[ r ] বাংলা বর্ণমালার সপ্তবিংশ ব্যঞ্জনবর্ণ এবং দন্তমূলীয় রণিত র্ ধ্বনির লিখিত রূপ।

রই [ ri ] বি. পুকুরের তলদেশে গভীর খাত। [দেশি]। ̃ .কাঠ পুকুর উত্সর্গকালে তার মাঝখানে পোঁতা বেলকাঠ।

রই-রই [ ri-ri ] বি. হট্টগোল, গোলমাল (হইহই রইরই)। [ধ্বন্যা.]।

রওনা [ rōnā ] বি. 1 যাত্রা (ট্রেনে চড়ে রওনা দেওয়া, রওনার তারিখ); 2 পাঠানো (মাল রওনা করা)। ☐ বিণ. যাত্রার জন্য বেরিয়েছে এমন (রওনা হয়েছে)। [ফা. রওয়ানা]।

রওয়া [ rōẏā ] ক্রি. 1 থাকা (মনে রয়ে গেল); 2 বাকি থাকা (পাওনা রয়েছে); 3 বাস করা, অবস্হান করা ('বসে রয় রাত-প্রভাতের পথের ধারে': রবীন্দ্র); 4 সবুর করা (রও, সে আগে আসুক); 5 বিরতি দেওয়া (রয়ে বসে কাজ করা)। [হি. রহ্না > রহা > রওয়া]। ̃ নো ক্রি. থাকানো; অপেক্ষা করানো; থামানো। ☐ উক্ত সব অর্থে।

রং. রঙ [ ra. ṃraṅa ] বি. 1 বর্ণ (লাল রং, মেঘের কালো রং); 2 রঞ্জনদ্রব্য (কাপড়টাকে লাল রঙে ছোপানো হল); 3 গায়ের বর্ণ (ফরসা রং); 4 তাসের চিহ্নভেদ; 5 আতিশয্য (রং চড়ানো)। [সং. রঙ্গ]। ̃ কানা বিণ. রং চেনে না এমন, বর্ণান্ধ। ̃ চঙে বিণ. নানান রংযুক্ত, বিচিত্র রঙের। ̃ চটা বিণ. রং উঠে গেছে এমন (একটা রং চটা চাদর)। রং চড়ানো ক্রি. বি. 1 ছবি ইত্যাদিতে রং লাগানো বা রঙের প্রলেপ দেওয়া; 2 বাড়িয়ে বলা, অতিশয়োক্তি করা। ̃ তামাশা বি. কৌতুক বা হাসিঠাট্টা। ̃ দার বিণ. রঙিন বিচিত্র রঙের সমাবেশ আছে এমন। ̃ বেরং বিণ. নানা রঙের ̃ মশাল বি. আগুনের রঙিন ফুলকিযুক্ত আতশবাজিবিশেষ।

রংরুট [ raṃruṭa ] বি. সামরিক বিভাগে, পুলিশ বিভাগে বা সরকারি চাকুরিতে নিয়োগ। [ইং. recruit]।

রক1 [ raka1 ] বি. রূপকথায় বর্ণিত বড়ো কাল্পনিক পাখিবিশেষ। [আ. রক]।

রকম [ rakama ] বি. 1 প্রকার (নানারকম জিনিস); 2 ধরন, রীতি (কীরকম বই?); 3 হাবভাব (ছেলেটার রকমটা দেখলে?)। ☐ বিণ. প্রায় (চার আনা রকম সম্পত্তি)। [আ. রক্ম্]। ̃ .ফের বি. 1 অবস্হান্তর, ভিন্ন অবস্হা (টাকা পেলেও তার অবস্হার রকমফের হবে না); 2 তফাত, পার্থক্য, তারতম্য; 3 প্রকারভেদ (খাবারের রকমফের হলে মুখে রুচি আসবে)। ̃ .সকম বি. ভাবভঙ্গি হাবভাব চালচলন। রকমারি বিণ. নানা রকমের, নানান; বিভিন্ন (রকমারি খেলনা)।

রকেট [ rakēṭa ] বি 1 আকাশে এবং মহাকাশে বিমান উপগ্রহ ইত্যাদি চালাবার বা ক্ষেপণ করার যন্ত্রযানবিশেষ; 2 আকাশে উড়াবার আতশবাজিবিশেষ, হাউই ! [ইং. rocket]।

রক্ত [ rakta ] বি. মানুষ বা মেরুদণ্ডী প্রাণীর শরীরে সংবাহিত লাল রঙের তরল পদার্থ যা শরীরের কলায় অক্সিজেন সরবরাহের এবং কলা থেকে নিষ্কাশিত কার্বনডাই অক্সাইড বহনের কাজ করে অমেরুদণ্ডী প্রাণীর দেহাভ্যন্তরস্হ অনুরূপ তরল পদার্থ যার রং কিন্তু লাল নাও হতে পারে, শোণিত, রুধির। ☐ বিণ. 1 শোণিতবত্ লাল রঙের (রক্তজবা); 2 রঞ্জিত 3 ক্রোধে লাল হয়েছে এমন (রক্তআঁখি); 4 আসক্ত, অনুরক্ত। [সং. √ রঞ্জ্ + ত]। ̃ .আঁখি বি. রাগে লাল হওয়া চোখ; রোষদৃষ্টি। রক্ত ওঠা ক্রি. বি. রক্তবমি হওয়া, বমির সঙ্গে রক্ত বার হওয়া। ̃ বি. 1 রক্ত 2 লাল কাপড়। ̃ .কমল বি. লালপদ্ম, কোকনদ। ̃ .করবী বি. লাল রঙের করবীফুল। ̃ .ক্ষয়ী (-য়িন্) বিণ. বহু লোকের রক্ত ঝরায় বা প্রাণহানি ঘটায় এমন (রক্তক্ষয়ী যুদ্ধ)। ̃ .গঙ্গা বি. (আল.) প্রচুর রক্তপাত, রক্তারক্তি কাণ্ড খুনোখুনি। রক্ত গরম হওয়া ক্রি. বি. অত্যন্ত ক্রদ্ধ বা উত্তেজিত হওয়া। ̃ .চক্ষু রক্তআঁখি -র অনুরূপ। ̃ .চন্দন বি. লাল রঙের চন্দনকাঠ। ̃ .জবা বি. লাল রঙের জবাফুল। ̃ .জিহ্ব বিণ. যার জিভ লাল (রক্তজিহ্ব রাক্ষস)। ☐ বি. সিংহ। রক্ত ঝরা, রক্ত পড়া ক্রি. বি. দেহ থেকে রক্ত বার হওয়া। ̃ .দোষ, দুষ্টি বি. রক্ত দূষিত হওয়া। ̃ .নিশান বি. লাল পতাকা। ̃ .নেত্র-রক্তআঁখি -র অনুরূপ। ̃ .পাত বি. 1 শরীরের কোনো অংশে কেটে যাওযায় রক্ত বেরোনো 2 আঘাতের ফলে করেও শরীর থেকে রক্ত বার হওয়া (বিনা রক্তপাতে বিপ্লব)। ̃ প, ̃ .পায়ী (-য়িন্) বিণ. রক্তপানকারী। ̃ .পিণ্ড বি. জমাট রক্তের ডেলা। ̃ .পিত্ত বি. পিত্তবিকারের ফলে দুষিত রক্তের আধিক্য। ̃ .পিপাসা বি. 1 শত্রুর রক্ত পান করার নিষ্ঠুর ইচ্ছা; 2 শত্রুর রক্তপাত ঘটানোর ইচ্ছা। ̃ .পিপাসু বিণ. শত্রুর রক্ত পান করতে বা শত্রুর রক্তপাত ঘটাতে ইচ্ছুক। ̃ .প্রদর বি. স্ত্রীলোকের রক্তস্রাবযুক্ত প্রদররোগবিশেষ। ̃ .প্রবাল বি. লাল রঙের প্রবাল। ̃ .বমন, ̃ .বমি বি. বমির সঙ্গে উদ্গিরণ। ̃ .বর্ণ বি. রক্তের মতো লাল রং। ☐ বিণ. ঘোর লাল রঙের। ̃ .বাহী (-হিন্) বিণ. যার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় (রক্তবাহী শিরা)। ̃ .বীজ বি. 1 পৌরাণিক অসুরবিশেষ যার প্রতিটি রক্তের ফোঁটা থেকে নতুন অসুরের জন্ম হত; 2 ডালিমবিশেষ। রক্তবীজের বংশ বা ঝাড় (আল.) যে বংশের বা দলের লোকদের কোনোভাবেই বিনাশ করা যায় না। রক্ত-মাংসের শরীর (আল.) দেহের ও মনের স্বাভাবিক দুর্বলতাযুক্ত মানুষের স্হূল শরীর। ̃ .মোক্ষণ বি. দেহের রক্ত নিষ্কাশিত করা। ̃ .রাগ বি. রক্তের মতো লাল আভা বা রং। ̃ .শোষণ বি. 1 রক্ত চুষে পান করা 2 (আল.) সর্বস্ব আত্মসাত্ করা। ̃ .স্রোত বি. রক্তের প্রবাহ। ̃ .হীন বিণ. (শরীরে) রক্ত নেই এমন। বি. ̃ .হীনতা। রক্তাক্ত বিণ. 1 রক্তে-মাখা (রক্তাক্ত শরীর); 2 ভয়ানক, রক্তপাতযুক্ত (রক্তাক্ত সংগ্রাম)। রক্তাক্তি-সার বি. রক্তস্রাবযুক্ত উদরাময় রোগবিশেষ। রক্তাধিক্য বি. দেহে রক্তের পরিমাণ বেড়ে যাওয়া। রক্তাভ বিণ. রক্তের মতো লাল আভাযুক্ত। রক্তাম্বর বি. লালরঙের কাপড় বা বস্ত্র। ☐ বিণ. লাল বস্ত্র পরেছে এমন। রক্তা-রক্তি বি. পরস্পরের রক্তপাত প্রচুর রক্তপাত। রক্তাল্পতা বি. শরীরে রক্তের পরিমান হ্রাস, anaemia. রক্তিম বিণ. রক্তের আভাযুক্ত, লাল আভাযুক্ত (রক্তিম মেঘ)। রক্তিমা (-মন্) বি. রক্তবর্ণ অবস্হা লাল আভা। রক্তিল বিণ. রক্তযুক্ত রক্তিম (রক্তিল বিন্যাস জী.দা.)। রক্তের অক্ষরে লেখা (আল.) বহু প্রাণহানির বা রক্তপাতের কাহিনি-সংবলিত ওইরকম ইতিহাস বা তা রচনা করা। রক্তের টান রক্তের সম্পর্ক থাকার জন্য পরস্পরের প্রতি আকর্ষণ বা মায়া। রক্তোত্-পল বি. লালপদ্ম। রক্তোপল বি. গিরিমাটি।

রক্ষ2 [ rakṣa2 ] (-ক্ষস্) বি. রক্ষা; নিস্কৃতি। ☐ বিণ. রক্ষাকারী। [সং. √ রক্ষ্ + অ]।

রক্ষ2 [ rakṣa2 ] (-ক্ষস্) বি. রাক্ষস (যক্ষরক্ষ)। [সং. √ রক্ষ্ + অস্]। ̃ .কুল বি. রাক্ষসবংশ (রক্ষকুলে জন্ম)। ̃ .পুরী বি. রাক্ষসদের বাসস্হান; লঙ্কা।

রক্ষকতা [ rakṣakatā ] দ্র রক্ষণ

রক্ষণ [ rakṣaṇa ] বি. রক্ষা বা রক্ষা করা (রক্ষণ ও আক্রমণে সমান দক্ষ)। ☐ বিণ. রক্ষক ('রাক্ষসকুলরক্ষণ': মধু.)। [সং. √ রক্ষ্ + অন। রক্ষক বিণ. বি. 1 যে রক্ষা করে, রক্ষাকর্তা (ধর্মরক্ষক); 2 তত্ত্বাবধায়ক (উদ্যানরক্ষক); 3 প্রহরী (দ্বাররক্ষক); 4 ত্রাণকর্তা। স্ত্রী. রক্ষিকা। রক্ষকতা বি. রক্ষণশীল মনোভাব। ̃ .শীল বিণ. পুরাতনকে রক্ষা করার বা টিকিয়ে রাখার পক্ষপাতী এবং নূতনের বিরোধী, প্রাচীনপন্হী, conservative. বি. ̃ .শীলতা। রক্ষণাবেক্ষণ বি. তত্বাবধান ও রক্ষা, সযত্নে রক্ষা। রক্ষণীয় বিণ. রক্ষা করার যোগ্য।

রক্ষা [ rakṣā ] বি. 1 উদ্ধার, পরিত্রাণ ('বিপদে মোরে রক্ষা কর': রবীন্দ্র); 2 অব্যাহতি, নিষ্কৃতি, নিস্তার, বাঁচোয়া (টাকা ছিল তাই রক্ষা); 3 নষ্ট হতে না দেওয়া, সংরক্ষণ (সম্পত্তিরক্ষা, স্বাস্হ্যরক্ষা, সম্মানরক্ষা); 4 পালন (প্রতিজ্ঞারক্ষা, নিয়মরক্ষা); 5 তত্বাবধান (উদ্যানরক্ষা) 6 প্রহরা, পাহারা (দ্বাররক্ষা); 7 প্রতিরক্ষা (দুর্গরক্ষা)। ☐ ক্রি. (কাব্যে) রক্ষা করা ('কে রক্ষিবে তোরে': মধু.)। [সং. √ রক্ষ্ + অ + আ]। ̃ .কবচ বি. 1 বিপদ এড়ানোর জন্য ধারনীয় মন্ত্রপূত কবচ; 2 (আল.) অপেক্ষাকৃত দুর্বল শ্রেণির রক্ষাকল্পে সরকার কর্তৃক নির্দিষ্ট বিধিব্যবস্হা, safeguard. ̃ .কর্তা বি. বিণ. রক্ষাকারী। ̃ .কালী বি. রোগ মহামারী দুর্ভিক্ষ প্রভৃতি থেকে পরিত্রাণলাভের জন্য যে-কালীমূর্তির উপাসনা করা হয়। ̃ .বন্ধন বি. রাখিবন্ধন। ̃ .মন্ত্র বি. 1 যে-মন্ত্র জপ করলে বিপদ এড়ানো যায়; 2 রক্ষা পাবার উপায়। রক্ষিত বিণ. 1 রক্ষা করা বা রাখা হয়েছে এমন; 2 পরিত্রাত; 3 পালিত (নিয়মগুলি রক্ষিত হয়েছে)। রক্ষিতা বি. 1 রক্ষক, রক্ষাকর্তা; 2 (বাং.) পালিতা উপপত্নী। ☐ বিণ. রক্ষাকারী।

রক্ষী [ rakṣī ] (-ক্ষিন্) বিণ. বি. 1 রক্ষক (দেহরক্ষী); 2 প্রহরী (দ্বাররক্ষী)। [সং. রক্ষ্ + ইন্]। স্ত্রী. রক্ষিণী

রক্ষ্য [ rakṣya ] বিণ. রক্ষণীয়, রক্ষার যোগ্য। [সং. √ রক্ষ্ + য]।

রগ [ raga ] বি. 1 কপালের দুই পাশ; 2 কপালের দুই পাশের নাড়ি। [ফা. রগ্]। ̃ .চটা বিণ. একটুতেই খুব রেগে ওঠে এমন, কোপনস্বভাব (রগচটা লোক)।

রগড়1 [ ragaḍ়1 ] বি. 1 ঢাকের কাঠির আওয়াজ; 2 মর্দন, পেষণ; 3 ঘর্ষণ। [হি. রগড় < সং. দ্রগড়]।

রগড়2 [ ragaḍ়2 ] বি. মজা, কৌতুক, ঠাট্টাতামাশা। [হি. রগড়-তু. সং. রঙ্গ]। রগুড়ে, (অপ্র.) রগড়িয়া বিণ. রঙ্গপ্রিয়, কৌতুক করতে জানে বা ভালোবাসে এমন।

রগড়া [ ragaḍ়ā ] ক্রি. রগড়ানো। ☐ বি. পেষণ, মর্দন। [রগড়1 দ্র তু. হি. রগড়ানা। ̃ নি বি. ঘষাঘষি। ̃ নো ক্রি. বি. পেষণ বা মর্দন বা ঘর্ষণ করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। ̃ .রগড়ি বি. 1 পরস্পর বা ক্রমাগত রগড়ানি, ঘষাঘষি; 2 (আল.) বহু বোঝাপড়া; 3 (আল.) দর-কষাকষি; 4 বহুল ব্যবহার (রগড়ারগড়িতে জামাকাপড় নষ্ট হয়ে গেছে); 5 একই বিষয়ের অত্যধিক আলোচনা।

রগ-রগ [ raga-raga ] বি. উজ্জলতা বা বর্ণের উগ্রভাবের প্রকাশ (রগরগ করা, রংটা যেন রগরগ করছে)। [< সং. রঙ্গ (=রং), দ্বিত্ব]। রগ-রগে বিণ. 1 উত্তেজক (রগরগে প্রেমের গল্প) 2 রগরগ করছে এমন, টকটকে (রগরগে লাল, রগরগে রং)।

রগুড়ে [ raguḍ়ē ] দ্র রগড়2

রঘু [ raghu ] বি. পুরাণে বর্ণিত সূর্যবংশের বিখ্যাত রাজা এবং রামচন্দ্রের প্রপিতামহ। [সং. লন্ঘ্ + উ, ল = র, ন্ ইত্]। ̃ .কুল বি. রঘুর বংশ। ̃ .কুল-তিলক বি. রঘুবংশের শ্রেষ্ঠ ব্যক্তি অর্থাত্ রামচন্দ্র। ̃ .কুল-পতি, ̃.নন্দন, ̃.পতি, ̃.বর, ̃.মণি বি. রামচন্দ্র। ̃ .বংশ বি. 1 রঘুর কুল বা বংশ; 2 মহাকবি কালিদাসের প্রসিদ্ধ কাব্যবিশেষ।

রঙ, রঙকানা, রঙচঙ, রঙচঙে, রঙদার, রঙবেরঙ [ raṅa, raṅakānā, raṅacaṅa, raṅacaṅē, raṅadāra, raṅabēraṅa ] দ্র রংরঙঢঙ, রংঢং, রঙমহল দ্র রঙ্গ2

-রঙা [ -raṅā ] বিণ. রংযুক্ত (সাতরঙা)। [বাং. রং + আ]।

রঙানো [ raṅānō ] ক্রি. বি. রঞ্জিত করা, রঙে ছোপানো। ☐ বিণ. উক্ত অর্থে। [বাং. রং + আ নামধাতু + নো]।

রঙিন [ raṅina ] বিণ. 1 রঞ্জিত; 2 রংযুক্ত (রঙিন ছবি); 3 নানারঙে শোভিত (রঙিন শাড়ি)। [বাং. রং + ইন]।

রঙ্কিণী2 [ raṅkiṇī2 ] বিণ. (স্ত্রী.) দরিদ্রা ('রঙ্কিণী রাজার বেটি': শি.)। [সং. রঙ্ক + ইন্ + ঈ]।

রঙ্কু [ raṅku ] বি. মৃগবিশেষ। [সং. √ রম্ + কু]।

রঙ্গ1 [ raṅga1 ] বি. 1 রং-এর প্রাচীন রূপ; 2 রঞ্জকদ্রব্য; 3 নৃত্যগীতাভিনয় (রঙ্গমঞ্চ); 4 ক্রীড়াপ্রতিযোগীতা, দ্বন্দ্ব, যুদ্ধ (রঙ্গভূমি); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি, লীলা; 6 ভঙ্গি, ধরন; 7 নাট্যশালা; ̃ রণভূমি; 9 (বিরল) দস্তা; 1 রাং। [সং. √ রঞ্জ্ + অ]। ̃ .ভূমি বি. 1 রণস্হল; 2 ক্রীড়াপ্রতিযোগিতার স্হান; 3 মল্লভূমি, কুস্তির আখড়া; 4 নাট্যশালা। ̃ .মঞ্চ বি. যে মঞ্চের উপর অভিনয় করা হয়, স্টেজ। ̃ .শালা বি. অভিনয়গৃহ, থিয়েটার। ̃ .স্হল-রঙ্গভূমি -র অনুরূপ। রঙ্গালয় বি. নাট্যশালা, থিয়েটার।

রঙ্গ2 [ raṅga2 ] বি. 1 কৌতুক ('যাঁর নানা রঙের রঙ্গ, মোরা তাঁরি রসের রঙ্গী': রবীন্দ্র); 2 তামাশা, পরিহাস, ঠাট্টা (রঙ্গ করা); 3 রগড়, মজা (দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ দেখা); 4 আমোদ, আনন্দ (রঙ্গে মাতা)। [ফা. রংগ]। ̃ .চিঙ্গা বি. 1 যে-বালক রঙ্গ দেখতে ভালোবাসে; 2 চ্যাংড়া ছেলে। রংঢং, (বর্জি.) রঙঢঙ বি. হাস্যপরিহাস। ̃ .দার বিণ. মজাদার। ̃ .প্রিয় বিণ. কৌতুকপ্রিয়, হাস্যপরিহাস করতে ভালোবাসে এমন। বি. ̃ .প্রিয়তা। ̃ .ভঙ্গ বি. কৌতুকজনক অঙ্গভঙ্গি। ̃ .মহল, (চলিত) ̃ .রং-মহল, রঙ-মহল বি. 1 নৃপতিদের বিলাসভবন; 2 আনন্দনিকেতন। ̃ .রস বি. হাস্যকৌতুক, আমোদপ্রমোদ। ̃ .রঙ্গিণী বিণ. (স্ত্রী.) রঙ্গপ্রিয়া কৌতুকময়ী লীলাময়ী বা লীলামত্তা (রণরঙ্গিণী মূর্তি)। ̃ .রঙ্গী (-ঙ্গীন্) বিণ. ̃ .রঙ্গিণী -র পুংলিঙ্গ।

রঙ্গক [ raṅgaka ] বি. জীব উদ্ভিদ প্রভৃতির দেহের রঞ্জক পদার্থ, pigment (বি. প.) [সং. √ রঞ্জ্ + অক]।

রঙ্গ-জীবক [ raṅga-jībaka ] বি. রং দিয়ে যে-শিল্পী পট আঁকে, পটুয়া। [সং. রঙ্গ + √ জীব্ + অক]।

রঙ্গন [ raṅgana ] বি. 1 চিত্রিতকরণ 2 রক্তবর্ণ ফুলবিশেষ। [রঙ্গ1 দ্র]।

রঙ্গিণী [ raṅgiṇī ] দ্র রঙ্গ2

রঙ্গিমা [ raṅgimā ] বি. 1 রক্তিমা (অধর রঙ্গিমা); 2 শোভা (নানা রঙের রঙ্গিমা)। [সং. রঙ্গ + ইমন্]।

রঙ্গিয়া [ raṅgiẏā ] বিণ. (প্রা. কা.) 1 রসিক, রঙ্গপ্রিয় 2 রসিকা, রঙ্গ প্রিয়া। [বাং. রঙ্গ2 + ইয়া]।

রঙ্গিল [ raṅgila ] বিণ. রঙিন। [হি.]।

রঙ্গিলা1 [ raṅgilā1 ] বিণ. (স্ত্রী.) 1 রঞ্জিতা (রঙ্গিলা শাড়ি); 2 রাঙা, লাল (রঙ্গিলা গাইয়ের দুধ)। [বাং. রঙ্গিল-এর স্ত্রীলিঙ্গ]।

রঙ্গিলা2 [ raṅgilā2 ] বিণ. 1 রঙ্গপ্রিয়, রঙ্গকারী 2 স্ফূর্তিবাজ। [হি.]।

রঙ্গী [ raṅgī ] দ্র রঙ্গ2

রচক [ racaka ] বি. বিণ. 1 রচনাকারী 2 পরিকল্পক। [সং. √ রচ্ অক]।

রচন [ racana ] বি. রচনা, রচনা করা। [সং. √ রচ্ + অন]।

রচনা [ racanā ] বি. 1 রচন, নির্মাণ, গঠন (ভিত্তি রচনা); 2 বিন্যাস, গ্রন্হন (কাব্যরচনা, কবরীরচনা); 3 সৃষ্টি ('ধন্য তোমার জগতরচনা': রবীন্দ্র) 4 রচিত বস্তু (এ-সংসার ঈশ্বরের রচনা) 5 প্রবন্ধ, নিবন্ধ। [সং. √ রচ্ + অন + আ]। ̃ .কার বি. রচনাকারী, রচক। ̃ .কৌশল, ̃ .প্রণালী, ̃.পদ্ধতি বি. নির্মানের রীতি প্রবন্ধাদি লেখার ধারা বা উপায়। ̃ .বলি, (বর্জি.) ̃ .বলী বি. বিবিধ রচনাদি, নানা রচনার সংগ্রহ। ̃ .ভঙ্গি বি. রচনাকৌশল -এর অনুরূপ।

রচা [ racā ] বি. ক্রি. 1 রচনা করা; 2 কল্পনার দ্বারা সৃষ্টি করা ('সেই সত্য যা রচিবে তুমি': রবীন্দ্র)। ☐ বিণ. উক্ত অর্থে (মানুষের রচা কাহিনি)। [সং. √ রচ্ + বাং. আ]।

রজ, রজঃ [ raja, rajḥ ] (-জস্) বি. 1 ধূলা (পদরজ); 2 পরাগ, পুস্পরেণু (পুষ্পরজ); 3 যৌবনপ্রাপ্ত স্ত্রীলোকের মাসিক রক্তস্রাব বা ঋতু (রজোদর্শন); 4 (দর্শনে) সত্ব-রজঃ তমঃ প্রকৃতির এই তিন গুণের মধ্যমটি (রজোগুণ)। [সং. √ রঞ্জ্ + অস্]। রজঃ-কণা বি. ধূলিকণা। রজস্বলা বিণ. (স্ত্রী.) ঋতুমতী। রজো-দর্শন বি. স্ত্রীলোকের প্রথম ঋতুস্রাব।

রজক [ rajaka ] বি. 1 ধোপা; 2 (বিরল) রংকারক, যে রঞ্জিত করে। [সং. √ রঞ্জ্ + অক]। স্ত্রী. রজকী, (বাং.) রজকিনি

রজত [ rajata ] বি. রুপো। ☐ বিণ. সাদা, শ্বেতকায় (রজতগিরি, রজতকান্তি)। [সং. √ রঞ্জ্ + অত]। ̃ .কান্তি বি. বিণ. 1 রূপোর মতো শুভ্র বা সুন্দর; 2 সাদা। ☐ বি. 1 রুপোর মতো সৌন্দর্য; 2 অতিশয় শুভ্র বর্ণ। ̃ .গিরি বি. (শুভ্র তুষারে আবৃত বলে) কৈলাসপর্বত। ̃ .জয়ন্তী বি. কোনো সংস্হা বা প্রতিষ্ঠানের পঁচিশ বত্সর পূর্তি উপলক্ষ্যে উত্সব। ̃ .দ্যুতি বি. রুপোর শুভ্র উজ্জলতা। ̃ .বর্ণ বি. রুপোর মতো সাদা রং। ☐ বিণ. রুপোর মতো উজ্জ্বল শুভ্র বর্ণবিশিষ্ট। ̃ .রেখা বি. সাদা দাগ, রুপালি দাগ ('জ্যোত্স্নার রজতরেখা': রবীন্দ্র)।

রজন [ rajana ] বি. 1 পাইন জাতীয় গাছের নির্যাস থেকে তারপিন তেল নিষ্কাসনের পর যে অংশ থাকে তা শুকিয়ে প্রস্তুত পদার্থবিশেষ 2 বেহালা এসরাজ সারেঙ্গি প্রভৃতির ছড়ে উক্ত গাছের শুকনো ও জমাট যে-আঠা ঘষা হয়। [ইং. rosin]।

রজুনি, রজনী [ rajuni, rajanī ] বি. রাত্রি, নিশা ('রজনী নিদ্রাহীন': রবীন্দ্র)। [সং. √ রজ্ + অনি, বিকল্পে অনী]। ̃ .কান্ত, ̃.নাথ বি. চন্দ্র। ̃ .গন্ধা বি. অতি সুগন্ধী সাদা ফুলবিশেষ। রজনীশ বি. চন্দ্র।

রজস্বলা, রজোগুণ, রজোদর্শন [ rajasbalā, rajōguṇa, rajōdarśana ] দ্র রজ

রজ্জু [ rajju ] বি. দড়ি। [সং. √ সৃজ্ + উ]। সর্পে রজ্জু ভ্রম স্হিরভাবে সাপকে পড়ে থাকতে দেখে তাকে রজ্জু বলে ভুল হওয়া।

রঞ্জক1 [ rañjaka1 ] বি. বারুদ। [দেশি]। ̃ .ঘর বি. 1 সেকালের কামান বন্দুকাদির যে অংশে বারুদ পোরা হত; 2 বারুদঘর।

রঞ্জক2 [ rañjaka2 ] দ্র রঞ্জন

রঞ্জন [ rañjana ] বি. 1 রং করা, রঞ্জিত করা (বস্ত্ররঞ্জন); 2 তুষ্টিসম্পাদন, আনন্দদান (মনোরঞ্জন, প্রজারঞ্জন)। ☐ বিণ. 1 প্রীতিকর ('সুন্দর, হৃদিরঞ্জন তুমি': রবীন্দ্র); 2 আনন্দদায়ক (নয়নরঞ্জন রূপ)। [সং. √ রঞ্জ্ + ণিচ্ + অন]। রঞ্জক বিণ. 1 রংকারী, যে রঞ্জিত করে (রঞ্জকসাবান); 2 অনুরাগ-উত্পাদনকারী; 3 √ প্রীতিকর। ☐ বি. রঞ্জকদ্রব্য। স্ত্রী. রঞ্জিকা। রঞ্জক-দ্রব্য বি. যে বস্তুর সাহায্যে রং করা হয়। রঞ্জনী বিণ. (স্ত্রী.) 1 প্রীতিদায়িনী 2 যা দিয়ে রাঙানো হয় (নখরঞ্জনী)। রঞ্জিত বিণ. 1 রঞ্জন করা হয়েছে এমন, সন্তোষিত 2 চিত্রিত (অরুণরাগরঞ্জিত)। স্ত্রী. রঞ্জিতা

রঞ্জন-রশ্মি [ rañjana-raśmi ] বি. (বিজ্ঞা.) অতি ক্ষুদ্র তরঙ্গের তড়িত্চুম্বক রশ্মিবিশেষ যা অস্বচ্ছ ও স্হূল বস্তু ভেদ করে তার ভিতরের বস্তু দেখাতে পারে, এক্স-রে। [ইং. roentgen (< Roentgen) rays]।

রঞ্জনী [ rañjanī ] দ্র রঞ্জন

রঞ্জা [ rañjā ] ক্রি. (কাব্যে) রঞ্জিত করা। [সং. √ রঞ্জ্ + বাং. আ]।

রঞ্জিকা, রঞ্জিত, রঞ্জিতা [ rañjikā, rañjita, rañjitā ] দ্র রঞ্জন

রঞ্জী [ rañjī ] (-ঞ্জিন্) বিণ. রঞ্জক, রঞ্জনকারী। [সং. √ রঞ্জ্ + ইন্]। স্ত্রী. রঞ্জিনী

রটন, রটনা [ raṭana, raṭanā ] বি. 1 প্রচার, ঘোণা 2 কথন, বলা 3 খ্যাতি 4 মিথ্যা প্রচার, অপপ্রচার (ওসব দুর্জনের রটনা)। [সং. √ রট্ + অন, + আ]। রটিত বিণ. প্রচারিত, ঘোষিত; কথিত; খ্যাত।

রটন্তী [ raṭantī ] বি. মাঘী কৃষ্ণা চতুর্দশী (রটন্তী-কালীপূজা)। [সং. √ রট্ + অত্ + ঈ]।

রটা [ raṭā ] বি. ক্রি. 1 প্রচারিত বা রাষ্ট্র হওয়া (যা রটে তা বটে); 2 বলা ('রামপ্রসাদ রটে ব্রহ্মময়ী সর্বঘটে': রা. প্র.)। [সং. √ রট্ + বাং. আ]। ̃ .নো ক্রি. বি. 1 প্রচার করা ('মার আহ্বানবাণী রটাও ভুবন মাঝে': রবীন্দ্র); 2 (নিন্দাচ্ছলে) রাষ্ট্র করা (এই কথাটা রটিয়ে বেড়াচ্ছে?)। ☐ বিণ. উক্ত অর্থে।

রড [ raḍa ] বি. 1 লোহার লাঠি, লৌহদণ্ড; 2 ডাণ্ডা। [ইং. rod]।

রড় [ raḍ় ] বি. (প্রা. কা.) ছুট, দৌড়। [দেশি]।

রণ [ raṇa ] বি. 1 যুদ্ধ, সংগ্রাম, সমর (রণস্হল); 2 শব্দ, রব। [সং. √ রণ্ + অ]। ̃ .কুশল বিণ. যুদ্ধবিদ্যায় দক্ষ বা পটু। ̃ .কৌশল বি. যুদ্ধের কৌশল যুদ্ধবিদ্যা। ̃ .ক্ষেত্র বি. যেখানে লড়াই চলছে, যুদ্ধক্ষেত্র। ̃ .চণ্ডী দ্র চণ্ডী। ̃ .জয়ী, ̃.জিত্ বিণ. যুদ্ধে জয়লাভ করছে বা করে এমন। ̃ .তরঙ্গ বি. যুদ্ধরূপ ঢেউ। ̃ .তরি, ̃.তরী, ̃.পোত বি. যুদ্ধজাহাজ, যে জাহাজে বা পোতে চড়ে যুদ্ধ করা হয়। ̃ .তূর্য বি. যুদ্ধ ঘোষণা করার জন্য বা যুদ্ধযাত্রার সময় যে শিঙা বাজানো হত, রণশিঙা। ̃ .পণ্ডিত বিণ. রণকুশল। ̃ .বেশ বি. যুদ্ধের উপযোগী পোশাক, সৈনিকের পোশাক। ̃ .ভেরি বি. যুদ্ধের দামামা। ̃ .মত্ত বিণ. যুদ্ধ করার জন্য বা যুদ্ধ করতে করতে মেতে উঠেছে এমন। ̃ .যাত্রা বি. যুদ্ধের জন্য যাওয়া, অভিযান। ̃ .রঙ্গিণী বিণ. (স্ত্রী.) 1 রণমত্তা; 2 উগ্রমূর্তি (রণরঙ্গিণী মূর্তি)। ̃ .সজ্জা, ̃.সাজ বি. যুদ্ধের বেশ। ̃ .স্হল, রণাঙ্গন বি. যুদ্ধক্ষেত্র। রণে ভঙ্গ দেওয়া ক্রি. বি. 1 যুদ্ধে বিরত হওয়া বা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া; 2 (আল.) প্রতিযোগিতা বিতর্ক ইত্যাদি থেকে মাঝপথে বিরত হওয়া। রণোন্মত্ত রণমত্ত -র অনুরূপ। রণোন্মাদনা বি. যুদ্ধ করবার জন্য অতিশয় ব্যগ্রতা।

রণত্ [ raṇat ] বিণ. শব্দায়মান, শব্দ করছে এমন। [সং. √ রণ্ + অত্]।

রণন [ raṇana ] বি. 1 শব্দিতকরণ, শব্দ করা; 2 (বাং.) রনরন শব্দ, ঝঙ্কার (সুরের রণন)। [সং. √ রণ্ + অন]। রণা ক্রি. (কাব্যে) শব্দ করা; ঝঙ্কার করা ('ঝঙ্কার ধ্বনি রণিল কঠিন শৃঙ্খলে': রবীন্দ্র)। রণিত বিণ. শব্দিত; ঝঙ্কৃত। ☐ বি. শব্দ।

রণপা, রণরণ, রণরণি [ raṇapā, raṇaraṇa, raṇaraṇi ] যথাক্রমে রণপা রনরনরনরনি -র বর্জি. বানান।

রণ্ড [ raṇḍa ] বিণ. 1 (ব্যক্তি সম্বন্ধে) সন্তান উত্পাদনে অক্ষম; 2 (বৃক্ষাদি সম্বন্ধে) ফলফুল উত্পাদনে অক্ষম। ☐ বি. অফলা গাছ। [সং. √ রম্ + ড। রণ্ডা বিণ. (স্ত্রী.) 1 বন্ধ্যা; 2 বিধবা, রাঁড়। ☐ বি. বেশ্যা।

রত [ rata ] বিণ. 1 নিযুক্ত (কর্মরত, পাঠরত); 2 আসক্ত, অনুরক্ত (বিষয়রত)। ☐ বি. রতি, (সুরত)। [সং. √ রম্ + ত]।

রতন [ ratana ] বি. রত্ন -র কোমল ও কথ্য রূপ। ̃ .চুড়, ̃.চুর বি. হাতের গহনাবিশেষ। রতনে রতন চেনে অসত্ লোক আর একজন অসত্ লোককে দেখলেই চিনতে পারে এবং তার সঙ্গে সহজে মৈত্রীও হয়।

রতি1 [ rati1 ] বি. এক কুঁচের সমান ওজন। ☐ বিণ. 1 উক্ত ওজনবিশিষ্ট 2 (আল.) ছিঁটেফোঁটা, অত্যল্প পরিমাণ (একরতি ছেলের এই কাণ্ড!)। [সং. রক্তিকা (=কুঁচ)]।

রত্ন [ ratna ] বি. 1 মণিমাণিক্যাদি বহুমূল্য মণিমুক্তা; 2 (আল.) শ্রেষ্ঠ বস্তু, কোনো শ্রেণি বা জাতির মধ্যে যা শ্রেষ্ঠ বা উত্কৃষ্ট (রমণীরত্ন, ভারতরত্ন); 3 সমুদ্রমন্হনে লব্ধ লক্ষ্মী-কৌস্তুভ-পরিজাত ইত্যাদি চোদ্দোটি অমূল্য ও অলৌকিক বস্তু। [সং. √ রম্ + ন]। ̃ .খচিত বিণ. মণিমাণিক্যাদি দিয়ে সাজানো, মণিময়। ̃ .গর্ভ বিণ. মধ্যে রত্ন আছে এমন রত্নময়। ☐ বি. সমুদ্র। ̃ .গর্ভা বিণ. (স্ত্রী.) অসাধারণ গুণবান সন্তানের জননী। ☐ বি. পৃথিবী। ̃ .গিরি বি. সুমেরু পর্বত। ̃ .জীবী (-বিন্) বিণ. মণিকার, রত্নব্যবসায়ী। ̃ .দ্বীপ বি. প্রবালদ্বীপ। ̃ .প্রভ বিণ. রত্নের মতো দীপ্তিশালী বা উজ্জ্বল। ̃ .প্রভা বি. হীরা-মাণিক্যাদির দীপ্তি বা ঔজ্জ্বল্য। ☐ বিণ. (স্ত্রী.) রত্নের মতো উজ্জ্বল বা দীপ্তিযুক্ত। ̃ .প্রসবিনী, ̃.প্রসূ বিণ. (স্ত্রী.) 1 রত্ন প্রসব করে এমন, মণিমাণিক্যাদি উত্পাদনকারিণী, রত্নগর্ভা; 2 (আল.) সুসন্তানবতী। ̃ .বনিক বি. মণিমুক্তার কারবারি, মণিকার, জহরি। ̃ .ভাণ্ডার বি. প্রচুর রত্নের আধার। ̃ .মণ্ডিত-রত্নখচিত -র অনুরূপ। ̃ .ময় বিণ. 1 রত্নপূর্ণ; 2 রত্নদ্বারা নির্মিত বা গঠিত। স্ত্রী. ̃ .ময়ী। ̃ সূ বিণ. (স্ত্রী.) রত্নপ্রসবিণী। রত্নাকর বিণ. 1 রত্নের খনি; 2 সমুদ্র; 3 (রামায়ণে বর্ণিত) বাল্মীকির পূর্বনাম। রত্নাবলী বি. 1 রত্নসমূহ; 2 রত্নহার; 3 সংস্কৃত নাট্যগ্রন্হবিশেষ। রত্নাভরণ, রত্নালং-কার বি. জড়োয়া গৃহনা, রত্নখচিত গহনা।

রত্নি [ ratni ] বি. কনুই থেকে মুষ্টিবদ্ধ হস্তাগ্র পর্যন্ত পরিমাণ, মুটমহাত। [সং. √ ঋ + অত্নি]।

রথ [ ratha ] বি. 1 সচ. ঘোড়ায়-টানা চাকাযুক্ত প্রাচীন যানবিশেষ বা যুদ্ধযানবিশেষ; 2 জগন্নাথদেবের যান বা তদনুকরণে নির্মিত যান (রথযাত্রা)। [সং. √ রম্ + থ]। ̃ .চক্র, রথাঙ্গ বি. 1 রথের চাকা; 2 চক্রবাক পাখি, চখা। রথ টানা ক্রি. বি. রথযাত্রা উপলক্ষ্যে ভক্তবৃন্দের দ্বারা জগন্নাথদেবের রথ দড়ির সাহায্যে টেনে নিয়ে যাওয়া। রথ দেখা ও কলা বেচা (আল.) একই সঙ্গে আনন্দ উপভোগ ও উপার্জন করা। ̃ .যাত্রা বি. আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ার অনুষ্ঠিত জগন্নাথদেবের রথভ্রমণের উত্সব।

রথী [ rathī ] (-র্থিন্) বি. 1 যে ব্যক্তি রথে চড়ে রয়েছে; 2 যে ব্যক্তি রথে চড়ে যুদ্ধ করে; 3 যোদ্ধা (রথীমহারথী); 4 (আল.) বীরপুরুষ। [সং. রথ + ইন্]। ̃ .মহা-রথী বি. বড়ো বড়ো যোদ্ধা।

রথো রোথো [ rathō rōthō ] বিণ. একান্ত বাজে, অব্যবহার্য (রোথো মাল); 2 অকর্মণ্য, অকেজো (রোথো লোক)। [তু. রদ্দি]।

রথ্যা [ rathyā ] বি. 1 রাস্তা, পথ 2 রাজপথ; 3 রথসমূহ। [সং. রথ + য + আ]।

রদ1 [ rada1 ] বিণ. 1 খারিজ, রহিত, বাতিল (হুকুম রদ); 2 প্রত্যাহৃত (আইন রদ)। ☐ বি. খারিজ বা বাতিল বা প্রত্যাহার করা (আইনরদের ঘোষণা)। [আ. রদ্]। ̃ .বদল বিণ. পরিবর্তন, বদল (মন্ত্রিসভার রদবদল)।

রদ2, রদন [ rada2, radana ] বি. দাঁত ('দ্বিরদরদনির্মিত': মধু. 'বদনে রদন লড়ে': ভা. চ.)। [সং. √ রদ্ + অ. অন]। রদী (-দিন্), রদনী (-নিন্) বি. দন্তী; হাতি।

রদ্দা [ raddā ] বি. 1 হাতের চেটোর পাশকে কাটারির মতো ব্যবহার করে (সচ.) ঘাড়ে আঘাত; 2 গলাধাক্কা। [হি. রদ্দা]।

রদ্দি [ raddi ] বিণ. (কথ্য.) নিকৃষ্ট, বাজে, ওঁচা (যতসব রদ্দি মাল)। [হি. রদ্দী]।

রনপা [ ranapā ] বি. আগেকার দিনে সচ. ডাকাতদের দ্রুত ছোটার জন্য ব্যবহৃত বাঁশের লম্বা দণ্ডবিশেষ। [সং. রণ + বাং. পা]।

রন-রন, রন-রনি [ rana-rana, rana-rani ] বি. 1 অস্ত্রশস্ত্রের ঘর্ষণজনিত বা ঠোকাঠুকির ঝনঝন আওয়াজ; 2 অলংকারাদির শিঞ্জন, রুনুরুনু শব্দ, ঝঙ্কার। [ধ্বন্যা.]।

রন্ধন [ randhana ] বিণ. রান্না, খাবার পাক করা। [সং. √ রধ্ + অন। ̃ .গৃহ, ̃.শালা বি. রান্নাঘর। রন্ধিত বিণ. রান্না করা হয়েছে এমন।

রন্ধ্র [ randhra ] বি. 1 ছিদ্র, গর্ত (রন্ধ্রে প্রবেশ করা); 2 ত্রুটি, দোষ; 3 ফাঁক (নীরন্ধ্র অন্ধকার); 4 (জ্যোতিষ.) রাশিচক্রে লগ্ন থেকে অষ্টম স্হান, বিনাশস্হান। [সং. √ রধ্ + র ন্ আগম]। রন্ধ্রগত শনি (জ্যোতিষ.) রাশিচক্রে লগ্ন থেকে অষ্টম স্হানে শনিগ্রহের অবস্হান, যা জাতকের মৃত্যু সূচিত কর। রন্ধ্রে রন্ধ্রে ক্রি-বিণ. প্রতিটি জায়গায়, ছোটোবড়ো সব জায়গায়, সর্বত্র (রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি)।

রপ্ত [ rapta ] বিণ. অভ্যস্ত (ওটা এখনও ঠিক রপ্ত হয়নি)। [আ. রব্ত্]। রপ্তে রপ্তে ক্রি-বিণ. ক্রমশ, ক্রমে, ধীরে (রপ্তে রপ্তে সবই সয়ে যাবে)।

রপ্তানি [ raptāni ] বি. বিক্রয়ের জন্য পণ্যদ্রব্য বিদেশে পাঠানো। ☐ বিণ. রপ্তানি করতে হবে বা. করা হচ্ছে এমন (রপ্তানি দ্রব্য)। [ফা. রফ্তানী]।

রফা [ raphā ] বি. 1 নিষ্পত্তি, মিটমাট, আপোশ, মীমাংসা (বিবাদের রফা); 2 বিনাশ, শেষ (দফারফা)। [আ. রফ্আ]। ̃ .নামা বি. আপোশ-মীমাংসার শর্তসংবলিত লিপি।

রব [ raba ] বি. 1 আওয়াজ, ধ্বনি ('কাঁপিছে কানন ঝিল্লির রবে': রবীন্দ্র); 2 জনরব, গুজব (একটা রব উঠেছে)। [সং. √ রু + অ]। রবাহুত বিণ. লোকমুখে রব বা ভোজের খবর শুনে চলে এসেছে এমন, বিনা নিমন্ত্রণে এসে হাজির হয়েছে এমন।

রব-রবা [ raba-rabā ] বি. 1 প্রতাপ, প্রতিপত্তি (জমিদারের রবরবা); 2 শোভা; 3 জাঁকজমক। [তু. দবদবা]।

রবাব [ rabāba ] বি. বীণাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ; রুদ্রবীণা। [ফা. রবাব্]।

রবার1 [ rabāra1 ] বি. 1 বড়ো পাতাযুক্ত গাছবিশেষ বা তার রস থেকে প্রস্তুত স্হিতিস্হাপক পদার্থবিশেষ। [ইং rubber]।

রবার2 [ rabāra2 ] বি. রবারগাছের রস থেকে বা অন্য স্হিতিস্হাপক উপাদান দিয়ে তৈরি লেখা মুছে পরিষ্কার করার পদার্থ। [ইং. rubber]।

রবার-ক্লথ [ rabāra-klatha ] বি. (সচ.) রবার দিয়ে তৈরি মসৃণ কাপড়ের মতো জিনিস যা সচ. শিশু ও রোগীর বিছানার নীচে পেতে দেওয়া হয়। [ইং. rubber cloth]।

রবি [ rabi ] বি. সূর্য, যে নক্ষত্রের চারদিকে পৃথিবী ঘোরে। [সং. √ রু + ই]। ̃ .কর বি. সূর্যের রশ্মি বা আলো। ̃ .চ্ছবি বি. সূর্যের দীপ্তি বা শোভা। ̃ .তনয়, ̃.নন্দন, ̃.সুত বি. 1 সূর্যের পুত্র; 2 শনি; 3 যম; 4 কর্ণ। স্ত্রী. ̃ .তনয়া, ̃.নন্দিনী, ̃.সুতা বি. (স্ত্রী.) সূর্যের কন্যা; যমুনা। ̃ .বর্ষ বি. (জ্যোতি.) এক নক্ষত্র থেকে যাত্রারম্ভ করে সমস্ত রাশিচক্র পরিক্রমণ করে আবার সেই নক্ষত্রে সঞ্চারিত হতে সূর্যের যে সময় লাগে। ̃ .বার, ̃.বাসর বি. সপ্তাহের প্রথম দিন, সোমবারের পূর্বদিন। ̃ .মণ্ডল বি. সূর্যের পরিধি বা পরিবেশ। ̃ .মার্গ বি. সূর্যের পরিক্রমণ পথ। ̃ .রশ্মি-রবিকর -এর অনুরূপ।

রবিউল-আউঅল [ rabiula-āuala ] বি. মুসোলমানি বছরের তৃতীয় মাস। [আ. রবীঅ-উল-আওঅল]।

রবি-খন্দ, রবি-শস্য [ rabi-khanda, rabi-śasya ] বি. গম যব প্রভৃতি বসন্তকালীন শস্য। [আ. রবী (বসন্তকাল) + খন্দ, সং. শস্য]।

রবি-বাসর [ rabi-bāsara ] বি. রবিবার। [সং. রবি + বাসর]। রবি-বাসরীয় বিণ. রবিবারের, রবিবারসম্বন্ধীয়। ☐ বি. রবিবারের পত্রিকা।

রবিয়ানা [ rabiẏānā ] বি. রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যরীতি বা চিন্তাধারার অনুসরণ; রবীন্দ্রনাথের মতো বা রবীন্দ্রানুসারী চালচলন। [বাং. রবি + আ. আনা]।

রবীন্দ্র-চর্চা [ rabīndra-carcā ] বি. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সাহিত্য সংগীত প্রভৃতি নিয়ে আলোচনা বা গবেষণা। [বাং. রবীন্দ্র + সং. চর্চা]।

রবীন্দ্র-সংগীত [ rabīndra-saṅgīta ] বি. রবীন্দ্রনাথ ঠাকুর-রচিত ও সুরারোপিত গীত। [বাং. রবীন্দ্র (-নাথ) + সং. সংগীত]।

রভস [ rabhasa ] বি. 1 ঔত্সুক্য; 2 প্রবল ভাবাবেগ; 3 গভীর শোক বা দুঃখ; 4 উল্লাস ('জলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসে': রবীন্দ্র); 5 (প্রা. কা.) মিলন, সম্ভোগ, কেলিবিলাস ('কত মধুযামিনী রভসে গোঁয়ায়লু': বিদ্যা)। [সং. √ রভ্ = (ঔত্সুক্য) + অস]।

রম [ rama ] বিণ. (সমাসের উত্তরপদে) রমনীয়, আনন্দজনক (মনোরম)। ☐ বি. 1 স্বামী, পতি; 2 কন্দর্প। [সং. √ রম্ + ণিচ্ + অ]। ̃ বিণ. বিলাসী।

রম-জান [ rama-jāna ] বি. হিজরি বা মুসলমানি বছরের নবম মাস, যে মাসে রোজা পালন করা হয়। [আ. রমজান্]।

রমণ1 [ ramaṇa1 ] বি. 1 ক্রীড়া, কেলি, প্রমোদ-বিহার; 2 মৈথুন, রতিক্রিয়া। [সং. √ রম্ + অন]।

রমণ2 [ ramaṇa2 ] বি. 1 কন্দর্প, মদনদেব; 2 পতি, স্বামী (রাধারমণ)। ☐ বিণ. 1 প্রিয়; 2 সন্তোষবিধায়ক। [সং. √ রম্ + ণিচ্ + অন]।

রমণী [ ramaṇī ] বি. 1 সুন্দরী নারী; 2 নারী; 3 পত্নী, স্ত্রী। ☐ বিণ. 1 প্রিয়া; 2 সন্তোষবিধায়িত্রী। [সং. রমণ + ঈ]। ̃ .রত্ন বি. গুণবতী নারী।

রমণীয় [ ramaṇīẏa ] বিণ. 1 মনোহর, সুন্দর (রমণীয় দৃশ্য); 2 প্রীতিকর, যাতে মন আসক্ত হয়। [সং. √ রম্ + ণিচ + অনীয়]। বি. ̃ তা

রম-রমা [ rama-ramā ] বি. জাঁক, আড়ম্বর (তাদের রমরমা বেড়েই চলল)। ☐ বিণ. 1 জাঁকালো, আড়ম্বরপূর্ণ; 2 সমৃদ্ধ, উন্নতিশীল (রমরমা কারবার, রমরমা ব্যাপার)। [দেশি-তু. রবরবা]।

রমা1 [ ramā1 ] ক্রি. (কাব্যে) 1 ক্রীড়া করা; 2 বিহার করা। [সং. √ রম্ + বাং. আ]।

রমা2 [ ramā2 ] বি. 1 লক্ষ্মীদেবী; 2 প্রিয়া; 3 সুন্দরী নারী। [সং. √ রম্ + ণিচ্ + অ + আ]। ̃ .কান্ত, ̃.নাথ, ̃.পতি, রমেশ বি. বিষ্ণু, নারায়ণ।

রমিত [ ramita ] বিণ. 1 কৃতরমণ, রমণ বা মৈথুন করা হয়েছে এমন 2 রতি প্রাপিত; 3 ক্রীড়িত; 4 আনন্দময়; 5 উজ্জ্বল ('বন অতি রমিত হইল ফুলফুটনে': মধু.)। [সং. √ রম্ + ণিচ্ + ত]। স্ত্রী. রমিতা

রমেশ [ ramēśa ] দ্র রমা2

রম্ভা [ rambhā ] বি. 1 অপ্সরাবিশেষ 2 কলাগাছ 3 কলা, কদলী। [সং. √ রম্ভ্ + অ + আ]। রম্ভোরু বি. কলাগাছের মতো সুপুষ্ট ও সুন্দর ঊরুবিশিষ্টা নারী।

রম্য [ ramya ] বিণ. রমণীয়, মনোরম, সুন্দর ('ঋষির ভোগ্য, এই রম্য স্হান': দ্বি. রা)। [সং. √ রম্ + য]। ̃ .তা বি. রমণীয়তা; উপভোগ্যতা। স্ত্রী. রম্যা। ̃ .রচনা বি. প্রধানত লঘুচালে লিখিত হাস্যরসাশ্রিত সুখপাঠ্য রচনা, belles-lettres.

রয়1 [ raẏa1 ] বি. 1 প্রবাহ, স্রোত; 2 বেগ। [সং. √ রয়্ + অ]।

রয়2 [ raẏa2 ] ক্রি. (কাব্যে ও আঞ্চ.) থাকে ('রয় যে কাঙাল শূন্য হাতে': রবীন্দ্র; ঘরে মন রয় না)। [রওয়া দ্র]।

রয়ানি [ raẏāni ] বি. (আঞ্চ.) মনসামঙ্গলের গান (রয়ানি শুনতে যাবে)। [দেশি]।

রয়ে-বসে [ raẏē-basē ] ক্রি.-বিণ. ধীরে-সুস্হে, তাড়াহুড়ো না করে (রয়ে বসে বই লেখা)। [বাং. রহিয়া-বসিয়া, দ্র রওয়া]।

রয়ে রয়ে [ raẏē raẏē ] ক্রি-বিণ. থেকে থেকে, মাঝে মাঝে ('কী বাণী আসে ওই রয়ে রয়ে': রবীন্দ্র)। [রহিয়া রহিয়া-দ্র রওয়া]।

রলা [ ralā ] বি. শাল প্রভৃতি বড়ো গাছের সরু গুঁড়ি। [দেশি]।

রশা-রশি [ raśā-raśi ] বি. ছোটোবড়ো দড়ি; দড়াদড়ি। [হি. রস্সা + বাং. রশি]।

রশি [ raśi ] বি. 1 দড়ি, রজ্জু; 2 জমি-জরিপের জন্য পরিমাপ শিকল বা চেন। [হি. রস্সী]।

রশুন [ raśuna ] পিঁয়াজের মতো আকৃতিযুক্ত উগ্রগন্ধী সাদা কন্দবিশেষ। [< সং. লশুনী]।

রশ্মি [ raśmi ] বি. 1 কিরণ, প্রভা, দ্যুতি; 2 অশ্বের বন্ধনরজ্জু; 3 লাগাম; 4 চোখের পাতার লোম, পক্ষ্ম। [সং. √ অশ্ + মি, অশ্ = রশ্]।

রস [ rasa ] বি. 1 স্বাদ; 2 রসনার দ্বারা খাদ্যদ্রব্য স্পর্শ করার ফলে লব্ধ ছয়প্রকার অনুভূতি যথা কটু তিক্ত কষায় লবণ অম্ল ও মধুর; 3 এ-থেকে 'ছয়' এই সংখ্যার সংকেত ('নিশাপতি রস ঋতু আর দ্বিজরাজ') 4 দ্রব, কঠিন পদার্থের গলিত বা জলমিশ্রিত অবস্হা (চিনির রস); 5 নির্যাস (ফলের রস); 6 নিঃস্রাব (খেজুরের রস, ঘায়ের রস); 7 তরল সারভাগ (অন্নরস); 8 শ্লেষ্মা (রসাধিক্য); 9 শুক্র বীর্য; 1 প্রবল অনুরাগ বা আসক্তি ('রসভারে দুঁহু থরথর কাঁপই': চণ্ডী); 11 হৃদয়বোধ; 12 দেহগত ধাতুবিশেষ (রস নামা); 13 (অল.) শৃঙ্গার বা আদি বীর করুণ রৌদ্র অদ্ভুত ভয়ানক হাস্য বীভত্স ও শান্ত-সাহিত্যের এই নয় প্রকার বর্ণনাবৈশিষ্ট্য; 14 বৈষ্ণব সাধন ও সাহিত্যের পাঁচপ্রকার বৈশিষ্ট্য যথা, শান্ত দাস্য সখ্য বাত্সল্য মধুর বা উজ্জ্বল 15 তাত্পর্য, গূঢ় মর্ম (কাব্যরস); 16 তেজ, অহংকার (খুব রস হয়েছে দেখছি); 16 রঙ্গ, কৌতুক, রসিকতা (রসের কারবারি, রসের কথা আর ভালো লাগে না); 18 হর্ষ, উল্লাস (রসে মাতা); 17 ভোগসুখ, আনন্দ (ও-রসে বঞ্চিত, লেখাপড়ায় রস পায় না); 2 সম্বল, পুঁজি, অর্থবল (তার রস এবারে ফুরিয়ে এসেছে); 21 আকর্ষণ (গল্পের রস, বর্ণনার রস) 22 মজা, লাভ (চাকরিতে আর রস নেই); 23 (আয়ু.) পারদ (রসকর্পূর, রসসিন্দুর)। [সং. √রস্ + অ]। করা বি. চিনির রসে পাক-করা নারকেলের নাড়ুবিশেষ। ̃ .কর্পূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ। ̃ .কলি বি. বৈষ্ণবদের ললাটে অঙ্কিত পুষ্পকলির মতো তিলক। ̃ .কষ বি. মাধুর্য ও কোমলতা; সামান্যমাত্র রস (তার কথাবার্তায় রসকষ একেবারেই নেই)। ̃ .গর্ভ বিণ. সরস রসপূর্ণ (রসগর্ভ রচনা, রসগর্ভ বাক্য)। ̃ .গোল্লা বি. চিনির রসে পাক করা ছানার গোল্লাবিশেষ। ̃ .গ্রাহী (-হিন্) বিণ. রসিক, সমঝদার (রসগ্রাহী পাঠক)। ̃ .ঘন বিণ. প্রগাঢ় রসযুক্ত। ̃ .ঘ্ন বিণ. দেহস্হ রসের আধিক্যনাশক। ☐ বি. সোহাগা। ̃ .জ্ঞ বিণ. মর্মগ্রাহী, সমঝদার, রসিক (রসজ্ঞ সমালোচক)। স্ত্রী. ̃ .জ্ঞা। বি. ̃ .জ্ঞ তা। ̃ .জ্ঞান বি. রসবোধ, রস উপলব্ধি, রস বা মর্ম উপলব্ধি করার বা উপভোগ করার শক্তি। ̃ .বড়া বি. গুড় বা চিনির রসে পাক-করা ডালবড়া। ̃ .বড়ি বি. বিষবড়ি, পারদঘটিত কবিরাজি ওষুধবিশেষ। ̃ .বতী বিণ. (স্ত্রী.) সুরসিকা। ☐ বি. 1 সুন্দরী ও রসিকা যুবতী; 2 রান্নাঘর। ̃ .বন্ত বিণ. 1 রসিক; 2 রসাল, রসযুক্ত। ̃ .বাত বি. দেহে রসাধিক্যঘটিত বাতরোগ। ̃ .বৃদ্ধি, রসাধিক্য বি. দেহস্হ রসের আধিক্য বা প্রাবল্য; শ্লেষ্মাবৃদ্ধি। ̃ .বেত্তা (-ত্তৃ) বিণ. রসজ্ঞ, মর্মভেহী, রসিক ̃ .বোধ বি. রসজ্ঞান -এর অনুরূপ। ̃ .ভঙ্গ বি. সরস প্রসঙ্গে অথবা রস-উপভোগে অপ্রত্যাশিত বাধা। ̃ .ময় বিণ. 1 রসপূর্ণ; 2 রসিক। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .মুণ্ডি বি. ছোটো ছোটো রসগোল্লার মতো মিঠাইবিশেষ। ̃ .রঙ্গ বি. সরস আমোদ-প্রমোদ বা হাসিঠাট্টা। ̃ .রচনা বি. রসিকতাপূর্ণ বা হাস্যরসাত্মক রচনা। ̃ .রাজ বি. 1 রসিকশ্রেষ্ঠ; 2 শ্রীকৃষ্ণ; 3 রসাঞ্জন; 4 পারদ। ̃ .শালা বি. রাসায়নিক গবেষণাগার বা কার্ষালয়। ̃ .সাহিত্য বি. যে-সাহিত্য বিশুদ্ধ আনন্দরূপকে ব্যক্ত করে যে-রচনা নির্মল আমোদ উদ্রেক করে। ̃ .সিন্দূর বি. গন্ধক ও পারদ একত্রে ভস্মীভূত করলে সিঁদুরের মতো যে পদার্থ পাওয়া যায়, হিঙ্গুল। ̃ স্হ বিণ. (দেহে) রসের আধিক্য হয়েছে এমন, শ্লেষ্মাপীড়িত। ̃ .হীন বিণ. 1 নীরস, শুষ্ক 2 আকর্ষণহীন। রসাঞ্জন বি. সুর্মা; গন্ধক ও ন্টিমনি মিশ্রিত খনিজ পদার্থ। রসাত্মক বিণ. রসগর্ভ, রসপূর্ণ (রসাত্মক বাক্য)। রসাধিক্য বি. দেহে শ্লেষ্মার বৃদ্ধি। রসাবেশ বি. প্রবল অনুরাগ বা আবেগের সঞ্চার। রসাভাস বি. 1 (অল.) পরিবেশের বা বিষয়বস্তুর বিরুদ্ধ রস বা বর্ণনা; 2 অনুচিত বর্ণনা বা রস। রসালাপ বি. সরস বা কৌতুকজনক কথাবার্তা। রসাস্বাদন, রসাস্বাদ বি. রসের স্বাদ গ্রহণ করা মর্ম উপলব্ধি করা। রসেন্দ্র বি. পারদ। রসোত্তীর্ণ বিণ. রস পরিবেশনে সফল বা সার্থক চিত্তাকর্ষক, মনোগ্রাহী। রসোদগার বি. (বৈ. সা.) মিলনে পূর্ণতৃপ্তি বোধ না হওয়ায় পুনরায় মিলনের বাসনায় পূর্বে আস্বাদিত সকল রসের স্মৃতিচারণা।

রসদ [ rasada ] বি. 1 (প্রধানত সৈন্যদলকে প্রদত্ত বা তাদের জন্য সঞ্চিত) খাদ্যদ্রব্য ration 2 খোরাক 3 (আল.) উপকরণ (আনন্দের রসদ, রসদের ঘাটতি নেই); 4 প্রয়োজনীয় অর্থ (বড়োমানুষি করার রসদ কোথায়?)। [ফা. রসদ্]।

রসন [ rasana ] বি. 1 রসগ্রহণ, আস্বাদন; 2 ধ্বনন 3 জিহ্বা। [সং. √ রস্ + অন]।

রসনা2 [ rasanā2 ] বি. আস্বাদনের ইন্দ্রিয়, জিহ্বা। [সং. রসন + আ]। রসনেন্দ্রিয় বি. জিহ্বা।

রসম [ rasama ] বি. রীতি, নিয়ম, আচার, ধারা। [আ. রসম]।

রসা1 [ rasā1 ] বি. পৃথিবী (রসাতল)। [সং. √ রস্ + অ + আ]।

রসা2 [ rasā2 ] বিণ. 1 রসযুক্ত 2 প্রচুর রস আছে এমন (রসা মাছ, রসা কাঁঠাল)। ☐ বি. মাছ মাংস প্রভৃতির অল্প ঝোলযুক্ত ব্যঞ্জনবিশেষ (মাছের মাথা দিয়ে রসা রান্না)। ☐ ক্রি. 1 রসযুক্ত হওয়া (মাটি রসেছে); 2 সর্দিতে ভারাক্রান্ত হওয়া (চোখমুখ রসেছে)। [সং. রস + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 রসযুক্ত করা; 2 আর্দ্র কোমল বা রসভাবযুক্ত করা। ☐ বিণ. উক্ত অর্থে।

রসাঞ্জন [ rasāñjana ] দ্র রস

রসা-তল [ rasā-tala ] বি. 1 পুরাণে বর্ণিত সপ্তপাতালের নিম্নতমটি; 2 ভূতল; 3 (বাং.) অধঃপাত, ধ্বংস (রসাতলে যাওয়া)। [সং. রসা1 + তল]।

রসান [ rasāna ] বি. 1 রসসিক্ত করা; 2 স্বর্ণাদি ধাতু উজ্বল করার উপকরণ অথবা পালিশ-পাথর; 2 (আল.) তীব্র রসাত্মক বাক্য, ফোড়ন (রসান দিয়ে বলা)। [< সং. রসায়ন]।

রসানো [ rasānō ] দ্র রসা2

রসায়ন [ rasāẏana ] বি. 1 (বিজ্ঞা.) পদার্থ সমূহের উপাদান, গুণ, পরস্পর সম্বন্ধ, বিক্রিয়া প্রভৃতি বিষয়ক বিদ্যা, chemistry; 2 আয়ুবৃদ্ধিকর ও রোগজরানাশক ওষুধ। [সং. রস + অয়ন]। রসায়নী বিণ. (স্ত্রী.) 1 রসায়নসম্বন্ধীয় (রসায়নী বিদ্যা)। বিণ. রাসায়নিক, রসায়নী। ☐ বি. (বিরল) রসায়নবিদ, chemist.

রসাল [ rasāla ] বিণ. 1 সরস (রসাল বর্ণনা); 2 ভিতরে রস আছে এমন, রসপূর্ণ (রসাল ফল)। ☐ বি. আমগাছ ('ব্রততী যেমনি বিশাল রসালমূলে': মধু.) [সং. রস + আ √ লা + অ]।

রসালাপ, রসাস্বাদ, রসাস্বাদন [ rasālāpa, rasāsbāda, rasāsbādana ] দ্র রস

রসালো-রসাল [ rasālō-rasāla ] (বিণ.) এর রূপভেদ।

রসিক [ rasika ] বিণ. 1 রসজ্ঞ, তাত্পর্য জানে বা বোঝে এমন, মর্মগ্রাহী (কাব্যরসিক); 2 আদিরসের বোধসম্পন্ন (রসিক নাগর); 3 রঙ্গরসে পটু, আমুদে, রসপ্রিয় (রসিক লোক)। [সং. রস + ইক]। স্ত্রী. রসিকা। তা বি. 1 হাস্যরসের অবতারণা; 2 আদিরসাত্মক আলাপের অবতারণা; 3 হাস্যপরিহাস, রঙ্গরস।

রসিত [ rasita ] বিণ. আস্বাদিত। ☐ বি. (বিরল) নিনাদ, গর্জন (মেঘরসিত)। [সং. √ রস্ + ত]।

রসিদ [ rasida ] বি. অর্থাদির প্রাপ্তিস্বীকারপত্র, receipt. [ফা. রসীদ্]।

রসুই [ rasui ] বি. রন্ধন, রান্না। [তু. হি. রসোই < সং. রসবতী (=রন্ধনশীল)]। ̃ ঘর বি. পাকশালা, রান্নাঘর। ̃ য়ে, রসুয়ে বিণ. রন্ধনকারী (রসুইয়ে বামুন)।

রসুন2 [ rasuna2 ] অনু-ক্রি. থামুন, অপেক্ষা করুন (একটু রসুন, আমি এখনই আসছি)। [রওয়া দ্র]।

রসুল [ rasula ] বি. ঈশ্বরের দূত, পয়গম্বর, ঈশ্বরপ্রেরিত মহাপুরুষ। [আ. রসুল্]।

রসেন্দ্র, রসোত্তীর্ণ, রসোদগার [ rasēndra, rasōttīrṇa, rasōdagāra ] দ্র রস

রসো [ rasō ] অনু-ক্রি. থামো, অপেক্ষা করো। [রওয়া দ্র]।

রহ-মত [ raha-mata ] বি. করুণা, দয়া, কৃপা। [আ. রহ্মত্]।

রহস [ rahasa ] বি. (প্রা. কা.) সংস্রব, সহবাস ('রুষের রহসে লুপ্ত লেনিনের মামি': সু. দ.)। [সং. রহস্]।

রহসি [ rahasi ] ক্রি-বিণ. (ব্রজ.) নির্জনে, নিভৃতে। [সং. রহস্ + 7মী 1 বচন]।

রহস্য [ rahasya ] বি. 1 গূঢ় তাত্পর্য বা মর্ম, দুর্বোধ্য বা গুপ্ত তথ্য (রহস্যাবৃত, রহস্যময়, রহস্যের উদ্ঘাটন); 2 রসিকতা, হাস্যপরিহাস (কথাটা তিনি নিতান্তই রহস্য করে বলেছেন)। ☐ বিণ. গোপনীয় (রহস্য কথা)। [সং. রহস্ + য]। ̃ কাহিনি বিণ. রহস্যপূর্ণ গল্প। ̃ ঘন বিণ. যাতে রহস্য আছে এমন; অত্যন্ত গূঢ় বা জটিলতাপূর্ণ। ̃ চ্ছলে ক্রি-বিণ. রসিকতা করে বা ঠাট্টা করে (কথাটা রহস্যচ্ছলে বলেছে)। ̃ জনক, ̃ পূর্ণ, ̃ ময় বিণ. 1 গূঢ় তাত্পর্যপূর্ণ, গূঢ় তথ্যপূর্ণ; 2 দুর্বোধ্য। ̃ ভেদ বি. গূঢ় তথ্য আবিষ্কার বা উদ্ঘাটন, মর্ম উপলব্ধি বা অবধারণ। রহস্যালাপ বি. 1 গোপনীয় আলাপ; 2 রসালাপ, হাস্যপরিহাসযুক্ত কথাবার্তা।

রহা [ rahā ] ক্রি. রওয়া -র সাধু রূপ।

রহিত [ rahita ] বিণ. 1 বর্জিত, পরিত্যক্ত, বিহীন (বিবেকরহিত, জনমানবরহিত); 2 বাতিল, রদ, প্রত্যাহৃত (আইন রহিত করা); 3 নিবৃত্ত, বন্ধ (যাওয়া-আসা রহিত করা); 4 প্রতিহত (আক্রমণ রহিত করা)। [সং. √ রহ্ + ত]।

রহিয়া রহিয়া [ rahiẏā rahiẏā ] (সাধু.) ক্রি-বিণ. রয়ে রয়ে, থেকে থেকে, মাঝে মাঝে। [রওয়া দ্র]।

-রা1 [ -rā1 ] বহুবচনসূচক বিভক্তিবিশেষ (ছেলেরা, পাখিরা)।

রা2 [ rā2 ] বি. 1 রব, ডাক (সব শিয়ালের এক রা); 2 মুখের আওয়াজ, কথা (মুখে রা নেই)। [সং. রাব]। রা করা, রা কাড়া ক্রি. বি. কথা বলা; কথার জবাব দেওয়া (কী ব্যাপার, রা কাড়ছ না যে?)। রা সরা ক্রি. বি. বাক্যস্ফুর্তি হওয়া।

রাই1 [ rāi1 ] বি. সরিষাবিশেষ, mustard. সং. রাজিকা]।

রাই2 [ rāi2 ] বি. শ্রীরাধিকা। [সং. রাধিকা > রাহী]। ̃ কিশোরী বি. কিশোরী রাধিকা।

রাই-খয়রা [ rāi-khaẏarā ] বি. বাটাজাতীয় ছোটো মাছবিশেষ। [দেশি]।

রাই-ফেল [ rāi-phēla ] বি. বড়ো ও শক্তিশালী বন্দুকবিশেষ। [ইং. rifle]।

রাও1 [ rāō1 ] বি. রা2 -এর আঞ্চ. রূপ (রাও করে না)।

রাং1 [ rā1 ] বি. নিহত পশুপাখির জঙ্ঘা (পাঁঠার রাং)। [ফা. রান]।

রাং2 [ rā2 ] বি. ধাতুবিশেষ, টিনজাতীয় ধাতুবিশেষ। [সং. রঙ্গ]। ̃ ঝাল বি. ধাতুদ্রব্যাদি জুড়বার জন্য বা তাদের ছিদ্রাদি বন্ধ করার জন্য রাং-সীসা-মিশ্রিত পাইন। ̃ তা বি. রাং-এর পাতা বা তবক।

রাংচিতা [ rāñcitā ] বি. গুল্মজাতীয় ছোটো গাছবিশেষ; বেড়াচিতা। [সং. রক্তচিত্রক]।

রাঁড় [ rān̐ḍ় ] বি. 1 বিধবা নারী; 2 বেশ্যা; 3 রক্ষিতা, উপপত্নী। [সং. রণ্ডা]। রাঁড়ের বাড়ি বি. বেশ্যালয়।

রাড়া [ rāḍ়ā ] বি. 1 ফলহীন গাছ 2 বন্ধ্যা নারী। ☐ বিণ. 1 ফলহীন; 2 বন্ধ্যা। [সং. রণ্ডা]।

রাঁড়ি [ rān̐ḍ়i ] বি. বিধবা। [সং. রণ্ডা]।

রাঁধন [ rān̐dhana ] বি. (আঞ্চ.) রন্ধন, রান্না করা। [বাং. √ রাঁধ্ + অন।

রাঁধনি1, রাঁধুনি1 [ rān̐dhani1, rān̐dhuni1 ] বি. রান্নায় ব্যবহৃত মশলাবিশেষ। [সং. রন্ধনিকা]।

রাঁধনি2, রাঁধুনি2 [ rān̐dhani2, rān̐dhuni2 ] বি. (স্ত্রী.) পাচিকা। ☐ বিণ. (পুং.) (স্ত্রী.) রাঁধে এমন (রাঁধুনি বামুন)। [রাঁধা দ্র]।

রাঁধা [ rān̐dhā ] ক্রি. রন্ধন বা রান্না করা, পাক করা। ☐ বি. রন্ধন রান্না (সারাদিন রাঁধাবাড়া নিয়ে আছে)। ☐ বিণ. রন্ধিত, রান্না করা হয়েছে এমন (রাঁধা তরকারি)। [সং. √ রধ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. রান্না করানো। ☐ বিণ. উক্ত অর্থে। ̃ .বাড়া বি. রান্না ও পরিবেশন।

রাকা [ rākā ] বি. প্রতিপদযুক্ত পূর্ণিমা তিথি (রাকাশশী)। [সং. √ রা + ক + আ]। ̃ .পতি বি. চাঁদ। রাকেশ বি. চাঁদ।

রাক্ষস [ rākṣasa ] বি. 1 পুরাণোক্ত ভীষণদর্শন নরখাদক জাতিবিশেষ, রক্ষ; 2 (ব্যঙ্গে) অতিমাত্রায় পেটুক ব্যক্তি। ☐ বিণ. রাক্ষসসম্বন্ধীয়, রাক্ষসোচিত। [সং. রক্ষস্ + অ]। স্ত্রী. রাক্ষসী। ̃ .গণ বি. (জ্যোতিষ.) জাতকের ত্রিবিধ প্রকৃতির অন্যতম। রাক্ষস বিবাহ কন্যাকে অপহরণ করে বলপূর্বক বিবাহ। রাক্ষসী বেলা পনেরো ভাগে বিভক্ত দিনের শেষ তিন ভাগ, দিনের শেষ আড়াইঘন্টা কাল। রাক্ষুসি-রাক্ষসী -র আঞ্চ. ও কথ্য রূপ। রাক্ষুসে বিণ. 1 রাক্ষসের তুল্য ভয়ংকর (রাক্ষুসে কুকুর); 2 প্রচণ্ড, অত্যন্ত অধিক (রাক্ষুসে খিদে); 3 মস্ত বড়ো, প্রকাণ্ড (রাক্ষুসে মুলো)।

রাখন [ rākhana ] বি. (আঞ্চ.) 1 সংরক্ষণ, রক্ষা; 2 রাখা। [রাখা দ্র]।

রাখা [ rākhā ] ক্রি. বি. 1 স্হাপন করা (মাটিতে রাখা); 2 আশ্রয় দেওয়া, থাকতে দেওয়া (পায়ে রাখা); 3 সংরক্ষিত করা (বাক্সে রাখা, মুঠোয় রাখা); 4 বহন করা বা ধারন করা (মাথায় রাখা, টিকি রাখা); 5 জানা থাকা (খবর রাখি না); 6 রক্ষা করা, ক্ষুণ্ণ হতে না দেওয়া (কুল রাখা, সম্পর্ক রাখা, মান রাখা); 7 গচ্ছিত দেওয়া (ব্যঙ্কে টাকা রাখা); 8 বন্ধক দেওয়া বা গ্রহণ করা (গয়না রেখে কর্জ দেওয়া); 9 নিযুক্ত করা (চাকর রাখা); 1 পোষা (বাড়িতে কুকুর রাখা); 11 সঞ্চিত করা, মজুত করা (ভবিষ্যতের জন্য টাকা রেখো); 12 উত্থাপন না করা (তার কথা রাখো-ঢের শুনেছি); 13 ত্যাগ বা স্হগিত করা (এখন খেলা রেখে পড়তে বসো); 14 গ্রাহ্য বা পালন করা (অনুরোধ রাখতে পারব না); 15 পোষণ করা (মনে অভিমান রাখা); 16 ফেলে যাওয়া (কলমটা কি ও-ঘরে রেখে এসেছি?); 17 ক্রয় করা (এই জামাটা ফেরিওয়ালার কাছ থেকে রেখেছি); 18 তুষ্ট করা (মন রাখা); 19 কোনো কাজ পূর্বে সম্পন্ন করা (দাদন দিয়ে রাখা)। ☐ বিণ. 1 রক্ষিত, রাখা হয়েছে এমন (তাকের উপর রাখা বই); 2 আশ্রিত 3 স্হাপিত; 4 নিযুক্ত; 5 ক্রীত; 6 বন্দোবস্ত নেওয়া এমন; 7 প্রদত্ত; 8 রাখার জন্য কৃত (মন রাখা কথা)। [সং. √ রক্ষ্ + বাং. আ]। কথা রাখা ক্রি. বি. অনুরোধ বা প্রতিশ্রুতি পালন করা। চোখ রাখা, নজর রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি বা পাহারা দেওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নাম দেওয়া (ছেলের কী নাম রাখলে?); 2 গৌরব বজায় রাখা (বাপের নাম রেখেছে)। রেখেঢেকে বলা ক্রি. বি. কিছুটা অব্যক্ত রেখে বলা; সবটা না বলা।

রাখাল [ rākhāla ] বি. গোরু চরানো ও তত্বাবধান করা যার কাজ, গোরক্ষক। [হি. রাখবল]। ̃ রাজ বি. শ্রীকৃষ্ণ। রাখালি বি. 1 রাখালের কাজ বা পেশা; 2 রাখালের মজুরি। রাখালিয়া বিণ. 1 রাখালসম্বন্ধীয়; 2 রাখালসুলভ; 3 রাখালের (রাখালিয়া বাঁশি)।

রাখি [ rākhi ] বি. বিপদ থেকে রক্ষা কামনায় প্রিয়জনের মণিবন্ধে যে মঙ্গলসূত্র বেঁধে দেওয়া হয়। [সং. রক্ষী-তু. হি. রক্ষাবন্ধন]। ̃ পূর্ণিমা বি. শ্রাবণমাসের পূর্ণিমা তিথি। ̃ বন্ধন বি. শ্রাবণ-পূর্ণিমায় প্রিয়জনের হাতে রাখি বেঁধে দেওয়া।

রাগ [ rāga ] বি. 1 রং, রঞ্জকদ্রব্য (রক্তরাগ); 2 রক্তিমা, লালবর্ণ (অরুণরাগ, তাম্বূলরাগে রঞ্জিত); 3 প্রেম, অনুরাগ, প্রেমজ আসক্তি (পূর্বরাগ); 4 (বাং.) ক্রোধ, রোষ (রাগ করা); 5 সংগীতে স্বরবিন্যাসের ছয়টি মূল পদ্ধতি অর্থাত্ ভৈরব কৌশিক হিন্দোল দীপক শ্রী ও মেঘ; 6 সংগীতের স্বরবিন্যাস-পদ্ধতি (কী রাগে গাইছে?)। [সং. √ রঞ্জ্ + অ]। ̃ দ্বেষ বি. ক্রোধ ও হিংসা। ̃ প্রধান বিণ. রাগাশ্রয়ী (রাগপ্রধান গান)। ̃ রাগিণী বি. সংগীতের রাগ ও রাগিণীসমূহ। রেগে টং বিণ. প্রচণ্ড রেগে গেছে এমন।

রাগত [ rāgata ] বিণ. ক্রোধযুক্ত, রুষ্ট (রাগত স্বরে বললেন)। [রাগা দ্র]।

রাগা [ rāgā ] ক্রি. রাগ করা, ক্রুদ্ধ বা. রুষ্ট হওয়া, চটে যাওয়া (রেগে আগুন)। ☐ বি. উক্ত অর্থে (এত রাগা ভালো নয়)। ☐ বিণ. উক্ত অর্থে। বাং. রাগা (রাগ + আ)। ̃ নো ক্রি. বি. ক্রুদ্ধ করা, ক্রোধ উত্পন্ন করা ('বাঘেরে তোর রাগিয়ে দে রে': স. দ.)। ☐ বিণ. উক্ত অর্থে।

রাগাত্মক, রাগাশ্রয়ী [ rāgātmaka, rāgāśraẏī ] বিণ. 1 সংগীতের রাগসম্বন্ধীয়; 2 রাগরাগিণীর প্রাধান্যপূর্ণ (রাগাত্মক গান)। [সং. রাগ + আত্মক, আশ্রয়ী]।

রাগান্ধ [ rāgāndha ] বিণ. ক্রোধে জ্ঞানশূন্য। [বাং. রাগ + অন্ধ]।

রাগান্বিত [ rāgānbita ] বিণ. 1 অনুরাগযুক্ত; 2 (বাং.) ক্রোধযুক্ত, ক্রুদ্ধ। [সং. রাগ + অন্বিত]।

রাগা-রাগি [ rāgā-rāgi ] বি. 1 পরস্পরের প্রতি ক্রোধপ্রকাশ (এই সামান্য ব্যাপার নিয়ে এত রাগারাগি); 2 ঝগড়াঝাঁটি। [বাং. √ রাগ + আ + রাগ + ই]।

রাগিণী [ rāgiṇī ] বি. (স্ত্রী.) 1 (সংগীতে) ছয় রাগের ছত্রিশ পত্নী হিসাবে কল্পিত ভৈরবী ভূপালী মালশ্রী ইত্যাদি ছত্রিশ প্রধান সুর; 2 সংগীতের রাগাশ্রিত সুর। [সং. রাগ + ইন্ + ঈ]।

রাগী [ rāgī ] (-গিন্) বিণ. 1 অনুরাগযুক্ত; 2 আসক্তিপূর্ণ 3 (বাং.) ক্রোধী, কোপনস্বভাব; 4 ক্রুদ্ধ, রুষ্ট। [সং. রাগ + ইন্]।

রাগেশ্রী [ rāgēśrī ] বি. সংগীতের রাগিণীবিশেষ। [সং. রাগশ্রী]।

রাঘব [ rāghaba ] বি. 1 রঘুর বংশধর; 2 শ্রীরামচন্দ্র। [সং. রঘু + অ]। রাঘব বোয়াল 1 অতি প্রকাণ্ড বোয়াল মাছ; 2 (আল.) অত্যন্ত ধনী অথবা অত্যন্ত প্রতাপশালী ব্যক্তি। ̃ প্রিয়া, ̃ বাঞ্ছা বি. রামচন্দ্রের পত্নী সীতা। রাঘবারি বি. রামের শত্রু রাবণ।

রাঙ-রাং1 [ rāṅa-rā1 ] ও রাং2 -এর বানানভেদ।

রাঙা [ rāṅā ] বিণ. 1 রক্তবর্ণ, লাল (রাঙা জবা, রাঙা চরণ); 2 ফরসা, গৌরবর্ণ (রাঙা বউ)। [সং. রঙ্গ + বাং. আ]। ̃ আলু বি. লাল রঙের লম্বাটে এবং মিষ্টিস্বাদের কন্দবিশেষ। ̃ নো ক্রি. বি. 1 ক্রোধে রক্তবর্ণ করা (চোখ রাঙানো); 2 লাল রঙে রঞ্জিত করা; 3 রঞ্জিত করা (কাপড় রাঙানো); 4 আলোকিত বা উজ্জ্বল করা (পুবের আকাশ রাঙিয়ে সূর্য উঠল)। ☐ বিণ উক্ত সব অর্থে। ̃ বাস বি. গেরুয়া বস্ত্র। ̃ মাটি বি. গিরিমাটি। ̃ মুলো বি. 1 লাল রঙের মুলো; 2 (আল.) সুদর্শন কিন্তু গুণহীন ব্যক্তি।

রাজ1 [ rāja1 ] বি. রাজমিস্ত্রি (সন্ধে অবধি রাজেরা কাজ করে) [দেশি]।

রাজ2 [ rāja2 ] বি. রাজ্য (স্বরাজ)। [> সং. রাজ্য]।

রাজ3 [ rāja3 ] (সমাসে উত্তরপদে রাজন্ -শব্দের রূপ) 1 রাজা (গ্রিকরাজ); 2 জাতি বা শ্রেণির মধ্যে শ্রেষ্ঠ (গজরাজ)। [সং. রাজন্]।

রাজ4 [ rāja4 ] বি. বিণ. (সমাসে পূর্বপদে রাজন্ -শব্দের রূপ) 1 রাজা (রাজপদ, রাজকার্য); 2 শ্রেষ্ঠ জন; 3 সরকার, গভর্নমেন্ট (রাজনীতি); 4 প্রধান, মস্ত (রাজরোগ, রাজসাপ)। [সং. রাজন্]। ̃ কন্যা বি. রাজার মেয়ে। ̃ কবি বি. 1 দেশের রাজা কর্তৃক নিযুক্ত ও সম্মানিত কবি; 2 দেশের শ্রেষ্ঠ কবি। ̃ কর বি. রাজাকে বা সরকারকে প্রদত্ত কর বা খাজনা, রাজস্ব। ̃ কর্ম (-র্মন্), ̃ কার্য বি. 1 রাজ্যশাসন; 2 সরকারি কাজ; 3 রাজার কর্তব্যকর্ম। ̃ কর্মচারী (-রিন্) বি. রাজা বা সরকার কর্তৃক নিযুক্ত বা শাসনকার্যে নিযুক্ত কর্মচারী; পদস্হ সরকারি চাকুরে। ̃ কুমার বি. রাজার ছেলে, রাজপুত্র। ̃ কুমারী বি. (স্ত্রী.) রাজার মেয়ে, রাজকন্যা। ̃ কুল বি. 1 রাজার বংশ; 2 নৃপতিবর্গ, নৃপতিসমূহ। ̃ কোষ বি. রাজকীয় ধনভাণ্ডার, ট্রেজারি। ̃ চক্রবর্তী (-র্তিন্) বি. সার্বভৌম রাজা, সম্রাট। ̃ চ্ছত্র, (চলিত) ̃ ছত্র বি. (প্রধানত ভারতে) রাজার মাথার উপর প্রসারিত ছাতা। ̃ টিকা বি. রাজ্যাভিষেকের সময় রাজার ললাটে অঙ্কিত তিলক। ̃ তক্ত বি. 1 সিংহাসন; 2 রাজপদ। ̃ তন্ত্র বি. 1 নৃপতি কর্তৃক শাসনব্যবস্হা বা রাজার দ্বারা শাসিত রাষ্ট্র monarchy; 2 রাজ্যশাসননীতি। ̃ তরু বি. সোঁদালগাছ। ̃ তিলক বি. রাজটিকা। দণ্ড বি. 1 রাজপদের নিদর্শনস্বরূপ রাজা যে-দণ্ড হাতে বহন করেন; 2 রাজবিধি-অনুযায়ী শাস্তি; 3 (জ্যোতিষ.) ললাটদেশের ঊর্ধ্বরেখা। ̃ দত্ত বিণ. নৃপতি কর্তৃক প্রদত্ত, রাজা দিয়েছেন এমন। ̃ দন্ত বি. দুই পাটির সামনের চারটি দাঁত। ̃ দম্পতি, ̃ দম্পতী বি. রাজা ও তাঁর পত্নী। ̃ দরবার বি. রাজসভা, রাজকার্য পরিচালনার জন্য রাজা যে-সভায় বসেন। ̃ দর্শন বি. রাজাকে দেখা; রাজার সঙ্গে সাক্ষাত্কার। ̃ দূত বি. 1 রাজা কর্তৃক প্রেরিত বা সরকারপ্রেরিত দূত বা সংবাদবাহক; 2 ভিন্ন রাষ্ট্রের সঙ্গে সংবাদ আদান প্রদানের জন্য বা পারস্পরিক সম্পর্ক-বিনিময়ের জন্য নিয়ুক্ত রাজপুরুষ, ambassador. ̃ দ্বার বি. 1 রাজার দরবার, রাজসভা; 2 রাজার আদালত। ̃ দ্রোহ, ̃ দ্রোহিতা বি. প্রকাশ্যভাবে নৃপতির বা সরকারের (সচ. সশস্ত্র) বিরুদ্ধাচরণ। দ্রোহী (-হিন্) বিণ. বি. রাজদ্রোহকারী। ̃ ধর্ম বি. 1 রাজার কর্তব্য; 2 রাজার পালনীয় কর্তব্য; দেশশাসন ও প্রজাপালন; 3 রাজার আচরিত ধর্ম। ̃ ধানী বি. রাজ্যশাসনের প্রধান কেন্দ্রস্হল বা প্রধান নগর; রাজ্যের যে-নগরে রাজা বাস করেন বা উচ্চতম সরকারি দফতর থাকে। ̃ নটী বি. রাজার আশ্রিত ও রাজার দ্বারা সম্মানিত নর্তকী। ̃ নন্দন বি. রাজপুত্র। ̃ নন্দিনী বি. রাজার মেয়ে, রাজকন্যা। ̃ নামা বি. রাজাদের নামের তালিকা বা বংশপরিচয়; রাজাদের বংশের ইতিহাস। ̃ পট্ট বি. 1 রাজাসন, রাজপাট; 2 রাজপদ; 3 রাজদত্ত সনদ; 4 কালোরঙের রত্নবিশেষ। ̃ পাট বি. রাজাসন, সিংহাসন। ̃ পুত্র বি. রাজার ছেলে। ̃ পুত্রী বি. রাজার মেয়ে। ̃ পুরী বি. রাজার বা শাসকের বাসভবন; রাজধানী। ̃ পুরুষ বি. 1 রাজকর্মচারী; 2 (প্রধানত উচ্চপদস্হ) সরকারি কর্মচারী। ̃ প্রাসাদ বি. রাজার বাসভবন। ̃ বংশ বি. রাজার বংশ, রাজা যে বংশে জন্মেছেন। ̃ বংশীয় বিণ. 1 রাজবংশসংক্রান্ত 2 রাজবংশে জাত (রাজবংশীয় পুরুষ)। স্ত্রী. ̃ বংশীয়া। &tilde বন্দি বি. 1 রাজার আদেশে কারারুদ্ধ ব্যক্তি; 2 রাজনৈতিক বন্দি। ̃ বাড়ি, ̃ বাটি বি. রাজার বাসভবন, রাজপ্রসাদ। ̃ বালা বি. রাজকন্যা। ̃ বিধি বি. রাজার বা সরকারের আইন। ̃ বিপ্লব বি. রাজ্যশাসনের প্রচলিত ও গতানুগতিক নিয়মের আমূল ও সর্বাত্মক পরিবর্তন। ̃ বৃক্ষ বি. কর্ণিকার, সোঁদাল গাছ। ̃ বেশ বি. রাজার বা রাজ্যের উপযুক্ত পোশাক ̃ ভক্ত বিণ. রাজার প্রতি অনুরক্ত, রাজার অনুগত। ̃ ভক্তি বি. রাজার প্রতি অনুরাগ বা আনুগত্য। ̃ ভবন বি. 1 রাজপ্রাসাদ; 2 রাজ্যের সর্বোচ্চ সরকারি পদাধিকারীর বাসভবন; 3 রাজ্যপালের বাসভবন। ̃ ভয় বি. নৃপতি বা সরকার কর্তৃক দণ্ডিত হবার ভয়। ̃ ভৃত্য বি. 1 রাজার চাকর; 2 রাজকর্মচারী। ̃ ভোগ বি. 1 রাজার যোগ্য খাদ্য বা ভোগ্য সামগ্রী 2 (বাং.) বৃহদাকার রসগোল্লার মতো মিঠাইবিশেষ। ̃ ভোগ্য বিণ. নৃপতি কর্তৃক উপভোগের যোগ্য। স্ত্রী. ̃ ভোগ্যা। ̃ মহিষী বি. নৃপতির প্রধান রানি যিনি রাজসম্মানের অংশভাগিনী পাটরানি। ̃ মান্য বি. প্রজাদের কাছ থেকে ভূস্বামীর প্রাপ্য উপঢৌকনাদি। মুকুট বি. 1 রাজার পদমর্যাদাসূচক শিরোভূষণ; 2 (আল.) সর্বাপেক্ষা গৌরবজনক পদ। ̃ রাজ বি. 1 রাজার রাজা, সম্রাট; 2 কুবের। ̃ রাজড়া বি. বিভিন্ন নৃপতি ও তত্সদৃশ মান্য ব্যক্তি। ̃ রাজেশ্বর বি. রাজার রাজা, সম্রাট। ̃ রাজেশ্বরী বি. (স্ত্রী.) 1 সম্রাজ্ঞী; 2 দশমহাবিদ্যার অন্যতমা; 3 শিবজায়া ভগবতী। ̃ রানি, (বর্জি.) ̃ রানী, (বর্জি.) ̃ রাণী বি. রাজমহিষী পাটরানি। ̃ লক্ষ্মী বি. রাজ্যের অধিষ্ঠাত্রী ও মঙ্গলকারিণী দেবী, রাজশ্রী। ̃ শক্তি বি. নৃপতি বা সরকারের শাসনশক্তি বা সৈন্যবল। ̃ শয্যা বি. রাজার বিছানা রাজার উপযুক্ত বিছানা। ̃ শেখর বি. রাজচক্রবর্তী সম্রাট। ̃ শ্রী বি. রাজলক্ষ্মী -র অনুরূপ। ̃ সদন বি. রাজপ্রাসাদ। সভা বি. রাজার দরবার। ̃ সভাসদ বি. মন্ত্রণাদি দানের জন্য যে ব্যক্তি রাজার দ্বারা নিযুক্ত হয়ে রাজসভায় বসে। ̃ সরকার বি. রাজার শাসন বা শাসনযন্ত্র, গভর্নমেন্ট। ̃ সাক্ষী বি. যে ফৌজদারি আসামি সরকার-পক্ষের হয়ে স্বীয় দলের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, approver. ̃ সিংহাসন বি. 1 রাজা রাজসভায় যে রাজাসনে বসেন; 2 রাজপদ। ̃ সেবা বি. রাজার সেবা বা পরিচর্যা; সরকারি বা রাজকীয় চাকরি। ̃ হস্তী (-স্তিন্) বি. 1 যে-হাতি রাজাকে বহন করে; 2 শ্রেষ্ঠ হাতি।

রাজক [ rājaka ] বি. সরকার, গভর্নমেন্ট। [সং. রাজন্ + ক]।

রাজকীয় [ rājakīẏa ] বিণ. 1 রাজা-সম্বন্ধীয়; 2 রাজার যোগ্য (রাজকীয় সংবর্ধনা); 3 সরকারি (রাজকীয় বিদ্যালয়)। [সং. রাজন্ + ক + ঈয়]।

রাজগি [ rājagi ] বি. রাজার পদ বা অধিকার। [হি. রাজগী]।

রাজড়া [ rājaḍ়ā ] বি. 1 ক্ষুদ্র বা সামন্ত রাজা (রাজা-রাজড়ারা); 2 রাজতুল্য ব্যক্তি। [সং. রাজ4 + বাং ড়া; মতান্তরে < রাজপারা]।

রাজত্ব [ rājatba ] বি. 1 রাজ্য; 2 রাজার অধিকার বা আমল (রাজত্বকাল, ইংরেজরাজত্ব)। [সং. রাজন্ + ত্ব]।

রাজন [ rājana ] বি. (সম্বোধনে) 1 হে রাজ, 2 (বাং.) নৃপতি, রাজা ('রাজ্যরক্ষা হেতু ধাতা সৃজিল রাজনে': কাশী.)। [সং. রাজন্]।

রাজ-নীতি [ rāja-nīti ] বি. 1 রাষ্ট্রশাসনের বা রাষ্ট্রপরিচালনার নীতি, politics; 2 (সং.) সাম দান ভেদ দণ্ড-রাজ্যশাসনের এই চতুর্বিধ উপায়। [সং. রাজ 4 +নীতি]। ̃ বিণ. 1 রাজনীতিগত, রাজনীতিসম্বন্ধীয়; 2 রাজ্যশাসনঘটিত; 3 রাজনীতিজ্ঞ। ☐ বি. রাজনীতিবিদ। ̃ জ্ঞ বিণ. বি. রাজনীতিশাস্ত্রে পণ্ডিত। রাজনৈতিক বিণ. (বাং. প্রয়োগ) রাজনীতি-বিষয়ক।

রাজন্য [ rājanya ] বি. 1 সামন্ত নৃপতি (দেশের রাজন্যবর্গ); 2 রাজবংশের লোক; 3 ক্ষত্রিয়। [সং. রাজন্ + য]। ̃ বি. রাজন্যসমূহ।

রাজ-পথ [ rāja-patha ] বি. 1 নগরের প্রধান রাস্তা; 2 সর্বসাধারণের ব্যবহার্য রাস্তা; 3 বড়ো সদর রাস্তা। [সং. রাজ4 + পথ]।

রাজ-পুত [ rāja-puta ] বি. রাজপুতানার অধিবাসী। [সং. রাজপুত্র]। স্ত্রী. রাজ-পুতানি

রাজপুত্র, রাজপুরী, রাজপুরুষ [ rājaputra, rājapurī, rājapuruṣa ] দ্র রাজ4

রাজ-প্রমুখ [ rāja-pramukha ] বি. স্বাধীনতালাভের পর ভারতের করদ রাজ্যসমূহের প্রধানরূপে নিযুক্ত সামন্ত নৃপতির আখ্যা। [সং. রাজ4 + প্রমুখ]।

রাজপ্রাসাদ, রাজবংশ [ rājaprāsāda, rājabaṃśa ] দ্র রাজ4

রাজ-বংশি [ rāja-baṃśi ] বি. (প্রধানত উত্তরবঙ্গে বাসকারী) হিন্দু জাতিবিশেষ। [সং. রাজবংশ্য]।

রাজবন্দি [ rājabandi ] দ্র রাজ4

রাজ-বর্ত্ম [ rāja-bartma ] (-র্ত্মন্) বি. রাজপথ। [সং. রাজ4 + বর্ত্মন্]।

রাজ-ভাষা [ rāja-bhāṣā ] বি. 1 নৃপতির বা শাসকজাতির মাতৃভাষা; 2 সরকারি কাজকর্মে ব্যবহৃত ভাষা, রাষ্ট্রভাষা; 3 (ইংরেজ আমলে) ইংরেজি ভাষা। [সং. রাজ4 + ভাষা]।

রাজ-মজুর [ rāja-majura ] বি. রাজমিস্ত্রির সাহায্যকারী মজুর। [বাং. রাজ1 + মজুর]।

রাজ-মার্গ [ rāja-mārga ] বি. রাজপথ। [সং. রাজ4 + মার্গ]।

রাজ-মিস্ত্রি [ rāja-mistri ] বি. পাকা বাড়ি বা দালান নির্মাণকারী কারিগর। [সং. রাজ4 + বাং. মিস্ত্রি]।

রাজ-যোগ [ rāja-yōga ] বি. যোগমার্গের সাধন পদ্ধতিবিশেষ, হঠযোগের তুলনায় যা সহজসাধ্য। [সং. রাজ 4 + যোগ]।

রাজ-যোটক [ rāja-yōṭaka ] বি. (জ্যোতিষ.) বরকন্যার রাশিচক্রে অতিশয় শুভসূচক মিল। [সং. রাজ4 + যোটক]।

রাজ-রোগ [ rāja-rōga ] বি. 1 অতি কঠিন ও দুরারোগ্য ব্যাধি 2 যক্ষ্মা; 3 (কৌতুকে) বড়োমানুষের উপযুক্ত ব্যাধি। [সং. রাজ4 + রোগ]।

রাজর্ষি [ rājarṣi ] বি. ঋষির মতো জীবনযাপনকারী রাজা। [সং রাজন্ + ঋষি]।

রাজশক্তি, রাজশয্যা [ rājaśakti, rājaśayyā ] দ্র রাজ4

রাজস [ rājasa ] বিণ. 1 প্রভুত্ব গর্ব প্রভৃতি রজোগুণসম্বন্ধীয়; 2 রজোগুণবিশিষ্ট (রজস দান)। [সং. রজস্ + অ]। স্ত্রী. রাজসী

রাজ-সংস্করণ [ rāja-saṃskaraṇa ] বি. পুস্তকাদির সুন্দরতম বা শ্রেষ্ঠ সংস্করণ। [সং. রাজ4 + সংস্করণ]।

রাজ-সূয় [ rāja-sūẏa ] বি. রাজচক্রবর্তী বা সম্রাট হিসাবে স্বীকৃতি পেতে হলে যে-যজ্ঞ করতে হয়। [সং. রাজ4 √ সূ + য]।

রাজ-স্কন্ধ [ rāja-skandha ] বি. ঘোড়া, অশ্ব। [সং. রাজন্ + স্কন্ধ]।

রাজস্ব [ rājasba ] বি. রাজাকে বা সরকারকে দেয় খাজনা। [সং. রাজ4 + স্ব]।

রাজ-হস্তী [ rāja-hastī ] (-স্তিন্) দ্র রাজ4

রাজা1 [ rājā1 ] ক্রি. (কাব্যে) বিরাজ করা বা শোভা পাওয়া ('তোমারে সঙ্গ রাজে', 'বিশ্বহৃদয়ে রাজ হে': রবীন্দ্র)। [সং. √ রাজ্ + বাং. আ]।

রাজা2 [ rājā2 ] বি. 1 দেশের অধিপতি বা শাসক, নৃপতি; 2 খেতাববিশেষ (রাজা ভূপেন্দ্রনারায়ণ); 3 (আল.) অতিশয় ধনবান ব্যক্তি (তিনি তো রাজা মানুষ); 4 দাবাখেলার ঘুঁটিবিশেষ। [< সং. রাজন্]। ̃ উজির বি. ধনী ও প্রতিপত্তিশালী ব্যক্তিগণ। রাজা-উজির মারা ক্রি. বি. বড়ো বড়ো কথা বলা বা নিজের ক্ষমতা ও প্রতিপত্তি সম্বন্ধে বাহাদুরি প্রকাশ করা।

রাজাজ্ঞা, রাজাদেশ [ rājājñā, rājādēśa ] বি. রাজার হুকুম, সরকারি হুকুম। [সং. রাজ4 + আজ্ঞা, আদেশ]।

রাজাধি-রাজ [ rājādhi-rāja ] বি. রাজার রাজা, সম্রাট। [সং. রাজ4 + অধিরাজ]।

রাজানু-কম্পা [ rājānu-kampā ] বি. রাজার দয়া সরকারের দয়া বা দান। [সং. রাজ4 + অনুকম্পা]। রাজানু-গ্রহ বি. রাজার বা সরকারের দয়া।

রাজান্তঃ-পুর, রাজ-অন্তঃ-পুর [ rājāntḥ-pura, rāja-antḥ-pura ] বি. রাজবাড়ির অন্দরমহল। [সং. রাজ4 + অন্তঃপুর]।

রাজাসন [ rājāsana ] বি. 1 রাজার আসন বা পদ 2 সিংহাসন। [সং. রাজ4 + আসন]।

রাজা-হীন [ rājā-hīna ] বিণ. রাজা বা শাসক নেই এমন (রাজাহীন রাজ্য)। [সং. রাজন্ + হীন]।

রাজি1 [ rāji1 ] বি. 1 শ্রেণী, সারি (বৃক্ষরাজি); 2 সমূহ (পত্ররাজি); 3 রেখা (রোমরাজি)। [সং. √ রাজ্ + ই]।

রাজি2 [ rāji2 ] বিণ. সম্মত, স্বীকৃত। [আ. রাজী]। ̃ .নামা বি.মোকদ্দমার নিষ্পত্তি করতে রাজি উভয়পক্ষের আদালতে সম্মতিসূচক দরখাস্ত, সম্মতিপত্র।

রাজিকা [ rājikā ] বি. রাই-সরিষা। [সং. রাজি + ক + আ]।

রাজিত [ rājita ] বিণ. 1 শোভিত 2 শোভমান; 3 বিরাজিত। [সং. √ রাজ্ + ত়।

রাজী-রাজি1 [ rājī-rāji1 ] ও রাজি2 -এর বর্জি. বানানভেদ।

রাজীব [ rājība ] বি. পদ্ম। [সং. রাজী + ব]। ̃ .লোচন বিণ. পদ্মের মতো সুন্দর চক্ষুবিশিষ্ট, কমলনয়ন। ☐ বি. শ্রীরামচন্দ্র।

রাজেন্দ্র [ rājēndra ] বি. শ্রেষ্ঠ রাজা; সম্রাট। [সং. রাজন্ + ইন্দ্র]। স্ত্রী. রাজেন্দ্রাণী

রাজৈশ্বর্য [ rājaiśbarya ] বি. 1 রাজার ঐশ্বর্য 2 রাজার যোগ্য বা তুল্য ঐশ্বর্য। [সং. রাজন্ + ঐশ্বর্য]।

রাজ্ঞী [ rājñī ] বি. রাজমহিষী, রানি। [সং. রাজন্ + ঈ]।

রাজ্য [ rājya ] বি. 1 রাজার অধিকারভুক্ত দেশ বা ভূখণ্ড; 2 রাজত্ব; 3 কেন্দ্রিয় সরকারের অধীনে কিন্তু স্বতন্ত্র শাসনব্যবস্হা-সমন্বিত প্রদেশ, state; 4 দেশ 5 (আল.) পৃথিবী (রাজ্যের দুঃখ, যত রাজ্যের লোক এসে জুটেছে)। [সং.রাজন্ + য]। ̃ .চ্যুত, ̃.ভ্রষ্ট, ̃.হারা বিণ. স্বীয় রাজ্য বা রাজপদ থেকে বঞ্চিত, রাজ্য হাতছাড়া হয়েছে এমন। ̃ .পাল বি. স্বতন্ত্র শাসনব্যবস্হা সমন্বিত প্রদেশের বা রাজ্যের শাসক, গভর্ণর। ̃ .ভার বি. রাজ্যশাসনের দায়িত্ব। ̃ .ভ্রষ্ট দ্র রাজ্যচ্যুত। ̃ .শাসন বি. রাষ্ট্র বা দেশ পরিচালনা। ̃ .সভা বি. দুইকক্ষবিশিষ্ট ভারতীয় সংসদের দ্বিতীয় কক্ষ। ̃ .সরকার বি. যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্হায় প্রদেশের শাসক। ̃ .সীমা বি. দেশের বা রাজ্যের অধিকারভুক্ত এলাকা। ̃ .রাজ্যেশ্বর বি. রাজ্যের অধিপতি, রাজা। স্ত্রী. রাজ্যেশ্বরী

রাঢ় [ rāḍh় ] বি. ভাগীরথীর পশ্চিমতীরস্হ পশ্চিমবঙ্গের অংশ। [সং. বাং. রাঢ়]। ̃ .বঙ্গ বি. 1 পশ্চিম ও পূর্ববঙ্গ; 2 বাংলার রাঢ় অঞ্চল। রাঢ়ি বিণ. রাঢ়দেশীয় বা রাঢ় সম্বন্ধীয়। ☐ বি. অঞ্চলের উপভাষা। রাঢ়ীয় বিণ. রাঢ়দেশীয় (রাঢ়ীয় ব্রাহ্মণ)।

রাণা-রানা-র [ rāṇā-rānā-ra ] বর্জি. বানান।

রাত [ rāta ] বি. রাত্রি ('রাতের বেলা গান এল মোর মনে': রবীন্দ্র)। [সং. রাত্রি]। রাত কাটানো ক্রি. বি. রাত্রি যাপন বা অতিবাহিত করা। ̃ .কানা বিণ. দিনে দেখতে পেলেও রাত্রে ভালো দেখতে পায় না এমন। ̃ .জাগা বিণ. রাত্রে ঘুমায় না এমন (রাতজাগা পাখি)। ̃ .দিন ক্রি-বিণ. সর্বদা দিনরাত। ̃ .দুপুর বি. গভীর বা নিশীথ রাত্রি। ̃ .রাত পোহানো ক্রি. বি. রাত্রি শেষ হওয়া, রাত শেষ হয়ে ভোর হওয়া। ̃ .বিরেত বি. রাত্রিকাল, রাতের সময় (রাতবিরেতে বাইরে যেয়ো না)। ̃ .ভর, ̃. ভোর ক্রি-বিণ. সারা রাত ধরে (রাতভর বৃষ্টি)। রাতা-রাতি ক্রি-বিণ. 1 রাত্রির মধ্যে, রাত থাকতে থাকতে; 2 (আল.) অতি অল্প সময়ের মধ্যে (রাতারাতি বড়োলোক হওয়া)।

রাতি [ rāti ] বি. রাত্রির কাব্যরূপ ('রাতি পোহাইল')।

রাতিয়া [ rātiẏā ] বি. (প্রা. কা) রাত্রি ('দিন-রাতিয়া')।

রাতুল [ rātula ] বিণ. রক্তবর্ণ, রাঙা (রাতুলচরণ)। [< সং. রক্ততুল্য]।

রাত্তির [ rāttira ] বি. রাত্রি -র কথ্য রূপ।

রাত্র [ rātra ] সমাসে উত্তরপদ হলে স্হানবিশেষে রাত্রি শব্দের রূপ (অহোরাত্র, দিবারাত্র)।

রাত্রি [ rātri ] বি. সূর্যাস্তের পর থেকে পরবর্তী সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন সময়, নিশা, যামিনী, রজনী। [সং. রা + ত্রি]। ̃ .চর, ̃.ঞ্চর বিণ. রাত্রিতে বিচরণকারী। ☐ বি. 1 রাক্ষস 2 চোর। স্ত্রী. ̃ .চরী, ̃ .ঞ্চরী। ̃ .জাগরণ বি. রাতে না ঘুমানো। ̃ .পুষ্প বি. নালফুল। ̃ .বাস বি. 1 রাত্রিযাপন, রাত কাটানো 2 রাতে অবস্হান; 3 রাতে যে-পোশাক পরে ঘুমানো হয়। ̃ .বেলা বি. রাত্রি। ☐ ক্রি-বিণ. রাত্রিতে, নিশাকালে, রাতের বেলা। ̃ .মণি বি. চাঁদ, নিশাকর। ̃ রাত্র্যন্ধ বিণ. রাতকানা।

রাধা [ rādhā ] বি. বৃষভানু গোপের কন্যা, আয়ান ঘোষের পত্নী ও কৃষ্ণের প্রেমিকা। [সং. রাধ্ + অ + আ]। ̃ .কান্ত, ̃.নাথ, ̃.বল্লভ, ̃.মাধব, ̃.রঞ্জন, ̃.রমণ বি. শ্রীকৃষ্ণ। ̃ .কৃষ্ণ বি. শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ। ̃ .চূড়া বি. হলুদ রঙের ফুলযুক্ত বড়ো গাছবিশেষ। ̃ .পদ্ম বি. সূর্যমুখী ফুল। ̃ ষ্টমী বি. ভাদ্রমাসের শুক্লাষ্টমী; রাধার জন্মতিথি।

রাধা-বল্লভি [ rādhā-ballabhi ] বি. লুচি ও ডালপুরির মতো খাবারবিশেষ। [রাধা + বল্লভ + ই]।

রাধিকা [ rādhikā ] বি. শ্রীরাধা। [সং. রাধা + ক + আ]।

রাধে-কৃষ্ণ [ rādhē-kṛṣṇa ] বি. 1 বৈষ্ণবগণ কর্তৃক 'রাধাকৃষ্ণ' নামোচ্চারণের কথ্য বা বিকৃত রূপ; 2 ঘৃণ্য কথা শ্রবণে পাপের প্রায়শ্চিত্তস্বরুপ রাধা ও কৃষ্ণের পুণ্য নামোচ্চারণ। [সং. রাধা + কৃষ্ণ]।

রাধেয় [ rādhēẏa ] বি. অধিরথের পত্নী রাধার পালিত বলে কর্ণের নাম। [সং. রাধা + এয়]।

রান [ rāna ] বি. 1 দৌড় বা দৌড়ের প্রতিযোগিতা (রানে ফার্স্ট হওয়া); 2 ক্রিকেট খেলায় দুই ব্যাটধারীর দৌড়ে একবার স্হানবদলের পয়েন্ট। [ই. run]।

রানা1 [ rānā1 ] বি. 1 রাজপুত (বিশেষত উদয়পুরের) নৃপতির খেতাব; 2 রাজা। [< সং. রাজন্]।

রানা2 [ rānā2 ] বি. পুকুরের বাঁধানো ঘাটের দুই পাশের উঁচু চাতাল। [ফা. রান্]।

রানার [ rānāra ] বি. 1 ডাকহরকরা; 2 দৌড়বীর। [ইং. runner]।

রানি [ rāni ] বি. রাজপত্নী, রাজ্ঞী। [সং. রাজ্ঞী]।

রানী [ rānī ] বি. রানি -র বর্জি. বানানভেদ।

রাণ্ডি2 [ rāṇḍi2 ] বি. বেশ্যা, রাঁড়। [সং. রণ্ডা]।

রান্ধন, রান্ধনি, রান্ধা [ rāndhana, rāndhani, rāndhā ] যথাক্রমে রাঁধন, রাঁধনিরাঁধা -র অপ্র. রূপ।

রান্না [ rānnā ] বি. 1 রন্ধন, পাক বা পাক করা; 2 যে খাদ্য রাঁধা হয়েছে। [বাং. √ রান্ধ্ + অনা = রান্ধনা > রান্না। ̃ .ঘর বি. যে ঘরে রান্না হয়, পাকশালা। ̃ .বাড়া, ̃ .বান্না বি. রাঁধাবাড়া, রান্না ও তত্সংশ্লিষ্ট অন্যান্য কর্ম।

রাফ [ rāpha ] বিণ. কেবল খসড়া প্রস্তুত করার জন্য ব্যবহৃত (রাফখাতা)। [ইং. rough]।

রাব [ rāba ] বি. মাতগুড়, তামাকে ব্যবহৃত চিটাগুড়। [হি. রাব]।

রাবড়ি [ rābaḍ়i ] বি. চিনিমিশ্রিত দুধ দিয়ে চাপচাপ সরে প্রস্তুত মিষ্টান্নবিশেষ। [হি. রাবড়ী]।

রাবণ [ rābaṇa ] বি. শ্রীরামচন্দ্র কর্তৃক নিহত লঙ্কাধিপতি দশানন। [সং. √ রু + ই + অন। ̃ .মুখো বিণ. উগ্রমূর্তি। ̃ .রাবণারি বি. শ্রীরামচন্দ্র। রাবণি বি. রাবণপুত্র ইন্দ্রজিত্। রাবণের চিতা (আল.) অনন্ত যণ্ত্রণা বা নিরবচ্ছিন্ন মর্মদহ।

রাবিশ [ rābiśa ] বি. 1 আবর্জনা, নোংরা; 2 অট্টালিকার ভাঙা পলেস্তারাদি; 3 (আল.) নিকৃষ্ট বা বাজে জিনিস (যত রাবিশ এনে বাড়িতে বোঝাই করেছে)। ইং. rubbish]।

রাবীন্দ্রিক [ rābīndrika ] বিণ. রবীন্দ্রনাথ ঠাকুরের রচনারীতি বা রচনাভঙ্গির সঙ্গে মানানসই (রাবীন্দ্রিক স্টাইল)। [বাং. রবীন্দ্র + সং. ইক]।

রাম [ rāma ] বি. 1 বিষ্ণুর সপ্তম অবতার দশরথপুত্র রামচন্দ্র; 2 বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম; 3 বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম। ☐ বিণ. 1 সুন্দর, রমণীয়; 2 (বাং.) (সমাসে পূর্বপদে) বৃহত্, বিরাট (রামছাগল, রামধাক্কা) 3 (বাং.) (সমাসে উত্তরপদে) সেরা (বোকারাম)। [সং. √ রম্ + অ]। রাম কহ, রাম বল অবজ্ঞা-ঘৃণাদিসূচতক উক্তিবিশেষ। রামঃ, রামো নিন্দাঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ। ̃ .কথা বি. রামচন্দ্রের জীবনবিষয়ক কাহিনি; রামায়ণ। ̃ .কান্ন্ত (ব্যঙ্গে) বি. লাঠি (পিঠে যখন রামকান্ত পড়বে তখন বুঝবে)। ̃ .কেলি বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। ̃ .খড়ি বি. লেখার কাজে ব্যবহৃত খড়িমাটি দিয়ে তৈরি গেরুয়া রঙের পেনসিলবিশেষ, ফুলখড়ি। ̃ .গরুড়ের ছানা (ব্যঙ্গে) বিষণ্ণ ও গম্ভীর মুখবিশিষ্ট কাল্পনিক প্রাণীবিশেষ। ̃ .চন্দ্র বি. দশরথপুত্র রাম। ☐ অব্য. ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তি। ̃ .ছাগল বি. 1 বৃহদাকার ছাগলবিশেষ; 2 (ব্যঙ্গে) অতি মুর্খ ও নির্বোধ। ̃ দা বি. বৃহত্ কাটারিবিশেষ; যে বড়ো কাটারি দিয়ে প্রধানত বলির পশু কাটা হয়। ̃ .ধনু, ̃ .ধনুক বি. মেঘ থেকে পতিত জলকণাসমূহ সূর্যালোকে উদ্ভাসিত হয়ে আকাশে যে বিচিত্রবর্ণ ধনুকাকৃতি প্রতিবিম্ব রচনা করে, ইন্দ্রধনু। ̃ .ধুন বি. অযোধ্যাপতি রামচন্দ্রের গুণকীর্তন বা গুণাবলি অবলম্বনে গান। ̃ .ধোলাই বি. প্রচুর প্রহার। ̃ .নবমী বি. চৈত্রমাসের শুক্লা নবমী তিথি; রামচন্দ্রের জন্মতিথি। রামনাম জপ করা ক্রি. বি. পুণ্যার্থে বা ভূত ইত্যাদির ভয় থেকে পরিত্রাণের জন্য বারবার রামনাম উচ্চারণ করা। রাম না হতে রামায়ণ কারণের পূর্বেই কার্য ঘটা অর্থাত্ অবাস্তব ও অসম্ভব ব্যাপার। ̃ .পাখি বি. (কৌতু.) মোরগ বা মুরগি। ̃ .ভক্ত বিণ. রামচন্দ্রের প্রতি অনুগত ও অনুরক্ত। ̃ .যাত্রা বি. রামচন্দ্রের জীবনী-বিষয়ক যাত্রাগান। ̃ .রহিম বি. 1 হিন্দু ও মুসলমানদের উপাস্য; 2 (আল.) হিন্দু ও মুসলমান জনগণ। ̃ .রাজত্ব বি. 1 পরিপূর্ণ সুখ ও শান্তির রাজত্ব; 2 (ব্যাঙ্গে) অবাধ বা একচেটিয়া অধিকার। ̃ .রাজ্য বি. 1 অযোধ্যাপতি রামের রাজ্য; 2 (আল.) সুশাসিত ও সুখশান্তিপূর্ণ রাজ্য। রাম-রাম নিন্দা-ঘৃণা-অবজ্ঞাদিসূচক উক্তিবিশেষ। ̃ .লীলা বি. 1 রামচন্দ্রের জীবনী ও কার্যকলাপ; 2 রামের জীবনী-বিষয়ক যাত্রাভিনয়, রামযাত্রা। ̃ .শালিক বি. বকজাতীয় পাখিবিশেষ। ̃ .শিঙা বি. ফুঁ দিয়ে বাজাতে হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ; বড়ো শিঙা। ̃ .শ্যাম, রামা-শ্যামা বি. 1 যে-কোনো লোক, যে-সে; 2 আজেবাজে লোক। রামানুজ বি. 1 রামের অনুজ অর্থাত্ ভরত লক্ষণ ও শত্রুঘ্ন; 2 বিশিষ্টাদ্বৈতবাদ প্রচারক প্রাচীন বৈদান্তিকবিশেষ। রামায়ণ বি.বাল্মীকি-রচিত রামচন্দ্রের জীবনবৃত্তান্তমূলক সংস্কৃত মহাকাব্য। রামায়ণ-কার বি. রামায়ণ-রচয়িতা অর্থাত্ বাল্মীকি। রামায়ণ গান বি. রামায়ণ অবলম্বনে রচিত পালা বা যাত্রাগান। না রাম না গঙ্গা (আল.) নির্বাক হয়ে থাকা; কোনো মন্তব্য না করা। সে রামও নেই সে অযোধ্যাও নেই (আল.) অতীতের রাম বা তাঁর শান্তিপূর্ণ রাজ্যের মতো মহান শাসকও এখন নেই, দেশে তেমন সুখও নেই।

রাম-প্রসাদি [ rāma-prasādi ] বি. বিণ. সাধক রামপ্রসাদ সেনের রচিত শ্যামাসংগীত বা তদ্বিষয়ক। [বাং. রামপ্রসাদ + ই]।

রামা719 [ rāmā719 ] বি. 1 সুন্দরী নারী; 2 সংগীতনিপুণা নারী; 3 প্রিয়া। [সং. √ রম্ + অ + আ]।

রামা729 [ rāmā729 ] বি. রাম (রামা হো)। [সং. রাম]।

রামানুজ, রামায়ণ, রামাশ্যামা [ rāmānuja, rāmāẏaṇa, rāmāśyāmā ] দ্র রাম

রামায়েত, রামাইত [ rāmāẏēta, rāmāita ] বি. রামানন্দ-প্রবর্তিত সম্প্রদায়বিশেষ। [হি. রামায়ত]।

রায়719 [ rāẏa719 ] বি. আদালতের বা বিচারকের সিদ্ধান্ত ও নির্দেশ, বিচারের ফল। [আ. রায়্]।

রায়729 [ rāẏa729 ] বি. 1 নৃপতি, রাজা 2 জমিদার ও সম্ভ্রান্ত ব্যক্তিদের খেতাববিশেষ। ☐ বিণ. 1 বৃহত্, বড়ো; 2 দীর্ঘ। [সং. রাজন্]। ̃ .জাদা বি. রায়ের ছেলে; রাজকুমার। ̃ .বাঘিনি, ̃ .বাঘিনী বি. 1 বড়ো বাঘিনি; 2 (আল.) অতি উগ্রা বা তেজস্বিনী নারী। ̃ .বার বি. 1 নৃপতির যশোবার্তা 2 রাজার কাছে দূত কর্তৃক নিবেদন। ̃ .বাঁশ বি. বাঁশের বড়ো লাঠিবিশেষ। ̃ .বেঁশে বি. 1 লাঠিয়াল; 2 রায়বাঁশ নিয়ে নাচ। ☐ বিণ. রায়বাঁশ সহযোগে কৃত (রায়বেঁশে নাচ)। ̃ .বাহাদুর ̃.রায়ান, ̃.সাহেব বি. (সচ. ধনীব্যক্তি বা জমিদারদের প্রদত্ত) সরকারি খেতাববিশেষ।

রায়ট [ rāẏaṭa ] বি. দাঙ্গা। [ইং. riot]।

রায়ত [ rāẏata ] বি. প্রজা।[আ. রঈয়ত্]। রায়তি বিণ. 1 রায়ত সংক্রান্ত (রায়তি আইন); 2 রায়তের প্রাপ্য (রায়তি স্বত্ব) 3 রায়তের অধিকারভুক্ত।

রায়তা [ rāẏatā ] বি. পটোল লাউ কুমড়ো দই ইত্যাদি সহযোগে প্রস্তুত ব্যঞ্জনবিশেষ। [হি. রায়তা-তু. সং. রাজ্যক্তা]।

রায়বেঁশে, রায়বাহাদুর, রায়রায়ান, রায়সাহেব [ rāẏabēm̐śē, rāẏabāhādura, rāẏarāẏāna, rāẏasāhēba ] দ্র রায়729

রাশ719 [ rāśa719 ] বি. ঘোড়ার বল্গা, লাগাম। [আ.]। রাশ আলগা করা ক্রি. বি. (আল.) শাসন না করা, যথেচ্ছ আচরণ করতে দেওয়া। রাশ টানা ক্রি. বি. 1 লাগাম ধরে টানা; 2 (আল.) সংযত করা।

রাশ2 [ rāśa2 ] বি. 1 স্তুপ, গাদা (রাশ রাশ ময়লা); 2 জন্মরাশি (রাশনাম); 3 প্রকৃতি (রাশভারী)। [সং. রাশি]। ̃ .নাম বি. জন্মরাশি অনুযায়ী নাম। ̃ .পাতলা বিণ. ছ্যাবলা, চটুল স্বভাববিশিষ্ট। ̃ .ভারী বিণ. গম্ভীর। ̃ .হালকা বিণ. লঘু স্বভাবের।

রাশি [ rāśi ] বি. 1 স্তুপ, পুঞ্জ 2 সমূহ (ধান্যরাশি, গুণরাশি); 3 (গণি.) সাংকেতিক সংখ্যা, অঙ্ক; 4 (জ্যোতিষ.) মেষ বৃষ কুম্ভ মীন মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর-নক্ষত্রপুঞ্জস্বরূপ এই দ্বাদশ চিহ্ন; 5 (আল.) অদৃষ্ট, ভাগ্য (সুখ তার রাশিতে নেই)। [সং. √ অশ্ + ই]। ̃ .চক্র বি. (জ্যোতিষ.) জাতকের ভাগ্যবিচারের জন্য ব্যবহৃত দ্বাদশরাশি-চিহ্নিত বৃত্তবিশেষ। ̃ .বিজ্ঞান বি. কোনো বিষয়ে সংখ্যামূলক তথ্যের সাহায্যে তত্ত্ব নির্ণয় করার বিজ্ঞানসম্মত শাস্ত্র, statistics. রাশি রাশি বিণ. প্রভূত; অসংখ্য। রাশী-কৃত বিণ. স্তুপীকৃত, গাদা করা।

রাষ্ট্র [ rāṣṭra ] বি. 1 এক শাসনতন্ত্রের অধীন দেশ, স্বাধীন দেশ; 2 কোনো দেশের অংশ, রাজ্য, প্রদেশ। ☐ বিণ. (বাং.) (দেশময়) প্রচারিত, ঘোষিত, বিদিত (কথাটা রাষ্ট্র হয়ে গেছে)। [সং. রাজ্ + ষ্ট্র]। রাষ্ট্র করা ক্রি. বি. প্রচারিত করা। ̃ .দূত বি. রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে অন্য রাষ্ট্রে প্রেরিত দূত। ̃ .নায়ক বি. রাষ্ট্রের শাসক বা পরিচালক। ̃ .নীতি বি. রাষ্ট্র পরিচালনার বা শাসনের নীতি রাজনীতি। ̃ .নীতিক, (বাং. প্রয়োগ) ̃ .নৈতিক বিণ. রাজনীতিমূলক রাজনীতিবিষয়ক। ̃ .পতি বি. 1 রাষ্ট্রের অধিপতি, নৃপতি; 2 ভারতীয় সাধারণতন্ত্রের নির্বাচিত পরিচালক, President. ̃ .প্রধান বি. রাষ্ট্রের শাসক বা অধিপতি; সংবিধান-অনুযায়ী কোনো রাষ্ট্রের প্রধান। ̃ .বিজ্ঞান বি. রাষ্ট্রের উত্পত্তি, বিকাশ ও পরিচালন-বিষয়ক বিদ্যা, political science. ̃ .বিপ্লব বি. 1 রাষ্ট্রের শাসনতন্ত্রের সর্বাত্নক পরিবর্তন (ফরাসি বিপ্লব); 2 রাষ্ট্রের আভ্যন্তরীণ যুদ্ধবিগ্রহাদি, গৃহযুদ্ধ। ̃ .ভাষা বি. রাষ্ট্রের সরকারি ভাষা। ̃ .মন্ত্রী বি. কোনো সরকারের মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী অপেক্ষা কম মর্যাদা ও ক্ষমতাসম্পন্ন মন্ত্রী। ̃ .সংঘ, ̃.সঙ্ঘ বি. বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার জন্য গঠিত স্বাধীন রাষ্ট্রসমূহের সংস্হাবিশেষ, UNO. রাষ্ট্রিক, রাষ্ট্রীয় বিণ. 1 রাষ্ট্রসম্বন্ধীয় (রাষ্ট্রিক প্রয়োজন, রাষ্ট্রীয় মর্যাদা); 2 রাষ্ট্রের দ্বারা পরিচালিত (রাষ্ট্রীয় বিদ্যালয়)।

রাস2 [ rāsa2 ] বি. কার্তিকী পূর্ণিমায় গোপনারীদের সঙ্গে শ্রীকৃষ্ণের নৃত্যোত্সব। [সং. √ রস্ + অ]। ̃ .পূর্ণিমা বি. কার্তিকী পূর্ণিমা। ̃ .বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। ̃ .মণ্ডপ, ̃ .মণ্ডল বি. রাধাকৃষ্ণের রাসনৃত্যের স্হান বা তদনুকরণে নির্মিত মণ্ডপ। ̃ .যাত্রা, ̃.লীলা বি. রাস, রাস উত্সব।

রাস-কেল, রাস্কেল [ rāsa-kēla, rāskēla ] বি. পাজি, বদমাশ। [ইং. rascal]।

রাসন [ rāsana ] বি. রসনা বা আস্বাদ-সম্বন্ধীয়, gustatory (বি. প.)। [সং. রসনা + অ]।

রাসপূর্ণিমা, রাসবিহারী [ rāsapūrṇimā, rāsabihārī ] দ্র রাস2

রাসভ [ rāsabha ] বি. গদর্ভ, গাধা। [সং. √ রাস্ + অভ]। স্ত্রী. রাসভী। ̃ .নিন্দিত (ব্যঙ্গে) বিণ. (সচ. কণ্ঠস্বর সম্বন্ধে) গাধাকেও হার মানায় এমন অতিশয় শ্রুতিকটু।

রাসযাত্রা, রাসলীলা [ rāsayātrā, rāsalīlā ] দ্র রাস2

রাসায়নিক [ rāsāẏanika ] বিণ. 1 রসায়নসম্বন্ধীয়; 2 রসায়নঘটিত। ☐ বিণ. বি. রসায়নশাস্ত্রবিদ। [সং. রসায়ন + ইক]।

রাসেশ্বর [ rāsēśbara ] বি. শ্রীকৃষ্ণ। [সং. রাস2 + ঈশ্বর]। রাসেশ্বরী বি. (স্ত্রী.) রাসপ্রিয়া ঈশ্বরী, শ্রীরাধা।

রাসোত্-সব [ rāsōt-saba ] বি. রাসপূর্ণিমায় শ্রীকৃষ্ণের নৃত্যোত্সব। [সং. রাস2 + উত্সব]।

রাস্তা [ rāstā ] বি. পথ। [ফা. রাস্তা-তু. সং. রথ্যা]। ̃ .ঘাট বি. বড়ো ও ছোটো বিবিধ রাস্তা। রাস্তা দেখা ক্রি. বি. (আল.) অন্যত্র চেষ্টা করা অন্যত্র যাওয়া (এখানে কোনো আশা নেই, এখন রাস্তা দেখতে হবে)।

রাস্না [ rāsnā ] বি. পরগাছাজাতীয় লতাবিশেষ; অর্কিডবিশেষ। [সং. √ রস্ + ন + আ]।

রাহা [ rāhā ] বি. 1 পথ (রাহাজানি, রাহাখরচ); 2 উপায় (সুরাহা)। [ফা. রাহ্]। ̃ .খরচ বি. পথখরচ, পাথেয়। ̃ .জান বি. যে-ব্যক্তি রাজপথে ডাকাতি করে। ̃ .জানি বি. রাহাজানের বৃত্তি, পথে ডাকাতি।

রাহি1 [ rāhi1 ] বি. পথচারী। [ফা. রাহী]।

রাহি2 [ rāhi2 ] বি. (প্রা. বাং.) শ্রীরাধিকা। [সং. রাধিকা]।

রাহিত্য [ rāhitya ] বি. অভাব, বিহীনতা (গুণরাহিত্য)। [সং. রহিত + য]।

রাহু [ rāhu ] বি. (জ্যোতিষ.) 1 অষ্টম গ্রহ, গ্রহণকালে যা সূর্য বা চন্দ্রকে গ্রাস করে (আধুনিক বিজ্ঞানে এটি গ্রহ বলে গণ্য নয়); 2 পৌরাণিক অসুরবিশেষের ছিন্ন মুণ্ড; 3 (আল.) শত্রু, সর্বনাশকারী বা ক্ষতিকারক ব্যক্তি (তুমিই আমার জীবনের রাহু)। [সং. √ রহ্ + উ]। ̃ .গ্রস্ত বিণ. 1 রাহু কর্তৃক গ্রসিত; 2 (আল.) দুর্ভাগ্যগ্রস্ত; 3 অসত্ বা সর্বনাশা ব্যক্তির পাল্লায় পড়েছে এমন। রাহুর দশা (জ্যোতিষ.) অতি কষ্টকর ও সংকটময় অবস্হা।

রি, রে [ ri, rē ] বি. (সংগীতে) স্বরগ্রামের ঋষভের সংকেত, ঋ।

রিং [ ri ] বি. 1 চাবি রাখার কড়া বা আংটাবিশেষ; 1 আংটা; 3 আংটি; 4 ঘণ্টাধ্বনি; 5 টেলিফোনের আহ্বান; 6 কুস্তি; মুষ্টিযুদ্ধ প্রভৃতি প্রতিযোগিতার ঘেরা জায়গা। [ইং. ring

রিক্থ [ riktha ] বি. 1 ধন, স্হাবর ও অস্হাবর সম্পত্তি; 2 উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ধনসম্পত্তি। [সং. √ রিচ্ + থ]। ̃ .গ্রাহী (-হিন্), ̃ .ভাক বিণ. বি. উত্তরাধিকারী অংশীদার।

রিকশ, রিকশা [ rikaśa, rikaśā ] বি. মানুষে-টানা যাত্রীবাহী সচ. তিনচাকার যানবিশেষ। [ইং. rickshaw < জাপ. জিন্রিকিশা]। ̃ .ওয়ালা বি. রিকশা-চালক।

রিক্ত [ rikta ] বিণ. 1 শূন্য, খালি (রিক্তহাতে, রিক্তহৃদয়); 2 নিঃসম্বল, নিঃস্ব ('রিক্ত যারা সর্বহারা': রবীন্দ্র)। [সং. ̃ রিচ্ + ত]। বি. ̃ তারিক্তা বিণ. রিক্ত -র স্ত্রীলিঙ্গে। ☐ বি. (জ্যোতিষ.) চতুর্থী নবমী ও চতুর্দশী তিথি।

রিজার্ভ [ rijārbha ] বি. জায়গা গাড়ি ইত্যাদি আগে থেকেই সংরক্ষিত করা। [ইং reserve]।

রিঙ্গণ [ riṅgaṇa ] বি. 2 হামাগুড়ি, হামাগুড়ি দেওয়া; 2 বুকে হেটে চলা। [সং. √ রিঙ্গ্ + অন]। রিঙ্গিত বিণ. হামাগুড়ি দিয়েছে এমন; বুকে হাঁটছে এমন।

রিটায়ার [ riṭāẏāra ] ক্রি. (চাকুরি থেকে) অবসর নেওয়া। [ইং. retire

রিটার্নিং অফিসার [ riṭārni ṃaphisāra ] বি. নির্বাচনে নির্দিষ্ট এলাকার আধিকারিকবিশেষ। [ইং. returning officer]।

রিডাক-শন [ riḍāka-śana ] বি. 1 হ্রাস; 2 মূল্যছাড় (রিডাকশনে জুতো কিনেছে)। [ইং. reduction]।

রিডার [ riḍāra ] বি. 1 পাঠক, যে পড়ে 2 কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদবিশেষ। [ইং. reader]।

রিন-ঝিন, রিনি-ঝিনি, রিনিক-ঝিনিক [ rina-jhina, rini-jhini, rinika-jhinika ] বি. নূপুরের বা সেতারাদি তারযন্ত্র ইত্যাদির ঝংকার। [ধ্বন্যা.]।

রিন-রিন [ rina-rina ] বি. সরু ও কোমলতার ভাবপ্রকাশক। [ধ্বন্যা.]। রিন-রিনে বিণ. সরু ও কোমল (রিনরিনে গলা)।

রিপিট [ ripiṭa ] বি. ধাতুর পাত জুড়বার কাজে ব্যবহৃত পেরেকবিশেষ। [ইং. rivet]।

রিপু2 [ ripu2 ] বি. 1 শত্রু; 2 কাম ক্রোধ লোভ মদ মোহ ও মাত্সর্য-মানুষের শরীরস্হ এই ছয় শত্রু। [সং. √ রপ্ + উ]।

রিপোর্ট [ ripōrṭa ] বি. 1 বিবরণ (খবরের কাগজের রিপোর্ট, কাজের রিপোর্ট); 2 অনুসন্ধান গবেষণা পরীক্ষা প্রভৃতির ফল সম্বন্ধে লিখিত বিবরণ (রক্তপরীক্ষার রিপোর্ট, পুলিশের রিপোর্ট); 3 নালিশ, অভিযোগ (উপরওয়ালার কাছে রিপোর্ট করা)। [ইং. report]।

রিফিউজি [ riphiuji ] বি. উদ্বাস্তু। [ইং. refugee]।

রিফু [ riphu ] বি. ছুঁচ-সুতো দিয়ে বুনে জামাকাপড়ের জীর্ণসংস্কার। [আ. রফু]।

রিবেট [ ribēṭa ] বি. মূল্যে ছাড়। [ইং. rebate]।

রিভল-ভার [ ribhala-bhāra ] বি. এক হাতের মুষ্টির সাহায্যে চালানো যায় এমন ক্ষুদ্র বন্দুকবিশেষ। [ইং. revolver]।

রিম [ rima ] বি. কাগজের পরিমাণবিশেষ (2 দিস্তা = 1 রিম)। [ইং. ream]।

রিম-ঝিম [ rima-jhima ] বি. 1 বৃষ্টির শব্দ; 2 নূপুরের শব্দ। [ধ্বন্যা].। রিমি-ঝিমি ক্রি-বিণ. রিমঝিম করে (রিমিঝিমি বৃষ্টি হচ্ছে, রিমিঝিমি নূপুর বাজে)।

রিমিকি-ঝিমিকি [ rimiki-jhimiki ] বি. 1 বৃষ্টির শব্দ, ঝমঝম; 2 নূপুরের শব্দ। ☐ ক্রি-বিণ. ঝমঝম শব্দে ('রিমিকিঝিমিকি ঝরে বাদলের ধারা': রবীন্দ্র)। [ধ্বন্যা.]।

রিমেক [ rimēka ] বি. পুরোনো গান ইত্যাদির নতুন সংস্করণ বা রূপায়ণ। [ইং. remake, remaking]।

রিরংসা [ riraṃsā ] বি. রমণের বা সংগমের ইচ্ছা, কাম। [সং. √ রম্ + সন্ + অ + আ]। রিরংসু বিণ. রমণে ইচ্ছুক।

রি-রি [ ri-ri ] বি. ঘৃণা ক্রোধ প্রভৃতির অনুভূতিসূচক শব্দ (রাগে গা রি-রি করা)। [ধ্বন্যা.]।

রিল [ rila ] বি. 1 সেলাইয়ের সুতো জড়ানোর জন্য কাঠের নলি; 2 ছিপের সুতো গুটানোর জন্য চাকা। [ই. reel]।

রিলে [ rilē ] বি. 1 দলবদ্ধ দৌড় প্রতিযোগিতাবিশেষ; 2 বেতারে খেলা সংবাদ ইত্যাদি প্রচার। [ইং. relay]।

রিষ, [ riṣa, ] (বিরল) রেষ বি. আক্রোশ, দ্বেষ। [সং. √ রিষ্ + অ]। রেষা-রেষি, রিষা-রিষি বি. পরস্পর বিদ্বেষ; বিদ্বেষপূর্ণ প্রতিদ্বন্দিতা।

রিষ্টি, রিষ্ট [ riṣṭi, riṣṭa ] বি. 1 পাপ ('রিষ্টিনাশা হোমের টিপে': স. দ.); 2 অমঙ্গল; 3 গ্রহদোষ; 4 কল্যাণ। [সং. √ রিষ্ + তি, ত]।

রিসালা [ risālā ] বি. অশ্বারোহী সৈন্যদল। [আ. রিসালহ্]। ̃ .দার, ̃ রিসাল-দার বি. অশ্বারোহী সৈন্যদলের অধিনায়ক।

রিস্ট-ওয়াচ [ risṭa-ōẏāca ] বি. হাতঘড়ি, যে ঘড়ি মণিবন্ধে বেঁধে রাখা যায়। [ইং. wristwatch]।

রিস্ট-লেট [ risṭa-lēṭa ] বি. হাতের অলংকারবিশেষ। [ইং. wristlet]।

রিহার্সাল [ rihārsāla ] বি. অভিনয়াদির মহড়া, তালিম। [ইং. rehearsal]।

রীত [ rīta ] বি. (আঞ্চ.) রীতি; ধরন, পদ্ধতি ('তোমার ছুটি কে যে যোগায় জানিনে তার রীত': রবীন্দ্র)। [সং. রীতি]।

রীতি [ rīti ] বি. 1 প্রণালী, পদ্ধতি (চিকিত্সার রীতি); 2 প্রথা, ধারা, দস্তুর (সমাজের রীতি); 3 প্রকৃতি, স্বভাব, আচরণ (এ তোমার কেমন রীতি?); 4 রচনাপ্রণালী (গদ্যরীতি); 5 গতিক, ধরন। [সং. √ রী + তি]। ̃ .নীতি বি. 1 আচার-ব্যবহার; 2 প্রথা; 3 মতবাদ। ̃ .বিরুদ্ধ বিণ. প্রথার সঙ্গে বিরোধ বা অমিল আছে এমন, প্রথাবিরুদ্ধ। ̃ .মতো ক্রি-বিণ. যথারীতি, রীতি অনুসারে (রীতিমতো খেয়েছে)। ☐ বিণ-বিণ. ভালোরকম, অতিশয় (রীতিমতো ক্লান্ত, রীতিমতো অভদ্র, রীতিমতো পাগল)। ̃ .সম্মত বিণ. রীতি অনুযায়ী, রীতি বা প্রথার সঙ্গে সংগতি আছে এমন। ̃ .সিদ্ধ বিণ. প্রথার সঙ্গে সংগতি আছে এমন।

রুই [ rui ] বি. আঁশযুক্ত বড়ো মাছবিশেষ, রোহিত। [সং. রোহিত]। ̃ .কাতলা বি. 1 রুইকাতলা-জাতীয় বড়ো মাছ; 2 (গৌণ অর্থে) বিত্তবান ও প্রতিপত্তিশালী লোক (পুলিশ রুইকাতলাদের গায়ে হাত দিতে সাহস করে না)।

রুই-তন [ rui-tana ] বি. খেলার তাসের রংবিশেষ। [ওল. ruiten]।

রুই-দাস [ rui-dāsa ] বি. 1 চামার, চর্মকার, মুচি; 2 চামারজাতির আদিপুরুষরূপে পরিগণিত মহাপুরুষ। [হি. রয়দাস]।

রুক্মিণী [ rukmiṇī ] বি. দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের মহিষী। [সং. √ রুক্ম্ + ইন্ + ঈ]।

রুক্ষ [ rukṣa ] বিণ. 1 কর্কশ, খসখসে, অ-মসৃণ (রুক্ষ চর্ম); 2 তেলবর্জিত, অচিক্কণ (রুক্ষ কেশ); 3 কঠোর, শ্রুতিকটু (রুক্ষ ভাষা); 4 স্নেহবর্জিত, নিষ্ঠুর (রুক্ষ ব্যবহার); 5 ক্রুদ্ধ, উগ্র (রুক্ষ মেজাজ); 6 শক্ত, কঠিন (রুক্ষ মাটি); 7 অসমতল, এবড়ো-খেবড়ো (রুক্ষ পথ)। [সং. রুহ্ + স]। বি. তা। ̃ .ভাষী (-র্ষিন্) বিণ. কর্কশ ভাষা ব্যবহারকারী, কর্কশ ভাষায় কথা বলে এমন। ̃ .মূর্তি বিণ. ক্রদ্ধ চেহারাযুক্ত ('ঘরের কর্ত্রী রুক্ষমূর্তি': রবীন্দ্র)।

রুখা1 রোখা [ rukhā1 rōkhā ] ক্রি. বি. 1 ক্রুদ্ধ বা আক্রমণোদ্যত হওয়া (রুখে ওঠা, রুখে দাঁড়ানো); 2 গতিরোধ করা, থামানো, আটকানো (গাড়ি রোখা); 3 বাধা দেওয়া, ঠেকানো (শত্রুকে রোখা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ রুষ্ + বাং. আ। রাস্তা রোখা ক্রি. বি. পথ বন্ধ বা অবোরোধ করা।

রুখা2, রুখো [ rukhā2, rukhō ] বিণ. 1 শুষ্ক, ব্যঞ্জনাদিবর্জিত (রুখা ভাত); 2 তেলহীন (রুখা মাথা); 3 খোরাক দিতে হয় না এমন (রুখা মাইনের চাকর)। [সং. রুক্ষ]।

রুগ্ণ [ rugṇa ] বিণ. 1 পীড়িত 2 রোগহেতু কাহিল (রুগ্ণ স্বাস্হ্য, রুগ্ণ চেহারা); 3 যাকে টিকিয়ে রাখা যায় না, কাজ চালাতে অক্ষম (রুগ্ণ শিল্প)। [সং. √ রুজ্ + ত]। স্ত্রী. রুগ্ণা। বি. ̃ তা

রুচা, রোচা [ rucā, rōcā ] ক্রি. বি. রুচিকর হওয়া, ভালো লাগা (এ-খাবার তোমার রুচবে না, আমারও রোচে না)। [সং. √ রচ্ + বাং. আ]।

রুচি [ ruci ] বি. 1 শোভা, দীপ্তি (তনুরুচি, দন্তরুচি); 2 পছন্দ (কুরুচি) 3 মার্জিত বুদ্ধি বা প্রবৃত্তি (বেশভূষায় রুচির পরিচয়); 4 স্পৃহা, ইচ্ছা (আহারে রুচি নেই); 5 অনুরাগ, আকর্ষণ। [সং. √ রুচ্ + ই। ̃ .কর বিণ. 1 স্পৃহাজনক; 2 পানাহারে প্রবৃত্তিদায়ক; 3 প্রীতিকর (রুচিকর সঙ্গ)। ̃ .বিকার বি. 1 রুচিহীনতা; 2 কুরুচি। ̃ .ভেদ বি. রুচি বা পছন্দের তফাত। ̃ .মান বিণ. মার্জিত, ভদ্র সুরুচিসম্পন্ন। ̃ .শীল বিণ. সুরুচিসম্পন্ন; মার্জিত। ̃ .শীলতা বি. মার্জিত রুচি; মার্জিত মনস্কতা।

রুচির [ rucira ] বিণ. 1 শোভন, সুন্দর, মনোরম, 2 উজ্বল। [সং. √ রুচ্ + ইর]। রুচিরা বিণ. রুচির -এর স্ত্রীলিঙ্গে। ☐ বি. সংস্কৃত ছন্দবিশেষ।

রুচ্য [ rucya ] বিণ. 1 রুচিকর; 2 ক্ষুধাজনক। [সং. রুচি + য]।

রুজ [ ruja ] বি. ওষ্ঠাধর গণ্ডদেশ প্রভৃতি রঞ্জিত করার অঙ্গরাগ বা প্রসাধনবিশেষ। [ইং. rouge]।

রুজি [ ruji ] বি. 1 জীবিকা; দৈনিক উপার্জন; 2 উদরান্ন। [হি. রোজী]। ̃ .রোজগার বি. উপার্জন; জীবিকার্জন।

রুজু1 [ ruju1 ] বিণ. দায়ের, দাখিল, উপস্হাপিত (মামলা রুজু করা)। [আ.]।

রুজু2 [ ruju2 ] বিণ. 1 খাড়া, সোজা (রুজু হয়ে দাঁড়ানো); 2 সম্মুখবর্তী; 3 সমান, অনুযায়ী। [সং. ঋজু]। রুজু দেওয়া ক্রি. বি. হিসাবের কোনো দফাকে মূলের অনুযায়ী করা। রুজু-রুজু বিণ. পরস্পরের সম্মুখবর্তী, মুখোমুখি।

রুটি [ ruṭi ] বি. 1 আটা ময়দা ইত্যাদির পিণ্ড থেকে তৈরি পাতলা চাকতি যা আগুনে সেঁকে নিয়ে খেতে হয়, চাপাটি; 2 (আল.) জীবিকা (রুটি মারা)। [সং. রোটিকা > হি. রোটী]। রুটি গড়া ক্রি. বি. রুটি তৈরী করা। রুটি বেলা ক্রি. বি. চাকি-বেলনা দিয়ে রুটির পিণ্ডকে পাতলা করা। রুটি মারা (আল.) ক্রি. বি. জীবিকার্জনের পথ বন্ধ করা।

রুটিন [ ruṭina ] বি. 1 (প্রধানত দৈনন্দিন) করণীয় কাজের নির্দিষ্ট পরম্পরা; 2 স্কুলকলেজের প্রাত্যহিক পড়াশোনার নির্ঘন্ট। [ইং. routine। ̃ .বাঁধা বিণ. রুটিন মেনে চলে বা চলতে হয় এমন।

রুঠো [ ruṭhō ] বিণ. (আঞ্চ.) রুক্ষ, নীরস (রুঠোজমি)। [সং. রূঢ়]।

রুদিত [ rudita ] বিণ. 1 কেঁদেছে এমন; 2 কাঁদছে এমন, ক্রন্দনরত। ☐ বি. ক্রন্দন, রোদন। [সং. √ রুদ্ + ত]। স্ত্রী. রুদিতা

রুদ্ধ [ ruddha ] বিণ. 1 বন্ধ (রুদ্ধদ্বার, রুদ্ধ বাতাস); 2 অবরুদ্ধ, আটক (কারারুদ্ধ); 3 চাপা (রুদ্ধ কণ্ঠে); 4 প্রতিহত, বাধাপ্রাপ্ত (রুদ্ধ ক্রন্দন, রুদ্ধ বাতাস, রুদ্ধ স্রোত)। [সং. √ রুধ্ + ত]। ̃ .কক্ষ বি. যে-ঘরের দরজা বন্ধ। ☐ বিণ. দরজা বন্ধ রেখে কৃত (রুদ্ধকক্ষ বৈঠক)। ̃ .গতি বিণ. গতি বাধা পেয়েছে এমন। ̃ .দ্বার বিণ. দরজা বন্ধ রয়েছে এমন (রুদ্ধদ্বার বৈঠক)। ̃ .শ্বাস বিণ. 1 শ্বাসবায়ু বন্ধ হয়েছে এমন 2 বিস্ময়াদির আধিক্যহেতু শ্বাস ফেলতে অক্ষম। ̃ শ্বাসে ক্রি-বিণ. শ্বাস রুদ্ধ হয় এমন বেগে (রুদ্ধশ্বাসে দৌড়ানো)। তু. ঊর্ধ্বশ্বাসে

রুদ্র [ rudra ] বি. 1 শিব; 2 কুপিত বা ক্রুদ্ধ অবস্হায় শিবের প্রলয়মূর্তি। ☐ বিণ. 1 উগ্র, ভীষণ (রুদ্র রূপ); 2 সংহারক (রুদ্র রোষ)। [সং. রোদি + র, বিকল্পে √ রুদ্ + র]। ̃ .জটা বি. 1 শিবের জটা; 2 লতাবিশেষ। ̃ .তাল বি. সংগীতের তালবিশেষ; তাণ্ডবনৃত্যের তাল। ̃ .বীণা বি. বীণাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ ('হে রুদ্রবীণা বাজো বাজো বাজো': রবীন্দ্র)। ̃ .মূর্তি বিণ. ক্রুদ্ধ চেহারাযুক্ত; ভীষণাকৃতি। রুদ্রাক্ষ বি. শুষ্ক ফলবিশেষ, যা দিয়ে জপমালা প্রস্তুত হয়। রুদ্রাক্ষ-মালা বি. রুদ্রাক্ষ দিয়ে তৈরি জপমালা। রুদ্রাণী বি. (স্ত্রী.) শিবের পত্নী ভবানী।

রুধা, রোধা [ rudhā, rōdhā ] ক্রি. বি. বাধা দেওয়া ('তখন জোয়ার রুধবে কে?': অ. রা); আটকানো, প্রতিহত করা ('কার সাধ্য রোধে তার গতি'?: মধু.)। [সং. √ রুধ্ + বাং. আ]।

রুধির [ rudhira ] বি. রক্ত, শোণিত। [সং. √ রুধ্ + ইর]। ̃ .রঞ্জিত, রুধিরাক্ত বিণ. রক্ত-মাখা, রক্তাক্ত (রুধিরাক্ত শরীরে)।

রুনু-ঝুনু, রুনু-রুনু [ runu-jhunu, runu-runu ] বি. নূপুর মঞ্জীর ঘুঙুর প্রভৃতির আওয়াজ ('রুনুঝুনু রবে বাজে আভরণ', 'রুনুরুনু নূপুরধ্বনি': রবীন্দ্র)। [ধ্বন্যা.]।

রুপিয়া [ rupiẏā ] বি. (কৌতু.) টাকা (ফুর্তি যে করবে, তা রুপিয়া কোথা থেকে আসবে?)। [হি. < ফা. রূপৈয়া]।

রুবাই-য়াত [ rubāi-ẏāta ] বি. আরবি বা ফারসি ভাষায় রচিত চতুষ্পদী কবিতা বা কবিতাসমূহ। [আ. রুবাঈআত্]।

রুবি [ rubi ] বি. মূল্যবান পাথরবিশেষ, রত্নবিশেষ, চুনি। [ইং. ruby]।

রুম-ঝুম [ ruma-jhuma ] বি. পায়ের মল বা নূপুরের আওয়াজ। [ধ্বন্যা.]।

রুমাল [ rumāla ] বি. হাত-মুখ মোছার জন্য ছোটো চৌকো কাপড়ের টুকরো। [ফা. রুমল্]।

রুমি-মস্তকি [ rumi-mastaki ] বি. বার্নিশের উপকরণবিশেষ। [ফা.]।

রুয়া, রোয়া [ ruẏā, rōẏā ] ক্রি. বি. রোপণ করা (ধান রোয়া, কত ধান রুয়েছ?)। ☐ বিণ. উক্ত অর্থে (রোয়া ধান)। [সং. √ রুহ্ + ণিচ্ + বাং. আ।] ̃ নো ক্রি. বি. রোপণ করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

রুরু [ ruru ] বি. কৃষ্ণসার, মৃগবিশেষ। [সং. √ রু + রু]।

রুল1 [ rula1 ] বি. 1 লাইন, রেখা (রুল টানা); 2 (মুদ্রণে) পঙ্ক্তিসমূহের মধ্যে ব্যবধান রাখার জন্য ব্যবহৃত সীসার পাতলা পাত; 3 আইন; 4 নজির; 5 নির্দেশ; 6 (বাং.) পেনসিল। [ইং. rule]।

রুল2 [ rula2 ] বি. সরলরেখা টানবার কাজে বা প্রহারের জন্য ব্যবহৃত কাঠের দণ্ডবিশেষ। [ইং. ruler]।

রুলি [ ruli ] বি. বালাজাতীয় হাতের গহনাবিশেষ। [হি. রোলি]।

রুশ [ ruśa ] বি. রাশিয়ার অধিবাসী বা ভাষা। ☐ বিণ. রুশ জাতি বা রুশদেশসম্বন্ধীয়। [ইং. Russ]।

রুষা [ ruṣā ] ক্রি. (কাব্যে) ক্রুদ্ধ হওয়া ('রুষিয়া উঠিল', 'রুষিয়া কহিনু 'যাও'': রবীন্দ্র)। [সং. √ রুষ্ + বাং. আ]।

রুষিত, রুষ্ট [ ruṣita, ruṣṭa ] বিণ. ক্রুদ্ধ, কুপিত, রাগান্বিত। [সং. √ রুষ্ + ত। স্ত্রী. রুষিতা, রুষ্টা

রুসুম [ rusuma ] বি. 1 আচার-আচরণ; 2 প্রথা; 3 কায়দা-কানুন; 4 শুল্ক বা মাশুল। [আ.]।

-রুহ [ -ruha ] (সমাসে উত্তরপদে) বিণ. জাত (মহীরুহ, তনুরুহ, সরোরুহ)। [সং. রুহ্ + অ]।

রূঢ় [ rūḍh় ] বিণ. 1 উত্পন্ন, জাত; 2 বিখ্যাত; 3 ব্যুত্পত্তিবহির্ভূত প্রসিদ্ধ অর্থপ্রকাশক (রূঢ় শব্দ); 4 (বাং.) কর্কশ, রুক্ষ (রূঢ় বাক্য); 5 কঠোর, অপ্রিয় (রূঢ় সত্য)। [সং. √ রুহ্ + ত]। ̃ তা বি. (বাং.) কর্কশতা, কঠোরতা (দুঃখদৈন্যের রূঢ়তা); রুক্ষতা। ̃ .পদার্থ বি. (বিজ্ঞা.) অমিশ্র মূলপদার্থ। ̃ .মূল বিণ. বদ্ধমূল।

রূঢ়ি [ rūḍh়i ] বি. 1 উত্পত্তি; 2 প্রসিদ্ধি; 3 ব্যুত্পত্তিবহির্ভূত অর্থপ্রকাশের শক্তি; 4 লোকপ্রসিদ্ধি। [সং. √ রুহ্ + তি]। ̃ .শব্দ বি. ব্যাকরণবহির্ভূত কিন্তু লোকপ্রসিদ্ধ শব্দ।

রূপ [ rūpa ] বি. 1 মূর্তি, শরীর ('অরূপের রূপ দিক': রবীন্দ্র); 2 আকৃতি, চেহারা (নবরূপে অবতীর্ণ); 3 সৌন্দর্য, শ্রী, শোভা (রূপের জৌলুশ); 4 প্রকার, রকম, ধরন (এরূপ (ঘটনা, কীরূপ); 5 বর্ণ, রং ('কাল রূপ ছাড়া আন রূপ দেখব না'); 6 (ব্যাক.) শব্দমূলের বা ধাতুমূলের সঙ্গে বিভক্তিযোগ (শব্দরূপ, ধাতুরূপ); 7 (দর্শনে) দৃষ্টিসাধ্য বা প্রত্যক্ষ বিষয়। ☐ বিণ. তুল্য; অভিন্ন (স্নেহরূপ বন্ধন)। [সং. √ রূপ্ + অ]। ̃ .কার বি. 1 রূপদাতা; 2 শিল্পী; 3 যে-ব্যক্তি (প্রধানত অভিনেতাদের) পোশাক পরায়, সজ্জাকার। ̃ .চর্চা বি. সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার বা বাড়াবার জন্য দেহচর্চা বা প্রসাধনচর্চা। ̃ বিণ. রূপজনিত। ̃ .দক্ষ বিণ. 1 রূপধারণে দক্ষ; 2 রূপদানে বা রূপায়িত করতে দক্ষ শিল্পী, artist. ̃ .ধারণ বি. 1 মূর্তিপরিগ্রহ; 2 (প্রধানত অভিনয়ের বা ছদ্মবেশের) পোশাক পরিধান। ̃ .ধারী (-রিন্) বিণ. রূপধারণ করছে এমন। ̃ .বান (-বত্), (বাং.) ̃ .বন্ত বিণ. সুন্দর, রূপ আছে এমন। স্ত্রী. ̃ .বতী। ̃ .ভেদ বি. ভিন্ন প্রকার অন্য রূপ বা রকম। ̃ .মাধুরী বি. সৌন্দর্যের কমনীয়তা। ̃ .মোহ বি. সৌন্দর্যের প্রতি অন্ধ আকর্ষণ; রূপবিহ্বলতা। ̃ .সজ্জা বি. 1 সাজগোজ; 2 অভিনয়াদির জন্য সাজসজ্জা। রূপের ডালি প্রচুর সৌন্দর্যের আধার; অত্যন্ত রূপবান বা রূপবতী। রূপের ধুচুনি (ব্যঙ্গে) অত্যন্ত কুরূপ।

রূপক [ rūpaka ] বি. 1 উপমান ও উপমেয়ের অভেদ কল্পনামূলক অর্থালংকারবিশেষ; 2 যে দৃশ্যকাব্যে বা বর্ণনায় একজনের উপর অন্য কারও রূপের বা প্রকৃতির আরোপ হয়; 3 নাটক; 4 (বিরল) রৌপ্যমুদ্রা। [সং. √ রূপ + ণিচ্ + অক]।

রূপ-কথা [ rūpa-kathā ] বি. 1 ছেলে-ভুলানো অবাস্তব কল্পনামূলক কাহিনি; 2 অবাস্তব কাল্পনিক কাহিনি। [সং. উপকথা]।

রূপ-কল্প [ rūpa-kalpa ] বি. চিত্রকল্প; মনে-মনে কল্পিত ছবি; ভাবচ্ছবি। [সং. রূপ + কল্প]।

রূপচর্চা [ rūpacarcā ] দ্র রূপ

রূপ-চাঁদ [ rūpa-cān̐da ] বি. (ব্যঙ্গে) রৌপ্যমুদ্রা, টাকা। [সং. রূপ < রূপ্য + বাং. চাঁদ়]।

রূপ-টান [ rūpa-ṭāna ] বি. প্রসাধনের প্রলেপবিশেষ। [দেশি]।

রূপণ [ rūpaṇa ] বি. 1 বর্ণন; 2 নিরূপণ; 3 অভিনয়। [সং. > রূপ্ + ণিচ্ + অন]।

রূপদক্ষ [ rūpadakṣa ] দ্র রূপ

রূপ-দস্তা [ rūpa-dastā ] বি. সীসা ও রাঙের মিশ্রধাতু, জার্মান সিলভার। [সং. রূপ্য > রূপ + বাং. দস্তা]।

রূপ-দান [ rūpa-dāna ] বি. রূপ বা আকৃতি দেওয়া (কুম্ভকার কর্তৃক প্রতিমাকে নব রূপদান)। [সং. রূপ + দান]।

রূপধারী [ rūpadhārī ] (-রিন্) দ্র রূপ

রূপবতী [ rūpabatī ] দ্র রূপ

রূপভেদ, রূপসজ্জা [ rūpabhēda, rūpasajjā ] দ্র রূপ

রূপসি [ rūpasi ] বিণ. (স্ত্রী.) রূপবতী, সুন্দরী। [সং. রূপীয়সী]।

রূপ-হীন [ rūpa-hīna ] বিণ. (স্ত্রী.) 1 রূপ নেই এমন; 2 কুরূপা। [সং. রূপ + হীন + আ (স্ত্রী.)]।

রূপাজীবা [ rūpājībā ] বি. (স্ত্রী.) পতিতা, বেশ্যা। [সং. রূপ + আজীব + আ]।

রূপান্তর [ rūpāntara ] বি. 1 ভিন্ন রূপ বা মূর্তি বা অবস্হা; 2 ভিন্ন আকৃতি ধারণ, ভিন্ন অবস্হা প্রাপ্তি। [সং. রূপ + অন্তর]। রূপান্তরিত বিণ. ভিন্ন মূর্তি ধারণ করেছে বা ভিন্ন অবস্হা লাভ করেছে এমন।

রূপাভাব [ rūpābhāba ] বি. রূপের অভাব, রূপহীনতা, সৌন্দর্যহীনতা। [সং. রূপ + অভাব]।

রূপায়ণ [ rūpāẏaṇa ] বি. 1 রূপদান, মূর্তি বা আকার দান 2 বাস্তবে পরিণত করা (পরিকল্পনার রূপায়ণ, প্রস্তাবকে বাস্তবে রূপায়ণ করা); 3 অবিনয়ে ভূমিকাগ্রহণ। [সং. রূপ + ক্যঙ্ + অন]। রূপায়িত বিণ. রূপদান করা হয়েছে এমন; মূর্ত; বাস্তবে পরিণত (আদর্শকে রূপায়িত করা)।

রূপি [ rūpi ] বি. লালমুখো বাঁদরবিশেষ। [সং. রূপ + বাং. ই]।

রূপিণী [ rūpiṇī ] দ্র রূপী2

রূপিত [ rūpita ] বিণ. 1 রূপযুক্ত; 2 বর্ণিত। [সং. √ রূপ্ + ত]।

রূপী2 [ rūpī2 ] (-পিন্) বিণ. 1 মূর্তিধারী (নররূপী নারায়ণ); 2 বেশধারী (বহুরূপী)। [সং. √ রূপ্ + ইন্]। স্ত্রী. রূপিণী

রূপোন্মত্ত [ rūpōnmatta ] বিণ. রূপ দেখে উন্মত্ত বা ব্যাকুল। [সং. রূপ + উন্মত্ত]। রূপোন্মাদ বি. রূপদর্শনের ফলে উন্মত্ততা বা ব্যাকুলতা।

রূপোপ-জীবিনী [ rūpōpa-jībinī ] বি. বেশ্যা। [সং. রূপ + উপরজীবিনী]।

রূপ্য [ rūpya ] বি. রুপো, রজত। [সং. রূপ + য]।

রে1 [ rē1 ] দ্র রি

রে2 [ rē2 ] অব্য. 1 স্নেহ ভর্ত্ সনা বা অবজ্ঞাসূচক সম্বোধনবিশেষ (শোন রে খোকা, শোন রে কিষাণ ভাই); 2 বিস্ময় ও খেদসূচক (তাই তো রে, হায় রে)।

রেউ-চিনি [ rēu-cini ] বি. উদ্ভিদবিশেষের মূল। [ফা. রেবন্দ-ই চিনি]।

রেউলা [ rēulā ] বি. রাজ-অন্তঃপুর বা রাজ-অন্তঃপুরের মহল ('তোমার পৃথক্ রেউলা হইবে': ব. চ.) [মারা. রাউল]।

রেওয়া [ rēōẏā ] বি. বাত্সরিক আয়ব্যয়ের সংক্ষিপ্ত হিসাবের কাগজ বা খাতা। [ফা.]।

রেওয়াজ [ rēōẏāja ] বি. রীতি, 1 প্রথা (এটাই এখানকার রেওয়াজ); 2 প্রচলন; 3 অনুশীলন, চর্চা, অভ্যাস (সংগীতের রেওয়াজ, ভোরবেলা উঠে রেওয়াজ করে)। [আ. রেওয়াজ, ফা. রিওআজ্। রেওয়াজি বিণ. নিয়মিত ও দীর্ঘদিন রেওয়াজ করার ফলে তৈরি (রেওয়াজি গলা)।

রেক1, রেখ2 [ rēka1, rēkha2 ] বি. শস্যাদি মাপার জন্য বেতের তৈরি পাত্রবিশেষ। [দেশি]।

রেকর্ড [ rēkarḍa ] বি. 1 গ্রামোফোনের যে গোল চাকতিতে সংগীত ইত্যাদি ধৃত থাকে, ডিস্ক; 2 সর্বাধিক কৃতিত্ব বা সর্বাধিক কৃতিত্বপূর্ণ কাজ (একটা দারুণ রেকর্ড করেছে, তার রেকর্ড কেউ ভাঙতে পারবে না); 3 সংরক্ষণ (কণ্ঠস্বর রেকর্ড করে রাখা)। [ইং. record। ̃ .প্লেয়ার বি. গ্রামোফোন-যন্ত্র, যে-যন্ত্রে রেকর্ড-করা সংগীতাদি বাজিয়ে শোনা হয়।

রেকাব1 [ rēkāba1 ] বি. ঘোড়ার দুই পাশে জিন-সংলগ্ন অশ্বারোহীর পা-দান। [আ. রিকাব্]।

রেকাব2, রেকাবি [ rēkāba2, rēkābi ] বি. ক্ষুদ্র থালা, ডিশ। [ফা. রকাবি]।

রেখা [ rēkhā ] বি. 1 লম্বা দাগ বা চিহ্ন (হস্তরেখা); 2 কষি, ডোরা (রেখাঙ্কন); 3 ঈষত্ চিহ্ন বা আভাস (গোঁফের রেখা); 4 সারি; 5 (জ্যামি.) বেধহীন ও প্রস্হহীন দৈর্ঘ্য, (সরলরেখা)। [সং. √ লিখ্ + অ + আ (ল্ = র্)। ̃ .ংশ বি. 1 রেখার অংশ; 2 দ্রঘিমার অংশ বা ডিগ্রি। ̃ .গণিত বি. জ্যামিতি। ঙ্কন বি. 1 রেখা বা কষি টানা, লাইন টানা 2 চিত্রাঙ্কন। ঙ্কিত বিণ. 1 রেখাযুক্ত, ruled 2 ডোরাকাটা। চিত্র বি. ছবির মুসাবিদা কোনো বিষয়ের মোটামুটি চিত্র, rough sketch. পাত বি. দাগ পড়া মনে কোনো স্হায়ী ভাবের সৃষ্টি। ঊর্ধ্ব-রেখা বি. (সচ.) মণিবন্ধ থেকে অঙ্গুলিমূল পর্যন্ত প্রসারিত করতলস্হ রেখাবিশেষ-যার দ্বারা ভাগ্য বিচার করা হয়। বক্র-রেখা বি. আঁকাবাঁকা রেখা। সরল-রেখা বি. যে-রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কোথাও দিকপরিবর্তন করে না সোজা রেখা। রেখে ঢেকে ক্রি-বিণ. সব কিছু প্রকাশ না করে, কিছুটা গোপন বা অপ্রকাশিত রেখে (ওদের সঙ্গে একটু রেখে ঢেকে কথা বোলো)। বাং. রাখিয়া + ঢাকিয়া।

রেগে টং [ rēgē ṭa ] দ্র রাগ

রেচক [ rēcaka ] বিণ. মল-নিঃসারক, বিরেচক। ☐ বি. 1 জোলাপ; 2 (যোগশাস্ত্রে) প্রাণায়ামকালে ভিতর থেকে প্রাণবায়ুর নিঃসারণ। [সং. √ রিচ্ + অক]। রেচন বি. মল নিঃসারণ, দাস্ত। রেচিত বিণ. 1 বিরেচিত; 2 ত্যক্ত।

রেজকি, রেজগি [ rējaki, rējagi ] বি. একটাকা থেকে কম মূল্যের মুদ্রা; টাকার ভাঙানি, খুচরো। [ফা. রেজ্গী]।

রেজা [ rējā ] বি. 1 খুব ছোটো টুকরো; 2 রাজমিস্ত্রিকে সাহায্যকারী মজুর বা জোগাড়ে। [ফা. রেজা]।

রেজাই [ rējāi ] বি. লেপ বা বালাপোশ। [ফা. রজাই]।

রেজাল্ট [ rējālṭa ] বি. পরীক্ষা প্রতিযোগিতা ইত্যাদির ফলাফল। [ইং. result]।

রেজি-মেন্ট [ rēji-mēnṭa ] বি. শ্রেণিবিভক্ত (সচ. কর্নেলের নেতৃত্বাধীন) সৈন্যবাহিনী। [ইং. regiment

রেজিষ্ট্রি [ rējiṣṭri ] বি. 1 প্রমাণস্বরূপ সরকারি বইয়ে লিপিবদ্ধ করা, নিবন্ধন, নিবন্ধীকরণ; 2 ডাকবিভাগে চিঠিপত্রাদি নিবন্ধীকরণের ব্যবস্হা; 3 রেজিস্ট্রি করার খাতা, নিবন্ধপুস্তক। ☐ বিণ. রেজিষ্ট্রি করা হয়েছে এমন (রেজিষ্ট্রি পার্সেল)। [ইং. registration]।

রেট [ rēṭa ] বি. 1 দর (কম রেটে বিক্রি); 2 হার (পাশের রেট); 3 দস্তুর, রেওয়াজ (আজকালকার রেট)। [ইং. rate]।

রেডার [ rēḍāra ] বি. তাড়িতচুম্বকীয় তরঙ্গের দ্বারা দূরগত বিমান ইত্যাদির দিক অবস্হান প্রভৃতি নির্ণয়ের পদ্ধতি বিশেষ। [ইং. radar]।

রেডি [ rēḍi ] বিণ. তৈরি, প্রস্তুত (যাবার জন্য রেডি)। [ইং. ready। ̃ .মেড বিণ. (পোশাক সম্বন্ধে) তৈরি, প্রস্তুত, সেলাই-করা (রেড়িমেড পোশাকের দোকান)।

রেডিয়ো, রেডিও [ rēḍiẏō, rēḍiō ] বি. 1 বেতারে বার্তাদি প্রেরণের যন্ত্র বা ব্যবস্হা; 2 বেতারে সংগীতাদি অনুষ্ঠান যে-যন্ত্রে শোনা যায়। [ইং. radio]।

রেডিও-গ্রাম, রেডিয়ো-গ্রাম [ rēḍiō-grāma, rēḍiẏō-grāma ] বি. বেতারযোগে প্রেরিত বার্তা। [ইং. radiogram]।

রেডিয়াম [ rēḍiẏāma ] বি. তেজস্ক্রিয় মৌলিক ধাতব পদার্থবিশেষ। [ইং. radium]।

রেড়ি [ rēḍ়i ] বি. এরণ্ড ফল, ভেরেণ্ডা। [সং. এরণ্ডা়]। রেড়ির তেল ভেরেণ্ডা-বীজ থেকে প্রস্তুত তেলবিশেষ, castor oil.

রেণু [ rēṇu ] বি. 1 ধুলো (পদরেণু); 2 গুঁড়ো, চূর্ণ (রেণু-রেণু করা কাচ); 3 পরাগ (পুষ্পরেণু)। [সং. √ রী + নু]।

রেত1 [ rēta1 ] বি. তীব্র জলপ্রবাহ ('রেত ঠেলে জাহাজও যেতে পারে না': শরত্)। [দেশি]।

রেতঃ, রেত2 [ rētḥ, rēta2 ] বি. বীর্য, শুক্র পুরুষদেহের সন্তানোত্পাদক সারপদার্থবিশেষ। [সং. √ রী + অস্]।

রেতি, [ rēti, ] (আঞ্চ.) রেত3 বি. উখা, লোহা ঘষে ক্ষয় করার যন্ত্রবিশেষ। [হি. রেতী]।

রেনে-সাঁস [ rēnē-sām̐sa ] বি. নবজাগরণ, পুনর্জন্ম। [ইং. < ফ. renaissance]।

রেন্ট [ rēnṭa ] বি. 1 ভাড়া (বাড়ির রেন্ট বাকি পড়েছে); 2 খাজনা, রাজস্ব। [ইং. rent]।

রেফ [ rēpha ] বি. অক্ষরের মাথায় যুক্ত র্ (র্র ) চিহ্ন; র-বর্ণ (দ্বিরেফ)। [সং. √ রিফ্ + অ]।

রেফারি [ rēphāri ] বি. 1 ফুটবল হকি প্রভৃতি খেলায় বিচারক; 2 কোনো বিতর্কিত বিষয়ে মধ্যস্হ। [ইং. referee]।

রেফ্রি-জারে-টার [ rēphri-jārē-ṭāra ] বি. শীতক বা হিমায়ক যন্ত্র; খাদ্যবস্তু ওষুধ ইত্যাদি শীতল রাখার যন্ত্রবিশেষ। [ইং. refrigerator]।

রেবতী1 [ rēbatī1 ] বি. রেবত রাজার কন্যা, বলরামের পত্নী। [সং. রেবত + অ + ঈ]। ̃ .রমণ বি. রেবতীর স্বামী, বলরাম।

রেবতী2 [ rēbatī2 ] বি. সপ্তবিংশতি নক্ষত্রের শেষ নক্ষত্র। [সং. √ রেব্ + অত + ঈ]। ̃ .রমণ বি. চন্দ্র।

রেবা [ rēbā ] বি. নর্মদা নদীর অন্য নাম। [সং. √ রেব্ (=প্লুতগতি) + অ + আ]।

রেয়ন [ rēẏana ] বি. কৃত্রিম রেশমবিশেষ। [ইং. rayon]।

রেয়াত [ rēẏāta ] বি. 1 অব্যাহতিদান, রেহাই (অন্যায় করলে রেয়াত নেই); 2 খাতির; 3 অনুগ্রহ। [আ. রিআয়ত্]।

রেয়ো [ rēẏō ] বিণ. রবাহুত, বিনা নিমন্ত্রণে এসেছে এমন। [বাং. রা (শব্দ) + উয়া > ও]। ̃ .ভাট বি. শ্রাদ্ধাদির সংবাদ শুনে আগত ভিখারি।

রেল [ rēla ] বি. 1 বাষ্পচালিত বা বিদ্যুত্চালিত যান (রেলে চড়া); 2 লৌহবর্ত্ম, রেলের লাইন। [ইং. rail]। ̃ .গাড়ি বি. রেললাইনের উপর দিয়ে চলে এমন বাষ্পীয় বা বিদ্যুত্চালিত যানবিশেষ। ̃ .পথ বি. রেললাইন; রেলগাড়ি চলার পথ। ̃ .যোগে ক্রি-বিণ. রেলগাড়িতে চড়ে বা চেপে। ̃ .লাইন বি. যে লোহার লাইনের উপর দিয়ে রেলগাড়ি চলে। ̃ .স্টেশন বি. যাত্রী ও মালের ওঠা-নামার জন্য যে-স্হানে রেলগাড়ি থামে।

রেলিং [ rēli ] বি. লোহা কাঠ প্রভৃতির তৈরি কাঠগড়া বা বেড়া (ছাদের রেলিং)। [ইং. railing]।

রেশ [ rēśa ] বি. 1 শব্দ বা সুর শেষ হয়ে গেলেও মনের মধ্যে যে অনুরণন হতে থাকে (সুরের রেশ); 2 আভাস (রঙের রেশ, কল্পনার রেশ); 3 বিলীয়মান অনুভূতি (আনন্দের রেশ)। [< হি. রেশা]।

রেশন [ rēśana ] বি. নিয়ন্ত্রিত মূল্যে সরকার কর্তৃক জন-প্রতি নির্দিষ্ট পরিমাণে খাদ্যাদি সরবরাহ (রেশনের চাল)। [ইং. ration]।

রেশম [ rēśama ] বি. 1 গুটিপোকার লালাজাত তন্তু; 2 তা থেকে প্রস্তুত সুতো (রেশমবস্ত্র)। [ফা. রেশম্]। ̃ .কীট বি. তুঁতপোকা। ̃ .রেশমি বিণ. রেশম সুতোয় তৈরি।

রেষা-রেষি [ rēṣā-rēṣi ] বি. পরস্পর হিংসা বা বিদ্বেষ; বিদ্বষপূর্ণ প্রতিদ্বন্দিতা। [রিষ দ্র]।

রেস [ rēsa ] বি. 1 দৌড়-প্রতিযোগিতা; 2 (প্রধানত বাজি ধরে) ঘোড়দৌড় (রেসের ঘোড়া); 3 প্রতিযোগিতা। [ইং. race]।

রেসালা [ rēsālā ] বি. 1 অশ্বারোহী সৈন্য; 2 (বাং.) বিবাহাদিতে শোভাযাত্রায় অংশগ্রহণকারী। [আ. রিসালা]।

রেসুড়ে [ rēsuḍ়ē ] বি. 1 ঘোড়দৌড়ের জুয়াড়ি; 2 রেসের খেলায় মেতে আছে এমন লোক। [ইং. race + বাং. উড়িয়া > এ]।

রেস্ত [ rēsta ] বি. পুঁজি; টাকাকড়ি (রেস্ত ফুরিয়ে এসেছে)। [পো. resto

রেস্তরাঁ, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট [ rēstarā, m̐rēstōrā, m̐rēsṭurēnṭa ] বি. চা-জলখাবার প্রভৃতি বসে খাবার দোকান। [ইং. < ফ restaurant]।

রেহাই [ rēhāi ] বি. 1 নিষ্কৃতি, অব্যাহতি (হাঙ্গামা বা বিপদ থেকে রেহাই পাওয়া); 2 ছাড় (সুদের রেহাই)। [ফা. রিহাঈ]।

রেহান [ rēhāna ] বি. বন্ধক। [আ. রিহ্ন]। ̃ .নামা বি. বন্ধকি দলিল।

রৈখিক [ raikhika ] বিণ. 1 রেখা-সম্বন্ধীয়; 2 রেখা দ্বারা রচিত (রৈখিক চিত্র)। [সং. রেখা + ইক]।

রোইং, রোয়িং [ rōi, ṃrōẏi ] বি. নৌকা ইত্যাদিতে দাঁড় টানা। [ইং. rowing]।

রোঁদ [ rōn̐da ] বি. নির্দিষ্ট এলাকায় ঘুরে নির্দিষ্ট সময়ব্যাপী পাহারা (চৌকিদার রোঁদে বেরিয়েছে)। [ইং. round]।

রোঁয়া [ rōm̐ẏā ] বি. 1 লোম (ভালুকের রোঁয়া); 2 তন্তু। [সং. রোমন্]।

রোক1 [ rōka1 ] বি. 1 দিক 2 সম্মুখভাগ (রোকের জমি)। [ফা. রূখ]।

রোক2 [ rōka2 ] বি. 1 ক্রয়, নগদ-ক্রয়; 2 (বাং.) নগদ টাকা (রোক দেওয়া)। ☐ বিণ. (বাং.) নগদ (রোক টাকা)। [সং. √ রুচ্ + অ]। ̃ .ড় বি. 1 নগদ টাকাকড়ির হিসাব; 2 হিসাবের পাকা খাতা (রোকড়ে তোলা, রোকড়ে ওঠা); 3 নগদ টাকা (রোকড় বিক্রি); 4 সোনারুপোর গহনাপত্র (রোকড়ের দোকান)। ̃ .শোধ বি. নগদ টাকায় পাওনা পরিশোধ।

রোকা [ rōkā ] বি. ছোটো চিঠি, চিরকুট, হাতচিঠা। [আ. রুক্কা]।

রোখ [ rōkha ] বি. 1 জেদ, ঝোঁক (রোখ চাপা); 2 তেজ (আপন রোখে, মনের রোখে); 3 বাড় (গাছের রোখ)। [< সং. রোষ]।

রোখা1 [ rōkhā1 ] দ্র রুখা

রোগ [ rōga ] বি. 1 ব্যাধি, পীড়া; 2 (আল.) বাতিক বা কু-অভ্যাস (সিনেমা দেখার রোগ)। [সং. √ রুজ্ + অ]। ̃ .ক্লিষ্ট বিণ. রোগে কষ্ট পাচ্ছে এমন। ̃ .গ্রস্ত বিণ. রোগ হয়েছে এমন, রোগে আক্রান্ত। ̃ .জীবাণু দ্র জীবাণু। ̃ .জীর্ণ বিণ. ব্যাধিগ্রস্ত হওয়ার ফলে শীর্ণ বা দুর্বল (রোগজীর্ণ শরীর)। ̃ .ভোগ বি. ব্যাধিতে কষ্ট ভোগ। ̃ .মুক্ত বিণ. আরোগ্য লাভ করেছে এমন। ̃ .যন্ত্রণা বি. ব্যাধিজনিত কষ্ট, অসুখের কষ্ট। ̃ .শয্যা বি. রোগীর বিছানা রোগীর শোওয়া অবস্হা। ̃ .শান্তি বি. আরোগ্য লাভ। ̃ .শোক বি. দৈহিক পীড়া ও মানসিক দুঃখকষ্ট। ̃ .হীন বিণ. নীরোগ (রোগহীন শরীর)।

রোগা [ rōgā ] বিণ. 1 ব্যাধিগ্রস্ত, অসুস্হ; 2 কৃশকায়; ক্ষীণদেহ; 3 দুর্বল। [সং. রোগ + বাং. আ]। ̃ .টে বিণ. ক্ষীণকায়; কৃশ (রোগাটে চেহারা)। রোগা-পটকা বিণ. কৃশ ও দুর্বল।

রোগার্ত [ rōgārta ] বিণ. 1 রোগগ্রস্ত; 2 রোগে দুর্বল বা শীর্ণ। [সং. রোগ + √ ঋ + ত]।

রোগী [ rōgī ] (-গিন্) বিণ. ব্যাধিগ্রস্ত, পীড়িত। ☐ বি. পীড়িত ব্যক্তি। [সং. রোগ + ইন্]। স্ত্রী. রোগিণী

রোচক [ rōcaka ] বিণ. রুচিকর (মুখরোচক)। [সং. √ রুচ্ + ণিচ্ + অক]।

রোচন [ rōcana ] বি. পছন্দ, ভালো লাগা। [সং. √ রুচ্ + ণিচ্ + অন]।

রোচনা [ rōcanā ] বি. (স্ত্রী.) গোরোচনা, গো-পিত্ত। [সং. √ রুচ্ + অন + আ (স্ত্রী.)]।

রোচনী [ rōcanī ] বি. পুদিনা শাক। [সং. √ রুচ্ + অন + ঈ]।

রোচ্য [ rōcya ] বিণ. ভালো লাগার বা রুচিকর হওয়ার যোগ্য। [সং. √ রুচ্ + য]।

রোজ [ rōja ] বি. 1 তারিখ (সাতই রোজ); 2 দিন (তিন রোজ); 3 দৈনিক মজুরি (দু-টাকা রোজে কাজ); 4 দৈনিক জোগান (দুধ রোজ করা)। ☐ ক্রি-বিণ. প্রতিদিন (রোজ সকালে বেড়াতে যায়)। [ফা. রোজ্]। ̃ .কার বিণ. প্রতিদিনের (এ তো আমার রোজকার কাজ)। রোজ রোজ ক্রি-বিণ প্রত্যহ, প্রতিদিন, নিত্য। রোজ কেয়ামত বি. ইসলাম-শাস্ত্রানুযায়ী মৃতদের শেষবিচারের দিন।

রোজ-গার [ rōja-gāra ] বি. উপার্জন, আয়। [ফা. রোজগার]।

রোজ-গারি, রোজ-গেরে [ rōja-gāri, rōja-gērē ] বিণ. উপার্জনশীল (রোজগেরে ছেলে)।

রোজ-নামচা, রোজ-নামা [ rōja-nāmacā, rōja-nāmā ] বি. 1 দৈনিক বিবরণের বই; 2 দৈনিক বিবরণ, দিনলিপি। [ফা. রোজনামচা, রোজনামহ্]।

রোজা1 [ rōjā1 ] বি. রমজান-মাসে মুসলমানরা প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে নিরম্বু উপবাস করে। [ফা. রোজা।

রোজা2 [ rōjā2 ] বি. 1 ওঝা, বিষবৈদ্য; 2 প্রেতযোনির আক্রমণের চিকিত্সক। [সং. উপাধ্যায় > ওঝা]।

রোটি [ rōṭi ] বি. রুটি। [হি. রোটী]।

রোটিকা [ rōṭikā ] বি. রুটি ('রোটিকার স্তরে স্তরে মেখে': রবীন্দ্র)। [সং. √ রুট্+ অক + আ়]।

রোড [ rōḍa ] বি. প্রশস্ত ও বড়ো (এবং সচ. বাঁধানো) রাস্তা। [ইং. road]।

রোতো, রোথো [ rōtō, rōthō ] ('রদ্দি' অর্থে) রথো -র বানানভেদ।

রোদ [ rōda ] বি. রৌদ্র -র কথ্য রূপ ('রোদের ঝিকিমিকি': রবীন্দ্র)। রোদ ওঠা ক্রি. বি. 1 সূর্যালোক প্রকাশ পাওয়া; 2 মেঘ বা অন্ধকার কেটে গিয়ে সূর্যের আলো দেখা দেওয়া। রোদ পড়া ক্রি. বি. রোদের তেজ বা প্রখরতা কমে যাওয়া, বিকাল হওয়া (রোদ পড়লে বাড়ি থেকে বেরিয়ো)। রোদ পোহানো ক্রি. বি. (প্রধানত শীতের সময়) রোদের তাপ উপভোগ করা। রোদে দেওয়া ক্রি. বি. সূর্যতাপে শুকানোর জন্য মেলে দেওয়া। রোদে পোড়া ক্রি. বি. রোদের তাপে কষ্ট পাওয়া।

রোদন [ rōdana ] বি. ক্রন্দন, কান্না ('রোদন ভরা এ বসন্ত': রবীন্দ্র)। [সং. √ রুদ্ + অন]।

রোদসী [ rōdasī ] বি. (একত্রে) পৃথিবী ও স্বর্গ। [সং. রোদস্ + ঈ]। [ক্রন্দসী দ্র]।

রোদ্ধা [ rōddhā ] (-দ্ধৃ) বিণ. রোধকারী, রোধ বা প্রতিহত করে এমন। [সং. √ রুধ্ + তৃ]।

রোধ [ rōdha ] বি. 1 বাধা (গতিরোধ, শ্বাসরোধ, অশ্রুরোধ); 2 অবরোধ; 3 বাধাদান (আক্রমণ রোধ করা)। [সং. √ রুধ্ + অ]। ̃ বিণ. রোধকারী। ̃ বি. বাধাদান, রুদ্ধ করা। ☐ বিণ. রোধকারী।

রোধ: [ rōdha: ] বি. (বিরল) কূল, তীর ('যাদঃপতিরোধঃ যথা চলোর্মি আঘাতে': মধু)। [সং. √ রুধ্ + অস্]।

রোধা [ rōdhā ] দ্র রুধা

রোধী [ rōdhī ] (-ধিন্) বিণ. রোধকারী (শ্বাসরোধী)। [সং. √ রুধ্ + ইন্]। স্ত্রী. রোধিনী

রোধ্য [ rōdhya ] বিণ. 1 রোধ করা যায় বা করা উচিত এমন; 2 রোধ করতে হবে এমন। [স. √ রুধ্ + য]।

রোবট [ rōbaṭa ] বি. 1 মানুষের মতো দেখতে এমন যন্ত্র; 2 মানুষের মতো সব কাজ করতে পারে এমন যন্ত্র; 3 (আল.) যান্ত্রিকভাবে কাজ করে এমন মানুষ। [ইং. robot]।

রোম [ rōma ] (-মন্) বি. 1 কেশ 2 (প্রধানত মাথা ও মুখমণ্ডল ব্যতীত দেহের অন্যান্য অংশের) চুল (রোমশ দেহ, রোমকূপ)। [সং. √ রু + মন্]। ̃ .কূপ বি. রোম-এর মূলদেশস্হ অতিক্ষুদ্র ছিদ্র। ̃ বিণ. 1 রোম বা লোম থেকে উত্পন্ন; 2 পশমি। ̃ .ফোড়া বি. রোমকূপের মুখে উদ্গত ফোড়া। ̃ .রাজি বি. রোমসমূহ। ̃ .শ বিণ. রোমপূর্ণ; রোমবহুল। ̃ .হর্ষ বি. শিহরণ; ভয় বিস্ময়াদিতে শরীরের রোম খাড়া হয়ে যাওয়া, গায়ে কাঁটা দেওয়া। ̃ .হর্ষক বিণ. শিহরণ জাগায় এমন, অত্যন্ত ভীতিপ্রদ (রোমহর্ষক দৃশ্য)। ̃ .হর্ষণ বি. রোমহর্ষ। ☐ বিণ. শিহরণ জাগায় এমন; রোমাঞ্চকর।

রোমক [ rōmaka ] বি. (বিরল) রোমনগর, Rome. ☐ বিণ. 1 রোমসম্বন্ধীয় (রোমক স্হাপত্য); 2 রোমের অধিবাসী; 3 জ্যোতিষ শাস্ত্রের শাখাবিশেষ-সংক্রান্ত (রোমক সিদ্ধান্ত)। [অর্বাচীন সং.]।

রোমন্হ, রোমন্হন [ rōmanha, rōmanhana ] বি. 1 গিলিত বস্তু উদ্গার করে পুনরায় চিবানো, চর্বিতচর্বণ, জাবর কাটা; 2 (আল.) পুরোনো কথা ভাবা (স্মৃতি রোমন্হন)। [সং. রোগ + √ মন্হ্ + অ, অন]। রোমন্হক, রোমন্হিক বি. রোমন্হনকারী পশু অর্থাত্ গবাদি পশু।

রোমাঞ্চ [ rōmāñca ] বি. উত্তেজনা ভয় বিস্ময়াদিহেতু দেহের লোম খাড়া হওয়া, গায়ে কাঁটা দেওয়া, শিহরণ, রোমহর্ষ, পুলক। [সং. রোমন্ + √ অন্চ্ + অ]। ̃ .কর বিণ. রোমাঞ্চজনক, শিহরণ জাগায় এমন, লোমহর্ষক। রোমাঞ্চিত বিণ. রোমাঞ্চযুক্ত, পুলকিত (দেহ রোমাঞ্চিত হওয়া)। স্ত্রী. রোমাঞ্চিতা

রোমান [ rōmāna ] বি. বিণ. রোমের অধিবাসী বা রোম নগরী সম্বন্ধীয়। [ইং Romanরোমান ক্যাথলিক বি. (পোপকে সর্বোচ্চ যাজক এবং অভ্রান্ত বলে মানে এমন খ্রিস্টান ধর্মসম্প্রদায়বিশেষ।

রোমাবলি, লোমাবলি [ rōmābali, lōmābali ] বি. 1 রোমরাজি, রোমসমূহ; 2 নাভির ঊর্ধ্বভাগ পর্যন্ত প্রসারিত উদরের লোমশ্রেণি। [সং. রোমন্ লোমন্ + আবলি]।

রোমীয় [ rōmīẏa ] বিণ. 1 রোমদেশীয়; 2 রোমের অধিবাসী। [ইং. Rome + সং. ঈয়]।

রোমোদ্গম, রোমোদ্ভেদ [ rōmōdgama, rōmōdbhēda ] বি. 1 লোম গজানো; 2 লোমহর্ষ। [সং. রোমন্ + উদগম, উদ্ভেদ]।

রোয়া1 [ rōẏā1 ] ক্রি. রুয়া -র চলিত রূপ। ☐ বিণ. রোপণ করা বা পোঁতা হয়েছে এমন (রোয়া গাছ, রোয়া ধান)।

রোয়া2 [ rōẏā2 ] ক্রি. (আঞ্চ. ব্রজ. ও কাব্যে) কাঁদা। [হি. রোনা]।

রোয়া3 [ rōẏā3 ] বি. (আঞ্চ.) কোয়া, কোষ। [দেশি]।

রোয়ে-দাদ [ rōẏē-dāda ] বি. ভাগবাটোয়ারা করে যার-যার অংশ দেওয়া বা তত্সম্পর্কে নির্দেশ। [ফা. রুএদাদ্]।

রোরুদ্য-মান [ rōrudya-māna ] বিণ. 1 অবিরাম বা উচ্চকণ্ঠে ক্রন্দনরত; 2 (বাং.) ক্রন্দনরত। [সং. √ রুদ্ + যঙ্ + শানচ্]। স্ত্রী. রোরুদ্য-মানা

রোল1 [ rōla1 ] বি. অব্যক্ত শব্দ; শোরগোল, চিত্কার (হাসি কান্নার রোল, কলরোল)। [হি. রোর]।

রোল2 [ rōla2 ] বি. নামের ক্রমিক তালিকা। [ইং. roll]। ̃ .নম্বর বি. নামের ক্রমিক নম্বর বা সংখ্যা।

রোল3 [ rōla3 ] বি. ডিম মাংস বা সবজির পুর দেওয়া পাটিসাপটার মতো মুড়ে তেল বা ঘিয়ে ভেজে তৈরি ময়দার খাবারবিশেষ। [ইং. roll (মোড়া অর্থে)]।

রোলার [ rōlāra ] বি. 1 চাপা দিয়ে রাস্তা প্রভৃতি সমতল করার জন্য এক প্রকার ভারী যন্ত্র বা এন্জিন; 2 গম ইত্যাদি পেষাই করার কলবিশেষ (রোলার আটা)। [ইং. roller]।

রোশন-চৌকি [ rōśana-cauki ] বি. সানাই ঢোল কাঁসি ইত্যাদি বাদ্যযন্ত্র সহযোগে ঐক্যতানবাদ্য। [ফা. রওশন + বাং. চৌকি]।

রোশনাই, রোশনি [ rōśanāi, rōśani ] বি. 1 আলোক; 2 আলোকসজ্জা; 3 উজ্জ্বলতা। [ফা. রোশনী]।

রোষ [ rōṣa ] বি. ক্রোধ, কোপ, রাগ (রোষকষায়িত নেত্র)। [সং. √ রুষ্ + অ]। ̃ .কষায়িত বিণ. ক্রোধে আরক্ত। ̃ বি. কোপ, ক্রোধন, রেগে যাওয়া। রোষাগ্নি, রোষানল বি. ক্রোধের তেজ জ্বালা বা দাহ; তীব্র ক্রোধ। রোষাবিষ্ট বিণ. ক্রুদ্ধ হয়েছে এমন। স্ত্রী. রোষাবিষ্টা। রোষিত বিণ. রাগানো হয়েছে এমন, কোপিত।

রোসো [ rōsō ] অনু-ক্রি. অপেক্ষা করো, থামো। [বাং. √ রহা দ্র]।

রোস্ট [ rōsṭa ] বি. মাংসাদি ঝলসিয়ে বা শুকনো করে ভেজে প্রস্তুত ব্যঞ্জনবিশেষ। [ইং. roast]।

রোহ, রোহণ [ rōha, rōhaṇa ] বি. আরোহণ। [সং. √ রুহ্ + অ, অন]।

রোহিণী [ rōhiṇī ] বি. 1 চন্দ্রপত্নী; 2 বলরামের জননী; 3 নবমবর্ষীয়া কন্যা (রোহিণী দান); 4 (জ্যোতি.) নক্ষত্রবিশেষ। [সং. √ রুহ্ + ইন্ + ঈ]।

রোহিত, রোহিতক [ rōhita, rōhitaka ] বি. রুইমাছ। ☐ বিণ. রক্তবর্ণ, লাল। [সং. √ রুহ্ + ইত, ক]।

রোহিতাশ্ব [ rōhitāśba ] বি. 1 পৌরাণিক রাজা হরিশ্চন্দ্রের পুত্র; 2 অগ্নি। [সং. রোহিত + অশ্ব]।

রোহী [ rōhī ] (-হিন্) বিণ. আরোহী। [সং. √ রুহ্ + ইন্]। স্ত্রী. রোহিণী

রৌদ্র [ raudra ] বি. 1 রোদ, সূর্যের কিরণ বা আলো বা তাপ; 2 (অল.) কাব্যের রসবিশেষ। ☐ বিণ. 1 রুদ্রসম্বন্ধীয়; 3 প্রচণ্ড, ভয়ানক (রৌদ্রতেজ)। [সং. রুদ্র + অ]। ̃ .দগ্ধ বিণ. সূর্যতাপে ঝলসিত। ̃ .পক্ক বিণ. সূর্যতাপে সিদ্ধ। রৌদ্ধ সেবন করা ক্রি. বি. দেহে সূর্যালোক লাগানো। ̃ .স্নাত বিণ. দেহে বা সর্বাঙ্গে রোদ লাগানো হয়েছে এমন। ̃ .স্নান বি. সর্বাঙ্গে রোদ লাগানোর চিকিত্সাবিশেষ, sun-bath. রৌদ্রোজ্জ্বল বিণ. সূর্যকিরণে উদ্ভাসিত বা ঝলমলে (রৌদ্রোজ্জ্বল দিন)।

রৌপ্য [ raupya ] বি. ধাতুবিশেষ, রুপো, রজত। [সং. রূপ্য + অ]। রৌপ্য জয়ন্তী বি. পঁচিশ বত্সর পূর্ণ হওয়ার উত্সব বা অনুষ্ঠান। ̃ .ময় বিণ. রুপোর তৈরি। ̃ .মুদ্রা বি. রৌপ্যনির্মিত মুদ্রা, silver coin. ̃ .মূল্যে ক্রি-বিণ. দাম-বাবদ রুপো বা টাকা দিয়ে, রুপো বা টাকার বিনিময়ে। রৌপ্যালং-কার বি. রুপোর গয়না।

রৌরব [ rauraba ] বি. ভীষণ পাপীদের জন্য নির্দিষ্ট নরক। [সং. রুরু + অ]।

রৌশন [ rauśana ] বিণ. রোশনাইযুক্ত, উজ্জল; আলোকোজ্জ্বল। [ফা. রওশন]।

র্য্যাঁদা [ ryyān̐dā ] বি. কাঠ মসৃণ করার জন্য ছুতোরের যন্ত্রবিশেষ। [ফা. রন্দ]।

র্যাপার [ ryāpāra ] বি. 1 গরম চাদর; 2 গায়ের চাদর বা আলোয়ান। [ইং. wrapper]।

র্যালা [ ryālā ] বি. (অশো.) জাঁক, গর্বিত উক্তি, বড়ো বড়ো কথা, কথার চাল (আর র্যালা দিয়ো না, তোমার জারিজুরি জানা আছে)। [দেশি]।

র্যালি [ ryāli ] 1 জনসমাবেশ (ময়দানে র্যালি হবে); 2 টেনিস ব্যাডমিন্টন ইত্যাদি খেলায় দ্রুততালে বহুক্ষণ বল বা শাট্ল্কক্ আদান-প্রদান। [ইং. rally]।