1 [ ya1 ] বাংলা বর্ণমালার ষড়্বিংশ ব্যঞ্জনবর্ণ।

যক [ yaka ] বি. এক 1 যক্ষ, ভূগর্ভে প্রোথিত অর্থরাশির রক্ষক প্রেতযোনিবিশেষ; 2 (আল.) অতি কৃপণ ব্যক্তি। [সং. যক্ষ]। যক দেওয়া ক্রি. বি. 1 সঞ্চিত ধনরত্নসহ একটি জীবন্ত বালককে ভূগর্ভে সমাধি দেওয়া যাতে ওই বালক মৃত্যুর পর যক্ষরূপে উক্ত ধনরাশি রক্ষা করতে পারে; 2 (কথ্য) ঠকিয়ে টাকাপয়সা আদায় করা, ঠকানো। যকের ধন 1 যক-দেওয়া ধন; 2 প্রাণপণে রক্ষিত ধন; 3 (আল.) কৃপণের ধন।

যকৃত্ [ yakṛt ] বি. 1 পেটের মধ্যে ডানদিকে অবস্হিত পিত্তনিঃসারক গ্রন্হিময় যন্ত্র, liver; 2 পিত্তাশয়বর্ধক পীড়াবিশেষ। [সং যম্ + কৃ + ক্বিপ্]।

যক্ষ [ yakṣa ] বি. 1 ভূগর্ভে প্রোথিত ও স়ঞ্চিত ধনরাশির রক্ষক প্রেতযোনিবিশেষ, যক; 2 (আল.) অতি কৃপণ ব্যক্তি। [সং. যক্ষ্ + অ]। ̃ পুরী কৈলাস পর্বতের উপর অবস্হিত কুবেরের রাজধানী, অলকা। ̃ রাজ বি. ধন ঐশ্বর্যের অধিদেবতা কুবের।

যক্ষ্মা [ yakṣmā ] (-ক্ষ্মন্) বি. ক্ষয়রোগবিশেষ, ক্ষয়কাশি, টিবিরোগ, phthisis. [সং. √ যক্ষ্ + মন্]।

যখন [ yakhana ] ক্রি-বিণ. 1 যে সময়ে (যখন আসবে তখন দেব); 2 যেহেতু (দেরি যখন হলই তখন কথাটা শুনেই যাও)। [সং. যত্ক্ষণ]। ̃ , যখনি ক্রি-বিণ. যেইমাত্র (যখনই খিদে পাবে তখনই খেয়ে নেবে)। কার বিণ. যে সময়ের (যখনকার কাজ তখন করবে। যখনকার যা তখনকার তা সময়ের কাজ সময়ে করা উচিত। যখন তখন ক্রি-বিণ. 1 সময়-অসময় বিচার না করে (যখন তখন তাগাদা দেয়); 2 ঘনঘন, প্রায়ই (যখন-তখন জ্বর আসছে)। যখন যেমন তখন তেমন অবস্হানুযায়ী আচরণ বা ব্যবস্হা।

যছু [ yachu ] সর্ব. (প্রা. কা.) যার ('যছু পদযুগে গায়': চৈ. চ)। [সং. যস্য]।

যজন [ yajana ] বি. 1 যজ্ঞ; 2 দেবতার পূজা করা, যজ্ঞ করা। [সং. √ যজ্ + অন]। যজনীয়, যজ্য বিণ. পূজার যোগ্য, উপাসনা করার বা ভক্তি করার উপযুক্ত।

যজ-মান [ yaja-māna ] বি. 1 যজ্ঞাদি বা পূজার অনুষ্ঠানকর্তা, পুরোহিত; 2 যার মঙ্গলার্থ পুরোহিত পূজানুষ্ঠান করেন (ধনী যজমান)। [সং. √ যজ্ + মান (শানচ্)]। যজ-মানি বি. পৌরোহিত্য, পৌরোহিত্য-ব্যবসায়। যজ-মেনে বিণ. (কথ্য) পৌরোহিত্য করে এমন (যজমেনে বামুন)।

যজা [ yajā ] ক্রি, পৌরোহিত্য করা। [সং. √ যজ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. (অবজ্ঞায়) 1 পৌরোহিত্য করা, যাজন করা; 2 (কথ্য) ভীষণ ক্ষতি করা, সর্বনাশ করা। যজুঃ (-জুস্) বি. প্রধান তিনটি বেদের অন্যতম, মুখ্যত গদ্যময় এবং বৈদিক যাগযজ্ঞে র বিধান-সংবলিত। [সং. যজ্ + উস্]। যজুর্বেদ বি. যজুঃ নামক বেদ।

যজুর্বেদী [ yajurbēdī ] (-দিন্) বিণ. 1 যজুর্বেদজ্ঞ; 2 যজুর্বেদানুসারে ধর্মীয় অনুষ্ঠান করেন এমন। ☐ বি. যজুর্বেদজ্ঞ ব্যক্তি ও তাঁর বংশপরম্পরা। যজুর্বেদীয় বিণ. যজুর্বেদসম্বন্ধীয়।

যজ্ঞ [ yajña ] বি. 1 দেবতার উদ্দেশ্যে দ্রব্যত্যাগরূপ পূজার অনুষ্ঠান; 2 বৈদিক ক্রিয়াবিশেষ, যাগ, ক্রতু; 3 পূণ্যকর্ম; 4 (আল.) বিরাট ব্যাপার বা অনুষ্ঠান। [সং. √ যজ্ + ন]। ̃ কর্তা (-র্তৃ) বি. যাজক, যিনি যজ্ঞ করেন। ̃ কুণ্ডু বি. হোমাগ্নি জ্বালবার জন্য যজ্ঞ স্হলে যে-গর্ত খোঁড়া হয়। ̃ ডুমুর, (কথ্য) যজ্ঞি -ডুমুর বি. বড়ো ডুমুরবিশেষ। ̃ ধূম বি. যজ্ঞের ধোঁয়া। ̃ পশু বি. 1 যজ্ঞে বলি দেবার উপযোগী বা বলি দেবার জন্য নির্দিষ্ট প্রাণী; 2 ছাগ; 3 অশ্ব। ̃ পাত্র বি. যজ্ঞে র জন্য প্রয়োজনীয় বাসনকোসন। ̃ পুরুষ, যজ্ঞে শ্বর বি. নারায়ণ, বিষ্ণু। ̃ বেদি বি. যজ্ঞ স্হলে যে উঁচু বেদি তৈরি করা হয়। ̃ ভূমি, ̃ শালা, ̃ স্হল বি. যে স্হানে যজ্ঞ অনুষ্ঠিত হয়। ̃ সূত্র, যজ্ঞোপবীত বি. পইতে। যজ্ঞাংশ-ভুক বি. দেবতা। যজ্ঞাগ্নি, যজ্ঞানল বি. হোমের আগুন। যজ্ঞীয় বিণ. যজ্ঞ সম্বন্ধীয়, যজ্ঞ সংক্রান্ত।

যত্1 [ yat1 ] বি. সংগীতের; 14 মাত্রার তালবিশেষ। [সং. যতি]।

যত্2 [ yat2 ] বিণ. 1 যে (যত্কালে); 2 যা (যদিচ্ছা)। [সং. যদ্]। ̃ কালে ক্রি-বিণ. যে সময়ে। ̃ কিঞ্চিত্, ̃ সামান্য বিণ. 1 কিছু পরিমাণ; 2 অত্যল্প; 3 একটুমাত্র (যত্সামান্য টাকা)। ̃ পরিমাণ বিণ. যে পরিমাণ, যতটা, যতটুকু। ̃ পরো-নাস্তি বিণ. ক্রি-বিণ. যারপরনাই, অত্যন্ত, নিরতিশয় (যত্পরোনাস্তি পরিশ্রম, যত্পরোনাস্তি ক্লান্ত, যত্পরোনাস্তি আনন্দ)।

যত [ yata ] সর্ব. যে পরিমাণ (যত এল তত গেল, যত ছিল সব গেছে)। ☐ বিণ. 1 যে সংখ্যক (যত লোক এসেছে); 2 যে পরিমাণ (যত হাসি তত কান্না); 3 যা কিছু (যত দুঃখ, যত আনন্দ); 4 সমস্ত, সব (যত নষ্টের গোড়া)। ☐ ক্রি-বিণ. যে পরিমাণ (যত দেখছি, যতই বল)। [সং. যতি]। ̃ কাল, ̃ ক্ষণ, ̃ দিন ক্রি-বিণ. যে সময় পর্যন্ত যাবত্, যে অবধি। ̃ কিছু সর্ব. বিণ. যা কিছু সব যে পরিমাণ (যত কিছু ছিল সবই গেছে, যতকিছু অভিমান)। ̃ খানি সর্ব. বিণ. যে পরিমাণ। ̃ গুলি সর্ব. বিণ. যে সংখ্যক যে কয়টি। ̃ টা সর্ব. বিণ. যে পরিমাণ (যতটা পার খাও, যতটা কাজ নিয়েছি)। ̃ বার ক্রি-বিণ. 1 যে কয়গুণ; 2 যে কয় দফা বা খেপ। যত বড়ো মুখ নয় তত বড়ো কথা ছোটো মুখে বড়ো কথা, স্পর্ধিত উক্তি। ̃ সব সর্ব. বিণ. (সচ. নিন্দায় বা বিরক্তিতে) সমস্ত অনেক (যতসব বাজে কথা)।

যতন [ yatana ] বি. যত্ন-র কোমল রূপ। যতনে রতন মেলে চেষ্টা করলে সুফল বা শুভফল পাওয়া যায়।

যত-মান [ yata-māna ] বিণ. যত্নশীল, চেষ্টা করছে এমন। [সং. √ যত্ + মান (শানচ্)।]

যতি1 [ yati1 ] বি. 1 সন্ন্যাসী, তপস্বী; 2 ভিক্ষু; 3 পরিব্রাজক। [সং. √ যত্ + ই়]।

যতি2 [ yati2 ] বি. বিধবা। [সং. √ যম্ + তি]।

যতি3 [ yati3 ] বি. 1 পাঠমধ্যে শ্বাসগ্রহণের জন্য বা অন্য কারণে বিরামস্হান: 2 রচনার মধ্যে বিরাম ইত্যাদির চিহ্ন। [সং. √ যম্ + তি]। ̃ .চিহ্ন বি. রচনাদি পাঠকালে কোথায় থামতে হবে তার নির্দেশ-চিহ্ন অর্থাত্ দাঁড়ি কমা ইত্যাদি। ̃ .পাত, ̃.ভঙ্গ বি. ছন্দের ত্রুটি বা দোষবিশেষ।

যতী [ yatī ] (-র্তিন) বি. তপস্বী, মুনি, সন্ন্যাসী। ☐ বিণ. সংযত (যতীন্দ্র); 2 জিতেন্দ্রিয়। [সং. যত (=সংযম) + ইন্]। যতিনী বি. স্ত্রী. সদাচারপরায়ণা বিধবা।

যতেক [ yatēka ] বিণ. (কাব্যে) 1 যে পরিমাণ (যতেক হাসি); 2 যে সংখ্যক ('কৃষ্ণের যতেক লীলা'); 3 সমস্ত। [বাং. যত + এক]।

যত্ন [ yatna ] বি. 1 পরিশ্রমসহকারে চেষ্টা, প্রয়াস (চাকরি পেতে হলে যত্ন চাই 2 সানুরাগ মনোযোগ (পড়াশুনায় যত্ন, দেহের যত্ন, সন্তানের যত্ন); 3 সেবা, শুশ্রূষা (রোগীর যত্ন)। [সং. √ যত্ + ন]। ̃ .আত্তি বি. আদর, খাতির (কুটুম্বকে যত্নআত্তি করা)। ̃ .পূর্বক ক্রি-বিণ. যত্নের সঙ্গে, সযত্নে। ̃ .বান (-বত্), ̃ .শীল বিণ. যত্নকারী, সচেষ্ট। স্ত্রী. ̃ .বতী, ̃.শীলা। যত্নাভাব বি. য়ত্ন বা চেষ্টার অভাব।

যত্র [ yatra ] বি. সর্ব. 1 যে স্হানে বা বিষয়ে; 2 যে-পরিমাণ, যেমন (যত্র আয় তত্র ব্যয়)। [সং. যদ্ + ত্র]। যত্র আয় তত্র ব্যয় আয়ের সমস্তটাই ব্যয় হয়ে যায় অর্থাত্ কিছুই জমে না এমন অবস্হা। ̃ .তত্র ক্রি-বিণ. যেখানে-সেখানে স্হানের ভালোমন্দ বিচার না করে সর্বত্র (যত্রতত্র ঘুরে বেড়ানো)।

যথা [ yathā ] অব্য. বিণ. 1 যেমন, যেরূপ ('যথা ভীম ভীমসেন কৌরবসমরে': মধু.) 2 যেরূপ-সেরূপ (যথাশক্তি করা); 3 উচিত, উপযুক্ত, নির্দিষ্ট (যথাকালে, যথাসময়ে, যথাস্হানে); 4 দৃষ্টান্তস্বরূপ বা উদাহরণস্বরূপ (দ্বীপ যথা-সিংহল)। [সং. যদ্ + থা (প্রকারার্থে)]। ̃ .কথঞ্চিত্ ক্রি-বিণ. 1 যে-কোনো রকমে; 2 কষ্টেসৃষ্টে। ̃ .কর্তব্য বিণ. ক্রি-বিণ. কর্তব্য অনুযায়ী, কর্তব্য অনুসারে। ̃ .কালে, ̃.সময়ে ক্রি-বিণ. উপযুক্ত সময়ে, নির্দিষ্ট সময়ে। ̃ .ক্রমে ক্রি-বিণ. ক্রমানুসারে, পরপর, পরম্পরা অনুসারে। ̃ .জ্ঞান ক্রি-বিণ. জ্ঞান অনুসারে। ̃ .তথা ক্রি-বিণ. যেখানে-সেখানে, যত্রতত্র। ̃ দিষ্ট বিণ. আদেশানুরূপ। ☐ ক্রি-বিণ. যেমন আদেশ করা হয়েছে, আদেশানুসারে। ̃ .নিয়ম, ̃.বিধি বিণ. ক্রি-বিণ. বিধি বা নিয়ম অনুযায়ী। ̃ .নির্দিষ্ট বিণ. যেমন স্হিরীকৃত বা আদিষ্ট। ̃ নু-পূর্ব বিণ. ক্রি-বিণ. যথাক্রমে, পরপর, ক্রম অনুসারে। ̃ .ন্যায় ক্রি-বিণ. বিণ. ন্যায্য, সংগত। ̃ .পূর্ব বিণ. ক্রি-বিণ. পূর্ববত্, আগের মতো। ̃ যথা পূর্বং তথা পরম্ অবস্হা পূর্বের মতোই, অর্থাত্ কোনো পরিবর্তনই হয়নি। ̃ .বত্ বিণ. ক্রি-বিণ. বিধি অনুযায়ী আগের মতো, অপরিবর্তিত। ̃ .বিধি, ̃.বিহিত বিণ. ক্রি-বিণ. নিয়মানুযায়ী বিধান অনুসারে (যথাবিহিত সম্মানপ্রদর্শন)। ̃ ভি-মত বিণ. ক্রি-বিণ. ইচ্ছানুরুপ। ̃ .যথ বিণ. 1 পরম্পরা অনুযায়ী 2 ঠিকঠিক, নির্ভুল (যথাযথ বর্ণনা)। ̃ .যথ-ভাবে ক্রি বিণ. ঠিকভাবে, নির্ভুলভাবে। ̃ .যোগ্য বিণ. ঠিক, যথোচিত (যথাযোগ্য ব্যবস্হা)। ̃ .য় ক্রি-বিণ. যেখানে। ̃ .রীতি বিণ. ক্রি-বিণ. প্রচলিত রীতি বা আচার অনুযায়ী, প্রথামতো। ̃ .রুচি বিণ. ক্রি-বিণ. পছন্দ অনুযায়ী। ̃ .লাভ বি. যত্কিঞ্চিত্ বা অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ। ̃ .শক্তি, ̃.সাধ্য বিণ. ক্রি-বিণ. ক্ষমতানুযায়ী। ̃ .শাস্ত্র বিণ. ক্রি-বিণ. শাস্ত্রীয় বিধান অনুযায়ী। ̃ .সম্ভব বিণ. ক্রি. বিণ. যতদূর সম্ভব হতে পারে বা ঘটতে পারে (যথাসম্ভব ভালো, যথাসম্ভব দ্রুত)। ̃ .সর্বস্ব বি. সবকিছু, ধনসম্পদ (যথাসর্বস্ব দিয়েও চেষ্টা করব)। ̃ .স্হান বি. উপযুক্ত বা নির্দিষ্ট স্হান। ̃ .স্হিতি বিণ. প্রকৃত, সত্য। ☐ ক্রি-বিণ. যথার্থভাবে।

যথার্থ [ yathārtha ] বিণ. সত্য, প্রকৃত, খাঁটি (যথার্থ বর্ণনা, যথার্থ বন্ধু)। [সং. যথা + অর্থ (বিষয়)]।

যথেচ্ছ, [ yathēccha, ] (বিরল) যথেচ্ছা বিণ. ক্রি-বিণ. ইচ্ছামতো, ইচ্ছানুসারে (যথেচ্ছ ব্যবহার, যথেচ্ছ অপচয়)। [সং. যথা + ইচ্ছা]। যথেচ্ছাচার বি. 1 খুশিমতো আচার আচরণ, স্বেচ্ছাচার; 2 উচ্ছৃঙ্খলতা। যথেচ্ছাচারী (-রিন্) বিণ. উচ্ছৃঙ্খল। স্ত্রী. যথেচ্ছাচারিণী

যথেষ্ট [ yathēṣṭa ] বিণ. ক্রি-বিণ. 1 ইচ্ছামতো, ইচ্ছানুরূপ; 2 (বাং.) প্রচুর (যথেষ্ট পরিমাণ, যথেষ্ট বয়স); 3 ঢের, খুব (যথেষ্ট হয়েছে, আর নয়)। [সং. যথা + ইষ্ট]।

যথোচিত, যথোপ-যুক্ত, যথোপ-যোগী [ yathōcita, yathōpa-yukta, yathōpa-yōgī ] (-গিন্) বিণ. উচিত বা কর্তব্য এমন (যথোচিত বিনয়, যথোপযুক্ত পারিশ্রমিক)। [সং. যথা + উচিত, উপযুক্ত, উপযোগিন্]।

যদবধি [ yadabadhi ] ক্রি-বিণ. 1 যে সময় পর্যন্ত 2 যে সময় থেকে। [সং. যদ্ + অবধি]।

যদা [ yadā ] অব্য. 1 যে সময়ে, যখন; 2 যেহেতু। [সং. যদ্ + দা]।

যদি [ yadi ] অব্য 1 কার্যকারণ-সম্পর্ক বা হেতু (যদি মশায় কামড়ায় তবে জ্বর হতে পারে); 2 অবধারণ বা বিকল্প (যদি থাক তবে খুশি হব); 3 সম্ভাবনা (রোগী যদি জাগে তবে এই ওষুধ দিয়ো); 4 সংশয় বা আশঙ্কা (যদি বৃষ্টি নামে, তাই ছাতা নিলাম); 5 যখন ('ব্যথা যদি দিলে আমায় ব্য়থার মত ব্যথা দাও')। [সং. যদ্ + ই]। ̃ অব্য. যদি -র দৃঢ়তাব্যঞ্জক রূপ, একান্তই (যাবে যদিই তবে যাও)। ̃ ও, ̃চ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্হ তবুও সে যাবে)। যদি-না অব্য. না যদি হত, না যদি হয়, না হলেও। যদি-বা অব্য. যদিই তবু যদি অথবা যদি একান্তই যদি (যদি-বা যেতে চায়, যেন টাকা নিয়ে যায়)।

যদু [ yadu ] বি. রাজা যযাতির জেষ্ঠ পুত্র। [সং.] ̃ .কুল-পতি, ̃.নাথ, ̃.পতি বি. শ্রীকৃষ্ণ। ̃. বংশ বি. যে-বংশে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। (তু. যাদব)। ̃ .মধু বি. (তুচ্ছার্থে) অখ্যাত-অজ্ঞাত লোক, যে-সে, সাধারণ লোক, (যদুমধুকে দিয়ে একাজ হবে না)।

যদৃচ্ছা [ yadṛcchā ] বি. 1 স্বেচ্ছা, নিজের ইচ্ছা বাসনা বা খুশি; 2 দৈবক্রম, আকষ্মিক ঘটনা; 3 অনায়াস (যদৃচ্ছালব্ধ)। [সং. যদ্ + √ ঋচ্ছ্ + অ + আ]।

যদ্যপি [ yadyapi ] অব্য. 1 যদিও 2 একান্তই যদি, যদিই। [সং. যদি + অপি]।

যন্তা [ yantā ] (যন্তৃ) বি. 1 সারথি; 2 পরিচালক; 3 মাহুত। [সং. √ যম্ + তৃ]। [তু. নিয়ন্তা]।

যন্ত্র [ yantra ] বি. 1 মেশিন, কল (বৈদ্যুতিক যন্ত্র); 2 শিল্পদ্রব্যাদি নির্মানের হাতিয়ার (ছুতোরের যন্ত্র); 3 বৈজ্ঞানিক সরঞ্জাম (তাপমান যন্ত্র); 4 সংগীত সাধনার উপকরণ, বাদ্য (বাদ্যযন্ত্র, যন্ত্রসংগীত); 5 জীবদেহের ক্রিয়াসাধক অঙ্গ (হৃদযন্ত্র, শ্বাসযন্ত্র); 6 জাঁতা; 7 (তন্ত্রশাস্ত্রে) দেবতাদের অধিষ্ঠানচক্র অর্থাত্ আসনের রেখাঙ্কন; ̃ (জ্যোতিষ.) গ্রহাদির অবস্হানচিত্র; 9 (আল.) যে ব্যক্তিকে কার্যদ্ধারের জন্য হাতিয়ারস্বরূপ ব্যবহার করা হয়। [সং. √ যন্ত্র্ + অ]। ̃ .কুশল বিণ. যন্ত্রাদির ব্যবহারে প়টু। বি. ̃ .কৌশল। ̃ .তন্ত্র, ̃ .পাতি বি. যন্ত্রসমূহ, যন্ত্র ও অনুরূপ অন্যান্য সরঞ্জাম। ̃ .দানব বি. জীবনযাত্রায় যন্ত্রের অতিরিক্ত প্রধান্যের জন্য দানব হিসাবে কল্পিত যন্ত্র। ̃ .বত্ বিণ. যন্ত্রের মতো কাজ করে এমন। ̃ .বিদ (-বিদ্) বিণ. বি. যন্ত্রের গঠন ও ব্যবহার সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি, যন্ত্রবিশারদ। ̃ .বিদ্যা, ̃ .বিজ্ঞান বি. যন্ত্র নির্মাণ ও ব্যবহারের বিদ্যা, mechanics, mechanical engineering. ̃ .যুগ বি. যে যুগে মানুষের জীবনযাত্রায় যন্ত্র বিশেষ প্রাধান্য লাভ করেছে। ̃ .শালা বি. যে ঘরে যন্ত্রের দ্বারা কাজ চলে, মেশিনঘর। ̃ .শিল্পী বি. 1 যন্ত্রাদি প্রয়োগে বা নির্মাণে দক্ষ বা অভিজ্ঞ ব্যক্তি, মেকানিক, এঞ্জিনিয়ার; 2 বাদ্যযন্ত্র বাজানোয় দক্ষ ব্যক্তি। ̃ .সংগীত বি. বাদ্যযন্ত্র সহযোগে সংগীত। ̃ স্হ বিণ. (বইপত্র) ছাপার কাজ চলছে এমন, শীঘ্রই ছেপে বেরোবে এমন।

যন্ত্রণ [ yantraṇa ] বি. 1 পীড়ন বা দমন 2 শাসন; 3 সংকোচন। [সং. √ যন্ত্র্ + অন]। তু. নিয়ন্ত্রণ

যন্ত্রণা [ yantraṇā ] বি. কষ্ট, ক্লেশ, যাতনা, ব্যথা। [সং. যন্ত্র্ + অন + আ]।

যন্ত্রাংশ [ yantrāṃśa ] বি. যন্ত্রের অংশ। [সং. যন্ত্র + অংশ]।

যন্ত্রিত [ yantrita ] বিণ. 1 দমিত, শাসিত; 2 সংযমিত; 3 বদ্ধ; 4 মুদ্রিত, ছাপা হয়েছে এমন। [সং √ যন্ত্র্ + ত]।

যন্ত্রী [ yantrī ] (-ন্ত্রিন্) বি. 1 যন্ত্রচালক 2 বাদ্যযন্ত্র বাজানোয় দক্ষ ব্যক্তি, বাদক; 3 ষড়যন্ত্রকারী; 4 (আল.) যে অপরকে যন্ত্রের মতো চালনা করে; পরিচালক (জীব যন্ত্রমাত্র, যন্ত্রী পরমেশ্বর)। [সং. √ যন্ত্র্ + ইন্]।

যন্মাত্র [ yanmātra ] ক্রি-বিণ. অব্য. যেইমাত্র, যখনই। [সং. √ যদ্ + মাত্র]।

যব1 [ yaba1 ] বি. 1 ধান বা গমজাতীয় শস্যবিশেষ; 2 বুড়ো আঙুলে যবের মতো রেখাবিশেষ; 3 পরিমাণবিশেষ (1 যব = 1/4 ইঞ্চি)। [সং. যু + অ]।

যব2 [ yaba2 ] ক্রি-বিণ. (ব্রজ.) যখন। [< সং. যদা। ̃ হু ক্রি-বিণ. যখনই।

যব-ক্ষার [ yaba-kṣāra ] বি. 1 তীব্র ক্ষারবিশেষ, carbonate of potash 2 (অশু.) শোরা বা শোরাজাতীয় ক্ষার। [সং. যব (জাত) + ক্ষার]। ̃ .জান বি. নাইট্রোজেন।

যব-দ্বীপ [ yaba-dbīpa ] বি. বর্তমান জাভার প্রাচীন নাম।

যবন [ yabana ] বি. 1 প্রাচীন গ্রিকজাতি; 2 (প্রাচীন সংস্কারে) অহিন্দু বা ম্লেচ্ছ জাতি। [সং. √ যু + অন। তু.-Jonian]। স্ত্রী. যবনী। যব-নানী বি. যবনজাতির লিপিসমূহ। যাবনিক বিণ. যবনসংক্রান্ত যবনসুলভ।

যব-নিকা [ yaba-nikā ] বি. পর্দা রঙ্গমঞ্চের পটাবরণ, drop-scene (যবনিকা-উত্তোলন, যবনিকা পতন)। [সং. যবনী + ক আ]। ̃ .পতন, ̃ .পাত বি. 1 নাটকাভিনয়ের শেষে পর্দা পড়া; 2 (আল.) সমাপ্তি, পরিসমাপ্তি (গল্পের এখানেই যবনিকাপতন হল)।

যবস্হব [ yabashaba ] বিণ. 1 জবুথবু (বয়সের ভারে লোকটির এখন যবস্হব অবস্হা); 2 হঠাত্ থেমে গেছে এমন; 3 নিরুত্সাহ, নিশ্চেষ্ট। [দেশি-তু. সং. ন যযৌ ন তস্হৌ]।

যবাগূ [ yabāgū ] বি. যবের মণ্ড বা ক্বাথ, জাউ। [সং. যু + আগূ]।

যবানী [ yabānī ] দ্র যমানী

যবিষ্ঠ, যবীয়ান [ yabiṣṭha, yabīẏāna ] (-যস্) বিণ. (বাং. অপ্র.) কনিষ্ঠ; খুবই তরুণ। [সং. যুবন্ + ইষ্ঠ, ঈয়স্]।

যবে [ yabē ] অব্য. ক্রি-বিণ. (কাব্যে) যখন, যে-সময়ে। [হি. যব]।

যবোদর [ yabōdara ] বি. এক যবের প্রস্হপ্রমাণ মাপ অর্থাত্ 1/8 ইঞ্চি সচ. ছুতোরের ব্যবহৃত মাপবিশেষ। [সং. যব + উদর]।

যম1 [ yama1 ] বি. সংসম; 2 যোগসাধনার জন্য নির্দিষ্ট দশরকম নীতি বা আচার যথা অহিংসা সত্য অস্তেয় (চুরি না করা) ব্রহ্মচর্য দয়া সরলতা ক্ষমা ধৃতি মিতাহার শৌচ। [সং. √ যম্ + অ]।

যম2 [ yama2 ] বি. 1 মৃত্যুর অধিদেবতা, শমন, কৃতান্ত; 2 মৃত্যু। [সং. √ যম্ + ণিচ্ + অ]। ̃ .জয়ী (-য়িন্) বিণ. অমর, মৃত্যুঞ্জয়, মৃত্যুহীন। ̃ .জাঙ্গাল বি. আকাশগঙ্গা, ছায়াপথ। ̃ .দণ্ড বি. 1 যমের অস্ত্র বা আয়ুধ 2 যমের দেওয়া শাস্তি; 3 মৃত্যুদণ্ড। ̃ .দূত বি. 1 যমের অনুচর; 2 (আল.) মৃত্যুর মতো ভীষণ সংবাদ যে বহন করে আনে; 3 ভয়ংকর আকৃতির লোক। ̃ .দ্বার বি. 1 যমের বাড়ির দরজা 2 যমের রাজ্য বা নরক। ̃ .দ্বিতীয়া বি. কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া, যে তিথিতে ভাইফোঁটা দেওয়া হয়, ভ্রাতৃদ্বিতীয়া। ̃ .পুকুর বি. কার্তিক মাসে অনুষ্ঠেয় কুমারীব্রতবিশেষ। ̃ .পুরী, যমালয় বি. মৃত্যুপুরী, নরক। ̃ .যন্ত্রণা, ̃.যাতনা বি. (আল.) মৃত্যুকালীন কষ্টের মতো ভয়ংকর কষ্ট। ̃ .রাজ বি. মৃত্যুর দেবতা, দক্ষিণ দিকের অধিদেবতা, যম। ̃ .যমান্তক বি. যমজয়ী শিব, মৃত্যুঞ্জয়। ̃ .যমে ধরা ক্রি. বি. মারা যাওয়া; সর্বনাশা দুর্বুদ্ধিগ্রস্ত হওয়া। ̃ .যমের অরুচি এমন জঘন্য লোক যাকে যমও স্পর্শ করে না। যমের দোসর বি. যমের সহচর অর্থাত্ অতি ভয়ংকর লোক। যমের বাড়ি যাওয়া ক্রি. বি. মৃত্যুমুখে পতিত হওয়া, মারা যাওয়া।

যমক [ yamaka ] বিণ. একই গর্ভ থেকে একসঙ্গে জাত, যমজ। ☐ বি. (অল.) শব্দালংকারবিশেষ যাতে একই শব্দের ভিন্নার্থে পুনরাবৃত্তি হয়, যথা-('আনা দরে আনা যায় কত আনারস': ঈ. গু)। [সং. যম + ক]।

যমজ [ yamaja ] বিণ. একসঙ্গে একই গর্ভ থেকে জাত। [সং. যম + √ জন্ + অ]।

যমল [ yamala ] বিণ. যুগ্ম, জোড়া। (তু. যামল)। [সং. যম + √ লা + অ]।

যমানি, যমানিকা, যবানি [ yamāni, yamānikā, yabāni ] বি. মশলাবিশেষ, জোয়ান। [< সং. যবানিকা]।

যমী [ yamī ] (-মিন্) বিণ. সংযমী, জিতেন্দ্রিয়। [সং. যম + ইন্]।

যমুনা [ yamunā ] বি. 1 উত্তরভারতের প্রসিদ্ধ নদী, কালিন্দী; 2 বাংলাদেশের নদীবিশেষ; 3 যমের ভগিনী। [সং. √ যম্ + উন + আ]।

যশ [ yaśa ] (যশস্, যশঃ) বি. কীর্তি, খ্যাতি। [সং. √ অশ্ + অস্ য্ আগম]। ̃ .কীর্তন, যশঃ-কীর্তন বি. খ্যাতি বা গৌরব প্রচার। ̃ .স্কর, -স্য বিণ. যশস্বী বা কীর্তিমান করে এমন, খ্যাতিজনক। ̃ .স্কাম বিণ. খ্যাতি কামনা করে এমন। ̃ .স্বান, স্বী (-স্বিন্), যশো-ধন বিণ. কীর্তিমান, খ্যাতিসম্পন্ন। স্ত্রী. ̃ .স্বতী, স্বিনী। যশাকাঙ্ক্ষা বি. খ্যাতির আকাঙ্ক্ষা বা আশা। যশো-গাথা, যশো-গীতি, যশো-গান বি. কীর্তির বর্ণনাপূর্ণ সংগীত। যশোদ বিণ. কীর্তিদায়ক, যশস্কর। ☐ বি. পারদ। যশোদা বিণ. (স্ত্রী.) খ্যাতিদায়িনী। ☐ বি. শ্রীকৃষ্ণের পালিকা মাতা, নন্দের স্ত্রী। যশোদা-নন্দন বি. শ্রীকৃষ্ণ। যশো-ধন বিণ বিখ্যাত, যশস্বী। যশো-ভাক (-ভাজ্) বিণ. যশ বা খ্যাতির অংশীদার। যশো-ভাগ্য বি. যশোলাভের সৌভাগ্য। যশো-মতী বি. যশোদা। যশো-রাশি বি. বহু যশ। যশো-লিপ্সা বি. খ্যাতির লোভ। যশো-হানি বি. খ্যাতিনাশ, অখ্যাতি।

যশদ [ yaśada ] বি. দস্তা। [সং. অশ্ + অদ?]।

যশুরে [ yaśurē ] বিণ. যশোহরের বা যশোহরসংক্রান্ত (যশুরে কই, যশুরে গান)। [বাং. যশোর (< যশোহর)। যশুরে কই 1 যশোহরের কই মাছ; 2 (আল.) যশোহরের কইমাছের মতো বড়ো মাথাওয়ালা লোক।

যশোগাথা, যশোগান, যশোদগীতি, যশোদা, যশোভাক, যশোভাগ্য, যশোমতী, যশোলিপ্সা, যশোহানি [ yaśōgāthā, yaśōgāna, yaśōdagīti, yaśōdā, yaśōbhāka, yaśōbhāgya, yaśōmatī, yaśōlipsā, yaśōhāni ] দ্র যশ

যষ্টি [ yaṣṭi ] বি. 1 লাঠি, ছড়ি; 2 দণ্ড; 3 বৃক্ষশাখা। সং. যজ্ + তি।.মধু বি. বৃক্ষবিশেষের মিষ্টি শিক়ড়।

যষ্টিক [ yaṣṭika ] বি. 1 লাঠি, ছড়ি; 2 পানকৌড়ি। [সং. যষ্টি + ক]। যষ্টিকা বি. 1 লাঠি; 2 একনরি মুক্তাহার; 3 বড়ো পুকুর; 4 যষ্টিমধু।

যস্য [ yasya ] বিণ. (বর্ত. আদা.) যার। [সং. যদ্ + ষ্ঠীর একবচন]।

যা [ yā ] 3 ক্রি. (অবজ্ঞায় বা কনিষ্ঠকে গমন কর্ (তুই ওখানে যা)। [বাং. √ যাওয়া]। ওই যা, গেল যা হঠাত্ বিস্মরণজনিত অনভিপ্রেত ঘটনার ফলে ক্ষোভ বা আক্ষেপসূচক উক্তি।

যাই1 [ yāi1 ] অব্য. (সমু.) (আঞ্চ.) যেই, যেইমাত্র; যেহেতু (যাই তুমি এলে অমনি আলো নিভে গেল)। [সং. যদা]।

যাই [ yāi ] 2 ক্রি. গমন করি (এবার তবে যাই)। [বাং. √ যাওয়া]। যাও অনু-ক্রি. গমন করো।

যাওন [ yāōna ] বি. (আঞ্চ.) যাওয়া, গমন। [যাওয়া দ্র]।

যাওয়া [ yāōẏā ] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্হায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ̃ আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্হা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।

যাঁহা [ yām̐hā ] অব্য. ক্রি-বিণ. (ব্রজ. ও কথ্য) 1 যেখানে ('যাঁহা যাঁহা নিকসয়ে তনু তনু জ্যোতি': গো. দা.); 2 যেইমাত্র, যখনই (যাঁহা শোনা অমনি দৌড়)। [হি.]।

যাগ [ yāga ] বি. যজ্ঞ, হোম (যাগযজ্ঞ)। [সং. √ যজ্ + অ]। ̃ .ডুমুর-যজ্ঞডুমুর -এর কথ্য রূপ।

যাচন1 [ yācana1 ] বি. যাচাই। [যাচা2 দ্র]। ̃ .দার বিণ. যাচাই করে দেখে এমন।

যাচা1 [ yācā1 ] ক্রি. 1 যাচ্ঞা করা, প্রার্থনা করা, চাওয়া ('কি আর যাচিব তব কাছে') 2 উপযাচক হওয়া (যেচে দিতে এল)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। [সং. √ যাচ্ + বাং. আ]।

যাচা2 [ yācā2 ] ক্রি. যাচাই করা, পরীক্ষা দ্বারা মূল্য নির্ধারণ করা। [যাচা1 দ্র]। ̃ বি. অনুসন্ধানের দ্বারা দ্রব্যাদির মূল্য বা উত্কর্ষ নিরূপণ (দর যাচাই করা, সোনা যাচাই করা)। ̃ নো ক্রি. বি. যাচাই করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

যাচিত [ yācita ] দ্র যাচন2

যাচ্ছে-তাই [ yācchē-tāi ] বি. বিশ্রী বা জঘন্য ব্যাপার (কীসব যাচ্ছেতাই বলছ)। ☐ বিণ. বিশ্রী বা জঘন্য (যাচ্ছেতাই কথা)। [বাং. যা + ইচ্ছে + তা + ই]।

যাচ্ঞা [ yācñā ] বি. প্রার্থনা, যাচনা। [সং. √ যাচ্ + ন + আ]। যাচ্য, যাচ্যমান দ্র যাচন2

যাজন [ yājana ] বি. 1 যজ্ঞ বা পূজা করানো; 2 পৌরোহিত্য, ঋত্বিকের বৃত্তি। [সং. √ যজ্ + ণিচ্ + অন]। যাজক বি. যজ্ঞকর্তা, ঋত্বিক, পুরোহিত। স্ত্রী. যাজিকা। যাজনিক বিণ. 1 পৌরোহিত্যসম্বন্ধীয়; 2 যজ্ঞসম্বন্ধীয়। যাজি, যাজী বিণ. যজ্ঞ কারী, যাজক। যাজ্য বিণ. যাজনযোগ্য; যজ্ঞ ক্রিয়ার যোগ্য; যার জন্য যাগযজ্ঞ করা হয়।

যাজ্ঞ -বল্ক [ yājña -balka ] বি. যজুর্বেদপ্রবক্তা ধর্মশাস্ত্রকার ঋষিবিশেষ। [সং. যজ্ঞবল্ক + য]।

যাজ্ঞ -সেনী [ yājña -sēnī ] বি. যজ্ঞ সেনের অর্থাত্ দ্রুপদরাজের কন্যা দ্রৌপদী। [সং. যজ্ঞ সেন + অ + ঈ]।

যাজ্ঞিক [ yājñika ] বি. যজ্ঞ কর্তা, পুরোহিত। ☐ বিণ. যজ্ঞীয়, যজ্ঞ সম্বন্ধীয়। [সং. যজ্ঞ + ইক]।

যাত [ yāta ] বিণ. 1 গত (যাতায়াত) 2 অতীত (প্রয়াত); 3 লব্ধ; 4 জ্ঞাত [সং. যা + ত]।

যাতনা [ yātanā ] বি. যন্ত্রণা, তীব্র বেদনা ('কত না যাতনা দিনু': চণ্ডী)। [সং. যত্ + ণিচ্ + আ + আ]।

যাতব্য [ yātabya ] বিণ. 1 গমনীয়, গমনের যোগ্য 2 আক্রমণের যোগ্য, আক্রমণীয়। [সং. √ যা + তব্য]।

যাতা1 [ yātā1 ] বি. গমনকর্তা, যে যায়। [সং. √ যা + তৃ]।

যাতা2 [ yātā2 ] বি. স্বামীর ভ্রাতৃজায়া, জা। [সং. √ যত্ + ঋ = যাতৃ।

যা-তা [ yā-tā ] দ্র যা2

যাতায়াত [ yātāẏāta ] বি. গমনাগমন, যাওয়া-আসা। [সং. যাত + আয়াত]।

যাত্রা [ yātrā ] বি. 1 গমন (তীর্থযাত্রা, পদযাত্রা); 2 প্রস্হান, নির্গমন, রওনা (বাড়ি থেকে যাত্রা করা); 3 অতিবাহন, যাপন, নির্বাহ (জীবনযাত্রা, সংসারযাত্রা); 4 দেবতার উত্সববিশেষ (ঝুলনযাত্রা, দোলযাত্রা); 5 (বাং.) দৃশ্যপটহীন চারদিক খোলা মঞ্চে নাটকাভিনয়বিশেষ (যাত্রার দল); 6 দফা, বার (এ যাত্রা বেঁচে গেলে); 7 মিছিল (শোভাযাত্রা)। [সং. √ যা + ত্র + আ]। ̃ .বদল বি. যে-স্হান থেকে যাত্রা আরম্ভ হয়েছিল সেইস্হানে ফিরে এসে নতুন করে যাত্রারম্ভ।

যাত্রিক [ yātrika ] বিণ. 1 যাত্রাসম্বন্ধীয় 2 যাত্রাযোগ্য; 3 গমনযোগ্য, গমনসাধ্য, গমনীয় 4 যাত্রাকারী, গমনকারী। ☐ বি. 1 পাথেয়, পথ-খরচ; 2 পথিক; 3 উত্সব 4 তীর্থযাত্রী। [সং. যাত্রা + ইক]।

যাত্রী [ yātrī ] (-ত্রিন্) বিণ. বি. 1 যাত্রাকারী, গমনকারী (বরযাত্রী, বিলাতযাত্রী); 2 ভ্রমণকারী (তীর্থযাত্রী, বাসযাত্রী); 3 তীর্থযাত্রী ('লঙিঘতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার': নজরুল)। স্ত্রী. যাত্রিণী

যাথা-তথ্য [ yāthā-tathya ] বি. প্রকৃত তথ্য, সত্য ঘটনা (যাথাতথ্য প্রকাশিত হওয়া)। [সং. যথাতথ + য]।

যথা-যথ্য [ yathā-yathya ] বি. যথার্থতা, যথাযথতা, [সং. যথার্থ + য]।

যাথার্থ্য [ yāthārthya ] বি. যথার্থতা, যথাযথতা, সত্যতা, প্রকৃত তথ্য (সংবাদের যাথার্থ্য যাচাই করা)। [সং. যথার্থ + য]।

যাদঃ-পতি [ yādḥ-pati ] বি. 1 সমুদ্র; 2 বরুণ। [সং. যাদস্ (জলজন্তু) + পতি]। ̃ .রোধঃ বি. (বর্ত. অপ্র.) সমুদ্রতীর; সমুদ্রের উপকূল ('যাদঃপতিরোধঃ যথা চলোর্মি আঘাতে' মধু.)।

যাদব [ yādaba ] বিণ. যদুবংশীয় (যাদব নারী)। ☐ বি. শ্রীকৃষ্ণ। [সং. যদু + অ]। স্ত্রী. যাদবী

যাদৃশ [ yādṛśa ] বিণ. যেমন, যেরকম (যাদৃশ বিচার)। [সং. যদ্ + √ দৃশ্ + অ, ক্বিপ্। স্ত্রী. যাদৃশী (যদৃশী ভাবনা)।

যান [ yāna ] বি. 1 যাতে চড়ে যাওয়া যায় (যানবাহন, গো-যান) 2 যাত্রা বা নির্গমন (অভিযান, প্রয়াণ)। [সং. √ যা + অন]। ̃ .জট বি. পথে যানবাহনের প্রচণ্ড ভিড়ের জন্য নিশ্চল অবস্হা, jam.

যান্ত্রিক [ yāntrika ] বিণ. 1 যন্ত্রসম্বন্ধীয় (যান্ত্রিক গোলযোগ); 2 যন্ত্রবিশারদ, যন্ত্রনির্মাণে বা যন্ত্রচালনে দক্ষ। ☐ বি. যন্ত্রচালক ('যান্ত্রিক না হলে যন্ত্র কেমন করে বাজে?': বি. গু.)। [সং. √ যন্ত্র্ + ইক। যান্ত্রিক শক্তি যন্ত্রের শক্তি, যন্ত্রশক্তি। যান্ত্রিক সভ্যতা আবিস্কৃত বিভিন্ন যন্ত্রের সাহায্যে যে সভ্যতা গড়ে উঠেছে। বি. ̃ .তা

যান্ত্রিকতা [ yāntrikatā ] বি. নিছক যন্ত্রের মতো বিবেচনাহীনভাবে নিয়মরক্ষা। [সং. যান্ত্রিক + তা]।

যাপক [ yāpaka ] বিণ. যাপনকারী, অতিবাহনকারী। [সং. √ যা + ণিচ্ (√ যাপি) + অক]। যাপন বি. অতিবাহন ('শুধু দিন-যাপনের গ্লানি': রবীন্দ্র, অবসর-যাপন)। যাপনীয় বিণ. যাপনের বা অতিবাহনের যোগ্য। যাপিত বিণ. অতিবাহিত, যাপন করা হয়েছে এমন। যাপ্য বিণ. 1 যাপনীয়; 2 নিন্দনীয়; 3 নিকৃষ্ট; 4 গোপনীয়; 5 নিঃশেষে প্রতিকার হয় না এমন (যাপ্য রোগ)।

যাপা [ yāpā ] ক্রি. যাপন করা, কাটানো। [বাং. √ যাপ্ (সং. √ যাপি) + আ]।

যাপিত, যাপ্য [ yāpita, yāpya ] দ্র যাপক

যাব, যাবনা [ yāba, yābanā ] বি. গবাদি পশুর খাদ্য, জাব। [সং. যবস তু. হি. জাব]।

যাবক [ yābaka ] বি. আলতা (যাবক-রেখা)। [সং. √ যু + অ + ক]।

যাবচ্চন্দ্র-দিবাকর [ yābaccandra-dibākara ] ক্রি-বিণ. যতকাল চন্দ্র ও সূর্য থাকবে ততকাল, চিরকাল। [সং. যাবত্ + চন্দ্র + দিবাকর]।

যাবজ্জীবন [ yābajjībana ] ক্রি-বিণ. যতদিন জীবন থাকবে ততদিন, চিরজীবন, আমরণ (যাবজ্জীবন কারাদণ্ড)। [সং. যাবত্ + জীবন]।

যাবত্ [ yābat ] ক্রি-বিণ. 1 যতক্ষণ, যতদিন পর্যন্ত, যে-পর্যন্ত (যাবত্ চন্দ্রসূর্য থাকবে); 2 পর্যন্ত, ধরে (এ যাবত্, বহুদিন যাবত্)। ☐ বিণ. যত, যা কিছু, সমুদয় (যাবত্ সুখদুঃখের কাহিনি)। [সং. যদ্ + বত্]।

যাবতীয় [ yābatīẏa ] বিণ. যত-কিছু, সমস্ত (যাবতীয় কাজকর্ম)। [সং. যাবত্ + ঈয়]।

যাবন [ yābana ] বিণ. 1 যবনসম্বন্ধীয়; 2 যবনদেশে জাত। [সং. যবন + অ]। যাবনিক বিণ. যবনসম্বন্ধীয়, যাবন। যাবনী বি. যবনভাষা; আরবি বা ফারসি ভাষা।

যাম [ yāma ] বি. সমস্ত দিনরাত্রির 1/8 ভাগ সময়, প্রহর; তিন ঘন্টা। [সং. √ যা + ম]। ̃ .ঘোষ বি. শৃগাল। ̃ .বতী বি. রাত্রি, যামিনী। যামার্থ বি. অর্ধপ্রহর, দেড় ঘন্টা। যামী বি. 1 দক্ষিণ দিক 2 রাত্রি 3 কুলস্ত্রী।

যামল [ yāmala ] বি. 1 যুগ্ম, যুগল; 2 (তন্ত্রে) শিব ও শক্তির পরস্পর মিলিত রূপ; 3 তন্ত্রশাস্ত্রবিশেষ। [সং. যমল + অ]।

যামার্থ [ yāmārtha ] দ্র যাম

যামিনী [ yāminī ] বি. রাত্রি ('কেন যামিনী না যেতে জাগালে না': রবীন্দ্র)। [সং. যাম + ইন্ + ঈ]। ̃ .কান্ত বি. চাঁদ।

যামী [ yāmī ] দ্র যাম

যাম্য [ yāmya ] বিণ. দক্ষিণদিকস্হ। [সং. যামী + য]। যাম্যোত্তর-বৃত্ত বি. মধ্যরেখা।

যায়2 [ yāẏa2 ] ক্রি. গমন করে (দিন যায়)। [বাং. √.যাওয়া]।

যাযাবর [ yāyābara ] বি. বিণ. 1 নিয়ত ভ্রমণকারী, ভবঘুরে; 2 যে সম্প্রদায় নির্দিষ্ট এক জায়গায় বসবাস করে না, নানা স্হানে বা দেশে ঘুরে বেড়ায়; 3 নির্দিষ্ট গৃহ নেই এমন। [সং. √ যা + যঙ্ + বর]। যাযাবর পাখি যে পাখি বারোমাস এক দেশে না থেকে শীতঋতুতে অন্য দেশে পরিযায়ী হয়।

যাহা [ yāhā ] সর্ব. (সাধু.) যে বস্তু বা বিষয় ('তুমি যাহা দাও সে.. যে দুঃখের দান': রবীন্দ্র)। [সং. যত্]। যাহা তাহা সর্ব. বিণ. যা-তা ('রোজ কত কী ঘটে যাহা তাহা':রবীন্দ্র)। যাহে অব্য. (কাব্যে) যাতে।

যিনি [ yini ] সর্ব. (সম্ভ্রমে) যে ব্যক্তি (যিনি সকল কাজের কাজী: রবীন্দ্র, যিনি জানেন তিনি বলবেন)। [সং. যঃ]। বহুবচনে যাঁরা।

যুক্ত [ yukta ] বিণ. 1 সংলগ্ন, একত্র, মিলিত ('যুক্ত কর হে সবার সঙ্গে': রবীন্দ্র); 2 অন্বিত, বিশিষ্ট, সম্পন্ন (শ্রীযুক্ত, ক্রোধযুক্ত); 3 রত, নিয়োজিত, ব্যাপৃত (ঘানিতে যুক্ত, কর্মে যুক্ত); 4 উপযুক্ত, সমন্বিত (যুক্তিযুক্ত); 5 পরিমিত (যুক্ত আহার); 6 যোগরত; 7 (গণি.) সংকলিত, যোগ করা হয়েছে এমন। [সং. √ যুজ্ + ত]। স্ত্রী. যুক্তা। ̃ .কর বিণ. কৃতাঞ্জলি, জোড়হাত। ☐ বি. জোড় করা হাত। ̃ .প্রদেশ বি. উত্তরপ্রদেশের বর্তমানে বর্জিত পূর্বনাম। ̃ .বেণি বি. গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সংগম, ত্রিবেণি। ̃ .রাজ্য বি. গ্রেটবিটেন ও উত্তর আয়ারল্যাণ্ড। ̃ .রাষ্ট্র বি. আমেরিকা যুক্তরাষ্ট্র। যুক্তাক্ষর বি. সংযুক্ত বর্ণ, একত্রে লিখিত ও উচ্চারিত একাধিক ব্যঞ্জনবর্ণ, যেমন ক্ত, চ্ছ।

যুক্তি [ yukti ] বি. 1 সংযোগ, মিলন, সংযুক্তি (দুই ভূখণ্ডের যুক্তি); 2 কারণ, হেতু (যুক্তিপ্রদর্শন); 3 ন্যায়, বিচার (যুক্তিযুক্ত); 4 পরামর্শ, মন্ত্রণা ('সকলে মিলি যুক্তি করি শেষে': রবীন্দ্র)। [সং. √ যুজ্ + তি]। ̃ .গ্রাহ্য, ̃.যুক্ত, ̃.সংগত, ̃.সম্মত, ̃.সহ বিণ. যথোচিত, ন্যায়সংগত, নায্য। ̃ .দাতা (-তৃ) বিণ. পরামর্শদাতা, যে মন্ত্রণা বা পরামর্শ দেয়। স্ত্রী ̃ .দাত্রী। ̃.নির্ভর বিণ. যুক্তির উপর প্রতিষ্ঠিত। ̃ .পূর্ণ বিণ. যুক্তিসংগত, যথোচিত। ̃ .পূর্বক ক্রি-বিণ. পরামর্শ করবার পর। ̃ .বিদ্যা বি. তর্কবিদ্যা, লজিক। ̃ .বিরুদ্ধ বিণ. যুক্তিসংগত নয় এমন। ̃ .সংগত, ̃.সম্মত বিণ. যুক্তির উপর প্রতিষ্ঠিত। ̃ .হীন বিণ. অন্যায়, যাতে সংগত কারণ বা প্রমাণ নেই (যুক্তিহীন বিচার)।

যুগ [ yuga ] বি. 1 বারো বত্সর কাল 2 সত্য ত্রেতা দ্বাপর ও কলি এই চার পৌরাণিক কাল-বিভাগ; 3 আমল, সময় (আকবরের যুগে); 4 বিশিষ্ট লক্ষণ দ্বারা চিহ্নিত কাল পরিমাণ (প্রাচীন যুগ); 5 জোয়াল (যুগন্ধর); 6 জোড়া, যুগল (পদযুগ); 7 চারহাত পরিমাণ মাপ। [সং. যুজ্ + অ]। ̃ .ক্ষয়, যুগান্ত বি. 1 যুগের অবসান 2 প্রলয়কাল। ̃ .ধর্ম বি. 1 যুগোপযোগী ধর্ম; 2 নির্দিষ্ট যুগের বৈশিষ্ট্য বা লক্ষণ বা ঝোঁক 3 কালোচিত আচার-আচরণ (যুগধর্ম না মেনে উপায় নেই)। ̃ .ন্ধর বি. 1 জোয়ালের সঙ্গে যুক্ত বা সংলগ্ন কাঠ; 2 লাঙলের ঈষা বা গাড়ির বোম; 3 (আল.) একটি বিশেষ যুগের প্রবর্তক বা প্রতিনিধি। ̃ .লক্ষণ বি. কোনো বিশেষ যুগের বৈশিষ্ট। ̃ .সন্ধি বি. যে-সময়ে এক যুগের অবসান এবং অন্য যুগের সূচনা হয়, transition. যুগান্ত-যুগক্ষয় -এর অনুরূপ। যুগান্ত-কারী (-রিন্) বিণ. নতুন যুগের সৃষ্টিকারী, অতি গুরুত্বপূর্ণ (যুগান্তকারী ঘটনা)। যুগান্তর বি. অন্য যুগ (যুগ থেকে যুগান্তর)। ̃ .যুগান্তর বি. নানা যুগ, বহু যুগ। যুগাব-তার বি. 1 কোনো যুগের শ্রেষ্ঠ ধর্মীয় প্রবক্তা বা নেতা 2 যুগের অবতার। যুগোপ-যোগী বিণ. নির্দিষ্ট যুগের পক্ষে উপযুক্ত।

যুগ-পত্ [ yuga-pat ] ক্রি-বিণ. অব্য. একই সময়ে; একই সঙ্গে (দুটি কাজ যুগপত্ চলতে থাকল)। [সং. যুগ + পদ্ ক্বিপ্]।

যুগল [ yugala ] বি. 1 একজোড়া (যুগলমিলন) 2 দুটি (নয়নযুগল)। ☐ বিণ. যুগ্ম (যুগল মূর্তি)। [সং. যুগ + ল]। ̃ .বন্দি বি. দুই সংগীতশিল্পীর দ্বৈত গান বা দ্বৈত (সচ. বিভিন্ন) বাদ্যবাদন। ̃ .মূর্তি বি. একসঙ্গে দুই জনের (সচ. দুই) দেবতার মূর্তি (রাধাকৃষ্ণের বা হরপার্বতীর যুগলমূর্তি)।

যুগা, যুগানো [ yugā, yugānō ] যথাক্রমে জুগাজুগানো -র বানানভেদ।

যুগান্তর, যুগাবতার [ yugāntara, yugābatāra ] দ্র যুগ

যুগি [ yugi ] বি. (কথ্য) নাথধর্মাবলম্বী হিন্দু-সম্প্রদায়বিশেষ। [সং. যোগী]।

যুগোপযোগী [ yugōpayōgī ] দ্র যুগ

যুগ্ম [ yugma ] বি. জোড়া, যুগল। ☐ বিণ. 1 সহযোগী (যুগ্ম সম্পাদক); 2 (গণি.) জোড়, দুই দিয়ে ভাগ করলে মিলে যায় এমন, even (যুগ্ম রাশি)। [সং. যুজ্ + ম] শব্দ বি. পরপর দুবার লিখিত বা উচ্চারিত একই শব্দ, যথা ঝনঝন, কাটা-কাটা।

যুঝা [ yujhā ] দ্র জুঝা

যুটি [ yuṭi ] বি. 1 যুগ্ম; 2 সহচরী, সঙ্গিনী। ☐ বিণ. অনুরূপ বয়সী (সমযুটি মেয়েরা)। [সং. যুতি]। তু. জুটি

যুত1 [ yuta1 ] বিণ. যুক্ত (শ্রীযুত)। [সং. যু + ত]। যুতি বি. 1 মিলন, জোড়, যোগ; 2 মিশ্রণ।

যুদ্ধ [ yuddha ] বি. 1 সংগ্রাম, সমর, রণ, লড়াই (বিশ্বযুদ্ধ, রাজায় রাজায় যুদ্ধ) 2 ক্রীড়া শক্তি ইত্যাদির প্রতিযোগিতা দ্বন্দ্ব (মুষ্টিযুদ্ধ)। [সং. যুধ্ + ত]। ̃ .কালীন বিণ. যুদ্ধের সময়ের (যুদ্ধকালীন তত্পরতা)। ̃ .জয় বি. যুদ্ধে শত্রু বা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সাফল্য। ̃ .নীতি, ̃.রীতি বি. 1 যুদ্ধের আইনকানুন; 2 যুদ্ধের কৌশল। ̃ .বন্দি বি. যুদ্ধে পরাজিত পক্ষের যে সৈন্য বা লোকজনকে জয়ী পক্ষ গ্রেপ্তার করে। ̃ .বিগ্রহ বি. যুদ্ধ বিবাদ ইত্যাদি। ̃ .বিদ্যা বি. যুদ্ধের কৌশল ফন্দি ইত্যাদি সংক্রান্ত শাস্ত্র। ̃ .বিরতি বি. যুদ্ধের সাময়িক ক্ষান্তি। ̃ .বিশারদ বিণ. রণনিপুণ। ̃ .যাত্রা বি. যুদ্ধ করতে রওনা হওয়া, সংগ্রামের অভিযান। ̃ .যুদ্ধাজীব বি. বিণ. যোদ্ধা, সৈনিকবৃত্তি অবলম্বনকারী। ̃ .যুদ্ধাব-সান বি. সংগ্রামের সমাপ্তি, শান্তি বা সন্ধি। যুদ্ধার্থী (-র্থিন্) বিণ. যুদ্ধ করতে চায় এমন যুদ্ধের উপক্রমকারী। যুদ্ধাস্ত্র বি. যুদ্ধে ব্যবহারের অস্ত্র। যুদ্ধোত্তর বিণ. যুদ্ধের পরবর্তী কালের (যুদ্ধোত্তর ভারত)। যুদ্ধোন্মাদ বিণ. রণোন্মত্ত। ☐ বি. 1 যুদ্ধজনিত উন্মত্ততা; 2 যুদ্ধ করবার প্রবল বাসনা। যুধিষ্ঠির বিণ. (মূল অর্থ) যুদ্ধকালে বুদ্ধি স্হির রাখতে পারে বা ঘাবড়ায় না এমন। ☐ বি. জ্যেষ্ঠ পাণ্ডব। [সং. যুধি + স্হির]।

যুধ্য-মান [ yudhya-māna ] বিণ. যুদ্ধ করছে এমন, যুদ্ধরত (যুধ্যমান সৈন্যদল)। [সং. √ যুধ্ + মান (শানচ্)]।

যুবক [ yubaka ] বি. কৈশোর-উত্তীর্ণ পুরুষ (যখন যুবক ছিলেন)। ☐ বিণ. ওই বয়সী (যুবক রবীন্দ্রনাথ)। [সং. যুবন্ + ক]।

যুব-জানি [ yuba-jāni ] বি. যুবতী ভার্যার পতি। [সং. যুব (যুবতী) + জানি (< জায়া) যার।

যুব-রাজ [ yuba-rāja ] বি. 1 রাজত্বের উত্তরাধিকারী রাজপুত্র; 2 রাজার সহায়ক বা রাজকার্যের সহায়ক রাজপুত্র; 3 রাজার জ্যেষ্ঠপুত্র। [সং. যুবন্ + রাজন্]।

যুবা [ yubā ] (-বন্) বিণ. বি. 1 প্রাপ্তযৌবন 2 পূর্ণবয়স্ক 3 তরুণ, জোয়ান, যুবক। [সং. √ যু + অন। স্ত্রী. যুবতী, যুবতি, যূনী। ̃.বয়স, ̃.কাল বি. যৌবন।

যুয়ান-জোয়ান [ yuẏāna-jōẏāna ] 2যোয়ান -এর রূপভেদ।

যুযুত্সা [ yuyutsā ] বি. যুদ্ধের ইচ্ছা, যুদ্ধ করার ইচ্ছা। [সং. যুধ্ + সন্ + আ]। যুযুত্সু বিণ. যুদ্ধ করতে ইচ্ছুক। ☐ বি. জাপানি প্রথার কুস্তি বা ব্যায়ামবিশেষ।

যুযুধান [ yuyudhāna ] বিণ. যুদ্ধকারী, যোদ্ধা (যুযুধান বেশে আবির্ভাব)। ☐ বি. 1 ক্ষত্রিয় 2 সাত্যকি। [সং. √ যুধ্ + আন]।

যূথ [ yūtha ] বি. পশুপাখির দল বা পাল। [সং. √ যু (=মিশ্রণ) + থ]। ̃ .চর, ̃.চারী (-রিন্) বিণ. (পশু সম্বন্ধে) দলবদ্ধভাবে বিচরণ করে এমন। ̃ .নাথ, ̃.পতি বি. দলের সর্দার; দলবদ্ধভাবে বিচরণকারী পশুদলের সর্দার। ̃ .ভ্রষ্ট বিণ. দলছাড়া, দল থেকে বিচ্ছিন্ন।

যূথিকা, যূথি [ yūthikā, yūthi ] বি. জুঁইফুল। [সং. যূথ + অক + আ, যূথ + অ + ঈ]।

যূনী [ yūnī ] দ্র যুবা

যূপ [ yūpa ] বি. 1 বলির জন্য যজ্ঞ বাঁধার কাঠের দণ্ড, হাড়িকাঠ; 2 জয়স্তম্ভ। [সং. যু + প]। ̃ .কাষ্ঠ বি. হাড়িকাঠ।

যূষ [ yūṣa ] বি. 1 ক্বাথ 2 ঝোল। [সং. √ যুষ্ + অ]। তু. জুস 2 যে সর্ব. কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা বিষয় (যে আসবে যে আসুক)। ☐ বিণ. যার কথা বলা হচ্ছে (যে লোক, যে বিষয়)। ☐ অব্য. 1 মিশ্রবাক্যে অপ্রধান বাক্যের সূচনায় ব্যবহৃত সংযোজক (তিনি বললেন যে বৃষ্টি হবে); 2 ঘটনা-নির্দেশে (তিনি যে আসবেন তা আমি ভাবিনি) 3 সংশয় প্রকাশে (কী যে হবে কে জানে); 4 হেতু নির্দেশে ('বেলা যে পড়ে এল জল্কে চল': রবীন্দ্র); 5 আধিক্য-প্রকাশে (মাছের যে দাম ! যে ঠাণ্ডা পড়েছে!); 6 কারণ-জিজ্ঞাসায় (খেলি না যে? সেদিন এলে না যে?); 7 বিস্ময় বা বিরক্তি-প্রকাশে (আবার বৃষ্টি এল যে)। [প্রাকৃ. জে < সং. যদ্]। যে আজ্ঞা, যে আজ্ঞে যথা আজ্ঞা অর্থাত্ আদেশ অনুসারে কাজ করা হবে। যে-কে-সেই বি. পূর্ববত্ অবস্হা, পূর্বাবস্হা (দুদিন একটু ভালো ছিল এখন আবার যে-কে-সেই)। যে-কেউ সর্ব. যে-কোনো ব্যক্তি। যে-কেহ সর্ব. যে-কেউ ('যে কেহ মোরে দিয়েছ সুখ': রবীন্দ্র)। যেবা সর্ব. যে-কেউ, যে-কোনোটি বা যে-কোনো জন। যে-যে সর্ব. যারা (যে-যে যাবে যাক)। যে-সে সর্ব. 1 প্রত্যেকেই, সকলেই; 2 অনেকেই; 3 যে-কেউ (যে-সে ক্লাবের সদস্য হতে পারবে না); 4 নগণ্য কেউ (যে-সে এসে চাইলেই দিতে হবে নাকি?)।

যেই [ yēi ] ক্রি-বিণ. যে-মুহূর্তে, যখনই, যেমনি (সে যেই এল অমনি ঝগড়াও থেমে গেল)। ☐ বিণ. (কাব্যে) যে (যেইদিন)। [বাং. যে + ই]।

যে-কে-সেই [ yē-kē-sēi ] দ্র যে

যেখান [ yēkhāna ] বি. যে স্হান (যেখান থেকে এসেছ)। [বাং. যে + খান (> সং. স্হান)। ̃ .কার বিণ. যে জায়গার, যে স্হানের। যেখান-সেখান বি. সকল স্হান, সব জায়গা, যে-কোনো জায়গা। যেখানে ক্রি-বিণ. যে জায়গায়; যে অবস্হায়। যেখানে-সেখানে ক্রি-বিণ. 1 সর্বত্র; 2 যে কোনো জায়গায়; 3 ইতস্তত (বইগুলো যেখানে সেখানে ছড়ানো)।

যেথা [ yēthā ] বি. (কথ্য ও কাব্যে) যে স্হান ('যেথা হতে সবে আনে উপহার': রবীন্দ্র)। ☐ ক্রি-বিণ. যেথায়, যেখানে (যেথা যাই)। [সং. যথা]। ̃ .কার বিণ. যে স্হানের। ̃ ক্রি বিণ. যেখানে ('যেথায় চলেছ যাও তুমি ধনি': রবীন্দ্র)। যেথা-সেথা ক্রি-বিণ. (কথ্য ও কাব্যে) যেখানে সেখানে।

যেন [ yēna ] অব্য. 1 উপমা-সূচক (সুন্দর যেন কন্দর্প); 2 অনুমানে (কোথায় যেন দেখেছি); 3 কল্পনায় ('মনে করো যেন বিদেশ ঘুরে': রবীন্দ্র); 4 কামনা প্রার্থনা বা অভিলাষ প্রকাশে (হে ভগবান, যেন মানুষ হই; খবরটা যেন পাই) 5 সতর্কীকরণে (টাকাটা যেন হারায় না দেখো); 6 স্বীকৃতিসূচক (তাই যেন হল)। [সং. যদ্]। যেন-তেন-প্রকারেণ ক্রি-বিণ. 1 যে-কোনো উপায়ে; 2 যেমন-তেমন করে।

যেমতি, যেমত [ yēmati, yēmata ] ক্রি-বিণ. (কাব্যে) যেমন, যেরূপ, যে প্রকার ('আমার পরাণ যেমতি করিছে তেমতি হউক সে': চণ্ডী) [সং. যে + মতি, মত]।

যেমন [ yēmana ] বিণ. 1 যেরূপ, যেমন (যেমন কুকুর তেমনি মুগুর); 2 যথা, উদাহরণস্বরূপ (জলবেষ্টিত ভূভাগকে দ্বীপ বলে, যেমন শ্রীলঙ্কা)। ☐ ক্রি-বিণ. যেইমাত্র (যেমন বলা অমনি বৃষ্টি শুরু হয়ে গেল)। ☐ অব্য. বিস্ময়সূচক (তুমিও যেমন)। [বাং. যে + মন (সাদৃশ্যার্থে)]। ̃ বিণ. যে-রকমই (লেখা যেমনই হোক, আমাকে দেখিয়ো)। যেমন-তেমন বিণ. 1 যে-কোনো রকম (যেমন-তেমন করে লেখাটা শেষ কোরো); 2 সামান্যরকম, সাধারণ (যেমন-তেমন লোক নয়)। যেমনি ক্রি-বিণ. যেইমাত্র (যেমনি বলেছি অমনি রেগে কাঁই)।

যেহেতু [ yēhētu ] অব্য. কারণ-নির্দেশক (সে আসেনি যেহেতু সে অসুস্হ)। [বাং. যে + সং. হেতু]।

যৈছন, যৈছে [ yaichana, yaichē ] ক্রি-বিণ. (ব্রজ.) যেরূপ, প্রকারে, যেমন ('বিপথে পড়ল যৈছে মালতীমালা': বিদ্যা.)। [হি. জৈছন, যৈসে]।

যো1 [ yō1 ] সর্ব. 1 যে ব্যক্তি, যিনি 2 যা, যাহা (যো হুকুম)। [সং. যঃ, যত্]।

যো2 [ yō2 ] বি. সুযোগ, উপায়, জো (পালাবার যো নেই)। [<: সং. যোগ]। জো দ্র।

যোই [ yōi ] সর্ব. (ব্রজ.) যা; যে। [হি. যো]।

যোক্তা [ yōktā ] (-ক্তৃ) বিণ. যোগকর্তা, যোগকারী। [সং. √ যুজ্ + তৃ]। স্ত্রী. যোক্ত্রী

যোক্ত্র, যোত্র [ yōktra, yōtra ] বি. লাঙলাদির জোয়াল বাঁধবার দড়ি বা জোত। [সং. √ যুজ্ + ত্র]।

যোগ [ yōga ] বি. 1 মিলন ('সেইখানে যোগ তোমার সাথে আমারও': রবীন্দ্র); 2 সম্বন্ধ, সম্পর্ক (রক্তের যোগ); 3 সংস্রব, সংসর্গ (দলের সঙ্গে যোগ রেখে চলা, এই ব্যাপারের সঙ্গে তার কোনো যোগ নেই); 4 সহযোগিতা (একযোগে); 5 ধ্যান, সাধনা, তপস্যা, যম নিয়ম প্রাণায়ামাদি (যোগে বসা, যোগসাধনা); 6 সমাধি বা তন্ময়তা 7 উপায়, অবলম্বন (নৌকাযোগে); 8 মারফত (ডাকযোগে); 9 সাধনার পন্হা (কর্মযোগ); 1 সময় (রজনীযোগে); 11 (জ্যোতিষ.) তিথি নক্ষত্রের মিলনবিশেষ (বিষ্কুম্ভযোগ, মৃত্যুযোগ) 12 শুভকাল (বিবাহের যোগ); 13 ওষুধ (মুষ্টিযোগ); 14 সৌভাগ্য (প্রাপতিযোগ, লাভের যোগ চলছে); 15 প্রয়োগ, নিবেশ (মনোযোগ); 16 (গণি.) সংকলন, সমষ্টি (দুইয়ে আর দুইয়ে যোগ); 17 সংকলনের চিহ্ন, '+'; 18 সংগীতের রাগবিশেষ। [সং. √ যুজ্ + অ]। ̃ .ক্ষেম বি. অলব্ধ বস্তুর লাভ ও লব্ধ বস্তুর সংরক্ষণ। ̃ .দান বি. 1 সহযোগ 2 শামিল হওয়া। ̃ .নিদ্রা বি. প্রলয়কালে বিষ্ণুর আংশিক নিদ্রিতভাব ও আংশিক যোগাবস্হা, যোগরূপ নিদ্রা। ̃ .ফল বি. (গণি.) সংকলনের ফলে প্রাপ্ত রাশি। ̃ .বল বি. যোগলব্ধ ক্ষমতা, যোগের প্রভাব। ̃ .বাহী (-হিন্) বিণ. সংযোগকারী সংযোগী। ̃ .ব্যায়াম বি. যৌগিক আসন। ̃ .ভঙ্গ বি. যোগসাধনে বিরতি বা ব্যাঘাত। ̃ .ভ্রষ্ট বিণ 1 সিদ্ধিলাভের পূর্বেই তপস্যা ত্যাগ করছে এমন; 2 যোগমার্গ থেকে স্খলিত বা বিচ্যুত। ̃ .মায়া বি. 1 সত্ত্বরজস্তমোগুণের যোগরূপ মায়া; 2 সৃষ্টিকার্যে ভগবানের অনন্ত শক্তি; 3 দুর্গাদেবী; 4 আদ্যাশক্তি। ̃ .মার্গ বি. যোগসাধনার বা যোগসাধনরূপ পথ। ̃ .যুক্ত বিণ সমাধিযুক্ত। ̃ .রূঢ় বিণ. প্রকৃতি-প্রত্যয়যোগে গঠিত অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ, যেমন, পঙ্কজ, জলদ। ̃ .শাস্ত্র বি. যোগসাধনাবিষয়ক শাস্ত্র বা গ্রন্হ। ̃ .সাজশ বি. 1 (সচ. অন্যায় কাজে) গোপন সংস্রব ও সহযোগিতা; 2 ষড়যন্ত্র (দুজনে যোগসাজশ করে একাজ করেছে)।̃ .সাধন, ̃.সাধনা বি. 1 দেহ ও মনের সম্পূর্ণ গতিরোধ 2 যম-নিয়ম-প্রাণায়ামাদি অভ্যাস। ̃ .সিদ্ধি বি. যোগসাধনায় সাফল্য। ̃ .সূত্র বি. 1 যোগাযোগ, সম্পর্ক; 2 বন্ধন। যোগাদ্যা বি. আদ্যাশক্তি; ভগবতী; কালী। যোগাযোগ বি. 1 মিলন, ঐক্য; 2 কার্যকারণের সামঞ্জস্য 3 যোগ, সংস্রব; 4 খবরাখবর লেনদেন 5 দেখাশোনা 6 সহযোগিতা। যোগারূঢ় বিণ. 1 যোগসাধনায় মগ্ন; 2 যোগাসনে উপবিষ্ট। যোগাসন বি. 1 যোগসাধনায় বসবার প্রণালী 2 যোগসাধনার্থ উপবেশন; 3 যৌগিক ব্যায়ামের প্রণালী। যোগাসীন বিণ. যোগসাধনায় বা যৌগিক ব্যায়ামে উপবিষ্ট, যোগরত।

যোগাড় [ yōgāḍ় ] দ্র জোগাড়

যোগান [ yōgāna ] দ্র জোগান

যোগাযোগ, যোগারূঢ়, যোগাসন, যোগাসীন [ yōgāyōga, yōgārūḍh়, yōgāsana, yōgāsīna ] দ্র যোগ

যোগালিয়া [ yōgāliẏā ] বি. রাজমিস্ত্রিকে কাজের উপকরণাদি তৈরি করে হাতে তুলে দেওয়ার জন্য নিযুক্ত মজুর। [বাং. যোগাড় > যোগাল + ইয়া]।

যোগিনী [ yōginī ] বি. (স্ত্রী.) 1 দুর্গাদেবীর চৌষট্টি সহচরীর যে কোনো একজন 2 তপস্বিনী, যোগসাধনাকারিণী; 3 (জ্যোতিষ.) তিথিবিশেষ। [সং. √ যুজ্ + ইন্ + ঈ]।

যোগিয়া [ yōgiẏā ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [সং. যোগ + বাং. ইয়া]।

যোগী [ yōgī ] (-গিন্) বি. 1 যিনি যোগসাধনা করেন, তাপস; 2 সমাধিমগ্ন ব্যক্তি। [সং. √ যুজ্ + ইন্]। ̃ ন্দ্র, ̃শ, ̃শ্বর, যোগেশ, যোগেশ্বর বি. 1 যোগীশ্রেষ্ঠ, মহাযোগী; 2 শিব; 3 শ্রীকৃষ্ণ।

যোগ্য [ yōgya ] বিণ. 1 উপযুক্ত, মানানসই (যোগ্য পুরস্কার, মানীর যোগ্য কাজ, ব্যবহারযোগ্য); 2 সক্ষম, সমর্থ (সে-ই একাজের যোগ্য); 3 ন্যায্য (যোগ্য বেতন, যোগ্য শাস্তি) 4 সমান, সমকক্ষ। [সং. √ যুজ্ + য]। বি. ̃ তা। স্ত্রী. যোগ্যা

যোজক [ yōjaka ] বি. (ভূগো.) দুই বৃহত্ স্হলভাগের মধ্যে সংযোগ স্হাপন করে এমন সংকীর্ণ স্হলভাগ, isthmus. ☐ বিণ. সংযোগকারী। [সং. √ যুজ্ + ণিচ + অক]।

যোজন [ yōjana ] বি. 1 একত্র বা যুক্ত করা; 2 জোড়া, সাঁটা; 3 নিয়োগ, নিয়োজন; 4 সংঘটন; 5 চার ক্রোশ পরিমাণ দুরত্ব। [সং. √ যুজ্ + অন]। ̃ .গন্ধা বি. 1 কস্তুরী; 2 ব্যাসমাতা সত্যবতী বা মত্স্যগন্ধা। যোজনা বি. 1 একত্র করা, যুক্ত করা; 2 নিয়োজন; 3 সংযোগ (শব্দযোজনা); 4 রাষ্ট্রীয় কর্মোদ্যোগ বা পরিকল্পনা (পঞ্চবার্ষিক যোজনা)। যোজনীয় বিণ. যোজনার যোগ্য। যোজিত বিণ. যোজনা করা হয়েছে এমন।

যোঝা-যুঝা [ yōjhā-yujhā ] ও জুঝা -র চলিত রূপ। যোঝাযুঝি দ্র জোঝাজুঝি

যোটক [ yōṭaka ] বি. 1 মিলন 2 যে বা যা মিলিয়ে দেয় (রাজযোটক)। [সং. √ যু + ট + ক]।

যোটা, যোটানো, যোড়, যোত, যোতা [ yōṭā, yōṭānō, yōḍ়, yōta, yōtā ] যথাক্রমে জোটা, জোটানো, জোড়, জোত ও জোতা -র বানানভেদ।

যোত্র [ yōtra ] দ্র যোক্ত্র

যোদ্ধা [ yōddhā ] (-দ্ধৃ) বি. যে যুদ্ধ করে, সৈনিক। [সং. √ যুধ্ + তৃ]। যোদ্ধৃ-বর্গ বি. যুদ্ধরত সৈনিকরা। যোদ্ধৃ-বেশ বি. সৈনিকের পোশাক।

যোদ্ধৃবর্গ, যোদ্ধৃবেশ [ yōddhṛbarga, yōddhṛbēśa ] দ্র যোদ্ধা

যোধ [ yōdha ] বি. 1 যুদ্ধ; 2 যোদ্ধা। [সং. √ যুধ্ + অ]।

যোধন [ yōdhana ] বি. 1 যুদ্ধ; 2 যোদ্ধা; 3 যুদ্ধের অস্ত্র। [সং. √ যুধ্ + অন।

যোনি [ yōni ] বি. 1 স্ত্রীজননেন্দ্রিয়; 2 উত্পত্তিস্হান (কমলযোনি)। ̃ বিণ. যোনিতে অর্থাত্ স্ত্রীলোকের গর্ভে জন্ম হয়েছে এমন, গর্ভজাত।

যোষা [ yōṣā ] বি. 1 স্ত্রী, পত্নী; 2 নারী। [সং. √ যুষ্ + অ + আ]। যোষিত্ বি. পত্নী; নারী। যোষিতা-যোষিত্যোষা- র অনুরূপ।

যৌক্তিক [ yauktika ] বিণ. যুক্তিসংগত, যুক্তির দ্বারা সমর্থিত। [সং. যুক্তি + ইক]। ̃ .তা বি. যুক্তিযুক্ততা, যুক্তিসিদ্ধতা (এই বক্তব্যের কোনো যৌক্তিকতা নেই)।

যৌগ [ yauga ] বি. দুই বা তার বেশি উপাদানে গঠিত পদার্থ, যৌগিক পদার্থ, compound. [সং. যোগ + অ]।

যৌগিক [ yaugika ] বিণ. 1 একাধিক উপাদানের সংযোগে গঠিত; 2 মিশ্রিত 3 যোগ-সম্বন্ধীয় (যৌগিক সাধনা) 4 (বিজ্ঞা.) একাধিক মৌল উপাদানের সংযোগে গঠিত 5 (গণি.) জটিল, মিশ্র। [সং. যোগ + ইক]। যৌগিক কাল ক্রিয়ার যে কালরূপ একাধিক ধাতুর দ্বারা গঠিত। যৌগিক ক্রিয়া (ব্যাক.) অসমাপিকা ক্রিয়াপদের সঙ্গে অন্য ক্রিয়াপদের যোগে গঠিত ক্রিয়া, যেমন জেগে থাকা, মেরে ফেলা। যৌগিক বাক্য (ব্যাক.) সংযোজক দ্বারা যুক্ত দুই বা ততোধিক বাক্য, compound sentence. যৌগিক স্বরধ্বনি একটি পূর্ণ এবং একটি অর্ধস্বরধ্বনি নিয়ে যে ধ্বনি, দ্বিস্বর।

যৌতুক [ yautuka ] বি. বিবাহ উপলক্ষ্যে বর বা কন্যাকে দেওয়া ধন বা উপহার। [সং. যুতক + অ]।

যৌথ [ yautha ] বিণ. 1 একাধিক ব্যক্তি মিলিতভাবে করেছে এমন (যৌথ প্রচেষ্টা); 2 একাধিক ব্যক্তির মালিকানাভুক্ত (যৌথ সম্পত্তি); 3 মিলিত (যৌথ পরিবার)। [সং. যূথ + অ]। যৌথ কারবার একাধিক ব্যক্তি কর্তৃক মিলিত ভাবে কৃত ব্যবসা।

যৌথেয় [ yauthēẏa ] বি. যোদ্ধা। [সং. যোধ + এয়]।

যৌন [ yauna ] বিণ. 1 যোনিসম্বন্ধীয় (যৌনরোগ); 2 যোনিজাত; 3 স্ত্রী-পুরুষের সংগমসম্বন্ধীয় (যৌনসম্পর্ক)। [সং. যোনি + অ]। ̃ তা বি. কামপ্রবৃত্তি, সংগমের ইচ্ছা। ̃ .দুর্বলতা বি. সংগমের ক্ষমতার অভাব। ̃ .ব্যাধি বি. পুরুষ বা নারীর সিফিলিস গনোরিয়া প্রভৃতি ব্যাধি।

যৌবন [ yaubana ] বি. 1 যুবকাল, যুবাবস্হা; 2 তারুণ্য, তরুণ বয়স। [সং. যুবন্ + অ]। ̃ .কণ্টক বি. বয়সফোড়া। ̃ .চাঞ্চল্য বি. তরুণ বয়সের অস্হিরতা, তারুণ্যসুলভ মানসিক অস্হিরতা। ̃ .বতী বিণ. বি. (স্ত্রী.) যুবতী; যুবতী নারী। ̃ .ভার বি. যৌবনজনিত দৈহিক পুষ্টি। ̃ .মদ-মত্তা। বিণ. (স্ত্রী.) পূর্ণযৌবনা; যৌবনরসে ভরপুর। যৌবনাবস্হা বি. যৌবনবয়স, যৌবনকাল। যৌবনোদয় বিণ. যৌবনের আরম্ভ।

যৌবরাজ্য [ yaubarājya ] বি. যুবরাজের পদ; শাসক নৃপতির সহায়তাকারী পুত্রের রাজপদ (যৌবরাজ্যে অভিষিক্ত হলেন)। [সং. যুবরাজ + য]।