[ ph ] বাংলা বর্ণমালার দ্বাবিংশ ব্যঞ্জনবর্ণ; অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ্য ফ্-ধ্বনির বর্ণরূপ।

ফই-জত [ phi-jata ] বি. 1 ঝগড়া, বিবাদ, হাঙ্গামা (মিছিমিছি ফইজতে কাজ নেই); 2 ভর্ত্সনা; 3 কলঙ্গ, বদনাম। [আ. ফজীহত্]।

ফক-ফক [ phaka-phaka ] বি. উজ্জ্বলতার ভাব; সাদা ভাব। [ধ্বন্যা.]। ফক-ফকে বিণ. ফরসা; সাদা; ঝকমকে।

ফকরে মালা [ phakarē mālā ] দ্র ফকির

ফকির [ phakira ] বি. 1 মুসলমান সাধু; 2 (সচ. মুসলমান) ভিক্ষুক; 3 (আল.) ভিখারি, অতি দরিদ্র ও নিঃস্ব ব্যক্তি (পথের ফকির, কাল রাজা আজ ফকির)। [আ. ফকীর]। ফকিরি বি. ফকিরের বৃত্তি বা ভাব। ☐ বিণ. ফকিরসংক্রান্ত (ফকিরি চালচলন)। ফকিরা মালা, ফকরে মালা বি. ফকিরের জপমালা।

ফক্ক়ড় [ phakk়ḍ় ] বি. 1 ফাজিল বা প্রগল্ভ ব্যক্তি; 2 ধূর্ত বা ধড়িবাজ লোক। [হি. ফক্কড় (রুক্ষ বা নীচ লোক)]। ফক্কড়ি, ফক্কুড়ি বি. ফক্কড়ের মতো আচরণ।

ফক্কা [ phakkā ] বিণ. বি. ফাঁকা, কিছুই নয় এমন, ভুয়ো। [সং. ফক্কিকা]।

ফক্কিকা [ phakkikā ] বি. 1 ফাঁকি; 2 (সং. ব্যাক.) কূট প্রশ্ন (ভাষ্যফক্কিকা)। [সং. √ ফক্ক্ + ইক + আ]। ̃ , ̃ রি বি. ফাঁকিবাজি।

ফঙ্গ-বেনে, ফঙ্গ-বানি [ phaṅga-bēnē, phaṅga-bāni ] বিণ. 1 ঠুনকো, সহজেই ভেঙে যায় এমন; 2 অসার, বাজে। [< সং. ভঙ্গপ্রবণ?]।

ফচকে [ phacakē ] বিণ. 1 ফাজিল, ফক্কড়; 2 লঘু স্বভাবযুক্ত; 3 অকালপক্ব। [দেশি]। ̃ মি, ̃ মো বি. ফাজলামি, ফক্কড়ি; বাচালতা।

ফজর, ফজির [ phajara, phajira ] বি. ভোর, প্রত্যুষ ('ফজর সময়ে উঠি': ক. ক.)। [আ. ফজর্]।

ফজলি [ phajali ] বি. মূলত মালদহের বড়ো আমবিশেষ। [আ. ফজ্ল্]।

ফট [ phaṭa ] বি. ফাটার শব্দ। [ধ্বন্যা.]। ̃ ফট বি. ক্রমাগত (ফট) শব্দ। ফটা-ফট ক্রি-বিণ. ফট ফট শব্দে, ফট ফট করে (ফটাফটা কাঠ ফাটছে)।

ফটক [ phaṭaka ] বি. সাদাকালো মাছরাঙাবিশেষ। [দেশি]।

ফটকিরি [ phaṭakiri ] বি. রাসায়নিক কষায়দ্রব্যবিশেষ, alum. [সং. স্ফটিকারি]।

ফটাফট [ phaṭāphaṭa ] দ্র ফট

ফটাস [ phaṭāsa ] বি. জোরে ফেটে যাবার শব্দবিশেষ (বেলুনটা ফটাস করে ফেটে গেল)। [ধ্বন্যা.]।

ফটিক [ phaṭika ] বি. স্ফটিক। ☐ বিণ. স্বচ্ছ, নির্মল (ফটিক জল)। [সং. স্ফটিক]।

ফটো, ফোটো [ phaṭō, phōṭō ] বি. আলোকরশ্মির সাহায্যে গৃহীত প্রতিচ্ছবি, আলোকচিত্র, ফোটোগ্রাফ। [ইং. photograph]। ̃ গ্রাফ বি. আলোকচিত্র। ̃ গ্রাফি বি. আলোকচিত্র গ্রহণের বিদ্যা, প্রক্রিয়া।

ফড়-ফড় [ phaḍ়-phaḍ় ] বি. 1 কাপড় ইত্যাদি ছেঁড়ার শব্দ; 2 কাগজ ইত্যাদির মধ্যে কোনোকিছু নড়ার বা চলাফেরা করার শব্দ; 3 বকবক; 4 অতি ব্যস্ততার ভাব। [ধ্বন্যা.]।

ফড়িং [ phaḍ়i ] বি. লাফিয়ে চলে এমন সুপরিচিত তৃণভোজী পতঙ্গবিশেষ। [সং. পতঙ্গ]।

ফড়িঙ্গা [ phaḍ়iṅgā ] বি. ঝিঁঝিপোকা। [সং. পতঙ্গ]।

ফড়ে, ফড়িয়া [ phaḍ়ē, phaḍ়iẏā ] বি. 1 পাইকার, যে ব্যক্তি উত্পাদক বা জোগানদারের কাছ থেকে সস্তা দরে মাল কিনে বেশি দামে বিক্রয় করে; 2 দালাল। [দেশি]।

ফণা, ফণ [ phaṇā, phaṇa ] বি. সাপের চ্যাপটা বিস্তৃত মাথা, চক্কর। [সং. √ ফণ্ + অ, আ]। ̃ ধর বি. 1 ফণাওয়ালা সাপ; 2 সাপ।

ফণী [ phaṇī ] (-ণিন্) (সাধারণত ফণাবিশিষ্ট বলে) সাপ, ভুজঙ্গ। [সং. ফণা + ইন্]। স্ত্রী. ̃ ফণিনী। ̃ ন্দ্র, ̃ শ্বর বি. নাগরাজ, বাসুকি। ̃ মনসা বি. ফণার মতো আকারবিশিষ্টা ছোটো কাঁটাগাছবিশেষ।

ফতুয়া [ phatuẏā ] বি. হাত-কাটা ছোটো জামাবিশেষ। [আ. ফতুহী]।

ফতুর [ phatura ] বিণ. নিঃস্ব, সর্বস্বান্ত (বাবুগিরি করতে গিয়েই ফতুর হয়েছে)। [আ. ফুতুর]।

ফতে [ phatē ] বি. 1 জয়; 2 সিদ্ধি। ☐ বিণ. 1 সিদ্ধ, হাসিল (কাম ফতে হওয়া); 2 বিজিত (যুদ্ধ ফতে হয়েছে, লড়াই ফতে হয়েছে)। [আ. ফতহ্]।

ফতো [ phatō ] বিণ. 1 অন্তঃসারশূন্য; 2 ভিতরে ধনহীন কিন্তু বাইরের জাঁকজমক বজায় রাখে এমন (ফতো নবাব, ফতো বাবু)। [আ. ফৌত্]। ফতো নবাব, ফতো বাবু যার নবাবের মতো কেবল চালচলন আছে অথচ তার উপযুক্ত সম্বল কিছুই নেই।

ফতোয়া [ phatōẏā ] বি. 1 ইসলামি শাস্ত্র অনুযায়ী রায়; 2 নির্দেশ বা আদেশ (তিনি ফতোয়া দিলেই বা মানছে কে?)। [আ. ফত্বা]।

ফন্দি [ phandi ] বি. 1 গোপন কৌশল (ফন্দি আঁটা); 2 মতলব, ফিকির। [আ. ফন্, ফা. ফন্দ্-তু. সং. প্রবন্ধ]। ̃ বাজ বিণ. ফন্দি আঁটে এমন; ফন্দি আঁটায় দক্ষ।

ফপর-দালাল [ phapara-dālāla ] দ্র ফোপরদালাল

ফয়তা [ phaẏatā ] বি. 1 মৃত্যের আত্মার সদ্গতির জন্য মুসলমানদের প্রার্থনা ও ভোজ্যাদি দান; 2 শাস্ত্রসংগত বিচার ও সিদ্ধান্ত। [আ. ফতিহা]।

ফয়-সালা [ phaẏa-sālā ] বি. মামলামোকদ্দমা বা জটিল সমস্যার নিষ্পত্তি, মীমাংসা। [আ. ফয়স্লাহ্]।

ফরকা [ pharakā ] বি. ক্রি. 1 ঠিকরে বার হওয়া; 2 আস্ফালন করা; 3 ফাঁক করা। [হি. ফরকা]। ̃ নো বি. ক্রি. উক্ত সব অর্থে।

ফরজ [ pharaja ] বি. ঈশ্বরের নির্দেশে যে-কাজ আবশ্যকরণীয় বলে কোরানে উক্ত আছে। [আ. ফর্জ]।

ফর-ফর [ phara-phara ] বি. 1 পাতলা জিনিস হাওয়ায় ওড়ার শব্দ (পতাকা ফরফর করে, ঘুড়ি ফরফর করে ওড়ে); 2 ক্ষুদ্র প্রাণীর ক্রমাগত নড়াচড়ার ভাব বা শব্দ (পুঁটিমাছ ফরফর করছে, ফড়িং ফরফর করছে)। [ধ্বন্যা.]। ফর-ফরানি বি. ফরফর করার ভাব। ফর-ফরে বিণ. ফরফর করে এমন; চঞ্চল। তু. ফড়ফড়

ফরম, ফর্ম [ pharama, pharma ] বি. (আবেদনাদি করবার জন্য) নির্দিষ্ট বিবরণপত্রবিশেষ। [ইং. form]।

ফরমা1, ফর্মা [ pharamā1, pharmā ] বি. 1 পুস্তকাদির যতগুলি পৃষ্ঠা একসঙ্গে ছাপা হয়; 2 ছাঁচ। [ইং. ফ. format]।

ফরমা2 [ pharamā2 ] ক্রি. ফরমানো, আদেশ করা। [ফরমানো দ্র]।

ফর-মান [ phara-māna ] বি. (প্রধানত বাদশাহি বা সুলতানি) আদেশ, হুকুম, আদেশনামা, হুকুমনামা। [ফা. ফরমান]।

ফরমানো [ pharamānō ] ক্রি. বি. আদেশ করা, হুকুম দেওয়া। [ফ. ফরমা + বাং. আনো]।

ফর-মায়েশ, ফর-মাশ [ phara-māẏēśa, phara-māśa ] বি. 1 আদেশ, হুকুম; 2 তৈরি করার জন্য বা জোগান দেবার জন্য নির্দেশ, অর্ডার (ক্রমাগত চায়ের ফলমাশ)। [ফা. ফরমায়শ্]। ফর-মায়েশি, ফর-মাশি বিণ. তৈরি করার জন্য বা জোগান দেবার জন্য ফরমায়েশ করা হয়েছে এমন, অর্ডারি (ফরমায়েশি মাল)।

ফর-মুলা [ phara-mulā ] বি. গণিতের বা অন্য কোনো বিষয়ের সমস্যা সমাধানের সূত্র বা সংকেত। [ইং. formula]।

ফরসা, ফর্সা [ pharasā, pharsā ] বিণ. 1 গৌরবর্ণ (গায়ের রং ফরসা); 2 পরিষ্কৃত, পরিষ্কার (ফরসা কাপড় পরেছে); 3 নির্মল, আলোকোজ্জ্বল, মেঘহীন (আকাশ ফরসা হয়েছে); 4 নিঃশেষ, সাবাড় (গুদাম ফরসা, কলেরায় গ্রাম ফরসা হয়ে গেছে)। [হি. ফরচা]।

ফরসি [ pharasi ] বি. ধূমপানের লম্বা নলযুক্ত হুঁকোবিশেষ। [আ. ফর্সী]।

ফরাকত [ pharākata ] বি. 1 ছাড়াছাড়ি, বিচ্ছেদ; 2 বিচ্ছিন্ন অবস্হা, পৃথক বা স্বতন্ত্র থাকা; 3 ফাঁকা জায়গা; 4 অবসর। [আ. ফরাগত্]।

ফরাশ [ pharāśa ] বি. 1 মেঝে বা তক্তপোশে পাতবার মোটা আস্তরণবিশেষ; 2 বিছানা পাতা, বাতি জ্বালা, ঘর ও আসবাবপত্র ঝাড়ামোছা করা ইত্যাদি কাজে নিযুক্ত ভৃত্য। [আ. ফর্শ]।

ফরাসি [ pharāsi ] বি. ফ্রান্সের অধিবাসী বা ভাষা (ফরাসি শেখা)। ☐ বিণ. ফ্রান্সদেশীয়; ফরাসি জাতিসম্বন্ধীয় (ফরাসি শাসন)। [পো. Francez]।

ফরিক, ফরিকান, ফরিকার [ pharika, pharikāna, pharikāra ] বি. সৈন্য, সেপাই। [আ. ফরীক]।

ফরিয়াদ [ phariẏāda ] বি. 1 আদালতে নালিশ বা অভিযোগ দায়ের; 2 মামলা, মোকদ্দমা। [ফা. ফরীয়াদ]। ফরিয়াদ বি. বিণ. বাদী, অভিযোগকারী।

ফর্দ [ pharda ] বি. 1 তালিকা, ফিরিস্তি (বাজারের ফর্দ, অভিযোগের লম্বা ফর্দ); 2 ফালি, টুকরো (এক ফর্দ কাপড়)। [আ. ফর্দ্]।

ফর্দা [ phardā ] বিণ. 1 ফাঁকা, খোলা, উন্মুক্ত; 2 বিস্তৃত। [আ. ফরদ্ + বাং. আ]। ̃ ফাঁই বিণ. ছিন্নভিন্ন; ছিন্নভিন্ন হয়ে ব্যবহারের অযোগ্য হয়েছে এমন।

ফর্ম, ফর্মা, ফর্সা [ pharma, pharmā, pharsā ] যথাক্রমে ফরম, ফরমা ও ফরসা -র বানানভেদ।

ফল [ phala ] বি. 1 বৃক্ষলতাদি উদ্ভিদের শস্য বা বীজাধার (জামফল, আম্রফল); 2 উত্পন্ন বস্তু (ক্রোধের ফল, মিলনের ফল); 3 লাভ, উপকার ('কি ফল লভিনু হায়': মধু; ফলের আশা না রেখে কাজ করা); 4 পরিণাম, পরিণতি (কর্মফল, অধ্যবসায়ের ফলে কার্যসিদ্ধি); 5 নির্ধারিত সিদ্ধান্ত বা সম্ভাবনা (জ্যোতিষগণনার ফল); 6 রায়, মীমাংসা (মামলার ফল, খেলার ফল); 7 কার্যসিদ্ধি (চেষ্টায় ফললাভ হবেই); 8 পুরস্কার বা শাস্তি, প্রতিফল। [সং. ফল্ + অ]। ̃ কথা বি. 1 মোটকথা, সারকথা; 2 শেষকথা। ̃ কর1 বি. 1 বৃক্ষাদির ফল উপভোগের জন্য দেয় কর; 2 ফলের বাগান বা খেত। ̃ কর2 বিণ. 1 ফল ধরে এমন, ফলবান (ফলকর গাছ); 2 উপকারী, সুফলদায়ক (ফলকর পথ্য, ফলকর অভ্যাস)। ̃ (বর্জি.) ̃ তঃ (-তস্), ফলে ক্রি-বিণ. মোটের উপর; পরিণামে; বস্তুত। ̃ , ̃ দায়ক, ̃ দায়ী (-য়িন্), ̃ প্রদ, ̃ প্রসূ বিণ. ফল দেয় এমন; উপকারী; সিদ্ধিদায়ক। ̃ দর্শী (-র্শিন্) বিণ. পরিণামদর্শী, বিবেচক। ̃ ন্ত বিণ. ফলবান, ফল ধরেছে এমন। ̃ পাকড় বি. নানাবিধ ফল ও মূল। ̃ পাকন্ত বিণ. ফল পাকলে মেরে যায় এমন (ফলপাকান্ত গাছ)। ̃ প্রাপ্তি বি. কর্মে সিদ্ধিলাভ। ̃ বান (-বত্), ̃ শালী (-লিন্) বিণ. 1 ফলপূর্ণ; 2 সফল, কৃতকার্য। স্ত্রী. ̃ বতী, ̃ শালিনী। ̃ ভাগী (-গিন্) বিণ. কোনো কাজের পরিণাম বা তার অংশ যার ভোগ করতে হয় (পাপের ফলভাগী)। স্ত্রী. ̃ ভাগিনী। ̃ ভোগ বি. কৃতকর্মজনিত ভালোমন্দ অবস্হাপ্রাপ্তি, কৃতকর্মের ফলে ভালোমন্দ বা সুখদুঃখ ভোগ। ̃ মূল বি. নানাবিধ ফল ও মূল, ফলপাকড়। ̃ লাভ বি. ফল পাওয়া। ̃ শালী দ্র ফলবান। ̃ শ্রুতি বি. 1 কর্মের বা পুণ্যকর্মের ফল বর্ণনা ও তা শ্রবণ; 2 (বাং.) পরিণাম, ফলাফল, তাত্পর্য।

ফলক [ phalaka ] বি. 1 অস্ত্রের ফলা (ছুরির ফলক); 2 সূক্ষ্মাগ্র মুখ (তিরের ফলক); 3 পাত, পাটা, পট্ট (তাম্রফলক, প্রস্তরফলক); 4 ঢাল; 5 কপালের হাড় (ললাটফলক)। [সং. √ ফল্ + অ + ক]।

ফলকথা, ফলকর, ফলত, ফলদ, ফলদর্শী, ফলদায়ক [ phalakathā, phalakara, phalata, phalada, phaladarśī, phaladāẏaka ] দ্র ফল

ফলন [ phalana ] বি. 1 উত্পত্তি; 2 ফল বা শস্য জন্মানো (গমের ফলন এবার আশানুরূপ হয়নি); 3 ফলে যাওয়া, সত্য হওয়া (জ্যোতিষীর কথার ফলন)। [সং. √ ফল্ + অন]।

ফলনা [ phalanā ] বি. (বর্ত. অপ্র.) অমুক ব্যক্তি। [আ. ফলানা]।

ফলন্ত, ফলপাকান্ত, ফলপ্রদ, ফলপ্রসূ, ফলপ্রাপ্তি, ফলবতী, ফলবান, ফলভাগী, ফলভোগ, ফললাভ, ফলশালী, ফলশ্রুতি [ phalanta, phalapākānta, phalaprada, phalaprasū, phalaprāpti, phalabatī, phalabāna, phalabhāgī, phalabhōga, phalalābha, phalaśālī, phalaśruti ] দ্র ফল

ফলসা [ phalasā ] বি. ছোটো অম্লমধুর ফলবিশেষ। [ফা. ফালসা]।

ফলা1 [ phalā1 ] বি. পলক, তীক্ষ্ণ প্রান্ত; 2 ব্যঞ্জনবর্ণের সঙ্গে যোজ্য ব্যঞ্জনবর্ণের চিহ্ন (র-ফলা, য-ফলা)। [সং. ফলক]।

ফলা2 [ phalā2 ] ক্রি. 1 উত্পন্ন হওয়া (পাপের ফল একদিন ফলবেই); 2 ফলবান হওয়া (বেশি ফল ফললে গাছ নুয়ে পড়ে); 3 সত্য হওয়া (আমার কথাটা ফলে গেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. (সচ. সংখ্যাবাচক শব্দের শেষে যুক্ত হলে) ফলবান; ফলপ্রসু (দোফলা গাছ); ফলন্ত। [সং. ফল + বাং. আ-তু. হি. √ ফলা]।

ফলাও [ phalāō ] বিণ. 1 ব্যাপক, ঢালাও (ফলাও কারবার); 2 প্রচুর, মেলা (ফলাও ভোজ); 3 বিস্তারিত, বিশদ (ফলাও বর্ণনা)। [আ. ফলাহ্]। ফলাও করা ক্রি. বি. উন্নতিসাধন করা; অতিরঞ্জিত করা (ফলাও করে বর্ণনা করা)।

ফলাওকাঙ্ক্ষা [ phalāōkāṅkṣā ] বি. কাজ করে তার ফলের আশা। [সং. ফল + আকাঙ্ক্ষা]।

ফলাগম [ phalāgama ] বি. 1 (গাছে) ফল আসা, ফলোত্পত্তি; 2 ফল ধরার সময়। [সং. ফল + আগম]।

ফলানো [ phalānō ] ক্রি. বি. 1 উত্পাদন করা, জন্মানো (ফসল ফলানো); 2 ফুটিয়ে তোলা, পরিস্ফুট করা (রং ফলানো); 3 জাহির করা (বিদ্যা ফলানো, জারিজুরি ফলানো)। ☐ বিণ. উত্পাদিত; পরিস্ফুট করা হয়েছে এমন; জাহির করা হয়েছে এমন। [সং. ফল + বাং. আনো]।

ফলান্বেষণ [ phalānbēṣaṇa ] বি. 1 ফলের খোঁজ; 2 কার্যসিদ্ধির প্রত্যাশা। [সং. ফল + অন্বেষণ]।

ফলাফল [ phalāphala ] বি. 1 পরিণাম, পরিণতি; 2 মীমাংসা, শেষে উত্পন্ন ফল (মামলার ফলাফল, খেলার ফলাফল)। [সং. ফল + অফল]।

ফলার [ phalāra ] বি. 1 ভাত ছাড়া অন্য নিরামিষ দ্রব্য; 2 ফল চিঁড়ে দই মিঠাই বা লুচি ইত্যাদি খাবার; 3 ওইরকম খাদ্য খাওয়া। [সং. ফলাহার]। ফলারে বিণ. ফলার করতে পটু বা ফলার খেতে ভালোবাসে এমন (ফলারে বামুন)।

ফলাহার [ phalāhāra ] বি. 1 ফল খাওয়া; 2 (বাং.) ফলার। [সং. ফল + আহার]। ফলাহারী (-রিন্) বিণ. প্রধানত ফল যার ভোজ্য বস্তু।

ফলিত [ phalita ] বিণ. 1 ফলবিশিষ্ট; 2 সফল, সত্যরূপে প্রমাণিত; 3 পরীক্ষা বা গবেষণার দ্বারা সিদ্ধ, প্রক্রিয়ামূলক, applied, practical (ফলিত রসায়ন)। [সং. ফল + ইত]। ফলিত জ্যোতিষ বি. জ্যোতিষশাস্ত্রের যে বিভাগের সাহায্যে শুভাশুভ, ভূত-ভবিষ্যত্ প্রভৃতি জানতে পারা যায়। ফলিতার্থ বি. তাত্পর্য, মূল কথা, সারাংশ।

ফলুই, ফলি [ phalui, phali ] বি. চিতলজাতীয় ছোটো মাছবিশেষ। [সং. ফলকী, ফলী]।

ফলোদয় [ phalōdaẏa ] বি. 1 ফলের উত্পত্তি; 2 উদ্দেশ্যসিদ্ধি। [সং. ফল + উদয়]।

ফলোন্মুখ [ phalōnmukha ] বিণ. তাড়াতাড়ি ফল ধরবে এমন। [সং. ফল + উন্মুখ]।

ফলোপ-ধায়ক [ phalōpa-dhāẏaka ] বিণ. ফলপ্রসূ; সফল, সার্থক। [সং. ফল + উপধায়ক]।

ফল্গু [ phalgu ] বি. 1 গয়ার অন্তঃসলিলা নদীবিশেষ; 2 তুচ্ছ বা অসার অংশ; 3 আবির, ফাগ। [সং. √ ফল্ + উ-ক, গ্ আগম]। ̃ ধারা, ̃ প্রবাহ বি. যে ধারা বা প্রবাহ বাইরে থেকে দেখা যায় না (স্নেহের ফল্গুধারা)।

ফল্গুন [ phalguna ] বি. 1 ফাল্গুন মাস; 2 অর্জুন। [সং. ফল্গুনী + অ]।

ফল্গুনী [ phalgunī ] বি. (জ্যোতি.) যুগ্ম বা যমজ নক্ষত্রবিশেষ (উত্তরফল্গুনী, পূর্বফল্গুনী)। [সং. √ ফল্ + উন, গ্ আগম + ঈ]।

ফষ্টি-নষ্টি, ফস্টি-নস্টি [ phaṣṭi-naṣṭi, phasṭi-nasṭi ] বি. হাসিঠাট্টা, লঘু পরিহাস; ফাজলামি। [বাং. ফষ্টি (সহচর শব্দ) + নষ্ট + ই]।

ফস [ phasa ] বি. 1 অসাবধানতা আকস্মিকতা বা অতিদ্রুততাসূচক ভাব (ফস করে কথাটা বলে ফেলল); 2 আওয়াজ বিশেষ (ফস করে দেশলাইকাঠি জ্বালা)। [ধ্বন্যা]।

ফসকা [ phasakā ] বিণ. শিথিল, আলগা (ফসকা গেরো)। ☐ ক্রি. ফসকানো। [আ. ফস্খ]। ̃ নো ক্রি. বি. 1 অপ্রত্যাশিতভাবে হাতছাড়া হওয়া (সুযোগ ফসকানো, শিকার ফসকানো)।

ফস-ফরাস [ phasa-pharāsa ] বি. সহজে জ্বলে ওঠে এবং অন্ধকারে দীপ্তিমান হয় এমন মৌলিক পদার্থবিশেষ। [ইং. phosphorus]।

ফসল [ phasala ] বি. 1 উত্পন্ন শস্য, একবারে উত্পন্ন শস্য (খেতের ফসল); 2 (আল.) উত্পন্ন সুফল (সারা জীবনের প্রচেষ্টার ফসল)। [আ. ফস্ল]। ফসলি বিণ. 1 ফসলসম্বন্ধীয়; 2 শস্য কাটার কাল থেকে হিসাব করা হয় এমন; 3 ফলনবিশিষ্ট। ☐ বি. আকবরপ্রবর্তিত অব্দবিশেষ।

ফসিল [ phasila ] বি. 1 পাথরে পরিণত জীবদেহ, জীবাশ্ম; 2 (আল.) বাতিল হয়েও যা টিকে রয়েছে। [ইং. fossil]।

ফাইট [ phāiṭa ] বি. যুদ্ধ, লড়াই ('অলরাইট, কামেন ফাইট': সু. রা)। [ইং. fight]। ফাইটার বিণ. লড়িয়ে, যুদ্ধে নিয়োজিত (ফাইটার প্লেন)।

ফাইন [ phāina ] বি. জরিমানা, অর্থদণ্ড। [ইং. fine]।

ফাইনাল [ phāināla ] বিণ. চূড়ান্ত, শেষ (ফাইনাল পরীক্ষা, ফাইনাল খেলা)। ☐ বি. চূড়ান্ত বা শেষ ব্যাপার। [ইং. final]।

ফাই-ফরমাশ [ phāi-pharamāśa ] বি. ছোটোখাটো বিবিধ ফরমাশ (ছেলেটা বাড়িতে থাকে আর ফাইফরমাশ খাটে)। [বাং. ফাই (সহচর শব্দ) + ফা. ফরমায়শ্]।

ফাইল1 [ phāila1 ] বি. নথিপত্রের তাড়া; নথি। [ইং. file]। ফাইল করা ক্রি. বি. 1 নির্দিষ্ট তাড়ার মধ্যে রাখা; 2 পেশ করা, দাখিল করা, রুজু করা।

ফাইল2 [ phāila2 ] বি. উখা, রেতি, ধাতুদ্রব্যাদি ঘষে সমান করার যন্ত্রবিশেষ। [ইং. file]।

ফাইলে-রিয়া [ phāilē-riẏā ] বি. শ্লীপদ রোগ, গোদ, পা-ফোলা রোগ। [ইং. filariasis > filaria]।

ফাউ [ phāu ] বি. যথার্থ প্রাপ্যের অতিরিক্ত কিছু। [দেশি]।

ফাউণ্টেন পেন [ phāuṇṭēna pēna ] বি. যে কলমে একবার কালি ভরে অনেকক্ষণ লেখা যায়, ঝরনাকলম। [ইং. fountain pen]।

ফাউণ্ড্রি [ phāuṇḍri ] বি. 1 ঢালাইয়ের কারখানা; 2 যেখানে ছাপাখানার টাইপ ঢালাই করা হয়। [ইং. foundry]।

ফাউল [ phāula ] বি. 1 খেলায় নিয়মভঙ্গ; 2 ফুটবল প্রভৃতি খেলায় ধাক্কাধাক্কি করে নিয়মভঙ্গ। [ইং. foul]।

ফাংশান [ phāṃśāna ] বি. অনুষ্ঠান, উত্সব। [ইং. function]।

ফাঁক [ phān̐ka ] বি. 1 তফাত, ব্যবধান (দুই বাড়ির মাঝখানের ফাঁক); 2 ছিদ্র, ফাটল (দরজার ফাঁক); 3 ফাঁকা জায়গা (ফাঁকে বেড়ানো); 4 অবসর (কাজের ফাঁকে); 5 সুযোগসুবিধা (এই ফাঁকে পালাল, ফাংক পেলেই পালাবে); 6 বাদ (আমিই ফাঁক পড়লাম); 7 দো, ত্রুটি (তার কাজের ফাঁক পাবে না); 8 শূন্য, লুঠ (তহবিল ফাঁক করা); 9 সংগীতের মাত্রাবিশেষ (তিন তাল এক ফাঁক)। ☐ বিণ. 1 পৃথক, তফাত; 2 ফাঁকযুক্ত (ঠোঁট ফাঁক হয়ে আছে); 3 নিঃশেষ (তহবিল ফাঁক হয়ে গেছে)। [মুণ্ডা. ফাঙ্ক (=খোলা জায়গা)]। ̃ তাল বি. হঠাত্ পাওয়া সুযোগ (ফাঁকতালে কাজ গোছানো)। ফাঁক-ফাঁক বিণ. পরস্পর থেকে তফাতে অবস্হিত (ফাঁক-ফাঁক হয়ে দাঁড়ানো)। ̃ ফোকর বি. 1 ফাটল বা ছিদ্র (ফাঁকফোকরে বিছে আছে; 2 সুযোগ (লোকটা সবসময় ফাঁকফোকর খোঁজে)। ফাঁকে ফাঁকে ক্রি-বিণ. 1 আড়ালে আড়ালে; 2 এড়িয়ে এড়িয়ে; 3 কাজের মাঝে মাঝে।

ফাঁকা [ phān̐kā ] বিণ. 1 খোলা, উন্মুক্ত, অনাবৃত (ফাঁকা মাঠ); 2 জনহীন, নির্জন (ফাঁকা বাড়ি; ফাঁকা রাস্তা); 3 শূন্য, খালি (ফাঁকা পকেট, ফাঁকা হাত); 4 অসার, ভিত্তিহীন, মিথ্যা (ফাঁকা কথা, ফাঁকা আওয়াজ)। ☐ বি. 1 বন্দুকে গুলি না ভরে ছুড়লে কেবল বারুদের জন্য যে আওয়াজ হয়; 2 (আল.) বৃথা আস্ফালন, মিথ্যা ভয়প্রদর্শন। ফাঁকা-ফাঁকা বিণ. প্রায় নির্জন, শূন্য প্রায়; একাকী (তারা চলে যাওয়ায় বাড়িটা ফাঁকা-ফাঁকা লাগছে)।

ফাঁকি [ phān̐ki ] বি. 1 বঞ্চনা, ছলনা, প্রতারণা (চালাকি করতে গিয়ে সে নিজেই ফাঁকিতে পড়েছে); 2 ধাপ্পা, ধোঁকা (তাকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চায়); 3 কর্তব্যে অবহেলা (কাজে ফাঁকি দেওয়া তাঁর স্বভাববিরুদ্ধ); 4 কূটতর্ক (ন্যায়ের ফাঁকি); 5 গুঁড়ো, সূক্ষ্ম চূর্ণ। [মুণ্ডা. ফাঙ্ক > বাং. ফাঁক + ই-তু. সং. ফক্কিকা]। ̃ বাজ বিণ. ফাঁকি দিতে অভ্যস্ত বা পটু। ̃ বাজি বি. ফাঁকিবাজের আচরণ; প্রবঞ্চনা; কাজে অবহেলা।

ফাঁকিতে পড়া [ phān̐kitē paḍ়ā ] বি. ক্রি. প্রতারিত হওয়া।

ফাঁট [ phān̐ṭa ] (অশোভন) বি. ঠাট, জাঁক (পয়সাকড়ি হওয়ায় সে আজকাল খুব ফাঁটে চলে)। [দেশি]।

ফাঁড়া [ phān̐ḍ়ā ] বি. (জ্যোতিষ গণনানুসারে) বিপদের সম্ভাবনা, ঘোর বিপদ, রিষ্টি। [মুণ়্ডা. ফান্ড়া (=ফাঁদ)]। ফাঁড়া কাটানো ক্রি. বি. সম্ভাব্য বিপদ থেকে মুক্ত হওয়া।

ফাঁড়ি [ phān̐ḍ়i ] বি. পুলিশের চৌকি বা ঘাঁটি, ছোটো থানা। [দেশি-তু. মারাঠি ফাংদী]। ̃ দার বি. ফাঁড়ির প্রধান অফিসার।

ফাঁদ [ phān̐da ] বি. 1 পশুপাখি ধরবার যন্ত্র (খরগোশ ধরতে ফাঁদ পেতেছে); 2 (আল.) কূটকৌশল, চক্রান্ত (লোকটাকে ফাঁদে ফেলার জন্যই এই ব্যবস্হা); 3 (চুড়ি নথ প্রভৃতির) ব্যাস (বালার ফাঁদের মাপ)। [তু. ফা. ফন্দ্]। ফাঁদ পাতা ক্রি. বি. (আল.) কারও অনিষ্ট করার জন্য কৌশলজাল বিস্তার করা বা চক্রান্ত করা।

ফাঁদা [ phān̐dā ] ক্রি. বি. 1 পত্তন বা আরম্ভ করা (ব্যাবসা ফাঁদা, বাড়ি ফাঁদা); 2 বিস্তার করা, সবিস্তারে বর্ণনা করা (গল্প ফাঁদা); 3 আঁটা, মতলব করা (মতলব ফাঁদা, ফন্দি ফাঁদা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. ফাঁদ + আ]।

ফাঁদালো [ phān̐dālō ] বিণ. 1 বড়ো ব্যাসযুক্ত, চওড়া মুখওয়ালা বা পেটওয়ালা (ফাঁদালো হাঁড়ি); 2 বৃহদাকার। [বাং. ফাঁদ + আলো]।

ফাঁদি [ phān̐di ] বিণ. ফাঁদালো, চওড়া বা বড়ো ব্যাসযুক্ত (ফাঁদি বালা, ফাঁদি নথ)। [বাং. ফাঁদ + ই]।

ফাঁপ [ phām̐pa ] বি. স্ফীতি, ফুলে ওঠার ভাব (পেটের ফাঁপটা কমছে না)। [ফাঁপা দ্র]।

ফাঁপর [ phām̐para ] বি. বিপদ; মুশকিল, হতবুদ্ধিকর বা অস্বস্তিকর অবস্হা (খুব ফাঁপরে পড়ে গেছে লোকটা)। ☐ বিণ. হতবুদ্ধি, বিপন্ন ('ফাঁপর হইল হর': ভা. চ.)। [দেশি তু. হি. ফেফড়ী]।

ফাঁপা [ phām̐pā ] বি. ক্রি. 1 স্ফীত হওয়া, ফুলে বা বেড়ে ওঠা (পেট ফাঁপা); 2 অপ্রত্যাশিতভাবে সমৃদ্ধি হওয়া (লোকটা অল্পদিনের মধ্যেই ফেঁপে উঠেছে); 3 ফাঁপানো। ☐ বিণ. 1 স্ফীত (ফাঁপা পেট); 2 শূন্যগর্ভ, অন্তঃসারশূন্য (ফাঁপা বালা); 3 বায়ুপূর্ণ। [প্রাকৃ. √ ফংফ > বাং. ফাঁপ + আ]। ̃ নো ক্রি. বি. 1 ফাঁপিয়ে তোলা, স্ফীত করা, ফুলানো; 2 অতিরিক্ত প্রশংসা করে গর্বিত বা অহংকৃত করা (ছেলেটাকে তোমরাই ফাঁপিয়ে তুলেছ); 3 বায়ুপূর্ণ করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ফাঁস1 [ phām̐sa1 ] বি. 1 ইচ্ছামতো আলগা বা আঁট করা যায় এমন দড়ির বাঁধন; 2 ফাঁসি ('গলায় পরেছে ফাঁস')। [সং. পাশ]।

ফাঁশ2 [ phām̐śa2 ] বিণ. (গোপন ব্যাপার) প্রকাশিত, ব্যক্ত (সব কথা ফাঁস করে দিয়েছে)। [ফা. ফাশ]।

ফাঁসা [ phām̐sā ] ক্রি. বি. 1 (বস্ত্রাদি) ছিঁড়ে বা ফেড়ে যাওয়া (শাড়িটা ফেঁসে গেছে); 2 খুলে বা ধ্বসে যাওয়া (কলসির তলা ফেঁসে গেছে); 3 পণ্ড বা বিফল হওয়া (মামলা ফেঁসে যাওয়া, বিয়ের সম্বন্ধ ফেঁসে যাওয়া); 4 (গোপন বিষয়) প্রকাশিত বা ব্যক্ত হওয়া (ষড়যন্ত্র ফেঁসে গেল); 5 চিরে বা ফেটে যাওয়া ('পেটটি যাবে ফেঁসে': রবীন্দ্র); 6 ফাঁসানো। [বাং. ফাঁস1 + আ]। ̃ নো ক্রি. বি. 1 বিচ্ছিন্ন করা, ছেঁড়া; 2 পণ্ড করা; 3 ব্যক্ত বা প্রকাশিত করা; 4 বিপদগ্রস্ত করা বা বিপদে জড়ানো (ঘরের শত্রুই তাকে ফাঁসিয়েছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ফাঁসি [ phām̐si ] বি. 1 গলায় দড়ির ফাঁস এঁটে হত্যা বা আত্মহত্যা, উদ্বন্ধন; 2 জীবননাশের জন্য গলায় পরবার ফাঁস, উদ্বন্ধনরজ্জু; 3 গলায় ফাঁস এঁটে মৃত্যুদণ্ড (ফাঁসির হুকুম); 4 ইচ্ছামতো শক্ত বা আলগা করা যায় এমন বাঁধন। [সং. পাশ]।

ফাঁসুড়ে [ phām̐suḍ়ē ] বি. পথিকের গলায় দড়ির ফাঁস পরিয়ে তাদের হত্যা করে এমন দস্যু। [বাং. ফাঁস + উড়িয়া > উড়ে]।

ফাকতা [ phākatā ] বি. পায়রা। [ফা. ফাখ্তহ্]। ফাকতা ওড়ানো ক্রি. বি. 1 পায়রা ও়ড়ানো; 2 (আল.) ফুর্তিতে কাটানো, কেবল ফুর্তি করে দিন কাটানো।

ফাগ [ phāga ] বি. 1 আবির; 2 আবির নিয়ে খেলার উত্সববিশেষ। [হি. ফাগুয়া]। ফাগুয়া বি. 1 ফাগ, আবির; 2 আবির নিয়ে খেলা।

ফাগুয়া [ phāguẏā ] দ্র ফাগ

ফাজলামি, ফাজলামো [ phājalāmi, phājalāmō ] বি. বখাটে বা বাচালের মতো আচরণ। [আ. ফাজিল + বাং. আমি, আমো]।

ফাজিল [ phājila ] বিণ. 1 বাচাল, প্রগল্ভ, বখাটে (ফাজিল ছেলে); 2 অতিরিক্ত, অবশিষ্ট (ফাজিল বাকি, ফাজিল খরচ)। ☐ বি. জমার চেয়ে খরচের আধিক্য। [আ. ফাজিল]।

ফাট [ phāṭa ] বি. বিদারণ, ফাঁক, চিড় (কাঠে ফাট ধরেছে)। [ফাটা দ্র]। ̃ বি. ফেটে যাওয়া। ̃ বি. চিড়, ছিদ্র (দেওয়ালের ফাটল, সংসারে ফাটল, বন্ধুত্বে ফাটল)।

ফাটক [ phāṭaka ] বি. 1 সিংহদ্বার, ফটক; 2 হাজত, কারাগার, জেল (চোরকে ফাটকে পোরা হল); 3 কারাদণ্ড (তার ফাটক হয়েছে)। [হি. ফাটক]।

ফাটকা [ phāṭakā ] বি. 1 (প্রধানত পণ্যদ্রব্যের ব্যবসায়মূল্যের হ্রাসবৃদ্ধির ঝুঁকি নিয়ে) টাকা খাটানো; 2 (তাস নিয়ে) জুয়াখেলাবিশেষ। [হি. ফাটা]। ̃ বাজ বি. পণ্যদ্রব্যের জুয়াড়ি। ̃ বাজি বি. পণ্যদ্রব্য নিয়ে ফাটকা করা।

ফাটন, ফাটল [ phāṭana, phāṭala ] দ্র ফাট

ফাটা [ phāṭā ] ক্রি. 1 বিদীর্ণ হওয়া (বুক ফেটে যায়, 'দেখিয়া পরাণ ফাটে': চণ্ডী); 2 চিরে যাওয়া, চিড় খাওয়া (তক্তা ফাটা, ছাদ ফেটে জল পড়ে); 3 ফাটানো (দেওয়ালটা ফাটাচ্ছে কেন? চেঁচিয়ে আকাশ ফাটায়)। ☐ বিণ. বিদীর্ণ। ☐ বি. 1 বিদারণ; 2 বিদীর্ণ স্হান, ফাটল। [সং. √ স্ফট্ > বাং. √ ফাট্ + আ]। ফাটা কপাল বি. দুর্ভাগ্য। ̃ নো ক্রি. বি. বিদীর্ণ করা, ফাড়া। ☐ বিণ. বিদীর্ণ। ̃ ফাটি বি. পরস্পর মারামারি; প্রবল দ্বন্দ্ব (মাথা-ফাটাফাটি)।

ফাড়া [ phāḍ়ā ] ক্রি. বি. চিরে ফেলা; ছেঁড়া; ফাটানো (কাঠ ফাড়া)। ☐ বিণ. উক্ত অর্থে। [সং. √ স্ফট্ > বাং. ফাড়্ + আ]। ̃ নো ক্রি. বি. পরের দ্বারা চেরানো। ☐ বিণ. উক্ত অর্থে।

ফাণিত [ phāṇita ] বি. 1 ফেনি বাতাসা, বড়ো বাতাসাবিশেষ; 2 ঘন করা আখের গুড়। [সং. √ ফাণ্ + ণিচ্ + ত]।

ফাতনা [ phātanā ] বি. মাছ ধরার ছিপের সুতোয় বাঁধা শোলার বা পাটের কাঠি। [ফাতা < পত্র]।

ফান-টুস [ phāna-ṭusa ] দ্র ফান্টুস

ফান্ড, ফাণ্ড [ phānḍa, phāṇḍa ] বি. তহবিল (রাজ্যপালের ফাণ্ডে টাকা জমা দেওয়া)। [ইং. fund]।

ফানুস [ phānusa ] বি. 1 কাগজের তৈরি বেলুনবিশেষ যা তপ্ত ধোঁয়া বা গ্যাসের সাহায্যে আকাশে উড়ানো হয়; 2 দীপের আবরণ। [আ. ফানুস্]।

ফাণ্টুস [ phāṇṭusa ] বি. (কথ্য) শূন্যগর্ভ চালবাজ লোক। [দেশি-তু ফাঁট]।

ফাণ্ডা [ phāṇḍā ] বি. (কথ্য) কোনো বিষয়ে জ্ঞান বা দখল (অঙ্কে দারুণ ফাণ্ডা)। [< ইং. fundamental]।

ফাবড়া [ phābaḍ়ā ] বি. ছোটো মোটা লাঠি, পাবড়া, খেটে (মাথায় মারল ফাবড়ার বাড়ি)। [বাং. পাব (< সং. পর্ব) > ফাব + ড়া]।

ফায়দা [ phāẏadā ] বি. সুফল, লাভ, উপকার (এতে কী এমন ফায়দা হবে?)। [আ. ফাইদহ্ > হি. ফায়দা]। ফায়দা তোলা, ফায়দা উঠানো ক্রি. বি. সুযোগ নেওয়া।

ফার-খত, ফার-কত [ phāra-khata, phāra-kata ] বি. 1 ত্যাগপত্র, ছাড়পত্র; 2 মুসলমানের তালাকপত্র; 3 সম্পর্কচ্ছেদ। [আ. ফারিগ্খতি]। ফার-খতি বি ফার-খত -এর অনুরূপ।

ফার-নেস [ phāra-nēsa ] বি. চুল্লি, উনুন। [ইং. furnace]।

ফার-ফোর [ phāra-phōra ] বিণ. 1 ছিদ্রযুক্ত; 2 ঝাঁঝরা; 3 ফাঁপা (ফারফোর বালা)। [ইং. perforated]।

ফারম1, ফার্ম1 [ phārama1, phārma1 ] বি. ব্যাবসা প্রতিষ্ঠান। [ইং. firm]।

ফারম2, ফার্ম2 [ phārama2, phārma2 ] বি. খামার। [ইং. farm]।

ফারসি [ phārasi ] বিণ. পারস্যদেশীয়। ☐ বি. পারস্যের ভাষা। [আ. ফার্সী]।

ফারাক [ phārāka ] বি. পার্থক্য, তফাত (চাহিদা ও জোগানের অনেক ফারাক)। ☐ বিণ. 1 বিচ্ছিন্ন, পৃথক, আলাদা (ফারাক হয়ে বসো); 2 মুক্ত, নিষ্কৃতিপ্রাপ্ত ('ফারাক করিয়া দেহ ব্যাধের নন্দনে': ক.ক)। [আ. ফারগ্]।

ফারেন-হাইট [ phārēna-hāiṭa ] বি. ফারেনহাইট-প্রবর্তিত উষ্ণতামাপক এককবিশেষ। ☐ বিণ. উক্ত এককের ব্যবস্হাবিশিষ্ট। [< জার্মান উদ্ভাবক Fahrenheit]।

ফার্নিচার [ phārnicāra ] বি. আসবাবপত্র (ঘরে দামি ফার্নিচারের ছড়াছড়ি)। [ইং. furniture]।

ফার্মাসি, ফার্মেসি [ phārmāsi, phārmēsi ] বি. ঔষধালয়, যেখানে ওষুধ তৈরি বা বিক্রয় হয়। [ইং. pharmacy]।

ফাল2 [ phāla2 ] বি. লাঙলের ফলক। [সং. √ ফল্ + অ]।

ফাল3 [ phāla3 ] বি. (আঞ্চ.) লাফ। [বাং. লাফ]।

ফালতু, (আঞ্চ.) ফালতো [ phālatu, (āñca.) phālatō ] বিণ. 1 অনর্থক, বাড়তি, অতিরিক্ত (ফালতু খরচ); 2 তুচ্ছ, বাজে (ফালতু শোক, ফালতু কথা)। [হি. ফালতু]।

ফালা [ phālā ] বি. লম্বা টুকরো। [সং. কাল + বাং. আ]। ফালা দেওয়া, ফালা করা ক্রি. বি. লম্বালম্বি কাটা। ফালা-ফালা বিণ. ছিঁড়ে টুকরো টুকরো করা হয়েছে এমন। ফালা ফালা করা ক্রি. বি. একেবারে ছিঁড়ে ফেলা; লম্বা লম্বা টুকরো করে ছেঁড়া।

ফালি [ phāli ] বি. ছোটো ফালা; ফালা (এক ফালি জমি)। [বাং. ফালা + ই]।

ফাল্গুন [ phālguna ] বি. 1 বাংলা বছরের একাদশ মাস; 2 তৃতীয় পাণ্ডব অর্জুন। [সং. ফল্গুনী (নক্ষত্র) + অ]। ফাল্গুনি বি. অর্জুন। ফাল্গুনী বি. 1 ফাল্গুন মাসের পূর্ণিমা, বাসন্তী পূর্ণিমা; 2 বসন্ত, মধুমাস বা মধুমাসের পরিবেশ ('তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী': রবীন্দ্র)।

ফাস্ট [ phāsṭa ] বিণ. 1 যতটা উচিত তার চেয়ে বেশি বেগসম্পন্ন (ঘড়িটা ফাস্ট যাচ্ছে); 2 বেগসম্পন্ন (ফাস্ট ট্রেন)। [ইং. fast]।

ফি1 [ phi1 ] বি. 1 পারিশ্রমিক, দর্শনী (ডাক্তারের ফি); 2 বেতন (কলেজের ফি-বই); 3 মাশুল, প্রদেয় কর (কোর্ট ফি); 4 প্রবেশমূল্য, মূল্য (পরীক্ষার ফি)। [ইং. fee]।

ফি2 [ phi2 ] বিণ. প্রত্যেক (ফি বছর)। [আ. ফী]।

ফিক1 [ phika1 ] বি. পেশিসংকোচনজনিত হঠাত্ বেদনা, স্নায়ুর আকস্মিক আক্ষেপ এবং তজ্জনিত বেদনা (ফিক ব্যথা, ফিক ধরা)। [দেশি-তু. সং. স্ফিক (কোমরের মাংসপিণ্ড)]।

ফিক2 [ phika2 ] বি. দাঁত বার করে অনুচ্চ বা মৃদু হাসি (ফিক করে হেসে ফেলল)। [তু. সং. ফক্ক্ (ধীরগতি)]। ̃ ফিক বি. ক্রমাগত ফিক করে হাসি।

ফিকির [ phikira ] বি. 1 উপায়চিন্তা, খোঁজখবর (চাকরির ফিকিরে আছে); 2 (প্রধানত মন্দার্থে) কৌশল (লোক ঠকানোর ফিকির); 3 ফন্দি, মতলবপ (সে কোন ফিকির করছে কে জানে?)। [আ. ফিক্র]। ̃ বাজ বি. বিণ. মতলববাজ, ফন্দিবাজ।

ফিকে [ phikē ] বিণ. 1 অনুজ্জ্বল, ফ্যাকাসে (ফিকে লাল); 2 পানসে, জলো (ফিকে চা); 3 অসার, বাজে (ফিকে কথা)। [দেশি]।

ফিঙে, (অপ্র.) ফিঙ্গে [ phiṅē, (apra.) phiṅgē ] বি. 1 মাছের লেজের মতো চেরা লেজবিশিষ্ট কালো রঙের পাখিবিশেষ, drongo; 2 Y আকারের কাঠের টুকরো; 3 দড়ি দিয়ে তৈরি পাথর ছোড়ার কলবিশেষ। [সং. ফিঙ্গক]।

ফিঙ্গক [ phiṅgaka ] বি. ফিঙে পাখি। [সং. ফিঙ্গ্ + √ গৈ + অ + ক]।

ফিচলেমি [ phicalēmi ] দ্র ফিচেল

ফিচেল [ phicēla ] বিণ. 1 ফাজিল; 2 ধূর্ত, মতলববাজ; 3 প্রবঞ্চক। [দেশি]। ফিচলেমি বি. ফিচেলের আচরণ।

ফিট2 [ phiṭa2 ] বি. 1 সংযোগ (গাড়ির সঙ্গে ইঞ্জিন ফিট করা); 2 মাপমতো হওয়া (জামাটা বেশ ফিট করেছে)। ☐ বিণ. 1 সংযুক্ত (কাঠের সঙ্গে কাঠটা ফিট হয়েছে); 2 মাপসই, মাপমতো (প্যাণ্টটা ভালো ফিট হয়নি); 3 সুসজ্জিত, পরিপাটি, নিখুঁত (ফিটবাবু)। [ইং. fit]। ̃ ফাট বিণ. সুসজ্জিত, পরিপাটি, পরিচ্ছন্ন।

ফিটন [ phiṭana ] বি. ঘোড়ায়-টানা চার চাকার ছাদ-খোলা গাড়িবিশেষ। [ইং. pheaton]।

ফিটফাট [ phiṭaphāṭa ] দ্র ফিট

ফিতা, (কথ্য) ফিতে [ phitā, (kathya) phitē ] বি. 1 (সচ.) কাপড়ের লম্বা পাতলা ও চ্যাপটা ফালিবিশেষ; 2 দৈর্ঘ্য মাপার জন্য এক গজ বা এক মিটার লম্বা কাপড়ের ফালি। [পো. fita]। ̃ ক্রিমি বি. লম্বা ও চ্যাপটা ক্রিমিবিশেষ।

ফিনকি [ phinaki ] বি. 1 স্ফুলিঙ্গ (আগুনের ফিনকি); 2 সবেগে নির্গত তরল পদার্থের ধারা (ফিনকি দিয়ে রক্ত পড়া)। [সং. স্ফুলিঙ্গ]।

ফিনফিন [ phinaphina ] বি. (বস্ত্রাদি সম্বন্ধে) অতি মিহি বা সূক্ষ্মতার ভাব। [দেশি-তু. ইং. fine]। ফিনফিন করা ক্রি. অত্যন্ত সূক্ষ্ম বা মিহি বলে মনে হওয়া। ফিনফিনে বিণ. অত্যন্ত সূক্ষ্ম বা মিহি ('ফিনফিনে আদ্দির উদ্ধত শুভ্রতায়': প্রেমেন্দ্র)।

ফিনাইল [ phināila ] বি. দুর্গন্ধ দূরকারী ও জীবাণুনাশক তরল পদার্থবিশেষ। [ইং. phenyl]।

ফিনিক [ phinika ] বি. 1 দীপ্তি, ঔজ্জ্বল্য (জ্যোত্স্নায় ফিনিক ফোটে); 2 ফিনকি। [ফিনকি দ্র]।

ফিনিক্স [ phiniksa ] বি. বহু বছর বাঁচে এবং মরে গিয়েও পুনরুজ্জীবিত হয় পাশ্চাত্য রূপকথার এমন পাখিবিশেষ ('অক্ষয় ফিনিক্স সম': সু. দ.)। [ইং. phoenix]।

ফিরঙ্গ [ phiraṅga ] বিণ. ইয়োরোপীয়। [ফা. ফিরঙ্গী, ফিরাঙ্গী]। ̃ ব্যাধী বি. গরমি রোগ, উপদংশ। ফিরঙ্গি বি. ফিরঙ্গ দেশীয় ব্যক্তি। [ফিরিঙ্গি দ্র]।

ফিরতি [ phirati ] বিণ. ফেরত এসেছে এমন (ফিরতি টাকা)। ☐ বি. 1 যা ফিরেছে (পাঁচ টাকা ফিরতি); 2 প্রত্যাগমন (ফিরতির পথে); 3 ফেরবার সময় (ফিরতিতে যাব)। ☐ ক্রি-বিণ. ফেরবার সময়ে (দেশ থেকে ফিরতি ওখানেও যাব)। [বাং. √ ফির্ + অতি]।

ফিরা, ফেরা [ phirā, phērā ] ক্রি. বি. 1 প্রত্যাবর্তন করা (অফিস থেকে কখন ফিরলে?); 2 অভিমুখী হওয়া, ঘোরা (ডাইনে ফেরো); 3 ফেরত আসা; 4 ভালোর দিকে পরিবর্তিত হওয়া, উন্নতি লাভ করা (কপাল ফেরা, অবস্হা ফেরা); 5 ঘুরে বেড়ানো (পথে পথে গান গেয়ে ফেরা); 6 বিফলমনোরথ হয়ে প্রত্যাবর্তন করা বা প্রস্হান করা (দুয়ার থেকে ফেরা); 7 ফিরানো, ফিরিয়ে দেওয়া ('এবার ফিরাও মোরে': রবীন্দ্র)। [হি. √ ফির্ > বাং. √ ফির্ + আ]। ̃ নো ক্রি. বি. 1 পুনরায় আসতে বা প্রত্যাগমন করতে বাধ্য করা (সন্ন্যাসীকে ফিরিয়ে আনো); 2 ঘোরানো (মুখ ফিরিয়ে দেখো); 3 উন্নতি করা (ভাগ্য ফেরানো); 4 নিবৃত্ত করা (অভ্যাস ফেরানো দরকার); 5 প্রার্থনা বা বাসনা পূরণ না করে বিদায় দেওয়া (ভিখারিকে ফিরিয়ে দেওয়া); 6 প্রত্যাহত বা ব্যর্থ করা; 7 নতুন করে লেপন করা বা প্রলেপ দেওয়া (দেওয়ালে কলি ফেরানো); 8 আঁচড়ানো বা উলটে আঁচড়ানো (চুল ফিরিয়ে বাঁধো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ̃ ফিরি বি. বারবার ফেরত বা বদল।

ফিরিঙ্গি [ phiriṅgi ] বি. 1 ইয়োরোপীয় জাতি; 2 ভারতীয় ও ইয়োরোপীয়ের সংমিশ্রণে উত্পন্ন বর্ণসংকর জাতি, ইউরেশীয় জাতি। [ফা. ফিরিঙ্গি]।

ফিরিস্তি [ phiristi ] বি. ফর্দ, তালিকা। [ফা. ফেহ্রিস্ত]।

ফিরে [ phirē ] অস-ক্রি ফিরিয়া -র চলিত রূপ। ☐ বিণ. পরবর্তী (ফিরে বার)। ফিরে ফিরে ক্রি-বিণ. বারংবার ('ফিরে ফিরে ডাক দেখি রে': রবীন্দ্র)। [ফিরা দ্র]।

ফিরোজা [ phirōjā ] বি. 1 নীলাভ মণিবিশেষ; 2 ওইরকম বর্ণবিশেষ, আকাশি নীল। ☐ বিণ. নীলাভ ('ফিরোজা উষায় সন্ধ্যায় গোলাপে': বিষ্ণু)। [ফা. ফিরোজহ্]।

ফিলটার [ philaṭāra ] বি. জল ইত্যাদি পরিস্রুত করার যন্ত্র বা প্রক্রিয়াবিশেষ। [ইং. filter]।

ফিলম, ফিল্ম [ philama, philma ] বি. 1 ফোটোগ্রাফাদি তোলার কাজে ব্যবহৃত অত্যন্ত আলোকসংবেদী পাতবিশেষ; 2 ছায়াচিত্র, চলচ্চিত্র; সিনেমা (ফিলম দেখতে যাওয়া)। [ইং. film]।

ফিল-হাল [ phila-hāla ] ক্রি-বিণ. হালফিল, সম্প্রতি (ব্যাবসা ফিলহাল ভালো চলছে না)। [আ. ফীল্হাল্]।

ফিল্ডিং [ philḍi ] বি. ক্রিকেট খেলায় ব্যাটসম্যানকে আউট করার জন্য বোলার ও তার সহযোগী খেলোয়াড়দের মাঠে নির্দিষ্ট নিয়মে বিচরণ। [ইং. fielding]।

ফিল্ম [ philma ] দ্র ফিলম

ফিশ-ফ্রাই [ phiśa-phrāi ] বি. মাছের কাঁটা বার করে নিয়ে ইয়োরোপীয় পদ্ধতিতে ভেজে প্রস্তুত খাবার। [ইং. fishfry]।

ফিস-ফিস [ phisa-phisa ] বি. চাপা স্বরে ফিসফিস শব্দে কথা। [ধ্বন্যা.]। ফিস-ফিসিয়ে ক্রি-বিণ. ফিসফিস করে।

ফুঁ [ phu ] বি. ফুত্কার, মুখ থেকে বেগে নির্গত বায়ু (শাঁখে ফুঁ দেওয়া, আগুনে ফুঁ দেওয়া)। [সং. ফুত্কার-তু. হি. ফুঁক]।

ফুঁক [ phun̐ka ] বি. 1 মন্ত্র আবৃত্তির সঙ্গে ফুত্কার (ঝাঁড়ফুঁক); 2 ফুঁ। [সং. ফুত্কার, হি. ফুঁ]।

ফুঁকা, ফোঁকা [ phun̐kā, phōn̐kā ] ক্রি. বি. 1 ফুঁ দেওয়া; 2 ফুঁ দিয়ে বাজানো (শিঙা ফোঁকা, বাঁশি ফোঁকা); 3 (ঈষত্ মন্দার্থে) ধূমপান করা (সিগারেট ফোঁকা); 4 অপব্যয় করা, বাজে খরচ করে উড়ানো (এতগুলো টাকা ফুঁকে দিলে?)। [হি. √ ফুঁক < ফুক্কা < সং. ফুত্কার]।

ফুঁড়া, ফোঁড়া [ phun̐ḍ়ā, phōn̐ḍ়ā ] ক্রি. বি. 1 বিদ্ধ করা বা ভেদ করা (তিরটা তার শরীর ফুঁড়ে বেরিয়েছে, মাটি ফুঁড়ে ওঠা); 2 ছেঁদা করা (দেওয়াল ফুঁড়ে উই বেরোচ্ছে)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে। [প্রাকৃ. √ ফুড় < সং. √ স্ফুট্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. বিদ্ধ বা ভেদ করানো (মেয়ের কান ফোঁড়ানো হবে); ছেঁদা করানো। ☐ বিণ. উক্ত উভয় অর্থে। ̃ ফুঁড়ি বি. বারংবার বিদ্ধ বা ভেদ করা (ডাক্তারের ফোঁড়াফুঁড়ি)।

ফুঁপা, ফোঁপা [ phum̐pā, phōm̐pā ] ক্রি. ফোঁস ফোঁস শব্দ করে কাঁদা, ফুঁপিয়ে কাঁদা। [ধ্বন্যা.]। ̃ নি বি. 1 গুমরে কাঁদা; 2 চাপা গর্জন। ̃ নো ক্রি. বি. 1 গুমরে কাঁদা, ফুলে ফুলে কাঁদা; 2 রাগে বা দুঃখে চাপা গর্জন করা।

ফুঁসা, ফুঁসানো, ফোঁসা, ফোঁসানো [ phum̐sā, phum̐sānō, phōm̐sā, phōm̐sānō ] ক্রি. বি. 1 ফোঁস ফোঁস শব্দ করা; 2 রাগে চাপা গর্জন করা। [ধ্বন্যা.]। ফুঁসানি, ফোঁসানি বি. ফোঁস ফোঁস আওয়াজ; চাপা গর্জন।

ফুক [ phuka ] বি. অতি দ্রুততার ভাব (ফুক করে উড়ে গেল)। [ধ্বন্যা.-তু. ফুড়ুক]।

ফুকন [ phukana ] বি. ফুঁ দেওয়া, ফুত্কার। [হি. ফুঁক + বাং. অন]। ফুকন নল বি. স্যাকরার ব্যবহৃত আগুনে ফুঁ দেবার নল, blowpipe.

ফুক-ফুক [ phuka-phuka ] বি. ক্রমাগত ফোঁকা বা ধূমপান করার ভাব (ফুকফুক করে সিগারেট টানছে)। [ফুঁক দ্র]।

ফুকর, (কথ্য) ফোকর [ phukara, (kathya) phōkara ] বি. ছিদ্র, গর্ত (ফাঁকফোকর, ইঁদুরটা ফোকরের মধ্যে ঢুকে গেল)। [সং. ভূক (ভূকর্) > ফুকর (?) তু. হি. ফোঁক (ছিদ্র)]।

ফুকরা [ phukarā ] ক্রি. ফুকরানো। [হি. √ পুকার]। ফুকারা, ̃ নো ক্রি. বি. 1 উচ্চস্বরে ডাকা ('মাসি বলি ফুকারিয়া মিলালো বালক': রবীন্দ্র); 2 চিত্কার করা ('চোরের জননী ফুকারি কাঁদিতে নাহি পারে', ফুকরে কাঁদে)। ফুকার বি. উচ্চ চিত্কার বা ডাক।

ফুকা2, (কথ্য) ফুকো [ phukā2, (kathya) phukō ] বি. অতিরিক্ত দুধ পাওয়ার জন্য গোরুর যোনিমুখে ফুঁ দেওয়া (ফুকো দেওয়া)। ☐ বিণ. ফাঁপা ও হালকা (ফুকো নল)। [হি. ফুঁক + বাং. আ]।

ফকার, ফুকারা [ phakāra, phukārā ] দ্র ফুকরা

ফুঙ্গি [ phuṅgi ] বি. (প্রধানত ব্রহ্মদেশীয়) বৌদ্ধ সন্ন্যাসী বা পুরোহিত। [বর্মি. ফুঙ্গি]।

ফুচকা [ phucakā ] বি. আলুসিদ্ধ ছোলা তেঁতুলজল প্রভৃতি সহযোগে খেতে হয় এমন ছোটো ফাঁপা কচুরিজাতীয় খাবারবিশেষ। [হি. ফুচকা]।

ফুট1 [ phuṭa1 ] বি. দৈর্ঘ্যের মাপবিশেষ, 12 ইঞ্চি পরিমিত দৈর্ঘ্য। [ইং. foot]।

ফুট2 [ phuṭa2 ] বিণ. 1 বিকশিত (আধফুট হাসি); 2 বিদীর্ণ। [সং. √ স্ফুট্ > বাং. √ ফুট্ + অ]।

ফুট3 [ phuṭa3 ] বি. ছোটো দাগ বা ফোঁটা। [বাং. ফোঁটা < সং. স্ফুট]। ফুট ফুট বিণ. ছোটো ছোটো দাগ বা ফোঁটা (তার সর্বাঙ্গে ফুট ফুট দাগ হয়েছে)।

ফুট4 [ phuṭa4 ] বি. 1 তরল পদার্থ উত্তাপে ফোটবার সময় উত্থিত বুদবুদ (জলের ফুট); 2 ফোটবার অবস্হা (দুধে ফুট ধরেছে, ভাতে দুবার ফুট দেওয়া হয়েছে); 3 ফাট, চিড়। [সং. √ স্ফুট্ + বাং. অ]। ̃ কড়াই, ̃ কলাই বি. ফুটানো বা ভাজা মটর।

ফুটকি [ phuṭaki ] বি. 1 ক্ষুদ্র বিন্দু বা ফোঁটা (কালির ফুটকি); 2 ইংরেজি ফুল স্টপের চিহ্ন। [বাং. ফুট3 কি]।

ফুটন [ phuṭana ] বি. 1 প্রস্ফুটিত বা বিকশিত হওয়া (ফুলের ফুটন দেখি); 2 (তরল পদার্থের) জ্বাল পাবার সময় বুদবুদযুক্ত হওয়া; 3 ফুটে ওঠা। [বাং. √ ফুট্ (< সং. স্ফুট্) + অন]।

ফুটন্ত [ phuṭanta ] বিণ. 1 আগুনের তাপ ফুটছে এমন (ফুটন্ত দুধ); 2 প্রস্ফুটিত হচ্ছে এমন (ফুটন্ত গোলাপ)। [বাং. √ ফুট্ + অন্ত]।

ফুট-পাত [ phuṭa-pāta ] বি. (প্রধানত শহরের) পথের দুপাশে যে বাঁধানো অংশ পায়ে চলা পথিকদের জন্য নির্দিষ্ট। [ইং. footpath]।

ফুট ফুট1 [ phuṭa phuṭa1 ] দ্র ফুট3

ফুট ফুট2 [ phuṭa phuṭa2 ] বি. স্বচ্ছতা উজ্জ্বলতা বা পরিষ্কার-পরিচ্ছন্নতার ভাব (জ্যোত্স্না ফুট ফুট করছে)। [সং. স্ফুট্]। ফুট-ফুটে বিণ. 1 অত্যন্ত স্বচ্ছ বা উজ্জ্বল; 2 ধবধবে (ফুটফুটে জ্যোত্স্না); 3 ফরসা ও সুশ্রী ('মুখখানি তার ফুটফুটে': স. দ.)।

ফুট-বল [ phuṭa-bala ] বি. 1 পা দিয়ে খেলবার বায়ুপূর্ণ চামড়ার বলবিশেষ; 2 দুই দলে এগারোজন করে খেলোয়াড়ের বল নিয়ে খেলাবিশেষ। [ইং. football]।

ফুটা1, (কথ্য) ফুটো [ phuṭā1, (kathya) phuṭō ] বি. ছিদ্র, রন্ধ্র (কাপড়ের ফুটো, জানলায় ফুটো)। ☐ বিণ. সচ্ছিদ্র, ছিদ্রযুক্ত ('এ কেবল দিনে রাত্রে জল ঢেলে ফুটা পাত্রে': রবীন্দ্র)। [বাং. ফুট4 + আ]।

ফুটা2, (কথ্য) ফোটা [ phuṭā2, (kathya) phōṭā ] ক্রি. বি. 1 প্রস্ফুটিত বা বিকশিত হওয়া, মুকুল ভেদ করে বার হওয়া (ফুল ফুটবে); 2 উদিত বা প্রকাশিত হওয়া (তারা ফোটে, জোছনা ফোটে); 3 প্রথম উন্মীলিত হওয়া (পাখির ছানার চোখ ফোটা); 4 ধ্বনিত হওয়া (কথা ফোটে, 'জনতার মুখে ফোটো বিদ্যুত্-বাণী': সুকান্ত); 5 আগুনের তাপে জ্বাল পেয়ে বুদবুদযুক্ত হওয়া বা ফেটে যাওয়া, ফুট ধরা (জল ফুটছে, দুধ ফোটে); 6 সিদ্ধ হওয়া (ভাত ফুটেছে); 7 অভিব্যক্ত বা পরিস্ফুট হওয়া (ভাব ফোটা, শ্রী ফোটা); 8 বিদ্ধ করা বা হওয়া (কাঁটা ফোটা); 9 ফুটানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ ফুট্ (< সং. স্ফুট্) + আ]। ̃ নো ক্রি. বি. 1 প্রস্ফুটিত করা; 2 প্রথম উন্মীলিত করা; 3 ধ্বনিত করা; 4 আগুনের তাপে জ্বাল দেওয়া, ফুট ধরানো বা সিদ্ধ করা; 5 অভিব্যক্ত করা, পরিস্ফুট করা (উপন্যাসে চরিত্র ফুটিয়ে তোলা); 6 বিদ্ধ করা; 7 দেওয়াল ভেঙে দরজা-জানলা তৈরি করা (দরজা ফোটানো); 8 ফুটো করা (হাঁড়িটাকে ফুটিয়ে ফেললে)। ☐ বিণ. উক্ত সব অর্থে (ফোটা ফুল, না ফোটা ডাল; আ-ফোটা কথা)।

ফুটানি, (কথ্য) ফুটুনি [ phuṭāni, (kathya) phuṭuni ] বি. 1 অশোভন বাবুগিরি বা জাঁক (হাতে দুটো পয়সা পেয়েই ফুটানি শুরু করেছে); 2 অশোভন অহংকার বা বড়াই (অত ফুটানি কোরো না, তোমার ক্ষমতা জানা আছে)। [সং. √ স্ফুট্ > বাং. √ ফুট্ + আনি]। ̃ রাম বি. 1 হামবড়া বা দেমাকি লোক; 2 অশোভনভাবে বাবুগিরি করে এমন লোক।

ফুটানো [ phuṭānō ] দ্র ফুটা2

ফুটি [ phuṭi ] বি. পাকলে ফেটে যায় এমন কাঁকুড়জাতীয় ফলবিশেষ। [সং. স্ফুটি]। ̃ ফাটা বিণ. ফুটির মতো সম্পূর্ণ ফেটে গেছে এমন (খরায় মাটি ফুটিফাটা হয়েছে)।

ফুড়ুক [ phuḍ়uka ] বি. 1 চকিতে উড়ে যাবার ভাব (পাখিটা ফুড়ুক করে উড়ে গেল); 2 হুঁকায় তামাক খাবার শব্দ (ফুড়ুক ফুড়ুক করে তামাক টানছে)। [ধ্বন্যা.]। ̃ ফাড়ুক বি. ক্রি-বিণ. বারবার চকিতে ওড়ার, পালানোর বা চঞ্চলতার ভাব (চড়াইটা ফুড়ুকফাডু়ক করছে, ফুড়ুকফাডু়ক উড়ে যাচ্ছে)।

ফুত্-কার [ phut-kāra ] বি. 1 ফুঁ ('ফুত্কারে নেভাল প্রদীপ'); 2 ফুঁ দেওয়া; 3 ফুস ফুস শব্দ। [সং. ফুত্ + √ কৃ + অ]।

ফুফা, কথ্য ফুপা [ phuphā, kathya phupā ] বি. (বাঙালি মুসলমানদের মধ্যে প্রচলিত) পিসে, পিসেমশায়। [হি. ফুফা]। ফুফু, (কথ্য) ফুপু বি. (স্ত্রী.) পিসি। ̃ তো বিণ. পিসতুতো।

ফুরন [ phurana ] বি. দৈনিক মজুরির পরিবর্তে পুরো কাজের মোট মজুরি হিসাবে চুক্তি, ঠিকা চুক্তি (ফুরনে কাজ করা)। [সং. পূরণ]।

ফুর-ফুর [ phura-phura ] বি. 1 মৃদুমন্দ বায়ুপ্রবাহের ভাব; 2 বাতাসে চুল কাপড় প্রভৃতি পাতলা ও হালকা পদার্থের ওড়ার ভাব। [ধ্বন্যা.]। ফুর-ফুরে বিণ. 1 ফুরফুর করে এমন; 2 লঘু ও মনোরম (ফুরফুরে হাওয়া)।

ফুর-সত, (কথ্য) ফুরসুত [ phura-sata, (kathya) phurasuta ] বি. অবসর, অবকাশ (সারা দিনে একটুও ফুরসত মেলে না)। [আ. ফুরসত্]।

ফুরা [ phurā ] ক্রি. ফুরানো। [সং. পূরি]। ̃ নো ক্রি. বি. 1 শেষ বা অবসান হওয়া (দিন ফুরানো); 2 সমাপ্ত হওয়া (গল্প ফুরানো); 3 ব্যয়িত বা নিঃশেষ হওয়া (টাকা ফুরানো); 4 ফুরন করা, ঠিকে চুক্তি করা (মজুরি ফুরানো)। ফুরিয়ে যাওয়া ক্রি. বি. ফুরানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ফূর্তি [ phūrti ] বি. আনন্দ, হর্ষ, স্ফূর্তি (ফুর্তিতে ডগমগ)। [সং. স্ফূর্তি]। ̃ বাজ বিণ. আমুদে; হাসিখুশি মেজাজের।

ফুল1 [ phula1 ] বিণ. 1 পুরো মাপের (ফুলহাতা, ফুলশার্ট); 2 পুরো মূল্যের (ফুলটিকিট)। [ইং. full]।

ফুল2 [ phula2 ] বি. 1 কুসুম, পুষ্প, উদ্ভিদের যে বর্ণময় এবং কখনো কখনো গন্ধযুক্ত অংশ থেকে বীজ ও ফলের উত্পত্তি হয়; 2 ফুলের মতো নকশা (ফুল-কাটা বাসন, কাপড়ে ফুল তোলা); 3 জরায়ু ও সন্তানের নাভির সঙ্গে যে মাংসপিণ্ড সংযুক্ত থাকে, গর্ভকুসুম, অমরা, placenta. [সং. ফুল্ল]। ̃ কচি বিণ. একেবারে বা খুব কচি (ফুলকচি শসা)। ̃ কপি দ্র কপিফুল-কাটা বিণ. ফুলের মতো নকশা দ্বারা শোভিত। ̃ কারি বি. কাপড়ে ফুলের নকশা বা বুটির কাজ। ̃ কোঁচা বি. ধুতির কোঁচা ফুলের মতো করে কুঞ্চিত বা চুনট করা। ̃ খড়ি দ্র খড়ি। ̃ ঝাড়ু বি. ঝাউ গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি ঝাঁটাবিশেষ। ̃ ঝুরি বি. আতশবাজিবিশেষ যা থেকে ফুলের মতো আগুনের ফুলকি বার হয়। ̃ টুসকি, ̃ টুসি বিণ. (ফুল দিয়ে টসকে দেওয়া যায় এমন) নরম বা তুলতুলে। ̃ ডোর বি. ফুলের মালা। ফুলতোলা বিণ. ফুলের মতো নকশা দিয়ে কারুকার্য করা হয়েছে এমন। ফুল তোলা বি. ক্রি. গাছ থেকে ফুল চয়ন করা; বস্ত্রাদিতে ফুলের নকশা রচনা করা। ̃ দানি, ̃ দান বি. ফুল সাজিয়ে রাখার পাত্রবিশেষ। ̃ দার বিণ. ফুলের নকশাযুক্ত। ̃ দোল বি. বৈশাখী পূর্ণিমায় অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের পুষ্পসজ্জিত দোলায় দোলনযাত্রা। ̃ ধনু, ̃ বাণ, ̃ শর বি. 1 কামদেবের পুষ্পযুক্ত ধনুক; 2 কামদেব, মদন, কন্দর্প। ফুল পড়া বি. ক্রি. প্রসবের পরে গর্ভস্হ ফুল স্খলিত হওয়া। ̃ বাতাসা বি. ফুলের মতো হালকা বাতাসা। ̃ বাবু বি. অত্যন্ত শৌখিন লোক। ̃ মালা বি. ফুল দিয়ে তৈরি মালা। ̃ শয্যা বি. 1 কুসুমাবৃত শয্যা; 2 বিবাহের পর নবদম্পতির প্রথমবার একত্র ফুল ছড়ানো বিছানায় শয়নরুপ অনুষ্ঠান। ̃ শেজ বি. ফুলশয্যা ('সেখানে কি ফুলশেজে মিশে যাবে দুটি কায়া': স. দ.)। ̃ সজ্জা বি. ফুল দিয়ে অলংকরণ। ̃ সাজ বি. ফুল দিয়ে সাজা, ফুলসজ্জা। ̃ হার বি. ফুলের মালা। ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া ক্রি. বি. অতি সামান্য কারণে কাতর হওয়া।

ফুলকা, (কথ্য) ফুলকো [ phulakā, (kathya) phulakō ] বি. 1 মাছের কানের নীচে চিরুনির মতো শ্বাসযন্ত্র; 2 ফোলানো জিনিসের পাতলা আবরণ (লুচির ফুলকো)। ☐ বিণ. পাতলা ফাঁপা ও ফোলানো (ফুলকো লুচি)। [হি. ফুলকা]।

ফুলকারি [ phulakāri ] দ্র ফুল

ফুলকি [ phulaki ] বি. স্ফুলিঙ্গ, আগুনের কণা। [সং. স্ফুলিঙ্গ]।

ফুলস-ক্যাপ, ফুলস্ক্যাপ [ phulasa-kyāpa, phulaskyāpa ] বিণ. (কাগজ সম্বন্ধে) দৈর্ঘ্যে 17 ইঞ্চি ও প্রস্হে 13 1/2 ইঞ্চি মাপবিশিষ্ট। [ইং. foolscap]।

ফুলা, (কথ্য) ফোলা [ phulā, (kathya) phōlā ] ক্রি. বি. 1 স্ফীত হওয়া (হাত পা ফোলে, মুখ ফুলছে); 2 ফেঁপে ওঠা (নদী ফুলে উঠেছে); 3 মোটা হওয়া (লোকটা দিন দিন ফুলছো); 4 (আল.) স্বাস্হ্যবান, ধনবান বা গর্বিত হওয়া (ব্যাবসা করে সে অল্পদিনেই ফুলে উঠেছে); 5 ফুলানো। [প্রাকৃ. √ ফুল < সং. √ ফুল্ল্ -তু. হি. ফুলনা + বাং. আ]। ̃ নো বি. ক্রি. 1 স্ফীত করা (বুক ফুলিয়ে হাঁটা); 2 ফাঁপানো (বেলুন ফোলানো); 3 মোটা করা; 4 (আল.) গর্বিত বা বর্ধিত করা (অত বাহবা দিয়ে ছেলেকে আর ফুলিয়ো না)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ফুলুট [ phuluṭa ] বি. (আঞ্চ.) বাঁশি (যাত্রাদলে ফুলুট বাজায়)। [ইং. flute]।

ফুলুরি [ phuluri ] বি. বেসনের বড়াভাজাবিশেষ। [হি. ফুলৌরি]।

ফুলেল [ phulēla ] বিণ. 1 তিল থেকে নিষ্কাশিত এবং ফুলের গন্ধে সুবাসিত (ফুলেল তেল); 2 ফুলের গন্ধযুক্ত, সুবাসিত; 3 পুষ্পময় ('ফুলেল ফাগুন': নজরুল)। [বাং. ফুল + ল = ফুলল =ফুলেল]।

ফুল্ল [ phulla ] বিণ. 1 প্রস্ফুটিত (ফুল্ল কুসুম); 2 পূর্ণ প্রকাশিত (ফুল্ল ইন্দু); 3 প্রফুল্ল, অতিশয় প্রফুল্ল (ফুল্ল নয়ন, 'ফুল্লমনে রব এ সংসারে': রবীন্দ্র)। [সং. √ ফুল্ল্ + অ]। ফুল্লাধর বিণ. বি. প্রফুল্ল মুখযুক্ত বা প্রফুল্ল মুখ।

ফুস [ phusa ] বিণ. (কথ্য) অদৃশ্য, অসার, কিছুই নেই এমন (এতগুলো টাকা এরই মধ্যে ফুস হয়ে গেল?)। [ধ্বন্যা.]।

ফুস-কুড়ি, ফুস-কুরি [ phusa-kuḍ়i, phusa-kuri ] বি. ছোটো ফোঁড়া, ফোসকা বা ব্রণ। [তু. সং. স্ফোটক]।

ফুস-ফাস [ phusa-phāsa ] বি. ফিসফিস করে কথা, গোপনে বা অনুচ্চস্বরে কথাবার্তা। [ধ্বন্যা.]।

ফুস-ফুস1 [ phusa-phusa1 ] বি. জীবদেহের শ্বাসযন্ত্র, lung. [সং. ফুপ্ফুস]। ̃ প্রদাহ বি. 1 ফুসফুসের যন্ত্রণা; 2 নিউমোনিয়া রোগ।

ফুস-ফুস2 [ phusa-phusa2 ] বি. ফিসফিস, ফিসফিস শব্দে কথা। [ধ্বন্যা.]।

ফুস-মন্তর [ phusa-mantara ] বি. 1 ফুত্কারে বা ফুঁ দিয়ে পড়া ফাঁকির মন্ত্র; 2 গোপন উপদেশ। [বাং. ফুস (ধ্বন্যা.) + সং. মন্ত্র]।

ফুসলা [ phusalā ] ক্রি. ফুসলানো। [হি. ফুসলানা]। ̃ নো ক্রি. বি. 1 কুকর্মে রত হওয়ার জন্য রাজি করানো বা প্ররোচনা দেওয়া; 2 অন্যায়পথে চালানো।

ফেউ [ phēu ] বি. 1 শিয়াল; 2 পাগলা শিয়াল; 3 যে-শিয়াল বাঘের পিছন পিছন ধাওয়া করে ও চিত্কার করে; 4 (আল.) পিছন ছাড়ে না এমন ব্যক্তি (তার পিছনে ফেউ হয়ে লেগেছে)। [সং. ফেরু]। ফেউ লাগা ক্রি. বি. পিছনে লেগে থেকে উত্ত্যক্ত করা।

ফেঁকড়া, ফ্যাঁকড়া [ phēn̐kaḍ়ā, phyān̐kaḍ়ā ] বি. 1 প্রশাখা; 2 মূল বিষয় থেকে উদ্ভূত অন্য বিষয় (ফেঁকড়া তোলা, ফেঁকড়া বার করা); 3 ফ্যাসাদ, বাধা, ঝামেলা। [দেশি-তু. সং. ফর্ফরীক]। ফেঁকড়ি বি. অতি ক্ষুদ্র শাখা বা প্রশাখা।

ফেঁসো [ phēm̐sō ] বি. 1 পাট প্রভৃতির আঁশ; 2 সুতোর সূক্ষ্ম অংশ। [বাং. ফাঁস + উয়া > ও]।

ফেকলু [ phēkalu ] (অশোভন) বি. বিণ. ফালতু, বাজে (যত সব ফেকলুপার্টি)। [দেশি]। ̃ পার্টি বি. আজেবাজে লোক।

ফেকো [ phēkō ] বি. (কথা বলার সময়) মুখ থেকে নির্গত ফেনার মতো শুকনো থুতু। [হি. ফাক্কা < আ. ফাকা]।

ফেজ [ phēja ] বি. তুর্কি টুপি বা ওইজাতীয় অন্য টুপি। [তুর. ফেজ. ইং fez]।

ফেটা1 [ phēṭā1 ] বি. ব্যথা ঘা ইত্যাদিতে জড়াবার জন্য কাপড়ের ফালি; পটি। [হি. < সং. পট্টিকা]।

ফেটা2 [ phēṭā2 ] ক্রি. ফেটানো। [হি. √ ফেংট < সং. ফাণ্ট]। ̃ নো ক্রি. বি. নেড়ে নেড়ে ফেনানো (বেসনের গোলা ফেটানো, ডিম ফেটানো)।

ফেটি [ phēṭi ] বি. 1 ছোটো পটি, ব্যাণ্ডেজ বা কাপড়ের ফালি (পায়ে ফেটি বাঁধা); 2 পাগড়ি; 3 একত্রবদ্ধ কয়েক গোছা সুতো বা লাছি (পশমের ফেটি)। [বাং. ফেটা1 + ই (ক্ষুদ্রার্থে)]।

ফেট্টি [ phēṭṭi ] বি. 1 ফেটি, কাপড়ের পটি বা ফালি, ব্যাণ্ডেজ (মাথায় ফেট্টি বাঁধা); 2 পাগড়ি। [ফেটি দ্র]।

ফেন [ phēna ] বি. 1 ফেনা, গাঁজ; 2 মাড় (ভাতের ফেন)। [সং. √ স্ফায়্ + ন]। ̃ দুগ্ধা বি. দুধফেনি পিঠে। ̃ নিভ বিণ. ফেনার মতো কোমল ও শুভ্র (দুগ্ধফেননিভ শয্যা)।

ফেনক [ phēnaka ] বি. দুধফেনি পিঠে। [সং. ফেন + ক]।

ফেনা [ phēnā ] বি. ফেন, গাঁজ; একত্রে উদ্ভূত বুদবুদসমূহ (সমুদ্রের ঢেউয়ের ফেনা)। ☐ বিণ. সফেন; ফেন বা মাড়যুক্ত (ফেবাভাত)। ☐ ক্রি, ফেনানো, ফেনিয়ে তোলা। [সং. ফেন + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 নেড়ে নেড়ে ফেনিল করে তোলা বা গাঁজানো (রস জ্বাল দিয়ে ফেনানো); 2 (আল.) ইনিয়েবিনিয়ে কথা বাড়িয়ে তোলা; 3 অতিরঞ্জিত করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। ̃ য়.মান বিণ. ফেনাযুক্ত হচ্ছে এমন। ̃ য়িত বিণ. ফেনাযুক্ত হয়েছে এমন (ফেনায়িত দুধ, ফেনায়িত ঢেউ)।

ফেনি [ phēni ] বি. বড়ো বাতাসাবিশেষ, চিনি বা গুড় দিয়ে তৈরি হালকা বাতাসাবিশেষ। [সং. ফাণিত]। ̃ বাতাসা বি. চিনি বা গুড় দিয়ে তৈরি খুব বড়ো বাতাসা।

ফেনিল [ phēnila ] বিণ. ফেনাযুক্ত, সফেন (ফেনিল সমুদ্র, ফেনিল তরঙ্গ)। বি. ফেনিলতা। [সং. ফেন + ইল]।

ফেব্রু-য়ারি, ফেব্রু-আরি [ phēbru-ẏāri, phēbru-āri ] বি. ইংরেজি সনের দ্বিতীয় মাস বাংলা মাঘের মাঝামাঝি থেকে ফাল্গুনের মাঝামাঝি পর্যন্ত। [ইং. February]।

ফের [ phēra ] বি. 1 সংকট, বিপদ, ভয় (দারুণ ফেরে পড়েছে); 2 অশুভ প্রভাব (অদৃষ্টের ফের); 3 বদল, পরিবর্তন, বিনিময় (শ্রমের ফের, রকমফের); 4 কৌশল, ছলনা (কথার ফেরে তাকে কাবু করে ফেলল); 5 বেড়, বেষ্টন (ফের দিয়ে কাপড় পরা, কাপড়ের ফের)। ☐ ক্রি-বিণ. আবার, পুনরায় (চলে গিয়ে ফের এসেছে)। [তু. হি. ফির্]। ̃ ফার বি. 1 ছল, কৌশল, মারপ্যাঁচ (কথার ফেরফার); 2 দায়, সংকট।

ফেরত [ phērata ] বি. 1 প্রত্যর্পণ (বই ফেরত, টাকা ফেরত); 2 পরিশোধ (তোমার বিদ্রুপ তোমাকেই ফেরত দিল); 3 প্রত্যাবর্তন, ফিরে আসা। ☐ বিণ. 1 প্রত্যর্পিত (ফেরত টাকা); 2 উদ্দিষ্ট ব্যক্তিকে না পেয়ে ফিরে এসেছে এমন (মানি-অর্ডার ফেরত এসেছে); 3 প্রত্যাগত (বিলেতফেরত); 4 অব্যবহিত পরেই ফিরে আসবে এমন (ফেরত ডাক)। [হি. ফির্ + বাং. অত]।

ফেরতা [ phēratā ] বি. 1 ঘের (ফেরতা দিয়ে কাপড় পরা); 2 বদল (হাতফেরতা); 3 ফিরে আসা (তালফেরতা)। ☐ বিণ. প্রত্যাগত (বিলেত ফেরতা)। ☐ ক্রি-বিণ. ফেরার সময়ে (অফিস ফেরতা ওখানে যাব)। [দ্র ফিরা]।

ফেরা, ফেরাফিরি [ phērā, phērāphiri ] যথাক্রমে ফিরা, ফিরাফিরি -র চলিত ও কথ্য রূপ।

ফেরার [ phērāra ] বিণ. পলায়িত; আত্মগোপনকারী (বহুদিন যাবত্ সে ফেরার হয়েছে)। [আ. ফিরার]। ফেরারি বিণ. পালিয়ে বেড়াচ্ছে এমন, পলাতক (ফেরারি আসামি)।

ফেরি1 [ phēri1 ] বি. পথে পথে ঘুরে পণ্যবিক্রয় (খেলনা ফেরি করে)। [হি. ফেরী]। ̃ ওয়ালা বি. যে ফেরি করে।

ফেরি2 [ phēri2 ] বি. খেয়া পারাপার। [ইং. ferry]। ̃ ঘাট বি. যে ঘাট থেকে নদী খাল ইত্যাদি পারাপার হয়। ̃ নৌকা বি. যে নৌকাযাত্রী ও মালপত্র নির্দিষ্ট ভাড়ায় পারাপার করে।

ফেরু [ phēru ] বি. শিয়াল। [সং. ফে + রু]।

ফেরেব [ phērēba ] বি. প্রবঞ্চনা; জুয়াচুরি। [ফা. ফরেব্]। ̃ বাজ বিণ. প্রবঞ্চক, ঠক; ধাপ্পাবাজ। ̃ বাজি বি. ফেরেববাজের আচরণ বা বৃত্তি। ফেরেবি বি. প্রবঞ্চনা। ☐ বিণ. প্রবঞ্চক; প্রতারণাপূর্ণ (ফেরেবি কাজ)।

ফেরেশতা [ phērēśatā ] বি. (মুস.) দেবদূত। [ফা. ফরিশ্তাহ্]।

ফেল [ phēla ] বিণ. 1 অনুত্তীর্ণ (পরীক্ষায় ফেল); 2 ব্যর্থ (বড়ো বড়ো ডাক্তারও ফেল হয়ে গেল); 3 নিষ্ক্রিয় (হার্টফেল হওয়া); 4 দেউলিয়া (ব্যাঙ্ক ফেল হওয়া); 5 বন্ধ (কারবার ফেল পড়া); 6 সময়মতো পৌঁছে গাড়ি ধরতে ব্যর্থ (ট্রেন ফেল)। [ইং. fail]।

ফেলন [ phēlana ] বি. ফেলা, বর্জন; ক্ষেপণ। [ফেলা দ্র]।

ফেলনা [ phēlanā ] বিণ. ফেলে দেবার বা বর্জন করার যোগ্য, অকিঞ্চিত্কর, তুচ্ছ (সে মোটেই ফেলনা লোক নয়)। [বাং. ফেলন + আ]।

ফেলসানি [ phēlasāni ] বি. 1 ব্যভিচার, লাম্পট্য; 2 ব্যভিচারজাত গর্ভপাত। [আ. ফিয়েলশানিয়া]।

ফেলা [ phēlā ] ক্রি. বি. 1 নিক্ষেপ করা, পতিত করা, ঢালা (জঞ্জাল ফেলা, জল ফেলা); 2 ক্ষেপণ করা, ছোড়া (জাল ফেলা); 3 চুকানো, শেষ করা (বই পড়ে ফেলা, খেয়ে ফেলা, মিটিয়ে ফেলা); 4 খাটানো, বিনিয়োগ করা (ব্যাবসায় বহু টাকা ফেলেছে); 5 বর্জন করা (আমাকে ফেলে যেয়ো না, ছাতাটা ফেলে গেলে যে); 6 ত্যাগ করা (বাড়িঘর ফেলে কোথায় যাব?); 7 স্হাপন করা (পা ফেলা); 8 অমান্য বা অগ্রাহ্য করা (তাঁর কথা ফেলতে পারব না); 9 হঠাত্ কিছু করা (কথাটা শুনে ফেলল); 1 নির্ধারিত করা (পরীক্ষার তারিখ ফেলা); 11 অপব্যয় করা (টাকাগুলো ফেলে দিলে); 12 মোচন করা (নিশ্বাস ফেলা)। ☐ বিণ. পরিত্যক্ত, বর্জিত (ফেলা টাকা, ফেলা ভাত); নিক্ষিপ্ত (ফেলা জাল); বাদ দেওয়া হয়েছে এমন (অনেক জিনিস ফেলা গেছে)। [< হি. ফেকা]। ̃ ছড়া, ̃ ফেলি বি. অযত্নে ছড়ানো; অপব্যয় (বহু জিনিস ফেলাছড়া করেছে)। ফেলে ছড়িয়ে ক্রি-বিণ. অযত্নে ছড়িয়ে, অপব্যয় করে (ওরা বড়োলোক, ফেলে ছড়িয়ে মানুষ হয়েছে)।

ফেস্টুন [ phēsṭuna ] বি. কাপড় কাগজ প্রভৃতিতে কিছু লিখে লোকের জ্ঞাতার্থে ঝুলিয়ে দেওয়া। [ইং. festoon]।

ফোঁটা [ phōn̐ṭā ] বি. 1 তিলক, টিপ (চন্দনের ফোঁটা, ভাইফোঁটা); 2 বিন্দুবত্ তরল পদার্থ (রক্তের ফোঁটা, বৃষ্টির ফোঁটা); 3 বিন্দুর মতো চিহ্ন; 4 তাসের চিহ্ন (তাসের ফোঁটা)। ☐ বিণ. অতি ক্ষুদ্র (এক ফোঁটা ছেলে); অতি সামান্য অংশ (এক ফোঁটা ভাতও নেই)। [সং. √ স্ফুট্]।

ফোঁড় [ phōn̐ḍ় ] বি. 1 বেঁধন (ছুঁচের ফোঁড়); 2 ছিদ্র; 3 সেলাই (ছুঁচ দিয়ে ফোঁড় তোলা)। ☐ বিণ. ভেদ করে উঠেছে এমন (ভুঁইফোঁড়)। [বাং. ফুঁড় + অ]। এফোঁড়-ওফেঁড় বিণ. এক দিক থেকে অন্য দিক পর্যন্ত বিদ্ধ (তলোয়ার দিয়ে এফোঁড়-ওফোঁড় করেছে)।

ফোঁড়া2 (বিদ্ধ করা), ফোঁড়ানো, ফোঁড়াফুঁড়ি [ phōn̐ḍ়ā2 (biddha karā), phōn̐ḍ়ānō, phōn̐ḍ়āphun̐ḍ়i ] যথাক্রমে ফুঁড়া, ফুঁড়ানো ও ফুঁড়াফুঁড়ি -র চলিত রূপ।

ফোঁপর, ফোঁপল [ phōm̐para, phōm̐pala ] বি. নারকেলের ভেতরের শাঁস বা বীজাঙ্কুর। [দেশি]।

ফোঁপরা [ phōm̐parā ] বিণ. 1 ঝাঁঝরা, ছিদ্রবহুল ('পানের ভিতর ফোঁপরা': ছড়া); 2 ফাঁপা, শূন্যগর্ভ। [হি. ফোঁপর (ফাঁপা, ছিদ্রযুক্ত)]।

ফোঁপা, ফোঁপানো, ফোঁপানি [ phōm̐pā, phōm̐pānō, phōm̐pāni ] যথাক্রমে ফুঁপা, ফুঁপানো ও ফুঁপানি -র চলিত ও কথ্য রূপ।

ফোঁস [ phōm̐sa ] বি. 1 দুঃখ প্রভৃতি চাপা আবেগের আকস্মিক প্রকাশের ফলে তীব্র নিশ্বাসের শব্দ; 2 সাপের গর্জন; 3 ক্রুদ্ধ গর্জন (কথা শুনেই ফোঁস করে উঠল)। [ধ্বন্যা.]। ̃ ফোঁসানি বি. ক্রুদ্ধ গর্জন বা হম্বিতম্বি। ̃ ফোঁসানো ক্রি. বি. রাগ দেখানো, ক্রুদ্ধ হয়ে গর্জন বা হম্বিতম্বি করা।

ফোঁসা [ phōm̐sā ] ক্রি. বি. ফোঁস শব্দ করা; চাপা গর্জন করা; চাপা গর্জনসহ ফুলে ওঠা (রাগে ফুঁসছে)। [বাং. ফোঁস (√ ফুঁস্) + আ]।

ফোকট [ phōkaṭa ] বি. (অশোভন) বিনামূল্য, নিখরচা (ফোকটে বেড়িয়ে এলে)। [হি. ফোকট]।

ফোকর [ phōkara ] বি. গাছ দেওয়াল প্রভৃতিতে ফাটল ফাঁক বা গর্ত। ('পাঁচিলের ফোকর গলে': নজরুল)। [ফুকর দ্র]।

ফোকলা [ phōkalā ] বিণ. দন্তহীন (ফোকলা হাসি, ফোকলা দাঁতের হাসি)। [দেশি]।

ফোটা1, ফুটা [ phōṭā1, phuṭā ] ক্রি. (অশি.) 1 চলে যাওয়া, সরে পড়া (তুমি এখান থেকে ফোটো); 2 মরে যাওয়া (ঝি বেটি ফুটে গেছে)। [দেশি]।

ফোটা2, ফোটানো [ phōṭā2, phōṭānō ] যথাক্রমে ফুটা ও ফুটানো -র চলিত ও কথ্য রূপ।

ফোটো, ফোটো-গ্রাফ [ phōṭō, phōṭō-grāpha ] যথাক্রমে ফটো ও ফটোগ্রাফ -এর রূপভেদ।

ফোড়ন [ phōḍ়na ] বি. 1 স্বাদবৃদ্ধির জন্য তপ্ত তেল বা ঘিয়ে মশলা ভেজে ব্যঞ্জনের সঙ্গে মিশ্রণ, সম্বরা; 2 সম্বরার মশলা (পাঁচফোড়ন); 3 অন্যের কথার মধ্যে টিপ্পনী। [সং. স্ফোটন]। ফোড়ন কাটা ক্রি. বি. অন্যের কথার মধ্যে অনাবশ্যক মন্তব্য প্রকাশ করা।

ফোড়া [ phōḍ়ā ] বি. গায়ের চামড়ায় সচ. পুঁজযুক্ত উদ্ভেদ, ব্রণ, স্ফোটক। [সং. স্ফোটক]।

ফোন [ phōna ] বি. টেলিফোন, দূরবর্তী ব্যক্তির সঙ্গে কথা বলার যন্ত্রবিশেষ। [ইং. phone]।

ফোপর-দালাল [ phōpara-dālāla ] বি. যে ব্যক্তি উপর-পড়া হয়ে অপরের ব্যাপারে হস্তক্ষেপ করে বা নাক গলায়; যে অন্যের ব্যাপারে অযাচিতভাবে মাতব্বরি করে। [হি. ফফড় + আ. দালাল]। ফোপর-দালালি বি. ফোপরদালালের আচরণ; মাতব্বরি।

ফোয়ারা [ phōẏārā ] বি. 1 প্রস্রবণ, ঝরনা, ঊর্ধ্বমুখী জলধারা; 2 উত্স। [আ. ফাওয়ারহ্]।

ফোর-ম্যান [ phōra-myāna ] বি. 1 সর্দার-শ্রমিক, যে কর্মচারী শ্রমিকদের পরিচালিত করে;. 2 মুখপাত্র। [ইং. foreman]।

ফোরাম [ phōrāma ] বি. 1 আলাপ-আলোচনার স্হান; 2 আলাপ আলোচনা বা বিতর্কের জন্য ব্যবহৃত পত্রিকা বা মুখপত্র। [ইং. forum]।

ফোলা, ফোলানো [ phōlā, phōlānō ] যথাক্রমে ফুলা ও ফুলানো -র চলিত রূপ।

ফোসকা, (বর্জি.) ফোস্কা [ phōsakā, (barji.) phōskā ] বি. জলপূর্ণ ফোড়াবিশেষ; শরীরের অংশবিশেষ পুড়ে গেলে যে জলপূর্ণ ফোড়া হয়। [দেশি-তু. সং. স্ফোটক]।

ফৌজ [ phauja ] বি. সৈন্যদল। [আ. ফউজ]। ̃ দার বি. সেনাপতি; কোতোয়াল; আঞ্চলিক শাসনকর্তা। [আ. ফউজ + ফা. দার]। ̃ দারি বি. ফৌজদারি মামলা। ☐ বিণ. মারপিট খুনজখম ইত্যাদি সম্বন্ধীয়। [আ. ফউজ + ফা. দার + বাং. ই]। ফৌজি বিণ. সামরিক, জঙ্গি (ফৌজি বিমান, ফৌজি আক্রমণ)।

ফৌত [ phauta ] বিণ. 1 মৃত; 2 ফতুর, সর্বস্বান্ত (দেনা মেটাতে মেটাতেই ফৌত হয়ে গেল); 3 দেউলিয়া; 4 নির্বংশ, উত্তরাধিকারীহীন অবস্হায় মৃত। [ফা. ফওত]।

ফ্যাঁকাসে, ফ্যাকাসে [ phyān̐kāsē, phyākāsē ] বিণ. 1 পাণ্ডুবর্ণ; 2 রক্তশূন্য (ফ্যাকাসে রং)। [বাং. ফিকা + সিয়া > সে]।

ফ্যা ফ্যা [ phyā phyā ] বি. ব্যর্থ ঘোরাঘুরি, অনর্থক ঘোরাঘুরির ভাব (সারাদিন চাকরির জন্যে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে)। [ধ্বন্যা.]।

ফ্যাচ-ফ্যাচ [ phyāca-phyāca ] বি. বিরক্তিকর বাচালতা বা ক্রমাগত বকবক বা বাজে বকা (কানের কাছে ফ্যাচফ্যাচ কোরো না)। [দেশি, ধ্বন্যা.]।

ফ্যাচাং [ phyācā ] বি. 1 ফ্যাঁকড়া; 2 ঝামেলা, ফ্যাসাদ (বাড়ি করার ফ্যাচাং কম নয়)। [দেশি]।

ফ্যাল-ফ্যাল [ phyāla-phyāla ] বি. বিমূঢ় অবস্হায় একদ়ৃষ্টে চেয়ে থাকার ভাব (ফ্যালফ্যাল করে তার দিকে চেয়ে রইল)। [তু. ভেলভেল < সং. বিহ্বল]।

ফ্যাশন [ phyāśana ] বি. 1 রেওয়াজ, চাল, ধরন, ঢং (এসব সেকালের ফ্যাশন); 2 বাবুগিরি (এইটুকু ছেলের অত ফ্যাশন ভালো নয়); 3 শৌখিন রীতি। [ইং. fashion]।

ফ্যাসাদ [ phyāsāda ] বি. 1 ঝঞ্ঝাট, ঝামেলা, বিপত্তি, মুশকিল (ফ্যাসাদে পড়া, ফ্যাসাদ বাধানো); 2 কলহ, ঝগড়াঝাঁটি। [আ. ফসাদ]। ফ্যাসাদে বিণ. ফ্যাসাদ বাধায় এমন; ফ্যাসাদপ্রিয়।

ফ্যাসি-বাদ [ phyāsi-bāda ] বি. 1 ইতালির স্বৈরশাসক মুস্সোলিনির প্রবর্তিত স্বৈরশাসন পদ্ধতি; 2 সর্বপ্রকার বিরোধিতার কণ্ঠরোধকারী স্বৈরশাসন পদ্ধতি। [ইং. fascism < ইতালীয় fascismo]।

ফ্রক [ phraka ] বি. মেয়েদের ঘাগরাজাতীয় জামাবিশেষ। [ইং. frock]।

ফ্রন্ট [ phranṭa ] বি. 1 জোট; 2 ভিন্নমতাবলম্বী দল বা গোষ্ঠীর বিশেষ কোনো কারণে জোটগঠন (যুক্তফ্রন্ট, বামফ্রন্ট)। [ইং. front]।

ফ্রাই [ phrāi ] বি. ভাজা; মাছ ইত্যাদি ভাজা। [ইং. fry]।

ফ্রাইংপ্যান [ phrāimpyāna ] বি. যে হাতওয়ালা চ্যাটালো পাত্রে খাবার ভাজা হয়। [ইং. frying pan]।

ফ্রায়েড রাইস [ phrāẏēḍa rāisa ] বি. চাল ঘি মশলা প্রভৃতি সহযোগে প্রস্তুত পোলাওজাতীয় খাবারবিশেষ। [ইং. fried rice]।

ফ্রি [ phri ] বিণ. 1 অবৈতনিক (ফ্রি স্কুল); 2 মূল্য দিতে হয় না এমন, মাগনা। [ইং. free]।

ফ্রিজ [ phrija ] বি. রেফ্রিজারেটর, শীতক, হিমায়ক। [ইং. fridge]।

ফ্রেঞ্চ-কাট [ phrēñca-kāṭa ] বি. বিণ. (দাড়ি সম্বন্ধে) কেবল থুতনিতে গোটির মতো রাখা দাড়ি। [ভারতীয় ইং. french-cut]।

ফ্রেম [ phrēma ] বি. কোনোকিছু বেঁধে বা আটকে রাখার জন্য প্রস্তুত বেষ্টনী বা কাঠামো (চশমার ফ্রেম, 'ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন আমসত্ত্ব ভাজা': সু. রা.)। [ইং. frame]।

ফ্লপি [ phlapi ] বি. ছোটো নমনীয় ও চৌম্বক আস্তরণযুক্ত যে চাকতিতে কম্পিউটারের তথ্যাদি জমিয়ে রাখা হয়। [ইং. floppy disk]।

ফ্লানেল [ phlānēla ] বি. পশমি কাপড়বিশেষ। [ইং. flannel]।

ফ্লাস্ক [ phlāska ] বি. প্রধানত জল চা ইত্যাদি গরম রাখার জন্য অপরিবাহী আস্তরণযুক্ত পাত্রবিশেষ। [ইং. flask]।

ফ্ল্যাট [ phlyāṭa ] বি. 1 অট্টালিকার এক বা একাধিক কক্ষযুক্ত স্বয়ংসম্পূর্ণ বাসগৃহ (ফ্ল্যাট ভাড়া নেওয়া, ফ্ল্যাটবাড়ি); 2 জাহাজঘাটার ভাসমান প্ল্যাটফর্ম; 3 চ্যাপটা তলযুক্ত নৌকা বা মালবাহী স্টিমারবিশেষ। ☐ বিণ. 1 চিত্পাত (বিছানায় ফ্ল্যাট হয়ে পড়লে যে?); 2 অতি ক্লান্ত, বিধ্বস্ত (এক মেয়ের বিয়ে দিয়েই ফ্ল্যাট); 3 হতাশ। [ইং. flat]।

ফ্ল্যাশ, ফ্ল্যাশ-লাইট [ phlyāśa, phlyāśa-lāiṭa ] বি. 1 অতি উজ্জ্বল আলোর ঝলক; 2 ফোটো অর্থাত্ আলোকচিত্র গ্রহণের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক আলো (ফ্ল্যাশে ছবি তোলা, ফ্ল্যাশলাইট দিয়ে ছবি তোলা)। [ইং. flash, flash-light]।

ফ্লু [ phlu ] বি. ইনফ্লুয়েনজা, গায়ে তীব্র ব্যথাযুক্ত জ্বরবিশেষ। [ইং. influenza]।