[ i ] বাংলা ভাষার তৃতীয় স্বরবর্ণ এবং উর্ধ্ব সম্মুখ সংবৃত তালব্য 'ই' ধ্বনির দ্যোতক বর্ণ।

-ই [ -i ] অব্য নির্দে. বক্তব্যে বা বক্তব্যের কোনো অংশে জোর দেবার জন্য নিশ্চয়াদি অর্থে শব্দান্তে 'ই' যুক্ত হয়। যথা নিশ্চয়ার্থে আমি বলবই, বাড়িতেই থাকবে। অবিরাম অর্থে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। অধিক অর্থে যতই বলো, কতই বা আর খাবে। অবজ্ঞার্থে বা বিদ্রূপার্থে আহা, কী গানই গাইলে! পূরণবাচক বিশেষণে সাতই চৈত্র। অনিশ্চয়ার্থে -দেখলই যদি, যদিই বা যায়। [তু. সং. এব]।

ইউ-ক্যালিপ-টাস [ iu-kyālipa-ṭāsa ] বি. দীর্ঘ বা ঋজু গাছবিশেষ যার পাতা থেকে নিষ্কাশিত তেল ওষুধে ও প্রসাধনে ব্যবহৃত হয় এবং যার কাঠ আসবাবপত্রে ব্যবহৃত হয়। [ইং. cucalyptus

ইউ-নানি [ iu-nāni ] বিণ. 1 হাকিমি (ইউনানি চিকিত্সা); 2 গ্রিক, যাবনিক। [আ. য়ুনানী]।

ইউনিট [ iuniṭa ] বি. একক, ওজন উচ্চতা গভীরতা দূরত্ব প্রভৃতি পরিমাপের একক। [ইং. unit]।

ইউ-নিয়ন [ iu-niẏana ] বি. 1 কর্মীদের সংঘ; 2 শ্রমিক সংঘ; 3 প্রদেশ অঙ্গরাজ্য প্রভৃতির সংঘ। [ইং. union]।

ইউরেশিয়ান [ iurēśiẏāna ] বি. ইয়োরোপীয় ও এশীয়দের মিলনজাত ব্যক্তিবর্গ, যাদের মাতাপিতার মধ্যে একজন ইয়োরোপীয় ও অপরজন এশীয়। [ইং. Eurasian]।

ইউরোপীয়, ইয়োরোপীয় [ iurōpīẏa, iẏōrōpīẏa ] বিণ. ইয়োরোপের অধিবাসী সম্বন্ধীয়; ইয়োরোপে জাত (ইয়োরোপীয় সংস্কৃতি)। ☐ বি. ইয়োরোপের অধিবাসী (ইয়োরোপীয়দের ইতিহাস)। [ইং. European]।

ইংরাজ-ইংরেজ [ iṃrāja-iṃrēja ] এর বর্জি. রূপ।

ইংরেজ [ iṃrēja ] বি. ইংল্যাণ্ডের অধিবাসী। [পো. Engrez তু. ফ. Anglaise]। ইংরেজি বিণ. ইংরেজসম্বন্ধীয়। ☐ বি. ইংরেজদের ভাষা। ইংরেজিয়ান বি. ইংরেজদের চালচলনের উত্কট বা অন্ধ অনুকরণ, সাহেবিয়ানা।

ইঁচড়, এঁচড় [ in̐caḍ়, ēn̐caḍ় ] বি. কাঁচা কাঁঠাল যা তরকারি হিসেবে খাওয়া হয়। [দেশি]। ইঁচড়ে পাকা অকালপক্ব, ফাজিল, ডেঁপো।

ইঁট-ইট [ in̐ṭa-iṭa ] এর রূপভেদ।

ইঁদারা [ in̐dārā ] বি. বড় পাকা কুয়ো, বাঁধানো বড় ও গভীর পাতকুয়ো। [< সং. ইন্দ্রাগার]।

ইঁদুর [ in̐dura ] বি. লম্বা লেজ ও তীক্ষ্ণ দাঁতওয়ালা এবং বিড়ালের খাদ্য হিসাবে পরিচিত ছোট প্রাণীবিশেষ, মূষিক। [সং. ইন্দুর]।

ইকড়ি-মিকড়ি [ ikaḍ়i-mikaḍ়i ] বি. শিশুদের খেলাবিশেষ বা সেই খেলার অঙ্গ হিসাবে আবৃত্ত ছড়ার প্রারম্ভিক শব্দবিশেষ। [দেশি]।

ইকমিক কুকার [ ikamika kukāra ] বি. ইন্দুমাধব মল্লিকের উদ্ভাবিত এবং বর্তমানে স্বল্পপরিচিত রন্ধনচুল্লিবিশেষ। [Icmic < I. Mullick]।

ই-কার [ i-kāra ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ই অক্ষর বা ধ্বনির যোগ।

ইকেবানা [ ikēbānā ] বি. (প্রধানত ঘরে) ফুল সাজাবার জাপানি প্রথা। [জাপ.]।

ইক্ষু [ ikṣu ] বি. 1 মিষ্টি রসযুক্ত শরজাতীয় গাছ, আখ; 2 সমুদ্র। [সং. √ ইষ্ + সু]।

ইক্ষ্বাকু [ ikṣbāku ] বি. (পুরাণে) বৈবস্বত মনুর পুত্র, সূর্যবংশীয় প্রথম রাজা। [সং. ইক্ষু + √ অক্ + উ]।

ইগল [ igala ] বি. মজবুত ও তীক্ষ্ণ ঠোঁট ও নখযুক্ত বড় শিকারি পাখিবিশেষ। [ইং. eagle]।

ইঙ্গ-বঙ্গ [ iṅga-baṅga ] বিণ. 1 বিসদৃশভাবে ইংরেজি ও বাংলা মেশানো (ইঙ্গবঙ্গ ভাষা); 2 রুচি ও চালচলনে আধা-ইংরেজ ও ধা-বাঙালি; 3 ইংরেজি বা ইংরেজভাবাপন্ন (ইঙ্গবঙ্গ সমাজ)। [< ইং. Anglo-Bengali]।

ইঙ্গিত [ iṅgita ] বি. 1 ইশারা, সংকেত, মনোভাব বোঝাবার জন্য হাত-পায়ের চোখের বা অন্য অঙ্গের ইশারা; 2 আভাস (ঝড়ের ইঙ্গিত)। [সং. √ ইন্গ্ + ত]।

ইঙ্গুদ, ইঙ্গুদী [ iṅguda, iṅgudī ] বি. কাঁটাযুক্ত তাপসতরুবিশেষ, Terminalia Catappa. [সং. √ ইঙ্গ্ + উদ, ঈ]। ইঙ্গুদী তেল ইঙ্গুদী বীজের রস থেকে তৈরি তেল।

ইচড়-ইঁচড় [ icaḍ়-in̐caḍ় ] এর রূপভেদ।

ইচ্ছা [ icchā ] বি. 1 বাঞ্ছা, স্পৃহা (ইচ্ছা করে ধাক্কা দিয়েছে); 2 প্রবৃত্তি, রুচি (খাওয়ার ইচ্ছা নেই); 3 অভিপ্রায়, আকাঙ্ক্ষা (কর্তার ইচ্ছায় কর্ম)। [সং. √ ইষ্ + অ + আ]। ̃ কৃত বিণ. নিজেরই ইচ্ছায় করা হয়েছে এমন (ইচ্ছাকৃত গাফিলতি)। ̃ ক্রমে ক্রি-বিণ. নিজের ইচ্ছায়। ̃ ধীন বিণ. (নিজের) ইচ্ছার অধীন বা বশ। &tilde নু.যায়ী (-য়িন্) বিণ. ক্রি-বিণ. নিজের ইচ্ছামতো (সে তো ইচ্ছানুযায়ী সর্বত্র ঘুরে বেড়াচ্ছে)। ˜ পত্র বি. মৃত্যুর আগে কোনো ব্যক্তির রচিত সম্পত্তি ইত্যাদি বণ্টনের দলিল। ̃ ময়ী বি. স্ত্রী. পরমেশ্বরী; কালিকাদেবী। ̃ মৃত্যু বি. নিজের ইচ্ছানুযায়ী মৃত্যু, কেবল নিজে চাইলেই মৃত্যু হবে এই ক্ষমতা। ̃ শক্তি বি. প্রবল ইচ্ছার দ্বারা কাজ সম্পন্ন করার শক্তি। ইচ্ছু বিণ. ইচ্ছাযুক্ত (মরণেচ্ছু)। ইচ্ছুক বিণ. রাজি, সম্মত (অনিচ্ছুক)।

ইজার-ইজের [ ijāra-ijēra ] এর বর্ত. অপ্র. রূপভেদ।

ইজারা [ ijārā ] বি. নির্দিষ্ট খাজনায় জমি কারবার প্রভৃতির মেয়াদি বন্দোবস্ত, ঠিকা, লিজ। [আ. ইজারা]। ̃ দার বি. বিণ. ইজারা গ্রহণকারী।

ইজি-চেয়ার [ iji-cēẏāra ] বি. হেলান দিয়ে আরামে বসার বা আধশোয়া ভঙ্গিতে বসার উপযুক্ত চেয়ার। [ইং. easy chair, তু. arm chair]।

ইজের [ ijēra ] বি. 1 দড়ির ফিতেওয়ালা হাফপ্যাণ্ট; 2 পায়জামা। [ফা. ইজার]।

ইজ্জত [ ijjata ] বি. 1 সম্মান, সম্ভ্রম, কদর (গুণী লোকের ইজ্জতই আলাদা); 2 সতীত্ব, শ্লীলতা, আবরু (ইজ্জত নাশ, ইজ্জত রক্ষা করতে প্রাণ দেওয়া)। [আ. ইজ্জত্]।

ইজ্যা [ ijyā ] বি. যজ্ঞ, যাগযজ্ঞ। [সং. √ যজ্ + য (ক্যপ্) + আ]।

ইঞ্চি [ iñci ] বি. দৈর্ঘ্যের মাপ বা এককবিশেষ; 1 ফুটের 1/12 অংশ। [ইং. inch]।

ইঞ্জিন [ iñjina ] বি. 1 কলকারখানার চালকযন্ত্র; 2 যে চালকযন্ত্র মোটরগাড়ি বা রেলগাড়িকে চালিত করে। [ইং. engine]।

ইঞ্জিনিয়ার [ iñjiniẏāra ] বি. পূর্তকার্য বৈদ্যুতিক ক্রিয়াকর্ম ও যান্ত্রিক কার্যাদির পরিচালক ও পরিকল্পক; যন্ত্রনির্মাতা ও যন্ত্রকুশল কারিগর; যন্ত্রবিদ ও যন্ত্রবিজ্ঞানী; প্রযুক্তিবিদ। [ইং. engineer]। ইঞ্জিনিয়ারিং বি. যন্ত্রবিদ্যা, যন্ত্রবিজ্ঞান; প্রযুক্তিবিদ্যা। ☐ বিণ. যন্ত্রবিদ্যাসম্পর্কিত।

ইট [ iṭa ] বি. পাকা ইমারত তৈরির জন্য রোদে বা আগুনে পুড়িয়ে শক্ত করা মাটির আয়তাকার পিণ্ডবিশেষ, ইষ্টক। [প্রাকৃ. ইট্টা > সং. ইষ্টক]। ̃ খোলা বি. যে জায়গায় মাটি কেটে ছাঁচে ফেলা হয় ও সেই পিণ্ড আগুনে পুড়িয়ে শক্ত ইট তৈরি হয়। ̃ পাটকেল বি. পুরো বা টুকরো ইট, ইট বা তার টুকরো। ইটটি মারলে পাটকেলটি খেতে হয় কারও সঙ্গে দুর্ব্যবহার করলে বিনিময়ে দুর্ব্যবহার পেতেও হয়। ইটের পাঁজা পোড়াবার জন্য রাখা ইটের স্তূপ বা পোড়ানো ইটের স্তূপ।

ইটা [ iṭā ] বি. ট্যাংরাজাতীয় কিন্তু ট্যাংরার চাইতে বড় আঁশহীন মাছবিশেষ। [দেশি]।

ইড়া [ iḍ়ā ] বি. 1 মানুষের মেরুদণ্ডের বাঁপাশে অবস্হিত নাড়িবিশেষ; 2 শাস্ত্রোক্ত তিনটি নাড়ির অন্যতম; 3 পৃথিবী। [সং. √ ইল্ + অ + আ]।

ইতঃপূর্বে - ইতিপূর্বে [ itḥpūrbē - itipūrbē ] র শুদ্ধ কিন্তু অপ্র. রূপ।

ইতর [ itara ] বিণ. 1 (মূল অর্থে) অন্য, অপর, ভিন্ন (বামেতর); 2 নীচ, অধম (ইতর লোক); 3 নিম্নশ্রেণীভুক্ত (ইতর প্রাণী)। [সং. √ ই + তর]। বি. ̃ তা। ̃ বিশেষ বি. কিছুমাত্র পার্থক্য, সামান্য তফাত (দুজনের রুচির তেমন ইতরবিশেষ নেই)। ইতর ভাষা বি. অপভাষা, অশিষ্ট ভাষা। ইতরামি, ইতরাম বি. নীচ বা অশিষ্ট আচরণ। ইতরেতর বিণ. পরস্পর, অন্যোন্য।

ইতস্তত (বর্জি.) ইতস্ততঃ [ itastata (barji.) itastatḥ ] ক্রি-বিণ. এখানে-সেখানে, এদিকে-অদিকে; নানাদিকে (ইতস্তত ঘুরে বেড়াচ্ছে)। ☐ বি. দ্বিধা, সংকোচ; টালবাহানা (কথাট বলতে ইতস্তত করছিল)। [সং. ইতম্ + ততস্]। ইতস্তত করা ক্রি-বি. সংকোচ বা কুণ্ঠা বোধ করা; দ্বিধাগ্রস্ত হওয়া; গড়িমসি করা। ̃ বিক্ষিপ্ত বিণ. এখানে-ওখানে ছড়িয়ে রয়েছে এমন।

ইতি [ iti ] বি. 1 শেষ, সমাপ্তি, অন্ত (এখানেই ইতি টানছি); 2 (সং.) এইরকম, এই। ☐ বিণ. শেষ সমাপ্ত। [সং. √ ই + তি]। ̃ উতি ক্রি-বিণ. এদিক-ওদিক (ইতিউতি চাইছে)। ̃ কথা বি. উপকথা, কাহিনি; ইতিহাস। ̃ কর্তব্য বি. কর্তব্যকর্ম, উচিতকর্ম। ইতি গজঃ বি. আংশিক সত্যের আবরণে মিথ্যাভাষণ (মহাভারতে যুধিষ্ঠিরের 'অশ্বত্থামা হত ইতি গজঃ এই অর্ধসত্য উক্তি থেকে)। ̃ পূর্বে ক্রি-বিণ. এর আগে। ̃ বৃত্ত বি. ইতিহাস। ̃ বৃত্তকার বি. ইতিহাসরচয়িতা। ̃ মধ্যে ক্রি-বিণ. এর মধ্যে; এর আগে; এই অন্তর্বর্তী সময়ে।

ইতিহাস [ itihāsa ] বি. অতীত বৃত্তান্ত, বর্তমান সময়ের আগে যেসব ঘটনা ঘটেছে তার বৃত্তান্ত। [সং. ইতিহ + √ অস্ + অ]।

ইতু [ itu ] বি. 1 সূর্য; 2 মিত্র; 3 সূর্যপূজার ঘট। [সং. মিত্র > মিতু > ইতু]। ̃ পূজা বি. অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত সূর্যপূজা।

ইতোমধ্যে-ইতিমধ্যে [ itōmadhyē-itimadhyē ] র শুদ্ধ কিন্তু স্বল্পব্যবহৃত রূপ।

ইত্তিলা, ইত্তেলা-এত্তেলা [ ittilā, ittēlā-ēttēlā ] র রূপভেদ।

ইত্যনু-সারে [ ityanu-sārē ] ক্রি-বিণ. এই অনুযায়ী; এইভাবে। [সং. ইতি + অনুসারে]।

ইত্যবসরে [ ityabasarē ] ক্রি-বিণ. এই সুযোগে, এই ফাঁকে (ইত্যবসরে লোকটা পালিয়ে গেল)। [সং. ইতি + অবসরে]।

ইত্যাকার [ ityākāra ] বিণ. এই আকারের; এই রকমের (ইত্যাকার কথাবার্তা)। [সং. ইতি + আকার]।

ইত্যাদি [ ityādi ] অব্য. প্রভৃতি এইরকম আরও। [সং. ইতি + আদি]।

ইথে [ ithē ] অব্য. 1 একে ('ইথে মোর কিবা দোষ'); 2 (অপ্র.) এই, এর, এইজন্য। [< সং. ইত্থম্]।

ইদ [ ida ] বি. ইদ-উল-ফিতর্ ও ইদ-উজ্-জোহা মুসলমানদের এই দুই প্রধান পরব বা উত্সব। [আ. ঈদ্]। ̃ গা বি. মুসলমানরা যেখানে মিলিত হয়ে (ইদের দিনে) নামাজ পড়েন; ইদের প্রার্থনার স্থান। [আ. ঈদ্ + ফা. গাহ্]।

ইদানীং [ idānī ] অব্য. ক্রি-বিণ. আজকাল, অধুনা, সম্প্রতি (ইদানীং এখানে মশা বেড়েছে)। [সং. ইদম্ + দানীম্]। ইদানীন্তন বিণ. ইদানীং হচ্ছে বা চলছে এমন, অধুনাতন, আজকালকার।

ইদ্দত [ iddata ] বি. (মুস.) বিধবা হওয়ার পরে বা তালাক পাওয়ার পরে যে শাস্ত্রবিহিত সময় পার না হলে মুসলমান স্ত্রীলোকের পুনর্বিবাহ নিষিদ্ধ। [আ. ইদ্দত্]।

ইন-কাম [ ina-kāma ] বি. আয়, রোজগার (আপনার তো ইনকাম ভালোই হচ্ছে আজকাল)। [ইং. income]।

ইন-কার [ ina-kāra ] বি. অস্বীকার, অগ্রাহ্য করা। [আ. ইন্কার]।

ইনকিলাব [ inakilāba ] বি. বিপ্লব; আমূল পরিবর্তন। [ফা. ইন্কিলাব্]। ইনকিলাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক।

ইন-ভিজিলেটর [ ina-bhijilēṭara ] বি. পরীক্ষাগৃহের পরিদর্শক বা নজরদার। [ইং. invigilator]।

ইন-সল-ভেণ্ট [ ina-sala-bhēṇṭa ] বিণ. দেউলিয়া। [ইং. insolvent]।

ইন-সান [ ina-sāna ] বি. মানুষ; প্রকৃত মানুষ। [আ. ইনসান্]। ইন-সানিয়াত বি. মনুষ্যত্ব।

ইন-সাফ [ ina-sāpha ] বি. সুবিচার, ন্যায়বিচার। [আ. ইন্সাফ্]।

ইনাম [ ināma ] বি. পুরস্কার; বখশিশ। [আ. ঈনাম্]।

ইনি [ ini ] সর্ব. (সম্ভ্রমার্থে) এই ব্যক্তি, এই জন। [< সং. এতত্]।

ইনিংস [ iniṃsa ] বি. ক্রিকেট খেলায় এক পক্ষের ব্যাট করার পালা বা পর্ব। [ইং. innings]।

ইনিয়ে-বিনিয়ে [ iniẏē-biniẏē ] ক্রি-বিণ. নানারকমে পল্লবিত করে বা বাড়িয়ে; অনুনয়বিনয় সহকারে। [দেশি]।

ইণ্টার-ভিউ [ iṇṭāra-bhiu ] বি. 1 সাক্ষাত্কার; 2 (সচ.) চাকরি ইত্যাদির জন্য প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য সাক্ষাত্কার বা কথাবার্তা। [ইং. interview]।

ইন্তাকাল, ইন্তেকাল [ intākāla, intēkāla ] বি. ম়ৃত্যু, দেহাবসান। [আ. ইন্তকাল]।

ইন্তাজার, ইন্তেজার [ intājāra, intējāra ] বি. প্রতীক্ষা, অপেক্ষা। [আ. ইনতিজার]।

ইন্তিজাম [ intijāma ] বি. ব্যবস্হা; সুব্যবস্হা। [আ. ইন্তিজাম্]।

ইন্দি-বর [ indi-bara ] বি. নীলপদ্ম। [সং. ইন্দি (লক্ষ্মী) + বর (ইষ্ট)]।

ইন্দিরা [ indirā ] বি. লক্ষ্মীদেবী, কমলা। [সং. √ ইন্দ্ + ইর + আ]।

ইন্দু [ indu ] বি. চাঁদ, সুধাকর। [সং. √ ইন্দ্ + উ]। ̃কলা বি. চাঁদের কলা বা অংশ। ̃ কান্ত বি. চন্দ্রকান্তমণি, মুনস্টোন। ̃ নিভানন বিণ. চাঁদমুখ, চাঁদের মতো সুন্দর মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ নিভাননা, ̃ নিভাননী। ̃ ভূষণ বি. চাঁদ যাঁর অলংকার অর্থাত্ শিব। ̃ মতী বি. 1 পূর্ণিমা; 2 রঘুবংশীয় অঙ্গরাজের পত্নী। ̃ মুখী বিণ. বি. (স্ত্রী.) চন্দ্রমুখী, (যে স্ত্রীলোক) চাঁদের মতো মুখবিশিষ্টা। ̃ মৌলি, ̃ শেখর বি. চাঁদ যাঁর ললাটভূষণ; চন্দ্রচূড়; শিব। ̃ লেখা বি. চন্দ্রকলা।

ইন্দুর, ইন্দূর-ইঁদুর [ indura, indūra-in̐dura ] এর বর্ত. অপ্র. রূপ।

ইন্দ্র [ indra ] বি. 1 দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; 2 প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); 3 রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)। [সং. √ ইন্দ্ + র]। ̃ গোপ বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা। ̃ চাপ বি. 1 ইন্দ্রের ধনুক; 2 রামধনু। ̃ জাল বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)। ̃ জালিক, ঐন্দ্রজালিক বি. জাদুকর, মায়াবী। ☐ বিণ. ইন্দ্রজালসম্বন্ধীয়। ̃ জিত্ বি. রাবণের জ্যেষ্ঠপুত্র, মেঘনাদ। ☐বিণ. ইন্দ্রকে যে পরাজিত করেছে। ̃ ত্ব বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য। ̃ ধনু-ইন্দ্রচাপ এর অনুরূপ। ̃ নীল, ̃ নীলক, ̃ মণি বি. মরকত, নীলকান্তমণি, পান্না ('ইন্দ্রমণির হার')। ̃ পতন বি. কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু। ̃ পাত-ইন্দ্রপতন এর অনুরূপ। ̃ পুরী, ̃ লোক বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাট ও সুন্দর প্রাসাদ। ̃ লুপ্ত বি. মাথার টাক ('তার মাথায় ইন্দ্রলুপ্ত': অন্নদাশঙ্কর রায়)। &tilde ; লোক দ্র ইন্দ্রপুরী। ̃ সুত বি. 1 ইন্দ্রের পুত্র জয়ন্ত; 2 বানররাজ বালী; 3 তৃতীয় পাণ্ডব অর্জুন। ̃ সেন বি. যুধিষ্ঠিরের রথের সারথি। ইন্দ্রাণী বি. ইন্দ্রপত্নী, শচীদেবী। ইন্দ্রায়ুধ বি রামধনু। ইন্দ্রারি বি ইন্দ্রের শত্রু, অসুর। ইন্দ্রাসন বি. ইন্দ্রের সিংহাসন।

ইন্দ্রিয় [ indriẏa ] বি. যেসমস্ত দেহযন্ত্র বা শক্তির সাহায্যে বাহ্য বিষয় সম্বন্ধে জ্ঞান ও বিভিন্ন ক্রিয়া সম্পাদনে সামর্থ্য জন্মে-ইন্দ্রিয় চোদ্দোটি। বাক্ পাণি পাদ পায়ু উপস্হ: এই পাঁচটি কর্মেন্দ্রিয়; চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক: এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; এবং মন বুদ্ধি অহংকার চিত্ত: এই চারটি অন্তরিন্দ্রিয়। [সং. ইন্দ্র + ঈয় (ঘ)]। ̃ গম্য, ̃ গোচর, ̃ গ্রাহ্য বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ। ̃ গ্রাম বি. ইন্দ্রিয়সমূহ। ̃ জয়, ̃ দমন বি. ইন্দ্রিয়কে স্ববশে রাখা বা উচ্ছৃঙ্খল হতে না দেওয়া, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা; লালসা-কামনা জয় করা। ̃ দোষ বি. কামপ্রবৃত্তির প্রাবল্য; লাম্পট্য। ̃ নিগ্রহ বি. ইন্দ্রিয়ের সংযম। ̃ পর, ̃ পর.তন্ত্র, ̃ পর.বশ, ̃ পরবশতা, ̃ পরায়ণ ̃ সেবী -(বিন্) বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তত্পর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি পরতা, ̃ পরবশতা, ̃ পরায়ণতা ̃ বৃত্তি বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। ̃ সংযম বি. ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণে রাখা। ̃ সুখ বি. 1 ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাত্ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; 2 (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা। ̃ সেবা বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাপ্পট্য।

ইন্ধন [ indhana ] বি. 1 আগুন জ্বালবান উপকরণ; কাঠ কয়লা ইত্যাদি; 2 (গৌণ অর্থে) উত্তেজক বা সহায়ক জিনিস (লোভের ইন্ধন, ক্রোধের ইন্ধন)। [সং. √ ইন্ধি + অন]।

ইফ-তার [ ipha-tāra ] বি. (মুস.) সারাদিন রোজা করার পর প্রথম যে খাদ্য গ্রহণ করা হয়। [আ. ইফ্তার]।

ইবাদত [ ibādata ] বি. (মুস.) প্রার্থনা, উপাসনা (ইবাদতখানা)। [আ.]।

ইমন [ imana ] বি. সংগীতের রাত্রিকালীন রাগবিশেষ। [আ. য়মন]। ̃ কল্যাণ বি. রাত্রিকালীন মিশ্ররাগবিশেষ। ̃ কেদার বি. ইমন ও কেদার বা কেদারা রাগের মিশ্র রূপ। ̃ ভূপালি বি. ইমন ও ভূপালি এই দুই রাগের মিশ্র রূপ।

ইমলি [ imali ] বি. তেঁতুল। [হি. ইমলী]।

ইমান [ imāna ] বি. 1 ধর্মবিশ্বাস; 2 বিবেক, বিবেকবুদ্ধি। [আ. ঈমান্]। ̃ দার বিণ. 1 ধার্মিক; 2 সাধুস্বভাবসম্পন্ন; 3 বিশ্বস্ত; 4 বিবেকসম্পন্ন। ̃ দারি বি. ধার্মিকতা; সাধুতা; বিশ্বস্ততা।

ইমাম [ imāma ] বি. মুসলমানদের ধর্মনেতা বা ধর্মগুরু। [আ. ঈমাম্]। ̃ বাড়া বি. (বিশেষত) মোহরম অনুষ্ঠানের জন্য ধর্মগৃহ।

ইমারত [ imārata ] বি. পাকাবাড়ি, অট্টালিকা; বড় পাকাবাড়ি। [আ. ইমারত্]। ইমারতি দোকান পাকা বাড়ি তৈরির জন্য লোহালক্কড় বা অন্য উপকরণ যে দোকানে বিক্রয় হয়।

ইয়ত্তা [ iẏattā ] বি. 1 পরিমাণ বা সংখ্যা; 2 হিসাব; 3 সীমা। [সং. ইয়ত্ + তা]।

ইয়াংকি, ইয়াঙ্কি [ iẏāṅki, iẏāṅki ] বি. (বিদ্রূপে বা ঈষত্ নিন্দায়) আমেরিকার লোক। ☐ বিণ. আমেরিকার অধিবাসীসংক্রান্ত (ইয়াঙ্কি কালচার)। [ইং. Yankee]।

ইয়াকুত [ iẏākuta ] বি. চুনি বা রুবি। [আ. য়াকুত]।

ইয়াদ [ iẏāda ] বি. স্মরণ, স্মৃতি; খেয়াল (ইয়াদ রেখো)। [ফা. য়াদ্]।

ইয়ার [ iẏāra ] বি. 1 বন্ধু, বয়স্য, সঙ্গী; 2 ফাজিল লোক। [ফা. য়ার্]। ̃ কি, ইয়ার্কি বি. রসিকতা; ফাজলামি। ̃ বকশি বি. রসিক বা রঙ্গপ্রিয় বন্ধু বা সঙ্গী; আড্ডার সঙ্গী।

ইয়ারিং [ iẏāri ] বি. কানের বালাজাতীয় গয়নাবিশেষ। [ইং. earring]।

ইয়ে [ iẏē ] বি. স্মরণ হয় না এই অবস্হায় অথবা বাঞ্ছিতভাব প্রকাশের উপযোগী শব্দ খুঁজে না পেলে ফাঁক পূরণের শব্দ। [দেশি]।

ইরস্মদ [ irasmada ] বি. (বর্ত. অপ্র.) 1 বজ্র বা বজ্রাগ্নি, বিদ্যুত্; 2 সমুদ্রের আগুন; 3 হাতি। [সং. ইরা (জল) + √ মদ্ + অ]।

ইরা [ irā ] বি. 1 পৃথিবী; 2 বাক্য বা বাণী; 3 জল; 4 খাদ্য বা অন্ন। [সং. √ ই + র + আ]।

ইরাকি [ irāki ] বি. ইরাক দেশের অধিবাসী বা ভাষা। ☐ বিণ. ইরাক দেশ বা ওই দেশের অধিবাসীসম্বন্ধীয় (ইরাকি হামলা, ইরাকি গান)।

ইরানি, ইরানীয় [ irāni, irānīẏa ] বি. বিণ. পারস্য বা ইরানের অধিবাসী বা ইরানদেশ সম্বন্ধীয়।

ইরাদা, এরাদা [ irādā, ērādā ] বি. 1 ইচ্ছা, অভিলাষ, অভিপ্রায়; 2 সংকল্প। [আ. ইরাদা]।

ইরাবতী [ irābatī ] বি. 1 পাঞ্জাবের অন্তর্গত রাবি নদী; 2 ব্রহ্মদেশের নদীবিশেষ। [সং. ইরা (জল) + বতী]।

ইরাবান [ irābāna ] বি. সমুদ্র। [সং. ইরা (জল) বান্]।

ইলশে-গুঁড়ি [ ilaśē-gun̐ḍ়i ] বি. গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। [বাং. ইলিশ > ইলশে + গুঁড়ি]।

ইলা [ ilā ] বি. 1 পৃথিবী; 2 বাক্য বা বাণী; 3 ধেনু, গাভী; 4 সুরা; 5 জল; 6 বুধপত্নী। [সং. ইল + আ]। ̃ বৃত, ̃ বৃত-বর্ষ বি. 1 পুরাণোক্ত দেশবিশেষ; 2 জন্তুদ্বীপের বিভিন্ন 'বর্ষ' বা ভূভাগের এক 'বর্ষ', কৈলাসের নিকটবর্তী স্হানের পৌরাণিক নাম।

ইলাকা-এলাকা [ ilākā-ēlākā ] র অপ্র. রূপভেদ।

ইলাজ [ ilāja ] বি. রোগের চিকিত্সা বা উপশম। [আ. ইলাজ্]।

ইলাহি [ ilāhi ] বি. ঈশ্বর, ভগবান। ☐ বিণ. 1 মহান (ইলাহি পুরুষ; 2 বিরাট, বিশাল (ইলাহি ব্যাপার)। [আ. ইলাহী]। দ্র এলাহি

ইলিশ [ iliśa ] বি. (সচ. নদীর) সুস্বাদু মাছবিশেষ। [অর্বাচীন সং. ইল্লীশ]।

ইলেক [ ilēka ] বি. টাকা, গণ্ডা প্রভৃতি নির্দেশক গণিতের বর্ত. অপ্র. চিহ্নবিশেষ। [দেশি]। তু. ঈষত্ লেখ]।

ইলেক-ট্রন [ ilēka-ṭrana ] বি. বিদ্যুতের অবিভাজ্য পরমাণু; (পরি.) বিদ্যুতিন। [ইং. electron]। ইলেক-ট্রনিক্স বি. ইলেকট্রনবিষয়ক বৈজ্ঞানিক তত্ত্ব; ওই তত্ত্ব অবলম্বনে শিল্প ইত্যাদিতে বহুধাবিচিত্র প্রয়োগকৌশল।

ইলেক-ট্রিক [ ilēka-ṭrika ] বিণ. বিদ্যুত্সম্বন্ধীয়, বৈদ্যুতিক, বিদ্যুতের দ্বারা চালিত (ইলেকট্রিক পাখা)। ☐ বি. বিদ্যুত্ (ইলেকট্রিকের কাজ)। [ইং. electric]।

ইলেক-শন [ ilēka-śana ] বি. ভোট; ভোট দেবার অধিকারী জনগণ কর্তৃক প্রতিনিধি বা সদস্য নির্বাচন। [ইং. election]।

ইল্লত [ illata ] বি. নোংরামি, কলঙ্ক, কলুষ (ইল্লত যায় না মরলে)। [আ. ইললত্]।

ইল্লি [ illi ] বি. (সচ. ছোটদের মধ্যে প্রচলিত) অবিশ্বাসসূচক শব্দ (তুমি এ কাজ করেছ ? ইল্লি আর কী?)। [দেশি?]।

ইশকাবন, ইশকাপন [ iśakābana, iśakāpana ] বি. তাসের রংবিশেষ। [ওল. schopen]।

ইশর-মূল [ iśara-mūla ] বি. বিষহর লতাবিশেষের মূল, অর্কমূলা, Aristolochia Indiaca. [বিষহর মূল?]।

ইশাদি বি. সাক্ষী। [ফা. ইশাদী]।

ইশারা [ iśārā ] বি. ইঙ্গিত, সংকেত। [আ. ইশারাহ্]।

ইষু [ iṣu ] বি. বাণ, তির। [সং. √ ইষ্ + উ]।

ইষ্ট1 [ iṣṭa1 ] বি. যজ্ঞ, যজ্ঞাদি কর্ম। [সং. √ যজ্ + ত]।

ইষ্ট2 [ iṣṭa2 ] বিণ. 1 বাঞ্ছিত, কাম্য (ইষ্টকর্ম); 2 কল্যাণকর (ইষ্টচিন্তা); 3 গুরুদত্ত (ইষ্টমন্ত্র); 4 উপাস্য (ইষ্টদেবতা); 5 আত্মীয় (ইষ্টকুটুম্ব); 6 প্রিয় (ইষ্টজন)। ☐ বি. 1 অভীষ্ট বস্তু বা বিষয় (ইষ্টলাভ); 2 প্রিয়জন (ইষ্টবিয়োগ)। [সং. √ ইষ্ + ত]। ̃ কর্ম বি. উদ্দিষ্ট বা বাঞ্ছিত কাজ। ̃ কুটুম্ব বি. আত্মীয়স্বজন। ̃ দেব বি. উপাস্য দেবতা। ̃ নাম বি. উপাস্য দেবতার নাম। ̃ মন্ত্র বি. উপাস্য দেবতার পূজার্থ মন্ত্র; গুরুমন্ত্র। ̃ সাধন, ̃ সিদ্ধি বি. অভীষ্ট বস্তু পাওয়া।

ইষ্টক [ iṣṭaka ] বি. ইট। [< সং. ইষ্টকা]।

ইষ্টাপত্তি [ iṣṭāpatti ] বি. 1 অভীষ্ট বস্তু লাভ; 2 লাভ; 3 উপকার। [সং. ইষ্ট + আপত্তি (প্রাপ্তি)]।

ইষ্টি1 [ iṣṭi1 ] বি. অভিলাষ, ইচ্ছা। [সং. √ ইষ্ + তি]।

ইষ্টি2 [ iṣṭi2 ] বি. যজ্ঞ (অন্ত্যেষ্টি)। [সং. √ যজ্ + তি]।

ইষ্টি-কুটুম-ইষ্টকুটুম্ব [ iṣṭi-kuṭuma-iṣṭakuṭumba ] র কথ্যরূপ।

ইষ্টি-পত্র-ইচ্ছাপত্র [ iṣṭi-patra-icchāpatra ] র রূপভেদ। দ্র ইচ্ছা

ইস, ইস্ [ isa, is ] অব্য. বিস্ময় বিরক্তি আক্ষেপ প্রভৃতি সূচক ধ্বনি (ইস্, এখন কী হবে?)। [দেশি-ধ্বন্যা.]।

ইসদন্ত [ isadanta ] বি. কশের দাঁত, গালের পাশের দাঁত। [দেশি]।

ইসবগুল [ isabagula ] বি. উদ্ভিদবিশেষের বীজ যা কোষ্ঠপরিষ্কারক হিসাবে পরিচিত। [ফা. ইস্প্গুলা]।

ইসরাফিল [ isarāphila ] বি. চারজন শ্রেষ্ঠ ফিরিশতার অন্যতম, যাঁর শিঙার ফুত্কারে মহাপুনরুত্থান সূচিত হয়। [আ. ইসরাফীল্]।

ইস-লাম [ isa-lāma ] বি. 1 হজরত মোহাম্মদ প্রবর্তিত ধর্ম মুসলমানদের ধর্ম। ইস-লামি বিণ. ইসলামসম্বন্ধীয় ইসলাম ধর্মের অনুযায়ী (ইসলামি রীতি)। [আ. ইস্লাম]।

ইস্ত্রুপ-স্ত্রু [ istrupa-stru ] (screw) র বিকৃত রূপ।

ইস্তক1 [ istaka1 ] অব্য. হতে, থেকে (সেই ইস্তক সে আর ওখানে যায় না)। [হি. ইস্ তক্]।

ইস্তক2 [ istaka2 ] বি. তাসখেলায় রঙের সাহেব-বিবি।

ইস্তফা [ istaphā ] বি. 1 (চাকরি, কাজকর্ম ইত্যাদি) ত্যাগ বা ত্যাগপত্র; 2 শেষ; 3 ক্ষান্তি, নিবৃত্তি। [আ. ইসত্ আফা]।

ইস্তামাল [ istāmāla ] বি. 1 ব্যবহার; 2 অভ্যাস; 3 অনুশীলন। [অ. ইস্তামাল]।

ইস্তাহার [ istāhāra ] বি. বিজ্ঞপ্তি; প্রচারপত্র; বিজ্ঞাপন। [আ. ইশ্তিহার]।

ইস্তিরি, ইস্ত্রি [ istiri, istri ] বি. বস্ত্রাদি মসৃণ ও চকচকে করা, বস্ত্রাদি মসৃণ ও চকচকে করার জন্য ধাতুনির্মিত যন্ত্রবিশেষ। [পো. estirar]।

ইস্পাত [ ispāta ] বি. কারবন বা অঙ্গার দিয়ে কঠিন-করা লোহা, steel. [পো. espada]। ইস্পাতি বিণ, ইস্পাতেতৈরি ('ইস্পাতী রেলের': অ. চ.)।

ইহ [ iha ] ক্রি-বিণ. এই স্হানে বা সময়ে; এই জগতে। ☐ বিণ. এই, উপস্হিত ('ছাড় ইহ বাত': গো. দা)। [সং. ইদম্ + হ্]। ̃ কাল বি. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়; এই জীবন বা জন্ম, জীবিতকাল। ̃ জগত্, ̃ লোক বি. এই পৃথিবী; পৃথিবী; মনুষ্যলোক, মর্তলোক (ইহলোক ত্যাগ করা)। ̃ জন্ম, ̃ জীবন বি. এই জীবন; পৃথিবীতে এই জন্ম।

ইহা [ ihā ] সর্ব. (সাধু রূপ) এই বস্তু। [তু. ওড়ি. এহা; তু. ই-হ (< ইদম্ হ)।

ইহুদি [ ihudi ] বি. হিব্রু জাতি, জু জাতি, jew. [আ. য়হূদ]।