[ ṣ ] বাংলা ভাষার একত্রিংশ ব্যঞ্জনবর্ণ।

ষট্, (চলিত) ষট [ ṣaṭ, (calita) ṣaṭa ] বি. বিণ. ছয় সংখ্যা বা সংখ্যক, 6। [সং. ষষ্]। ষট্ক বি. সনেটজাতীয় কবিতার ছয়টি চরণের সমষ্টি, sestet. ̃ কর্ম বি. 1 যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান ও প্রতিগ্রহ ব্রাহ্মণের করণীয় এই ছয় কর্ম; 2 মারণ উচ্চাটন প্রভৃতি ছয়টি তান্ত্রিক প্রক্রিয়া। ̃ কর্মা (-র্মন্) বি. ষট্কর্মকারী ব্রাহ্মণ। ☐ বিণ. ষট্কর্মকারী। ̃ চক্র বি. মূলাধার স্বাধিষ্ঠান মণিপূরক অনাহত বিশুদ্ধ ও আজ্ঞা যোগশাস্ত্রোক্ত দেহমধ্যস্হ এই ছয় চক্র। ̃ চত্বারিংশ, ̃ চত্বারিংশত্তম বিণ. ছেচল্লিশ সংখ্যার পূরক 46 স্হানীয়। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ চত্বারিংশত্ বি. বিণ. ছেচল্লিষ সংখ্যা বা সংখ্যক। ̃ ত্রিংশ, ̃ ত্রিংশত্তমী। ̃ ত্রিংশত্ বি. বিণ. 36 সংখ্যা বা তার পূরক। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্তম বিণ. 56 সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পঞ্চাশত্ বি. বিণ. 56 সংখ্যা বা তার পূরক। ̃ পদ বিণ. ছয়টি পা-যুক্ত। ☐ বি. ভ্রমর। ̃ পদী বিণ. ষট্ পদ -র স্ত্রীলিঙ্গে। ☐ বি. 1 উকুন; 2 ভ্রমরী; 3 ছয়চরণযুক্ত ছন্দবিশেষ। ̃ ষষ্ঠি-তম বিণ. 66 সংখ্যক বা স্হানীয়। স্ত্রী. ̃ ষষ্ঠি-তমী। ̃ ষষ্ঠি বি. বিণ. 66 সংখ্যা বা তার পূরক। ̃ সপ্ততি বি. বিণ. 76 সংখ্যা বা তার পূরক। ̃ সপ্ততি-তম বিণ. 76 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী

ষড় [ ṣaḍ় ] বি. চক্রান্ত, (কারও বিরুদ্ধে) গুপ্ত পরামর্শ (ষ়ড় করা)। [ফা. শলাহ্]।

ষড়্-ঋতু [ ṣaḍ়-ṛtu ] বি. গ্রীষ্ম বর্ষাদি ছয় ঋতু। [সং. ষট্ + ঋতু]।

ষড়্-গুণ [ ṣaḍ়-guṇa ] বি. রাজার আচরণীয় ছয় গুণ যথা, সন্ধি বিগ্রহ আসন যান দ্বৈধ ও আশ্রয়। [সং. ষট্ + গুণ]।

ষড়ঙ্গ [ ṣaḍ়ṅga ] বি. 1 মস্তক হস্তদ্বয় কোমর ও চরণদ্বয়-দেহের এই ছয় অঙ্গ; 2 শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ-বেদের এই ছয় অবয়ব বা আনুষঙ্গিক শাস্ত্র; 3 ছয় বেদাঙ্গ; 4 গোমূত্র গোময় দুগ্ধ দধি ঘৃত গোরোচনা-এই ছয়টি মাঙ্গল্য দ্রব্য। ☐ বিণ. ছয় আয়ুক্ত। [সং. ষট্ + অঙ্গ়]।

ষড়জ, ষড়্জ [ ṣaḍ়ja, ṣaḍ়ja ] বি. (সংগীতে) স্বরগ্রামের প্রথম স্বর, 'সা'। [সং. ষট্ + √ জন্ + অ]।

ষড়্-দর্শন [ ṣaḍ়-darśana ] বি. সাংখ্য পাতঞ্জল পূর্বমীমাংস উত্তরমীমাংসা বা বেদান্ত ন্যায় ও বৈশেষিক-এই ছয়টি দর্শনশাস্ত্র। [সং. ষট্ + দর্শন]।

ষড়্ধা [ ṣaḍ়dhā ] অব্য. ক্রি-বিণ. 1 ছয়প্রকারে (ষড়্ধা বিভক্ত); 2 ছয়বার। [সং. ষট্ + ধা]।

ষড়্বর্গ [ ṣaḍ়barga ] দ্র ষড়্রিপু

ষড়্বিধ [ ṣaḍ়bidha ] বিণ. ছয়প্রকার। [সং. ষট্ + বিধা]।

ষড়ভিজ্ঞ [ ṣaḍ়bhijña ] বি. বুদ্ধদেব। [সং. ষট্ + অভিজ্ঞ]।

ষড়-যন্ত্র [ ṣaḍ়-yantra ] বি. কারও বিরুদ্ধাচরণের জন্য গুপ্ত মন্ত্রণা, সংঘবদ্ধ চক্রান্ত। [সং. ষট্ + যন্ত্র]।

ষড়্-রস [ ṣaḍ়-rasa ] বি. লবণ কষায় কটু তিক্ত অম্ল ও মধুর -এই ছয় প্রকার রস বা স্বাদ। [সং. ষট্ + রস]।

ষড়-রিপু, ষড়্-রিপু [ ṣaḍ়-ripu, ṣaḍ়-ripu ] বি. কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাত্সর্য-শরীরস্হ এই ছয় শত্রু। [সং. ষট্ + রিপু]। ষড়্-বর্গ বি. ষড়রিপু -র অনুরূপ।

ষড়শীতি [ ṣaḍ়śīti ] বিণ. বি. 86 সংখ্যা তার পূরক। [সং. ষট্ + অশীতি]। ̃ তম বিণ. ছিয়াশি সংখ্যার পূরক বা স্হানীয়।

ষড়ানন [ ṣaḍ়ānana ] বি. কার্তিকেয়। [সং. ষট্ + আনন]।

ষড়ৈশ্বর্য [ ṣaḍ়aiśbarya ] বি. ভগবানের ঐশ্বর্যাদি ছয়প্রকার মহিমা। [সং. ষট্ + ঐশ্বর্য]।

ষণ্ড [ ṣaṇḍa ] বি. 1 ষাঁড়, বৃষ; 2 নপুংসক। [সং. √ সন্ + ড]।

ষণ্ডামর্ক [ ṣaṇḍāmarka ] বি. ষণ্ড ও অমর্ক নামে শুক্রাচার্যের দুই বলিষ্ঠ ও একগুঁয়ে পুত্র; (গৌণার্থে) বলিষ্ঠ ও উগ্রপ্রকৃতি। [সং. ষণ্ড + অমর্ক]।

ষণ্ণবতি [ ṣaṇṇabati ] বি. বিণ. ছিয়ানব্বই সংখ্যা বা সংখ্যক, 96। [সং. ষট্ + নবতি]। ̃ তম বিণ. ছিয়ানব্বই সংখ্যক বা স্হানীয়। স্ত্রী. ̃ তমী

শণ্মাস [ śaṇmāsa ] বি. ছয় মাস। [সং. ষট্ + মাস]। বিণ. ষাণ্মাসিক

ষত্ব, ষত্ব-বিধান [ ṣatba, ṣatba-bidhāna ] বি. (ব্যাক.) 'ষ'-এর ব্যবহারবিধি। [সং. ষ + ত্ব, + বিধান]।

ষণ্ডা [ ṣaṇḍā ] বিণ. 1 ষাঁড়ের মতো গোঁয়ার ও বলবান; 2 বলিষ্ঠ। [সং. ষণ্ড + বাং. আ]।

ষণ্ডা-মার্কা [ ṣaṇḍā-mārkā ] বিণ. বলিষ্ঠ ও একগুঁয়ে প্রকৃতির; বলিষ্ঠ। [সং. ষণ্ড + বাং. আ + ইং. mark + বাং. আ]। তু. ষণ্ডামর্ক

ষষ্ঠি [ ṣaṣṭhi ] বি. বিণ. ষাট সংখ্যা বা সংখ্যক, 6। [সং. ষষ্ + তি]। ̃ তম বিণ. ষাটের পূরক।

ষষ্ঠ [ ṣaṣṭha ] বিণ. ছয়ের পূরক, ছয় সংখ্যক (ষষ্ঠ অধ্যায়)। [সং. ষষ্ + থ]।

ষষ্ঠী [ ṣaṣṭhī ] বিণ. (স্ত্রী.) ছয়ের স্হানীয়া (ষষ্ঠী তিথি)। ☐ বি. 1 সন্তানের রক্ষাকারিণী দেবীবিশেষ; 2 কৃত্তিকা; 3 (ব্যাক.) সম্বন্ধপদের বিভক্তি; 4 (জ্যোতিষ.) তিথিবিশেষ। [সং. ষষ্ঠ + ঈ]। ষষ্ঠী তত্-পুরুষ বি. ষষ্ঠীবিভক্তিযুক্ত পদের সঙ্গে অন্য পদের সমাসের নাম, সম্বন্ধ তত্পুরুষ। ̃ তলা বি. বারোয়ারি ষষ্ঠী পূজার স্হান। ̃ পূজা বি. ষষ্ঠীদেবীর পূজা; জাতকের জন্মের ষষ্ঠ দিনে অনুষ্ঠেয় মঙ্গলকর্মবিশেষ। ̃ বাটা বিণ. জামাইষষ্ঠীর তত্ত্ব। ̃ বুড়ি বি. ষষ্ঠীদেবী। ষষ্ঠীর বাহন বি. বিড়াল। ষষ্ঠীর কৃপা বি. 1 ষষ্ঠীদেবীর দয়া; 2 সন্তানলাভ।

ষাঁড় [ ṣān̐ḍ় ] বি. ষণ্ড, বৃষ, পুরুষ গোরু। [প্রাকৃ. সংড < ষণ়্ড]। ষাঁড়ের গোবর বি. (ব্যঙ্গে) যে লোক কোনো কাজের নয়, অকর্মণ্য ব্যক্তি। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) স্বেচ্ছাবিহারী বা উচ্ছৃঙ্খল লোক।

ষাঁড়া [ ṣān̐ḍ়ā ] বিণ. 1 নপুংসক; 2 বন্ধ্যা; বাঁঝা। [সং. ষণ্ট]।

ষাঁড়া-ষাঁড়ি [ ṣān̐ḍ়ā-ṣān̐ḍ়i ] বি. ষাঁড়ে ষাঁড়ে লড়াই। [বাং. ষাঁড় + আ + ষাঁড় + ই]। ষাঁড়াষাঁড়ির বান প্রবল গর্জন ও জলোচ্ছ্বাসযুক্ত বান।

ষাট1 [ ṣāṭa1 ] বি. বিণ. 6 সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ সট্ঠি, ষাঠি < সং. ষষ্ঠি]।

ষাট2, ষাঠ [ ṣāṭa2, ṣāṭha ] বি. পুত্রকন্যা বা কনিষ্ঠদের অমঙ্গল বা আঘাতজনিত কষ্ট নিবারণের জন্য ষষ্ঠীদেবীর নামোচ্চারণরূপ শব্দ। [সং. ষষ্ঠী-তু. ষেট]।

ষাণ্মাতুর [ ṣāṇmātura ] বি. কৃত্তিকা, দুর্গা ইত্যাদি ছয় মাতার সন্তান, কার্তিক। [সং. ষণ্মাতৃ + অ]।

ষাণ্মাসিক [ ṣāṇmāsika ] বিণ. 1 ছয়মাস অন্তর ঘটে বা প্রকাশিত হয় এমন (ষাণ্মাসিক পরীক্ষা, ষাণ্মাসিক পত্রিকা); 2 ছয় মাসে করণীয়। [সং. ষণ্মাস + ইক]।

ষেট, ষেটে [ ṣēṭa, ṣēṭē ] বি. ষষ্ঠীদেবী। [সং. ষষ্ঠী]। ষেটের বাছা বি. ষষ্ঠীদেবীর অনুগৃহীত শিশু। ষেটেরা বি. শিশুর জন্মের পর ষষ্ঠ রাত্রিতে অনুষ্ঠেয় ষষ্ঠী পূজাদি মাঙ্গলিক কর্ম।

ষোড়শ [ ṣōḍ়śa ] (-শন্) বি. 1 ষোলো সংখ্যা, 16; 2 শ্রাদ্ধে ষোড়শপ্রকার বস্তু দান। ☐ বিণ. ষোলোসংখ্যক বা ষোলো সংখ্যার পূরক। [< সং. ষোড়শন্]। ̃ মাতৃকা বি. গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া দেবসেনা জয়া স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি কুলদেবতা আত্মদেবতা-এই ষোলোজন মাতৃকা বা উপদেবী। ষোড়শোপ-চার বি. আসন পাদ্য স্বাগত অর্ঘ্য আচমনীয় স্হানীয় বসন ভূষণ গন্ধ পুষ্প ধূপ দীপ মধুপর্ক তাম্বুল তর্পণ ও নতি-পূজার এই ষোলো প্রকার উপচার বা উপকরণ।

ষোড়শী [ ṣōḍ়śī ] বিণ. (স্ত্রী.) 1 ষোলো স্হানীয়া; 2 ষোলোবত্সর বয়স্কা। ☐ বি. 1 দশমহাবিদ্যার এক মহাবিদ্যা; 2 ষোলো বত্সরের যুবতী।

ষোলো [ ṣōlō ] বি. বিণ. 16 সংখ্যা বা সংখ্যক। [< সং. ষোড়শন্]। ষোলো আনা বি. ভারতে প্রচলিত পূর্বতন এক টাকার সমান মূল্যের ষোলো আনা। ☐ বিণ. ক্রি-বিণ. সম্পূর্ণ, পুরোপুরি (ষোলো আনা সুস্হ, ষোলো আনা সম্পত্তির মালিক)। ̃ কলা বি. চাঁদের ষোলোটি অংশ। ☐ ক্রি. বিণ. সর্বতোভাবে, সম্পূর্ণ (ষোলোকলা পূর্ণ হয়েছে)।

ষ্ঠীবন [ ṣṭhībana ] বি. থুতু; থুতু ফেলা। [সং. √ ষ্ঠিব্ + অন]। তু. নিষ্ঠীবন।