1 [ da1 ] বাংলা বর্ণমালার অষ্টাদশ ব্যঞ্জনবর্ণ, ত বর্গের তৃতীয় বর্ণ, দন্ত্য দ্-ধ্বনির দ্যোতক বর্ণ।

2 [ da2 ] বি. দহ, জলাভূমি, গর্ত ('পেটে পড়ল দ': দ্বি.রা)। [দহ দ্র]। দয়ে মজানো ক্রি. বি. 1 নদীগর্ভের গর্তে ডুবানো; 2 (আল.) বিপদে ফেলা, সর্বনাশ করা।

-দ3 [ -da3 ] বিণ. প্রদানকারী, দাতা (সুখদ, জলদ)। [সং. √ দা + অ]। স্ত্রী. দা (সুখদা, মানদা)।

দই [ di ] বি. দধি, দুধের বিকারবিশেষ, দুধ থেকে প্রস্তুত খাদ্যবিশেষ। [সং. দধি]। দই পাতা ক্রি. বি. দই তৈরি করার জন্য দুধে দম্বল বা সাজা দিয়ে পাত্রে রাখা। ̃ বড়া বি. দইসহযোগে খেতে হয় এমন বড়া, দক্ষিণ ভারতীয় খাবারবিশেষ।

দউ [ du ] বিণ. (ব্রজ.) দুই, উভয় ('নয়ন-নলিনী দউ': বিদ্যা.)। [সং. দ্বৌ]।

দংশ [ daṃśa ] বি. ডাঁশ, বড় মশা। [সং. √ দন্শ্ + অ]। স্ত্রী. দংশী

দংশক [ daṃśaka ] বিণ. দংশনকারী, যে কামড়ায়। ☐ বি. ডাঁশ, বড় মশা। [সং. √ দন্শ্ + অক]।

দংশন [ daṃśana ] বি. 1 কামড়, দাঁতের আঘাত; 2 হুল ফোটানো (মৌমাছির দংশন)। [সং. √ দন্শ্ + অন]।

দংশল [ daṃśala ] ক্রি. (ব্রজ.) দংশন করল, কামড় দিল। [সং. √ দন্শ্]।

দংশা [ daṃśā ] ক্রি. (সচ. কাব্যে) দংশন করা, কামড়ানো ('দংশিল কেবল ফণী': মধু.)। [সং. √ দন্শ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. দংশন করা। ☐ বিণ. উক্ত অর্থে।

দংশিত [ daṃśita ] বিণ. দংশন করা বা ছোবল মারা হয়েছে এমন, দষ্ট। [সং. √ দন্শ্ + ণিচ্ + ত]।

দংষ্ট্র [ daṃṣṭra ] বি. যা দিয়ে দংশন করা হয়, দাঁত। [সং. √ দন্শ্ + ত্র]।

দংষ্ট্রা [ daṃṣṭrā ] বি. 1 বড় ও ভয়ংকর দাঁত; 2 দাড়া। [সং. √ দন্শ্ + ত্র + আ]। ̃ ল, দংষ্ট্রী (-ষ্ট্রিন্) বিণ. বড় দাঁতবিশিষ্ট, দাঁতালো।

দক, দঁক [ daka, dan̐ka ] বি. গভীর কাদা, পাঁক; কর্দমময় স্হান (দকে পড়ে মরা, দক ভেঙে চলা)। [সং. উদক]। দকে পড়া ক্রি. বি. (আল.) ভীষণ বিপদে প়ড়া।

দক্ষ1 [ dakṣa1 ] বিণ. নিপুণ, পটু, পারদর্শী (দক্ষ শিল্পী, দক্ষ কারিগর)। [সং. √ দক্ষ্ + অ]। ̃ তা বি. পটুতা, পারদর্শিতা (কর্মদক্ষতা)। স্ত্রী. দক্ষা

দক্ষ2 [ dakṣa2 ] বি. প্রজাপতিবিশেষ, ইনি সতী ও নক্ষত্ররূপিণী সপ্তবিংশতি কন্যার জনক। [সং. √ দক্ষ্ + অ]। ̃ কন্যা বি. শিবপত্নী সতী, দুর্গা। ̃ জা বি. দক্ষকন্যা -র অনুরূপ। ̃ যজ্ঞ বি. 1 প্রজাপতি দক্ষের দ্বারা অনুষ্ঠিত শিবহীন যজ্ঞ, যে যজ্ঞে শিবনিন্দা শুনে সতী প্রাণত্যাগ করেন এবং শিব অনুচরদের সঙ্গে এসে যজ্ঞ পণ্ড করেন; 2 (আল.) প্রলয় কাণ্ড, চূড়ান্ত হট্টগোল।

দক্ষিণ [ dakṣiṇa ] বি. 1 উত্তরের বিপরীত দিক, প্রভাতসূর্যের দিকে মুখ করলে ডান হাতের দিক (সুদূর দক্ষিণ, দক্ষিণে যাওয়া); 2 দাক্ষিণাত্য (দক্ষিণের ভাষা, দক্ষিণের লোক)। ☐ বিণ. 1 উত্তরের বিপরীত (দক্ষিণ দিক); 2 ডান, বামেতর (দক্ষিণ হস্ত); 3 দক্ষিণদিগ্বর্তী (দক্ষিণ সমুদ্র); 4 (আল.) যুগপত্ বহু নায়িকার সমানভাবে অনুরক্ত (দক্ষিণ নায়ক); 5 সরল, প্রসন্ন, উদার (রুদ্রের দক্ষিণ মুখ)। [সং. √ দক্ষ্ + ইন]। ̃ কালিকা, দক্ষিণা-কালী বি. শিবহৃদয়ে দক্ষিণপদ স্হাপনকারী কালিকাদেবী যিনি অভয়া, বরদা ও সর্বপাপহরা। দক্ষিণ গোলার্ধ বি. নিরক্ষরেখার দক্ষিণে পৃথিবীর অর্ধাংশ। দক্ষিণ-পশ্চিম বি. নৈর্ঋত কোণ। দক্ষিণ-পূর্ব বি. অগ্নিকোণ। ̃ মেরু দ্র মেরুদক্ষিণ সমুদ্র দ্র সমুদ্র। ̃ হস্ত বি. 1 ডান হাত; 2 (আল.) প্রধান সহায়, অবলম্বন (তাকে ছাড়া আমার চলবে না, সে-ই তো আমার দক্ষিণহস্ত)। দক্ষিণহস্তের ব্যাপার বি. ভোজন, আহার, খাওয়াদাওয়া।

দক্ষিণ-রায় [ dakṣiṇa-rāẏa ] বি. মঙ্গলকাব্যে বর্ণিত সুন্দরবনের বনদেবতা বা ব্যাঘ্রদেবতা।

দক্ষিণা1 [ dakṣiṇā1 ] বি. 1 ক্রিয়াকর্মের শেষে গুরু পুরোহিত প্রভৃতির প্রাপ্য পারিশ্রমিক; 2 শিক্ষা সমাপ্ত হলে শিষ্য বা ছাত্র কর্তৃক গুরুকে প্রদত্ত অর্থ; 3 ব্রাহ্মণকে ভোজন করাবার পর প্রদত্ত অর্থ; 4 প্রণামি; 5 দক্ষিণ দিক (দক্ষিণাপ্রবণ); 6 পূর্ব নায়কের প্রতি অনুরাগ বা সদ্ভাব নষ্ট হয়নি এমন নায়িকা। [সং. দক্ষিণ + আ (স্ত্রী.)]।

দক্ষিণা2 [ dakṣiṇā2 ] বিণ. 1 দক্ষিণদিক সম্বন্ধীয় বা দক্ষিণদিগ্বর্তী (দক্ষিণা রীতি, দক্ষিণা চালচলন); 2 দক্ষিণ দিক থেকে আগত বা প্রবাহিত (দক্ষিণা বাতাস)। [সং. দক্ষিণ + আ (ভাবার্থে)]।

দক্ষিণাকালী [ dakṣiṇākālī ] দ্র দক্ষিণ

দক্ষিণাচল [ dakṣiṇācala ] বি. পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্হিত পর্বত, মলয়গিরি। [সং. দক্ষিণ + অচল (পর্বত)]।

দক্ষিণাচার [ dakṣiṇācāra ] বি. তান্ত্রিক আচারবিশেষ। [সং. দক্ষিণ + আচার]। দক্ষিণাচারী (-রিন্) বিণ. দক্ষিণাচার পালনকারী।

দক্ষিণান্ত [ dakṣiṇānta ] বি. পুরোহিতকে দক্ষিণা দানপূর্বক পূজাদি অনুষ্ঠানের সমাপ্তি ('বিদায় দিলাম তারে যথোচিত দক্ষিণান্ত ক'রে: সু.দ.) [সং. দক্ষিণ + অন্ত]

দক্ষিণা-পথ [ dakṣiṇā-patha ] বি. বিন্ধ্যপর্বতের দক্ষিণ দিকে অবস্হিত ভারতবর্ষের অংশ, দাক্ষিণাত্য। [সং. দক্ষিণা + পথ]।

দক্ষিণাবর্ত [ dakṣiṇābarta ] বিণ. 1 দক্ষিণ বা ডান দিকে পাক খেয়ে গেছে এমন (দক্ষিণাবর্ত শঙ্খ); 2 দক্ষিণ দিকে আবর্তবিশিষ্ট। ☐ বি. দক্ষিণাপথ। [সং. দক্ষিণ + আবর্ত]।

দক্ষিণাবহ [ dakṣiṇābaha ] বি. দক্ষিণ দিক থেকে প্রবাহিত বায়ু, মলয়বায়ু। [সং. দক্ষিণ + আ + √ বহ্ + অ]।

দক্ষিণায়ন [ dakṣiṇāẏana ] বি. 1 উত্তর দিকের অয়নান্তরেখা বা কর্কটক্রান্তি রেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণে যাওয়া; 2 সূর্যের উক্ত গমনকাল অর্থাত্ একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সময়; 3 উক্ত গমনপথ। [সং. দক্ষিণ + অয়ন]। দক্ষিণায়নান্ত-বৃত্ত বি. সূর্যের দক্ষিণায়নের সীমানিরূপক কল্পিত রেখা, Tropic of Capricorn, মকরক্রান্তি।

দক্ষিণাস্য [ dakṣiṇāsya ] বিণ. যার আস্য বা মুখ দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে মুখ করে রয়েছে এমন। [সং. দক্ষিণ + আস্য]।

দক্ষিণী [ dakṣiṇī ] বিণ. দক্ষিণদিক সংক্রান্ত বা দক্ষিণ দিকের (দক্ষিণী হাওয়া)। [সং. দক্ষিণ + ঈ]।

দখনে, দখনো [ dakhanē, dakhanō ] দ্র দখিন

দখল [ dakhala ] বি. 1 অধিকার, কর্তৃত্ব, অধীনতা (জমির দখল পাওয়া, দখলে রাখা); 2 জ্ঞান, ব্যুত্পত্তি, পটুতা (বিজ্ঞানে দখল আছে)। [আ. দখ্ল্]। ̃ কার, ̃ দার, দখলি-কার, দখলি-দার বিণ. (সম্পত্তি) দখল করে আছে এমন, অধিকারী ('দখলিকার স্বত্বে': সু.রা.)। ̃ নামা বি. (সম্পত্তি ইত্যাদিতে) অধিকারের দলিল। দখলি বিণ. দখলবিষয়ক; দখলে আছে এমন, অধিকারভুক্ত। দখলি স্বত্ব বি. দখলে থাকার ফলে প্রাপ্ত অধিকার। দখলিত বিণ. দখল করা হয়েছে এমন।

দখিন [ dakhina ] বি. দিক অর্থে দক্ষিণ -এর কোমল রূপ ('দখিনে যাও চলে': রবীন্দ্র)।

দগড় [ dagaḍ় ] বি. ঢাকজাতীয় আনন্ধ রণবাদ্যবিশেষ, দামামা। [সং. দ্রগড়]।

দগড়া [ dagaḍ়ā ] বি. 1 চাবুক দিয়ে প্রহারের লম্বা দাগ; 2 দড়ির মতো লম্বা দাগ। [তু. হি. দগ্ড়া (=রাস্তা, দাগ)]।

দগ-দগ [ daga-daga ] অব্য. বি. জ্বলন, প্রজ্বলিত আগুনের ভাব; জ্বালাময় ও আগুনের মতো লালচে ক্ষতের ভাব (ঘা দগদগ করছে)। [দেশি]। দগ-দগানি, দগ-দগি বি. জ্বলুনি, পোড়ানি, জ্বালা ('হিয়া দগদগি পরাণ পুড়নি': চণ্ডী.)। দগ-দগে বিণ. দগদগ করছে এমন, জ্বলছে এমন (দগদগে ঘা)।

দগ্ধ [ dagdha ] বিণ. 1 পোড়া, পুড়ে গেছে এমন (দগ্ধ কাঠ); 2 আগুনের তাপে ঝলসানো হয়েছে এমন (দগ্ধ মাংস); 3 আগুনে ঝলসে গেছে এমন (দগ্ধ হাত); 4 উত্তপ্ত (দগ্ধ লোহা); 5 (আল.) যন্ত্রণাগ্রস্ত, সন্তপ্ত (দগ্ধ হৃদয়, দগ্ধ চিত্ত); 6 (আল.) হতভাগ্য (দগ্ধ কপাল)। [সং. √ দহ্ + ত]। দগ্ধিকা বি. পোড়া ভাত। দগ্ধী-কৃত বিণ. দগ্ধ করা হয়েছে এমন। দগ্ধী-ভূত বিণ. পুড়ে গেছে এমন।

দগ্ধা1 [ dagdhā1 ] ক্রি. (কথ্য ও কাব্যে) 1 পোড়া; 2 পোড়ানো; 3 সন্তপ্ত করা, যন্ত্রণা দেওয়া (দগ্ধিয়ে মারছে, দগ্ধে মারছে)। [বাং. √ দগ্ধ্ (< সং. দহ্) + আ]। ̃ নো ক্রি. পোড়ানো, দগ্ধ করা; জ্বালাতন করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

দগ্ধা2 [ dagdhā2 ] বি. (জ্যোতিষ.) অমঙ্গলের তিথি (দিনদগ্ধা, মাসদগ্ধা)। [সং. দগ্ধ + আ (স্ত্রী.)]।

দগ্ধিকা [ dagdhikā ] দ্র দগ্ধ

দঙ্গল [ daṅgala ] বি. 1 দল (এক দঙ্গল ছেলে); 2 ভিড়; 3 কুস্তি। [ফা. দংগল]। দঙ্গলে দঙ্গলে ক্রি-বিণ. দলে দলে।

দজ্জাল [ dajjāla ] বিণ. 1 অবাধ্য বা দুর্দান্ত; 2 ঝগড়াটে (দজ্জাল মেয়ে); 3 দুষ্ট। [আ. দজ্জাল]।

দড় [ daḍ় ] বিণ. 1 মজবুত, দৃঢ়, শক্ত (বাঁশের চেয়ে কঞ্চি দড়); 2 পটু, দক্ষ (ছেলেটি একাজে বেশ দড়)। [< সং. দৃঢ়]। বাঁশের চেয়ে কঞ্চি দড় (ব্যঙ্গে) যে কৃশ বা রোগা তারই আস্ফালন বেশি।

দড়কচা, দড়কাঁচা [ daḍ়kacā, daḍ়kān̐cā ] দ্র দর3

দড়-বড় [ daḍ়-baḍ় ] বি. দৌড়ানোর বা ঘোড়ার কদমের শব্দ। [ধ্বন্যা.]। দড়-বড়ি ক্রি-বিণ. (কাব্যে) দড়বড় করে ('আসিল দড়বড়ি')।

দড়া [ daḍ়ā ] বি. মোটা দড়ি বা রজ্জু, কাছি। [হি. ডোরা, ডোর]. ̃ দড়ি বি. সরু মোটা নানা আকারের দড়ি।

দড়াম [ daḍ়āma ] অব্য. বি. 1 কঠিন পদার্থের উপর ব়ড় ও ভারী জিনিসের পতনের শব্দ; 2 হঠাত্ দরজা খুলে ফেলার বা বন্ধ করার শব্দ; 3 বন্দুক ছোড়ার শব্দ। [ধ্বন্যা.]।

দড়ি [ daḍ়i ] বি. রজ্জু, রশি। [বাং. দড়া + ই (ক্ষুদ্রার্থে)-তু. হি. ডোরা]. দড়ি-কলসি বি. আত্মহত্যার উপকরণবিশেষ (দড়ি-কলসিও জোটে না?)। দড়ি-ছেঁড়া বিণ. 1 দড়ি ছিঁড়েছে এমন; 2 বন্ধনমুক্ত। দড়ি-দড়া বিণ. রজ্জু ও বাঁধাছাঁদা করার অনুরূপ উপকরণ। দড়ি-দড়ি বিণ. দড়ির মতো অত্যন্ত কৃশ, রোগা (দড়িদড়ি চেহারা)।

দণ্ড1 [ daṇḍa1 ] বি. 1 লাঠি, ডাণ্ডা (লৌহদণ্ড); 2 লাঠির মতো লম্বা জিনিস (মন্হনদণ্ড); 3 চার হাত পরিমাণ; 4 শাস্তি (কারাদণ্ড, প্রাণদণ্ড); 5 জরিমানা, খেসারত, গচ্চা, (অর্থদণ্ড, অনেকগুলো টাকা দণ্ড গেল); 6 শাসন (ন্যায়দণ্ড); 7 শাসনদণ্ড, রাজদণ্ড (দণ্ডধর); 8 যুদ্ধ; 9 সৈন্য (দণ্ডনায়ক)। [সং. √ দণ্ড্ + অ]। ̃ গ্রহণ বি. 1 প্রাপ্য শাস্তি মেনে নেওয়া; 2 সন্নাসধর্মগ্রহণ। ̃ ধর বি. 1 শাসক; 2 রাজা; 3 যমরাজ। ☐ বিণ. যষ্টিধারী। ̃ ধারী (-রিন্) বিণ. যষ্টিধারী। ☐ বি. 1 সন্ন্যাসী; 2 রাজা। ̃ বি. 1 শাস্তিবিধান, শাস্তি দেওয়া; 2 দমন, শাসন। ̃ নায়ক বি. 1 দণ্ডবিধানকর্তা; 2 সেনাপতি। ̃ নীতি বি. 1 রাজ্যশাসননীতি; 2 শাস্তিদাননীতি। ̃ নীয়, দণ্ড্য বিণ. শাস্তিলাভের যোগ্য, শাস্তির যোগ্য। ̃ পাণি বিণ. দণ্ডধারী। ☐ বি. যম ('দণ্ডপাণি দণ্ডধর যথা': মধু)। ̃ পাল, ̃ পালক বি. 1 দ্বারপাল; 2 শাসনকর্তা। ̃ বত্ বি. ভূমিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম (দণ্ডবত্ করা)। ☐ বিণ. ওইভাবে প্রণত (দণ্ডবত্ হওয়া)। খুরে খুরে দণ্ডবত্ (ব্যঙ্গে) পরোক্ষে পশু বলে ঘোষণা করে দুষ্টের কাছে পরাজয় স্বীকার বা নিষ্কৃতি কামনা। ̃ বিধাতা (-তৃ) বিণ. 1 শাস্তি বিধানকারী; 2 শাসনকারী। ☐ বি. 1 রাজা; 2 বিচারক। ̃ বিধান বি. 1 শাস্তিদান; 2 দণ্ডবিধি, শাস্তির আইন। ̃ বিধি বি. শাস্তিদানসম্বন্ধীয় আইন (ফৌজদারি দণ্ডবিধি)। ̃ মুণ্ড বি. শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তি। দণ্ডমুণ্ডের কর্তা শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তির কর্তা অর্থাত্ রাজা শাসক বা বিচারপতি। ̃ যাত্রা বি. 1 যুদ্ধযাত্রা; 2 শোভাযাত্রা। দণ্ডাজ্ঞা বি. শাস্তির আদেশ। দণ্ডাদেশ-দণ্ডাজ্ঞা -র অনুরূপ।

দণ্ড2 [ daṇḍa2 ] বি. সময়ের পরিমাপবিশেষ (=6 পল = এক প্রহরের সাড়ে সাত ভাগের এক ভাগ=24 মিনিট)। [সং. √ দণ্ড্ + অ]। দণ্ডে দণ্ডে ক্রি-বিণ. প্রতি মুহূর্তে, ক্ষণে ক্ষণে; বারংবার।

দণ্ডক [ daṇḍaka ] বি. 1 পুরাণোক্ত রাজাবিশেষ; 2 পৌরাণিক অরণ্যবিশেষ। [সং. দণ্ড + ক]।

দণ্ড-কলস [ daṇḍa-kalasa ] বি. ওষধি গাছবিশেষ। [তু. সং. দণ্ডোত্পল]।

দণ্ড-কাক [ daṇḍa-kāka ] বি. দাঁড়কাক। [সং. দণ়্ড + কাক]।

দণ্ডকারণ্য [ daṇḍakāraṇya ] বি. (পুরাণে বর্ণিত) নর্মদা ও গোদাবরী নদীর তীরবর্তী দণ্ডক রাজার রাজ্য যা ঋষিশাপে অরণ্যে পরিণত হয়েছিল; বর্তমানে যে অঞ্চল উদ্বাস্তুপুনর্বাসনের জন্য নির্দিষ্ট। [সং. দণ্ড + অরণ্য]।

দণ্ডা [ daṇḍā ] ক্রি. শাস্তি দেওয়া ('বিধাতা আমাকে দণ্ডে')। [সং. √দণ্ড্ + বাং. আ]।

দণ্ডাজ্ঞা, দণ্ডাদেশ [ daṇḍājñā, daṇḍādēśa ] দ্র দণ্ড1

দণ্ডায়-মান [ daṇḍāẏa-māna ] বিণ. দাঁড়িয়ে আছে এমন; খাড়া। [সং. √ দণ্ড্ + ক্যঙ্ + শানচ্]।

দণ্ডার্হ [ daṇḍārha ] বিণ. শাস্তিলাভের যোগ্য, দণ্ডনীয়। [সং. দণ্ড + √ অর্হ্ + অ]।

দণ্ডি [ daṇḍi ] বি. (দণ্ড অর্থাত্ চার হাত পরিমাণ তিন ফের করে গ্রন্হি দেওয়া) যজ্ঞসূত্র বা পইতে। [সং. দণ্ড1 + বাং. ই]।

দণ্ডিত [ daṇḍita ] বিণ. শাস্তিপ্রাপ্ত, শাস্তি দেওয়া হয়েছে এমন (কারাদণ্ডে দণ্ডিত)। [সং. √ দণ্ড্ + ত]।

দণ্ডী [ daṇḍī ] (-ণ্ডিন্) বিণ. দণ্ডধারী। ☐ বি. 1 রাজা; 2 সন্ন্যাসী; 3 যম; 4 সংস্কৃত সাহিত্যের প্রসিদ্ধ আলংকারিক ও লেখকবিশেষ। [সং. দণ্ড + ইন্]।

দণ্ড্য [ daṇḍya ] বিণ. দণ্ডনীয়। [সং. দণ্ড + য]।

দত্ত [ datta ] বিণ. অর্পিত, প্রদান করা বা দেওয়া হয়েছে এমন (পিতৃদত্ত নাম, ঈশ্বরদত্ত কণ্ঠ)। ☐ বি. বাঙালি হিন্দুর পদবিবিশেষ। [সং. √ দা + ত]। দত্তা বিণ. স্ত্রী. 1 অর্পিতা; 2 বিবাহের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন (বাগ্দত্তা)। ̃ ক, দত্তক-পুত্র বি. পোষ্যপুত্র। ̃ হারী (-রিন্), দত্তাপ-হারী (-রিন্) বিণ. একবার কিছু দান করে পুনরায় তা কেড়ে নেয় এমন।

দত্তি [ datti ] বি. 1 দান; 2 বিতরণ। [সং. √ দা + তি]।

দদ্রু [ dadru ] বি. দাদ, চর্মরোগবিশেষ। [সং. √ দদ্ + রূ, বিকল্পে রু]। ̃ ঘ্ন বিণ. দাদনাশক।

দধি [ dadhi ] বি. দই, দুধের বিকারবিশেষ, দুধ জমিয়ে প্রস্তুত খাবারবিশেষ। [সং. √ দধ্ + ই]। ̃ কর্ম বি. দই-কড়মা, দই-ছাতু ইত্যাদি দিয়ে মাঙ্গলিক কাজের জন্য প্রস্তুত ভাগবিশেষ। ̃ মঙ্গল বি. হিন্দুদের বিবাহের দিনে সূর্যোদয়ের আগে বর ও কন্যার দই খাওয়ার আচারবিশেষ। ̃ মন্হন বি. ঘি ঘোল প্রভৃতি তৈরি করার জন্য দই ঘেঁটে ননি বা মাঠা বার করা। ̃ সার বি. মাখন, ননি।

দধীচ, দধীচি [ dadhīca, dadhīci ] বি. 1 পৌরাণিক মুনিবিশেষ-ইনি অসুর নিধনে সাহায্যের জন্য স্বীয় অস্হি দিয়ে বজ্র নির্মাণকল্পে স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন; 2 (আল.) অন্যের মঙ্গলের জন্য আত্মদানকারী পুরুষ। [সং. √ দধ্ + ঈচ, ঈচি]।

দধ্যগ্র [ dadhyagra ] বি. দইয়ের মাথা বা উপরের অংশ। [সং. দধি + অগ্র]।

দধ্যন্ন [ dadhyanna ] বি. দই-মাখা ভাত। [সং. দধি + অন্ন]।

দধ্যম্ন [ dadhyamna ] বি. দইয়ের সাজা, দম্বল। [সং. দধি + অম্ল]।

দনুজ [ danuja ] বি. (দনুর পুত্র বলে) অসুর, দৈত্য। [সং. দনু + √ জন্ + অ]। স্ত্রী. দনুজা। ̃ দলনী বিণ. বি. (স্ত্রী.) অসুরবিনাশিনী দুর্গা।

দন্ত [ danta ] বি. দাঁত। [সং. √ দম্ + ত]। দন্ত-কচ-কচি বি. খিচিমিচি, ঝগড়া। ̃ কাষ্ঠ বি. দাঁতন, যে কাঠি দিয়ে দাঁত মাজা হয়। ̃ ধাবন বি. 1 দাঁতের মাজন; 2 দাঁতন; 3 দাঁত মাজা। ̃ পঙ্ক্তি বি. দাঁতের সারি, দাঁতের পাটি। ̃ বিকাশ বি. 1 দাঁত দেখানো; 2 দাঁত খিঁচুনি; 3 (ব্যঙ্গে) হাসি। ̃ মঞ্জন বি. দাঁত মাজা, দাঁত পরিষ্কার করা; দাঁতের মাজন। ̃ মাংস, ̃ বেষ্ট বি. দাঁতের মাঢ়ী। ̃ মূলীয় বিণ. দন্তমূলসম্বন্ধীয়। ☐ বি. দন্তমূল থেকে উচ্চারিত বর্ণ, অর্থাত্ ন, র, ল এবং স। ̃ রুচি বি. দাঁতের শোভা; (ব্যঙ্গে) হাসি। ̃ শূল বি. দাঁতের যন্ত্রণা। ̃ স্ফুট বি. 1 কামড়; 2 (আল.) দুর্বোধ্য বিষয়ের মধ্যে প্রবেশ (দন্তস্ফুট করা যায় না)। দন্তাঘাত বি. দাঁতের আঘাত; কামড়। দন্তাদন্তি বি. কামড়াকামড়ি।

দন্তাবল [ dantābala ] বি. হাতি। [সং. দন্ত + বল (অস্ত্যর্থে)]।

দন্তায়ুধ [ dantāẏudha ] বি. দাঁতই যার অস্ত্র অর্থাত্ শুয়োর। [সং. দন্ত + আয়ুধ]।

দন্তালিকা [ dantālikā ] বি. লাগাম, ঘোড়ার মুখে যে দড়ি লাগানো হয়। [সং. দন্ত + √ অল্ + অ + ক + আ]।

দন্তী [ dantī ] (-ন্তিন্) বিণ. দাঁতযুক্ত। ☐ বি. হাতি। [সং. দন্ত + ইন্]।

দন্তুর [ dantura ] বিণ. দাঁতালো, বৃহত্ দন্তবিশিষ্ট; দেঁতো (দন্তুর হাসি)। [সং. দন্ত + উর]।

দন্তোদ্-গম [ dantōd-gama ] বি. মাঢ়ী ভেদ করে নতুন দাঁত বার হওয়া। [সং. দন্ত + উদ্গম]।

দন্ত্য [ dantya ] বিণ. 1 দাঁতসম্বন্ধীয়; 2 দাঁতের সাহায্যে উচ্চারিত (দন্ত্য ধ্বনি)। [সং. দন্ত + য]।

দন্ত্য-বর্ণ [ dantya-barṇa ] বি. দাঁতের সাহায্যে উচ্চারিত বর্ণসমূহ। [সং. দন্ত্য + বর্ণ]।

দপ [ dapa ] বি. হঠাত্ আগুন বা আলো জ্বলে ওঠার অব্যক্ত শব্দ (দপ করে জ্বলে উঠল)। [ধ্বন্যা.]। ̃ দপ বি. 1 ক্রমাগত দপ করে জ্বলা; 2 ফোঁড়া ক্ষত প্রভৃতির টাটানির ভাব (ফোঁড়াটা দপদপ করছে)। ̃ দপানি বি. দপদপ করে জ্বলার বা টাটানির ভাব।

দপ্তর, দফ-তর [ daptara, dapha-tara ] বি. কার্যালয়, অফিস, কাছারি (সরকারি দপ্তর, সদর দপ্তর)। [ফা. দফ্তর্]। দপ্তরি, দফ.তরি বি. 1 অফিসের কাগজ-কলম ইত্যাদির ভাণ্ডারী বা পরিবেশক; 2 বইখাতা যে বাঁধাই করে।

দপ্তি [ dapti ] বি. বই বাঁধার কাজে ব্যবহৃত মোটা কাগজবিশেষ। [ফা. দফ্তি]।

দফা [ daphā ] বি. 1 কিস্তি, বার (দফায় দফায় আক্রমণ, দুই দফা খাওয়া হল); 2 অবস্হা, ব্যাপার (আমার দফা রফা)। [আ. দফহ্]। ̃ ওয়ারি বিণ. ক্রি-বিণ. দফায় দফায়; দফা অনুযায়ী। ̃ নিকাশ, ̃ রফা, ̃ শেষ বি. সর্বনাশ, ধ্বংস (সম্পত্তির দফারফা)।

দফা-দার [ daphā-dāra ] বি. 1 মজুর চৌকিদার প্রভৃতির সর্দার; 2 অশ্বারোহী সৈন্যদলের নায়ক। [আ. দফাহ্দার]।

দফে [ daphē ] ক্রি-বিণ. বারে, কিস্তিতে (তিন দফে টাকা দিয়েছি, দফে দফে চাইছে)। [আ. দফহ্]।

দব-দবা [ daba-dabā ] বি. 1 তেজ, পরাক্রম; 2 জাঁকজমক, ঠাট (অবস্হা পড়তি, কিন্তু দবদবা এতটুকু কমেনি)। [আ. দব্দবহ্]।

দবির-খাস [ dabira-khāsa ] বি. একান্ত বা নিজস্ব সহকারী বা সচিব, প্রাইভেট সেক্রেটারি। [আ. দবীর-ই-খাস]।

দম1 [ dama1 ] বি. দড়াম-এর চেয়ে লঘুতর আওয়াজ। [ধ্বন্যা.]। দম দম বি. ক্রি-বিণ. ক্রমাগত দম আওয়াজ বা আওয়াজসহ। ☐ বি. দামামার শব্দ। দমা-দম ক্রি-বিণ. দম দম শব্দে, দম দম করে (দমাদম পিটানো)। দমাদ্দম দমাদম -এর অনুরূপ।

দম2 [ dama2 ] বি. 1 নিশ্বাসপ্রশ্বাস (দম বন্ধ হয়ে যাচ্ছে); 2 গৃহীত শ্বাস, প্রশ্বাস (দম ফুরিয়ে আসছে); 3 প্রাণবায়ু (দম বেরিয়ে যায়); 4 গাঁজা তামাক ইত্যাদির ধোঁয়া জোর টান দিয়ে পান (গাঁজায় দম); 5 ভাঁওতা, বোকা বানানো (দম দিয়ে ভুলানো); 6 ভাপ, মৃদু আঁচ (দমে বসানো মাংস); 7 ব্যঞ্জনবিশেষ (আলুর দম); 8 স্প্রিংযুক্ত যন্ত্রকে মোচড় বা পাক দিয়ে সচল করা (ঘড়িতে দম দেওয়া, খেলনায় দম দেওয়া)। [ফা. দম্]। দম দেওয়া ক্রি. বি. 1 ঘড়ির মেশিন ইত্যাদি চালু করার জন্য স্প্রিঙে পাক দেওয়া; 2 গাঁজা ইত্যাদির নেশা করা। দম নেওয়া ক্রি. বি. প্রশ্বাস নেওয়া, শ্বাস নেওয়া। দম ফাটা ক্রি. বি. শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে না পারার ফলে বুক ফেটে যাওয়া; (আল.) গোপন হৃদয়াবেগে অস্হির হওয়া। ̃ ফাটা হাসি বি. বুক ফেটে যাবার উপক্রম হয় এমন প্রবল হাসি। দম ফুরানো ক্রি. বি. ক্লান্ত হয়ে পড়া। দম বার হওয়া, দম বেরিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত শ্রান্ত বা ক্লান্ত হওয়া।

দম3 [ dama3 ] বি. 1 শাসন, দমন; 2 ইন্দ্রিয়সংযম, কুকর্ম থেকে চিত্তের নিবারণ (শমদম অভ্যাস করা)। [সং. √ দম্ + অ]।

দমক1 [ damaka1 ] বিণ. দমনকারী। [সং. √ দম্ + অক]।

দমক2 [ damaka2 ] বি. 1 আকস্মিক বেগ, প্রবল ধাক্কা (ঝড়ের দমক, কাশির দমক); 2 চমক, চমকানো (বিজুলি-দমকে)। [হি. দমক]।

দম-কল [ dama-kala ] বি. 1 জল তোলার বা আগুন নিভানোর যন্ত্রবিশেষ; 2 আগুন নিভানোর কাজে নিযুক্ত সংস্হা, fire brigade. [ফা. দম্ + হি. কল]। দমকল-বাহিনী বি. দমকলের সাহায্যে আগুন নিভানোর কাজে নিযুক্ত সংস্হা বা প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ।

দমকা [ damakā ] বিণ. আকস্মিক বেগে আসে এমন, আকস্মিক (দমকা হাওয়া, দমকা খরচ)। [হি. দমক + বাং. আ]।

দমদম [ damadama ] দ্র দম1

দম-দমা [ dama-damā ] বি. চাঁদমারি হিসাবে প্রস্তুত অর্থাত্ বন্দুক ইত্যাদির নিশানা বা টিপ অভ্যাস করার জন্য নির্মিত মাটির ঢিপি। [আ. দম্দমহ্]।

দমন [ damana ] বি. 1 দণ়্ড দেওয়া, শাস্তিদান, শাসন (শত্রুদমন); 2 সংযম (ইন্দ্রিয়দমন); 3 নিবারণ (রোগ দমন)। ☐ বিণ. দমনকারী ('শমন-দমন রাবণ রাজা, রাবণ দমন রাম')। [সং. √ দম্ + অন]। দমনীয় বিণ. দমন বা শাসন করার যোগ্য। দময়িতা (-তৃ) বিণ. দমনকারী, শাসক। দময়িত্রী বিণ. (স্ত্রী.) দমনকারিণী।

দমন-নীতি [ damana-nīti ] বি. অন্যকে পীড়ন করার নীতি; অন্যের মতকে সম্পূর্ণ দমন করার স্বৈরাচারী নীতি; পীড়ন। [সং. দমন + নীতি]।

দমনীয় [ damanīẏa ] দ্র দমন

দমফাটা [ damaphāṭā ] দ্র দম2

দম-বাজ [ dama-bāja ] বিণ. প্রতারক, ধাপ্পাবাজ। [ফা দম্বাজ]।

দময়িতা, দময়িত্রী [ damaẏitā, damaẏitrī ] দ্র দ্মন

দম-সম [ dama-sama ] বিণ. বি. অতিরিক্ত খাওয়ার ফলে পেট ফুলে শ্বাসরুদ্ধ কিংবা সেই অবস্হা (গুচ্ছের খেয়ে দমসম লাগছে)। [বাং. দম2 + সম (অনুকার)-তু. ফা. সমদম, ধ্বনি বিপর্যয়?]।

দমসানো [ damasānō ] বি. ক্রি. দমাস দমাস শব্দ করে চলা বা প্রহার দেওয়া। [দেশি-ধ্বন্যা.]।

দমা [ damā ] ক্রি. বি. 1 দমিত হওয়া (সাহস দমল না, বুদ্ধি দমেনি); 2 হার মানা, বশ মানা (শত্রু এখনও দমেনি); 3 উত্সাহ হারানো, নিরুত্সাহ হওয়া, হতাশ হওয়া (এত সহজে আমি দমবার পাত্র নই); 4 বসে যাওয়া, নিচু হয়ে যাওয়া (ছাদটা দমে গেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ দম্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. দমন করা; বশে আনা; পরাস্ত করা; নিরুত্সাহ করা; নমিত করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।

দমাদম, দমাদ্দম [ damādama, damāddama ] দ্র দম1

দমাস [ damāsa ] বি. ভারী জিনিস শক্ত ভূমির উপর ফেলার বা দরজা-জানালা জোরে বন্ধ করার আওয়াজ (বস্তাটা দমাস করে ফেলল, দরজাটা দমাস করে বন্ধ করল)। [ধ্বন্যা.]।

দমিত [ damita ] বিণ. 1 শাসিত; 2 বশীভূত; 3 সংযত (দমিত কাম)। [সং. √ দম্ + ণিচ্ + ত]।

দমী [ damī ] (-মিন্) বিণ. 1 দমনশীল; দমনকারী; 2 সংযমী; 3 জিতেন্দ্রিয়। [সং. √ দম্ + ইন্]।

দম্পতি [ dampati ] বি. স্বামী ও স্ত্রী. (রাজদম্পতি, কবিদম্পতি)। [সং. জায়া + পতি]।

দম্বল [ dambala ] বি. দইয়ের যে অংশ দুধে মিশিয়ে নতুন দই পাতা হয়, দইয়ের সাজা। [সং. দধ্যম্ল]।

দম্ভ [ dambha ] বি. 1 অহংকার, দর্প; 2 আস্ফালন; 3 (অপ্র.) ধার্মিকতার ভান। [সং. √ দন্ভ্ + অ]।

দম্ভোক্তি [ dambhōkti ] বি. বড়াই, অহংকারসূচক উক্তি। [সং. দম্ভ + উক্তি]।

দম্ভোলি [ dambhōli ] বি. বজ্র। [সং. √ দন্ভ্ + ওলি]।

দম্য [ damya ] বিণ. দমনযোগ্য, দমন করা যায় বা উচিত এমন। ☐ বি. বত্সতর, ছোট ষাঁড়, দামড়া। [সং. √ দম্ + য]।

দয়া [ daẏā ] বি. 1 অন্যের দুঃখ অনুভব করা ও তা দূর করার প্রবৃত্তি (গরিবের প্রতি দয়া); 2 বদান্যতা, অনুগ্রহ (তাদের দয়ায় বেঁচে থাকতে চাই না); 3 ক্ষমা (এবারের মতো দয়া করুন)। [সং. √ দয়্ + অ + আ]। ̃ দাক্ষিণ্য বি. দয়া, দান ইত্যাদি, বদান্যতা। ̃ নিধি বি. দয়াবান; দয়াময়; করুণাময় ঈশ্বর। ̃ পরতন্ত্র, ̃ পরবশ বিণ. দয়ার বশবর্তী বা বশীভূত; সদয়। ̃ বান (বত্), ̃ ময়, ̃ , ̃ লু, ̃ শীল বিণ. সদয়, কৃপাময়। স্ত্রী. ̃ বতী, ̃ ময়ী, ̃ শীলা। ̃ র্দ্র বিণ. দয়ায় বা করুণায় হৃদয় কোমল হয়েছে এমন, দয়াপরবশ।

দয়াময়, দয়ার্দ্র, দয়ালু, দয়াশীল [ daẏāmaẏa, daẏārdra, daẏālu, daẏāśīla ] দ্র দয়া

দয়িত [ daẏita ] বিণ. প্রেমের পাত্র, প্রিয়। ☐ বি. 1 প্রণয়ী; 2 প্রিয়জন; 3 পতি। [সং. √ দয়্ (=অভিলাষ) + ত]। বিণ. বি. স্ত্রী. দয়িতা

দর1 [ dara1 ] বি. 1 গহ্বর, গর্ত ('মাতঙ্গ পড়িলে দরে, পতঙ্গ প্রহার করে': ভা. চ.); 2 পর্বতের ফাটল; 3 ভয় ('দর-তিমির'); 4 কম্প; 5 প্রবাহ, স্রোত, ক্ষরণ (দরবিগলিত অশ্রু)। [সং. √ দৃ + অ]। ̃ দর ক্রি-বিণ. প্রবলা ধারায় (দরদর করে ঘাম ঝরছে)। ☐ বিণ. প্রবল ধারায় ঝরছে এমন। ̃ বিগলিত বিণ. তরল হয়ে স্রোতের মতো ক্ষরিত হচ্ছে এমন।

দর2 [ dara2 ] বি. 1 মূল্য, দাম; 2 মূল্যের হার, নিরিখ; 3 মান, মর্যাদা (উঁচুদরের শিল্পী)। [তু. হি. দর্]। ̃ কষা-কষি বি. দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে জোঝজুঝি, দরাদরি। ̃ দস্তুর, ̃ দাম বি. জিনিসের দাম ও কেনাবেচার নিষ্পত্তি।

দর3 [ dara3 ] বিণ. অল্প, ঈষত্ (দরকাঁচা)। [ফা. দর্ (=কম)]। ̃ কচা, ̃ কাঁচা, দড়-কচা, দড়-কাঁচা বিণ. আধপাকা, আধকাঁচা।

দরকচা, দরকাঁচা [ darakacā, darakān̐cā ] দ্র দর3

দরকার [ darakāra ] বি. প্রয়োজন; ঠেকা। [ফা. দরকার]। দরকারি বিণ. প্রয়োজনীয়; জরুরি। [ফা. দরকার + বাং. ই]।

দরখাস্ত [ darakhāsta ] বি. আবেদনপত্র, অভাব-অভিযোগ নিরাকরণের জন্য পত্র। [ফা. দরখোআস্ত]। ̃ কারী (-রিন্) বিণ. আবেদনকারী। [বাং. দরখাস্ত + সং. √ কৃ + ইন্]।

দরগা [ daragā ] বি. পিরের কবর ও তত্সংলগ্ন পবিত্র স্মৃতিমন্দির। [ফা. দরগাহ্]।

দরজা [ darajā ] বি. ঘরে প্রবেশের এবং ঘর থেকে বাইরে যাবার জন্য পাল্লাযুক্ত পথ, দুয়ার, কপাট। [ফা. দর্ওয়াজহ্]।

দরজি [ daraji ] বি. কাপড় সেলাই করা বা পোশাক তৈরি করা যার পেশা, সূচিকর্মজীবী। [ফা. দরজী]।

দরদ1 [ darada1 ] বিণ. ভয়প্রদ ('সমরে বরদা, অসুর-দরদা': রা. প্র.)। [সং. দর + √ দা + অ]।

দরদ2 [ darada2 ] বি. 1 সমবেদনা (পরস্পরের প্রতি দরদ); 2 দয়া, মমতা (প্রাণে এতটুকু দরদ নেই); 3 ব্যথা, যন্ত্রণা (সারা গায়ে দরদ)। [ফা দর্দ]।

দর-দালান [ dara-dālāna ] বি. ঘরের সংলগ্ন ঘেরা বারান্দা বা বড় ঘর। [ফা. দর্ দালান্]।

দরদি, (কাব্যে) দরদিয়া [ daradi, (kābyē) daradiẏā ] বিণ. বি. সমব্যথী; মরমি। [বাং. দরদ2 + ই]।

দর-পত্তনি [ dara-pattani ] বি. পত্তনিদারের অধীনস্হ জমির পত্তনি। [ফা. দর্পত্তনী]। ̃ দার বি. দরপত্তনি গ্রহণকারী, দরপত্তনি জমি বা সম্পত্তির মালিক।

দর-পরদা [ dara-paradā ] বি. বড় ও দীর্ঘ পরদা, যা দিয়ে ঘরের কোনো অংশ আড়াল করা হয়। [ফা. দর্পরদাহ্]।

দরবার [ darabāra ] বি. 1 রাজসভা; 2 সভা; 3 উচ্চপদস্হ ব্যক্তির বৈঠকখানা; 4 আদালত (বিধাতার দরবারে); 5 কোনো বিষয়ে তদবির বা অভিযোগ (কর্তৃপক্ষের কাছে দরবার করা)। [ফা. দরবার]। দরবারি বিণ. 1 দরবারে যাতায়াতকারী (দরবারি লোক); 2 দরবারের উপযুক্ত বা দরবারে ব্যবহৃত (দরবারি পোশাক, দরবারি সংগীত); 3 আভিজাত্যপূর্ণ (দরবারি মেজাজ, দরবারি চালচলন)। ☐ বি. উচ্চাঙ্গ সংগীতের রাগবিশেষ। দরবারি কানাড়া বি. উচ্চাঙ্গ সংগীতের রাত্রিকালীন বিষাদগম্ভীর রাগবিশেষ।

দরবিগলিত [ darabigalita ] দ্র দর1

দরবেশ [ darabēśa ] বি. 1 মুসলমান সন্ন্যাসী, ফকির; 2 বোঁদে দিয়ে তৈরি মিঠাইবিশেষ। [ফা. দরবেশ]।

দরমা [ daramā ] বি. বাঁশের চাঁচারি দিয়ে প্রস্তুত আচ্ছাদন, টাটি, চাঁচ (দরমা দিয়ে তৈরি বেড়া)। [দেশি]।

দর-মাহা [ dara-māhā ] বি. মাসিক বেতন, মাইনে। [ফা. দরম্হ্]।

দরাজ [ darāja ] বিণ. 1 মুক্ত, খোলা (দরাজ কণ্ঠ); 2 অকৃপণ, খরচে (দরাজ হাত); 3 উদার (দরাজ হৃদয়); 4 প্রশস্ত (দরাজ জায়গা)। [ফা. দরাজ্]।

দরি1, (বর্জি.) দরী [ dari1, (barji.) darī ] বি. 1 গুহা, কন্দর; 2 গভীর ও সংকীর্ণ উপত্যকা ('গিরিদরী-বিহারিণী হরিণীর লাস্যে': স.দ.)। [সং. দর1 + বাং. ই]।

দরি2 [ dari2 ] বি. শতরঞ্চি, সুজনি। [হি. দরী]।

দরিদ্র [ daridra ] বিণ. অভাবগ্রস্ত, গরিব। [সং. √ দরিদ্রা + অ]। ̃ তা, দারিদ্র, দারিদ্র্য বি. অভাবগ্রস্ততা, অভাব। ̃ নারায়ণ বি. দরিদ্ররূপী নারায়ণ; দরিদ্র জনসাধারণ (দরিদ্রনারায়ণের সেবা)। দরিদ্রিত বিণ. 1 দরিদ্র হয়েছে এমন; 2 দুর্গত।

দরিয়া [ dariẏā ] বি. 1 বড় নদী ('অকুল দরিয়ার বুঝি কুল নাই রে'); 2 সমুদ্র। [ফা. দর্ইয়া]।

দরুদ, (বর্জি.) দরূদ [ daruda, (barji.) darūda ] বি. মহাপুরুষদের প্রতি মুসলমানদের সসম্ভ্রম প্রণতিবিশেষ। [ফা. দরূদ]। ̃ পাঠ বি. জপ।

দরুন [ daruna ] অব্য. অনু. জন্য, হেতু, নিমিত্ত (অসুস্হতার দরুন)। [ফা. দরুন্]।

দরোয়ান, দরওয়ান [ darōẏāna, darōẏāna ] বি. দরজার প্রহরী, দ্বারপাল। [ফা. দরবান]। দরোয়ানি বি. 1 দরোয়ানের কাজ; 2 পাহারা দেবার কাজ (কাঁহাতক আর তাদের পিছনে দরোয়ানি করা যায়?)।

দর্দুর [ dardura ] বি. 1 ভেক, ব্যাং; 2 মেঘ; 3 দাক্ষিণাত্যের পর্বতবিশেষ। [সং. √ দৃ + উর]।

দর্প [ darpa ] বি. অহংকার, দম্ভ। [সং. √ দৃপ্ + অ]। ̃ হারী (-রিন্) বিণ. দর্পনাশকারী (দর্পহারী শ্রীমধুসূদন)। দর্পিত বিণ. 1 দর্পযুক্ত, গর্বিত (দর্পিত আচরণ, দর্পিত উক্তি); 2 দৃপ্ত। দর্পী (-র্পিন্) বিণ. দর্পকারী, দাম্ভিক, অহংকারী।

দর্পণ [ darpaṇa ] বি. দেহের প্রতিবিম্ব দেখার জন্য ব্যবহৃত পালিশ-করা ধাতুফলকবিশেষ; স্বচ্ছ কাচের ফলকবিশেষ, আয়না, আরশি, মুকুর। [সং. √ দৃপ্ (=হৃষ্ট করা) + অন]।

দর্পহারী, দর্পিত, দর্পী [ darpahārī, darpita, darpī ] দ্র দর্প

দর্বি [ darbi ] বি. 1 রান্নার কাজে ব্যবহৃত হাতা; 2 সাপের ফণা। [সং. √ দৃ + বিন্]। ̃ কা বি. ছোট হাতা, চামচ।

দর্ভ [ darbha ] বি. কুশ, কাশ, দূর্বা প্রভৃতি তৃণ। [সং. √ দৃন্ভ্ (গ্রন্হন করা) + অ; অথবা √ দৃ (বিদারণ করা) + ভ]। ̃ ময় বিণ. কুশাদি তৃণের দ্বারা নির্মিত, কুশনির্মিত। দর্ভাসন বি. কুশাসন, তৃণাসন।

দর্শক [ darśaka ] বি. বিণ. 1 দর্শনকারী, যে দেখে; 2 তত্ত্বাবধায়ক, পরিদর্শনকারী। [সং. √ দৃশ্ + অক]; 3 যে দেখায়, প্রদর্শক। [সং. √ দর্শি (√ দৃশ্ + ণিচ্) + অক]।

দর্শন [ darśana ] বি. 1 দৃষ্টিপাত, অবলোকন, দেখা (মুখদর্শন করতে চাই না); 2 সাক্ষাত্কার (তাঁর দর্শনলাভ হল না); 3 ভক্তিভরে দেখা (ঠাকুরদর্শন, প্রতিমাদর্শন); 4 জ্ঞান (ভূয়োদর্শন, আত্মদর্শন, বহুদর্শন); 5 চক্ষু (দর্শনেন্দ্রিয়); 6 চেহারা, আকৃতি (ভীষণদর্শন, সুদর্শন, ঘোরদর্শন); 7 তত্ত্বজ্ঞান যুক্তি ও প্রমাণের উপর প্রতিষ্ঠিত শাস্ত্র বা তত্ত্ব (দর্শনশাস্ত্র, হিন্দুদর্শন)। [সং. √ দৃশ্ + অন]। ̃ দারি, ̃ ডারি, ̃ ডালি বি. রূপের বিচার ('আগে দর্শনদারি পরে গুণ বিচারি')। ☐ বিণ. সুরূপ, সুদর্শন (দর্শনদারি লোক)। [সং. দর্শন + ফা. দার + বাং.ই]। দর্শনি, দর্শনী বি. 1 দেখার বাবদ পারিশ্রমিক (মেলায় ঢোকবার দর্শনী); 2 দেবতার মন্দির দর্শনের জন্য প্রদেয় প্রণামি; 3 থিয়েটার, সিনেমা ইত্যাদি দেখার জন্য প্রদেয় অর্থ; 4 রোগীকে পরীক্ষা করার জন্য চিকিত্সকের প্রাপ্য পারিশ্রমিক বা ভিজিট।

দর্শনীয় [ darśanīẏa ] বিণ. 1 দেখার যোগ্য, দেখা যায় বা উচিত এমন; 2 সুন্দর, মনোজ্ঞ। [সং. √ দৃশ্ + অনীয়]।

দর্শয়িতা [ darśaẏitā ] (-তৃ) বিণ. প্রদর্শক, যে দেখায়; প্রকাশক। [সং. √ দৃশ্ + ণিচ্ + তৃ]।

দর্শা [ darśā ] ক্রি. দেখা যাওয়া; ঘটা (সুফল দর্শে)। [সং. √ দৃশ্ + বাং. আ]। ̃ নো ক্রি. দেখানো (কারণ দর্শানো, কারণ দর্শাতে হবে)। ☐ বি. উক্ত অর্থে। দর্শিত বিণ. দেখানো হয়েছে এমন; প্রকাশিত। [সং. √ দৃশ্ + ণিচ্ + ত]। দর্শী (-র্শিন্) বিণ. 1 দর্শনকারী, যে দেখে (অপরিণামদর্শী); 2 জ্ঞানী (তত্ত্বদর্শী পণ্ডিত, বহুদর্শী লোক)।

দল [ dala ] বি. 1 পল্লব, পাতা (বিল্বদল); 2 পাপড়ি (শতদল); 3 সমূহ, পাল, সম্প্রদায় (দস্যুদল, সৈন্যদল); 4 জোট (দল বেঁধে এল); 5 পক্ষ, তরফ; একই মত ও পথের সমর্থক ব্যক্তিবর্গের গোষ্ঠী (আমার দলের ছেলেরা); 6 জলে ভাসমান উদ্ভিদের গুচ্ছ, দাম, শ্যাওলা (কলমির দল, 'গানগুলি মোর শৈবালেরই দল': রবীন্দ্র); 7 (নিন্দায়) অসত্ সংসর্গ (দলে ভিড়ে খারাপ হওয়া, দলে মেশা)। [সং. √ দল্ + অ]। দল পাকানো, দল বাঁধা ক্রি. বি. একজোট হওয়া ('নেকড়েরা দল বাঁধিয়া শিকার করে': তারা.); ঘোঁট পাকানো। দলে ভারী সংখ্যায় অনেক। ̃ কচু বি. বড় বড় পাতাযুক্ত কচুবিশেষ। ̃ গত বিণ. দলীয়, সম্মিলিত (দলগত শক্তি)। ̃ ছাড়া, ̃ চ্যুত, ̃ ভ্রষ্ট বিণ. নিজ শ্রেণি বা গোষ্ঠী থেকে বিচ্যুত। ̃ ছুট বিণ. নিজের দল বা গোষ্ঠী থেকে আলাদা হয়ে গেছে এমন, দলছাড়া। ̃ ত্যাগ বি. দল ছেড়ে দেওয়া। ̃ পতি বি. সর্দার, নেতা। ̃ বদ্ধ বিণ. একদলে মিলিত। ̃ বল বি. স্বপক্ষীয় লোকজন (দলবল নিয়ে হাজির)। ̃ ভুক্ত বিণ. কোনো দলের অন্তর্ভুক্ত। দলাদলি বি. বিভিন্ন পরস্পরবিরোধী দল গঠন বা তাদের মধ্যে বিরোধ। দলীয় বিণ. দলসম্বন্ধীয় (দলীয় রাজনীতি); দলভুক্ত। দলে দলে ক্রি-বিণ. নানা দল বেঁধে; প্রচুর সংখ্যায় (দলে দলে লোক আসছে)।

দলচ্যুত, দলছুট, দলত্যাগ [ dalacyuta, dalachuṭa, dalatyāga ] দ্র দল

দল-দলে [ dala-dalē ] বিণ. অতিরিক্ত নরম, কাদার মতো নরম (দলদলে ভাত)। [দেশি]।

দলন [ dalana ] বি. 1 পেষণ; 2 মর্দন; শাসন, দমন, পীড়ন (শত্রুদলন)। ☐ বিণ. দলনকারী; দমনকারী (অসুরদলন কৃষ্ণ)। [সং. √ দল্ + অন]। দলনী বিণ. (স্ত্রী.) দমনকারিণী (দানবদলনী, অসুরদলনী)।

দলপতি, দলবদ্ধ, দলবল, দলভুক্ত, দলভ্রষ্ট [ dalapati, dalabaddha, dalabala, dalabhukta, dalabhraṣṭa ] দ্র দল

দলমতনির্বিশেষ [ dalamatanirbiśēṣa ] ক্রি-বিণ. 1 নিরপেক্ষভাবে, দল বা গোষ্ঠীর স্বার্থ বা মত বিবেচনা না করে; 2 স্বাধীনভাবে; 3 পক্ষপাতহীনভাবে। [সং. দল + মত + নির্বিশেষ + বাং. এ (বিভক্তি)।

দল-মাদল [ dala-mādala ] বি. বিষ্ণুপুরের সুবিখ্যাত ঐতিহাসিক কামান। [< সং. দলমর্দন?]।

দলা1 [ dalā1 ] বি. ডেলা, পিণ্ডের মতো খণ্ড (ভাতের দলা, দলা-পাকানো কাগজ)। [সং. দল (=খণ্ড) + বাং. আ]।

দলা2 [ dalā2 ] ক্রি. 1 দলন বা মর্দন করা, মাড়ানো (পায়ে দলা); 2 দমন বা পীড়ন করা। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. দলিত (পায়ে-দলা ঘাস)। [সং. দল্ + বাং. আ]। দলাই-মলাই বি. অঙ্গমর্দন, সংবাহন, শরীর মাসাজ।

দলাইমলাই [ dalāimalāi ] দ্র দলা2

দলাদলি [ dalādali ] দ্র দল

দলিত [ dalita ] বিণ. 1 মর্দিত, মাড়ানো হয়েছে এমন (পদদলিত); 2 পিষ্ট (দলিত সর্প); 3 দমিত, শাসিত (দলিত শত্রু); 4 নিপীড়িত (দলিত হৃদয়ের বেদনা)। [সং. √ দল্ + ত]।

দলিল [ dalila ] বি. লিখিত প্রমাণপত্র, নথি; স্বত্ব বা অধিকার প্রমাণের পত্র। [আ. দলীল]। ̃ দস্তাবেজ বি. নানাবিধ দলিল।

দলীয় [ dalīẏa ] দ্র দল

দলুজ [ daluja ] বি. বৈঠকখানা। [ফা. দেহ্লীজ]।

দলুয়া, (কথ্য) দলো [ daluẏā, (kathya) dalō ] বি. রস-ঝরানো গুড় থেকে প্রস্তুত লাল আভাযুক্ত চিনিবিশেষ। [বাং. দলা + উয়া > ও]।

দশ [ daśa ] (-শন্) বি. 1 1 সংখ্যা; 2 (আল.) জনসাধারণ (দেশ ও দশ, 'দশে মিলি করি কাজ'); 3 বিশিষ্ট মানুষজন (দশের একজন)। ☐ বিণ. 1 সংখ্যক (দশ হাত, দশবার)। [সং. দশন্]। ̃ বি. 1 একাধিক অঙ্কযুক্ত সংখ্যার ডানদিক থেকে দ্বিতীয় অঙ্ক যেমন-123 এর 2, 35 এর 3; 2 দশটি বস্তু বিষয় বা প্রাণীর সমষ্টি; 3 প্রত্যেক শতাব্দীর শুরু থেকে গণনা করে প্রতি দশ বছর (তৃতীয় দশক, এই শতাব্দীর শেষ দশক)। দশ কথা বি. 1 অনেক কথা; কথা-কথান্তর; 2 নানা কটু কথা (দশ কথা শুনিয়ে দিল)। ̃ কর্ম বি. হিন্দুদের দশরকম সংস্কার, যথা গর্ভাধান পুংসবন সীমন্তোন্নয়ন জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন সমাবর্তন ও বিবাহ। ̃ কর্ম-ভাণ্ডার বি. যে-দোকানে দশকর্মসংক্রান্ত উপকরণগুলি পাওয়া যায়। ̃ কোশি বি. দশ ক্রোশের পথ। ̃ কোষী বি. কীর্তনগানের তালবিশেষ। ̃ গুণ বিণ. ক্রি-বিণ. দশবার গুণ করা হয়েছে এমন; (আল.) বহুগুণ (দশগুণ বেশি শীত)। ̃ চক্র বি. বহুজনের ষড়যন্ত্র বা কুমন্ত্রণা। দশচক্রে ভগবান ভূত দশ জনের অর্থাত্ নানাজনের চক্রান্তে অসম্ভবও সম্ভব হয়-এইরকম চক্রান্তের ফলেই ভগবান নামে ব্যক্তি ভূত বলে পরিগণিত হয়েছিল। দশ দশা দ্র দশা। ̃ দিক দ্র দিক। ̃ নামী বি. শংকরাচার্যের মতাবলম্বী সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। ̃ পঁচিশ বি. কড়ি খেলাবিশেষ। ̃ বল বি. দান শীল ক্ষমা বীর্য ধ্যান যজ্ঞ বল উপায় প্রণিধি জ্ঞান-এই দশ বলে বলীয়ান বুদ্ধদেব। ̃ ভুজা বি. (দশ হাতবিশিষ্টা) দুর্গাদেবী। ̃ বিণ. 1 সংখ্যক; 1 সংখ্যার পূরক। ̃ মহা-বিদ্যা বি. আদ্যাশক্তি দুর্গার দশ মূর্তি, যথা কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা (বা রাজরাজেশ্বরী)। ̃ মাবতার বি. বিষ্ণুর কল্কি অবতার। ̃ মিক বিণ. 1 দশমাংশসম্বন্ধীয়; 2 দশগুণোত্তর, দশ অংশের এক অংশ, decimal. ☐বি. দশমাংশপ্রকাশক ভগ্নাংশযুক্ত গণন প্রণালী। ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মী-দশা বি. 1 শেষ অবস্হা; 2 বার্ধক্য; 3 মৃত্যু। ̃ মীস্হ বিণ. বৃদ্ধ। ̃ মূল বি. বেল শ্যোণাক গাম্ভারী পাটলা গণিকারিকা শালপর্ণী পৃশ্নিপর্ণী বৃহতী কণ্টকারী ও গোক্ষুর-এই দশটি মূল বা শিকড়। ̃ রথ বি. 1 যার রথ দশ দিকেই চলতে পারে; 2 রামচন্দ্রের পিতা। ̃ সালা বিণ. দশ বত্সর স্হায়ী; দশ বত্সরের জন্য কৃত (দশসালা বন্দোবস্ত)। ̃ হরা বি. 1 জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী, গঙ্গার মর্ত্যে বা পৃথিবীতে অবতরণের দিন; 2 বিজয়া দশমী।

দশকর্ম, দশকোশি, দশকোষী, দশচক্র [ daśakarma, daśakōśi, daśakōṣī, daśacakra ] দ্র দশ

দশন [ daśana ] বি. 1 দাঁত; 2 দংশন (দশনদন্ত)।[সং. √ দন্শ্ + অন]।

দশনামী, দশম, দশমিক, দশমী, দশমূল, দশরথ, দশসালা, দশহরা [ daśanāmī, daśama, daśamika, daśamī, daśamūla, daśaratha, daśasālā, daśaharā ] দ্র দশ

দশা [ daśā ] বি. 1 অবস্হা (এ কী দশা? শেষ দশা, দুর্দশা); 2 ধরন, গতিক (মনের দশা); 3 প্রদীপের পলতে বা সলতে; 4 মানুষের মনের দশ অবস্হা-অভিলাষ চিন্তা স্মৃতি গুণকীর্তন উদ্বেগ প্রলাপ ব্যাধি জড়তা মরণ উন্মাদ; 5 মানবজীবনের দশ অবস্হা-গর্ভবাস জন্ম বাল্য ও কৈশোর কৌমার পৌগণ্ড যৌবন স্হবিরতা জরা প্রাণরোধ মৃত্যু; 6 মানুষের উপর জন্মকালে রাশিচক্রের অবস্হানজনিত প্রভাব (বৃহস্পতির দশা, শনির দশা); 7 পরলোকগত ব্যক্তির মৃত্যুর পর দশম দিনে আচরণীয় সংস্কারবিশেষ (এখনও তার দশা কাটেনি); 8 (বৈ. শা.) শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন পাদসেবন দাস্য সখ্য আত্মনিবেদন স্বীয়ভাব-এই দশটি ভক্তিভাব; 9 সমাধি, ভাবাবেশ; 1 বস্ত্রের প্রান্ত। [সং. √ দন্শ্ + অ + আ]। দশায় পড়া বি. ক্রি. কীর্তন করতে করতে ভাবস্হ বা সমাধিস্হ হওয়া। দশাবিপর্যয়, ̃ স্তর বি. দুরবস্হা, দুর্দশা।

দশানন [ daśānana ] বি. (দশটি মস্তকবিশিষ্ট) রাক্ষসরাজ রাবণ। [সং. দশ + আনন]।

দশাবতার [ daśābatāra ] বি. মত্স্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রামচন্দ্র বলরাম বুদ্ধ কল্কি-বিষ্ণুর এই দশ অবতার বা মূর্তি। [সং. দশ + অবতার]।

দশাবিপর্যয় [ daśābiparyaẏa ] দ্র দশা

দশাশ্ব [ daśāśba ] বি. (দশ অশ্ববাহিত রথে আরোহণ করেন বলে) চন্দ্রদেব, চন্দ্র। [সং. দশ + অশ্ব]। ̃ মেধ বি. দশবার অনুষ্ঠিত অশ্বমেধ যজ্ঞ।

দশা-সই [ daśā-si ] বিণ. লম্বাচওড়া, যেমন লম্বা তেমনি চওড়া বা স্বাস্হ্যবান (দশাসই চেহারা)। [সং. দশা + ফা. সই]।

দশাহ [ daśāha ] বি. 1 দশ দিন; 2 দশ দিনব্যাপী উত্সব। ☐ বিণ. দশ দিনব্যাপী; 2 দশম দিনে অনুষ্ঠেয় (দশাহকৃত)। [সং. দশ + অহন্]।

দশি [ daśi ] বি. 1 কাপড়ের ঝালর বা ছিলা; 2 ছেঁড়া পাড়, ফালি বা সুতো। [সং. দশা (বস্ত্রপ্রান্ত) + বাং. ই]।

দশেরা [ daśērā ] বি. দশহরা; বিজয়া দশমীর উত্সব। [হি. দসেরা]।

দশোপ-চার [ daśōpa-cāra ] বি. দশরকম উপচার বা পূজার উপকরণ। [সং. দশ + উপচার]।

দষ্ট [ daṣṭa ] বিণ. 1 দংশন করা বা কামড়ানো হয়েছে এমন, দংশিত (সর্পদষ্ট); 2 দাঁতের সাহায্যে বিদীর্ণ, ছিন্ন (কীটদষ্ট) [সং. √ দন্শ্ + ত]।

দস্তক [ dastaka ] বি. 1 সমন, পরওয়ানা; 2 গ্রেপ্তারি পরওয়ানা; 3 অনুমতিপত্র; 4 আদেশপত্র, ফরমান। [ফা. দস্তক]।

দস্ত-খত [ dasta-khata ] বি. স্বাক্ষর, সই। [ফা. দস্তখত্]। দস্ত-খতি বিণ. স্বাক্ষরযুক্ত।

দস্ত-বদস্ত [ dasta-badasta ] ক্রি-বিণ. (আদা.) হাতে হাতে। [ফা. দস্তবদস্ত]।

দস্তর-খান [ dastara-khāna ] বি. টেবিলে পাতবার কাপড়; খাবার টেবিলে যে কাপড় বিছিয়ে দেওয়া হয়। [ফা. দস্তর্খোয়ান্]।

দস্তা [ dastā ] বি. সাদা ধাতুবিশেষ, যশদ, zinc. [হি. জস্তা < সং. যশদ]।

দস্তানা [ dastānā ] বি. হাতের মুঠির আবরণবিশেষ, হাতমোজা, gloves. [ফা. দস্তানা]।

দস্তাবেজ [ dastābēja ] বি. দলিল, নথিপত্র। [ফা. দস্তাবজ]।

দস্তুর [ dastura ] বি. 1 প্রথা, রীতি (এখানকার এই দস্তুর); 2 কায়দা, ধরন। [ফা. দস্তুর]। ̃ মতো, ̃ মাফিক বিণ. ক্রি-বিণ. রীতিমতো, যথেষ্ট, বিলক্ষণ (দস্তুরমতো চালাক, দস্তুরমতো খেয়েছে)।

দস্তুরি [ dasturi ] বি. 1 দ্রব্যাদি বিক্রির সময় বিক্রেতা মূল্যের যে অংশ ছেড়ে দেয়, discount; 2 খরিদ্দার জুটিয়ে আনার দরুন পারিশ্রমিকরূপে মূল্যের যে অংশ প্রাপ্য, দালালি, কমিশন। [ফা. দস্তরি]।

দস্যি [ dasyi ] বিণ. (আদরসূচক কথ্য) দুরন্ত (দস্যি ছেলে)। [সং. দস্যু]। ̃ পনা বি. দুরন্তপনা, দুরন্ত স্বভাব বা আচরণ।

দস্যু [ dasyu ] বি. ডাকাত, লুটেরা (জলদস্যু)। [সং. √ দস্ (বস্তুহানি করা) + যু]। বি. ̃ তা, ̃ বৃত্তি

দহ [ daha ] বি. 1 নদী বা জলাশয়ের অতলস্পর্শ ও ঘূর্ণিময় অংশ; 2 ঘূর্ণিজল; 3 হ্রদ (কালীদহ); 4 গভীর গর্ত; 5 (আল.) কঠিন সংকট (দহে পড়া, দহে মজানো)। [সং. হ্রদ > হদ > (ধ্বনিবিপর্যয়ে) দহ [দ্র 2]।

দহই [ dahi ] ক্রি. (ব্রজ.) দগ্ধ করে ('দহই হিয়া')। [সং. √ দহ্]।

দহন [ dahana ] বি. 1 অগ্নি; 2 অগ্নিক্রিয়া অর্থাত্ পোড়া, দাহ; 3 জ্বলন, জ্বলা; 4 (আল.) যন্ত্রণা ('কেউ বা কিছু দহন করে': রবীন্দ্র)। ☐ বিণ. দহনকারী (বিশ্বদহন ক্রোধাগ্নি)। [সং. √ দহ্ + অন]। দহনীয় বিণ. দহনযোগ্য, দাহ্য, পোড়ানো বা জ্বালানো যায় এমন।

দহ-রম [ daha-rama ] বি. ঘনিষ্ঠ মেলামেশা বা বন্ধুত্ব। [ফা. দর্হম্]। দহরম মহরম বি. গভীর অন্তরঙ্গতা; অত্যন্ত মাখামাখি। [ফা. দর্হম্-বর্হম্ + আ. মহ্রম্]।

দহল [ dahala ] ক্রি. (ব্রজ.) দগ্ধ করল। [সং. √ দহ্]।

দহা [ dahā ] ক্রি. দগ্ধ করা বা হওয়া, পোড়া বা পোড়ানো। [সং. √ দহ্ + বাং. আ]।

দহ্য-মান [ dahya-māna ] বিণ. দগ্ধ হচ্ছে এমন (দহ্যমান হৃদয়)। [সং. √ দহ্ + মান (শানচ্)]।

দা2 [ dā2 ] বি. কাটারি; কাঠ ইত্যাদি কাটার জন্য হাতলযুক্ত অস্ত্রবিশেষ। [সং. দাত্র]। দা-কাটা বি. দা দিয়ে কুপিয়ে বা কুচিয়ে কাটা হয়েছে এমন (দা-কাটা তামাক)।

দাউ-দাউ [ dāu-dāu ] ক্রি-বিণ. অব্য. প্রবলভাবে আগুন জ্বলার অব্যক্ত আওয়াজ বা ভাবসূচক (দাউদাউ করে জ্বলছে)। [ধ্বন্যা.]।

দাও [ dāō ] বি. (আঞ্চ.) কাটারি। [সং. দাত্র]।

দাওয়া1 [ dāōẏā1 ] বি. 1 স্বত্ব, অধিকার; 2 পাওনা (দাবিদাওয়া)। [আ. দাওয়া-তু. হি. দাবা]।

দাওয়া2 [ dāōẏā2 ] বি. বারান্দা, রোয়াক (দাওয়ায় বসে হাওয়া খায়)। [দেশি-তু. হি. ঢাবা, সং. দার্বট]।

দাওয়া3, দাওয়াই [ dāōẏā3, dāōẏāi ] বি. ওষুধ। [আ. দওয়া]। ̃ খানা বি. ওষুধের দোকান, ডাক্তারখানা।

দাওয়াত, দাওয়াদ [ dāōẏāta, dāōẏāda ] বি. নিমন্ত্রণ; আমন্ত্রণ। [আ. দাওয়াত্]।

দাঁও [ dām̐ō ] বি. সুযোগ, মওকা (দাঁও ফসকে গেল)। [হি দাঁও]। দাঁও মারা ক্রি. 1 সুযোগ পেয়ে নিজের কাজ হাসিল করা; 2 সহজে মোটা লাভ করা। ☐ বি. উক্ত অর্থে।

দাঁড় [ dān̐ḍ় ] বি. 1 নৌকার বড় বৈঠা বা ক্ষেপণী যা বেঁধে নিয়ে নৌকা চালাতে হয় (দাঁড় টানা, দাঁড় বাওয়া); 2 পোষা পাখির বসবার দণ্ড (দাঁড়ের পাখি, খাঁচার দাঁড়)। ☐ বিণ. 1 দণ্ডায়মান, খাড়া (লাঠিটাকে দাঁড় করিয়ে রেখেছে); 2 সুপ্রতিষ্ঠিত (একটা তত্ত্ব দাঁড় করানো হল); 3 অপেক্ষারত (আমাকে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে?); 4 উপস্হিত (সাক্ষী দাঁড় করাতে পারবে তো?); 5 থামানো হয়েছে এমন, রুদ্ধগতি (এখানে গাড়িটা কে দাঁড় করাল?); 6 উত্থাপিত, দায়ের (মামলা দাঁড় করা)। [সং. দণ়্ড]।

দাঁড়-কাক [ dān̐ḍ়-kāka ] বি. ঘোর কালো রঙের বড় কাকবিশেষ, jungle crow. [সং. দণ্ডকাক]।

দাঁড়া1 [ dān̐ḍ়ā1 ] বিণ. 1 মেরুদণ্ড (শিরদাঁড়া); 2 কাঁকড়া চিংড়ি ইত্যাদির শক্ত ও বড়ো দণ্ড; 3 শুঁড় (আরশোলার দাঁড়া)। [সং. দণ়্ড]।

দাঁড়া2 [ dān̐ḍ়ā2 ] বি. প্রথা, রেওয়াজ, ধারা (উলটো দাঁড়া)। [সং. ধারা]।

দাঁড়া3 [ dān̐ḍ়ā3 ] ক্রি. দাঁড়ানো। [< সং. √ দণ্ডায়]। ̃ নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। ☐ বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। ☐ বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্হা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)।

দাঁড়ানো [ dān̐ḍ়ānō ] দ্র দাঁড়া3

দাঁড়াশ [ dān̐ḍ়āśa ] বি. নির্বিষ সাপবিশেষ, ঢ্যামনা। [দেশি]।

দাঁড়ি1 [ dān̐ḍ়i1 ] বি. 1 পূর্ণচ্ছেদের চিহ্ন (।); 2 তুলাদণ্ড, মানদণ্ড, (দাঁড়িতে মাপা)। [বাং. দাঁড় + ই (ক্ষুদ্রার্থে)]। দাঁড়ি দেওয়া ক্রি. বি. থামা, বিরত হওয়া (আমি এইখানে দাঁড়ি দিলাম)। ̃ পাল্লা বি. তুলাদণ্ড।

দাঁড়ি2 [ dān̐ḍ়i2 ] বি. যে দাঁড় টানে, মাঝি। [বাং. দাঁড় + ই (জীবিকার্থে)]।

দাঁত [ dān̐ta ] বি. 1 জীবজন্তুর ছেদনযন্ত্র ও চর্বণযন্ত্র, দন্ত; 2 দাঁতের আকৃতিযুক্ত কিছু (করাতের দাঁত, চিরুনির দাঁত)। [সং. দন্ত]। দাঁত কনকন করা ক্রি. বি. দাঁতে যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি হওয়া। দাঁত-কন-কনানি বি. দাঁতের যন্ত্রণা বা ঠাণ্ডাজনিত তীব্র অনুভূতি। ̃ কপাটি বি. দাঁতে দাঁত লাগা অবস্হা। ̃ খিঁচুনি বি. দাঁত বার করে তিরস্কার। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা ক্রি. বি. (আল.) যথাকালে সুযোগের সদ্ব্যবহার না করা। দাঁত ফোটানো, দাঁত বসানো ক্রি. বি. 1 কামড়ানো; 2 (আল.) উপলব্ধি করতে পারা (এত কঠিন লেখা যে দাঁত ফোটানোই যায় না)। দাঁত বাঁধানো ক্রি. বি. (দাঁত পড়ে গেলে বা উঠিয়ে ফেলা হলে) নকল দাঁত বসানো। দাঁত ভাঙা বিণ. উচ্চারণ করতে কষ্ট হয় এমন কষ্টদায়ক ও কর্কশ (দাঁতভাঙা শব্দ)। দাঁত ভাঙা ক্রি. বি. (আল.) শক্তি বা দর্প চূর্ণ করা। দাঁতে কুটো করা ক্রি. বি. অত্যন্ত হীনভাবে বশ্যতা বা পরাজয় স্বীকার করা। দাঁতে দাঁত লাগা ক্রি. বি. 1 শীতের দরুন দুই পাটির দাঁতে ঠোকাঠুকি লাগা; 2 ভয় বা মূর্ছার দরুন দুই পাটির দাঁত পরস্পর আটকে যাওয়া। আক্কেলদাঁত দ্র আক্কেলগজ-দাঁত বি. উপরের পাটির দাঁতের পাশ দিয়ে অর্থাত্ ঠোঁটের দুপাশে যে বাড়তি দাঁত বেরয়, শাখাদন্ত। দুধে দাঁত, দুধের দাঁত দুগ্ধপোষ্য শিশুর প্রথম গজানো দাঁত যা পরে পড়ে যায়। দাঁতাল, দাঁতালো বিণ. বড় দাঁতযুক্ত (দাঁতালো হাতি)।

দাঁতন [ dān̐tana ] বি. 1 দাঁত পরিষ্কার করা, দাঁত মাজা, দন্তধাবন; 2 দাঁত মাজবার জন্য ব্যবহৃত নিম, বাবলা, আসশেওড়া প্রভৃতি গাছের ডাল। [সং. দন্তধাবন]।

দাঁতভাঙা, দাঁতালো [ dān̐tabhāṅā, dān̐tālō ] দ্র দাঁত

দা-কাটা [ dā-kāṭā ] দ্র দা2

দাক্ষায়ণী [ dākṣāẏaṇī ] বি. প্রজাপতি দক্ষের কন্যা, সতী। [সং. দক্ষ + অয়ন (অপত্যার্থে) + ঈ]।

দাক্ষিণাত্য [ dākṣiṇātya ] বিণ. দক্ষিণদেশীয়; দক্ষিণাপথে অবস্হিত বা জাত। ☐ বি. বিন্ধ্যপর্বতের দক্ষিণদিকস্হ ভারতবর্ষের অংশ, দক্ষিণাপথ। [সং. দক্ষিণা + ত্য]।

দাক্ষিণ্য [ dākṣiṇya ] বি. 1 অনুগ্রহ, দয়া (কারও দাক্ষিণ্যে বেঁচে থাকতে চাই না); 2 ঔদার্য; 3 সারল্য; 4 সৌজন্য। [সং. দক্ষিণ + য]।

দাখিল [ dākhila ] বিণ. বি. 1 পেশ, উপস্হাপিত (নথিপত্র দাখিল হয়েছে); 2 সামিল, তুল্য (মরার দাখিল)। [আ. দাখিল্]। ̃ খারিজ বি. সরকারি রেকর্ডে ভূসম্পত্তির পুরোনো মালিকের নাম কেটে নতুন মালিকের নাম লেখা। দাখিলি বিণ. পেশ করা হয়েছে এমন।

দাখিলা [ dākhilā ] বি. (প্রধানত প্রজাকে জমিদারের দেওয়া) খাজনা প্রাপ্তির রসিদ বা স্বীকারপত্র। [আ. দাখিলা]।

দাগ [ dāga ] বি. 1 চিহ্ন, ছাপ (কালির দাগ); 2 মরচে, জং (লোহার দাগ ধরা); 3 কলঙ্ক (চরিত্রে কোনো দাগ পড়েনি); 4 রেখাঙ্কন (এইখানে দাগ দাও); 5 (আল.) মালিন্য, অভিমান (মনের দাগ সহজে যাবে না)। [ফা. দাগ্]। ̃ বিলি বি. জমি ও প্রজার বিবরণ।

দাগনি [ dāgani ] বি. যে-লোহা পুড়িয়ে গোরু-মোষের গায়ে দাগ দেওয়া হয়। [বাং. দাগ + নি]।

দাগ-রাজি [ dāga-rāji ] বি. 1 (ছাদ ইত্যাদির) ভাঙা বা ফাটা মেরামত; 2 জীর্ণসংস্কার। [ফা. দাগ্রাজী]।

দাগা1 [ dāgā1 ] ক্রি. 1 চিহ্ন দেওয়া (বইটা দাগিয়ে দাও); 2 অঙ্কিত করা (গায়ে হরিনাম দাগা); 3 চিহ্নিত করা (ষাঁড় দাগা); 4 বন্দুকের বা কামানের গোলা ছোড়া (কামান দাগা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [ফা. দাগ + বাং. আ]। ̃ নো ক্রি. চিহ্ন দেওয়া; অঙ্কিত করা; ছোড়ানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

দাগা2 [ dāgā2 ] বি. 1 আঘাত, মর্মবেদনা (মনে দাগা দেওয়া); 2 বিশ্বাসঘাতকতা, বঞ্চনা (লোকটা ভালোরকম দাগা দিয়ে গেছে)। [ফা. দগা]। ̃ দার বিণ. 1 অনিষ্টকারী; 2 কলঙ্কসৃষ্টিকারী; 3 বিশ্বাসঘাতক। ̃ দারি বি. 1 অনিষ্টকারী বা কলঙ্কসৃষ্টিকারী ব্যক্তি; 2 বিশ্বাসঘাতক। ̃ বাজ বিণ. বিশ্বাঘাতক, প্রতারক, শঠ। ̃ বাজি বি. প্রতারণা, জুয়াচুরি। দাগা বুলানো ক্রি. বি. হস্তলিপির উপর রেখা টেনে শিক্ষার্থীর লেখা অভ্যাস করা।

দাগি [ dāgi ] বিণ. 1 দাগযুক্ত (দাগি আম); 2 কলঙ্কযুক্ত, কলঙ্কিত; 3 পূর্বে দণ্ডপ্রাপ্ত, ঘাগি (দাগি চোর)। [বাং. দাগ + ই]।

দাঙ্গা [ dāṅgā ] বি. বহু লোকের দলবদ্ধ হয়ে মারামারি, কাজিয়া। [হি. দাংগা]। ̃ বাজ বিণ. দাঙ্গা করতে বা বাধাতে পটু, দাঙ্গা করতে বা বাধাতে অভ্যস্ত। ̃ হাঙ্গামা বি. বহু লোকের বা বিভিন্ন শ্রেণির মধ্যে ক্রমাগত মারামারি।

দাড়া [ dāḍ়ā ] বি. 1 বড় দাঁত বা হুল; 2 কাঁকড়া বা চিংড়ির দাঁতযুক্ত লম্বা ঠ্যাং। [সং. দাঢ়া]।

দাড়ি [ dāḍ়i ] বি. 1 চিবুক, থুতনি; 2 শ্মশ্রু, গাল ও চিবুকে চুল বা গজানো লোম। [সং. দাঢ়িকা]। ̃ য়াল, দেড়ে, দেড়েল বি. বিণ. (ঘন) দাড়িযুক্ত বা দাড়িযুক্ত ব্যক্তি। চাপদাড়ি চাপদাড়ি দ্রছাগলদাড়ি বি. (ব্যঙ্গে) ছাগলের দাড়ির মতো কেবল চিবুকে পাতলা দাড়ি।

দাড়িম, দাড়িম্ব [ dāḍ়ima, dāḍ়imba ] বি. ডালিম গাছ বা তার ফল। [সং. দাড়িম্ব]।

দাণ্ডা [ dāṇḍā ] বি. 1 ডাণ্ডা, লাঠি; 2 নৌকার দাঁড়। [সং. দণ়্ড]।

দাতব্য [ dātabya ] বিণ. 1 দেয়, দানযোগ্য; 2 দান করা বা বিনামূল্যে বিতরণ করা হয় এমন (দাতব্য ওষুধ)। ☐ বি. দান, বিলানো (আমি এখানে দাতব্য করতে বসিনি)। [সং. √ দা + তব্য]। দাতব্য চিকিত্সালয় যেখানে বিনামূল্যে রোগের চিকিত্সা হয়।

দাতা [ dātā ] (-তৃ) বিণ. 1 দানকারী, যে দান করে; 2 যে দেয় (অভয়দাতা, উত্তরদাতা, করদাতা); 3 বদান্য, দানশীল (দাতাকর্ণ); 4 সম্প্রদানকারী (কন্যাদাতা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ দা + তৃ]। স্ত্রী. দাত্রী। ̃ কর্ণ বি. (আল.) অতিশয় দানশীল ব্যক্তি। দাতৃত্ব বি. বদান্যতা, দানশীলতা।

দাত্যূহ [ dātyūha ] বি. 1 ডাহুক বা ডাক পাখি; 2 চাতক। [সং. দাতি (√ দা + ক্তিন্) + √ ঊহ্ + অ]।

দাত্র [ dātra ] বি. দা, কাটারি। [সং. √ দো + ত্র]।

দাত্রী [ dātrī ] দ্র দাতা

দাদ1 [ dāda1 ] বি. চাকার মতো গোলাকার ও চুলকানিযুক্ত চর্মরোগবিশেষ ringworm. [সং. দদ্রু]।

দাদ2 [ dāda2 ] বি. প্রতিশোধ। [ফা. দাদ্]। দাদ তোলা, দাদ নেওয়া ক্রি. বি. প্রতিশোধ নেওয়া।

দাদ-খানি [ dāda-khāni ] বি. (বাংলার সুলতান দাউদ খানের নামে প্রচলিত) অত্যুত্কৃষ্ট চালবিশেষ। [দাউদখান > দাদখান + বাং. ই]।

দাদন [ dādana ] বি. অগ্রিম প্রদত্ত মূল্য বা মূল্যের অংশ, আগাম দেওয়া টাকা, বায়না (নীলের দাদন)। [ফা. দাদন]। ̃. দার বি. দাদনদাতা। দাদনি বি. দাদন। ☐ বিণ. দাদন দেওয়া হয়েছে এমন (দাদনি চাষ)।

দাদরা [ dādarā ] বি. (সংগীতের) ছয় মাত্রার তালবিশেষ। [সং. দর্দুর]।

দাদা [ dādā ] বি. 1 জ্যেষ্ঠভ্রাতা, বড় ভাই; 2 ঠাকুরদাদা, পিতামহ বা মাতামহ; 3 পৌত্র দৌহিত্র প্রভৃতিকে বা বয়ঃকনিষ্ঠকে স্নেহসম্বোধন; 4 বয়োজ্যোষ্ঠ ব্যক্তিকে সম্মানসূচক সম্বোধন। [সং. তাত > তাদ, অথবা দায়াদ (পুত্র, জ্ঞাতি)-তু. তুর্. দাদা]। ̃ ঠাকুর বি. 1 পিতামহতুল্য ব্যক্তিকে সম্বোধন; 2 ব্রাহ্মণকে ব্রাহ্মণেতর ব্যক্তির সম্বোধন। ̃ বাবু বি. 1 বড় ভাইয়ের মতো শ্রদ্ধেয় ব্যক্তি; 2 (আঞ্চ.) বয়োজ্যেষ্ঠ ভাগিনীপতি। ̃ মশাই, ̃ মহাশয়, ̃ মশায় বি. মাতার পিতা বা পিতৃব্য। ̃ শ্বশুর বি. স্বামী বা পত্নীর পিতামহ বা মাতামহ।

দাদি [ dādi ] বি. (মুস. বা হি.) পিতামহী, মাতামহী। [হি. দাদী]।

দাদু [ dādu ] বি. 1 পিতামহ; 2 মাতামহ।[বাং. দাদা + উ (আদরে)]।

দাদু-পন্হী [ dādu-panhī ] বি. ভক্ত দাদু-র মতাবলম্বী বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ। [বাং. দাদু + পন্হী]।

দাদুর [ dādura ] বি. (সচ. কাব্যে) ভেক, ব্যাং। [সং. দর্দরি]। দাদুরি, (বর্জি.) দাদুরী বি. (স্ত্রী.) স্ত্রী ব্যাং ('মত্ত দাদুরী, ডাকে ডাহুকী': বিদ্যা.)।

দান1 [ dāna1 ] বি. পাত্র, আধার (আতরদান, পিকদান, বাতিদান)। [ফা. দান]।

দান2 [ dāna2 ] বি. 1 স্বত্ব ত্যাগ করে কাউকে অর্পণ বা বিতরণ (অন্নদান, বস্ত্রদান); 2 উত্সর্গ (গোদান, বলিদান); 3 সম্প্রদান (কন্যাদান); 4 ত্যাগ (দানব্রত); 5 দেওয়া (আশ্রয়দান); 6 দেওয়া হয়েছে এমন জিনিস, দত্তবস্তু (মহামূল্য দান); 7 পালা (এবার আমার দান); 8 পাশা ইত্যাদি খেলায় ছক ফেলা (দান দেওয়া); 9 তোলা বা হাটবাজারের মালিককে দেয় শুল্ক; 1 হাতির মদজল বা গণ্ডদেশ থেকে নির্গত রস; 11 শত্রুকে বশ করার উপায়বিশেষ ('সাম-দান-দণ্ড-ভেদ')। [সং. √ দা + অন]। ̃ খয়রাত বি. দানকর্ম, নানারকম দান। ̃ ধর্ম বি. দানশীলতারূপ ধর্ম বা মহত্ কর্ম বা পথ। ̃ ধ্যান বি. দান ও উপাসনা; দানব্রত ও ধর্মাচরণ। ̃ পত্র বি. স্বত্ব ত্যাগ করে কাউকে কিছু দান করার দলিল। ̃ বীর, ̃ শৌণ্ড বিণ. অতি দানশীল (দানবীর ব্যক্তি)। ̃ শীল বিণ. বদান্য স্বভাবযুক্ত। বি. ̃ শীলতা। ̃ সজ্জা, ̃ সামগ্রী বি. (বিবাহে) দানের জন্য সাজিয়ে রাখা দ্রব্যসামগ্রী। ̃ সত্র বি. দানশালা, যেখানে দান করা হয়। ̃ সাগর বি. 1 শ্রাদ্ধকর্তার ষোলোটি দান বা ষোড়শদান; 2 (আল.) প্রচুর দান; দত্তবস্তুর অসাধারণ প্রাচুর্য।

দানব [ dānaba ] বি. 1 (পুরাণে কশ্যপের পত্নী) দনুর পুত্র; 2 অসুর, দৈত্য। [সং. দনু + অ (অপত্যার্থে)]। স্ত্রী. দানবীদানবিক, দানবীয় বিণ. 1 দানব বা অসুরের মতো; 2 অত্যন্ত হিংস্র (দানবিক নিষ্ঠুরতা)। ̃ দলনী বি. (স্ত্রী.) অসুরবিনাশিনী দুর্গাদেবী। দানবারি বি. 1 দানবের শত্রু; 2 (দানবের শত্রু বলে) দেবতা; 3 দানবনিধনকর্তা; 4 বিষ্ণু।

দানা2 [ dānā2 ] বি. 1 ছোলা, মটর, কলাই প্রভৃতি শস্য বা তাদের বীজ; 2 বীজ, বীচি (ডালিমের দানা); 3 ক্ষুদ্র গুটিকার মতো গোলাকার পদার্থ (সাগুদানা, পোস্তর দানা); 4 মটরাকৃতি স্বর্ণগুটিকায় গ্রথিত কণ্ঠহারবিশেষ ('স্যাকর ডেকে মোহর কেটে গড়িয়ে দেব দানা'); 5 হারের গুটিকা; 6 ঘোড়া, গাধা প্রভৃতি জন্তুর খাদ্য (দানাপানি)। [ফা. দানা]। ̃ পানি বি. অন্নজল। ̃ দার বিণ. ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকায় গঠিত; দানাওয়ালা (দানাদার গুড়)। ☐ বি. দানাওয়ালা মিঠাইবিশেষ। [ফা. দানা + দার]।

দানি2 [ dāni2 ] বি. (প্রা. বাং.) হাটে বা পারঘাটে শুল্ক আদায়কারী, ঘাটোয়াল। [বাং. দান + ই]।

দানী [ dānī ] (-নিন্) বিণ. দানশীল। [সং. দান + ইন্]।

দানীয় [ dānīẏa ] বিণ. দানের যোগ্য। ☐ বি. দানের পাত্র বা বস্তু। [সং. √ দা + অনীয়]।

দানেচ্ছা [ dānēcchā ] বি. দান করার বা স্বত্ব ত্যাগ করে দেওয়ার ইচ্ছা। [সং. দান + ইচ্ছা]।

দানেশ-মন্দ [ dānēśa-manda ] বি. পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি। [ফা. দানিশ্-মন্দ্]। দানেশ-মন্দি বিণ. পাণ্ডিত্যপূর্ণ বা জ্ঞানগর্ভ (দানেশমন্দি রচনা)।

দানো [ dānō ] বি. 1 দানব -এর কথ্য রূপ (দত্যিদানো); 2 অপদেবতা। [সং. দানব > দানও]। দানোয় পাওয়া ক্রি. বি. (কুসংস্কারে) অপদেবতার প্রভাবে পড়া।

দান্ত [ dānta ] বিণ. 1 দমিত, সংযত; 2 জিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়কে বশে আনতে পেরেছেন; 3 তপস্যার কষ্ট সহ্য করতে পারে এমন। [সং. √ দম্ + ত]। দান্তি বি. দমন, শাসন; সংযম; ইন্দ্রিয়দমন; তপস্যার কষ্ট সহ্য করা।

দাপ [ dāpa ] বি. 1 অহংকার, গর্ব; 2 দাপট (গ্রীষ্মের দাপ); 3 দবদবা, প্রভাব (পায়ের দাপে মাটি কাঁপে)। [< সং. দর্প]।

দাপক [ dāpaka ] বি. যে দেওয়ায়। [সং. √ দা + ণিচ্ + অক]।

দাপট [ dāpaṭa ] বি. 1 তেজ, প্রচণ্ডতা, তীব্রতা (গ্রীষ্মের দাপট); 2 দর্পোদ্ধত স্বভাব, পরাক্রম (জমিদারের দাপট)। [বাং. দাপ + ট]।

দাপন [ dāpana ] বি. দান করানো। [সং. √ দা + ণিচ্ + অন]।

দাপা [ dāpā ] ক্রি. দাপানো, দাপাদাপি করা, অস্হিরভাবে বা ক্রোধিত হয়ে ছুটোছুটি করা। [বাং. দাপ + আ]। ̃ দাপি বি. 1 এমনভাবে ছুটোছুটি যাতে পায়ের শব্দ হয়, জোর পদশব্দ করে ছুটোছুটি; 2 অস্হিরভাবে ছুটোছুটি। ̃ নো ক্রি. 1 আস্ফালন করা; 2 ছটফট করা; 3 দাপাদাপি করা (দাপিয়ে বেড়ানো)। ☐ বি. উক্ত সব অর্থে। ̃ নি বি. দাপাদাপি।

দাপিত [ dāpita ] বিণ. 1 দান করানো হয়েছে এমন; 2 জরিমানা দিতে বাধ্য করা হয়েছে এমন। [সং. √ দা + ণিচ্ + ত]।

দাব1 [ dāba1 ] বি. 1 প্রচণ্ড চাপ; 2 শাসন, দমন (দাবে রাখা); 3 তাড়না, ভর্ত্সনা, তিরস্কার। [হি. দাব্]।

দাব2 [ dāba2 ] বি. 1 বন (দাবানল); 2 বনের আগুন, বনাগ্নি; 3 আগুন; 4 তাপ।[সং. √ দু + অ]। ̃ দগ্ধ বিণ. বনাগ্নিতে দগ্ধ হয়েছে এমন। ̃ দাহ বি. 1 বনাগ্নির তাপ; 2 (আল.) তীব্র দাহরূপ যন্ত্রণা।

দাবড়া [ dābaḍ়ā ] ক্রি. দাবড়ানো, ধমক দেওয়া। [তু. দাপ]। ̃ নো ক্রি. 1 ধমক দেওয়া (খুব দাবড়ে দিয়েছি); 2 ভয় দেখানো; 3 পিছনে ধাওয়া করা। ☐ বি. উক্ত সব অর্থে। ̃ নি, দাব়ড়ি বি. ধমক. ভয়প্রদর্শন; তাড়া।

দাবনা [ dābanā ] বি. 1 ঊরুর মাংসল অংশ; 2 ঊরু। [দেশি]।

দাবা1 [ dābā1 ] ক্রি. 1 দমন করা, চেপে রাখা (দাবিয়ে রাখা); 2 চাপা, টেপা (পা দাবা)। ☐ বি. উক্ত দুই অর্থে। [দাপ দ্র]। ̃ নো ক্রি. 1 দমন করা (শত্রুকে দাবিয়ে রাখা); 2 টেপা বা টেপানো (পা দাবানো); 3 জোরে চাপ দিয়ে নিচু করা (মাটি দাবানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

দাবা2 [ dābā2 ] বি. 1 শতরঞ্জ খেলা; 2 ওই খেলার ঘুঁটিবিশেষ, মন্ত্রী। [দেশি]।

দাবাগ্নি, দবানল [ dābāgni, dabānala ] বি. বনের গাছে গাছে ঘর্ষণের ফলে যে আগুনের সৃষ্টি হয়। [সং. দাব2 + অগ্নি, অনল]।

দাবাড়ু, দাবাড়ে [ dābāḍ়u, dābāḍ়ē ] বি. শতরঞ্জ বা দাবা খেলোয়াড় বা ওই খেলায় পটু ব্যক্তি। [বাং. দাবা2 + ড়িয়া < ড়ে, ড়ু]।

দাবানো [ dābānō ] দ্র দাবা1

দাবা-বড়ে, দাবা-বোড়ে [ dābā-baḍ়ē, dābā-bōḍ়ē ] বি. দাবা খেলা বা ওই খেলার ঘুঁটি। [বাং. দাবা2 + বড়ে (সং. বটিকা)]।

দাবি [ dābi ] বি. 1 অধিকার, স্বত্ব (এ জমিতে তার কোনো দাবি নেই); 2 অধিকার, চাহিদা বা ন্যায্য পাওনা সম্পর্কে ঘোষণা (এ দাবি তুমি করতে পার না)। [আ. দাআবী]। ̃ দাওয়া বি. অধিকার ও তত্সম্পর্কিত ঘোষণা; অভাব-অভিযোগ। ̃ দার বি. বিণ. ওয়ারিশ; যে দাবি করে; দাবিসম্পন্ন লোক। ̃ পত্র বি. দাবি বা অধিকার সংবলিত পত্র বা নথি।

দাম1 [ dāma1 ] (-মন্) বি. দড়ি, বন্ধনরজ্জু (দামোদর); 2 রেখা, ছটা (বিদ্যুদ্দাম); 3 মালা (কুসুমদাম); 4 গুচ্ছ (কেশদাম); 5 শৈবাল, দল, জলজ উদ্ভিদবিশেষ। [সং. √ দো + মন্]।

দাম2 [ dāma2 ] বি. 1 মূল্য, দর (জিনিসপত্রের দাম); 2 মর্যাদা, গুরুত্ব (তার কথার দাম নেই)। [সং. দ্রস্ম তু. গ্রি. drachma]।

দামড়া [ dāmaḍ়ā ] বি. 1 ছিন্নমুষ্ক ষণ্ড, মুষ্কহীন ষাঁড়; 2 বলদ; 3 শিশু বৃষ। [< সং. দম্য (বাছুর)]।

দামা-দামি [ dāmā-dāmi ] বি. দাম নিয়ে বোঝাপড়া, দর কষাকষি। [বাং. দাম + (আ) + দাম + ই]।

দামামা [ dāmāmā ] বি. ঢাকজাতীয় প্রাচীন রণবাদ্যবিশেষ। [ফা. দামামহ্]।

দামাল [ dāmāla ] বিণ. দুর্দান্ত, অতি দুরন্ত বা অশান্ত (দামাল ছেলে)। [বাং. তু. সং. দুর্দম]।

দামি [ dāmi ] বিণ. 1 মূল্যবান (দামি পাথর); 2 মর্যাদাবান, গুরুত্বপূর্ণ (দামি কথা)। [বাং. দাম2 + ই]।

দামিনী [ dāminī ] বি. (স্ত্রী.) বিদ্যুত্ ('দিশি দিশি সচকিত, দামিনী চমকিত': রবীন্দ্র)। [সং. দামন্ + ইন্ + ঈ (স্ত্রী)]।

দামোদর [ dāmōdara ] বি. 1 (শৈশবে দুরন্তপনার জন্য যশোদা উদরে অর্থাত্ কোমরে দাম বা দড়ি বেঁধে রাখতেন বলে) শ্রীকৃষ্ণ; 2 বিষ্ণু; 3 পশ্চিমবঙ্গের নদীবিশেষ। [সং. দামন্ + উদর]।

দাম্পত্য [ dāmpatya ] বিণ. দম্পতিবিষয়ক। ☐ বি. 1 দম্পতির অবস্হা; 2 স্বামী-স্ত্রীর সম্পর্ক। [সং. দম্পতি + য]।

দাম্ভিক [ dāmbhika ] বিণ. দম্ভপ্রকাশকারী; গর্বিত, অহংকারী। [সং. দম্ভ + ইক]। বি. ̃ তা

দায়1 [ dāẏa1 ] বি. পৈতৃক ধন, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি (দায়ভাগ)। [সং. √দা + অ]। ̃ ভাগ বি. জীমূতবাহনকৃত পৈতৃক ধনের বিভাগসম্পর্কিত প্রাচীন আইনগ্রন্হবিশেষ।

দায়2 [ dāẏa2 ] বি. 1 সংকট, বিপদ (দায়ে ঠেকেছে); 2 গরজ, প্রয়োজন (পেটের দায়ে, দায়টা আমারই); 3 গুরুতর কর্তব্যের ভার (কন্যাদায়, পিতৃদায়); 4 দায়িত্ব, ঝুঁকি (অপরের দায় ঘাড়ে নেওয়া); 5 অভিযোগ (ডাকাতির দায়ে গ্রেপ্তার হয়েছে)। [সং. দায় > বাং. অর্থান্তরে]। ̃ সারা বি. বিণ. অবহেলা বা অবহেলাপূর্ণ; অসহযোগিতা বা অসহযোগিতাপূর্ণ (দায়সারা কাজ)। দায়ে ঠেকা, দায়ে পড়া ক্রি. বি. বিপদে পড়া; প্রয়োজনের চাপে পড়া (দায়ে পড়া টাকা দিতে হল)।

দায়ক [ dāẏaka ] বিণ. (সমাসে পরপদরূপে) দাতা, যে দেয়, (কষ্টদায়ক, আরামদায়ক)। [সং. √ দা + অক]। বিণ. স্ত্রী. -দায়িকা, -দায়িনী

দায়-গ্রস্ত [ dāẏa-grasta ] বিণ. 1 বিপদে বা মুশকিলে পড়েছে এমন; 2 কর্তব্যভারে ক্লিষ্ট (কন্যাদায়গ্রস্ত); 3 দেনাদার, ঋণগ্রস্ত। [বাং. দায়2 + গ্রস্ত]।

দায়-বদ্ধ [ dāẏa-baddha ] বিণ. কর্তব্য পালনের দায়িত্ব আছে এমন (সমাজের প্রতি দায়বদ্ধ)। [বাং. দায়2 + বদ্ধ]।

দায়ভাগ [ dāẏabhāga ] দ্র দায়1

দায়রা [ dāẏarā ] বি. উচ্চ ফৌজদারি আদালত, সেশন কোর্ট, (পরি) দণ্ডসত্র। [ফা. দায়রা]। ̃ জজ বি. সেশন কোর্টের বিচারক। ̃ সোর্পদ, ̃ সোপরদ্দ বিণ. সেশন কোর্টে বিচারের জন্য প্রেরিত।

দায়সারা [ dāẏasārā ] দ্র দায়2

দায়াদ [ dāẏāda ] বি. 1 উত্তরাধিকারের দাবিপত্র; 2 পুত্র; 3 পৈতৃক ধনের অধিকারী; 4 জ্ঞাতি। [সং. দায় + আ + √ দা + অ]। দায়াদী বি. (স্ত্রী.) 1 কন্যা; 2 উত্তরাধিকারিণী ☐ বিণ. উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত।

দায়িক [ dāẏika ] বিণ. 1 দায়ী (তার দুর্ভাগ্যের জন্য আমি দায়িক নই); 2 ঋণগ্রস্ত, খাতক; 3 জিম্মাদার। [বাং. দায়ী1 + ক (স্বার্থে)]।

দায়িকা [ dāẏikā ] দ্র দায়ক

দায়িত্ব [ dāẏitba ] দ্র দায়ী

দায়ী [ dāẏī ] (-য়িন্) বিণ. 1 দায়ক, প্রদানকারী (কষ্টদায়ী জীবনদায়ী); 2 (বাং. বিশেষ অর্থ) ঝুঁকি বা দায়িত্ব বর্তেছে এমন (এই কাজের জন্য আমি দায়ী নই); 3 দায়িক, অপরাধী (এই ভুলের জন্য কে দায়ী?); 4 জবাবদিহি করতে বাধ্য এমন। [সং. দায় + ইন]। দায়িত্ব বি. 1 দানকারিতা, দাতৃত্ব; 2 কর্তব্যভার (দায়িত্বপালন, সামাজিক দায়িত্ব); 3 ঝুঁকি (কাজের দায়িত্ব); 4 ভুলের বা অপরাধের দায়। দায়িত্ব-জ্ঞান বি. কর্তব্য সম্বন্ধে সচেতনতা। দায়িত্ব-বোধ দায়িত্বজ্ঞান -এর অনুরূপ। দায়িনী বিণ. (স্ত্রী.) প্রদানকারিণী।

দায়ের [ dāẏēra ] বিচারের জন্য উপস্হাপিত, রুজু (মামলা দায়ের করা)। [ফা. দাএর]।

দার1 [ dāra1 ] বি. পত্নী (অকৃতদার, মৃতদার)। [সং. √ দৃ + অ]। ̃ কর্ম, ̃ গ্রহণ, ̃ পরিগ্রহ, ̃ পরিগ্রহ বি. বিবাহ।

দার2 [ dāra2 ] বিণ. (তদ্ধিত প্রত্যয়বিশেষ) 1 যুক্ত (জরিদার, চুড়িদার); 2 দায়ক, সৃষ্টি করে বা উত্পন্ন করে এমন (মজাদার); 3 মালিক (জমিদার, আড়তদার); 4 অধিকারী (পাওনাদার); 5 অধ্যক্ষ (থানাদার); 6 দায় বা দায়িত্ব আছে এমন (দেনাদার)। [ফা.দার]। ̃ দারি বি. বৃত্তিসূচক বাংলা তদ্ধিত প্রত্যয়বিশেষ (দোকানদারি, তবিলদারি)।

দারক [ dāraka ] বি. 1 পুত্র; 2 বালক। ☐ বিণ. বিদারক।[সং. √ দৃ + অক]। দারিকা বি. (স্ত্রী.) কন্যা। ☐ বিণ. (স্ত্রী.) বিদারণ করে এমন।

দারগ্রহণ [ dāragrahaṇa ] দ্র দার1

দার-চিনি [ dāra-cini ] বি. মশলারূপে ব্যবহৃত গাছবিশেষের সুগন্ধযুক্ত ও মিষ্টি স্বাদের ছাল। [ফা. দারচীনা]।

দারা [ dārā ] বি. দার 1-এর চলিত বাংলা রূপ ('দারাপুত্র পরিবার তুমি কার': হেম.)।

দারি [ dāri ] দ্র দার 2

দারিকা [ dārikā ] দ্র দারক

দারিত [ dārita ] বিণ. বিদারণ করা হয়েছে এমন, বিদারিত, দীর্ণ। [সং. √ দৃ + ণিচ্ + ত]।

দারিদ্র, দারিদ্র্য [ dāridra, dāridrya ] বি. 1 দরিদ্র অবস্হা, দারিদ্রতা, অভাব-অনটন (এ দেশের দারিদ্র আর কবে ঘুচবে?); 2 দীনতা। [সং. দরিদ্র + অ, য]।

দারী [ dārī ] (-রিন্) বিণ. বিদারণ করে এমন, বিদারণকারী (তমসাদারী, রিপুদারী)। স্ত্রী. দারিণী। [সং. √ দৃ + ই + ইন্]।

দারু1 [ dāru1 ] বি. মদ। [ফা. দারু]।

দারু2 [ dāru2 ] বি. কাঠ (দারুময়, দারুশিল্পী)। [সং. √ দৃ + উ]। ̃ পাত্র বি. কাঠের তৈরি পাত্র। ̃ ব্রাহ্ম বি. জগন্নাথদেবের কাঠের মূর্তি। ̃ ময় বিণ. কাঠের তৈরি। ̃ শিল্পী বি. কাঠের দ্রব্য তৈরি করে এমন কারিগর।

দারুচিনি [ dārucini ] (দারু2 -এর প্রভাবে) দারচিনি -র রূপভেদ।

দারুণ [ dāruṇa ] বিণ. 1 অতিশয় (দারুণ খিদে); 2 ভীষণ (দারুণ রাগ, দারুণ ভয়); 3 প্রবল (দারুণ ঝ়ড়, দারুণ জ্বর); 4 তীব্র, উগ্র (দারুণ রোদ, 'দারুণ অগ্নিবাণে রে': রবীন্দ্র); 5 অসহ্য ('কান্ত পাহুন কাম দারুণ': বিদ্যা); 6 কঠিন, দুর্জয় (দারুণ সংকল্প); 7 নিষ্ঠুর, নৃশংস (দারুণ পীড়ন, দারুণ বাক্য, দারুণ যন্ত্রণা)। ☐ বিণ-বিণ. খুব (দারুণ ভালো)। ☐ ক্রি-বিণ. 1 প্রবল পরাক্রমে (দারুণ খেলেছে); 2 চমত্কার (আজ দারুণ খেয়েছি)। [সং. √ দৃ + ণিচ্ + উন]।

দারুব্রহ্ম, দারুময়, দারুশিল্পী [ dārubrahma, dārumaẏa, dāruśilpī ] দ্র দারু2

দারোগা [ dārōgā ] বি. থানার ভারপ্রাপ্ত পুলিশ-কর্মচারী; পুলিশের সাব-ইন্স্পেক্টর। [তুর.]।

দার্ঢ্য [ dārḍhya ] বি. 1 দৃঢ়তা, অনমনীয়তা; 2 স্হৈর্য; 3 কাঠিন্য। [সং. দৃঢ় + য]।

দার্শনিক [ dārśanika ] বিণ. 1 দর্শনশাস্ত্রজ্ঞ; 2 দর্শনশাস্ত্রসম্বন্ধীয় (দার্শনিক তত্ত্ব); 3 চিন্তাশীল; 4 দর্শনশাস্ত্রজ্ঞসুলভ (দার্শনিক মতিগতি)। ☐ বি. দর্শনশাস্ত্রে অভিজ্ঞ ব্যক্তি। [সং. দর্শন + ইক]। ̃ তা বি. 1 দার্শনিকের ভাব; 2 চিন্তাশীলতা; 3 দর্শনশাস্ত্রজ্ঞের মতো মতিগতি; 4 (প্রধানত ব্যঙ্গে) অত্যধিক চিন্তাশীলতা।

দালান [ dālāna ] বি. 1 ইট ইত্যাদি দিয়ে নির্মিত পাকা বাড়ি; 2 ঢাকা বারান্দা বা মণ্ডপ (পুজোর দালান); 3 ঘরের সংলগ্ন ঘেরা বারান্দা, দরদালান। [ফা. দালান]। ̃ কোঠা বি. পাকা বাড়ি। দালান দেওয়া ক্রি. বি. পাকা ইমারত বা বাড়ি তৈরি করা।

দালাল [ dālāla ] বি. 1 ব্যাবসাবাণিজ্য, ক্রয়-বিক্রয় ইত্যাদিতে যে ব্যক্তি মধ্যস্হের কাজ করে; 2 (নিন্দায়) অযৌক্তিকভাবে কারও পক্ষ অবলম্বনকারী বা পক্ষসমর্থনকারী (সরকারের দালাল, মালিকের দালাল)। [আ. দলাল]। দালালি বি. 1 দালালের বৃত্তি বা কাজ; 2 দালালের প্রাপ্য পারিশ্রমিক (দালালির টাকা); 3 (নিন্দায়) অন্যায়ভাবে মধ্যস্হতা বা পক্ষসমর্থন।

দালিয়া [ dāliẏā ] বি. গমের সুজি, গম পিষে প্রস্তুত সুজির মতো খাদ্যবিশেষ। [সং. দালডাল1 দ্র]।

দাশ [ dāśa ] বি. ধীবর, জেলে। [সং. √ দাশ্ + অ]। ̃ কন্যা, ̃ নন্দিনী বি. (স্ত্রী.) বেদব্যাসের জননী ও ধীবরকন্যা সত্যবতী।

দাশরথি, দাশরথ [ dāśarathi, dāśaratha ] বি. দশরথের পুত্র অর্থাত্ রামচন্দ্র ও তাঁর ভ্রাতারা। [সং. দশরথ + (অপত্য অর্থে) ই, অ]।

দাস [ dāsa ] বি. 1 ভৃত্য, চাকর; 2 ক্রীতদাস (দাস ব্যবসায়); 3 জেলে, কৈবর্ত, দাশ; 4 শূদ্র; 5 অনার্য জাতি; 6 অধীন বা অনুগত ব্যক্তি (দাসানুদাস, অবস্হার দাস)। [সং. √দাস্ + অ]। বি. স্ত্রী. দাসী। ̃ খত বি. দাসত্ব বা ক্রীতদাসত্ব স্বীকারের দলিল। ̃ ত্ব বি. ভৃত্যের কাজ; পরাধীনতা। ̃ প্রথা, ̃ ত্ব-প্রথা বি. ক্রীতদাস-ক্রীতদাসী রাখার প্রথা। ̃ ব্যবসায়, ̃ ব্যাবসা বি. নরনারীকে আজীবন ও বংশানুক্রমে ক্রীতদাসরূপে ক্রয়-বিক্রয়। ̃ মনোভাব বি. দাসসুলভ পরনির্ভরতা ও আত্মসম্মানবোধের অভাব। দাসানু-দাস বি. গোলামের গোলাম অর্থাত্ একান্ত অনুগত ব্যক্তি। দাসেয় বি. দাসীর গর্ভজাত প্রভুপুত্র। দাসের, দাসেরক বি. দাসীপুত্র।

দাস্ত [ dāsta ] বি. 1 মলনিঃসরণ, মলত্যাগ; 2 প্রচুর তরল মল নিঃসরণ, উদরাময়, পাতলা পায়খানা। [ফা. দস্ত্]।

দাস্য [ dāsya ] বি. 1 দাসের ভাব; 2 দাসের অবস্হা, দাসত্ব; 3 (বৈ. শা.) সেবকভাবে উপাসনা; 4 (বৈ. শা.) উপাস্যের প্রতি উপাসকের কিংবা সেব্যের প্রতি সেবকের কর্তব্য বা আচরণ (দাস্যভাব)। [সং. দাস + য]। ̃ বৃত্তি বি. চাকরি; গোলামি; দাসত্ব।

দাস্যা [ dāsyā ] বি. (স্ত্রী.) 1 শূদ্রার পদবি; 2 শূদ্রবিধবার পদবি। [সং. দাস্যাঃ]।

দাহ [ dāha ] বি. 1 দহন, জ্বলন (গৃহদাহ); 2 জ্বালা, উত্তাপজনিত জ্বালা ('জুড়াল রে দিনের দাহ': রবীন্দ্র); 3 শবদাহ, মৃতসত্কার (দাহকার্য সেরে ফিরল); 4 পোড়ানি যন্ত্রণা (গাত্রদাহ, অন্তর্দাহ)। [সং. √ দহ্ + অ]। ̃ বিণ. দহনকারী; যন্ত্রণাদায়ক। স্ত্রী. দাহিকা ̃ বি. দগ্ধ করা; সন্তাপন; সন্তাপ। বিণ. দাহিতদাহী (-হিন্) বিণ. দাহকারী।

দাহিকা [ dāhikā ] দ্র দাহ। দাহিকা শক্তি বি. পোড়াবার ক্ষমতা।

দাহিত [ dāhita ] বিণ. দাহ করা হয়েছে এমন। [সং. √ দহ্ + ণিচ্ + ত]।

দাহী [ dāhī ] দ্র দাহ

দাহ্য [ dāhya ] বিণ. 1 দহনযোগ্য; 2 সহজে জ্বলে উঠতে পারে এমন (দাহ্য বস্তু)। [সং. √ দহ্ + য]।

দি2 [ di2 ] পদান্তে দিদি -র রূপবিশেষ (ছোড়দি, বড়দি)।

দিওয়ানা [ diōẏānā ] বিণ. বি. বিবাগি, উদাসী, পাগল। [ফা. দিওয়ানা > হি. দীওয়ানা]।

দিক1 [ dika1 ] বিণ. বিরক্ত, জ্বালাতন (দিক করা)। [আ. দিক্]।

দিক2, (বর্জি.) দিক্ [ dika2, (barji.) dik ] বি. 1 উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম-ঈশান অগ্নি বায়ু র্নৈঋত ঊর্ধ্ব অধঃ-এই দশটির যেকোনোটি; 2 অভিমুখ (বাড়ির দিকে); 3 পার্শ্ব, পাশ (চার দিক); 4 অংশ, বিভাগ (বাড়ির ভিতর দিক); 5 পক্ষ, তরফ, দল (সে আমার দিকে থাকবে); 6 অঞ্চল, প্রদেশ (উত্তর দিকের লোক); 7 সীমা (ভারতের তিন দিকে সমুদ্র)। [সং. √ দিশ্ + ক্বিপ্]। ̃ চক্র বি. দিঙ্মণ্ডল, দিগ্বলয়। ̃ চক্র-বাল বি. আকাশপ্রান্ত, দিগন্তরেখা। ̃ দিগন্ত, দিগ্-দিগন্ত বি. সমস্ত দিক, চারিদিক; সমস্ত স্হান ('সুখে দুখে ভরি দিক্-দিগন্ত': রবীন্দ্র)। ̃ পতি, ̃ পাল বি. 1 ইন্দ্র অগ্নি যম র্নিঋতি বরুণ বায়ু কুবের ঈশান (বা শিব) ব্রহ্মা অনন্ত (বা নারায়ণ)-দশ দিকের এই দশ অধিদেবতা; 2 (আল.) মহিমান্বিত বা অতিপ্রভাবশালী ব্যক্তি। ̃ শূল বি. গ্রহনক্ষত্রের অশুভকর অবস্হানের জন্য কোনো বিশেষ দিকে যাওয়ার নিষেধ।

দিগকে [ digakē ] (সাধু.) 2য়া ও 4র্থীর বহুবচনের বিভক্তিবিশেষ (আমাদিগকে, বালকদিগকে)। [ফা. দিগর]।

দিগ্-গজ [ dig-gaja ] বি. 1 পূর্বাদিক্রমে অষ্টদিকে রক্ষক ঐরাবতসহ অষ্টহস্তী; 2 (প্রায়শ ব্যঙ্গে) মহাপণ্ডিত ব্যক্তি। ☐ বিণ. (ব্যঙ্গে) মস্ত বড় (দিগ্গজ পণ্ডিত)। [সং. দিক্ + গজ]।

দিগঙ্গনা [ digaṅganā ] বি. দিকসমূহের অধিষ্ঠাত্রী দিব্যাঙ্গনা, দিগ্বধু। [সং. দিক্ + অঙ্গনা]।

দিগ্-জ্ঞান [ dig-jñāna ] বি. 1 দিকসমূহের অবস্হান সম্বন্ধে বোধ; 2 (আল.) কাণ্ডজ্ঞান, সামান্য জ্ঞান (লোকটার কোনো দিগ্জ্ঞান নেই)। [সং. দিক্ + জ্ঞান]।

দিগ্-দর্শন [ dig-darśana ] বি. 1 দিক নির্ণয় বা প্রদর্শন; 2 অভিজ্ঞতা; 3 কোনো বিষয়ে বিস্তৃত আলোচনার পরিবর্তে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া, সংক্ষিপ্ত বর্ণনা। [সং. দিক্ + দর্শন]। ̃ যন্ত্র বি. দিক নির্ণয়ের যন্ত্র, কম্পাস। দিগ-দর্শী (-র্শিন্) বিণ. 1 দিক নির্ণয়কারী বা প্রদর্শনকারী; 2 কোনো বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা বা ইঙ্গিত প্রদানকারী। ☐বি. দিগ্দর্শন যন্ত্র।

দিগ্দিগন্ত [ digdiganta ] দ্র দিক2

দিগন্ত [ diganta ] বি. 1 দিকের সীমা; 2 দূর থেকে চেয়ে দেখলে যেখানে আকাশ ও পৃথিবী মিলিত হয়েছে বলে মনে হয়। [সং. দিক্ + অন্ত]। ̃ প্রসারী (-রিন্), ̃ বিস্তৃত, ̃ ব্যাপী (-পিন্) বিণ. বহুদূর বিস্তৃত; সুদূরপ্রসারী।

দিগন্তর [ digantara ] বি. 1 দিকের দূরত্ব; 2 ভিন্ন বা অন্য দিক ('দিক হতে ওই দিগন্তরে': রবীন্দ্র)। [সং. দিক্ + অন্তর]।

দিগ্বধূ, দিগ্বলয়, দিগ্বালিকা, দিগ্বিজয়, দিগ্বিদিক [ digbadhū, digbalaẏa, digbālikā, digbijaẏa, digbidika ] যথাক্রমে দিগ্বধূ, দিগ্বলয়, দিগ্বালিকা, দিগ্বিজয় ও দিগ্বিদিক -এর বানানভেদ।

দিগ্-ভোলা [ dig-bhōlā ] বিণ. বাহ্য বিষয়ে নিরাসক্ত বা উদাসীন; আত্মভোলা। [সং. দিক্ + বাং. ভোলা]।

দিগ্-ভ্রম, দিগ্-ভ্রান্তি [ dig-bhrama, dig-bhrānti ] বি. 1 দিক নির্ণয়ে ভুল বা অক্ষমতা; 2 (আল.) তাল ঠিক না রাখা। [সং. দিক্ + ভ্রম, ভ্রান্তি]। দিগ্-ভ্রান্ত বিণ. দিশাহারা।

দিগম্বর [ digambara ] বিণ. 1 দশ দিক যার অম্বর বা আবরণস্বরূপ; 2 উলঙ্গ, বিবস্ত্র। ☐ বি. 1 দিক্স্বরূপ বস্ত্র; 2 শিব; 3 জৈন সম্প্রদায়বিশেষ। [সং. দিক্ + অম্বর]। দিগম্বরী বিণ. (স্ত্রী.) বিবসনা। ☐ বি. শিবপত্নী কালিকাদেবী।

দিগ্ধ [ digdha ] বিণ. মিশ্রিত, লিপ্ত (বিষদিগ্ধ বাণ)। [সং. √ দিহ্ + ত]। স্ত্রী. দিগ্ধা

দিগ্বধূ, দিগ্-বধূ [ digbadhū, dig-badhū ] বি. দিগঙ্গনা, দিকসমূহের অধিষ্ঠাত্রী দেবী ('আঁধার মাখায় দিগ্বধূদের কেশে': নজবুল)।

দিগ্বলয়, দিগ্-বলয় [ digbalaẏa, dig-balaẏa ] বি. চক্রবাল, দিঙ্মণ্ডল, দিগন্ত। [সং. দিক্ + বলয়]।

দিগ্বসন, দিগ্বাস [ digbasana, digbāsa ] বিণ. 1 দিক যার বসন, দিগম্বর; 2 উলঙ্গ। ☐ বি. 1 দিক্রূপ বসন; 2 শিব। [সং. দিক্ + বসন, বাস]। দিগ্বসনা বিণ. (স্ত্রী.) বিবস্ত্রা। ☐ বি. কালী।

দিগ্বালা, দিগ্বালিকা, দিক্-বালিকা, দিগ্-বালিকা [ digbālā, digbālikā, dik-bālikā, dig-bālikā ] বি. দিক্রূপ বালিকা, দিগঙ্গনা ('আনমনা যেন দিক্বালিকার ভাসানো মেঘের ভেলা': রবীন্দ্র)। [সং. দিক্ + বালা, বালিকা]।

দিগ্বি়জয়, দিগ্-বিজয় [ digbi়jaẏa, dig-bijaẏa ] বি. (যুদ্ধ, পাণ়্ডিত্য প্রভৃতির দ্বারা) চতুর্দিক জয় করা। [সং. দিক্ + বিজয়]। দিগ্বিজয়ী (-য়িন্) বিণ. দিগ্বিজয়কারী।

দিগ্বিদিক, দিগ্-বিদিক [ digbidika, dig-bidika ] (-দিশ্) বি. 1 দিক ও দুই দিকের মধ্যবর্তী কোণ; 2 সর্বদিক; 3 গুরু-লঘু, হিতাহিত, ন্যায়-অন্যায় (লোকটার দিগ্বিদিক জ্ঞান নেই)। [সং. দিক্ + বিদিক্ (দ্ব.)]।

দিঘ [ digha ] বি. (আঞ্চ.) দৈর্ঘ্য (আড়েদিঘে)। ☐ বিণ. (প্রা. বাং.) দীর্ঘ। [< সং. দীর্ঘ]। ̃ বিণ. (সচ. কাব্যে) দীর্ঘ, লম্বাটে (দিঘল আঁখি)।

দিঘি, দীঘি [ dighi, dīghi ] বি. বড়ো পুষ্করিণী; সরোবর। [< সং. দীর্ঘিকা]।

দিঙ্-নাগ [ diṅ-nāga ] বি. 1 দিগ্গজ; 2 বিখ্যাত বৌদ্ধ দার্শনিক; 3 (ব্যঙ্গে) স্হূলদর্শী কঠোর সমালোচক। [সং. দিক্ + নাগ]।

দিঙ্-নির্ণয় [ diṅ-nirṇaẏa ] বি. কোনটি কোন দিক তা স্হির করা। [সং. দিক্ + নির্ণয়]। দিঙ্নির্ণয় যন্ত্র বি. যে যন্ত্রের দ্বারা নাবিকেরা দিক স্হির করে, দিগ্দর্শনযন্ত্র, কম্পাস।

দিঙ্-মণ্ডল [ diṅ-maṇḍala ] বি. চক্রবাল, দিগ্বলয়। [সং. দিক্ + মণ্ডল]।

দিঙ্-মূঢ [ diṅ-mūḍha ] বিণ. দিগ্ভ্রান্ত; কাণ্ডজ্ঞানহীন। [সং. দিক্ + মূঢ়]।

দিঠ, দিঠি [ diṭha, diṭhi ] বি. (কাব্যে) দৃষ্টি, চক্ষু, ('সবার দিঠি এড়ায়ে এলে': রবীন্দ্র)। [< সং. দৃষ্টি]।

দিত্সা [ ditsā ] বি. দান করার বা দেবার ইচ্ছা। [সং. √ দা + সন্ + আ]। দিত্সু বিণ. দান করতে বা দিতে ইচ্ছুক।

দিতি [ diti ] বি. কশ্যপমুনির পত্নী, দৈত্যদের মাতা। [সং. √ দো + তি]।

দিদা [ didā ] বি. 1 মাতামহী, মায়ের মা; 2 পিতামহী, বাবার মা। [দেশি]।

দিদি [ didi ] বি. 1 জ্যেষ্ঠা ভগিনী; 2 মাতামহী, পিতামহী বা তত্তুল্য স্ত্রীলোককে সম্বোধন; 3 পৌত্রী দৌহিত্রী বা তত্তুল্য কাউকে সম্বোধন। [দেশি-তু. তুর. দিদি]। ̃ ঠাকুরানি, ̃ ঠাকরুন বি. শ্রদ্ধেয় মহিলাকে সম্বোধন। ̃ মা বি. মাতামহী।

দিদৃক্ষা [ didṛkṣā ] বি. দেখার ইচ্ছা। [সং. √ দৃশ্ + সন্ + আ]। দিদৃক্ষ-মাণ বিণ. দেখছে এমন। দিদৃক্ষু বিণ. দেখতে ইচ্ছুক, দর্শনাভিলাষী।

দিন1 [ dina1 ] বি. ধর্ম (দিন-ই-ইলাহি)। [আ. দীন]।

দিন2 [ dina2 ] বি. 1 সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়; 2 দিবস, একবার সূর্যোদয় থেকে পুনরায় সূর্যোদয় পর্যন্ত সময় (=24ঘণ্টা সময়), দিবারাত্র (দিনে একবার খায়); 3 (জ্যোতিষ.) চান্দ্রমাসের ত্রিশ ভাগের এক ভাগ বা তিথি (=8 প্রহর)। ☐ ক্রি-বিণ. (আঞ্চ.) প্রতিদিন (দিন আনি দিন খাই, সে দিন বাজারে যায়)। দিন আসা ক্রি. বি. সুদিন আসা; সুযোগ আসা (আমারও দিন আসবে)। ̃. কর, ̃. নাথ, ̃. পতি, ̃. মণি বি. সূর্য। দিন কাটা ক্রি. দিন বা সময় অতিবাহিত হওয়া। ̃ কাল (আল.) বি. সময় ও অবস্হা (দিনকাল বড় খারাপ)। ̃ ক্ষণ বি. দিনের শুভ-অশুভ অবস্হা (দিনক্ষণ দেখে বাড়ি থেকে বেরিয়ো)। ̃ ক্ষয় বি. 1 তিথিক্ষয়, ত্র্যহস্পর্শ; 2 সন্ধ্যাকাল। ̃ গত পাপক্ষয় বি. প্রাত্যহিক জীবনযাত্রার নিত্যকর্ম, বিনা আনন্দে শুধু শুকনো কর্তব্যপালন। দিন গোনা ক্রি. বি. দীর্ঘকাল ধরে সাগ্রহে প্রতীক্ষা করা। দিন চলা ক্রি. বি. জীবনযাত্রার দৈনন্দিন খরচ জোগাড় হওয়া। ̃ দগ্ধা বি. (জ্যোতিষ.) বার ও তিথির যে মিলনে শুভকাজ নিষিদ্ধ। দিন-দিন ক্রি-বিণ. 1 দিনের বেলায়, প্রকাশ্যে। ̃ পত্রী বি. প্রতিদিনের বিবরণ লিখে রাখার খাতা, ডায়েরি। ̃ পাত, ̃ যাপন বি. কালযাপন, কাল কাটানো। দিন ফুরানো ক্রি. বি. 1 দিন বা সময় শেষ হওয়া; 2 আয়ু শেষ হওয়া। দিন যাওয়া দিন কাটা -র অনুরূপ। ̃ মজুরি বি. দিন হিসাবে পারিশ্রমিক নিয়ে জীবিকা নির্বাহ। ̃ মণি দ্র দিনকর। ̃ মান বি. দিবাভাগ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। ̃ রাত্রি বি. দিন ও রাত্রি। ☐ ক্রি-বিণ. সারা দিনে ও রাতে। ̃ লিপি বি. ডায়েরি, রোজনামচা। ̃ শেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা। দিনে ডাকাতি বি. 1 প্রকাশ্য দিবালোকে ডাকাতি; 2 (আল.) অত্যন্ত দুঃসাহসী কুকর্ম। দিনে দিনে ক্রি-বিণ. উত্তরোত্তর, ক্রমশ।

দিনাঙ্ক [ dināṅka ] বি. তারিখ; দিনসংখ্যা। [সং. দিন + অঙ্ক]।

দিনাতি-পাত [ dināti-pāta ] বি. দিন কাটানো, দিনযাপন। [সং. দিন + অতিপাত]।

দিনানুদিন [ dinānudina ] ক্রি-বিণ. প্রতিদিন; দিনের পর দিন। ☐ বি. (কাব্যে) দৈনন্দিনতা ('ওরা হেঁটে যায়..... দিনানুদিনের আলপথে': শ. ঘো.)। [সং. দিন + অনুদিন]।

দিনান্ত [ dinānta ] বি. দিনের শেষ। [সং. দিন + অন্ত]।

দিনার [ dināra ] বি. 1 আরবের স্বর্ণমুদ্রাবিশেষ; 2 আরব ও অন্য কোনো কোনো দেশের মুদ্রা। [আ. দীনার]।

দিনেমার [ dinēmāra ] বি. ডেনমার্কের অধিবাসী। [ফ. Danemark, ইং. Denmark]।

দিনেশ [ dinēśa ] বি. সূর্য। [সং. দিন + ঈশ]।

দিবস [ dibasa ] বি. 1 দিনমান, দিনভাগ (দিবসরজনী); 2 দিন, দিন ও রাত্রি (বহু দিবস কেটেছে). [সং. √ দিব্ + অস]।

দিবা [ dibā ] বি. দিনমান, দিনের বেলা (দিবালোকে, কিবা রাত কিবা দিবা)। ☐ ক্রি-বিণ. দিনমানে, দিনের বেলায় (দিবা দ্বিপহরে ঘুমানো)। [সং. √ দিব্ + আ]। ̃ কর, ̃ বসু বি. সূর্য। ̃ নিদ্রা বি. দিনের বেলায় ঘুম। ̃ নিশি, ̃ রাত্র, ̃ রাত্রি ক্রি-বিণ. দিনরাত, সারা দিনরাত; সর্বক্ষণ। ̃ ন্ধ বিণ. দিনের বেলা দেখতে পায় না এমন। ☐ বি. প্যাঁচা। ̃ ব-সান বি. দিনের শেষ, সন্ধ্যা। ̃ বিহার বি. দিনের বেলায় বা দুপুরের খেলা বা বিশ্রাম। ̃ ভাগ বি. দিনের বেলা। ̃ ভীত বি. প্যাঁচা। ̃ বসু দ্র দিবাকর। ̃ রাত্র দিবানিশি -র অনুরূপ। ̃ লোক বি. 1 দিনের আলো; 2 দিনমান, দিবাভাগ। ̃ স্বপ্ন বি. 1 দিবানিদ্রায় দেখা স্বপ্ন; 2 অলীক কল্পনা।

দিব্য [ dibya ] বিণ. 1 আকাশসম্বন্ধীয়; 2 স্বর্গীয় (দিব্যাস্ত্র); 3 অলৌকিক (দিব্য জীবন, দিব্য শক্তি); 4 মনোহর, সুন্দর (শিশুটি দিব্য দেখতে)।☐ বি. শপথ (দিব্য দেওয়া, দিব্য করা, আমার মাথার দিব্য রইল)। [সং. √ দিব্ + য]। ̃ চক্ষু (-ক্ষুস্), ̃ দৃষ্টি, ̃ নেত্র বি. অলৌকিক দৃষ্টিশক্তি বা অন্তর্দৃষ্টি যার দ্বারা অতীন্দ্রিয় বস্তু বা বিষয় বোঝা যায়। ̃ জ্ঞান বি. অতীন্দ্রিয় বস্তু বা বিষয় সম্বন্ধে জ্ঞান, পরম জ্ঞান। ̃ দর্শী (-র্শিন্) বিণ. দিব্যদৃষ্টিসম্পন্ন। ̃ দৃষ্টি-দিব্যচক্ষু র অনুরূপ। ̃ নারী, দিব্যাঙ্গনা বি. অপ্সরা। ̃ যোনি বি. পরমেশ্বর, ভগবান। ̃ রথ বি. শূন্যপথে অর্থাত্ আকাশে বিচরণ করতে পারে এমন রথ। ̃ লোক বি. স্বর্গ, দেবতাদের আবাসস্হল। ̃ দিব্যাঙ্গনা দ্র দিব্যনারীদিব্যাস্ত্র বি. দেবতাদের অস্ত্র, দেবতাদের তেজ বা শক্তিতে পূর্ণ অস্ত্র যথা ব্রহ্মাস্ত্র। দিব্যোদক বি. 1 বৃষ্টি; 2 শিশির।

দিব্যাঙ্গনা, দিব্যাস্ত্র [ dibyāṅganā, dibyāstra ] দ্র দিব্য

দিয়া, (চলিত ও কথ্য) দিয়ে [ diẏā, (calita ō kathya) diẏē ] অব্য. অনু. 1 দ্বারা, সাহায্যে (কাটারি দিয়ে কাটা); 2 মারফত (তার হাত দিয়ে পাঠিয়েছি); 3 সংযোগে, সহযোগে (চিনি না দিয়ে চা); 4 ধরে, বেয়ে (এই পথ দিয়ে যাও, সিঁড়ি দিয়ে ওঠো); 5 সঙ্গে, সহিত (মনোযোগ দিয়ে পড়ো)। [বাং. অনুসর্গ]।

দিয়াড়া [ diẏāḍ়ā ] বি. 1 দ্বীপ; 2 চর বা চড়া। [সং. দ্বীপ > দিয়া + বাং. ড়া (সাদৃশ্যার্থে)]।

দিয়াড়ি [ diẏāḍ়i ] বি. 1 প্রদীপ; 2 মশাল ('আসিল দিয়াড়ি হাতে রাজার ঝিয়ারি': রবীন্দ্র)। [< দিয়ালি < সং. দীপালি]।

দিয়ালা [ diẏālā ] দ্র দেয়ালা

দিয়াশলাই, দেশলাই [ diẏāśalāi, dēśalāi ] বি. ঘষে আগুন জ্বালবার জন্য মাথায় বারুদ-দেওয়া সরু কাঠি ও তার বাক্স। [সং. দীপশলাকা]।

দিয়ে দেওয়া [ diẏē dēōẏā ] দ্র দেওয়া

দিল1 [ dila1 ] 'দেওয়া' ক্রিয়ার সাধারণ অতীত কালের রূপ (কাজে মন দিল)।

দিল2 [ dila2 ] বি. 1 মন, হৃদয় (লোকটার দিলটা ভালো); 2 দরাজ হৃদয়, মহাপ্রাণতা, উদারতা (লোকটার দিল আছে)। [ফা. দিল্]। ̃ খুশ, ̃ খোশ বিণ. 1 প্রফুল্লহৃদয়; 2 মনোরম, মনকে খুশি করে এমন। ̃ খোলসা, ̃ খোলা বিণ. অকপট, মন খোলা যার। ̃ দরিয়া বিণ. যার হৃদয় দরিয়ার মতো অর্থাত্ বড় নদী বা সমুদ্রের মতো উদার, বদান্য, উদারহৃদয়। ̃ দার বিণ. 1 মহানুভব, উদারহৃদয়; 2 প্রেমিক। ☐ বি. প্রেমিক।

দিল্লিকা ল়ড্ডু [ dillikā l়ḍḍu ] বি. 1 দিল্লিতে তৈরি মিঠাইবিশেষ; 2 (আল.) যে বস্তু পেলে লোকে নিরাশ বা অনুতপ্ত হয়, আবার না পেলেও হতাশ হয়। [হি.]।

দিশ [ diśa ] বি. (প্রা. বাং. ও ব্রজ.) দিক। [সং. দিশ্]। ̃ পাশ বি. 1 কূলকিনারা (কোনো দিশপাশ পাচ্ছি না); 2 শৃঙ্খলা (কাজের কোনো দিশপাশ নেই)।

দিশা, দিশে [ diśā, diśē ] বি. 1 দিক (দিশাহারা, 'সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে': রবীন্দ্র); 2 ঠিক দিক, হদিশ (দিশা পাচ্ছি না)।[সং. √ দিশ্ + ক্বিপ্ + আ]। ̃ রি বিণ. সঠিক দিক দেখায় এমন, দিগ্দর্শক; পথপ্রদর্শক। ̃ হারা বিণ. 1 দিগ্ভ্রান্ত; 2 (আল.) কিংকর্তব্যবিমূঢ়।

দিশারি [ diśāri ] দ্র দিশা

দিশি1 [ diśi11 দিক; 2 চারিদিক ('অন্ধকারে ঢাকে দিশি': রবীন্দ্র)। [সং. দিশ্ + 7মীর 1 বচন]। ̃ দিশি বি. ক্রি-বিণ. দিকে দিকে, সব দিকে ('দিশিদিশি গেল মিশি অমানিশি দূরে': রবীন্দ্র)।

দিস্তা, (কথ্য) দিস্তে [ distā, (kathya) distē ] বি. বিণ. 1 (কাগজের) চব্বিশটি (দুই দিস্তা কাগজ); 2 24টি বা 24খানা; 3 প্রচুরসংখ্যক (দিস্তা দিস্তা লুচি ভাজা হচ্ছে)। ☐ বি. মুষল (হামানদিস্তা)। [ফা. দস্তা]।

দীক্ষক [ dīkṣaka ] বিণ. 1 দীক্ষাদানকারী; 2 গুরু, শিক্ষক। [সং. √ দীক্ষ্ + অক]।

দীক্ষণীয় [ dīkṣaṇīẏa ] বিণ. দীক্ষাদানের যোগ্য, দীক্ষার যোগ্য। [সং. √ দীক্ষ্ + অনীয়]।

দীক্ষা [ dīkṣā ] বি. 1 ইষ্টমন্ত্রদান, মন্ত্রগ্রহণ, গুরুর কাছ থেকে প্রাপ্ত মন্ত্র বা উপদেশ (কোন গুরুর কাছে দীক্ষা নিয়েছ?); 2 কোনো উচ্চ আদর্শে বা সংকল্পসাধনে আত্মোত্সর্গ (দেশসেবার মন্ত্রে দীক্ষা); 3 উপদেশ, শিক্ষা ('অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু': রবীন্দ্র); 4 নিয়ম, সংস্কার বা ব্রতপালন। [সং. √ দীক্ষ্ + অ + আ]। ̃ গুরু বি. যিনি দীক্ষা দেন। দীক্ষিত বিণ. দীক্ষা লাভ করেছে এমন (ত্যাগের মন্ত্রে দীক্ষিত)।

দীঘ, দীঘল, দীঘি [ dīgha, dīghala, dīghi ] যথাক্রমে দিঘ, দিঘল ও দিঘি -র বানানভেদ।

দীধিতি [ dīdhiti ] বি. 1 কিরণ, আলোক; 2 ন্যায়গ্রন্হবিশেষ। [সং. √ দীধী + তি]।

দীন2 [ dīna2 ] বিণ. 1 অত্যন্ত অভাবগ্রস্ত, দরিদ্র (দীনদুঃখী মানুষ); 2 কাতর, দুঃখী ('দীন নয়নে তুমি চেয়ো না': রবীন্দ্র); 3 হীন। ☐ বি. দীন ব্যক্তি, দরিদ্র বা দুঃখী মানুষ ('দীনের তিনি সদা শরণ ঠাঁই')। স্ত্রী. দীনা। বি. ̃ তা, দৈন্য। ̃ দরিদ্র বিণ. অত্যন্ত দরিদ্র। ̃ দুঃখী বিণ. বি. অত্যন্ত দরিদ্র এবং দুঃখী। ̃ নাথ, ̃ বন্ধু, ̃ শরণ বিণ. দীনজনের আশ্রয়দাতা বা সহায়। ☐ বি. ভগবান। ̃ হীন বিণ. অতি দরিদ্র; অত্যন্ত দুঃখী।

দীনেশ [ dīnēśa ] বি. দীনজনের বা দুঃখীর আশ্রয় বা সহায়, দীননাথ, ভগবান। [সং. দীন + ঈশ]।

দীপ [ dīpa ] বি. প্রদীপ, বাতি। [সং. √ দীপ্ + অ]। ̃ পুঞ্জ, ̃ মালা বি. প্রদীপের শ্রেণি বা সারি। ̃ বর্তিকা বি. 1 প্রদীপের বাতি; 2 সলতে। ̃ শলাকা বি. দেশলাইয়ের কাঠি। ̃ শিখা বি. প্রদীপের শিখা বা শিষ। ̃ শ্রেণি দীপমালা -র অনুরূপ।

দীপক [ dīpaka ] বিণ. 1 শোভাকর, দীপ্তিদায়ক; 2 প্রজ্বালক; 3 উদ্দীপক, উত্তেজক; 4 প্রকাশক, প্রকাশিত করে এমন। ☐ বি. 1 প্রদীপ (রঘুকুলদীপক); 2 সংগীতের রাগবিশেষ। [সং. √ দীপ্ + অক]।

দীপন [ dīpana ] বি. 1 দীপ্ত করা, আলোকিত করা; 2 প্রজ্বলিত করা, প্রজ্বালন; 3 উদ্দীপন, উদীপ্ত করা; 4 জঠরানল বর্ধন, ক্ষুধার বৃদ্ধি। ☐ বিণ. দীপক। [সং. √ দীপ্ + অন]। দীপনীয় বিণ. দীপ্ত করতে হবে বা করা আবশ্যক এমন, দীপনযোগ্য, দীপ্য।

দীপপুঞ্জ, দীপবর্তিকা, দীপমালা, দীপশলাকা, দীপশিখা [ dīpapuñja, dīpabartikā, dīpamālā, dīpaśalākā, dīpaśikhā ] দ্র দীপ

দীপাধার [ dīpādhāra ] বি. প্রদীপ রাখার পাত্র, দেরকো, পিলশুজ। [সং. দীপ + আধার]।

দীপান্বিতা [ dīpānbitā ] বি. (স্ত্রী.) 1 দেওয়ালি উত্সব; 2 কার্তিকী অমাবস্যা-যেদিন রাত্রে বাঙালিরা কালীপুজো এবং অবাঙালিরা গৃহে আলোকসজ্জা করে। ☐ বিণ. (স্ত্রী.) আলোকযুক্তা (দীপান্বিতা নগরী)। [সং. দীপ + অন্বিত + আ. (স্ত্রী.)]।

দিপাবলি [ dipābali ] দ্র দীপালি

দীপালি, দীপালী, দীপাবলি [ dīpāli, dīpālī, dīpābali ] বি. 1 দেওয়ালি, কালীপূজার রাত্রে দীপমালাসজ্জিত উত্সব; 2 প্রদীপসমূহ। [সং. দীপ + আলি, আলী, আবলি]।

দীপিকা [ dīpikā ] বি. (স্ত্রী) 1 জ্যোত্স্না; 2 প্রদীপ; 3 সংগীতের রাগিণীবিশেষ; 4 গ্রন্হাদির টীকা বা ব্যাখ্যা যা গ্রন্হের বিষয়বস্তুর উপর আলোকপাত করে (সাংখ্যদীপিকা)। ☐ বিণ. (স্ত্রী.) দীপ্তকারিণী; প্রজ্বালিকা। [সং. দীপক + আ]।

দীপিত [ dīpita ] বিণ. 1 প্রজ্বালিত, জ্বালা হয়েছে এমন; 2 উদ্ভাসিত, আলোকিত; 3 প্রকাশিত; 4 উদ্দীপিত, উত্তেজিত। [সং. √ দীপ্ + ণিচ্ + ত]।

দীপোত্সব [ dīpōtsaba ] বি. প্রদীপের আলোয় গৃহাদি আলোকিত বা সজ্জিত করার উত্সব, দেওয়ালি, দীপান্বিতা। [সং. দীপ + উত্সব]।

দীপ্ত [ dīpta ] বিণ. 1 জ্বলন্ত, জ্বলছে এমন (দীপ্ত অগ্নি); 2 আলোকিত, উদ্ভাসিত, উজ্জ্বল ('অগ্নিশিখার আভায় দীপ্ত মূর্তিখানি': তারা); 3 প্রকাশিত; 4 তেজোময় (দীপ্ত স্বরে বলা)। [সং. √ দীপ্ + ত]। ̃ বিণ. দীপ্ত করে এমন। ̃ কীর্তি বিণ. প্রথিতযশা, প্রসিদ্ধ। ̃ মূর্তি বিণ. যার মূর্তি বা চেহারা উজ্জ্বল।

দীপ্তাংশু [ dīptāṃśu ] বি. (প্রখর বা তীব্র কিরণবিশিষ্ট) সূর্য। [সং. দীপ্ত + অংশু]।

দীপ্তি [ dīpti ] বি. 1 আলোক; 2 দ্যুতি, প্রভা; 3 তেজ; 4 শোভা। [সং. √ দীপ্ + তি]। ̃ মান (মত্), (বর্জি.) ̃ মান্ বিণ. দীপ্তিবিশিষ্ট; উজ্জ্বল; তেজোময়; শোভাময়। স্ত্রী ̃ মতী। ̃ হীন বিণ. দীপ্তি নেই এমন ('কর্মহীন গর্বহীন দীপ্তিহীন সুখে': রবীন্দ্র)। দীপ্তোজ্জ্বল বিণ. দীপ্তি অর্থাত্ আলোক, প্রভা, ইত্যাদির জন্য উজ্জ্বল।

দীপ্য [ dīpya ] বিণ. 1 প্রজ্বলনযোগ্য, জ্বালানো যায় এমন; 2 প্রকাশের যোগ্য। [সং. √ দীপ্ + য]। ̃ মান বিণ. 1 দীপ্তিশালী (দীপ্যমান অগ্নিশিখা); 2 উজ্জ্বল; 3 শোভমান (মহিমায় দীপ্যমান); 4 প্রকাশমান, প্রকাশিত হচ্ছে এমন। [সং. √ দীপ্ + শানচ্]।

দীপ্র [ dīpra ] বিণ. 1 দীপ্তিশালী, উজ্জ্বল, ভাস্বর ('ললাট তোমার দিনের আশিসে দীপ্র': সু.দ.); 2 তীক্ষ্ণ (দীপ্রাস্ত্র)। [সং. √ দীপ্ + র]।

দীয়-মান [ dīẏa-māna ] বিণ. প্রদত্ত হচ্ছে বা দেওয়া হচ্ছে এমন। [সং. √ দা + শানচ্]।

দীর্ঘ [ dīrgha ] বিণ. 1 লম্বা (দীর্ঘ কেশ, দীর্ঘ দেহ); 2 দূরপ্রসারিত, দূরত্বযুক্ত ('দীর্ঘপথের শেষে': রবীন্দ্র); 3 অধিক, বেশি (দীর্ঘকাল, দীর্ঘ সময়); 4 বহুকালব্যাপী (দীর্ঘায়ু, দীর্ঘনিদ্রা); 5 আয়ত, প্রসারিত (দীর্ঘ নয়ন); 6 গভীর (দীর্ঘশ্বাস); 7 (ব্যাক. ও সংগীতে) বিলম্বিত (দীর্ঘস্বর, দীর্ঘতাল)। [সং. √ দৃ + ঘ]। স্ত্রী. দীর্ঘা। বি. ̃ তা, দৈর্ঘ্য। ̃ গ্রীব বিণ. লম্বা গলাবিশিষ্ট। ☐ বি. 1 বক; 2 জিরাফ; 3 উট। ̃ জীবী (-জীবিন্) বিণ. বহুকাল বাঁচে এমন। স্ত্রী. ̃ জীবিনী। ̃ তপা, (বর্জি.) ̃ তপাঃ (-পস্) বিণ. বহুকাল ধরে তপস্যা করছে এমন। ̃ দর্শী (-র্শিন্) বিণ. দূরদর্শী। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ নাস বিণ. লম্বা বা বড় নাকবিশিষ্ট। ̃ নিঃশ্বাস, ̃ নিশ্বাস, ̃ শ্বাস বি. (শোক হতাশা ইত্যাদি ভাবের জন্য) গভীর ও সশব্দ শ্বাসত্যাগ। ̃ পাদ বিণ. লম্বা পা-বিশিষ্ট। ☐ বি. উট বক সারস প্রভৃতি প্রাণী। ̃ মেয়াদি বিণ. দীর্ঘকাল যাবত্ স্হায়ী; যার নির্দিষ্ট কাল সুদীর্ঘ (দীর্ঘমেয়াদি ঋণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা)। ̃ রোমা (-মন্) বিণ. লম্বা লোমযুক্ত। ☐ বি. ভল্লুক। ̃ সূত্র, ̃ সূত্রী (-ত্রিন্) বিণ. কাজ করতে দেরি করে এমন; অলস। বি. ̃ সূত্রতা। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ বা বেশিদিন স্হায়ী হয় এমন (দীর্ঘস্হায়ী বন্ধুত্ব)। দীর্ঘাকার, দীর্ঘাকৃতি বিণ. লম্বা। দীর্ঘাগ্র বিণ. সম্মুখের দিক ক্রমশ সরু হয়ে এসেছে এমন। দীর্ঘায়ত বিণ. 1 দীর্ঘ, লম্বা; 2 দীর্ঘস্হায়ী; 3 দীর্ঘ ও প্রশস্ত। দীর্ঘায়ু বিণ. বেশি দিন বাঁচে এমন, দীর্ঘজীবী।

দীর্ঘিকা [ dīrghikā ] বি. দিঘি, বড় পুকুর। [সং. দীর্ঘ + ক + আ]।

দীর্ণ [ dīrṇa ] বিণ. 1 বিদারিত (দীর্ণবিদীর্ণ); 2 ভাঙা, ফাটা ('যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার': রবীন্দ্র); 3 ভীত। [সং. √ দৃ + ত]।

দুই [ dui ] বি. 1 2 সংখ্যা; 2 উভয় ব্যক্তি বা বস্তু (দুই-ই খারাপ)। বিণ. 1 2-সংখ্যক; 2 উভয় (দুই বন্ধুই গেল)। [সং. দ্বি]। দুই-এক বিণ. সামান্যকিছু, কয়েকটি (দুই-এক পশলা বৃষ্টি)।

দুঃ [ duḥ ] অব্য. দুষ্ট মন্দ নিষিদ্ধ দুঃখজনক প্রভৃতি অর্থসূচক উপসর্গ। [সং. দুর্, দুস্]। ̃ শাসন বি. 1 পীড়নপূর্ণ শাসন; 2 কুশাসন; 3 ধৃতরাষ্ট্রের দ্বিতীয় পুত্র। ☐ বিণ. সহজে শাসন বা বশীভূত করা যায় না এমন। ̃ শীল বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট। ̃ শ্রব বিণ. 1 অশ্রাব্য; শুনলে মনে কষ্ট হয় এমন; 2 আওয়াজের ক্ষীণতার জন্য শুনতে পাওয়া যায় না এমন। ̃ সময় বি. 1 অসময়; 2 অশুভ সময়; 3 দুখের সময়। ̃ সহ বিণ. সহ্য করা কঠিন এমন, অসহ্য। ̃ সাধ্য বিণ. 1 কষ্টসাধ্য; অসাধ্য, সম্পন্ন করা যায় না এমন (দুঃসাধ্য সংকল্প); 2 যার প্রতিবিধান অসম্ভব, অচিকিত্স্য (দুঃসাধ্য ব্যাধি)। ̃ সাহস বি. অনুচিত বা অত্যধিক সাহস। ̃ সাহসিক বিণ. দুঃসাহসী; সম্পাদনের জন্য দুঃসাহসের প্রয়োজন হয় এমন (দুঃসাহসিক অভিযান)। ̃ সাহসিকতা বি. অনুচিত বা অত্যধিক সাহসের প্রবৃত্তি। ̃ সাহসী (-সিন্) দুঃসাহসসম্পন্ন (দুঃসাহসী ডাকাত)। ̃ স্হ, দুস্হ বিণ. 1 দরিদ্র ও দুরবস্হাপন্ন; 2 (বিরল) দুঃখপীড়িত। ̃ স্হিত, দুস্হিত বিণ. 1 দুঃখপীড়িত; 2 (পদার্থ.) স্হির থাকে না এমন, unstable (বি.প.)। বি. ̃ স্হিতি, দুস্হিতি। ̃ স্পর্শ, দুস্পর্শ বিণ. স্পর্শ করা কঠিন এমন। ̃ স্বপ্ন বি. অশুভ ঘটনার স্বপ্ন; খারাপ স্বপ্ন।

দুঃখ [ duḥkha ] বি. 1 মনের কষ্ট বা বেদনা, মর্মপীড়া (মা-বাবার মনে দুঃখ দিয়ো না); 2 ক্ষোভ (তার কথায় দুঃখ পেলাম); 3 দারিদ্র, দুর্দশা (গরিবের দুঃখে তাঁর মন কাঁদে)। [সং. √ দুঃখ্ + অ]। ̃ কর, ̃ জনক, ̃ দায়ক, ̃ দায়ী (-য়িন্), ̃ প্রদ বিণ. দুঃখ ঘটায় বা উত্পাদন করে এমন, যন্ত্রণাদায়ক। ̃ দায়িনী বিণ. (স্ত্রী.) দুঃখ দেয় এমন। ̃ ধান্ধা বি. কঠিন চেষ্টা। ̃ বাদ বি. মানবজীবন ও পৃথিবী কেবল দুঃখে ভরা-এই দার্শনিক মত, নৈরাশ্যবাদ। ̃ বাদী (-দিন্) বিণ. উক্ত দার্শনিক মতে বিশ্বাসী। ̃ ময় বিণ. কষ্টপূর্ণ। ̃ সুখ বি. কষ্ট ও শান্তি। ̃ হর বিণ. কষ্ট হরণ করে এমন। ̃ হরণ, ̃ হারী (-রিন্) বিণ. দুঃখদূরকারী। স্ত্রী. ̃ হরা, ̃ হারিণীদুঃখার্ত বিণ. দুঃখে কাতর বা পীড়িত। দুঃখিত বিণ. 1 দুঃখপ্রাপ্ত; 2 ক্ষুণ্ণ; 3 অনুতপ্ত। স্ত্রী. দুঃখিতাদুঃখী (-খিন্) বিণ. 1 দুঃখিত, দুঃখভোগকারী (দুঃখী মানুষ); 2 দীন, দরিদ্র। স্ত্রী. দুঃখিনী (দুঃখিনী সীতা)।

দুঁদে [ dun̐dē ] বিণ. 1 ঝানু, ওস্তাদ; 2 দুর্দান্ত, দুরস্ত। [সং. দ্বন্দ্ব > দুঁদ + বাং. ইয় > এ]।

দুঁহু, দুঁহা, দুঁহুঁ, দোঁহা [ dum̐hu, dum̐hā, dum̐hu, n̐dōm̐hā ] সর্ব. (ব্রজ. ও প্রা. বাং. কাব্যে) উভয়, দুই, দুইজন ('দুঁহু-কোরে দুঁহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া': চণ্ডী)। [< সং. দ্বয়, দ্বৌ]। ̃ কার বিণ. দুইজনের, উভয়ের (দোঁহাকার মনে)।

দুকথা [ dukathā ] দ্র দু

দুকুল [ dukula ] বি. দুই কুল বা বংশ, পিতার কুল ও মাতার কুল অথবা (বিবাহিতা নারীর) পিতার কুল ও শ্বশুরকুল। [সং. দ্বি + কুল (=বংশ)]।

দুকুল1 [ dukula1 ] বি. 1 দুই তীর বা তট (নদীর দুকুল); 2 (গৌণ অর্থে) ইহকাল ও পরকাল; 3 সমস্ত আশ্রয় (একূল-ওকূল দুকূল গেল)। [সং. দ্বি > বাং. দু (+ই) + সং. কূল (তীর, তট)]।

দুকূল2 [ dukūla2 ] বি. 1 রেশমি বা ক্ষৌম বস্ত্র; 2 সূক্ষ্ম বস্ত্র; 3 শুভ্র বস্ত্র। [সং. √ দু (উষ্ণ করা) + ঊল, ক্ আগম]।

দুখ, দুখিনী, দুখী [ dukha, dukhinī, dukhī ] যথাক্রমে দুঃখ, দুঃখিনী, দুঃখী -র কোমল রূপ ('দুখের কথা তোমায় বলিব না': রবীন্দ্র); জনম-দুখিনী)।

দুখান, দুখানা, দুখানি, দুগুণ [ dukhāna, dukhānā, dukhāni, duguṇa ] দ্র দু

দুগ্ধ [ dugdha ] বি. 1 দুধ, স্তন্য; 2 ক্ষীর। [সং. √ দুহ্ + ত]। ̃ দা বিণ. যে দুধ দেয়, পয়স্বিনী (দুগ্ধদা গাভী)। ̃ পোষ্য বিণ. শুধুমাত্র দুধ পান করিয়ে পালন করতে হয় এমন (দুগ্ধপোষ্য শিশু)। ̃ ফেননিভ বিণ. দুধের ফেনার মতো অতি শুভ্র ও কোমল (দুগ্ধফেননিভ শয্যা)। ̃ বতী বিণ. (স্ত্রী.) দুধ দেয় এমন, পয়স্বিনী। ̃ বিকার বি. ছানা।

দুজন, দুজনা [ dujana, dujanā ] বি. বিণ. দুই ব্যক্তি (দুজনে সেখানে গেল, দুজন লোক)। [বাং. দু + সং. জন]।

দুটা, দুটি, দুটো [ duṭā, duṭi, duṭō ] সর্ব. দুই (দুটিতে সেখানে গেছে)। ☐ বিণ. দুই (দুটো আম)। [বাং. দু (< সং. দ্বি. + টা. টি. টো]।

দুড়-দাড়, দুড়-দুড় [ duḍ়-dāḍ়, duḍ়-duḍ় ] ক্রি-বিণ. অব্য. অতি দ্রুত ও জোর পদশব্দ, মেঘগর্জন, ক্রমাগত প্রহারের শব্দ, ভয়াদি হেতু বুকের মধ্যে অব্যক্ত কম্পনের ধ্বনি ইত্যাদি ব্যঞ্জক (দুড়দাড় করে দরজা বন্ধ করা, বুকের মধ্যে দুড়দুড় করা)। [ধ্বন্যা.]।

দুড়ুম [ duḍ়uma ] বি. অব্য. দড়ামজাতীয় অথবা তার চেয়ে মৃদু কিন্তু গম্ভীর আওয়াজ (দুড়ুম করে বন্দুক ছোড়া)। [ধ্বন্যা.]।

দুতরফা, দুতলা, দুতারা, দুতালা [ dutaraphā, dutalā, dutārā, dutālā ] দ্র দু

দুত্তোর [ duttōra ] ধুত্তোর -এর রূপভেদ।

দুদণ্ড [ dudaṇḍa ] দ্র দু

দুধ [ dudha ] বি. 1 দুগ্ধ, পয়ঃ, স্তন্য; 2 দুধের মতো সাদা রস বা তরল পদার্থ (নারকেলের দুধ)। [সং. দুগ্ধ]। দুধকলা দিয়ে কালসাপ পোষা ক্রি. বি. মারাত্মক শত্রুকে চিনতে না পেরে সাদরে পালন করা। ̃ কুসুম্ভা বি. দুধে ঘোঁটা সিদ্ধির শরবত। দুধ ছেঁড়া, দুধ কাটা, দুধ ছানা হওয়া ক্রি. বি. টক জিনিসের সংস্পর্শে দুধ বিকৃত হওয়া। দুধ তোলা ক্রি. বি. শিশুর পান-করা দুধ বমি করে দেওয়া। ̃ দাঁত, দুধে দাঁত বি. শিশুর প্রথম যে দাঁত গজায় এবং পরে ছ-সাত বছরে যা পড়ে যায়। ̃ ভাত বি. শুধু দুধসহযোগে ভাত যা মূলত শিশুর, বৃদ্ধের ও রোগীর খাদ্য। ̃ রাজ, ̃ কমল বি. হেমন্তকালের ধানবিশেষ। দুধালো, দুধেল বিণ. দুধ দেয় এমন, দুগ্ধবতী (দুধেল গাই)। দুধে-আলতা রং বি. দুধে-আলতা মেশালে যে উজ্জ্বল গৌরবর্ণ হয়। দুধে-ভাতে থাকা ক্রি. বি. (আল.) সচ্ছল অবস্হায় বাস করা। দুধের ছেলে, দুধের বাচ্চা বি. নিতান্তই শিশু, দুগ্ধপোষ্য শিশু। দুধের সাধ ঘোলে মেটানো ক্রি. বি. বাঞ্ছিত বস্তুর অভাবে অপেক্ষাকৃত নিকৃষ্ট বস্তু দিয়ে কাজ চালানো।

দুনম্বরি [ dunambari ] দ্র দু

দুনি [ duni ] বি. যে ডোঙাজাতীয় লম্বা পাত্র দিয়ে জল সেচন করা হয়, জলসেচনা; ডোঙা। [সং. দ্রোণী]।

দুনিয়া [ duniẏā ] বি. পৃথিবী, জগত্ (দুনিয়াশুদ্ধ লোক, এই দুনিয়ায় কেউ কারও নয়)। [আ. দুন্য়া]। ̃ জো়ড়া বিণ. পৃথিবী ব্যাপী (দুনিয়াজোড়া খ্যাতি)। ̃ দার বিণ. বি. 1 সাংসারিক বুদ্ধিসম্পন্ন; 2 সংসারী; 3 বিষয়বুদ্ধিসম্পন্ন বা স্বার্থবুদ্ধিসম্পন্ন ('শোন্ রে মালিক দুনিয়াদার': সুকান্ত)। ̃ দারি বি. 1 সাংসারিক বুদ্ধি; 2 সংসারধর্ম; 3 বিষয়বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি। দুনিয়ার বার বি. বিণ. সৃষ্টিছাড়া।

দুনো [ dunō ] দ্র দু

দুন্দুভি [ dundubhi ] বি. দামামাজাতীয় প্রাচীন রণবাদ্যবিশেষ (দুন্দুভি নিনাদ)। [সং. দুন্দু + √ উভ্ + ই]।

দুপ [ dupa ] বি. অব্য. ধপ থেকে মৃদুতর আওয়াজ, ধুপ আওয়াজ, [ধ্বন্যা.]। ̃ দাপ বি. অব্য. ক্রমাগত দুপ শব্দ (দুপদাপ শব্দ করে সিঁড়ি দিয়ে নামতে লাগল)।

দুপাক [ dupāka ] দ্র দু

দুপুর [ dupura ] বি. দ্বিপ্রহর (দিন-দুপুরে, রাত-দুপুরে)। [সং. দ্বিপ্রহর]।

দুপেয়ে [ dupēẏē ] দ্র দু

দুফলা [ duphalā ] দ্র দো

দুফাল, দুফালি [ duphāla, duphāli ] দ্র দু

দুভাষী [ dubhāṣī ] দ্র দো

দুম [ duma ] বি. অব্য. মৃদু দুড়ুম শব্দ। [ধ্বন্যা.]। ̃ দুম, ̃ দাম বি. অব্য. ক্রমাগত দুম শব্দ। দুমাদুম ক্রি-বিণ. ক্রমাগত দুম শব্দ করে (দুমাদুম কিল মারা)।

দুমড়ানো, দোমড়ানো [ dumaḍ়ānō, dōmaḍ়ānō ] ক্রি. 1 মোচড়ানো; 2 বাঁকানো (শরীর দুমড়ানো); 3 কোঁচকানো (কাগজটাকে এভাবে দুমড়াল কে?)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [দেশি]।

দুমদাম [ dumadāma ] দ্র দুম

দুমনা, দুমুখো, দুমুঠো, দুমেটে [ dumanā, dumukhō, dumuṭhō, dumēṭē ] দ্র দু

দুম্বা [ dumbā ] বি. ছোট লেজবিশিষ্ট মোটা ভেড়াবিশেষ, গাড়ল। [ফা.]।

দুয়ানি [ duẏāni ] দ্র দু

দুয়ার, (কথ্য) দুয়োর [ duẏāra, (kathya) duẏōra ] বি. 1 দরজা (দুয়ার বন্ধ করো); 2 গৃহের প্রবেশ পথ, গৃহমুখ ('আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই': রবীন্দ্র)। [সং. দ্বার]। দুয়ারি বি. দৌবারিক, দ্বাররক্ষক। দুয়ারে হাতি বাঁধা ক্রি. বি. প্রচুর ঐশ্বর্যশালী হওয়া।

দুয়ো1 [ duẏō1 ] বিণ. ভাগ্যহীনা, স্বামীর অপ্রিয়া (দুয়োরাণী)।[সং. দুর্ভগা]।

দুয়ো2 [ duẏō2 ] অব্য. লজ্জা দেবার জন্য ধিক্কারসূচক ধ্বনি (দুয়ো দেওয়া)। [ধ্বন্যা.]।

দুরতি-ক্রমণ [ durati-kramaṇa ] বি. অতি কষ্টে পার হওয়া। [সং. দুর্ (দুঃ) + অতিক্রমণ]। দুরতি-ক্রম, দুরতি-ক্রমণীয়, দুরতি-ক্রম্য বিণ. অতিক্রম করা বা পার হওয়া কষ্টসাধ্য এমন, দুর্লঙ্ঘ্য, দুস্তর। স্ত্রী. দুরতি-ক্রমণীয়া, দুরতি-ক্রম্যা

দুরত্যয় [ duratyaẏa ] বিণ. দুরতিক্রম্য, দুস্তর, দুর্লঙ্ঘ্য ('দুরত্যয় মরুকুঞ্জ নিরখিবে দুর্মর খেয়ালে': সু. দ.)। [সং. দুর্ + অত্যয় (=অতিক্রমণ)]।

দুর-দুর [ dura-dura ] বি. অব্য. ভয়, উদ্বেগ ইত্যাদির জন্য বুকের মধ্যে অব্যক্ত কম্পনধ্বনি (ভয়ে বুক দুরদুর করছে)। [ধ্বন্যা.]। দুরুদুরু বি. অব্য. (প্রধানত কাব্যে) দুরদুর আওয়াজ। ☐ ক্রি-বিণ. দুরদুর শব্দে ('হিয়া দুরুদুরু দুলিছে': রবীন্দ্র)।

দুরদৃষ্ট [ duradṛṣṭa ] বি. দুর্ভাগ্য। ☐ বিণ. দুর্ভাগ্য। [সং. দুর্ + অদৃষ্ট]।

দুরধি-গম্য, দুরধি-গম [ duradhi-gamya, duradhi-gama ] বিণ. 1 দুষ্প্রাপ্য, দুর্লভ; 2 দুর্গম, দুষ্প্রবেশ্য; 3 অতি কষ্টে আয়ত্ত করা যায় এমন (দুরধিগম্য শাস্ত্র)। [সং. দুর্ + অধিগম্য, অধিগম]। বি. ̃ তা। স্ত্রী. দুরধি-গম্যা

দুরধ্যয় [ duradhyaẏa ] বিণ. অধ্যয়ন করা বা পাঠ করা দুঃসাধ্য এমন, দুষ্পাঠ্য। [সং. দুর্ + অধি + √ ই + অ]।

দুরন্ত [ duranta ] বিণ. 1 অশান্ত, দামাল (দুরন্ত শিশু); 2 ভীষণ, দুর্দম (দুরন্ত সাহস); 3 উগ্র (দুরন্ত ক্রোধ); 4 প্রতিকার বা প্রতিবিধান কষ্টসাধ্য এমন (দুরন্ত ব্যাধি); 5 প্রবল ('বসন্তের দুরন্ত বাতাসে': রবীন্দ্র); 6 প্রচণ্ড তাপপূর্ণ (দুরন্ত রোদ)। [সং. দুর্ + অন্ত]। ̃ পনা বি. দুষ্টুমি; দুর্দান্ত আচরণ, অবাধ্যতা, দৌরাত্ম্য।

দুরন্বয় [ duranbaẏa ] বি. বাক্যের মধ্যে কর্তা কর্ম ক্রিয়া প্রভৃতির অস্হানে প্রয়োগ বা বিন্যাসের ফলে যে অন্বয়ের ত্রুটি ঘটে। ☐ বিণ. 1 উক্ত দোষযুক্ত; 2 দুর্বোধ্য অন্বয় বা সম্বন্ধবিশিষ্ট (দুরন্বয় বাক্য)। [সং. দুর্ + অন্বয়]।

দুরপনেয় [ durapanēẏa ] বিণ. সহজে মোচন বা দূর করা যায় না এমন (দুরপনেয় অপবাদ, দুরপনেয় কলঙ্ক)। [সং. দুর্ + অপনেয়]।

দুরব-গম, দুরব-গম্য [ duraba-gama, duraba-gamya ] বিণ. দুরধিগম্য, দুর্জ্ঞেয়, সহজে আয়ত্ত করা যায় না এমন। [সং. দুর্ + অবগম, অবগম্য]। ন্ত্রী. দুরব-গম্যা। বি. ̃ তা

দুরব-গাহ [ duraba-gāha ] বিণ. 1 যাতে অবগাহন বা প্রবেশ করা অত্যন্ত কঠিন; 2 যার তল পাওয়া যায় না; 3 অত্যন্ত জটিল, দুর্জ্ঞেয় (দুরবগাহ তত্ত্ব); 4 দুর্গম। [সং. দুর্ + অবগাহ (অব + √ গাহ্ + অ)]।

দুরবস্হ [ durabasha ] বিণ. 1 দুরবস্হাযুক্ত, দুর্দশাগ্রস্ত; 2 দরিদ্র।[সং. দুর্ + অবস্হা (সমাসান্ত)]। দুরবস্হা বি. দুর্দশা; দারিদ্র।

দুরভি-গম্য [ durabhi-gamya ] বিণ. 1 অতিকষ্টে যাওয়া যায় এমন; 2 সহজে পাওয়া যায় না এমন। [সং. দুর্ + অভি + √ গম্ + য]।

দুরভি-গ্রহ [ durabhi-graha ] বিণ. 1 অতি কষ্টে গ্রহণ করা যায় এমন; 2 দুর্জ্ঞেয়। [সং. দুর্ + অভি + √ গ্রহ্ + অ]।

দুরভি-প্রায় [ durabhi-prāẏa ] বি. কুমতলব, মন্দ অভিপ্রায়। [সং. দুর্ + অভিপ্রায়]।

দুরভি-সন্ধি [ durabhi-sandhi ] বি. কুমতলব, দুষ্ট অভিপ্রায়, অসত্ উদ্দেশ্য। [সং. দুর্ + অভিসন্ধি (=গুপ্ত অভিপ্রায়)]। ̃ মূলক বিণ. অসত্ উদ্দেশ্যযুক্ত, মন্দ অভিপ্রায়বিশিষ্ট।

দুর্-মুশ [ dur-muśa ] বি. 1 (খোয়া, সুরকি ইত্যাদি) পিটিয়ে বসাবার জন্য লম্বা হাতলবিশিষ্ট মুষলবিশেষ; 2 উক্ত মুষল দিয়ে পেটাই। [তু. হি. দুর্মট]। দুরমুশ করা ক্রি. বি. 1 দুরমুশ দিয়ে পেটানো; 2 (আল.) প্রচণ্ড প্রহার করা।

দুরমো, দুরমা [ duramō, duramā ] বি. ডাব ও ঝুনোর মাঝামাঝি আধপাকা নারকেল, দোমালা। [দেশি]।

দুরস্ত, দোরস্ত [ durasta, dōrasta ] বিণ. 1 নির্ভুল, ঠিক, সংশোধিত (ভুল দুরস্ত করা); 2 গোছালো, পরিপাটি, সুশৃঙ্খল (ধোপদুরস্ত, বেশবাস দুরস্ত করা); 3 মাফিক, অনুযায়ী (কায়দাদুরস্ত); 4 শাসিত, দমিত, শায়েস্তা (দুষ্ট লোককে দুরস্ত করা); 5 সমান বা সমতল, চৌরস (জমি পিটিয়ে দুরস্ত করা)।[ফা. দুরস্ত্]।

দুরাকাঙ্ক্ষা [ durākāṅkṣā ] বি. 1 দুরাশা, দুর্লভ জিনিস লাভ করার বাসনা; 2 অসত্ বা অন্যায় আশা। [সং দুর্ + আকাঙ্ক্ষা]। দুরাকাঙ্ক্ষা, দুরাকাঙ্ক্ষী (-ঙ্ক্ষিন্) বিণ. দুরাকাঙ্ক্ষাসম্পন্ন। স্ত্রী. দুরাকাঙ্ক্ষিণী।

দুরাক্রম, দুরাক্রম্য [ durākrama, durākramya ] বিণ. আক্রমণ করা কঠিন এমন। [সং. দুর্ + আক্রম, আক্রম্য]।

দুরাগ্রহ [ durāgraha ] বি. 1 অসত্ বা অসম্ভব ব্যাপারে আগ্রহ; 2 অন্যায় জিদ; 3 বৃথা চেষ্টা। ☐ বিণ. অসত্ অন্যায় বা অসম্ভব ব্যাপারে আগ্রহযুক্ত। [সং. দুর্ + আগ্রহ]।

দুরাচরণীয় [ durācaraṇīẏa ] বিণ. আচরণ বা পালন করা কষ্টসাধ্য এমন, বহু কষ্টে পালন করা যায় এমন। [সং. দুর্ + আচরণীয়]।

দুরাচার [ durācāra ] বিণ. 1 দুর্বৃত্ত, পাপিষ্ঠ; 2 কদাচারী; 3 অতি কষ্টে আচরণ বা পালন করা যায় এমন। ☐ বি. দুর্বৃত্ততা, অসত্ বা অন্যায় আচরণ; কদাচার। [সং. দুর্ + আচার]। স্ত্রী. দুরাচারিণী

দুরাত্মা [ durātmā ] (-ত্মন্) বিণ. 1 পাপিষ্ঠ, দুর্বৃত্ত; 2 দুঃশীল, দুশ্চরিত্র; 3 অত্যাচারী। [সং. দুর্ + আত্মন্]।

দুরাধর্ষ [ durādharṣa ] বিণ. দুর্ধর্ষ, দুর্দান্ত, দুর্দমনীয়; যাকে দমন বা পরাভূত করা যায় না। [সং. দুর্ + আ √ ধৃষ্ + ণিচ্ + অ]।

দুরাপ [ durāpa ] বিণ. পাওয়া যায় না এমন, দুষ্প্রাপ্য, দুর্লভ। [সং. দুর্ + √ আপ্ + অ]।

দুরারোগ্য [ durārōgya ] বিণ. সহজে আরোগ্য হয় না এমন, দুশ্চিকিত্সা (দুরারোগ্য ব্যাধি). [সং. দুর্ + আরোগ্য]।

দুরারোহ [ durārōha ] বিণ. 1 আরোহণ করা শক্ত এমন; অত্যন্ত উঁচু; 2 দুর্গম। [সং. দুর্ + আ + √ রুহ্ + অ]।

দুরালাপ [ durālāpa ] বি. দুষ্ট বাক্য, মন্দ কথা; গালি। ☐ বিণ. কটুভাষী, মন্দভাষী। [সং. দুর্ + আলাপ]।

দুরাশয় [ durāśaẏa ] বি. দুরভিসন্ধি, কুমতলব। ☐ বিণ. দুরভিসন্ধিযুক্ত, দুষ্ট অভিপ্রায়যুক্ত। [সং. দুর্ + আশয়]।

দুরাশা [ durāśā ] বি. অন্যায় বা অবাস্তব আশা; যা অলভ্য তা লাভের আশা। [সং. দুর্ + আশা]।

দুরাসদ [ durāsada ] বিণ. 1 দুর্ধর্ষ; 2 দুর্জ্ঞেয়; 3 দুষ্প্রাপ্য। [সং. দুর্ + আ + √ সদ্ + অ]।

দুরি [ duri ] বি. দুই ফোঁটাচিহ্নিত খেলার তাস। [বাং. দু (দুই) + রি (যুক্তার্থে)]।

দুরিত [ durita ] বি. 1 পাপ; 2 ক্ষতি। ☐ বিণ. পাপিষ্ঠ।[সং. দুর্ + ইত (গতি বা কার্য), বহু. প্রাদি.]।

দুরুক্তি [ durukti ] বি. কটুবাক্য, মন্দ কথা। [সং. দুর্ + উক্তি]।

দুরুচ্চার, দুরুচ্চার্য [ duruccāra, duruccārya ] বিণ. 1 সহজে উচ্চারণ করা যায় না এমন; 2 অশ্লীল, অকথ্য। [সং. দুর্ + উচ্চার, উচ্চার্য]।

দুরুত্তর [ duruttara ] বি. কটু বা অন্যায় উত্তর। ☐ বিণ. 1 যার (অর্থাত্ যে প্রশ্নের) উত্তর দেওয়া কষ্টসাধ্য; 2 দুস্তর, যা উত্তীর্ণ হওয়া বা পার হওয়া দুঃসাধ্য এমন। [সং. দুর্ + উত্তর, উত্তর=উত্তরণ]।

দুরুদুরু [ duruduru ] দ্র দুরদুর

দুরূহ [ durūha ] বিণ. 1 কঠিন, কষ্টসাধ্য (দুরূহ প্রশ্ন, দুরূহ সমস্যা); 2 দুর্জ্ঞেয়; 3 দুর্বোধ্য (দুরূহ কবিতা)। [সং. দুর্ + √ ঊহ্ + অ]। বি. ̃ তা

দুরোদর [ durōdara ] বি. 1 জুয়া; 2 জুয়াড়ি; 3 পাশাখেলা। [সং. দুর্ + আ (সমন্তাত্) + উদর যার]।

দুর্গ [ durga ] বি. 1 দুর্গম স্হান; 2 যেখানে শত্রুর আগমন কষ্টসাধ্য এমন আশ্রয়; 3 গড়, কেল্লা। [সং. দুর্ + √ গম্ + অ]।

দুর্গত [ durgata ] বিণ. 1 দুর্দশাগ্রস্ত, বিপন্ন; 2 দরিদ্র; 3 দুঃখী। [সং. দুর্ + √ গম্ + ত]।

দুর্গতি [ durgati ] বি. 1 দুর্দশা, দুরবস্হা (দেশের দুর্গতি, দুর্গতিনাশিনী); 2 নিগ্রহ, পীড়ন; 3 (মৃত্যুর পরে) নরকে গতি বা গমন; 4 নরক। [সং. দুর্ + গতি]। ̃ নাশিনী বি. বিণ. (স্ত্রী.) যিনি দুর্গতি নাশ করেন, দুর্গাদেবী।

দুর্গন্ধ [ durgandha ] বি. খারাপ গন্ধ (এই দুর্গন্ধের মধ্যে থাকা যায় না)। ☐ বিণ. খারাপ গন্ধযুক্ত (দুর্গন্ধ বাতাস)। [সং. দুর্ + গন্ধ]। দুর্গন্ধী (-ন্ধিন্) বিণ.দুর্গন্ধযুক্ত।

দুর্গ-পতি [ durga-pati ] বি. দুর্গের অধ্যক্ষ বা রক্ষক।[সং. দুর্গ + পতি]।

দুর্গম [ durgama ] বিণ. 1 যেখানে অতিকষ্টে যাওয়া যায় ('দুর্গম গিরি': নজরুল, দুর্গম পথ); 2 দুর্বোধ্য; 3 দুর্জ্ঞেয় (দুর্গম রহস্য); 4 দুর্লভ। [সং. দুর্ + √ গম্ + অ]। বি. ̃ তা

দুর্গা [ durgā ] বি. দুর্গতিনাশিনী দেবী, শিবপত্নী ভগবতী। [সং. দুর্ + √ গম্ (অথবা √ গৈ) + অ + আ]। ̃ পূজা, দুর্গোত্সব বি. শরত্কালে দেবী দুর্গার পূজা ও তদুপলক্ষ্যে উত্সব।

দুর্গা টুনটুনি [ durgā ṭunaṭuni ] বি. অতি ছোট রঙিন পাখিবিশেষ। [দেশি]।

দুর্গাধি-পতি [ durgādhi-pati ] বি. দুর্গপতি, দুর্গের অধ্যক্ষ। [সং. দুর্গ + অধিপতি]।

দুর্গেশ1 [ durgēśa1 ] বি. দুর্গের অধীশ্বর বা রক্ষক। [সং. দুর্গ + ঈশ]।

দুর্গেশ2 [ durgēśa2 ] বি. দুর্গাদেবীর পতি শিব। [সং. দুর্গা + ঈশ]।

দুর্গোত্সব [ durgōtsaba ] দ্র দুর্গা

দুর্গ্রহ1 [ durgraha1 ] বি. অশুভ বা দুষ্ট গ্রহ। [সং. দুর্ + গ্রহ]।

দুর্ঘট [ durghaṭa ] বিণ. 1 ঘটা বা পাওয়া শক্ত এমন; সচরাচর ঘটে না এমন; 2 দুষ্প্রাপ্য। [সং. দুর্ + √ ঘট্ + অ]।

দুর্ঘটনা [ durghaṭanā ] বি. 1 অমঙ্গলকর বা ক্ষতিকর ঘটনা; 2 আকস্মিক বিপদ, accident. [সং. দুর্ + ঘটনা]।

দুর্জন [ durjana ] বি. দুষ্ট বা খল ব্যক্তি, দুরাত্মা, মন্দ লোক ('দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো': রবীন্দ্র)। ☐ বিণ. দুষ্ট, খল, দুর্বৃত্ত। [সং. দুর্ + জন]।

দুর্জয় [ durjaẏa ] বিণ. 1 জয় করা শক্ত এমন, অজেয় (দুর্জয় শত্রু); 2 অদম্য (দুর্জয় সাহস)। [সং. দুর্ + √ জি + অ]।

দুর্জ্ঞেয় [ durjñēẏa ] বিণ. জানা শক্ত এমন, দুর্বোধ্য (দুর্জ্ঞেয় রহস্য)। [সং. দুর্ + √ জ্ঞা + অ]। বি. ̃ তা

দুর্দম, দুর্দমনীয়, দুর্দম্য [ durdama, durdamanīẏa, durdamya ] বিণ. দমন করা শক্ত এমন, দুর্দান্ত, উদ্দাম, দুরন্ত ('দুর্দম বেদনা তার স্ফুটনের আগ্রহে অধীর': বুদ্ধ.)। [সং. দুর্ + √ দম্ + অ, অনীয়, য]।

দুর্দশা [ durdaśā ] বি. দুরবস্হা, দুর্গতি; মন্দ অবস্হা। [সং. দুর্ + দশা]। ̃ গ্রস্ত বিণ. দুর্গত, বিপন্ন; দরিদ্র।

দুর্দান্ত [ durdānta ] বিণ. দমন করা বা বশে আনা যায় না এমন, দুরন্ত; উদ্দাম। [সং. দুর্ + √ দম্ + ত]।

দুর্দিন [ durdina ] বি. 1 অশুভ সময়; 2 দুর্ভাগ্যের বা বিপদের দিন; 3 প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দিন, ঝড়বৃষ্টির দিন। [সং. দুর্ + দিন]।

দুর্দৈব [ durdaiba ] বি. 1 অশুভ ভাগ্য, মন্দ ভাগ্য, দুরদৃষ্ট; 2 দুর্ঘটনা। [সং. দুর্ + দৈব]।

দুর্ধর্ষ [ durdharṣa ] বিণ. 1 যাকে পরাজিত করা কষ্টকর, দুর্জয়, প্রবল পরাক্রমশালী; 2 যার ক্ষতিসাধন করা কষ্টকর। [সং. দুর্ + √ ধৃষ্ (হিংসা) + অ]। বি. ̃ তা

দুর্নাম [ durnāma ] বি. বদনাম, অখ্যাতি, অপবাদ। [সং. দুর্ + নাম]।

দুর্নিবার, দুনিবার্য [ durnibāra, dunibārya ] বিণ. নিবারণ বা রোধ করা শক্ত এমন (দুনির্বার বেগ); দুর্বার। [সং. দুর্ + নিবার, নিবার্য]।

দুনির্মিত্ত [ dunirmitta ] বি. 1 কুলক্ষণ, অমঙ্গলের চিহ্ন; 2 অমঙ্গল। [সং. দুর্ + নিমিত্ত]।

দুর্নিরীক্ষ্য [ durnirīkṣya ] বিণ. যা নিরীক্ষণ করা বা যার প্রতি দৃষ্টিপাত করা দুঃসাধ্য। [সং. দুর্ + নিরীক্ষ্য]।

দুর্নিরোধ্য [ durnirōdhya ] বিণ. 1 নিরোধ করা বা নিবারিত করা কঠিন এমন; 2 আটকে দেওয়া বা প্রতিরোধ করা কঠিন এমন। [সং. দুর্ + নিরোধ্য]।

দুর্নীত [ durnīta ] বিণ. 1 রীতিনীতি ভালো নয় এমন; 2 দুর্নীতিপরায়ণ; 3 অশিষ্ট, শিষ্ঠাচারহীন। ☐ বি. দুষ্ট বা মন্দ নীতি, নিন্দনীয় নীতি। [সং. দুর্ + নীত (√ নী + ত)]।

দুর্নীতি [ durnīti ] বি. 1 কুনীতি, কুরীতি; 2 ন্যায়বিরুদ্ধ ও ধর্মবিরুদ্ধ আচরণ; অসদাচরণ। [সং. দুর্ + নীতি]। ̃ গ্রস্ত বিণ. অসদাচারী; অন্যায়কারী, অন্যায় আচরণকারী। ̃ পরায়ণ বিণ. দুর্নীতিগ্রস্ত -র অনুরূপ।

দুর্বচন [ durbacana ] বি. 1 কটু কথা, অশিষ্ট বা উদ্ধত কথা; 2 গালি। ☐ বিণ. কটুভাষী, অপ্রিয়ভাষী, উদ্ধত বা অশিষ্ট কথা বলে এমন। [সং. দুর্ + বচন]।

দুর্বত্সর [ durbatsara ] বি. 1 অশুভ বা মন্দ বত্সর; 2 অজন্মা বা আকালের বত্সর, যে বত্সর ভালো ফসল হয় না। [সং. দুর্ + বত্সর]।

দুর্বল [ durbala ] বিণ. 1 বল বা শক্তি নেই এমন ('আছে বল দুর্বলেরও' : রবীন্দ্র); 2 ক্ষীণ, মৃদু (দুর্বল প্রতিবাদ); 3 রুগ্ণ (রোগে ভুগে দুর্বল)। [সং. দুর্ + বল]। বি. ̃ তা, দৌর্বল্য

দুর্বলতা [ durbalatā ] বি. 1 বল বা শক্তির অভাব; 2 ক্ষীণতা, মৃদুতা; 3 রুগ্ণভাব; 4 পক্ষপাত, আসক্তি (আমার প্রতি তাঁর একটা দুর্বলতা আছে)। [সং. দুর্ + বল + তা]।

দুর্বহ [ durbaha ] বিণ. 1 বহন করা কঠিন এমন, গুরুভার (দুর্বহ জীবন, দুর্বহ বোঝা); 2 দুঃসহ, অসহ্য (দুর্বহ দুঃখ, দুর্বহ শোক)। [সং. দুর্ + √ বহ্ + অ]। ̃ তা

দুর্বাক [ durbāka ] (-বাক্) বিণ. কটুভাষী বা অপ্রিয়ভাষী, কটু কথা বলে এমন। [সং. দুর্ + বাচ্]।

দুর্বাক্য [ durbākya ] বি. 1 কটু কথা, অশিষ্ট কথা; 2 গালি। [সং. দুর্ + বাক্য]।

দুর্বাচ্য [ durbācya ] বিণ. 1 অকথ্য; 2 দুরুচ্চার্য (দুর্বাচ্য শব্দ)।☐ বি. 1 অপ্রিয় কথা; 2 অপবাদ, নিন্দা। [সং. দুর্ + বাচ্য]।

দুর্বার [ durbāra ] বিণ. নিবারণ করা বা বাধা দেওয়া শক্ত এমন, প্রতিরোধ করা শক্ত এমন, দুর্নিবার, দুর্দমনীয় ('দুর্বার স্রোতে এল কোথা হতে': রবীন্দ্র)। [সং. দুর্ + √ বৃ + ণিচ্ + অ]।

দুর্বার্তা [ durbārtā ] বি. খারাপ খবর, দুঃসংবাদ। [সং. দুর্ + বার্তা]।

দুর্বাসনা [ durbāsanā ] বি. 1 যে ইচ্ছা পূরণ করা যায় না; 2 অত্যুগ্র বাসনা ('দুর্বাসনার ডোরে': রবীন্দ্র); 3 দুরভিসন্ধি; দুষ্ট অভিপ্রায়। [সং.দুর্ + বাসনা]।

দুর্বাসিত [ durbāsita ] বিণ. দুর্গন্ধযুক্ত, যাতে খারাপ গন্ধ আছে এমন। [সং. দুর্ + √ বাসি (নামধাতু) + ত]।

দুর্বিগাহ [ durbigāha ] বিণ. দুর্বোধ্য, দুর্জ্ঞেয়, যার মর্ম বা তত্ত্ব বোঝা যায় না এমন, দুরবগাহ। [সং. দুর্ + বি + √ গাহ্ + অ]।

দুর্বিজ্ঞেয় [ durbijñēẏa ] বিণ. দুর্জ্ঞেয়, দুর্বোধ্য। [সং. দুর্ + বি + √ জ্ঞা + য]।

দুর্বিনীত [ durbinīta ] বিণ. 1 অবিনয়ী, উদ্ধত; 2 অশিষ্ট, অভদ্র। [সং. দুর্ + বিনীত]।

দুর্বিনেয় [ durbinēẏa ] বিণ. বিনীত বা দমিত করা যায় না এমন, দুর্দমনীয় (দুর্বিনেয় আবেগ, দুর্বিনেয় কামনা)। [সং. দুর্ + বি + √ নী + য]।

দুর্বিপাক [ durbipāka ] বি. 1 অশুভ পরিণাম; 2 বিপর্যয়, দৈব বিড়ম্বনা (দৈবদুর্বিপাকে তাদের, সবই গেছে)। ☐ বিণ. যার পরিণাম অশুভ। [সং. দুর্ + বিপাক]।

দুর্বিষহ [ durbiṣaha ] বিণ. সহ্য করা যায় না এমন, দুঃসহ, অসহ্য (দুর্বিষহ শোক, দুর্বিষহ কষ্ট, দুর্বিষহ জীবন)। [সং. দুর্ + বি + √ সহ্ + অ]। বি. ̃ তা

দুর্বুদ্ধি [ durbuddhi ] বি. 1 মন্দ বা অসত্ বুদ্ধি, কুবুদ্ধি; 2 দুষ্ট বুদ্ধি (হঠাত্ মাথায় একটা দুর্বুদ্ধি খেলে গেল); 3 মূর্খতা, নির্বুদ্ধিতা। ☐বিণ. 1 কুবুদ্ধিযুক্ত; 2 মূর্খ, বোকা। [সং. দুর্ + বুদ্ধি]।

দুর্বৃত্ত [ durbṛtta ] বিণ. 1 দুষ্ট স্বভাববিশিষ্ট, দুরাত্মা, দুশ্চরিত্র; 2 কুকর্মকারী, অসত্ বা সমাজবিরোধী কাজ করে এমন। ☐ বি. দুশ্চরিত্র ব্যক্তি; কুকর্মে নিযুক্ত ব্যক্তি (গুলির আওয়াজে দুর্বৃত্তরা পালিয়ে গেল)।[সং. দুর্ + বৃত্ত (চরিত্র)]।

দুবেদ [ dubēda ] বিণ. যা জানা কষ্টসাধ্য, দুর্জ্ঞেয় (দুর্বেদ রহস্য)।[সং. দুর্ + বেদ]।

দুর্বোধ [ durbōdha ] বিণ. বোঝা শক্ত এমন, দুর্জ্ঞেয় (দুর্বোধ কবিতা)। [সং. দুর্ + √ বুধ্ + অ]। দুর্বোধ্য বিণ. বোঝা শক্ত এমন, দুর্বোধ (দুর্বোধ্য কবিতা, দুর্বোধ্য রহস্য, দুর্বোধ্য আচরণ)।

দুর্ব্যবহার [ durbyabahāra ] বি. মন্দ বা অভদ্র আচরণ। [সং. দুর্ + ব্যবহার]।

দুর্ভক্ষ্য [ durbhakṣya ] বিণ. খাওয়া যায় না বা কষ্টকর এমন (দুর্ভক্ষ্য খাদ্য)। [সং. দুর্ + ভক্ষ্য]।

দুর্ভগ [ durbhaga ] বিণ. অভাগা, ভাগ্যহীন। [সং. দুর্ + ভগ]। দুর্ভগা বিণ. (স্ত্রী.) 1 অভাগিনী; 2 স্বামীর প্রেমে বঞ্চিতা।

দুর্ভর [ durbhara ] বিণ. 1 দুর্বহ, গুরুভার, বহন করা শক্ত এমন; 2 দুঃসহ, অসহ্য। [সং. দুর্ + √ ভৃ + অ]। বি. ̃ তা

দুর্ভাগা [ durbhāgā ] বিণ. অভাগা, হতভাগ্য ('হে মোর দুর্ভাগা দেশ': রবীন্দ্র)। [সং. দুর্ + ভাগ (ভাগ্য) + বাং. আ. (বহু.)]। বিণ. (স্ত্রী.) দুর্ভাগিনী

দুর্ভাগ্য [ durbhāgya ] বি. দুরদৃষ্ট, মন্দ ভাগ্য, মন্দ বরাত। ☐ বিণ. দুর্ভাগা, হতভাগ্য। [সং. দুর্ + ভাগ্য]।

দুর্ভাবনা [ durbhābanā ] বি. দুশ্চিন্তা; অমঙ্গলের ভয়ে উত্কণ্ঠা বা উদ্বেগ। [সং. দুর্ + ভাবনা]। ̃ গ্রস্ত বিণ. দুশ্চিন্তাগ্রস্ত, উদ্বিগ্ন।

দুর্ভিক্ষ [ durbhikṣa ] বি. 1 যে অবস্হায় ভিক্ষা মেলাও ভার, ভিক্ষা পাওয়াও কষ্টসাধ্য যে অবস্হায়; 2 আকাল, ব্যাপক খাদ্যাভাব। [সং. দুর্ + ভিক্ষা (সমাসান্ত)]।

দুর্ভেদ [ durbhēda ] বিণ. দুর্ভেদ্য, ভেদ করা শক্ত এমন ('দুর্ভেদ বাধা': রবীন্দ্র)। [সং. দুর্ + √ ভিদ্ + অ]।

দুর্ভেদ্য [ durbhēdya ] বিণ. 1 ভেদ করা শক্ত এমন (দুর্ভেদ্য পাথর); 2 বোঝা যায় না এমন, দুর্জ্ঞেয় (দুর্ভেদ্য রহস্য); 3 দুষ্প্রবেশ্য, প্রবেশ করা যায় না এমন (দুর্ভেদ্য ব্যুহ, দুর্ভেদ্য জঙ্গল)। [সং. দুর্ + √ ভিদ্ + য]।বি. ̃ তা

দুর্ভোগ [ durbhōga ] বি. দুর্গতি, কষ্ট, লাঞ্ছনা (অনেক দুর্ভোগ ভুগতে হল)। [সং. দুর্ + ভোগ]।

দুর্মতি [ durmati ] বি. অসত্ বা মন্দ বুদ্ধি (তার এই দুর্মতি হল কেন?)। ☐বিণ. মন্দ বুদ্ধিবিশিষ্ট (দুর্মতি ব্যক্তি)।[সং. দুর্ + মতি]।

দুর্মদ [ durmada ] বিণ. প্রমত্ত, দুর্দান্ত, দুর্ধর্ষ ('আমি চির দুরন্ত দুর্মদ': নজরুল; দুর্মদ খেয়াল)। [সং. দুর্ + √ মদ্ + অ]।

দুর্মনা [ durmanā ] (-নস্) বিণ. 1 উদ্বিগ্নচিত্ত, দুর্ভাবনাগ্রস্তl; 2 বিষণ্ণ, দুঃখ পাচ্ছে বা ভোগ করছে এমন। [সং. দুর্ + মনস্]। দুর্মনায়-মান বিণ. দুর্ভাবনা করছে এমন।

দুর্মর [ durmara ] বিণ. 1 কিছুতেই মত বদলায় না এমন; 2 পরিবর্তনবিরোধী; 3 অতি রক্ষণশীল, die-hard (দুর্মর প্রাচীনপন্হী)। [সং. দুর্ + √ মৃ + অ]। বি. ̃ তা

দুর্মুখ [ durmukha ] বিণ. কটুভাষী, অপ্রিয়ভাষী। ☐ বি. (রামায়ণে) রামচন্দ্রের গুপ্তচরবিশেষ। [সং. দুর্ + মুখ]।

দুর্মূল্য [ durmūlya ] বিণ. মহার্ঘ, অত্যন্ত চড়া দামের, আক্রা (সব জিনিসই খুব দুর্মূল্য হয়ে উঠেছে)। [সং. দুর্ + মূল্য (বহু.)]। ̃ ভাতা, মহার্ঘ-ভাতা বি. জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য বেতনের সঙ্গে প্রদত্ত অতিরিক্ত ভাতা, dearness allowance.

দুর্মেধা [ durmēdhā ] (-ধস্) বিণ. 1 দুর্বল স্মরণশক্তিবিশিষ্ট; 2 মন্দবুদ্ধি; 3 মূর্খ। [সং. দুর্ + মেধস্ (মেধাঃ)]।

দুর্মো [ durmō ] দ্র দুরমো

দুর্মোচ্য [ durmōcya ] বিণ. সহজে মোচন করা যায় না এমন, দুরপনেয়, দূর করা যায় না এমন (দুর্মোচ্য কলঙ্ক, দুর্মোচ্য দুঃখ)। [সং. দুর্ + মোচ্য]। বি. ̃ তা

দুর্যোগ [ duryōga ] বি. 1 ঝড়বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক প্রতিকূলতাপূর্ণ সময় (দুর্যোগের রাত, দুর্যোগের মধ্যে রাস্তায় বেরোনো); 2 দুর্দিন, দুঃসময়। [সং. দুর্ + যোগ]।

দুর্যোধন [ duryōdhana ] বি. (মহাভারতে) ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠপুত্র। [সং. দুর্ + √যুধ্ + অন]।

দুর্লক্ষণ [ durlakṣaṇa ] বি. অশুভ লক্ষণ। ☐ বিণ. অশুভ লক্ষণযুক্ত। [সং. দুর্ + লক্ষণ]। স্ত্রী. দুর্লক্ষণা

দুর্লক্ষ্য [ durlakṣya ] বিণ. লক্ষ করা বা দেখতে পাওয়া শক্ত এমন, সহজে দৃশ্যমান নয় এমন। [সং. দুর্ + √ লক্ষ্ + য]। বি. ̃ তা

দুর্লঙ্ঘ, দুর্লঙ্ঘ্য [ durlaṅgha, durlaṅghya ] বিণ. লঙ্ঘন করা বা ডিঙানো শক্ত এমন, দুরতিক্রম্য (দুর্লঙ্ঘ বাধা, দুর্লঙ্ঘ্য প্রাচীর)। [সং. দুর্ + লঙ্ঘ, লঙ্ঘ্য]। বি. ̃ তা

দুর্লভ [ durlabha ] বিণ. 1 পাওয়া দুঃসাধ্য এমন, দুষ্প্রাপ্য (দুর্লভ সম্মান); 2 বিরল; 3 দুর্মূল্য। [সং. দুর্ + √ লভ্ + অ]। বি. ̃ তা

দুর্হৃদ [ durhṛda ] বিণ. 1 বন্ধু হিসাবে যে ভালো নয়; 2 শত্রুভাবাপন্ন ('দুর্হৃদ মানুষ কিংবা কুটিল দেবতা': সু.দ.)। [সং. দুর্ + হৃদ্ (বহু.)]।

দুল [ dula ] বি. স্ত্রীলোকের কানের গহনাবিশেষ, ছোট ঝুলন্ত কর্ণভূষণবিশেষ। [বাং. দুল্ (< সং. দুল্) + অ]।

দুলকি [ dulaki ] বি. (ঘোড়া পালকি ইত্যাদির) দোলায়িত মৃদু গমনভঙ্গি, দুলে দুলে যাওয়ার ভঙ্গি (দুলকি চালে চলেছে)। [হি. দুলকী]।

দুলন, দোলন [ dulana, dōlana ] বি. দোল খাওয়া; আন্দোলিত হওয়া; ঝুলন। [দুলা দ্র]।

দুলা, দোলা [ dulā, dōlā ] ক্রি. 1 দোল খাওয়া (দোলনায় দুলছে); 2 আন্দোলিত হওয়া ('দোদুল দুলিছে': রবীন্দ্র); 3 ঝোলা। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ দুল্ + বাং. + আ]। ̃ নো ক্রি. দোল দেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

দুলারি [ dulāri ] বি. বিণ. (স্ত্রী.) দুলালি, আদরিণী। [হি. দুলারী]।

দুলাল [ dulāla ] বি. স্নেহের পাত্র; আদরে প্রতিপালিত পুত্র। [তু. হি. দুলার (স্নেহ)]। বি. স্ত্রী. দুলালি

দুলিচা [ dulicā ] বি. ক্ষুদ্র গালিচা বা আসন। [হি. দুলীচা]।

দুলুনি [ duluni ] বি. দোলা, দোলন, দোল (পালকির দুলুনি)। [দুলা দ্র]।

দুলে [ dulē ] বি. পালকি ডুলি প্রভৃতির বাহক হিন্দু জাতিবিশেষ। [বাং. দুলা]। স্ত্রী. ̃ নি

দুশ-মন [ duśa-mana ] বি. শত্রু; দুর্বৃত্ত। ☐ বিণ. বিকট, ভয়ংকর (দুশমন চেহারা)। [ফা. দুশ্মন]। দুশমনি বি. শত্রুতা, দুর্বৃত্ততা।

দুশ্চর [ duścara ] বিণ. 1 বিচরণের পক্ষে দুঃসাধ্য এমন, যেখানে বিচরণ করা যায় না এমন (দুশ্চর অরণ্য); 2 দুর্গম; 3 আচরণ বা পালন করা শক্ত এমন; কষ্টসাধ্য (দুশ্চর ব্রত, দুশ্চর তপস্যা)। [সং. দুর্ + √ চর্ + অ]।

দুশ্চরিত্র, দুশ্চরিত [ duścaritra, duścarita ] বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট; চরিত্রহীন। ☐ বি. মন্দ স্বভাব। [সং. দুর্ + চরিত্র, চরিত]। বি. ̃ তা

দুশ্চিকিত্স্য [ duścikitsya ] বিণ. যার চিকিত্সা বা আরোগ্য প্রায় অসম্ভব, দুরারোগ্য (দুশ্চিকিত্স্য রোগ)। [সং. দুঃ + চিকিত্স্য]।

দুশ্চিন্তা [ duścintā ] বি. 1 দুর্ভাবনা, উত্কণ্ঠা; 2 মন্দ বা অশুভ চিন্তা। [সং. দুঃ + চিন্তা]। ̃ গ্রস্ত বিণ. দুশ্চিন্তাকারী। দুশ্চিন্তিত বিণ. উত্কণ্ঠিত, দুশ্চিন্তা করছে এমন।

দুশ্চেষ্টা [ duścēṣṭā ] বি. 1 অসাধ্যসাধনের চেষ্টা, যা সাধন করা প্রায় অসম্ভব তা সাধনের চেষ্টা; 2 মিথ্যা বা অন্যায় চেষ্টা। [সং. দুঃ + চেষ্টা]। দুশ্চেষ্টিত বি. 1 বিফল চেষ্টা; 2 অসত্ চেষ্টা; 3 অসদাচরণ।

দুশ্ছেদ্য [ duśchēdya ] বিণ. ছেদন করা দুঃসাধ্য এমন (দুশ্ছেদ্য বন্ধন)। [সং. দুঃ + ছেদ্য]।

দুষা, (চলিত) দোষা [ duṣā, (calita) dōṣā ] ক্রি. দোষ দেওয়া, দোষারোপ করা (এর জন্যে আমাকে দুষছ কেন?)। ☐ বি. উক্ত অর্থে (এর জন্যে আমাকে দোষা উচিত নয়)। [সং. √ দুষ্ + বাং. আ]।

দুষ্কর [ duṣkara ] বিণ. দুঃসাধ্য, করা কঠিন এমন (তার মতিগতি বোঝা দুষ্কর)। [সং. দুর্ + √ কৃ + অ]।

দুষ্কর্ম [ duṣkarma ] (-র্মন্) বি. 1 কুকর্ম, অন্যায় বা অনুচিত কাজ; 2 পাপ। [সং. দূর্ + কর্মন্]। দুষ্কর্মা বিণ. কুকর্মকারী; পাপাত্মা।

দুষ্কার্য [ duṣkārya ] বি. দুষ্কর্ম, খারাপ কাজ। [সং. দুর্ + কার্য]।

দুষ্কাল [ duṣkāla ] বি. অশুভ বা মন্দ সময়। [সং. দুর্ + কাল]।

দুষ্কুল [ duṣkula ] বি. 1 হীন বা অসত্ বংশ; 2 নীচ বংশ।[সং. দুর্ + কুল]।

দুষ্কৃত [ duṣkṛta ] বি. 1 দুষ্কর্ম, মন্দ কাজ, কুকাজ; 2 পাপ। ☐ বিণ. অন্যায়ভাবে কৃত (দুষ্কৃতকর্ম)। তু. কৃতকর্ম। [সং. দুর্ + কৃত (=কাজ)]। ̃ কারী (-রিন্) বিণ. বি. দুষ্কর্মকারী, অন্যায়কারী (পুলিশ দুষ্কৃতকারীদের পিছু নিয়েছে)।

দুষ্কৃতি [ duṣkṛti ] বি. 1 দুষ্কর্ম; 2 পাপ; 3 দুর্ভাগ্য। [সং. দুর্ + কৃতি]।

দুষ্কৃতী [ duṣkṛtī ] (-তিন্) বিণ. দুষ্কর্মকারী, দুষ্কৃতকারী; পাপী। [সং. দুর্ + কৃত + ইন্]।

দুষ্ক্রিয়া [ duṣkriẏā ] বি. কুকর্ম, কুকাজ; পাপ। [সং. দুর্ + ক্রিয়া]। ̃ ন্বিত বিণ. কুকর্মকারী; পাপাচারী।

দুষ্ট [ duṣṭa ] বিণ. 1 দোষযুক্ত, দূষিত (দুষ্টব্রণ, দুষ্টক্ষত); 2 অসত্, মন্দ (দুষ্টচরিত্র); 3 অশুভ (দুষ্টগ্রহ); 4 অশান্ত, দুরন্ত (দুষ্ট ছেলে)। [সং. √ দুষ্ + ত]। ̃ কর্মা (-র্মন্) বিণ. বি. কুকাজকারী। ̃ ক্ষুধা বি. পেট ভরতি থাকা সত্ত্বেও ক্ষুধাবোধ। ̃ গ্রহ বি. অশুভ বা ক্ষতিকর গ্রহ। ̃ চক্র বি. 1 কুকর্মকারীদের গোষ্ঠী বা দল; 2 এক মন্দ বা ভ্রম থেকেই আর এক মন্দ বা ভ্রমের ক্রমাগত উত্পত্তি, vicious circle. ̃ বুদ্ধি বি. 1 কুবুদ্ধি; 2 চালাকি বুদ্ধি (ছেলেটার দুষ্টবুদ্ধি কম নয়)। ̃ ব্রণ বি. মারাত্মক ফোড়াবিশেষ। দুষ্টা বিণ. (স্ত্রী.) কুচরিত্রা; ব্যভিচারিণী। দুষ্টাশয় বিণ. দুর্বৃত্ত, অসত্ চরিত্রবিশিষ্ট।

দুষ্টামি, (আদরে) দুষ্টুমি [ duṣṭāmi, (ādarē) duṣṭumi ] বি. 1 অসদাচরণ; 2 চঞ্চলতা; 3 দুরন্তপনা। [সং. দুষ্ট (বাংলায় ভিন্ন অর্থে) + বাং. আমি]।

দুষ্টাশয় [ duṣṭāśaẏa ] দ্র দুষ্ট

দুষ্টি [ duṣṭi ] বি. দোষ (রক্তদুষ্টি)। [সং. √ দুষ্ + তি]।

দুষ্টু [ duṣṭu ] বিণ. (আদরে) দুরন্ত। [দুষ্ট দ্র]। ̃ মি বি.দুরন্তপনা।

দুষ্পরাজেয় [ duṣparājēẏa ] বিণ. সহজে পরাজিত করা যায় না এমন, যাকে পরাজিত করা দুঃসাধ্য। [সং. দুর্ + পরাজেয়]।

দুষ্পাচ্য, দুষ্পচ [ duṣpācya, duṣpaca ] বিণ. হজম করা বা হওয়া দুঃসাধ্য এমন (দুষ্পাচ্য খাবার)। [সং. দুর্ + পাচ্য, পচ]। বি. ̃ তা

দুষ্প্রধর্ষ [ duṣpradharṣa ] বিণ. 1 প্রবল পরাক্রান্ত, দুর্ধর্ষ; 2 অপরাজেয়। [সং. দুর্ + প্র + √ ধৃষ্ + অ]।

দুষ্প্রবৃত্তি [ duṣprabṛtti ] বি. অসত্ বিষয়ে রুচি বা প্রবৃত্তি। [সং. দুর্ + প্রবৃত্তি]।

দুষ্প্রবেশ, দুষ্প্রবেশ্য [ duṣprabēśa, duṣprabēśya ] বিণ. 1 যেখানে প্রবেশ করা দুঃসাধ্য, দুর্গম; 2 দুরধিগম্য, যে বিষয়ের মধ্যে প্রবেশ করা কঠিন, দুর্জ্ঞেয়। [সং. দুর্ +প্রবেশ, প্রবেশ্য]।

দুষ্প্রমেয় [ duṣpramēẏa ] বিণ. অপরিমেয়, পরিমাপ নির্ধারণ করা যায় না এমন। [সং. দুর্ + প্রমেয়]। বি. ̃ তা

দুষ্প্রাপ্য [ duṣprāpya ] বিণ. পাওয়া দুঃসাধ্য এমন, দুর্লভ। [সং. দুর্ + প্রাপ্য]। বি. ̃ তা

দুষ্মন্ত, দুষ্যন্ত [ duṣmanta, duṣyanta ] বি. পৌরাণিক রাজাবিশেষ। [সং.]।

দুসন্ধ্যা, দুসুতি [ dusandhyā, dusuti ] দ্র দু

দুস্তর [ dustara ] বিণ.পার হওয়া দুঃসাধ্য এমন ('দুস্তর পারাবার': নজরুল)। [সং. দুর্ + √ তৃ + অ]। বি. ̃ তা

দুস্হ [ dusha ] দ্র দুঃস্হ

দুহা, দোহা, (কথ্য) দোয়া [ duhā, dōhā, (kathya) dōẏā ] ক্রি. দোহন করা (দুধ দোয়া)। ☐ বি. দোহন। [সং. √ দুহ্ + বাং. আ]। দুহানো, দোহানো, দোয়ানো ক্রি. দোহন করা, দুধ দোহন করা (গোরু দোহানো, গোরু দোয়ানো)। ☐ বি. উক্ত অর্থে।

দুহাতিয়া [ duhātiẏā ] বিণ. 1 দুই হাতওয়ালা; 2 দুই হাত দিয়ে হানা বা আঘাত করা হয়েছে এমন কিংবা দুই হাত দীর্ঘ (দুহাতিয়া আঘাত, দুহাতিয়া লাঠির বাড়ি)। [বাং. দু (দুই) + হাত + ইয়া]।

দুহিতা [ duhitā ] (-তৃ) বি. কন্যা, নন্দিনী।[সং. √ দুহ্ + তৃ]।

দুহুঁ, দুঁহুঁ [ duhu, n̐dum̐hu ] দ্র দুঁহু

দুহ্য [ duhya ] বিণ. দোহনের যোগ্য, দোয়া যায় এমন। [সং. √ দুহ্ + য]। ̃ মানা বিণ. (স্ত্রী.) যাকে দোহন করা হচ্ছে (দুহ্যমানা গাভী)।

দূত [ dūta ] বি. 1 যে সংবাদ বহন করে; 2 চর; 3 (বর্ত.) প্রতিনিধি বা সংযোগরক্ষাকারী রাষ্ট্রদূত। [সং. √ দূ + ত]। বি. দৌত্য, ̃ গিরি

দূতাবাস [ dūtābāsa ] বি. রাষ্ট্রদূতের কার্যালয়, এমব্যাসি। [সং. দূত + আবাস]।

দূতালি [ dūtāli ] বি. দূতের কাজ, দৌত্য, দূতগিরি। [সং. দূত + বাং. আলি]।

দূতী [ dūtī ] বি. 1 স্ত্রী-দূত; সংবাদবাহিকা; 2 প্রণয়ী-প্রণয়িনীর মধ্যে সংবাদ বা পত্র আদান-প্রদানকারিণী, কুটনি। [সং. দূত + ঈ]।

দূতিয়ালি, দূতীয়ালি [ dūtiẏāli, dūtīẏāli ] বি. দূতীর কাজ। [সং. দূতি (দূতী) + বাং. আলি]।

দূর [ dūra ] বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্হান, নিকট নয় এমন দেশ বা স্হান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। ☐ বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)।☐ অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।̃ , ̃ গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. ̃ গামিনীদূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)। ̃ (-তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে। ̃ তা, ̃ ত্ব বি. ব্যবধান; পার্থক্য। ̃ দর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি। ̃ দর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. ̃ দর্শিতাদূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি। ̃ দূরান্ত বি. বহু দূরবর্তী স্হান। ̃ দৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি। ̃ বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত, দূরস্হ (দূরবর্তী দেশ)। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বীক্ষণ, ̃ বিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope. ̃ ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্হান থেকে কথা বলা ও শোনা যায়, telephone. ̃ শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন। ̃ স্হ, ̃ স্হিত বিণ. দূরের, দূরবর্তী। ̃ হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে। দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি। দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)। দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান। দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)। দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো। দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত। দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া। দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত।

দূরেক্ষণ [ dūrēkṣaṇa ] বি. দূরদর্শন, television. [সং. দূর + ঈক্ষণ]।

দূর্বা [ dūrbā ] বি. ছোটো ঘাসবিশেষ। [সং. √ দূর্ব্ + অ + আ (স্ত্রী.)]। ̃ দল বি. দূর্বাঘাসের পাতা। ̃ দল-শ্যাম বিণ. দূর্বাঘাসের পাতার মতো শ্যামবর্ণযুক্ত। ̃ ষ্টমী বি. ভাদ্র মাসের শুক্লাষ্টমী।

দূষক [ dūṣaka ] বি. বিণ. 1 দোষদায়ক, যে দোষ দেয় বা দেখায়; 2 নিন্দাকারী (আমি দূষকদের দলে নেই)। [সং. √ দূষি (=√ দূষ্ + ণিচ্) + অক]।

দূষণ [ dūṣaṇa ] বি. 1 দোষারোপ, দোষ দেওয়া, দোষ দেখানো; 2 অপবিত্র করা; 3 কলুষ সৃষ্টি (পরিবেশ দূষণ); 4 রামায়ণোক্ত রাক্ষসবিশেষ। ☐ বিণ. দূষক। [সং. √ দুষ্ + ণিচ্ = দূষি + অন]। দূষণীয়, দূষ্য বিণ. দোষারোপযোগ্য, নিন্দনীয় (বাল্যবিবাহ সর্বৈব দূষণীয়)। দূষয়িতা (-তৃ) বি. দূষক, যে দোষারোপ করে। দূষিত বিণ. দোষযুক্ত, কলুষিত, অপবিত্র, বিষিত (দূষিত বায়ু, দূষিত চরিত্র)। স্ত্রী. দূষিতা

দৃক্ [ dṛk ] (-শ্) বি. 1 চক্ষু; 2 দৃষ্টি; 3 জ্ঞান।[সং. √ দৃশ্ + ক্বিপ্]। ̃ পাত বি. দৃষ্টিনিক্ষেপ; ভ্রূক্ষেপ (সেদিকে একেবারেই দৃক্পাত করে না)।

দৃঢ় [ dṛḍh় ] বিণ. 1 শক্ত, কঠিন, মজবুত, পোক্ত (দৃঢ় ভিত্তি); 2 কঠোর (দৃঢ়হস্তে শাসন); 3 বলিষ্ঠ (দৃঢ়দেহ); 4 স্হির, অবিচলিত, অটল (দৃঢ়সংকল্প, দৃঢ়চিত্ত); 5 গভীর (দৃঢ়ভক্তি); 6 অকম্পিত (দৃঢ়স্বর); 7 তেজোদৃপ্ত (দৃঢ়কণ্ঠে প্রতিবাদ)। [সং. √ দৃহ্ + ত]। বি. ̃ তা। ̃ কায় বিণ. বলিষ্ঠ দেহবিশিষ্ট। ̃ চেতা বিণ. সংকল্পে অটল, স্হিরচিত্ত। ̃ নিশ্চয় বিণ. স্হিরসিদ্ধান্ত, সুনশ্চিত। ̃ প্রতিজ্ঞ বিণ. কৃতসংকল্প; প্রতিজ্ঞা পালনে অবিচলিত। ̃ ব্রত বিণ. কিছুতেই সংকল্পচ্যুত হয় না এমন; কঠোর অধ্যবসায়যুক্ত। ̃ মুষ্টি বিণ. 1 সহজে শিথিল হয় না এমন মুষ্টিযুক্ত, আঁট মুষ্টিযুক্ত; 2 (আল.) কৃপণ। ̃ মূল বিণ. 1 যার মূল দৃঢ়ভাবে মাটিতে প্রোথিত; 2 (আল.) গভীরভাবে প্রতিষ্ঠিত (দৃঢ়মূল সংস্কার, দৃঢ়মূল বিশ্বাস); 3 অনড়। ̃ সন্ধ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। দৃঢ়ীকরণ বি. শক্ত বা পোক্ত করা; সুপ্রতিষ্ঠিত করা। দৃঢ়ী-কৃত বিণ. পোক্ত বা মজবুত করা হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত করা হয়েছে এমন। দৃঢ়ী-ভবন বি. শক্ত বা কঠিন হওয়া; জমাট হওয়া; সুপ্রতিষ্ঠিত হওয়া। দৃঢ়ী-ভূত বিণ. জমাট, পোক্ত বা মজবুত হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত।

দৃপ্ত, দৃপ্র [ dṛpta, dṛpra ] বিণ. 1 দর্পযুক্ত, দর্পিত, গর্বিত, উদ্ধত; 2 তেজঃপূর্ণ (দৃপ্তকণ্ঠে বলা)। [সং. √ দৃপ্ + ত, র]।

দৃশ্য [ dṛśya ] বি. 1 দর্শনযোগ্য বা দৃশ্যমান বস্তু বা বিষয় (এ দৃশ্য দেখা যায় না, ভয়ানক দৃশ্য, অপূর্ব দৃশ্য); 2 নাটকের অঙ্কের অন্তর্গত ভাগ বা পরিচ্ছেদ (প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য); 3 নাটকের পারিপার্শ্বিক অবস্হানুযায়ী অভিনয়মঞ্চের সজ্জা, সিন, scene. ☐ বিণ. 1 দর্শনীয় (কুদৃশ্য, অদৃশ্য); 2 অভিনয় দেখতে হয় এমন (দৃশ্যকাব্য); 3 প্রকাশ্য (দৃশ্যত)। [সং. √ দৃশ্ + য]। ̃ কাব্য বি. কাব্যের শ্রেণিবিশেষ, কাব্যনাটকবিশেষ, যার রস উপভোগের জন্য অভিনয় দেখতে হয়। ̃ , (বর্জি.) ̃ তঃ অব্য. আপাতদৃষ্টিতে (দৃশ্যত সুন্দর)।̃ পট বি. থিয়েটার বা রঙ্গমঞ্চের সিন বা চিত্রপট, scene. ̃ মান বিণ. যা দেখা যাচ্ছে এমন, দৃষ্ট হচ্ছে এমন (দৃশ্যমান জগত্)। ̃ সংগীত বি. নৃত্য। দৃশ্যান্তর বি. অন্য দৃশ্য।

দৃষ্ট [ dṛṣṭa ] বিণ. দেখা গেছে এমন, লক্ষিত। ☐ বি. দৃষ্টি (এক দৃষ্টে তাকিয়ে থাকা)। [সং. √ দৃশ্ + ত]। ̃ চর, ̃ পূর্ব বিণ. পূর্বে দেখা গেছে এমন। দৃষ্টাদৃষ্ট বিণ. 1 (যা) দেখা গেছে এবং যা দেখা যায়নি এমন; 2 আংশিক দেখা যায় এবং আংশিক দেখা যায় না এমন; 3 ব্যক্ত ও অব্যক্ত।

দৃষ্টান্ত [ dṛṣṭānta ] বি. 1 উদাহরণ, প্রমাণের নিদর্শন; 2 নজির (দৃষ্টান্ত স্হাপন করা); 3 উপমান; 4 (আল.) কোনো বিষয়ের যাথার্থ্য প্রমাণের জন্য সদৃশ বিষয়ের উল্লেখ বা বর্ণনা। [সং. দৃষ্ট + অন্ত]। ̃ স্হল বি. উদাহরণ বা নজিরস্বরূপ ব্যবহৃত হওয়ার যোগ্য বিষয়।

দৃষ্টি [ dṛṣṭi ] বি. 1 দর্শন, দেখা, অবলোকন (দৃষ্টিপাত, দৃষ্টিভ্রম, দৃষ্টিকোণ); 2 দৃষ্টিশক্তি, দেখার ক্ষমতা (দৃষ্টিহীন); 3 জ্ঞান, বোধ (স্হূলদৃষ্টি); 4 চক্ষু, যে ইন্দ্রিয় দুয়ে দেখা হয়; 5 নজর, লক্ষ্য (এদিকে একটু দৃষ্টি দাও); 6 কুনজর (আমার সৌভাগ্যে দৃষ্টি দিয়ো না)। [সং. √ দৃশ্ + তি]। ̃ কটু বিণ. দেখতে খারাপ লাগে এমন (দৃষ্টিকটু চালচলন, দৃষ্টিকটু পোশাক)। ̃ কৃপণ বিণ. বেশি খরচ করতে বা দান করতে অনিচ্ছুক, ছোট নজরওয়ালা। ̃ কোণ বি. 1 সূক্ষ্মভাবে দেখার দিক; 2 বিচার বা বিশ্লেষণ করার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি, point of view (বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা)। ̃ ক্ষুধা বি. প্রকৃত ক্ষুধা না থাকা সত্ত্বেও খাবার দেখে খাওয়ার লোভ। ̃ গোচর বিণ. দেখা যায় এমন, দৃষ্টিপথে এসেছে এমন (অপরের দোষ সহজেই তার দৃষ্টিগোচর হয়)। ̃ নন্দন বিণ. দেখতে সুন্দর এমন; যা দেখলে আনন্দ হয়। ̃ পথ বি. যতদূর পর্যন্ত দেখা যায়। ̃ পাত বি. দৃষ্টিনিক্ষেপ, দেখা, অবলোকন। ̃ ভঙ্গি বি. দেখবার বা আলোচনা করার রীতি বা ধরন (বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি)। ̃ ভ্রম, ̃ বিভ্রম বি. দেখার ভুল। ̃ শোভন বিণ. দৃষ্টিনন্দন -এর অনুরূপ। ̃ সীমা বি. যতদূর পর্যন্ত দেখা যায় (দৃষ্টিসীমার বাইরে চলে গেল)। ̃ হীন বিণ. দেখার শক্তি নেই এমন, অন্ধ। বি. ̃ হীনতা

দে2 [ dē2 ] বি. (প্রা. কাব্যে) শরীর, দেহ ('গৌর, নহিত তবে কি হইত, কেমনে ধরিতু দে': বা. ঘো.)। [সং.দেহ]।

দে3 [ dē3 ] অনু-ক্রি. (তুচ্ছার্থে আদরে বা কনিষ্ঠকে) দাও, প্রদান করো ('আমায় দে মা তবিলদারি': রা. প্র.)। [বাং. √ দি]।

দেইজি [ dēiji ] বি. জ্ঞাতি। [< সং. দায়াদ]।

দেউটি [ dēuṭi ] বি. প্রদীপ ('একে একে নিভিছে দেউটি': মধু) [সং. দীপবর্তিকা]।

দেউড়ি [ dēuḍ়i ] বি. সদর প্রবেশপথ, তোরণ, ফটক (দেউড়িতে পাহারাওয়ালা বসে আছে)। [সং. দেহলী]।

দেউল [ dēula ] বি. মন্দির, দেবালয় (দেবদেউল)। [সং. দেবকুল (কুল=গৃহ)]।

দেউলিয়া, (কথ্য) দেউলে [ dēuliẏā, (kathya) dēulē ] বিণ. 1 নিঃস্ব; 2 ঋণ, শোধ করতে অক্ষম। [সং. দেবকুলিক-তু. হি. দেবালিয়া]।

দেও-দার [ dēō-dāra ] বি. দেবদারু গাছ ('কাঁপে দেওদার, বট': সু. দ.)। [সং. দেবদারু]।

দেওয়া [ dēōẏā ] ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্হাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উত্সর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উত্পাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। ☐ বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ̃ নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)।

দেওয়ান [ dēōẏāna ] বি. 1 রাজস্বমন্ত্রী, খাজাঞ্চি; 2 রাজসভা, মন্ত্রণাসভা, মন্ত্রিপরিষদ। [ফা. দীবান্]। দেওয়ান-ই-আম বি. সাধারণ রাজদরবার; লোকসভা। দেওয়ান-ই-খাস বি. মন্ত্রিসভা। দেওয়ানি বি. 1 বৃত্তি, অধিকার, কর্তব্যকর্ম; 2 রাজস্বসংক্রান্ত অধিকার বা কর্ম। ☐ বিণ. 1 দেওয়ানের কার্যাদিবিষয়ক; 2 রাজস্ববিষয়ক; 3 দাবি বা অধিকারসম্বন্ধীয়; অপরাধমূলক বা ফৌজদারি নয় এমন, civil (দেওয়ানি মোকদ্দমা)।

দেওয়ানি [ dēōẏāni ] দ্র দেওয়ান

দেওয়াল, (কথ্য) দেয়াল [ dēōẏāla, (kathya) dēẏāla ] বি. প্রাচীরগাত্র, পাঁচিল (ঘরের দেওয়ালে ছবি টাঙানো)। [ফা. দীবার]। ̃ গিরি বি. যে প্রদীপ দেওয়ালের গায়ে লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়। ̃ ঘড়ি বি. দেওয়ালে সংলগ্ন বড় ঘড়ি, wall clock. ̃ পঞ্জি বি. দেওয়ালে ঝোলানো ক্যালেণ্ডার।

দেওয়ালি [ dēōẏāli ] বি. দীপালি, দীপান্বিতা, কালীপূজার রাত্রে দীপ জ্বেলে সাজানোর উত্সব। [সং. দীপালি, দীপাবলি]। দেওয়ালি পোকা দেওয়ালির সময় আলোয় পড়ে পুড়ে মরে এমন পতঙ্গবিশেষ, শ্যামাপোকা।

দেওর [ dēōra ] বি. দেবর, স্বামীর ছোট ভাই। [সং. দেবর]। ̃ ঝি বি. দেওরের কন্যা। ̃ পো বি. দেওরের পুত্র।

দেঁতো [ dēn̐tō ] বিণ. 1 দাঁতাল; 2 দন্তবিকাশকারী, দাঁত বার করে এমন; 3 (আল.) আন্তরিকতাহীন (দেঁতো হাসি)। [বাং. দাঁত + উয়া > ও]।

দেখ, দেখো [ dēkha, dēkhō ] অনু-ক্রি. দর্শন কর (ওদিকে তাকিয়ে দেখো)। ☐অব্য. মনোযোগ আকর্ষণ, ভয়প্রদর্শন, সতর্কীকরণ সম্বোধন ইত্যাদি অর্থসূচক (দেখ, ব্যাপারটা সহজ নয়, এই দেখ তুমি আবার ওখানে গেছ কেন?)। [দেখা দ্র]।

দেখতা [ dēkhatā ] বিণ. 1 দৃষ্ট, দেখা হয়েছে এমন; 2 সামনে অর্থাত্ চোখের সামনে ঘটেছে এমন (ওটা আমাদের দেখতা ব্যাপার)। ☐ক্রি-বিণ. দৃষ্টির সামনে; সমকালে (ও তো আমার দেবতা বড়লোক হয়ে গেল)। [বাং. দেখা + তা]।

দেখতে দেখতে [ dēkhatē dēkhatē ] ক্রি-বিণ. 1 ক্রমে, ধীরে ধীরে (দেখতে দেখতে মেয়ে বড় হয়ে গেল); 2 মুহূর্তে, অল্পক্ষণের মধ্যে (দেখতে দেখতে চার দিক অন্ধকার হয়ে গেল)। [দেখা দ্র]।

দেখন [ dēkhana ] বি. দেখা, দর্শন। [দেখা দ্র]। ̃ হাসি, দ্যাখন-হাসি বিণ. 1 দেখা হলেই হাসে এমন; 2 দেখলেই প্রীতির হাসি উদ্রেক করে এমন। ☐ বি. ওইরকম হাসি হাসে এমন সখী।

দেখনাই [ dēkhanāi ] বি. বাইরের চালচলন বা আকারপ্রকার (শুধু দেখনাই ভালো হলেই চলবে না)। [বাং. দেখন + আই]।

দেখা [ dēkhā ] ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা); 2 তাকানো (এদিকে দেখো); 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা); 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্হাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা); 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো); 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা); 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা); 8 পরিদর্শন করা (দেশ দেখা); 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো); 1 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে); 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো); 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে দেখলাম ওটাই ভালো); 13 অবলম্বন বা অনুসরণ করা (নিজের নিজের পথ দেখা); 14 অপেক্ষা করা (আর একটু দেখি); 15 সাবধান হওয়া (দেখো যেন ভুল না হয়)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. দৃষ্ট (দেখা জিনিস)। [সং. √ দৃশ্ > বাং. √ দেখ্ + আ]। দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা; আবির্ভূত হওয়া; 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)। ̃ দেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাত্কার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি); 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)। ̃ নো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?); দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)। ̃ শুনা, ̃ শোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা; 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)। ̃ সাক্ষাত্ বি. পরস্পর সাক্ষাত্ ও খবরাখবরের আদানপ্রদান। দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়); 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)। চোখের দেখা দ্র চোখদেখে-শুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে; চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)। দেখতে দেখতে দ্র দেখতে দেখতে। দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)।

দেড় [ dēḍ় ] বিণ. এক এবং আধ (দেড়খানা রুটি, দেড় দিন ছুটি)। [সং. দ্ব্যর্ধ তু. হি. ডেঢ়]।

দেড়ে, দেড়েল [ dēḍ়ē, dēḍ়ēla ] দ্র দাড়ি

দেদার [ dēdāra ] বিণ. প্রচুর, বিস্তর (দেদার লোক, দেদার খাওয়া, দেদার মজা)। [ফা. দীদার]।

দেদীপ্য-মান [ dēdīpya-māna ] বিণ. অতিশয় দীপ্তিসহ জ্বলছে এমন, জাজ্বল্যমান, দীপ্তিময়, জ্বলজ্বল করছে এমন। [সং. √ দীপ্ + যঙ্ + মান (শানচ্)]।

দেদো [ dēdō ] বিণ. দাদযুক্ত, দাদ রোগে আক্রান্ত। [বাং. দাদ + উয়া > ও]।

দেধান [ dēdhāna ] বি. শস্যবিশেষ, জোয়ার। [সং. দেবধান্য]।

দেনদার [ dēnadāra ] দ্র দেনা

দেন-মোহর [ dēna-mōhara ] বি. মুসলমানদের বিবাহে স্ত্রীকে দেওয়া স্বামীর যৌতুক বা উপহার। [আ. দয়ন্মোহ্র]।

দেনা [ dēnā ] বি. 1 ধার, কর্জ (দেনা শোধ করেছি); 2 দেয় অর্থ (দেনা-পাওনা); 3 টাকাপয়সা ইত্যাদি দেওয়া (লেনা-দেনা)। [আ. দয়েন্]। ̃ দার, দেন-দার বি. বিণ. ঋণী, খাতক, যে ধার করেছে। দেনা-পাওনা বি. 1 দেয় ও প্রাপ্য অর্থ; 2 দেয় ও প্রাপ্যের হিসাবনিকাশ।

দেনো [ dēnō ] বিণ. 1 দানের যোগ্য; 2 ক্রিয়াকর্মে বা দানে পাওয়া গেছে বা দেওয়া হয়েছে এমন (দেনো গামছা)। [সং. দান > বাং. অর্থে দান + উয়া > ও]।

দেব [ dēba ] বি. 1 ঈশ্বর; 2 স্বর্গের অধিবাসী পুরুষদেবতা; 3 রাজা প্রভু গুরুজন ব্রাহ্মণ বা তত্স্হানীয় ব্যক্তিদের সম্বোধন বা উল্লেখের সময় তাঁদের প্রতি প্রযোজ্য শব্দ (পিতৃদেব, গুরুদেব, পরমহংসদেব); 4 ব্রাহ্মণের উপাধিবিশেষ (দেবশর্মা); 5 প্রধান বা শ্রেষ্ঠজন (ভুদেব, নরদেব)। [সং. √ দিব্ + অ]। স্ত্রী. দেবী। ̃ কাষ্ঠ বি. দেবদারু গাছ। ̃ কুল বি. 1 মন্দির, দেবালয়; 2 দেবগণ। ̃ খাত বি. কোনো মানুষ খোঁড়েনি এমন স্বাভাবিক জলাশয়, হ্রদ। ̃ গুরু বি. বৃহস্পতি। ̃ গৃহ বি. দেবালয়, মন্দির। ̃ চর্যা বি. দেবতার পূজা। ̃ চ্ছদ বি. শতনরি হার। ̃ তরু বি. স্বর্গের পঞ্চবৃক্ষ যথা মন্দার পারিজাত সন্তান কল্পবৃক্ষ ও হরিচন্দন। ̃ তা বি. দেবদেবী (মূলত স্ত্রীলিঙ্গ হলেও বাংলায় উভয়লিঙ্গে ব্যবহৃত)। ̃ তুল্য বিণ. দেবতার সদৃশ, দেবতার মতো। ̃ ত্ব বি. দেবতার ধর্ম গুণ অবস্হা ও ঐশ্বর্য। ̃ ত্র, (কথ্য) দেবোত্তর বিণ. দেবতার সেবার জন্য উত্সর্গীকৃত (দেবত্র সম্পত্তি)। ☐ বি. ওইরকম সম্পত্তি। ̃ দত্ত বিণ. 1 ঈশ্বরের দেওয়া; 2 দেবতার উদ্দেশে প্রদত্ত; 3 তৃতীয় পাণ্ডব অর্জুনের শঙ্খের নাম। ̃ দর্শন বি. মন্দিরের মধ্যে বা পূজার স্হানে দেবতার প্রতিমা দর্শন। ̃ দারু বি. বড় গাছবিশেষ, দেওদার। ̃ দাসী বি. দেবমন্দিরের নর্তকী বা পরিচারিকা। ̃ দুর্লভ বিণ. দেবতাদের পক্ষেও দুষ্প্রাপ্য এমন। ̃ দূত বি. স্বর্গীয় দূত, ঈশ্বর বা দেবগণের প্রেরিত দূত। ̃ দেব বি. শ্রেষ্ঠ দেবতা; মহাদেব; ব্রহ্মা; বিষ্ণু। ̃ দ্বিজ বি. দেবতা ও ব্রাহ্মণ (দেবদ্বিজে ভক্তি নেই)। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. দেবগণের প্রতি হিংসাকারী। ☐ বি. অসুর। ̃ ধান্য বি. দেধান, জোয়ার। ̃ ধূপ বি. গুগ্গুল। ̃ নাগর, ̃ নাগরী বি. যে লিপিতে হিন্দি, সংস্কৃত প্রভৃতি ভাষা লেখা হয়, নাগরী। ̃ পতি বি. ইন্দ্র। ̃ পশু বি. বলির পশু। ̃ পুরী বি. 1 স্বর্গ, অমরাবতী, ইন্দ্রালয়; 2 (আল.) অতি সুন্দর ভবন। ̃ প্রসাদ বি. 1 দেবতার আশীর্বাদ; 2 দেবতার কাছে নিবেদিত সামগ্রী। ̃ প্রিয় বিণ. দেবগণএর প্রিয়। ☐ বি. ফুলবিশেষ, বকফুল। ̃ বাক্য, ̃ বাণী বি. দেবতার বাণী, দৈববাণী। ̃ ব্রত বি. ভীষ্ম। ̃ ভাষা বি. সংস্কৃত ভাষা। ̃ ভূমি বি. 1 স্বর্গ; 2 হিমালয়; 3 পবিত্র স্হান; 4 (আল.) স্বর্গতুল্য সুন্দর স্হান। ̃ মাতা (-তৃ) বি. কশ্যপপত্নী অদিতি। ̃ মাতৃক বিণ. 1 ইন্দ্র কর্তৃক বা তাঁর সৃষ্ট মেঘ কর্তৃক মাতারূপে পালিত; 2 বৃষ্টির জলেই প্রচুর শস্য উত্পন্ন হয় এমন। ̃ মায়া বি. 1 অবিদ্যা, অজ্ঞান; 2 পার্থিব মোহ। ̃ মূর্তি বি. দেবতার প্রতিমা। ̃ যাত্রা বি. দেবতা দর্শনের উদ্দেশ্যে যাত্রা, তীর্থযাত্রা। ̃ যান বি. 1 দিব্যরথ, ব্যোমযান, আকাশে ভ্রমণকারী রথ; 2 পুণ্যবানের স্বর্গগমনের পথ। ̃ যানী বি. শুক্রাচার্যের কন্যা ও রাজা যযাতির পত্নী। ̃ যোনি বি. ভূতপ্রেতাদি উপদেবতা। ̃ রথ বি. দেবযান; সূর্যরথ। ̃ রাজ বি. ইন্দ্র। ̃ র্ষি বি. দেবতা হয়েও মন্ত্রদর্শী ঋষি, যেমন নারদ। ̃ বি. নিত্যসেবায় নিযুক্ত পূজাব্যবসায়ী, পূজারি ব্রাহ্মণ। ̃ লোক বি. স্বর্গ। ̃ শত্রু বি. অসুর, দৈত্য। ̃ শর্মা (-র্মন্) বি. ব্রাহ্মণদের সাধারণ উপাধি। ̃ শিল্পী (-ল্পিন্) বি. বিশ্বকর্মা। ̃ সেনা বি. 1 দেবতাদের সৈন্য; 2 কার্তিকেয়র পত্নী। ̃ সেনা-পতি বি. কার্তিকেয়। ̃ স্ব বি. দেবত্র; দেবতাদের প্রাপ্য বা সম্পত্তি।

দেবকী, দৈবকী [ dēbakī, daibakī ] বি. বসুদেবের পত্নী, কৃষ্ণের মাতা। [সং. দেবক + অ + ঈ]।

দেবত্র [ dēbatra ] দ্র দেব

দেবন [ dēbana ] বি. 1 পাশা খেলা; 2 দেবতাদের উদ্দেশে স্তুতি; 3 দুঃখকষ্ট। (তু. পরিদেবন, পরিদেবনা)। [সং. √ দিব্ + অন]।

দেবর [ dēbara ] বি. দেওর, স্বামীর কনিষ্ঠ ভ্রাতা।[সং. √ দেব্ + অর]।

দেবা [ dēbā ] বি. (ব্যঙ্গে) স্বামী; পুরুষ ('যেমন দেবা তেমনি দেবী': দীন)। [সং. দেব + বাং. আ (তুচ্ছার্থে)]।

দেবাত্মা (-ত্মন্), দেবাতাত্মা [ dēbātmā (-tman), dēbātātmā ] (-ত্মন্) বিণ. দেবতাস্বরূপ, দেবতার তুল্য, দেবতার মতো মহত্ চিত্তবৃত্তিযুক্ত, পবিত্র (দেবতাত্মা হিমালয়)। [সং. দেব + আত্মন্, দেবতা + আত্মন্]।

দেবাদি-দেব [ dēbādi-dēba ] বি. 1 সর্বপ্রধান দেবতা; 2 মহাদেব; 3 বিষ্ণু; 4 ব্রহ্মা। [সং. দেব + আদিদেব]।

দেবাদেশ [ dēbādēśa ] বি. 1 দেবতার নির্দেশ; 2 স্বর্গীয় বা দৈব প্রেরণা। [সং. দেব + আদেশ]।

দেবানুগ্রহ [ dēbānugraha ] বি. দেবতার দয়া। [সং. দেব + অনুগ্রহ]।

দেবান্তক [ dēbāntaka ] বিণ. দেবতার হত্যাকারী। [সং. দেব + অন্তক]।

দেবারি [ dēbāri ] বি. দেবতার শত্রু; দৈত্য; অসুর। [সং. দেব + অরি]।

দেবালয়, দেবায়তন [ dēbālaẏa, dēbāẏatana ] বি. মন্দির। [সং. দেব + আলয়, আয়তন]।

দেবাশ্রিত [ dēbāśrita ] বিণ. দেবতাদের দ্বারা রক্ষিত; দেবতার অনুগ্রহপ্রাপ্ত। [সং. দেব + আশ্রিত]।

দেবী [ dēbī ] বি. 1 দেব -এর স্ত্রীলিঙ্গ; 2 দুর্গা, ভগবতী, পরমেশ্বরী, আদ্যাশক্তি; 3 মহিলাদের বিশেষত প্রণম্যাদের নাম বা সম্পর্ক উল্লেখের পরে প্রযোজ্য সম্মানসূচক শব্দ (মাতৃদেবী, বাসন্তীদেবী)। [স. দেব +ঈ]। ̃ পক্ষ বি. মহালয়ার পর প্রতিপদ থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত যে পক্ষকালে দেবী দুর্গার পূজা হয়। ̃ পুরাণ বি. চণ্ডীমাহাত্ম্য সম্বন্ধীয় উপপুরাণবিশেষ। ̃ মাহাত্ম্য বি. মার্কণ্ডের পুরাণের যে অংশে চণ্ডিকাদেবীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে, চণ্ডী। ̃ সূক্ত বি. মহালক্ষ্মীদেবীর স্তুতিরূপ মন্ত্র।

দেবেন্দ্র [ dēbēndra ] বি. দেবরাজ ইন্দ্র। [সং. দেব + ইন্দ্র]।

দেবেশ [ dēbēśa ] বি. 1 দেবতাদের প্রধান, শিব; 2 গীতায় উক্ত পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ('প্রসীদ দেবেশ জগন্নিবাস')। [সং. দেব + ঈশ]।

দেবোচিত [ dēbōcita ] বিণ. দেবতুল্য (দেবোচিত কান্তি)। [সং. দেব + উচিত]।

দেবোপম [ dēbōpama ] বিণ. দেবতুল্য, দেবোচিত, দেবসদৃশ (দেবোপম কান্তি)। [সং. দেব + উপমা (সমাসান্ত)]।

দেব্যা [ dēbyā ] (বর্ত. অপ্র.) বিধবা ব্রাহ্মণ নারীদের নামের শেষে ব্যবহৃত উপনাম বা পদবিবিশেষ। [সং. দেবী]।

দেমাক [ dēmāka ] বি. গর্ব, অহংকার, দম্ভ (দেমাকে মাটিতে পা পড়ে না)। [আ. দিমাগ্]।

দেয় [ dēẏa ] বিণ. দিতে হবে এমন, দানযোগ্য (সরকারকে দেয় কর)। [সং. √ দা + য]।

দেয়া2 [ dēẏā2 ] বি. মেঘ ('ঘনঘন দেয়া গরজন': জ্ঞান.)। [< সং. দেবতা]।

দেয়ালা [ dēẏālā ] বি. স্বপ্নের ঘোরে শিশুর হাসিকান্না ('শৈশবের আবছায়ে শিশুর দেয়ালা': দে. সে.)। [সং. দেবলীলা]।

দেয়াসি [ dēẏāsi ] বি. 1 পূজারি; 2 মনসা শীতলা প্রভৃতি দেবতার পূজারি বা পাণ্ডা। [সং. দেবদাসী-তু. প্রাকৃ. দেঅআসী]।

দেয়াসিনি [ dēẏāsini ] বি. 1 দেবসেবিকা, পূজারিনি; 2 মন্ত্রতন্ত্র জানে এমন নারী। [< দেবদাসী কিংবা দেববাসিনী]।

-দের [ -dēra ] সম্বন্ধপদে বহুবচনের বিভক্তি (ছেলেদের, আমাদের)।

দেরকো [ dērakō ] বি. কাঠের তৈরি পিলশুজ, কাঠের তৈরি দীপাধার। [সং. দীপবৃক্ষ]।

দেরাজ [ dērāja ] বি. টেবিল, আলমারি প্রভৃতির মধ্যেকার বাক্সবিশেষ, টানা, drawer. [ফা. দরাজ্]।

দেরি [ dēri ] বি. বিলম্ব। [ফা. দের্]।

দেশ [ dēśa ] বি. 1 পৃথিবীর ভৌগোলিক বিভাগবিশেষ (বহু দেশ দেখেছি); 2 পৃথিবীর রাজনৈতিক বিভাগবিশেষ, রাষ্ট্র (তিনটি দেশ নিয়ে এই সংগঠন); 3 প্রদেশ (বঙ্গদেশ, রাঢ়দেশ); 4 স্বদেশ, জন্মভূমি (দেশে ফেরার জন্য আকুলতা, দেশপ্রেম); 5 নিজের গ্রাম (দেশের বাড়ি); 6 অঞ্চল (মেরুদেশ); 7 দিক (দক্ষিণদেশের লোক); 8 শরীরের অংশ (কণ্ঠদেশ, স্কন্ধদেশ); 9 সংগীতের রাগবিশেষ। [সং. √ দিশ্ + অ]। ̃ কাল বি. স্হান ও সময় বা তাদের স্বরূপ; অবস্হা, পরিবেশ ইত্যাদি। ̃ কাল-পাত্র বি. স্হান, সময় ও পরিবেশপরিস্হিতি। ̃ কালোচিত বিণ. অবস্হা ও পরিস্হিতি অনুযায়ী। ̃ ছাড়া বিণ. 1 দেশের নিয়ম বা পরিস্হিতির সঙ্গে সংগতি নেই এমন (এমন দেশছাড়া নিয়মের কথা কেউ কখনো শুনেছে?); 2 বহুকাল দেশের বাইরে রয়েছে এমন। ̃ বিণ. দেশে উত্পন্ন, দেশি। ̃ জোড়া বিণ. সারা দেশে ছড়িয়ে রয়েছে এমন, সারা দেশে প্রচারিত (দেশছোড়া সুনাম)। ̃ ত্যাগ বি. দেশ ছেড়ে অন্যত্র যাওয়া। ̃ ত্যাগী (-গিন্) বিণ. দেশ ছেডে় অন্যত্র গেছে এমন। ̃ দ্রোহ বি. স্বদেশের ক্ষতিসাধন; স্বদেশের প্রতি শত্রুতা। ̃ দ্রোহী (-হিন্) বিণ. স্বদেশের ক্ষতিসাধন করে এমন। বি. ̃ দ্রোহিতা। ̃ প্রসিদ্ধ, ̃ বিখ্যাত বিণ. দেশজোড়া খ্যাতিসম্পন্ন। ̃ প্রিয় বিণ. 1 দেশের ভক্ত; 2 দেশের লোকের প্রিয়। ̃ প্রেমিক বি. বিণ. স্বদেশভক্ত; স্বদেশের সেবক। ̃ বন্ধু বি. স্বদেশের মিত্র; প্রসিদ্ধ দেশনেতা চিত্তরঞ্জন দাশকে প্রদত্ত উপাধিবিশেষ। ̃ বরেণ্য বিণ. সারা দেশে সম্মানিত; সারা দেশে বিখ্যাত। ̃ বাসী (-সিন্) বি. বিণ. দেশের লোকজন; স্বদেশের লোকজন। ̃ বিদেশ বি. স্বদেশ ও অন্য দেশ; নানা দেশ (দেশবিদেশের খেলা)। ̃ ব্যাপী (-পিন্), ̃ ময় বিণ. দেশজোড়া -র অনুরূপ। ̃ ভ্রমণ বি. দেশের নানা স্হানে কিংবা নানা দেশে বেড়ানো। ̃ ময় বিণ. দেশজোড়া, দেশব্যাপী। ̃ মাতৃকা বি. স্বদেশজননী, মাত়ৃরূপা জন্মভূমি। ̃ সেবক বিণ. বি. দেশের কল্যাণে নিযুক্ত, দেশের সেবা করে এমন। ̃ হিত বি. দেশের মঙ্গল। ̃ হিত-ব্রত বি. দেশের মঙ্গলসাধনের ব্রত বা সংকল্প। ☐ বিণ. দেশের মঙ্গলই যার ব্রত। ̃ হিত-ব্রতী (-তিন্) বিণ. দেশের কল্যাণকে ব্রত বা সংকল্প হিসাবে গ্রহণ করেছে এমন। ̃ হিতৈষী (-ষিন্) বিণ. দেশহিতব্রতী -র অনরূপ। ̃ দেশান্তর বি. স্বদেশ ও অন্যদেশ; নানা দেশ।

দেশনা [ dēśanā ] বি. উপদেশ, শিক্ষা (বুদ্ধদেবের ধর্মদেশনা, গুরুর অন্তিম দেশনা)। [সং. √ দিশ্ + অন + আ]।

দেশাচার [ dēśācāra ] বি. শাস্ত্রবিহিত না হলেও দেশের মধ্যে প্রচলিত আচার বা প্রথা। [সং. দেশ + আচার]।

দেশাত্ম-বোধ [ dēśātma-bōdha ] বি. স্বদেশের স্বার্থ ও নিজের স্বার্থকে অভিন্ন জ্ঞান করা; স্বদেশপ্রেম। [সং. দেশ্ + আত্মবোধ]। ̃ বিণ. দেশাত্মবোধ জাগায় এমন (দেশাত্মবোধক সংগীত)।

দেশাধিপ [ dēśādhipa ] বি. দেশের অধিকর্তা, রাজা। [সং. দেশ + অধিপ]।

দেশান্তর [ dēśāntara ] বি. 1 অন্য দেশ (দেশান্তরে যাওয়া); 2 দূরের দেশ; 3 (ভূগো.) মুখ্য মধ্যরেখা বা prime meridian থেকে কোনো নির্দিষ্ট স্হানের কৌণিক দূরত্ব বা নিরক্ষবৃত্তের চাপ, দ্রাঘিমা, longitude (বি.প.)।[সং. দেশ+অন্তর]। দেশান্তরিত বিণ. 1 অন্য দেশে বা দূর দেশে গেছে এমন; 2 স্বদেশ থেকে বিতাড়িত; 3 বিদেশবাসী, প্রবাসী।

দেশান্তরি, দেশান্তরী [ dēśāntari, dēśāntarī ] বিণ. 1 বিদেশে গেছে এমন, (দেশান্তরি হওয়া); 2 স্বদেশত্যাগী; 3 নিরুদ্দিষ্ট। [সং. দেশান্তর + বাং. ই]।

দেশি, দেশী [ dēśi, dēśī ] বিণ. 1 দেশে নির্মিত বা উত্পন্ন (দেশি চাল, দেশি কাপড়, দেশি যন্ত্রপাতি); 2 স্বদেশে প্রচলিত (দেশি আচার ব্যবহার); 3 দেশ থেকে আগত (পরদেশি); 4 সংগীতের রাগবিশেষ। [সং. দেশ + ইন্]।

দেশীয়, দেশ্য [ dēśīẏa, dēśya ] বিণ. 1 দেশজ, দেশে উত্পন্ন (দেশীয় সম্পদ); 2 দেশসম্বন্ধীয় (দেশীয় ইতিহাস, দেশীয় অর্থনীতি); 3 দেশে প্রচলিত (দেশীয় আচার, দেশীয় রীতিনীতি)। [সং. দেশ + ঈয়, য]।

দেশোত্-পন্ন [ dēśōt-panna ] বিণ. দেশজ, দেশে তৈরি বা উত্পন্ন। [সং. দেশ + উত্পন্ন]।

দেহ1, দেহো [ dēha1, dēhō ] অনু-ক্রি. (কাব্যে) দাও ('পরাইয়া দেহ ধড়া': বৈষ্ণব পদাবলি; 'দেহো, প্রভু, করুণা তোমার': রবীন্দ্র)। [দেওয়া দ্র]।

দেহ2 [ dēha2 ] বি. শরীর। [সং. √ দিহ্ + অ]। ̃ কোষ বি. 1 প্রাণী বা উদ্ভিদের দেহের সূক্ষ্ম অংশ, cell; 2 গায়ের চামড়া, ত্বক। ̃ ক্ষয় বি. 1 দেহের ক্ষতি বা ধ্বংস; স্বাস্হ্যহানি; 2 মৃত্যু। ̃ চর্চা বি. শরীরের বা স্বাস্হ্যের উন্নতির জন্য ব্যায়াম ইত্যাদি প্রক্রিয়া। ̃ বিণ. দেহ থেকে উত্পন্ন (দেহজ মল)। ☐ বি. পুত্র। বিণ. স্ত্রী. ̃ জা। ̃ তত্ত্ব বি. 1 অঙ্গসংস্হানবিদ্যা, শারীরস্হানবিদ্যা, anatomy; 2 দেহের মধ্যেই সমস্ত সত্যের অবস্হান-এই তত্ত্ব (দেহতত্ত্বের গান)। ̃ ত্যাগ বি. মৃত্যু, প্রাণত্যাগ। ̃ দান বি. 1 মৃত্যু, জীবন বিসর্জন; 2 যৌন সম্ভোগের জন্য (প্রধানত স্ত্রীলোক কর্তৃক) শরীর সমর্পণ। ̃ ধারণ বি. 1 প্রাণধারণ, জীবনযাপন, বেঁচে থাকা; 2 দেবতাদের মানবদেহ বা মানবজন্ম পরিগ্রহ। ̃ ধারী (-রিন্) বিণ. শরীরী, অঙ্গ বা মূর্তিবিশিষ্ট। ̃ পাত বি. 1 দেহের ক্ষয় বা ধ্বংস (কার জন্য দেহপাত করছি); 2 মৃত্যু। ̃ পিঞ্জর বি. পিঞ্জরস্বরূপ দেহ, দেহ; শরীরের কাঠামো। ̃ ভৃত্ বি. দেহ। ̃ যাত্রা বি. জীবনযাপন। ̃ রক্ষা বি. মৃত্যু (দেহরক্ষা করা)। ̃ রক্ষী বি. রাজা প্রভৃতিকে রক্ষা করার জন্য যে অনুচর সঙ্গে সঙ্গে থাকে। দেহ রাখা ক্রি. বি. মারা যাওয়া (কাশীতে দেহ রেখেছেন)। ̃ শোভা, ̃ শ্রী বি. শরীরের সৌন্দর্য বা কান্তি। ̃ সৌন্দর্য, ̃ সৌষ্ঠব বি. দেহশ্রী -র অনুরূপ।

দেহলি, (বর্জি) দেহলী [ dēhali, (barji) dēhalī ] বি. 1 বারান্দা, দাওয়া, ঘরের সামনের রক; 2 চৌকাঠ, গোবরাট; টৌকাঠের উপরের বা নীচের কাঠ। [সং. দেহ + √ লা + ই]।

দেহা [ dēhā ] বি. (ব্রজ. ও প্রা. বাং.) 1 দেহ, শরীর ('কাঁহে সোঁপালি নিজ দেহা': গো. দা.); 2 জীবন। [সং. দেহ]।

দেহাত [ dēhāta ] বি. গ্রাম, পাড়াগাঁ। [ফা. দেহাত্]। দেহাতি বিণ. 1 গ্রামবাসী; 2 গ্রামে ব্যবহৃত; 3 (তুচ্ছার্থে) গ্রাম্য, গেঁয়ো।

দেহাতীত [ dēhātīta ] বিণ. দেহের অতীত, দৈহিক সম্পর্কবর্জিত (দেহাতীত আনন্দ)। [সং. দেহ + অতীত]।

দেহাত্ম-প্রত্যয় [ dēhātma-pratyaẏa ] বি. দেহই আত্মা-এই বিশ্বাস। [সং. দেহাত্মন্ + প্রত্যয়]।

দেহাত্ম-বাদ [ dēhātma-bāda ] বি. দেহই আত্মা বা দেহ থেকে স্বতন্ত্র আত্মা নেই-এই মত, চার্বাকের জড়বাদী দর্শন। [সং. দেহাত্মন্ + বাদ]। দেহাত্ম-বাদী (-দিন্) বিণ. বি. দেহাত্মবাদে বিশ্বাসী।

দেহান্ত [ dēhānta ] বি. মৃত্যু। [সং. দেহ + অন্ত]।

দেহান্তর [ dēhāntara ] বি. 1 অন্য দেহ; 2 পুনর্জন্ম। [সং. দেহ + অন্তর]।

দেহাবরণ [ dēhābaraṇa ] বি. দেহের আচ্ছাদন, পোশাক। [সং. দেহ + আবরণ]।

দেহাবসান [ dēhābasāna ] বি. মৃত্যু। [সং. দেহ + অবসান]।

দেহারা [ dēhārā ] বি. (প্রা. বাং.) মন্দির। [< সং. দেবগৃহ > প্রাকৃ. দেহরয়-তু. হি. দেহরা]।

দেহি [ dēhi ] অনু-ক্রি. দাও (দেহি দেহি রব)। [সং. √ দা]।

দেহী [ dēhī ] (-হিন্) বিণ. শরীরী, দেহধারী (বিদেহী, মনুষ্যদেহী)। [সং. দেহ + ইন্]। স্ত্রী. দেহিনী

দেহোপ-জীবিনী [ dēhōpa-jībinī ] বি. (স্ত্রী.) যে দেহ বিক্রয় করে জীবিকা নির্বাহ করে, গণিকা, বেশ্যা। [সং. দেহ + উপজীবিন্ + ঈ]।

দৈত্য [ daitya ] বি. 1 কশ্যপপত্নী দিতির পুত্র, অসুর; 2 দানব। [সং. দিতি + য (অপত্যার্থে)]। ̃ কুল বি. দানব বংশ। ̃ গুরু বি. শুক্রাচার্য। ̃ মাতা (-তৃ) বি. দিতি। দৈত্যারি বি. 1 দৈত্যের শত্রু; 2 দেবতা; 3 বিষ্ণু।

দৈন1 [ daina1 ] বিণ. দৈনিক; দিবসসংক্রান্ত। [সং. দিন + অ]।

দৈন2 [ daina2 ] বিণ. দীনতা, দারিদ্র। [সং. দীন + অ]।

দৈনন্দিন [ dainandina ] বিণ. প্রতিদিনের, প্রাত্যহিক, দৈনিক (দৈনন্দিন কাজ)। [সং. দিন + দিন + অ]। বি. ̃ তা

দৈনিক [ dainika ] বিণ. দৈনন্দিন, প্রত্যহ করতে হয় বা ঘটে এমন (দৈনিক রুটিন)। ☐ বি. রোজ প্রকাশিত হয় এমন সংবাদপত্র (দৈনিকে চোখ বুলানো)। [সং. দিন + ইক]।

দৈন্য [ dainya ] বিণ. 1 দীনতা; 2 দারিদ্র, অভাব; 3 কার্পণ্য, ব্যয় করতে কাতরতা। [সং. দীন + য]। ̃ দশা বি. দারিদ্র; দুরবস্হা।

দৈব [ daiba ] বি. অদৃষ্ট, ভাগ্য ('প্রবাসে দৈবের বশে': মধু)। ☐ বিণ. 1 দেবতাসম্বন্ধীয় (দৈবঘটনা); 2 দেবকৃত (দৈববাণী); 3 বুদ্ধির অগম্য, অলৌকিক (দৈব শক্তি, দৈব চিকিত্সা)। [সং. দেব + অ]। স্ত্রী. দৈবী। ̃ ক্রমে, ̃ গতিকে ক্রি-বিণ. দৈবাত্, হঠাত্, ভাগ্যক্রমে (দৈবগতিকে তার দেখা পেয়ে গেলাম)। ̃ ঘটনা বি. অলৌকিক বা আকস্মিক ঘটনা। ̃ জ্ঞ বিণ. ভাগ্যগণনাকারী, জ্যোতিষী। ̃ বি. দেবতা ('সহায় দৈবত': সু.দ.)। ̃ দুর্বিপাক বি. যে ঘটনার জন্য মানুষ দায়ী নয়, প্রাকৃতিক দুর্ঘটনা। ̃ দোষ বি. অদৃষ্টের প্রতিকূলতা। ̃ বশত, ̃ বশে-দৈবক্রমে -র অনুরূপ। ̃ বাণী বি. আকাশ থেকে ধ্বনিত দেবতার বাণী, অলক্ষ্যে অবস্হিত দেবতার ঘোষণা। ̃ বিড়ম্বনা বি. দেবতার বা ভাগ্যের ছলনা বা প্রতিকূলতা। ̃ যোগে ক্রি-বিণ. দৈবক্রমে -র অনুরূপ। ̃ শক্তি বি. দেবতার আয়ত্ত বা অলৌকিক শক্তি; বিধিদত্ত ক্ষমতা। দৈবাত্ অব্য. 1 হঠাত্, সহসা (দৈবাত্ যদি কেউ চলে আসে); 2 দৈববশত। দৈবাদেশ বি. দেবতার নির্দেশ; অলৌকিক প্রেরণা। দৈবাধীন, দৈবায়ত্ত বিণ. দেবতা বা ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত।

দৈবী [ daibī ] বিণ. (স্ত্রী.) দেবসম্বন্ধীয়, দেবকৃত (দৈবী প্রেরণা, দৈবী শক্তি)। [সং. দেব + অ + ঈ]। দৈবী বাক্ বি. দেবভাষা, সংস্কৃত। দৈবী মায়া বি. অলৌকিক মায়া; ঐশ্বরিক মায়া। দৈবী শক্তি বি. অলৌকিক বা ঐশ্বরিক শক্তি, যে শক্তি মানুষের বোধ বা নিয়ন্ত্রণের অতীত।

দৈর্ঘ্য [ dairghya ] বি. 1 দীর্ঘতা (পথের দৈর্ঘ্য, সময়ের দৈর্ঘ্য); 2 খাড়াই, লম্বাই, লম্বা দিকের মাপ। [সং. দীর্ঘ + য]।

দৈশিক [ daiśika ] বিণ. 1 দৈশসম্বন্ধীয়; 2 অংশ বা একদেশ সংক্রান্ত; 3 উপদেশক, উপদেষ্টা। [সং. দেশ + ইক]।

দৈহিক [ daihika ] বিণ. দেহসম্বন্ধীয়, দেহগত (দৈহিক শক্তি)। [সং. দেহ + ইক]। ̃ তা বি. দেহের সঙ্গে সম্বন্ধ।

দো- [ dō- ] বিণ. দুই (দোমুখো, দোসরা, দোআঁশলা, দোতলা)। [হি. দো < সং. দ্বি]। ̃ আনি দ্র দু। ̃ আব বি. দুই নদীর মধ্যবর্তী বা দুটি নদীবিশিষ্ট দেশ বা ভূভাগ। ̃ আঁশ বিণ. এঁটেল বা বেলে মাটির মিশ্রণজাত (দোআঁশ মাটি)। ̃ আঁশলা বিণ. 1 বর্ণসঙ্কর (দোআঁশলা কুকুর); 2 দুরকম পদার্থের মিশ্রণজাত। ̃ কর বিণ. 1 দ্বিগুণ; 2 দুইবার (দোকর খাটুনি, দোকর ধার শোধ দেওয়া)। ̃ কলা, ̃ কা বিণ. ক্রি-বিণ. 1 মাত্র দুজন বা দুজনে; 2 দোসরসহ (একলা নয়, দোকলা)। ̃ চালা বিণ. বি. দু দ্র। ̃ ছতরি বি. উপরের ছাদের নীচে ঘরের মধ্যে ছোট ছাদ। ̃ ছুট, ̃ ছোট বি. দ্বিতীয় বস্ত্র অর্থাত্ উত্তরীয়, চাদর। ̃ তরফা দ্র দু। ̃ তলা, ̃ তালা, দুতলা বিণ. দুই স্তর বা তলবিশিষ্ট। ☐ বি. পাকা বাড়ির দ্বিতীয় তল। ̃ তারা, ̃ ধারি, ̃ নলা, ̃ নালা, ̃ পেয়ে দ্র দু। ̃ পড়া, বিণ. গায়েহলুদের পরে বিয়ে ভেঙে গেছে এমন (দোপড়া মেয়ে)। ̃ ফলা, ̃ ফলা বিণ. 1 দুই ফলকযুক্ত (দোফলা ছুরি); 2 বছরে দুবার ফল দেয় এমন (দোফলা গাছ)। ̃ ফসলি বিণ. বছরে দুবার ফসল হয় এমন (দোফসলি জমি)। ̃ ফাল, ̃ ফালি দ্র দু। ̃ ভাষী, দুভাষী বিণ. যে দুটি ভাষা জানে। ☐ বি. যে উভয়ের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয়, interpreter. ̃ মনা, ̃ মুখো, ̃ মেটে, ̃ য়ানি দ্র দু। ̃ য়াব-দোআব -এর বানানভেদ। ̃ রকা, ̃ রোকা, ̃ রোখা বিণ. দুই দিকে কারুকার্যযুক্ত বা রংযুক্ত (দোরোখা শাল)। ̃ রসা বিণ. 1 আধপচা (দোরসা মাছ, দোরসা ফল); 2 দোআঁশ (দোরসা জমি); 3 মিঠেকড়া (দোরসা তামাক)। ̃ শালা বি. শালের জোড়া। ̃ সুতি দ্র দু। ̃ হাতিয়া-দুহাতিয়া -র রূপভেদ।

দোআনি, দোআব, দোআঁশ, দোআঁশলা [ dōāni, dōāba, dōām̐śa, dōām̐śalā ] দ্র দো

দোঁহা1 [ dōm̐hā1 ] বি. অপভ্রংশে ও মধ্যযুগের হিন্দিতে প্রচলিত ছন্দোবিশেষ অথবা উক্ত ছন্দের দুই চরণবিশিষ্ট পদ (কবিরের দোঁহা)। [হি. দোহা < সং. দ্বি]।

দোঁহা2 [ dōm̐hā2 ] সর্ব. (ব্রজ.) দুইজন, উভয়। [সং. দ্বি]। ̃ , ̃ কার, সর্ব. বিণ. (ব্রজ ও কাব্যে) দুজনের, উভয়ের (দোঁহাকার মন)। দোঁহে সর্ব. (ব্রজ. ও কাব্যে) উভয়ে ('দোঁহারে দেখিছে দোঁহে')।

দোকর, দোকলা, দোকা [ dōkara, dōkalā, dōkā ] দ্র দো

দোকান [ dōkāna ] বি. জিনিসপত্র কেনাবেচার স্হান বা গৃহ, বিপণি, পণ্যশালা। [ফা. দুকান]। দোকান করা ক্রি. বি. 1 দোকান দেওয়া, দোকান স্হাপন করা (ওখানে আমি একটা দোকান করেছি); 2 দোকান বা বাজার থেকে জিনিসপত্র কিনে আনা। দোকান খোলা ক্রি. বি. 1 দোকান দেওয়া, দোকান স্হাপন করা; 2 দোকানের দৈনন্দিন বেচার কাজ আরম্ভ করা। দোকান তোলা ক্রি. বি. দৈনন্দিন বেচাকেনার পর দোকান বন্ধ করা। ̃ দার, দোকানি বি. দোকানের মালিক; পণ্যবিক্রেতা। ̃ দারি বি. 1 দোকানদারের বৃত্তি বা কাজ; 2 স্বার্থপর আচরণ; 3 কেবল আর্থিক লাভালাভের হিসাব। ☐ বিণ. দোকানদারসুলভ। দোকান দেওয়া ক্রি. বি. দোকান স্হাপন করা। ̃ পাট বি. দোকান এবং দোকানে বিক্রয়ের জন্য রাখা পণ্য। ̃ হাট বি. বাজার ও দোকানপাট (রবিবারে দোকানহাট বন্ধ থাকে)। দোকানহাট করা ক্রি. বি. দোকান ও বাজার থেকে জিনিসপত্র কেনা।

দোক্তা, দোকতা [ dōktā, dōkatā ] বি. 1 শুকনো তামাকপাতা; 2 মশলা-মেশানো তামাকপাতাচূর্ণ। [দেশি]।

দোগ্ধা [ dōgdhā ] (-গ্ধৃ) বিণ. দোহনকারী। ☐ বি. 1 গোয়ালা; 2 বাছুর। [সং. √ দুহ্ + তৃ]। দোগ্ধ্রী বিণ. (স্ত্রী.) দোহনকারিণী। ☐ বি. (স্ত্রী.) 1 দুগ্ধবতী গাভী; 2 ধাত্রী, wet nurse.

দোচালা, দোছুট [ dōcālā, dōchuṭa ] দ্র দো

দোজখ [ dōjakha ] বি. (মুস.) নরক। [ফা. দুজখ্]।

দোজবর, দোজবরে [ dōjabara, dōjabarē ] বিণ. বি. দ্বিতীয়বার বিবাহার্থী বা বিবাহিত (দোজবরের সঙ্গে মেয়ের বিয়ে)। [প্রাকৃ. দোজো + বাং. বর, + ইয়া > এ]।

দোটানা, দোতরফা [ dōṭānā, dōtaraphā ] দ্র দু

দোতলা, দোতালা [ dōtalā, dōtālā ] দ্র দো

দোতারা [ dōtārā ] দ্র দু

দোদমা [ dōdamā ] বি. ফাটবার পর দুবার শব্দ হয় এমন পটকাবিশেষ। [দেশি]।

দোদুল [ dōdula ] বিণ. ক্রমাগত কাঁপছে বা দুলছে এমন, দোলায়মান ('দোদুল দোলায় দাও দুলিয়ে': রবীন্দ্র)। [সং. দোদুল্যমান]।

দোদুল্য-মান [ dōdulya-māna ] বিণ. 1 ক্রমাগত দুলছে এমন (দোদুল্যমান বৃক্ষশাখা); 2 দ্বিধাগ্রস্ত, একবার মনে হচ্ছে এটা করি আর একবার মনে হচ্ছে ওটা করি-এই ভাবযুক্ত (আর দোদুল্যমান না থেকে একটা স্হির সিদ্ধান্ত নিয়ে নাও)। [সং. √ দুল্ + যঙ্ + মান (শানচ্)]।

দোধারি, দোনলা [ dōdhāri, dōnalā ] দ্র দু

দোনা [ dōnā ] বি. 1 পানের খিলি রাখবার ঠোঙা; 2 পানের খিলি। [সং. দ্রোণ]।

দোপড়া [ dōpaḍ়ā ] দ্র দো

দোপাটি [ dōpāṭi ] বি. লাল ও গোলাপি রঙের পাপড়িযুক্ত ছোট মরশুমি ফুলবিশেষ। [সং. দ্বিপুটি]।

দোপাট্টা [ dōpāṭṭā ] বিণ. 1 দুই ভাগে বিভক্ত; দুই স্তরে বিন্যস্ত (দোপাট্টা দাড়ি); 2 মাঝে লম্বালম্বি জোড়া দেওয়া হয়েছে এমন (দোপাট্টা চাদর)। [হি. দো + বাং. পাট্টা (< হি. পট্টা)]।

দোপিঁয়াজি, দোপেঁয়াজি [ dōpim̐ẏāji, dōpēm̐ẏāji ] বি. অত্যধিক পেঁয়াজ সহযোগে প্রস্তুত মাংসের ব্যঞ্জনবিশেষ। [ফা. দোপিয়াজা]।

দোপেয়ে [ dōpēẏē ] দ্র দু

দোফলা, দোফসলি [ dōphalā, dōphasali ] দ্র দো

দোবজা [ dōbajā ] বি. মোটা চাদরবিশেষ, উত্তরীয়বিশেষ। [তু. হি. ধূপছাহ = চাদরবিশেষ]।

দোবরা, দোবারা [ dōbarā, dōbārā ] বিণ. দুবার পরিষ্কার করে সাদা দানাযুক্ত (দোবরা চিনি)। [হি. দোবরা]।

দোভাষী [ dōbhāṣī ] দ্র দো

দোমনা [ dōmanā ] দ্র দু

দোমালা [ dōmālā ] বিণ. (নারকেল সম্বন্ধে) ডাব ও ঝুনোর মাঝামাঝি, আধপাকা (দোমালা নারকেল)। [দেশি]।

দোমুখো, দোমেটে [ dōmukhō, dōmēṭē ] দ্র দু

দোয়া1 [ dōẏā1 ] বি. 1 আশীর্বাদ; 2 শুভকামনা, শুভেচ্ছা; 3 প্রার্থনা (আল্লার কাছে দোয়া করব)। [আ. ফা. দুআ]।

দোয়াত [ dōẏāta ] বি. লেখার কালি রাখার পাত্র, মস্যাধার। [আ. দবাআত্]।

দোয়ার, দোয়ারকি [ dōẏāra, dōẏāraki ] যথাক্রমে দোহার ও দোহারকি -র চলিত রূপ।

দোয়েল [ dōẏēla ] বি. মিষ্টি শিস দিয়ে ডাকে এমন সুপরিচিত সাদাকালো পাখিবিশেষ। [বাং. < হি. দৈয়াল]।

দোর [ dōra ] বি. দ্বার ও দুয়ার -এর কথ্য রূপ ('ভোর হল, দোর খোলো': নজরুল)।

দোরকা [ dōrakā ] দ্র দো

দোরঙা [ dōraṅā ] বিণ. দুই রংবিশিষ্ট (দোরঙা শাল)। [বাং. দু (দো) + রং + আ]।

দোরসা [ dōrasā ] দ্র দো

দোরোকা, দোরোখা [ dōrōkā, dōrōkhā ] দ্র দো

দোর্দণ্ড [ dōrdaṇḍa ] বি. দণ্ড বা শক্ত লাঠির মতো বাহু, ভুজদণ্ড। ☐ বিণ. (গৌণার্থে) দুর্দম, দুর্দান্ত, অত্যন্ত পরাক্রমশালী (দোর্দণ্ড জমিদার, দোর্দণ্ডপ্রতাপ)। [সং. দোঃ(দোস্) + দণ্ড]। ̃ প্রতাপ বিণ. অত্যন্ত প্রতাপশালী। ☐ বি. প্রবল প্রতাপ, প্রচণ্ড পরাক্রম।

দোল [ dōla ] বি. 1 দোলন, দোলা, ঝুলন, আন্দোলন (দোল দেওয়া); 2 ফাল্গুনি পূর্ণিমার শ্রীকৃষ্ণের ঝুলন উত্সব, দোলযাত্রা, হোলি। [সং. √ দুল্ + ণিচ্ + অ]। ̃ দুর্গোত্সব বি. 1 দোল এবং দুর্গাপূজা; 2 (গৌণার্থে) নানাবিধ উত্সব (তোমাদের তো দোলদুর্গোত্সব লেগেই আছে)। ̃ মঞ্চ বি. যে বেদির উপর দোলযাত্রা উপলক্ষ্যে রাধাকৃষ্ণের দোলা ঝুলানো হয়। ̃ যাত্রা বি. শ্রীকৃষ্ণের ঝুলন উত্সব।

দোলক [ dōlaka ] বি. 1 যা দোলে; 2 ঘড়ি প্রভৃতির যে যন্ত্র দোলে, pendulum. [সং. √ দোলি (=দোলা) + অক]।

দোলন [ dōlana ] বি. দোলা, দুলতে থাকা; আন্দোলন। [প্রাকৃ. √ দোল + বাং. অন-তু. হি. √ দুল্ < সং. √ দুল্]।

দোলনা [ dōlanā ] বি. ঝোলানো পিঁড়ি বা ঝুড়িবিশেষ যাতে চড়ে দোল খাওয়া হয়। [প্রাকৃ. √ দোল + বাং. না]।

দোলমা, দোরমা [ dōlamā, dōramā ] বি. পটোলের মধ্যে মাছ-মাংসের পুর দিয়ে প্রস্তুত খাবারবিশেষ। [দেশি]।

দোলা1 [ dōlā1 ] বি. শিবিকাবিশেষ, চতুর্দোলা; 2 দোলনা; 3 শববহনের খাটুলি। [প্রাকৃ. √ দোল (< সং. √ দুল্) + বাং. আ]।

দোলা2 [ dōlā2 ] ক্রি. দুলানো, দোল দেওয়া, আন্দোলিত করা (গাছের ডালটাকে দোলাচ্ছে)। ☐ বি. দোল, আন্দোলন (আমার মনকে দোলা দিয়েছে)। [প্রাকৃ. √ দোল + বাং. আ]। ̃ নো ক্রি. দোল দেওয়া, দুলানো। ☐ বি. উক্ত অর্থে।

দোলাই [ dōlāi ] বি. মোটা শীতবস্ত্রবিশেষ, দুই পাট কাপড়ের তৈরি চাদরজাতীয় শীতবস্ত্রবিশেষ। [হি. দুলাঈ]।

দোলাচল-চিত্ত [ dōlācala-citta ] বিণ. অস্হিরচিত্ত, চঞ্চল, দোদুল্যমান, দ্বিধাগ্রস্ত। ☐ বি. দ্বিধা, অস্হিরচিত্ততা। [সং. দোলা (√ দুল্ + অ + আ (স্ত্রী.) + চল (=চঞ্চল) + চিত্ত]।

দোলায়-মান [ dōlāẏa-māna ] বিণ. 1 দুলছে এমন, দোদুল্যমান (দোলায়মান বৃক্ষশাখা); 2 দ্বিধাগ্রস্ত, সংশয়াপন্ন; 3 ঝুলন্ত। [সং. √ দোলায় (দোলা + ক্যঙ্) + মান (শানচ্)]।

দোলায়িত [ dōlāẏita ] বিণ. 1 দোল দেওয়া হচ্ছে বা দুলছে এমন; 2 ঝুলানো হয়েছে বা ঝুলছে এমন। [সং. √ দোলায় + ত]।

দোলিকা [ dōlikā ] বি. ডুলি বা পালকি। [সং. দোলা + ক (ই আগম) + আ]।

দোলিত [ dōlita ] বিণ. আন্দোলিত, দোল দেওয়া বা দুলিয়ে দেওয়া হয়েছে এমন (দোলিত বৃক্ষশাখা)। [সং. √ দোলি + ত]।

দোশালা [ dōśālā ] দ্র দো

দোষ [ dōṣa ] বি. 1 পাপ, অপরাধ (কর্মদোষ); 2 কুস্বভাব, কুরীতি (পানদোষ, আলস্যদোষ); 3 ত্রুটি, খুঁত (কাজে দোষ ধরা); 5 কুপ্রভাব, ফের (গ্রহের দোষ, ভাগ্যদোষ)। [সং. √ দুষ্ + অ]। ̃ কীর্তন বি. ত্রুটি বা অপরাধের কথা বারবার বলা; নিন্দাবাদ। ̃ ক্ষালন বি. অপরাধ বা ত্রুটি মোচন। ̃ গ্রাহী (-হিন্), ̃ দর্শী (-র্শিন্) বিণ. কেবল অন্যের দোষ দেখে বা ধরে এমন, ছিদ্রান্বেষী। ̃ জ্ঞ বিণ. দোষগুণ বিচারে সমর্থ। ☐ বি. 1 পণ্ডিত; 2 চিকিত্সক, বৈদ্য। ̃ বি. দোষ দেওয়া বা দেখানো। ̃ ত্রয় বি. 1 বাত পিত্ত কফ-এই তিন দোষ; 2 রাগ দ্বেষ মোহ-এই তিন দোষ। ̃ দর্শী (-র্শিন্) দোষগ্রাহী -র অনুরূপ। ̃ বিণ. দোষযুক্ত। দোষা ক্রি. 1 দুষা-র চলিত রূপ (আমায় দোষো কেন?); 2 দূষিত হওয়া ('হাওয়া দূষিয়া উঠিল': রবীন্দ্র)। দোষাবহ বিণ. দোষযুক্ত; দোষজনক। দোষারোপ বি. অভিযোগ করা, দোষ দেওয়া, বদনাম দেওয়া (দোষারোপ করা)। দোষাশ্রিত বিণ. দোষযুক্ত। দোষী (-ষিন্) বিণ. দোষকারী, অপরাধী। স্ত্রী. দোষিণীদোষৈক-দর্শী (-র্শিন্) বিণ. (গুণ না দেখে) কেবল দোষই দেখে এমন।

দোষা, দোষাবহ, দোষারোপ, দোষাশ্রিত [ dōṣā, dōṣābaha, dōṣārōpa, dōṣāśrita ] দ্র দোষ

দোসর [ dōsara ] বিণ. বি. 1 সহযোগী, সহায় ('তোর নাইকো দোসর ভবের মাঝে': কর্মের দোসর); 2 দ্বিতীয় (এ ব্যাপারে তার দোসর মেলা ভার); 3 ভাগীদার (চোরের দোসর)। [হি. দুসরা]।

দোসা, ধোসা [ dōsā, dhōsā ] বি. চালের গুঁড়ো ও কলাইয়ের ডালবাটা দিয়ে প্রস্তুত দক্ষিণ ভারতীয় খাবারবিশেষ। [তা. ধোসা]।

দোসুতি [ dōsuti ] দ্র দু

দোস্ত [ dōsta ] বি. বন্ধু। [ফা. দোস্ত্]। দোস্তি বি. বন্ধুত্ব (দোস্তি করা, দোস্তি পাতানো)।

দোহক [ dōhaka ] বিণ. 1 দুধ দোহন করে এমন; 2 (আল.) শোষণকারী। [সং. √ দুহ্ + অক]।

দোহদ [ dōhada ] বি. 1 গর্ভিণীর ইচ্ছা বা সাধ; 2 ইচ্ছা, বাসনা; 3 গর্ভ। [সং. দোহ + √ দা + অ]। ̃ দান বি. গর্ভবতী স্ত্রীলোককে তার বাসনা অনুযায়ী বিবিধ ভোজ্য দানের উত্সব, সাধভক্ষণের অনুষ্ঠান।

দোহন [ dōhana ] বি. 1 দুধ দোয়া; 2 (আল.) শোষণ। [সং.√ দুহ্ + অন]। ̃ পাত্র, দোহনী বি. দুধ দোহনের পাত্র। দোহনীয়, দোহ্য বিণ. দোহনযোগ্য।

দোহা, দোহাকার [ dōhā, dōhākāra ] যথাক্রমে দোঁহা2 ও দোঁহাকার -এর রূপভেদ।

দোহাই [ dōhāi ] বি. 1 কারও নাম নিয়ে শপথ বা দিব্যি (ঈশ্বরের দোহাই, এমন কাজ করব না, ধর্মের দোহাই); 2 মিনতি করা (দোহাই তোমরা একটু চুপ করো); 3 অজুহাত, ছুতা, অছিলা (অসুস্হতার দোহাই, দারিদ্রের দোহাই); 4 নজির (অতীতের ঘটনার দোহাই দেওয়া)। [হি. দুহাই]।

দোহানো [ dōhānō ] দ্র দুহা

দোহার [ dōhāra ] বিণ. 1 সহকারী গায়ক, যে মূল গায়কের ধুয়ো ধরে গান করে; 2 প্রধান বাদকের সহকারী; 3 (আল.) সহকারী। [সং. ধ্রুবকার]। ̃ কি বি. দোহারের কাজ; গানের ধুয়ার পুনরাবৃত্তি।

দোহারা [ dōhārā ] বিণ. 1 দ্বিগুণ; 2 দুই ভাঁজ বা দুই খেই বা দুই প্রস্হ বুনন আছে এমন (দোহারা সুতো); 3 রোগাও নয় আবার মোটাও নয় এমন, মাঝারি গড়নবিশিষ্ট (দোহারা চেহারা)। [বাং. দো (দুই) + হার + আ]।

দোহালো, দোহাল [ dōhālō, dōhāla ] বিণ. 1 দুধ দেয় এমন; 2 দোহন করা হয় এমন (দোহাল গাই)। ☐ বিণ. বি. দুধ যে দোহন করে, দোহক। [সং. √ দুহ্ + অ = দোহ + বাং. আলো]।

দোহ্য [ dōhya ] দ্র দোহন

দৌড় [ dauḍ় ] বি. 1 ছুট, ধাবন, বেগে যাওয়া (দৌড় প্রতিযোগিতা, দৌড় দাও, নইলে গাড়ি পাবে না); 2 বেগে পলায়ন (পুলিশ দেখেই দৌড় দিল); 3 (ব্যঙ্গে) ক্ষমতা (দেখব তোমার দৌড় কতদূর)। [< সং. √ দ্রু + বাং. অ-তু. হি. মৈ. দৌড়]। ̃ ঝাঁপ বি. 1 দৌড় ও লাফ; 2 দাপাদাপি; 3 ব্যস্ততার সঙ্গে ছোটাছুটি (আমাদের আর দৌড়ঝাঁপ করার বয়স নেই)। দৌড় দেওয়া, দৌড় মারা ক্রি. বি. 1 ছুটে যাওয়া; 2 বেগে পলায়ন করা। দৌড়া-দৌড়ি বি. ক্রমাগত দৌড়, ছোটাছুটি। দৌড়ানো ক্রি. বি. দৌড় দেওয়া, ছোটা। ☐ বিণ. উক্ত অর্থে।

দৌত্য [ dautya ] বি. দূতের কাজ বা বৃত্তি (শান্তির দৌত্য ব্যর্থ হয়েছে)। [সং. দূত + য]।

দৌবারিক [ daubārika ] বি. দারোয়ান, দ্বাররক্ষক। [সং. দ্বার + ইক]।

দৌরাত্ম্য [ daurātmya ] বি. 1 উত্পীড়ন, অত্যাচার (মস্তানদের দৌরাত্ম্য); 2 অশান্ত আচরণ, দুরন্তপনা (ছেলেটা সারাদিন কী দৌরাত্ম্যই না করে!)। [সং. দুরাত্মন্ + য]।

দৌর্গন্ধ্য [ daurgandhya ] বি. দুর্গন্ধযুক্ততা; খারাপ গন্ধ (মুখদৌর্গন্ধ্য)। [সং. দুর্গন্ধ + য]।

দৌর্বল্য [ daurbalya ] বি. দুর্বলতা, শক্তি বা সামর্থ্যের অভাব (হৃদয়দৌর্বল্য, ধাতুদৌর্বল্য)। [সং. দুর্বল + য]।

দৌর্মনস্য [ daurmanasya ] বি. 1 উদ্বেগ, দুশ্চিন্তা; 2 দুঃখ; 3 মনের দুঃখজনিত অবসাদ। [সং. দুর্মনস্ + য]।

দৌলত [ daulata ] বি. 1 সম্পদ, ঐশ্বর্য (ধনদৌলত); 2 সাহায্য, অনুগ্রহ, প্রভাব (শ্বশুরের দৌলতে)। [আ. দওলত্]। ̃ খানা বি. ঐশ্বর্যপূর্ণ বাসগৃহ। ̃ দার বিণ. ঐশ্বর্যশালী। ̃ দারি বি. ঐশ্বর্যশালিতা; ভোগবিলাস ও মর্যাদা।

দৌহিত্র [ dauhitra ] বি. দুহিতা বা কন্যার পুত্র। [সং. দুহিতৃ + অ]। দৌহিত্রী বি. (স্ত্রী.) কন্যার কন্যা।

দ্বন্দ্ব [ dbandba ] বি. 1 সংঘাত, ঝগড়া, বিবাদ (মন্দভালোর দ্বন্দ্ব, 'হিংসার উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব': রবীন্দ্র); 2 যুদ্ধ বা শত্রুতা; 3 দ্বিধা বা সংশয় (মনের দ্বন্দ্ব ঘুচানো); 4 (ব্যাক.) সমান প্রাধান্যপূর্ণ উভয় পদের সমাসবিশেষ যথা পাপপুণ্য, শীত-গ্রীষ্ম; 5 যুগল, মিথুন। [সং. দ্বি + দ্বি (নি.)]। ̃ বিণ. কলহ থেকে উত্পন্ন বা সৃষ্ট। ̃ যুদ্ধ বি. দুইজনের মধ্যে লড়াই। দ্বন্দ্বাতীত বিণ. সুখদুঃখ বা এইরকম পরস্পরবিরোধী বোধের অতীত বা সেই বিরোধ সহ্য করতে পারে এমন। দ্বন্দ্বী (-ন্দ্বিন্) বিণ. দ্বন্দ্বকারী।

দ্বয় [ dbaẏa ] সর্ব. বি. দুই, উভয়, যুগল (পুত্রদ্বয়, কন্যাদ্বয়, হস্তদ্বয়)। [সং. দ্বি + অয়]।

দ্বাচত্বারিংশ [ dbācatbāriṃśa ] বিণ. 42 সংখ্যক (দ্বাচত্বারিংশ অধ্যায়)। [সং. দ্বিচত্বারিংশত্ + অ]। ̃ ত্ বি. বিণ. 42 সংখ্যা বা সংখ্যক, বিয়াল্লিশ। ̃ ত্তম বিণ. 42 সংখ্যক। ̃ ত্তমী বিণ. (স্ত্রী.) 42 সংখ্যক।

দ্বাত্রিংশ [ dbātriṃśa ] বিণ. 32 সংখ্যক। [সং. দ্বি (দ্বা) ত্রিংশত্ + অ]। ̃ ত্ বি. বিণ. 32 সংখ্যা বা সংখ্যক, বত্রিশ। ̃ ত্তম বিণ. 32 সংখ্যক। ̃ ত্তমী বিণ. (স্ত্রী.) 32 সংখ্যক।

দ্বাদশ [ dbādaśa ] (-শন্) বি. বিণ. 12 সংখ্যা বা সংখ্যক, বারো। [সং. দ্বি + দশন্]। দ্বাদশী বি. (স্ত্রী.) তিথিবিশেষ। ☐ বিণ. (স্ত্রী.) 1 বারো বছর বয়স্কা; 2 দ্বাদশস্হানীয়া।

দ্বাপর [ dbāpara ] বি. হিন্দু পুরাণে কথিত তৃতীয় যুগ। [সং. দ্বি (সত্য ও ত্রেতার) + পর (পরবর্তী)]।

দ্বাবিংশ [ dbābiṃśa ] বিণ. 22 সংখ্যক। [সং. দ্বাবিংশতি + অ]। ̃ তি বি. বিণ. 22 সংখ্যা বা সংখ্যক, বাইশ। ̃ তি.তম বিণ. 22 সংখ্যক। স্ত্রী. ̃ তি.তমী

দ্বার [ dbāra ] বি. 1 প্রবেশ করার বা বাইরে বেরোবার পথ; 2 দরজা। [সং. √ দ্বারি + অ]। ̃ দেশ, ̃ প্রান্ত বি. দরজার কাছের জায়গা, দরজার পাশ। ̃ পাল, ̃ রক্ষক, ̃ রক্ষী (-ক্ষিন্), দ্বারী (-রিন্) বি. দারোয়ান। ̃ রোধ বি. দরজা বন্ধ করা; পথ আগলে দাঁড়ানো (দ্বাররোধ করা)। ̃ স্হ বিণ. 1 দ্বারদেশে উপনীত; 2 (আল.) সাহায্যপ্রার্থী (অবশেষে তাঁর দ্বারস্হ হলাম)। দ্বারাধ্যক্ষ বি. দ্বাররক্ষী, দারোয়ান। দ্বারিক বি. দাররক্ষী, দারোয়ান।

দ্বারকা, দ্বারিকা [ dbārakā, dbārikā ] বি. 1 শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত বলে পরিচিত এবং হিন্দুদের অন্যতম তীর্থস্হানরূপে পরিগণিত উত্তর ভারতের শহরবিশেষ; 2 আরব সাগরের তীরে গুজরাতের অন্তর্গত সুপ্রসিদ্ধ নগরী। [সং. দ্বার + √ কৈ + অ + আ (স্ত্রী.)]। ̃ নাথ, ̃ পতি বি. শ্রীকৃষ্ণ।

দ্বারবান [ dbārabāna ] বি. দারোয়ান, দ্বারী। [তু. সং. দ্বার; ফা. দর্ওয়ান্]।

দ্বারা [ dbārā ] অনু. অব্য. 1 সাহায্যে (পত্র দ্বারা নিমন্ত্রণ); 2 দিয়া, দিয়ে, যোগে (সংবাদপত্রের দ্বারা ঘোষণা, আমার দ্বারা একাজ হবে না); 3 মারফত (ভৃত্যের দ্বারা সংবাদপ্রেরণ)। [সং. দ্বার শব্দের 3য়া বিভক্তির 1বচন]।

দ্বারিকা [ dbārikā ] দ্র দ্বার

দ্বারিকা, দ্বারিকানাথ [ dbārikā, dbārikānātha ] দ্র দ্বারকা

দ্বারী [ dbārī ] দ্র দ্বার

দ্বারোদ্-ঘাটন, দ্বারোদ্ঘাটন [ dbārōd-ghāṭana, dbārōdghāṭana ] বি. উদ্বোধন, কোনো উত্সবপ্রাঙ্গণ বা নবপ্রতিষ্ঠিত গৃহাদির আনুষ্ঠানিক উদ্বোধন। [সং. দ্বার + উদ্ঘাটন]।

দ্বাষষ্টি [ dbāṣaṣṭi ] বি. বিণ. 62 সংখ্যা বা সংখ্যক; বাষট্টি। [সং. দ্বা (দ্বি) + ষষ্ + তি]। ̃ তম বিণ. 62 সংখ্যক। স্ত্রী. ̃ তমী

দ্বাসপ্ততি [ dbāsaptati ] বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর। [সং. দ্বা (দ্বি) + সপ্ততি (সপ্ত + দশতি)]। ̃ তম বিণ. 72 সংখ্যক। স্ত্রী. ̃ তমী

দ্বি [ dbi ] বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই। [সং.]। ̃ কর্মক বিণ. (ব্যাক.) দুই কর্মপদযুক্ত। ̃ খণ্ডিত বিণ. দুই সমান বা অসমান খণ্ডে বিভক্ত। ̃ গু (ব্যাক.) সংখ্যানির্দেশক সমাসবিশেষ, যেমন, ত্রিভুবন। ̃ গুণ বিণ. দুইগুণ, দুবার গুণ করা হয়েছে এমন, ডবল। ̃ গুণিত, ̃ গুণীকৃত বিণ. দ্বিগুণ করা হয়েছে এমন। ̃ ঘাত বি. গণিতের প্রণালীবিশেষ, quadratic. ̃ চারণ বি. 1 একই ক্ষেত্রে বা একই বিষয়ে দুরকম আচরণ; 2 একই সঙ্গে দুজনের সঙ্গে প্রণয়। ̃ চারিণী বিণ. (স্ত্রী.) দুই পুরষের প্রতি আসক্তা, ব্যভিচারিণী। ̃ , ̃ জন্মা (-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3 (বিরল) দন্ত। স্ত্রী. দ্বিজা। ̃ জ-পতি, ̃ জ-রাজ বি. 1 দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ; 2 (ব্রহ্মার বিধান অনুযায়ী ব্রাহ্মণদের অধিপতিরূপে) চন্দ্র। ̃ জাতি-তত্ত্ব বি. ভারতে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায় ভিন্ন জাতির লোক এবং তাদের ভিন্ন রাষ্ট্রে বসবাস করা কর্তব্য-এই সাম্প্রদায়িক মত। ̃ জিহ্ব বি. 1 (দুই ভাগে জিহ্বা বিভক্ত বলে) সাপ; 2 (আল.) মিথ্যাবাদী; পরস্পরবিরোধী উক্তিকারী। ̃ জেন্দ্র, ̃ জোত্তম বি. দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ। ̃ তল বি. বিণ. দোতলা (দ্বিতলে থাকে, দ্বিতল বাড়ি)। ̃ তীয় বিণ. 1 সংখ্যক, দুইয়ের পূরক। ̃ তীয়ত (-তস্) অব্য. ক্রি-বিণ. দ্বিতীয় ক্ষেত্রে; দ্বিতীয় দফায়, দ্বিতীয় বারে। ̃ তীয়া বিণ. (স্ত্রী.) 1 2 সংখ্যক; 2 তিথিবিশেষ। ̃ তীয়াশ্রম বি. গার্হস্হ্যজীবন। ̃ ত্ব বি. 1 দ্বিগুণত্ব; 2 পুনরুক্তি; 3 দুবার ব্যবহার বা প্রয়োগ (শব্দদ্বিত্ব)। ̃ দল বিণ. দুটি পাতাযুক্ত। ☐ বি. ডাল। ̃ ধা ক্রি-বিণ. দুই ভাগে বা দুই প্রকারে বা দুই দিকে (দ্বিধাবিভক্ত, দ্বিধাখণ্ডিত)। ☐ বিণ. দুই ভাগে বিভক্ত (দেশ দ্বিধা হয়েছে)। ☐ বি. সংশয়, সন্দেহ, মনের ইতস্তত ভাব (দ্বিধাগ্রস্ত, দ্বিধান্বিত, বিনা দ্বিধায় মেনে নেওয়া)। ̃ ধা-করণ বি. দুই ভাগে ভাগ করা বা বিচ্ছিন্ন করা। ̃ ধা-গ্রস্ত বিণ. সংশয়াপন্ন, মনের ইতস্তত ভাবযুক্ত; কুণ্ঠিত। ̃ নবতি বিণ. বি. 92 সংখ্যা বা সংখ্যক, বিরানব্বই। ̃ নবতি-তম বিণ. 92 সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ বি. হাতি। ̃ পঞ্চাশত্ বি. 52 সংখ্যা। ̃ পঞ্চাশত্তম বিণ. 52 সংখ্যক। স্ত্রী. পঞ্চাশত্তমী। ̃ পদ বিণ. দুই পা-যুক্ত, দুপেয়ে। ☐ বি. মানুষ, পাখি ইত্যাদি দুপেয়ে প্রাণী। ̃ পদী বি. দুই চরণবিশিষ্ট পদ্যের ছন্দোবিশেষ। ̃ পাদ বি. বিণ. 1 দুই পদবিশিষ্ট; 2 দুই পদপরিমিত। ̃ প্রহর বি. দুপুর, মধ্যাহ্ন। ̃ বচন বি. (ব্যাক.) দ্বিত্ববাচক বিভক্তি। ̃ বার্ষিক বিণ. 1 যার দুই বত্সর বয়স হয়েছে (দ্বিবার্ষিক শিশু, দ্বিবার্ষিক পত্রিকা); 2 যার দুই বত্সরে উত্পন্ন হয় বা হয়েছে (দ্বিবার্ষিক শস্য)। ̃ বিধ বিণ. দুই রকম। ̃ ভাব বিণ. বাইরে একরকম ও ভিতরে অন্যরকম ভাবযুক্ত, কপট। ☐ বি. দুই ভাব। ̃ ভাষী (-ষিন্) বিণ. বি. দোভাষী, অন্যের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয় এমন। ̃ ভুজ বি. বিণ. দুই হাত বা দুই হাতবিশিষ্ট; দুই বাহু বা দুই বাহুবিশিষ্ট। ̃ মত বি. দুই বিরুদ্ধ মত, মতভেদ (এ বিষয়ে দ্বিমত নেই)। ̃ মাসিক বিণ. বি. দুই মাস অন্তর ঘটে এমন; দুই মাস অন্তর প্রকাশিত হয় এমন পত্রিকা। ̃ রদ বি. (দুটি দন্তযুক্ত) হাতি। দ্বিরদ-রদ বি. গজদন্ত। ̃ রাগমন বি. বিবাহের পর বধূর দ্বিতীয়বার পিতৃগৃহ থেকে পতিগৃহে আগমনের সংস্কার। ̃ রুক্ত বিণ দুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্ত বি দুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্তি বি. দ্বিতীয়বার উক্তি বা উল্লেখ; আপত্তিজ্ঞাপন (দ্বিরুক্তি না করে কাজটা করল)। ̃ রেফ বি. ভ্রমর। ̃ শত বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই শত। ̃ শততম বিণ. 2 সংখ্যক। স্ত্রী. ̃ শততমী। ̃ সপ্ততি বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. 72 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী

দ্বিষত্ [ dbiṣat ] বিণ. হিংসাকারী, দ্বেষকারী। ☐ বি. শত্রু, বৈরী। [সং. √ দ্বিষ্ + অত্ ]।

দ্বিষ্ট [ dbiṣṭa ] বিণ. 1 হিংসিত, যাকে হিংসা করা হয়েছে (বিদ্বিষ্ট); 2 নিন্দিত। [সং. √ দ্বিষ্ + ত]।

দ্বীপ [ dbīpa ] বি. চারিদিকে জল বা সমুদ্রবেষ্টিত স্হলভাগ। [সং. দ্বি + অপ্ + অ]। দ্বীপান্তর বি. 1 অন্য দ্বীপ ('নব নব পবনভরে, যাব দ্বীপে দ্বীপান্তরে': রবীন্দ্র); 2 দূরবর্তী দ্বীপে নির্বাসন। দ্বীপান্তরিত বিণ. দূরবর্তী কোনো দ্বীপে নির্বাসিত।

দ্বীপী [ dbīpī ] (-পিন্) বি. 1 বাঘ; 2 চিতাবাঘ; 3 সমুদ্র। [সং. দ্বীপ + ইন্]।

দ্বেষ [ dbēṣa ] বি. 1 ঈর্ষা, হিংসা; 2 শত্রুতা; 3 বিরাগ। [সং. √ দ্বিষ্ + অ]। ̃ বি. হিংসা বা ঈর্ষা করা, দ্বেষকরণ। দ্বেষী (-ষিন্), দ্বেষ্টা (-ষ্টৃ) বিণ. দ্বেষকারী, হিংসক। স্ত্রী. দ্বেষিণীদ্বেষ্য বিণ. 1 হিংসার যোগ্য; 2 হিংসার পাত্র।

দ্বৈত [ dbaita ] বি. 1 দ্বিত্ব; দ্বিবিধত্ব; 2 দুইয়ের সত্তা; 3 প্রাচীন ভারতের অরণ্যবিশেষ। ☐ বিণ. 1 দ্বিবিধ (দ্বৈত সত্তা, দ্বৈত ভূমিকা); 2 দুজনে মিলে করা হয় এমন (দ্বৈতসংগীত)। ̃ বাদ বি. জীবাত্মা ও পরমাত্মা কিংবা প্রকৃতি ও পুরুষ ভিন্ন-এই দার্শনিক মত। ̃ বাদী (-দিন্) বিণ. দ্বৈতবাদে বিশ্বাসী; দ্বৈতবাদ মানে এমন। ̃ শাসন বি. এক রাষ্ট্রে বা রাজ্যে দুই শাসনকর্তার যুগপত্ শাসন। ̃ সংগীত বি. দুজনে মিলে গাওয়া হয় এমন গান, duet. দ্বৈতাদ্বৈত বি. জীবাত্মা ও পরমাত্মার ভেদ ও অভেদ; দার্শনিক নিম্বার্কাচার্যের মতবাদ।

দ্বৈধ [ dbaidha ] বি. 1 দ্বিবিধত্ব; দ্বিত্ব; 2 অনৈক্য, বিরোধ (মতদ্বৈধ); 3 দ্বিধা, সংশয় (মনের দ্বৈধ কাটেনি)। [সং. দ্বিধা + অ]।

দ্বৈপ [ dbaipa ] বিণ. 1 দ্বীপসম্বন্ধীয়; 2 চিতাবাঘসম্বন্ধীয়। [সং. দ্বীপ + অ, দ্বীপিন্ + অ]। দ্বৈপ্য বিণ. দ্বীপসম্বন্ধীয়।

দ্বৈপায়ন [ dbaipāẏana ] বি. (যমুনাদ্বীপে জন্মেছিলেন বলে) ব্যাসদেব। [সং. দ্বীপ + অয়ন + অ (স্বার্থে)]। ̃ তা বি. দ্বীপে বাস বা বসতি ('ইংরেজের দ্বৈপায়নতা ইংরেজের পক্ষে একটা বড় সুযোগ': রবীন্দ্র)। কৃষ্ণদ্বৈপায়ন দ্র কৃষ্ণ

দ্বৈপ্য [ dbaipya ] দ্র দ্বৈপ

দ্বৈবার্ষিক [ dbaibārṣika ] বিণ. 1 দুই বত্সর অন্তর ঘটে এমন; 2 দুই বত্সরব্যাপী। [সং. দ্বিবর্ষ + ইক]।

দ্বৈবিধ্য [ dbaibidhya ] বি. 1 দ্বিবিধতা; 2 দ্বিধা, কুণ্ঠা, সংশয় [সং. দ্বিবিধ + য]।

দ্বৈমাতৃক [ dbaimātṛka ] বিণ. নদী ও বৃষ্টি এই দুই মাতৃতুল্যা পালিকার জলে প্রচুর শস্য উত্পন্ন হয় এমন (দেশ)। [সং. দ্বিমাতৃ + ক]।

দ্বৈরথ [ dbairatha ] বি. 1 দুই রথারুঢ় যোদ্ধার যুদ্ধ, দুই রথীর যুদ্ধ; 2 যুদ্ধ, সম্মুখ সমর। ☐ বিণ. দুই রথারূঢ় যোদ্ধা যুদ্ধ করছে এমন (দ্বৈরথ সমর)। [সং. দ্বিরথ + অ]।

দ্বৈরাজ্য [ dbairājya ] বি. 1 দ্বৈতশাসনাধিন রাজ্য; 2 দ্বৈতশাসন, dyarchy. [সং. দ্বিরাজ + য]।

দ্ব্যক্ষর [ dbyakṣara ] বিণ. দুই অক্ষরযুক্ত বা দুই বর্ণযুক্ত। ☐ বি. দুই অক্ষরযুক্ত মন্ত্রবিশেষ। [সং. দ্বি + অক্ষর]।

দ্ব্যণুক [ dbyaṇuka ] বিণ. দুই অণুর সমবায়ে উত্পন্ন। [সং. দ্বি + অণু + ক]।

দ্ব্যর্থ [ dbyartha ] বি. দুই অর্থ, দুইপ্রকার অর্থ। ☐ বিণ. 1 দুই অর্থযুক্ত, দুই অর্থ হয় এমন; 2 যার অর্থ অস্পষ্ট। [সং. দ্বি + অর্থ]। ̃ বিণ. দুইপ্রকার অর্থযুক্ত। বি. ̃ কতা। ̃ হীন বিণ. দুই প্রকার অর্থ হয় না এমন; স্পষ্ট অর্থযুক্ত (দ্ব্যর্থহীন ভাষায় জানানো হল)।

দ্ব্যশীতি [ dbyaśīti ] বি. বিণ. 82 সংখ্যা বা সংখ্যক, বিরাশি। [সং. দ্বি + অশীতি]। ̃ তম বিণ. 82 সংখ্যার পূরক। স্ত্রী. ̃ তমী

দ্ব্যহ [ dbyaha ] বি. দুই দিন। [সং. দ্বি + অহন্]।

দ্যাখন-হাসি [ dyākhana-hāsi ] দ্র দেখন

দ্ব্যাত্মবাদী [ dbyātmabādī ] (-দিন্) বিণ. দ্বৈতবাদী, জীবাত্মা ও পরমাত্মার পৃথক অস্তিত্ব মানে এমন। [সং. দ্বি + আত্মন্ + √ বদ্ + ইন্]।

দ্ব্যাহিক [ dbyāhika ] বিণ. 1 দুইদিন ব্যাপী; 2 দুইদিন অন্তর ঘটে এমন। [সং. দ্ব্যহ + ইক]।

দ্যু [ dyu ] বি. 1 স্বর্গ ('দ্যুলোকে ভূলোকে'); 2 আকাশ। [সং. √ দিব্ + ক্বিপ্]। ̃ লোক বি. স্বর্গলোক, স্বর্গ।

দ্যুতি [ dyuti ] বি. 1 দীপ্তি, প্রভা, ঔজ্জ্বল্য; 2 কিরণ; 3 শোভা (দ্যুতিময়, দ্যুতিমান)। [সং. √ দ্যুত্ + ই]। ̃ ময়, ̃ মান বিণ. দীপ্তিমান, উজ্জ্বল; শোভমান, শোভা পাচ্ছে এমন।

দ্যুলোক [ dyulōka ] দ্র দ্যু

দ্যূত [ dyūta ] বিণ. 1 বাজি রেখে পাশা খেলা; 2 পাশা খেলা; 3 জুয়া খেলা। [সং. √ দিব্ + ত]। ̃ কার, ̃ কর বিণ. বি. যে পাশা খেলে; জুয়াড়ি। ̃ ক্রীড়া বি. বাজি রেখে পাশা খেলা; পাশা খেলা।

দ্যোতক [ dyōtaka ] বিণ. 1 সূচক; ব্যঞ্জক, পরিচায়ক, প্রকাশক (ব্যক্তিত্বের দ্যোতক); 2 উদ্বোধক। [সং. √ দ্যুত্ + অক]।

দ্যোতনা [ dyōtanā ] বি. 1 ইঙ্গিত, ব্যঞ্জনা; 2 প্রকাশ। [সং. √ দ্যুত্ + অন + আ]। ̃ ময় বিণ. ব্যঞ্জনাময়, ইঙ্গিতময়।

দ্রঢ়িষ্ঠ [ draḍh়iṣṭha ] বিণ. 1 দৃঢ়তম; 2 অত্যন্ত দৃঢ়। [সং. দৃঢ় + ইষ্ঠ]। স্ত্রী. দ্রঢ়িষ্ঠা

দ্রঢ়ীয়ান, [ draḍh়īẏāna, ] (বর্জি.) দ্রঢ়ীয়ান্ (-য়স্) বিণ. দৃঢ়তর। [সং. দৃঢ় + ঈয়স্]। স্ত্রী. দ্রঢ়ীয়সী

দ্রব [ draba ] বিণ. তরল, গলিত (জলে দ্রব হওয়া)। ☐ বি. 1 জল ইত্যাদির দ্বারা তরলীকৃত পদার্থ, solution (বি.প.); 2 তরল বস্তু। [সং. √ দ্রু + অ]। ̃ বি. তরলীভবন, গলন, solution. ̃ ণীয় বিণ. গলানো যায় এমন।̃ তা, ̃ ত্ব বি. দ্রবীভবন; তরলতা। দ্রবী-করণ বি. (কঠিন পদার্থকে) তরল করা। দ্রবী-কৃত বিণ. তরলীকৃত, তরল করা হয়েছে এমন। দ্রবী-ভবন বি. (কঠিন পদার্থের) তরলীভবন, তরল হওয়া। দ্রবী-ভূত বিণ. তরলীভূত, তরল হয়েছে এমন, বিগলিত।

দ্রবিণ [ drabiṇa ] বি. 1 স্বর্ণ; 2 ধন, সম্পদ। [সং. √ দ্রু + ইন]।

দ্রবীকরণ, দ্রবীকৃত, দ্রবীভবন, দ্রবীভূত [ drabīkaraṇa, drabīkṛta, drabībhabana, drabībhūta ] দ্র দ্রব

দ্রব্য [ drabya ] বি. 1 বস্তু, পদার্থ, জিনিস; 2 উপাদান। [সং. √ দ্রু + য]। ̃ গুণ বি. 1 পদার্থের ধর্ম বা ক্রিয়া; 2 প্রাণিদেহের উপর দ্রব্যের প্রভাব বা ক্রিয়া; 3 বিভিন্ন দ্রব্যের গুণাবলি সম্পর্কে আয়ুর্বেদীয় গ্রন্হবিশেষ। ̃ জাত বিণ. দ্রব্যাদির দ্বারা উত্পন্ন। ☐ বি. দ্রব্যসমূহ। ̃ বিনিময় বি. জিনিসপত্রের আদান-প্রদান। ̃ ময় বিণ. দ্রব্যে বা উপকরণে পূর্ণ (দ্রব্যময় যজ্ঞ)। ̃ সামগ্রী বি. দ্রব্যাদি, জিনিসপত্র।

দ্রষ্টব্য [ draṣṭabya ] বিণ. 1 দর্শনীয়, দেখার বা বিবেচনার যোগ্য; 2 কোনো বিষয় উপলব্ধি করার জন্য অধ্যয়নযোগ্য, জ্ঞাতব্য, বিবেচ্য। [সং. √ দৃশ্ + তব্য]।

দ্রষ্টা [ draṣṭā ] (-ষ্টৃ) বিণ.বি. 1 দর্শনকারী (মন্ত্রদ্রষ্টা ঋষি); 2 সাক্ষী; 3 গভীর অর্ন্তদৃষ্টিসম্পন্ন (রবীন্দ্রনাথ কেবল কবিই নন, দ্রষ্টাও); 4 সত্যদৃষ্টি বা অর্ন্তদৃষ্টিসম্পন্ন বিচারক। [সং. √ দৃশ্ + তৃ]।

দ্রাক্ষা [ drākṣā ] বি. আঙুর ফল বা আঙুর লতা। [সং. √ দ্রাক্ষি + অ + আ]। ̃ রস বি. 1 আঙুরের রস; 2 আঙুরের রসে প্রস্তুত মদ।

দ্রাঘিমা [ drāghimā ] (-মন্) বি. 1 কোনো নির্দিষ্ট মধ্যরেখা থেকে (যেমন গ্রিনিচস্হিত মধ্যরেখা) অন্য কোনো স্হানের মধ্যরেখার কৌণিক দূরত্ব, দেশান্তর, longitude (বি. প.); 2 দৈর্ঘ্য। [সং. দীর্ঘ + ইমন্]। দ্রাঘিমাংশ বি. দ্রাঘিমা বা দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা-রেখা বি. দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বোঝাবার কল্পিত রেখা।

দ্রাব [ drāba ] বি. দ্রবণ, গলন। [সং. √ দ্রু + অ]। ̃ বিণ. দ্রবকারক, solvent (বি.প.)। ̃ বি. দ্রবীকরণ, তরল বা দ্রব করা। দ্রাবিত বিণ. দ্রব করা বা গলানো হয়েছে এমন (দ্রাবিত লবণ)।

দ্রাবিড় [ drābiḍ় ] বি. 1 প্রাচীন ভারতের দক্ষিণাঞ্চলের আদিম জাতিবিশেষ; 2 দক্ষিণ ভারতের অংশবিশেষ-বর্তমান তালিমনাড়ু রাজ্য ('দ্রাবিড় উত্কল বঙ্গ': রবীন্দ্র); 3 ওই স্হানের অধিবাসী বা তাদের ভাষা। ☐ বিণ. দ্রাবিড় দেশ বা দ্রাবিড় ভাষা সম্বন্ধীয়। [সং. দ্রবিড় + অ]। দ্রাবিড়ী বি. 1 দ্রাবিড় জাতির ভাষা; 2 দ্রাবিড়জাতীয়া রমণী।

দ্রাব্য [ drābya ] বিণ. দ্রবণীয়, গলানোর যোগ্য বা গলানো যায় এমন (অদ্রাব্য পদার্থ)। [সং. √ দ্রাবি (√ দ্রু + ণিচ্) + য]।

দ্রিমি-দ্রিমি [ drimi-drimi ] বি. ঢাকের আওয়াজবিশেষ। [ধ্বন্যা.]।

দ্রুত [ druta ] বিণ. 1 ত্বরান্বিত, ক্ষিপ্র (দ্রুতগতি, দ্রুত উন্নতি, দ্রুত লয়); 2 (বাংলায় বিরল) ক্ষরিত, গলিত, দ্রবীভূত। ☐ ক্রি-বিণ. শীঘ্র, তাড়াতাড়ি (দ্রুত সেখানে যাও)। [সং. √ দ্রু + ত]। ̃ গতি বিণ. ক্ষিপ্রতাসম্পন্ন; দ্রুত গতিবিশিষ্ট (দ্রুতগতি গাড়ি)। ̃ গামী (-মিন্) বিণ. দ্রুত চলে এমন। ̃ তা বি. ক্ষিপ্রতা, দ্রুতি। ̃ পদে ক্রি-বিণ. 1 অত্যন্ত তাড়াতাড়ি হেঁটে; 2 ক্ষিপ্রতার সঙ্গে, সত্বর। ̃ বেগে ক্রি-বিণ. অত্যন্ত দ্রুততার সঙ্গে; সত্বর, বেগে।

দ্রুতি [ druti ] বি. 1 দ্রুততা, ক্ষিপ্রতা; 2 বেগ, গতিময়তা। [সং. √ দ্রু + তি]।

দ্রুম [ druma ] বি. বৃক্ষ, গাছ ('দ্রুমদলশোভিনীম্': ব.চ.)। [সং. √ দ্রু (=ঊর্ধ্বগতি) + ম]। ̃ রাজ বি. বড় গাছ, মহাদ্রুম, মহীরুহ।

দ্রোণ [ drōṇa ] বি. 1 কুরুপাণ্ডবের অস্ত্রগুরুর নাম, দ্রোণাচার্য; 2 শস্যাদির পরিমাণবিশেষ; 3 শস্যাদি পরিমাপের পাত্রবিশেষ; 4 দাঁড়কাক; 5 ফুলবিশেষ বা তার গাছ, দণ্ডকলস। [সং. √দ্রু + ন]। ̃ কাক বি. দাঁড়কাক। ̃ পুষ্প বি. দণ্ডকলস ফুল।

দ্রোণি, দ্রোণী [ drōṇi, drōṇī ] বি. 1 ছোট নৌকাবিশেষ, ডোঙা; 2 জলসেচনী, দুনি; 3 কলসি; 4 দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি। [সং. √ দ্রু + নি, নী]।

দ্রোহ [ drōha ] বি. 1 (পৃথক শব্দ হিসাবে সচ. কাব্যে) শত্রুতা ('উচ্ছৃঙ্খলা স্বৈরিণীর দ্রোহে': সু.দ.); 2 (পরপদে) অন্যের অনিষ্টচিন্তা বা অনিষ্টাচরণ বা শত্রুতা (রাজদ্রোহ, সমাজদ্রোহ)। [সং. √ দ্রুহ্ + অ]। দ্রোহিতা বি. দ্রোহের ভাব বা কাজ, শত্রুতা। দ্রোহী (-হিন্) বিণ. দ্রোহকারী।

দ্রৌণি [ drauṇi ] বি. দ্রোণপুত্র অশ্বত্থামা। [সং. দ্রোণ + ই (অপত্যার্থে)]।

দ্রৌপদী [ draupadī ] বি. (মহাভারতে) পঞ্চপাণ্ডবের পত্নী এবং রাজা দ্রুপদের কন্যা। [সং. দ্রুপদ + অ + ঈ]।

দ্রৌহিক [ drauhika ] বিণ. 1 শত্রুতা বা অনিষ্টাচরণ সম্বন্ধীয়; 2 শত্রুতার যোগ্য। [সং. দ্রোহ + ইক]।