[ dh ] বাংলা বর্ণমালার ঊনবিংশ ব্যঞ্জনবর্ণ, এবং মহাপ্রাণ দন্ত্য ঘোষধ্বনি ধ্-এর দ্যোতক বর্ণ।

ধক [ dhaka ] বি. অব্য. 1 হঠাত্ আগুন জ্বলে ওঠার চাপা আওয়াজ; 2 হৃত্পিণ্ডে প্রবল স্পন্দনের শব্দ (বুকের ভিতর ধক করে উঠল)। [ধ্বন্যা.]। ধক ধক অব্য. বি. 1 আগুন জ্বলে ওঠার এবং উত্তরোত্তর বৃদ্ধির অব্যক্ত আওয়াজ; 2 ভয় ইত্যাদির জন্য হৃত্পিণ্ডের ক্রমাগত প্রবল স্পন্দনের শব্দ। ̃ ধকানি বি. প্রবল স্পন্দন।

ধকল [ dhakala ] বি. 1 ধাক্কা; 2 কাজের চাপ, খাটুনি (রোগা শরীরে এত ধকল কি সইবে?); 3 ব্যবহারজনিত ক্ষয় (ঘড়িটা খুব ধকল সয়েছে); 4 উপদ্রব, উত্পাত (সংসারের ধকল)। [হি. ধকল্, ঢকেল্ (=ধাক্কা)]।

ধট, ধটক [ dhaṭa, dhaṭaka ] বি. ওজন করার যন্ত্র, তুলাদণ্ড বা তুলাযন্ত্র। [সং. √ ধণ (=শব্দ) + অ, ণ=ট, বিকল্পে √ ধন্ + ট]।

ধটি, ধটী [ dhaṭi, dhaṭī ] বি. 1 কটিবাস, কৌপীন, ধড়া ('তোমার কটিতটের ধটি কে দিল রাঙিয়া': রবীন্দ্র); 2 পুরোনো বস্ত্র। [সং. ধট + ইন্]।

ধড় [ dhaḍ় ] বি. 1 কাঁধ বা ঘাড় থেকে কোমর পর্যন্ত দেহাংশ; 2 মস্তকহীন দেহ; 3 দেহ ('যেন প্রাণ আসল ধড়ে': নজরুল)। [হি.ধড়]।

ধড়-ফড় [ dhaḍ়-phaḍ় ] বি. অব্য. 1 অস্হিরতা বা হৃত্পিণ্ডের দ্রুত কম্পন (বুক ধড়ফড় করছে); 2 ছটফট (কাটা পাঁঠার মতো ধড়ফড় করছে)। [দেশি]। ধড়-ফড়ানি বি. চঞ্চলতা, ছটফটানি।

ধড়-মড় [ dhaḍ়-maḍ় ] বি. অব্য. আকস্মিক চঞ্চলতা বা ব্যস্ততার ভাব (ধড়মড় করে বিছানা থেকে নামা)। [ধ্বন্যা.]।

ধড়া [ dhaḍ়ā ] বি. ধটি, কটিবস্ত্র (পীতধড়া)। [সং. ধটিকা]। ̃ চূড়া, (কথ্য) ̃ চুড়ো বি. 1 শ্রীকৃষ্ণের কটিবাস ও মুকুট; 2 (কৌতুকে বা ব্যঙ্গে) সাজপোশাক, কোটপ্যাণ্ট জাতীয় ভারী পোশাক (এই অবেলায় ধড়াচুড়ো পরে কোথায় চললে?)।

ধড়াস [ dhaḍ়āsa ] অব্য. বি. 1 জোরে পতনের শব্দ (ওটাকে ধড়াস করে ফেললে কেন?); 2 হৃত্স্পন্দনের প্রবল ধ্বনি, ধক (বুকটা ধড়াস করে উঠল)। [ধ্বন্যা.]। ধড়াস ধড়াস বি. অব্য. ক্রমাগত জোরে হৃত্স্পন্দনধ্বনি; প্রবল ধড়ফড়।

ধড়ি-বাজ [ dhaḍ়i-bāja ] বিণ. 1 ধূর্ত, কূটকৌশলী, ফন্দিবাজ (এরকম ধড়িবাজ লোকের সঙ্গে এঁটে ওঠা শক্ত); 2 প্রতারক, ধাপ্পাবাজ। [বাং. ধড় (< সং. ধূর্ত) + ফা. বাজ]। ধড়ি-বাজি বি. ধড়িবাজের মতো আচরণ, ধূর্তামি।

ধন [ dhana ] বি. 1 অর্থ, টাকাকড়ি (ধনশালী, ধনবল, ধনদৌলত); 2 মহামূল্য কাম্য সামগ্রী ('প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে': রবীন্দ্র); 3 স্নেহের পাত্রকে সম্বোধন (যাদুধন, বাপধন); 4 সম্পদ (গোধন); 5 (গণি.) যোগচিহ্ন; '+' (ধনচিহ্ন)। [সং. √ ধন্ + অ]। ̃ কুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি। ̃ ক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়। ̃ গর্ব বি. ধনবান হওয়ার জন্য অহংকার। ̃ গৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা। ̃ জন বি. 1 অর্থবল ও লোকবল; 2 অর্থ ও পরিজন ('ধনে জনে আছি জড়ায়ে': রবীন্দ্র)। ̃ ঞ্জয় বি. (ধন জয়কারী) অর্জুন। ̃ তন্ত্র বি. পুঁজিবাদ, capitalism. ̃ তৃষা, ̃ তৃষ্ণা বি. অর্থলাভের প্রবল বাসনা। ̃ বিণ. ধনদানকারী। ☐ বি. ধনের অধিদেবতা কুবের। ̃ দা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। ̃ দাতা (-তৃ) ̃ দায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ̃ দাত্রী, ̃ দায়িকা, ̃ দায়িনী। ̃ দাস বি. 1 ধনলাভের জন্য বা ধন সঞ্চয়ের জন্য যে সবরকম আত্মনিগ্রহ স্বীকার করে; 2 অত্যন্ত কৃপণ বা অর্থলোভী ব্যক্তি। ̃ দেবতা বি. কুবের। ̃ দৌলত বি. অর্থ ও অন্যান্য সম্পত্তি। ̃ ধান্য বি. অর্থ বা টাকাপয়সা ও শস্যপ্রাচুর্য ('ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা': দ্বি. রা.)। ̃ নাশ বি. অর্থ ও সম্পদের হানি, ধনক্ষয়। ̃ পতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি। ̃ পিপাসা ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ পিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী। ̃ প্রাণ বি. অর্থাদি ও জীবন (ধনেপ্রাণে মারা যাব)। ̃ বতী বিণ. (স্ত্রী.) ধনশালিনী। ̃ বত্তা বি. ধনশালিতা; সমৃদ্ধি। ̃. বান (-বত্) বিণ. ধনী। ̃ বিজ্ঞান বি. ধনসম্পদের সর্বপ্রকার ব্যবহারসম্বন্ধীয় শাস্ত্র, অর্থশাস্ত্র। ̃ বিনিয়োগ বি. ব্যাবসাবাণিজ্যে অর্থনিয়োগ। ̃ বৃদ্ধি বি. অর্থ ও সম্পদের বৃদ্ধি বা উন্নতি। ̃ ভাণ্ডার বি. ধনাগার, কোষ; তহবিল। ̃ মদ-ধনগর্ব -র অনুরূপ। ̃ মান বি. বিত্ত ও সম্মান। ̃ রত্ন বি. টাকাপয়সা ও সোনাদানা। ̃ লালসা, ̃ লিপ্সা ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ শালী (-লিন্) বিণ. ধনী। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ সম্পত্তি, ̃ সম্পদ বি. টাকাপয়সা ও ভূসম্পত্তি, ধনদৌলত। ̃ স্হান বি. (জ্যোতিষ) লগ্ন থেকে দ্বিতীয় স্হান, যা ধনসম্পর্কে লাভালাভের সূচক। ̃ হারী (-রিন্) বিণ. অন্যের ধন অপহরণকারী; চোর। ̃ হীন বিণ. নির্ধন, গরিব। স্ত্রী. ̃ হীনাধনাকাঙ্ক্ষা বি. অর্থের লোভ; ঐশ্বর্যলাভের ইচ্ছা। ধনাগম বি. ধনলাভ; অর্থোপার্জন, আয়। ধনাগার বি. অর্থভাণ্ডার, কোষ। ধনাঢ্য বিণ. ধনী, বড়লোক। ধনাধ্যক্ষ বি. কোষাধ্যক্ষ, ধনাগারের ভারপ্রাপ্ত কর্মচারী। ধনার্জন বি. অর্থ উপার্জন, আয়। ধনার্থী (-র্থিন্) বিণ. অর্থপিপাসু; ধনলাভ করতে চায় এমন। স্ত্রী. ধনার্থিনী

ধনশ্রী, ধনাশ্রী [ dhanaśrī, dhanāśrī ] বি. সংগীতের রাগিণীবিশেষ, ধানশি। [সং. ধন + শ্রী (সমাসান্ত)]।

ধনি1 [ dhani1 ] অব্য. (ব্রজ. ও প্রা. বাং. কাব্যে) রমণীকে সম্বোধনকালে ব্যবহৃত শব্দবিশেষ, ধন্যা ('ধনি ধনি তুহারি সোহাগ': বিদ্যা; 'সোহাগ চাঁদবদনী ধনি নাচো তো দেখি')। [সং. ধন্যা]।

ধনি2 [ dhani2 ] বিণ. বি. (কাব্যে) সুন্দরী, যুবতী ('ধনি মুখমণ্ডল চান্দবিরাজিত': বিদ্যা., 'সেথায় আজিকে যাও তুমি, ধনি': রবীন্দ্র)। [সং. ধনিকা]।

ধনিক [ dhanika ] বিণ. বি. 1 পুঁজিপতি, স্বীয় অর্থবলে ব্যাবসাবাণিজ্য পরিচালনাকারী বা নিয়ন্ত্রণকারী (ধনিকশ্রেণি); 2 মহাজন; 3 ধনশালী, ধনী (ধণিকের ধন, গরিবের শ্রম)। [সং. ধন + ইক, কিংবা ধনিন্ + ক (স্বার্থে)]। ধনিকা বিণ. বি. (স্ত্রী.) 1 ধনিকবধূ; 2 যুবতী; 3 সুন্দরী।

ধনিচা, ধনচে [ dhanicā, dhanacē ] বি. মূলত সবুজসাররূপে এবং জ্বালানি হিসাবে ব্যবহৃত পাটগাছের মতো গাছবিশেষ। [দেশি]।

ধনিয়া, ধনে [ dhaniẏā, dhanē ] বি. মশলা হিসাবে ব্যবহৃত শস্যবিশেষ, বা তার গাছ। [সং. ধন্যাক]।

ধনিষ্ঠা [ dhaniṣṭhā ] বি. (জ্যোতি.) নক্ষত্রবিশেষ। [সং. ধনবত্ + ইষ্ঠ + আ]।

ধনী2 [ dhanī2 ] (-নিন্) বিণ. ধনবান, ধনশালী, বড়লোক। [সং. ধন + ইন্]। স্ত্রী. ধনিনী

ধনু, ধনুঃ [ dhanu, dhanuḥ ] (-নুস্) বি. 1 যা থেকে শর বা তির নিক্ষেপ করা হয়, ধনুক, শরাসন, কার্মুক, কোদণ্ড (হরধনু); 2 পরিমাণবিশেষ (1 ধনু=4 হাত); 3 (জ্যোতিষ.) রাশিচক্রের নবম রাশি। [সং. √ ধন্ + উস্ (ধ্বন্যা.)]। ধনুঃকাণ্ড বি. ধনুক ও তির, ধনুর্বাণ। ধনুঃশর বি. ধনুক ও তির। ধনুর্গুণ বি. জ্যা, ধনুকের ছিলা। ধনুর্ধর বি. 1 যে যোদ্ধা তিরধনুক নিয়ে যুদ্ধ করে, তিরন্দাজ; 2 (প্রায়শ ব্যঙ্গে) অত্যন্ত বাহাদুর, যে ব্যক্তি খুব কেরামতি দেখায়। ধনুর্ধারী (-রিন্) বি. তিরন্দাজ। ধনুর্বাণ বি. ধনুক ও তির। ধনুর্বিদ্যা বি. তিরধনুক নিয়ে যুদ্ধ করার কৌশল। ধনুর্বেদ বি. ধনুর্বিদ্যাসম্বন্ধীয় প্রাচীন শাস্ত্রবিশেষ যা যজুর্বেদের উপবেদ বলে পরিচিত। ধনুর্ভঙ্গ পণ বি. 1 (রামায়ণে) সীতাকে যিনি বিবাহ করবেন তাঁকে অবশ্যই হরধনু ভঙ্গ করতে হবে-রাজা জনকের এই প্রতিজ্ঞা বা সংকল্প; 2 (গৌণার্থে) অতি কঠিন ও অনড় প্রতিজ্ঞা। ধনুষ্কোটি বি. 1 ধনুকের অগ্রভাগ বা হুল; 2 সেতুবন্ধনের নিকটস্হ হিন্দু তীর্থস্হানবিশেষ। ধনুষ্টংকার বি. 1 ধনুকের ছিলা আকর্ষণের শব্দ; 2 অঙ্গের আক্ষেপমূলক রোগবিশেষ (কোনো কোনো ক্ষেত্রে শরীর ধনুকের মতো বেঁকে যায় বলে এই নাম); tetanus.

ধনেশ [ dhanēśa ] বি. 1 ধনদেবতা, কুবের; 2 শক্ত ও লম্বা বাঁকানো ঠোঁটওয়ালা পাখিবিশেষ, hornbill. ☐ বিণ. ধনবান, ধনী। [সং. ধন + ঈশ]।

ধন্দ, ধন্ধ [ dhanda, dhandha ] বি. 1 সংশয়, খটকা, সন্দেহ, ধোঁকা, ধাঁধা (মনে ধন্ধ লেগেছে); 2 সাংসারিক সমস্যা বা ভাবনাচিন্তা (সংসার-ধন্দ)। [< সং. দ্বন্দ্ব]।

ধন্দা [ dhandā ] বি. (ব্রজ.) সংশয়, ধাঁধা ('মঝু মনে লাগল ধন্দা': বিদ্যা.)। [< সং. দ্বন্দ্ব]।

ধন্বন্তরি [ dhanbantari ] বি. 1 (পুরাণে) দেবচিকিত্সকবিশেষ-যিনি সমুদ্র মন্হনের সময় সুধাহস্তে সমুদ্র থেকে উঠে এসেছিলেন; 2 (আল.) অতিশয় সুচিকিত্সক, যে চিকিত্সক রোগ নিরাময়ে কখনো ব্যর্থ হন না। [সং. ধনু + অন্ত + √ ঝি + ইন্]।

ধন্বা [ dhanbā ] দ্র ধন্ব

ধন্বী [ dhanbī ] (-ন্বিন্) বিণ. ধনুর্ধারী, তিরন্দাজ। [সং. ধন্ব + ইন্]।

ধন্য [ dhanya ] বিণ. 1 সৌভাগ্যশালী (তুমি আমায় ধন্য করেছ); 2 কৃতার্থ (স্নেহধন্য); 3 প্রশংসনীয়, সাধুবাদের যোগ্য ('তুমি ধন্য ধন্য হে': রবীন্দ্র); 4 (বাংলায় বিরল) ধনলাভকারী। ☐ বি. ধন্যবাদ (ধন্য তোমাকে)। [সং. ধন + য]। বিণ. স্ত্রী. ধন্যা। ̃ বাদ বি. 1 প্রশংসাবাদ; 2 কৃতজ্ঞতা।

ধন্যাক [ dhanyāka ] বি. ধনে, মশলারূপে ব্যবহৃত শস্যবিশেষ। [সং. ধন্য + আ (স্ত্রী.) + ক]।

ধপ [ dhapa ] অব্য. বি. 1 ভারী বস্তু পতনের শব্দ (বস্তাটা ধপ করে ফেলল); 2 হঠাত্ বসার শব্দ (ধপ করে মেঝেতে বসে পড়ল)। [ধ্বন্যা.]।

ধপ-ধপ, ধব-ধব [ dhapa-dhapa, dhaba-dhaba ] অব্য. বি. অতিশয় শুভ্রতা বা পরিষ্কার-পরিচ্ছন্নতার ভাব (ধুতিটা সাদা ধপধপ করছে)। [ধ্বন্যা.]। ধপ-ধপে, ধব-ধবে বিণ. অতিশয় শুভ্র ও উজ্জ্বল। (ধপধপে কাপড়)।

ধপাত্, ধপাস [ dhapāt, dhapāsa ] অব্য. বি. জোরে ধপ শব্দ (ধপাস করে পড়ল)। [ধ্বন্যা.]।

ধবল [ dhabala ] বিণ. সাদা, শুভ্র (ধবলগিরি, 'অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া': রবীন্দ্র)। ☐ বি. চর্মরোগবিশেষ-যাতে গাত্রচর্ম, চুল ও রোমরাজি শ্বেতবর্ণ ধারণ করে, শ্বেতি। [সং. √ ধাব্ + অল]। বিণ. স্ত্রী. ধবলাধবলিত বিণ. শ্বেতবর্ণ ধারণ করেছে বা সাদা হয়েছে এমন। ধবলিমা (-মন্) বি. শুভ্রতা, শুক্লতা। ধবলী বি. সাদা রঙের গাভী ('ধবলীরে আনো গোহালে': রবীন্দ্র)। ধবলী-কৃত বিণ. সাদা করা হয়েছে এমন। ধবলী-ভূত বিণ. সাদা হয়েছে এমন।

ধমক [ dhamaka ] বি. 1 তিরস্কার, বকুনি; 2 ঘোর, তাড়স (জ্বরের ধমক); 3 তাড়া, চাপ (কাজের ধমক); 4 বেগ (হাসির ধমক)। [হি. ধমক]। ধমকা ক্রি. ধমকানো, ধমক দেওয়া। ধমকানি বি. ধমক, বকুনি। ধমকানো ক্রি. ধমক দেওয়া। ☐ বি. উক্ত অর্থে।

ধমনি, ধমনী [ dhamani, dhamanī ] বি. রক্তবাহী নাড়ি, শরীরের ভিতরের রক্তসঞ্চারক নাড়ি, artery ('বেগে বহে শিরা-ধমনী': রবীন্দ্র)। [সং. √ ধ্মা + অনি, কিংবা √ ধম্ + অনি]।

ধম্ম [ dhamma ] বি. ধর্ম -র অমা. কথ্য রূপ। [প্রাকৃ. ধম্ম]।

ধম্মিল্ল [ dhammilla ] বি. 1 খোঁপা, অলংকারে বা ফুলে শোভিত খোঁপা; 2 ঝুঁটি; 3 চূড়া। [সং. ধম + √ মিল্ + অ]।

-ধর [ -dhara ] বিণ. ধারী, ধারণকারী (ভূধর, জলধর, নবজলধর, হলধর)। [সং. √ ধৃ + অ]।

ধরণ2 [ dharaṇa2 ] বি. ধারণ (ধরণিধরণ)। [সং. √ ধৃ + অন]।

ধরণি, ধরণী [ dharaṇi, dharaṇī ] বি. পৃথিবী, ধরা ('আর নাইরে বেলা নামল ছায়া ধরণীতে': রবীন্দ্র)। [সং. √ ধৃ + অনি]। ̃ তল বি. ভূতল, ভূপৃষ্ঠ। ̃ ধর বি. 1 যে পৃথিবীকে ধারণ করে আছে; 2 পর্বত; 3 নারায়ণ; 4 বাসুকিনাগ। ̃ পতি বি. রাজা। ̃ সূত বি. মঙ্গলগ্রহ। ̃ সুতা বি. স্ত্রী. (রামায়ণের) সীতাদেবী।

ধরতা [ dharatā ] বি. 1 আগে থেকে যা বাদ বলে ধরে নেওয়া হয়, ধরতি; 2 মূল গায়কের মুখ থেকে ধরে নেওয়া গানের পদ। [ধরা2 দ্র]।

ধরতি [ dharati ] বি. 1 পাছে ওজন কম হয়, এই জন্য বিক্রেতা যে পরিমাণ অতিরিক্ত জিনিস ক্রেতাকে আন্দাজে ধরে দেয়; 2 যা আগে থেকেই বাদ বলে ধরে নেওয়া হয়, ধরতা। [ধরা2 দ্র]।

ধরন, ধরণ [ dharana, dharaṇa ] বি. 1 পদ্ধতি, ভঙ্গি, ঢং ('আমরা বিলিতি ধরণে হাসি, আমরা ফরাসি ধরণে কাশি': দ্বি. রা.); 2 আকৃতি, চেহারা, চালচলন (চলার ধরন দেখে সন্দেহ হচ্ছে)। [সং. ধরণ]। ̃ ধারণ বি. চালচলন, হাবভাব।

ধরনা2 [ dharanā2 ] বি. 1 কামনা বা দাবি পূরণ বা আদায়ের জন্য পড়ে থাকা, হত্যা দেওয়া (দেবতার কাছে ধরনা, মালিকের দরজায় ধরনা)। [বাং. তু. হি. ধরানা (=to stay, অবস্হান করা)]।

ধরনা2 [ dharanā2 ] বি. ঘরের চাল বা আচ্ছাদন যে কাঠের উপর ভর দিয়ে থাকে। [দেশি]।

ধর-পাকড় [ dhara-pākaḍ় ] বি. 1 পুলিশ বা অনা কারও দ্বারা ব্যাপক গ্রেপ্তারকরণ; 2 পীড়াপীড়ি, ধরাধরি (চাকরির জন্য ধরপাকড় করা)। [ধরা ও পাকড়া দ্র]।

ধরব [ dharaba ] (উচ্চা. ধরবো) ক্রি. (ব্রজ.) ধরিব -র কোমল রূপ।

ধরা1 [ dharā1 ] বি. (যে ধরে বা ধারণ করে এই অর্থে) পৃথিবী (ধরাতল, ধরাধাম)। [সং. √ ধৃ + অ + আ]। ধরাকে সরা দেখা, ধরাকে সরা জ্ঞান করা বি. ক্রি. গর্বে অন্ধ হওয়া, গর্বে সবকিছু তুচ্ছজ্ঞান করা। ̃ তল বি. পৃথিবীপৃষ্ঠ, ভূতল। ̃ ধর বি. পর্বত। ̃ ধাম বি. পৃথিবীরূপ বাসস্হান; সংসার; ইহলোক (ধরাধাম ত্যাগ করা)। ̃ শায়ী (-য়িন্) বিণ. ভূতলে বা মাটিতে শয়ান বা পতিত।

ধরা2 [ dharā2 ] ক্রি. 1 হাত দিয়ে ধারণ করা বা গ্রহণ করা (কলমটা ধরো); 2 পরিধান করা, পরা (নতুন বেশ ধরেছে); 3 গ্রেপ্তার করা (চোর ধরা); 4 অবলম্বন করা (অস্ত্র ছেড়ে কলম ধরা); 5 ভর দেওয়া (লাঠি ধরে চলা, আমাকে ধরে ধরে চলো); 6 অনুসরণ করা (ভিন্ন পথ ধরা); 7 হস্তচ্যুত না করা, জমিয়ে রাখা (বাজার চড়বে, মাল ধরে রাখো); 8 থামা (এই ট্রেন এ স্ট্রেশনে ধরবে না, বৃষ্টি ধরেছে); 9 আক্রমণ করা (রোগে ধরেছে); 1 নষ্ট করা, কাটা (কপিতে পোকা ধরেছে); 11 উচ্চারণ করা (ঈশ্বরের নাম ধরা); 12 ধরনা দেওয়া, হত্যা দেওয়া (তারকেশ্বরের দোর ধরা); 13 রক্ষা করা, বাঁচানো (এই দুর্দিনে প্রাণ ধরাই কঠিন, প্রাণে ধরে দিতে পারে না); 14 বসে যাওয়া, রুদ্ধ হওয়া (ঠাণ্ডায় গলা ধরেছে); 15 জন্মানো (গাছে ফল ধরা); 16 স্হান দেওয়া, বহন করা (পেটে ধরা); 17 লালন করা (বুকে ধরে ব়ড় করা); 18 ছাপ বা ছোপ লাগা (রং ধরা, নোনা ধরা); 19 অনুরোধ বা অনুনয়বিনয় করা, শরণাপন্ন হওয়া (অফিসারকে ধরলেই উদ্ধার পাবে); 2 যন্ত্রণা হওয়া (মাথা ধরা); 21 অবশ হওয়া, দুর্বল বোধ করা (পা ধরে আসছে); 22 কার্যকর হওয়া (ওষুধ ধরেছে); 23 আরম্ভ করা (একটা গান ধরো); 24 খুঁজে বার করা (ভুল ধরা, খুঁত ধরা); 25 নির্ধারণ বা স্হির করা (দাম ধরা); 26 রান্নার সময় পুড়ে ওঠা (তরকারিটা ধরে গেছে, দুধটা ধরে গেছে); 27 জ্বলে ওঠা (উনুন ধরেছে); 28 আগুন লাগা (কয়লাটা ধরে উঠেছে); 29 অনুভূত হওয়া, আচ্ছন্ন হওয়া (ভয় ধরেছে, শীত ধরেছে); 3 নাগাল পাওয়া (চাঁদ ধরা); 31 বিবেচনা করা, গণ্য করা (তাকে আমি মানুষের মধ্যেই ধরি না); 32 যথাসময়ে পাওয়া (ট্রেন ধরতে পারব?); 33 স্হান সংকুলান হওয়া (এই ঘরে এত লোক ধরবে?); 34 প্রকাশ পাওয়া, ফুটে ওঠা, সূচনা হওয়া (চুলে পাক ধরেছে); 35 কু-অভ্যাস করা (সিগারেট ছেড়ে পান ধরেছে); 36 অনুমান করা (লেখাটা কার তা ধরা শক্ত); 37 ভেবে নেওয়া, কল্পনা করা (ধরে নাও আমি যাব না); 38 গ্রাহ্য করা (ও ছেলেমানুষ, ওর কথা ধরা উচিত নয়)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. উক্ত সব অর্থে (ধামাধরা, মাছধরা জাল, ধরা কথা, মরচেধরা লোহা, তোমার ধরা মাছ)। [সং. √ ধৃ + বাং. আ]। ̃ কাট বি. কঠোর নিয়মানুবর্তিতা, বাঁধাবাঁধি (পথ্যের ধরাকাট)। ̃ ছোঁয়া বি. 1 কাছে আসা; নাগাল (সে এখন তোমাদের ধরাছোঁয়ার বাইরে); 2 বুঝতে পারা, বোধগম্যতা, বোঝাবুঝি (বিষয়টা আমার ধরাছোঁয়ার বাইরে)। ̃ ধরি বি. 1 সনির্বন্ধ অনুরোধ, পীড়াপীড়ি; 2 ধরপাকড়, গ্রেপ্তার (ব্যাপক ধরাধরি চলছে); 3 সকলে মিলে বয়ে নেওয়া (ধরাধরি করে তাকে উঠোনে এনে বসানো হল)। ̃ নো ক্রি. 1 ধৃত বা গ্রেপ্তার করানো (চোর ধরানো); 2 লাগানো (ছবিতে রং ধরানো, দেওয়ালে সিমেণ্ট ধরানো); 3 যথাসময়ে পাইয়ে দেওয়া (ট্রেন ধরানো); 4 জ্বালানো (উনুন ধরানো); 5 কু-অভ্যাস করানো (মদ ধরানো); 6 বুঝিয়ে বা দেখিয়ে দেওয়া (ভুল ধরানো); 7 অবলম্বন করানো (পথ ধরানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাঁধা বিণ. নির্দিষ্ট (ধরাবাঁধা নিয়ম নেই)। ধরিয়ে দেওয়া ক্রি. বি. 1 গ্রেপ্তারে সাহায্য করা, গ্রেপ্তার করানো, ধরানো; 2 বুঝিয়ে দেওয়া (অঙ্কটা একটু ধরিয়ে দাও)। ধরে পড়া, ধরে বসা ক্রি. বি. সনির্বন্ধ অনুরোধ করা (একটা চাকরির জন্যে ধরে পড়েছে)।

ধরাকাট, ধরাছোঁয়া [ dharākāṭa, dharāchōm̐ẏā ] দ্র ধরা2

ধরাট [ dharāṭa ] বি. ক্রয়বিক্রয়ের বাটা বা কমিশন, ছাড়, দামের যে অংশ বাদ ধরা হয়, ধরতা। [বাং. ধরা + আট]।

ধরাতল, ধরাধাম, ধরাশায়ী [ dharātala, dharādhāma, dharāśāẏī ] দ্র ধরা1

ধরাধরি, ধরাবাঁধা [ dharādhari, dharābān̐dhā ] দ্র ধরা2

ধরিত্রী [ dharitrī ] বি. ধরণী, পৃথিবী। [সং. √ ধৃ + ইত্র + ঈ]।

ধর্তব্য [ dhartabya ] বিণ. 1 ধারণযোগ্য; 2 গণনীয়, বিবেচ্য, গ্রাহ্য (ছোটখাটো দোষ ধর্তব্য নয়)। [সং. ধৃ + তব্য]।

ধর্ম [ dharma ] বি. 1 ঈশ্বরোপাসনা পদ্ধতি, আচার-আচরণ ও পরকাল ইত্যাদি বিষয়ের নির্দেশ ও তত্ত্ব (হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম); 2 পুণ্যকর্ম, সত্কর্ম, কর্তব্যকর্ম (ক্ষমা পরম ধর্ম); 3 অবশ্যপালনীয় কর্তব্য (নারীধর্ম, বীরের ধর্ম, রাজধর্ম); 4 স্বভাব, গুণ, শক্তি (কালের ধর্ম, আগুনের ধর্ম); 5 নৈতিক সততা (ধর্মহীন আচরণ); 6 সুনীতি, ন্যায়বিচার (ধর্মাধিকরণ); 7 ধর্মের অধিদেবতা যম (বকবেশধারী ধর্ম); 8 বিশেষ লক্ষণ (কলির ধর্ম); 9 সতীত্ব (স্ত্রীলোকের ধর্মনাশ); 1 (জ্যোতিষ) রাশিচক্রে লগ্ন থেকে নবম স্হান। [সং. √ ধৃ + ম]। ধর্ম-অর্থ-কাম-মোক্ষ বি. মানবজীবনের চারটি লক্ষ্য বা সাধনা যথা সুনীতি বা সততা, ঐহিক সৌভাগ্য, বাসনা বা মুক্তি। ̃ কর্ম বি. শাস্ত্রবিধি অনুযায়ী পুণ্যকর্ম। ̃ কাম বিণ. ধর্মকর্ম অনুষ্ঠানকারী, পুণ্যার্জনকারী। ̃ ক্ষেত্র বি. পুণ্যস্হান, তীর্থ। ̃ গুরু বি. 1 ধর্মপ্রচারক; 2 সিদ্ধপুরুষ; 3 দীক্ষাগুরু। ̃ গ্রন্হ, ̃ পুস্তক বি. 1 কোনো ধর্মের নীতিসংবলিত গ্রন্হ; 2 স্মৃতিশাস্ত্র। ̃ ঘট বি. 1 বৈশাখ মাসে ঘটনাদের ধর্মীয় ব্রত; 2 দাবিপূরণের জন্য কর্মচারী বা শ্রমিকদের দলবদ্ধভাবে কাজ বন্ধ করা। ̃ ঘটি বিণ. ধর্মঘটকারী। ̃ চক্র বি. 1 দুঃখের কারণ ও তার নিরসনের উপায় সম্বন্ধে বুদ্ধদেবের চারটি উপদেশ যা আর্যসত্য নামেও পরিচিত; 2 বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ বা পথ; 3 ধর্মের চক্র বা আবর্তন। ̃ চর্চা বি. ধর্ম সম্বন্ধে আলাপ-আলোচনা। ̃ চর্যা বি. 1 ধর্মচর্চা; 2 পুণ্যকর্মসাধন, ধর্মসংগত কর্ম করা। ̃ চারী (-রিন্), ধর্মাচারী (-রিন্) বিণ. ধর্মচর্যা করে এমন, ধর্মকর্মে ব্রতী, ধার্মিক। ̃ চিন্তা বি. ধর্মবিষয়ক চিন্তা বা ধ্যান, আধ্যাত্মিক চিন্তা। ̃ চ্যুত বিণ. ধর্ম বা সততার পথ থেকে ভ্রষ্ট। ̃ জীবন বি. ধর্মব্রতীর জীবন; সাধুর জীবন। ̃ জ্ঞ বিণ. ধর্মতত্ত্ব জানে এমন। ̃ ঠাকুর বি. বৌদ্ধযুগের পরবর্তীকালে ব্রাহ্মণেতর জাতির উপাস্য দেবতা; শূন্যরূপ নিরঞ্জনদেব। ̃ , (বর্জি.) ̃ তঃ (-তস্) ক্রি-বিণ. অব্য. ধর্মানুসারে (ধর্মত বলছি)। ̃ তত্ত্ব বি. ধর্মসম্বন্ধীয় শাস্ত্র; ধর্মের মর্ম বা দর্শন। ̃ তলা বি. ধর্মঠাকুরের নিয়মিত পূজার স্হান। ̃ ত্যাগ বি. 1 ধর্মের পথ ত্যাগ; 2 কোনো একটি ধর্ম ত্যাগ এবং অন্য ধর্ম গ্রহণ। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. 1 (অন্যের) ধর্মের নিন্দা করে বা বিরোধিতা করে এমন; 2 অধার্মিক। ̃ দ্রোহী, (-হিনঃ বিণ. ধর্মদ্বেষী -র অনুরূপ। বি. ̃ দ্রোহ, ̃ দ্রোহিতা। ̃ ধ্বজ বিণ. ধর্মের চিহ্ন ধারণ করেছে এমন। ̃ ধ্বজা বি. ধর্মের পতাকা; ধর্মের ভান করে এমন ব্যক্তি; লোক-দেখানো ধার্মিক ব্যক্তি। ̃ ধ্বজী বিণ. 1 ধর্মের চিহ্নধারী; 2 ধর্মের ভান করে এমন, বকধার্মিক। ̃ নাশ বি. 1 ধর্মের লোপ বা ক্ষতি; 2 সতীত্বনাশ। ̃ নিষ্ঠ বিণ. ধার্মিক। ̃ নিষ্ঠা বি. ধার্মিকতা। ̃ পত্নী বি. বিবাহিতা স্ত্রী, সহধর্মিণী। ̃ পরায়ণ বিণ. ধার্মিক, ধর্ম অনুসরণ করে চলে এমন (যুধিষ্ঠিরের মতো ধর্মপরায়ণ)। বি. ̃ পরায়ণতা। ̃ পালন, ধর্মাচরণ বি. পুণ্যকর্ম করা; ধর্মসংগত বা শাস্ত্রবিহিত কর্ম করা। ̃ পিতা (-তৃ), ̃ বাপ বি. 1 ধর্মকে সাক্ষী করে যাকে পিতা বলে স্বীকার করা হয়েছে; 2 রক্ষাকর্তা। ̃ পুত্র বি. 1 ধর্মের অধিদেবতা যমরাজের অংশজাত যুধিষ্ঠির; 2 ধর্মত যাকে পুত্র বলে স্বীকার করা হয়েছে। ধর্মপুত্র (ধর্মপুত্তুর) যুধিষ্ঠির (ব্যঙ্গে) যুধিষ্ঠিরের মতো ধার্মিক বলে যে নিজেকে জাহির করতে চায়। ̃ প্রবণ বিণ. ধর্মানুরাগী। বি. ̃ প্রবণতা। ̃ প্রবর্তক বিণ. বি. কোনো ধর্মের উদ্গাতা বা প্রতিষ্ঠাতা। ̃ প্রাণ বিণ. ধর্মকে নিজের প্রাণস্বরূপ মনে করে এমন; অত্যন্ত ধার্মিক। বি. ̃ প্রাণতা। ̃ বিদ, ̃ বিদ্ (-বিত্) বিণ. ধর্মের তত্ত্ব ও দর্শন জানে এমন। ̃ বিপ্লব বি. ধর্মসংক্রান্ত বিরাট পরিবর্তন। ̃ বিশ্বাস বি. ধর্মের প্রতি আস্হা; কোনো বিশেষ ধর্মের প্রতি আনুগত্য (ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া অনুচিত)। ̃ বুদ্ধি বি. 1 ধর্মসংগত জ্ঞান; 2 পুণ্যকর্মের প্রবণতা। ̃ ভয় বি. ধর্মহানির বা পাপের ভয়। ̃ ভীরু বিণ. ধর্মহানি বা পাপকে ভয় করে চলে এমন; ধার্মিক। বি. ̃ ভীরুতা। ̃ ভ্রষ্ট বিণ. ধর্মের পথ থেকে বিচ্যুত বা পতিত। ̃ ভ্রাতা (-তৃ), ̃ ভাই বি. ধর্ম সাক্ষী করে যাকে ভাই বলে গ্রহণ করা হয়েছে; গুরুভাই। ̃ মঙ্গল বি. ধর্মঠাকুরের মাহাত্ম্যবর্ণনাপূর্ণ গ্রন্হ। ̃ মত বি. ধর্মীয় বিশ্বাস। ̃ যাজক বি. ধর্মাচার্য; পুরোহিত। ̃ যুদ্ধ বি. ধর্মরক্ষার্থে যুদ্ধ, জেহাদ। ̃ রক্ষা বি. 1 স্বধর্ম বজায় রাখা; 2 ধর্মাচরণ; 3 সতীত্ব রক্ষা। ̃ রাজ বি. 1 যুধিষ্ঠির; 2 যম; 3 ধর্মঠাকুর; 4 বুদ্ধ। ̃ রাজ্য বি. যে রাজ্যে ন্যায়বিচার বিরাজমান; ন্যায়ের রাজ্য। ̃ লক্ষণ বি. ধার্মিকতার দশটি লক্ষণ, যথা ধৃতি ক্ষমা আত্মসংযম সততা পরিচ্ছন্নতা ইন্দ্রিয়দমন ধী বিদ্যা অক্রোধ এবং সত্যপ্রিয়তা। ̃ লোপ বি. ধর্মের অস্তিত্বহানি, ধর্মনাশ। ̃ শালা বি. 1 বিচারালয়; 2 অতিথিশালা; 3 পথিক বা সাধারণ লোকের আশ্রয়স্হান। ̃ শাসন বি. ধর্মের বা শাস্ত্রের অনুশাসন, ধর্মের নির্দেশ। ̃ শাস্ত্র বি. ধর্মবিষয়ক গ্রন্হ; স্মৃতিশাস্ত্র। ̃ শিক্ষা বি. ধর্মবিষয়ক শিক্ষা; যে-শিক্ষায় মনে ধর্মভাবের বা ধর্মজ্ঞানের উদয় হয়। ̃ শীল বিণ. ধার্মিক। ̃ সংগত বিণ. ধর্মশাস্ত্র বা নীতির সঙ্গে সংগতি আছে এমন। ̃ সংগীত বি. ধর্মভাবের গান, ভক্তিগীতি, ভজন। ̃ সংস্কার বি. কোনো বিশেষ ধর্মের উন্নতিসাধনের জন্য প্রয়াস। ̃ সংস্কারক বি. বিণ. যিনি ধর্মসংস্কার করেন। ̃ সংস্হাপক বি. ধর্মপ্রবর্তক, যিনি ধর্ম প্রতিষ্ঠা করেন। ̃ সংস্হাপন বি. ধর্মের প্রতিষ্ঠা। ̃ সংহিতা বি. মনু যাজ্ঞবল্ক্য প্রভৃতির প্রণীত মূল স্মৃতিগ্রন্হ; ধর্মীয় ও সামাজিক অনুশাসনসংবলিত গ্রন্হ। ̃ সভা বি. ধর্মের আলোচনা, উন্নতি ও সংরক্ষণের উদ্দেশ্যে স্হাপিত বা আয়োজিত সভা। ̃ সম্মত বিণ. ধর্মসংগত। ̃ সাক্ষী (-ক্ষিন্) বিণ. যাতে বা যার কাজে ধর্মকে সাক্ষী রাখা হয়। ☐ বি. ধর্মের নামে বা ধর্মানুমোদিত নিয়মে প্রতিজ্ঞা করা (ধর্মসাক্ষী করে বলছি)। ̃ সাধন বি. ধর্মচর্চা, ধর্মপালন। ̃ স্হান বি. 1 দেবতার স্হান, মন্দির; 2 ধর্মঠাকুরের স্হান। ̃ হানি বি. ধর্মের ক্ষতি বা লোপ, ধর্মনাশ। ̃ হীন বিণ. 1 যার ধর্ম নেই, যে ধর্ম মানে না; অধার্মিক, পাপী। ধর্মাচরণ-ধর্মচর্যা -র অনুরূপ। ধর্মাচারী-ধর্মচারী -র অনুরূপ। ধর্মাত্মা (-ত্মন্) বিণ. বি. অতিশয় ধার্মিক। ধর্মাধর্ম বি. ধর্ম ও অধর্ম, পাপ ও পুণ্য। ধর্মাধি-করণ বি. 1 বিচারালয়; 2 বিচারক। ধর্মাধি-করণিক বি. বিচারক। ধর্মাধি-কার বি. 1 বিচারে অধিকার; 2 বিচারকের পদ বা কাজ। ধর্মাধি-কারী (-রিন্) বি. বিচারক। ধর্মাধ্যক্ষ বি. ধর্মসংক্রান্ত বিষয়ের প্রধান সরকারি তত্ত্বাবধায়ক; প্রধান বিচারপতি। ধর্মানু-গত, ধর্মানু-মোদিত, ধর্মানু-যায়ী (-য়িন্) বিণ. ধর্মসংগত, ধর্মসম্মত; ন্যায়সংগত; শাস্ত্রবিহিত। ধর্মানুষ্ঠান বি. ধর্মপালন; শাস্ত্রবিহিত আচার-অনুষ্ঠান। ধর্মান্তর বি. অন্য বা ভিন্ন ধর্ম। ধর্মান্তরিত বিণ. অন্য ধর্ম গ্রহণ করেছে এমন (কবি মধুসূদন দত্ত ধর্মান্তরিত হয়ে মাইকেল নাম নিয়েছিলেন)। ধর্মান্ধ বিণ. স্বধর্মে অন্ধবিশ্বাসী এবং পরধর্মদ্বেষী। বি. ধর্মান্ধতাধর্মাব-তার বি. 1 মূর্তিমান ধর্ম; 2 বিচারক; 3 ধর্মদূত। ধর্মাব-লম্বী (-ম্বিন্) বিণ. বিশেষ কোনো ধর্মের উপাসক বা ধর্মসম্প্রদায়ভুক্ত (বৌদ্ধধর্মাবলম্বী)। ধর্মারণ্য বি. তপোবন। ধর্মার্থ বি. ধর্ম ও অর্থ। ☐ ক্রি-বিণ. ধর্মের জন্য (রাম ধর্মার্থ সীতাকে ত্যাগ করেন)। ধর্মার্থে ক্রি-বিণ. ধর্মের জন্য। ধর্মালয় বি. বিচারালয়, আদালত। ধর্মাসন বি. বিচারকের আসন। ধর্মিষ্ঠ বিণ. ধর্মের প্রতি নিষ্ঠাশীল, অত্যন্ত ধার্মিক ('আবার সপ্তম স্বর্গে স্হান পাবে ধর্মিষ্ঠ নহুষ': সু. দ.)। স্ত্রী. ধর্মিষ্ঠাধর্মী (-র্মিন্) বিণ. 1 বিশেষ কোনো স্বভাবযুক্ত বা গুণযুক্ত (প্রকাশধর্মী, আবেগধর্মী কবিতা); 2 ধার্মিক। ধর্মীয় বিণ. ধর্মসংক্রান্ত, ধর্মসম্বন্ধীয় (ধর্মীয় মত, ধর্মীয় আলোচনা)। ধর্মে সওয়া ক্রি. ধর্মের বা ভগবানের দণ্ড বা শাস্তি এড়ানো (এত অন্যায় ধর্মে সইবে না)। ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের ঢাক আপনি বাজে পাপ কখনো গোপন থাকে না, ধর্মের বা ভগবানের বিচার কখনো এড়ানো যায় না। ধর্মের ষাঁড় বি. 1 ধর্মের নামে উত্সর্গীকৃত মুক্ত ষাঁড়; 2 (ব্যঙ্গে) যে মুক্ত ব্যক্তিকে বাধা দেবার কেউ নেই। ধর্মের সংসার বি. যে সংসারে পাপাচরণ বা অন্যায় হয় না। ধর্মোদ্দেশে ক্রি-বিণ. ধর্মের জন্য। ধর্মোপ-দেশ বি. ধর্ম সম্বন্ধে শিক্ষা বা উপদেশ। ধর্মোপ-দেশক, ধর্মোপ-দেষ্টা (-ষ্টৃ) বি. যিনি ধর্ম সম্বন্ধে উপদেশ বা শিক্ষা দেন। ধর্মোপাসনা বি. ধর্মবিহিত উপাসনা বা পূজা; বিশেষ কোনো ধর্মসম্প্রদায়ে প্রচলিত উপাসনা। ধর্মোপাসক বি. বিণ. ধর্মাবলম্বী। স্ত্রী. ধর্মোপাসিকাধর্মোপেত বিণ. ধর্মসংগত, ধর্মানুমোদিত। ধর্ম্য বিণ. ধর্মসংগত (ধর্ম্য যুদ্ধ); যা ধর্মবিরুদ্ধ নয়, ন্যায্য।

ধর্ষ, ধর্ষণ [ dharṣa, dharṣaṇa ] বি. 1 পীড়ন, অত্যাচার; 2 (নারীকে) বলাত্কার; নারীর ইচ্ছার বিরুদ্ধে এবং বলপূর্বক যৌনসম্ভগ; 3 দমন, পরাজিত করা। [সং. √ ধৃষ্ + অ + অন]। ধর্ষ-কাম বি. পীড়নের কামনামূলক যৌন বিকৃতিবিশেষ, sadism. ধর্ষ-কামী বিণ. বি. উক্ত যৌন বিকৃতিতে আক্রান্ত, sadist. ধর্ষণীয় বিণ. ধর্ষণের যোগ্য, ধর্ষণ করা সম্ভব এমন। ধর্ষিত বিণ. ধর্ষণ বা পীড়ন করা হয়েছে এমন। ধর্ষিতা বিণ. (স্ত্রী.) বলপূর্বক সতীত্ব নষ্ট করা হয়েছে এমন।

ধলা, ধলো [ dhalā, dhalō ] বিণ. সাদা, ফরসা, শুভ্র ('যা ছিল কালো-ধলো': রবীন্দ্র)। [সং. ধবল]।

ধস [ dhasa ] বি. 1 খাড়া পাহাড় থেকে খসে-পড়া পাথর বা মাটির চাঙড় (ধস নামা); 2 মাটি বরফ পাথর ইত্যাদির বড় চাঙড় উপর থেকে সবেগে খসে পড়ার শব্দ। [হি. < সং. ধ্বংস (=নিপতন)]।

ধসকা [ dhasakā ] বিণ. 1 ধসে পড়ার মতো ভাবযুক্ত, ধসে পড়বে বা পড়তে পারে এমন; শিথিল (ধসকা মাটি); 2 কমজোর, শক্তিহীন, অন্তঃসারশূন্য (ধসকা শরীর)। [ধস দ্র]। ̃ নো ক্রি. 1 ধসকা হওয়া; 2 ধসা, ভেঙে পড়া (নদীর পাড় ধসকেছে); 3 ধসানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

ধস-ধস [ dhasa-dhasa ] বি. শিথিল বা আলগা ভাব; ধসে পড়ার ভাব (এই জায়গার মাটিটা ধসধস করছে)। [ধস দ্র]। ধস-ধসে বিণ. ধসকা, শিথিল।

ধসন [ dhasana ] বি. ধসা। [ধস দ্র]।

ধসা [ dhasā ] ক্রি. 1 (পাহাড়, নদীর পাড় প্রভৃতি থেকে) মাটি ইত্যাদির চাপ খসে পড়া (মাটি ধসে পড়ছে); 2 ভেঙে পড়া (ভিত ধসে গেছে); 3 দুর্বল হয়ে পড়া (শরীর ধসে গেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [ধস দ্র]। ̃ নো ক্রি. ধসকা করা; ধস নামানো, ভেঙে ফেলা (ধসিয়ে দেওয়া)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে।

ধস্তা-ধস্তি [ dhastā-dhasti ] বি. 1 পরস্পরের প্রতি টানাটানি, হাতাহাতি; 2 দলবদ্ধভাবে হাতাহাতি, টানাটানি বা বলপ্রয়োগ (দূরে দাঁড়িয়ে সেই ধস্তাধস্তি দেখতে লাগলাম); 3 দরকষাকষি (দোকানদারের সঙ্গে দাম নিয়ে ধস্তাধস্তি)। [দেশি]।

ধা1 [ dhā1 ] বি. (সংগীতে) স্বরগ্রামে ধৈবতের সংকেত বা সংক্ষিপ্ত রূপ (সা নি ধা পা)।

ধা2 [ dhā2 ] (ব্যাক.) প্রকারবাচক প্রত্যয়বিশেষ (বহুধা, শতধা)। [সং. ধাচ্]।

ধাই [ dhāi ] বি. 1 ধাত্রী; 2 মাতার মতো পালনকারিণী রমণী, উপমাতা (ধাই-মা); 3 যে স্ত্রীলোক সন্তান প্রসব করায় এবং আঁতুরঘরে প্রসূতি ও নবজাতকের পরিচর্যা করে; 4 শিশু বা বালক-বালিকাদের পরিচারিকা; 5 যে স্ত্রীলোক স্বীয় স্তন্যে পরের সন্তান পালন করে, wet nurse. [সং. ধাত্রী]।

ধাউড় [ dhāuḍ় ] বিণ. 1 কপট, শঠ; 2 প্রবঞ্চক। [তু. প্রাকৃ. ধাডী]।

ধাওড়া [ dhāōḍ়ā ] বি. (প্রধানত সাঁওতাল) কুলিদের কুঁড়েঘর বা বস্তি। [তু. মুণ্ডারি ওড়া (=গৃহ)]।

ধাওয়া [ dhāōẏā ] ক্রি. ধেয়ে যাওয়া, বেগে যাওয়া, দৌড়ানো (তার দিকে ধেয়ে গেল, 'ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু': রবীন্দ্র)। ☐ বি. ধাবন, তাড়া (ধাওয়া খেয়ে কুকুরটা পালিয়েছে)। [সং. √ ধাব্ + বাং. আ]। ̃ নো ক্রি. দৌড় করানো; তাড়ানো। ☐ বি. উক্ত উভয় অর্থে।

ধাঁ [ dhā ] অব্য. 1 সহসা আগুন জ্বলার বা প্রহারের শব্দ; 2 দ্রুত গতির ভাবসূচক, ঝাঁ, চট (ধাঁ করে ছুটে যাওয়া)। [ধ্বন্যা.]। ̃ বি. সহসা ও সজোরে মারার শব্দ। ধাঁ করে ক্রি-বিণ. 1 সহসা এবং সজোরে; 2 দ্রুত (ধাঁ করে পালাল)।

ধাঁচ, ধাঁচা [ dhān̐ca, dhān̐cā ] বি. 1 ধরন, রকম (দোহারা ধাঁচের শরীর); 2 ছাঁদ, গড়ন। [হি. ঢাঁচা]।

ধাঁধা [ dhān̐dhā ] বি. 1 দৃষ্টিভ্রম, চোখের ভুল (চোখে কেমন যেন ধাঁধা লেগে গেল); 2 ধোঁকা, সংশয়, ধন্দ; 3 দুরূহ সমস্যা, জটিল ব্যাপার; 4 কৌতূহলজনক ও বিদ্ধিবিভ্রমকারী প্রশ্ন, হেঁয়ালি। ☐ ক্রি. দৃষ্টিভ্রম জন্মানো বা হওয়া (চোখ ধেঁধে যায়)। [প্রাকৃ. ধন্ধঅ-তু. হি. ধন্ধা]। ̃ নো ক্রি. দৃষ্টিভ্রম জন্মানো, চোখ ঝলসানো; ধাঁধা লাগানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

ধাক্কা [ dhākkā ] বি. 1 ঠেলা (দরজায় ধাক্কা দেওয়া); 2 সংঘর্ষ, ঠোকাঠুকি, ঠেলাঠেলি (ট্রামে-বাসে ধাক্কা লাগে); 3 সহসা চাপ, তাড়া বা বেগ (কাজের ধাক্কা সামলানো)। ☐ ক্রি. ধাক্কা দেওয়া, ঠেলা দেওয়া (অমন ধাক্কাচ্ছ কেন?)। [তু. হি. ধক্কা; মৈ. ঢেকা]। ধাক্কা সামলানো ক্রি. বি. 1 সংঘর্ষ বা ঠেলাঠেলি প্রতিরোধ করা; 2 সংকট বা ঝামেলা থেকে রক্ষা পাওয়া।

ধাগা [ dhāgā ] বি. 1 কাঁথা, তোশক প্রভৃতি সেলাইয়ের উপযোগী মোটা সুতো; 2 মোটা সুতোর সেলাই। [হি. তাগা, ধাগা (=সুতো)]।

ধাঙড় [ dhāṅaḍ় ] বি. অনুন্নত হিন্দু সম্প্রদায়বিশেষ; মেথর; ঝাড়ুদার। [হি. ধাঁগড়]।

ধাড়া [ dhāḍ়ā ] বি. 1 তুলাযন্ত্র, দাঁড়িপাল্লা; 2 বাঙালি হিন্দুর পদবিবিশেষ। [প্রাকৃ. ধড় < সং. ধট-তু. হি. ধড়া]।

ধাড়ি [ dhāḍ়i ] বি. 1 যে গর্ভে সন্তান ধারণ করেছে (বাচ্চা ও ধাড়ি); 2 (সচ. নিন্দায়) সর্দার বা প্রধান ব্যক্তি (বজ্জাতের ধাড়ি, অকর্মার ধাড়ি)। ☐ বিণ. 1 বয়স্হ (বুড়োধাড়ি ছেলে); 2 পাকা, ঘাগি (ধাড়ি শয়তান)। তু. ধেড়ে। [হি. ধাড়ী]।

ধাত [ dhāta ] বি. 1 মানসিক প্রকৃতি, স্বভাব, মেজাজ (তার ঘাত বোঝা শক্ত, ওসব আমার ধাতে নেই); 2 নাড়ি (ধাত ছেড়ে যাওয়া); 4 শুক্র বা বীর্য (ধাতের রোগ)। [সং. ধাতু]। ̃ সহ বিণ. ধাতে বা শরীরের প্রকৃতিতে সহ্য হয় এমন। ̃ স্হ বিণ. প্রকৃতিস্হ, সুস্হ, শান্তলব (এতক্ষণে সে একটু ধাতস্হ হল)।

ধাতব [ dhātaba ] বিণ. 1 ধাতুসম্বন্ধীয় (ধাতব আওয়াজ); 2 ধাতুঘটিত (ধাতব পদার্থ)। [সং. ধাতু + অ]।

ধাতসহ, ধাতস্হ [ dhātasaha, dhātasha ] দ্র ধাত

ধাতা1 [ dhātā1 ] (-তৃ) বি. 1 বিধাতা; 2 কর্মফলদাতা; 3 সৃষ্টিকর্তা, নির্মাতা। [সং. √ ধা + তৃ]। স্ত্রী. ধাত্রী

ধাতা2 [ dhātā2 ] ক্রি. ধাতানো, কড়া ধমক দেওয়া; শাসানো। ☐ বি. উক্ত অর্থে। [তু. হি. ধতকার্না (=তাড়ানো, ধমক দেওয়া)]। ̃ নি বি. কড়া ধমক, তিরস্কার। ̃ নো ক্রি. ধমক দেওয়া; তিরস্কার করা। ☐ বি. উক্ত অর্থে।

ধাতু [ dhātu ] বি. 1 স্বর্ণরৌপ্যাদি খনিজ পদার্থ; 2 উপাদান (লোকটি কোন ধাতুতে গড়া); 3 স্বভাব, প্রকৃতি, ধাত (কঠিন ধাতুর মানুষ); 4 শুক্র (ধাতুদৌর্বল্য); 5 (আয়ু.) দেহস্হ বায়ু পিত্ত কফ মাংস অস্হি প্রভৃতি; 6 ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ব্যোম এই পঞ্চভূত; 7 (ব্যাক.) ক্রিয়াবাচক শব্দমূল। [সং. √ ধা + তু]। ̃ গত বিণ. ধাতুসংক্রান্ত; শারীরিক বা মানসিক প্রকৃতিঘটিত; স্বভাবগত; ক্রিয়াবাচক শব্দমূলঘটিত; শুক্রঘটিত। ̃ গর্ভ বিণ. অভ্যন্তরে ধাতু আছে এমন। ̃ ঘটিত বিণ. ধাতুগত -র অনুরূপ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. ধাতুসংক্রান্ত বিদ্যা, metallurgy. ̃ ময় বিণ. ধাতুর তৈরি, ধাতুপূর্ণ। ̃ মল বি. মরচে, জং। ̃ রূপ বি. ক্রিয়ামূলের নানা রূপ; বিভিন্ন কালে, বিভিন্ন বচনে ও পুরুষে ক্রিয়ামূলের রূপ।

ধাত্রী [ dhātrī ] বি. 1 গর্ভধারিণী মাতা; 2 ধাই, পালনকারিণী রমণী; 3 রোগীর পরিচর্যাকারিণী নারী, সেবিকা, nurse; 4 পৃথিবী। ☐ বিণ. 1 পালনকারিণী; 2 ধারণকারিণী (জীবধাত্রী বসুন্ধরা)। [সং. √ ধা + তৃ + ঈ (স্ত্রী.)]। ̃ বিদ্যা বি. প্রসূতিতন্ত্র, প্রসবাদিবিষয়ক শাস্ত্র, midwifery.

ধাত্রেয়ী [ dhātrēẏī ] বি. ধাই। [সং. ধাত্রী + এয় + ঈ]।

ধান [ dhāna ] বি. 1 সুপরিচিত খাদ্যশস্যবিশেষ, যা থেকে চাল পাওয়া যায়; তুষ বা খোসাসমেত চাল; 2 পরিমাণবিশেষ (=1/4 রতি বা 4 তিল)। [সং. ধান্য]। ধান কাঁড়া ক্রি. বি. ঢেঁকিতে কুটে তুষ থেকে চাল বার করা ('ধান কাঁড়তে হল বেলা')। ধান কাটা ক্রি. বি. ধান পাকার পর গাছগুলি কেটে স্তূপাকার করা বা আঁটি বাঁধা। ধান কাড়ানো ক্রি. বি. আগাছা নষ্ট করার জন্য ধানখেত চষা। ̃ ক্ষেত, ̃ খেত বি. যে মাঠে বা খেতে ধানের চাষ হয়। ধান গাছের তক্তা বি. অসম্ভব জিনিস। ধান ঝাড়া ক্রি. বি. ধান গাছ আছড়ে গাছ থেকে ধান পৃথক করে নেওয়া। ̃ দূর্বা বি. ধান ও দূর্বাঘাস; হিন্দুদের মাঙ্গল্য দ্রব্যবিশেষ (ধানদূর্বা দিয়ে আশীর্বাদ)। ধানদূর্বা (ধানদুব্বো) দিয়ে পূজা (পুজো) করা ক্রি. বি. (ব্যঙ্গে) সম্মান বা সমীহ করা (তার মতো লোককে ধানদূর্বা দিয়ে পূজা করতে হবে নাকি?)। ধান দিয়ে লেখাপড়া শেখা ক্রি. বি. যত্সামান্য খরচে লেখাপড়া শেখা। ধান নেড়ে দেওয়া ক্রি. বি. খেতে বীজ থেকে চারা গজাবার পর চারাগুলি তুলে ফাঁক ফাঁক করে পুঁতে দেওয়া। ধান বোনা ক্রি. বি. খেতে ধানের বীজ ছড়ানো। ধান ভানা ক্রি. বি. ধান কাঁড়া -র অনুরূপ। ধান ভানতে শিবের গীত অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। ধান মাড়াই করা, ধান মাড়ানো ক্রি. বি. গোরুকে দিয়ে মাড়িয়ে শিষ থেকে ধান পৃথক করা, মাটিতে বিছানো ধানের উপর দিয়ে গোরুকে হাঁটিয়ে ধান ও খড় আলাদা করা। কত ধানে কত চাল প্রকৃত অবস্হা; কঠিন বাস্তব (ধনীর দুলাল তুমি, জানলে না কত ধানে কত চাল)।

ধানশ্রী [ dhānaśrī ] বি. সংগীতের রাগিণীবিশেষ, ধনাশ্রী। [সং.]।

ধানাইপানাই [ dhānāipānāi ] বি. অসংবদ্ধ ও অপ্রাসঙ্গিক কথাবার্তা; আবোলতাবোল কথা। [দেশি]।

ধানি [ dhāni ] বিণ. 1 কাঁচা ধানের মতো সংযুক্ত (ধানি রঙের কাপড়); 2 ধান জন্মে এমন, ধানের চাষ হয় এমন (ধানিজমি); 3 খুব ছোট কিন্তু ঝালযুক্ত বা তেজযুক্ত (ধানিলংকা)। [বাং. ধান + ই]।

ধানী [ dhānī ] বি. 1 আবাস, স্হান (রাজধানী); 2 আধার, পাত্র (নস্যধানী, মত্ স্যধানী )। [সং. √ ধা + অন + ঈ (স্ত্রী.)]।

ধানুকি, (বর্জি.) ধানুকী [ dhānuki, (barji.) dhānukī ] বি. ধনুকধারী, ধনুর্ধর। [প্রাকৃ. ধানুক্ক < সং. ধানুঙ্ক]।

ধান্দা, ধান্ধা [ dhāndā, dhāndhā ] বি. 1 ধাঁধা, ধোঁকা; 2 সংশয়; 3 দৃষ্টিভ্রম; 4 কাজকর্মের সন্ধান বা ফিকির (কোন ধান্দায় এখানে এসেছ?)। [হি. ধন্ধা < সং. দ্বন্দ্ব]।

ধান্য [ dhānya ] বি. 1 ধান; 2 ধানজাতীয় শস্য (যবধান্য)। [সং. ধান + য]। ̃ বীজ বি. 1 ধানের বীজ; 2 ধনিয়া, ধনে। ̃ শীর্ষক বি. ধানের শিষ।

ধান্যক, ধান্যাক [ dhānyaka, dhānyāka ] বি. ধনে। [সং. ধন্যক + অণ্]।

ধান্যেশ্বরী [ dhānyēśbarī ] বি. (ব্যঙ্গে) ধান বা চাল থেকে চোলাই করা মদ, ধেনো মদ। [সং. ধান্য + ঈশ্বরী]।

ধাপ [ dhāpa ] বি. 1 সিঁড়ির পৈঠ্য, সোপান (ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে); 2 স্তর (প্রথম ধাপ শেষ করে সবে দ্বিতীয় ধাপে পৌঁছেছি)। [হি. ধাপ]।

ধাপধাড়া-গোবিন্দপুর [ dhāpadhāḍ়ā-gōbindapura ] বি. (কৌতু.) অজ্ঞাত বা বহুদূরবর্তী স্হান।

ধাপা [ dhāpā ] বি. যে জায়গায় জঞ্জালাদি ফেলা হয় (ধাপার মাঠ)। [দেশি-তু. সং. স্তূপ; তু. ইং. dump, depot]।

ধাপ্পা [ dhāppā ] বি. 1 মিথ্যা আশ্বাস, মিথ্যা উপদেশ, মিথ্যা প্রতিশ্রুতি ইত্যাদি; 2 প্রবঞ্চনা; 3 মিথ্যা কথা। [হি. ধপ্পা]। ̃ বাজ বিণ. ধাপ্পা দেয় এমন, মিথ্যাবাদী। ̃ বাজি বি. ধাপ্পাবাজের কাজ, প্রতারণা।

ধাবক [ dhābaka ] বিণ. 1 ছোটে বা দৌড়ায় এমন; 2 পত্র বা সংবাদ বহন করে এমন; 3 ধোয় বা পরিষ্কার করে এমন (দন্তধাবক)। ☐ বি. 1 ধোপা; 2 যে ধোয়, প্রক্ষালনকারী ব্যক্তি; 3 সংবাহ বাহক; 4 সংস্কৃত সাহিত্যের কবিবিশেষ। [সং. √ ধাব্ + অক]।

ধাবকা [ dhābakā ] বি. 1 প্রভাব, চাপ; 2 ধকল, ধাক্কা। [তু. বাং. ধাক্কা]।

ধাবড়া [ dhābaḍ়ā ] বি. কাদা কালি প্রভৃতির বড় ছোপ, ছাপ বা দাগ (জামায় এক ধাবড়া কালি লাগিয়ে এনেছে)। [তু. হি. ধব্বা]। ̃ নো ক্রি. কালি প্রভৃতির এলোমেলো ও মোটা দাগ লাগিয়ে নোংরা করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ধেবড়ে যাওয়া ক্রি. বি. কালি প্রভৃতির মোটা ও এলোমেলো দাগ লাগানো বা লেগে যাওয়া।

ধাবন [ dhābana ] বি. 1 বেগে ছোটা, ছোটা, দৌড়ানো; 2 ধোয়া, পরিষ্কার করা (দন্তধাবন); 3 ধেয়ে যাওয়া, তাড়া করা। [সং. √ ধাব্ + অন]।

ধাব-মান [ dhāba-māna ] বিণ. 1 ছুটছে এমন ('সমরক্ষেত্রাভিমুখে ধাবমান হইলেন': ব. চ.); 2 দ্রুতগতিসম্পন্ন। [সং. √ ধাব্ + শানচ্]।

ধাবিত [ dhābita ] বিণ. 1 ছুটছে এমন (সেইদিকে তাঁর চিত্ত ধাবিত হল); 2 পিছনে ধাওয়া করেছে এমন (চোরের পিছনে পুলিশ ধাবিত হল); 3 ধৌত, ধোয়া হয়েছে এমন। [সং. √ ধাব্ + ত]।

ধাম [ dhāma ] বি. 1 বাসস্হান, গৃহ (নামধাম); 2 স্হান (শান্তিধাম); 3 পবিত্র স্হান, তীর্থ (কালীধাম); 4 আধার (গুণধাম)। [সং. √ ধা + মন্]।

ধাম-গুজারি [ dhāma-gujāri ] বি. 1 লাফালাফি; 2 প্রচণ্ড হট্টগোল; 3 দৌরাত্ম্য; 4 ধুমধাম। [তু. হি. ধমজগর (=গণ্ডগোল, হট্টগোল)]।

ধামনিক [ dhāmanika ] বিণ. ধমনিসম্বন্ধীয়। [সং. ধমনী + ইক]। ধামনিকা বি. ধমনী।

ধামসা [ dhāmasā ] ক্রি. ধামসানো, হাত বা পা দিয়ে চটকানো। [দেশি]। ̃ নি বি. দলিত করা, চটকানি (ময়দা ধামসানি)। ̃ নো ক্রি. হাত-পা দিয়ে চটকানো বা মর্দন করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

ধামসাধামসি [ dhāmasādhāmasi ] বি. 1 দলাইমলাই; 2 উদ্দাম নাচানাচি বা হুল্লোড়। [দেশি]।

ধামা [ dhāmā ] বি. শস্যাদি রাখবার বা মাপবার জন্য বেতের তৈরি ঝুড়িবিশেষ। [সং. ধামক]। ̃ চাপা বিণ. অন্যায়ভাবে লোকচক্ষুর আড়ালে আনা হয়েছে এমন (ব্যাপারটাকে এভাবে ধামাচাপা দেওয়া উচিত হয়নি)। ̃ ধরা বিণ. তোষামুদে।

ধামার [ dhāmāra ] বি. 1 ধ্রুপদাঙ্গ সংগীতের তালবিশেষ ('চৌতালে ধামারে কে কোথায় ঘা মারে': রবীন্দ্র); 2 উচ্চাঙ্গ সংগীতের রাগিণীবিশেষ (ধামারে তান ধরেছে)। [তু. হি. ধমার]।

ধামালি [ dhāmāli ] বি. 1 রঙ্গ; 2 রঙ্গ দেখাবার জন্য দৌড়াদৌড়ি বা নাচগান; 3 কৃত্রিম বা কপট ঝগড়া; 4 চতুরালি, ছলনা। [হি. ধমাল + বাং. ই]।

ধামি [ dhāmi ] বি. ছোট ধামা বা ঝুড়ি। [বাং. ধামা + ই (ক্ষুদ্রার্থে)]।

ধার1 [ dhāra1 ] বি. (প্রত্যয়রূপে ব্যবহৃত) ধারণকারী (সূত্রধার, কর্ণধার)। [সং. √ ধৃ + অ]।

ধার2 [ dhāra2 ] বিণ. (সচ. কাব্যে) জল প্রভৃতি তরল পদার্থের পতন বা ধারা (অশ্রুধার)। [ধারা2 দ্র]।

ধার3 [ dhāra3 ] বি. 1 প্রান্ত, কিনারা (রাস্তার ধার দিয়ে চলো); 2 তীক্ষ্ণতা (ছুরির ধার পরীক্ষা করছি); 3 প্রখরতা (কথার ধার, বুদ্ধির ধার); 4 কূল, তীর (নদীর ধার); 5 ঋণ (টাকা ধার দেওয়া); 6 তোয়াক্কা (আমি কারও ধার ধারি না)। [বাং. ধার < সং. √ ধৃ + অ]। ধার করা ক্রি. বি. দেনা করা, ঋণ নেওয়া। ধার দেওয়া ক্রি. বি. ঋণ দেওয়া। ধার ধারা ক্রি. বি. 1 ঋণবদ্ধ হওয়া; 2 সম্পর্ক বা তোয়াক্কা রাথা ('কারো কথার ধার ধারি না, সব ব্যাটাকেই চিনি': সু. রা.)। ধার নেওয়া-ধারকরা -র অনুরূপ। ধার শোধ করা ক্রি. বি. দেনা চুকিয়ে দেওয়া। ধারে কাটা ক্রি. বি. স্বাভাবিক দক্ষতা বা বুদ্ধির জোরে কার্যোদ্ধার হওয়া। ধারে ডোবা ক্রি. বি. প্রচুর দেনায় জড়িয়ে পড়া।

ধারক [ dhāraka ] বিণ. 1 ধারণকারী, যে ধরে রেখেছে (সভ্যতার ধারক); 2 পুস্তক সামনে ধরে পুরাণপাঠকের অশুদ্ধি সংশোধনকারী; 3 মন্ত্রপাঠ করানোর বৃত্তি অবলম্বনকারী; 4 ঋণগ্রহণকারী; 5 দাস্ত বা উদরাময়রোধক (ধারক ওষুধ)। ☐ বি. উদরাময়ের ওষুধ। [সং. √ ধৃ + ণিচ্ + অক]। বি. ̃ তা

ধারণ [ dhāraṇa ] বি. 1 হাত দিয়ে গ্রহণ বা অঙ্গে গ্রহণ (অস্ত্রধারণ, বক্ষে ধারণ); 2 মনে রাখা (উপদেশ ধারণ); 3 স্হাপন (আশীর্বাদের ফুল মস্তকে ধারণ); 4 অভ্যন্তরে গ্রহণ, ভিতরে নেওয়া (এই পাত্র বহু জল ধারণে সক্ষম); 5 পরিগ্রহ (অগ্নিমূর্তি ধারণ); 6 গ্রহণ, অবলম্বন (নামধারণ, ভেকধারণ); 7 বহন (শিরে কুম্ভধারণ)। [সং. √ ধৃ + ণিচ্ + অন]।

ধারণা [ dhāraṇā ] বি. 1 বোধ, অনুভূতি, উপলব্ধি (বস্তু সম্বন্ধে ধারণা, ঈশ্বর সম্বন্ধে ধারণা); 2 অনুমান, সংস্কার, বিশ্বাস (আমার দৃঢৃ ধারণা); 3 সিদ্ধান্ত, নির্ধারণ (ভবিষ্যত্ জীবন সম্পর্কে ধারণা করা); 4 স্মরণশক্তি, মেধা (ধারণাশক্তি); 5 একাগ্রতা, মনকে একই বিষয়ে স্হাপন। [সং. √ ধৃ + ণিচ্ + অন + আ]। ̃ তীত বিণ. উপলব্ধি বা অনুমান করা অসাধ্য এমন।

ধারণীয় [ dhāraṇīẏa ] বিণ. ধারণযোগ্য, ধারণ করা যায় এমন। [সং. √ ধৃ + ণিচ্ + অনীয়]।

ধারয়িতা [ dhāraẏitā ] (-তৃ) বিণ. যে ধারণ করে, ধারণকারী, ধারক। [সং. √ ধৃ + ণিচ্ + তৃ]। ধারয়িত্রী বিণ. (স্ত্রী.) ধারণকারিণী। ☐ বি. পৃথিবী।

ধারয়িষ্ণু [ dhāraẏiṣṇu ] বিণ. ধারণ করে আছে এমন, ধারণকারী, ধারণশীল। [সং. √ ধৃ + ণিচ্ + ইষ্ণু]।

ধারা1 [ dhārā1 ] ক্রি. ঋণী হওয়া বা থাকা (তার কাছে আমি অনেক টাকা ধারি); 2 সংস্রব রাখা (কারও ধার ধারি না)। [বাং. ধার 3 + আ]।

ধারা2 [ dhārā2 ] বি. 1 স্রাব, প্রবাহ (রক্তধারা, অশ্রুধারা, আলোকধারা); 2 বৃষ্টি ('শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে': রবীন্দ্র); 3 ঝরনা (সহস্রধারা); 4 পদ্ধতি, ধরম, নিয়ম (তার কাজের ধারাই আলাদা); 5 পরম্পরা (ধারাবাহিক); 6 রীতি, রকম (কেমনধারা লোক তুমি?); 7 আইনের বিধি (এই আইনের তৃতীয় ধারা)। [সং. √ ধৃ + ণিচ্ + আ]। ̃ কদম্ব বি. নীপ ফুল বা তার গাছ, কদম ফুল বা তার গাছ। ̃ কারে ক্রি-বিণ. ধারা বা বৃষ্টির মতো; অজস্র ধারায় (ধারাকারে নেমে আসে)। ̃ ক্রমে ক্রি-বিণ. পরম্পরা অনুযায়ী; রীতি অনুসারে। ̃ ঙ্কুর বি. 1 জলকণা; 2 করকা, শিল। ̃ জল বি. বৃষ্টি। ̃ ধর বি. মেঘ। ̃ পাত বি. 1 অবিরাম বর্ষণ; 2 পাটীগণিতের নামতা ইত্যাদির প্রাথমিক সূত্রাদিসংবলিত বই। ̃ বর্ণনা বি.কোনো চলতি বা ঘটমান বিষয়ের তাত্ক্ষণিক বিবরণ, running commentary. ̃ বর্ষ, ̃ বর্ষণ বি. মূষলধারে বৃষ্টি। ̃ বাহিক, ̃ বাহী (-হিন্) বিণ. 1 ছেদহীনভাবে চলে আসছে এমন, অবিচ্ছেদে প্রচলিত; 2 ক্রমিক, পরম্পরাযুক্ত (ধারাবাহিক ইতিহাস)। বি. ̃ বাহিকতা, ̃ বাহিতা (ঘটনার ধারাবাহিকতা)। ̃ বিবরণী, ̃ ভাষ্য ধারাবর্ণনা -র অনুরূপ। ̃ যন্ত্র বি. 1 ফোয়ারা; 2 পিচকারী; 3 স্নানের কৃত্রিম ঝরনা, shower. ̃ সম্পাত বি. অঝোরে বৃষ্টিপাত। ̃ সার (ধারা + আসার) বি. অঝোরে বা মুষলধারে বৃষ্টিপাত। ̃ স্নান বি. ঝরনায় বা কৃত্রিম ফোয়ারায় স্নান।

ধারালো [ dhārālō ] বিণ. শাণিত, তীক্ষ্ণধার, ধার আছে এমন। [বাং. ধার 3 + আলো]।

ধারাসম্পাত, ধারাস্নান [ dhārāsampāta, dhārāsnāna ] দ্র ধারা2

ধারি1 [ dhāri1 ] বি. (আঞ্চ.) 1 মাটির ঘরের অপ্রশস্ত বারান্দা; 2 কোনোকিছুর উঁচু কিনারা (জানালার ধারি)। [বাং. ধার3 + ই]।

ধারি2 [ dhāri2 ] বিণ. ধার বা পাশ আছে এমন (দুধারি)। [বাং. ধার3 + ই]।

ধারি3 [ dhāri3 ] বিণ. ঋণগ্রস্ত, ঋণী। [বাং. ধার3 + ই]।

ধারিণী [ dhāriṇī ] বিণ. (স্ত্রী.) ধারণকারিণী (অস্ত্রধারিণী, প্রহরণধারিণী)। ☐ বি. (স্ত্রী.) পৃথিবী। ☐ পুং. বিণ. ধারী। [সং. √ ধৃ + ইন্ + ঈ]।

ধারিত [ dhārita ] বিণ. 1 ধরানো হয়েছে এমন; 2 গ্রাহিত; 3 বাহিত; 4 স্হাপিত। [সং. √ ধৃ + ণিচ্ + ত]।

ধারী2 [ dhārī2 ] (-রিন্) বিণ. ধারণকারী (অস্ত্রধারী)। [সং. √ ধৃ + ইন্]।

ধারোষ্ণ [ dhārōṣṇa ] বিণ. ধারায় দোহনের ফলে ঈষত্ উষ্ণতাযুক্ত, সদ্য দোহনের জন্য ঈষদুষ্ণ (ধারোষ্ণ দুগ্ধ)। [সং. ধারা + উষ্ণ]।

ধার্ত-রাষ্ট্র [ dhārta-rāṣṭra ] বি. রাজা ধৃতরাষ্ট্রের পুত্র। [সং. ধৃতরাষ্ট্র + অ]।

ধার্ম [ dhārma ] বিণ. ধর্মবিষয়ক। [সং. ধর্ম + অ]।

ধার্মিক [ dhārmika ] বিণ. ধর্মপরায়ণ, ধর্মে অনুরাগী। [সং. ধর্ম + ইক]। বিণ. (স্ত্রী.) ধার্মিকী। বি. ̃ তা

ধার্য [ dhārya ] বিণ. 1 ধারণযোগ্য, ধারণীয়; 2 বহনীয়; 3 (বাং.) নির্ধারিত ('মোরা বড়ো বলে করেছি ধার্য': রবীন্দ্র); স্হিরীকৃত, নির্দিষ্ট (দিন ধার্য করা, দাম ধার্য করা)। [সং. √ ধৃ + য]। ̃ মাণ বিণ. ধরা বা স্হির করা হচ্ছে এমন।

ধার্ষ্টামি, ধার্ষ্টামো, ধাষ্টামি, ধাষ্টামো [ dhārṣṭāmi, dhārṣṭāmō, dhāṣṭāmi, dhāṣṭāmō ] বি. 1 ধৃষ্টতা, স্পর্ধা; 2 নিন্দনীয় ও নির্লজ্জ আচরণ। [সং. ধৃষ্ট + বাং. আমি, আমো]।

ধাষ্ট্য [ dhāṣṭya ] বি. ধৃষ্টতা, ঔদ্ধত্য। [সং. ধৃষ্ট + য]।

ধিক, (বর্জিত) ধিক্ [ dhika, (barjita) dhik ] অব্য. নিন্দা লজ্জা অবজ্ঞা ভর্ত্সনা বিরক্তি ঘৃণা প্রভৃতি ভাবপ্রকাশক; ছিঃ। [সং. ধিক্]। ধিক্কার, ধিক্-কার বি. 1 ধিক ধিক উক্তি ওই উক্তি দ্বারা ঘৃণা নিন্দাবাদ অবজ্ঞা বিরক্তি প্রভৃতির প্রকাশ; 2 অপকর্ম বা অন্যায় বা ভূলের জন্য বিরাগ বা ঘৃণা (আমার মনে ধিক্কার জন্মেছে)। ধিক্-কৃত, ধিক্কৃত বিণ. ধিক উক্তি দ্বারা নিন্দিত; নিন্দিত, ভর্ত্ সিত ; অবজ্ঞাত; ঘৃণিত।

ধিক-ধিক2 [ dhika-dhika2 ] অব্য. ক্রমাগত ধীরে বা মৃদুভাবে জ্বলনের ভাব। [ধ্বন্যা.]। ধিকধিক করে ক্রি-বিণ. মৃদুভাবে, ধীরে (এখনও ধিকধিক করে আগুন জ্বলছে)।

ধিকি-ধিকি [ dhiki-dhiki ] ধিকধিক2 -এর রূপভেদ।

ধিক্কার, ধিক্কৃত [ dhikkāra, dhikkṛta ] দ্র ধিক

ধিঙ্গি [ dhiṅgi ] বিণ. 1 উচ্ছৃঙ্খল, স্বেচ্ছাচারিণী; 2 বেহায়া (ধিঙ্গি মেয়ে); 3 উদ্দাম (ধিঙ্গি নাচ)। [তু. হি. ধীঙ্গধুকড়ী (=উচ্ছৃঙ্খলতা, গোলমাল)]।

ধিনতা-ধিন, ধিন-ধিন [ dhinatā-dhina, dhina-dhina ] বি. নাচের আওয়াজ বা ভঙ্গি। [ধ্বন্যা.]।

ধিনি-কেষ্ট [ dhini-kēṣṭa ] বি. (ব্যঙ্গে.) যে (কেষ্ট অর্থাত্ কৃষ্ণের মতো) ধিনধিন করে নেচে বেড়ায়; দায়িত্বহীন ফুর্তিবাজ লোক। [বাং. ধিন + ই + কেষ্ট]।

ধিয়া, ধিয়া-তা ধিয়া [ dhiẏā, dhiẏā-tā dhiẏā ] বি. নাচ ও বাদ্যের আওয়াজ বা ভঙ্গি। [ধ্বন্যা.]।

ধী [ dhī ] বি. 1 বুদ্ধি, মেধা (ধীশক্তি, ধীদীপ্ত); 2 জ্ঞান; 3 মতি (সুধী)। [সং. √ ধৌ + ক্বিপ্]। ̃ গুণ বি. শ্রবণ, কৌতুহল, আহরণ, স্মৃতিতে ধারণ, সন্দেহ নিরসন, অর্থবোধ প্রভৃতি আটরকম বুদ্ধিগুণ। ̃ মান (-মত্) বিণ. মেধাসম্পন্ন, বুদ্ধিমান, জ্ঞানী। স্ত্রী. ̃ মতী। ̃ শক্তি বি. উপরোক্ত আটরকম বুদ্ধিগুণ; বুদ্ধি। ̃ সম্পন্ন বিণ. বুদ্ধিমান; জ্ঞানী।

ধীবর [ dhībara ] বি. জেলে, মত্ স্যজীবী। [সং. √ ধা + বর (বরচ্) নি.]। ধীবরী বি. (স্ত্রী.) ধীবরের স্ত্রী; জেলেনি।

ধীমান [ dhīmāna ] দ্র ধী

ধীর [ dhīra ] বিণ. 1 মন্হর, মৃদু (ধীর গতি); 2 অচঞ্চল, স্হির (ধীর ভাব); 3 শান্ত, নম্র (ধীর স্বভাব); 4 গম্ভীর (ধির কণ্ঠ); 5 ধৈর্যশীল (বিপদে ধীর); 6 বিবেচক, স্হিরবুদ্ধি (ধীর ব্যক্তি)। [সং. ধী + √ রা + অ]। বি. ̃ তা। ̃ গতি বিণ. ধীর গতিসম্পন্ন। ̃ প্রশান্ত বিণ. (অল.) প্রসিদ্ধ গুণাবলির অধিকারী নায়কবিশেষ। ̃ ললিত বিণ. (অল.) নম্রস্বভাব, নিশ্চিন্ত এবং নম্র; স্হির বুদ্ধিসম্পন্ন। ধীরা বিণ. ধীর -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. (স্ত্রী.) (অল.) যে নায়িকার কোপ স্পষ্টভাবে বোঝা যায় না।

ধীরা [ dhīrā ] দ্র ধীর

ধীরাধীরা [ dhīrādhīrā ] বি. (স্ত্রী.) (অল.) যে নায়িকার কোপ কিছুটা ব্যক্ত ও কিছুটা অব্যক্ত থাকে। [সং. ধীরা + অধীরা]।

ধীরি, ধীরি-ধীরি [ dhīri, dhīri-dhīri ] ক্রি-বিণ. (কাব্যে) ধীরে, মন্হর বা মৃদু গতিতে (নাচে ধীরিধীরি)। [সং. ধীর + বাং. ই]।

ধীরোদাত্ত [ dhīrōdātta ] বিণ. বি. 1 সুখে-দুঃখে অবিচলিত; 2 (অল.) নিরহংকার, আশ্রিতজনপালক ও বিনয়ী নায়কবিশেষ। [সং. ধীর + উদাত্ত]।

ধীরোদ্ধত [ dhīrōddhata ] বি. (অল.) স্বভাবে স্হিরচিত্ত কিন্তু সময়ে সময়ে উদ্ধত নায়কবিশেষ। [সং. ধীর + উদ্ধত]।

ধুঁকনি [ dhun̐kani ] বি. 1 ঘনঘন শ্বাসত্যাগের অব্যক্ত শব্দ; 2 ঘনঘন নিশ্বাস-প্রশ্বাস গ্রহণ ও ত্যাগের জন্য বুকের উত্থান-পতন; 3 হাঁপ। [ধুঁকা দ্র]।

ধুঁকা, ধোঁকা [ dhun̐kā, dhōn̐kā ] ক্রি. অতিরিক্ত পরিশ্রম ইত্যাদি কারণে হাঁপানো (লোকটা দাওয়ায় বসে ধুঁকছে)। ☐ বি. উক্ত অর্থে। [হি. √ ধৌংক]।

ধুঁদুল, ধুঁধুল [ dhun̐dula, dhun̐dhula ] বি. ব্যঞ্জনে ব্যবহৃত ঝিঙেজাতীয় ফলবিশেষ। [বাং. ধুন্দুল]।

ধুক-ধুক [ dhuka-dhuka ] বি. মৃদু হৃত্স্পন্দনের আওয়াজ (বুক ধুকধুক করছে)। [প্রাকৃ. √ ধুক্কাধুক্ক]। ধুক-ধুকানি, ধুক-পুকানি বি. 1 মৃদু হৃত্স্পন্দন; 2 মানসিক অশান্তি, অস্হিরতা বা উদ্বেগ; ছটফটানি।

ধুক-ধুকি [ dhuka-dhuki ] বি. 1 ধুকধুকানি; 2 গলার হারের সঙ্গে সংলগ্ন হয়ে বুকের উপর ঝোলে এমন গহনাবিশেষ, হারের মধ্যমণি বা লকেট। [দেশি]।

ধুক-পুক [ dhuka-puka ] বি. 1 অস্হিরতা, উদ্বেগ প্রভৃতি মানসিক চাঞ্চল্যের ভাব; 2 মৃদু হৃত্স্পন্দন বা শব্দযুক্ত আন্দোলনের ভাব (বুকের ভিতরটা ধুকপুক করছে)। [ধ্বন্যা-তু. ধুকধুক]। ধুক-পুকুনি বি. 1 মৃদু হৃত্স্পন্দন; 2 মৃদু আন্দোলনের ভাব; 3 মানসিক অস্হিরতা।

ধুচনি, ধুচুনি [ dhucani, dhucuni ] বি. চাল ধোয়ার বা মাছ ধরার জন্য বাঁশের শলাকা দিয়ে তৈরি ছোট ছোট ছিদ্রযুক্ত পাত্রবিশেষ। [দেশি-তু. ধাবনি + চুবনি]। ধুচনি-টুপি, ধুচুনি-টুপি বি. বাঁশ বেত প্রভৃতির শলাকা দিয়ে তৈরি ধুচুনির আকারের টুপিবিশেষ।

ধুত, ধূত [ dhuta, dhūta ] বিণ. 1 কম্পিত, জোরে নাড়ানো বা ঝাঁকানো হয়েছে এমন; 2 বিদূরিত; 3 ভর্ত্সিত, তিরস্কৃত। [সং. √ ধু + ত, √ ধূ + ত]।

ধুত্ [ dhut ] বিতাড়ন, অবজ্ঞা বিরক্তি অবিশ্বাস প্রভৃতি ভাবপ্রকাশক শব্দবিশেষ (ধুত্, এ আবার হয় নাকি)। [ধ্বন্যা.]।

ধুতি [ dhuti ] বি. 1 ভারতীয় পুরুষের পরিধেয় বস্ত্র, সরু পাড়যুক্ত লম্বা সাদা কাপড়; 2 অভীষ্ট লাভের উদ্দেশ্যে প্রদত্ত উপহার বা উপঢৌকন, উত্কোচ। [হি. ধোতী]।

ধুতুরা [ dhuturā ] বি. উপক্ষারধারী বনৌষধিবিশেষ, বিষাক্ত ফলবিশেষ ও তার গাছ বা ফুল। [সং. ধুস্তুর]।

ধুত্তোর [ dhuttōra ] অব্য. ধুত্-এর জোরালো রূপ (ধুত্তোর ছাই, আর ভালো লাগে না)। [বাং. ধুত্ + তোর]।

ধু ধু, ধু-ধু [ dhu dhu, dhu-dhu ] অব্য. 1 শূন্যতা, ব্যাপ্তি প্রভৃতি ভাবপ্রকাশ (বিশাল মাঠ ধু ধু করছে); 2 আগুন জ্বলার অব্যক্ত শব্দ, দাউদাউ। [ধ্বন্যা.]।

ধুন [ dhuna ] বি. (সাধারণত বাদ্যযন্ত্রে বাজানো হয় এমন) হালকা চালের এবং এক বা একাধিক রাগের মিশ্রণে তৈরি গত্। [হি. ধুন]।

ধুন-খারা [ dhuna-khārā ] বি. ধুনরির ব্যবহৃত তুলো ধোনা বা পেঁজার যন্ত্র, ধনুকের মতো তুলো-ধোনা যন্ত্র। [দেশি-তু. হি. ধুনকীবালা]।

ধুনচি, ধুনুচি [ dhunaci, dhunuci ] বি. ধুনো জ্বালাবার পাত্র। [বাং. ধুনা1 + তুর. চি]।

ধুনন, ধুনন [ dhunana, dhunana ] বি. কম্পন, চালন (তু. বিধূনন)। [সং. √ ধু (বা √ ধূ) + ণিচ্ + অন]।

ধুনরি, ধুনুরি [ dhunari, dhunuri ] বি. যে তুলো ধোনে এবং ধোনা তুলো দিয়ে বালিশ, লেপ, তোশক তৈরি করে। [ধুনা2 দ্র]।

ধুনা1, ধুনো [ dhunā1, dhunō ] বি. শাল গাছের নির্যাস, সর্জরস, ধূপ। [সং. ধুনক]।

ধুনা2, ধোনা [ dhunā2, dhōnā ] ক্রি. 1 ধনুকাকৃতি যন্ত্র দিয়ে তুলো পিঁজে পরিষ্কার করা; 2 (গৌণার্থে) ধমক দেওয়া, শায়েস্তা করা (একদিন তাকে ভালো করে ধুনে দেব)। ☐ বি. উক্ত উভয় অর্থে। [প্রাকৃ. √ ধুন < সং. √ ধু (ণিজন্ত) > √ ধুনি-তু. হি. ধুনকনা]।

ধুনি [ dhuni ] বি. সন্ন্যাসীর অগ্নিকুণ্ড (ধুনি জ্বালিয়ে বসে আছেন)। [দেশি-তু. হি. ধূনী]।

ধুনী [ dhunī ] বি. নদী (সুরধুনী)। [সং. √ ধু + নি + ঈ]।

ধুনুচি [ dhunuci ] দ্র ধুনচি

ধুনুরি [ dhunuri ] দ্র ধুনরি

ধুন্ধুমার [ dhundhumāra ] বি. 1 পুরাণে বর্ণিত রাজাবিশেষ; 2 ঘরের দেওয়ালে সংলগ্ন ঝুল, গৃহধূম; 3 তুমুল কোলাহল, বিষম কাণ্ড (ধুন্ধুমার বাধিয়ে দিয়েছে)। ☐ বিণ. তুমুল (ধুন্ধুমার কাণ়্ড)। [সং. ধুন্ধু + √ মৃ + ণিচ্ + অ-তু. হি. ধুন্ধকার (=গোলমাল, শোরগোল)]।

ধুপ1 [ dhupa1 ] বি. (বাংলায় বিরল) রৌদ্র। [হি. ধূপ]। ̃ ছায়া বি. বিণ. ময়ূরকণ্ঠী রং বা ওই রংযুক্ত (ধুপছায়া শাড়ি)।

ধুপ2 [ dhupa2 ] বি. ধপ-এর চেয়ে লঘুতর পতনের শব্দ। [ধ্বন্যা.]। ̃ ধাপ, ̃ ধুপ বি. ক্রমাগত ধুপ শব্দ (ধুপধাপ করে সিঁড়ি দিয়ে নামছে)।

ধুপচি [ dhupaci ] বি. ধুনুচি, যে পাত্রে ধুপধুনো জ্বালা হয়। [সং. ধূপ + তুর. চি]।

ধুপছায়া [ dhupachāẏā ] দ্র ধুপ1

ধুপি [ dhupi ] বি. 1 ক্ষুদ্র স্তূপ, ঢিবি; 2 গুচ্ছ, থোলো, থুপি) এক ধুপি গোবর)। [তু. সং. স্তূপ]।

ধুবকা [ dhubakā ] বি. ধ্রুবপদ, ধুয়া, ধুয়ো। [সং. ধ্রুবকা]।

ধুম1 [ dhuma1 ] বি. 1 প্রাচুর্য, আধিক্য (খাওয়ার কী ধুম?); 2 জাঁকজমক, সমারোহ (পুজোর ধুম, উত্সবের খুব ধুম)। ☐ বিণ. তুমুল (ধুম মারামারি, ধুম লড়াই)। [< সং. ধূম (অর্থান্তরিত)]। ̃ ধাড়াক্কা বি. 1 জাঁকজমক; 2 শোরগোল (কালীপূজোর সময় যা ধুমধাড়াক্কা চলে!)। ̃ ধাম বি. জাঁকজমক, ঘটা, সমারোহ (ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছে)।

ধুম2 [ dhuma2 ] বি. অব্য. ভারী বস্তু পতনের বা কিল মারার শব্দ, দুম। [ধ্বন্যা.]।

ধুমড়ি [ dhumaḍ়i ] বি. (নিন্দায়) মোটা স্ত্রীলোক। [দেশি]।

ধুমসা, (কথ্য) ধুমসো [ dhumasā, (kathya) dhumasō ] বিণ. (নিন্দায়) অত্যন্ত মোটা ও কালো, বেমানান রকমের কালো ও মোটা। [দেশি]। ধুমসি বিণ. (স্ত্রী.) বেমানান রকমের মোটা ও কালো (ধুমসি মেয়ের রকমটা দেখেছ?)।

ধুমুল, ধুম্বল [ dhumula, dhumbala ] বি. 1 ঢাক; 2 ঢাকের বাদ্য, ঢাকের আওয়াজ। [বাং. ধুম্বল-ধ্বন্যা.]। ধুমুল দেওয়া ক্রি. 1 ঢাক বা খোল বাজানো; 2 জোরে প্রচার করা, ঢেঁড়া পিটানো।

ধুম্ব, ধুম্বা, ধুম্বো [ dhumba, dhumbā, dhumbō ] বিণ. লম্বা ও মোটা। [তু. দুম্বা]। বিণ. (স্ত্রী.) ধুম্বি

ধুম্বল [ dhumbala ] দ্র ধুমুল

ধুম্বা, ধুম্বি [ dhumbā, dhumbi ] দ্র ধুম্ব

ধুয়া1, (কথ্য) ধুয়ো [ dhuẏā1, (kathya) dhuẏō ] বি. 1 গানের যে-অংশ দোহারেরা বারবার আবৃত্তি করে; 2 গানের যে-অংশ বারবার আবৃত্ত হয়, ধ্রুবপদ; 3 যে মত বা উক্তি বারবার আবৃত্তি করা হয়; 4 আবদার, ছুতো। [সং. ধ্রুবা]।

ধুয়া2 [ dhuẏā2 ] দ্র ধোয়া

ধুরন্ধর [ dhurandhara ] বি. ভারবাহক। ☐ বিণ. 1 ভার বহন করে এমন; 2 (গৌণার্থে) অতি কর্মকুশল বা দক্ষ; 3 অগ্রণী; 4 ওস্তাদ (ধুরন্ধর লোক)। [সং. ধুর + √ ধৃ + ণিচ্ + খচ্ (মুমাগম)]।

ধুরা [ dhurā ] বি. 1 গোরুর গাড়ি ইত্যাদির অগ্রভাগ যা গোরু মোষের কাঁধে লাগানো হয়, জোয়াল; 2 কোনোকিছুর সম্মুখের অংশ; 3 অক্ষদণ্ড, চাকার মধ্যবর্তী দণ্ড, ঈষ, axle; 4 ভার। [সং. √ ধুর্ব্ + ক্বিপ্ + আ]।

ধুরীণ, ধুরীয় [ dhurīṇa, dhurīẏa ] বিণ. 1 দক্ষ; 2 ভার বহন করার যোগ্য। ☐ বি. ষাঁড়। [সং. √ ধুর্ + ঈন, ঈয়]।

ধুল [ dhula ] বি. 1 ধুলা; 2 (গণি.) কড়ার ভগ্নাংশবিশেষ-1/2 কাঠা ('কাঠায় কাঠায় ধুল পরিমাণ': শুভঙ্করের আর্যা)। [হি. ধুল < সং. ধূলি]।

ধুলট [ dhulaṭa ] বি. সংকীর্তনের পর ধুলো মাখামাখি বা ধুলোয় গড়াগড়ি দেওয়ার উত্সব। [বাং. ধুলা + ট]।

ধুলা, (কথ্য) ধুলো [ dhulā, (kathya) dhulō ] বি. 1 ধুলি, শুকনো মাটির গুঁড়ো; 2 যেকোনো বস্তুর গুঁড়ো, রেণু (গুঁড়িয়ে ধুলো করা); 3 মাটি (ধুলোয় বসা)। [সং. ধূলি]। ধুলো ওড়ানো ক্রি. বি. দ্রুত যাওয়ার ফলে বা ঝাড়ু দিয়ে ধুলো ওড়ানো। ̃ পড়া বি. মন্ত্রপূত ধুলো। গায়ে ধুলো দেওয়া ক্রি. বি. ঘৃণা প্রকাশ করা; ধিক্কার দেওয়া। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। ধুলো-মুঠি ধরলে সোনা-মুঠি হয় ভাগ্য সুপ্রসন্ন হলে সামান্য চেষ্টাতেই বিরাট সাফল্য আসে।

ধুসা [ dhusā ] বি. পুরু পশমি কাপড়ের শীতবস্ত্রবিশেষ, মোটা পশমের চাদরবিশেষ। [হি. ধুস্সা]।

ধুস্তুর [ dhustura ] বি. ধুতরো। [সং. √ ধুস্ + ক্বিপ্ = ধুস + √ তুর্ + অ]।

ধূত, ধূনন [ dhūta, dhūnana ] যথাক্রমে ধুত ও ধুনন -এর বানানভেদ।

ধূপ [ dhūpa ] বি. সুগন্ধ ধোঁয়া উত্পাদনের জন্য প্রস্তুত গন্ধদ্রব্যবিশেষ বা তার বাতি ('ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে': রবীন্দ্র)। [√ ধূপ্ + অ]। ̃ কাঠি বি. ধূপের সুগন্ধযুক্ত কাঠি। ̃ চি-ধুপচি -র বানানভেদ। ̃ বি. 1 ধূপের গন্ধ দিয়ে সুগন্ধী করা; 2 ধুনো। ধূপাধার বি. ধূপ বা ধূপকাঠি রাখার পাত্র ('তারি দুই ধারে ধূপাধার হতে উঠিছে গন্ধধূপ': রবীন্দ্র)। ধূপায়িত, ধূপিত বিণ. ধূপের ধোঁয়া বা গন্ধ দিয়ে সুগন্ধীকৃত।

ধূম [ dhūma ] বি. ধোঁয়া। [সং. √ ধূ + ম]। ̃ কেতু, ̃ কেতন বি. 1 সপুচ্ছ জ্যোতিষ্কবিশেষ, comet; 2 অগ্নি; 3 (আল.) হঠাত্ আবির্ভূত ব্যক্তি বা উত্পাত বা অশুভ লক্ষণ। ̃ জাল বি. ধোঁয়াটে বা অস্পষ্ট ভাব, অস্পষ্টতা। ̃ পান বি. তামাক চুরুট বিড়ি সিগারেট প্রভৃতির ধোঁয়া পান। ̃ পায়ী (-য়িন্) বিণ. ধূমপানকারী। ̃ যোনি বি. 1 মেঘ; 2 অগ্নি। ̃ বি. ধোঁয়ার মতো রং, কপিল বর্ণ, হালকা বেগুনে রং। ☐ বিণ. ওইরকম রংবিশিষ্ট (ধূমল রঙে আঁকা)। ধূমাবতী বি. দশমহাবিদ্যার অন্যতম। ধূমাভ বিণ. ধোঁয়ার মতো বর্ণবিশিষ্ট, ধূমল। ধূমায়-মান বিণ. 1 ধোঁয়া ছড়াচ্ছে এমন; (যা থেকে) ধোঁয়া উদ্গীর্ণ হচ্ছে (ধূমায়মান ইঞ্জিন); 2 (আল.) ঘনায়মান, অল্প অল্প প্রকাশ পাচ্ছে এমন (শ্রমিকদের ধূমায়মান অসন্তোষ)। ধূমায়িত, ধূমিত বিণ. ধূমপূর্ণ, ধোঁয়া ছড়াচ্ছে এমন (ধূমায়িত চা)। ধূমোদগার বি. ধোঁয়া বার করা।

ধূম্র [ dhūmra ] বি. বিণ. 1 ধূমল, ধোঁয়া রঙের; 2 কৃষ্ণলোহিত বর্ণ বা বর্ণবিশিষ্ট; 3 মলিন। [সং. ধূম + √ রা + অ]। ̃ জাল-ধূমজাল -এর. অশু রূপ। ̃ লোচন বিণ. ধূমবর্ণ চক্ষুবিশিষ্ট, ধোঁয়াটে চোখযুক্ত। ☐ বি. (পুরাণোক্ত) শুম্ভনিশুম্ভের সেনাপতি।

ধূর্জটি [ dhūrjaṭi ] বি. শিব। [সং. ধূর্ (বিশ্বের ভার বা গঙ্গা) + জটা + ইন্ (সমাসান্ত)]।

ধূর্ত [ dhūrta ] বিণ. 1 (প্রধানত মন্দ অর্থে) চতুর; 2 ধড়িবাজ; 3 শঠ; প্রবঞ্চক; 4 (বিরল) জুয়াড়ি। [সং. ধূর্ব্ + ত]। ̃ তা, ধূর্তামি, ধূর্তামো বি. শঠতা, প্রবঞ্চনা; (মন্দ অর্থে) চতুরতা, চালাকি।

ধূলি [ dhūli ] বি. শুকনো মাটির গুঁড়ো, ধুলো, রজঃরেণু। [সং. √ ধূ + লি]। ̃ ধূসর, ̃ ধূসরিত, ̃ মলিন বিণ. ধুলো মেখে মলিন হয়েছে এমন, ধুলো-মাখা। ̃ পটল বি. আকাশে উড়ন্ত ধূলিরাশি। ̃ ময় বিণ. ধুলাপূর্ণ। ̃ শয্যা বি. ভূমিতে শয়ন; মৃত্তিকারূপ শয্যা। ̃ সাত্ বিণ. ধুলায় পরিণত; (আল.) সম্পূর্ণ ব্যর্থ।

ধূসর [ dhūsara ] বি. ঈষত্ পাংশুবর্ণ, ছাই রং। ☐ বিণ. 1 পাংশুল, পাঁশুটে, ছাইরঙা (ধূসর মাটি); 2 অনুজ্জ্বল; বৈচিত্র্যহীন ('ধূসর জীবনের গোধূলিতে': রবীন্দ্র)। [সং. ধূ + সর]। ধূসরিত বিণ. ধূসর হয়েছে এমন। ধূসরিমা (-মন্) বি. ধূসরতা; ধূসর বর্ণ ('এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়': রবীন্দ্র)।

ধূত [ dhūta ] বিণ. 1 ধারণ গ্রহণ বা অবলম্বন করা হয়েছে এমন (হস্তধৃত পুস্তক); 2 গ্রেপ্তার করা হয়েছে এমন (কুখ্যাত ডাকাত ধৃত হয়েছে); 3 উদ্ধৃত (পঙ্ক্তিটি এই বই থেকে ধৃত)। [সং. √ ধৃ + ত]। ̃ বর্মা (-র্মন্) বি. বিণ. বর্মে আবৃত বা সজ্জিত (ব্যক্তি)। ̃ ব্রত বিণ. ব্রতধারী। ̃ রাষ্ট্র (মহাভারতে) দুর্যোধনের পিতা। ধৃতাত্মা (-ত্মন্) বিণ. সংযতচিত্ত। ধৃতাস্ত্র বিণ. অস্ত্রধারী।

ধৃতি [ dhṛti ] বি. 1 ধারণ; 2 স্হিরচিত্ততা; ধৈর্য (ধৃতিমান); 3 সন্তোষ; 4 অধ্যবসায়; 5 উদ্যম, উত্সাহ। [সং. √ ধৃ + তি]। ̃ মান বিণ. 1 স্হিরচিত্ত; 2 ধৈর্যশীল; 3 অধ্যবসায়। ̃ হোম বি. হিন্দু বিবাহে করণীয় হোমবিশেষ।

ধৃষ্ট [ dhṛṣṭa ] বিণ. 1 উদ্ধত, দুর্বিনীত; 2 স্পর্ধিত্ব; 3 প্রগল্ভ; 4 নির্লজ্জ; 5 লম্পট। ☐ বি. (অল.) নির্লজ্জ নায়কবিশেষ। [সং. √ ধৃষ্ + ত]। বি. ̃ তা। স্ত্রী. ধৃষ্টা

ধৃষ্ণু [ dhṛṣṇu ] বিণ. 1 প্রগল্ভ; 2 উদ্ধত; 3 ধর্ষণশীল; 4 দমনশীল। [সং. √ ধৃষ্ + নু]।

ধৃষ্য [ dhṛṣya ] বিণ. 1 ধর্ষণীয়, ধর্ষণের যোগ্য; 2 দমন করার যোগ্য। [সং. √ ধৃষ্ + য]।

ধেই-ধেই [ dhēi-dhēi ] বি. অব্য. 1 তাণ্ডব নৃত্যের ভঙ্গি বা শব্দ; 2 নির্লজ্জ বা উদ্দাম নাচের ভঙ্গি (ধেইধেই করে নেচে বেড়ানো); 3 নির্লজ্জভাবে ঘুরে বেড়ানোর ভাব। [ধ্বন্যা.]।

ধেড়া, ধ্যাড়া [ dhēḍ়ā, dhyāḍ়ā ] ক্রি. ধ্যাড়ানো। [দেশি]। ̃ নো ক্রি. 1 বেসামাল হয়ে মলত্যাগ করে কাপড়চোপড় নষ্ট করা; 2 (আল.) অপটুতার দরুন কাজ পণ্ড করা। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে।

ধেড়ে1 [ dhēḍ়ē1 ] বি. উদ্বিড়াল, ভোঁদড়। [দেশি]।

ধেড়ে2 [ dhēḍ়ē2 ] বিণ. 1 ধাড়ি; 2 বেশি বয়সী (ধেড়ে ছেলে, ধেড়ে হয়ে ছোটদের মতো আচরণ করা); 3 যৌবনপ্রাপ্ত, প্রাপ্তবয়স্ক (ধেড়ে বাঘ)। [ধাড়ি দ্র]।

ধেনু [ dhēnu ] বি. 1 নবপ্রসূতা বা দুগ্ধবতী গাভী; 2 গাভী ('রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু': রবীন্দ্র)। [সং. √ ধে (=পান করা) + নু]।

ধেনো [ dhēnō ] বিণ. 1 ধান থেকে প্রস্তুত (ধেনো মদ); 2 ধানসম্পর্কিত (ধেনো গন্ধ); 3 ধান্যপ্রসূ, ধান উত্পন্ন হয় বা চাষ হয় এমন (ধেনো জমি); 4 (মন্দ অর্থে) ধান উত্পাদনকারী চাষির মতো মূর্খ (ধেনো বুদ্ধি)। [বাং. ধান + উয়া > ও]।

ধেবড়া, ধেবড়ানো [ dhēbaḍ়ā, dhēbaḍ়ānō ] যথাক্রমে ধাবড়া ও ধাবড়ানো -র চলিত রূপ।

ধেবড়ে যাওয়া [ dhēbaḍ়ē yāōẏā ] দ্র ধাবড়া

ধেয় [ dhēẏa ] বিণ. 1 জ্ঞে য়; 2 ধারণীয়, ধারণযোগ্য (পরিধেয়, অভিধেয়)। [সং. √ ধা + য]।

ধেয়া, ধেয়ানো [ dhēẏā, dhēẏānō ] ক্রি. 1 ধ্যান করা ('বিধি বিষ্ণু ইন্দ্র চন্দ্র যে পদ ধেয়ায়': ভা. চ.); 2 স্মরণ করা; চিন্তা করা। [< সং. ধ্যান]।

ধেয়ান, ধেয়ানি [ dhēẏāna, dhēẏāni ] যথাক্রমে ধ্যান ও ধ্যানী -র কোমল রূপ।

ধৈবত [ dhaibata ] বি. (সংগীতে) স্বরগ্রামের ষষ্ঠ স্বর, ধা। [সং. ধাবত্ + অ]।

ধৈরজ [ dhairaja ] বি. ধৈর্য -র কোমল রূপ ('ধৈরজ যায় যে টুটে হায়': রবীন্দ্র)।

ধৈর্য [ dhairya ] বি. 1 সহিষ্ণুতা, সহ্য বা অপেক্ষা করার ক্ষমতা; 2 ধীরতা; 3 (বৈ. সা.) নিস্পৃহতা ও প্রশান্তি ('ধৈরজ ধর চিতে')। [সং. ধীয় + য]। ̃ চ্যুত, ̃ হারা বিণ. সহ্য করার বা অপেক্ষা করার ক্ষমতা হারিয়েছে এমন, অসহিষ্ণু। বি. ̃ চ্যুতিধৈর্য ধরা ক্রি. সহ্য করে থাকা, সহিষ্ণু হওয়া। ̃ ধারণ, ধৈর্যাবলম্বন বি. সহিষ্ণু হওয়া, ধীরতা অবলম্বন। ̃ শালী (-লিন্) বিণ. সহিষ্ণু। স্ত্রী. ̃ শালিনী। ̃ শীল বিণ. ধৈর্য আছে এমন, ধৈর্যশালী। স্ত্রী. ̃ শীলা। ̃ হারা, ̃ হীন-ধৈর্যচ্যুত -র অনুরূপ।

ধোঁকা2 [ dhōn̐kā2 ] বি. ডালবাটা দিয়ে প্রস্তুত বরফির আকৃতির বড়া বা তার ব্যঞ্জন (ধোঁকার ডালনা)। [দেশি]।

ধোঁকা3 [ dhōn̐kā3 ] বি. 1 সংশয়, সন্দেহ (মনে ধোঁকা লাগল); 2 প্রবঞ্চনা, ধাপ্পা, ফাঁকি (ধোঁকা দেওয়া)। [তু. হি. ধোঁখা]। ধোঁকা দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া; ঠকানো বা ধাপ্পা দেওয়া। ধোঁকায় পড়া ক্রি. বি. সংশয় বা সন্দেহে পড়া; সন্দিহান হওয়া এবং ফলে কর্তব্য-অকর্তব্য স্হির করতে না পারা। ̃ বাজ বি. বিণ. ফাঁকিবাজ; ধাপ্পাবাজ। ̃ বাজি বি. ধাপ্পা, ফাঁকি, প্রবঞ্চনা। ধোঁকার টাটি বি. প্রতারণার আবরণ, যে আবরণের আড়ালে প্রতারণা করা হয়; বাইরে থেকে বোঝা যায় না এমন প্রতারণার ব্যবস্হা (এ সংসার ধোঁকার টাটি)।

ধোঁয়া [ dhōm̐ẏā ] বি. আগুন থেকে উত্পন্ন মেঘের মতো ও হালকা গ্যাসীয় পদার্থ, ধূম (ধোঁয়ায় ঘর ভরে গেছে)। [সং. ধূম]। ̃ টে বিণ. ধোঁয়ার মতো আবছা বা অস্পষ্ট। ̃ শা বি. ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ, কিছুটা ধোঁয়া এবং কিছুটা কুয়াশা রয়েছে এমন অবস্হা, smog. বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়া ক্রি. বি. ধূমপান করে বুদ্ধিকে সজাগ করা বা চিন্তাশক্তিকে প্রগাঢ় করা।

ধোকড়, ধোকড়া [ dhōkaḍ়, dhōkaḍ়ā ] বি. 1 ছেঁড়া কাঁথা; 2 মোটা কাপ়ড়; 3 মোটা সুতোয় তৈরি থলি। [হি. ধুকড়ী]। কথার ধোকড় বাক্যবাগীশ, কথা বলায় পটু। মাকড় মারলে ধোকড় হয় (অন্য লোকে মাকড়সা মারলে মহাপাপ হয় কিন্তু) নিজে পাপ করলে তাতে দোষ হয় না; নিজের অপরাধে লঘুদণ্ড; একপেশে বিচার।

ধোপ [ dhōpa ] বি. কাচা, কাচানো, ধোলাই (এক ধোপেই কাপড়টা ছিঁড়ে গেল, ধোপ ভেঙে কাপড় পরা)। ☐ বিণ. পরিষ্কৃত, ধোলাই করা হয়েছে এমন (ধোপ কাপড়)। [তু. হি. ধোব < সং. ধাবন]। ̃ দুরস্ত, ̃ দস্ত বিণ. 1 ধোলাই-করা; 2 পরিষ্কার-পরিচ্ছন্ন (ধোপদুরস্ত থাকা); 3 ফিটফাট। ধোপে টেকা ক্রি. (আল.) শেষ পর্যন্ত নানা ঘাতপ্রতিঘাত সহ্য করে টিকে যাওয়া বা স্হায়ী হওয়া; গ্রহণীয় বা যুক্তিসহ হওয়া (তোমার এ বক্তব্য ধোপে টিকবে না)।

ধোপা, (আঞ্চ.) ধোবা [ dhōpā, (āñca.) dhōbā ] বি. জামাকাপড় কাচা বা ধোলাই করা যার পেশা, রজক। [বাং. ধোপ + আ]। ধোপা নাপিত বন্ধ করা ক্রি. বি. সমাজচ্যুত বা একঘরে করা। ̃ নি বি. (স্ত্রী.) ধোপার স্ত্রী।

ধোবি-খানা [ dhōbi-khānā ] বি. ধোপার বাড়ি, ধোপার কাপড় ধোলাইয়ের জায়গা। [হি. ধোবী + ফা. খানা]।

ধোয়া, ধুয়া [ dhōẏā, dhuẏā ] ক্রি. 1 (জল প্রভৃতি দিয়ে) ধৌত করা (জল দিয়ে শাক ধুই); 2 প্রক্ষালন করা (হাত-পা ধোয়া); 3 কাচা, ধোলাই করা (কাপড় ধুয়ে পরো)। ☐ বি. উক্ত সব অর্থে (ধোয়ামোছা হয়নি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (ধোয়া কাপড়)। [প্রাকৃ. ধোঅ + বাং. আ]। ̃ নি বি. যে জল দিয়ে কিছু ধোয়া হয়। ̃ নো ক্রি. 1 ধৌত করানো; 2 প্রক্ষালিত করানো; 3 কাচানো। ☐ বি. উক্ত সব অর্থে (ধোয়ানোটা ভালো হয়নি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (ধোয়ানো কাপড় পরেছি, ধোয়ানো তুলসী)।

ধোয়াট [ dhōẏāṭa ] বি. নদীতটে আনীত ও জমে-থাকা মাটি বা পলি। [বাং. ধোয়া + ট]।

ধোলাই [ dhōlāi ] বি. 1 ধোয়া, ধৌত করা; 2 ধোপ; 3 ধোয়ার বা কাচার মজুরি; 4 (অশোভন) উত্তমমধ্যম প্রহার (চোরটাকে আচ্ছা করে ধোলাই দেওয়া হয়েছে)। ☐ বিণ. ধোয়া, ধৌত করা বা কাচা হয়েছে এমন (ধোলাই কাপড়)। [বাং. √ ধু (=ধো) + আই-তু. হি. ধুলাঈ]।

ধোসা1 [ dhōsā1 ] বি. পশমি গায়ের চাদর, পশমি গাত্রবস্ত্রবিশেষ। [হি. ধুস্সা]।

ধোসা2 [ dhōsā2 ] দ্র দোসা

ধৌত [ dhauta ] বিণ. ধোয়া হয়েছে এমন, প্রক্ষালিত; জলের সাহায্যে পরিষ্কৃত। [সং. √ ধাব্ + ত]।

ধৌতি1 [ dhauti1 ] বি. ধুতি। [সং. ধৌত + বাং. ই]।

ধৌতি2 [ dhauti2 ] বি. দেহের অভ্যন্তরভাগ ধুয়ে পরিষ্কার করার যৌগিক প্রক্রিয়াবিশেষ, দেহের অভ্যন্তরভাগ জল দিয়ে শোধনের প্রক্রিয়াবিশেষ। [সং. √ ধাব্ + তি]।

ধ্বংস [ dhbaṃsa ] বি. 1 বিনাশ, সর্বনাশ (জ্ঞাতিকুলধ্বংস, আত্মা ধ্বংসের অতীত); 2 সংহার, বধ (শত্রুসৈন্য ধ্বংস করা); 3 অপচয়; বিনা অধিকারে বা অকর্মণ্য হয়ে ভোগ (অন্ন ধ্বংস করা); 4 বিলোপ (স্মৃতি ধ্বংস); 5 ক্ষয় (শরীর ধ্বংস); 6 উচ্ছেদ (রাজ্য ধ্বংস); 7 অধঃপতন ও বিলোপ (সাম্রাজ্যের ধ্বংস অনির্বার্য)। [সং. √ ধ্বন্স্ + অ]। ̃ বিণ. ধ্বংসকারী। ̃ , ̃ সাধন বি. ধ্বংস করা। ̃ নীয় বিণ. ধ্বংসের যোগ্য। ̃ প্রাপ্ত বিণ. ধ্বংস হয়ে গেছে এমন। ̃ মুখ বি. ধ্বংসের সূচনা বা আরম্ভ। ̃ লীলা বি. প্রলয় কাণ্ড, তাণ্ডব; ব্যাপক ধ্বংস। ধ্বংসা ক্রি. (কাব্যে) ধ্বংস করা বা হওয়া। ধ্বংসানো ক্রি. ধ্বংস করা; নষ্ট করা (অন্ন ধ্বংসানো); বিনষ্ট করা, উত্সাদিত করা (সৈন্য দিয়ে দেশ ধ্বংসানো)। ☐ বি. উক্ত অর্থে। ধ্বংসাত্মক বিণ. ধ্বংসমূলক, বিধ্বংসী, ধ্বংস করে বা ধ্বংসের কাজে নিযুক্ত এমন। ধ্বংসাবশেষ বি. নগর, প্রাসাদ ইত্যাদি ভেঙে যাবার পরে যে-চিহ্ন টিকে থাকে। ধ্বংসিত বিণ. বিনাশিত; উন্মূলিত। ধ্বংসী (-সিন্) বিণ. 1 ধ্বংসকারী; 2 বিনাশশীল, নশ্বর। ধ্বংসোম্মুখ বিণ. যা ধ্বংস হতে বসেছে; ভগ্নপ্রায়; বিলীয়মান।

ধ্বজ [ dhbaja ] বি. 1 পতাকা, নিশান (গরুড়ধ্বজ); 2 পুরুষাঙ্গ (ধ্বজভঙ্গ)। [সং. √ ধ্বজ্ + অ]। ̃ দণ্ড বি. যে দণ্ড বা লাঠিতে পতাকা বাঁধা থেকে। ̃ পট বি. পতাকা। ̃ বজ্রাঙ্কুশ বি. 1 ধ্বজ বজ্র ও অঙ্কুশ-বিষ্ণুর পদতলের এই তিন চিহ্ন; 2 (জ্যোতিষ.) রাজচিহ্নবিশেষ। ̃ ভঙ্গ বি. পুরুষের যৌন অক্ষমতা রোগ। ☐ বিণ. যৌন অক্ষমতারোগে আক্রান্ত (ধ্বজভঙ্গ পুরুষ)। ধ্বজী (-জিন্) বিণ. পতাকাধারী।

ধ্বজা [ dhbajā ] বি. পতাকা, নিশান, ধ্বজ (জয়ধ্বজা)। [সং. ধ্বজ + আ (স্ত্রী.)]। ̃ ধারী (-রিন্) বিণ. 1 পতাকা বহন করে এমন; 2 (আল.) উপাধি, বংষ বা ফোঁটা তিলক প্রভৃতির গর্বে গর্বিত ব্যক্তি; 3 (আল.) (ব্যঙ্গে) কোনো প্রতিষ্ঠান বা সংস্হার সমর্থক (ধর্মের ধ্বজাধারী)।

ধ্বনন [ dhbanana ] বি. 1 অব্যক্ত শব্দ করা; 2 গূঢ় অর্থের ইঙ্গিত দান; 3 কোনো ধ্বনির অনুকরণ; 4 (অল.) ব্যঞ্জিত হওয়ার ক্রিয়া, ব্যঞ্জনা। [সং. √ ধ্বন্ + অন]।

ধ্বনা [ dhbanā ] ক্রি. (কাব্যে) ধ্বনিত হওয়া বা ধ্বনিত করা ('ধ্বনিল আহ্বান': রবীন্দ্র)। [সং. √ ধ্বন্ + বাং. আ]।

ধ্বনি [ dhbani ] বি. 1 শব্দ, রব (ক্রন্দনধ্বনি); 2 বাক্ধ্বনি (ধ্বনিতত্ত্ব); 3 ব্যঙ্গ্যার্থ। [সং. √ ধ্বন্ + ই]। ̃ কাব্য বি. (অল.) যে উত্কৃষ্ট কাব্যে বাচ্যার্থের চেয়ে ব্যঙ্গ্যার্থ বেশি মনোহর হয়। ̃ বিণ. শব্দিত, নিনাদিত। ̃ তত্ত্ব বি. বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনির বিশ্লেষণসংক্রান্ত বিদ্যা, phonology. ̃ পরিবর্তন বি. উচ্চারণে শব্দের মূল ধ্বনির পরিবর্তন। ̃ বিজ্ঞান বি. বাগ্ধ্বনির প্রক্রিয়া সম্বন্ধে বৈজ্ঞানিক অনুসন্ধান ও বিশ্লেষণ, phonetics. ̃ ভোট বি. সভায় গলার আওয়াজে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত জ্ঞাপন, vote of voice. ̃ মাধুর্য বি. শ্রুতিমধুরতা। ̃ রেখা বি. শব্দের আঘাতে বাতাসে আলোড়ন ('ধ্বনিরেখা টেনে দিয়ে বাতাসের বুকে': রবীন্দ্র)।

ধ্বন্যাত্মক [ dhbanyātmaka ] বিণ. 1 ধ্বনিমূলক; 2 শব্দের অনুকারমূলক, onomatopoeic. [সং. ধ্বনি + আত্মক]।

ধ্বস্ত [ dhbasta ] বিণ. বিনষ্ট, ধ্বংসপ্রাপ্ত; পতিত। [সং. √ ধ্বন্স্ + ত]।

ধ্বাস্ত [ dhbāsta ] বি. অন্ধকার। [সং. √ ধ্বন্ + ত]। ধ্বান্তারি বি. (অন্ধকারের শত্রু অর্থাত্ অন্ধকার দূরকারী) সূর্য।

ধ্যাত [ dhyāta ] বিণ. 1 ধ্যানের বিষয়ীভূত হয়েছে এমন; 2 স্মৃত, চিন্তিত। [সং. √ ধ্যৈ + ত]। ̃ ব্য বিণ. 1 ধ্যেয়, ধ্যানযোগ্য; 2 স্মরণযোগ্য, চিন্তনীয়। ধ্যাতা (-তৃ) বিণ. ধ্যানকারী; চিন্তক।

ধ্যান [ dhyāna ] বি. 1 মনের স্হিরতা লাভের উদ্দেশ্যে গভীর চিন্তা; 2 অভিনিবেশসহকারে মনন বা স্মরণ; 3 (দেবতাদির) রূপচিন্তন। [সং. √ ধ্যৈ + অন]। ̃ গম্ভীর বিণ. 1 ধ্যানরত বা ধ্যানমগ্ন বলে গম্ভীর; 2 প্রশান্তভাবে ধ্যানরত ('ধ্যানগম্ভীর এই-যে ভূধর': রবীন্দ্র)। ̃ গম্য বিণ. (কেবল) ধ্যানযোগে জানা বা চেনা যায় এমন। ̃ জ্ঞান বি. ধ্যান বা চিন্তার একমাত্র বিষয়। ̃ ধারণা বি. চিন্তা ও ধারণা; (বাং. অর্থ) ভাবনা ও বিশ্বাস; মনন ও স্মরণ। ̃ নেত্র বি. ধ্যানলব্ধ অর্ন্তদৃষ্টি (ধ্যাননেত্রে দেখা)। ̃ ভঙ্গ বি. বাধাবিঘ্নের জন্য অকালে ধ্যানের সমাপ্তি। ̃ মগ্ন বিণ. ধ্যানে বা গভীর চিন্তায় ডুবে আছে এমন, গভীরভাবে ধ্যানরত। ̃ রত, ̃ স্হ বিণ. ধ্যান করছে এমন। ধ্যানাসন বি. ধ্যান বা চিন্তা করবার উপযোগী বিশেষ আসন বা ভঙ্গি। ধ্যানী (-নিন্) বিণ. ধ্যানকারী।

ধ্যাবড়া, ধ্যাবড়ানো [ dhyābaḍ়ā, dhyābaḍ়ānō ] যথাক্রমে ধেবড়া ও ধেবড়ানো -র বানানভেদ।

ধ্যেয় [ dhyēẏa ] বিণ. 1 ধ্যানযোগ্য; 2 স্মরণীয়; 3 চিন্তনীয়। [সং. √ ধ্যৈ + য]।

ধ্রিয়মাণ [ dhriẏamāṇa ] বিণ. ধারণ করা বা ধরা হচ্ছে এমন ('সপ্ত প্রদীপ ধ্রিয়মাণ বাম হস্তে': সু. দ.)। [সং. √ ধৃ + শানচ্]।

ধ্রুপদ [ dhrupada ] বি. উচ্চাঙ্গ সংগীতের পদ্ধতিবিশেষ। [সং. ধ্রুবপদ]। ধ্রুপদী বিণ. 1 গুরুগম্ভীর; 2 চিরায়ত, ক্লাসিকাল (ধ্রুপদী সাহিত্য)। ☐ বি. ধ্রুপদগায়ক। ধ্রুপদীয়া বি. ধ্রুপদগায়ক।

ধ্রুব [ dhruba ] বি. 1 উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ যা দেখে নাবিকেরা দিক নির্ণয় করে; 2 (পুরাণোক্ত) রাজা উত্তানপাদের হরিভক্ত পুত্র। ☐ বিণ. 1 স্হির (ধ্রুব লক্ষ্য); 2 নিশ্চিত, বদ্ধমূল (ধ্রুব বিশ্বাস); 3 খাঁটি, যথার্থ (ধ্রুবসত্য)। ☐ ক্রি-বিণ. নিশ্চয়ই (সে ধ্রুব একাজ করবে)। [সং. √ ধ্রু + অ]। ̃ বি. গানের ধুয়া। ̃ কা বি. গানের ধুয়া। ̃ গণ বি. (জ্যোতিষ.) উত্তরফল্গুনী উত্তরাষাঢ়া উত্তরভাদ্রপদা ও রোহিণী-এই চারটি নক্ষত্র। ̃ তা বি. নিশ্চয়তা; স্হিরতা। ̃ তারা, ̃ নক্ষত্র বি. দিক নির্ণয়ে সাহায্যকারী উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ, pole star. ̃ পদ বি. 1 ধ্রুপদ; 2 স্হিরপদ ('যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি': রবীন্দ্র); 3 ধুয়া। ̃ রেখা বি. বিষুবরেখা। ̃ লোক বি. নিত্যধাম, স্বর্গলোক। ধ্রুবা বি. গানের ধুয়া।