[ ṭh ] বাংলা বর্ণমালার দ্বাদশ ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ঠ্-ধ্বনির দ্যোতক।

ঠং [ ṭha ] বি. অব্য. ঘণ্টা ইত্যাদির টুং অপেক্ষা জোরালো শব্দ। [ধ্বন্যা.]। ঠং ঠং বি. ক্রি-বিণ. ক্রমাগত ঠং শব্দ ('মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং': রবীন্দ্র)।

ঠক1 [ ṭhaka1 ] বিণ. বি. যে ঠকায়, প্রতিরক। [< সং. স্হগ্ > হি. ঠগ]।

ঠক2 [ ṭhaka2 ] বি. কঠিন বস্তু ঠোকার বা তার সঙ্গে সংঘর্ষের আওয়াজ (দেওয়ালে মাথা ঠক করে লাগল)। [ধ্বন্যা.]। ঠক ঠক বি. ক্রি-বিণ. 1 ক্রমাগত ঠক শব্দ; 2 দ্রুত এবং প্রবলভাবে (ঠক ঠক করে কাঁপা)। ̃ ঠকানি বি. ঠক ঠক শব্দ; জোর কাঁপুনি। ̃ ঠকানো ক্রি. বি. 1 ঠক ঠক শব্দ করা; 2 ভয়ে বা শীতে প্রবলভাবে কম্পিত হওয়া; 3 খালি অবস্হায় কাঠের বা মাটির পাত্র নেড়ে দেখা (ভাঁড়ে ঘি নেই, ঠকঠকালে কী হবে?)। ̃ ঠকি বি. তাঁতবিশেষ।

ঠকা [ ṭhakā ] ক্রি. 1 প্রতারিত হওয়া (কেউ তোমাকে ঠকায়নি); 2 প্রাপ্যের কম পাওয়া (তিন টাকা ঠকেছ); 3 হেরে যাওয়া (এতটুকু ছেলের কাছে ঠকে গেলে?)। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ স্হগ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 প্রতারণা বা বঞ্চনা করা; 2 হারানো; 3 অপ্রস্তুত বা অপ্রতিভ করা। ̃ মি, ̃ মো বি. প্রতারণা, ঠকের কাজ।

ঠক্কর, ঠোক্কর [ ṭhakkara, ṭhōkkara ] বি. 1 চোট, ধাক্কা, হোঁচট; 2 (আল.) কঠোর বা ভালোরকম শিক্ষা। [হি. টক্কর]।

ঠগ [ ṭhaga ] বিণ. বি. ঠক, প্রতারক। ☐ বি. ইতিহাসে বর্ণিত ঠগি দস্যু (ঠগের অত্যাচার)। [ঠক1 দ্র]। ঠগি বি. ভারতের ইতিহাসে প্রসিদ্ধ দস্যু সম্প্রদায়বিশেষ।

ঠন [ ṭhana ] বি. টং, ঠং বা ঠুন অপেক্ষা জোরালো শব্দ। [ধ্বন্যা.]। ঠন ঠন বি. ক্রি-বিণ. ঠন ঠন শব্দ বা শব্দে। ̃ ঠনানো ক্রি. বি. ঠন ঠন শব্দ করা। ঠনাঠন ক্রি-বিণ. ক্রমাগত ঠন ঠন করে (ঠনাঠন বাজছে)।

ঠন-ঠনে [ ṭhana-ṭhanē ] বিণ. 1 শূন্য (ভাতের হাঁড়ি ঠনঠনে, পকেট ঠনঠনে); 2 জলহীন (ঠনঠনে কলসি)। ☐ বি. কলকাতার ঠনঠনিয়া নামের প্রসিদ্ধ পল্লি (ঠনঠনের কালী)। [ধ্বন্যা.]।

ঠমক [ ṭhamaka ] বি. 1 বিশেষ ভঙ্গিমাযুক্ত চলন; হাবভাবযুক্ত মন্হরগতি; 2 ঠাট (ঠাটঠমক)। [হি. ঠুমক]।

ঠসক [ ṭhasaka ] বি. 1 গর্বিত ভাবভঙ্গি, গুমর; 2 ছলাকলা, ঠমক, ঠাট। [হি. ঠসক্]।

ঠাওর, ঠাওরানো [ ṭhāōra, ṭhāōrānō ] যথাক্রমে ঠাহর ও ঠাওরানো -র কথ্য রূপ।

ঠাঁই1 [ ṭhām̐i1 ] বি. হঠাত্ জোরে আঘাত বা চড়; ঠাস (ঠাঁই করে এক চড়)। [ধ্বন্যা.]।

ঠাঁই2 [ ṭhām̐i2 ] বি. 1 স্হান (সে গেল কোন ঠাঁই?); 2 আহারে বসার স্হান (ঠাঁই করা হয়েছে, খাবে এসো); 3 খালি জায়গা ('ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী': রবীন্দ্র); 4 থই, তলদেশ (নদীতে ঠাঁই পাওয়া যায় না)। ☐ অনু. নিকট, কাছে ('চলেছে গৌরের ঠাঁই')। [সং. স্হান > হি. ঠাঁও-তু. সাঁও ঠাঁই]। ঠাঁই ঠাঁই বিণ. পৃথক (ভাই ভাই ঠাঁই ঠাঁই)।

ঠাকরুন [ ṭhākaruna ] বি. (স্ত্রী.) 1 ঠাকুরানি; মাননীয়া রমণী; 2 ব্রাহ্মণী; 3 মনিবের পত্নী; 4 দেবী প্রতিমা। [বাং. ঠাকুর + উন]।

ঠাকুর [ ṭhākura ] বি. 1 দেবতা (ঠাকুর-দেবতা মানে না); 2 দেবমূর্তি বা দেবীমূর্তি (ঠাকুর দেখতে যাব); 3 ঈশ্বর (হে ঠাকুর, রক্ষা করো); 4 রাজা, অধিপতি; মালিক (এ রাজ্যের ঠাকুর); 5 পূজ্য বা শ্রদ্ধেয় ব্যক্তি, গুরুজন (পিতাঠাকুর); 6 গুরু; 7 ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পুরোহিত; 8 ব্রাহ্মণ পাচক (ঠাকুর-চাকর)। স্ত্রী. ঠাকুরানি, ঠাকরুনঠাকুর কাত (বিদ্রুপে) দেবতা প্রভু বা মানুষ বিমুখ। ̃ ঘর বি. দেবার্চনার ঘর, পূজার ঘর। ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি অতি সতর্ক অপরাধী কর্তৃক নিজেই নিজের অপরাধ ফাঁস করে দেওয়া। ̃ জামাই বি. নন্দাই। ̃ ঝি বি. ননদ। ̃ দাদা বি. পিতামহ। ̃ দালান বি. গৃহদেবতার বা অন্য দেবতার পূজার জন্য নির্দিষ্ট মণ্ডপ। ̃ পো বি. দেবর। ̃ বাড়ি বি. মন্দির। ̃ মহাশয়, ̃ মশাই বি. পুরোহিত। ̃ মা বি. পিতামহী। ̃ সেবা বি. দেবতার পূজা। ঠাকুরাল, ঠাকুরালি বি. 1 প্রভুত্ব; প্রাধান্য; 2 দেবতাসুলভ মহিমা বা ছলনা ('ছাড় তোমার ঠাকুরালি')।

ঠাট1 [ ṭhāṭa1 ] বি. 1 সৈন্যশ্রেণি ('ডাকে ঠাট, কাট কাট': ভা. চ.); 2 দল ('আতর কামিনী ঠাট': বিদ্যা.); 3 সংগীতের রাগ-রাগিণীর শ্রেণি। [হি. ঠাট, ঠাঠ]।

ঠাট2 [ ṭhāṭa2 ] বি. 1 বাইরের চালচলন, মানসম্ভ্রম (ঠাট বজায় রাখা); 2 কাঠামো (প্রতিমার ঠাট); 3 ভাবভঙ্গি, ছলাকলা, ঠমক (কত ঠাট জানে); 4 ঢং, ধরন (নতুন ঠাট)। [ঠাট1 দ্র]। ̃ ঠমক বি. চালচলন; মানসম্ভ্রমযুক্ত চালচলন। ̃ বাট বি. জাঁকজমক; পশার-প্রতিপত্তি; লোকলৌকিকতা; শোভনতা। ঠাটারি বি. কাঁসারি (ঠাটারি-বাজার)।

ঠাটা, ঠাঠা1 [ ṭhāṭā, ṭhāṭhā1 ] বি. বজ্র; বজ্রপাত। [তামি. ঠিটু]।

ঠাট্টা [ ṭhāṭṭā ] বি. উপহাস, পরিহাস, রসিকতা; বিদ্রূপ, তামাশা। [ধ্বন্যা. হি. ঠট্টা < সং. টট্টরী]।

ঠা-ঠা, ঠাঠা2 [ ṭhā-ṭhā, ṭhāṭhā2 ] বিণ. অতি তীব্র বা ঝাঁঝালো (ঠাঠা রোদ্দুর)।

ঠাড় [ ṭhāḍ় ] বিণ. খাড়া (ঠাড় করা, ঠাড় হওয়া)। [হি. ঠাঢ়]। ঠাড়া ক্রি. 1 দাঁড়ানো; 2 অপেক্ষা করা।

ঠান [ ṭhāna ] বি. ঠাকুরানি (মাঠান)। [বাং. ঠাকরুন]। ̃ দিদি, (কথ্য) দি বি. ঠাকুরমা।

ঠাণ্ডা [ ṭhāṇḍā ] বি. 1 শীতল (ঠাণ়্ডা জল); 2 শান্ত, নম্র (ঠাণ্ডা স্বভাব)। ☐ বি. শীত (খুব ঠাণ্ডা পড়েছে)। [বাং.-তু. হি. ঠন্ঢা]। ঠাণ্ডা-গরম বি. একবার শীতল একবার গরম এইরকম আবহাওয়া (ঠাণ্ডা-গরমে শরীর খারাপ হয়েছে)।

ঠাণ্ডা লড়াই [ ṭhāṇḍā laḍ়āi ] বি. লড়াই বা যুদ্ধ নয় তবে মন কষাকষি এবং পারম্পরিক বিদ্বেষ (ওদের মধ্যে এখন ঠাণ্ডা লড়াই চলছে)। [বাং. ঠাণ্ডা + হি. লড়াই। ইং. cold war এর অনুসরণে]।

ঠাম [ ṭhāma ] বি. 1 স্হান, ঠাঁই ('রইল কোন ঠাম': গো. দা); 2 নিকট ('রাধার ঠাম': চণ্ডী); 3 গঠন, মূর্তি (বঙ্কিম ঠাম); 4 রূপ, শ্রী (সুঠাম দেহ); 5 ঢং, ধরন ('চূড়ার টালনি বামে মউরচন্দ্রিকা ঠামে': জ্ঞান)। [সং. স্হান > হি. ঠাম]।

ঠায় [ ṭhāẏa ] ক্রি-বিণ. 1 নিশ্চলভাবে, কিছু না করে (ঠায় বসে আছি, সে শুধু দাঁড়িয়ে থাকে ঠায়': শ. ধো); 2 কাছে, নিকটে; 3 একটানা (ঠায় দুদিন)। [সং. স্হির > ঠার > ঠায়]।

ঠার [ ṭhāra ] বি. ইশারা, সংকেত (আঁখিঠার)। [হি. ঠার]। ঠারা ক্রি. ইশারা বা ইঙ্গিত করা; আড়ভাবে দেখা (চোখ ঠারা)। ঠারা-ঠারি বি. চোখের ইশারা; চোখের ইশারা করে পরস্পরকে কিছু জানানো। ঠারে-ঠোরে ক্রি-বিণ. ইঙ্গিতে বা ইশারায় (সে ঠারেঠোরে তার মনের কথা জানিয়ে দিল)।

ঠাস1 [ ṭhāsa1 ] বিণ. 1 ঘন (ঠাসবুনানি); 2 ঘেঁষাঘেঁষি (ঠাস হয়ে বসা)। [দেশি]। ঠাসা ক্রি. 1 গাদানো (ঘরে জিনিস ঠেসে রাখা); 2 চেপে ধরা (তাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেছে); 3 চেপে ঢুকানো; 4 বোঝাই করা, ভরে দেওয়া; 5 মর্দন করা (ময়দা ঠাসা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ঠাসা-ঠাসি বি. ভিড়; চাপাচাপি, গাদাগাদি (এত ঠাসাঠাসি করে বসা যায় না)।

ঠাস2 [ ṭhāsa2 ] জোরে চড় মারার বা অনুরূপ আওয়াজ (ঠাস করে চড় মারল)। [ধ্বন্যা.]। ঠাস ঠাস বি. ক্রি-বিণ. ক্রমাগত ঠাস শব্দ; ক্রমাগত ঠাস শব্দ করে ('ঠাস ঠাস ভাঙিছে বাঁশ)।

ঠাহর, ঠাওর [ ṭhāhara, ṭhāōra ] বি. 1 নিরীক্ষণ, মনোযোগ দিয়ে নজর (ঠাহর করে দেখা, প্রথমটায় তাকে ঠাহরই করিনি); 2 উপলব্ধি (অন্ধকারে ঠিকমতো ঠাহর হচ্ছে না); 3 নির্ধারণ, নির্ণয়। [প্রাকৃ. ঠাবর < সং. স্হবর তু. হি. ঠহরা]। ঠাওরানো ক্রি. 1 চেয়ে দেখা; 2 ভালো করে দেখা; 3 নির্ধারণ করা, উপলব্ধি করা (আমাকে বোকা ঠাউরেছে)। ☐ বি. উক্ত সব অর্থে।

ঠিক [ ṭhika ] বিণ. 1 যথার্থ, সত্য (ঠিক কথা, খবরটা ঠিক নয়); 2 স্হির (এখনও কিছু ঠিক হয়নি); 3 নির্ধারিত (দিন ঠিক করা); 4 নির্ভূল (অঙ্কটা ঠিক হয়েছে); 5 অবিকল, কমবেশি নয় এমন (ঠিক দুমাস); 6 উপযুক্ত (ঠিক লোকের কাছেই গেছে); 7 দোষমুক্ত, নির্দোষ (ঠিক পথে চলবে); 8 প্রস্তুত (জামাকাপড় পরে ঠিক হয়ে আসি); 9 বিন্যস্ত, পরিপাটি, গোছালো (চূলটা ঠিক করে নাও, কাপড়টা ঠিক করো); 1 বিবেচিত, পরিগণিত (তাকে কি পণ্ডিত বলে ঠিক করেছ?); 11 জব্দ, ঢিট (মেরে ঠিক করে দাও)। ☐ বি. 1 স্হিরতা (বিয়ের এখনও ঠিক নেই); 2 সুস্হতা (মাথার ঠিক নেই); 3 সত্যতা (কথার ঠিক নেই); 4 যোগ, সমষ্টি (ঠিক দিয়ে দেখো)। ☐ ক্রি-বিণ. নিশ্চিন্তভাবে, নিশ্চয় (ঠিক বলছি, ঠিক যাব)। [সং. স্হিত > ঠিঅ > ঠিক]। ̃ ঠাক বিণ. অবিকল, যথাযথ, পাকাপাকিভাবে স্হিরীকৃত। ঠিক ঠিক বিণ. যথার্থ, সত্য; পুরোপুরি ঠিক। ☐ ক্রি-বিণ. ঠিক করে, ঠিকভাবে। ̃ ঠিকানা বি. 1 নিশ্চয়তা, স্হিরতা (কী করে বসবে তার ঠিকঠিকানো নেই); 2 সন্ধান, নির্দিষ্ট বাসস্হান। ̃ মতো বিণ. ক্রি-বিণ. নির্ভূল; নির্ভূলভাবে, যথাযথভাবে (ঠিকমতো দেখে বলো)। ঠিক দেওয়া ক্রি. বি. যোগ দেওয়া, যোগ করা। ঠিকে ভুল বি. যোগে ভুল; বিচারে বা সিদ্ধান্তে ভূল।

ঠিকরা, (কথ্য) ঠিকরে [ ṭhikarā, (kathya) ṭhikarē ] বি. তামাকের কলিকায় ছিদ্র বন্ধ করার ছোট ঢিল। [হি. টিকরা]।

ঠিকরানো [ ṭhikarānō ] ক্রি. বি. 1 ছড়িয়ে পড়া (আলো ঠিকরে পড়ছে, মুক্তোগুলো চার দিকে ঠিকরে পড়ল); 2 বিচ্ছুরিত হওয়া, বিকীর্ণ হওয়া (আলো ঠিকরানো); 3 তীব্র আলোক সহ্য করতে না পারা (আলোয় চোখ ঠিকরে আসছে); 4 বেরিয়ে আসা (চোখ যেন ঠিকরে আসছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. ঠক্কর? ঠীকরা?]।

ঠিকা, (কথ্য) ঠিকে [ ṭhikā, (kathya) ṭhikē ] বিণ. 1 নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত (ঠিকে ঝি); 2 নির্দিষ্ট সময়ের জন্য দখলপ্রাপ্ত (ঠিকা প্রজা); 3 নির্ধারিত শর্তযুক্ত (ঠিকা কাজ, ঠিকা গাড়ি)। ☐ বি. 1 কাজের চুক্তি; নির্ধারিত শর্তে কাজ, contract (ঠিকা পেয়েছে); 2 নির্দিষ্ট সময়ের জন্য দখল, lease. [বাং. ঠিক + আ]। ̃ দার বি. যে ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট খরচে কোনো কাজ করে দেবার চুক্তি গ্রহণ করে, contractor. ̃ দারি বি. ঠাকাদারের কাজ (ঠিকাদারি করে)। ☐ বিণ. ঠিকা বা ঠিকাদারসম্বন্ধীয়। (ঠিকাদারি কাজ করে)।

ঠিকানা [ ṭhikānā ] বি. 1 বাসস্হানের বিবরণ (চিঠিতে ঠিকানা লেখা); 2 সন্ধান, উদ্দেশ, খোঁজ (পথের ঠিকানা, এসব ব্যাপারের ঠিকানা আমার জানা নেই); 3 স্হিরতা (আয়ের ঠিকানা)। [হি. ঠিকানা]।

ঠিকুজি [ ṭhikuji ] বি. সংক্ষিপ্ত কোষ্ঠী, জন্মপত্রিকা। [দেশি]।

ঠুং [ ṭhu ] বি. ঠং-এর চেয়ে মৃদুতর শব্দ। [ধ্বন্যা.]। ঠুং ঠুং বি. ক্রমাগত ঠুং শব্দ।

ঠুংরি [ ṭhuṃri ] বি. উচ্চাঙ্গসংগীতের লঘুতর পদ্ধতি বা রীতিবিশেষ। [হি. ঠুমরি]।

ঠুঁটা, (কথ্য) ঠুঁটো [ ṭhun̐ṭā, (kathya) ṭhun̐ṭō ] বিণ. 1 হাত নেই এমন, হস্তবিহীন, নুলো; 2 (আল.) অক্ষম, অকর্মণ্য। [হি. ঠুঁটা, টুংটা]। ঠুঁটো জগন্নাথ (আল.) দেখতে যেমনই হোক কাজে অক্ষম, সম্পূর্ণ অকর্মণ্য।

ঠুক [ ṭhuka ] বি. ঠক অপেক্ষা মৃদুতর শব্দ। [ঠক2 দ্র]। ঠুক ঠুক বি. ক্রমাগত ঠুক শব্দ (স্যাকরার ঠুক ঠুক)।

ঠুকর, (চলিত) ঠোকর [ ṭhukara, (calita) ṭhōkara ] বি. 1 পাখির ঠোঁটের অগ্রভাগ দিয়ে আঘাত; 2 কিছুর মুখ বা অগ্রভাগ দিয়ে আঘাত (বুটের ঠোকর); 3 হোঁচট (দেওয়ালে ঠোকর খাওয়া); 4 কঠিন ধমক (মনিবের কাছে ঠোকর খেয়েছে); 5 অযাচিত মন্ত্রব্যাদির দ্বারা বাধাদান বা তির্যক মন্তব্য (প্রতি কথায় ঠোকর দেয়)। [ধ্বন্যা.]। ঠুকরা, ঠোকরা ক্রি. ঠোকর দেওয়া, ঠোঁট বা কোনোকিছুর ডগা দিয়ে আঘাত করা; খোঁটা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ঠুকা, ঠোকা [ ṭhukā, ṭhōkā ] বি. ক্রি. 1 সশব্দে ঘা মারা (মাটিতে লাঠি ঠোকা, দেয়ালে পেরেক ঠোকা); 2 কিছুর উপর ধাক্কা মারা, আঘাত করা (মাথা ঠুকছে); 3 আস্ফালনের ভঙ্গিতে সশব্দে চাপড়ানো (বুক ঠোকা); 4 ধমক দেওয়া; 5 বিদ্রূপের ভঙ্গিতে সমালোচনা করা বা ধমক দেওয়া (এমন ঠুকে কথা বল কেন?); 6 রুজু করা (মামলা ঠোকা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঠুক < ঠক]। ̃ ঠুকি বি. 1 বারবার ঠোকা; 2 সংঘর্ষ, মারামারি, কলহ (তাদের মধ্যে ঠোকাঠুকি লেগেই আছে)। ঠুকুনি বি. 1 আঘাত; ধাক্কা, ক্রমাগত আঘাত বা ধাক্কা; 2 প্রহার; 3 ধমক। তাল ঠোকা, বুক ঠোকা যথাক্রমে তাল5 ও বুক দ্র।

ঠুঙ্গি, ঠুঙ্গি [ ṭhuṅgi, ṭhuṅgi ] বি. ছোট ঠোঙা। [বাং. ঠোঙা + ই]।

ঠুন [ ṭhuna ] বি. মৃদু ঠন শব্দ। [ধ্বন্যা.]। ঠুন ঠুন বি ক্রমাগত ঠুন শব্দ।

ঠুনকা1, (কথ্য) ঠুনকো1 [ ṭhunakā1, (kathya) ṭhunakō1 ] বিণ. 1 ভঙ্গুর, সহজেই ঠুন করে ভেঙে যায় এমন; 2 (আল.) অসার, ক্ষণস্হায়ী (ওসব ঠুনকো কথার কোনো দাম নেই)। [বাং. ঠুন + কা]।

ঠুনকা2, ঠুনকো2 [ ṭhunakā2, ṭhunakō2 ] বি. প্রসূতির স্তনের পীড়াবিশেষ। [দেশি]।

ঠুমকি [ ṭhumaki ] বি. নৃত্যভঙ্গিবিশেষ। [হি. ঠুমুক-তু. বাং. ঠমক]।

ঠুলি [ ṭhuli ] বি. গোরু ঘোড়া প্রভৃতি পশুর চোখে ঢাকনি পরানো হয়, চোখের ঢাকনি, চোখের খাপ ('খুলে দে মা চোখের ঠুলি': রা. প্র.)। [বাং. ঠোলা + ই]।

ঠুস [ ṭhusa ] বি. ঠাস অপেক্ষা লঘুতর শব্দ। [ধ্বন্যা.]। ̃ ঠাস বি. ক্রমাগত ঠুস ও ঠাস শব্দ।

ঠুসা, ঠোসা [ ṭhusā, ṭhōsā ] ক্রি. 1 ঠাসা, চেপে ঢুকানো; 2 অত্যধিক আহার করা (নিমন্ত্রণ বাড়িতে খুব ঠুসেছে); 3 তিরস্কার বা প্রহার করা (মাস্টারমশাই তাকে খুব ঠুসেছেন)। ☐ বি. উক্ত সব অর্থে। [হি. √ ঠুস্ + বাং. আ]।

ঠেঁটা, ঠ্যাঁটা [ ṭhēn̐ṭā, ṭhyān̐ṭā ] বিণ. 1 বেহায়া; 2 দুর্মুখ; 3 অবাধ্য; 4 শঠ। [সং. ধৃষ্ট > ম. বাং. টীট]। স্ত্রী. ঠেঁটি1। ̃ মি বি. বেহায়াপনা; দুর্মুখতা। অবাধ্যতা; শঠতা।

ঠেঁটি2 [ ṭhēn̐ṭi2 ] বি. পাড়বিহীন ছোট কাপড়। [দেশি]।

ঠেক1 [ ṭhēka1 ] বি. (অশোভন) 1 আশ্রয়; 2 আড্ডা (চায়ের দোকানটা এখন তার নতুন ঠেক হয়েছে)। [হি. ঠেক]।

ঠেক2, ঠেকনা, (কথ্য) ঠেকনো, ঠেকো [ ṭhēka2, ṭhēkanā, (kathya) ṭhēkanō, ṭhēkō ] বি. পতনরোধক অবলম্বন, ঠেস, প্যালা (ঠেকো দিয়ে ঠেকিয়ে রাখা)। [হি. ঠেক]।

ঠেকা [ ṭhēkā ] ক্রি. 1 ছোঁয়া লাগা, লাগা (বইটা পায়ে ঠেকছে); 2 বিপদে পড়া (ঠেকে শেখে, দায়ে ঠেকা); 3 বাধা পাওয়া, প্রতিহত হওয়া (বলটা দেওয়ালে ঠেকে ফিরে এসেছে); 4 গিয়ে থামা (নৌকোটা তীরে গিয়ে ঠেকল); 5 উপনীত হওয়া, পৌঁছানো (আয় শূন্যে এসে ঠেকেছে); 6 ধারণা হওয়া, (ব্যাপারটা ভালো ঠেকছে না)। ☐ বি. 1 সংকট (ঠেকার কাজ চালানো); 2 স্পর্শ (ঠেকা লাগা); 3 গানে তবলার সংগত; 4 ঠেক, ঠেকনা; 5 (আঞ্চ.) গরজ (আমার কী এমন ঠেকা পড়েছে?)। ☐ বিণ. 1 স্পৃষ্ট; 2 সংকটাপন্ন; 3 বাধাপ্রাপ্ত; 4 উপনীত; 5 বিবেচিত। [বাং. ঠেক + আ]। ̃ ঠেকি বি. পরস্পর স্পর্শ। ̃ নো ক্রি. বি. স্পর্শ করানো; দায়ে ফেলা; বাধা দেওয়া; আটকানো (হাঙামা ঠেকিয়ে রাখা, মৃত্যুকে ঠেকানো যায় না); উপনীত করানো (নৌকা তীরে ঠেকাও)।

ঠেকার [ ṭhēkāra ] বি. 1 দেমাক, গর্ব, গুমর; 2 ঢং (কত ঠেকারই না জানো)। [দেশি]। ঠেকারে বিণ. গর্বিত, অহংকারী।

ঠেকো [ ṭhēkō ] দ্র ঠেক2

ঠেঙা, ঠ্যাঙা [ ṭhēṅā, ṭhyāṅā ] বি. লাঠি। ☐ ক্রি. 1 ঠেঙানো, লাঠি দিয়ে মারা; 2 মারা (আচ্ছা করে ঠ্যাঙাব)। [হি. ঠেংগা]। ̃ ঠেঙি বি. লাঠি নিয়ে মারামারি; মারামারি। ̃ ড়ে, (বর্জি.) ̃ ড়িয়া বি. 1 অধুনালুপ্ত ভারতীয় দস্যু সম্প্রদায়বিশেষ; 2 লাঠিয়াল দস্যু (জমিদারের ঠেঙাড়ে বাহিনী)। &tilde নি বি. লাঠি দিয়ে প্রহার; প্রহার। ̃ নো ক্রি. বি. 1 লাঠি দিয়ে প্রহার করা; 2 প্রহার করা (ঠেঙিয়ে আধমরা করেছে)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।

ঠেঙ্গে, ঠেঞে [ ṭhēṅgē, ṭhēñē ] (প্রা. বাং.) অনু. কাছে, কাছ থেকে (তার ঠেঞে নিতে হবে)। [বাং. ঠাঁই]।

ঠেলা [ ṭhēlā ] বি. 1 ধাক্কা (ঠেলা দেওয়া); 2 বল প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে দেওয়া (নৌকাটাকে ঠেলতে হবে); 3 সংকট, দায় (ঠেলা সামলানো); 4 হাত দিয়ে ঠেলে চালাতে হয় এমন মালবাহী গাড়িবিশেষ (ঠেলাওয়ালা)। ☐ ক্রি. 1 ধাক্কা দেওয়া; 2 জোরে আঘাত করে অগ্রসর করানো; 3 অগ্রাহ্য বা অমান্য করা (কথা ঠেলা); 4 বর্জন করা ('না ঠেলহ ছলে অবলা অখলে': চণ্ডী.); 5 একঘরে করা (জাতে ঠেলা)। [হি. ঠেলনা]। ̃ গাড়ি বি. যে মালবাহী গাড়ি মানুষে ঠেলে নিয়ে যায়। ̃ ঠেলি বি. পরস্পর ধাক্কাধাক্কি (ঠেলাঠেলি লেগে গেল)। ঠেলার নাম বাবাজি চিরদিন যাকে অবজ্ঞা করা হয়েছে বিপদে পড়ে তাকেও লোকে সমাদর করে।

ঠেস [ ṭhēsa ] বি. 1 হেলান (দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো); 2 যাতে হেলান দেওয়া যায় (পিঠে বালিশের ঠেস দেওয়া); 3 ঠেকনা; 4 আটকাবার কৌশল (দরজার হাওয়া-ঠেস); 5 খোঁটা, কটাক্ষ, বক্রোক্তি (ঠেস দিয়ে কথা বলা)। [হি. ঠেস]।

ঠেসা [ ṭhēsā ] ক্রি. 1 ঠেস দেওয়া; 2 ঘেঁষা; 3 ঠাসা, মর্দন করা। [হি. ঠেসনা]। ̃ ঠেসি বি. ঠাসাঠাসি; গাদাগাদি। ̃ বি. হেলান (দেওয়ালে ঠেসান দেওয়া)। ̃ নো ক্রি. বি. 1 হেলানো; 2 ভেজানো (দরজা ঠেসানো); 3 বক্রোক্তি করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ঠোঁট [ ṭhōn̐ṭa ] বি. ওষ্ঠ; অধর; চঞ্চু। [হি. ঠোঁট < সং. তুণ্ড]। ঠোঁট উলটানো ক্রি. বি. অবজ্ঞা প্রকাশ করা; তুচ্ছ করা। ̃ কাটা বিণ. স্পষ্টবক্তা, কোনো কথাই যার মুখে বাধে না। ঠোঁট ফোলানো ক্রি. বি. অভিমান করা।

ঠোকন, ঠুকন [ ṭhōkana, ṭhukana ] বি. ঠুকে আঘাত; ঠোকা। [বাং. ঠুক + অন]।

ঠোকর, ঠোকরা, ঠোকরানো, ঠোকা, ঠোকাঠুকি [ ṭhōkara, ṭhōkarā, ṭhōkarānō, ṭhōkā, ṭhōkāṭhuki ] যথাক্রমে ঠুকর, ঠুকরা, ঠুকরানো, ঠুকা ও ঠুকাঠুকি -র চলিত রূপ।

ঠোক্কর [ ṭhōkkara ] বি. ঠোকর; ধাক্কা; হোঁচট। [হি. ঠক্কর]।

ঠোঙা [ ṭhōṅā ] বি. গাছের পাতা, কাগজ প্রভৃতি দিয়ে তৈরি পাত্রবিশেষ। [দেশি]।

ঠোনা [ ṭhōnā ] বি. আঙুল দিয়ে গালে বা চিবুকে আঘাত। [তু. বাং. ঠোকনা]।

ঠোস [ ṭhōsa ] বি. 1 পূর্তি, স্ফীতি (পেট একেবারে ঠোস মেরে আছে); 2 ছোট ফোঁড়া বা ফোসকা। [দেশি]।

ঠ্যাং [ ṭhyā ] বি. পা (ঠ্যাং ভেঙেছে)। [সং. টঙ্ক]।

ঠ্যাঁটা, ঠ্যাকার, ঠ্যাঙা, ঠ্যাঙানি, ঠ্যাঙানো [ ṭhyān̐ṭā, ṭhyākāra, ṭhyāṅā, ṭhyāṅāni, ṭhyāṅānō ] যথাক্রমে ঠেঁটা, ঠেকার, ঠেঙা, ঠেঙানি ও ঠেঙানো -র বানানভেদ।