1 [ bha1 ] বাংলা বর্ণমালার চতুর্বিংশতি ব্যঞ্জনবর্ণ, মহাপ্রাণ ঘোষ ওষ্ঠ্য ভ্ ধ্বনির বর্ণরূপ।

2 [ bha2 ] বি. 1 নক্ষত্র 2 গ্রহ। [সং. √ ভা + অ]। ̃ গোল, ̃ চক্র, ̃ মণ্ডল বি. (জ্যোতি.) রাশিচক্র।

ভঁইসা, ভঁয়সা [ bham̐isā, bham̐ẏasā ] বিণ. 1 মোষের দুধ দিয়ে তৈরি (ভঁয়সা ঘি); 2 মোষে-টানা (ভঁইসা গাড়ি)। [হি. ভঁইস < সং. মহিষ]।

ভক [ bhaka ] অব্য. 1 ধোঁয়া দুর্গন্ধ প্রভৃতির প্রচুর পরিমাণে বা হঠাত্ জোরে বেরোবার অব্যক্ত শব্দ (ভক করে একরাশ ধোঁয়া বেরোল); 2 সহসা বেগে বমি বেরোবার শব্দ। [ধ্বন্যা.]। ভক ভক অব্য. ধোঁয়া বা বমি বা দুর্গন্ধ জোরে ক্রমাগত বেরোবার শব্দ।

ভক্কি [ bhakki ] বি. (অশি.) ধোঁকা; ভাঁওতা (ভক্কি দিয়ে টাকা নিয়ে গেল)। [দেশি]।

ভক্ত [ bhakta ] বিণ. 1 ভক্তিমান (মাতৃভক্ত); 2 পূজা করে এমন (কালীভক্ত; 3 প্রীতিযুক্ত (চায়ের ভক্ত)। ☐ বি. ভক্তিমান বা প্রীতিযুক্ত ব্যক্তি। [সং. √ ভজ্ + ত]। ̃ বত্সল বিণ. ভক্তের প্রতি অনুরক্ত। ̃ .বাঞ্ছা-কল্প-তরু বি. বিণ. যিনি স্বর্গের কল্পতরুর মতো ভক্তের সমস্ত কামনা পূরণ করেন। ̃ .বিটেল বিণ. কপট; ভক্তের ভান করে এমন। ভক্তাগ্র-গন্য বিণ. ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বা প্রধান।

ভক্তি [ bhakti ] বি পূজনীয় বা শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি শ্রদ্ধা বা অনুরাগ ('ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর')। [সং. √ ভজ্ + তি]। ̃ .গীতি বি. ভক্তি প্রকাশ পায় এমন গান, যে গানে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করা হয়। ̃ .তত্ব বি. ভক্তিবিষয়ক শাস্ত্র বা জ্ঞানপূর্ণ আলোচনা ̃ .পথ, ̃ .মার্গ বি. ভক্তিবলে মুক্তি বা মোক্ষ লাভের উপায়। ̃ .বাদ বি. জ্ঞান বা কর্ম নয় বিশুদ্ধ ভক্তির দ্বারাই সিদ্ধি বা মুক্তি লাভ করা যায় এই মত। ̃ .বিহ্বল বিণ. ভক্তিতে আত্মহারা বা আপ্লুত। ̃ .ভরে ক্রি-বিণ. ভক্তি সহকারে, ভক্তির সঙ্গে (ভক্তিভরে প্রণাম করলেন)। ̃ .ভাজন বিণ. ভক্তির পাত্র, যাকে ভক্তি করা যায় বা উচিত। ̃ .মান (-মত্) বিণ. ভক্ত; ভক্তিযুক্ত (ভক্তিমান পূজারি)। স্ত্রী. ̃ .মতী। ̃ .মূলক বিণ. ভক্তিবিষয়ক, ভক্তিসম্পর্কিত (ভক্তিমূলক গ্রন্হ, ভক্তিমূলক আলোচনা)। ̃ .যোগ বি. ভক্তির দ্বারা ঈশ্বরের আরাধনা। ̃ .রস বি. (অল.) সাহিত্যের নবরসের অন্যতম। ̃ .হীন বিণ. প্রাণে বা মনে ভক্তি নেই এমন (ভক্তিহীন পূজাকে ভণ্ডামি বলা যায়)।

ভক্ষক [ bhakṣaka ] বিণ. বি. যে ভক্ষণ করে বা খায় (যে রক্ষক, সে-ই ভক্ষক)। [সং. √ ভক্ষ + অক]। ভক্ষণ বি. খাওয়া, ভোজন (একবেলা তণ্ডুল ভক্ষণ)। ভক্ষণীয়, ভক্ষ্য বিণ. খাওয়া বা ভোজন করা উচিত্ এমন, ভোজ্য। ভক্ষিত বিণ. খাওয়া হয়েছে এমন। ভক্ষ্যাব-শেষ বি. খাওয়ার পরে যা অবশিষ্ট থাকে। ভক্ষ্যাভক্ষ্য বি. খাদ্য ও অখাদ্য, খাওয়ার উপযুক্ত ও অনুপযুক্ত খাদ্য। ☐ বিণ. খাওয়ার যোগ্য ও অযোগ্য।

ভগ [ bhaga ] বি. 1 ঐশ্বর্য বা ঐশীগুণ বা ঈশ্বরত্ব, বীর্য (অর্থাত্ সর্বশক্তি), যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য; এই ছয়রকম গুণ (ভগবান, ভগবতী); 2 মহিমা; মাহাত্ম্য; 3 সৌভাগ্য; 4 সৌন্দর্য (সুভগ); 5 ধর্ম; 6 স্ত্রী-যোনি (ভগাঙ্কুর); 7 মলদ্বার (ভগন্দর)। [সং. √ ভজ্ + অ]।

ভগন্দর [ bhagandara ] বি. মলদ্বারে নালি-ঘা, anal fistula. [সং. ভগ + √ দৃৃ + অ]।

ভগবতী [ bhagabatī ] দ্র ভগবান

ভগ-বদ্-গীতা [ bhaga-bad-gītā ] বি. মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্মপর্বে যুদ্ধে অনাগ্রহী অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশাবলির সংকলনগ্রন্হ, গীতা। [সং. ভগবত্ + গীতা]।

ভগ-বদ্-দত্ত, ভগ-বদ্দত্ত [ bhaga-bad-datta, bhaga-baddatta ] বিণ. ভগবান দিয়েছেন এমন, ভগবানের কাছ থেকে পাওয়া গেছে এমন; ঐশ্বরিক (ভগবদ্দত্ত কণ্ঠ)। [সং. ভগবত্ + দত্ত]।

ভগ-বদ্ভক্ত [ bhaga-badbhakta ] বিণ. ভগবানের প্রতি ভক্তি আছে এমন, ঈশ্বরের প্রতি ভক্তিমান (ভগবদ্ভক্ত ধ্রুব)। [সং. ভগবত্ + ভক্ক্ত]। বি. [ভগ-বদ্ভক্তি়]।

ভগ-বান [ bhaga-bāna ] (-বত্) বি. পরমেশ্বর, ঈশ্বর। ☐ বিণ. 1 ঐশ্বর্য শ্রী ইত্যাদি ছয়টি গুণসম্পন্ন; 2 পূজ্য, মান্য, শ্রদ্ধেয়। [সং. ভগ + বত্]। ভগ-বতী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। ☐ বিণ. ঐশ্বর্যাদি ছয় গুণসম্পন্না; পূজ্যা।

ভগিনী [ bhaginī ] বি. 1 বোন, সহোদরা; 2 বোনের তুল্য স্ত্রীলোক।

ভগোল [ bhagōla ] দ্র 2

ভগ্ন [ bhagna ] বিণ. 1 ভাঙা (ভগ্নদশা, ভগ্ন বাঁশি); 2 খণ্ডিত; 3 চূর্ণ (ভগ্নপ্রাসাদ, ভগ্নসৌধ); 4 বাঁকা, কুঁজো (ভগ্নপৃষ্ঠ); 5 স্বাস্হ্যহীন (ভগ্নদেহ); 6 ব্যর্থ, নষ্ট (ভগ্নমনোরথ); 7 দুঃখে অবসন্ন বা হতাশ (ভগ্নহৃদয়, ভগ্নোদ্যম)। [সং. √ ভন্জ্ + ত। ̃ .কণ্ঠ-ভগ্নস্বর -এর অনুরূপ। ̃ .চিত্ত বিণ. মন ভেঙে গেছে এমন। ̃ .দশা বি. ধ্বংসপ্রাপ্ত অবস্হা। ̃ .দূত বি. যে-দূত যুদ্ধে ব্যর্থতা বা পরাজয়ের সংবাদ নিয়ে আসে। ̃ .দেহ বিণ. শরীর ভেঙে গেছে এমন। ̃ .পৃষ্ঠ বিণ. পিঠ বেঁকে বা কুঁজো হয়ে গেছে এমন। ̃ .প্রায় বিণ. প্রায় ভেঙেছে এমন। ̃ .স্তুপ বি. স্তূপাকার ধ্বংসাবশেষ, ঘরবাড়ি ও অন্যান্য পাকা ইমারতের ভেঙে-পড়া অবস্হা। ̃ .স্বর, ̃ .কণ্ঠ বিণ. গলার স্বর বা আওয়াজ ভেঙে বিকৃত হয়েছে এমন। ☐ বি. ভেঙে-যাওয়া কণ্ঠস্বর। ̃ .স্বাস্হ্য বিণ. রোগে বা অন্য কারণে শরীর ভেঙে গেছে এমন। ̃ .হৃদয় বিণ. মন ভেঙে গেছে এমন। ভগ্নাংশ বি. 1 ভগ্ন বা খণ্ডিত বস্তুর অংশ; 2 (গণিতে) 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি, ভগ্নাঙ্ক, fraction. ভগ্নাঙ্ক বি. (গণিতে) 1 -এর অংশঘটিত বা 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি। ভগ্নাব-শেষ বি. কোনো বস্তু হয়ে গেলে যা পড়ে থাকে বা যা অবশিষ্ট থাকে (প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ)। বিণ. ভগ্নাব-শিষ্টভগ্নাবস্হা বি. ভাঙাচোরা অবস্হা, ভগ্নদশা। ভগ্নোত্-সাহ, ভগ্নোদ্যম বিণ. উত্সাহ চলে গেছে এমন, হতাশ।

ভঙ্গ [ bhaṅga ] বি. 1 ভেঙে যাওয়া (ঊরুভঙ্গ, ধনুর্ভঙ্গ); 2 রক্ষা বা পালন না করা (প্রতিশ্রুতিভঙ্গ); 3 লঙ্ঘন (চুক্তিভঙ্গ, বিশ্বাসভঙ্গ); 4 নষ্ট হওয়া (স্বাস্হ্যভঙ্গ); 5 সমাপ্তি (সভাভঙ্গ); 6 বক্রতা (ত্রিভঙ্গ); 7 ভঙ্গি (ভ্রুভঙ্গ, তরঙ্গভঙ্গ); 8 পরাজিত হয়ে পালানো (রণে ভঙ্গ দেওয়া); 9 বাধা বা ব্যাঘাত (ধ্যানভঙ্গ); 1 বিশৃঙ্খলা (ছত্রভঙ্গ)। [সং. √ ভন্জ্ + অ]। বিণ. ভগ্ন। ̃ .কুলীন বি. কৌলিন্যের বিধি বা নিয়ম যে-কুলীন লঙ্ঘন করেছে। ̃ .পয়ার বি. পয়ার ছন্দের রকমফেরবিশেষ। ̃ .প্রবণ বিণ. সহজেই ভেঙে যায় এমন, ভঙ্গুর, পলকা, ঠুনকো।

ভঙ্গিল [ bhaṅgila ] বিণ. 1 ভঙ্গপ্রবণ, ভঙ্গুর; 2 ভাঁজযুক্ত (ভঙ্গিল পর্বত, folded mountain)। [সং. ভঙ্গ + ইল]।

ভঙ্গুর [ bhaṅgura ] বিণ. 1 সহজেই বা একটুতেই ভেঙে যায় এমন, ভঙ্গপ্রবন; 2 (আল.) ক্ষণস্হায়ী, নশ্বর (ভঙ্গুর জীবন)। [সং. √ ভন্জ্ + উর]। বি. ̃ তা

ভচক্র [ bhacakra ] দ্র 2

ভজ-কট [ bhaja-kaṭa ] বি. ব্যাঘাত, ঝামেলা, ঝঞ্ঝাট, ফ্যাসাদ (জমিজমার বিক্রি নিয়ে ভজকট বেধেছে)। ☐ বিণ. জটিল ও ঝঞ্ঝাটপূর্ণ (সে এক ভজকট ব্যাপার)। [দেশি]।

ভজন [ bhajana ] বি 1 দেবতার মহিমাকীর্তন ও স্তুতি; 2 আরাধনা ও সেবা (ভজনপূজন নিয়ে থাকে); 3 যে স্তুতিগানে দেবতার মহিমা কীর্তন করা হয়-এই গান সচ. হিন্দিতে রচিত। [সং. √ ভজ্ + অন]। ̃ .পূজন বি. দেবতার পূজা ও আরাধনা। ভজনা বি. উপাসনা, আরাধনা।

ভজ-মান [ bhaja-māna ] বিণ. 1 ভজনা করছে এমন, সেবমান (মন্দিরের ভজমান পূজারি); 2 বিভাজক, ভাগকারী। [সং. √ ভজ্ + শানচ্]। স্ত্রী. ভজ-মানা

ভজা [ bhajā ] ক্রি. 1 ভজনা করা, উপাসনা করা; 2 তোষামোদ করা (ওপরওয়ালাকে ভজাতে চেষ্টা করছে)। ☐ বি. উক্ত দুই অর্থে। ☐ বিণ. ভজনাকারী (কর্তাভজা)। [সং. ভজ্ + বাং. আ]। ̃ নো ক্রি. 1 উপাসনা বা ভজনা করানো; 2 সাক্ষ্যপ্রমাণ দিয়ে প্রতিপন্ন করানো; 3 তোষামোদ করে রাজি করানো বা স্বপক্ষে আনা। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. উপাসনা করানো হয়েছে এমন; ফুসলানো হয়েছে এমন।

ভজ্য-মান [ bhajya-māna ] বিণ. 1 উপাসিত হচ্ছে এমন, সেব্যমান; 2 বিভাজিত বা বিভক্ত হচ্ছে এমন। [সং. ভজ্ + শানচ্]।

ভঞ্জন [ bhañjana ] বি. দূরীকরণ, নিবারণ, নিরসন (মানভঞ্জন, সন্দেহভঞ্জন)। ☐ বিণ. দূরকারী, নিরসনকারী (বিপদভঞ্জন হরি)। [সং. √ ভন্জ্ + অন]। ভঞ্জক বি. ভঞ্জনকারী।

ভঞ্জা [ bhañjā ] (কাব্যে) ক্রি. ভঞ্জন করা, ভাঙা; দূর করা, ঘুচানো ('দাসীর কলঙ্কভঞ্জ': মধু)। [সং. √ ভন্জ্ + বাং. আ]।

ভট [ bhaṭa ] বি. 1 সৈনিক, যোদ্ধা; 2 প্রতিহারী; 3 নীচজাতিবিশেষ। [সং. √ ভট্ + অ]।

ভট ভট [ bhaṭa bhaṭa ] অব্য. বুদ্বুদ ফাটবার বা বায়ু বেরিয়ে যাবার শব্দ। [ধ্বন্যা.]। ভট-ভটানি বি. ক্রমাগত ভট ভট শব্দ।

ভট্ট [ bhaṭṭa ] বি. 1 ভাট, স্তুতিপাঠক; 2 বেদজ্ঞ পণ্ডিতের উপাধিবিশেষ; 3 দর্শনশাস্ত্রজ্ঞ; 4 অধ্যাপক। [সং. √ ভট্ + ত]।

ভট্টাচার্য [ bhaṭṭācārya ] বি. 1 দর্শনশাত্রজ্ঞ; 2 বেদজ্ঞ ব্রাহ্মণের উপাধিবিশেষ; 3 বাঙালি ব্রাহ্মণের পদবি। [সং. ভট্ট + আচার্য]।

ভট্টারক [ bhaṭṭāraka ] বি. 1 পণ্ডিত 2 ঋষি, মুনি; 3 (সংস্কৃত নাটকে উল্লেখ বা সম্বোধনে) রাজা; 4 রবি (ভট্টারক বার)। [সং. ভট্ট + √ ঋ + অ + ক]।

ভড় [ bhaḍ় ] বি. 1 বাঙালি হিন্দুর পদবিবিশেষ; 2 প্রচুর ভার বহন করতে পারে এমন বড়ো নৌকাবিশেষ। [< ভার]।

ভড়ং [ bhaḍ় ] বি. 1 বাইরের আড়ম্বর বা ঘটা; 2 চাল, বুজরুকি, ভান। [দেশি]।

ভড়কা [ bhaḍ়kā ] ক্রি. হঠাত্ ভয় পেয়ে পিছিয়ে যাওয়া বা নিবৃত্ত হওয়া (তুমি ভড়কে গেলে নাকি?); ঘাবড়ে যাওয়া। ̃ নি বি. ঘাবড়ে যাওয়া। ̃ নো ক্রি. বি. 1 ভড়কা; 2 ভড়কে দেওয়া। [দেশি-তু. হড়কা]।

ভণিত [ bhaṇita ] বিণ. উক্ত, কথিত। ☐ বি. কথা, কথন, উক্তি। [সং. √ ভণ্ + ত]।

ভণিতা [ bhaṇitā ] বি. 1 কবিতার আরম্ভে মাঝে বা শেষে কবির নামযুক্ত উক্ত; 2 (ব্যঙ্গে) অনাবশ্যক ভূমিকা (ভণিতা না করে আসল কথাটা বলে ফেলো)। [সং. ভণিত + বাং. আ]।

ভণ্ড1 [ bhaṇḍa1 ] বিণ. নষ্ট, বিপর্যস্ত (লণ্ডভণ্ড)। [ভণ্ডুল দ্র]।

ভণ্ড2 [ bhaṇḍa2 ] বিণ. 1 কপট, ভানকারী, ছদ্ম (ভণ্ড সন্ন্যাসী); 2 শঠ, প্রতারক। ☐ বি. কপট বা ধূর্ত ব্যক্তি, প্রতারক (তুমি দেখছি একটা ভণ্ডের পাল্লায় পড়েছ)। [সং. √ ভণ্ড্ + অ]। ̃ বি. ভাঁড়ানো প্রতারণা। ভণ্ডানো ক্রি. বি. (কাব্যে) ঠকানো, প্রতারণা করা, ভাঁড়ানো। ভণ্ডামি বি. ভান, কপটতা; প্রতারণা।

ভদন্ত [ bhadanta ] বি. বৌদ্ধ সন্ন্যাসী সম্পর্কে প্রযোজ্য শ্রদ্ধাপূর্ণ বিশেষণ। ☐ বিণ. সম্মানিত; অভিজাত। [সং.]।

ভদ্র [ bhadra ] বিণ. 1 রুচি মার্জিত এমন (ভদ্র পোশাক); 2 সদাচার সম্পন্ন (ভদ্র রীতি); 3 শিষ্ট, সভ্য (ভদ্র লোক); 4 শুভ, মঙ্গলজনক। ☐ বি. মঙ্গল, শিব। [সং. √ ভন্দ্ + র]। স্ত্রী. ভদ্রা। ̃ .কালী বি. দুর্গাদেবীর রূপভেদবিশেষ। তা বি. ভদ্র ভাব বা আচরণ। ̃ .জনোচিত বিণ. ভদ্রলোকসুলভ ভদ্রলোকের আচরণীয়, ভদ্রতাপূর্ণ। ̃ .মহিলা বি. (স্ত্রী.) ভদ্র বা ভদ্রবংশীয় স্ত্রীলোক। ̃ .সন্তান বি. ভদ্রবংশের লোক। ̃ .সমাজ বি ভদ্র বা সভ্য লোকদের সমাজ (ভদ্র সমাজে এসব চলে না)।

ভদ্রা2 [ bhadrā2 ] বি. (আঞ্চ.) অমঙ্গল (গ্রামে যেন ভদ্রা লেগেছে)। দেশি।

ভদ্রণী [ bhadraṇī ] বি. (স্ত্রী.) শিবপত্নী দুর্গা। [সং. ভদ্র + আনী]।

ভদ্রসন [ bhadrasana ] বি. বাস্তুভিটা, বসতবাড়ি (ভদ্রাসনটুকুও চলে গেছে)। [ভদ্র + আসন বাং. মতে]।

ভদ্রোচিত [ bhadrōcita ] বিণ. ভদ্রলোকসুলভ ভদ্রলোককে মানায় এমন (ভদ্রোচিত ব্যবহার)। [সং. ভদ্র + উচিত]।

ভন-ভন [ bhana-bhana ] অব্য. মাছি মৌমাছি বোলতা প্রভৃতির জোরে পাখা সঞ্চালনের বা গুঞ্জনের শব্দ। [ধ্বন্যা.]।

ভন-ভনিয়ে [ bhana-bhaniẏē ] ক্রি-বিণ. ভনভন শব্দে (মাছিগুলো ভনভনিয়ে উড়ে বেড়াচ্ছে)।

ভনা [ bhanā ] ক্রি. (কাব্য) বলা (কাশীরাম দাস ভনে)। [সং. √ ভণ্ + বাং. আ]।

ভণ্ডুল [ bhaṇḍula ] বিণ. পণ্ড, ব্যর্থ, কেঁচে গেছে এমন (তোমার ভুলে গোটা প্ল্যানটাই ভণ্ডুল হয়ে গেল)। [দেশি]।

ভপঞ্জর-ভগোল [ bhapañjara-bhagōla ] ও ভচক্র -র অনুরূপ।

ভব [ bhaba ] বি. 1 ইহলোক, সংসার (ভববন্ধন); 2 সত্তা; 3 স্হিতি; 4 প্রাপ্তি; 5 পৃথিবী (ভবের হাট, ভবলীলা সাঙ্গ করা); 6 শিব, কল্যাণ, মঙ্গল। ☐ বিণ. (সমাসে উত্তরপদরূপে) উত্পন্ন, জাত (তদ্ভব)। [সং. √ ভূ + অ]। ̃ .ঘুরে বিণ. বি. বিনা কাজে সর্বত্র ঘুরে বেড়ায় এমন; বাউণ্ডুলে। ̃ .তারণ বিণ. সংসারবন্ধন থেকে মুক্তিদাতা, সংসার যন্ত্রণা থেকে মুক্তি দেন এমন (ভবতারণ বিষ্ণু)। ☐ বি. বিষ্ণু। ̃ .তারিণী বিণ. স্ত্রী. মোক্ষদাত্রী। ☐ বি. দুর্গা। ̃ .পার বি. সংসারসমুদ্র পার বা উত্তরণ অর্থাত্ সংসারযাত্রা থেকে মুক্তি। ̃ .পারাবার বি. সংসার সমুদ্র। ̃ .বন্ধন বি. পার্থিব জীবনের বন্ধন। ̃ .ভবন বি. 1 শিবের আলয় কৈলাস; 2 জগত্, সৃষ্টি। ̃ .ভয় বি. 1 পৃথিবীতে জীবরূপে অবস্হিতির ভয়; 2 পূনর্জন্মের ভয়। ̃ .ভার বি. সাংসারিক ও জাগতিক দুঃখকষ্টের বোঝা। ̃ .মণ্ডল বি. জগত্, পৃথিবী, সমগ্র সৃষ্টি। ̃ .যন্ত্রণা বি. পার্থিব জীবনের দুঃখকষ্ট। ̃ .লীলা বি ইহজীবনের কার্যাবলি; সংসারযাত্রা; পৃথিবীতে জীবনযাত্রা; জীবদ্দশা। ̃ .লোক বি. পৃথিবী, মরজগত্। ̃ .সংসার, ̃ .সাগর, ̃ .সিন্ধু ভবপারাপার -এর অনুরূপ।

ভবদীয় [ bhabadīẏa ] বিণ. (চিঠিপত্রের শেষে লেখকের নামের আগে ব্যবহৃত) আপনার; তোমার। [সং. ভবত্ + ঈয়]।

ভবন [ bhabana ] বি. 1 গৃহ, আলয় ('শমন-ভবন না হয় গমন যে লয় রামের নাম') 2 বাসস্হান; 3 স্হিতি, ভাব, হওয়া (ঘনীভবন, বাষ্পীভবন)। [সং. √ ভূ + অন]।

ভবন-শিখী [ bhabana-śikhī ] বি. গৃহপালিত ময়ূর। [সং. ভবন + শিখী]।

ভবপার, ভবপারাবার, ভববন্ধন, ভবভয়, ভবভার, ভবযন্ত্রণা, ভবলীলা [ bhabapāra, bhabapārābāra, bhababandhana, bhababhaẏa, bhababhāra, bhabayantraṇā, bhabalīlā ] দ্র ভব

ভবানী [ bhabānī ] বি. (স্ত্রী.) শিবপত্নী দুর্গা। [সং. ভব + আনী-তু. ভদ্রাণী]। ̃ .পতি বি. দুর্গার পতি শিব।

ভবার্ণব [ bhabārṇaba ] বি. 1 ভবসমুদ্র, সংসাররূপ সমুদ্র। [সং. ভব + অর্ণব]।

ভবি [ bhabi ] বি. 1 এক কল্পিত জেদি মেয়ে; 2 নাছোড়বান্দা (যতই বোঝাও, ভবি ভোলে না) [দেশি]।

ভবি-তব্য [ bhabi-tabya ] বি. নিয়তি, ভাগ্য (ভবিতব্য কে আর পালটাবে)। ☐ বিণ. অবশ্যম্ভাবি, যাঘটবেই। [সং. √ ভূ + তব্য]।

ভবিষ্য [ bhabiṣya ] বিণ. ভাবী, আগামী, পরে হবে বা ঘটবে এমন (ভবিষ্য বংশধর)। ☐ বি. পুরাণবিশেষ। [সং. √ ভূ + সতৃ]। ̃ .নিধি বি. 1 ভবিষ্যতের জন্য সঞ্চিত অর্থ; 2 প্রভিডেন্ট ফাণ্ড, provident fund. ̃ .সূচনা বি. ভবিষ্যতে যা ঘটবে তার আভাস, পূর্বাভাস।

ভবিষ্যত্ [ bhabiṣyat ] বিণ. ভাবী, পরে ঘটবে এমন, আগামী (ভবিষ্যত্ প্রজন্ম, ভবিষ্যত্ কাল)। ☐ বি. 1 ভাবীকাল, পরবর্তী সময় (ভবিষ্যতের ভাবনা); 2 পরিণাম (তোমাদের ভবিষ্যত্ খুব খারাপ। [সং. √ ভূ + স্যতৃ]। ভবিষ্যদ্বক্তা বি. যে ব্যক্তি ভবিষ্যতে কী ঘটবে তা বলে দিতে পারে। ভবিষ্যদ্বাণী বি. ভবিষ্যতে কী ঘটবে আগেই তা বলা (তাঁর ভবিষ্যদ্বাণী অনেকটাই মিলে গেছে)।

ভবিষ্যনিধি [ bhabiṣyanidhi ] দ্র ভবিষ্য

ভবেশ [ bhabēśa ] বি. মঙ্গলময় শিব, মহাদেব ('হে ভবেশ হে শঙ্কর, সবারে দিয়েছ ঘর': রবীন্দ্র)। [সং. ভব + ঈশ]।

ভব্য [ bhabya ] বিণ. ভদ্র, শিষ্ট, শান্ত মার্জিতরুচি (ভব্যসত্য)। [সং. √ ভূ + য]। স্ত্রী. ভব্যা। বি. ̃ তা

ভব্যি-যুক্ত [ bhabyi-yukta ] বিণ. (কথ্য) ভব্য, ভদ্র, শান্তশিষ্ট। [< সং. ভব্যতাযুক্ত]।

ভয় [ bhaẏa ] বি. বিপদের জন্য বা বিপদের সম্ভানায় যন্ত্রণাময় মানসিক প্রতিক্রিয়া; ভীতি, শঙ্কা। [সং. √ ভী + অ]। ভয় করা, ভয় খাওয়া ক্রি. বি. ভীত হওয়া। ভয় জন্মানো ক্রি. বি. ভয়ের সৃষ্টি হওয়া; ভীত করা। ̃ .তরাসে বিণ. একটুতেই ভয় পায় এমন (ভয়তরাসে লোক)। ̃ .ভয় ভাঙা ক্রি. বি. ভয় দূর করা বা হওয়া। ভয়ে কেঁচো ভয়ে একেবারে জড়সড়।

ভয়ং-কর, ভয়ঙ্কর [ bhaẏa-ṅkara, bhaẏaṅkara ] বিণ. 1 ভীতিজনক ভীষণ (ভয়ংকর দৃশ্য); 2 (কথ্য) অত্যন্ত, খুব (ভয়ংকর খিদে পেয়েছে)। [সং. ভয় + √ কৃ + অ। স্ত্রী. ভয়ং-করী

ভয়দ [ bhaẏada ] বিণ. ভীতিজনক, ভয়ংকর। [সং. ভয় + √ দা + অ]।

ভয়-শূন্য [ bhaẏa-śūnya ] বিণ. 1 ভয় পায় না এমন, নির্ভীক (ভয়শূন্য অন্তরে); 2 যাতে ভয় নেই এমন। [সং. ভয় + শূন্য]। বি. ̃ তা

ভয়সা-ভঁইসা [ bhaẏasā-bham̐isā ] ও ভঁয়সা -র রূপভেদ।

ভয়াতুর [ bhaẏātura ] বিণ. ভয়ে কাতর, অত্যন্ত ভীত (ভয়াতুর হৃদয়)। [সং. ভয় + আতুর]।

ভয়ানোক [ bhaẏānōka ] বিণ. 1 অতি ভয়ংকর, ভীতিজনক (ভয়ানোক দৃশ্য); 2 (কথ্য) খুব, অত্যন্ত (ভয়ানোক দুঃখ পেয়েছে, ভয়ানোক খিদে পেয়েছে)। ☐ বি. (আল.) রসবিশেষ যার স্হায়ীভাব ভয়। [সং. √ ভী + আনক]।

ভয়াবহ [ bhaẏābaha ] বিণ. ভীতিজনক, ভয়ংকর (ভয়াবহ দুর্ঘটনা, ভয়াবহ অগ্নিকাণ্ড)। [সং. ভয় + আবহ]। বি. ̃ তা

ভয়ার্ত [ bhaẏārta ] বিণ. ভয় পেয়েছে এমন, ভীত (ভয়ার্ত শিশু)। [সং. ভয় + ঋত]।

ভয়াল [ bhaẏāla ] বিণ. ভয়ংকর, অত্যন্ত ভীতিজনক (ভয়াল দৃশ্য, ভয়ালযুদ্ধ)। [সং. ভয় + বাং. আল]।

ভর1, ভোর [ bhara1, bhōra ] বিণ. (সচ. শব্দের শেষে) সমস্ত; পূর্ণ (রাতভর গদান, দিনভর বৃষ্টি, জীবনভর যন্ত্রণা ভোগ)। [< ভরিয়া]। ভর-দুপুর বি. গনগনে দুপুর, ঠিক দুপুরবেলা। ভর-সন্ধ্যা বি. ঠিক সন্ধ্যাবেলা।

ভর2 [ bhara2 ] বি. 1 ভার, ওজন (ভর সহ্য করা, শরীরের ভর); 2 ঠেকনা, নির্ভর, অবলম্বন (দেওয়ালে ভর দিয়ে দাড়ানো, ভাগ্যের উপর ভর করা); 3 (বিজ্ঞা.) পদার্থের মাত্রা, mass. [সং. √ ভৃ + অ]।

ভর3 [ bhara3 ] বি. পূর্ণতা, আতিশয্য (ভক্তিভরে, স্নেহভরে)। [ভর2 দ্র]।

ভর4 [ bhara4 ] বি. (লোক বিশ্বাসে) প্রেতযোনি দেবতা প্রভৃতির অধিষ্ঠান (পেতনি ভর করেছে)। [ভর2 দ্র]।

ভরণ [ bharaṇa ] বি. 1 ভরা, পূর্ণ বা ভরতি করা; 2 পালন করা, প্রতিপালন (ভরণ পোষণ); 3 বেতন। [সং. √ ভৃ + অন]। ̃ .পোষণ বি. অন্নবস্ত্রাদি জুগিয়ে প্রতিপালন।

ভরণীয়, ভরণ্য, ভর্তব্য [ bharaṇīẏa, bharaṇya, bhartabya ] বিণ. প্রতিপাল্য; পূরণীয়।

ভরণপোষণ, ভরণীয়, ভরণ্য [ bharaṇapōṣaṇa, bharaṇīẏa, bharaṇya ] দ্র ভরণ

ভরণী [ bharaṇī ] বি. (জ্যোতিষ.) নক্ষত্রবিশষ। [সং. ভরণ + ঈ]।

ভরত1 [ bharata1 ] বি. ভরদ্বাজ গোত্রের পাখিবিশেষ, ভারুই, sky lark. [সং. ভরদ্বাজ]।

ভরত2 [ bharata2 ] বি. 1 রামায়ণে দশরথের দ্বিতীয় পুত্র; 2 রাজর্ষিবিশেষ; 3 নাট্যশাস্ত্রপ্রণেতা মুনি; 4 শকুন্তলার পুত্র। [সং. ভর + √ তন্ + অ]।

ভরতা, ভর্তা [ bharatā, bhartā ] বি. আলু বেগুন ইত্যাদি সিদ্ধ করে সরষের তেল দিয়ে মেখে তৈরি মুখরোচক তরকারিবিশেষ। [দেশি]।

ভরতি, ভর্তি [ bharati, bharti ] বি. স্কুল-কলেজ ছাত্র বা ছাত্রী হিসাবে নাম নথিভুক্ত করা (কলেজে ভরতির সমস্যা)। ☐ বিণ. 1 ভরা, পূর্ণ (ভরতি বলতি, বাটি-ভরতি দুধ); 2 পরিপূর্ণ (মাঠটা লোকে ভরতি); 3 নিযুক্ত, বহাল (কাজে ভরতি হওয়া); 4 পড়ার জন্য নথিভুক্ত (কলেজে ভরতি হয়েছে)। [ভরা দ্র]।

ভর-তুকি [ bhara-tuki ] বি. ক্ষতিপূরণের জন্য ব্যবসায়ীকে বা কোনো প্রতিষ্ঠান বা সংস্হাকে দেওয়া অর্থ; খেসারত। [দেশি ? তু. ভরা]।

ভরদ্বাজ [ bharadbāja ] বি. 1 মুনিবিশেষ, দ্রোণের পিতা; 2 ভরত বা ভারুই পাখি; 3 বাঙালি ব্রাহ্মণের গোত্রবিশেষ। [সং. ভরদ + বাজ]।

ভরন [ bharana ] বি. তামা দস্তা ও রাং মিশিয়ে প্রস্তুত নিকৃষ্ট কাঁসাবিশেষ। [দেশি]।

ভরনা [ bharanā ] বি. ভার, ভর অবলম্বন, ঠেকানো। [ভর2 দ্র]।

ভরন্ত [ bharanta ] বিণ. 1 ভরা (ভরন্ত যৌবন); 2 জলে ভরা ('ভরন্ত ডাবরী': কৃত্তি)। [ভরা দ্র]।

ভর-পুর [ bhara-pura ] বিণ. পরিপূর্ণ, পুরোপুরি ভরা (মন আনন্দে ভরপুর, রসেগন্ধে ভরপুর)। [বাং. ভরা + পুরা (পূরা)]।

ভর-পেট [ bhara-pēṭa ] বিণ. পেট ভরে এমন (ভরপেট ভাত, ভরপেট খাবার)। ☐ ক্রি-বিণ. পেট ভরতি করে (এই অবেলায় ভরপেট খেয়ো না)। [বাং. ভর + পেট]।

ভরভর [ bharabhara ] দ্র ভরো-ভরো

ভরম [ bharama ] বি. 1 সম্ভ্রম, সম্মান ('সরম-ভরম গেল': ভা. চ.); 2 ভ্রম -র কোমল রূপ। [তু. ভ্রম]।

ভরসন্ধ্যা [ bharasandhyā ] দ্র ভর1

ভরসা [ bharasā ] বি. 1 আস্হা, নির্ভর (আমার উপর ভরসা রাখো); 2 অবলম্বন, আশ্রয় (আপনিই আমার একমাত্র ভরসা); 3 আশ্বাস ('কূলে একা বসে আছি নাহি ভরসা': রবীন্দ্র, কোনো ভরসায় চাকরিটা ছাড়লে?)। [হি. ভরোসা]।

ভরা [ bharā ] ক্রি. 1 পূর্ণ করা (দুধ দিয়ে বালতি ভরছে, 'চেয়ে থাকি আঁখি ভরে', প্রাণ ভরে গান শোনো); 2 পরিপূর্ণ হওয়া (জিনিসপত্রে ঘরটা ভরে গেছে, এতেও পেট ভরল না?); 3 ভরতি করা, পোরা (থলিতে জিনিস ভরো)। ☐ বি. ভরতি করা, ভরাট করা ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র, বোতলে তেল ভরা শেষ হয়নি)। ☐ বিণ. ভরতি, পূর্ণ (ভরা নদী, ভরা শ্রাবণ, ভরা জোয়ার, গোয়াল-ভরা গোরু, ভরা সাঁঝ)। [সং. √ ভৃ + বাং. আ]। ̃ বি. পূর্তি; পূরণ (গর্ত ভরাট করা)। ☐ বিণ. পূর্ণ, পূরিত। ̃ .ডুবি বি. ভরা নৌকো বা বোঝাই নৌকো ডুবে যাওয়া; (আল.) সমূহ সর্বনাশ। ̃ নো ক্রি. বি. 1 পূর্ণ করানো, ভরতি করানো (পেট ভরানোর চিন্তা, পেট ভরাবার চিন্তা); 2 বোঝাই করানো (মাল দিয়ে নৌকা ভরানো)। ভরা নদী বি. তীর পর্যন্ত জলে ছাপিয়ে যায় এমন নদী। ভরা যৌবন বি. পূর্ণ যৌবন। ̃ .ভরতি বিণ. পুরোপুরি ভরতি; একেবারে ভরতি।

ভরি [ bhari ] বি. সোনারুপোর ওজনের মাপবিশেষ, 1 তোলা, প্রায় 11.664 গ্রাম। [দেশি]।

ভরিত [ bharita ] বিণ. 1 পূর্ণ, ভরতি; 2 পালিত, প্রতিপালিত। [সং. ভর + ইত]।

ভরো-ভরো, ভরো-ভরো [ bharō-bharō, bharō-bharō ] বিণ. প্রায় পূর্ণ (নদী ভরোভরো, 'আউষের ক্ষেত জলে ভরো-ভরো': রবীন্দ্র)। [ভরা দ্র]।

ভর্জন [ bharjana ] বি. ভাজার কাজ, ভাজা (ভর্জনপাত্র)। [সং. √ ভ্রস্জ্ + অন]। ̃ .পাত্র বি. ভাজার পাত্র, যে পাত্রে ভাজা হয়। ভর্জিত বিণ. ভাজা হয়েছে এমন (ভর্জিত মত্ স্য )।

ভর্তব্য [ bhartabya ] দ্র ভরণ

ভর্ত্-সন, ভর্ত্-সনা [ bhart-sana, bhart-sanā ] বি. তিরস্কার, ধমক, বকুনি (এই ত্রুটির জন্য তাকে যথেষ্ট ভর্ত্ সনা করা হয়েছে); নিন্দা। [সং. √ ভর্ত্ স্ + অন + আ]। ভর্ত্-সক বিণ. বি. ভর্ত্ সনাকারী ভর্ত্-সিত বিণ. তিরস্কৃত, নিন্দিত। স্ত্রী. ভর্ত্-সিতা

ভর্তা [ bhartā ] (-র্তৃ) বি. 1 স্বামী, পতি; 2 প্রভু, মনিব; 3 রাজা। ☐ বিণ. প্রতিপালনকারী। [সং. √ ভৃ + তৃ]। স্ত্রী. ভর্ত্রী

ভলান-টিয়ার, ভলান্টিয়ার [ bhalāna-ṭiẏāra, bhalānṭiẏāra ] বি. স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাকর্মী। [ইং. volunteer]।

ভলি-বল [ bhali-bala ] বি. রবারের বড়ো বল নিয়ে উঁচু জালের দুপাশে দুই দলের হাত দিয়ে বল মারার খেলাবিশেষ। [ইং. volly ball]।

ভল্ট [ bhalṭa ] বি. লম্বা লাঠির সাহায্যে কিংবা হাতে ভর দিয়ে ডিগবাজির মতো লাফানো। [ইং vault]।

ভল্ল [ bhalla ] বি. বর্শাজাতীয় প্রাচীন অস্ত্রবিশেষ। [সং. √ ভল্ল্ + অ]।

ভল্লাত, ভল্লাতক [ bhallāta, bhallātaka ] বি. ভেলাগাছ। [সং. ভল্ল + √ অত্ + অ, + ক]।

ভল্লুক [ bhalluka ] বি. অতি শক্তিশালী রোমশ ও তীক্ষ্ণ নখবিশিষ্ট বন্য প্রাণীবিশেষ, ভালুক। [সং. √ ভল্ল্ + উক]। স্ত্রী. ভল্লুকা, ভল্লুকী

ভসকা [ bhasakā ] বিণ. 1 জলবত্, পানসে (ভসকা জামরুল); 2 জমাট নয় এমন, আলগা (ভসকা মাটি)। [দেশি]।

ভস-ভস, ভস-ভস [ bhasa-bhasa, bhasa-bhasa ] অব্য. নল ইঞ্জিনের চিমনি প্রভৃতি থেকে প্রচুর পরিমানে ধোঁয়া দ্রুত বেরোবার শব্দসূচক (ভসভস করে ধোঁয়া বেরোচ্ছে)। [ধ্বন্যা.]।

ভস্ত্রা [ bhastrā ] বি. 1 ভিস্তি, জল রাখার বা বহন করার জন্য চামড়ার থলি; 2 কামারের হাপর বা বায়ুযন্ত্র, bellow. [সং. √ ভস্ + ত্র + আ]।

ভস্ম [ bhasma ] বি. ছাই, কঠিন পদার্থ আগুনে পুড়ে যাবার পর যে পাতলা হালকা পদার্থ অবশিষ্ট থাকে। [সং. √ ভস্ + মন্]। ̃ .কীট বি. অস্বাভাবিক ক্ষুদাযুক্ত কল্পিত কীটবিশেষ; (আল.) যে ব্যক্তির ক্ষুধা সহজে শান্ত হয় না (এত খাই খাই করছ কেন? পেটে কি ভস্মকীট ঢুকেছে?)। ̃ .লিপ্ত বিণ. ছাইমাখা (ভস্মলিপ্ত শরীর)। ̃ .লোচন বি. রামায়ণোক্ত রাক্ষস যার দৃষ্টিপাতে শত্রু পুড়ে ছাই হয়ে যেত। ̃ .সাত্ বিণ. ছাইয়ে পরিণত, পুড়ে ছাই হয়েছে এমন। ̃ .স্তূপ বি. ছাইয়ের গাদা। ভস্মাধার বি. ছাই রাখার পাত্র দাহ করার পর শবদেহের ছাই যে-পাত্রে রাখা হয়। ভস্মাবৃত, ভস্মাচ্ছাদিত বিণ. ছাইয়ে ঢাকা। ভস্মাব-শেষ বি. দগ্ধ পদার্থের যা অবশিষ্ট থাকে। ভস্মী-করণ বি. পুড়িয়ে ছাইয়ে পরিণত করা। বিণ. ভস্মী-কৃতভস্মী-ভূত বিণ. সম্পূর্ণ পুড়ে ছাইয়ে পরিণত; (আল.) সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত।

ভা [ bhā ] বি. 1 দীপ্তি, প্রভা, জ্যোতি। [সং. √ ভাস্ + ক্বিপ্]।

ভাই [ bhāi ] বি. একই মাতাপিতার পুত্র (সহোদর) কিংবা একই পিতার কিন্তু ভিন্ন মাতার পুত্র (বৈমাত্রেয়) কিংবা একই মাতার কিন্তু ভিন্ন পিতার পুত্র; ভ্রাতা; ভ্রাতৃস্হানীয় ব্যক্তি বা তাকে সম্বোধন। [< সং. ভ্রাতৃ]। ̃ ঝি বি. ভাইয়ের মেয়ে। ̃ পো বি. ছোটো ভাইয়ের বা বড়ো ভাইয়ের ছেলে। ̃ .ফোঁটা বি. ভ্রাতৃদ্বিতীয়ায়, কখনো-কখনো প্রতিপদে, বোন কর্তৃক ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে ফোঁটা দেওয়ার হিন্দু অনুষ্ঠান। ̃ .বউ বি. ভাইয়ের স্ত্রী। ̃ .বেরাদার বি. আত্মীয়স্বজন (ভাইরেরাদার পালাও এখন কাজি)। ভাই ভাই সম্পর্ক ভ্রাতৃতুল্য স্নেহের বন্ধন

ভাই-রাস [ bhāi-rāsa ] বি. 1 সবসময় সাধারণ অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না এত ক্ষুদ্র রোগসৃষ্টিকারী জীবাণু; 2 (কম্পিউটারে) যেসব লুকানো প্রোগ্রাম ক্রমাগত কম্পিউটারে এসে অন্য প্রোগ্রামের ক্ষতি করে। [ইং. virus]।

ভাইস-রয় [ bhāisa-raẏa ] বি. ইংরেজ আমলের ভারতের সর্বোচ্চ পদাধিকারী রাজপ্রতিনিধিবিশেষ। [ইং. viceroy]।

ভাইস-চ্যান্সেলর [ bhāisa-cyānsēlara ] বি. বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। [ইং. vice-chancellor]।

ভাও [ bhāō ] বি. 1 দাম, দর (ভাও কত?); 2 ভাব, হালচাল। [হি. < সং. ভাব]।

ভাওয়াইয়া [ bhāōẏāiẏā ] বি. উত্তরবঙ্গের (বিশেষত) মালদহ অঞ্চলে প্রচলিত লোকসংগীতবিশেষ। [দেশি]।

ভওলি [ bhōli ] বি. জমিদারকে খাজনার বদলে দেয় শস্য। [দেশি]।

ভাং [ bhā ] বি. সিদ্ধি গাছ বা সেই গাছের পাতা থেকে প্রস্তুত মাদকবিশেষ। [< সং. ভঙ্গা]।

ভাংচি [ bhāñci ] বি. কাউকে কোনো কাজ থেকে নিরস্ত করবার জন্য কুমন্ত্রণা; ভাঙানি। [সং. ভঙ্গ বা √ ভঞ্জ]।

ভাংটা [ bhāṇṭā ] বি. (আঞ্চ.) খুচরো পয়সা, ভাঙানি। [ভাঙা]।

ভাংরা [ bhāṃrā ] বি. পাঞ্জাবে প্রচলিত জনপ্রিয় লোকনৃত্যবিশেষ।

ভাঁওতা [ bhām̐ōtā ] বি. ধাপ্পা, প্রতারণা (ভাঁওতা দিয়ে কতগুলো টাকা নিয়ে গেল)। [দেশি]। ̃ .বাজ বিণ. প্রতারক, ঠক। বি. ̃ .বাজি

ভাঁজ [ bhān̐ja ] বি. 1 পাট (কাপড়গুলো ভাঁজ করে রাখো); 2 স্তর, তাক (ভাঁজে ভাঁজে ময়লা জমেছে)। [সং. √ ভন্জ্ + বাং. অ]। ̃ .-ভাঙা বিণ. কাঁচা ও ইস্তিরি করা কাপড় পরবার জন্য খোলা হয়েছে এমন।

ভাঁজা [ bhān̐jā ] ক্রি. 1 ভাঁজ বা পাট করা; 2 (সংগীতে) সুর অভ্যাস বা আলাপ করা (সুর ভাঁজা); 3 জোরে সঞ্চালন করা (মুগুর ভাঁজা); 4 (তাসের) বিন্যাস নষ্ট করা (তাস ভাঁজা)। [সং. √ ভন্জ্ + বাং. আ]।

ভাঁট [ bhān̐ṭa ] বি. ঘেঁটু ফুলের গাছ। [< সং. ভাণ্ডীর]।

ভাঁটা2 [ bhān̐ṭā2 ] বি. খেলবার বল বা গোলক। [দেশি]।

ভাঁটুই [ bhān̐ṭui ] বি. তৃণবিশেষ বা তার কাঁটাওয়ালা ফল যা সহজেই কাপড়ে ফুটে যায়। [দেশি]।

ভাঁড়1 [ bhān̐ḍ়1 ] বি. মাটির ছোটো পাত্র (ভাঁড়ের চা, একভাঁড় দই)। [সং. ভাণ্ড]।

ভাঁড়2 [ bhān̐ḍ়2 ] বি. নাপিতের ছুরি-কাঁচি ইত্যাদি রাখার বাক্সো। [সং. ভাণ্ডি]।

ভাঁড়3 [ bhān̐ḍ়3 ] বি. বিদূষক হালকা ঠাট্টা পরিহাস করতে ভালোবাসে এমন লোক। [সং. ভণ্ড]।

ভাঁড়4 [ bhān̐ḍ়4 ] বি. ভাঁড়ার, ভাণ্ডার। [সং. ভাণ্ডাগার]। ভাঁড়ে মা ভবানী (প্রবচন) ভাণ্ডার শূন্য, নিঃস্ব অবস্হা।

ভাঁড়ানো [ bhān̐ḍ়ānō ] ক্রি. বি. ছলনা বা প্রতারণা করা; সত্য গোপন করা (নাম ভাঁড়িয়েছে)। [সং. ভণ্ড]।

ভাঁড়ামি, ভাঁড়ামো [ bhān̐ḍ়āmi, bhān̐ḍ়āmō ] বি. (সচ. নিন্দায়) লঘু রঙ্গপরিহাস বা কৌতুক; বিদূষকের আচরণ। [বাং. ভাঁড়3 + আমি, আমো]।

ভাঁড়ার [ bhān̐ḍ়āra ] বি. ভাণ্ডার; যেখানে খাবার ও অন্যান্য রান্নার জিনিস মজুত করা হয় (ভাঁড়ার ঘর)। [বাং. ভাণ্ডার]।

-ভাক [ -bhāka ] (-ভাজ্), (বর্জি.) -ভাক্ বিণ. ভাগী, অংশী (অংশভাক)। [সং. √ ভজ্ + ক্বিপ্]।

ভাক্ত [ bhākta ] বিণ. 1 গৌণ, অপ্রধান (ভাক্ত অর্থ); 2 লাক্ষণিক; 3 ঔপচারিক; 4 কপট (ভাক্ত বৈষ্ণব)। [সং. ভক্তি + অ]।

ভাগ1 [ bhāga1 ] বি. 1 ভাগ্য -র কোমল রূপ ('আজু রজনী হাম ভাগে পোহায়নু': বিদ্যা); 2 (শব্দের শেষে) ভাগ্য (মহাভাগ)।

ভাগ2 [ bhāga2 ] বি. 1 বাটোয়ারা, বিভাগ (দেশভাগ, সম্পত্তি ভাগ করা); 2 খণ্ড, টুকরো (শতভাগে পরিণত); 3 অংশ, বখরা (আমার ভাগ কই?); 4 কালাংশ (দিবাভাগ); 5 স্হান, প্রদেশ, অঞ্চল (নিম্নভাগ উপরিভাগ); 6 (গণি.) বিভাজন, হরণ (ভাগশেষ)। [সং. √ ভজ্ + অ]। ̃ .চাষি বি. যে চাষি কেবল উত্পন্ন ফসলের ভাগ নিয়ে অন্যের জমি চাষ করে। ̃ .ধেয় বিণ. 1 যে ভাগ পায়, ভাগী; 5 উত্তরাধিকারী, দায়াদ। ☐ বি. 1 ভাগ; 2 রাজস্ব; 3 ভাগ্য। ̃ .ফল বি. এক রাশিকে অপর এক রাশি দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, quotient. ̃ .বাটোয়ারা বি. অংশে বন্টন বা ভাগ করে দেওয়া। ̃ .শেষ বি. (গণি.) ভাগ করবার পর রাশির যে অংশ অবশিষ্ট থাকে। ̃ .হর বিণ. অংশগ্রহণকারী। ̃ .হার বি. অংশগ্রহণ। ভাগের মা গঙ্গা পায় না (আল. প্রব.) ভাগাভাগির কাজ ঠিকমতো হয় না।

ভাগনা, ভাগনে [ bhāganā, bhāganē ] দ্র ভাগনিভাগিনেয়

ভাগনি [ bhāgani ] বি. ভগিনীর কন্যা, ছোটো বোনের বা দিদির মেয়ে। [< সং. ভাগিনেয়ী]। পুং. ভাগনা, ভাগনে

ভাগফল, ভাগবাটোয়ারা, ভাগশেষ, ভাগহর [ bhāgaphala, bhāgabāṭōẏārā, bhāgaśēṣa, bhāgahara ] দ্র ভাগ2

ভাগ-বত [ bhāga-bata ] বিণ. 1 ভগবদ্বিষয়ক, ভগবানবিষয়ক; 2 ভগবক্তক। ☐ বি. আঠারোটি পুরাণের অন্যতম। [সং. ভগবত্ + অ]।

ভাগা1 [ bhāgā1 ] বি. পৃথক পৃথক ভাগ (মাছের ভাগাগুলোর মধ্যে একটা বেছে নাও)। [বাং. ভাগ2 + আ]।

ভাগা2 [ bhāgā2 ] ক্রি. বি. পালানো (চাকরটা ভেগেছে)। [হি. ভাগ্না]। ̃ নো ক্রি. তাড়িয়ে দেওয়া (কুকুরগুলোকে ভাগাও, ভিখিরিকে ভাগিয়ে দিল)। ☐ বি. উক্ত অর্থে (ভিখিরিকে ওভাবে ভাগানো উচিত হল না)। ☐ বিণ. তাড়ানো হয়েছে এমন।

ভাগাড় [ bhāgāḍ় ] বি. যে জায়গায় মরা গবাদি পশু ফেলা হয়। [দেশি]।

ভাগানো [ bhāgānō ] দ্র ভাগা2

ভাগা-ভাগি [ bhāgā-bhāgi ] বি. বন্টন, ভাগবাটোয়ারা (আমগুলো নিজেদের মধ্য ভাগাভাগি করে নিল)। [বাং. ভাগ + আ + ভাগ + ই]।

ভাগিনেয় [ bhāginēẏa ] বি. ছোটো বোনের কিংবা দিদির ছেলে, ভাগনে। [সং. ভগিনী + এয়]। স্ত্রী. ভাগিনেয়ী

ভাগী1 [ bhāgī1 ] (-গিন্) বিণ. যে ভাগ নেয় বা পায়, অংশী (সম্পত্তির ভাগী)। [সং. ভাগ + ইন্]। স্ত্রী. ভাগিনী। ̃ .দার বি. অংশীদার।

ভাগী2 [ bhāgī2 ] বিণ. ভাগ পেতে ইচ্ছুক বা বাধ্য (দোষের ভাগী, নিমিত্তের ভাগী)। [সং. √ ভজ্ + ইন্]। স্ত্রী. ভাগিনী

ভাগী3 [ bhāgī3 ] বিণ. (ব্রজ.) ভাগ্যবান ('সো পাওয়ে বহুভাগী': বিদ্যা.)। [< সং. ভাগ্য]।

ভাগীদার [ bhāgīdāra ] দ্র ভাগী1

ভাগ্য [ bhāgya ] বি. 1 অদৃষ্ট, নিয়তি, কপাল, বরাত (ভাগ্যে যা আছে হবে); 2 সৌভাগ্য (তোমার কী ভাগ্য ! ভাগ্যবান)। [সং. √ ভজ্ + য]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যের জোরে, সৌভাগ্যবশত (সে ভাগ্যক্রমে বেঁচে গেছে)। ̃ .গণনা বি. ভবিষ্যত্ শুভাশুভ নির্ণয়। ̃ .গুণে ভাগ্যক্রমে -র অনুরূপ। ̃ .চক্র বি. পরিবর্তনশীল ভাগ্য, একবার সৌভাগ্য একবার দুর্ভাগ্য এইভাবে পরিবর্তনশীল অদৃষ্ট। ̃ .দেবতা, ̃ .বিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন। স্ত্রী. ̃ .দেবী, ̃ .বিধাত্রী। ̃ .দোষে ক্রি বিণ. দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যবশত (রাজা ভাগ্যদোষে একদিন ফকির হয়ে গেলেন)। ̃ .ধর বিণ. ভাগ্যবান। ̃ .নিয়ন্তা বিণ. বি. যিনি ভাগ্য বা অদৃষ্ট স্হির বা নির্ধারণ করেন, ভাগ্যবিধাতা। ̃ .পরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাত্ ভাগ্য ভালো কি মন্দ তার পরীক্ষা। ̃ .বল বি. ভাগ্যের সহায়তা বা আনুকূল্যে, সৌভাগ্য। ̃ .বান বিণ. সৌভাগ্যবান, যার ভাগ্য ভালো। স্ত্রী. ̃ .বতী। ̃ .বিপর্যয় বি. দুর্ভাগ্য, হঠাত্ বিপদে পড়া, দুরদৃষ্ট। ̃ .রেখা বি. (জ্যোতিষ) হাতের তালুতে ভাগ্যনির্দেশক রেখা। ̃ .লিপি বি. অদৃষ্টের লিখন, কী ঘটবে সে সম্বন্ধে পূর্বাহ্ণে নির্দিষ্ট ভাগ্যের গতি। ̃ .হত বিণ. হতভাগ্য। ̃ .হীন বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ .হীনাভাগ্যাকাশ বি. ভাগ্যরূপ আকাশ, ভাগ্যরূপে কল্পিত আকাশ। ভাগ্যান্বেষণ বি. সৌভাগ্যের সন্ধানভাগ্যদয় বি. সৌভাগ্যের সূচনা।

ভাগ্যি [ bhāgyi ] (কথ্য) বি. ভাগ্য। ☐ অব্য. ভাগ্য ভালো তাই, ভাগ্যবলে (ভাগ্যি, তুমি সময়মতো এসেছ)। [সং. ভাগ্য]।

ভাগ্যিস [ bhāgyisa ] অব্য. কপালজোরে, ভাগ্য ভালো বলে, ভাগ্যগুণে (ভগ্যিস সে সময়মতো এসে পড়েছিল)।

ভাঙ [ bhāṅa ] দ্র ভাং

ভাঙ-চুর [ bhāṅa-cura ] বি. ভাঙা ও গুঁড়িয়ে দেওয়া ভেঙে তছনছ করা; লণ্ডভণ্ড (একদল লোক ঘরে ঢুকে ভাঙচুর করেছে)। [বাং. ভাঙা + চুর (চুর্ণ)]।

ভাঙড় [ bhāṅaḍ় ] বিণ. সিদ্ধিখোর, ভাংখোর। [বাং. ভাং + দড়]।

ভাঙন1 [ bhāṅana1 ] বি. 1 ভেঙে পড়া, ভাঙা; 2 নদীর পাড় ধসা (ভাঙন-ধরা নদী); 3 (আল.) অবনতি, ক্ষয় বা পতনের সূত্রপাত (সংসারে ভাঙন ধরা)। [ভাঙা দ্র]।

ভাঙন2 [ bhāṅana2 ] বি. সাদা আঁশওয়ালা লম্বাটে গড়নের সুস্বাদু মাছবিশেষ। [দেশি]।

ভাঙা [ bhāṅā ] ক্রি. 1 টুকরো বা চূর্ণ করা (কাচ ভাঙা, পাথর ভাঙা); 2 দুর্বল বা হতাশ করা বা হওয়া (খবরটা শুনে সে একেবারে ভেঙে পড়ল); 3 দূর করা বা দূর হওয়া, ঘোচা বা ঘুচানো (ঘুম ভাঙা, মান ভাঙা); 4 বাতিল বা ছিন্ন হওয়া (সম্বন্ধ ভেঙে গেছে); 5 প্রকাশ করা, বুঝিয়ে দেওয়া (কথাটা ভাঙল না, ভেঙে বলো); 6 এলোমেলো হওয়া, আয়ত্তে না থাকা (আইনশৃঙ্খলা ভেঙে পড়া, রেশনব্যবস্হা ভেঙে পড়েছে); 7 ধসে পড়া (দেওয়ালটা ভেঙে পড়েছে); 8 অতিক্রম করা, টপকানো (সিঁড়ি ভাঙা, জলকাদা ভেঙে এগোল); 9 প্রচণ্ড ভিড় জমিয়ে সমবেত হওয়া (বক্তৃতা শুনতে গোটা শহর ভেঙে পড়েছে); 1 তছরূপ করা, চুরি করা (তহবিল ভাঙা)। ☐ বি. উক্ত সব অর্থে (পাথর ভাঙা সহজ নয়; দুঃখে ভেঙে পড়া খুব স্বাভাবিক, আমার পক্ষে সিঁড়ি ভাঙা সম্ভব নয়)। ☐ বিণ. 1 ভেঙেছে এমন (ভাঙাগাছ, ভাঙা দেওয়াল, ভাঙা পা); 2 নষ্ট হয়েছে এমন (ভাঙা সম্বন্ধ, ভাঙা শরীর); 3 ভাঙে এমন (হাড়ভাঙা খাটুনি); 4 হতাশ (ভাঙা মন); 5 মন্দ (ভাঙা কপাল)। [সং. √ ভন্জ্ + বাং. আ]। ভাঙা কপাল জোড়া লাগা ক্রি. বি. দুঃসময় শেষ হয়ে সুসময় আসা। ̃ .গড়া বি. কেনোকিছু ভেঙে ফেলে বা নষ্ট করে আবার নতুন করে তৈরী করা। ̃ .চোরা বিণ. ভেঙে টুকরো হয়ে গেছে এমন; বিনষ্ট (ভাঙা-চোরা টেবিল)। ভাঙা-ভাঙা বিণ. 1 প্রায় ভেঙেছে এমন, ভগ্নপ্রায়; 2 বিকৃত ও অস্পষ্ট (ভাঙা-ভাঙা বাংলায় যা বলল তার মানে এই)। আকাশ ভাঙা ক্রি. বি. প্রবল বৃষ্টি হওয়া (আকাশ ভেঙে বৃষ্টি নামল)। ঘাড় ভাঙা ক্রি. বি. কৌশলে অন্যের খরচে নিজের কাজ হাসিল করা।

ভাঙাগড়া, ভাঙাচোরা [ bhāṅāgaḍ়ā, bhāṅācōrā ] দ্র ভাঙা

ভাঙানি [ bhāṅāni ] বি. 1 ভাংচি দিয়ে প্রতিকূল করা, গোপনে বিরুদ্ধতা করে অসুবিধার সৃষ্টি করা (লাগানি-ভাঙানি); 2 খুচরো পয়সা (দশ টাকার ভাঙানি)। [বাং. ভাঙা + আনি]।

ভাঙানো [ bhāṅānō ] ক্রি. বি. 1 দূর করা, ঘুচানো (ভয় ভাঙানো, ঘুম ভাঙানো); 2 খুচরো করা (টাকা ভাঙানো); 3 ভাংচি দেওয়া (মন ভাঙানো); 4 কাজে লাগিয়ে বা ব্যবহার করে সুবিধা পাওয়া (বাপের নাম ভাঙিয়ে সুবিধে আদায় করেছে)। [বাং. ভাঙা + আনো]।

ভাঙা-ভাঙা [ bhāṅā-bhāṅā ] দ্র ভাঙা

ভাঙ্গি1 [ bhāṅgi1 ] বিণ. ভাংখোর, ভাঙড়। [দ্র ভাং]।

ভাঙ্গি2 [ bhāṅgi2 ] বি. মেথর, ধাঙড়। [হি.]।

ভাজ [ bhāja ] বি. ভাইয়ের স্ত্রী, ভ্রাতৃবধূ। [< সং. ভ্রাতৃজায়া]।

ভাজক [ bhājaka ] বিণ. ভাগকারী। ☐ বি. (গণি.) যে রাশি দিয়ে ভাগ করা হয়, divisor. [সং. √ ভজ্ + অক]।

ভাজন [ bhājana ] বি. 1 পাত্র বা আধার (স্নেহভাজন); 2 ভাগ করা (বিভাজন)। [সং. ভাজ্ + অন]।

ভাজনা [ bhājanā ] বিণ. ভাজার কাজে ব্যবহৃত (ভাজনা খোলা)। [ভাজা দ্র]।

ভাজা [ bhājā ] ক্রি. গরম তেল-ঘি-ডালডা ইত্যাদিতে শুকনো করে পাক করা (মাছ ভাজছে)। ☐ বি. উক্ত অর্থে (মাছভাজা খাচ্ছে, এত মাছ ভাজা কি সহজ কাজ?)। ☐ বিণ. উক্ত অর্থে (ভাজা মাছ)। [< সং. √ ভ্রস্জ্ + বাং. আ]।

ভাজা-ভাজা [ bhājā-bhājā ] বিণ. 1 প্রায় ভাজা, কিছুটা ভাজা (আলুর টুকরোগুলো ভাজা-ভাজা হলেই নামাতে হরে); 2 (আল.) জ্বালাতন, বিরক্ত (ছেলেটার দৌরাত্ম্যে একেবারে ভাজা-ভাজা হয়ে গেলাম)। ভাজা-ভুজি বি. নানারকমের ভাজা খাবার (রোজ এতসব ভাজাভুজি খেলে শরীর খারাপ হবে)।

ভাজি [ bhāji ] বি. ভাজা তরকারি, ভাজা সবজি, শুকনো করে ভাজা সবজি; সচ. ভাতের সঙ্গে খাওয়ার ভাজা সবজি। [বাং. ভাজা + ই]।

ভাজিত [ bhājita ] বিণ 1 (গণি.) ভাগ করা হয়েছে এমন (পনেরো ভাজিত তিন); 2 বিভক্ত; 3 পৃথক্কৃত, আলাদা করা হয়েছে এমন। [সং. √ ভাজ্ + ত]।

ভাজ্য [ bhājya ] বিণ. ভাগ বা বিভাজিত করা যায় এমন। ☐ বি. যে রাশিকে অন্য রাশি দিয়ে ভাগ করতে ববে, dividenfd. [সং. √ ভাজ্ + য]।

ভাট [ bhāṭa ] বি. কোনো অভিজাত বা উঁচু বংশের স্তুতিমূলক পরিচয় গেয়ে শোনানোই যাদের জীবিকা, স্তুতিপাঠক, বন্দনাগানের গায়ক। [< সং. ভট্ট]।

ভাটক [ bhāṭaka ] বি. 1 গাড়িভাড়া; 2 ভাড়া; 3 বেতন বা মজুরি; 4 কর, খাজনা। [সং. √ ভট্ + অক]।

ভাটা, ভাঁটা [ bhāṭā, bhān̐ṭā ] বি. 1 নদীতে বা সমুদ্রে জলস্ফীতির হ্রাস; 2 স্বাভাবিক স্রোতের দিক (উজানভাটা); 3 (আল.) অবনতি, পতনের দিকে গতি (যৌবনে ভাটা পড়তে শুরু করেছে)। [দেশি]।

ভাটি1 [ bhāṭi1 ] বি. 1 ইট পোড়াবার চুল্লি; 2 ধোপার কাপড় সিদ্ধ করবার বড়ো মাটির গামলার মতো পাত্র; 3 মদ চোয়াবার পাত্র বা স্হান (মদের ভাটি)। [তু. হি. ভট্টি < সং. ভ্রষ্ট]। ̃ .খানা বি. যেখানে দেশি মদ চোয়ানো বা চোলাই করা হয়।

ভাটিয়ার [ bhāṭiẏāra ] বি. সংগীতে ভোরের রাগবিশেষ। [দেশি]।

ভাটিয়ালি [ bhāṭiẏāli ] বি. মাঝিদের গানের সুরবিশেষ। [বাং. ভাটি আল + ই]।

ভাড়া [ bhāḍ়ā ] বি. 1 সাময়িক ব্যবহারের জন্য দেয় অর্থ, মাশুল, কেরায়া (গাড়িভাড়া, বাড়িভাড়া); 2 মজুরি (কুলিভাড়া)। ☐ বিণ. ভাড়ার শর্তে ব্যবহৃত (ভাড়াবাড়ি, ভাড়াগাড়ি)। [< সং. ভাটক]। ভাড়া করা ক্রি. বি. ভাড়ার অর্থ দেবার শর্তে অন্যের জিনিস নিজের কাজের জন্য নেওয়া (গাড়ি ভাড়া করেছেন)।

ভাড়া খাটা [ bhāḍ়ā khāṭā ] ক্রি. বি. ভাড়া নিয়ে অন্যের কাজে লাগা। ̃ .টিয়া, ̃ টে বিণ. 1 ভাড়ার বিনিময়ে পাওয়া যায় এমন (ভাড়াটে বাড়ি); 2 ভাড়া খাটে এমন, ঠিকে (ভাড়াটে গাড়ি, ভাড়াটে লেখক); 3 কেবল অর্থের লোভে অন্যায় বা অনুচিত কাজ করে এমন (ভাড়াটে সাক্ষী)। ☐ বি. ভাড়াটে বাড়ির বাসিন্দা (নতুন ভাড়াটে এসেছে)।

ভাণ2 [ bhāṇa2 ] বি. সংস্কৃত রূপপক-নাটকবিশেষ। [সং. √ ভণ্ + অ]।

ভাণ্ড [ bhāṇḍa ] বি. 1 পাত্র, আধার (মৃত্ভাণ্ড); 2 ভাঁড়; 3 পেটিকা; 4 বাদ্যযন্ত্রবিশেষ; 5 মূলধন, পুঁজি। [সং. √ ভণ্ + ড, √ ভণ্ড্ + অ]।

ভাণ্ডারা [ bhāṇḍārā ] বি. সাধু-সন্ন্যাসীদের জন্য যে ভোজ দেওয়া হয়। < ভাণ্ডার]।

ভাণ্ডীর [ bhāṇḍīra ] বি. 1 বটগাছ; 2 ভাঁট বা ঘেঁটু গাছ। [সং. ভাণ্ড + √ ঈর্ + অ]।

ভাত1 [ bhāta1 ] বিণ. দীপ্ত, আলোকিত, উদ্ভাসিত (প্রভাত, প্রতিভাত)। [সং. √ ভা + ত]।

ভাত2 [ bhāta2 ] বি. ফুটন্ত জলে চাল সিদ্ধ করে প্রস্তুত খাবারবিশেষ, অন্ন। [পা. ভত্ত < সং. ভক্ত]। ̃ .কাপড় বি. অন্নবস্ত্র।

ভাত মারা [ bhāta mārā ] ক্রি. বি. 1 প্রচুর ভাত খাওয়া; 2 বেকার বসে অন্ন ধ্বংস করা; 3 উপার্জনের পথ বন্ধ করে দেওয়া। ভাতুরে ভাতুড়িয়া বি. বিণ. অন্নের জন্য অপরের গলগ্রহ। ভাতুয়া-ভেতো -র মূল রূপ। ভাতে বিণ. 1 ভাতের সঙ্গে সিদ্ধকরা হয়েছে এমন (আলু ভাতে); 2 গরম ভাতের তাপে সিদ্ধ (মাছ ভাতে)। ☐ বি. ওইভাবে সিদ্ধ করা সবজি বা মাছ। ভাতে-ভাত ভাত ও তার সঙ্গে সিদ্ধ করা সবজি।

ভাতা1 [ bhātā1 ] বি. 1 অতিরিক্ত বেতন, বেতনের সঙ্গে দেয় অতিরিক্ত অর্থ (দুর্মূল্য ভাতা); 2 বৃত্তি। [< সং. ভৃতি]।

ভাতা2 [ bhātā2 ] ক্রি. 1 দীপ্তি পাওয়া, শোভা পাওয়া ('নবীন গরিমা ভাতিবে আবার তোর': দ্বি. রা); 2 উদিত হওয়া, প্রকাশ পাওয়া। [সং. √ ভা]।

ভাতার [ bhātāra ] বি. (অশা. গ্রা.) স্বামী (ভাতারখাকি)। [সং. ভর্তা]। ̃ .খাকি বি. (গালিতে) যে স্ত্রীলোক স্বামীর মৃত্যুর জন্য দায়ী।

ভাতি1 [ bhāti1 ] বি. 1 উজ্জ্বলতা ('নিশীথে দীপের ভাতী'); 2 কান্তি, শোভা (কনকভাতি); 3 আবির্ভাব, প্রকাশ, উদয় ('যেন ঘোর নিশাভাতি': রবীন্দ্র)। [সং. √ ভা + তি]।

ভাতি2 [ bhāti2 ] বি. 1 প্রকার, রকম ('প্রিয়বাক্য নানাভাতি': ভক্তমাল গ্রন্হ); 2 নির্মাণ, রচনা; 3 রচনাকৌশল, গঠনরীতি ('দুই লোচন সুভাতি': চৈ. ভা); 4 সাদৃশ্য, তুলনা। [< সং. ভক্তি]।

ভাতিজা [ bhātijā ] বি. ভাইয়ের ছেলে, ভাইপো। [সং. ভ্রাতৃজ]।

ভাতুড়িয়া [ bhātuḍ়iẏā ] দ্র ভাত2

ভাতুয়া [ bhātuẏā ] দ্র ভেতো

ভদু [ bhadu ] বি. বাংলার লৌকিক দেবীবিশেষ যাঁর পূজা হয় ভাদ্র মাসে। [< সং. ভাদ্র]।

ভাদ্দর-বউ [ bhāddara-bu ] বি. ছোটো ভাইয়ের স্ত্রী, ভাদ্রবধু। [< সং. ভ্রাতৃবধু]।

ভাদ্দুরে [ bhāddurē ] বিণ. (কথ্য) ভাদ্রমাসীয়। [ভাদ্দর দ্র]।

ভাদ্র [ bhādra ] বি. বাংলা বছরের পঞ্চম মাস। [সং. ভাদ্রী + অ]। ̃ .পদ বি. ভাদ্র মাস। ̃ .পদা বি. পূর্বভাদ্রপদা নক্ষত্র। ̃ .পদী বি. ভাদ্র মাসের পূর্ণিমা তিথি।

ভাদ্র-বধূ [ bhādra-badhū ] বি ছোটো ভাইয়ের স্ত্রী। [সং. ভ্রতৃবধু]।

ভান1 [ bhāna1 ] বি. ছল, কৃত্রিম আচরণ (ঘুমের ভান করা, না দেখার ভান করা)। [সং. √ ভা + অন]।

ভান2 [ bhāna2 ] বি. 1 দীপ্তি; 2 শোভা, সৌন্দর্য; 3 প্রকাশ; 4 জ্ঞান। [সং. √ ভা + অন]।

ভানা [ bhānā ] ক্রি. শস্য থেকে তুষ আলাদা করা (ধান ভানা, ধান ভানতে শিবের গীত গাওয়া)। ☐ বি. উক্ত অর্থ (ধান ভানা এখনও চলেছে?)। ☐ বিণ. ভানা হয়েছে এমন (ভানা ধান)। ̃ বি. ভানার কাজ বা মজুরি। ̃ নি বি. শস্য তুষমুক্ত করা, ভানাই। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা শস্য তুষমুক্ত করা।

ভানু [ bhānu ] বি. 1 সূর্য বা সূর্যের কিরণ; রোদ ('জানু-ভানু-কৃশানু শীতের পরিত্রাণ': ক. ক); 2 কান্তি, শোভা। [সং. √ ভা + নু]। ̃ .কর বি. সূর্যের কিরণ; রোদ। ̃ .মতী বিণ. কান্তিময়ী, সুন্দরী। ভানুমতীর খেলা ভোজবাজি, ইন্দ্রজাল, ভেলকি (রাজা বিক্রমাদিত্যের পত্নী ও ভোজরাজ্যের কন্য ভানুমতী জাদুবিদ্যায় পারদর্শিণী ছিলেন বলে)। ̃ .মান বিণ. সূর্য।

ভাপ [ bhāpa ] বি. 1 গরম বাষ্প (ফুটন্ত জলের ভাপ লেগেছে); 2 তাপ, উত্তাপ (রোদের ভাপ); 3 গরম সেক (চোখে ভাপ দাও); 4 (আল.) মনের আবেগ, হৃদয়াবেগ। [< সং. বাষ্প]।

ভাপা [ bhāpā ] বিণ. তাপে সিদ্ধ করা হয়েছে এমন (ভাপা ইলিশ)। [বাং. ভাপ + আ]। ভাপানো ক্রি. বি. তাপে সিদ্ধ করা।

ভাব [ bhāba ] বি. 1 মানসিক অবস্হা (ভাবান্তর); 2 অস্তিত্ব, সত্তা; 3 অভিপ্রায়; 4 জন্ম, উত্পত্তি, সৃষ্টি; 5 স্বভাব, প্রকৃতি (পাশ্চাত্য ভাবাপন্ন); 6 প্রীতি, প্রণয়, সুসম্পর্ক (দুজনের মধ্যে বেশ ভাব আছে); 7 প্রকার, রকম (সম্পূর্ণভাবে, একভাবে); 8 নিগূঢ় অর্থ, অন্তরের কথা, মর্ম (কবিতার ভাব); 9 চিন্তা, ধ্যান (ভাবমগ্ন); 1 ভক্তি, আবেগ (ভাবে বিভোর); 11 অনুভূতির গভীরতা বা আধিক্য, হৃদয়াবেগ, emotion. [সং. √ ভূ + অ]।

ভাব করা [ bhāba karā ] ক্রি. বি. বন্ধুত্ব স্হাপন করা, সুসম্পর্ক গড়ে তোলা। ̃ .গত বিণ. নিগূঢ় অর্থ বা মর্মসম্বন্ধীয়। ̃ .গতিক, ̃ .ভঙ্গি বি. চালচলন, আচরণ, অভিপ্রায় (ওর ভাবগতিক তো ভালো ঠেকছে না)। ̃ .গম্ভীর বিণ. গভীর ভাবযুক্ত (ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হল)। ̃ .গর্ভ বিণ. গভীর ভাবপূর্ণ তাত্পর্যপূর্ণ (ভাবগর্ভ রচনা, ভাবগর্ভ প্রবন্ধ)। ̃ .গ্রাহী (-হিন্) বিণ. মর্ম বা ভাব বা নিগূঢ় অর্থ বুধতে পারে এমন, মর্মগ্রাহী, তাত্পর্য বুঝতে পারে এমন (ভাবগ্রাহী পাঠক) । ̃ .তরঙ্গ বি. ভাবের উচ্ছ্বাস, মনের আবেগের আধিক্য। ̃ .ধারা বি. চিন্তাভাবনার রীতি, চিন্তাধারা, প্রচলিত মতামত ও রীতি (স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত)। ̃ .প্রবণ বিণ. অনুভূতির আধিক্যযুক্ত, আবেগপরায়ণ; ভাবুক। বি. ̃ .প্রবণতা। ̃ .বিলাসী বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক। ̃ .ভঙ্গি দ্র ভাবগতিক। ̃ .ব্যঞ্জক, ̃ .সূচক বিণ. ভাব বা মনোভাবপ্রকাশক, অর্থপ্রকাশক। ̃ .মূর্তি বি. ধ্যন বা কল্পনার দ্বারা রচিত মূর্তি, image. ভাবাত্মক বিণ. ভাবপূর্ণ, ভাবময়; ভাবপ্রকাশক। ভাবানুগ বিণ. ভাব-অনুযায়ী, স্বভাবানুয়ায়ী স্বাভাবিক। ভাবানু-ষঙ্গ বি. কোনো এক বিষয় চিন্তার সময় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের চিন্তা বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে চিন্তার উদয়, association of ideas. ভাবান্তর বি. মানসিক অবস্হার পরিবর্তন (তার কোনো ভাবান্তর দেখলাম না)। ভবাপন্ন বিণ. ভাবযুক্ত, ভাবযুক্ত (পাশ্চাত্য ভাবাপন্ন)। ভবাবেগ, ভাবাবেশ বি. হৃদয়াবেগজনিত বিহ্বলতা, ভাবের উদ্রেক বা সঞ্চার, মুগ্ধতা। ভাবার্থ বি. নিগূঢ় অর্থ, মর্ম, মূল অর্থ; তাত্পর্য (কবিতার ভাবার্থ)। ভাবালু বিণ. ভাবুক, ভাবপ্রবণ, কল্পনাপ্রবণ (কবিরা স্বভাবতই একটু ভাবালু হন)। বি. ভাবালুতা। ভাবোচ্ছ্বাস বি. প্রবল আবেগ বা ভাবের প্রকাশ। ভাবোদয়, ভাবোন্মেষ বি. ভাবের সঞ্চার (মনে নতূন ভাবোদয় হওয়া)। ভাবোদ্দীপক বিণ. ভাব সঞ্চারকারী, ভাবের প্রেরণাদায়ক। ভাবোদ্দীপন বি. ভাবের সঞ্চার। ভাবোন্মত্ত বিণ. ভাবে বিভোর, ভাবে অভিভূত। ভাবোন্মাদ বি. ভাবজনিত বিহ্বলতা বা মত্ততা।

ভাবক [ bhābaka ] বিণ. 1 যে ভাবে বা চিন্তা করে, চিন্তক, চিন্তাকারী; 2 উত্পাদক। [সং. √ ভূ + ণিচ্ + অক]।

ভাবন [ bhābana ] বিণ. 1 চিন্তা করা, চিন্তন; 2 কল্পনা বা ধ্যান করা; 3 সৃজন; 4 প্রসাধন করা বা সজ্জিত করা; 5 ওষুধ ইত্যাদির শোধন বা সংস্কার। [সং. √ ভূ + ণিচ্ + অন]। ভাবনীয় বিণ. চিন্তনীয়; উদ্ভাবনযোগ্য।

ভাবনা [ bhābanā ] বি. 1 চিন্তা, বিবেচনা (এ বিষয়ে তোমার ভাবনাটা কীরকম?); 2 দুশ্চিন্তা, উদ্বেগ (ছেলেটার জন্য ভাবনা হচ্ছে); 3 ওষুধ ইত্যাদি বারবার চূর্ণ করা ও শোধন করা। [সং. √ ভূ + ণিচ্ + অন + আ]।

ভাবনীয় [ bhābanīẏa ] দ্র ভাবন

ভাব-বাচ্য [ bhāba-bācya ] বি. 1 বাক্যের যে রূপে ক্রিয়া কর্তার ভূমিকা নেয়; 2 (কৌতু.) সরাসরি না বলে ইঙ্গিতে বা পরোক্ষে বলা (ওরা এখনও ভাববাচ্যে কথা চালিয়ে যাচ্ছে)। [সং. ভাব + বাচ্য]।

ভাব-বাদ [ bhāba-bāda ] বি. ভাবই জগতের মূল চালিকা শক্তি-এই দার্শনিক মত, idealism. [সং. ভাব + বাদ]। ভাব-বাদী (-দিন্) বি. বিণ. যে ভাববাদে বিশ্বাস করে।

ভাবা [ bhābā ] ক্রি. 1 চিন্তা করা (কী ভাবছ:); 2 দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); 3 বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); 4 সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); 5 অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); 6 গণ্য করা (পণ্ডিত ভাবা); 7 উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [< সং. ভাবি]। ̃ নো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)।

ভাবাত্মক, ভাবান্তর, ভাবাবেগ, ভাবাবেশ, ভাবার্থ, ভাবালু [ bhābātmaka, bhābāntara, bhābābēga, bhābābēśa, bhābārtha, bhābālu ] দ্র ভাব

ভাবিক [ bhābika ] বিণ. 1 উদ্দীপক; 2 স্বাভাবিক; 3 ভাবযুক্ত; 4 ভবিষ্যত্-সম্বন্ধীয়। ☐ বি. কাব্যের অলংকারবিশেষ। [সং. ভাব + ইক]।

ভাবিত [ bhābita ] বিণ. 1 চিন্তিত; 2 উদ্বিগ্ন (তার জন্য একটু ভাবিত হচ্ছি); 3 প্রাপ্ত বা প্রাপিত; 4 শোধিত বা রঞ্জিত; 5 প্রকটিত (কৃষ্ণের চরিত্র গীতার ভাবের দ্বারা ভাবিত)। [সং. √ ভূ + ণিচ্ + ত]।

ভাবিনী [ bhābinī ] বি. কামিনী, ভাবময়ী নারী ('ভাবের ভাবিনী রাধা')। [সং. ভাব + ইন্ + ঈ]।

ভাবী [ bhābī ] (-বিন্) বিণ. ভবিষ্যত্, আগামী (ভাবী জামাই, ভাবী জীবন, ভাবী কাল, ভাবী বংশধর)। [সং. √ ভূ + ইন্]। স্ত্রী. ভাবিনী

ভাবুক [ bhābuka ] বিণ. 1 কল্পনাপটু; 2 চিন্তাশীল (ভাষাভাবুক); 3 ভাবগ্রাহী; 4 অতিরিক্ত ভাবপ্রবণ। [সং. √ ভূ + উক]। বি. ̃ তা

ভাবুনে [ bhābunē ] বিণ. 1 বিলাস প্রিয়, প্রসাধনপ্রিয়; 2 রঙ্গরসপ্রিয়; 3 কপটতাপ্রিয়। [সং. ভাবন + বাং. ইয়া > এ]।

ভাবোচ্ছ্বাস, ভাবোদয়, ভাবোদ্দীপক, ভাবোদ্দীপন, ভাবোন্মত্ত, ভাবোন্মাদ [ bhābōcchbāsa, bhābōdaẏa, bhābōddīpaka, bhābōddīpana, bhābōnmatta, bhābōnmāda ] দ্র ভাব

ভাব্য [ bhābya ] বিণ. 1 চিন্তনীয়, ভাববার মতো (ভাব্য বিষয়); 2 অবশ্যই হবে এমন, অবশ্যম্ভাবী, ভবিতব্য; 3 সাধ্য, নিষ্পাদ্য, নিষ্পন্ন করতে হবে এমন। [সং. √ ভূ + য]।

ভাম [ bhāma ] বি. খট্টাশ বা খটাশজাতীয় জন্তুবিশেষ। [দেশি]।

ভামিনী [ bhāminī ] বি. 1 কোপস্বভাবা নারী, রাগী স্ত্রীলোক; 2 নারী। [সং. ভাম + ইন্ + ই]।

ভায় [ bhāẏa ] ক্রি. (কাব্য) 1 দীপ্তি বা শোভা পায় ('হাসিখানি তাহে ভায়'); 2 ভালো লাগে ('মোর মনে আন নাহি ভায়': অ. গু)। [বাং. √ ভা (< সং. ভা)]।

ভায়া [ bhāẏā ] বি. ভাই বা ভ্রাতৃতুল্য ব্যক্তিকে প্রিয়সম্বোধন। [বাং. ভাই]।

ভায়াদ [ bhāẏāda ] বি. জ্ঞাতিভাই সহোদর না হলেও ভ্রাতৃসম্পর্কযুক্ত ব্যক্তি। [> ভাই]।

ভার [ bhāra ] বি. 1 ওজন (লঘুভার); 2 বোঝা, মোট (ভারবাহী); 3 চাপ, উদ্বেগ (দুঃখের ভার, ঋণে ভার); 4 দায়িত্ব (কাজের ভার); 5 রাশি, সমূহ (কেশভার); 6 বোঝা বহনের জন্য ব্যবহৃত লাঠিবিশেষ, বাঁক (ভার কাঁধে দইওয়ালা)। ☐ বিণ. 1 ভারী, অধিক ওজনবিশিষ্ট (বড়ো ভার এটার); 2 বোঝাস্বরূপ (সংসারের ভার হয়ে থাকা); 3 গম্ভীর, অপ্রসন্ন (মুখ ভার করা); 4 অসুস্হ (পেট ভার); 5 দুষ্কর (চেনা ভার); 6 দুঃখে বা অভিমানে বিষাদগ্রস্ত (মুখ ভার)। [সং. √ ভৃ + অ]। ̃ .কেন্দ্র বি. গুরুত্বের বা ভারের ব্যাপ্তির মধ্যবিন্দু। ̃ .প্রাপ্ত বিণ. দায়িত্ব পেয়েছে এমন, দায়িত্বযুক্ত (ভারপ্রাপ্ত অফিসার)। ̃ .বাহ, ̃ .বাহক, ̃ .বাহী (-হিন্) বিণ. ওজন বা বোঝা বহন করে এমন (ভারবাহী পশু)। ̃ .যষ্টি বি. বাঁক। ̃ .সহ বিণ. ওজন বা ভার সহ্য করতে পারে এমন। ̃ .সাম্য বি. 1 বিভিন্ন দিকের ওজনের সমতা; 2 মানসিক স্হৈর্য বা অবিচলতা; 3 দুই পক্ষের শক্তির সমতা, balance of power. ̃ .হীন বিণ. হালকা। ভারাক্রান্ত বিণ. 1 ভারের আধিক্যযুক্ত (অশ্রুভারাক্রান্ত নয়ন); 2 চিন্তাক্লিষ্ট বা দুঃখক্লিষ্ট (ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে বিদায় জানালাম)। ভারার্পণ বি. দায়িত্ব দেওয়া।

ভারত [ bhārata ] বি. 1 ভারতবর্ষ; 2 বর্তমান ভারতরাষ্ট্র; 3 মহাভারত (যা নেই ভারতে তা নেই ভারতে); 4 ভারত-সূত্র; 5 নট। ̃ .বাসী (-সিন্) বি. বিণ. ভারতের অধিবাসী। ভারতীয় বিণ. 1 ভারতসম্বন্ধীয় (ভারতীয় পোশাক); 2 ভারতে উত্পন্ন বা বসবাসকারী (ভারতীয় বস্ত্র, ভারতীয় গম)। ☐ বি. ভারতের অধিবাসী বা নাগরিক (ভারতীয়দের সংগ্রাম)। বি. ̃ তা, ̃ ত্বভারত মহাসাগর ভারতের দক্ষিনে অবস্হিত মহাসাগরবিশেষ, the Indian Ocean. ̃ .মাতা বি. মাতা রূপে কল্পিত ভারতভূমি।

ভারত-নাট্যম [ bhārata-nāṭyama ] বি. দক্ষিণ ভারতে উদদ্ভূত সুবিখ্যাত ধ্রুপদী নৃত্য শৈলীবিশেষ।

ভারত-বর্ষ [ bhārata-barṣa ] বি. হিমালয় প্রর্বতমালার দক্ষিণে অবস্হিত তিন দিকে সমুদ্রবেষ্টিত দেশ। [সং. ভারত + বর্ষ]।

ভারত-বর্ষীয় [ bhārata-barṣīẏa ] বিণ. ভারতবর্ষসম্বন্ধীয়।

ভারতী [ bhāratī ] বি. 1 সরস্বতীদেবী; 2 বাণী, বাক্য, কথা; 3 ভাষা; 4 সংবাদ, বিবরণ; 5 সন্ন্যাসীসম্প্রদায়বিশেষের উপাধি। [সং. ভারতী + অ + ঈ + √ ভৃ + অত + ঈ]।

ভারতীয়, ভারতীয়তা, ভারতীয়ত্ব [ bhāratīẏa, bhāratīẏatā, bhāratīẏatba ] দ্র ভারত

ভারপ্রাপ্ত, ভারবাহ, ভারবাহী [ bhāraprāpta, bhārabāha, bhārabāhī ] দ্র ভার

ভারা [ bhārā ] বি. উঁচু জায়গায় বসে কাজ করার জন্য বাঁশের তৈরি মঞ্চবিশেষ, মাচা (রাজমিস্ত্রি ভারা বেঁধে কাজ করে)। [তু. ভার]।

ভারাক্রান্ত [ bhārākrānta ] দ্র ভার

ভারার্পণ [ bhārārpaṇa ] দ্র ভার

ভারি-ভুরি [ bhāri-bhuri ] বি. 1 জাঁক; 2 চাতুরি; 3 দম্ভ ('রাখ তোমার ভারিভুরি': চৈ. ভা.)। [তু. ভার]।

ভারী1 [ bhārī1 ] বিণ. 1 বেশি ওজনবিশিষ্ট, গুরুভার (ভারী বস্তা, ভারী ব্যাগ); 2 কঠিন, দায়িত্বপূর্ণ (ভারী কাজের দায়িত্ব); 3 সংখ্যায় বেশি (দলে ভারী); 4 খুব, খুব বেশি (ভারী চালাক, ভারী কষ্ট); 5 অপ্রসন্ন, গম্ভীর (মুখ ভারী)। [সং. ভার + ইন্]।

ভারী2 [ bhārī2 ] বিণ. বি. ভারবহনকারী। ☐ বি. যে ব্যক্তি কলসি টিন প্রভৃতিতে করে বাড়ি-বাড়ি জল সরবরাহ করে। [সং. ভার + ইন্]।

ভারুই [ bhārui ] বি. ভরত পাখি। [< ভরত, ভরদ্বাজ]।

ভারোত্তোলন [ bhārōttōlana ] বি. ওজন তোলা লোহার রডের দুই দিকে বিশেষ ওজনের লোহার চাকতি লাগিয়ে মাথার উপরে তোলবার প্রতিযোগিতা, weight-lifting. [সং. ভার + উত্তোলন]।

ভার্গব [ bhārgaba ] বি. (ভৃগুবংশজাত) পরশুরাম; শুক্রাচার্য। [সং. ভৃগু + অ]। স্ত্রী. [ভর্গবী]।

ভার্যা [ bhāryā ] বি. পত্নী, স্ত্রী। [সং. √ ভৃ + য + আ]।

ভাল2 [ bhāla2 ] বি. কপাল, ললাট ('শভ্রভালে সিন্দূরবিন্দু': রবীন্দ্র)। [সং. ভা + √ লা + আ]।

ভালাই [ bhālāi ] বি. কল্যাণ, মঙ্গল। [বাং. ভালো + আই]।

ভালুক [ bhāluka ] বি. সারা গায়ে ঘন বড়ো লোমযুক্ত এবং তীক্ষ্ণ নখ দন্তযুক্ত সচ. মাংসাশী বন্য জন্তুবিশেষ, ভল্লুক।

ভালো [ bhālō ] বিণ. 1 উত্তম (ভালো জিনিস); 2 শুভ, হিতকর (ভালো উপদেশ); 3 নীরোগ, সুস্হ (ভালো শরীর); 4 সত্ (ভালো লোক); 5 নিরীহ (ভালো মানুষ); 6 সুন্দর, মানানসই (ভালো দেখায় না, ভালো শুনায় না); 7 দক্ষ, পটু (ভালো মিস্ত্রি)। ☐ বি. শুভ, মঙ্গল, উপকার (পরের ভালো, দেশের ভালো, তোমার ভালো হোক)। ☐ অব্য. আচ্ছা, বেশ (ভালো, তাই হোক)। [প্রাকৃ. ভল্লঅ]। ভালো আপদ, ভালো জ্বালা বিরক্তি কষ্ট প্রভৃতি সূচক উক্তি বিশেষ (ভালো আপদ, আমি আবার ওকথা কখন বললাম?)। ভালো কথা বি. হিতবাক্য, উপকারী বা উত্কৃষ্ট উপদেশ। ☐ অব্য. হঠাত্ মনে পড়ল-এই ভাবসূচক উক্তি (ভালো কথা, তুমি কবে দিল্লি যাবে?)। ভালো করা ক্রি. বি. রোগমুক্ত করা উপকার করা (আমাকে সদুপদেশ দিয়ে ভালো করেছেন)। ভালো থাকা ক্রি. বি. সুস্হ থাকা স্বচ্ছন্দে থাকা (ভালো থেকো)। ভালো দেখানো ক্রি. বি সুন্দর বা মানানসই দেখানো (নিজ থেকে ওখানে যাওয়াটা ভালো দেখায় না)। ভালো রে ভালো ! বিরক্তি কষ্ট বিস্ময় প্রভৃতি সূচক উক্তিবিশেষ। ভালো লাগা ক্রি. বি. 1 উত্তম তৃপ্তিকর বা স্বাদু মনে হওয়া; 2 সুস্হ বোধ করা (আজ অনেকটা ভালো লাগছে)। ভালো হওয়া ক্রি. বি. 1 রোগমুক্ত হওয়া; 2 অসত্ থেকে সত্ হওয়া (বিপথে গিয়েছিল, এখন ভালো হয়েছে); 3 মঙ্গল বা উপকার হওয়া (ভগবান করুন, তোমার যেন ভালো হয়)। ̃ .মন্দ বি. 1 শুভাশুভ; মঙ্গলামঙ্গল; 2 একঘেয়েমি থেকে মুক্তি দেয় এমন জিনিস, ভালো জিনিস (বন্ধুর বাড়ি গিয়ে ভালোমন্দ খেয়েছে)। ̃ .মনে ক্রি-বিণ. সরল মনে। ভালোয় ভালোয় ক্রি-বিণ. নিরাপদে (ভালোয় ভালোয় পৌঁছতে পারলে বাঁচি)।

ভালো-বাসা [ bhālō-bāsā ] ক্রি. 1 প্রণয়যুক্ত বা প্রেমযুক্ত হওয়া; 2 অনুরাগী হওয়া (গান ভালোবাসে); 3 স্নেহ করা বা প্রীতিভাবাপন্ন হওয়া (ভাইবোনকে ভালোবাসে); 4 শ্রদ্ধা করা, ভক্তি করা; 5 আসক্ত বা আকৃষ্ট হওয়া; 6 পছন্দ করা (তুমি কি আম ভালোবাসো?)। বি. প্রণয়, প্রেম; অনুরাগ; স্নেহ-প্রীতি; শ্রদ্ধা, ভক্তি; আসক্তি; টান, পছন্দ। [বাং. ভালো + বাসা3]।

ভালো-মানুষ [ bhālō-mānuṣa ] বি. 1 সত্ ও নিরীহ লোক (তাঁর মতো ভালোমানুষকেও এত দুর্ভোগ ভূগতে হল?); 2 গোবেচারা ধরনের লোক (নিতান্তই ভালোমানুষ)। [বাং. ভালো + মানুষ]। ভালোমানুষ সাজা ক্রি. বি. ভালোমানুষির ভানকরা। ভালোমানুষি করা ক্রি. বি. নিরীহ লোকের মতো আচরণ করা।

ভাশুর [ bhāśura ] বি. স্বামীর বড়ো ভাই অর্থাত্ দাদা বা তত্স্হানীয় ব্যক্তি। [< সং. ভ্রাতৃ-শ্বশুর?]। ̃ ঝি বি. ভাশুরের মেয়ে। ̃ পো বি. ভাশুরের ছেলে। ভাশুুর-ভাদ্র বউ সম্পর্ক (আল.) যে অবস্হায় দুজনের মধ্যে কথাবার্তা বা আলাপ একেবারে নিষিদ্ধ।

ভাষ [ bhāṣa ] বি. 1 বাক্য, কথা ('বলো ধীর মধুর ভাষে': রবীন্দ্র); 2 উক্তি। [সং. √ ভাষ্ + অ]। ̃ বিণ. ভাষী, যে বলে, বক্তা। স্ত্রী. ভাষিকাভাষিত বিণ. উক্ত, কথিত।

ভাষণ [ bhāṣaṇa ] বি. 1 উক্তি, বাক্য; 2 বক্তৃতা (সেদিন বাইরে দাঁড়িয়ে আপনার ভাষণ শুনছিলাম)। [সং. √ ভাষ্ + অন]।

ভাষা [ bhāṣā ] বি. 1 মানুষ মনের ভাব বোঝাতে মুখ দিয়ে যে অর্থপূর্ণ শব্দাবলি প্রকাশ করে; 2 আকারে-ইঙ্গিতে বা অঙ্গভঙ্গির দ্বারা ভাবপ্রকাশ (পশুর ভাষা); 3 কোনো দেশের বা অঞ্চলের মানুষের ব্যবহৃত শব্দাবলি (বাংলা ভাষা, হিন্দি ভাষা); 4 ভাষাব্যবহারের বিশেষ ভঙ্গি (রবীন্দ্রনাথের গল্পের ভাষা); 5 কথার (ভাষা শুনলে গা জ্বলে যায়); 6 সংস্কৃত নয় এমন কোনো ভারতীয় কথ্য ভাষা ('প্রেমদাস রচিল ভাষায়') [সং. √ ভাষ্ + অ + আ]। ̃ .জ্ঞান বি. ভাষা সম্বন্ধে বোধ বা পাণ্ডিত্য। ̃ .তত্ত্ব, ̃ .বিজ্ঞান বি. ভাষার উদ্ভব, বিকাশ ও প্রকৃতি সম্বন্ধীয় তত্ত্ব বা বিজ্ঞান, philology, linguistics. ̃ .তাত্ত্বিক বিণ. ভাষাতত্ববিষয়ক (ভাষাতাত্ত্বিক অনুসন্ধান, ভাষাতাত্বিক বিশ্লেষণ)। ☐ বিণ. ভাষতাত্ত্বে পারংগম ব্যক্তি, linguist. ̃ .তীত বিণ. ভাষায় প্রকাশ করা যায় না এমন, বলে বোঝানো যায় না এমন, অনির্বচনীয়। ̃ .ন্তর বি. 1 এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ; 2 অন্য ভাষা। ̃ .ন্তরিত বিণ. অনূদিত, তর্জমা করা হয়েছে এমন (কবিতাটি ইংরেজিতে ভাষান্তরিত করা হয়েছে)। ̃ .বিদ বিণ. ভাষা সম্বন্ধে বিশেষজ্ঞ। ̃ .ভাষী বিণ. কোনো-একটি ভাষায় কথা বলে এমন (হিন্দি ভাষাভাষী মানুষের কথাও ভাবতে হবে)।

-ভাষী [ -bhāṣī ] (-র্ষিন্) বিণ. ভাষা ব্যবহারকারী, ভাষক, কথক (হিন্দিভাষী, রূঢ়ভাষী)। [সং. √ ভাষ্ + ইন্]। স্ত্রী. ভাষিনী (রূঢ়ভাষিণী)।

ভাষ্য [ bhāṣya ] বি. 1 ব্যাখ্যা; 2 সূত্রের ব্যাখ্যা বা ব্যাখ্যাগ্রন্হ (গীতাভাষ্য); 3 খেলা ইত্যাদির ধারাবিবরণী। ☐ বিণ. কথনীয়। [সং. √ ভাষ্ + য]। ̃ .কার বি. যে ব্যাখ্যা করে, ব্যাখ্যাকার, ব্যাখ্যাতা।

ভাস [ bhāsa ] বি. দীপ্তি, উজ্জ্বলতা, আভা; 2 শোভা, সৌন্দর্য; 3 শকুন; 4 কুক্কুট পাখি; 5 প্রাচীন সংস্কৃত নাট্যকারবিশেষ। [সং. √ ভাস্ + অ]।

ভাসন্ত [ bhāsanta ] বিণ. ভাসছে এমন, ভাসমান। [বাং. ভাসা + অন্ত]।

ভাস-মান1 [ bhāsa-māna1 ] বিণ. 1 শোভমান, দীপ্তিমান; 2 দীপ্যমান। [সং. √ ভাস্ + শানচ্]।

ভাস-মান2 [ bhāsa-māna2 ] বিণ. ভাসছে এমন, ভাসন্ত (আকাশে ভাসমান মেঘ)। [বাং. ভাসা + মান]।

ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ̃ বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্হা। ̃ নো ক্রি. বি. 1 ভাসিয়ে দেওয়া ('তালদিঘিতে ভাসিয়ে দেব': রবীন্দ্র; স্রোতে গা ভাসানো); 2 প্লাবিত করা (কেঁদে বুক ভাঁসিয়ে দিচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে (জলে ভাসানো নৌকো)। ভাসা-ভাসা বিণ. অগভীর, যত্সামান্য (ভাসা-ভাসা জ্ঞান)।

ভাস্কর [ bhāskara ] বি. 1 সূর্য 2 ধাতু পাথর প্রভৃতি দিয়ে মূর্তি নির্মাণকারী শিল্পী। [সং. ভাস্ + √ কৃ + অ]। ভাস্কর্য বি. ধাতু পাথর প্রভৃতি দিয়ে মূর্তি নির্মাণের শিল্প।

ভাস্বতী [ bhāsbatī ] দ্র ভাস্বানভাস্বর বিণ. দীপ্তিমান, উজ্জ্বল (সূর্যের ভাস্বর রশ্মি)। [সং. √ ভাস্ + বর]।

ভাস্বান [ bhāsbāna ] (-স্বত্) বিণ. দীপ্তিমান, উজ্বল। ☐ বি. সূর্য। [সং. √ ভাস্ + বত্]। বিণ. বি. (স্ত্রী.) ভাস্বতী

ভি আই পি [ bhi āi pi ] বি. বিণ. অতি গুরুত্বপূর্ণ মর্যাদাসম্পন্ন বা প্রতিপত্তিশালী লোক (এই সিটগুলো ভি আই পি-দের জন্য রাখা হয়েছে)। [< ইং. VIP Very Important Persons]।

ভিক্ষা [ bhikṣā ] বি. 1 প্রার্থনা, যাচ্ঞা (প্রাণ ভিক্ষা চাওয়া); 2 দরিদ্র ও নিঃস্ব ব্যক্তি কর্তৃক অন্যের কাছ থেকে পয়সা চালডাল বস্ত্র ইত্যাদি দয়ার দান চাওয়া; 3 দয়ার দান। [সং. √ ভিক্ষ্ + অ + আ]। ̃ .চর্যা বি. ভিক্ষাবৃত্তি, ভিক্ষা চাওয়া, ভিক্ষা চাওয়ার পেশা। ̃ .জীবী, ভিক্ষোপ-জীবী বিণ. ভিক্ষাকারী, ভিক্ষা করে যা পাওয়া যায় তাই দিয়ে জীবিকানির্বাহকারী। স্ত্রী. ভিক্ষা-জীবিনী, ভিক্ষোপ-জীবিনী। ̃ ন্ন বি. ভিক্ষাকরে যে অন্ন পাওয়া গেছে। ̃ .পাত্র বি. ভিক্ষালব্ধ বস্তু রাখবার পাত্র। ̃ .পুত্র বি. ব্রাহ্মণের পইতের সময় ব্রতভিক্ষা গ্রহণ করে পুত্রস্হানীয় হয়েছে এমন ব্রাহ্মণবালক। ̃ .বৃত্তি-ভিক্ষাচর্যা -র অনুরূপ। মা বি. উপনয়নে যে নারী ভিক্ষা দেন। ̃ র্থী বিণ. ভিক্ষাপ্রার্থী, যে ভিক্ষা চায়, যাচক। স্ত্রী. ̃ র্থিনী। ̃ .লব্ধ বিণ. ভিক্ষা করে পাওয়া গেছে এমন (ভিক্ষালব্ধ চাল)। ভিক্ষিত বিণ. চাওয়া বা প্রার্থনা করা হয়েছে এমন।

ভিক্ষু [ bhikṣu ] বি. 1 ভিক্ষার সাহায্য জীবনধারণ করে এমন বৌদ্ধ সন্ন্যাসী, শ্রমণ; 2 চতুর্থাশ্রমী সন্ন্যাসী; 3 ভিখারি। [সং. √ ভিক্ষ্ + উ]। স্ত্রী. ̃ ণী

ভিক্ষুক [ bhikṣuka ] বিণ. বি. ভিখারি; ভিক্ষাজীবী; ভিক্ষাপ্রার্থী, ভিক্ষা চায় এমন। [সং. ভিক্ষু + ক]।

ভিজিট [ bhijiṭa ] বি. ডাক্তারের ফি বা দক্ষিণা (ভিজিট না নিয়েই চলে গেছেন ডাক্তারবাবু)। [ইং. visit]।

ভিজে [ bhijē ] বিণ. জলের সংস্পর্শে এসে নরম ও জলসিক্ত হয়েছে এমন। [বাং. √ ভিজ্]। ভিজে বেড়াল (আল.) দেখতে নিরীহ হলেও আসলে দুষ্ট প্রকৃতির লোক।

ভিটামিন [ bhiṭāmina ] বি. 1 খাদ্যবস্তুর যে-অংশ মানুষকে জীবনীশক্তি দেয়, খাদ্যপ্রাণ; 2 যে-ওষুধে খাদ্যপ্রাণ আছে। [ইং. vitamin]।

ভিটে [ bhiṭē ] দ্র ভিটা

ভিডিয়ো [ bhiḍiẏō ] বিণ. বি. টেলিভিশনে দেখবার জন্য ক্যাসেট ধরে রাখা ছবি বা দৃশ্য বা সেই দৃশ্য বিষয়ক (ভিডিয়ো ক্যাসেট)। [ইং. video]।

ভিড় [ bhiḍ় ] বি. বহুলোকের এক জায়গায় বিশৃঙ্খল সমাবেশ, ঠাসাঠাসি, জনতা (রাস্তায় খুব ভিড়)। [দেশি]। ̃ .ভাট্টা বি. (কথ্য) খুব ভিড়, বিরক্তিকর জনসমাবেশ বা লোকের ঠাসাঠাসি (আমি ভিড়ভাট্টা এড়িয়ে চলি)।

ভিত [ bhita ] বি. 1 দেওয়াল পাঁচিল বা পাকা বাড়ির যে-অংশ মাটির নীচে পোঁতা থাকে, ভিত্তি (বাড়ির ভিতটা মজবুত করতে হয়); 2 ভিত তৈরীর জন্য মাটি কেটে তৈরি গর্ত (ভিত কাটা হচ্ছে); 3 দিক, পাশ ('তালবন তারি চারি ভিতে': রবীন্দ্র)। [সং. ভিত্তি]।

ভিতর [ bhitara ] বি. অভ্যন্তর, মধ্য (বনের ভিতরে, এক মাসের ভিতর)। ☐ বিণ. অভ্যন্তরস্হ, মধ্যের, মধ্যবর্তী (ভিতর মহল, ভিতরদিক)। [প্রাকৃ. ভিত্তর]। ̃ .কার বিণ. ভিতরের, মধ্যের (ঘরের ভিতরকার জিনিসপত্র)। ̃ .বাড়ি বি. অন্দরমহল। ভিতরে ভিতরে ক্রি-বিণ. তলে তলে, গোপনে (ভিতরে ভিতরে সে প্ল্যান আঁটছিল)।

ভিত্তি [ bhitti ] বি. 1 ভিত, বনিয়াদ, (সুদৃঢ় ভিত্তি স্হাপন করা, সমাজের ভিত্তি); 2 দেওয়াল; 3 মূল, কারণ (অভিযোগ ভিত্তিহীন)। [সং. √ ভিদ্ + তি]। ̃ .প্রস্তর বি. বনিয়াদ তৈরির সময় প্রথম যে পাথর বা ইট স্হাপন করা হয়। ̃ .ভূমি বি. যে ভূমি জুড়ে ভিত তৈরি করা হয়। ̃ .মূল বি. বনিয়াদের যে অংশ মাটির নীচে থাকে। ̃ .হীন বিণ. কারণহীন, অমূলক। -ভিত্তিক বিণ. (সমাসের উত্তরপদে) ভিত্তি বা মূলবিশিষ্ট (আদর্শভিত্তিক কর্মসূচী, ব্যক্তিভিত্তিক আন্দোলন)।

ভিদ্য-মান [ bhidya-māna ] বিণ. ভেদ করা হচ্ছে এমন। [সং. √ ভিদ্ + শানচ্]।

ভিন্দি-পাল [ bhindi-pāla ] বি. প্রাচীন ভারতীয় ক্ষেপণাস্ত্রবিশেষ। [সং. ভিন্দি + √ পাল্ + অ]।

ভিন্ন [ bhinna ] বিণ. 1 অন্য (ভিন্ন ব্যাপার, ভিন্ন কথা); 2 আলাদা, পৃথক (ভিন্ন হয়ে বসো); 3 বিচ্যুত, বিযুক্ত, খণ্ডিত, বিভক্ত (ছিন্নভিন্ন দেহ); 4 একান্নবর্তী নয় এমন, হাঁড়ি আলাদা এমন (ভাইয়েরা ভিন্ন হয়েছে)। ☐ অব্য. অনু. ছাড়া, বিনা, ব্যতীত (এ কাজ সে ভিন্ন আর কেউই পারবে না)। [সং. √ ভিদ্ + ত]। ̃ তা বি. অন্যত্ব; পার্থক্য (চালচলনের ভিন্নতা)। ̃ .রুচি বিণ. আলাদা বা অন্যরকম রুচিবিশিষ্ট। ভিন্নার্থ বি. অন্য অর্থ বা তাত্পর্য। ☐ বিণ. অন্য অর্থ বা তাত্পর্যযুক্ত। ভিন্নার্থক বিণ. ভিন্ন অর্থযুক্ত (ভিন্নার্থক শব্দ)।

ভিপি [ bhipi ] বি. ডাকে পাঠানো যে বস্তুর ডাকমাশুল প্রাপককে দিতে হয় [ইং. value payable post]।

ভিম-রুল [ bhima-rula ] বি. বোলতাজাতীয় কিন্তু বড়ো ও কালো এবং তীব্র বিষযুক্ত হুল-ফোটানো পতঙ্গবিশেষ। [< সং. ভৃঙ্গরোল]। ভিমরুলের চাক দলবদ্ধ ভিমরুলের তৈরি গোলাকার বাসা। ভিমরুলের চাকে ঘা (বা খোঁচা) দেওয়া (আল.) হিংস্র ও একতাবদ্ধ জনতাকে উত্তেজিত করা।

ভিয়ান, [ bhiẏāna, ] (কথ্য) ভিয়েন বি. রসগোল্লা সন্দেশ ইত্যাদি মিঠাই তৈরি করার কাজ (ভিয়েন বসানো)। [দেশি]।

ভির-কুটি [ bhira-kuṭi ] বি. (কথ্য) ভ্রূকুটি। [সং. ভ্রূকুটি]।

ভিরমি, ভির্মি [ bhirami, bhirmi ] বি. হঠাত্ মাথা ঘুরে যাওয়া বা তজ্জনিত মূর্ছা (ভিরমি খেয়ে পড়ল)। [সং. ভ্রমি]।

ভিল [ bhila ] বি. ভারতের আদিম উপাজতিবিশেষ (ভিল সর্দার)। [সং. ভিল্ল]।

ভিষক [ bhiṣaka ] (-ষজ্) > ষক্) বি. চিকিত্সক; বৈদ্য। [সং. √ ভিষজ্ + ক্বিপ্। বিণ. ভেষজ

ভিশতি [ bhiśati ] দ্র ভিস্তি

ভিসা [ bhisā ] বি. দেশ ছেড়ে অন্য দেশে যাবার বা বিদেশে প্রবেশের অনুমতিপত্রে অর্থাত্ পাসপোর্টে নির্দেশমূলক স্বাক্ষর, প্রবাসাজ্ঞা, বিদেশে যাবার ছাড়পত্র। [ইং. visa]।

ভিস্তি [ bhisti ] বি. 1 জল বয়ে নিয়ে যাবার জন্য ব্যবহৃত চামড়ার থলিবিশেষ, মশক (ভিস্তিতে করে জল নেওয়া); 2 মশকে করে যে-ব্যক্তি জল বহন ও সরবরাহ করে। [ফা. বিহিশত্]। ̃ .ওয়ালা বি. যে-ব্যক্তি মশকে করে জল বহন ও সরবরাহ করে ('রোগা এক ভিস্তিওয়ালা': সু. রা)।

ভীত [ bhīta ] বিণ. ভয় পেয়েছে এমন, শঙ্কিত (এত সহজে তিনি ভীত হন না)। [সং. ভী + ত]। স্ত্রী. ভীতা। ভীতি বি. ভয়, শঙ্কা।

ভীতু [ bhītu ] দ্র ভিতু

ভীম [ bhīma ] বিণ. ভীষণ, ভয়ংকর, প্রচণ্ড (ভীমাকৃতি, ভীমদর্শন রাক্ষস)। ☐ বি. মহাভারতের মধ্যমপাণ্ডব ভীমসেন। [সং. √ ভী + ম। স্ত্রী. ভীমা। ̃ .বিক্রম বি. প্রচণ্ড পরাক্রম।

ভীম-পলশ্রী, ভীম-পলাশি [ bhīma-palaśrī, bhīma-palāśi ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। [দেশি]।

ভীম-রতি [ bhīma-rati ] বি. 1 বার্ধক্যজনিত ঈষত্ বুদ্ধিভ্রংশ বা খ্যাপামি; 2 (মূল অর্থ) 77 বছর 7 মাস বয়সের সপ্তম রাত্রি (বর্ত. এই অর্থ অপ্র.)। [সং. ভীমরথী? < ভ্রমার্তি ?]।

ভীমা, ভীমাকৃতি [ bhīmā, bhīmākṛti ] দ্র ভীম

ভীরু [ bhīru ] বিণ. ভয়শীল, ভিতু, সহজেই ভয় পায় এমন। [সং. √ ভী + রু]। ̃ বিণ. ভীরু, ভয়শীল। ̃ তা বি. ভয়শীলতা, সহজেই বা অল্পেই ভয় পাওয়া।

ভীষণ [ bhīṣaṇa ] বিণ. 1 ভয়ংকর, ভীতিজনক, সাংঘাতিক (ভীষণ মূর্তি); 2 (কথ্য) দারুণ, অত্যন্ত (ভীষণ খিদে, ভীষণ বিপদ)। [সং. √ ভী + ণিচ্ + অন]। বি. ̃ তা, ̃ .ত্ব। স্ত্রী. ভীষণা। ̃ .দর্শন বিণ. দেখতে ভয়ংকর (ভীষণদর্শন রাক্ষস)।

ভীষিত [ bhīṣita ] বিণ. ভয় দেখানো হয়েছে এমন। [সং. √ ভী + ণিচ্ + ত]। স্ত্রী. ভীষিতা

ভীষ্ম [ bhīṣma ] বিণ. (অপ্র.) ভীষণ। ☐ বি. (মহাভারতে) রাজা শান্তুনু ও গঙ্গাদেবীর পুত্র এবং কৌরবপাণ্ডবদের পিতামহ দেবব্রত যিনি কখনো বিবাহ করবেন না এই ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন বলে অতঃপর ভীষ্ম নামে পরিচিত হন। [সং. √ ভী + ম]। ভীষ্মের প্রতিজ্ঞা অতি কছিন ও অটল প্রতিজ্ঞা।

ভুঁই [ bhum̐i ] বি. 1 ভূমি (ভুঁয়ে লুটায়); 2 মাটি; খেত (ভুঁইকুমড়ো); 3 স্হান, ঠাঁই 4 (বিদেশবিভুঁই)। [< সং. ভূমি]। ̃ .কুমড়ো বি. মাটিতে জন্মায় এমন কুমড়োবিশেষ। ̃ .চাঁপা বি. লালচে রঙের সুগন্ধি ফুলবিশেষ। ̃ .ফোঁড় বিণ. (আল.) 1 হঠাত্ বড়োলোক হয়েছে এমন; 2 হঠাত্ আবির্ভূত হয়েছে এমন। ☐ বি. ছত্রাকজাতীয় উদ্ভিদবিশেষ। ̃ .মালী বি. 1 ঝাড়ুদার; 2 (আঞ্চ.) ঢাকি।

ভুঁইয়া [ bhum̐iẏā ] বি. সামন্ত নৃপতি বা জমিদার। [সং. ভৌমিক]। বারো ভুঁইয়া বাংলার ঐতিহাসিক বারোজন প্রতাপশালী জমিদার, যথা-চাঁদ রায়, কেদার রায়, কন্দর্পনারায়ণ, প্রতাপাদিত্য, ইশা খাঁ, মুকুন্দ রায়, লক্ষ্মণমানিক্য, ফজল গাজি, হাম্বিরমল্ল, গণেশ রায়, কংসনারায়ণ, রামকৃষ্ণ ও পীতাম্বর।

ভুঁড়ি [ bhun̐ḍ়i ] বি. বড়ো বা মোটা পেট, চর্বিতে ফুলে-ওঠা পেট। [দেশি]। ভুঁড়ো বিণ. ভুঁড়িযুক্ত, ভুঁড়িওয়ালা ('বাঁশবনের কাছে ভুঁড়ো শেয়ালি নাচে': ছড়া)।

ভুঁদো [ bhun̐dō ] বিণ. 1 মোটা, স্হূলকায় (ভুঁদো চেহারার লোক); 2 বোকা, স্হূলবুদ্ধি। স্ত্রী. ভুঁদি। [দেশি]। দ্র ভোঁদা

ভুক [ bhuka ] বিণ. 1 খাদক, যে খায় (পিপীলিকাভুক); 2 যে ভোগ করে, ভোগকারী (বেতনভুক)। [সং. ভুজ্]।

ভুক-ভুক [ bhuka-bhuka ] অব্য. দমকে ধোঁয়া প্রভৃতি ছাড়ার আওয়াজ। [ধ্বন্যা.]।

ভুক্ত [ bhukta ] বিণ. 1 খাওয়া হয়েছে এমন (ভুক্তাবশেষ); 2 ভোগ করা হয়েছে এমন; 3 অন্তর্ভুক্ত, অভ্যন্তরে আছে এমন (দলভুক্ত)। [সং. √ ভূজ্ + ত]। ̃ .ভোগী (-গিন্) বিণ. বি. পূর্বে যে ভোগ করেছে বা কষ্ট পেয়েছে এমন। ভুক্তাব-শেষ বি. খাওয়ার পরে যা অবশিষ্ট থাকে বা পড়ে থাকে। বিণ. ভুক্তাব-শিষ্ট

ভুক্তি [ bhukti ] বি. 1 ভোজন, আহার; 2 ভোগ, উপভোগ; 3 দখল; 4 অন্তর্ভুক্ত হওয়া (নিবন্ধভুক্তি)। [সং. √ ভুজ্ + তি]।

ভুখ [ bhukha ] বি. ক্ষুধা। [< সং. বুভুক্ষা]। ভুখা বিণ. ক্ষুধার্ত। ভুখ-মিছিল, ভুখা-মিছিল বি. অন্নাভাবের প্রতিকারের দাবিতে ক্ষুধার্ত মানুষের মিছিল।

ভুগা, ভোগা [ bhugā, bhōgā ] ক্রি. 1 দুঃখকষ্ট সহ্য করা; 2 কষ্ট পাওয়া (অসুখে ভুগছে)। [বাং. √ ভুগা। ভোগানো ক্রি. দুঃখকষ্ট ইত্যাদি সহ্য করানো; কষ্ট দেওয়া (লোকটাকে এত ভোগাচ্ছ কেন?)।

ভুজ [ bhuja ] বি. 1 হাত, বাহু (ভুজবন্ধন, ভুজপাশ); 2 (জ্যামি.) ত্রিকোণ চতুষ্কোণ প্রভৃতি ক্ষেত্রের সীমা নির্দেশক সরলরেখা ত্রিভুজ, চতুর্ভুজ)। [সং. √ ভুজ্ + অ]। ̃ .পাশ, ̃ .বন্ধন বি. বাহুর বেষ্টন, আলিঙ্গন। ̃ .বল বি. দেহের শক্তি।

ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম [ bhujaga, bhujaṅga, bhujaṅgama ] বি. সাপ। [সং. ভুজ + √ গম্ + অ]। স্ত্রী. ভুজগী, ভুজঙ্গী, ভুজঙ্গমী, (বাং.) ভুজঙ্গিনি

ভুজু-ভাজুং [ bhuju-bhāju ] বি. তুচ্ছ বা মিথ্যা বা অকিঞ্চিত্কর যুক্তিতর্কের সাহায্যে প্রবোধ বা বুঝ (ভুজুংভাজুং দিয়ে দলে টেনেছে)। [দেশি]।

ভুজ্জি [ bhujji ] বি. দেবতা বা পরলোকগত পিতৃপুরুষের উদ্দেশে নিবেদিত অন্ন ইত্যাদি। [< সং ভোজ্য]।

ভুঞ্জন [ bhuñjana ] বি. 1 ভোজন; 2 উপভোগ। [< সং. √ ভুজ্]।

ভুঞ্জা [ bhuñjā ] ক্রি. (কাব্যে) ভোগ করা, উপভোগ করা; (কন্টকশয়ানে/ভুঞ্জেছি, জাগর স্বপ্নে' সু. দ); ভোজন করা। [সং. √ ভুজ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. ভোগ বা উপভোগ করানো; ভোজন করানো। ভুঞ্জিত বিণ. উপভোগ করা হয়েছে এমন; ভোজন করা হয়েছে এমন, ভুক্ত।

ভুট-ভাট [ bhuṭa-bhāṭa ] বি. অব্য. পেটের মধ্যে অজীর্ণজনিত শব্দ। [ধ্বন্যা.]।

ভুটানি [ bhuṭāni ] বি. ভুটানের অধিবাসী বা ভাষা, ভুটিয়া (শীতের মরশুমে ধর্মতলা ভুটানিতে ছেয়ে যায়)। ☐ বিণ. ভুটান বা ভুটানের অধিবাসীসম্বন্ধীয় (ভুটানি খাবার, ভুটানি পোশাক)। [ভুটান + বাং. ই]।

ভুট্টা [ bhuṭṭā ] বি. খাদ্যশষ্যবিশেষ, মকাই, maize। হি.।

ভুড়-ভুড় [ bhuḍ়-bhuḍ় ] বি. অব্য. ক্রমাগত বুদ্বুদ ফাটার শব্দ। [ধ্বন্যা.]। ভুড়-ভুড়ি বি. বুদ্বুদ।

ভুড়ুক-ভুড়ুক [ bhuḍ়uka-bhuḍ়uka ] বি. অব্য. গড়গড়ায় বা হুঁকোয় তামাক খাবার শব্দ (ভুড়ুকভুড়ুক করে তামাক টানছে)। [ধ্বন্যা.]।

ভুতি, ভুতুড়ি [ bhuti, bhutuḍ়i ] বি. কাঁঠালের ভিতরের বর্জ্য অংশ। [দেশি]।

ভুতুড়ে [ bhutuḍ়ē ] দ্র ভূতুড়ে

ভুনি-খিচুড়ি [ bhuni-khicuḍ়i ] বি. যে খিচুড়িতে চাল-ডাল ঘিয়ে অল্প ভেজে নেওয়া হয়। [হি. ভুনি খেচৌড়ি]।

ভুবঃ [ bhubḥ ] (-বস্), ভুবর্লোক বি. 1 পুরাণে বর্ণিত সপ্তস্বর্গের অন্যতম; 2 অন্তরিক্ষ, আকাশ; 3 ব্যাহৃতিবিশেষ। [সং. ভুবঃ, ভুবর্ + লোক]।

ভুবন [ bhubana ] বি. 1 পুরাণে বর্ণিত সপ্তস্বর্গ ও সপ্তপাতাল এই চতুর্দশ লোক; 2 জগত্, পৃথিবী। [সং. √ ভূ + অন। ̃ .জয়ী (-য়িন্) বিণ. ভুবনকে জয় করেছে এমন। ̃ .বিখ্যাত বিণ. সারা পৃথিবীতে বিখ্যাত, বিশ্ববিখ্যাত। ̃ মোহন বিণ. সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে এমন। স্ত্রী. ̃ .মোহিনীভুবনেশ্বর বি. 1 ত্রিভুবনের অধিপতি 2 ঈশ্বর; 3 ওড়িশা রাজ্যের রাজধানী 4 ওই স্হানের শিবলিঙ্গবিশেষ। ভুবনেশ্বরী বি. (স্ত্রী.) 1 সারা পৃথিবীর অধিশ্বরী; 2 দশমহাবিদ্যার অন্যতমা।

ভুর-ভুর [ bhura-bhura ] বি. অব্য. গন্ধে পূর্ণ বা আমোদিত হওয়ার ভাব (কাঁঠালের গন্ধে ভুরভুর করছে ঘরটা)। [ধ্বন্যা.]।

ভুল [ bhula ] বি. 1 ভ্রম, ভ্রান্তি (বইখানা ভুলে ভরা); 2 বিস্মৃতি (ডালে নুন দিতে ভুল হয়েছে); 3 প্রলাপ (ভুল বকা); 4 অযথার্থ ধারণা (বন্ধুকে শত্রু বলে ভুল করা)। ☐ বিণ. 1 ভ্রান্ত, ভ্রমপূর্ণ (ভুল কথা); 2 বেঠিক (ভুল লোক, ভুল অঙ্ক); 3 অযথার্থ (ভুল খবর)। [< সং. √ হ্বল্]। ̃ .চুক, ̃ .ভ্রান্তি বি. ছোটোবড়ো ভুল; ছোটোখাটো ভুল; অনবধানতা। ভুল বোঝাবুঝি বি. পরস্পরের মধ্যে বোঝাপড়ার ঘাটতি। ঠিকে ভুল (অপ্র.) যোগে ভুল।

ভুলানো, ভোলানো [ bhulānō, bhōlānō ] ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো ('আমার নয়ন ভুলানো এলে': রবীন্দ্র)। ☐ বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। ☐ বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)।

ভুশ [ bhuśa ] অব্য. বি. জল কাদা প্রভৃতির ভিতর থেকে হঠাত্ জেগে ওঠার শব্দ (ভুশ করে ভেসে উঠল)। [ধ্বন্যা.]।

ভুশণ্ডি [ bhuśaṇḍi ] দ্র ভূশণ্ডি

ভুশুড়ি [ bhuśuḍ়i ] বি. কাঁঠালের ভুতি বা ভুতুড়ি। [দেশি]। ভুশুড়ি ভাঙা ক্রি. বি. প্রচুর খাওয়া, ভূরিভোজন করা। গল্পের ভুশুড়ি ভাঙা ক্রি. বি. ক্রমাগত একটার পর একটা গল্প বলা।

ভুষ্টি-নাশ [ bhuṣṭi-nāśa ] বি. ধ্বংস বা সর্বনাশ (টাকার ভুষ্টিনাশ, কাজের ভুষ্টিনাশ)। [দেশি]।

ভুসি [ bhusi ] বি. গম ডাল প্রভৃতি শস্যের খোসা বা চোকলা। [< সং. বুস]। ̃ .মাল বি. বাজে বা সারহীন বস্তু।

ভুসো2 [ bhusō2 ] বি. ধোঁয়া থেকে উত্পন্ন কালি বা ঝুল; কাজল (ভুসোকালি)। [< সং. ভস্মন্]। ̃ .কালি বি. ধোঁয়া থেকে তৈরি কালি বা কাজল।

ভূ1 [ bhū1 ] (ভূস্) বি. 1 পুরাণোক্ত সপ্তলোকের অন্যতম; 2 ব্যাহৃতিবিশেষ; 3 পৃথিবী। [সং. ভূস্]।

ভূ2 [ bhū2 ] বি. 1 পৃথিবী (ভূপৃষ্ঠ, ভূতল); 2 স্হল, স্হান, ভূমি (ভূদান)। [সং. √ ভূ + ক্বিপ্]। ̃ কম্প, ̃ কম্পন বি. ভূমিকম্প। ̃ খণ্ড বি. প্রদেশ, দেশ (আরব ভূখণ্ড)। ̃ গর্ভ বি. পৃথিবী বা মাটির অভ্যন্তর। ̃ গোল বি. পৃথিবীর বিবরণ, geography. ̃ গোলক বি. পৃথিবীর আকারাদির চিত্রসংবলিত গোলক, globe. ̃ চর বিণ. স্হলে বিচরণ করে এমন, স্হলচর। ̃ চিত্র বি. মানচিত্র, map. চ্ছায়া বি. গ্রহণের সময় চাঁদে পৃথিবীর যে ছায়া পড়ে। ̃ তত্ত্ব, ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. ভূপৃষ্ঠ ও তার নিম্নবর্তী স্তরসমূহ-সম্বন্ধীয় বিজ্ঞান, geology. ̃ তল বি. 1 পৃথিবীপৃষ্ট; 2 পাতাল। ̃ দেব বি. ব্রাহ্মণ। ̃ ধর, ̃ ভৃত্ বি. পর্বত। ̃ , ̃ পতি, ̃ পাল বি. রাজা। ̃ পতিত বিণ. মাটিতে বা ভূপৃষ্ঠে পড়ে গেছে এমন। ̃ পর্যটক বি. সারা পৃথিবী যে ভ্রমণ করে। ̃ পর্যটন বি. সারা পৃথিবীতে ভ্রমণ। ̃ পাতিত বিণ. ভূপৃষ্ঠে বা মাটিতে ফেলা হয়েছে এমন। ̃ পৃষ্ঠ বি. পৃথিবীর উপরিতল; মাটি। ̃ প্রদক্ষিণ বি. পৃথিবীর চার দিকে ভ্রমণ। ̃ বিদ্যা-ভূতত্ত্ব -র অনুরূপ। ̃ বিষুব-রেখা বি. নিরক্ষরেখা। ̃ ভাগ বি. পৃথিবী। ̃ ভার বি. পৃথিবীর পাপের বোঝা। ̃ ভারত বি. 1 পৃথিবী ও ভারতবর্ষ; 2 সমস্ত পৃথিবী (এমন ঘটনা ভূভারতে কখনো ঘটেনি)। ̃ মণ্ডল বি. পৃথিবী। ̃ মধ্য বি. পৃথিবীর মধ্যস্হল; পৃথিবীর যেকোনো স্হান। ̃ মধ্য-রেখা বি. (ভূগো.) পৃথিবীর মধ্যস্হল বেষ্টনকারী রেখা। ̃ মধ্য-সাগর বি. ইয়োরোপের দক্ষিণে অবস্হিত সাগরবিশেষ। ̃ লুণ্ঠিত বিণ. 1 মাটিতে বা ধুলোয় লুটোচ্ছে এমন; 2 (আল.) অপদস্হ ও বিপর্যস্ত (মর্যাদা ভূলুণ্ঠিত)। ̃ লোক বি. পৃথিবী। ̃ শয্যা বি. মাটির শয্যা, ভূমিরূপ শয্যা; মাটিতে বা মেঝেতে শোয়া। ̃ সম্পত্তি বি. জমিজমা, খেতখামার; জমিদারি (ভূসম্পত্তি দেখাশোনা)। ̃ স্বর্গ বি. 1 মেরুপর্বত; 2 (আল.) কাশ্মীর। ̃ স্বামী বি. অনেক জমির মালিক, জমিদার।

ভূকম্প, ভূকম্পন, ভূগর্ভ, ভূগোল, ভূগোলক, ভূচর, ভূচিত্র, ভূচ্ছায়া [ bhūkampa, bhūkampana, bhūgarbha, bhūgōla, bhūgōlaka, bhūcara, bhūcitra, bhūcchāẏā ] দ্র ভূ2

ভূত [ bhūta ] বি. 1 শিবের অনুচর দেবযোনিবিশেষ (ভূতনাথ); 2 অশরীরী প্রেত বা পিশাচ (ভূতের ভয়); 3 জীব, প্রাণী (সর্বভূতে দয়া); 4 ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান (পঞ্চভূত)। ☐ বিণ. 1 অতীত (ভূতপূর্ব মন্ত্রী); 2 ঘটিত, পরিণত (দ্রবীভূত, বাষ্পীভূত); 3 বিদ্যমান, রয়েছে এমন (অন্তর্ভূত)। [সং. √ ভূ + ত]। ̃ .কাল বি. অতীত কাল। ̃ .গ্রস্ত বিণ. ভূতপ্রেতের দ্বারা আক্রান্ত বা আবিষ্ট। ̃ .চতুর্দশী বি. কার্তিক মাসের কৃষ্ণাচতুর্দশী তিথি। ̃ .ধাত্রী, ̃ .ধারিণী বি. পৃথিবী। ̃ .নাথ বি. শিব। ̃ .পূর্ব বিণ. প্রাক্তন, আগেকার। ̃ .প্রেত বি. প্রেতযোনিসমূহ ̃ .বলি, ̃ .যজ্ঞ বি. প্রাণীদের অন্নদান করার শাস্ত্রানুমত কর্তব্য। ̃ .ভাবন বি. জীবের সৃষ্টিকর্তা বা পালক শিব। ̃ .ময় বিণ. পঞ্চভূতের দ্বারা গঠিত। ̃ .যোনি বি. 1 প্রেতজন্ম; 2 ভূতপ্রেত। ̃ .শুদ্ধি বি. পূজাদি করে পাঞ্চভৌতিক দেহের সংস্কার। ভূতাত্মা বি. দেহী, প্রাণী; জীবাত্মা। ভূতাবিষ্ট বিণ. ভূতগ্রস্ত। ভূতাবেশ বি. ভূতের আক্রমণ; ভূতগ্রস্ত অবস্হা। ভূতেশ বি. শিব, ভূতনাথ।

ভূতি [ bhūti ] বি. 1 বিভূতি, আটটি ঐশ্বর্য যথা অণিমা মহিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিতা বশিতা ও কামাবশায়িতা; 2 উত্পত্তি, অভ্যুদয় 3 (বিরল) ভস্ম। [সং. √ ভূ + তি]।

ভূতুড়ে [ bhūtuḍ়ē ] বিণ. 1 ভূতপ্রেতসম্বন্ধীয় (ভূতুড়ে গল্প); 2 ভূতপ্রেত দ্বারা কৃত (ভূতুড়ে কাণ্ড); 3 অবিশ্বাস্য। [সং. ভূত + বাং. ড়িয়া > ড়ে]।

ভূদেব, ভূধর, ভূপ, ভূপতি, ভূপতিত, ভূপাতিত, ভূপাল [ bhūdēba, bhūdhara, bhūpa, bhūpati, bhūpatita, bhūpātita, bhūpāla ] দ্র ভূ2

ভূপালি [ bhūpāli ] বি. সংগীতের সন্ধ্যাকালীন রাগিণীবিশেষ।

ভূবিজ্ঞান, ভূবিদ্যা, ভূভার, ভূভারত, ভূমণ্ডল, ভূমধ্য, ভূমধ্যসাগর [ bhūbijñāna, bhūbidyā, bhūbhāra, bhūbhārata, bhūmaṇḍala, bhūmadhya, bhūmadhyasāgara ] দ্র ভূ2

ভূম [ bhūma ] বি. (কাব্যে) ভূমি ('শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে': রবীন্দ্র)। [< সং. ভূমি]।

ভূমা [ bhūmā ] (-মন্) বি. 1 সর্বব্যাপী পুরুষ; 2 বহুত্ব। ☐ বিণ ভূয়িষ্ঠ, বহুল (ভুমানন্দ)। [সং. বহু + ইমন্]।

ভূমি [ bhūmi ] বি. 1 পৃথিবী; 2 ভূপৃষ্ঠ, মাটি; 3 মেঝে (ভূমিশয্যা); 4 ক্ষেত্র, জমি (নিষ্কর ভূমি, ভূমিহীন প্রজা); 5 আধার (বিশ্বাসভূমি); 6 দেশ (জন্মভূমি); 7 তল, তলা (সপ্তভূমিক অট্টালিকা); 8 (জ্যামি.) ত্রিভূজের শীর্ষবিন্দুর বিপরীত দিকের বাহু, basc. [সং. √ ভূ + মি]। ̃ .কম্প বি. ভূমির অর্থাত্ পৃথিবীর কম্পন। ̃ গর্ভ বি. পৃথিবীর অভ্যন্তর, ভূপৃষ্ঠে নিম্নবর্তী স্হান। ̃ বিণ. মাটিতে বা খেতে উত্পন্ন; কৃষিজাতা। ̃ .তল বি. ভূপৃষ্ঠ, মাটির বা জমির উপরিতল, ভূতল। ̃ .দাস বি. অন্যের জমিতে বাধ্যতামূলক ভাবে যে শ্রমিক বেগার খাটে, সার্ফ। ̃ .শয্যা বি. মাটিতে পড়ে যাওয়া, ধরাশায়ী হওয়া; ভূমিরূপ শয্যা। ̃ .সংস্কার বি. চাষের জমির এবং চাষির অবস্হার উন্নতিসাধন। ̃ .সাত্ বিণ. ভূমিতে পতিত; মাটির সঙ্গে মিশে গেছে এমন (ঘরবাড়ি সব ভূমিসাত্ হয়ে গেছে)।

ভূমিকা [ bhūmikā ] বি. 1 মুখবন্ধ, সূচনা (আর ভূমিকা না করে আসল কথাটা বলো) 2 প্রস্তাবনা (বইয়ের ভূমিকা); 3 বেশধারণ; রূপান্তর-পরিগ্রহ; 4 অভিনয়ের অংশ বা চরিত্র (রামের ভূমিকায় অভিনয় করেছে)। [সং. ভূমি + ক + আ]।

ভূমিগর্ভ, ভূমিজ, ভূমিতল, ভূমিশয্যা [ bhūmigarbha, bhūmija, bhūmitala, bhūmiśayyā ] দ্র ভূমি

ভূমিষ্ঠ [ bhūmiṣṭha ] বিণ. 1 প্রসূত (সন্তান ভূমিষ্ট হল); 2 ভূমিতে পতিত; 3 ভূলুণ্ঠিত (ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল)। [সং. ভূমি + √ স্হা + অ]। স্ত্রী. ভূমিষ্ঠা

ভূমিসংস্কার, ভূমিসাত্ [ bhūmisaṃskāra, bhūmisāt ] দ্র ভূমি

ভূম্যধি-কারী [ bhūmyadhi-kārī ] (-রিন্) বি. জমিদার, ভূস্বামী। [সং. ভূমি + অধিকারী]। স্ত্রী. [ভূম্যধি-কারিণী়]।

ভূয়ঃ [ bhūẏḥ ] (-য়স্) ক্রি-বিণ. 1 পুনরায়, আবার; 2 প্রচুর, খুব। [সং. বহু + ঈয়স্]। ভূয়সী বিণ. প্রচুর, বহুল (ভূয়সী প্রশংসা করা হল)। ভূয়ো-দর্শন, ভূয়ো-দর্শিতা বি. অনেক দেখেশুনে যে অভিজ্ঞতা লাভ হয়। ভূয়ো-ভূয় ক্রি-বিণ. পুনঃপুন, বারবার।

ভূয়িষ্ট [ bhūẏiṣṭa ] বিণ. প্রচুর, অনেক বহুল। [সং. বহু + ইষ্ট]। বি. ̃ .তা

ভূরি [ bhūri ] বিণ. প্রচুর, প্রভূত, অনেক (ভূরিভোজন, ভূরি প্রমাণ)। [সং. √ ভূ + রি]। ̃ .ভোজ, ̃ .ভোজন বি. ভালোমতো ভোজ বা খাওয়া। ভূরি ভূরি বিণ. প্রচুর, অনেক। ̃ , (বর্জি.) ̃ .শঃ ক্রি-বিণ. প্রচুর পরিমাণে; বহুবার।

ভূর্জ [ bhūrja ] বি. নরম ছালযুক্ত গাছবিশেষ, সুচর্মা বা ভোজপাতার গাছ। [সং. ভূ + √ ঊজ্ + অ]। ̃ .পত্র বি. ভূর্জ গাছের পাতা ছাল বা বাকল।

ভূর্লোক [ bhūrlōka ] বি. সপ্তপাতালসহ পৃথিবী, ভূলোক। [সং. ভূঃ + লোক]।

ভূলোক [ bhūlōka ] বি. পৃথিবী। [সং. ভূ + লোক]।

ভূশণ্ডি, ভুশণ্ডি [ bhūśaṇḍi, bhuśaṇḍi ] বি. 1 পুরাণোক্ত ত্রিকালদর্শী কাক; 2 (আল.) বয়োবৃদ্ধ বহুদর্শী ও বহু অভিজ্ঞাতাসম্পন্ন ব্যক্তি। [তু. সং. ভূশুণ্ডি]।

ভূশয্যা [ bhūśayyā ] দ্র ভূ2

ভূষণ, ভূষা [ bhūṣaṇa, bhūṣā ] বি. 1 অলংকার, গহনা; 2 সজ্জা (বেশভূশা); 3 শোভা; 4 অলংকৃত করা। [সং. √ ভূষ্ + অন, অ + আ]। ভূষিত বিণ. অলংকৃত; সজ্জিত; শোভিত। স্ত্রী. ভূষিতা।

ভূসম্পত্তি, ভূস্বর্গ, ভূস্বামী [ bhūsampatti, bhūsbarga, bhūsbāmī ] দ্র ভূ2

ভৃগু [ bhṛgu ] বি. 1 পর্বতের উপরের সমতলস্হান: 2 পর্বতের ঢালু জায়গা; 3 অতি উঁচু স্হান; 3 পৌরাণিক মুনিবিশেষ। [সং. √ ভ্রস্জ্ + উ (নি.)]। ̃ .পতন বি. পর্বতের উপর থেকে পতন। ̃ .পদ-চিহ্ন বি. (পুরাণে) বিষ্ণুর বুকে ভৃগুমুনির পদাঘাতের চিহ্ন। ̃ .বার, ̃ .বাসর বি. শুক্রবার। ̃ .সুত বি. ভৃগুর পুত্র পরশুরাম।

ভৃঙ্গ [ bhṛṅga ] বি. 1 ভ্রমর, ভোমরা; 2 ফিঙে পাখি। [সং. √ ভৃ + গ (ন্ আগম)]। ̃ .রাজ বি. কেশরাজ, কেশবর্ধক শাকবিশেষ। ̃ .রোল বি. ভিমরুল।

ভৃঙ্গার [ bhṛṅgāra ] বি. 1 জলের গাড়ু; 2 জল ছিটানোর ছিদ্রযুক্ত পাত্র, ঝারি। [সং. √ ভ্রৃ + আর]।

ভৃঙ্গারিকা [ bhṛṅgārikā ] বি. ঝিঁঝি পোকা। [সং. ভৃঙ্গার + ক + আ]।

ভৃঙ্গি [ bhṛṅgi ] বি. শিবের অনুচরবিশেষ। [সং. ভৃ + গি]।

ভৃত [ bhṛta ] বিণ. 1 পালিত (পরভৃত); 2 পূর্ণ। [সং. √ ভৃ + ত]। ̃ বিণ. বেতনগ্রহণকারী। ☐ বি. বেতন। ভৃতি বি. 1 বেতন; 2 পালন, ভরণপোষণ; 3 পূরণ। ভৃতি-ভুক (-ভুজ্) বিণ. বেতনগ্রহণকারী, বেতনভোগী।

ভৃতি [ bhṛti ] দ্র ভৃত

ভৃত্য [ bhṛtya ] বি. 1 চাকর; পরিচারক; 2 বেতনভোগী। [সং. √ ভৃ + য]।

ভৃষ্ট [ bhṛṣṭa ] বিণ. ভাজা হয়েছে এমন, ভর্জিত (ভৃষ্ট শাক, ভৃষ্ট পলাণ্ডু)। [সং. √ ভ্রস্জ্ + ত]।

ভেউ ভেউ [ bhēu bhēu ] বি. অব্য. 1 আকুল কান্নার শব্দ; 2 কুকুরের ডাক। [ধ্বন্যা.]।

ভেংচানো [ bhēñcānō ] ক্রি. বি. মুখ বিকৃত করে বিদ্রুপ করা; রাগ বা ঠাট্টা প্রকাশের জন্য মুখ বিকৃত করা বা মুখভঙ্গি করা। [ভেঙানো দ্র]। ভেংচি বি. মুখভঙ্গি, রাগ ঠাট্টা প্রভৃতি প্রকাশের জন্য মুখের বিকৃতি (ভেংচি কাটা)।

ভেঁপু [ bhēm̐pu ] বি. তালপাতা বা অন্য জিনিস দিয়ে তৈরি লম্বা বাঁশিবিশেষ। [দেশি]।

ভেক1 [ bhēka1 ] বি. 1 সন্ন্যাসী বা বৈরাগীর ধর্ম; 2 বৈরাগীর বেশ; 3 ছদ্মবেশ (ভেক ধরা)। [< সং. ভৈক্ষ্য]। ̃ .ধারী (-রিন্) বিণ. 1 ছদ্মবেশ ধারণকারী; 2 সংসার ত্যাগ করে বৈরাগ্য অবলম্বন করেছে এমন।

ভেক2 [ bhēka2 ] বি. ব্যাং। [সং. √ ভী + ক]। স্ত্রী. ভেকী

ভোকো [ bhōkō ] বিণ. 1 বোকা, নির্বোধ; 2 হতবম্ব, হতবুদ্ধি, ঘাবড়ে গেছে এমন (এমন ভেকো বনে গেলে কেন?)। [দেশি-তু. ভ্যাবাচ্যাকা]।

ভেঙানো, ভ্যাঙানো [ bhēṅānō, bhyāṅānō ] ক্রি. বি. ভেংচানো, মুখভঙ্গি করা। [বাং. √ ভেঙা]।

ভেজা1 [ bhējā1 ] ক্রি. পাঠানো। [হি. √ ভেজ]।

ভেজা2 [ bhējā2 ] ক্রি. ভেজানো। [প্রাকৃ. √ ভিজ্জ]। ̃ .নো ক্রি. বি. দরজা ইত্যাদি আলতো করে বন্ধ করা, দরজার কপাট খিল না দিয়ে জোড়া লাগানো। ☐ বিণ. উক্ত অর্থে (ভেজানো দরজা)।

ভেজাল1 [ bhējāla1 ] বি. 1 যে খারাপ জিনিস অন্য ভালো জিনিসের সঙ্গে মিশানো হয়; 2 খারাপ জিনিসের মিশ্রণ (মশলায় ভেজাল, তেলে ভেজাল)। ☐ বিণ. নিকৃষ্ট জিনিস মেশানো হয়েছে এমন, খাঁটি বা বিশুদ্ধ নয় এমন (ভেজাল তেল, ভেজাল মশলা)। [দেশি]।

ভেজাল2 [ bhējāla2 ] দ্র ভ্যাজাল

ভেট [ bhēṭa ] বি. 1 উপহার, উপঢৌকন, নজরানা (জমিদারকে এটাসেটা ভেট দিতে হয়); 2 সাক্ষাত্, মোলাকাত (তার সঙ্গে ভেট হল?)। [হি.]।

ভেটকি [ bhēṭaki ] বি. ভেড়ি বা নদীর চ্যাপটা গড়নের সুস্বাদু মাছবিশেষ। [> সং. বেকট]।

ভেটা [ bhēṭā ] ক্রি. (বর্ত. অপ্র.) সাক্ষাত্ করা বা পাওয়া; মিলিত হওয়া ('ভেটিবারে চাই')। [হি. ভেট + বাং. আ]।

ভেটের-খানা [ bhēṭēra-khānā ] বি. 1 সরাই, চটি (ভেটেরাখানায় বসে বিশ্রাম নেওয়া); 2 (আল.) হট্টগোলের স্হান, যেখানে খুব হইচই হয় (তোমরা যে এখানে ভেটেরাখানা বসিয়ে দিয়েছ)। [হি. ভাটিয়ারা + ফা. খানা]।

ভেড়া1, ভিড়া [ bhēḍ়ā1, bhiḍ়ā ] ক্রি. 1 লগ্ন হওয়া ('কূলে এসে ভিড়ে': রবীন্দ্র); 2 তীরের কাছে আসা (নৌকাটা ভিড়াও); 3 মিলিত হওয়া, মেশা (দলে ভেড়া)। ☐ বি. উক্ত সব অর্থে (দলে ভেড়া ভালো নয়)। ☐ বিণ. উক্ত সব অর্থে (দলে-ভেড়া ছেলে, কূলে-ভেড়া নৌকো)। [হি. √ ভিড়্ + বাং. আ]। ̃ .নো ক্রি. বি. সংলগ্ন করা; তীরের কাছে আনা (নৌকো ভিড়ানো); মিলিত করা (দলে ভিড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ভেড়া2 [ bhēḍ়ā2 ] বি. তৃণভোজী রোমন্হনকারী ও গায়ে পুরু কোঁচকানো লোমযুক্ত স্তন্যপায়ী প্রাণীবিশেষ, মেষ। [সং. ভেড়, ভেড়ক]। ̃ .কান্ত বি. 1 আস্ত বোকা, বোকার সেরা; 2 অতি নিরীহ ও অতিবোকা লোক। ভেড়ি বি. (স্ত্রী.)-ভেড়া। ভেড়ুয়া, ভেড়ো বিণ. বি. 1 ভেড়ার তুল্য কাপুরুষ; 2 স্ত্রৈণ। ভেড়ে বি. বিণ. অপদার্থ বা বোকা লোক; কাপুরুষ; স্ত্রৈণ।

ভেড়ি1 [ bhēḍ়i1 ] বি. চারদিকে বাঁধ দিয়ে আটকে রাখা জল, জল আটকাবার বাঁধ (মাছের ভেড়ি)। [দেশি]।

ভেত্তা [ bhēttā ] (-ত্তৃ) বিণ. ভেদকারী ভেদকারক; ছেদনকারী। [সং. √ ভিদ্ + তৃ]।

ভেদ [ bhēda ] বি. বেধন ছেদন (লক্ষ্যভেদ, মৃত্তিকাভেদ); 2 পার্থক্য (মতভেদ, জাতিভেদ, অবস্হাভেদে); 3 অনৈক্য, বিরোধ (ভেদবুদ্ধি, আদর্শগত ভেদ); 4 বিচ্ছেদ, মনান্তর, বিরূপতা (ভেদাভেদ); 5 বাধা দূর করে ভিতরে প্রবেশ (বূহ্যভেদ); 6 বিভেদ সৃষ্ঠির রাজনীতিক পন্হাবিশেষ (ভেদনীতি); 7 উদ্ঘাটন (রহস্যভেদ); 8 রেচন, দাস্ত, পাতলা পায়খানা (ভেদবমি)। [সং. √ ভিদ্ + অ]। ̃ ভেদী (-দিন্) বিণ ভেদকারক, ছেদক। ̃ .কারক ̃ .কারী (রিন্) বিণ. ভেদকের -এর অনুরূপ। ̃ .জ্ঞান ̃ .বুদ্ধি বি 1 পার্থক্যের বোধ; 2 বিরোধ মনোভাব। বি. ভেদ করা। ̃ .নীয় ভেদ্য বিণ ভেদ করা যায় বা উচিত এমন (সূচিভেদ্য) ভেদাভেদ বি 1 বৈষম্য ও সাম্য; 2 আপনপর জ্ঞান; 3 (দর্শ.) পরমাত্মা ও জীবাত্মা এক হয়েও দুই, দুই হয়েও এক-এই তত্ত্ব; 4 পার্থক্য। ভেদিত বিণ. ভেদ করা হয়েছে এমন।

ভেন্ডার [ bhēnḍāra ] বি. পণ্যবিক্রেতা; ফেরিওয়ালা [ইং. vendor]।

ভন্ডি, ভিন্ডি [ bhanḍi, bhinḍi ] বি. ঢ্যাঁড়শ [হি.]।

ভেপসা-ভ্যাপসা [ bhēpasā-bhyāpasā ] -র বানানভেদ।

ভেবড়া [ bhēbaḍ়ā ] ক্রি. ভেবড়ানো [দেশী.]। ̃ .নো ক্রি. বি. ভয় বিস্ময় প্রভৃতিতে বিহ্বল বা হতবাক হওয়া, ঘাবড়ে যাওয়া। বিণ. উক্ত অর্থে।

ভেবা [ bhēbā ] দ্র ভ্যাবা

ভেরি, ভেরী [ bhēri, bhērī ] বি. ঢাক, দামামা (ভেরিনিনাদ)। [সং. √ ভী + রি]।

ভেরেন্ডা [ bhērēnḍā ] বি. এরণ্ড বা রেড়িগাছ। [< সং. এরণ্ড]। ভেরেন্ডা ভাজা ক্রি. বি. (আল.) বাজে কাজে বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা; কিছু আয় না করে ঘুরে বেড়ানো।

ভেল1 [ bhēla1 ] ক্রি. (ব্রজ.) হল ('দশদিশ ভের নিরনন্দা': বিদ্যা.)। [< সং. √ ভূ]।

ভেল2 [ bhēla2 ] বিণ. 1 কৃত্রিম, ঝুটো; 2 ভেজাল। [দেশি.]।

ভেলকি [ bhēlaki ] বি. 1 জাদু, ম্যাজিক; 2 ধোঁকা [দেশি.]। ̃ .বাজি বি. জাদুর খেলা, ম্যাজিক।

ভেল-পুরি [ bhēla-puri ] বি. কচুরি বা পুরিজাতীয় উত্তরভারতীয় খাবারবিশেষ [হি.]।

ভেল-ভেট [ bhēla-bhēṭa ] বি. অতি কোমল তন্তুতে বোনা কাপড়বিশেষ। [ইং. velvet]।

ভেলা1 [ bhēlā1 ] বি. কলা গাছের লম্বা খণ্ড কাঠের তক্তা প্রভৃতি পাশাপাশি জুড়ে তৈরী তরিবিশেষ [সং. ভেল, ভেলক]।

ভেলা2 [ bhēlā2 ] বি. ভল্লাত গাছ বা তার ফল। [< সং. ভল্লাতক]।

ভেলি [ bhēli ] বি. শক্ত গুড়বিশেষ (ভেলিগুড়)। [হি. ভেলী]।

ভল্কি-ভেলকি [ bhalki-bhēlaki ] -র বর়্জি বানান।

ভেষজ [ bhēṣaja ] বি. ওষুধ। [সং. ভেষ + √ জি + অ]।

ভেস-লিন [ bhēsa-lina ] বি. গায়ের চামড়াকে নরম করতে ব্যবহ়ৃত পেট্রোলিয়াম জেলিবিশেষ। [ই. vaseline]।

ভেস্তা [ bhēstā ] ক্রি নষ্ট পা পণ্ড হওয়া বা করা (সব আয়োজন ভেস্তে গেল)। ☐বিণ পণ্ড, নষ্ট ('সাত নকলে আসল ভেস্তা') [বাং √ ভেস্তা < সং ভ্রষ্ট] ̃ নো ক্রি. বি. নষ্ট বা পণ্ড করা (ভেস্তে দিয়েছে)।

ভৈক্ষ, ভৈক্ষ্য [ bhaikṣa, bhaikṣya ] বিণ. ভিক্ষা করে পাওয়া গেছে এমন, ভিক্ষালব্দ (ভৈক্ষ তণ্ডুল)। ☐ বি 1 সন্ন্যাসাশ্রম, ভিক্ষুধর্ম; 2 ভিক্ষালব্ধ অন্ন; 3 ভিক্ষা [সং. ভিক্ষা + অ, য]।

ভৈরব [ bhairaba ] বি. 1 শিব; 2 শিবের রুদ্রমূর্তি; 3 সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ; 4 নদবিশেষ। ☐বিণ. ভীষণ, ভয়ানক (ভৈরব গর্জন, ভৈবব মূর্তি)। [সং. ভীরু + অ]।

ভৈরবী [ bhairabī ] বি. (স্ত্রী.) 1 দশমহাবিদ্যার অন্যতম মূর্তি; 2 শৈবসন্নাসিনী; 3 সংগীতের প্রাতঃকালীন রাগিনীবিশেষ। ☐ বিণ. ভীষণা। [সং. ভৈরব + ঈ]। ̃ .চক্র বি. যে চক্রের মধ্যে অর্থাত্ তান্ত্রিক সাধকমণ্ডলীর মধ্যে বসে পঞ্চ ম-কার সাধন করা হয়।

ভৈরোঁ [ bhairō ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ, ভৈরব। [হি. ভৈরোঁ < সং ভৈরব]।

ভৈল [ bhaila ] ক্রি. (ব্রজ.) ভেল, হল। [< সং. √ ভূ]।

ভৈষজ, ভৈষজ্য [ bhaiṣaja, bhaiṣajya ] বি. 1 ওষুধ; 2 ওষুধ দিয়ে চিকিত্সা। [সং. ভেষজ + অ, য]।

ভোঁ [ bhō ] অব্য. বি. 1 দ্রুত দৌড় বা ধেয়ে যাওয়ার ভাবসূচক (ভোঁ-দৌড়); 2 স্টিমার কারখানা ট্রেন প্রভৃতির বাঁশি (ভোঁ শুনে ঘুম ভাঙ্গে); 3 ঘূর্ণনের শব্দ (মাথাটা ভোঁ করে ঘুরে গেল) [ধ্বন্যা.]।

ভোঁতা [ bhōn̐tā ] বিণ. 1 ধার নেই এমন (ভোঁতা ছুরি); 2 মোটা, ডগা মোটা এমন (ভোঁতা ছুঁচ); 3 বোকা (ভোঁতা বুদ্ধি); 4 নীরব, নির্বাক ('মুখ হৈল ভোঁতা': হেম)। [হি. ভোংতরা]।

ভোঁদড় [ bhōn̐daḍ় ] বি. প্রধানত মাছ খায় এমন উদ্বিড়ালজাতীয় জলজন্তুবিশেষ। [< সং. উদ্র]।

ভোঁদা-ভুঁদো [ bhōn̐dā-bhun̐dō ] -র রূপভেদ।

ভোঁ-ভোঁ [ bhō-m̐bhō ] অব্য. ফাঁকা বা শূন্যতাবোধক (বাড়ি গিয়ে দেখি ভোঁ-ভাঁ, কেউ কোথাও নেই)। [ধ্বন্যা.]।

ভোঁস [ bhōm̐sa ] বি. অব্য. ফোঁস-থেকে গম্ভীরতর আওয়াজ, নিশ্বাসের গভীর ও গম্ভীর আওয়াজ।

ভোক্তব্য [ bhōktabya ] বিণ. ভক্ষণীয়; উপভোগের যোগ্য। [সং. √ ভুজ্ + তব্য]।

ভোক্তা [ bhōktā ] (-ক্তৃ). বিণ বি. ভোজনকারী; উপভোগকারী। [সং. √ ভুজ্ + তৃ]। স্ত্রী ভোক্ত্রী

ভোগ [ bhōga ] বি. 1 সুখ-দুঃখ আরাম প্রভৃতির অনুভূতি (সুখভোগ, দুর্ভোগ); 2 পরিণাম সহ্য করা (কর্মভোগ, ফলভোগ); 3 উপভোগ (বিষয়ভোগ, ভোগে লাগা); 4 ইন্দ্রিয়সুখ, ধনৈশ্বর্য (ভোগবাসনা, ভোগতৃষ্ণা); 5 উপভোগের বা ভোজনের বস্তু (সত্যনারায়ণের ভোগ); 6 সাপের ফণা; 7 সাপ [সং. √ ভুজ্ + অ]। ̃ .তৃষ্ণা, ̃ .পিপাসা বি. সুখ ও ঐশ্বর্য ভোগ করার প্রবল ইচ্ছা। ̃ .দেহ বি. (হিন্দু মতে মৃত্যুর পরে প্রেতপিণ্ড লাভের পর) জীবাত্মার সূক্ষ শরীর। ̃ .বতী বি. (স্ত্রী.) পাতালের গঙ্গা। ̃ .বিলাস বি. পার্থিব সুখ ও ধন-ঐশ্বর্য ভোগ। ̃ .রাগ বি. দেবতার বিবিধ নৈবেদ্য ও সানুরাগ পূজাবন্দনাদি।

ভোগা1 [ bhōgā1 ] (আশা.) বি. ফাঁকি, প্রতারণা, ধোঁকা (ভোগা দিয়ে টাকা নিয়ে চলে গেল)। [দেশি. -তু. হি. ভগল্]।

ভোগা2 [ bhōgā2 ] ক্রি. বি. 1 দুঃখকষ্ট সহ্য করা; 2 কষ্ট পাওয়া (ছেলেটা খুব ভুগছে)। [বাং. √ ভুগা]। ̃ .নো ক্রি. বি. দুঃখ কষ্ট ইত্যাদি সহ্য করানো, কষ্ট দেওয়া (তাকে এত ভোগাচ্ছে কেন?)। ̃ ন্তি বি. নিদারুণ কষ্ট বা দুর্ভোগ (ভোগান্তির চরম, ভোগান্তির একশেষ)।

ভোগায়-তন [ bhōgāẏa-tana ] বি. ভোগের আধার বা আশ্রয়; দেহ। [সং ভোগ + আয়তন]।

ভোগার্হ [ bhōgārha ] বিণ. উপভোগের যোগ্য। [সং. ভোগ + অর্হ]।

ভোগাসক্ত [ bhōgāsakta ] বিণ. ভোগবিলাসের অনুরক্ত, ভোগের বাসনাযুক্ত; ভোগে লিপ্ত। [সং. ভোগ+ আসক্ত]। ভোগাসক্তি বি. ভোগাবিলাসের প্রতি আসক্তি বা তীব্র আকাঙ্ক্ষা।

ভোগী [ bhōgī ] (-গিন্) বিণ. 1 যে ভোগ করে, ভোগকারী (বেতনভোগী); 2 ভোগ করতে ভালোবাসে এমন (ভোগী লোক)। ☐ বি. সাপ [সং √ ভোগ + ইন্]। স্ত্রী. ভোগিনী

ভোগ্য [ bhōgya ] বিণ. উপভোগের যোগ্য (ভোগ্যপণ্য consumer goods)। [সং. √ ভুজ্ + য]। স্ত্রী. ভোগ্যা ('বীরভোগ্যা বসুন্ধরা')।

ভোজ1 [ bhōja1 ] বি. অনেকে মিলে খাওয়াদাওয়া, সম্মিলিত ভোজন (ভোজ খাওয়া, ভোজবাড়ি)। [< সং. ভোজন]।

ভোজ2 [ bhōja2 ] বি. 1 দেশবিদেশ, ভোজপুর; 2 প্রাচীন মালবদেশের বিদ্যাত্সাহী রাজা। [সং. √ ভুজ্ + অ]।

ভোজ-পুরি [ bhōja-puri ] বিণ. 1 ভোজপুরে তৈরী বা উত্পন্ন; 2 ভোজপুর দেশের (ভোজপুরি দারোয়ান)। ☐ বি. ভোজপুরের অধিবাসী। [ভোজপুর + বাং. ই]।

ভোজ-বাজি [ bhōja-bāji ] বি. জাদু, জাদু খেলা, ম্যাজিক। [সং. ভোজ + ফা. বাজী]।

ভোজ-বিদ্যা [ bhōja-bidyā ] বি. জাদু; ইন্দ্রজাল, ম্যাজিক [সং. ভোজ + বিদ্যা]।

ভোজালি [ bhōjāli ] বি. বাঁকানো ছোরাবিশেষ। [< সং. ভুজপাল, ভুজবাল]।

ভোজ্য [ bhōjya ] বিণ. 1 ভোজন করার বা খাওয়ার উপযুক্ত, ভোজনযোগ্য, আহার্য (ভোজ্যদ্রব্য, ভোজ্য তেল); 2 পিতৃপুরুষের তৃপ্তির জন্য দেয় অন্নাদি (তু. কথ্য ভুজ্জি)। [সং. √ ভুজ + য]।

ভোট1 [ bhōṭa1 ] বি. 1 (সং.) তিব্বত দেশ; 2 (বাং.) ভুটান দেশ। ☐বিণ. ভুটানদেশীয় (ভোটকম্বল)। [সং. √ ভুট্ + অ]। ভোট-কম্বল বি. 1 ভোটানি কম্বল; 2 পশমের তৈরি রুক্ষ ও মোটা কম্বলবিশেষ।

ভোট2 [ bhōṭa2 ] বি. 1 নির্বাচন; 2 নির্বাচিত করার জন্য মতদান। [ইং. vote]। ̃ .কেন্দ্র বি. ভোট দেবার স্হান। ̃ .প্রার্থী (-র্থিন্) বিণ. বি. যে ভোট চায়, যে নির্বাচিত হবার জন্য নির্বাচকের ভোট চায়। ভোটাধি-কার বি. কোনো প্রতিনিধিকে ভোট দেবার নাগরিক অধিকার। ভোটা-ভুটি বি. ভোট দেওয়া ও তত্সংক্রান্ত ব্যাপার। ভোটার বি. কাউকে নির্বাচিত করার জন্য যে ভোট দেয়, নির্বাচক, ভোটাদাতা।

ভোম [ bhōma ] বিণ. (কথ্য) বিহ্লল, চুর (নেশায় ভোম হয়ে আছে)। [দেশি.]।

ভোমর1 [ bhōmara1 ] বি. ছুতোরের কাঠ ছিদ্র করার যন্ত্রবিশেষ, তুরপুন, drill [< সং. ভ্রমরক]।

ভোমরা [ bhōmarā ] বি. ভ্রমর -এর কথ্য ও আঞ্চ. রূপ।

ভোর1 [ bhōra1 ] বি. ভর1-এর রূপভেদ (জীবনভোর রাতভোর)।

ভোর2 [ bhōra2 ] বিণ. তন্ময় বিভোর, অভিভূত (স্বপ্নে ভোর, নেশায় ভোর) [বিভোর. -এর খণ্ডিত রূপ]।

ভোর3 [ bhōra3 ] বি. 1 উষা, প্রত্যুষ (ভোরের হাওয়া); 2 রাতের অবসান, নিশাবসান (ভোর হল); 3 শেষ, অবসান ('নিশা অবসানে': রবীন্দ্র)। [হি. ভর]। ভোরাই বি 1 ভোরবেলার গান; 2 ভোরবেলার স্তব। ☐বিণ. প্রাতঃকালীন (ভোরাই গান)।

ভোল1 [ bhōla1 ] বি. 1 সাজপোষাক, বেশ বা বেশভূষা (ভোল বদলানো); 2 চেহারা (ঘরের ভোল পালটে গেছে'); 3 ছদ্মবেশ (ভোল ধরা)।[তু. ভেল]।

ভোল2 [ bhōla2 ] বিণ. 1 বিভোর, বিহ্বল; 2 আত্মবিস্মৃত। [< সং. বিহ্বল]।

ভোলা [ bhōlā ] ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। ☐ বি. উক্ত অর্থে। ☐বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ̃ .নাথ বি. শিব। ̃ .নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। ☐বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)।

ভোল্ট [ bhōlṭa ] বি. বিদ্যুতের শক্তি মাপার এককবিশেষ।[ইং. volt < ইতালীয় বিজ্ঞানী volta]।

ভোল্টেজ [ bhōlṭēja ] বি. ভোল্টদিয়ে মাপা বা প্রকাশিত বিদ্যুতশক্তি; বিদ্যুত্শক্তি জোরে (ভোল্টেজ কম হলে টিউবগুলো জ্বলে না)। [ইং. voltage]।

ভৌ, ভৌ ভৌ [ bhau, bhau bhau ] বি. অব্য. কুকুরে ডাক। [ধ্বন্যা.]।

ভৌগোলিক [ bhaugōlika ] বি. ভুগোল সম্বন্ধীয় (দেশের ভৌগলিক সীমা)। [সং. ভূগোল + ইক]।

ভৌত [ bhauta ] বিণ. 1 ভূতসম্বন্ধীয়; 2 ভূতঘটিত, ভূতের দ্বারা কৃত (ভৌত কাণ্ড, ভৌত শব্দ); 3 (বিজ্ঞা) জ়ড়জগত্ সম্বন্ধীয়, বস্তুজগত্সম্বন্ধীয়, পঞ্চভূতসম্বন্ধীয় (ভৌতবিজ্ঞান, ভৌত রসায়ন)। [সং. ভূত + অ]। ̃ .বিজ্ঞান বি. জড়জগত্সম্পর্কিত বিজ্ঞান, physical science.

ভৌতিক [ bhautika ] বিণ. 1 ভূতসম্বন্ধীয় (ভৌতিক ঘটনা); 2 জড়জগত্সম্বন্ধীয়, পঞ্চভূতসম্বন্ধীয়; 3 ভূতুড়ে (ভৌতিক কাণ্ড)। [সং. ভূত + ইক]।

ভৌম [ bhauma ] বি. 1 ভূমিপুত্র; 2 মঙ্গলগ্রহ; 3 আকাশ। ☐বিণ 1 ভূমিজ; 2 ভূমিসম্বন্ধীয়। [সং. ভূমি + অ]। ̃ .বার, ̃ .বাসর বি মঙ্গলবার।

ভৌমিক [ bhaumika ] বি. ভূস্বামী, জমিদার। [সং. ভূমি + ইক]।

ভৌমী [ bhaumī ] বি. (স্ত্রী.) (ভূমি থেকে উদ্ভূত বলে) সীতা। ☐ বিণ. (স্ত্রী.) ভূমিসম্বন্ধীয়; ভূমিজাত। [সং. ভৌম + ঈ]।

ভ্যাঙানো [ bhyāṅānō ] দ্র. ভেঙানো

ভ্যাজর-ভ্যাজর [ bhyājara-bhyājara ] বি. বাজে কথা বিরক্তিকরভাবে ক্রমাগত বলা; বাজে বকুনি (তোমার ভ্যাজর-ভ্যাজর শুনতে একটুও ভালো লাগছে না আমার)। [দেশি]।

ভ্যাজাল2 [ bhyājāla2 ] বি. ঝামেলা (ভারী ভ্যা়জাল বেধেছে)। [দেশি]।

ভ্যাদা [ bhyādā ] বি. ন্যাদস মাছ। [দেশি]।

ভ্যান [ bhyāna ] বি. মালবহনকারী (সচ) ঢাকা গাড়ি; মালবহনকারী গাড়ি। [ইং. van]।

ভ্যান-তারা [ bhyāna-tārā ] বি. 1 ভ্যানর-ভ্যানর; 2 বাজে কথা বলে বিরক্ত উত্পাদন। [দেশি]।

ভ্যান-ভ্যান, ভ্যানর-ভ্যানর [ bhyāna-bhyāna, bhyānara-bhyānara ] বি. 1 মাছির একটানা ভনভন আওয়াজ; 2 বিরক্তিকর কথাবার্তা বা ধ্বনি। [দেশি.]।

ভ্যানর-ভ্যানর [ bhyānara-bhyānara ] দ্র ভ্যানভ্যান

ভ্যাপসা [ bhyāpasā ] বিণ. 1 রুদ্ধ তাপ বা বাষ্পের মতো (ভ্যাপসা গরম); 2 বায়ুচলাচল বন্ধ হলে যেমন ভাব হয় তেমনি (ভ্যাপসা গন্ধ)। [বাং. ভাপ (বাষ্প) + সা]।

ভ্যাবড়া [ bhyābaḍ়ā ] দ্র ভেবড়া

ভ্যাবা [ bhyābā ] বিণ. 1 বিহ্বল; 2 বোকা, হাঁদা (ভ্যাবাগঙ্গারাম)। [দেশি]। ̃ .গঙ্গারাম বি. নিরেট বোকা। ̃ .চ্যাকা বি. হতবুদ্ধি বা বিহ্বল অবস্হা (ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে পড়ল)।

ভ্যালা [ bhyālā ] বিরক্তি বিদ্রুপ প্রভৃতিতে ভালো -র বিকৃত রূপ (ভ্যালা বিপদ, ভ্যালা ঝামেলা হল দেখছি)।

ভ্রংশ [ bhraṃśa ] বি. 1 পতন, চ্যুতি (জাতিভ্রংশ); 2 নাশ, লোপ (স্মৃতিভ্রংশ)। [সং √ ভ্রন্শ্ + অ]। ̃ বি. ভ্রষ্ট করা; চ্যুত করা; নাশ। ভ্রংশিত বিণ. অধঃপতিত, বিচ্যুত; বিনষ্ট।

ভ্রম [ bhrama ] বি. 1 ভুল, ভ্রান্তি (ভ্রমভঙ্গ, ভ্রমাত্মক); 2 ভুল ধারণা, মিথ্যাজ্ঞান (ভ্রমক্রমে); 3 ধাঁধা; 4 বিস্মৃতি; 5 আবর্ত, ঘূর্ণি। [সং. √ ভ্রম্ + অ]। ̃ .ক্রমে, ̃ .বশত ক্রি-বিণ. ভুল করে, ভুল ধারণার বশবর্তী হয়ে (ভ্রমক্রমে কাগজ তাকে দিয়েছি)। ̃ .নিরসন বিণ. ভুল সংশোধন। ̃ .প্রমাদ বি ভুলত্রুটি। ̃ .বশত দ্র ভ্রমক্রমে। ̃ .সংকুল বিণ ভুলে ভরা। ̃ .সংশোধন বি ভুল ঠিক করা।

ভ্রমণ [ bhramaṇa ] বি. 1 বেড়ানো; পর্যটন; 2 ঘূর্ণন [সং √ ভ্রম্ + অন্]। ̃ .কারী বিণ. বি. যে বেড়ায়, পর্যটক। ̃ .বৃত্তান্ত বি. ভ্রমণের কাহিনি, ভ্রমণের গল্প।

ভ্রম-মাণ [ bhrama-māṇa ] বি. ভ্রমণ করছে এমন, পর্যটনকারী; ঘুরছে এমন। [সং √ ভ্রম্ + শানচ্]

ভ্রমর [ bhramara ] বি. (কাব্যে.) ভ্রমরা বি. 1 ভোমরা; 2 মৌমাছি। [সং √ ভ্রম্ + অর]। স্ত্রী. ভ্রমরী। ভ্রমর-কৃষ্ণ বিণ ভ্রমণের মতো গাঢ় ও উজ্জ্বল কালো রঙ্গের (ভ্রমরকৃষ্ণ শাড়ি)।

ভ্রমা [ bhramā ] ক্রি. (কাব্যে) ঘোরা, বেড়ানো। [সং √ ভ্রম্ + বাং আ]। ̃ নো ক্রি বি. ভ্রমণ করানো।

ভ্রমাত্মক [ bhramātmaka ] বিণ. ভ্রান্তিজনক; ত্রুটিপূর্ণ, ভুল (ভ্রমাত্মক উক্তি)। [সং ভ্রম + আত্মন্ + ক়]।

ভ্রমান্ধ [ bhramāndha ] বিণ. ভ্রান্তির জন্য বুদ্ধি আচ্ছন্ন হয়েছে এমন (ভ্রমান্ধ ব্যক্তি)। [সং ভ্রম + অন্ধ]। বি. ̃ তা

ভ্রমি [ bhrami ] বি. ঘূর্ণি; আবর্ত; ঘূর্ণিজল। [সং √ ভ্রম্ + ই]।

ভ্রমি-যন্ত্র [ bhrami-yantra ] বি. ছুতোরের তুরপুন বা ড্রিল, drill [সং ভ্রমি + যন্ত্র।]

ভ্রষ্ট [ bhraṣṭa ] বিণ. 1 চ্যুত স্খলিত (লক্ষ্যভ্রষ্ট); 2 পতিত (কুলভ্রষ্ট, স্হানভ্রষ্ট); 3 বিচ্ছিন্ন (যূথভ্রষ্ট); 4 ধর্মবিরুদ্ধ; 5 দুষ্ট, দোষযুক্ত; 6 নষ্ট, ব্যাভিচারী (ভ্রষ্টাচার)। [সং √ ভ্রন্শ্ + ত] বি. ̃ .তা, ভ্রংশভ্রষ্টা বিণ. (স্ত্রী.) ব্যভিচারিণী। ভ্রষ্টাচার বি. 1 ব্যভিচার; 2 দুর্নীতি, কদাচার; 3 ধর্মপথ থেকে বিচ্যুতি।

ভ্রাতুষ্পুত্র [ bhrātuṣputra ] বি. ভাই বা দাদার ছেলে, ভাইপো। [সং ভ্রাতুঃ + পুত্র]। ভ্রাতুষ্পুত্রী বি. (স্ত্রী.) ভাইঝি, ভাইয়ের মেয়ে।

ভ্রাতৃ [ bhrātṛ ] বি. (সমাসের পূর্বপদে) ভাই। [সং √ ভ্রাজ্ + তৃ]। ̃ .কন্যা বি. (স্ত্রী.) ভ্রাতুষ্পুত্রী, ভাইঝি। ̃ .জায়া, ̃ .বধূ বি. (স্ত্রী.) ভাইয়ের স্ত্রী। ̃ ত্ব বি. ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃভাব (ভ্রাতৃত্বের বন্ধন)। ̃ .দ্বিতীয়া বি. কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে চন্দনাদির চিহ্ন এঁকে দেবার হিন্দু অনুষ্ঠানবিশেষ ভাইফোঁটা। ̃ .প্রতিম বিণ ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে চন্দনাদির চিহ্ন এঁকে দেবার হিন্দু অনুষ্ঠানবিশেষ, ভাইফোঁটা। ̃ .প্রতিম বিণ. ভাইয়ের সমান বা ভাইয়ের মতো। ̃ .প্রেম, ̃.স্নেহ বি ভাইকে ভালোবাসা ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। ̃ .ব্য বি. ভাইপো। স্ত্রী. ̃ .ব্যা ভাইঝি। ̃ .ভাব বি. ভাই-ভাই ভাব, ভাই বলে মনে করা। ̃ .স্হানীয় বিণ. ভাই বলে গণনীয়; ভাইয়ের মতো প্রীতির সম্বন্ধযুক্ত।

ভ্রাত্রীয় [ bhrātrīẏa ] বি. ভ্রাতুষ্পুত্র ভাইপো। ☐ বিণ. ভাইয়ের তুল্য; ভ্রাতৃসম্বন্ধীয়। [সং ভ্রাতৃ + ঈয়]।

ভ্রান্ত [ bhrānta ] বিণ. 1 ভুলেছে এমন (দিগ্ভ্রান্ত); 2 ভ্রমযুক্ত, ভুল (ভ্রান্ত মত, ভ্রান্ত ধারণা)। [সং √ ভ্রম্ + ত]। বি. ভ্রান্তি

ভ্রান্তি [ bhrānti ] বি. 1 ভ্রম, ভুল (ভ্রান্তি সংশোধন); 2 ভুল ধারণা, মিথ্যা ধারণা (ভ্রান্তি অপনোদন); 3 বিস্মৃতি, বিস্মরণ। [সং √ ভ্রম্ + তি]। ̃ .জনক, ̃ .প্রদ বিণ. ভ্রান্তি সৃষ্টি করে এমন। ̃ .বশত বিণ. ভুলের জন্য, ভ্রমহেতু (তিনি ভ্রান্তিবশত কথাটা বলে ফেলেছেন)। ̃ .মান (-মত্) বিণ. ভ্রমযুক্ত, ভ্রান্তিযুক্ত। ☐বি. কাব্যের অর্থালংকারবিশেষ। ̃ .মূলক বিণ. ভ্রমাত্মক, ভুল (ভ্রান্তিমূলক তত্ত্ব)।

ভ্রামক [ bhrāmaka ] বি. 1 অয়স্কান্ত মণি; 2 শিয়াল। [সং √ ভ্রম্ + অক]।

ভ্রামণিক [ bhrāmaṇika ] বিণ. বি. ভ্রমণকারী, যে ভ্রমণ করে (ভ্রামণিকদের বিশ্রামের স্হান)। [সং ভ্রমণ + ইক]।

ভ্রামর [ bhrāmara ] বি. 1 মধু; 2 অয়স্কান্ত মণি, চুম্বক; 3 পাথর। ☐ বিণ. ভ্রমরজাত; ভ্রমরসম্বন্ধীয়। [সং ভ্রমর + অ]। ভ্রামরী বি. (স্ত্রী.) 1 দুর্গাদেবী; 2 যোগাসনের মুদ্রাবিশেষ। ☐ বিণ. ভ্রমরসম্বন্ধীয়। ভ্রামরী মিত্র কেবল, সুখের দিনের বন্ধু।

ভ্রাম্য [ bhrāmya ] বিণ. ভ্রমণের যোগ্য; পরিক্রমণীয়। [সং √ ভ্রম্ + য]। ̃ .মাণ বিণ. 1 ঘুরানো হচ্ছে এমন; 2 (বাং) এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে এমন (ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ ডাকঘর); 3 (বাং. প্রয়োগ) ঘুরে বেড়াচ্ছে বা ভ্রমণ করছে এমন (ভ্রাম্যমাণ পথিকের দল)।

ভ্রু, ভ্রূ [ bhru, bhrū ] বি. দুই চোখের উপর কিছুটা বাঁকা লোমের গুচ্ছ, ভুরু। [সং √ ভ্রম্ + উ + ঊ]। ̃ কুঞ্চন, ̃ কুটি, ̃ ভঙ্গ, ̃ ভঙ্গি বি. ভুরু কোঁচকানো বা বাঁকানো, বিরক্তি, বিস্ময় অবিশ্বাস প্রভৃতি বোঝাতে দুই ভুরু কোঁচকানো। ̃ ক্ষেপ বি. 1 দৃষ্টিপাত; 2 (আল.) গুরুত্ব দেওয়া, গ্রাহ্য করা (কথাটা শুনেও কোনো ভ্রুক্ষেপই করল না)। ̃ বিলাস, ̃ বিভ্রম বি মনোরম ভ্রুভঙ্গি। ̃ মধ্য বি দুই ভ্রুর মাঝের জায়গা। ̃ লতা বি. লতার মতো সুন্দর দুটি ভ্রু। ̃ সংকেত বি. ভ্রু কুঁচকে ইশারা।

ভ্রূণ [ bhrūṇa ] বি. গর্ভস্হ সন্তান; গর্ভের (সচ.) অপরিণত সন্তান। [সং. ভ্রূণ্ + অ]। ̃ ঘ্ন, ̃ হা বিণ. ভ্রূণের হত্যাকারী, ভ্রূণ নষ্ট করে এমন। ̃ .হত্যা বি গর্ভস্হ সন্তানকে হত্যা; গর্ভপাত।