1 [ la1 ] বাংলা ভাষার অষ্টাবিংশ ব্যঞ্জন, দন্তমূলীয় পার্শ্বিক ল্ ধ্বনির বর্ণরূপ।

2 [ la2 ] বি. 1 আইন 2 আইন পরীক্ষা বা ডিগ্রি (ল পাশ করেছে)। [ইং. law]।

লংকা [ laṅkā ] বি. মশলারূপে ব্যবহৃত ঝাল ফলবিশেষ, লংকামরিচ। [দেশি]। ̃ .বাটা বি. জলের সংঙ্গে পিষ্ট লংকা।

লংক্লথ [ laṅklatha ] বি. খাপি সুতিকাপড়বিশেষ। [ইং. longcloth]।

লংজাম্প [ lañjāmpa ] বি. ছুটে এসে এক লাফে দুরত্ব অতিক্রম করার খেলাবিশেষ, দীর্ঘ লম্ফন। [ইং. long jump]।

লক আউট [ laka āuṭa ] বি. তালাবন্ধ; কারখানা ইত্যাদি বন্ধ বা বন্ধ ঘোষণা। [ইং. lockout]।

লক-আপ [ laka-āpa ] বি. হাজত, ফাটক (লক-আপে বন্দি)। [ইং. lock-up]।

লক-গেট [ laka-gēṭa ] বি. বাঁধ জলাধার ইত্যাদির কপাট, জলকপাট। [ইং. lock gate]।

লকট [ lakaṭa ] বি. চীনা ফলবিশেষ, loquat. [চৈ.]।

লকড়ি [ lakaḍ়i ] বি. 1 কাঠ 2 জ্বালানি কাঠ। [হি.]।

লক-লক [ laka-laka ] বি. নমনীয় পদার্থের প্রসারণ বা আন্দোলনের ভাব (জিহ্বা লকলক করা)। লক-লকে বিণ. লকলক করছে এমন (লকলকে জিহ্বা)।

ল-কার1 [ la-kāra1 ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ল-এর যোগ।

লকার2 [ lakāra2 ] বি. গহনাদি সুরক্ষিত রাখার জন্য ব্যাংকের প্রকোষ্ঠবিশেষ। [ইং locker]।

লকুচ [ lakuca ] বি. ডেহুয়া বা মাদার গাছ কিংবা তার ফল। [সং. √ লক্ + উচ]।

লকেট2 [ lakēṭa2 ] বি. প্রধানত কণ্ঠহারের সঙ্গে সংলগ্ন পদকবিশেষ, ধুকধুকি। [ইং. locket]।

লক্কা [ lakkā ] বি. 1 ঘন ও বিস্তৃত বা ছড়ানো পুচ্ছযুক্ত পায়রা; 2 (বিদ্রুপে) পোশাকপ্রিয় ব্যক্তি। [আ. লক্কা]। লক্কা পায়রা বি. উক্ত দুই অর্থে।

লক্তক [ laktaka ] বি. জীর্ণ বস্ত্রখণ্ড 2 আলতা। [সং. √ লক্ + ত + ক]।

লক্ষ1 [ lakṣa1 ] বি. একশত সহস্র সংখ্যা, 1, সংখ্যা। ☐ বিণ. 1 শতসহস্র-সংখ্যক 2 বহু, অসংখ্য (লক্ষবার তাকে বারণ করেছি)। [সং. √ লক্ষ্ + অ]। ̃ .পতি বি. 1 লক্ষ বা তদূর্ধ্ব টাকার মালিক; 2 ধনবান ব্যক্তি। লক্ষ লক্ষ বিণ. অসংখ্য।

লক্ষ2 [ lakṣa2 ] ক্রি. দেখা (ব্যাপারটা ভালো করে লক্ষ করো)। [সং. √ লক্ষ্ + অ]।

লক্ষণ [ lakṣaṇa ] বি. 1 চিহ্ন (সধবার লক্ষণ) 2 পরিচয় (কালের লক্ষণ, যুগের লক্ষণ) 3 নিদর্শন (বুদ্ধির লক্ষণ, সাধুতার লক্ষণ) 4 আভাস (ঝড়ের লক্ষণ, বিপদের লক্ষণ)। [সং. √ লক্ষ্ + অন]। ̃ .গীত বি. যে গানের মধ্য দিয়ে রাগের চরিত্র লক্ষণ ইত্যাদি প্রকাশ করা হয়।

লক্ষণা [ lakṣaṇā ] বি. (অল.) শব্দের যে বৃত্তিতে বাচ্যার্থের বাধা ঘটলে বাচ্যার্থের সঙ্গে সম্বন্ধযুক্ত অন্য অর্থ প্রকাশ পায়; শব্দের আভিধানিক অর্থের অতিরিক্ত অন্য অর্থ বা ব্যঞ্জনা। [সং. লক্ষণ + আ]।

লক্ষণীয় [ lakṣaṇīẏa ] বিণ. লক্ষ করার যোগ্য, দেখার বা অনুভব করার যোগ্য, বিশেষভাবে খেয়াল রাখতে হবে এমন। [সং. √ লক্ষ্ + অনীয়]।

লক্ষপতি [ lakṣapati ] দ্র লক্ষ1

লক্ষাধিক [ lakṣādhika ] বিণ. এক লক্ষের বেশি (লক্ষাধিক টাকা, লক্ষাধিক লোক)। [সং. লক্ষ + অধিক]।

লক্ষিত [ lakṣita ] বিণ. 1 দৃষ্ট, দেখা বা নজর করা হয়েছে এমন; 2 অনুভূত; 3 উদ্দিষ্ট; 4 নিশানা করা হয়েছে এমন (রাবণের প্রতি লক্ষিত বাণ); 5 লক্ষণাবৃত্তি দ্বারা জ্ঞাত বা অনুভূত। [সং. √ লক্ষ্ + ত]। স্ত্রী. লক্ষিতা

লক্ষ্মণ [ lakṣmaṇa ] বি. (রামা.) রামচন্দ্রের বৈমাত্রেয় কনিষ্ঠ ভ্রাতা সুমিত্রানন্দন। [সং. লক্ষ্মন্ + অ]।

লক্ষ্মী [ lakṣmī ] বি. (স্ত্রী.) 1 বিষ্ণুপত্নী এবং ধনসম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী, রমা, কমলা; 2 সৌভাগ্য, শ্রী (গৃহলক্ষ্মী)। ☐ বিণ. (বাং.) শান্তপ্রকৃতি, সুবোধ (লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী ছেলে)। [সং. √ লক্ষ্ + ম + ঈ]। ̃ .কান্ত, .পতি বি. নারায়ণ, বিষ্ণু। ̃ .ছাড়া বি. বিণ. শ্রীভ্রষ্ট; দুর্ভাগা; দুষ্ট। ̃ .জনার্দন বি. 1 লক্ষ্মী ও নারায়ণ; 2 শালগ্রামবিশেষ। ̃ .টি বি. সুবোধ ও শান্তপ্রকৃতি ব্যক্তিকে বা প্রিয়পাত্রকে আদরের সম্বোধনবিশেষ।̃ .নারায়ণ-লক্ষ্মীজনার্দন -এর অনুরূপ। ̃ .বান (-বত্), (বাং.) ̃ .বন্ত, ̃.মন্ত বিণ. 1 সৌভাগ্যবান; 2 ধনবান। ̃ .বার বি. বৃহস্পতিবার, ওই দিনে লক্ষ্মীর পূজা হয় বলে। ̃ .বিলাস বি. কবিরাজি তেল বা জ্বরঘ্ন ওষুধবিশেষ। ̃ .শ্রী বি. কল্যাণসূচক কান্তি। ̃ .স্বরূপিণী বিণ. (স্ত্রী.) মূর্তিমতী লক্ষ্মীর মতো, রূপে-গুণে লক্ষ্মীতুল্যা।

লক্ষ্য [ lakṣya ] বিণ. 1 দর্শনযোগ্য, দেখার বা লক্ষ করার যোগ্য; 2 জ্ঞে য়; 3 অনুমেয়; 4 লক্ষণাশক্তির দ্বারা বোধ্য (লক্ষ্য অর্থ, লক্ষ্যার্থ); 5 অভিপ্রেত, উদ্দিষ্ট (লক্ষ্যবস্তু)। ☐ বি. 1 অভিপ্রেত বা কাম্য বস্তু (চরম লক্ষ্য, জীবনের লক্ষ্য); 2 মনোযোগের বিষয়; 3 নজর, দৃষ্টি, উদ্দেশ্য (তাকে লক্ষ্য করে বলা, শিকারি হরিণকে লক্ষ্য করে এগোচ্ছে); 4 তাক, নিশানা (সকলের বিদ্রুপের লক্ষ্য)। [সং. √ লক্ষ্ + য]। ̃ .চ্যুত, ̃.ভ্রষ্ট বিণ. 1 নিশানা ভেদ করতে পারেনি এমন; 2 উদ্দেশ্য বা লক্ষ্য সফল করতে পারেনি এমন। ̃ .বেধ, ̃. ভেদ বি. নিশানা বা লক্ষ্যবস্তু বিদ্ধ করা। ̃ .হীন বিণ. উদ্দেশ্যহীন।

লক্ষ্যী-কৃত [ lakṣyī-kṛta ] বিণ. লক্ষ করা হয়েছে এমন।

লখ, লখ-লাইন [ lakha, lakha-lāina ] বি. মাঞ্জা-দেওয়া রেশমি সুতো। [ফা. নখ্ + ইং. line]।

লখা [ lakhā ] ক্রি. (কাব্যে) 1 লক্ষ করা, দেখা ('কেহ নাহি লখে'); 2 নির্ধারণ বা উপলব্ধি করতে পারা; 3 চিনতে পারা; 4 নিশানা করতে পারা। [সং. √ লক্ষ্ + বাং. আ]।

লখাই, লখিন্দর [ lakhāi, lakhindara ] বি. মনসামঙ্গল কাব্যের চাঁদ সওদাগরের পুত্র ও বেহুলার স্বামী লক্ষ্মীন্দ্র বা লক্ষ্মীন্দর এর নামের কথ্য রূপ।

লগন [ lagana ] বি. লগ্ন -র কথ্য রূপ (বিয়ের লগন)। ̃ সা বি. যে সময়ে নানান উত্সব-অনুষ্ঠানের লগ্ন নির্দিষ্ট আছে (লগনসার সময় জিনিসপত্রের দাম তো বাড়বেই)। [সং. লগ্নসময়]। ̃ .চাদা বিণ. সৌভাগ্যবান (লগনচাঁদা ছেলে)।

লগ-বগ [ laga-baga ] বি. দুর্বল বা ছিপছিপে ব্যক্তি কিংবা নরম লাঠির অদৃঢ়তার ভাব। [ধ্বন্যা.]। লগ-বগে বিণ. লগবগ করে এমন।

লগা [ lagā ] বি. 1 বাঁশ ইত্যাদির তৈরি লম্বা দণ্ড; 2 আঁকশি (লগা দিয়ে আম পাড়া); 3 নৌকা ঠেলার জন্য ব্যবহৃত বাঁশের দণ্ড। [বাং. লগ (< সং. লগ) + আ]।

লগি [ lagi ] বি. নৌকা ঠেলে চালাবার জন্য বাঁশের সরু লম্বা দণ্ড, লগা। [বাং. লগা + ই]।

লগুড় [ laguḍ় ] বি. মোটা লাঠি, ডাণ্ডা, কোঁতকা (লগুড়াঘাত)। [সং. √ লগ্ + উল]। লগুড়াঘাত বি. লাঠির ঘা। লগুড়াহত বিণ. লাঠির ঘা খেয়েছে এমন।

লগ্ন1 [ lagna1 ] বিণ. 1 সংযুক্ত, সংসক্ত (কণ্ঠলগ্ন); 2 আসক্ত। [সং. √ লগ্ + ত]। স্ত্রী. লগ্না

লগ্ন2 [ lagna2 ] বিণ. (জ্যোতিষ) 1 রাশির উদয়কাল; 2 সূর্যের রাশিসংক্রমণের মুহুর্ত; 3 উপযুক্ত বা শুভ সময় (বিয়ের লগ্ন)। [সং. √ লগ্ + ত]। ̃ .পত্র বি. যে লিপিতে বিবাহের লগ্ন জ্যোতিষ-বিচারের দ্বারা স্হির করা হয়েছে। ̃ .ভ্রষ্ট বিণ. 1 লগ্নকালের মধ্যে কার্যারম্ভ করতে পারেনি এমন; 2 (সচ. বিবাহের) উপযুক্ত বা শুভ সময় হারিয়েছে এমন। স্ত্রী. ̃ .ভ্রষ্টা (লগ্নভ্রষ্টা মেয়ে)। লগ্নাচার্য বি. দৈবজ্ঞ, জ্যোতিষী।

লগ্নি [ lagni ] বি. সুদে টাকা খাটানো (টাকা লগ্নি করা)। ☐ বিণ. লগ্নি করা হয়েছে এমন (লগ্নি টাকা)। [তু. বাং. লাগানো < সং. লগ্ন]। লগ্নী-করণ বি. লগ্নি করা।

লঘিমা [ laghimā ] (-মন্) বি. 1 লঘুতা, চপলতা; 2 সাত্ত্বিক ভাব, যে অলৌকিক শক্তির দ্বারা দেহকে ইচ্ছামতো লঘু বা সূক্ষ্ম করা যায়। [সং. লঘু + ইমন্]।

লঘিষ্ট [ laghiṣṭa ] বিণ. 1 সর্বাপেক্ষা হালকা, লঘুতম; 2 সর্বাপেক্ষা ক্ষুদ্র, ক্ষুদ্রতম (লঘিষ্ট সংখ্যা); 3 অতি লঘু; 4 অতি ক্ষুদ্র। [সং. লঘু + ইষ্ট]। স্ত্রী. লঘিষ্টা। লঘিষ্ট সাধারণ গুণিতক, (সংক্ষেপে) লসাগু বি. (গণি.) দুই বা ততোধিক রাশিদ্বারা যে সর্বনিম্ন রাশিকে ভাগ করলে মিলে যায়।

লঘীয়ান [ laghīẏāna ] (-য়স্) বিণ. 1 দুইয়ের মধ্যে অপেক্ষাকৃত হালকা বা ছোটো; 2 অতি লঘু; 3 অতি ক্ষুদ্র। [সং. লঘু + ইয়স]।

লঘু [ laghu ] বিণ. 1 হালকা, অল্প ওজনবিশিষ্ট (আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া শ. ঘো.) 2 অল্প, পরিমিত, সহজপাচ্য (লঘুভোজন); 3 সামান্য (লঘু পাপ); 4 ক্ষুদ্র খর্ব (লঘুকায়); 5 অগম্ভীর (লঘু সুরের গান); 5 চিন্তাশক্তিহীন (লঘুমস্তিষ্ক, লঘুপ্রকৃতি); 7 মৃদু অথচ ক্ষিপ্র (লঘু বাতাস, লঘু পদক্ষেপ); ̃ সহজবোধ্য (লঘুপাঠ); 9 নীচ, হেয় (লঘুজ্ঞান, লঘুজাতি); 1√ অসার; 11 তরল 12 সূক্ষ্ম; 13 (ব্যাক.) হ্রস্বমাত্রাযুক্ত (লঘুধ্বনি, লঘুস্বর)। [সং. √ লন্ঘ্ + উ]। বি. ̃ .তা, ̃ ত্ব। ̃ .ক্রিয়া বি. সামান্য ব্যাপার (তু. বহ্বারম্ভে লঘুক্রিয়া)। ̃ .গামী (-মিন্) বিণ. দ্রুত ও স্বচ্ছন্দে চলতে পারে এমন। ̃ .গুরু-জ্ঞান, ̃.গুরু-বোধ বি. বয়ঃকনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠের মধ্যে তারতম্য সম্বন্ধে ধারণা বা সেই অনুযায়ী উপযুক্ত আচরণ। ̃ .চিত্ত, ̃ .চেতা (-তস্) বিণ. সংকীর্ণমনা; গাম্ভীর্যহীন; ছ্যাবলা। ̃ .জ্ঞান বি. তুচ্ছ বা হেয় বলে মনে করা। ̃ .ত্রিপদী বি. বাংলা ছন্দবিশেষ। ̃ .পদে ক্রি-বিণ. হালকা অথচ ক্ষিপ্র পায়ে। ̃ .পাক বিণ. সহজে হজম হয় এমন, সহজপাচ্য (লঘুপাক খাবার)। ̃ .ভোজন বি. হালকা বা সহজপাচ্য আহার। ̃ .সংগীত বি. হালকা ধরনের সংগীত। ̃ .হস্ত বিণ. শীঘ্রকারী, ক্ষিপ্রহস্ত।

লঘূ-করণ [ laghū-karaṇa ] বি. 1 ভারী জিনিসকে হালকা করা; 2 জটিল বিষয়কে সরল করা; 3 (গণি.) মিশ্র রাশিকে অমিশ্র এবং অমিশ্র রাশিকে মিশ্র রাশিতে পরিণত করা, reduction [সং. লঘু + √ কৃ + অন]। লঘু-কৃত বিণ. লঘু করা হয়েছে এমন; (গণি.) লঘূকরণ করা হয়েছে এমন।

লঙ্কা1 [ laṅkā1 ] বি. রামায়ণোক্ত দ্বীপবিশেষ, প্রচলিত মতে ঐতিহাসিক যুগে এর নাম ছিল সিংহল। [সং. √ রম্ + ক + আ]। ̃ .কাণ্ড বি. 1 রামায়ণের লঙ্কাধ্বংস অধ্যায়; 2 (আল.) ভীষণ ধ্বংসকাণ্ড; 3 তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি। ̃ .দহন বি. হনুমান কর্তৃক লঙ্কাপুরী পোড়ানো। ̃ .দাহী (-হিন্) বিণ. বি. লঙ্কাদাহকারী, হনুমান। ̃ .ধি-পতি, ̃.পতি, লঙ্কেশ বি. রাবণ।

লঙ্গর-নঙ্গর [ laṅgara-naṅgara ] ও নোঙর এর আঞ্চ. রূপ।

লঙ্গর-খানা [ laṅgara-khānā ] বি. 1 সর্বসাধারণের রান্নাঘর; 2 বিনামূল্যে অন্ন বিতরণের স্হান।[ফা. লঙ্হর্কানহ্]।

লঙ্ঘন [ laṅghana ] বি. 1 ডিঙ্গিয়ে যাওয়া, অতিক্রম (সমুদ্রলঙ্ঘন); 2 পালন না করা, অগ্রাহ্য বা অমান্য করা (আইনলঙ্ঘন, মর্যাদালঙ্ঘন); 3 উপবাস (লঙ্ঘন দেওয়া)।[সং. √ লন্ঘ + অন]। লঙ্ঘনীয় বিণ. লঙ্ঘন করার যোগ্য। লঙ্ঘিত বিণ. লঙ্ঘন করা হয়েছে এমন (আদেশ লঙ্ঘিত হয়নি)।

লঙ্ঘা [ laṅghā ] ক্রি. (কাব্যে) লঙ্ঘন করা ('এক লম্ফে সাগর লঙ্ঘে')। [সং. √ লন্ঘ্ + বাং. আ]।

ল়জ্-ঝড় [ l়j-jhaḍ় ] বিণ. 1 অলস এ অকর্মণ্য; 2 অপদার্থ; 3 পুরোনো ও ভগ্নপ্রায় এবং সেই কারণে একেজো (লজ্ঝড় গাড়ি, লজ্ঝড় বাড়ি); 3 গোলমেলে, বাজে, অসুবিধাজনক (লজ্ঝড় কাজ)। [দেশি.-তু. হি. লক্কড়]।

লজেঞ্চুস, লজেন্স [ lajēñcusa, lajēnsa ] বি. (মুলত ছোটোদের জন্য) গুড় চিনি ইত্যাদির তৈরি চোষ্য মিঠাইবিশেষ। [ইং lozenges.]।

লজ্জত [ lajjata ] বি. 1 প্রকাশ; 2 পরিচয় ('রাজপুতানীর লজ্জত': ব. চ.); 3 যে-অঙ্গে ব্রীড়া বা লজ্জা ফুটে ওঠে অর্থাত্ মুখমণ্ডল ('চরকায় উজ্জ্বল লক্ষীর লজ্জত': স. দ.) [আ. লজ্জত্-তু. হি. লজ্জত]।

লজ্জ-মান [ lajja-māna ] বিণ. লজ্জা পাচ্ছে বা বোধ করছে এমন। [সং. √ লজ্জ্ + মান (শানচ্]। স্ত্রী. লজ্জ-মানা

লজ্জা [ lajjā ] বি. 1 গোপনীয় বিষয় প্রকাশিত হওয়ার জন্য বা অনুচিত ও অশোভন কাজ বা ব্যাপারের জন্য অস্বস্তিজনক ভাব, শরম, ব্রীড়া; 2 অস্বস্তির জন্য কোনো কথা বলতে বা কোনো কাজ করতে মানসিক বাধা, সংকোচ, কুণ্ঠা। [সং. লজ্জ্ + অ + আ]। ̃ .কর, ̃ .জনক বিণ. লজ্জার কারণযুক্ত, লজ্জা অনুভব হয় এমন। ̃ .নত, ̃ ব-নত বিণ. কুণ্ঠার দরুন মুখ তুলতে পারছে না এমন, লজ্জায় মাথা নিচু হয়ে আছে এমন। ̃ .বান, ̃ .শীল বিণ. লাজুক, লজ্জাযুক্ত। স্ত্রী.̃ .বতী ̃ .শীলা, বি. ̃ .বত্তা, ̃শীলতা। লজ্জাবতী লতা বি. লতাবিশেষ, যার পাতা স্পর্শমাত্রেই সংকুচিত হয়। ̃ .হীন, ̃ .শূন্য বিণ. নিলা়জ, নির্লজ্জ, বেহায়া। স্ত্রী. ̃ .হীনা, ̃ .শূন্যা। বি. ̃ .হীনতা, ̃ .শূন্যতালজ্জিত বিণ. লজ্জাযুক্ত, লজ্জা পেয়েছে এমন। স্ত্রী. লজ্জিতা

লঞ্চ [ lañca ] বি. বাষ্পচালিত ছোটো স্টিমারজাতীয় জলযানবিশেষ। [ইং. launch]।

লটকা [ laṭakā ] ক্রি. টাঙানো, ঝুলানো (দেওয়ালে ক্যালেণ্ডার লটকাল)। [হি. √ লটকা]। ̃ নো ক্রি. বি. টাঙানো, ঝুলানো। ☐ বিণ. উক্ত অর্থে।

লট-পট [ laṭa-paṭa ] বি. লুটোপুটি খাওয়ার বা লুটানোর এবং দুলবার ভাব ('লটপট করে বাঘছাল': রবীন্দ্র)। ☐ বিণ. শিথিলভাবে দোদুল্যমান ('লটপট তার বেশ': চণ্ডী। লট-পটে বিণ. লটপট করছে অর্থাত্ দুলেছে এবং লুটাচ্ছে এমন। লটা-পটা বিণ. (কাব্যে) লটপট করছে এমন ('লটাপট জটাজূট': ভা. চ.)

লট-বহর [ laṭa-bahara ] বি. (প্রধান যাত্রীদের) সঙ্গের বিবিধ মালপত্র। [তু. লাট2 + বহর]।

লটর-পটর [ laṭara-paṭara ] বি. 1 নানান অপ্রয়োজনীয় জিনিসপত্র; 2 (সচ.) নারীসঙ্গ-ঘটিত নিন্দনীয় ব্যাপার।[দেশি]।

লটারি [ laṭāri ] বি. সুরতি খেলা, ভাগ্যপরীক্ষার খেলা। [ইং. lottery]।

লড্ডু, লড্ডুক [ laḍḍu, laḍḍuka ] বি. নাড়ু। [সং. √ লড্ + ডু. ক]।

লড় [ laḍ় ] বি. (প্রা. কা.) দৌড়। [< সং. নড্]। ̃ .চড় বি. (গ্রা.) নড়চড়।

লড়া1 [ laḍ়ā1 ] বি. ক্রি. (গ্রা.) নড়া। ☐ বিণ. উক্ত অর্থে (লড়া মাছ)। [সং. √ লড্ + বাং. আ]।

লড়া2 [ laḍ়ā2 ] ক্রি. বি. 1 ষুদ্ধ করা বা পরস্পর শক্তিপরীক্ষা করা (কার সঙ্গে লড়ব, লড়ে যাও)। [হি. √ লড়তু. সং. লড্]। ̃ বি. যুদ্ধ; পরস্পর শক্তিপরীক্ষা। ̃ কু বিণ. যুদ্ধের বা প্রতিযোগিতায় বা বিবাদে উত্সাহী এবং সহজে পিছিয়ে যায় না এমন (লড়াকু মেজাজ)। ̃ নো ক্রি. বি. লড়াই করানো, লড়াই লাগিয়ে বা নামিয়ে দেওয়া। ☐ বিণ. উক্ত অর্থে। ̃ .য়ে, লড়াইয়ে বিণ. 1 লড়াইকারী, জঙ্গি; 2 যুদ্ধপ্রিয়। ̃ .লড়ি বি. পরস্পর লড়াই; দৌড়াদৌড়ি। লড়িয়ে বিণ. লড়াইপ্রিয় বা লড়াইয়ে পটু।

লতা [ latā ] বি. 1 যে-উদ্ভিদ অবলম্বনের জন্য অন্য কিছুকে জড়িয়ে বাড়ে, ব্রততী, বল্লরি; 2 (আল.) লতার প্রকৃতিযুক্ত বস্তু (দেহলতা, অসিলতা, আশালতা)। ☐ ক্রি. (বাং.) লতিয়ে ওঠা, লতানো। [সং. √ লত + অ + আ]। ̃ .কুঞ্জ বি. লতায় ঘেরা বাগান। ̃ .গৃহ বি. লতামণ্ডিত নিকুঞ্জ বা ঘর। ̃ নে, ̃ নিয়া বিণ. 1 লতার তুল্য; 2 লতার মতো প্রসারিত বা প্রসরণশীল। ̃ নো ক্রি. বি. লতার মতো প্রসারিত হওয়া (লতিয়ে উঠেছে)। ☐বিণ. উক্ত অর্থে। ̃ .পাতা বি. গাছের লতা ও পাতা; গাছ ও গাছের পাতা। ̃ .পাশ বি. লতা দিয়ে তৈরি জাল। ̃ .বিতান বি. লতাগৃহ, লতাকুঞ্জ। ̃ .মণ্ডপ বি. লতাপল্লব দিয়ে রচিত মণ্ডপ, লতাগৃহ। ̃ য়িত বিণ. লতার মতো প্রসারিত।

লতি [ lati ] বি. 1 কানের নিম্নভাগের নরম মাংস; 2 ছোটো বা সরু লতা (কচুর লতি)। [সং. লতা + বাং. ই (ক্ষুদ্রার্থে)]।

লতিকা [ latikā ] বি. 1 ক্ষুদ্র লতা; 2 লতা। [সং. লতা + ক + আ]।

লন [ lana ] বি. ছোটো ঘাসে ঢাকা জমি বা উদ্যান।[ইং. lawn]।

লণ্ঠন, লন্-ঠন [ laṇṭhana, lan-ṭhana ] বি. কাচ দিয়ে ঘেরা প্রদীপবিশেষ। [ইং. lantern]।

লন্ড-ভন্ড [ lanḍa-bhanḍa ] বিণ. বিপর্যস্ত, ছারখার, তছনছ (ঘরের জিনিসপত্র) সব একেবারে লণ্ডভণ্ড হয়ে আছে। [দেশি]।

লন্ড্রি [ lanḍri ] বি. কাপড় ধোলাইয়ের দোকান। [ইং. laundry]।

লপটা [ lapaṭā ] ক্রি. 1 জড়ানো; 2 জ়ড়িত হওয়া। [হি. লপটনা < সং লিপ্ত]। ̃ নো ক্রি. বি. 1 জড়ানো; 2 জড়িত হওয়া।

লপসি [ lapasi ] বি. 1 ডাল ময়দা প্রভৃতির নরম মণ্ডবিশেষ; 2 দুধ বা দই থেকে প্রস্তুত ঘোল। [সং. লপ্সিকা]।

লপেটা [ lapēṭā ] বি. নাগর ও পাম্পশু-র মাঝামাঝি আকারের জুতোবিশেষ। [তু. হি. লপেটনা]।

লপ্ত [ lapta ] বি. অবিচ্ছেদ্য অংশ, পাশাপাশি থাকার ভাব (এক লপ্তে তিনটি ঘর)। [সং. লিপ্ত]।

লব [ laba ] বি. 1 (গণি.) বিভাজ্য অঙ্ক, numerator; 2 অতি সূক্ষ কালাংশ; 3 অতি অল্প অংশ, লেশ; 4 বিন্দু (জল লব); 5 শ্রীরামচন্দ্রের দ্বিতীয় পুত্র। [সং. √ লু + অ]।

লবঙ্গ [ labaṅga ] বি. মশলা বা মুখশুদ্ধির উপকরণরূপে ব্যবহৃত শুষ্ক ফুলবিশেষ। [সং. √ লু + অঙ্গ]। ̃ .লতা, ̃.লতিকা বি. 1 উপক্ষারহীন বনৌষধিবিশেষ; 2 সুগন্ধ ফুলফলযুক্ত লতাবিশেষ; 3 (আল.) গুণবতী ও নম্রা নারী; 4 ঘি বা ডালডায় ভাজা লবঙ্গযুক্ত মিষ্ঠান্নবিশেষ।

লব্জ, লব্জ [ labja, labja ] বি. 1 শব্দ; 2 বাচনভঙ্গি; 3 কথার মাত্রারূপে ব্যবহৃত অর্থহীন শব্দ। [উ. লব্জ্]।

লব-ডঙ্কা [ laba-ḍaṅkā ] বি. 1 ফাঁকি; 2 কিছু-না (তুমি পাবে লবডঙ্কা); 3 বুড়ো আঙ্গুল দেখানো। [দেশি]

লবণ [ labaṇa ] বি. 1 ক্ষাররসযুক্ত রাসায়নিক পদার্থবিশেষ; 2 খাদ্যে স্বাদবৃদ্ধিকারক নোনা স্বাদের চূর্ণবিশেষ। ☐ বিণ. 1 ক্ষারযুক্ত; 2 লোনা (লবণজল)। [সং. √ লু + অন]। ̃ .পোড়া বিণ. অত্যধিক লবণ মিশানো হয়েছে এমন। লবণাক্ত বিণ. লবণমিশ্রিত; নোনা। লবণাম্বুধি বি. লবণসমুদ্র, নোনাজলযুক্ত সমুদ্র। লবণাম্বু-রাশি বি. 1 লবণাক্ত জলরাশি; 2 সমুদ্র।

লবেজান [ labējāna ] বিণ. 1 অতি অস্হির বা উত্কণ্ঠিত ('লবেজান বিবিজান'); 2 প্রাণ ওষ্ঠাগত হয়েছে এমন।[ফা. লব্-ই-জান্)।

লব্জ [ labja ] দ্র লব্জ

লব্ধ [ labdha ] বিণ. লাভ করেছে বা করা হয়েছে এমন, প্রাপ্ত, অর্জিত (পরিশ্রমলব্ধ অর্থ)।[সং √ লভ্ + ত]। স্ত্রী. লব্ধা ̃ .কাম বিণ. মনোরথ বা কামনা সফল বা পূর্ণ হয়েছে এমন। ̃ .প্রতিষ্ঠ বিণ. প্রতিষ্ঠা লাভ করেছে এমন, খ্যাতিমান। ̃ .প্রবেশ বিণ. ভিতরে প্রবেশ করেছে এমন, প্রবিষ্ট।

লভা [ labhā ] ক্রি. (কাব্যে) লাভ করা, পাওয়া ('কি ফল লভিনু হায়': মধু.); অন্যান্য ক্রিয়ারূপ-লভিব, লভিয়াছে, লভিল, লভিলাম। [লাভ দ্র]।

লভ্য [ labhya ] বিণ. 1 লাভের যোগ্য; 2 লাভস্বরূপ প্রাপ্তির সম্ভাবনাযুক্ত; 3 প্রাপ্য (লভ্যাংশ)। ☐ বিণ. (বাং.) লাভ, প্রাপ্তি। [সং. √ লভ্ + য]। স্ত্রী. লভ্যা। লভ্যাংশ বি. লাভের ভাগ বা অংশ; প্রাপ্য অংশ।

লম্পট [ lampaṭa ] বিণ. বি. 1 কামুক; 2 লোচ্চা, চরিত্রহীন। [সং. √ রম্ + অট]। বি. ̃ তা, লাম্পট্য

লম্ফ1, ল্যাম্প [ lampha1, lyāmpa ] বি. ক্ষুদ্র বাতিবিশেষ, কেরোসিন ডিবা। [ইং. lamp]।

লম্ফ2 [ lampha2 ] বি. লাফ, উল্লম্ফন (লম্ফ দিয়ে গাছে চড়ে)। [সং. √ লম্ফ্ + অ]। ̃ .ঝম্প বি. 1 লাফালাফি, লাফঝাঁপ; 2 (আল.) অতিশয় চঞ্চলতা বা আস্ফালন, অতিশয় হাঁকডাক। ̃ বি. লাফ; লাফ দেওয়া।

লম্ব [ lamba ] বি. 1 দীর্ঘ রেখা; 2 সমকোণে অবস্হিত সরলরেখা, perpendicular ☐ বিণ. 1 দোলায়মান, লম্বাভাবে ঝুলেছে এমন; 2 দীর্ঘ; 3 খাড়া, ঋজু; 4 সমকোণে অবস্হিত।[সং. √ লম্ব্ + অ]। ̃ .কর্ণ বিণ. লম্বা কানবিশিষ্ট। ☐ বি. (লম্বা কানযুক্ত বলে) গাধা খরগোশ হাতি প্রভৃতি জীব। ̃ চ্ছেদ বি. লম্বালম্বি কাটা। ̃ বি. 1 ঝুলন, দোলন; 2 অবলম্বন। ̃ .মান বিণ. 1 দোলায়মান, ঝুলছে এমন; 2 (ব্যঙ্গে) শুয়ে আছে এমন (বিকেল বেলায় বিছানায় লম্বমান হয়ে আছ কেন?)। ̃ .শাট বি. বঞ্চনা বা প্রতারণার জন্য ছদ্মবেশ। ̃ .শাট-পটাবৃত বিণ. জমকালো পোশাক পরিহিত।

লম্বর-দার [ lambara-dāra ] বি. যে মোড়লশ্রেণির ব্যক্তি বা মুখপাত্র সরকারের পক্ষে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে। [বাং. নম্বর (ইং number) + ফা. দার]।

লম্বা [ lambā ] বিণ. 1 দীর্ঘ, সামনে প্রসারিত, উপরে বা নীচে বিস্তৃত (লম্বা লোক, লম্বা পথ, দুহাত লম্বা); 2 দীর্ঘকালব্যাপী (লম্বা দিন, লম্বা ঘুম); 3 (আল.) ধরাশায়ী (লম্বা হওয়া, পিটিয়ে লম্বা করা); 4 দম্ভপূর্ণ (লম্বা লম্বা কথা)। ☐ বি. 1 দৈর্ঘ্য (লম্বায় দশ হাত); 2 ঝুল (জামাটা লম্বায় খাটো)। [সং. √ লম্ব্ + বাং. আ]। ̃ বি. 1 দৈর্ঘ; 2 ঝুলের মাপ। ̃ ই-চওড়াই বি. 1 দৈর্ঘ ও প্রস্হের মাপ; 2 দম্ভপূর্ণ উক্তি (অনেক লম্বাই-চওড়াই বলে গেল); 3 আস্ফালন। লম্বা করা ক্রি. বি. 1 প্রসারিত করা; 2 বাড়ানো; 3 (আল.) প্রহার দিয়ে ধরাশায়ী করা। ̃ .চওড়া বিণ. দীর্ঘদেহী এবং স্বাস্হ্যবান। লম্বা চাল বি. অতিরিক্ত আড়ম্বর। ̃ টে বিণ. লম্বা ধরণের; কিছুটা লম্বা। লম্বা দেওয়া ক্রি. বি. দ্রুত ছুটে পালানো; চম্পট দেওয়া। ̃ .লম্বি ক্রি-বিণ. দৈর্ঘ্যের দিকে অনুদীর্ঘভাবে (চাদরটাকে লম্বালম্বি পাতো)। লম্বা হওয়া ক্রি. বি. 1 প্রসারিত হওয়া; 2 বাড়া, বেড়ে ওঠা; 3 দীর্ঘ হওয়া; 4 (আল.) হাত-পা ছড়িয়ে শুয়ে পড়া।

লম্বিত [ lambita ] বিণ. 1 ঝোলানো হয়েছে এমন বা ঝুলছে এমন; 2 দোলিত। [সং. √ লম্ব্ + ত]।

লম্বোদর [ lambōdara ] বিণ. ভুঁড়িওয়ালা, ভুঁড়ো, স্হূলোদর। ☐ বি. (লম্বা বা ঝোলানো পেটযুক্ত বলে) গণেশ। [সং. লম্ব + উদর]।

লয় [ laẏa ] বি. 1 (বৃহত্তর বস্তুতে) বিলীন হওয়া (নির্গুণ ব্রহ্মে লয় হওয়া, 'জলেরই বিম্ব জলে পায় লয়'); 2 বিনাশ ধ্বংস বা মৃত্যু (সৃষ্টিস্হিতিলয়); 3 (সংগীতে) নৃত্যগীতবাদ্যের তালসাম্য বা তালের নির্দিষ্ট কাল পরিমাণ (দ্রুত লয়, বিলম্বিত লয়)।[সং. √ লী + অ]।

লয়-কারি [ laẏa-kāri ] (বর্জি.) লয়-কারী বি. (সংগীতে) গায়ক বা বাদক কর্তৃক লয়ের নানান বৈচিত্র্য প্রদর্শন। [সং. লয়কার্য]।

লরি [ lari ] বি. বাষ্পচালিত মালবাহী যানবিশেষ। [ইং. lorry]।

ললত্ [ lalat ] বিণ. 1 (বিরল) কম্পমান; 2 দোলায়মান; 3 লেহনকারী (তু. ললজ্জিহ্ব-কুকুর)। [সং. √ লড্ (লল্) + অত্]।

ললনা [ lalanā ] বি. 1 সুন্দর নারী; 2 পত্নী। [সং. √ লল্ + অন + আ]।

ললন্তিকা [ lalantikā ] বি. নাভি পর্যন্ত লম্বিত হার। [সং. ললত্ + ক + আ-ন্ আগম]।

ললাট [ lalāṭa ] বি. 1 কপাল; 2 ভাগ্য, অদৃষ্ট। [সং. √ লল্ + আট]। ̃ .ভূষণ বি. কপালে পরবার অলংকার। ললা়টিকা বি. 1 তিলক; 2 শ্রেষ্ঠ অলংকার ('ললা়টিকা মেয়ে': বিহারী.)।

ললাম [ lalāma ] বি. 1 ভূষণ, অলংকার; 2 শ্রেষ্ঠ বস্তু; 3 তিলক। [সং. √ লল্ + আম]।

ললিত [ lalita ] বিণ. 1 সুন্দর, চারু (ললিত রূপ, ললিত বেশ); 2 মৃদু, মনোরম (ললিতকলা); 3 কমনীয়, কোমল ('কহিল রমণী ললিত কণ্ঠে')। ☐ বি. 1 লাস্য; 2 স্ত্রীনৃত্য; 3 বিলাস; 4 সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [সং. √ লল্ + ত]। ̃ .কলা বি. গীতবাদ্য চিত্রাঙ্কন কাব্য-নাটকাদি চারুকলা। ললিতা বিণ. ললিত-র স্ত্রীলিঙ্গে। ☐ 1 দেবীবিশেষ, দুর্গাদেবী; 2 শ্রীরাধিকার জনৈকা সখী। ললিতা সপ্তমী ভাদ্রমাসের শুক্লা সপ্তমীতিথি।

লশ-কর [ laśa-kara ] বি. 1 সৈন্য, ফৌজ, 2 নৌসৈন্য; 3 জাহাজের খালাশি; 4 লোকজন (লোকলশকর)। [ফা. লশ্কর্]।

লশুন-রসুন [ laśuna-rasuna ] এর রূপভেদ।

লস্সি, লস্যি [ lassi, lasyi ] বি. ঘোল চিনি বরফ প্রভৃতি দিয়ে তৈরি গ্রীষ্মের পানীয়বিশেষ। [হি. লস্সী]।

লসিত [ lasita ] বিণ. শোভিত, দীপ্ত, শোভাযুক্ত ('লসিত সুন্দর সর্ব গাত্র': জ্ঞান.) [সং. √ লস্ + ত]।

লস্কর-লশকর [ laskara-laśakara ] এর বানানভেদ।

লস্যি [ lasyi ] দ্র লস্সি []।

লহ [ laha ] (কাব্য). অনু-ক্রি. নাও, গ্রহণ করো (লহো প্রণাম)। [বাং. √ লওয়া < প্রাকৃ. লহ]

লহনা [ lahanā ] বি. 1 খাজনা ব্যতীত অন্য পাওনা; 2 লভ্য, পাওনা [হি. লহনা < সং. √ লভ্]।

লহমা [ lahamā ] বি. মুহুর্ত বা অতি অল্প সময় (এক লহমায় সব বুঝে নিল, 'হঠাত্ সহস্র দিন শেষ যেন এক লহমায়': অ. চ.) [আ. লম্হহ্]।

লহর [ lahara ] বি. 1 ঢেউ; প্রবাহ (হাসির লহর); 2 শ্রেণী, সারি; 3 প্যাঁচ (সাতলহর হার)। [সং. লহরী]।

লহরা [ laharā ] বি. প্রবাহ্ বা ঢেউ; 2 তবলাবাদনের প্রাধান্যের দ্বারা সংগীতের লহরি সৃষ্টি-লহরায় আনদ্ধ যন্ত্রেরই প্রাধান্য থাকে, যন্ত্রসংগীত তাকেই অনুসর করে। [হি. লহরা]।

লহরি, লহরী [ lahari, laharī ] বি. তরঙ্গ, ঢেউ ('সাগর লহরী সমানা': বিদ্যা.) [সং. ল + √ হৃ + ইন্, ঈ (স্ত্রী.)]।

লহু1 [ lahu1 ] বি. (বর্ত. অপ্র.) রক্ত। [সং. লোহিত]।

লহু2 [ lahu2 ] বিণ. (ব্রজ.) মৃদু ('লহুলহু হাস': বিদ্যা.)।[সং. লঘু]।

লা2 [ lā2 ] অব্য. স্ত্রীলোকদের ব্যবহৃত স্ত্রীলোকদের উদ্দেশে সম্বোধনের শব্দবিশেষ (কেন লা, এখানে যাবি না কেন?) [প্রাকৃ. হলা]।

লা3 [ lā3 ] বি. (আঞ্চ. ও প্রা. কা.) নৌকা, নাও। [সং. নৌ]।

লা4 [ lā4 ] অব্য. নঞর্থক উপসর্গবিশেষ (লাচার, লাখেরাজ = লা+ খিরাজ)। [আ. লা]।

লাই [ lāi ] বি. প্রশ্রয়, আশকারা, নাই (কুকুরকে লাই দিলে সে মাথার ওঠে)। [বাং. নাই < নেহ < স্নেহ]।

লাইট [ lāiṭa ] বি. 1 বাতি; 2 বৈদ্যুতিক বাতি। [ইং. light]। ̃ .হাউস বি. সমুদ্রে নাবিকদের সাহায্যের জন্য বা পথনির্দেশের জন্য বাতিঘর।

লাইন [ lāina ] বি. 1 রেখা (লাইন টানা); 2 নিজ নিজ পালা বা ক্রমের জন্য অপেক্ষামাণ মানুষের সারি (টিকিটের লাইন, রেশনের লাইন); 3 শ্রেণি (ফুলগাছের লাইন); 4 লৌহপথ (রেলের লাইন, ট্রামের লাইন); 5 পথ, ধারা (ঠিক লাইন ধরে এগোনো); 6 (কৌতু. বা আল.) কৌশলপূর্ণ উপায় (লাইন জানা থাকলে কাজটা উদ্ধার হতে পারে)। [ইং. line]।

লাইনিং [ lāini ] বি. জামা বা অন্য সেলাই-করা পোশাকের ভিতরদিকের অতিরিক্ত কাপড় (কোটের লাইনিং) [ইং. lining]

লাইফ-বেল্ট [ lāipha-bēlṭa ] বি. জাহাজ ইত্যাদি ডুবে গেছে যাত্রীদের ভেসে থাকার সাহায্যে জন্য নির্মিত হাওয়া-পোরা রবারের চাকাবিশেষ। [ইং. lifebelt]।

লাইফ-বোট [ lāipha-bōṭa ] বি. জাহাজ ইত্যাদি পোত ভগ্ন বা মজ্জমান হলে যাত্রীদের জীবনরক্ষার্ত্রে ব্যবহৃত (এবং প্রধানত জাহাজে সংলগ্ন) ছোটো দ্রুতগামী নৌকাবিশেষ।[ইং. lifeboat]।

লাইব্রেরি [ lāibrēri ] বি. গ্রন্হাগার, পুস্তক-ভাণ্ডার [ইং. library]।

লাইসেন্স [ lāisēnsa ] বি. ব্যাবসা বা বৃত্তি অবলম্বন করার সরকারি অনুমতি বা অনুমতিপত্র। [ইং. licence]।

লাউ [ lāu ] বি. কুমড়োজাতীয় সবুজ সবজিবিশেষ, কদু। [< সং. অলাবু]। ̃ .ডগা বি. 1 লাউগাছ বা লাউশাকের আগা; 2 বিষহীন সবুজ সাপবিশেষ। ̃ .মাচা বি. লাউগাছ লতিয়ে বাড়ার জন্য যে-মাচা তৈরি করা হয়।

লাউড-স্পিকার [ lāuḍa-spikāra ] বি. যে-কোনো আওয়াজকে তীব্র ও উঁচু করার যন্ত্রবিশেষ।[ইং. loudspeaker]।

লাক্ষণিক, লাক্ষণ্য [ lākṣaṇika, lākṣaṇya ] বিণ. 1 লক্ষণ-সংক্রান্ত; 2 লক্ষণযুক্ত; 3 লক্ষণস্বরূপ; 4 লক্ষণ বা লক্ষণাবৃত্তির দ্বারা বোধ্য; 5 গৌণ (লাক্ষণিক অর্থে); 6 দৈবজ্ঞ। [সং. লক্ষণ + ইক, য]।

লাক্ষা [ lākṣā ] বি. 1 লাল বৃক্ষরসবিশেষ, গালা, জতু, জউ; 2 আলতা। [সং. > লক্ষ্ + অ + আ]। ̃ .রস বি. লাক্ষাজাত তরল রং, আলতা।

লাক্ষিক [ lākṣika ] বিণ. 1 লাক্ষার দ্বারা রঞ্জিত; 2 লাক্ষা-সম্বন্ধীয়। [সং. লাক্ষা + ইক]।

লাখ [ lākha ] বি. লক্ষ1 এর কথ্যরূপ, 1√ সংখ্যা। [] বিণ. 1 এক লক্ষ-সংখ্যক; 2 (আল.) অগণিত, অসংখ্য। [সং. লক্ষ]। লাখ কথার এক কথা বহু কথার মধ্যে সবচেয়ে মূল্যবান কথা, সার কথা। ̃ .পতি বি. লক্ষাধিক টাকার মালিক। লাখ লাখ বিণ. অসংখ্য (লাখ লাখ লোক)। লাখে, লাখে, লাখো লাখো বিণ. অসংখ্য।

লাখেরাজ [ lākhērāja ] বিণ. নিষ্কর (লাখেরাজ জমি)। ☐বি. নিষ্কর জমি। [আ. লা-খিরাজ]।

লাখো [ lākhō ] বিণ. লাখ -এর কথ্য রূপ (লাখোবার তাকে বারণ করেছি)। [লাখ দ্র]।

লাগ [ lāga ] বি. 1 নাগাল (লাগ পাওয়া); 2 স্পর্শ; 3 নৈকট্য; 4 ঘনিষ্ট সম্পর্ক, প্রীতির সম্পর্ক (তার সঙ্গে তো তোমার বেশ লাগ আছে)।[লাগা দ্র]।

লাগ-সই [ lāga-si ] বিণ. 1 উপযুক্ত; জুতোসই (প্রশ্নের লাগসই জবাব); 2 মাপসই (লাগসই জুতো); 3 মানানসই। [বাং. লাগা + সই3]।

লাগা ক্রি. [ lāgā kri. ] বি. 1 যুক্ত বা লিপ্ত বা সংলগ্ন হওয়া (জুতোয় কাদা লাগা, ঘরে আগুন লাগা); 2 স্পর্শ করা (গায়ে বাতাস লাগা); 3 ভেড়া, ভিড়া (তীরে নৌকা লাগা); 4 থামা (ওইখানে গাড়ি লাগাও); 5 রত নিযুক্ত বা ব্যাপৃত হওয়া (কাজে লেগে যাও); 6 আরম্ভ হওয়া, ঘটা (গ্রহণ লাগা); 7 করতে থাকা (খেতে লাগল); 8 স্বাদবোধ হওয়া (মিষ্টি লাগছে); 9 অনুভূত হওয়া (ভালো লাগা, গরম লাগা); 1 ক্লেশবোধ বা যন্ত্রণাবোধ হওয়া (পায়ে বড়ো লাগছে); 11 যুক্তিযুক্ত হওয়া, খাপ খাওয়া, মানানো (কাজে গা লাগাছে না, শব্দটা ওখানে লাগবে না); 12 তুল্য হওয়া (মহাভারতের কাছে অন্য মহাকাব্য কি আর লাগে?); 13 প্রয়োজন হওয়া (টাকা লাগবে, আর কী কী লাগবে?); 14 মূল্যরূপে ব্যয়িত হওয়া (কিনতে দশ টাকা লেগেছে); 15 সফল হওয়া, ফলপ্রসূ হওয়া (ওষুধটা লেগেছে, তার ভবিষ্যদ্বাণীটা লাগল না); 16 বিবাদ বাধা (দু-পক্ষে আবার লেগেছে); 17 পছন্দ হওয়া (কথাটা মনে লাগছে); 18 জ্বালাতন বা শত্রুতা করা (পিছনে লাগা); 19 বিদ্ধ হওয়া, বেঁধা (গুলিটা বুকে লেগেছে, তিরটা পিঠে লেগেছে); 2 আঘাত পাওয়া (ঘুসি লেগেছে, চোট লাগা, খোঁচা লাগা); 21 ধারণা বা অনুভব হওয়া (কুসুমসমান লাগা); 22 পছন্দ বা মনোমতো হওয়া (তার কথাটা আমার মনে লেগেছে); 23 আটকে যাওয়া, বাধাপ্রাপ্ত হওয়া (নৌকো কাদায় লেগেছে, গলায় লাগা); 24 কু প্রভাব পড়া (এঁড়ে লাগা, শনি লাগা)। [সং. √ লগ্ + বাং. আ] লেগে থাকা ক্রি বি. রত থাকা; নাছোড়বান্দার মতো রত থাকা। লেগে যাওয়া ক্রি. ব্. 1 কাজ বা উদ্যোগ শুরু করা, কাজে নামা; 2 খেটে যাওয়া, মিলে যাওয়া (তাঁর কথাটাই লেগে গেছে)।

লাগাও [ lāgāō ] বিণ. সংলগ্ন, সন্নিহিত, পাশাপাশি (লাগাও ঘরবাড়ি)। [লাগা দ্র]।

লাগা-তার [ lāgā-tāra ] বিণ. অবিরাম, একটানা (লাগাতার ধর্মঘট, লাগাতার বৃষ্টি)। [হি. লাগাতার]।

লাগানি, লাগানি-ভাঙানি [ lāgāni, lāgāni-bhāṅāni ] দ্র লাগানো

লাগানো [ lāgānō ] ক্রি. বি. 1 সংযুক্ত করা (খামে টিকিট লাগানো, ঘরে আগুন লাগানো); 2 লিপ্ত বা লেপন করা (দেওয়ালে রং লাগানো, ফোঁড়ায় মলম লাগানো); 3 ছোঁয়ানো (গায়ে গা লাগানো); 4 সেবন করা, লাগতে দেওয়া (মাথায় রোদ লাগানো); 5 ভিড়ানো (তীরে নৌকা লাগানো); 6 রোপণ করা (গাছের চারা লাগানো); 7 নিযুক্ত করা (কাজে লাগানো; মনে লাগানো, পিছনে লোক লাগোনো); 8 প্রয়োগ করা (ঘা কতক লাগানো); 9 বাধিয়ে দেওয়া (ঝগড়া লাগিয়ে দিচ্ছে); 1 ব্যয় করা (সময় লাগানো); 11 মনে উত্পাদন করা, বোধ করানো (তাক লাগানো, ভয় লাগানো); 12 গোপনে বিরুদ্ধে বলা, চুকলি কাটা (আমার নামে লাগিয়েছে); 13 বন্ধ করা (দরজাটা লাগিয়ে দাও)। লাগা দ্র। লাগানি বি. গোপন নালিশ, চুকলি। লাগানি-ভাঙানি বি. গোপনে অন্যের নিন্দা করে মন বিগড়ে দেওয়া।

লাগাম [ lāgāma ] বি. 1 ঘোড়ার বল্গা, রাশ; 2 (গৌণ অর্থে) সংযম (মুখে লাগাম নেই)। [ফা. লগাম্]। ̃ .ছাড়া বিণ. 1 যথেচ্ছাচারী, অসংযত (লাগামছাড়া আচরণ); নিয়ন্ত্রণের বহির্ভূত (লাগামঢছাড়া বাজারদর)।

লাগি, লাগিয়া [ lāgi, lāgiẏā ] অনু. (কাব্যে) 1 জন্য ('সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু': চণ্ডী); 2 তরে ('কার লাগি হয়েছে বিরাগী': নজরুল)।[বাং. লাগ + ই, ইয়া < প্রাকৃ. লগ্গই]।

লাগেজ [ lāgēja ] বি. যাত্রীদের মালপত্র।[ইং. luggage]।

লাঘব [ lāghaba ] বি. 1 হ্রাস, লঘুতা (ভার লাঘব করা, শ্রম লাঘব করা); 2 গৌরবহানি, মর্যাদাহানি (একাজে করলে তোমার সম্মানের লাঘব হবে না); 3 ক্ষিপ্রতা, পটুতা (হস্তলাঘব) [সং. লঘু + অ]।

লাঙল [ lāṅala ] বি. ইস্পাতের ফলাযুক্ত জমি চষার যন্ত্রবিশেষ, হল।[সং. লাঙ্গল]। লাঙল চষা ক্রি. বি. লাঙল দিয়ে জমি চাষ করা। ̃ .টানা বিণ. হলবহনকারী। ̃ .দড়ি বি. যে দড়ি দিয়ে লাঙলের সঙ্গে মই বাঁধা হয়।

লাঙুল [ lāṅula ] বি. লেজ, পুচ্ছ। [সং. লাঙ্গুল]। লাঙুলি বিণ লেজবিশিষ্ট। ☐ বি. বাঁদর।

লাঙ্গুল [ lāṅgula ] বি. লাঙ্গুল -এর মার্জিত রূপ। [সং. √ লঙ্গ্ + উল]। লাঙুলী (-লিন্), (চলিত) লাঙুলি বিণ. লেজবিশিষ্ট। ☐ বি. বাঁদর।

লাচাড়ি [ lācāḍ়i ] বি. নৃত্যোপযোগী ত্রিপদ ছন্দবিশেষ বা উক্ত ছন্দে রচিত গান। [হি. লচারী]। লাচাড়ি টৌড়ি বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ।

লাচার-নাচার [ lācāra-nācāra ] এর রূপভেদ [.]।

লাছা [ lāchā ] ক্রি. পাতা, স্হাপন করা (বিছানা লেছে দাও)। [বাং. লাছ্ + আ]।

লাছি [ lāchi ] বি. সুতোর গুটি বা কাটিমে জড়ানো সুতো (এক লাছি সুতো)।[দেশি.]।

লাজ2 [ lāja2 ] বি. খই; ভাজা ধান [সং. √ লাজ্ + অ]। ̃ .বর্ষণ বি. শুভ অনুষ্ঠানে ইতস্তত খই ছড়ানো। লাজাঞ্জলি বি. 1 মুঠো-ভরতি খই; 2 খই-ভরতি অঞ্জলি বা মুঠি।

লাজ-বন্তি [ lāja-banti ] বি. সংগীতের রাগিণীবিশেষ।[হি. লাজবন্তী]।

লা-জবাব [ lā-jabāba ] বিণ. 1 তুলনাহীন, অপূর্ব; 2 নিরুত্তর।[ফা. লা জওয়াব্]।

লাজুক [ lājuka ] বিণ. 1 লজ্জাশীল; 2 সংকোচের জন্য লোকের সঙ্গে মিশতে বা সহজভাবে কথা বলতে পারে না এমন। [বাং. লাজ1 + উক]।

লাঞ্চ, লান্চ্ [ lāñca, lānc ] বি. দুপুরে প্রধান ভোজন, মধ্যাহ্নভোজন। [ইং. lunch]।

লাঞ্ছন [ lāñchana ] বি. 1 কলঙ্ক, চিহ্ন (শশলাঞ্ছন, ব্যাঘ্রলাঞ্ছন); 2 ধ্বজ (মকরলাঞ্ছন); 3 অঙ্কন; 4 উপাধি, নাম। [সং. √ লাঞ্ছ্ + অন]।

লাঞ্ছনা [ lāñchanā ] বি. 1 ভর্ত্ সনা, তিরস্কার; 2 নিন্দা, অপামানিত, (অনেক লাঞ্ছনা সয়েছি); 3 উত্পীড়ন (পরাধীনতার লাঞ্ছনা)। [সং. √ লাঞ্ছ + অন + আ]।

লাঞ্ছিত [ lāñchita ] বিণ. 1 ভর্ত্সিত , তিরস্কার; 2 নিন্দিত, অপমানিত, অপদস্হ; 3 উত্পীড়িত; 4 কলঙ্কিত; 5 চিহ্নিত, অঙ্কিত (চন্দনলা়ঞ্ছিত দেহ); 6 ধ্বজযুক্ত; 7 নামযুক্ত, নামাঙ্কিত। [সং. √ লাঞ্ছ্ + ত]।

লাট1 [ lāṭa1 ] বিণ. 1 পাট-ভাঙা, এলোমেলো, ওলটপালট (লাট কাপড়, কাপড়জামা লাট হয়ে গেছে); 2 ধরাশায়ী (মেরে লাট করা)। [দেশি]। লাট খাওয়া ক্রি. বি. (উড্ডীয়মান বস্তুর) উলটোমুখে পড়া বা পতনোন্মুখ হওয়া (ঘুড়ি লাট খাচ্ছে)।

লাট2 [ lāṭa2 ] বি. 1 বিদগ্ধ ব্যক্তি, পণ্ডিত বা রসজ্ঞ ব্যক্তি; 2 জীর্ণবস্ত্রাদি। [সং. লাট্ + অ]।

লাট3 [ lāṭa3 ] বি. (বিরল) স্তম্ভ (অশোকলাট)।[হি. লাঠ্]।

লাট4 [ lāṭa4 ] বি. 1 জমিদারির অংশ (লাটের খাজনা); 2 নিলামে একত্র বিক্রয়ের দ্রব্যসমষ্টি (লাটের মাল)। [ইং. lot]। ̃ .বন্দি বিণ. (জমি সম্বন্ধে) লাটের তালিকাভুক্ত।

লাট5 [ lāṭa5 ] বি. 1 গভর্ণর, রাজ্যপাল (বাংলার লাট); 2 দেশের প্রধান শাসক; 3 সর্বাধিনায়ক। [ইং. lord]। ̃ .বেলাট বি. পদস্হ ও সম্ভ্রান্ত ব্যক্তি। ̃ .সাহেব বি. 1 গভর্নর, রাজ্যপাল; 2 (ব্যঙ্গে) চালচলন ও বেশভূষার আত্মম্ভরিতাপূর্ণ ব্যক্তি। ছোট-লাট প্রাদেশিক শাসনকর্তা, lieutenant-governor জঙ্গি-লাট প্রধান সেনাপতি। বড়ো-লাট দেশের প্রাক্তন প্রধান শাসনকর্তা, গভর্নর-জেনারেল।

লাট6 [ lāṭa6 ] বি. গুজরাতের প্রাচীন নাম। [সং.লাট + অ]।

লাটিম, লাট্টু [ lāṭima, lāṭṭu ] বি. লোহার ছুঁচলো শলাকা বা আলযুক্ত কাঠের খেলনাবিশেষ যা দড়ি দিয়ে পাকিয়ে ঘোরাতে হয়। [হি. লট্টু-তু. সং. √ নট্]। লাট্টু-দার বিণ. লাট্টুর মতো পাকিয়ে চূড়া করা হয়েছে এমন (লাট্টুদার পাগড়ি)

লাঠা-লাঠি [ lāṭhā-lāṭhi ] বি. 1 লাঠির দ্বারা পরস্পর প্রহার; 2 (আল.) তুমুল বিবাদ। [বাং. লাঠি + লাঠি]।

লাঠি [ lāṭhi ] বি. হাতে ধরার উপযুক্ত মূলত বাঁশ বা কাঠের লম্বা টুকরো, যষ্টি, লগুড়। [প্রা. লট্ঠি > সং. ষষ্টি]। ̃ .খেলা বি. লাঠি নিয়ে লড়াই-লড়াই খেলা। ̃ .য়াল, লেঠেল বি. লাঠি নিয়ে যুদ্ধ করতে পটু ব্যক্তি। ̃ .য়ালি, লেঠেলি বি. লাঠিয়ালের বৃত্তি। ̃ .সোঁটা বি. লাঠি ও তত্সদৃশ বস্তু। লাঠ্যৌষধি বি. লাঠির প্রহাররূপ ওষুধ বা সংশোধনের উপায়, অর্থাত্ লাঠি দিয়ে মেরে অপরাধের প্রতিকার।

লাড্ডু [ lāḍḍu ] বি. নাড়ু, তিল নারকেল প্রভৃতির তৈরি গোলাকার মিঠাইবিশেষ।[হি. লাড্ডু < সং লড্ডু]।

লাথি [ lāthi ] বি. পদাঘাত, পা দিয়ে প্রহার বা আঘাত। [তু. হি. লাত]। ̃ .খেকো বিণ. 1 লাথি খেতে অভ্যস্ত; 2 (আল.) অত্যন্ত হেয় বা হীন। লাথানো ক্রি. লাথি মারা (লাথিয়ে দূর করা)। ☐ বি. উক্ত অর্থে।

লাদ [ lāda ] দ্র নাদ2

লাদা1 [ lādā1 ] দ্র নাদা

লাদা2 [ lādā2 ] ক্রি. ভার চাপানো, বোঝাই করা।[বাং. √ লাদ্ + আ]। ̃ বিণ. বোঝাই।

লাদি [ lādi ] বি. ছাগল ইঁদুর আরশোলা প্রভৃতি প্রাণীর বিষ্ঠা, নাদি।[< সং. লণ্ড.]।

লাফ [ lāpha ] বি. লম্ফ, দুই কিংবা এক পায়ের পেশি স্প্রিঙের মতো সংকোচন ও হঠাত্ প্রসারণের দ্বারা দূরত্ব লঙ্ঘন। [সং. লম্ফ]। ̃ .ঝাঁপ বি. 1 লাফালাফি, লম্ফঝম্ফ; 2 হুড়োহুড়ি; 3 (আল.) অত্যাধিক ব্যস্ততা বা আস্ফালন। লাফা-লাফি বি. 1 ক্রমাগত লাফ দেওয়া; 2 (আল.) অত্যধিক ব্যস্ততা বা আস্ফালন।

লাফা [ lāphā ] ক্রি. লাফ দেওয়া (লাফিয়ে যাওয়া)।[সং. লম্ফ + বাং. আ]। লাফানি বি. 1 লাফ, লাফ দেওয়া; 2 আস্ফালন; ছটফটানি। লাফানে বিণ. লাফায় এমন। ̃ নো ক্রি. লাফ দেওয়া। ☐ বি. উক্ত অর্থে (এত লাফানো ভোলো নয়)।

লাফালাফি [ lāphālāphi ] দ্র লাফ

লাব [ lāba ] বি. বটের পাখি [সং. লু + অ]।

লাবড়া [ lābaḍ়ā ] বি. বিবিধ সবজি-সহযোগে পাঁচমিশালি ব্যঞ্জন, ঘ্যাঁট। [সং. লাবু (অলাবু) + বাং. ড়া = লাবুড়া > লাবড়া]।

লাবণ [ lābaṇa ] বিণ. 1 লবণসম্বন্ধীয়;। 2 নোনা, লবণাক্ত। [সং. লবণ + অ]।

লাবণি, [ lābaṇi, ] (প্রা. কা.) লাবনি বি. কান্তি, লাবণ্য। [< সং. লাবণ্য]। লাবনি বি. (প্রা. কা.) লাবণ্য ('কাচা অঙ্গর লাবনি': গো. দা.)

লাবণিক [ lābaṇika ] বিণ. লাবণ; লবণসম্বন্ধীয়। ☐ বি. লবণ-বিক্রেতা। [সং. লবণ + ইক]।

লাবণ্য [ lābaṇya ] বি. 1 কান্তি, সৌন্দর্য; কমনীয়তা।[সং. লবণ + য]। ̃ .ময় বিণ. কান্তিযুক্ত, সুন্দর; কমনীয়। স্ত্রী. ̃ .ময়ী

লাভ [ lābha ] বি. 1 মুলধন বা খরচের অতিরিক্ত আয় (ব্যবসায়ে লাভ), মুনাফা (শতকরা দশ টাকা লাভ); 2 উপস্বত্ব, আয় (দোকান থেকে প্রচুর টাকা লাভ হয়); 3 ক্ষতির বিপরীত, উপকার (এ কাজে লাভ নেই); 4 প্রাপ্তি (বরলাভ, বন্ধুলাভ)। [সং. √ লভ্ + অ]। লাভ করা ক্রি. বি. লাভস্বরূপ পাওয়া; মুনাফা আয় করা; অর্জন করা; পাওয়া। ̃ .জনক বিণ. লাভ হয় এমন, যাতে লাভ হয় (লাভজনক ব্যবসায়)। ̃ .বান বিণ. লাভ করেছে বা মুনাফা রোজগার করেছে এমন। লাভা-লাভ বি. লাভ ও ক্ষতি।

লাভা [ lābhā ] বি. আগ্নেয়গিরির অগ্নুত্পাতে নির্গত গলিত ও অতিতপ্ত ধাতব পদার্থ। [ইং. lava]।

লাভালাভ [ lābhālābha ] দ্র লাভ

লামা1 [ lāmā1 ] বি. তিব্বতীয় বৌদ্ধ পুরোহিত (দলাইলামা)। [তিব্বতি > ইং. lama]।

লামা2 [ lāmā2 ] বি. (প্রধানত) দক্ষিণ আমেরিকার উটের মতো কিন্তু উটের চেয়ে ছোটো প্রাণীবিশেষ। [স্পে. llama]।

লাম্পট্য [ lāmpaṭya ] বি. লম্পটের ভাব বা বৃত্তি, লম্পটতা, ব্যভিচার; যৌন অনাচার। [সং. লম্পট + য]।

লায়েক [ lāẏēka ] বিণ. 1 সাবালক; 2 যোগ্য, সমর্থ, কাজ করার উপযুক্ত; 3 (নিন্দায়) মাতব্বর (খুব লায়েক হয়ে গেছ দেখছি); 4 ফসলের উপযুক্ত (লায়েক জমি)। [আ. লায়ক]।

লাল1 [ lāla1 ] বি. 1 লালা, সচরাচর শিশুদের এবং লোভে বড়োদের মুখনিঃসৃত রসবিশেষ; 2 থুতু। [সং. লালা]।

লাল2 [ lāla2 ] বিণ. (নামের যোগে) সুন্দর; প্রিয় (নন্দলাল, লালচাঁদ, লালগোপাল)। [হি. লাল]।

লাল3 [ lāla3 ] বি. বিণ. রক্তবর্ণ, লোহিত (লাল কাপড়)। [ফা.]। চে বিণ. ঈষত্ রক্তবর্ণ। ̃ .ঝাণ্ডা বি. 1 লাল রঙ্গের পতাকা; 2 কমিউনিস্ট দলের প্রতীক লাল পতাকা। ̃ .মুখ বিণ. রক্তবর্ণ মুখযুক্ত। ☐ বি. 1 রক্তবর্ণ মুখ; 2 (আল.) মর্কট, বাঁদর; 3 সাহেব। চোখ লাল করা ক্রি. বি. রাগ দেখানো।

লালচ [ lālaca ] বি. (বিরল) লালসা। [হি.]

লালন [ lālana ] বি. সযত্নে পালন (অতিলালনের ফলেই ছেলেটা নষ্ট হয়েছে)। [সং. √ লল্ + অন]। ̃ .পালন বি. প্রতিপালন।

লালন-গীতি [ lālana-gīti ] বি. লালন ফকিরের গান। [বাং. লালন + গীতি]।

লাল-ফিতে [ lāla-phitē ] বি. 1 (সচ. লাল রঙ্গের ফিতায় বাঁধা থাকে বলে) সরকারী অফিসের ফাইল বা নথিপত্র; 2 (আল.) সরকারি অফিসের দীর্ঘসূত্রতা। [ইং. red tape এর অনুকরণজাত]।

লাল-বাতি [ lāla-bāti ] বি. (কৌতু.) দোকান ব্যাবসা ইত্যাদির ব্যর্থতা বা উচ্ছেদ (দোকানটা তো লালবাতি জ্বেলেছে)।[বাং. লাল3 + বাতি < ফা. লাল + হি. বত্তী]।

লাল-মোহন [ lāla-mōhana ] বি. পানতুয়া-জাতীয় লালচে মিঠাইবিশেষ। [বাং. লাল3 + মোহন]।

লালস1 [ lālasa1 ] বিণ. লোলুপ লোভী [সং. লালসা + অ]।

লালসা [ lālasā ] বি. লোলুপতা, লিপ্সা, লোভ। [সং. √ লস্ + যঙ্লুক্ + অ + আ]।

লালা1 [ lālā1 ] বি. হিন্দুস্হানি কায়স্হের পদবিবিশেষ [হি.]।

লালা2 [ lālā2 ] বি. মুখজাত রস বা জল, লাল। [সং. √ লল্ + ণিচ্ + অ + আ]।

লালাটিক [ lālāṭika ] বিণ. 1 ললাট বা কপালসম্বন্ধীয়; 2 ভাগ্য সম্বন্ধীয়; 3 ভাগ্যলব্ধ (লালাটিক প্রাপ্তিযোগ)। ☐ বি. ললাটভূষণ। [সং. ললাট + ইক]।

লালা-পোশ [ lālā-pōśa ] বি. (প্রধানত শিশুর) মুখের লালায় যাতে জামা নোংরা না হয় তার জন্য গলার কাছে বাঁধা আচ্ছাদনবিশেষ।[বাং. লালা 2 + ফা. পোশ]।

লালায়িত [ lālāẏita ] বিণ. 1 লালাক্ষরণযুক্ত (কুকুরের লালায়িত জিহ্বা); 2 লোলুপ, অত্যন্ত লোভী; 3 অত্যন্ত আগ্রাহান্বিত (পাবার জন্য লালায়িত, শুনবার জন্য লালায়িত)।[সং. √ লালায় (নামধাতু) + ত]। স্ত্রী. লালায়িতা

লালা-স্রাব [ lālā-srāba ] বি. মুখের লাল ঝরা। [বাং. লালা2 + সং. স্রাব]।

লালিত [ lālita ] বিণ. লালন করা হয়েছে এমন, প্রতিপালিত, পোষিত (পরের ঘরে লালিত, অন্যের অন্নে লালিত)। [সং. √ লল্ + ণিচ্ + ত]। ̃ .পালিত বিণ. সযত্নে পালিত; প্রতিপালিত

লালিত্য [ lālitya ] বি. 1 ললিত ভাব, কমনীয়তা, কান্তি, সৌন্দর্য (মুখমণ্ডলের লালিত্য); 2 মধুরতা, মাধুর্য (কবিতার পদলালিত্য) [সং. ললিত + য]।

লালিমা [ lālimā ] বি. লাল আভা, রক্তিমা (আকাশের লালিমা)। [বাং. লাল3 + ইমা, রক্তিমা -র অনুকরণে সৃষ্ট]।

লাশ1 [ lāśa1 ] বি. 1 মৃতদেহ; 2 (কৌতু.) বিরাট দেহ (দুমনি লাশ)। [ফা. লাশ্]। ̃ .কাটা ঘর বি. মড়িঘর, যে-ঘরে শবব্যবচ্ছেদ হয়।

লাশ2 [ lāśa2 ] বি. জুতোর ফরমা বা কাঠামো। [ইং. last]

লাস্ট [ lāsṭa ] বিণ. 1 শেষ বা শেষের, শেষতম (লাস্ট খেলা); 2 একেবারে নীচের (লাস্ট বয়)। [ইং. last]।

লাস্য, লাস3 [ lāsya, lāsa3 ] বি. স্ত্রীলোকের নৃত্য বা লীলায়িত ভাবভঙ্গি ('নয়নে তোমার অমর প্রাণের লাস্য': সু. দ.)।[সং. √ লস্ + য, অ]। লাস্য-ময়ী বিণ. (স্ত্রী.) 1 নৃত্যময়ী; 2 লীলায়িত ভাবভঙ্গিযুক্তা।

লিক1 [ lika1 ] বি. উকুনের শাবক বা ডিম, নিক, নিকি। [সং. লিক্ষা]।

লিক2 [ lika2 ] বি. মাটির উপর গাড়ির চাকার দাগ বা গভীর রেখা। [সং. রেখা < রেখা < রেখ < লিক]।

লিক-লিক [ lika-lika ] বি. মৃদু লকলক ভাব; কৃশতার ভাব। [ধ্বন্যা.]। লিক-লিকে বিণ. লিকলিক করছে এমন; দীর্ঘকায় ও কৃশ (লিকলিকে গড়ন)।

লিকি [ liki ] বি. লিক1 -এর রূপভেদ।

লিখন [ likhana ] বি. 1 লেখা (দ্রুত লিখন, শ্রুতলিখন); 2 লিপি, পত্র ('লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি': রবীন্দ্র); 3 অক্ষরবিন্যাস; 4 চিত্রণ; 5 অঙ্কন; 6 লিখিত বিষয় (ললাটের লিখন)। [সং. √ লিখ্ + অন]। ̃ .পদ্ধতি বি. লেখার বা রচনা করার ধারা। দেওয়ালের লিখন, দেওয়াল-লিখন বি. ভবিষ্যতের (পতন ও বিপর্যয়ের) আভাসদায়ক ঘটনা। [ইং. writing on the wall]-এর অনুবাদজাত]।

লিখা, লেখা [ likhā, lēkhā ] ক্রি. বি. 1 অক্ষরবিন্যাস করা, লিপিবদ্ধ করা; 2 গ্রন্হাদি রচনা করা (বই লিখেছেন); 3 আইনসিদ্ধ দলিল সম্পাদনপূর্বক হস্তান্তর করা (জমি লিখে দেওয়া); 5 অঙ্কন করা। ☐ বিণ. লিখিত। [সং. √ লিখ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. অপরের দ্বারা লেখার কাজ করানো ☐ বিণ. উক্ত অর্থে।

লিখিত [ likhita ] বিণ. 1 লেখা হয়েছে এমন (লিখিত প্রমাণ, অলিখিত আইন); 2 রচিত (সুলিখিত কাব্য); 3 অঙ্কিত; 4 মৌখিক-এর বিপরীত (লিখিত পরীক্ষা)। [সং. √ লিখ্ + ত]।

লিখি-তব্য [ likhi-tabya ] বিণ. লেখনীয়, লিখতে হবে বা লেখা উচিত এমন। [সং. √ লিখ্ + তব্য]।

লিখিয়ে [ likhiẏē ] বিণ. বি. 1 লেখে এমন; 2 লেখক, রচনাকারী; 3 লিখনপটু (লিখিয়ে-পড়িয়ে)। [সং. √ লিখ্ + বাং. ইয়া > ইয়ে]।

লিগ [ liga ] বি. 1 সংঘ (মুসলিম লিগ); 2 খেলার প্রতিযোগিতাবিশেষ (লিগ পর্যায়ে খেলা)। [ইং. ]।

লিঙ্গ [ liṅga ] বি. 1 পুংজননেন্দ্রিয়, শিশ্ন (লিঙ্গত্বক); 2 শিবমূর্তিবিশেষ; 3 পুংস্ব বা স্ত্রীত্ব (লিঙ্গভেদ, লিঙ্গ নির্ণয়); 4 (ব্যাক.) শব্দের পুং-স্ত্রী-ক্লীবভেদ। [সং. √ লিঙ্গ + অ]। ̃ .দেহ, ̃ .শরীর বি. 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, প্রাণ-অপানাদি 5 বায়ু এবং মন ও বুদ্ধি এই 17টি অবয়বযুক্ত সূক্ষদেহ। লিঙ্গয়েত বি. শিবোপাসক সম্প্রদায়বিশেষ।

লিচু [ licu ] বি. অমসৃণ খোসাযুক্ত এবং ভিতরে সুমিষ্ট শাঁসযুক্ত ছোটো ফলবিশেষ।[চৈ. লি-চী > ইং. litchi]।

লিজ্জে [ lijjē ] ক্রি. (বর্ত. অপ্র.) ধরে বা ধরবে ('কু়ড়োবা কুড়োবা কুড়োবা লিজ্জে': শুভ.)। [প্রাকৃ. < সং. গৃহ্যতে]।

লিটার [ liṭāra ] বি. তরল পদার্থের ওজনের মাপবিশেষ [ইং. litre]।

লিডার [ liḍāra ] বি. নেতা (বড়ো বড়ো লিডার) [ইং. leader]।

লিনেন [ linēna ] বি. (প্রধানত) শন থেকে প্রস্তুত মসৃণ বস্ত্রবিশেষ। [ইং. linen]।

লিন্টেল [ linṭēla ] (গ্রা.) লিল-টেল বি. পাকা বাড়ির দরজা বা জানলার উপর স্হাপিত কাঠের তক্তা বা কংক্রিটের লম্বা ঢালাই-করা বিম। [ইং. lintel]।

লিপ-স্টিক [ lipa-sṭika ] বি. (স্ত্রীলোকদের) ঠোঁট রাঙাবার জন্য রঙের কাঠি। [ইং. lipstick]।

লিপি [ lipi ] বি. 1 চিঠি, পত্র; 2 লিখন (বিধিলিপি); 3 অক্ষর, ভাষার লেখ্যরূপ, বর্ণমালা (দেবনাগরী লিপি, ব্রাহ্মীলিপি) [সং. √ লিপ্ + ই]। ̃ .কর, ̃ .কার বি. 1 নকলবিশ; 2 লেখক। ̃ .কর-প্রমাদ বি. লেখার ভুল; নকলনবিশের লেখার ভুল। ̃ কা বি. ক্ষুদ্র পত্র; পত্র। ̃ .কুশল বিণ. পত্র রচনায় বা নকল করায় দক্ষ। ̃ .কৌশল বি. অক্ষরবিন্যাসের দক্ষতা; লেখার কায়দা। ̃ .চাতুর্য বি. পত্রাদি রচনায় পটুতা। ̃ .বদ্ধ, ̃ .ভুক্ত বিণ. লিখিত (লিপিবদ্ধ অভিযোগ, বক্তব্য লিপিবদ্ধ করা)।

লিপ্ত [ lipta ] বিণ. 1 লেপা বা মাখানো হয়েছে এমন (মসীলিপ্ত, তৈললিপ্ত); 2 সংশ্লিষ্ট, জড়িত (অপরাধে লিপ্ত, সংসারে লিপ্ত); 3 ব্যাপৃত (রাজকর্মে লিপ্ত); 4 জোড়া, সংযুক্ত (লিপ্তপাদ হংস)। [সং. লিপ্ + ত]। ̃ .পদ, ̃ .পাদ বিণ. পাতলা চামড়া দিয়ে পায়ের সমস্ত আঙুল পরস্পর সংযুক্ত এমন।

লিপ্যন্তর [ lipyantara ] বি. এক ভাষার লিপি বা লেখ্যরূপকে অনয ভাষার লিপিতে বা অন্য লিপিতে লিখন, transliteration [সং. লিপি + অন্তর]। লিপ্যন্তরিত বিণ. লিপ্যন্তর করা হয়েছে এমন।

লিপ্সা [ lipsā ] বি. পাওয়ার জন্য বা লাভের জন্য প্রবল বাসনা, লোভ, প্রবল আকাঙ্ক্ষা বা স্পৃহা (ভোগলিপ্সা)। [সং. √ লভ্ + সন্ + অ + আ]। লিপ্সু বিণ. লিপ্সাযুক্ত; লোলুপ (অর্থলিপ্সু)।

লিফ্ট [ liphṭa ] বি. বহুতল বাড়িতে ওঠানামা করার জন্য ব্যবহৃত বিদ্যুতশক্তিচালিত ঘরের মতো ষন্ত্রবিশেষ। [ইং. lift]।

লিভার1 [ libhāra1 ] বি. যকৃত্ [ইং. liver]।

লিভার2 [ libhāra2 ] বি. চাপ দিয়ে চালু করার বা বন্ধ করার যন্ত্রাংশবিশেষ [ইং. lever]।

লিরিক [ lirika ] বি. গীতিকবিতা, সংগীতধর্মী ক্ষুদ্র কবিতা।[ইং. lyric]।

লিলি [ lili ] বি. পদ্মফুল, কমল [ইং. lily]।

লিস্ট [ lisṭa ] (কথ্য) লিস্টি বি. তালিকা (লিস্ট মিলিয়ে দেখা, এ-নাম লিস্টিতে নেই) [ইং. list]।

লীগ-লিগ [ līga-liga ] এর. বর়্জি. বানান।

লীঢ় [ līḍh় ] বিণ. 1 লেহন করা হয়েছে এমন; 2 আস্বাদিত। [সং. √ লিহ্ + ত]।

লীন [ līna ] বিণ. 1 লয়প্রাপ্ত, বিলীন; 2 মিলিত ('এক দেহে হল লীন': রবীন্দ্র); 3 লুপ্ত, অদৃশ্য; 4 সংলগ্ন (কণ্ঠলীন); 5 স্হিত (শয্যালীন)। [সং. √ লী + ত]। স্ত্রী. লীনা

লীলা [ līlā ] বি. 1 কেলি, প্রমোদ, প্রমোদপূর্ণ ক্রীড়া; 2 হাবভাব (লীলায়িত, সলীল); 3 অন্তরের আনন্দ বাইরে প্রত্যক্ষগোচর করার মনোবৃত্তি; 4 দেবতার খেলা (রাসলীলা); 5 দেবতা বা মানুষের নির্দিষ্টকালব্যাপী কার্যকলাপ (জীবলীলা, ভবলীলা, কৃষ্ণের নরলীলা); 6 গূঢ় ধর্মপূর্ণ কেলা বা কাজ ('কে বোঝে তোমার লীলা লীলাময়ী তারা')। [সং. লী + √ লা + অ + আ]। ̃ .কমল, ̃ .পদ্ম বি. কেলিপদ্ম, খেলাচ্ছলে করধৃত পদ্ম। ̃ .কানন বি. প্রমোদ-উদ্যান। ̃ .ক্ষেত্র, ̃ .ভূমি বি. ক্রিয়াকলাপের স্হান (সাধনার লীলাক্ষেত্র)। ̃ .খেলা বি. 1 বিশেষ গূঢ় বা তাত্পর্যপূর্ণ খেলা বা কার্য; 2 ক্রীড়া-কৌতুক। লীলাখেলা সাঙ্গ হওয়া ক্রি. বি. 1 কার্যকলাপ শেষ হওয়া। ̃ .চঞ্চল বিণ. লীলাভরে অস্হির, মধুর চপলতাপূর্ণ। ̃ .বতী বিণ. (স্ত্রী.) লীলাচঞ্চল; হাবভাবযুক্ত। ☐ বি. ভাস্করাচার্য-প্রণীত গণিতগ্রন্হবিশেষ। ̃ .ময় বিণ. লীলাপূর্ণ, আনন্দময়; যাঁর কার্যকলাপ মানুষ বুঝতে পারে না এমন (লীলাময় ঈশ্বর, লীলাময় ব্রহ্ম)। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .য়িত বিণ. মনোহর ভঙ্গিযুক্ত। ̃ .য়িতা। ̃ .স্মিত বি. মধুর বা নির্মল হাসি।

লু [ lu ] বি গ্রীষ্মকালের অতিশয় উত্তপ্ত বায়ুপ্রবাহবিশেষ। [হি.]।

লুই [ lui ] বি. পশুলোমনির্মিত শীতবস্ত্রবিশেষ। [হি. লোহি]।

লুকানো [ lukānō ] ক্রি. বি. আত্মগোপন করা, আড়াল হওয়া, প্রচ্ছন্ন থাকা (মেঘের আড়ালে সুর্য লুকায়, গাছের আড়ালে লুকিয়ে পড়ল); 2 আড়ালে রাখা, গোপন করে রাখা (জিনিসটা কোথায় লুকালে ?)। ☐ বিণ. উক্ত অর্থে। [সং. √ লুকা + আনো]।

লুকো-চুরি [ lukō-curi ] বি. 1 শিশুদের লুকানো ও খুঁজে বার করার খেলাবিশেষ; 2 গোপনীয়তা, লুকোছাপা। [বাং. লুকা + চুরি]।

লুক্কায়িত [ lukkāẏita ] বিণ. 1 লুকিয়েছে বা লুকিয়ে রেখেছে এমন; 2 প্রচ্ছন্ন, গুপ্ত; 3 গোপনে রক্ষিত; 4 অদৃশ্য (মেঘের আড়ালে লুক্কায়িত সূর্য) [সং. লুক্ + কায় + ত]।

লুঙ্গি, লুঙি [ luṅgi, luṅi ] বি. পুরুষদের পরিধেয় কাছাকোঁচাহীন সেলাই করা বস্ত্রবিশেষ। [বর্মি. লুন্গ্গি-তু. ফা. লুঙ্গী]।

লুট, লুঠ [ luṭa, luṭha ] বি. 1 লুণ্ঠন, বলপূর্বক অপহরণ, ডাকাতি (লুটের মাল); 2 অন্যায়ভাবে আত্মসাত্ (সম্পত্তি লুট); 3 দেবতার প্রসাদ বিতরণ বা অনেকে মিলে গ্রহণ (হরির লুট)। ☐ বিণ. লুণ্ঠিত (টাকা লুট হয়েছে) [সং. √ লুঠ্]। ̃ .তরাজ, ̃ .পাট বি. ব্যাপক লুণ্ঠন।

লুটা, লুঠা, লোটা [ luṭā, luṭhā, lōṭā ] ক্রি বি. 1 লুট করা; 2 অন্যায়ভাবে আত্মসাত্ করা (জনসাধারণের টাকা লুটে নেওয়া); 3 প্রচুর পরিমাণে উপভোগ করা (মজা লোটা); 4 গড়াগড়ি দেওয়া, লুণ্ঠিত হওয়া (ধুলায় লোটা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ লুঠ্ > লুণ্ঠ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 লুঠ করানো; 2 গড়াগড়ি দেওয়া বা দেওয়ানো। ☐ বিণ. উক্ত অর্থে। লুটে-পুটে ক্রি-বিণ. নিঃশেষে লুঠ করে, সম্পূর্ণ আত্মসাত্ করে।

লুটা-পুটি [ luṭā-puṭi ] (কথ্য) লুটো-পুটি বি. গড়াগড়ি (ধুলোয় লুটোপুটি) [তু. হি. লৌট পৌট] লুটোপুটি খাওয়া ক্রি. বি. গড়াগড়ি দেওয়া।

লুটেপুটে [ luṭēpuṭē ] দ্র লুটা

লুটেরা, লুঠেরা, লুটেল, লুঠেল [ luṭērā, luṭhērā, luṭēla, luṭhēla ] বিণ বি. লুণ্ঠনকারী, জোরপূর্বক অপহরণকারী; দস্যু। [সং. √ লুঠ্ + বাং. এরা, এল]।

লুটৌপুটি [ luṭaupuṭi ] দ্র লুটাপুটি

লুঠ [ luṭha ] দ্র লুট

লুঠন [ luṭhana ] বি গড়াগড়ি। [সং. √ লুঠ + অন]। লুঠিত বিণ. গড়াগড়ি দিয়েছে বা দিচ্ছে এমন।

লুডো [ luḍō ] বি সচ. কাগজের তৈরি ছকের উপর ঘন-আকৃতির ছক্কা নিয়ে খেলাবিশেষ। [ইং. ludo]।

লুণ্ঠন [ luṇṭhana ] বি. 1 লুঠ, বলপূর্বক অপহরণ, অন্যায়ভাবে আত্মসাত্ করা; 2 ভূমিতে গড়াগড়ি দেওয়া। [সং. √ লুণ্ঠ্ + অন]। লুণ্ঠিক বিণ. 1 অপহৃত, লুঠ হয়েছে এমন (লুণ্ঠিত ধন); 2 ভূমিতলে পতিত (ধূলিলুণ্ঠিত); 3 গড়াগড়ি দিচ্ছে এমন। স্ত্রী. লুণ্ঠিতা

লুপ [ lupa ] বি. 1 দড়ি শিকল প্রভৃতির গোলাকার ফাঁস; 2 যে শাখা ঘুরে-ফিরে প্রধান অংশের সঙ্গে এসে মেশে (লুপলাইনের গাড়ি)। [ইং. loop]

লুপ্ত [ lupta ] বিণ 1 লোপপ্রাপ্ত, বিলীন (লুপ্ত গৌরব); 2 ধ্বংসপ্রাপ্ত; 3 বিনষ্ঠ; 4 সমাবৃত, আচ্ছন্ন; 5 অদৃশ্য। [সং. √ লুপ্ + ত]। ̃ .প্রায় বিণ. প্রায় লোপপ্রাপ্ত বা বিলীন বা বিনষ্ট। লুপ্তি বি. 1 লোপ, লোপপ্রাপ্তি; 2 বিনাশ, ধ্বংস; 3 আচ্ছন্নতা (চৈতন্যলুপ্তি); 4 অদৃশ্য হওয়া। লুপ্তোদ্ধার বি. 1 হারানো বা গুপ্ত বস্তুর বা বিষয়ের আবিষ্কার; 2 বিনষ্ট বস্তুর বা বিষয়ের ধ্বংসাবশেষ উদ্ধার।

লুফা, লোফা [ luphā, lōphā ] ক্রি. বি. 1 শূন্য থেকে পড়ন্ত কোনো বস্তুকে ভূমি স্পর্শ করার আগেই ধরে ফেলা (বলটা লুফে নিয়েছে); 2 (গৌণ অর্থে) আগ্রহ-সহকারে নেওয়া (খদ্দের এ-জিনিস লুফে নেবে, আমার প্রস্তাবটা সে লুফে নিল) [সং. √ লুপ্ + বাং. আ]।

লুব্ধ [ lubdha ] বিণ. লোভযুক্ত, লোলুপ, লোভী (লুব্ধদৃষ্টিতে তাকিয়ে থাকা)। [সং. √ লুভ্ + ত] স্ত্রী. লুব্ধা। বি. ̃ তা

লুব্ধক [ lubdhaka ] বি. 1 ব্যাধ; 2 লম্পট; 3 নক্ষত্রমণ্ডলবিশেষ; 4 উক্ত নক্ষত্রমণ্ডলের প্রধান নক্ষত্র। [সং. লুব্ধা + ক]

লুম [ luma ] বি. তাঁত (পাওয়ারলুম, হ্যান্ডলুম)। [ইং. loom]।

লুম্পেন [ lumpēna ] বিণ. 1 দুর্বৃত্ত বা বদমাশ; 2 ভবঘুরে। [ইং. < জার্মান lumpen]।

লুলিত [ lulita ] বিণ. 1 আন্দোলিত, কম্পিত; 2 সুন্দর, মনোহর। [সং. √ লুল্ + ত]।

লূতা [ lūtā ] বি. মাকড়সা। [সং. √লূ + ত + আ]। ̃ .তন্তু বি. মাকড়সার জাল। লূতিকা বি. লূতা।

লে-অফ [ lē-apha ] বি. 1 মিল কারখানার বা অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে যে-সময়ের জন্য শ্রমিকদের সাময়িকভাবে বসিয়ে দেওয়া হয়; 2 শ্রমিকদের কর্মচ্যুতি [ইং. lay-off]।

লেই [ lēi ] বি. কাই, আঠালো মণ্ড। [সং. লেপ]।

লেংচা, লেংটা, লেংড়া [ lēñcā, lēṇṭā, lēṇḍ়ā ] যথাক্রমে ল্যাংচা, ল্যাংটাল্যাংড়া -র বানানভেদ।

লেংটি [ lēṇṭi ] বি. ক্ষুদ্র ল্যাঙট। [ল্যাঙট দ্র]।

লেক-চার [ lēka-cāra ] বি. 1 বক্তৃতা; 2 (ব্যাঙ্গে) বাগাড়ম্বর; 3 গালভরা উপদেশ। ইং. lecture]। লেক-চারার বি. কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবিশেষ। [ইং. lecturer]।

লেখ [ lēkha ] বি. লিখন, লিখিত বিষয় (তাম্রলেখ, অশোকের শিলালেখ)। [সং. √ লিখ্ + অ]। ̃ মালা বি. বিবিধ লিখিত বিষয়; লেখসমূহ।

লেখক [ lēkhaka ] বি. 1 লিপিকার, যে লেখে বা নকল করে; 2 গ্রন্হাদির রচয়িতা। [সং. √ লিখ্ + অক]। স্ত্রী. লেখিকা।

লেখন [ lēkhana ] বি. 1 লেখা, অক্ষরবিন্যাস (দেওয়ালের লেখন); 2 অঙ্কন; 3 পত্র, চিঠি। [সং. √ লিখ্ + অন]।

লেখনী [ lēkhanī ] বি. 1 কলম পেনসিল ইত্যাদি যা দিয়ে লেখা হয়; 2 তুলি। [সং. √ লিখ্ + অন + ঈ]।

লেখনীয় [ lēkhanīẏa ] বিণ. 1 লিখতে হবে বা লেখা উচিত এমন, লিখিতব্য, লিখনযোগ্য; 2 লেখার বিষয়ীভূত। [সং. √ লিখ্ + অনীয়]।

লেখা1 [ lēkhā1 ] বি. 1 লিখন; 2 রচনা (তাঁর প্রায় সব লেখাই আমি পড়েছি); 3 বিন্যস্ত অক্ষর (হাতের লেখা); 4 রেখা (চিত্রলেখা, পূর্বগগনের অরুণলেখা); 5 শ্রেণি (তরঙ্গ লেখা, ধূমলেখা); 6 চিহ্ন। ☐ বিণ. লিখিত (তাঁর লেখা চিঠি, হাতে-লেখা পুঁথি)। [সং. √ লিখ্ + অ + আ]।

লেখার হাত [ lēkhāra hāta ] বি. লেখার বা কিছু রচনার দক্ষতা বা ক্ষমতা।

লেখা-জোখা [ lēkhā-jōkhā ] বি. 1 লেখা বা মুসাবিদা; 2 হিসাব (কত টাকা যে খরচ হয়ে গেল তার কোনো লেখাজোখা নেই) । [বাং. লিখা2 + জোখা]।

লেখা-পড়া [ lēkhā-paḍ়ā ] বি. 1 বিদ্যাভ্যাস (ছেলেটি আজকাল লেখাপড়ায় মন দিয়েছে); 2 লিখন ও পঠন (লেখাপড়া জানা লোক); 3 বিদ্যা (লেখাপড়া শেখা); 4 আইনানুসারে লিখে সম্পাদন বা হস্তান্তর (জমিটা তিনি তাকে লেখাপড়া করে দিয়েছেন)। [বাং. লিখা2 + পড়া]।

লেখিকা [ lēkhikā ] দ্র লেখক

লেখিত [ lēkhita ] বিণ. 1 লেখানো হয়েছে এমন; 2 চিত্রিত বা অঙ্কিত। [সং. √ লিখ্ + ণিচ্ + ত]।

লেখ্য [ lēkhya ] বিণ. 1 লিখতে হবে বা লেখা উচিত এমন; 2 লেখার যোগ্য; 3 শুধু লেখার জন্যই ব্যবহৃত হয় অর্থাত্ কথ্য নয় এমন (লেখ্য ভাষা)। ☐ বি. 1 লিখিত পত্র বা চিত্র (তু. আলেখ্য); 2 দলিল। [সং. √ লিখ্ + য]।

লেখ্যোপ-করণ [ lēkhyōpa-karaṇa ] বি. কাগজ কলম দোয়াত কালি প্রভৃতি লেখবার সরঞ্জাম।

লেগ-ব্রেক [ lēga-brēka ] বি. ক্রিকেট খেলায় ধীরগতির স্পিন বোলিং এর কৌশলবিশেষ। [ইং. leg-break]।

লেগে যাওয়া [ lēgē yāōẏā ] ক্রি. বি. 1 হঠাত্ ব্যাথা লাগা; 2 খেটে যাওয়া (তাঁর কথাটা লেগে যাবে ভাবিনি)। [লাগা দ্র]।

লেচি [ lēci ] বি. লুচি পুরি প্রভৃতি বেলবার জন্য তৈরী জল দিয়ে মাখা আটা বা ময়দার ডেলা। [হি. লচ্ছী]।

লেজা1 [ lējā1 ] বি. বল্লমজাতীয় অস্ত্রবিশেষ। [দেশি]।

লেজা2 [ lējā2 ] বি. 1 মাছের লেজ; 2 শেষ ভাগ। [বাং. লেজ + আ]। মুড়া, (কথ্য) মুড়ো বি. (আল.) আগাগোড়া, সমস্ত, সবকিছু।

লেজার1 [ lējāra1 ] বি. (প্রধানত) টাকাপয়সার জমাখরচের খাতা। [ইং. ledger]।

লেজার2 [ lējāra2 ] বি. 1 অতি তীক্ষ্ণ আলোকরশ্মি উত্পাদনকারী যন্ত্র; 2 তড়িচ্চুম্বকীয় বিকিরণ। [ইং. laser]।

লেজুড় [ lējuḍ় ] বি. 1 লেজ; 2 যা পিছনে যুক্ত হয় (প্রতিটি প্রশ্নের সঙ্গে একটি করে লেজুড় আছে); 3 (ব্যঙ্গে) উপাধি, খেতাব (তাঁর নামের সঙ্গে অনেকগুলো লেজুড় আছে)। [তু. হি. লেজুর]।

লেজে-গোবরে [ lējē-gōbarē ] দ্র লেজ।

লেট [ lēṭa ] বি. দেরি, বিলম্ব (কাজে লেট, অফিসে পৌঁছতে লেট)। ☐ বিণ. বিলম্ব হয়েছে বা করেছে এমন। [ইং. late]।

লেটার [ lēṭāra ] বি. 1 চিঠি (লেটার লেখা); 2 পরীক্ষায় শতকরা 8 বা তার বেশি নম্বর পাবার কৃতিত্ব। [ইং. letter]। ̃ বক্স বি. চিঠি ফেলার বাক্স; ডাকযোগে প্রেরণীয় চিঠি ফেলার বাক্স কিংবা ডাকযোগে প্রেরিত চিঠি ফেলার বাক্স।

লেঠেল [ lēṭhēla ] বিণ. বি. লাঠিধারী; লাঠি নিয়ে যুদ্ধ বা মারামারি করে এমন লোক। [বাং. লাঠিয়াল]।

লেডি [ lēḍi ] বি. 1 নাইট (knight) উপাধিপ্রাপ্ত ব্যক্তির স্ত্রী; 2 লর্ড উপাধিপ্রাপ্ত ব্যক্তির স্ত্রী; 3 সম্ভ্রান্ত মহিলা। [ইং. lady]।

লেডি-কেনি [ lēḍi-kēni ] বি. ছোটো পানতুয়া, পানতুয়ার মতো মিঠাইবিশেষ। [ইং. lady Canning]।

লেড়কা [ lēḍ়kā ] বি. বালক, ছেলে; পুত্রসন্তান। হি. লড়কা। স্ত্রী. লেড়কি

লেড়ো [ lēḍ়ō ] বি. খাস্তা বিস্কুটবিশেষ। [দেশি]।

লেত্তি [ lētti ] বি. যে-দড়ি দিয়ে লাটিম ঘুরানো হয়। [তু. হি. লত্তী]।

লেদ [ lēda ] বি. কুঁদকলজাতীয় বা চেঁচে সমান করার যন্ত্রবিশেষ। [ইং. lathe]।

লেন্স্, লেন্স [ lēns, lēnsa ] বি. চশমা দূরবিন ক্যামেরা প্রভৃতির কাচ, পরকলা। [ইং. lens]।

লেনিন-বাদ [ lēnina-bāda ] বি. মার্কসপন্হী রুশ বিপ্লবী ও রাজনীতিবিদ লেনিনের মতবাদ। [লেনিন + বাদ2]।

লেপ1 [ lēpa1 ] বি. তুলোভরা শীত-নিবারক গাত্রাবরণবিশেষ [আ. লিহা'ফ]।

লেপ2 [ lēpa2 ] বি. 1 প্রলেপ, পোঁচ (মাটির লেপ); 2 লেপে জুড়বার জিনিস (বজ্রলেপ)। [সং. √ লিপ্ + অ]। ̃ .ক বিণ. লেপনকারী। ̃ .ন বি. 1 প্রলেপ বা পোঁচ দেওয়া; 2 নিকানো; 3 লেপা বা মাখা যায় এমন বস্তু; 4 আরোপণ (কলঙ্কলেপন)। ̃ .নীয়, লেপ্য বিণ. লেপনযোগ্য।

লেপচা [ lēpacā ] বি. হিমালয়প্রদেশের পার্বত্য জাতিবিশেষ। [দেশি]।

লেপটা [ lēpaṭā ] ক্রি. লেপটানো। [সং. লিপ্ত + বাং. আ]। ̃ .নো ক্রি. বি. 1 জড়িয়ে যাওয়া বা জড়িয়ে নেওয়া, জড়ানো; 2 লিপ্ত হওয়া; 3 লেপা। ☐ বিণ. উক্ত অর্থে।

লেপন, লেপনীয় [ lēpana, lēpanīẏa ] দ্র লেপ2

লেপা [ lēpā ] ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়া, লেপন করা, নিকানো (গোবরজল দিয়ে উঠোন লেপা)। ☐ বিণ. উক্ত অর্থে (গোবর দিয়ে লেপা ঘর)। [সং. √ লিপ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়ানো, লেপন করানো। ☐ বিণ. উক্ত অর্থে। ̃ .পোঁছা বিণ. পোঁচা দিয়ে এবং. মুছে পরিষ্কৃত করা হয়েছে এমন নিকানো হয়েছে এমন (লেপাপোঁছা উঠোন)। ☐ বি. নিকানো।

লেপানো, লেপাপোঁছা [ lēpānō, lēpāpōn̐chā ] দ্র লেপা

লেপ্য [ lēpya ] দ্র লেপ2

লেফ-টে-নান্ট [ lēpha-ṭē-nānṭa ] বি. 1 স্হলবাহিনীর প্রধানের প্রথম সহকারী; 2 (আল.) সর্বময় কর্তার বা প্রধান পুরুষের সহকারী; 3 'অবর' বা 'প্রতিনিধি' অর্থসূচক উপসর্গ, উপ (লেফটেনান্ট-গভর্নর)। ইং. lieutenant

লেবার [ lēbāra ] বি. 1 শ্রম, খাটুনি; 2 শ্রমিক, মজুর (লেবার খাটানোই আমার কাজ)। [ইং. labour]।

লেবু1 [ lēbu1 ] বি. (প্রধানত অম্লরসাত্মক) ফলবিশেষ। [অর্বাচীন সং. নিম্বু]।

লেবু2 [ lēbu2 ] বিণ. বোকা বা ক্যাবলা ধরনের। ☐ বি. বোকা বা ক্যাবলা ধরনের লোক। [দেশি]।

লেবেল [ lēbēla ] বি. কোনো বস্তুর গায়ে আঁটা পরিচয়পত্রবিশেষ। [ইং. label]।

লেভি [ lēbhi ] বি. ধান পাট গম প্রভৃতি ফসলের অথবা চিনি সিমেন্ট প্রভৃতির যে অংশ বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট মূল্য সরকারকে দিতে হয়। [ইং. levy]।

লেম-নেড [ lēma-nēḍa ] বি. খনিজ পদার্থমিশ্রিত অম্লমধুর পানীয়বিশেষ। [ইং. lemonade]।

লেলানো [ lēlānō ] ক্রি. বি. আক্রমণে উত্সাহ দেওয়া বা উত্তেজিত করা (কুকুর লেলিয়ে দেওয়া)। ☐ বিণ. উক্ত অর্থে (চোরের পিছনে লেলানো কুকুর)। ['লে' 'লে' ধ্বনি থেকে]।

লেলি-হান [ lēli-hāna ] বিণ. 1 বারংবার লেহনকারী (লেলিহান রসনা); 2 লকলকে জিহ্বাবিশিষ্ট (লেলিহান অগ্নিশিখা)। [সং. √ লিহ্ + যঙ্লুক্ + আন]।

লেশ [ lēśa ] বি. অত্যল্প পরিমাণ, সামান্য অংশ, কণা (লজ্জার লেশমাত্র নেই, খাবারের লেশমাত্র পেয়েই সন্তুষ্ট হল)। [সং. √ লিশ্ + অ]। ̃ .মাত্র বি. বিণ. একটুও (লেশমাত্র বিচলিত নই); নামমাত্র (লেশমাত্র দয়ামায়া)।

লেস [ lēsa ] বি. জামাকাপড়ে লাগাবার জন্য নকশাকাটা পাড়বিশেষ। [ইং. lace]।

লেহ2, [ lēha2, ] লেহা বি. (কাব্যে) 1 স্নেহ; 2 ভালোবাসা, প্রণয় ('স্বপনে রাখিব লেহা': চণ্ডী; 'মুখে মুখে শারীশুক লেহা বিস্তর': স. দ.)। [সং. স্নেহ]।

লৈখিক [ laikhika ] বিণ. লেখা-সম্বন্ধীয়, লেখ্য, লিখিত (লৈখিক পরীক্ষা, লৈখিক ভাষা)। [সং. লেখা + ইক]।

লৈঙ্গ, লৈঙ্গিক [ laiṅga, laiṅgika ] বিণ. 1 লিঙ্গসম্বন্ধীয়; 2 লক্ষণ বা গুণ অনুযায়ী। [সং. লিঙ্গ + অ, ইক]।

লো [ lō ] অব্য. স্ত্রীলোকের পরস্পর সম্বোধনসূচক শব্দবিশেষ, ওলো (সখী লো, লো সুন্দরী)। [প্রাকৃ. হলা]।

লোক [ lōka ] বি. 1 মানুষ, ব্যক্তি (বহু লোক); 2 জনসাধারণ (লোকনিন্দা, লোকাপাবাদ, লোকে কী বলে?); 3 স্বর্গ মর্ত্য পাতাল-এই তিন জগত্; 4 ভূঃ ভুবঃ স্বঃ মহঃ জনঃ তপঃ সত্য-এই সপ্ত ভুবন; 5 জগত্, ভুবন (মর্ত্যলোক, 'অলোকলোকে জন্ম নেব': রবীন্দ্র)। [সং. √ লোক্ + অ]। ̃ .ক্ষয় বি. লোকজনের মৃত্যু, জনহানি। ̃ .গাথা বি. যে-গাথা বহুকাল ধরে জনসাধারণের মুখে মুখে প্রচলিত। ̃ .গীতি বি. পল্লি সংগীত। ̃ .চক্ষু বি. জনসাধারণের বা সর্বসাধারণের দৃষ্টি। ̃ .চরিত্র বি. মানবপ্রকৃতি। ̃ .জন বি.নানালোক; অনুচরবর্গ, দলবল। ধর্ম বি. প্রচলিত রীতিনীতি বা আদর্শ। নাথ বি. 1 জগদীশ্বর 2 ব্রহ্মা 3 বিষ্ণু 4 মহেশ্বর 5 রাজা। নিন্দা বি. জনসাধারণ কর্তৃক নিন্দা। নিরুক্তি বি. সাধারণ মানুষের প্রতিদিনের ব্যবহারের ফলে সৃষ্টি হওয়া। পরম্পরা বি. পরপর বহুলোক, লোকের ক্রম বা ধারা, পুরুষানুক্রম। পাল রাজা ইন্দ্রাদি অষ্ট দিকপাল। পিতামহ বি. ব্রহ্মা। প্রবাদ বি. জনশ্রুতি। প্রসিদ্ধ বিণ. বিখ্যাত। বল বি. জনবল সাহায্যকারী ব্যক্তিগণ। বহির্ভূত, বাহ্য বিণ. মনুষ্যসমাজের বহির্ভূত, মানুষের মধ্যে দেখা যায় না এমন। ব্যবহার বি. সামাজিক রীতিনীতি। মান্য বিণ. সকলের কাছে সম্মানিত। যাত্রা বি. সংসারযাত্রা। লজ্জা, (প্রধানত কাব্যে) লাজ বি. জনসাধারণের কাছে লজ্জা। লশকর, লস্কর বি. সৈন্যবাহিনী ও সংশ্লিষ্ট লোকজন, অনুচরবর্গ। লীলা বিণ. ভবলীলা, জীবদ্দশা। লৌকতা বি. সামাজিকতা। শিক্ষা বি. (যাত্রা, কথকতা ইত্যাদির মাধ্যমে) আপামর সর্বসাধারণের জন্য শিক্ষা। সংগীত বি. (মুলত গ্রামের) সর্বসাধারণের মধ্যে প্রচলিচ গান, folksong. সংস্কৃতি বি. পল্লিজীবনের সংস্কৃতি, গ্রামের সংস্কৃতি। সভা বি. গণতান্ত্রিক ব্যবস্হায় নির্বাচিত দেশের সর্বোচ্চ আইনসভা। সমাজ বি. মনুষ্যসমাজ, মনুষ্যজাতি। সাহিত্য বি. পল্লিজীবনকে অবলম্বন করে রচিত সাহিত্য। স্হিতি বি. মনুষ্যসমাজের স্হায়িত্ব সমাজবন্ধন। হাসা-হাসি বি. জনসাধারণ কর্তৃক উপহাস। হিত বি. মনুষ্যজাতির কল্যাণ। হিতৈষী (-ষিন্) বিণ. মনুষ্যজাতির কল্যাণকামী। লোক-সান বি. 1 ক্ষতি 2 যে দরে কেনা হয়েছে তার চেয়ে কম মূল্য গ্রহণ (লোকসান দিয়ে বিক্রি করা)। আ. নুক্সান। লোক-সানি বিণ. যাতে লোকসান স্বীকার করতে হয় এমন (লোকসানি কারবার)। লোকাকীর্ণ বিণ. জনাকীর্ণ, বহু লোকের ভিড়ে পূর্ণ (লোকাকীর্ণ সভাগৃহ)। সং. লোক + আকীর্ণ। লোকাচার বি. মনুষ্যসমাজের রীতিনীতি, সামাজিক প্রথা। সং. লোক + আচার। লোকাতীত বিণ. অলৌকিক, অসাধারণ, মনুষ্যলোকে বা মনুষ্যজগতে যা ঘটে না (লোকাতীত মহিমা)। সং. লোক + অতীত। লোকাধিক্য বি. লোকজনের আতিশয্য বা ভিড়। সং. লোক + আধিক্য। লোকান্তর বি. 1 ভিন্ন জগত্ 2 পরলোক (লোকান্তরগমন)। সং. লোক + অন্তর। লোকান্তরিত বিণ. অন্য জগতে বা পরলোকে গমন করেছে এমন, মৃত। স্ত্রী. লোকান্তরিতা। লোকাপ-বাদ বি. জনসাধারণ কর্তৃক নিন্দা, অপবাদ। সং. লোক + অপবাদ। লোকাভাব বি. 1 লোকজনের ঘাটতি 2 সাহায্য করার মতো লোকের অভাব। সং. লোক + অভাব। লোকায়ত বিণ. 1 চার্বাকের মতাবলম্বী, নাস্তিক 2 ধর্মনিরপেক্ষ 3 লৌকিক। ☐ বি. চার্বাকের মত, নাস্তিক্যবাদ। সং. লোক + আয়ত। লোকায়তিক বিণ. চার্বাকের মতাবলম্বী বা নাস্তিক। ☐ বি. চার্বাক। লোকারণ্য বি. বহু অসংখ্য লোকের সমাবেশ (লোকে লোকারণ্য)। সং. লোক + অরণ্য। লোকাল বিণ. আঞ্চলিক। ইং. local। লোকাল বোর্ড কয়েকটি সন্নিহিত গ্রামের উন্নতিকল্পে গ্রামের প্রতিনিধিদের নিয়ে গঠিত সংঘ। লোকালয় বি. নগর গ্রাম প্রভৃতি যেখানে মানুষজন বাস করে জনপদ। সং. লোক + আলয়। লোকিত বিণ. দৃষ্ট, দেখা বা লক্ষ করা হয়েছে এমন (অবলোকিত)। সং. লোক্ + ত। লোকেশ বি. 1 জগদীশ্বর 2 ব্রহ্মা 3 নৃপতি, রাজা। সং. লোক + ঈশ। লোকেশ্বর-লোকেশ-এর অনুরূপ। লোকোক্তি বি. 1 লোককথা, জনসাধারণের মধ্যে প্রচলিত কাহিনি লোকশ্রুতি, জনশ্রুতি। সং. লোক + উক্তি। লোকোত্তর বিণ. 1 অলৌকিক 2 অসাধারণ (লোকোত্তর পুরুষ, লোকোত্তর প্রতিভা)। সং. লোক + উত্তর। লোচন বি. চক্ষু, নয়ন, নেত্র। সং. লোচ্ + অন। লোচ্চা বিণ. লম্পট, দুশ্চরিত্র (লোচ্চা ছেলে)। ফা. লুচ্চা। লোটন বি. 1 ভূমিতে গড়াগড়ি দেওয়া 2 ঝুঁটিওয়ালা পায়রাবিশেষ, নোটোন 3 ঢিলা করে বাঁধা খোঁপা। সং. লুঠ্ + বাং. অন। লোটা 1 বি. ঘটি। হি. লোটা। কম্বল বি. 1 ঘটি ও গায়ের কম্বল 2 (আল.) সামান্য সম্বল, খাওয়া ও শোয়া সামান্য সরঞ্জাম। লোটা 2, লোটানো, লোড়া যথাক্রমে লুটা, লুটানো ও নোড়া-র রূপভেদ। লোড-শেডিং বি. বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য বিদ্যুত্শক্তির সাময়িক ক্রিয়ালোপ গতিশীল বিদ্যুত্প্রবাহ কিছু সময়ের জন্য বন্ধ থাকা। ইং. load-shedding। লোধ, লোধ্র বি. সাদা ফুলবিশিষ্ট ছোটো গাছবিশেষ (লোধ্রফুলের শুভ্র রেণু রবীন্দ্র)। সং. রুধ্ + অ, র। রেণু বি. লোধ্রগাছের ছালের গুঁড়ো, যা প্রাচীনকালে প্রসাধনীরূপে ব্যবহৃত হত। লোনা বিণ. লবণাক্ত (লোনা জল)। ☐ বি. 1 লবণের অংশ বা লবণজাতীয় উপাদান (লোনা ধরা, দেওয়ালে লোনা লাগা) 2 মাটিতে বা জলে লবণের আধিক্য (লোনায় স্বাস্হ্যহানি হওয়া)। বাং. লুন + আ। লোপ বি. 1 বিনাশ, ধ্বংস (বংশলোপ) 2 অবসান (চৈতন্যলোপ)। সং. লুপ্ + অ। প্রাপ্ত বিণ. লোপ পেয়েছে বা ধ্বংস হয়েছে এমন। লোপ্ত্র বি. লুটের মাল, চুরির ধন। সং. লুপ্ + ষ্ট্রন্। লোপাট বিণ. 1 সম্পূর্ণ লুণ্ঠিত বা আত্মসাত্ করা হয়েছে এমন (জিনিসপত্র লোপাট) 2 নিশ্চিহ্ন, লুপ্ত (প্রমাণ লোপাট)। সং. লুপ্ত > লুপত > লোপাট। লোপাপত্তি বি. লোপাট হওয়া বা করা বিলুপ্তি। তু. লোপাট। লোফা ক্রি. বি. মাটিতে পড়ার আগেই শূন্য থেকে ধরে নেওয়া। সং. লুফ + বাং. আ। লুফি বি. পরস্পরের প্রতি ছুড়ে দেওয়া ও লোফা। লোবান বি. ধুনোর মতো গন্ধযুক্ত বৃক্ষনির্যাসবিশেষ। আ. লুবান। লোভ বি. 1 পাবার জন্য বা লাভ করার জন্য তীব্র বাসনা, লিপ্সা (ধনলোভ, খ্যাতির লোভ) 2 পরদ্রব্য আত্মসাত্ করার প্রবৃত্তি 3 বিষয়বাসনা (লোভ জয় করা)। সং. লুভ্ + অ। ন বি. 1 প্রলুব্ধ করা (করেছে আমার নয়ন লোভন রবীন্দ্র) 2 প্রলোভন। ☐ বিণ. লোভজনক, লুব্ধ করে এমন (নয়নলোভন রূপ, লোভন গন্ধ)। নীয় বিণ. লোভজনক স্পৃহণীয়। স্ত্রী. নীয়া। লোভা বিণ. 1 লোভনীয় 2 (আঞ্চ.) লোভী (লোভা ছেলে)। লোভাতুর বিণ. অতিশয় লোলুপ হয়েছে এমন, লোভপীড়িত। স্ত্রী. লোভাতুরা। লোভিত বিণ. প্রলোভিত, লুব্ধ করা হয়েছে এমন। লোভী (-ভিন্) বিণ. লোভযুক্ত, লোলুপ। লোভা বিণ. 1 (আঞ্চ.) লোভী 2 (সমাসের উত্তরপদে) মোহজনক, মুগ্ধকর (মনোলোভা)। ☐ ক্রি. (কাব্যে) লোভ করা (শৃগাল হইয়া... লোভিলি সিংহীরে মধু.) সং. লুভ্ + বাং. আ। লোভাতুর, লোভী দ্র লোভ। লোম (-মন্) বি. 1 কেশ, রোম মাথা ও মুখমণ্ডল ব্যাতীত দেহের অন্যান্য অবয়বের চুল 2 পশম। সং. লূ + মন্। কূপ, জ, ফোঁড়া, রাজি, হর্ষ, হর্ষক যথাক্রমে রোমকূপ, রোমজ, রোমফোঁড়া, রোমরাজি, রোমহর্ষ ও রোমহর্ষক-এর অনুরূপ। দ্র রোম। লোমাবলি, লোমোদগম যথাক্রমে রোমাবলি ও রোমোদগম-এর অনুরূপ। লোর বি. (প্রা. কা.) অশ্রু, চোখের জল (নয়নকো লোর গো. দা.) সং. লোত্র। লোল বিণ. 1 চঞ্চল, বিলোল (লোল কটাক্ষ) 2 লকলকে (লোল রসনা) 3 লোলুপ, সতৃষ্ণ (লোল দৃষ্টি) 4 শিথিল, ঢিলা (লোলচর্ম) 5 (আঞ্চ.) লালা, থুতু। সং. লুড্ + অ। লোলা বিণ. লোল-এর স্ত্রীলিঙ্গে। ☐ বি. জিহ্বা। নোলা দ্র। চর্ম বিণ. (প্রধানত বার্ধক্যবশত) গায়ের চামড়া ঝুলে পড়েছে এমন। জিহ্ব বিণ. (যার) জিহ্বা লালসাযুক্ত বা চঞ্চল বা লকলকে। জিহ্বা বি. চঞ্চল বা লকলকে জিহ্বা। দৃষ্টি বি. সতৃষ্ণ বা লোভার্ত চাহনি। লোলায়-মান বিণ. লকলক করছে এমন, দোলায়মান। লোলিত বিণ. 1 কম্পিত, আন্দোলিত 2 চঞ্চল 3 ঝুলে পড়েছে এমন। লোলুপ বিণ. লোভাতুর, অত্যন্ত লোভী বা লুব্ধ (লোলুপ রসনা, লোলুপ দৃষ্টি)। সং. লুপ্ + যঙ্লুক্ + অ। বি. তা। লোষ্ট্র বি. ঢিল, শক্ত মাটি ইট পাথর প্রভৃতির টুকরো। সং. লোষ্ট্র + র। লোহ 1 বি. লৌহ 2 সবরকমের ধাতুদ্রব্য 3 রক্ত (লোহসহ মিশি অশ্রুধারা আর্দিল মহীরে মধু.)। সং. লোহ + অ। লোহ 2 বি. (প্র. কা.) চোখের জল (চক্ষে বহে লোহ ঘ.)। সং. লোত্র। লোহা বি 1 ধূসর বা কালচে রঙের শক্ত অতিপ্রয়োজনীয় ধাতুবিশেষ, লৌহ 2 হিন্দু এয়োতির চিহ্নস্বরূপ স্ত্রীলোকের ধারণীয় লোহার বালা, নোয়া। সং. লোহ + বাং. আ। লোহার কার্তিক দ্র কার্তিক। লক্কড় বি. লোহা কাঠ ইত্যাদি জিনিসের সমষ্টি। র বি. 1 কর্মকার 2 লৌহব্যবসায়ী 3 পদবিবিশেষ। লোহার দ্র লোহা। লোহি বি. পশমি চাদরবিশেষ, লুই। হি.। লোহিত বিণ. লাল, রক্তবর্ণ। ☐ বি. লাল রং। সং. লোহ + ইত। ক বি. 1 পদ্মরাগমণি 2 মঙ্গলগ্রহ। কণা, কণিকা বি. মেরুদণ্ডী প্রাণীর রক্তে যে লাল কণিকা থাকে। সাগর বি. আফ্রিকা ও এশিয়ার মধ্যবর্তী রেড সি, Red Sea. লোহিতাঙ্গ বি. মঙ্গলগ্রহ। লোহু বি. (কাব্যে) রক্ত। ☐ বিণ. লাল, রক্তবর্ণ। সং. লোহ্। লৌকতা বি. লৌকিকতা (লৌকলৌকতা)। সং. লৌকিকতা। লৌকিক বিণ. 1 মানুষ বা পৃথিবীসম্বন্ধীয় 2 সমাজে প্রচলিত (লৌকিক শিষ্টাচার) 3 বৈদিক বা শাস্ত্রিয় নয় অথচ জনসাধারণের স্বীকৃত (লৌকিক দেবতা, লৌকিক ব্রত) 4 মানবিক 5 সাধারণ 6 সামাজিক (লৌকিক রীতিনীতি)। সং. লোক + ইক। তা বি. 1 সামাজিকতা 2 (বাং.) বিবাহাদি সামাজিক ব্যাপারে প্রদত্ত উপহার বা উপহারাদির আদান-প্রদান। লৌল্য বি. 1 লোলতা, লোলুপতা (রসনালৌল) 2 চাঞ্চল্য। সং. লোল + য। লৌহ বি. লোহা। ☐ বিণ. লোহার তৈরি (লৌহকপাট)। সং. লোহ + অ। কণ্টক বি. নোঙর। কার বি. কামার, কর্মকার। বর্ত্ম বি. রেল ট্রাম প্রভৃতির লোহার তৈরি লাইন। মল বি. মরচে, মরিচা, জং। লৌহিত্য বি. 1 রক্তিমা, লাল রং 2 ব্রহ্মপুত্র নদ। সং. লোহিত + য। ল্যাং বি. 1 পা 2 পায়ে পা লাগিয়ে ফেলে দেওয়ার কায়দা। তু. হি. টাঙ্গ, বাং. ঠ্যাং। ল্যাং মারা ক্রি. বি. 1 পায়ে পা লাগিয়ে অর্থাত্ নিজের পা দিয়ে অন্যের পা জড়িয়ে চলায় বাধা দেওয়া বা ফেলে দেওয়া 2 (আল.) বেকায়দায় ফেলা। ল্যাংচা 1 বি. লম্বা আকারের পানতুয়াবিশেষ। দেশি। ল্যাংচা 2 ক্রি. খুড়িয়ে হাঁটা। ☐ বিণ. খোঁড়া, খঞ্জ। সং. লঙ্গ + বাং. চা। নো ক্রি. বি. খোঁড়ানো, খুঁড়িয়ে হাঁটা। ল্যাংটা বিণ. উলঙ্গ, নগ্ন, ন্যাংটা। তু. সং. নগ্নাট।

ল্যাংড়া1 [ lyāṇḍ়ā1 ] বি. খঞ্জ, খোঁড়া। [সং. লঙ্গ + বাং. ড়া]।

ল্যাঃড়া2 [ lyāḥḍ়ā2 ] বি. উত্কৃষ্ট আমবিশেষ। [দেশি]।

ল্যাংবোট [ lyāmbōṭa ] বি. 1 জাহাজের পিছনে যে নৌকা বাঁধা থাকে; 2 (ব্যঙ্গে) নিত্যসঙ্গী অনুচর। [ইং. long-boat]।

ল্যাঙট [ lyāṅaṭa ] বি. (প্রধানত মল্লযোদ্ধা ও সন্ন্যাসীদের ব্যবহৃত) পুরুষের লজ্জাস্হামাত্র আবৃত করে এমন কৌপীনবিশেষ। [সং. লিঙ্গপট্ট]। লেংটি, নেংটি বি. ক্ষদ্র ল্যঙট।

ল্যাত-প্যাত [ lyāta-pyāta ] বি. নরম অদৃঢ় জিনিসের শিথিল ও অদৃঢ়তার ভাব। [ধ্বন্যা.]। ল্যাত-পেতে বিণ. ল্যাতপ্যাত করে এমন।

ল্যাম্প [ lyāmpa ] বি. 1 প্রদীপ; 2 বিজলি বাতির বাল্ব্ (একশো ওয়াটের ল্যাম্প)। [ইং. lamp]।