1 [ tha1 ] বাংলা বর্ণমালার সপ্তদশ ব্যঞ্জনবর্ণ, ত-বর্গের দ্বিতীয় বর্ণ, মহাপ্রাণ অঘোষ দস্ত্য থ্-ধ্বনির দ্যোতক।

2 [ tha2 ] বিণ. 1 কিংকর্তব্যবিমূঢ়, হতভম্ব; 2 নির্বাক, স্তম্ভিত (থ হয়ে যাওয়া)। [সং. স্হির > স্হ > থ (?)]।

থই [ thi ] বি. 1 (জলাশয়ের তলদেশে) স্হলভাগ বা ঠাঁই (নদীতে থই পাওয়া); 2 সীমা, কূল (দুঃখের থই পাচ্ছি না); 3 আশ্রয়। [< সং. স্হল]।

থই-থই [ thi-thi ] বি. অব্য. 1 জলরাশির ভরপুর ভাবসূচক (জল থইথই করছে); 2 প্রাচুর্যসূচক (লোক থইথই করছে)। [দেশি]।

থক-থক [ thaka-thaka ] বি. অব্য. 1 কাদার মতো ঈষত্ ঘনত্ব ও ঈষত্ তারল্যসূচক (কাদা থকথক করছে); 2 ক্ষত ইত্যাদির বিস্তৃতির ও সাংঘাতিক হওয়ার ভাবসূচক (ঘা-টা একেবারে থকথক করছে)। থক-থকে বিণ. 1 (তরল জিনিস সম্পর্কে) ঘন, গাঢ় (দইটা থকথকে হয়েছে, ঝোলটা থকথকে হয়ে গেছে)।

থকা [ thakā ] ক্রি. (পরিশ্রমের ফলে) ক্লান্ত বা অবসাদগ্রস্ত হওয়া, হাঁপিয়ে যাওয়া (আর হাঁটতে পারছি না, একদম থকে গেছি)। [সং. √ স্হগ্ + বাং. আ-তু. হি. থক্না]। থকিত বিণ. ক্লান্ত হয়ে সহসা থেমে গেছে এমন ('থকিত পায়ের চলা দ্বিধা হতে': রবীন্দ্র)।

থত-মত [ thata-mata ] অব্য. বি. বিণ. বিহ্বল ভাব, মুখে কথা সরে না এমন ভাব (থতমত ভাব, থতমত খেয়ে যাওয়া, তার তখন থতমত অবস্হা)। [দেশি-তু. সং. স্তম্ভিত]। থতমত খাওয়া ক্রি. বি. ঘাবড়ে যাবার ফলে কী বলবে তা স্হির করতে না পারা।

থপ [ thapa ] অব্য. ভারী কোমল বস্তু পড়ার, রাখার বা ফেলার শব্দ (থপ করে এক তাল কাদা ফেলল)। [ধ্বন্যা.]। থপ থপ অব্য. 2 ক্রমাগত থপ আওয়াজ; 2 স্হূলদেহ প্রাণীর চলার শব্দ (হাতির থপ থপ করে চলা)। থপ-থপে বিণ. থপ থপ শব্দে চলে এমন; স্হূল দেহের ভারে জড়ভাবাপন্ন (এই থপথপে শরীর নিয়ে চলতে পারি না)।

থপাস [ thapāsa ] অব্য. থপ-এর চেয়ে জোর শব্দ; 'থপ' শব্দ (থপাস করে বসে পড়ৃল)। [ধ্বন্যা.]। থপাস থপাস অব্য. ক্রমাগত থপাস শব্দ।

থমক [ thamaka ] বি. 1 থেমে থেমে চলা; 2 ঠমক, হাবভাবযুক্ত চলার ভঙ্গি। [দেশি-তু. হি. ধমক]। থমকা ক্রি. থমকানো। থমকানি বি. থমক, থমকে যাওয়া, থমকানো। থমকানো ক্রি. চলতে চলতে বা কাজ করতে করতে হঠাত্ থেমে যাওয়া (কী ব্যাপার, থমকে গেলে কেন?)। ☐ বি. উক্ত অর্থে।

থম-থম [ thama-thama ] অব্য. 1 নিস্তব্ধতা ও ভয়াবহতাসূচক (চার দিক কেমন থমথম করছে); 2 জলভারাক্রান্ত বা রসস্হ হওয়ার ভাব (আকাশ থমথম করছে, শরীর থমথম করছে)। [দেশি]। থম-থমে বিণ. 1 নিস্তব্ধ ও ভীতিজনক; 2 গম্ভীর।

থর [ thara ] বি. 1 স্তর, থাক (থরে থরে সাজানো); 3 লোল মাংস (পেটে থর নেমেছে)। [সং. স্তর]। থরে-বিথরে ক্রি.-বিণ. নানা স্তরে সাজিয়ে ('সকলি দিলাম তুলে থরে-বিথরে': রবীন্দ্র)।

থর-থর [ thara-thara ] অব্য. (উচ্চা. থর্থর্) প্রবল কম্পনের ভাব (থরথর করে কাঁপা)। ☐ বিণ. (উচ্চা. থরোথরো) কম্পমান (থরথর দেহ)। ☐ ক্রি-বিণ. থরথর করে ('রাই কাঁপে থরথর': চণ্ডী)। [দেশী]। থর-থরানি বি. থরথর করে কাঁপুনি। থর-থরি ক্রি-বিণ. (কাব্যে) থরথর করে।

থর-হরি [ thara-hari ] বিণ. থরথর করে কাঁপছে এমন (তার তখন থরহরি কম্প লেগেছে)। ☐ ক্রি-বিণ. থরথর করে (ভয়ে সে থরহরি কাঁপছে)। [প্রাকৃ. থরহরিঅ]।

থল-থল [ thala-thala ] অব্য. বি. শরীরে মাংস, চামড়া প্রভৃতির যুগপত্ স্হূলতা কোমলতা ও শিথিলতার ভাব (পেটের মাংস থলথল করছে)। [হি. থলথলানা]। থলথলে বিণ. স্হূল, কোমল ও শিথিল।

থলি, (কথ্য) থলে [ thali, (kathya) thalē ] বি. চট, কাপড় প্রভৃতির তৈরি ঝুলি (বাজারের থলি, টাকার থলি)। [সং. স্হলী-তু. হি. থৈলা]।

থলো, থোলো [ thalō, thōlō ] বি. 1 গোছা, গুচ্ছ (থোলো থোলো ফুল, চাবির থোলো); 2 স্তবক, তোড়া। [সং. স্তর > থর > থল + উয়া =থলুয়া > থলো]।

থস-থস [ thasa-thasa ] বি. অব্য. আর্দ্রতা ও শিথিলতার ভাব (আমগুলো পেকে একেবারে থসথস করছে)। থস-থসে বিণ. আর্দ্র ও শিথিল।

থা1 [ thā1 ] স্হান অর্থে বাং তদ্ধিত প্রত্যয় (হেথা, কোথা, যথা তথা)। [সং. 'ত্র' প্রত্যয়]।

থা2 [ thā2 ] প্রকার অর্থে সং. তদ্ধিত প্রত্যয় (অন্যথা, সর্বথা)। [সং. থাচ্]।

থাউকা, (কথ্য) থাউকো [ thāukā, (kathya) thāukō ] বিণ. (ওজন অনুসারে না হয়ে) থোক হিসাবে বা মোটের উপর, থোকে (থাউকো দরে কিনলাম)। [তু. হি. থাকথোক দ্র]।

থাক [ thāka ] বি. 1 স্তর (বইয়ের থাক, থাকে থাকে সাজানো); 2 শ্রেণি। [ < সং. স্তবক]। ̃ বন্দি বিণ. 1 বিভিন্ন শ্রেণিতে বিভক্ত; 2 স্তরে স্তরে সাজানো।

থাকন [ thākana ] বি. 1 অবস্হান, থাকা; 2 জীবনযাপন। [থাকা দ্র]।

থাক-বস্ত, থাক-বস্তি [ thāka-basta, thāka-basti ] বি. জমির জরিপ ও সীমা নির্ধারণ। cadastral survey. [হি. থোক্ ফা. বস্ত]।

থাকা [ thākā ] ক্রি. 1 বাস করা (সে কাশীতে থাকে); 2 অবস্হান করা (এই সময়ে আমি ঘরেই থাকি); 3 রওয়া, বিশেষ কোনো অবস্হানযুক্ত হওয়া (আর কত পালিয়ে পালিয়ে থাকবে?); 4 দিন যাপন করা (অতি কষ্টে থাকি); 5 টেকা (ঘরে মন থাকে না); 6 জীবিত রওয়া (বাপ থাকতে সে কোনো কষ্ট পায়নি); 7 উপস্হিতি রওয়া (আমি সেখানে থাকলে এতদূর গড়াত না); 8 রক্ষিত বা প্রতিপালিত হওয়া (প্রাণ থাকতে এটা হতে দেব না, আমার কথা থাকবে); 9 সঞ্চিত হওয়া, মজুদ বা অবশিষ্ট হওয়া (টাকা চিরদিন থাকবে না, এক বস্তা চাল আর কদিন থাকবে?); 1 স্হায়ী হওয়া (এত ভাব শেষ পর্যন্ত থাকবে না); 11 রক্ষা পাওয়া, বেঁচে যাওয়া (বুড়ি এ যাত্রা থাকবে বলে তো মনে হয় না); 12 সংস্রব রাখা, সংশ্লিষ্ট বা জড়িত থাকা (সে কারও কথায় থাকে না); 13 জাগরূক হওয়া (কথা মনে থাকবে তো?); 14 বজায় রওয়া (মান থাকবে না, জাত ধর্ম থাকবে না); 15 পিছনে পড়ে রওয়া (সবাই চলে গেল, আমিই বা থাকি কেন?); 16 স্হানত্যাগ না করা (সে কাশীতেই থেকে গেল); 17 সহযোগী হওয়া (আমার সঙ্গে থাকো); 18 নিবৃত্ত বা নিরস্ত হওয়া, বাদ দেওয়া (ওকথা থাক)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ অব্য. 'থেকে' অর্থে (আগে থাকতেই বলে রেখেছি)। [প্রাকৃ. √ থক্ক + বাং. আ]। ̃ থাকি বি. অবস্হান, বিদ্যমানতা (ওখানে থাকাথাকির ব্যাপারটা পরে স্হির করা যাবে)। থাক গে অনু-ক্রি. থাকুক, ছেড়ে দাও (থাকগে, সেকথা ভুলে যাও)। থাকা-খাওয়া বি. খোরপোশ, ভাত-কাপড়; বাসস্হান ও খাওয়াদাওয়া (চাকরি তো পেলাম, এখন থাকা-খাওয়ার কী হবে?)। থেকে থেকে ক্রি-বিণ. কিছুকাল অন্তর, মধ্যে মধ্যে (থেকে থেকে জ্বর আসছে)।

থান1 [ thāna1 ] বি. 1 অখণ্ড কাপড়, একবারে বোনা বস্ত্রখণ্ড (জামার থান); 2 পাড়হীন সাদা ধুতি (তিনি থান পরেন)। ☐ বিণ. 1 অখণ্ড, গোটা (থান ইট); 2 পাড়হীন (থান ধুতি)। [হি.]।

থান2 [ thāna2 ] বি. 1 পীঠস্হান (পিরের থান); 2 ঠাঁই, স্হান, নিকট ('ধর্মথানে পাইব মুকতি': শূ. পু.)। [সং. স্হান]।

থান-কুনি [ thāna-kuni ] বি. ওষুধে ও ব্যঞ্জনে ব্যবহৃত শাকবিশেষ, থুলকুড়ি। [দেশি]।

থানা [ thānā ] বি. 1 অবস্হানস্হল; আস্তানা, ঘাঁটি (সৈন্যের থানা); 2 ছাউনি, সৈন্যসমাবেশ (ওখানে এক দল সেপাই থানা দিয়েছে); 3 প্রহরা (থানা দেওয়া); 4 পুলিশের দপ্তর বা এলাকা, কোতোয়ালি (থানায় নালিশ করবে)। [হি. থানা < সং. স্হান]। থানা-পুলিশ করা ক্রি. বি. (চুরি ইত্যাদির ব্যাপারে) পুলিশের সাহায্য পাবার জন্য বারংবার থানায় যাওয়া। ̃ দার বি. পুলিশথানার ভারপ্রাপ্ত কর্মচারী, বড় দারোগা।

থাপক [ thāpaka ] বিণ. (প্রা. বাং.) প্রতিষ্ঠাতা, স্হাপক। [সং. স্হাপক]।

থাপ্পড়, থাপড় [ thāppaḍ়, thāpaḍ় ] বি. চড়, চপেটাঘাত, চাপড় (মারল গালে এক থাপ্পড়)। [হি. থপ্পড়]। থাপড়া, থাবড়া বি. থাপ্পড়। ☐ ক্রি. চড় মারা। থাপড়ানো, থাবড়ানো ক্রি. চড় মারা। ☐ বি. উক্ত অর্থে।

থাবড়ি [ thābaḍ়i ] বি. সমস্ত শরীর এলিয়ে ভূমিতে পাছার ভর রাখা (থাবড়ি দিয়ে বসা)। [দেশি]।

থাবা [ thābā ] বি. 1 চতুষ্পদ প্রাণীর সম্মুখদিকের পদতল (বাঘের থাবা); 2 (অনাদরে) পাঞ্জা, করতল; এক গ্রাসের উপযোগী মুষ্টি (এক থাবা মুড়ি)। ☐ বিণ. করতলে যতটা ধরে। থাবা দেওয়া, থাবা মারা ক্রি. বি. থাবানো। ̃ নো বি. ক্রি. 1 থাবার সাহায্যে আঘাত করা; 2 থাবা দিয়ে নেওয়া। ☐ বিণ. উক্ত অর্থে।

থাম [ thāma ] বি. খুঁটি, স্তম্ভ, থাম্বা। [সং. স্তম্ভ]।

থামা [ thāmā ] ক্রি. 1 গতি সংবরণ করা, নিশ্চল হওয়া (গাড়ি থামল); 2 চুপ করা (অনেক বলেছ, এবার থামো); 3 বন্ধ হওয়া, স্তব্ধ হওয়া (কান্না থামাও, বৃষ্টি থেমেছে); 4 বিরত হওয়া (থামো, আর হেসো না); 5 নিবৃত্ত হওয়া (টাকা না পেলে পাওনাদারেরা থামবে না)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [< সং. √ স্তন্ভ্ + বাং. আ]। ̃ নো ক্রি. (অন্যের) গতিরোধ করা, নিশ্চল করা; চুপ করানো; নিরস্ত বা বন্ধ করানো; শান্ত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

থামাল [ thāmāla ] বি. খাড়া গাঁথনি। [বাং. থাম + আল]।

থাম্বা [ thāmbā ] বি. থাম, খুঁটি। [থাম দ্র]।

থারি [ thāri ] বি. ছোট থালা (তাদের হাতে ফাগের থারি)। [< সং. স্হালী]।

থার্মো-মিটার [ thārmō-miṭāra ] বি. দেহের তাপনির্ণায়ক যন্ত্র, তাপমান যন্ত্র। [ইং. thermometer]।

থালা, (আঞ্চ.) থাল [ thālā, (āñca.) thāla ] বি. (সাধারণত) ধাতুর তৈরি চ্যাপটা ভোজনপাত্রববিশেষ। [সং. স্হাল]। থালি বি. ছোট থালা।

থিক-থিক [ thika-thika ] অব্য. বি. পোকামাকড় বা প্রাণীর প্রচুর সংখ্যায় অবস্হানসূচক (পিঁপড়ে থিকথিক করছে)। [দেশি]।

থিতা [ thitā ] ক্রি. থিতানো। [তু. সং. স্হিত]। ̃ নো, থিতোনো ক্রি. 1 (তরল পদার্থের সঙ্গে মিশ্রিত কঠিন পদার্থের অথবা নির্মল জলের সঙ্গে মিশ্রিত মলিন অংশের) তলদেশে জমা হওয়া; 2 (আল.) স্হির বা মন্দীভূত হওয়া (আন্দোলন থিতিয়ে এসেছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।

থিতু [ thitu ] বিণ. 1 স্হির, স্হিত (ঘোরাঘুরি অনেক তো হল, এবার একটু থিতু হও); নিশ্চল; থেমেছে এমন (গাড়িটা গেটের সামনে এসে থিতু হল)। [< সং. স্হিত]। থিতু হওয়া ক্রি. বি. থামা; এক জায়গায় স্হির হয়ে বসা।

থিয়েটার [ thiẏēṭāra ] বি. 1 নাট্যশালা, অভিনয়গৃহ; 2 নাটকাদির অভিনয় (সারাটা জীবন কেবল থিয়েটার করেই কাটালে)। [ইং. theatre]। ̃ ওয়ালা বি. 1 নাট্যশালার মালিক বা পরিচালক; 2 অভিনেতা। থিয়েটারি বিণ. 1 অভিনেতাসুলভ, অভিনেতার হাবভাবপূর্ণ (থিয়েটারি ভঙ্গি); 2 নাটুকেপনায় পূর্ণ।

থির [ thira ] বিণ. স্হির -এর কোমল রূপ ('থির দামিনী', 'থির দিঠে চাহে')।

থির-থিরানি [ thira-thirāni ] বি. মৃদু কম্পন, থিরথির করে কাঁপা (ঝাউপাতার থিরথিরানি)। [দেশি থিরথির-ধ্বন্যা.]।

থিসিস [ thisisa ] বি. 1 গবেষণাপত্র (তিনি এখন থিসিস লেখায় ব্যস্ত); 2 তত্ত্ব (তাঁর ওই থিসিস এখন আর কেউ মানে না)। [ইং. thesis]।

থু, থুঃ [ thu, thuḥ ] অব্য. বি. 1 থুতু ফেলার শব্দ; 2 অত্যধিক ঘৃণাবশত থুতু ফেলার শব্দের অনুকরণ; 3 ছি, ধিক। [ধ্বন্যা.]। থু থু অব্য. ক্রমাগত থু থু ফেলার শব্দ; ছি ছি; ধিক ধিক।

থুঁতনি, থুঁতি [ thun̐tani, thun̐ti ] যথাক্রমে থুতনি ও থুতি -র রূপভেদ।

থুক [ thuka ] বি. থুতু (থুক দেওয়া, থুক ফেলা)। ☐ অব্য. বি. থুতু ফেলার শব্দসূচক (থুক করা)। [সং. থুত্কার]।

থুক-থুক [ thuka-thuka ] অব্য. বি. পোকামাকড়ের সমাবেশসূচক (পোকা থুকথুক করছে)। [দেশি]।

থুড়-থুড়, থুত্থুড় [ thuḍ়-thuḍ়, thutthuḍ় ] অব্য. 1 (দুর্বলতা, রোগ, বার্ধক্য প্রভৃতির দরুন) মৃদু অথচ ক্রমাগত কম্পনসূচক; 2 অত্যধিক বার্ধক্যের জন্য স্হবিরতাসূচক (থুড়থুড় করছে)। [দেশি]। থুড়., থুড়ে, থুত্থুড়ে বিণ. অতি বৃদ্ধ; থুড়থুড় করছে এমন (থুড়থুড়ে বুড়ো)।

থুড়া, থোড়া [ thuḍ়ā, thōḍ়ā ] ক্রি. 1 কুঁচি কুঁচি করে কাটা; 2 প্রহারে জর্জরিত করা; 3 (আল.) তিরস্কারে অস্হির করা (ওকে একদিন আচ্ছা করে থুড়ে দেব)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. থুর্না]।

থুড়ি [ thuḍ়i ] অব্য. বি. 1 ভ্রমবশত উচ্চারিত বাক্য প্রত্যাহারসূচক শব্দ (তোমাদের ওই খাঁদুবাবু, থুড়ি রামবাবু, কেমন আছেন?); 2 ছোটদের খেলা সাময়িক বন্ধ রাখার বা স্হগিত রাখার সংকেতবিশেষ (আমি থুড়ি দিয়েছি, এখন ছুঁলে চলবে না)। [দেশি, ধ্বন্যা.]।

থুত্-কার [ thut-kāra ] বি. 1 থুতু ফেলা; 2 থুঃ থুঃ আওয়াজ 3 (আল.) ধিক্কার দেওয়া। [সং. থুত্ + √ কৃ + অ]।

থুতনি, থুতি [ thutani, thuti ] বি. চিবুক। [সং. ত্রোটি]।

থুতু, থুথু [ thutu, thuthu ] বি. নিষ্ঠীবন, মুখের ফেনাযুক্ত লালাজাতীয় তরল। [সং. থুত্]।

থুত্থুড়, থুত্থুড়ে [ thutthuḍ়, thutthuḍ়ē ] দ্র থুড়থুড়

থুপ1 [ thupa1 ] বি. (আঞ্চ.) স্তূপ, রাশি (টাকার থুপ, খড়ের থুপ, থুপ করে রাখা)। [সং. স্তূপ]।

থুপ2 [ thupa2 ] অব্য. বি. নরম অথচ ভারী জিনিস পড়ার মৃদু শব্দ (থুপ করে বসা, থুপ করে পড়ল)। [ধ্বন্যা.]। থুপ থুপ অব্য. বি. ক্রমাগত থুপ শব্দ (থুপ থুপ করে চলা)।

থুপি [ thupi ] বি. ছোট স্তূপ বা গুচ্ছ, গুছি। [বাং. থুপ (সং. স্তূপ) + ই]।

থুবড়া1, থুবড়ো1 [ thubaḍ়ā1, thubaḍ়ō1 ] বিণ. বেশি বয়স পর্যন্ত অবিবাহিত। [সং. স্হবির]। বিণ. স্ত্রী. থুবড়ি

থুবড়া2, থুবড়ো1 [ thubaḍ়ā2, thubaḍ়ō1 ] বিণ. অত্যন্ত বৃদ্ধ ও জরাগ্রস্ত। [সং. স্হবির]। বিণ. স্ত্রী. থুবড়ি

থুবড়া3 [ thubaḍ়ā3 ] ক্রি. থুবড়ানো। [বাং.?]। ̃ নো ক্রি. নীচের দিকে মুখ করে বা হুমড়ি খেয়ে পড়া (মুখ থুবড়ে পড়া)। ☐বি. উক্ত অর্থে।

থুয়া, থোয়া [ thuẏā, thōẏā ] ক্রি. (আঞ্চ. ও পদ্যে) রাখা, স্হাপন করা ('ঘুমাইনু মুখ থুয়ে জননীর বুকে': নজরুল; দেওয়া থোয়া)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [বাং. √থু + আ < সং. √ স্হা + ণিচ্]।

থেঁতলানো [ thēn̐talānō ] ক্রি. 1 পিষ্ট করা, ছেঁচা বা ছেঁচে দেওয়া (পা থেঁতলে গেছে); 2 শিলনোড়া বা হামানদিস্তায় ছেঁচা, পেষা, মর্দন করা (মশলা থেঁতলানো)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [দেশি]। থেঁতা ক্রি. ছেঁচা, পেষণ করা। থেঁতো বিণ. পিষ্ট, পেষাই হয়েছে এমন, ছেঁচা।

থেকে [ thēkē ] অব্য. (বিভক্তি বা অনুসর্গ) 1 হইতে (ঘর থেকে, গাছ থেকে, কোথা থেকে); 2 চেয়ে, অপেক্ষা (সবার থেকে বড়)। [বাং. থাকিয়া]।

থেকে থেকে [ thēkē thēkē ] দ্র থাকা

থেবড়া [ thēbaḍ়ā ] বিণ. চ্যাপটা, ভোঁতা (থেবড়া নাক)। [দেশি]। ̃ নো ক্রি. চ্যাপটা করা।☐ বিণ. উক্ত অর্থ।

থেলো [ thēlō ] বিণ. বড় থোলযুক্ত, ডাবা (থেলো হুঁকো)। [বাং. থালি + উয়া > ও]।

থৈ, থৈ থৈ [ thai, thai thai ] যথাক্রমে থই ও থইথই -এর বানানভেদ।

থোঁতা1 [ thōn̐tā1 ] বিণ. 1 পিষ্ট, থেঁতো হয়েছে এমন; 2 দাঁতহীন; 3 ভোঁতা (থোঁতা মুখ, মুখ থোঁতা করে দেওয়া)। [হি. থোথা]।

থোঁতা2 [ thōn̐tā2 ] বি. স্হূল বা মোটা চিবুক (থোঁতা ভেঙে দেওয়া)। ☐ বিণ. 1 থুঁতনিযুক্ত; 2 ভারী বা মোটা থুঁতনিযুক্ত; 3 বড় ও ভারী অর্থাত্ অহংকারী (থোঁতা মুখ ভেঙে দেব)। [বাং. থুঁতি + আ]। থোঁতা মুখ ভোঁতা হওয়া ক্রি. বি. (আল.) দর্প চূর্ণ হওয়া, বড় মুখ ছোট হওয়া।

থোক [ thōka ] বি. 1 মোট, একুন (থোক টাকা, সব টাকা থোকে নেব); 2 দফা, ভাগ (থোকে থোকে টাকা দিয়েছি); 3 থোকা, গুচ্ছ, রাশি (এক থোক ফুল)। [হি. থোক (=lump) সং. স্তবক]।

থোকা [ thōkā ] বি. গোছা, গুচ্ছ, স্তবক (থোকা থোকা ফুল)।[বাং. থোক + আ]।

থোড় [ thōḍ় ] বি. 1 কলা গাছের ভিতরের সারাংশ; 2 ধান গাছের শিষ বার হবার অবস্হা; 3 (ব্যঙ্গে, আঞ্চ.) অকিঞ্চিত্কর কিছু, কিছুই না (সবাই তাদের ভাগ পেল, আমি পেলাম থোড়)। [দেশি]।

থোড়া2 [ thōḍ়ā2 ] বিণ. সামান্য, অল্প ('মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে': রবীন্দ্র)। [হি. থোড়া]। ̃ ক্রি-বিণ. বিণ. একটুও না, মোটেই না (তাকে আমি থোড়াই কেয়ার করি)।

থোতনা [ thōtanā ] বি. (অবজ্ঞায়) বড় থুতনি।[বাং. থুতনি + আ]।

থোতা-থোঁতা1 [ thōtā-thōn̐tā1 ] এর রূপভেদ।

থোপ [ thōpa ] বি. গুচ্ছ, ছোট স্তূপ (থোপে থোপে ঘাস রাখা হয়েছে)। [সং. স্তূপ]।

থোপনা [ thōpanā ] বি. 1 বড় গুচ্ছ, থোপা (গোরুর লেজের থোপনা); 2 (অবজ্ঞায়) ভারী চিবুক (থোপনা ধরে নেড়ে দেওয়া)। [বাং. থোপ < সং. স্তূপ]।

থোপা [ thōpā ] বি. গুচ্ছ, থোলো (চাবির থোপা)। [বাং. থোপ + আ]।

থোর, থোরি [ thōra, thōri ] বিণ. (ব্রজ.) অল্প, একটু। [হি. থোর, থোরী < সং. স্তোক]।

থোলো, থ্যাঁতলানো, থ্যাবড়া, থ্যাবড়ানো [ thōlō, thyān̐talānō, thyābaḍ়ā, thyābaḍ়ānō ] যথাক্রমে থলো, থেঁতলানো, থেবড়া ও থেবড়ানো -র বানানভেদ।