঘোর বা গাঢ় লাল রঙের ভাব, চিত্তাকর্ষক লাল রঙের ভাব (লাল টুকটুক করছে)। [ধ্বন্যা.]। টুক-টুকে বিণ. সুন্দর গাঢ় লাল বর্ণের (টুকটুকে ঠোঁট); ঘোর অথচ সুন্দর (টুকটুকে লাল)।

টুকটুক2 [ ṭukaṭuka2 ] দ্র টুক

টুকনি [ ṭukani ] বি. ছোট ভিক্ষাপাত্র, ভিক্ষাপ্রাপ্ত হিসাবে ব্যবহৃত ঘটিবিশেষ। [হি. টোকনি]।

টুকরা, (কথ্য) টুকরো [ ṭukarā, (kathya) ṭukarō ] বি. কাঁটা বা ছেঁড়া অংশ (রুটির টুকরো, কাপড়ের টুকরো)। ☐ বিণ. 1 খণ্ড, ছোট ছোট অংশে বিভক্ত (টুকরো কাগজ, টুকরো জমি); 2 বিচ্ছিন্ন, সম্বন্ধহীন (টুকরো কথা, টুকরো হাসি)। [দেশি]।

টুকরি [ ṭukari ] বি. ছোট ঝুড়ি, টুপড়ি (এক টুকরি আম)। [তু. হি. টোকরী]।

টুকরো [ ṭukarō ] দ্র টুকরা

টুকলি [ ṭukali ] বি. (কথা) টোকাটুকি (টুকলি করে পরীক্ষায় পাশ করা)। [টুকা2 দ্র]।

টুকা1, টোকা1 [ ṭukā1, ṭōkā1 ] ক্রি. 1 দোষের উল্লেখ করা; 2 তিরস্কার করা (কথায় কথায় লোককে টোকে)। ☐ বি. উক্ত অর্থে। [হি. √ টোক]।

টুকা2, টোকা2 [ ṭukā2, ṭōkā2 ] ক্রি. 1 লিখে নেওয়া, লেখা (পুলিশ সব টুকে নিয়েছে); 2 নকল করা (কবিতাগুলি খাতায় টুকে রাখছে); 3 অবৈধভাবে অন্যের বই বা কাগজ থেকে নকল করা (টুকে পাশ করেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ টুকি বি. পরীক্ষার্থীদের অবৈধভাবে পরস্পরের খাতা-বই থেকে নকল করা। [দেশি-তু. হি. টোক]।

টুকা3 [ ṭukā3 ] ক্রি. টাকা, সেলাই করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ টঙ্ক্ + বাং. আ]। ̃ নো ক্রি. টাঁকানো, সেলাই করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

টুকি [ ṭuki ] বি. শিশুদের লুকোচুরি খেলায় লুকিয়ে থাকা বোঝাতে ধ্বনিবিশেষ (টুকি দিয়েছে)। [দেশি]।

টুকি-টাকি [ ṭuki-ṭāki ] বি. যত্সামান্য অংশ, সামান্য কাজ (কিছু টুকিটাকি বাকি আছে)। ☐ বিণ. 1 ছোটখাটো (টুকিটাকি কাজ); 2 যত্সামান্য, একটু-আধটু (টুকিটাকি খাবার)। [দেশি]।

টুকু, টুকুন [ ṭuku, ṭukuna ] পরিমাণ বা আকারের অল্পতাসূচক পদাশ্রিত নির্দেশকবিশেষ (এইটুকু ছেলে, এতটুকুন খাবার, কতটুকু দুধ)। [দেশি]।

টুঙি, টুঙ্গি [ ṭuṅi, ṭuṅgi ] বি. 1 উঁচু মঞ্চ; 2 মঞ্চের উপর বা উঁচু জায়গায় নির্মিত ঘর। [সং. তুঙ্গ]। জল-টুঙ্গি দ্র জল

টুটা [ ṭuṭā ] ক্রি. বি. 1 ভেঙে যাওয়া; ভেঙে ফেলা; 2 দূর হওয়া; 3 দূর করা; 4 চূর্ণ করা বা হওয়া ('টুটিল মোহ-কারা': রবীন্দ্র)। [সং. √ ত্রুট্ + বাং. আ]। টুটই ক্রি. (ব্রজ.) 1 ভগ্ন হয় বা করে; 2 দূর করে। টুটত ক্রি. (ব্রজ.) ভগ্ন বা দূর হয়। টুটব ক্রি. (ব্রজ.) ভগ্ন, হ্রাসপ্রাপ্ত বা দূরীভূত হবে ('টুটব বিরহক ওর': বিদ্যা.)। ̃ নো ক্রি. ভগ্ন বা দূরীভূত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ̃ য়ব ক্রি. (ব্রজ.) ভগ্ন বা দূরীভূত করবে।

টুন [ ṭuna ] বি. টন-এর চেয়ে মৃদুতর শব্দ। [ধ্বন্যা.]। টুন টুন বি. ক্রমাগত টুন শব্দ।

টুন-টুনি [ ṭuna-ṭuni ] বি. ধূসর বর্ণের চঞ্চল ও ছোট পাখিবিশেষ, tailor-bird. [তু. সং. টুণ্টক]।

টুপ [ ṭupa ] বি. 1 টপ-এর চেয়ে মৃদুতর শব্দ; 2 দ্রুত বা চট করে গেলার বা ডোবার শব্দ (জিনিসটা টুপ করে ডুবে গেল)। [ধ্বন্যা.]। ̃ টাপ বি. ক্রি-বিণ. তরল পদার্থের ফোঁটা বা ছোট জিনিস ক্রমাগত পড়ার শব্দ। টুপ টুপ বি. ক্রমাগত টুপ শব্দ।

টুপি [ ṭupi ] বি. মাথার আবরণীবিশেষ; শিরস্ত্রাণবিশেষ। [হি. টোপী-তু. পো. topo]। টুপি পরানো ক্রি. বি. (অশোভন) লোভ দেখিয়ে কাজ হাসিল করা; তোষামোদ করা (তাকে টুপি পরানো সহজ হবে না)।

টুয়ানো [ ṭuẏānō ] ক্রি. 1 (আঞ্চ.) অন্ধকারে বা আন্দাজে হাতড়ে হাতড়ে চলা বা ঠাহর করা; 2 লেলিয়ে দেওয়া, পিছনে লাগিয়ে দেওয়া (ছেলের দলকে আমার পিছনে টুইয়ে দিয়েছে)। [দেশি]।

টুর্নামেণ্ট [ ṭurnāmēṇṭa ] বি. সাধারণত খেলাধূলার প্রতিযোগিতা বা প্রতিযোগিতার বর্ণাঢ্য অনুষ্ঠান। [ইং. tournament]।

টুল [ ṭula ] বি. একজনের বসবার উপযোগী ছোট চৌকিবিশেষ। [ইং. stool]।

টুলি [ ṭuli ] বি. পল্লি, পাড়া, বসতি (কামারটুলি, বাঙালিটুলি)। [হি. টোলী]।

টুলো [ ṭulō ] বিণ. 1 টোলে শিক্ষাপ্রাপ্ত; 2 টোলের টোলসংক্রান্ত। [বাং. টোল + উয়া > ও]। টুলো পণ্ডিত বি. টোলের শিক্ষক; (ব্যঙ্গে) যার শিক্ষা সেকেলে এবং ব্যাবহারিক জগতে অচল।

টুসকি, টুসি [ ṭusaki, ṭusi ] বি. টোকা; বুড়ো আঙুল ও মধ্যমা বা তর্জনী দিয়ে ক্ষিপ্র ও লঘু আঘাত। [তু. সং. ছোটিকা]।

টুস-টুস [ ṭusa-ṭusa ] বি. 1 টসটস অপেক্ষা মৃদুতর শব্দ; 2 রসে পূর্ণ হওয়ার ভাব বা অবস্হা (ফলটা পেকে টুসটুস করছে)। টুস-টুসে বিণ. টুসটুস করছে এমন (পাকা টুসটুসে ফল)। [ধ্বন্যা.]।

টুসু [ ṭusu ] বি. পল্লিবাংলার লৌকিক উত্সববিশেষ; পৌষ মাসের লৌকিক উত্সববিশেষ। [দেশি-তু. সং. তুষ]।

টেংরা [ ṭēṃrā ] দ্র ট্যাংরা

টেংরি [ ṭēṃri ] বি. পায়ের একেবারে নিচু ভাগ বা সেখানকার হাড় (পাঁঠার টেংরি)। [সং. টঙ্গ-তু. হি. টেঙ্গরী]।

টেক [ ṭēka ] দ্র ট্যাঁক

টেঁটরা, ট্যাঁটরা [ ṭēn̐ṭarā, ṭyān̐ṭarā ] বি. 1 (প্রধানত প্রচারকার্যে ব্যবহৃত) ঢাকজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ, ঢ্যাঁড়া; 2 প্রচার, ঢোল-শোহরত। [তু. হি. ঢিঢোরা]।

টেকটেক [ ṭēkaṭēka ] দ্র ট্যাঁকট্যাঁক

টেক-নিক [ ṭēka-nika ] বি. কৌশল, প্রকরণ, ভঙ্গি (খেলার টেকনিক)। [ইং. technique]।

টেকা [ ṭēkā ] দ্র টিকা4

টেকো1 [ ṭēkō1 ] দ্র টাকু

টেকো2 [ ṭēkō2 ] বিণ. মাথায় টাকযুক্ত (টেকো লোক)। [বাং. টাক + উয়া > ও]।

টেক্কা [ ṭēkkā ] বি. 1 এক ফোঁটাযুক্ত তাস; 2 টক্কর, পাল্লা। [দেশি-তু. টক্কর]। টেক্কা দেওয়া, টেক্কা মারা ক্রি. বি. 1 পাল্লা দেওয়া; 2 প্রতিযোগিতায় হারিয়ে দেওয়া; প্রতিযোগীকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া।

টেটন, ট্যাটন [ ṭēṭana, ṭyāṭana ] বি. বিণ. ধূর্ত বা প্রতারক (ব্যক্তি), ফাজিল বা ধৃষ্ট (ব্যক্তি)। [দেশি]। বি. স্ত্রী. টেটনি

টেটা, ট্যাটা [ ṭēṭā, ṭyāṭā ] বি. বল্লমের মতো আকারযুক্ত মাছ শিকারের অস্ত্রবিশেষ। [দেশি]।

টেটিয়া [ ṭēṭiẏā ] বিণ. 1 ধূর্ত; 2 বদমাশ। [দেশি]।

টেড়া, ট্যাড়া [ ṭēḍ়ā, ṭyāḍ়ā ] বিণ. 1 কুটিল, বাঁকা (টেড়া কথা); 2 রুক্ষ, উগ্র (টেড়া মেজাজ)। [তু. হি. টেঢ়া]।

টেড়ি, টেরি [ ṭēḍ়i, ṭēri ] বি. 1 সিঁথি; 2 বাঁকা বা বাঁকানো সিঁথি (টেড়ি কাটা)। [সং. তির্যক্-তু. হি. টেড়ী]।

টেন-শন [ ṭēna-śana ] বি. দুশ্চিন্তা, মানসিক উদ্বেগ, মানসিক উত্তেজনা। [ইং. tension]।

টেনা [ ṭēnā ] দ্র ট্যানা

টেনিস [ ṭēnisa ] বি. দুই বা চার জনের রাকেট ও বল সহযোগে খেলাবিশেষ। [ইং. tennis]।

টেনে-টুনে [ ṭēnē-ṭunē ] ক্রি-বিণ. কোনোরকমে; অতিকষ্টে (এ টাকায় টেনেটুনে এ মাসটা চলবে)। [বাং. টানা + এ + টুনে (সহচর শব্দ)]।

টেণ়্ডাই-মেণ্ডাই [ ṭēṇ়ḍāi-mēṇḍāi ] বি. 1 সক্রোধ আস্ফালন (এখানে তোমার টেণ্ডাইমেণ্ডাই চলবে না); 2 গরম মেজাজ। [দেশি]।

টেণ্ডার [ ṭēṇḍāra ] বি. নির্দিষ্ট মূল্যে বা নির্ধারিত শর্তে জিনিসপত্র জোগান দেওয়ার প্রতিশ্রুতিপত্র, (পরি.) মূল্যবেদনপত্র। [ইং. tender]।

টেপ [ ṭēpa ] বি. 1 ফিতা; 2 টেপরেকর্ডার (খুব জোরে টেপ চলিয়েছে); 3 ছোট মেয়েদের জামাবিশেষ, tape-frock. [ইং. tape]।

টেপা, টেপাটিপি, টেপানো [ ṭēpā, ṭēpāṭipi, ṭēpānō ] যথাক্রমে টিপা, টিপিটিপি ও টিপানো -র চলিত রূপ।

টেপারি, ট্যাপারি [ ṭēpāri, ṭyāpāri ] বি. কুলজাতীয় ছোট অম্লমধুর ফলবিশেষ। [দেশি-তু. সং. পেটারি]।

টেবিল [ ṭēbila ] বি. মেজ; লেখা পড়া প্রভৃতি কাজের উপযোগী চার পায়াবিশিষ্ট উঁচু আসবাববিশেষ। [ইং. table]।

টেবো [ ṭēbō ] বিণ. টাবা লেবুর মতো গোলগাল; ফুলোফুলো (টেবো গাল)। [বাং. টাবা + উয়া > ও]।

টেমি [ ṭēmi ] বি. কেরেসিন তেলে জ্বালবার ছোট কুপি বা ডিবে। [হি. টেম]।

টেম্পেরা [ ṭēmpērā ] বি. চিত্রাঙ্কনে রং প্রয়োগের পদ্ধতিবিশেষ। [ইং. tempera]।

টেম্পো [ ṭēmpō ] বি. 1 কর্মোদ্যম; দ্রুত কাজের উত্সাহ; 2 দ্রুততা; 3 তিন চাকাবিশিষ্ট মালবাহী ভ্যানজাতীয় বাষ্পচালিত যানবিশেষ। [ইং. tempo]।

টের1 [ ṭēra1 ] বি. 1 অনুভূতি, বোধ (ব্যথা টের পাওয়া); 2 জ্ঞান, সংবাদ (বিপদ টের পাওয়া); 3 সন্ধান, হদিশ (সে কোথায় গেল কেউ টের পেল না)। [হি. টের=আহ্বান, আওয়াজ]।

টের2 [ ṭēra2 ] বি. 1 বাঁক; 2 প্রান্ত, কোণ, অন্যের কাছ থেকে দূরে একান্ত স্হান (একটেরে পড়ে আছি)। [সং. তির্যক্]।

টেরচা, টেরছা [ ṭēracā, ṭērachā ] দ্র তেরছা

টেরা, ট্যারা [ ṭērā, ṭyārā ] বি. বিণ. বাঁকা দৃষ্টি বা বাঁকা দৃষ্টিসম্পন্ন (ট্যারা চোখ)। [হি. টেড় < সং. টের; তু. টেরে বলিরকেকরৌ' (squint-eyed); অমরকোষ-টীকা]। টেরিয়ে যাওয়া (আল.) ক্রি. বি. (কথ্য) বিস্ময়ে চোখ ট্যারা হয়ে যাওয়া অর্থাত্ বোকা বনে যাওয়া।

টেরা-কোটা [ ṭērā-kōṭā ] বি. পোড়ামাটির শিল্প; উজ্জ্বল বাদামি বা পিঙ্গল বর্ণের মৃত্শিল্প। [ইং. terracotta]।

টেরি [ ṭēri ] দ্র টেড়ি

টেলি-গ্রাফ [ ṭēli-grāpha ] বি. বিদ্যুত্সংযুক্ত তারের সাহায্যে বার্তা প্রেরণের পদ্ধতি বা যন্ত্র। [ইং. telegraph]।

টেলি-গ্রাম [ ṭēli-grāma ] বি. টেলিগ্রাফের সাহায্যে প্রেরিত বার্তা, তারবার্তা। [ইং. telegram]।

টেলি-ফোন [ ṭēli-phōna ] বি. তড়িত্সংযুক্ত তারের সাহায্যে দূরবর্তী ব্যক্তির সঙ্গে কথোপকথন বা তার যন্ত্র, (পরি.) দূরভাষ। [ইং. telephone]।

টেলিভিশন [ ṭēlibhiśana ] দ্র টিভি

টেলি-স্কোপ [ ṭēli-skōpa ] বি. দূরের বস্তুকে কাছে ও বড় দেখার যন্ত্রবিশেষ। [ইং. telescope]।

টেস্ট1 [ ṭēsṭa1 ] বি. স্বাদ (ঝোলের টেস্ট মন্দ হয়নি)। [ইং. taste]।

টেস্ট2 [ ṭēsṭa2 ] বি. যোগ্যতার বা উপযুক্ততার বিচার বা পরীক্ষা। [ইং. test]। টেস্ট খেলা, টেস্ট ম্যাচ বি. দুই দেশের মধ্যে প্রতিযোগিতামূলক খেলা। টেস্ট পরীক্ষা বি. স্কুল, কলেজ ইত্যাদিতে শেষ পরীক্ষার জন্য যোগ্যতা বিচারের পরীক্ষা।

টোকরা [ ṭōkarā ] বি. ঝুড়ি, বড় টুকরি। [হি. টোকরী]।

টোকা2 [ ṭōkā2 ] বি. বাঁশের চটা, তালপাতা ইত্যাদির তৈরি টুপির আকারের ছাতা, মাথাল, মাথালি। [পো. touca]।

টোকা3 [ ṭōkā3 ] বি. আঙুলের ডগা দিয়ে আঘাত, টুসকি (দরজায় টোকা দেওয়া)। [তু. সং. ছোটিকা]।

টোকা-টুকি [ ṭōkā-ṭuki ] বি. টুকাটুকি -র চলিত রূপ। [টুকা2 দ্র]।

টোকো [ ṭōkō ] বিণ. অম্ল স্বাদযুক্ত, টক স্বাদযুক্ত। [বাং. টক + উয়া > ও]।

টোটকা [ ṭōṭakā ] বি. মুষ্টিযোগ, বিজ্ঞানসম্মত চিকিত্সাপদ্ধতির বহির্ভূত এবং প্রধানত গাছগাছডার পাতা, মূল ইত্যাদি দিয়ে তৈরি ওষুধ। [হি. টোট্কা-তু. সং. ত্রোটক]।

টোটা [ ṭōṭā ] বি. বন্দুকের কার্তুজ। [হি. টোটা-তু. ওরাওঁ ঠোঁটা]।

টোটো, টো-টো [ ṭōṭō, ṭō-ṭō ] বি. অব্য. উদ্দেশ্যহীনভাবে ক্রমাগত ঘুরে বেড়ানোর ভাব (সারা দিন টোটো করে বেড়ানো)। [দেশি]।

টোড়ি, তোড়ি [ ṭōḍ়i, tōḍ়i ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। [সং. তুবরী]।

টোন [ ṭōna ] বি. কাগজপত্র বাঁধার বা সেলাই করার উপযোগী শক্ত সুতো। [ইং. twine]।

টোপ1 [ ṭōpa1 ] বি. 1 স্তূপের মতো উন্নতগঠন বস্তু. গদি আঁটবার বোতাম বা কাপড়ের গুটি, গহনাদির উপর তোলা গুটির মতো নকশা (টোপ তোলা); 2 তরল পদার্থের ফোঁটা বা বিন্দু। [সং. স্তূপ]।

টোপ2 [ ṭōpa2 ] বি. (আঞ্চ.) টুপি। [পো. topo]।

টোপ3 [ ṭōpa3 ] বি. 1 মাছ ধরার জন্য বঁড়শিতে গাঁথা খাবার; 2 (আল.) প্রলোভনের সামগ্রী। [দেশি]। টোপ গেলা ক্রি. বি. প্রলোভনের প্রতি আকৃষ্ট হওয়া। টোপ ফেলা ক্রি. বি. আকৃষ্ট করার জন্য প্রলোভন দেখানো।

টোপর [ ṭōpara ] বি. 1 হিন্দুদের বিবাহে বরের ব্যবহার্য শোলার তৈরি টুপিবিশেষ; 2 হিন্দুদের দেবদেবীর মাথার শোলার টুপি। [বাং. টোপ1 + র]।

টোপা1 [ ṭōpā1 ] বিণ. 1 গোলাকার (টোপাকুল); 2 ফাঁপা। [বাং. টোপ1 + আ]।

টোপা2 [ ṭōpā2 ] ক্রি. ফোঁটায় পড়া বা ঝরা। [বাং. টোপ1 + আ]। ̃ নো ক্রি. বি. ফোঁটায় পড়া বা ঝরা।

টোপাজ [ ṭōpāja ] বি. পোখরাজ বা পুষ্পরাগমণি। [ইং. topaz]।

টোরা [ ṭōrā ] বি. (আঞ্চ.) শিশুদের কোমরের অলংকারবিশেষ। [তু. সং. কটিত্র]।

টোল1 [ ṭōla1 ] বি. চতুষ্পাঠী, সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্রাদি অধ্যয়নের পাঠশালা। [হি. টোল]।

টোল2 [ ṭōla2 ] বি. শুল্ক, পথশুল্ক, কুত। [ইং. toll]।

টোল3 [ ṭōla3 ] বি. 1 ছোট গর্ত; 2 তোবড়ানো ভাব (হাঁড়ির টোল)। [দেশি-তু. তা. তুল্লই]। টোল খাওয়া ক্রি. 1 তুবড়ে যাওয়া (পড়ে গিয়ে হাঁড়িটা টোল খেয়েছে); 2 গালে সুন্দর খাঁজ হওয়া (হাসলেই গালে টোল পড়ে)। ☐ বি. উক্ত অর্থে।

টোলা [ ṭōlā ] বি. নগরের অংশ, পল্লি; বসতি (বাঙালিটোলা)। [হি. টোলা]।

টোস্ট [ ṭōsṭa ] বি. আগুনে সেঁকা পাঁউরুটি বা সেঁকা পাউঁরুটির খণ্ড। [ইং. toast]।

ট্যাংরা [ ṭyāṃrā ] বি. আঁশহীন ছোট মাছবিশেষ। [সং. ত্রিকণ্টক]।

ট্যাঁ [ ṭyā ] বি. ছোট শিশুর কান্নার ধ্বনি। [ধ্বন্যা.]। ট্যাঁ ট্যাঁ বি. ক্রমাগত ট্যাঁ ধ্বনিযোগে কান্না। ট্যাঁফো বি. ক্ষীণতম প্রতিবাদ, উচ্চবাচ্য (একদম ট্যাঁফো করবে না।)।

ট্যাঁক, (বর্জি.) টেঁক [ ṭyān̐ka, (barji.) ṭēn̐ka ] বি. 1 কোমর; 2 কোমরের কাপড় (ট্যাঁকে গোঁজা); 3 (বিরল) নদীর বেঁকে যাওয়া তীর ('গাঙ্গের টেঁক')। [দেশি-তু. সং. কটি]। ট্যাঁকে গোঁজা ক্রি. বি. 1 কোমরের কাপড়ের মধ্যে গুঁজে রাখা; 2 (আল.) সম্পূর্ণ আত্মসাত্ করা বা আয়ত্তে আনা।

ট্যাঁক-ট্যাঁক, ট্যাক-ট্যাক [ ṭyān̐ka-ṭyān̐ka, ṭyāka-ṭyāka ] বি. ক্যাঁটক্যাঁট; ক্রমাগত তীক্ষ্ণ সমালোচনাসূচক মন্তব্য। [ধ্বন্যা.]।

ট্যাঁফোঁ [ ṭyām̐phō ] দ্র ট্যাঁ

ট্যাঁস [ ṭyām̐sa ] বি. (অবজ্ঞার্থে) মিশ্র বা দো-আঁশলা জাতি, ফিরিঙ্গি; ইউরেশীয়। [দেশি]।

ট্যাক্স [ ṭyāksa ] বি. কর, সরকারকে প্রদেয় কর; খাজনা; শুল্ক। [ইং. tax]।

ট্যাক্সি [ ṭyāksi ] বি. ভাড়াটে মোটরগাড়ি। [ইং. taxi-cab]।

ট্যাঙস ট্যাঙস [ ṭyāṅasa ṭyāṅasa ] বি. পা টেনে টেনে অর্থাত্ অতি কষ্টে বা ক্লান্তভাবে চলা (ট্যাঙস ট্যাঙস করে চলা)। [ধ্বন্যা.]।

ট্যাঙ্ক [ ṭyāṅka ] বি. 1 জলাধার, জলের বড় টোবাচ্চা; 2 কামান বা গোলাবারুদ বহনকারী সামরিক স্হলযানবিশেষ। [ইং. tank]।

ট্যাটন [ ṭyāṭana ] দ্র টেটন

ট্যাটা [ ṭyāṭā ] দ্র টেটা

ট্যানা, ত্যানা [ ṭyānā, tyānā ] বি. মলিন ও ছিন্ন বস্ত্রখণ্ড বা বস্ত্র; কানি, ন্যাতা। [দেশি-তু. হি. তানা]।

ট্যাপারি [ ṭyāpāri ] দ্র টেপারি

ট্যাব-লেট [ ṭyāba-lēṭa ] বি. ওষুধের বড়ি। [ইং. tablet]।

ট্যারা [ ṭyārā ] দ্র টেরা

ট্যালকম পাউডার [ ṭyālakama pāuḍāra ] বি. প্রসাধনী হিসাবে ব্যবহৃত সাদা রঙের মিহি অঙ্গরাগবিশেষ। [ইং. talcum powder]।

ট্যাসল [ ṭyāsala ] বি. 1 ঝালর; 2 মেয়েদের চুল বাঁধার কিংবা কণ্ঠভূষণরূপে ব্যবহৃত ঝালরযুক্ত ফিতে। [ইং. tassel]।

ট্রফি, ট্রোফি [ ṭraphi, ṭrōphi ] বি. প্রতিযোগিতায় বিজয়ীর প্রাপ্য পুরস্কার। [ইং. trophy]।

ট্রাক [ ṭrāka ] বি. লরি, ভারী মালবাহী মোটরযান। [ইং. truck]।

ট্রাঙ্ক [ ṭrāṅka ] বি. টিন, স্টিল প্রভৃতি ধাতুনির্মিত বড় বাক্স বা তোরঙ্গ। [ইং. trunk]।

ট্রান-জিস্টার [ ṭrāna-jisṭāra ] বি. ব্যাটারিচালিত বেতার যন্ত্র। [ইং. transistor]।

ট্রাফিক [ ṭrāphika ] বি. বড় রাস্তায় চলাচলকারী যানবাহন বা যানবাহনের চলাচল। [ইং. traffic]।

ট্রাম [ ṭrāma ] বি. শহরের বড়ো রাস্তায় লোহার লাইনের উপর দিয়ে চালিত ও বিদ্যুত্বাহিত যানবিশেষ। [ইং. tram-car]। ̃ লাইন বি. যে লাইনের উপর দিয়ে ট্রাম চলে।

ট্রে [ ṭrē ] বি. দ্রব্যসম্ভার রাখার উপযোগী এবং বারকোশের আকারবিশিষ্ট পাত্র বা আধার। [ইং. tray]।

ট্রেজারি [ ṭrējāri ] বি. সরকারি ধনাগার বা কোষাগার, রাজকোষ। [ইং. treasury]।

ট্রে়ড ইউনিয়ন [ ṭrē়ḍa iuniẏana ] বি. শ্রমিকসংঘ, শ্রমিকদের কল্যাণে নিয়োজিত এবং শ্রমিকদের নিয়ে গঠিত সংঘ। [ইং. trade union]।

ট্রেন [ ṭrēna ] বি. রেলগাড়ি। [ইং. train]।

ট্রেলার [ ṭrēlāra ] বি. একটি পাইলট গাড়ির দ্বারা বাহিত গাড়ি। [ইং. trailer]।

ট্রেসিং পেপার [ ṭrēsi mpēpāra ] বি. লেখা বা আঁকা নকল করার জন্য অতি সূক্ষ্ম বা পাতলা কাগজ; নকশা আঁকার স্বচ্ছ কাগজ। [ইং. tracing paper]।

ট্র্যাক [ ṭryāka ] বি. দৌড় প্রতিযোগিতার জন্য বা খেলাধূলার জন্য প্রস্তুত বা চিহ্নিত পথ। [ইং. track]।

ট্র্যাপিজ, ট্রাপিজ [ ṭryāpija, ṭrāpija ] বি. সার্কাস ইত্যাদিতে শারীরিক কসরত দেখাবার জন্য দড়ি-বাঁধা আড়কাঠ। [ইং. trapeze]।