[ ḍ ] বাংলা বর্ণমালার ত্রয়োদশ ব্যঞ্জনবর্ণ এবং ঘোষ অল্পপ্রাণ মূর্ধন্য ড্-ধ্বনির দ্যোতক।

ডক [ ḍaka ] বি. সমুদ্র বা নদীর তীরবর্তী কৃত্রিম জলাশয় যেখানে জাহাজ মেরামত বা মাল উঠানো-নামানো হয়; পোতাশ্রয়। [ইং. dock]।

ডকে ওঠা [ ḍakē ōṭhā ] ক্রি. বি. (কথ্য) নষ্ট হওয়া; বাতিল হওয়া; উঠে যাওয়া (ব্যাবসা ডকে উঠেছে)। [দেশি]।

ডক্টর [ ḍakṭara ] বি. কোনো শাস্ত্রে বা বিষয়ে জ্ঞানের জন্য বিশ্ববিদ্যালয়ের দেওয়া উপাধি, doctorate. [ইং. doctor]।

ডগ-ডগ [ ḍaga-ḍaga ] বি. উজ্জ্বলতার ভাব (লাল ডগডগ করছে)। [ধ্বন্যা.]। ডগ-ডগে বিণ. টকটকে, ঘোর, অতিশয় উজ্জ্বল (ডগডগে লাল)।

ডগ-মগ [ ḍaga-maga ] বিণ. 1 ঢলঢল (আহ্লাদে ডগমগ হয়েছে); 2 বিভোর, বিহ্বল, অস্হির, আপ্লূত। [ধ্বন্যা.-তু. হি. ডগমগ]। ডগ-মগি বিণ. আত্মহরা ('কাঁচা কাঞ্চনমণি গোরারূপ তাহে জিনি ডগমগি প্রেমের তরঙ্গ' : বা. ঘো.)। ডগ-মগানো ক্রি. ডগমগ করা।

ডগর [ ḍagara ] বি. ঢাকজাতীয় বাদ্যযন্ত্র, দগড়। [দেশি]।

ডগা [ ḍagā ] বি. 1 আগা, অগ্রভাব (আঙুলের ডগা, ডাঁটা বা শাকের ডগা); 2 চূড়া (গাছের ডগা)। [তু. সং. অগ্র]।

ডঙ্কা [ ḍaṅkā ] বি. জয়ঢাক, ঢেঁটরা। [সং. ডম্ + √ কৈ + অ + আ]। ডঙ্কা দেওয়া, ডঙ্কা মারা ক্রি. বি. 1 ডঙ্কা বাজিয়ে ঘোষণা করা; 2 (আল.) সগর্বে ঘোষণা করা, বুক ফুলিয়ে অর্থাত্ কারও তোয়াক্কা না করে ঘোষণা করা।

ডজন [ ḍajana ] বি. বারোটি, বারো (এক ডজন ডিম, ডজন দরে কেনা)। [ইং. dozen]।

ডন [ ḍana ] বি. দণ্ডবত্ বা উপুড় হয়ে ব্যায়াম করার পদ্ধতিবিশেষ। [হি. ডাংড < সং. দণ়্ড]।

ডবকা [ ḍabakā ] বিণ. নবযৌবনপ্রাপ্ত ও হৃষ্টপৃষ্ট, উদ্ভিন্নযৌবন; সোমত্ত (ডবকা ছোঁড়া)। [তু. হি. ডবকানো=চমক লাগানো; মরা. ডবগা=উত্তম ফসলযুক্ত জমি]।

ডব-ডব [ ḍaba-ḍaba ] বি. অশ্রুপূর্ণতার ভাব; আয়ত ভাব (চোখ ডবডব করছে)। [হি. √ ডবা=অশ্রুপূর্ণ হওয়া]। ডব-ডবে বিণ. সজল বা আয়ত (ডবডবে চোখ)।

ডবল [ ḍabala ] বিণ. দ্বিগুণ (ডবল বয়স)। [ইং. double]। ডবল-ডেকার বি. দোতলা বাস; দোতলা যান। [ইং. double-decker]।

ডমরু [ ḍamaru ] বি. ডমডম শব্দে বাজে এমন ক্ষীণমধ্য বাদ্যযন্ত্রবিশেষ, শিবের বাদ্যযন্ত্র, ডুগডুগি। [সং. ধ্বন্যা.]। ̃ মধ্য বিণ. ডমরুর মতো সরু মধ্যভাববিশিষ্ট; ক্ষীণ কটিবিশিষ্ট।

ডম্ফ1 [ ḍampha1 ] বি. প্রাচীন বাদ্যযন্ত্রবিশেষ। [হি. ডফ < ফা. দফ্ (ধ্বন্যা.)]।

ডম্ফ2 [ ḍampha2 ] বি. দম্ভ ('ডম্ফ করি কথা তুমি কহ মোর স্হানে)। [সং. দম্ভ]।

ডম্বর [ ḍambara ] বি. 1 আড়ম্বর, ঘটা (মেঘডম্বর); 2 সমূহ ('মধুকরডম্বর অম্বর ভেল': বিদ্যা.)। [সং. √ ডম্ব্ + অর ]।

ডম্বরু, ডম্বুরু, ডম্বুর [ ḍambaru, ḍamburu, ḍambura ] বি. ডমরু, ডুগডুগি ('ডম্বরু বাজল গম্ভীর গরজনে')। [ডমরু দ্র]।

ডর [ ḍara ] বি. ভয়, শঙ্কা। [হি. ডর-তু. সং. দর]। ডরা ক্রি. (কাব্যে ও কথ্য) ভয় করা, ভয় পাওয়া। ডরানো ক্রি. ভয় করা, ভয় পাওয়া, ডরা (কাউকে সে ডরায় না)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ডলন [ ḍalana ] বি. মর্দন, ডলার কাজ। [ডলা দ্র]।

ডলফিন [ ḍalaphina ] বি. তিমিজাতীয় কিন্তু ক্ষুদ্রতর ও অত্যন্ত বুদ্ধিমান স্তন্যপায়ী সমুদ্রপ্রাণী; শুশূক। [ইং. dolphin]।

ডলা [ ḍalā ] ক্রি. 1 মর্দন বা মালিশ করা; 2 টেপা; 3 পেষণ করা, ঠাসা (ময়দা ডলা)। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ দল্ + বাং. আ]। ডলাই-মলাই বি. সংবাহন, massage, গা মালিশ বা মর্দন করা। ̃ নো ক্রি. মর্দন বা মালিশ করানো; টেপানো; পেষণ করানো; ঠাসানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

ডহর [ ḍahara ] বি. 1 দহ, খাল; 2 জলাজমি; 3 গভীর গর্ত; 4 জাহাজের খোল। ☐ বিণ. গভীর (ডহরপানি)। [হি. ডহর (=জলাশয়)]।

ডাইন1, (চলিত) ডান [ ḍāina1, (calita) ḍāna ] বিণ. বি. দক্ষিণ, বামেতর (ডাইনে যাবে, ডান হাত)। [সং. দক্ষিণ > প্রা. দাহিণ]। ডান দিক ডান হাতের দিক। ডান হাত বি. 1 দক্ষিণ হস্ত; 2 (আল.) প্রধান সহায় বা সহচর (ওই চাকরটিই তাঁর ডান হাত)। ডান হাত বাঁ হাত করা ক্রি. লেনদেন করা; হাতফেরতা করা। ডান হাতের কাজ, ডান হাতের ব্যাপার বি. ভোজন, আহার। ডাইনে আনতে বাঁয়ে কুলায় না আয়ের চেয়ে ব্যয় বেশি হয়।

ডাইন2, ডাইনি, ডান2 [ ḍāina2, ḍāini, ḍāna2 ] বি. ডাকিনী, কুহকিনী, মায়াবিনী; জাদুকরী। [সং. ডাকিনী]।

ডাইনো-সর [ ḍāinō-sara ] বি. অধুনালুপ্ত অতিকায় প্রগৈতিহাসিক সরীসৃপবিশেষ। [ইং. donosaur]।

ডাইল [ ḍāila ] দ্র ডাল1

ডাইস [ ḍāisa ] বি. (স্বর্ণকার প্রভৃতির) ধাতুনির্মিত ছাঁচ। [ইং. dice]।

ডাংগুলি [ ḍāṅguli ] বি. একটি ছোট কাঠের লাঠি ও একটি গুলি নিয়ে ছোটদের খেলাবিশেষ, ডাণ্ডাগুলি। [সং. দণ্ড (ডাং) + গুলি-তু. হি. ডাণ্ডাগোলী]।

ডাঁই [ ḍām̐i ] বি. স্তূপ, গাদা (বাসনের ডাঁই, জিনিসগুলো ডাঁই করে রাখা হয়েছে)। [দেশি]।

ডাঁট1 [ ḍān̐ṭa1 ] বি. হাতল, বাঁট handle. [সং. দণ্ড]।

ডাঁট2 [ ḍān̐ṭa2 ] বি. মাত্রাতিরিক্ত গর্ব, দেমাক; তেজ (অত ডাঁট দেখিয়ো না)। [হি. ডাঁট]। ডাঁটাকল বিণ. গর্বিত, উদ্ধত। ডেঁটে ক্রি-বিণ. ডাঁটের সঙ্গে, তেজের সঙ্গে; নির্ভয়ে (আমি ডেঁটে কথাটা বলে দিতে পারি)।

ডাঁটা [ ḍān̐ṭā ] বি. 1 সরু ডাল বা কাণ্ড; খাড়া (ডাঁটাশাক, সজনের ডাঁটা); 2 বোঁটা। [< সং. দণ্ড]।

ডাঁটি [ ḍān̐ṭi ] বি. ছোট হাতল, বাঁট বা মূষল। [বাং. ডাঁট1 + ই]।

ডাঁটিয়াল [ ḍān̐ṭiẏāla ] দ্র ডাঁট2

ডাঁটো [ ḍān̐ṭō ] বিণ. 1 শক্ত, কঠিন; 2 ডাঁসা, আধপাকা; 3 সমর্থ, বলিষ্ঠ, দৃঢ়কায় (ডাঁটো লোক না হলে এ কাজ পারবে না); 4 আসিদ্ধ (ডাঁটো ভাত)। [< সং. দৃঢ়]।

ডাঁশ [ ḍām̐śa ] বি. বৃহদাকার মশাবিশেষ (সাধারণত গোরু-মোষের গায়ে বসে এমন), দংশমক্ষিকা, gadfly. [সং. দংশ]।

ডাঁসা, ডাঁশা [ ḍām̐sā, ḍām̐śā ] বিণ. আধপাকা (ডাঁসা পেয়ারা)। [দেশি]।

ডাক1 [ ḍāka1 ] বি. ডাহুক পাখি। [সং. ডাহুক]।

ডাক2 [ ḍāka2 ] বি. প্রতিমা সাজাবার জন্য শোলা রাংতা জরি ইত্যাদির অলংকার (ডাকের সাজ)। [হি. ডাঁক]।

ডাক3 [ ḍāka3 ] বি. 1 সম্বোধন (এই ডাক শুনতে ভালোই লাগে); 2 আহ্বান ('যদি তোর ডাক শুনে কেউ না আসে': রবীন্দ্র); 3 বুলি, কথা, শব্দ (পাখির ডাক, পশুর ডাক); 4 চিত্কার, হাঁক (ডাক ছাড়া, ডাক পাড়া); 5 উচ্চনাদ, গর্জন (মেঘের ডাক); 6 নিলামে ক্রেতার হাকা দর (দশ টাকা ডাক উঠেছে); 7 খ্যাতি (নামডাক)। ☐ বিণ. সচরাচর ডাকবার জন্য ব্যবহৃত (ডাকনাম)। [তু. হি. √ ডহক]। ডাকের সুন্দরী সর্বজনখ্যাত সুন্দরী। এক ডাকে চেনা ক্রি. বি. খ্যাতির জন্য নাম উচ্চারণমাত্র চিনতে পারা।

ডাক4 [ ḍāka4 ] বি. শিবের অনুচরবিশেষ। [সং.]। ̃ সিদ্ধ বিণ. তপস্যার দ্বারা শিবের অনুচর ডাককে স্বীয় নির্দেশ পালনে বাধ্য করেছে এমন। তু. প্রেতসিদ্ধ।

ডাক5 [ ḍāka5 ] বি. গোপজাতীয় জনৈক জ্ঞানী ব্যক্তি যাঁর অনেক উক্তি খনার বচনের মতো প্রবাদে পরিণত (ডাকের কথা)। ̃ পুরুষ বি. জ্ঞানী ব্যক্তি। [< তিব্বতি ব্দগ্=জ্ঞান]।

ডাক6 [ ḍāka6 ] বি. 1 দূরপথে যাবার ও চিঠিপত্রাদি পাঠাবার জন্য যানবাহন ব্যবস্হা (ঘোড়ার ডাক); 2 চিঠিপত্রাদি বহনের ও বিলির সরকারি ব্যবস্হা (ডাকবিভাগ); 3 চিঠিপত্রাদি (আজকের ডাক এখনও আসেনি)। [হি. ডাক্]। ̃ গাড়ি বি. চিঠিপত্রাদি বহনকারী দ্রূতগামী যান বা রেলগাড়ি। ̃ খানা, ̃ ঘর বি. পোস্ট অফিস। ̃ টিকিট বি. ডাক মাশুলের নিদর্শক ছাপানো কাগজখণ্ড। ̃ পিয়ন বি. চিঠিপত্র বিলির কাজে নিযুক্ত কর্মচারী। ̃ বাক্স বি. ডাকঘর কর্তৃক স্হাপিত চিঠি ফেলার বাক্স। ̃ হরকরা বি. ডাকের থলি এক স্হান থেকে অন্য স্হানে বহনকারী কর্মচারী।

ডাক-বাংলা, ডাক-বাংলো [ ḍāka-bāṃlā, ḍāka-bāṃlō ] বি. সরকারি কর্মচারী ও ভ্রমণকারীদের ব্যবহার্য সরকারি পান্হশালা। [বাং. ডাক + হি. বাংলা (বড় ঘরবিশেষ)]।

ডাক-সাইটে [ ḍāka-sāiṭē ] বিণ. 1 অতি প্রসিদ্ধ; 2 যে নামের ডাকেই সিদ্ধি লাভ হয়। [সং. ডাকসিদ্ধ > ডাকসিদা > ডাকসাইটা]।

ডাকা [ ḍākā ] ক্রি. 1 কণ্ঠধ্বনি করা (পাখি ডাকে); 2 শব্দ করা (নাক ডাকে); 3 গর্জন করা (মেঘ ডাকে); 4 সম্বোধন করা (কী নামে তোমাকে ডাকব?); 5 আহ্বান করা (ওকে ডাকো); 6 স্মরণ করা (ভগবানকে ডাকো); 7 দর্ হাঁকা (নিলাম ডাকা); 8 পূর্বেই আশঙ্কা করা (কুডাক ডাকা, অমঙ্গল ডাকা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. মুখরিত, ধ্বনিত ('পাখি ডাকা সন্ধ্যা': বিভূতি)। [বাং. √ ডাকা]। ̃ ডাকি বি. 1 ক্রমাগত আহ্বান করা; 2 চেঁচিয়ে ডাকা। ̃ নো ক্রি. আহ্বান করে আনানো; শব্দ করা বা করানো (নাক ডাকানো)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। ডেকে বলা ক্রি. বি. সম্বোধন করে বলা; উচ্চকণ্ঠে ঘোষণা করা, জোর দিয়ে অভিমত প্রকাশ করা ('ডাকিয়া বলিতে হবে': রবীন্দ্র)।

ডাকাত, (বর্ত. অপ্র.) ডাকাইত [ ḍākāta, (barta. apra.) ḍākāita ] বি. দস্যু, প্রকাশ্যে বলপূর্বক হরণকারী। [হি. ডকৈত, ডাকুয়া]। ডাকাত পড়া ক্রি. বি. ডাকাতের আক্রমণ হওয়া (জমিদারবাড়িতে ডাকাত পড়েছে)। ডাকাতি বি. 1 দস্যুবৃত্তি (ডাকাতি করে বড়লোক হয়েছে); 2 দস্যুবৃত্তির ঘটনা (প্রায়ই ডাকাতি হয়)। ☐ বিণ. 1 ডাকাতসংক্রান্ত; 2 ডাকাতিসংক্রান্ত। ডাকাতে বিণ. 1 ডাকাতসংক্রান্ত; ডাকাতদের; 2 ডাকাততুল্য (ডাকাতে সাহস)। ডাকাতে কালী ডাকাতদের উপাস্যা কালী বা কালিকাদেবী।

ডাকা-বুকো [ ḍākā-bukō ] বিণ. ভয়হীন; অসমসাহসী। [বাং. ডাকা (ডাকাততুল্য) + বুকা (বুকযুক্ত, বুকের পাটাযুক্ত)]।

ডাকিনী [ ḍākinī ] বি. শিব বা দুর্গার অনুচরীবিশেষ, পিশাচীবিশেষ। [সং. ডাক4 + ইনী]। ̃ বিদ্যা বি. ভবিষ্যত্ বলবার শক্তিসহ গুপ্তজ্ঞান বা মন্ত্রের অধিকার।

ডাকু [ ḍāku ] বি. ডাকাত, দস্যু। [হি. ডাকু]।

ডাক্তার [ ḍāktāra ] বি. ইয়োরোপীয় পদ্ধতিতে যে চিকিত্সা করে, চিকিত্সক। [ইং. doctor]। ̃ খানা বি. যেখানে চিকিত্সা করা বা ওষুধ দেওয়া হয়। ডাক্তারি বি. 1 চিকিত্সা; 2 চিকিত্সকের বৃত্তি। ☐ বিণ. 1 চিকিত্সাসংক্রান্ত; 2 চিকিত্সকসংক্রান্ত।

ডাগর [ ḍāgara ] বিণ. 1 বড় (ডাগর চোখ, ডাগর মেয়ে); 2 মূল্যবান বা উত্কৃষ্ট ('সাগরের মত নারী ডাগর জিনিস': ব. চ)। [হি. ডাবর-তু. ডাবরনৈনী=আয়তনয়না]। ̃ ডোগর বিণ. বেষ বড়সড় (ডাগর়ডোগর মেয়েগুলো)।

ডাঙ্শ [ ḍāṅśa ] বি. অঙ্কুশ, হস্তিচালনদণ্ড। [সং. দণ্ডাঙ্কুশ]।

ডাঙা, (বর্জি) ডাঙ্গা [ ḍāṅā, (barji) ḍāṅgā ] বি. 1 স্হল; 2 নির্জন স্হান; 3 উচ্চভূমি; 4 তীর (ডাঙায় নামা); 5 উত্পাদনের স্হান, জন্মস্হান; 6 আবাস (নারকেলডাঙা, ফরাসডাঙ্গা)। [দেশি]। ডাঙায় বাঘ জলে কুমির উভয়সংকট।

ডাঙ্গর [ ḍāṅgara ] বিণ. (বিরল) 1 শৈশব অতিক্রম করেছে এমন; 2 অধিকবয়স্ক। [দেশি]।

ডান [ ḍāna ] দ্র ডাইন1 ও ডাইন2

ডানপিটে [ ḍānapiṭē ] বিণ. 1 অসমসাহসী; 2 দুর্দান্ত ('বাপরে কি ডানপিটে ছেলে': সু. রা.); 3 গোঁয়ার, একগুঁয়ে। [বাং. ডাং পিটায় এই অর্থে]।

ডানা [ ḍānā ] বি. 1 যার সাহায্যে পাখি উড়তে পারে, পাখা ('চিলের সোনালি ডানা হয়েছে খয়েরি': জী. দা); 2 মাছের পাখনা। [সং. ডয়ন > ডান + বাং. আ]। ডানকাটা পরি দ্র পরিডানা গজানো ক্রি. 1 পাখির ছানার প্রথম ডানা হওয়া; 2 (সচ. নিন্দার্থে আল.) সাবালক হওয়া, অন্যের সাহায্যে বা পরামর্শ ছাড়াই চলতে শেখা। ☐ বি. উক্ত উভয় অর্থে।

ডাণ্ডা [ ḍāṇḍā ] বি. 1 মোটা লাঠি, কাঠ লোহা প্রভৃতি দিয়ে তৈরি লাঠি; 2 ছোটদের খেলার ছোট লাঠি। [সং. দণ্ড]। ̃ গুলি বি. ডাংগুলি।

ডাণ্ডি [ ḍāṇḍi ] বি. 1 মোটা ও ছোট লাঠি; 2 পার্বত্য অঞ্চলে মানুষবাহিত যানবিশেষ (ডাণ্ডি-কাণ্ডি)। [বাং. ডাণ্ডা + ই]।

ডাব [ ḍāba ] বি. কাঁচা নারকেল। [সং. ডিম্ভা]।

ডাবর [ ḍābara ] বি. ধাতুর তৈরি ছোট গামলার মতো পাত্রবিশেষ (পানের ডাবর)। [হি. ডাবর]।

ডাবা, ডাব্বা [ ḍābā, ḍābbā ] বি. 1 মাটির বড় মামলা; 2 টব; 3 বড় নারকেলের খোলযুক্ত হুঁকাবিশেষ। ☐ বিণ. বড় খোলবিশিষ্ট (ডাবা হুঁকা)। [বাং. ডাব + আ]।

ডাবু [ ḍābu ] বি. (সচ. পিতলের) বড় হাতা (ডাবু হাতা)। [সং. দর্বী]।

ডামা-ডোল [ ḍāmā-ḍōla ] বি. ব্যাপক ও তীব্র গণ্ডগোল বা বিশৃঙ্খলা (এই ডামাডোলে সবকিছুই ওলটপালট হয়ে গেছে)। [দেশি]।

ডাম্বেল [ ḍāmbēla ] বি. ব্যায়ামের উপকরণবিশেষ, ব্যায়ামের সময় হাতে ধরে রাখার ভারী দণ্ডবিশেষ। [ইং. dumb-bell]।

ডায়মন [ ḍāẏamana ] বি. হীরার মতো পল-তোলা নকশা। [ইং. diamond]। ̃ কাটা বিণ. হীরার মতো পল তোলা নকশাযুক্ত।

ডায়েরি, ডায়ারি [ ḍāẏēri, ḍāẏāri ] বি. দিনলিপি, রোজনামচা। [ইং. diary]।

ডারা [ ḍārā ] ক্রি. (কাব্যে) 1 ঢেলে ফেলা; 2 বিসর্জন দেওয়া। [হি. √ ডার]।

ডাল1, ডাইল, দাল [ ḍāla1, ḍāila, dāla ] বি. খোসা ছাড়ানো বা ভাঙা মুগ, ছোলা, মুসুরি প্রভৃতির দানাশস্য। [সং. দল, দালি]। ̃ পুরি বি. ডালবাটার পুর দিয়ে প্রস্তুত পুরি বা লুচি। ̃ মুট বি. তেল-ঘিয়ে ভাজা এবং নানান মশলাযুক্ত ছোলা বা মটরের ডাল।

ডাল2 [ ḍāla2 ] বি. বৃক্ষশাখা (ডালপালা)। [দেশি]। ̃ পালা বি. শাখাপ্রশাখা।

ডাল-কুত্তা [ ḍāla-kuttā ] বি. ইয়োরোপীয় শিকারি কুকুরবিশেষ, গ্রে-হাউণ্ড। [হি.]।

ডালনা [ ḍālanā ] বি. অল্প ঝোলযুক্ত ব্যঞ্জনবিশেষ। [দেশি]।

ডালপালা [ ḍālapālā ] দ্র ডাল2

ডালপুরি [ ḍālapuri ] দ্র ডাল1

ডালমুট [ ḍālamuṭa ] দ্র ডাল1

ডালা [ ḍālā ] বি. 1 বেত চাঁচাড়ি প্রভৃতি দ্বারা নির্মিত ছোট ঝুড়িবিশেষ; 2 পূজার অর্ঘ্য বা উপহারের সামগ্রীপূর্ণ পাত্র (কালীবাড়িতে ডালা দেওয়া); 3 (আল.) পরিপূর্ণ বা প্রাচুর্যপূর্ণ আধার (রূপের ডালা); 4 বাক্স তোরঙ্গ প্রভৃতির ঢাকনি। [সং. ডল্লক]।

ডালি [ ḍāli ] বি. 1 ছোট ডালা বা ঝুড়ি, চেঙারি; 2 (আল.) পরিপূর্ণ বা প্রাচুর্যপূর্ণ আধার (রূপের ডালি); 3 উপহার বা অর্ঘ্য (কালীবাড়িতে পুজোর ডালি দেওয়া); 4 (বিরল) উপহার (বড়দিনের ডালি)। [বাং. ডালা + ই ক্ষুদ্রার্থে]।

ডালিম [ ḍālima ] বি. বেদানাজাতীয় ফলবিশেষ, দাড়িম্ব। [সং. দাড়িম]।

ডালিয়া1 [ ḍāliẏā1 ] বি. মধ্য আমেরিকার সুন্দর বড় ফুলবিশেষ। [ইং. dahlia]।

ডালিয়া2 [ ḍāliẏā2 ] বি. গম ও ডালের চূর্ণ দিয়ে প্রস্তুত খিচুড়িজাতীয় খাবার। [হি. দালিয়া]।

ডাস্ট-বিন [ ḍāsṭa-bina ] বি. নোংরা বা আবর্জনা ফেলার পাত্র, ভ্যাট। [ইং. dustbin]।

ডাস্টার [ ḍāsṭāra ] বি. ঝাড়ন; স্কুল কলেজের ব্ল্যাকবোর়্ড মোছার ঝাড়ন। [ইং. duster]।

ডাহা [ ḍāhā ] বিণ. 1 সম্পূর্ণ (ডাহা মিথ্যা); 2 অবিকল (ডাহা নকল)। [দেশি]।

ডাহুক [ ḍāhuka ] বি. জলচর পাখিবিশেষ, ডাকপাখি। [সং. দাত্যূহ]। স্ত্রী. ডাহুকি

ডিক্রি [ ḍikri ] বি. আদালতের হুকুম বা নির্দেশ। [ইং. decree]। ̃ দার বি. যার অনুকূলে আদালত ডিক্রি দিয়েছে।

ডিগ-ডিগ [ ḍiga-ḍiga ] বি. সরু ডগার মতো কৃশতার ভাব (ডিগডিগ করছে)। [দেশি-তু. ডগা]। ডিগ-ডিগে বিণ. অত্যন্ত কৃশ; কৃশ ও অদৃঢ়; কৃশ ও লগবগে।

ডিগ-বাজি [ ḍiga-bāji ] বি. মাথা নিচু করে পা শূন্যে তুলে উলটে পড়া অবস্হা। ডিগবাজি খাওয়া ক্রি. বি. 1 ওইভাবে উলটে পড়া বা উলটে পড়ে কসরত দেখানো; 2 (আল. বিদ্রূপে) আদর্শ নীতি বা প্রতিশ্রুতি আকষ্মিকভাবে পালটানো।

ডিগ্রি [ ḍigri ] বি. 1 বিশ্ববিদ্যালয় কর্তৃক গ্র্যাজুয়েট ছাত্রকে বা বিশিষ্ট পণ্ডিত বা বরেণ্য ব্যক্তিকে প্রদত্ত উপাধি (বি এ, ডি লিট ইত্যাদি); 2 (বিজ্ঞা. ও গণি.) তাপ ও কৌণিক পরিসরের পরিমাণ বা একক (নব্বই ডিগ্রি তাপ)। [ইং. degree]।

ডিঙা1 [ ḍiṅā1 ] বি. ছোট হালকা নৌকাবিশেষ। [দেশি]।

ডিঙা2 [ ḍiṅā2 ] ক্রি. ডিঙানো। [তু. তেলু. ডিগু]। ̃ নো ক্রি. বি. উল্লঙ্ঘন করা, লাফিয়ে পার হওয়া (নর্দমা ডিঙিয়ে পার হওয়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া)। ☐ বিণ. উক্ত অর্থে।

ডিঙা3, (চলিত) ডিঙি1 [ ḍiṅā3, (calita) ḍiṅi1 ] বি. পায়ের বুড়ো আঙুলের উপর ভর দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো অবস্হা বা লাফ। [তু. ডিঙা2]। ডিঙি মারা, ডিঙা মারা ক্রি. বি. ওইভাবে দাঁড়ানো বা লাফানো।

ডিঙি2 [ ḍiṅi2 ] বি. ক্ষুদ্র ডিঙা (জেলে ডিঙি)। [বাং. ডিঙা + ই (ক্ষুদ্রার্থে)]।

ডিঙ্গর [ ḍiṅgara ] বিণ. 1 প্রবঞ্চক; 2 ধূর্ত। [হি. ডুঙ্গর]।

ডি়জাইন [ ḍi়jāina ] বি. নকশা; পরিকল্পিত চিত্রাদির কাঠামো বা নকশা (উলের ডিজাইন)। [ইং. design]।

ডিজেল [ ḍijēla ] বি. জ্বালানি তেলবিশেষ; মোটরচালিত যানের জ্বালানি তেলবিশেষ। [ইং. diesel]।

ডিটেক-টিভ [ ḍiṭēka-ṭibha ] বি. গোয়েন্দা। [ইং. detective]।

ডিটেল [ ḍiṭēla ] বি. বিশদ বর্ণনা বা ব্যাখ্যা (ছবিটির ডিটেলের কাজ খুব ভালো)। [ইং. detail]।

ডিণ্ডিম [ ḍiṇḍima ] বি. ঢোলজাতীয় প্রাচীন বাদ্যযন্ত্রবিশেষ। [সং. ডিণ্ডি (ধ্বন্যা.) + √ মা + অ]।

ডিন [ ḍina ] বি. বিশ্ববিদ্যালয়রে কলা বিজ্ঞান আইন প্রভৃতি ফ্যাকালটি বা অনুষদের অধিকর্তা।[ইং. dean]।

ডিনা-মাইট [ ḍinā-māiṭa ] বি. শক্তিশালী বিস্ফোরকবিশেষ। [ইং. dynamite]।

ডিনার [ ḍināra ] বি. 1 ইয়োরোপীয় পদ্ধতির ভোজ; 2 দিনের প্রধান ভোজ। [ইং. dinner]।

ডিপো [ ḍipō ] বি. 1 আড়ত (কয়লার ডিপো); 2 আশ্রয়স্হান (ট্রাম ডিপো); 3 (আল.) জন্মস্হান, আড্ডা (রোগের ডিপো, মশার ডিপো)। [ইং. depot]।

ডিপো-জিট [ ḍipō-jiṭa ] বি. 1 অন্যের নিকট গচ্ছিত রাখা; আমানত; 2 আমানত বা জমা রাখা টাকা (বাংকের ডিপোজিট)। [ইং. deposit]।

ডিবা, (কথ্য) ডিবে [ ḍibā, (kathya) ḍibē ] বি. 1 কোটা (পানের ডিবা, নস্যির ডিবে); 2 কেরোসিন জ্বালাবার টেমি বা ছোট পাত্র। [তেলু. ডব্বি-তু. হি. ডিব্বা]।

ডিবেঞ্চার [ ḍibēñcāra ] বি. ঋণপত্র, তমসুক। [ইং. debenture]।

ডিভান [ ḍibhāna ] বি. 1 ইয়োরোপীয় পদ্ধতির বসার লম্বা আসন যা খাট হিসাবেও ব্যবহার করা যায়; 2 বাক্সযুক্ত নিচু খাট। [ইং. divan]।

ডিভিডেণ্ড [ ḍibhiḍēṇḍa ] বি. যৌথ কারবারের লভ্যাংশরূপে প্রদেয় অর্থ। [ইং. dividend]।

ডিভি-সন [ ḍibhi-sana ] বি. 1 দুই বা ততোধিক ব্রিগেডের মিলিত সৈন্য; 2 বিভাগ (প্রথম ডিভিসন)। [ইং. division]।

ডিম [ ḍima ] বি. 1 ডিম্ব, অণ্ড; 2 হাঁটু ও গোড়ালির মাঝে পায়ের পিছন দিকের মাংসপিণ্ড (পায়ের ডিমে ব্যথা)। [সং. ডিম্ব]। ডিম পাড়া ক্রি. বি. অণ্ড প্রসব করা। ডিমে তা দেওয়া ক্রি. বি. ডিম ফোটাবার জন্য প্রসূত ডিমের উপর বসে দেহের তা বা তাপ দেওয়া। ঘোড়ার ডিম অলীক বা অসম্ভব বস্তু।

ডিমাই [ ḍimāi ] বি. কাগজের মাপবিশেষ, বাইশ ইঞ্চি লম্বা ও আঠারো ইঞ্চি চওড়া-এই মাপ। ☐ বিণ. কাগজের এই মাপবিশিষ্ট। [ইং. demy]।

ডিমি-ডিমি [ ḍimi-ḍimi ] ক্রি-বিণ. ডিমডিম করে (ডিমিডিমি বাজছে)। ☐ বি. ডিমডিম শব্দ, ডমরুধ্বনি। [ধ্বন্যা.]।

ডিম্ব [ ḍimba ] বি. 1 ডিম, অণ্ড; 2 (বিরল) বিদ্রোহ, বিপ্লব। [সং. √ ডিম্ব্ + অ]। ̃ কোষ বি. পুষ্পযোনি। ̃ বিণ. ডিম থেকে জাত বা উত্পন্ন। ডিম্বাকার বিণ. ডিমের মতো আকারবিশিষ্ট। ডিম্বাণু বি. ডিম্বাশয়ের মধ্যস্হ কোষ বা রজোডিম্ব যা ভ্রূণে পরিণত হয়, ovum (বি. প.)। ডিম্বাশয় বি. স্ত্রী-জীবের রজোডিম্বের আধার; (উদ্ভিদ.) বীজকোষ, ovary (বি. প.)।

ডিরেক্টর [ ḍirēkṭara ] বি. নির্দেশক বা পরিচালক। [ইং. director]।

ডিশ [ ḍiśa ] বি. থালা, রেকাবি. প্লেট। [ইং. dish]।

ডিস-কাউণ্ট [ ḍisa-kāuṇṭa ] বি. বাটা, অবহার; দাম ইত্যাদিতে ছাড়। [ইং. discount]।

ডিস-কাস [ ḍisa-kāsa ] বি. ক্রীড়া প্রতিযোগিতায় দূরে নিক্ষেপ করার জন্য ব্যবহৃত লোহার ভারী চাকা। [ইং. discus]।

ডিস-চার্জ [ ḍisa-cārja ] বিণ. বরখাস্ত, বাতিল (চাকরি থেকে ডিসচার্জ হয়ে গেছে)। [ইং. discharge]।

ডিস-টেম্পার [ ḍisa-ṭēmpāra ] বি. দেওয়াল ইত্যাদি পালিশ করার কাজে ব্যবহৃত রংবিশেষ। [ইং. distemper]।

ডিস-ট্রিক্ট [ ḍisa-ṭrikṭa ] বি. জেলা। [ইং. district]। ডিসট্রিক্ট বোর্ড বি. জেলার উন্নয়ন সাধনার্থে স্বয়ংশাসিত সমিতিবিশেষ। ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট বি. জেলাশাসক।

ডিস-মিস [ ḍisa-misa ] বিণ. 1 বরখাস্ত (চাকরি থেকে ডিসমিস হওয়া); 2 খারিজ (মামলা ডিসমিস)। [ইং. dismiss]।

ডিসেম্বর [ ḍisēmbara ] বি. ইংরেজি বত্সরের দ্বাদশ বা শেষ মাস। [ইং. December]।

ডিহি [ ḍihi ] বি. কয়েকটি গ্রাম বা মৌজার সমষ্টি। [হি. < ফা. ডীহ্]।

ডুকরা [ ḍukarā ] ক্রি. ডুকরানো, ডাক ছেড়ে কাঁদা। [তু. হি. √ ডকরা=ষাঁড় ডাকা]। ̃ নো ক্রি. ডাক ছেডে কাঁদা, হঠাত্ ফুঁপিয়ে কেঁদে ওঠা। ☐ বি. উক্ত অর্থে।

ডুগ-ডুগি [ ḍuga-ḍugi ] বি. ক্ষুদ্র চর্মবাদ্যবিশেষ; ডমরু। [ধ্বন্যা.]।

ডুগি [ ḍugi ] বি. তবলার সহচর বাদ্যযন্ত্র, বাঁয়া (ডুগি-তবলা)। [তু. হি. ডুগ্গী]।

ডুণ্ডুভ [ ḍuṇḍubha ] বি. ঢোঁড়া সাপ। [সং. ডুণ্ডু + √ ভা + অ]।

ডুব [ ḍuba ] বি. অবগাহন, নিমজ্জন (ডুব দেওয়া)। [হি. √ ডুব < প্রাকৃ. √ বুড্ড]। ̃ জল বি. গোটা দেহ ডুবে যায় এমন গভীর জল। ̃ স্ত বিণ. ডুবে যাচ্ছে এমন; ডুবুডুবু (ডুবন্ত জাহাজ, ডুবন্ত ব্যাবসা)। ডুব মারা বি. ক্রি. জলের নীচে নিমজ্জিত হওয়া; (ব্যঙ্গে) অদৃশ্য হওয়া বা আত্মগোপন করা। ̃ রি. ডুবুরি বি. যে ব্যক্তি সমুদ্রে ডুব দেয়; যে ব্যক্তি জলে ডুব দিয়ে নিমজ্জিত জিনিস উদ্ধার করে। ডুবরি পাখি, ডুবুরি পাখি বি. যে পাখি জলে ডুব দিয়ে মাছ ইত্যাদি শিকার করে। ̃ সাঁতার বি. জলের নীচে ডুব দিয়ে সাঁতার। ডুবে ডুবে জল খাওয়া ক্রি. বি. (আল.) লোকচক্ষুর অগোচরে কোনো কাজ করা। ডুবা ক্রি. 1 জলে নিমগ্ন হওয়া; 2 প্লাবিত হওয়া (বন্যায় দেশ ডুবেছে); 3 সর্বনাশগ্রস্ত হওয়া (ব্যাবসা ফেল হওয়ায় লোকটা ডুবেছে); 4 অস্ত যাওয়া (চাঁদ ডুবল); 5 নিবিষ্ট বা বিভোর হওয়া (পড়ায় ডুবে থাকা, গানে ডুবে আছে); 6 সংকটে পড়া, বিপন্ন হওয়া, বিপজ্জনকভাবে জ়ড়িয়ে পড়া (দেনায় ডুবে রয়েছি)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ডুবানো, ডোবানো ক্রি. 1 নিমজ্জিত করা; 2 প্লাবিত করা; 3 সর্বনাশগ্রস্ত করা (যাকে এত বিশ্বাস করলাম সে-ই ডোবাল); 4 নষ্ট করা; 5 বিপজ্জনকভাবে বিজড়িত করা (এই কারবারই আমাকে ডুবিয়েছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ডুবারি, ডুবারু ডুবরি ও ডুবুরি -র রূপভেদ। ডুবি বি. নিমজ্জন (নৌকাডুবি)। ডুবু-ডুবু বিণ. 1 প্রায় ডুবে গেছে বা ডোবার উপক্রম হয়েছে এমন (নৌকো ডুবুডুবু); 2 প্রায় অস্ত গেছে এমন (সূর্য ডুবুডুবু); 3 নষ্টপ্রায় (ব্যাবসা ডুবুডুবু); 4 বিভোর। ডুবুরি ডুবরি -র চলিত রূপ। ডুবো বিণ. 1 জলের নীচে ডুবে গেছে বা ডুবে রয়েছে এমন (ডুবোপাহাড়); 2 জলের নীচে ডুবে চলে এমন (ডুবোজাহাজ)। ডুবোজাহাজ বি. সাবমেরিন।

ডুমনি, ডোমনি [ ḍumani, ḍōmani ] বি. চৌকাঠের গায়ে কপাট বসাবার উপযোগী লোহার হুক (হাঁসকল-ডুমনি)। [দেশি. আঞ্চ.]।

ডুমা, (কথ্য) ডুমো [ ḍumā, (kathya) ḍumō ] বি. খণ্ড, টুকরা (ডুমো ডুমো করে আলু কাটা)। [দেশি]।

ডুমুর [ ḍumura ] বি. তরকারি রেঁধে খাওয়ার উপযুক্ত গোলাকার ও সবুজ রঙের বহুবীজ ফলবিশেষ, উডুম্বর। [সং. উডুম্বর]। ̃ ফুল, ডুমুরের ফুল (ড়ুমুরের ফুল ফলের ভিতরে থাকে এবং বাইরে থেকে দেখতে পাওয়া যায় না বলে) অদৃশ্য বস্তু বা ব্যক্তি; বিরলদর্শন বস্তু বা ব্যক্তি।

ডুরি1 [ ḍuri1 ] বি. (আঞ্চ.) নৌকা থেকে জল সেঁচে ফেলবার ছোট পাত্র। [দেশি]।

ডুরি2 [ ḍuri2 ] বি. 1 সরু দড়ি, সুতো, ডোর; 2 বন্ধন; 3 বাঁধবার দড়ি ('কর্মডুরি দে মা কেটে; রা. প্র.)। [হি. ডোর + বাং. ই (ক্ষুদ্রার্থে)]।

ডুরে [ ḍurē ] বিণ. লম্বা লম্বা রেখাযুক্ত, ডোরাকাটা (ডুরে শাড়ি)। [বাং. ডোরা + ইয়া > এ]।

ডুলি [ ḍuli ] বি. ক্ষুদ্র পালকিজাতীয় যানবিশেষ, দোলা। [সং. দোলী]।

ডেউয়া, ডেও [ ḍēuẏā, ḍēō ] বি. মাদার গাছ বা তার ফল। [সং. ডহু]।

ডেঁটে [ ḍēn̐ṭē ] দ্র ডাঁট

ডেঁড়ে-মুষে [ ḍēn̐ḍ়ē-muṣē ] ক্রি-বিণ. (আঞ্চ.) চেটেপুটে; নিঃশেষে, সম্পূর্ণরূপে। [দেশি]।

ডেঁপো [ ḍēm̐pō ] বিণ. ইঁচড়েপাকা, ফাজিল, ধৃষ্ট (ডেঁপো ছোকরা)। [দেশি]। ̃ মি বি. ধৃষ্টতা, ইঁচড়েপাকা ভাব; ফাজলামি।

ডেক1 [ ḍēka1 ] বি. জাহাজ বা স্টিমারের পাটাতন বা মেঝে। [ইং. deck]। ̃ চেয়ার বি. জাহাজ বা স্টিমারের ডেকে পেতে বসার উপযুক্ত হালকা চেয়ার।

ডেক2, ডেগ [ ḍēka2, ḍēga ] বি. ধাতুনির্মিত বড় হাঁড়ি। [ফা. দেঘ্]। ̃ চি বি. ছোট হাঁড়ি, ডেক-এর চেয়ে ছোট রন্ধনপাত্রবিশেষ। [ফা. দেঘ্ + তুর. চি]।

ডেকরা [ ḍēkarā ] বি. বিণ. 1 ধূর্ত, শঠ; 2 ধৃষ্ট; 3 অভদ্র। [< সং. ডিঙ্গর]।

ডেক-রেশন [ ḍēka-rēśana ] বি. সাজসজ্জা; অলংকরণ।[ইং. decoration]।

ডেকাথ-লন [ ḍēkātha-lana ] বি. দশটি বিভিন্ন বিষয়ের ক্রীড়াপ্রতিযোগিতাবিশেষ। [ইং. decathlon]।

ডেগ [ ḍēga ] দ্র ডেক2

ডেঙ্গু [ ḍēṅgu ] বি. শরীরে তীব্র বেদনাযুক্ত গ্রীষ্মমণ্ডলীয় জ্বরবিশেষ। [ইং. dengue]।

ডেপুটি [ ḍēpuṭi ] বিণ. (উচ্চপদস্হ কর্মচারীর) সহকারী (ডেপুটি নবাব)। ☐ বি. ডেপুটি ম্যাজিস্ট্রেট। [ইং. deputy]।

ডেবরা, ড্যাবরা [ ḍēbarā, ḍyābarā ] বিণ. 1 কাজকর্মে ডান হাতের চেয়ে বাঁ হাতের ব্যবহার বেশি করে এমন, ন্যাটা; 2 ডাগর, আয়ত, বিস্ফারিত (ড্যাবরা চোখ)। [হি. ডিবরিয়া]।

ডেমি [ ḍēmi ] বি. দলিলপত্রাদি লেখার কাজে ব্যবহৃত ডিমাই কাগজবিশেষ বা ফুলস্ক্যাপের অর্ধেক মাপের কাগজবিশেষ। [ইং. demy]।

ডেয়ারি [ ḍēẏāri ] বি. দুধ এবং দুগ্ধজাত দ্রব্যাদি তৈরি ও সংরক্ষণের স্হান। [ইং. dairy]।

ডেয়ে, ডেয়ো, ডেঁয়ে [ ḍēẏē, ḍēẏō, ḍēm̐ẏē ] বি. দাড়াওয়ালা ব়ড় কালো পিঁপড়েবিশেষ। [দেশি]।

ডেরা [ ḍērā ] বি. 1 অস্হায়ী বাসা, আস্তানা, আড্ডা; 2 তাঁবু, ছাউনি। [হি. ডেরা]। ডেরা গাড়া, ডেরা বাঁধা ক্রি. বি. আড্ডা গাড়া, অস্হায়ী বাসা করা, বাসা করা। ডেরা উঠানো, ডেরা তোলা ক্রি. বি. বাস বা আড্ডা তুলে দেওয়া। ̃ ডাণ্ডা বি. বাসা ও তার আসবাবপত্র।

ডেলা [ ḍēlā ] বি. 1 দলা, গোলাকার বস্তু (কাগজটাকে ডেলা পাকিয়ে ফেলে দিল); 2 ঢিল। [দেশি]।

ডেস্ক [ ḍēska ] বি. লেখাপড়ার কাজের জন্য বিশেষভাবে তৈরি (সচ. ঢালু) টেবিল। [ইং. desk]।

ডোকরা [ ḍōkarā ] বিণ. (গালিবিশেষ) 1 বুড়োহাবড়া; 2 লক্ষ্মীছাড়া, দুষ্ট। [প্রাকৃ. ডুক্কর]।

ডোঙা [ ḍōṅā ] বি. 1 (সচ. তাল বা নারকেল গাছের গুঁড়ি দিয়ে তৈরি) ছোট নৌকাবিশেষ, শালতি; 2 তাল-নারকেল গাছের গুঁড়ি দিয়ে তৈরি শালতির মতো জল তোলার বা সেচন করার পাত্রবিশেষ। [দেশি]।

ডোজ [ ḍōja ] বি. ওষুধের মাত্রা (এক ডো়জ ওষুধ)। [ইং. dose]।

ডোবা1 [ ḍōbā1 ] বি. জলপূর্ণ গর্ত; ছোট ও সচরাচর অব্যবহার্য জলাশয়। [দেশি]।

ডোবা2, ডোবানো [ ḍōbā2, ḍōbānō ] যথাক্রমে ডুবা ও ডুবানো -র চলিত রূপ (জলে ডোবা)। [ডুব দ্র]।

ডোম1 [ ḍōma1 ] বি. কাচের তৈরি গোলাকার বাতির চিমনি, ডুম। [ইং. dome =গম্বুজের মতো গোল আকৃতি]।

ডোম2 [ ḍōma2 ] বি. অনুন্নত হিন্দু জাতিবিশেষ, (সচ.) শ্মশানে শবদাহকার্যে সাহায্যকারী এবং বেতের কুলো ডালা প্রভৃতি নির্মাণকারী ও বিক্রয়কারী জাতিবিশেষ। [প্রাকৃ. ডোংব, ডুম্ব]। স্ত্রী. ̃ নি, ডুমনি। ̃ কাক বি. দাঁড়কাক। ̃ চিল বি. গোদাচিল।

ডোর [ ḍōra ] বি. 1 হাতের বন্ধনসূত্র ('তোর বন্ধন-ডোর ছিড়ে যাবে': রবীন্দ্র); 2 বৈষ্ণবদের বহির্বাস (ডোরকৌপীন); 3 (আল.) বন্ধন, আকর্ষণ (প্রণয়ডোরে বাঁধা)। [হি. ডোর]।

ডোরা [ ḍōrā ] বি. লম্বা রেখা বা দাগ। [হি. ডোর + বাং. আ সাদৃশ্যার্থে]। ̃ কাটা বিণ. ডোরা দাগযুক্ত; নানা বর্ণের রেখা দিয়ে চিহ্নিত। ডোরা ডোরা বিণ. অনেক ডোরা দিয়ে চিহ্নিত।

ডোল1 [ ḍōla1 ] বি. গড়ন। [ডৌল দ্র]।

ডোল2 [ ḍōla2 ] বিণ. (প্রা. কাব্যে) 1 রোমাঞ্চিত, পুলকিত; 2 অস্হির ('ডরে প্রাণ ডোল হইল': মু. গু.)। [দেশি]।

ডোল4, ডোলা1 [ ḍōla4, ḍōlā1 ] বি. চাঁচাড়ি হোগলা প্রভৃতি দিয়ে তৈরি বড় চুবড়িবিশেষ (ধান-চালের ডোল)। [সং. কণ্ডোল]।

ডোলা2 [ ḍōlā2 ] বি. দোলা, শিবিকাবিশেষ। [সং. দোলা]।

ডৌল [ ḍaula ] বি. গড়ন, আকৃতি (মুখের ডৌল)। [হি. ডৌল]।

ড্যাং ড্যাং [ ḍyā ṇḍyā ] বি. 1 ঢাকের আওয়াজ (ড্যাং ড্যাং বাদ্যি বাজে); 2 জয়সূচক ধ্বনি; জয়ঘোষণা (ড্যাং ড্যাং করে চলে যাব)। [ধ্বন্যা.]।

ড্যাব-ড্যাব [ ḍyāba-ḍyāba ] বি. চোখের আয়ত ভাষাহীন ও অনুজ্জল ভাব (চোখদুটো ড্যাবড্যাব করছে)। [দেশি]। ড্যাব-ডেবে বিণ. ড্যাবড্যাব করছে এমন; আয়ত ও ভাসা ভাসা কিন্তু অনুজ্জ্বল।

ড্যাশ [ ḍyāśa ] বি. যতি চিহ্নবিশেষ; তাড়াতাড়ি সরু সরল রেখাংশ। [ইং. dash]।

ড্রআর [ ḍrāra ] বি. টেবিলের দেরাজ। [ইং. drawer]।

ড্রপার [ ḍrapāra ] বি. তরল ওষুধ জল কালি প্রভৃতির ফোঁটা অল্প অল্প করে বার করার বা ভরার জন্য সরু নলাকার যন্ত্রবিশেষ। [ইং. dropper]।

ড্রয়িংরুম [ ḍraẏiṃruma ] বি. বসার ঘর, বাইরের ঘর, বৈঠকখানা। [ইং. drawing room]।

ড্রাম1 [ ḍrāma1 ] বি. তরল ওষুধ বা অন্য কোনো তরল পদার্থের মাপবিশেষ, 3.888 গ্রাম। [ইং. dram]।

ড্রাম2 [ ḍrāma2 ] বি. 1 ঢাক, ঢোল; ঢাকজাতীয় বাদ্যযন্ত্র; 2 ঢাকের আকারের ধাতব পাত্র। [ইং. drum]।

ড্রিল1 [ ḍrila1 ] ক্রি. তুরপুন দিয়ে ছিদ্র করা। ☐ বি. তুরপুন বা ভ্রমিযন্ত্র। [ইং. drill]।

ড্রিল2 [ ḍrila2 ] বি. সম্মিলিত ব্যায়াম। [ইং. drill]।

ড্রেন [ ḍrēna ] বি. নর্দমা, নালা। [ইং. drain]।

ড্রেস [ ḍrēsa ] বি. 1 পোশাক; 2 ক্ষতস্হানের বাঁধন। [ইং. dress]।