1 [ ha1 ] বাংলা ভাষার তেত্রিশতম ব্যঞ্জনবর্ণ এবং কণ্ঠনালীয় হ্ ধ্বনির বর্ণরূপ।

2 [ ha2 ] ক্রি. 1 'হওয়া'-র মধ্যম পুরুষের রূপ, অসম্ভ্রমে (দুর হ); 2 (অপ্র.) শব্দের মাত্রাস্বরুপ (সেহ, বলহ, করহ)।

হই-চই, হই-হই [ hi-ci, hi-hi ] বি. জোর গোলমাল। [ধ্বন্যা.]।

হইহই [ hihi ] দ্র হইচই

হওন [ hōna ] বি. (আঞ্চ.) হওয়া; সংঘটন। [হওয়া দ্র]।

হওয়া [ hōẏā ] ক্রি. 1 বর্তমান বা বিদ্যমান থাকা; 2 ঘটা (যুদ্ধ হওয়া, বিপদ হওয়া); 3 জন্মানো, প্রকাশ পাওয়া, উত্পন্ন হওয়া (ছেলে হওয়া, মেঘ হওয়া, ধান হওয়া); 4 প্রচুর আয় হওয়া (ব্যবসায় টাকা হওয়া); 5 বাড়া, অধিক হওয়া (বেলা হওয়া, বয়স হওয়া); 6 সমাপ্ত হওয়া (এ কাজ দুঘণ্টায় হয়); 7 অবস্হাস্তর হওয়া (রক্ত জল হওয়া, দেউলিয়া হওয়া, স্বাধীন হওয়া); 8 উপস্হিত হওয়া (যাবার সময় হওয়া); 9 ঘটা বা উদয় হওয়া (অসুখ হওয়া, ভোর হওয়া, ভয় হওয়া); 1 আয়ু ফুরানো (আমার হয়ে এসেছে); 11 মেলা, জোটা (চাকরি হওয়া, সুখ হওয়া); 12 কুলানো (এতেই হবে); 13 পড়া, পতিত হওয়া (শিলাবৃষ্টি হওয়া); 14 সম্বন্ধযুক্ত থাকা (সে আমার কুটুম্ব হয়); 15 নিজস্ব বা আপন হওয়া, অধিকারে আসা (সে কি আর আমার হবে? জমিটা কি আমার হবে?) 16 উপযুক্ত বা মাপসই হওয়া (এ জুতে তোমার পায়ে হবে না); 17 সম্ভাবনা হওয়া (তা হবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. হয়েছে বা প্রায় হয়েছে এমন (হওয়া চাকরি)। [< সং. √ ভূ বা √ অস্]।

হংস [ haṃsa ] বি. 1 হাঁস, প্রধানত জলচর পাখিবিশেষ; এদের পায়ের আঙুল জলে ভাসার সুবিধার জন্য পাতলা চামড়া দিয়ে জোড়া; 2 নির্লোভ সন্ন্যাসী; 3 'অহং সঃ' এইরূপ ভাবনাযুক্ত হয়ে যিনি সংসারবন্ধন হনন করেছেন। [সং. √ হন্ + অ (স্ আগম)। স্ত্রী. হংসী। ̃ গমন বি. হাঁসের মতো মাথা নত ও নিতম্ব আন্দোলিত করে লীলায়িত গমন। ☐ বিণ. হংসের মতো লীলায়িতভাবে গমনকারী। স্ত্রী. ̃ গমনা, ̃ গামিনী। ̃ দূত বি. দৌত্যকার্যে প্রেরিত হংস। ̃ বাহন, হংসারূঢ়, ̃ রথ বি. ব্রহ্মা। ̃ বাহনা, ̃ বাহিনী, হংসারূঢ়া, বি. (স্ত্রী.) সরস্বতী। ̃ মালা বি. হাঁসের দল।

হক [ haka ] বিণ. যথার্থ, ন্যায্য, প্রকৃত (হক কথা)। ☐ বি. 1 ন্যায্য অধিকার বা স্বত্ব (হকের টাকা, হক বুঝে নেওয়া); 2 ন্যায্য কথা (হক বলা)। [আ. হক্ক্]। ̃ দার বিণ. ন্যায্য দাবিদার। হকি-কত বি. সঠিক বিবরণ, বয়ান। হকি-য়ত বি. স্বত্ব-সাব্যস্তের মামলা।

হক-চকা [ haka-cakā ] ক্রি. হকচকানো। [তু. হি. হকবকানা (ঘাবড়ে যাওয়া)]। ̃ নো বি. ক্রি. বিস্ময়ে অভিভূত হওয়া, হতভম্ব হওয়া।

হকার1 [ hakāra1 ] বি. হ এই বর্ণ। [হ + কার স্বার্থে]।

হকার2 [ hakāra2 ] বি. 1 ফেরিওয়ালা; 2 যে হেঁকে হেঁকে পণ্য বিক্রি করে। [ইং. hawker]।

হকি [ haki ] বি. পায়ের বদলে কাঠের বাঁকানো লাঠি এবং ছোটো ও শক্তি গোলক নিয়ে ফুটবলজাতীয় খেলাবিশেষ। [ইং. hockey]।

হকিকত, হকিয়ত [ hakikata, hakiẏata ] দ্র হক

হজ [ haja ] বি. বিশেষ তিথিতে মক্কাতীর্থদর্শন ও অন্যান্য ধর্মানুষ্ঠান-পালন। [আ. হজ্জ্]।

হজম [ hajama ] বি. 1 পরিপাক; 2 (ব্যঙ্গে) আত্মসাত্ করা (পরের টাকা হজম করা); 3 বিনা প্রতিবাদে সহ্য করা (কিল খেয়ে কিল হজম করা)। [আ. হজ্ম্]। হজমি বিণ. পরিপাকের সহায়ক (হজমি গুলি)।

হজ-রত [ haja-rata ] বি. 1 ইসলামের প্রবর্তক হজরত মোহাম্মদ; 2 প্রভু; 3 অতি সম্মানিত ব্যক্তি (হজরত মোহাম্মদ)। [আ. হজ্রত্]।

হট্ [ haṭ ] অব্য. হঠাত্ তত্পরতা, হঠকারিতা প্রভৃতি ভাবসূচক (হট্ করে বলে ফেলা বা চবে যাওয়া)। [ধ্বন্যা.]।

হটা, হঠা [ haṭā, haṭhā ] ক্রি. 1 সরে যাওয়া, অপসৃত হওয়া; পশ্চাত্পদ হওয়া (হটে যাওয়া, পিছু হঠা); 2 নিরস্ত হওয়া; হেরে যাওয়া। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। [সং. √ হঠ্]। ̃ নো ক্রি. সরিয়ে দেওয়া; পশ্চাত্পদ করা; নিরস্ত করা; পরাজিত করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

হট্ট [ haṭṭa ] বি. হাট, বাজার। [সং. √ হট্ + ত]। ̃ গোল বি. হাটের মতো গোলমাল, গণ্ডগোল। ̃ বিলাসিনী বি. বেশ্যা। ̃ মন্দির বি. (ব্যঙ্গে) হাটে দোকানঘররূপে ব্যবহৃত চালাঘর।

হঠ [ haṭha ] বি. 1 বলপ্রয়োগ; 2 পশ্চাদপসরণ; 3 পরাজয়; 4 অবিবেচনা। [সং. √ হঠ্ + অ]। ̃ কারী (-রিন্) বিণ. অবিমৃশ্যকারী; গোঁয়ার; অবিবেচক। বি. ̃ কারিতা

হঠ-যোগ [ haṭha-yōga ] বি. যোগবিশেষ; এতে প্রাণ ও অপান বায়ু নিয়ন্ত্রিত করতে হয়। [সং. হঠ্ (সম্পাদ্য) + যোগ]। হঠ-যোগী (-গিন্) বিণ. হঠযোগে সিদ্ধিলাভকারী।

হঠাত্ [ haṭhāt ] ক্রি-বিণ. অব্য. সহসা, অকস্মাত্; অতর্কিতভাবে; পূর্বে কোনো বিবেচনা না করে। [< সং. হঠ]।

হড়কা [ haḍ়kā ] ক্রি. হড়কানো (পা হড়কে পড়েছে)। [দেশি]। ̃ নো ক্রি. পিছলে যাওয়া, পিছলানো। ☐ বি. উক্ত অর্থে।

হড়পা [ haḍ়pā ] বি. নদীতে হঠাত্ যে বান আসে। [দেশি]।

হড়-বড় [ haḍ়-baḍ় ] অব্য. বলন চলন প্রভৃতিতে অতি দ্রুততার ভাবপ্রকাশক। [তু. হি. হড়বড়ানা]। হড়-বড়ানো ক্রি. বি. হড়বড় করা; অনাবশ্যক দ্রুততা বা ব্যস্ততা প্রকাশ করা। হড়-বড়ে বিণ. হড়বড় করে এমন, অতিব্যস্ত।

হড়-হড় [ haḍ়-haḍ় ] অব্য. পিচ্ছিলতার ভাবপ্রকাশক। হড়-হড়ে বিণ. হড়হড় করে এমন, পিছল। [ধ্বন্যা.]।

হড়াত্, হড়াস [ haḍ়āt, haḍ়āsa ] অব্য. হঠাত্ খোলা বা ঢেলে দেওয়ার শব্দ। [ধ্বন্যা.]।

হণ্ডা [ haṇḍā ] বি. বড়ো হাঁড়ি। [অর্বাচীন সং.]। হণ্ডিকা, হণ্ডী বি. হাঁড়ি।

হত [ hata ] বিণ. 1 হত্যা করা বা বধ করা হয়েছে এমন (যুদ্ধে হত সৈনিক); 2 নষ্ট, নাশপ্রাপ্ত (হতগৌরব); 3 লুপ্ত, লোপপ্রাপ্ত (হতচেতন, হতবুদ্ধি); 4 ব্যাহত (হতোদ্যম); 5 মন্দ (হতভাগা)। [সং. √ হন্ + ত]। ̃ চেতন, ̃ জ্ঞান বিণ. অচেতন; মূর্ছিত। ̃ চ্ছাড়া বিণ. লক্ষ্মীছাড়া, হতভাগ্য, দুর্দশাগ্রস্ত। ̃ দর্প বিণ. (যার) দর্প বা অহংকার নষ্ট হয়েছে এমন। ̃ প্রায় বিণ. প্রায় বিনষ্ট; মরোমরো। ̃ বল বিণ. নষ্টশক্তি, বলহীন। ̃ বাক বিণ. 1 বাক্যহারা; 2 অবাক, বিস্মিত। ̃ বুদ্ধি, ̃ ভম্ব বিণ. বুদ্ধি ঘুলিয়ে গেছে এমন, কিংকর্তব্যবিমূঢ়। ̃ ভাগ্য, ̃ ভাগা বিণ. ভাগ্য খারাপ এমন, মন্দভাগ্য, দুর্ভাগা। স্ত্রী. ̃ ভাগ্যা, ̃ ভাগিনী, ̃ ভাগী। ̃ মান বিণ. সম্মানহারা; অবমানিত। ̃ শ্রদ্ধ বিণ. যার শ্রদ্ধা বা আস্হা লুপ্ত হয়েছে। ̃ শ্রদ্ধা বি. (বাং.) অশ্রদ্ধা, অবজ্ঞা। ̃ শ্রী বিণ. শ্রীভ্রষ্ট; সম্পদহারা (হতশ্রী পল্লি, হতশ্রী গ্রাম)।

হতাদর [ hatādara ] বিণ. আদর বা সম্মান নষ্ট হয়েছে এমন, অনাদৃত। ☐ বি. অসম্মান, অমর্যাদা, অনাদর। [সং. হত + আদর]।

হতাশ [ hatāśa ] বিণ. নিরাশ, আশাহীন। [সং. হত + আশা]। হতাশা বি. নৈরাশ্য, আশাভঙ্গ।

হতাশ্বাস [ hatāśbāsa ] বিণ. যে ভরসা হারিয়েছে, কোনো সান্ত্বনা যার নেই। [সং. হত + আশ্বাস]।

হতাহত [ hatāhata ] বিণ. হত ও আহত। [সং. হত + আহত]।

হতে [ hatē ] হইতে -র চলিত রূপ। ☐ অব্য. 1 (ব্যক্তি বিষয়ে স্হানকাল সম্পর্কে) থেকে ('মার কাছ হতে কাড়ি': রবীন্দ্র); 2 দ্বারা ('আমা হতে এই কর্ম হবে না সাধন': নবীন); 3 ফলে (এই ঘটনা হতে একথা সহজেই অনুমান করা যায়); 4 তুলনায়, চেয়ে ('বিত্ত হতে চিত্ত বড়ো')। [প্রাকৃ. অহনতহি বা হিস্তো > বাং. হইতে]।

হতোদ্যম [ hatōdyama ] বিণ. উদ্যমহারা, ভগ্নোত্সাহ। [সং. হত + উদ্যম]।

হতোস্মি [ hatōsmi ] ক্রি. আমি মারা গেলাম। [> সং. হতঃ + অস্মি]। হা হতোস্মি করা নিরাশ হয়ে 'মারা গেলাম' বলে উদ্বেগ প্রকাশ করা।

হত্যা [ hatyā ] বি. 1 প্রাণনাশ, বধ (জীবহত্যা করা); 2 (বাং.) অভীষ্টসিদ্ধির জন্য আমৃত্যু দেবতার নিকট ধরনা (মন্দিরে হত্যা দিয়ে পড়ে থাকা)। [সং. √ হন্ + ক্যপ্ + আ]। ̃ কাণ্ড বি. খুনোখুনি; খুনের ঘটনা। ̃ কারী (-রিন্) বিণ. খুনি। ̃ প-রাধ বি. খুন করার অপরাধ।

হত্যে [ hatyē ] বি. 1 অভীষ্টলাভের আশায় আমৃত্যু দেবমূর্তির সামনে পড়ে থাকা (মন্দিরে হত্যে দেওয়া); 2 (আল.) দীর্ঘক্ষণ অপেক্ষা করা (দরজায় দরজায় হত্যে দেওয়া)। [< হত্যা]।

হদ [ hada ] বি. গর্ত। [সং. হ্রদ]।

হদিশ1 [ hadiśa1 ] বি. 1 তত্ত্ব, সন্ধান খোঁজ (কারও হদিশ পাওয়া); 2 উপায়, পথ (হদিশ খুঁজে পাওয়া)। [আ. হদীথ্]।

হদ্দ [ hadda ] বি. সীমা (তু. বেহদ্দ =সীমাহীন); এলাকা (হদ্দের বাইরে যাওয়া)। ☐ বিণ. 1 চরম, চূড়ান্ত (হদ্দ মজা); 2 অনধিক, মোট (হদ্দ চার কাঠা)। [আ. হদ্দ্]। ̃ মুদ্দ ক্রি-বিণ. যথাসাধ্য; বড়োজোর, খুব বেশি হলে। ☐ বিণ. প্রচণ্ড (হদ্দমুদ্দ লড়াই)। হদ্দ হওয়া ক্রি. বি. অত্যন্ত ক্লান্ত বা জেরবার হওয়া (খুঁজতে খুঁজতে হদ্দ হওয়া)।

হনন [ hanana ] বি. হত্যা, বধ (শত্রুহনন)। [সং. √ হন্ + অন]। হননীয় বিণ. বধযোগ্য।

হন-হন [ hana-hana ] অব্য. দ্রুতবেগে চলবার ভাবসূচক (হনহন করে ছুটল)। হন-হনানো ক্রি. বি. হনহন করা, অতি দ্রুত চলা (এমন হনহনিয়ে চললে কোথায় ?)।

হনু, হনূ [ hanu, hanū ] বি. 1 গণ্ডদেশের উপরিভাগ; 2 চোয়াল; চিবুক; 3 হনুমান। [সং. √ হন্ + উ, বিকল্পে ঊ]। ̃ মান (-মত্) বি. 1 রামায়ণোক্ত রামভক্ত মহাবীর বানর; 2 লম্বা লেজওয়ালা কালোমুখ বড়ো বাঁদরবিশেষ।

হন্ত [ hanta ] বিলাপসূচক অব্যয়বিশেষ ('কোথা হা হন্ত চিরবসন্ত': রবীন্দ্র)। [সং. √ হন্ + ত]।

হন্ত-দন্ত [ hanta-danta ] বিণ. অতি ব্যস্ত ও উত্কণ্ঠিত, ব্যস্তসমস্ত। [দেশি]।

হন্তব্য [ hantabya ] বিণ. বধযোগ্য, হননীয়। [সং. √ হন্ + তব্য]।

হন্তা [ hantā ] (ন্তৃ) বিণ. হত্যাকারী। [সং. √ হন্ + তৃ]। স্ত্রী. হন্ত্রী। ̃ রক বি. বিণ. 1 হত্যাকারী; 2 অন্তরায়।

হন্দর [ handara ] (বর্ত. অপ্র.) বি. ওজনের পরিমাণবিশেষ (1 হন্দর = 112 পাউণ্ড, 5.8 কিলোগ্রাম) [ইং. hundred weight]।

হন্য-মান [ hanya-māna ] বিণ. নিহত হচ্ছে এমন। [সং. √ হন্ + মান (শানচ্)]।

হন্যে, হন্নে [ hanyē, hannē ] বিণ. 1 হনন বা আক্রমণ করবার জন্য ক্ষিপ্তভাবে ইতস্তত ধাবমান; 2 কোনোকিছুর জন্য ব্যাকুলভাবে চেষ্টাযুক্ত; খ্যাপা (হন্নে হওয়া, হন্নে কুকুর)। [সং. হন্তৃ়]।

হপ্তা [ haptā ] বি. সপ্তাহ; পরপর সাত দিন। [ফা. হফ্তা]।

হব-চন্দ্র, হবু-চন্দ্র [ haba-candra, habu-candra ] বি. গল্পে বর্ণিত নিরেট মূর্খ নৃপতিবিশেষ। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী যেমন মূর্খ রাজা তেমনই তার মূর্খ মন্ত্রী।

হবন [ habana ] বি. হোম, আহুতি। [সং. √ হু + অন]। হবনী বি. হোমকুণ্ড। হবনীয় বি. বিণ. হোমের বস্তু; হোমের যোগ্য।

হব-হব, হবো-হবো [ haba-haba, habō-habō ] বিণ. হবার উপক্রম করেছে এমন, আসন্ন (সন্ধ্যা হবহব)। [হওয়া দ্র (প্রকার অর্থে দ্বিত্ব)]।

হবা [ habā ] বি. ইহুদি খ্রিস্টান ও ইসলাম পুরাণোক্ত পৃথিবীর আদি নারী, Eve. [আ. হবা]।

হবিঃ (-বিস্), (চলিত) হবি [ habiḥ (-bis), (calita) habi ] বি. 1 হবনীয় বস্তু; 2 হোমের ঘৃত; 3 ঘৃত; 4 হোম। [সং. √ হু + ইস্]। হবির্ভুক (-জ্) বি. অগ্নি।

হবিষ্য, (কথ্য) হবিষ্যি [ habiṣya, (kathya) habiṣyi ] বি. ব্রতাদিতে ভক্ষণীয় ঘৃতান্ন; সঘৃত আমিষবর্জিত আতপান্ন। [সং. হবিস্ + য]। হবিষ্য করা ক্রি. বি. হবিষ্যান্ন খাওয়া। হবিষ্যান্ন বি. হবিষ্য। হবিষ্যাশী (-শিন্) বিণ. হবিষ্যান্নভোজী।

হবু [ habu ] বিণ. ভাবী, হবে এমন (হবু জামাই)। [হওয়া দ্র]।

হবুচন্দ্র [ habucandra ] দ্র হবচন্দ্র

হব্য [ habya ] বি. 1 হোমে প্রদেয় বস্তু; 2 হোম; 3 দেবতার উদ্দেশে নিবেদিত অন্ন ইত্যাদি (তু. কব্য)। ☐ বিণ. হোমে প্রদেয়, হোমের যোগ্য। [সং. √ হু + য]।

হম্বি-তম্বি [ hambi-tambi ] বি. 1 আস্ফালন; 2 তর্জন। [দেশি]।

হ-য-ব-র-ল [ ha-ya-ba-ra-la ] বিণ. বিপর্যস্ত, বিশৃঙ্খল (জিনিসপত্র সব হ-য-ব-র-ল হয়ে আছে)। ☐ বি. বিশৃঙ্খলা, গোঁজামিল।

হয়1 [ haẏa1 ] ক্রি. হওয়া -র নিত্যবর্তমানে প্রথম পুরুষের রূপ। অব্য. (সমু.) বিকল্পসূচক (হয় তুমি নয় সে)। হয়কে নয় করা যা ঘটে তা ঘটে না বলে প্রমাণ করা, সত্যকে মিথ্যা বলে প্রতিপন্ন করা। ̃ তো ক্রি-বিণ. সম্ভবত। হয়-হয় বিণ. একান্ত আসন্ন (বৃষ্টি হয়হয় অবস্হা)।

হয়2 [ haẏa2 ] বি. ঘোড়া, অশ্ব। [সং. √ হয়্ + অ]। স্ত্রী. হয়ী। ̃ গ্রীব বিণ. ঘো়ড়ার মতো গ্রীবাযুক্ত।

হয়-রান [ haẏa-rāna ] বিণ. 1 নাকাল; 2 ব্যর্থ পরিশ্রমে ক্লান্ত; 3 জ্বালাতন, উত্যক্ত (খুঁজে খুঁজে হয়রান, ঘুরে ঘুরে হয়রান)। [আ. হয়রান্]। হয়-রানি বি. ব্যর্থ পরিশ্রম, ব্যর্থ ঘোরাঘুরি।

হয়ে [ haẏē ] অব্য. ক্রি-বিণ. 1 পক্ষ সমর্থন করে (তার হয়ে কথা বলার কেউ নেই); 2 প্রতিনিধিস্বরূপ (বাপের হয়ে ছেলেই অতিথিকে অভ্যর্থনা করল); 3 ক্রমশ ঘটা (অন্ধকার হয়ে এল); 4 পথে কোনো স্হান অতিক্রম করে বা কিছু সময় সেখানে কাটিয়ে, ঘুরে (শিয়ালদহ হয়ে শ্যামবাজারে যাওয়া, আসবার সময় বাজারটা হয়ে এসো)। [হওয়া দ্র]। হয়ে পড়া ক্রি. বি. অবাঞ্ছিত অবস্হার সৃষ্টি হওয়া (অজ্ঞান হয়ে পড়া, গরিব হয়ে পড়েছে)।

হর1 [ hara1 ] বি. 1 সংহারকর্তা শিব (হরধনু); 2 (গণি.) ভাজক বা বিভাজক অঙ্ক, denominator. ☐ বিণ. 1 সংহারকারী; 2 হরণকারী; 3 অপনোদক (তাপহর); 4 আকর্ষক (মনোহর)। [সং. √ হৃ + অ]। ̃ গৌরী বি. শিব ও দুর্গা; এক মূর্তিতে শিব ও দুর্গার প্রকাশ, অর্ধনারীশ্বরমূর্তি। ̃ ধনু বি. শিবের ধনুক। হর হর বম বম শৈবদের ধ্বনিবিশেষ। হরা বিণ. (স্ত্রী.) নাশিকা, অপনোদনকারিণী (দুঃখহরা)।

হর2 [ hara2 ] বিণ. 1 প্রত্যেক (হররোজ); 2 বিবিধ, নানা (হরকিসিম)। [ফা.]। ̃ ঘড়ি, ̃ দম ক্রি-বিণ. সর্বদা, অনবরত। ̃ বোলা বি. 1 যে বহু বিভিন্ন বুলি বলে বা বলতে পারে; 2 যে পশুপাখির ডাক নকল করতে পারে। ̃ হামেশা ক্রি-বিণ. সর্বদা, সবসময়।

হর-কত [ hara-kata ] বি. বাধা, প্রতিবন্ধক। [আ. হর্কত্]।

হর-করা [ hara-karā ] বি. সংবাদ চিঠি প্রভৃতির বাহক, ডাক-পিয়ন। [ফা.]।

হরগৌরী [ haragaurī ] দ্র হর1

হরঘড়ি [ haraghaḍ়i ] দ্র হর2

হরজ, হরজা [ haraja, harajā ] বি. ক্ষতি, হানি। [ফা. হর্জ্]।

হরণ [ haraṇa ] বি. 1 লুণ্ঠন, চুরি (পরদ্রব্য হরণ); 2 অপনোদন ('হরণ করিব ভার পৃথিবীর': রবীন্দ্র); 3 মোচন (শঙ্কাহরণ, চিন্তাহরণ); 4 (গণি.) ভাগ করা। [সং. √ হৃ + অন]। ̃ পূরণ বি. 1 (গণি.) ভাগ ও গুণ; 2 (আল.) যোগ-বিয়োগ, কমতি-বাড়তি।

হর-তন [ hara-tana ] বি. খেলার তাসের লাল পানের মতো রং বা চিহ্নবিশেষ। [ওল. harten]।

হর-তাল [ hara-tāla ] বি. বিক্ষোভ বা প্রতিবাদ প্রকাশের জন্য দোকান হাট কাজকর্ম প্রভৃতি সাময়িকভাবে বন্ধ করা; ধর্মঘট। [গুজ.]।

হরদম [ haradama ] দ্র হর2

হরফ, হরপ [ harapha, harapa ] বি. বর্ণমালার লেখ্য সংকেত বা রূপ, অক্ষর। [আ. হর্ফ্]।

হরবোলা [ harabōlā ] দ্র হর2

হররা [ hararā ] বি. (আনন্দাদির) প্রাচুর্যসূচক উচ্চ কোলাহল। [দেশি]।

হরা [ harā ] ক্রি. (কাব্যে) 1 হরণ করা ('কি পাপ দেখিয়া মোর হরিলি এ ধন তুই': মধু); 2 আকর্ষণ করা ('কে ওদের হৃদয় হরে': রবীন্দ্র)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ হৃ]।

হরি [ hari ] বি. 1 নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ; 2 যম; 3 বায়ু; 4 চন্দ্র; 5 সূর্য; 6 সিংহ; 7 অশ্ব। ☐ বিণ. হরিত্ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ই]। হরির লুট হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ̃ গুণ-গান বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন। ̃ চন্দন বি. দেবতরুবিশেষ। [চন্দন দ্র]। ̃ জন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর। [গান্ধিজীর প্রদত্ত নাম]। ̃ দ্বার বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ। ̃ নাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন। হরি নামের ঝুলি হরিনামের মালা রাখার ঝুলি। হরি নামের মালা হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা। ̃ প্রিয়া বি. (স্ত্রী.) 1 লক্ষ্মীদেবী; 2 তুলসী পাতা বা গাছ। ̃ বাসর বি. 1 দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন; 2 (ব্যঙ্গে) উপবাস, অনশন। ̃ বোল বি. (সচ. সমবেতকণ্ঠে ও উচ্চস্বরে) হরির নামোচ্চারণ (হিন্দুরা পূজান্তে, কীর্তনান্তে এবং শববহনকালে ও শবদাহকালে এই ধ্বনি উচ্চারণ করে। ̃ ভক্ত বিণ. 1 হরির প্রতি ভক্তিমান; 2 বৈষ্ণব। ̃ ভক্তি বি. হরির প্রতি ভক্তি। হরিভক্তি উবে যাওয়া ক্রি. বি. (ব্যঙ্গে) শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া। ̃ মটর বি. (কৌতু.) উপবাস, অনশন। সংকীর্তন বি. দলবদ্ধভাবে হরিগুণ গান করা। ̃ সভা বি. হরির মহিমা আলোচনার্থ সভা। ̃ হর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণু ও শিবের অভেদমূর্তি। ̃ হরাত্মা বিণ. বি. অভিন্নহৃদয়, একপ্রাণ একদেহ।

হরি ঘোষের গোয়াল [ hari ghōṣēra gōẏāla ] (নদিয়ার হরি ঘোষ নামক জনৈক গোপের দান-করা গোশালায় প্রতিষ্ঠিত রঘুনাথ শিরোমণির চতুষ্পাঠীতে সমবেত বহুসংখ্যক ছাত্রের কোলাহল থেকে, মতান্তরে কলকাতার দানবীর হরি ঘোষের অতিথিশালার বহুসংখ্যক নিষ্কর্মা অতিথির কোলাহল থেকে) (আল.) অলস ও নিষ্কর্মা লোকজনের কোলাহলপূর্ণ আড্ডা।

হরিচন্দন, হরিজন [ haricandana, harijana ] দ্র হরি

হরিণ [ hariṇa ] বি. তৃণভোজী দ্রুতগামী শৃঙ্গী সুদর্শন পশুবিশেষ, মৃগ, কুরঙ্গ। [সং. √ হৃ + ইন]। স্ত্রী. হরিণী। ̃ নয়না, হরিণাক্ষী বিণ. (স্ত্রী.) হরিণের মতো সুন্দর চক্ষুযুক্তা। হরিণাঙ্ক বি. চন্দ্র।

হরিণ-বাড়ি [ hariṇa-bāḍ়i ] বি. প্রাচীন কলকাতার প্রসিদ্ধ জেলখানা; জেলখানা।

হরিত্, হরিত [ harit, harita ] বি. 1 সবুজ বর্ণ; 2 সূর্যের অশ্ব। ☐ বিণ. সবুজবর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ইত্, ইত]। হরিতাশ্ম (-শ্মন্) বি. 1 (সবুজবর্ণ বলে) মরকত মণি; 2 তুঁতে। হরিদশ্ব বি. (সবুজ ঘোড়ায় টানা রথে চড়েন বলে) সূর্য। হরিদ্বর্ণ বিণ. হরিত্ বর্ণযুক্ত।

হরি-তাল [ hari-tāla ] বি. 1 পারদযুক্ত পীতবর্ণ বিষাক্ত ধাতব পদার্থবিশেষ; 2 পীতবর্ণ পাখিবিশেষ, হরিয়াল। [সং. হরি + তাল]।

হরি-তালিকা, হরি-তালী [ hari-tālikā, hari-tālī ] বি. 1 ছায়াপথ; 2 ভাদ্র মাসের শুক্লা চতুর্থী বা নষ্টচন্দ্রের তিথি। [সং. হরিতাল + ক + আ, ঈ]।

হরিতাশ্ম, হরিদশ্ব, হরিদ্বর্ণ [ haritāśma, haridaśba, haridbarṇa ] দ্র হরিত্

হরিদ্রা [ haridrā ] বি. (প্রধানত মশলারূপে ব্যবহৃত) পীতবর্ণ মূলবিশেষ, হলুদ। [সং. হরি + √ দ্রু + অ + আ]। ̃ বিণ. পীতবর্ণযুক্ত; হলদে।

হরিনাম, হরিপ্রিয়া, হরিবাসর, হরিবোল, হরিভক্ত, হরিভক্তি, হরিমটর [ harināma, haripriẏā, haribāsara, haribōla, haribhakta, haribhakti, harimaṭara ] দ্র হরি

হরি-য়াল [ hari-ẏāla ] বি. ঘুঘুজাতীয় হলদে বা সবুজ রঙের পাখিবিশেষ। [সং. হরিতাল]।

হরিশ্চন্দ্র [ hariścandra ] বি. সূর্যবংশীয় রাজা যিনি বিশ্বামিত্র মুনিকে সর্বস্ব দান করেছিলেন। [সং. হরি + চন্দ্র]।

হরিসংকীর্তন, হরিসভা, হরিহর [ harisaṅkīrtana, harisabhā, harihara ] দ্র হরি

হরী-তকী [ harī-takī ] বি. 1 (কবিরাজি ওষুধে ও মুখশুদ্ধির কাজে ব্যবহৃত) হলুদ রঙের কষায় ফলবিশেষ; 2 তার গাছ। [সং. হরি (পীতবর্ণ) + ইত (প্রাপ্ত) + ক + ঈ]।

হরেক [ harēka ] বিণ. 1 নানাপ্রকার, বিবিধ (হরেক খাবার); 2 এক এক; বিভিন্ন (হরেক জনের হরেক কথা)। [ফা. হর্ + বাং. এক]।

হরে-দরে [ harē-darē ] ক্রি-বিণ. 1 মোটামুটি; 2 গড়পড়তা হরেদরে লাভ-লোকসান সমান)। [ফা. হর্ + দর্]।

হর্তা [ hartā ] (-র্তৃ) বিণ. 1 হরণকর্তা, অপহারক; 2 সংহারক। [সং. √ হৃ + তৃ]। ̃ কর্তা বি. 1 সংহারকর্তা ও নির্মাণকর্তা; 2 সর্বময় কর্তা। হর্তা-কর্তা বিধাতা বি. 1 বিনাশ, নির্মাণ ও ব্যবস্হাপনের কর্তা; 2 সৃষ্টিস্হিতি প্রলয়কর্তা; 3 (আল.) সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি।

হর্ম্য [ harmya ] বি. মনোহর অট্টালিকা, ধনীদের বাসভবন, সৌধ, প্রাসাদ। [সং. √ হৃ + য (ম্-আগম)]।

হর্যক্ষ [ haryakṣa ] বি. 1 সিংহ; 2 কুবের। [সং. হরি (পিঙ্গলবর্ণ) + অক্ষি]।

হর্যশ্ব [ haryaśba ] বি. ইন্দ্র। [সং. হরি (পিঙ্গলবর্ণ) + অশ্ব]।

হর্ষ [ harṣa ] বি. 1 আনন্দ, পুলক; 2 উদ্ভেদ, উদগম, খাড়া হওয়া বা শিহরন (লোমহর্ষ)। [সং. √ হৃষ্ + অ]। ̃ বি. হর্ষ। ☐ বিণ. 1 হর্ষজনক; 2 শিউরে বা খাড়া করে তোলে এমন (লোমহর্ষণ)। হর্ষান্বিত, হর্ষাবিষ্ট, হর্ষিত বিণ. আনন্দিত; তোষিত; আমোদিত। হর্ষোদয় বি. আনন্দের সঞ্চার।

হল1 [ hala1 ] বি. সোনার প্রলেপ বা সোনালি প্রলেপ; গিলটি। [আ.]।

হল2 [ hala2 ] বি. বড়ো ঘর। [ইং. hall]।

হল3 [ hala3 ] বি. লাঙল। [সং. √ হল্ + অ]। ̃ কর্ষণ, ̃ চালনা, ̃ চালন বি. লাঙল দিয়ে জমি চাষ। ̃ ধর, ̃ ভৃত্, হলী (-লিন্) বি. 1 কৃষক; 2 কৃষ্ণের আগ্রজ বলরাম। হলায়ুধ বি. 1 বলরাম; 2 স্মৃতিশাস্ত্রের সুপ্রসিদ্ধ গ্রন্হকার। হল্য বিণ. 1 হলসম্বন্ধীয়; 2 কর্ষণযোগ্য।

হল্4, হস্ [ hal4, has ] বি. পাণিনি-ব্যাকরণে ব্যঞ্জনবর্ণের সাংকেতিক নাম। হলন্ত, হসন্ত বি. 1 ব্যঞ্জনবর্ণ; 2 (বাং.) ব্যঞ্জনবর্ণের চিহ্নবিশেষ (্)। ☐ বিণ. 1 ব্যঞ্জনান্ত; 2 ব্যঞ্জনচিহ্নযুক্ত, হস্চিহ্নযুক্ত।

হলকা [ halakā ] বি. 1 পাল, দল, দঙ্গল ('ষোড়শ হলকা হাতী': ভা. চ.); 2 ঘোড়ার গলায় পরাবার চামড়ার বেড়; 3 উত্তপ্ত প্রবাহ (আগুনের হলকা)। [আ.]।

হলদি [ haladi ] বি. (আঞ্চ.) হলুদ। [প্রাকৃ. হলিদ্দা < সং. হরিদ্রা]।

হলধর [ haladhara ] দ্র হল3

হলফ, হলপ [ halapha, halapa ] বি. সত্য বলবার জন্য শপথ বা ঈশ্বরের নামে দিব্যি (হলফ করে বলা)। [আ.]।

হল-হল [ hala-hala ] বি. অতিশয় ঢিলা বা আলগা হওয়ার ভাব প্রকাশক। হল-হলে বিণ. অত্যন্ত ঢিলা বা আলগা, হলহল করছে এমন। ☐ বি. ছোটো বিষহীন সাপবিশেষ, হেলে।

হলা [ halā ] ওলো, নারী কর্তৃক নারীকে সম্বোধনাত্মক ('হলা প্রিয়ংবদে')। [তু. ওলো]।

হলায়ুধ [ halāẏudha ] দ্র হল3

হলাহল [ halāhala ] বি. দেবাসুরকর্তৃক সমুদ্রমন্হনে উত্থিত তীব্র বিষ, কালকূট। [সং. হল্ + আ + √ হল্ + অ]।

হলী [ halī ] দ্র হল3

হলুদ [ haluda ] বি. (প্রধানত মশলারূপে ব্যবহৃত) পীতবর্ণ কন্দবিশেষ; হরিদ্রা। [প্রাকৃ. হলিদ্দা < সং. হরিদ্রা]। হলদে বিণ. হলুদ রঙের, পীত।

হল্য [ halya ] দ্র হল3

হল্লা [ hallā ] বি. 1 গোলমাল, চেঁচামেচি; 2 পুলিসের আক্রমণ বা তাড়া (হল্লাগাড়ি)। [হি.]।

হসন [ hasana ] বি. 1 হাসি; 2 হাস্য করা। [সং. √ হস্ + অন]। হাসিত বিণ. 1 হাস্যযুক্ত, সহাস্য; 2 বিকশিত।

হসন্ত [ hasanta ] দ্র হল্

হসন্তিকা, হসন্তী [ hasantikā, hasantī ] বি. 1 আগুনের পাত্র; ধুনুচি; 2 মল্লিকা ফুল। [সং. √ হস্ + অত্ + ক + আ, অত্ + ঈ]।

হস্ত [ hasta ] বি. 1 হাত, কর, পাণি; বাহু, ভুজ; 2 কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; 3 চব্বিশ অঙ্গুলি বা প্রায় আঠারো ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্যের মাপবিশেষ; 4 হাতির শুঁড়। [সং. √ হস্ + তন্]। ̃ কৌশল বি. হাত চালাবার কায়দা, হাতের কায়দা। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. হাত দেওয়া; কোনো কাজে অংশগ্রহণ বা বাধাদান (অন্যের কাজে বা অধিকারে হস্তক্ষেপ)। ̃ গত বিণ. অধিকৃত, দখলীকৃত, করায়ত্ত। ̃ গ্রাহ্য বিণ. হস্তদ্বারা গ্রহণযোগ্য বা স্পর্শনসাধ্য। ̃ চ্যুত বিণ. 1 হাতছাড়া, অধিকারচ্যুত, বেদখল; 2 হাত থেকে পড়ে গিয়েছে এমন। ̃ ধারণ বি. হাত ধরা। ̃ রেখা বি. করতলের রেখা। ̃ লাঘব বি. হাতসাফাই; হাতের নৈপুণ্য। ̃ লিখিত বিণ. হাতে লেখা অর্থাত্ মুদ্রিত নয়। ̃ .লিপি, ̃ .লেখ বি. হাতের লেখা।; হস্তাক্ষর বি. হাতের লেখার ছাঁদ; হাতের লেখা। হস্তান্তর বি. অন্য লোকের অধিকারভুক্ত হওয়া; হাতবদল (জমির হস্তান্তর)। হস্তান্তরিত বিণ. অন্যের অধিকারে গেছে এমন; অন্য লোককে প্রদত্ত। হস্তাব-লেপ বি. 1 হাত বুলানো; 2 (বিরল) হস্তসঞ্চালনের দ্বারা গর্বপ্রকাশ। হস্তাম-লক বি. 1 করতলস্হিত আমলকী; 2 (আল.) সম্পূর্ণ আয়ত্ত বস্তু বা সহজে আয়ত্ত হয় এমন বস্তু; 3 শংকরাচার্যকৃত বেদান্তগ্রন্হবিশেষ। হস্তার্পণ বি. হস্তক্ষেপ -এর অনুরূপ।

হস্ত-বুদ [ hasta-buda ] বি. 1 বর্তমান ও অতীত হিসাব, জমাবন্দি; 2 জমিদারির মোট আয়। [ফা. হস্ত-ও-বুদ্]।

হস্তা [ hastā ] বি. (জ্যোতিষ.) এয়োদশ নক্ষত্র। [সং. হস্ত + আ]।

হস্তাক্ষর, হস্তান্তর, হস্তামলক, হস্তার্পণ [ hastākṣara, hastāntara, hastāmalaka, hastārpaṇa ] দ্র হস্ত

হস্তী [ hastī ] বি. শুঁড়বিশিষ্ট অতিকায় নিরামিষাশী জন্তুবিশেষ, হাতি, গজ, করী, মাতঙ্গ। [সং. হস্ত + ইন্]। স্ত্রী. হস্তিনীহস্তী-দন্ত বি. হাতির দাঁত। হস্তিপ, হস্তী-পক বি. হস্তীপালক, মাহুত। হস্তী-মদ বি. হাতি খেপলে তার গণ্ডদেশ শুঁড় ইত্যাদি থেকে যে জল ক্ষরিত হয়। হস্তী-মূর্খ বিণ. আকাট মূর্খ। হস্তী-শালা বি. হাতির আস্তাবল, পিলখানা। হস্ত্যশ্ব বি. হাতি ও ঘোড়া। হস্ত্যজীব বি. হাতিব্যবসায়ী; হস্তীপালক, হাতি শিকারি। হস্ত্যায়ুর্বেদ বি. হাতির চিকিত্সা সম্বন্ধীয় শাস্ত্র। হস্ত্যারোহ বি. 1 হাতির পিঠে আরোহী ব্যক্তি; 2 মাহুত। হস্ত্যারোহী (-হিন্) বিণ. হাতির পিঠে আরূঢ়।

হা [ hā ] অব্য. হায়; শোক ক্লেশ বিস্ময় প্রভৃতি সূচক শব্দ। ̃ পিত্যেশ বি. 1 অতি লোভাতুর প্রত্যাশা; 2 দীর্ঘ প্রত্যাশা; 3 আপশোস, অনুশোচনা। ̃ হুতাশ বি. অতিশয় আক্ষেপ।

হাই [ hāi ] বি. আলস্যজনিত, বা নিদ্রাবেশজনিত মুখব্যাদান, জৃম্ভণ (হাই তোলা)। [< সং. হাফিকা]।

হাই-আমলা [ hāi-āmalā ] বি. বরকে কন্যার বশীভূত রাখবার জন্য প্রদত্ত আমলকী ও অন্যান্য বস্তুর মিশ্রিত পিণ্ড। [দেশি]।

হাই-কমাণ্ড [ hāi-kamāṇḍa ] বি. (প্রধানত) রাজনৈতিক দল বা সংগঠনের সর্বোচ্চ সংস্হা। [ইং. high command]।

হাই-কোর্ট [ hāi-kōrṭa ] বি. প্রদেশের উচ্চতম বিচারালয়। [ইং. high court]।

হাই-জ্যাক [ hāi-jyāka ] বি. 1 বাস বা ট্রাক ছিনতাই; 2 বন্দুকাদির ভয় দেখিয়ে বিমানের চালককে অন্য পথে বিমান চালাতে বাধ্য করে বিমান ছিনতাই। [ইং. hijack]।

হাই-ড্রোজেন [ hāi-ḍrōjēna ] বি. মৌলিক গ্যাসবিশেষ, জলের অন্যতম উপাদান, জলজান, উদজান। [ইং. hydrogen]।

হাই-ফেন [ hāi-phēna ] বি. ('-')-সমাসসূচক এই যতিচিহ্ন (হ-য ব-র-ল, সিন্ধু-তরঙ্গ)। [ইং. hyphen]।

হাই-বেঞ্চ [ hāi-bēñca ] বি. বসবার বেঞ্চের সামনের লম্বা ও টেবিলের মতো উঁচু কাষ্ঠাসনবিশেষ। [ইং. high bench]।

হাই স্কুল [ hāi skula ] বি. উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। [ইং. high school]।

হাউই [ hāui ] বি. হুশ শব্দে আকাশে ওঠে এমন আতশবাজিবিশেষ। [ফা. হবাঈ]।

হাউ-মাউ [ hāu-māu ] বি. সক্রন্দন হইচই। ̃ খাউ বি. মানুষ বা অন্য জীবজন্তুকে খেয়ে ক্ষুধাশান্তির জন্য রূপকথার রাক্ষসের ব্যস্ততা-প্রকাশক গর্জন।

হাউস [ hāusa ] (আঞ্চ.) বি. শখ, ইচ্ছা, আশা। [আ. হবশ্]।

হাউস সার্জন [ hāusa sārjana ] বি. হাসপাতালে নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত চিকিত্সক। [ইং. house surgeon]।

হাওড় [ hāōḍ় ] বি. জলময় বিস্তীর্ণ প্রান্তর, বিল। [দেশি]।

হাওদা [ hāōdā ] বি. হাতির পিঠে আরোহীদের বসবার আসন। [আ.]।

হাওয়া [ hāōẏā ] বি. 1 বাতাস (ভোরের হাওয়া); 2 জলবায়ু, climate (হাওয়াবদল); 3 (আল.) সংসর্গ, প্রভাব (কারও হাওয়া গায়ে লাগা); 4 গতি, অবস্হা (কালের হাওয়া, দেশের হাওয়া)। [আ. হবা]। ̃ গাড়ি বি. মোটরগাড়ি। হাওয়া দেওয়া, হাওয়া হওয়া ক্রি. বি. (কৌতু.) চম্পট দেওয়া; পালিয়ে যাওয়া।

হাওলা [ hāōlā ] বি. জিম্মা, তত্ত্বাবধান। [আ. হওয়ালা]। ̃ জমি বি. নির্দিষ্ট শর্তে প্রদত্ত নিষ্কর জমি। ̃ দার বি. হাওলা জমির মালিক।

হাও-লাত [ hāō-lāta ] বি. 1 ঋণ, কর্জ; 2 আমানত। [আ.হওয়ালাত্]। হাও-লাত-বরাত বি. কর্জ; ঋণ শোধ করার শপথ। হাও-লাতি বিণ. 1 ঋণরূপে গৃহীত; 2 ঋণসম্পর্কীয়।

হাঁ1 [ hā1 ] বি. মুখব্যাদান (সিংহের হাঁ, হাঁ করে তাকানো)।

হাঁ2, হ্যাঁ [ hā2, m̐hyā ] অব্য. সম্মতি স্বীকৃতি প্রভৃতি সূচক সাড়া;সত্যতা অর্থাত্ নেতির বিপরীত জবাবসূচক।

হাঁ3, হ্যাঁ [ hā3, m̐hyā ] অব্য. সম্বোধন বা অনুনয়সূচক (হ্যাঁ হে, হাঁগা)।

হাঁ হাঁ [ hā m̐hā ] অব্য. সহসা বারণ-সূচক (হাঁ হাঁ করছ কী)।

হাঁক, হাঁই হুঁই [ hān̐ka, hām̐i hum̐i ] বি. 1 উচ্চরবে ডাক (হাঁক দেওয়া, 'হাঁই হুঁই ছেড়ে ছোটে বাহকেরা'); 2 হুঙ্কার (হাঁক ছাড়া)। [সং. হুঙ্কার]। হাঁক পাড়া ক্রি. বি. চিত্কার করে ডাক দেওয়া। হাঁক-ডাক বি. 1 ক্রমাগত হাঁক; 2 আস্ফালনসূচক চিত্কার; 3 ক্ষমতা ও ঐশ্বর্যের খ্যাতি; 4 প্রভাব-প্রতিপত্তি (গ্রামে ওদের হাঁক়ডাক খুব)।

হাঁকড়া [ hān̐kaḍ়ā ] ক্রি. হাঁকড়ানো। [দেশি]। ̃ নো ক্রি. বি. 1 আস্ফালনপূর্বক চালনা করা (লাঠি হাঁকড়ানো); 2 সবেগে বা সদর্পে চালানো (গাড়ি হাঁকড়ানো); 3 সমারোহের সঙ্গে নির্মাণ করা (বাড়ি হাঁক়ড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

হাঁক-পাঁক [ hān̐ka-pān̐ka ] বি. অতিরিক্ত ব্যস্ততা বা আগ্রহ প্রকাশ (হাঁকপাঁক করা)।[হাঁক দ্র]।

হাঁকা1 [ hān̐kā1 ] ক্রি. 1 হাঁক দেওয়া; উচ্চস্বরে বা আস্ফালনপূর্বক বলা বা ঘোষণা করা ('হাঁকে বীর শির নাহি': নজরুল); 2 দাবি করা (দর হাঁকা)। [হাঁক দ্র]।

হাঁকা2 [ hān̐kā2 ] ক্রি. হাঁকানো। ̃ নো ক্রি. 1 হাঁকড়ানো-র সমস্ত অর্থে (গাড়ি হাঁকিয়ে চলা); 2 দর্পভরে তাড়ানো (ভিখারিকে হাঁকিয়ে দেওয়া)। ☐ বি. উক্ত সব অর্থে।

হাঁকা-হাঁকি [ hān̐kā-hān̐ki ] বি. 1 চেঁচিয়ে ডাকাডাকি (এত রাতে হাঁকাহাঁকি); 2 বচসা। [হাঁক দ্র]।

হাঁকুনি [ hān̐kuni ] বি. 1 উচ্চকণ্ঠে তীব্র ধমক; 2 হাঁক; 3 হুংকার। [হাঁক দ্র]।

হাঁচা [ hān̐cā ] ক্রি. হাঁচি দেওয়া। ☐ বি. উক্ত অর্থে। [হাঁচি দ্র]।

হাঁচি [ hān̐ci ] বি. নাসারন্ধ্রের সুড়সুড়ি বা উত্তেজনাহেতু তার মধ্য দিয়ে সবেগে বায়ুর নির্গমন, ক্ষুত্। [< সং. হঞ্ছি, হঞ্ছিকা]।

হাঁটকা [ hān̐ṭakā ] ক্রি. হাঁটকানো। ["lt"সং. উদঘাটি]। ̃ নো ক্রি. কোনোকিছু খুঁজবার জন্য নাড়াচাড়া বা ওলটপালট করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

হাঁটা [ hān̐ṭā ] ক্রি. পায়ে চলা (হেঁটে যাও)। ☐ বি. উক্ত অর্থে (এখন হাঁটা দাও)। ☐ বিণ. পায়ে চলবার (হাঁটা পথ)। [হি. √ হট্-তু. সং. অট্]।̃ চলা বি. হাঁটা; পায়চারি। ̃ নো ক্রি. 1 হাঁটতে অভ্যাস করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো বা সাহায্য করা (শিশুকে হাঁটানো); 2 হাঁটতে বাধ্য করানো (আমাকে অনর্থক হাঁটালে)। ☐ বি. উক্ত অর্থে। ̃ হাঁটি বি. বারবার হেঁটে যাতায়াত। হাঁটিয়ে বিণ. প্রচুর হাঁটতে পারে এমন (হাঁটিয়ে লোক)। হাঁটুনি, (আঞ্চ.) হাঁটন বি. পদব্রজে ভ্রমণ।

হাঁটু [ hān̐ṭu ] বি. জানু; জঙ্ঘাস্হি (shin-bone) ও ঊরুর সংযোগস্হলের গোলাকার হা়ড়। [দেশি-তু. হাঁট]। ̃ জল বি. হাঁটু পর্যন্ত ডোবে এমন গভীর জল। হাঁটুভাঙা দ দুঃখে বা নৈরাশ্যে চলনশক্তিরহিত হয়ে উপবিষ্ট। হাঁটুর বয়সি (বিদ্রুপে) কারও তুলনায় বয়সে খুবই ছোটো।

হাঁড়া [ hān̐ḍ়ā ] বি. হাঁড়ির চেয়ে বড়ো পাত্রবিশেষ, সাধারণত মাটির তৈরি। [সং. √ হণ্ডা]।

হাঁড়ি [ hān̐ḍ়i ] বি. ক্ষুদ্র জালার মতো পাত্রবিশেষ। [সং. হণ্ডী]। ̃ কুড়ি বি. হাঁড়িকলসি ইত্যাদি। হাঁড়ি ভাঙা ক্রি. অন্যের বাড়িতে প্রবেশ করে চুরি করে হাঁড়ি থেকে ভাত খাওয়া; গুপ্তকথা প্রকাশ করে দেওয়া (হাটে হাঁড়ি ভাঙা)। হাঁড়ির খবর (আল.) একেবারে ভিতরের খবর, গোপন খবর। হাঁড়ির হাল (আল.) আর্থিক অবস্হা; অভাবগ্রস্ত অবস্হা।

হাঁড়ি-চাচা [ hān̐ḍ়i-cācā ] বি. লম্বা লেজওয়ালা সাদা-কালো-বাদামি রঙের পাখিবিশেষ, tree pie (হাঁড়ি চাঁছার মতো কর্কশ আওয়াজ করে বলে এই নাম)। [দেশি]।

হাঁড়িয়া [ hān̐ḍ়iẏā ] বি. চাল-চোয়ানো মদ, পচাই। [সাঁও.]।

হাঁদা [ hān̐dā ] বিণ. 1 মোটা (হাঁদাপেট); 2 স্হূলবুদ্ধি, মূর্খ। [দেশি]। ̃ রাম বিণ. নিরেট, মস্তিষ্কহীন। ☐ বি. বোকা লোক।

হাঁপ, হাঁফ [ hām̐pa, hām̐pha ] বি. 1 দীর্ঘশ্বাস, দম (হাঁপ ছাড়া); 2 ভয় বা শ্রমাদিহেতু দ্রুত নিশ্বাস (হাঁপ লাগা); 3 হাঁপানি (হাঁপ ধরা, হাঁপের রোগ); 4 শারীরিক কষ্ট ও মানসিক উদ্বেগের অবসানে স্বাভাবিক ও সহজ নিশ্বাস (হাঁফ ছেড়ে বাঁচলাম)। [দেশি-ধ্বন্যা.]। হাঁপানো, হাঁফানো ক্রি. ঘনঘন বা কষ্টে শ্বাসগ্রহণ ও ত্যাগ করা (ভাবতে ভাবতে বা শুনতে শুনতে হাঁপিয়ে ওঠা)।☐ বি. উক্ত অর্থে। হাঁপানি, হাঁপি বি. 1 ঘনঘন শ্বাস ত্যাগ ও গ্রহণ; 2 শ্বাসকষ্টজনক রোগবিশেষ। হাঁপা-হাঁপি বি. অতিশয় ব্যস্ততা।

হাঁস [ hām̐sa ] বি. স্হল ও জল দুই জায়গাতেই বিচরণক্ষম সুপরিচিত পাখিবিশেষ, হংস; লিপ্তপাদ জলচর পাখিবিশেষ। [সং. হংস]।

হাঁস-কল [ hām̐sa-kala ] বি. কপাট ঝুলাবার জন্য হাঁসের মতো লোহার কল। [দেশি]।

হাঁস-ফাঁস [ hām̐sa-phām̐sa ] বি. অতি কষ্টে নিশ্বাস-প্রশ্বাস ত্যাগ ও গ্রহণ। [ধ্বন্যা.]।

হাঁসলি, হাঁসুলি [ hām̐sali, hām̐suli ] বি. অর্ধচন্দ্রাকৃতি কণ্ঠাভরণবিশেষ। [বাং. হাঁস + লি, উলি (সদৃশার্থে)]।

হাঁসা [ hām̐sā ] ক্রি. হাঁসুয়া বা কাস্তে দিয়ে কাটা। হাঁসানো ক্রি. হাঁসুয়া দিয়ে কাটা; ফাঁসানো, গভীর করে চিরে ফেলা। ☐ বি. উক্ত অর্থে। [দ্র হাঁসিয়া]।

হাঁসিয়া, হাঁসুয়া [ hām̐siẏā, hām̐suẏā ] বি. কাস্তের মতো অর্ধচন্দ্রাকৃতি অস্ত্রবিশেষ। [দেশি]।

হাঁসুলি [ hām̐suli ] দ্র হাঁসলি

হাকিম [ hākima ] বি. 1 বিচারপতি; 2 শাসনকর্তা; 3 (মূলত) ইউনানি চিকিত্সক, বৈদ্য। [আ. হকীম]। হাকিম নড়ো তো হুকুম নড়ে না হুকুম বা আদেশ দিয়ে বিচারক অন্যত্র চলে গেলেও তার হুকুমের পরিবর্তন অসম্ভব, তা পালন করতেই হবে। হাকিমি বি. বিচারকের বৃত্তি বা পদ; ইউনানি চিকিত্সা। ☐ বিণ. বিচার বা বিচারক সম্বন্ধীয়; চিকিত্সা বা চিকিত্সকসম্বন্ধীয।

হাগা (অশোভন) [ hāgā (aśōbhana) ] ক্রি. মলত্যাগ করা। ☐ বি. উক্ত অর্থে। [< সং. √ হদ্]। ̃ নো ক্রি. মলত্যাগ করানো। ☐ বি. উক্ত অর্থে।

হাঘর [ hāghara ] বি. নিরাশ্রয় বা গৃহহীন ব্যক্তি; হীন বংশ। [বাং. হা ঘর]। হাঘরে বিণ নিদারুণ দৈন্যের জন্য যার ঘরে হাহাকার; নিরাশ্রয়; হীনবংশীয়।

হাঙর [ hāṅara ] বি. মাছজাতীয় বৃহদাকার হিংস্র সামুদ্রিক প্রাণী। [সং. হাং (ধ্বন্যা.) + গর (গ্রাস করা)]।

হাঙ্গাম, হাঙ্গামা [ hāṅgāma, hāṅgāmā ] বি. 1 দাঙ্গা; 2 মারামারি; 3 উত্পাত; 4 বিপত্তি, ফ্যাসাদ। [ফা. হঙ্গামহ্]।

হাজত [ hājata ] বি. বিচারাধীন আসামিদের জন্য কারাগার (চোরটা হাজতে আছে)। [আ. হাজত্]। ̃ বাস বি. হাজতে বন্দি থাকা।

হাজরি [ hājari ] বি. 1 উপস্হিতি; 2 ইয়োরোপীয় প্রথায় ভোজন। [আ. হাজ্রি]। ছোটো হাজরি বি. সকালবেলার লঘু জলযোগ, breakfast. বড়ো হাজরি বি. মধ্যাহ্নের পেটভরা খাবার, lunch.

হাজা [ hājā ] ক্রি. 1 জলে ভিজে নষ্ট হওয়া; 2 জলকাদায় পচা বা ক্ষত হওয়া। ☐ বি. 1 জলে ভিজে পচন; 2 অতিবৃষ্টি বা জলপ্লাবনাদির ফলে শস্যের পচন (হাজাশুখা); 3 মাত্রাতিরিক্ত জল ঘাঁটবার ফলে হাত-পায়ের আঙুলের ক্ষতরোগবিশেষ। ☐ বিণ. 1 হেজে গিয়েছে এমন; 2 পাঁকে ঢাকা পড়েছে বা বুজে গিয়েছে এমন (হাজামজা পুকুর)। [দেশি]। ̃ মজা বিণ. হেজে গেছে এবং অব্যবহার্য হয়েছে এমন।

হাজা-মজা [ hājā-majā ] দ্র হাজা

হাজার [ hājāra ] বি. বিণ. 1 সংখ্যা বা সংখ্যক। [ফা. হজার্]। হাজার হাজার, হাজারে হাজারে বিণ. বহুসহস্র, অসংখ্য, অগণিত। হাজারি বি. সহস্র সৈন্যের নায়ক; সহস্র গ্রামের মণ্ডল। হাজারো বিণ. বহু অনেক (হাজারো দাবি)।

হাজি, (বর্জি.) হাজী [ hāji, (barji.) hājī ] বি. 1 মুসলমানদের মধ্যে প্রচলিত গুরুত্ব বা মহত্ত্বসূচক উপাধি; 2 যে ব্যক্তি হজ অর্থাত্ মক্কাতীর্থ দর্শন করেছে। [আ.]।

হাজির [ hājira ] বিণ. উপস্হিত। [আ.]। হাজিরা, হাজিরি, (কথ্য) হাজরি উপস্হিতি (হাজিরা দেওয়া)।

হাট [ hāṭa ] বি. 1 প্রকাশ্য ক্রয়-বিক্রয়ের স্হান (সাধারণত বাজারের মতো রোজ হাট বসে না-সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে); 2 (আল.) প্রচুর সমাবেশ (রূপের হাট, চাঁদের হাট)। [সং. হট্ট]। ভাঙা হাট যে হাটে ক্রয়-বিক্রয় প্রায় শেষ হয়েছে, উঠতি হাট। হাট করা ক্রি. বি. 1 হাটে দ্রব্যাদি খরিদ করা; 2 (আল.) গোলমাল করা; 3 প্রকাশ করা, উন্মুক্ত করা (দরজা হাট করা); 4 বিশৃঙ্খল করা (কাপড়গুলো হাট করা)। হাট বসা, হাট লাগা ক্রি. বি. 1 হাটে ক্রয়-বিক্রয় শুরু হওয়া; 2 হাট স্হাপিত হওয়া; 3 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 4 অত্যন্ত গোলমাল হওয়া (বাড়িতে হাট বসেছে)। হাট বসানো ক্রি. বি. 1 হাট স্হাপিত করা; 2 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 3 গোলমাল বা হইচই করা। ̃ বাজার বি. হাট বা বাজার; কেনাকাটা। ̃ বার বি. সপ্তাহের যে-দিনে হাট বসে। ̃ হদ্দ বি. সমস্ত ব্যাপার বা খবর। হাটরিয়া, হাটুরে বি. হাটের পণ্যদ্রব্যের বিক্রেতা বা ক্রেতা। ☐ বিণ. 1 হাটে বিক্রেয় পণ্যবাহী (হাটুরে নৌকা); 2 হাটে ক্রয় বিক্রয়কারী (হাটুরে লোক)।

হাটক [ hāṭaka ] বি. সোনা। [সং. √ হট্(দীপ্তি) + অক]।

হাডুডু [ hāḍuḍu ] বি. কপাটি খেলা। [দেশি]।

হাড্ডা-হড্ডি [ hāḍḍā-haḍḍi ] বিণ. প্রতিযোগিতায় সমান-সমান। [হাড্ডি দ্র]। হাড্ডাহাড্ডি লড়াই বি. 1 প্রায় সমান-সমান লড়াই; 2 জোর লড়াই।

হাড্ডি [ hāḍḍi ] বি. (কথ্য) হাড়। [সং. হড্ড]। ̃ সার বিণ. কঙ্কালসার, অতিশয় শীর্ণ।

হাড় [ hāḍ় ] বি. 1 যা দিয়ে মেরুদণ্ডী প্রাণীর দেহের কাঠামো তৈরি, অস্হি; 2 (আল.) মর্ম (হাড়ে-হাড়ে টের পাওয়া)। [সং. হ়ড্ড]। হাড় কালি হওয়া, হাড় ভাজা ভাজা হওয়া ক্রি. বি. অতিশয় জ্বালাযন্ত্রণা বা দুঃখ ভোগ করা; কষ্টের আধিক্যহেতু অত্যন্ত কাতর হওয়া। হাড় গুঁড়ো করা ক্রি. বি. অতিশয় প্রহার করা। ̃ কিপটে বিণ. অতি কৃপণ। ̃ গোড় বি. ছোটো-বড়ো সমস্ত হাড়-পাঁজরা। হাড় গোড় ভাঙা দ হাড়-গোড় ভেঙে যাওয়ার ফলে চলনশক্তি রহিত হয়ে উপবিষ্ট; (আল.) সম্পূর্ণ অক্ষম বা হতাশ। হাড়-গোড় ভাঙা ক্রি. বি. (আল.) প্রচণ্ড প্রহার করা। হাড়-জিরজিরে বিণ. কঙ্কালসার। হাড় জুড়ানো ক্রি. বি. স্বস্তিলাভ করা। হাড় জ্বালানো ক্রি. বি. অত্যন্ত জ্বালাতন করা। হাড় মাটি করা মাটি দ্র। হাড়-জ্বালানো বিণ. অত্যন্ত জ্বালাতন করে এমন। ̃ পাকা বিণ. পাকামিতে দড় বা পটু। ̃ ভাঙা বিণ. অতি শ্রমসাধ্য (হাড়ভাঙা পরিশ্রম)। ̃ মাস বি. (কথ্য) হাড় ও মাংস। হাড়-মাস আলাদা করা ক্রি. বি. (আল.) নিদারুণ প্রহার করা। হাড়ে-মাসে-জড়ানো বিণ. অচ্ছেদ্য সম্পর্কযুক্ত। হাড়ে-মাসে জ্বালানো ক্রি. বি. খুব জ্বালাতন করা। ̃ হদ্দ ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাত্ মূলদেশ পর্যন্ত, আগাগোড়া (হাড়হদ্দ জানি)। ̃ হাভাতে বিণ. একেবারে নিঃস্ব বা লক্ষ্মীছাড়া। হাড়ে হাড়ে ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাত্ সম্পূর্ণ, পুরোপুরি (তাকে হাড়েহাড়ে চিনি)।

হাড়গিলা, (কথ্য) হাড়গিলে [ hāḍ়gilā, (kathya) hāḍ়gilē ] বি. জলা জায়গায় বাস করে এবং মাছ ব্যাং পোকামাকড় প্রভৃতি খায় এমন বড়ো ও কদাকার পাখিবিশেষ, adjutant. [হাড় ও গিলা2 দ্র]।

হাড়ি [ hāḍ়i ] বি. অনুন্নত হিন্দু সম্প্রদায়বিশেষ। [সং. হ়ড্ডিক]।

হাড়ি-কাট, হাড়ি-কাঠ [ hāḍ়i-kāṭa, hāḍ়i-kāṭha ] বি. 1 পশুবলির জন্য কাঠের তৈরি ফাঁদবিশেষ, যূপকাষ্ঠ; 2 দুই পা আটকে রাখবার জন্য বেড়জাতীয় যন্ত্রবিশেষ। [দেশি]। হাড়িকাঠে মাথা দেওয়া নিশ্চিত ও সাংঘাতিক বিপদ বরণ করা।

হাড়োল [ hāḍ়ōla ] বি. নেকড়জাতীয় প্রাণীবিশেষ-এরা গৃহপালিত হাঁস-মুরগি চুরি করতে অভ্যস্ত। [দেশি]।

হাত [ hāta ] বি. 1 প্রধানত কিছু ধরার জন্য এবং উঠানো নামানোর জন্য দেহের যে অঙ্গ ব্যবহার করা হয়, কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; 2 চব্বিশ অঙ্গুলি বা আঠারো ইঞ্চি পরিমিত দৈর্ঘ্যের মাপবিশেষ; 3 (আল.) অধিকার, বশবর্তিতা (হাতে আসা, হাতের জিনিস); 4 প্রভাব (হাত থাকা, হাত এড়ানো); 5 সাহায্য বা বিরোধিতার জন্য যোগদান (কোনো ব্যাপারে হাত দেওয়া)। [প্রা. হত্থ < সং. হস্ত]। হাত আসা ক্রি. বি. অভ্যাস হওয়া। হাত কচলানো ক্রি. বি. দুই করতল ক্রমাগত ঘষে মিনতি করা বা প্রার্থনা করা। ̃ কড়া, ̃কড়ি বি. কয়েদির দুই হাত বাঁধার জন্য লোহার বালা, handcuff (s). হাত করা ক্রি. বি. অধিকারে বা স্বপক্ষে আনা। &tilde ; করাত বি. যে করাত একজনে হাত দিয়ে চালাতে পারে। ̃কাটা বিণ. 1 হাত কাটা গিয়েছে এমন, ছিন্নহস্ত (হাতকাটা লোক); 2 বগল থেকে কনুই পর্যন্ত হাতওয়ালা অথবা হাতাশূন্য (হাতকাটা জামা)। হাত কামড়ানো ক্রি. বি. আপশোস করা। ̃ খরচ, ̃ খরচা বি. ব্যক্তিগত খুচরো ব্যয়। ̃ খালি বিণ. 1 রিক্তহস্ত; 2 হাতের সমস্ত টাকা খরচ করে ফেলেছে এমন; 3 নিরাভরণ হাতবিশিষ্ট। ̃ খোলা বিণ. খরচের ব্যাপারে উদার; ব্যয়শীল; দানশীল। হাত গুটানো ক্রি. বি. নিরস্ত হওয়া। হাত গোনা ক্রি. হস্তরেখা বিচারকপূর্বক ভাগ্য নির্ণয় করা। ̃ ঘড়ি বি. যে-ঘড়ি কবজিতে বাঁধা যায়, রিস্ট ওয়াচ (wrist-watch). হাত চলা ক্রি. বি. হাত দিয়ে প্রহার করা। ̃ চালা বি. অপহৃত দ্রব্য বার করার জন্য বা চোর ধরার জন্য আভিচারিক মন্ত্রবলে হস্তচালনা। হাত চালানো ক্রি. বি. দ্রুত কাজ করা। ̃ চিঠা, (কথ্য) &tilde ; চিঠে বি. ছোটো চিঠি বা রসিদ। ̃ ছাড়া বিণ. 1 বেহাত, হস্তচ্যুত, বেদখল (সুযোগ টাকা বা জমি হাতছাড়া হওয়া); 2 আয়ত্তের বাইরে গিয়েছে এমন (ছেলে হাতছাড়া হওয়া)। ̃ ছানি বি. হাত নেডে ইশারা। হাতজোড় করা ক্রি. বি. (দুই করতল যুক্ত করে) ক্ষমাপ্রার্থনা অনুনয় বা নমস্কার করা। হাত জোড়া থাকা ক্রি. বি. কাজে ব্যস্ত থাকা। হাত তোলা ক্রি. বি. প্রহারের জন্য বা সমর্থনের জন্য হাত উঁচু করা। ̃ টান বি. কৃপণতা; (ছিঁচকে) চুরির অভ্যাস। ̃ ড়া, ̃ ড়ানো ক্রি. হাত বুলিয়ে বুলিয়ে খোঁজা (হাতড়ে বেড়ানো)। [বাং. √ হাতড়া]। ̃ তালি বি. (আনন্দ প্রশংসা উপহাস প্রভৃতিতে বা গানে তাল রাখার জন্য) দুই করতলে সশব্দ আঘাত, তাই। ̃ তোলা বি. দয়া করে অন্যে দেয় এমন বস্তু। ☐ বিণ. (পরের) অনুগ্রহপ্রদত্ত; (পরের) অনুগ্রহের উপর নির্ভরশীল। হাত দেওয়া ক্রি. বি. 1 সাহায্য করার বা বাধা দেওয়ার জন্য যোগ দেওয়া। হাত দেখা ক্রি. বি. 1 হাত গোনা, কররেখাদ্বারা ভাগ্যবিচার করা; 2 নাড়ি পরীক্ষাপূর্বক স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করা। ̃ ধরা বিণ. বশীভূত। হাত ধুয়ে বসা ক্রি. বি. 1 আশা বা সম্পর্ক ত্যাগ করা; 2 দায়িত্ব না রাখা; 3 (উপহাসে) ভোজের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে আহারের জন্য অত্যধিক ব্যস্ত হওয়া। হাত পড়া ক্রি. বি. 1 হস্তক্ষেপ হওয়া; 2 স্পৃষ্ট হওয়া, ছোঁয়া লাগা। হাত পাকানো ক্রি. বি. 1 অভ্যাসদ্বারা পটু হওয়া; 2 প্রহার করবার জন্য প্রস্তুত হওয়া। &tilde ; পাখা বি. (সচ.) তালপাতার তৈরি যে পাখা দিয়ে বাতাস করা হয়। হাত-পা চলা ক্রি. বি. যুগপত্ হাত ও পা দিয়ে মারা; কিল চড় ঘুসি ও লাথি মারা। হাত-পা না ওঠা ক্রি. বি. অত্যন্ত ভীত ও ভরসাহীন হওয়া। হাত-পা-বাঁধা বিণ. নিরুপায়। হাত-পা বেঁধে জলে ফেলা ক্রি. বি. 1 উদ্ধারলাভের পথ বন্ধ করে সর্বনাশের পথে ঠেলে দেওয়া; 2 নিতান্ত অপাত্রে কন্যাদান করা। হাত পাতা ক্রি. বি. করতল প্রসারিত করা; প্রার্থী হওয়া। হাত পা বার হওয়া ক্রি. বি. 1 অতিশয় অতিরঞ্জিত হওয়া; 2 কর্মশক্তি অসম্ভব বৃদ্ধি পাওয়া। ̃ বদল বি. অধিকার পরিবর্তন; হস্তান্তর। ̃ বাক্স বি. (প্রধানত টাকাকডি রাখবার জন্য) ছোটো বাক্সবিশেষ। হাত বাড়ানো ক্রি. বি. 1 কিছু ধরবার জন্য হাত প্রসারিত করা; 2 (আল.) লোভ করা; পাবার চেষ্টা করা। ̃ ভরা বিণ. করতল ভরে যায় এমন। ̃ ভারী বিণ. কৃপণস্বভাব, সহজে টাকা বার করতে বা দিতে নারাজ। ̃ মোজা বি. দস্তানা। ̃ যশ বি. (প্রধানত চিকিত্সকের) দক্ষ বা পারদর্শী বলে খ্যাতি।থ ̃ সই বিণ. হস্তপ্রমাণ, এক হাত মাপবিশিষ্ট। ☐ বি. হাতের ভালো টিপ বা নিশানা, হাতের টিপ। ̃ সাফাই বি. হস্তলাঘব; হাতের পটুতা; হাত দিয়ে চুরির কাজে ক্ষমতা। ̃ সুতা, (কথ্য) ̃ সুতো বি. মাছ ধরার কাজে ছিপের বদলে ব্যবহৃত কৃত বা আয়ত্ত (হাতে-কলমে শিক্ষা), practical. ☐ ক্রি-বিণ. (হাতে-কলমে শেখা)। হাতে খড়ি বি. 1 খড়ি দিয়ে লিখিয়ে শিশুর বিদ্যারম্ভ; 2 (আল.) শিক্ষারম্ভ বা কর্মারম্ভ। হাতে-গড়া বিণ. হাত দিয়ে তৈরি। হাতে ধরা ক্রি. বি. সনির্বন্ধ অনুরোধ করা বা মিনতি করা। হাতে নয় ভাতে মারা ক্রি. বি. প্রহার না করে কেবল উপবাসী রেখে দুর্বল করা। হাতে নাতে ক্রি-বিণ. 1 অপরাধের প্রমাণসহ; 2 বমাল; 3 অপরাধে রত থাকবার সময়ে (হাতে-নাতে ধরা)। হাতে নেওয়া ক্রি. বি. হাত দিয়ে গ্রহণ করা; দায়িত্ব গ্রহণ করা। হাতে পাওয়া ক্রি. বি. অধিকারে বা তাঁরে পাওয়া। হাতে পাঁজি মঙ্গলবার (আল.) বৃথা তর্ক না করে হাতের কাছে যে সন্দেহ-নিরসনের উপায় আছে তা অবলম্বন করা হোক। হাতে পাতে ক্রি-বিণ. (টাকাকড়ি-সম্বন্ধে) সম্বলরূপে। হাতে-পায়ে ক্রি-বিণ. 1 একান্ত মিনতি জানিয়ে (টাকার জন্য হাতে-পায়ে পড়া, হাতে-পায়ে ধরে ক্ষমাভিক্ষা); 2 স্বাবলম্বী হয়ে (হাতে-পায়ে দাঁড়ানো)। হাতে বেড়ি পড়া ক্রি. বি. (আল.) অপরাধের দায়ে গ্রেপ্তার হওয়া। হাতে মাথা কাটা ক্রি. বি. 1 শুধু হাত দিয়েই মাথা কাটা; 2 (আল.) অতিশয় কঠোরভাবাপন্ন বা ক্ষমাহীন হওয়া। হাতে মারা ক্রি. বি. প্রহার করা (কথায় না মেরে হাতে মারা=তিরস্কার না করে প্রহার করা)। হাতের জল না গলা ক্রি. বি. অতিশয় কৃপণ হওয়া। হাতের ঢিল ছুড়ে দিলে আর ফেরে না সুযোগ হারালে আর পাওয়া যায় না। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা ক্রি. বি. হেলায় সুযোগ হারানো। হাতে হাতে ক্রি-বিণ. 1 সঙ্গে সঙ্গে, অবিলম্বে; 2 সরাসরি (হাতে হাতে ফলপ্রাপ্তি, দাম হাতে-হাতে চুকানো, প্রমাণ হাতে-হাতে); 3 এক হাত থেকে আর এর হাতে (ব্যাগটা হাতে-হাতে চলে গেল)। এক হাত নেওয়া ক্রি. বি. অপ্রীতিকর কথা শুনানো; পূর্ব শত্রুতার প্রতিশোধ নেওয়া। [এক দ্র]। কপালে হাত দেওয়া ক্রি. বি. ভাগ্যের দোহাই দেওয়া। কাঁচা হাত 1 অপটু হাত; 2 দক্ষতার অভাব; 3 অনভিজ্ঞতা। পাকা হাত 1 পটু হাত; 2 দক্ষতা; 3 অভিজ্ঞতা।

হাতড়া, হাতড়ানো [ hātaḍ়ā, hātaḍ়ānō ] দ্র হাত

হাতল [ hātala ] বি. হাত দিয়ে ধরার উপযোগী (দরজা-আলমারি-কড়াই ইত্যাদিতে সংলগ্ন) আংটা বা কড়া। [হি. হথলী]।

হাতসই, হাতসাফাই [ hātasi, hātasāphāi ] দ্র হাত

হাতা1 [ hātā1 ] বি. 1 এলাকা, ঘেরাও করা সীমা (বাড়ির হাতা); 2 (আল.) অধিকার, কবল। [আ. হত্তা]।

হাতা2 [ hātā2 ] বি. 1 বড়ো চামচ; 2 লম্বা ডাঁটের সঙ্গে যুক্ত ছোটো বাটি; 3 জামার হাত। [হাত দ্র]। ফুল-হাতা বিণ. (জামা সম্বন্ধে) কবজি পর্যন্ত হাতাবিশিষ্ট। হাফ হাতা বিণ. (জামা সম্বন্ধে) কনুই পর্যন্ত হাতাবিশিষ্ট।

হাতা3, হাতানো [ hātā3, hātānō ] ক্রি. 1 হস্তগত করা, অধিকার করা; 2 আত্মসাত্ করা (হাতিয়ে নেওয়া); 3 হাতড়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

হাতা-হাতি [ hātā-hāti ] বি. হাত দিয়ে পরস্পর মারামারি। [হাত দ্র]।

হাতি1, (বর্জি.) হাতী2 [ hāti1, (barji.) hātī2 ] বিণ. 1 হস্তপিরিমিত (আট-হাতি ধুতি); 2 হাতের দিকে (ডান-হাতি রাস্তা)। [হাত দ্র]।

হাতি2, (বর্জি.) হাতী2 [ hāti2, (barji.) hātī2 ] বি. 1 শুঁড়বিশিষ্ট বৃহদাকার স্তন্যপায়ী ও তৃণভোজী চতুষ্পদ জন্তুবিশেষ; 2 (আল.) অতিশয় স্থূলকায় ব্যক্তি। [সং. হস্তী]। হাতি পোষা ক্রি. বি. (আল.) অতি ব্যয়সাধ্য কাজের দায়িত্ব বহন করা। হাতির খোরাক (আল.) বিপুল-পরিমাণ খাদ্য। ̃ শাল বি. হাতির আস্তাবল। &tilde ; শুঁড়, ̃ শুঁড়া বি. লম্বা ও বাঁকা পাতাযুক্ত বনৌষধিবিশেষ।

হাতিয়ার [ hātiẏāra ] বি. 1 হাতে বহনযোগ্য অস্ত্রশস্ত্র; 2 শিল্পকর্মের সহায় বা যন্ত্র (কারিগরের হাতিয়ার); 3 হাতের সাহায্যে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি; 4 (আল.) সংঘর্ষমূলক কাজের অঙ্গ বা যন্ত্র (ছাত্রসম্প্রদায় এই আন্দোলনের হাতিয়ার)। [হি. হথিয়ার]।

হাতুড়ি [ hātuḍ়i ] বি. লোহা পাথর পেরেক প্রভৃতি পিটবার বা ঠুকবার জন্য মোটা ও ভারী লোহার মাথাওয়ালা হাতে ধরে ব্যবহার করার যন্ত্রবিশেষ। [দেশি]।

হাতুড়িয়া, হাতুড়ে [ hātuḍ়iẏā, hātuḍ়ē ] বি. আনাড়ি বা অশিক্ষিত চিকিত্সক। ☐ বিণ. আনাড়ি, অশিক্ষিত। [< বাং. √ হাতড়া]।

হাতে-খড়ি, হাতে-নাতে [ hātē-khaḍ়i, hātē-nātē ] দ্র হাত

হাদিশ, হাদিস [ hādiśa, hādisa ] বি. 1 পরম্পরাগত হজরত মোহাত্মদের উপদেশাবলি; 2 মুসলমান ব্যবস্থাশাস্ত্র। [আ. হদীথ্]।

হানা [ hānā ] ক্রি. 1 আঘাত করবার জন্য নিক্ষেপ করা; মারা ('তোমার সে আশায় হানিব বাজ': রবীন্দ্র); 2 হনন করা, বধ করা। ☐ বি. 1 (আস্ফালনসহ) আক্রমণ (হানা দেওয়া); 2 খানাতল্লাশির বা গ্রেপ্তারের জন্য আগমন (পুলিসের হানা)। ☐ বিণ. (প্রধানত ভূতপ্রেতের দ্বারা) আক্রান্ত (হানাবাড়ি)। [সং. √ হন্]। ̃ দার বিণ. (অন্যায়ভাবে) আক্রমণকারী। ̃ হানি বি. দুটি বিরুদ্ধ পক্ষের পরস্পর যুদ্ধ বা আক্রমণ।

হানি [ hāni ] বি. 1 নাশ (প্রাণহানি, মানহানি); 2 ক্ষতি (তাতে হানি কী?)। [সং. √ হা + তি]।

হাণ্ডি [ hāṇḍi ] বি. হাঁড়ি। [সং. হণ্ড়ী]।

হাপর [ hāpara ] বি. (প্রধানত ধাতু গলাবার বা গরম করবার কাজে ব্যবহৃত) চুল্লিবিশেষ বা তাতে হাওয়া দেবার জন্য চামড়ার থলি, ভস্ত্রা (স্যাকরার হাপর)। [দেশি]।

হাপরা [ hāparā ] ক্রি. হাপরানো। [ধ্বন্যা.]। ̃ নো ক্রি. তরল খাদ্য হাত দিয়ে তুলে সশব্দে খাওয়া। ☐ বি. উক্ত অর্থে।

হাপিত্যেশ [ hāpityēśa ] দ্র হা

হাপিশ [ hāpiśa ] বি. বিণ. (কথ্য) উধাত্ত, অদৃশ্য (আমার পেনটাকে কে হাপিশ করে দিল?)। [দেশি]।

হাপুস1 [ hāpusa1 ] অব্য. হাপরানোর শব্দ (হাপুস-হুপুস করে খাওয়া)। [ধ্বন্যা.]।

হাপুস2 [ hāpusa2 ] বিণ. বাষ্পাকুল, অশ্রুপূর্ণ (হাপুস নয়নে)। [< বাষ্প]।

হাফ [ hāpha ] বিণ. 1 অর্ধ, অর্ধেক (হাফ-হাতা); 2 হ্রস্ব, খাটো (হাফ-শার্ট)। [ইং. half]। হাফ-আখড়াই বি. আখড়াই অপেক্ষা স্বল্পকালস্থায়ী সংগীতের বৈঠকবিশেষ। হাফ-গেরস্ত বি. বিণ. ভদ্রপল্লির কাছাকাছি বাসকারী ভদ্রবেশী বেশ্যা। হাফ-টিকিট বি. (অল্পবয়স্কদের জন্য) অর্ধেক দামের টিকিট। হাফ-ড়ে, হাফ-হলিডে বি. কর্মস্থানে বা বিদ্যালয়ে আংশিক কাজ বা আংশিক ছুটি।

হাফ-টোন [ hāpha-ṭōna ] বি. বিভিন্ন আকারের বিন্দুসহযোগে রচিত আলোকচিত্র। [ইং. half-tone]।

হাব [ hāba ] বি. রমণীয় লাস্য বা বিলাসভঙ্গি। [সং. √ হ্বে + অ]। ̃ ভাব বি. 1 ছলাকলা; 2 চালচলন।

হাবড়া [ hābaḍ়ā ] বিণ. অকর্মণ্য (বুড়োহাবড়া)। [তু. হাবা]।

হাবলা [ hābalā ] বিণ. হাবা; হাবার তুল্য। [হাবা দ্র]।

হাবশি, (বর্জি.) হাবশী [ hābaśi, (barji.) hābaśī ] বি. 1 আবিসিনিয়ার অধিবাসী; 2 কাফরি, নিগ্রো। [আ. হবশী]।

হাবা [ hābā ] বিণ. 1 বোবা; 2 স্থূলবুদ্ধই; 3 (ঈষত্) বিকৃতমস্তিষ্ক। [দেশি]। ̃ কালা বিণ. মূক ও বধির। &tilde ; গঙ্গা-রাম, ̃ গবা, ̃ গোবা বিণ. বোবা বা মুখচোরা ও বোকা।

হাবাস [ hābāsa ] বি. 1 প্রবল ইচ্ছা বা অভিলাষ বা লালসা; 2 শোক। [আ. হওয়াস্]। [হাউস দ্র]।

হাবি-জাবি [ hābi-jābi ] বি. বিণ. 1 আজেবাজে বস্তু (হাবিজাবি খাওয়া); 2 তুচ্ছ; 3 অবজ্ঞার যোগ্য (হাবিজাবি কথা)। [দেশি]।

হাবিয়া দোজখ [ hābiẏā dōjakha ] বি. (মুস.) সপ্তম নরক ('সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া': নজরুল)। [আ.]।

হাবিল-দার [ hābila-dāra ] বি. সিপাইদের নায়কবিশেষ। [আ. হাব্লহ্ + ফা. দার্]।

হাবুজ-খানা [ hābuja-khānā ] বি. কারাগার, জেলখানা। [আ. হব্স্ + ফা. খানা]।

হাবু-ডুবু [ hābu-ḍubu ] বি. অসহায়ভাবে বারবার জলে ডুবে যাওয়া ও ভেসে ওঠা (হাবুডুবু খাওয়া)। ☐ বিণ. নিমজ্জিতপ্রায়, হতাশ্বাস (দেনায় বা কাজের চাপে হাবুডুবু অবস্হা)। [তু. হাঁপ, ডুব]।

হাবেলি, হাভেলি [ hābēli, hābhēli ] বি. 1 পাকা বাড়ি; 2 বাসস্হান; 3 বাসগৃহের শ্রেণি, পাড়া। [আ. হবেলী]।

হাভাত [ hābhāta ] বি. 1 অন্নহীন দশা; 2 ভাগ্যহীন ব্যক্তি। [বাং. হা + ভাত]। হাভাতে বিণ. ভাতের জন্য হায় হায় করে এমন, অন্নসংস্হানহীন; অত্যন্ত লোভী।

হাম1 [ hāma1 ] বি. জ্বর ও তত্সহ সারা গায়ে ঘামাচির মতো উদ্ভেদযুক্ত রোগবিশেষ, measles. [দেশি]।

হাম2 [ hāma2 ] সর্ব. আমি। [হি. হম্ < সং. অহম্]। ̃ বড়ো, ̃ বড়া বিণ. আমিই বড়ো বা সর্বেসর্বা-এই ভাবযুক্ত; আত্মাভিমানী।

হামলা1 [ hāmalā1 ] বি. ক্রি. 1 আক্রমণ; চড়াও হয়ে মারপিট বা চড়াও হওয়া ('হামলে পড়ল তার উপর তিনটে ভালুক': শ. ঘো.); 2 দাঙ্গা। [আ. হম্লা়]।

হামলা2 [ hāmalā2 ] ক্রি. হামলানো। [সং. হম্মা]। ̃ নো ক্রি. গোরুর হাম্বা হাম্বা করে বাছুরকে আহ্বান করা। ☐ বি. উক্ত অর্থে।

হামা [ hāmā ] বি. হাঁটু ও হাতের চেটোর সাহায্যে এগোনো, হামাগুড়ি। [দেশি]। হামা টানা, হামা দেওয়া ক্রি. বি. হামাগুড়ি দেওয়া। ̃ গুড়ি বি. হামা দেওয়া বা হামা দিয়ে চলা।

হামান-দিস্তা, (কথ্য) হামান-দিস্তে [ hāmāna-distā, (kathya) hāmāna-distē ] বি. দ্রব্যাদি পিটিয়ে গুঁড়ো করবার জন্য কানা-উঁচু লৌহপাত্র ও লৌহদণ্ড। [ফা. হাবন্দস্তহ্]।

হামাম [ hāmāma ] বি. স্নানাগার; সাধারণের জন্য উষ্ণ জলের স্নানাগার। [আ. হাম্মান্]।

হামার [ hāmāra ] সর্ব. (ব্রজ.) আমার। [হাম2]। হামারি, হমারি সর্ব. আমারই; কেবলই আমার ('হমারি লাগি এ বৃন্দাবনমে': রবীন্দ্র)।

হামি [ hāmi ] বি. (শিশুদের) চুম্বন (একটা হামি দাও, সোনা)। [দেশি]।

হামেশা [ hāmēśā ] ক্রি-বিণ. 1 সর্বদা; 2 প্রায়ই। [ফা. হামেশা]।

হামে-হাল [ hāmē-hāla ] ক্রি-বিণ. হামেশা, অনবরত। [ফা. হম্অ + আ. হাল]।

হাম্বা [ hāmbā ] অব্য. বি. গোরুর ডাক। [সং. হম্মা]।

হাম্বির, (বর্জি.) হাম্বীর [ hāmbira, (barji.) hāmbīra ] বি. (সংগীতশাস্ত্রে) রাত্রিকালীন রাগিণীবিশেষ।

হায় [ hāẏa ] অব্য. খেদ অনুতাপ শোক প্রভৃতিসূচক; হা।

হায়ন [ hāẏana ] বি. বত্সর; অব্দ, সাল (তু. অগ্রহায়ণ)। [সং. √ হা + অন]।

হায়া [ hāẏā ] বি. লজ্জা, শরম (বেহায়া)। [আ.]।

হার1 [ hāra1 ] বি. 1 কণ্ঠাভরণবিশেষ, যে গয়না গলায় ঝুলিয়ে পরতে হয়; 2 মালা; 3 (গণি.) হরণ, ভাগ; 4 (বাং.) দর, অনুপাত (শতকরা পাঁচ টাকা হারে)। [সং. হৃ + অ]। ̃ বিণ. হরণকারী। ☐ বি. ভাজক, divisor. হারা-হারি বি. অনুপাত-অনুযায়ী ভাগবাঁটোয়ারা। ☐ বিণ. ক্রি-বিণ. গড়পড়তা বা অনুপাত-অনুযায়ী (হারাহারি ভাগ, হারাহারি ভাগ করা)।

হার2 [ hāra2 ] বি. পরাজয়, পরাভব (হার-জিত, হার মানা)। [হারা দ্র]। ̃ কাত বি. খেলায় হারের দিক বা পরাজিত পক্ষ।

হার-মনি [ hāra-mani ] বি. 1 ঐকতান; 2 সংগতি। [ইং. harmony]।

হার-মোনিয়াম [ hāra-mōniẏāma ] বি. রিড বা চাবি টিপে বাজাতে হয় এমন হাপরযুক্ত বাক্সের মতো বাদ্যযন্ত্রবিশেষ। [ইং. harmonium]।

হারা [ hārā ] ক্রি. পরাজিত হওয়া (আমরা হেরে গেছি, 'হারি জিতি, নাহি লাজ')। ☐ বি. উক্ত অর্থে। ☐ বিণ. 1 হারিয়ে বা খুইয়ে ফেলেছে এমন, বিহীন, বঞ্চিত (পথহারা পথিক, মা-হারা, আত্মহারা, পিতৃহারা, গৃহহারা, সর্বহারা); 2 হারিয়ে গিয়েছে এমন (হারাধন)। [সং. √ হৃ]। ̃ নো ক্রি. 1 খোয়ানো (সুযোগ হারানো, বই বা টাকা হারানো, শ্রদ্ধা হারানো); 2 নষ্ট করা; 3 নিখোঁজ হওয়া; 4 বিচ্ছিন্ন হয়ে পড়া; 5 পরাজিত করা (খেলায় বা মামলায় বিপক্ষকে হারানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে (হারানো বইখানা পেয়েছি)। ̃ হারি বি. জয়পরাজয়। হারিত বিণ. অপহৃত। [সং. √ হৃ + ণিচ্ (স্বার্থে) + ত]।

হারাম [ hārāma ] বি. 1 মুসলমান শাস্ত্রানুযায়ী অপবিত্র বা অবৈধ বিষয় বস্তু বা প্রাণী; 2 শূকর; 3 মন্দ জিনিস, নিন্দনীয় ব্যাপার। [আ.]। ̃ জাদকি, ̃ জাদগি বি. হারামজাদাগিরি, দারুণ বদমাশি বা পেজোমি। ̃ জাদা, ̃ জাদ বি. বিণ. গালিবিশেষ; শুয়ারের বাচ্ছা; জারজ। বি. বিণ. (স্ত্রী.) ̃ জাদি

হারাহারি1 [ hārāhāri1 ] দ্র হার1

হারাহারি2 [ hārāhāri2 ] দ্র হারা

হারি [ hāri ] বি. হার, পরাভর। [সং. √ হৃ + ই]।

হারি-কেন [ hāri-kēna ] বি. ঝড়জলেও নেভে না এমন কাচের আবরণযুক্ত লণ্ঠনবিশেষ। [ইং. hurricane lantern]।

হারিত1 [ hārita1 ] বিণ. সবুজবর্ণবিশিষ্ট। [সং. হরিত + অ]।

হারিত2 [ hārita2 ] দ্র হারা

হারিদ্র [ hāridra ] বিণ. হরিদ্রাবর্ণযুক্ত। [সং. হরিদ্রা + অ]।

হারী1 [ hārī1 ] (-রিন্) বিণ. হারবিশিষ্ট, হারভূষিত। [সং. হার + ইন্]। স্ত্রী. হারিণী

-হারী2 [ -hārī2 ] (-রিন্) বিণ. হরণকারী, নাশক (চিত্তহারী, (দর্পহারী)। [সং. √ হৃ + ইন্]। স্ত্রী. ̃ হারিণী (ত্রিতাপহারিণী)।

হারেম [ hārēma ] বি. অন্তঃপুর, অন্দরমহল। [আ. হর্ম্]।

হার্ট [ hārṭa ] বি. 1 হৃত্পিণ্ড; 2 হৃদয়, অন্তঃকরণ (লোকটার হার্ট আছে)। [ইং. heart]।

হার্ডল [ hārḍala ] বি. বাধা। [ইং. hurdle]। হার্ডল রেস বি. বাধা ডিঙানো দৌড়, বেড়ার বাধা ডিঙানো দৌড়।

হার্দ, হার্দ্য [ hārda, hārdya ] বি. হৃদ্যতা, প্রণয়, স্নেহ। ☐ বিণ. 1 মনোজ্ঞ; 2 আন্তরিক। [সং. √ হৃদ্ + অ, য]।

হার্দিক [ hārdika ] বিণ. হৃদয়সম্বন্ধীয়; হৃদ্গত; আন্তরিক। [সং. হৃদ্ + ইক]।

হার্দী [ hārdī ] (-র্দিন্) বিণ. স্নেহযুক্ত। [সং. হার্দ + ইন্]।

হার্দ্য [ hārdya ] দ্র হার্দ

হার্য [ hārya ] বিণ. 1 হরণযোগ্য; 2 বহনীয়; 3 (গণি.) ভাগযোগ্য, বিভাজ্য, divisible.. [সং. √ হৃ + য]।

হাল1 [ hāla1 ] বি. 1 লাঙল; 2 (বাং.) গাড়ির চাকার লোহার বেড় বা লোহা ইত্যাদি ধাতুর লম্বা পাটি। [সং. হল + অ]।

হাল2 [ hāla2 ] বি. নৌকাদির 'কর্ণ' অর্থাত্ তা চালাবার ও ঘুরাবার যন্ত্র। [দেশি]। হাল ধরা ক্রি. বি. পরিচালনার দায়িত্ব নেওয়া (সংসারের বা কোনো প্রতিষ্ঠানের হাল ধরে থাকা)। হাল ছেড়ে দেওয়া হতাশ বা নিশ্চেষ্ট হওয়া।

হাল3 [ hāla3 ] বি. 1 অবস্হা, দশা (রাজার হালে থাকা); 2 বর্তমান কাল (হালে আরম্ভ হয়েছে)। ☐ বিণ. বর্তমান, চলতি, আধুনিক (হাল সন, হাল আমল, হাল ফ্যাশান)। [আ.]। ̃ খাতা বি. খাতা দ্র। ̃ চাল বি. 1 অবস্হা; 2 ভাবভঙ্গি; 3 আচার-আচরণ। ̃ বি. অবস্হা, দশা। ̃ হকি-কত বি. প্রকৃত অবস্হা; অবস্হা। ̃ হদিশ বি. 1 প্রকৃত অবস্হা; 2 খোঁজখবর।

হালকা [ hālakā ] বিণ. 1 লঘু, অল্পভার (বোঝাটা হালকা করো); 2 মৃদু (হালকা হাওয়া); 3 গুরুত্ব (হালকা ব্যাপার বা কথা); 4 চিন্তাশূন্য (হালকা মন); 5 আলতো (হালকা হাত); 6 কর্মহীন (হাত হালকা হওয়া)। [সং. লঘুক > প্রাকৃ. লহুঅ > হলুঅ]।

হালচাল, হালত [ hālacāla, hālata ] দ্র হাল3

হাল-ফিল [ hāla-phila ] ক্রি-বিণ. সম্প্রতি, অধুনা। [আ. ফিল্হাল্]।

হালাক [ hālāka ] বি. 1 হয়রান; 2 সর্বনাশ; ধ্বংস। [আ. হলাক্]।

হালাল [ hālāla ] বিণ. মুসলমান শাস্ত্রানুযায়ী পবিত্র বা বৈধ। ☐ বি. মুসলমান রীতি অনুযায়ী কণ্ঠচ্ছেদনপূর্বক পশুবধ, জবাই। [আ. হলাল্]।

হালি1 [ hāli1 ] বি. যে ব্যক্তি লাঙল চষে, চাষি। [বাং. হাল1 + ই]।

হালি2 [ hāli2 ] বি. যে ব্যক্তি নৌকার হাল ধরে, মাঝি। [বাং. হাল2 + ই]।

হালিক [ hālika ] বিণ. 1 হালচাষ করে এমন; 2 হলসম্বন্ধীয়। [বাং. হাল1+ ইক]।

হালুই-কর [ hālui-kara ] বিণ. বি. মিষ্টান্ন প্রস্তুতকারক, ময়রা। [আ. হলবাঈ + বাং. কর]।

হালুম [ hāluma ] বি. (মূলত শিশুর ভাষায়) বাঘের ডাক। [ধ্বন্যা.]।

হালুয়া [ hāluẏā ] বি. সুজি চিনি দুধ প্রভৃতি দিয়ে প্রস্তুত মিষ্টান্নবিশেষ, মোহনভোগ। [আ. হলবা]।

হাশিয়া [ hāśiẏā ] বি. শাল ইত্যাদির কলকা পাড়। [আ. হাশিঅহ্]।

হাস [ hāsa ] বি. হাসি, হাস্য (হাস-পরিহাস)। [সং. √ হস্ + অ]। ̃ বিণ. হাসায় এমন। স্ত্রী. হাসিকা। ̃ কুটে বিণ. হেসে কুটিকুটি হয় এমন; অত্যন্ত হাস্যপ্রবণ।

হাসনু-হানা, হাসুনো-হানা [ hāsanu-hānā, hāsunō-hānā ] বি. ছোটো সাদা সুগন্ধ ফুলবিশেষ। [জাপ. হাসুনোহানা]।

হাস-পাতাল [ hāsa-pātāla ] বি. সাধারণের জন্য চিকিত্সাগার। [ইং. hospital]।

হাসা [ hāsā ] ক্রি. ঠোঁট ফাঁক ও প্রসারিত করে এবং কখনো-কখনো মুখে শব্দ করে খুশি আনন্দ বা কৌতুক প্রকাশ করা, হাস্য করা। ☐ বি. উক্ত অর্থে। [সং. √ হস্]। ̃ নো ক্রি. হাস্য করানো। ☐ বি. উক্ত অর্থে। ̃ হাসি বি. পরস্পর কৌতুকপূর্ণ হাসি ও টিটকারি। হেসে কুটিকুটি (কুটিপাটি) হওয়া হাসতে হাসতে আত্মহারা হওয়া।

হাসি [ hāsi ] বি. 1 দুই ঠোঁট প্রসারিত করে এবং কখনো কখনো দাঁত বার করে খুশির প্রকাশ, হাস্য; 2 উপহাস (হাসির পাত্র)। [সং. হাস + বাং. ই (স্বার্থে)]। ̃ কান্না বি. হাস্য ও ক্রন্দন; হাসি ও কান্নার মিশ্রিত ভাব। ̃ খুশি বিণ. হাসিতে ও আনন্দে পূর্ণ। ̃ ঠাট্টা, ̃ তামাশা বি. সরস উপহাস, রঙ্গরসিকতা; হাসি-টিঁটকারি। ̃ মুখ বি. সহাস্য বদন, হাসিপূর্ণ মুখ। হাসি-হাসি বিণ. হাসির ভাবযুক্ত, প্রফুল্ল।

হাসিনী [ hāsinī ] বিণ. (স্ত্রী.) হাস্যকারিণী (সুহাসিনী)। [সং. √ হস্ + ইন্ + ঈ]। বি. (পুং.) (বিরল) হাসী (-সিন্)।

হাসিল [ hāsila ] বিণ. সিদ্ধ, পূর্ণ, সম্পাদিত (কাজ হাসিল করা)। ☐ বি. সিদ্ধি, আদায়, সম্পাদন। [আ.]।

হাস্য [ hāsya ] বি. হাসি। [সং. √ হস্ + য]। ̃ কর, ̃ জনক বিণ. হাসির উদ্রেককারী, মজাদার; উপহাসের যোগ্য বা অযৌক্তিক (হাস্যকর যুক্তি বা চেষ্টা)। ̃ কৌতুক, ̃ পরিহাস বি. হাসিঠাট্টা; রসিকতা; ব্যঙ্গ ও বিদ্রুপ। ̃ ময় বিণ. হাসিপূর্ণ; হাসিমাখা, সহাস্য। স্ত্রী. ̃ ময়ী। ̃ রস বি. হাসি কৌতুক বা রসিকতা; হাসি বা কৌতুক জনিত রস। ̃ রসিক বিণ. পরিহাসপটু, রসিকতায় দক্ষ। ☐ বি. হাস্যরসাত্মক লেখক বা অভিনেতা। হাস্যালাপ বি. হাস্যোদ্রেককারী আলাপ-আলোচনা, সরস কথাবার্তা। হাস্যাস্পদ বিণ. হাসিবিদ্রুপের পাত্র। হাস্যোদ্দীপক বিণ. হাসায় বা হাস্যরসের সৃষ্টি করে এমন।

হাহা [ hāhā ] অব্য. 1 বিলাপধ্বনি; শোকদুঃখাদিসূচক; 2 শূন্যতা সূচক, খাঁ-খাঁ; 3 অট্টহাসির ধ্বনি। [সং.]। ̃ কার বি. ব্যাপক ও উচ্চ হাহা-ধ্বনি; আর্তনাদ, শোকধ্বনি।

হিং, হিঙ [ hi, ṃhiṅa ] বি. বৃক্ষবিশেষের তীব্র গন্ধযুক্ত নির্যাস বা ওষুধে এবং রান্নার মশলারূপে ব্যবহৃত হয়। [সং. হিঙ্গু]।

হিং. টিং ছট্ [ hi. ṇṭi ñchaṭ ] (বিদ্রূপে) সংস্কৃতের মতো কিন্তু প্রকৃতপক্ষে অর্থহীন ও বিভ্রান্তিজনক শব্দসমষ্টি।

হিংসক [ hiṃsaka ] বিণ. যে হিংসা করা (দেবহিংসক)। ☐ বি. 1 হিংস্র প্রাণী; 2 শত্রু। [সং. √ হিন্স্ + অ]।

হিংসন [ hiṃsana ] বি. হিংসা, হিংসা করা। [সং. √ হিন্স্ + অন]। হিংসনীয় বিণ. হিংসার যোগ্য।

হিংসা [ hiṃsā ] বি. 1 বধ (প্রাণীহিংসা); হনন; হত্যা; 2 হত্যা করার প্রবৃত্তি ('হিংসায় উন্মত্ত পৃথ্বী': রবীন্দ্র); 3 অপকার, ক্ষতি; 4 (বাং.) ঈর্ষা; পরশ্রীকাতরতা। [সং. √ হিন্স্ + অ + আ]। ̃ লু বিণ. হিংসা করে এমন, হিংসাশীল; 2 ঘাতক; 3 অপকারক। ̃ ত্মক বিণ. হিংসার প্রবৃত্তি বা আচরণবিশিষ্ট (হিংসাত্মক আক্রমণ বা ক্রিয়াকলাপ)। ̃ শ্রয়ী বিণ. মারমুখো, হিংস্র আক্রমণে প্রবৃত্ত (হিংসাশ্রয়ী জনতা)। হিংসিত বিণ. 1 হিংসার বিষয়ীভূত; 2 হত, বিনাশিত। হিংস্য বিণ. 1 হিংসাযোগ্য; 2 বধ্য।

হিংসুক [ hiṃsuka ] বিণ. ঈর্ষাবিদ্বেষপরায়ণ, পরশ্রীকাতর। [সং. হিংসা + বাং. উক]।

হিংসুটে [ hiṃsuṭē ] বিণ. পরশ্রীকাতর। [সং. হিংসা + বাং. আটিয়া > টে]।

হিংস্য [ hiṃsya ] দ্র হিংসা

হিংস্র, হিংস্রক [ hiṃsra, hiṃsraka ] বিণ. 1 হিংসাকারী; 2 (পরের) প্রাণহারক (হিংস্র জন্তু, হিংস্র প্রকৃতি)। [সং. √ হিন্স্ + র + ক]। স্ত্রী. হিংস্রা, হিংস্রিকা

হিঁচড়া [ hin̐caḍ়ā ] ক্রি. হিঁচড়ানো। [< সং. ঘৃষ্]। ̃ নো জোর করে ঘষটে টানা বা টেনে নিয়ে যাওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

হিক-মত [ hika-mata ] বি. 1 ক্ষমতা; 2 কর্মকুশলতা। হিক-মতে বিণ. 1 ক্ষমতাশালী; 2 কর্মকুশল (হিকমতে কারিগর)। [আ.]।

হিক্কা [ hikkā ] বি. হেঁচকি। [সং. √ হিক্ক্ + অ + আ]।

হিঙ্গু [ hiṅgu ] বি. হিং। [সং. হিম + √ গম্ + উ]।

হিঙ্গুল, হিঙ্গুলি [ hiṅgula, hiṅguli ] বি. পারদ-গন্ধক-মেশানো ঘোর লাল পদার্থবিশেষ। [সং. হঙ্গু + √ লা + অ, ই]।

হিজড়া, (কথ্য) হিজড়ে [ hijaḍ়ā, (kathya) hijaḍ়ē ] বি. 1 একই দেহে স্ত্রী ও পুং চিহ্নযুক্ত মানুষ বা অন্য প্রাণী, hermaphrodite; 2 ক্লীব, নপুংসক। [হি.]।

হিজরি, হিজরা [ hijari, hijarā ] বি. হজরত মোহাম্মদের মক্কা ছেড়ে মদিনায় যাত্রার দিন (622 খ্রিস্টাব্দ) থেকে গণিত চান্দ্র অব্দ। [আ. হিজ্রী]।

হিজল [ hijala ] বি. হিজ্জল বা অম্বুজ গাছ ('চোখে তার হিজল কাঠের রক্তিম চিতা জ্বলে': জী. দা)। [সং. হিজ্জল]।

হিজলি-বাদাম [ hijali-bādāma ] বি. হিজলিতে উত্পন্ন কাজুবাদামবিশেষ। [হিজলি + বাং. বাদাম]।

হিজি-বিজি [ hiji-biji ] বি. পরস্পরজড়িত অর্থহীন রেখা বা অবোধ্য লেখা (খাতাখানা হিজিবিজিতে ভরা)। ☐ বিণ. পরস্পরজড়িত ও অবোধ্য (হিজিবিজি লেখা); জটিল, বিশৃঙ্খল (হিজিবিজি কাণ্ড)।

হিট-স্ট্রোক [ hiṭa-sṭrōka ] বি. সর্দি-গরমি। [ইং. heatstroke]।

হিটার [ hiṭāra ] বি. কোনোকিছু উত্তপ্ত করার যন্ত্র বা বৈদ্যুতিক উনুনবিশেষ। [ইং. heater]।

হিড়-হিড় [ hiḍ়-hiḍ় ] বি. 1 গাড়িয়ে পড়ার ভঙ্গি বা শব্দ; 2 টেনে নিয়ে যাবার ভঙ্গি বা শব্দ (হিড়হিড় করে টানা)। [ধ্বন্যা.]।

হিড়িক [ hiḍ়ika ] বি. 1 হুজুগ (সাহেব সাজার হিড়িক); 2 ভিড়, হাঙ্গামা (পুজোর হিড়িক); 3 চাপ, প্রাবল্য (কাজের হিড়িক)। [তু. ভিড়]।

হিত [ hita ] বি. উপকার, কল্যাণ। ☐ বিণ. কল্যাণকর, উপকারী। [সং. ধা + ত]। ̃ কথা বি. যে-কথা মানলে উপকার হয়; সদুপদেশ। ̃ কর বিণ. মঙ্গলজনক, উপকারী। স্ত্রী. ̃ করী। ̃ কারী (-রিন্) বিণ. বি. মঙ্গলকারী, উপকারক। স্ত্রী. ̃ কারিণী। ̃ বাদী (-দিন্) বিণ. হিতকথা বলে এমন, সদুপদেশক। ̃ সাধন বি. কল্যাণ বা উপকার করা। হিতাকাঙ্ক্ষী (-ঙ্ক্ষিন্), হিতার্থী (র্থিন্) বিণ. বি. হিতকামনাকারী। হিতাহিত বি. উপকার ও অপকার। হিতাহিত-জ্ঞান বি. ভালোমন্দবোধ, কীসে উপকার এবং কীসে ক্ষতি হবে সে সম্বন্ধে চেতনা। হিতৈষণা, হিতৈষা, হিতৈষিতা বি. হিতসাধন করবার ইচ্ছা। হিতৈষী (-ষিন্) বিণ. হিতসাধনে ইচ্ছুক। স্ত্রী. হিতৈষিণীহিতোপ-দেশ বি. কল্যাণকর উপদেশ। হিতোপ-দেষ্টা (-ষ্টৃ) বিণ. কল্যাণকর উপদেশ দেয় এমন।

হিন্তাল [ hintāla ] বি. হেঁতালগাছ, তালজাতীয় গাছবিশেষ। [সং. হীন্তাল]।

হিন্দি [ hindi ] বি. উত্তর ভারতের ভাষাবিশেষ, বর্তমান ভারতের সরকারি ভাষা। [ফা.]।

হিন্দু [ hindu ] বি. বিণ. ভারতের বেদাশ্রিত সনাতন জাতি বা ধর্ম; উক্ত জাতীয় বা ধর্মাবলম্বী ব্যক্তি। [ফা. হিন্দু < সং. সিন্ধু]। ̃ ত্ব বি. হিন্দুধর্মানুযায়ী ভাব, হিন্দুভাব, হিন্দুয়ানি। ̃ য়ানা, ̃ য়ানি বি. হিন্দুসুলভ আচার আচরণ। ̃ সমাজ বি. হিন্দুধর্মাবলম্বী সম্প্রদায়। ̃ স্হান বি. ভারতবর্ষ। [ফা. হিন্দুস্তান]; (সংকীর্ণ অর্থে) উত্তর ভারত। ̃ স্হানি বিণ. হিন্দুস্হানের অধিবাসী; উত্তর ভারতের (মূলত হিন্দিভাষী) অধিবাসী। ☐ বি. উত্তর ভারতের ভাষাবিশেষ, উর্দুমিশ্রিত হিন্দিভাষা।

হিন্দোল, হিন্দোলা [ hindōla, hindōlā ] বি. 1 দোল, ঝুলন; 2 ঝুলনযাত্রা, দোলমঞ্চ; 3 (সংগীতে) রাত্রিকালীন রাগবিশেষ। [সং. √ হিন্দোল্ + অ]।

হিবা [ hibā ] বি. মুসলমানশাস্ত্রসম্মত (সম্পত্তি প্রভৃতি) দান। [আ.]। ̃ নামা বি. হিবার দলিল, দানপত্র, উইল।

হিব্রু [ hibru ] বি. ইহুদি জাতি; প্রাচীন ইহুদিদের ভাষা। [ইং. Hebrew]।

হিম [ hima ] বি. 1 শীতঋতু (হিমাগম); 2 তুষার (হিমপাত); 3 শীতল স্পর্শ, শৈত্য (হিমে টেকা দায়); 4 শিশির। ☐ বিণ. শীতল, ঠাণ়্ডা (হিমবাত)। [সং. হিম + অ]। ̃ কর বি. (শীতল কিরণবিশিষ্ট বলে) চন্দ্র। ̃ গিরি, ̃ বান (-বত্), ̃ শৈল বি. (সর্বদা তুষারাবৃত থাকে বলে) ভারতের উত্তর সীমানায় অবস্হিত জগদ্বিখ্যাত পর্বতশ্রেণী, হিমালয়। ̃ পাত বি. তুষারপতন। ̃ বাহ বি. পর্বতগাত্র বেয়ে নিম্নদিকে ধীরে প্রবহমাণ তুষারস্রোত, glacier (বি. প.); তুষার-ঝটিকা। ̃ মণ্ডল বি. দুই মেরুর সন্নিহিত ক্ষীণতম সূর্যালোকবিশিষ্ট ভূভাগ, frigid zone (বি. প.)। ̃ রেখা বি. পর্বতাদির যে রেখার উপরিস্হিত অংশ সর্বদা তুষারাবৃত থাকে, snow-line (বি. প.)। ̃ শিম বি. অত্যধিক পরিশ্রমে ক্লান্ত হওয়ার ভাব, হয়রান অবস্হা (হিমশিম খাওয়া)। ̃ শিলা বি. তুষার, করকা। ̃ শীতল বিণ. তুষারের মতো ঠাণ্ডা। ̃ সাগর বি. 1 তুষার সমুদ্র; 2 (আল.) প্রবল শৈত্য; 3 এক জাতের উত্কৃষ্ট আম; 4 মাথা ঠাণ্ডা রাখে এমন কবিরাজি তেলবিশেষ। হিমাংশু বি. (শীতল কিরণবিশিষ্ট বলে) চন্দ্র। হিমাগম বি. হেমন্তকাল; শীতঋতু। হিমাঙ্গ বিণ. তাপশূন্য দেহযুক্ত। ☐ বি. তাপহীন বা প্রাণহীন দেহ। হিমাচল বি. 1 হিমালয় পর্বত; 2 পাঞ্জাবের উত্তরপূর্বস্হ প্রদেশ। হিমাদ্রি বি. হিমালয়-পর্বতশ্রেণি। হিমানি বি. তুষারপুঞ্জ, বরফ। হিমালয় দ্র হিমগিরিহিমালয় নন্দিনী বি. দুর্গাদেবী। হিমেল বিণ. হিমশীতল; অত্যন্ত ঠাণ্ডা (হিমেল হাওয়া)।

হিমশিম [ himaśima ] দ্র হিম

হিমায়ন [ himāẏana ] দ্র হিমায়িত

হিমায়িত [ himāẏita ] বিণ. 1 হিমে অর্থাত্ বরফে পরিণত; 2 অত্যন্ত শীতল ('করে হিমায়িত শবেরে শতায়ু': সু. দ.)। [সং. হিম + ণিচ্ + ত]। হিমায়ন বি. শীতল করা।

হিম্মত [ himmata ] বি. 1 ক্ষমতা; 2 বীরত্ব, তেজ, সাহস (ওর সঙ্গে লড়তে পারবি? দেখি তোর হিম্মত কত?)। [আ. হিম্মত্]।

হিয়া [ hiẏā ] বি. হৃদয় -এর কোমল রূপ ('তবু হিয়া জুড়ন না গেল')। [< প্রাকৃ. হিঅ]।

হিরণ [ hiraṇa ] বি. স্বর্ণ (হিরণবরন, হিরণপ্রভা)। [সং. √ হৃ + অন (নি.)]।

হিরণ্ময় [ hiraṇmaẏa ] বিণ. স্বর্ণনির্মিত; স্বর্ণবর্ণ; সোনালি। ☐ বি. ব্রহ্মা। [সং. হিরণ্য + (বিকার-অর্থে) 'ময়']।

হিরণ্য [ hiraṇya ] বি. স্বর্ণ। [সং. হিরণ + য]। ̃ কাশিপু বি. দৈত্যরাজবিশেষ (ইনি প্রহ্লাদের পিতা)। ̃ গর্ভ বিণ. স্বর্ণপূর্ণ। ☐ বি. সৃষ্টির প্রথম পুরুষ, ব্রহ্মা। ̃ নাভ বি. মৈনাকপর্বত। ̃ বাহ বি. শোণ নদী। ̃ রেতা (-তস্) বি. 1 অগ্নি; 2 সূর্য; 3 শিব।

হিরা-কস [ hirā-kasa ] বি. লোহার কষ বা উপরসবিশেষ। [ফা.]।

হিরা-মন [ hirā-mana ] বি. শুকপাখি, তোতাপাখিবিশেষ। [রূপকথায় বর্ণিত পাখি-হি. হীরামন]।

হিল্লি-দিল্লি [ hilli-dilli ] বি. কাছের ও দূরের নানা অনির্দিষ্ট জায়গা (সে এখন হিল্লিদিল্লি ঘুরে বেড়াচ্ছে)। [দিল্লি-হিল্লি সহচর শব্দ > হিল্লি-দিল্লি]।

হিল্লে [ hillē ] বি. 1 উপায়, গতি; 2 ব্যবস্হা; 3 আশ্রয়; 4 সন্ধান, খোঁজ (মেয়ের পাত্রের কোনো হিল্লে হল? চোরাই মালের বা চুরির হিল্লে হওয়া)। [আ. হীলা]।

হিল্লোল [ hillōla ] বি. 1 তরঙ্গ; 2 দোলন ('চঞ্চল হিল্লোলে কল্লোলময়')। [সং. হিল্লোল + অ]। হিল্লোলিত বিণ. আন্দোলিত, তরঙ্গিত।

হিস্সা, হিস্যা, (কথ্য) হিস্সে, হিস্যে [ hissā, hisyā, (kathya) hissē, hisyē ] বি. প্রাপ্য ভাগ বা অংশ; ভাগ (সম্পত্তির হিস্সা, ডাকাতির হিস্সা)। [আ. হিস্সা]। ̃ দার বি. বিণ. অংশীদার।

হিসাব, (কথ্য) হিসেব [ hisāba, (kathya) hisēba ] বি. 1 গণনা; 2 জমাখরচ নির্ধারণ; 3 জমাখরচের বিবরণ-তালিকা; 4 (আল.) কৈফিয়ত ('হিসাব কি দিবি তার': সুকান্ত); 5 বিচার, বিবেচনা (বন্ধু হিসাবে বিশ্বাস করা, চিত্র হিসাবে দেখা, হিসাব করে কথা বলা); 6 দর, rate (শতকরা দশ টাকা হিসাবে)। [আ.]। হিসাব করা ক্রি. বি. গণনা করা; পরিমাণ স্হির করা; বিচার বা বিবেচনা করা। হিসাব চুকানো, হিসাব মিটানো ক্রি. বি. দেনাপাওনা শোধ করা। হিসাব দেওয়া ক্রি. বি. জমাখরচের পরিমাণ বুঝিয়ে দেওয়া; কৈফিয়ত দেওয়া। হিসাব নেওয়া ক্রি. বি. জমাখরচের বিবরণ বুঝে নেওয়া। ̃ কিতাব, ̃ কেতাব বি. আয়-ব্যয়ের লিখিত বিবরণপত্র, (account); বিস্তারিত বা খুঁটিনাটি হিসাব; বিচার বিবেচনা। ̃ নবিশ বি. জমাখরচ লেখক। ̃ নিকাশ বি. আয়ব্যয় সঠিক ও চূড়ান্তভাবে নির্ধারণ; কৈফিয়ত। ̃ পরীক্ষক বি. জমাখরচের বিবরণে ভুলত্রুটির পরীক্ষাকারী, auditor. ̃ পরীক্ষা বি. জমাখরচের বিবরণে ভুলত্রুটি হয়েছে কি না তা পরীক্ষা, audit. হিসাবানা বি. (প্রধানত তহশিলদার কর্তৃক প্রজাদের খাজনা ইত্যাদি) হিসাব দাখিলের সময়ে প্রদত্ত (সচ. অবৈধ) পারিশ্রমিক বা ঘুস। হিসাবি বিণ. 1 হিসাবসম্বন্ধীয়; 2 আয়ের অনুপাত বুঝে ব্যয় করে এমন; 3 বিবেচক, পরিণামদর্শী (হিসাবি লোক); 4 সতর্ক (হিসাবি বুদ্ধি)। কথ্য. হিসেবি

হিস্টিরিয়া [ hisṭiriẏā ] বি. মূর্ছারোগবিশেষ। [ইং. hysteria]।

হিহি [ hihi ] অব্য. 1 শীতে কাঁপার ধ্বন; 2 উচ্চহাসি বা বিদ্রুপের ধ্বনি। [ধ্বন্যা]।

হীন [ hīna ] বিণ. 1 বিরহিত, শূন্য (পিতৃহীন, ভাগ্যহীন, তৃপ্তিহীন); 2 নীচ, অধম, হেয়, ঘৃণার্হ (হীন চরিত্র, 'নহি কভু হীন'); 3 দুর্দশাগ্রস্ত, দীন, দরিদ্র (হীনাবস্হা); 4 অত্যধিক নতভাব-যুক্ত (হীনভাবে আবেদন); 5 ক্ষীণ, হ্রাসপ্রাপ্ত (হীনবল, হীনপ্রভ)। [সং. √ হা + ত]। স্ত্রী. হীনা। ̃ তা বি. ('স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়', দাসত্বের হীনতা)। ̃ প্রাণ বিণ. সংকীর্ণচেতা; মুমূর্ষু; অল্পজীবী। স্ত্রী. ̃ প্রাণা। ̃ মন্যতা বি. নিজের সম্পর্কে হীনতাবোধ, inferiority complex. ̃ যান বি. বৌদ্ধধর্মের প্রাচীন শাখা; পালি ত্রিপিটকে বর্ণিত বৌদ্ধমত (তু. মহাযান)। হীনাবস্হ বিণ. দুর্দশাগ্রস্ত, দরিদ্র, দীন।

হীয়-মান [ hīẏa-māna ] বিণ. হ্রাস বা ক্ষয় পাচ্ছে এমন। [সং. √ হা + মান (শানচ্)]।

হীরক [ hīraka ] বি. উজ্জ্বল এবং বহুমূল্য রত্নবিশেষ। [সং. √ হৃ + অ + ক]। ̃ জয়ন্তী, ̃ জুবিলি জয়ন্তী দ্র।

হুইল [ huila ] বি. মাছ-ধরা ছিপের মতো গুটানোর চক্র; উক্ত চক্রযুক্ত ছিপ (হুইলে মাছ ধরা)। [ইং. wheel]।

হুংকার [ huṅkāra ] বি. হুম্-শব্দ; গর্জন; সিংহনাদ। [সং. হুম্ + √ কৃ + অ]। হুংকার ছাড়া, হুংকার দেওয়া ক্রি. বি. গর্জন করা। হুংকারা ক্রি. (কাব্যে) গর্জন করা। হুংকারিত বিণ. হুংকারপূর্ণ; গর্জনধ্বনিতে পূর্ণ। হুংকৃত বিণ. গর্জিত। ☐ বি. গর্জন।

হুঁকা, (কথ্য) হুঁকো [ hun̐kā, (kathya) hun̐kō ] বি. নলচে-লাগানো নারকেল খোলে তৈরি দেশি প্রথার ধূমপানের যন্ত্রবিশেষ। [আ. হুক্কা]। ̃ বরদার বি. যে-চাকর হুঁকোর সাজসরঞ্জাম রাখে ও তামাক দেয়, তামাক-সাজা চাকর।

হুঁশ [ hum̐śa ] বি. চেতনা, জ্ঞান; সতর্কতা (স্বার্থ সম্পর্কে হুঁশ থাকা)। [ফা. হোশ্]। হুঁশিয়ার বিণ. সতর্ক, সচেতন; চতুর। হুঁশিয়ারি বি. সতর্কতা।

হুক [ huka ] বি. লোহা বা অন্য ধাতুতে তৈরি অঙ্কুশ বা বাঁকা লোহা; বঁড়শি। [ইং. hook]।

হুকুম [ hukuma ] বি. আদেশ, আজ্ঞা; অনুমতি। [আ. হুক্ম]। ̃ জারি বি. হুকুম-প্রচার। ̃ , হুক-মত বি. প্রভুত্ব; শাসন; সরকার, গভর্নমেণ্ট। ̃ তামিল বি. আদেশপালন। ̃ নামা বি. আদেশপত্র। ̃ বরদার বি. হুকুম তামিলকারী। ̃ রদ বি. হুকুম (সাময়িকভাবে) কার্যকর না করা। যো হুকুম যে আজ্ঞা। যো-হুকুম বিণ. বি. আজ্ঞাবহ, স্তাবক (যো-হুকুম লোক, যো-হুকুমের দল)।

হুজুগ, হুজুক [ hujuga, hujuka ] বি. 1 সামান্য কোনো বিষয়ে ব্যাপক উত্তেজনা; 2 ফ্যাশন (হুজুগে মত্ত হওয়া, নতুন নতুন হুজুগ); 3 গুজব। [আ. হুজুম্]। হুজুগে, হুজুকে বিণ. হুজুগপ্রিয়; হুজুগে মাতে এমন।

হুজুর [ hujura ] বি. নৃপতি বিচারপতি মনিব প্রভৃতিকে সম্মানসূচক সম্বোধন; প্রভু, প্রভুর নিকট (হুজুরে হাজির)। [আ. হুজুর]। যো হুজুর হুজুর যা বলেন তাই ঠিক বা তাই হবে; মোসাহেবি বি গোলামি; মোসাহেব বা গোলাম।

হুজ্জত [ hujjata ] বি. তর্কাতর্কি, কলহ; গোলমাল। [আ. হুজ্জত্]। হুজ্জতি, হুজ্জুতি বিণ. হুজ্জতসম্বন্ধীয়; কলহের বিষয়ীভূত; কলহকারী। ☐ বি. গোলমাল; ঝামেলা (অনেক হুজ্জতি করে এটা পেয়েছি)।

হুট্ [ huṭ ] বি. মৃদু হট্ শব্দ; হঠাত্, বিচার-বিবেচনার অভাব সূচক (হুট করে চাকরি ছাড়া), তড়িঘড়ি। [ধ্বন্যা.]।

হুটো-পাটি [ huṭō-pāṭi ] বি. লাফালাফি ও গোলমাল, হুড়োহুড়ি। [দেশি]।

হুড় [ huḍ় ] বি. ভিড়; জনতার ঠেলাঠেলি। [দেশি]।

হুড়কা1, (কথ্য) হুড়কো1 [ huḍ়kā1, (kathya) huḍ়kō1 ] বি. কপাট বন্ধ করা খিল, অর্গল। [সং. হুড়ুক্ক]।

হুড়কা2, (কথ্য) হুড়কো2 [ huḍ়kā2, (kathya) huḍ়kō2 ] বিণ. পতিসংসর্গত্যাগিনী, স্বামীর কাছে যেতে চায় না বা যেতে ভয় পায় এমন (হুড়কো মেয়ে)। [দেশি]।

হুড়দ্দুম [ huḍ়dduma ] বি. হুড়োহুড়ির ভাব; অত্যধিক তাড়াহুড়ো বা ব্যস্ততা (চারদিকে একেবারে হুড়দ্দুম লেগে গেল)। [ধ্বন্যা.]।

হুড়-মুড় [ huḍ়-muḍ় ] বি. ভিড়ের বা ঠেলাঠেলি করে প্রবেশ বা গমনের ভাবসূচক; অনেকগুলি বড়ো ও ভারী জিনিস পড়ার ভাবসূচক। [ধ্বন্যা]।

হুড়-হুড় [ huḍ়-huḍ় ] বি. সবেগে জল পড়ার শব্দ; ক্রমাগত হুড়মুড় করে প্রবেশের বা নির্গমনের ভাবসূচক; গুড়গুড় (পেট হুড়হুড় করা)। [ধ্বন্যা.]।

হুড়া, (কথ্য) হুড়ো [ huḍ়ā, (kathya) huḍ়ō ] বি. তাড়া, ঠেলা, লাঠির গুঁতো। [সং. হুড়্]। ̃ হুড়ি বি. ঠেলাঠেলি; হুটোপাটি।

হুড়ুম1 [ huḍ়uma1 ] বি. (আঞ্চ.) মুড়ি, মুড়ির মতো ফুলিয়ে ভাজা চাল বা চিঁড়ে। [সং. হুড়ুম্ব]।

হুড়ুম2 [ huḍ়uma2 ] অব্য. বিশৃঙ্খলা বা অকস্মাত্ লাফসূচক (হুড়ুমদুড়ুম)। [ধ্বন্যা.]।

হুত [ huta ] বিণ. হোমাগ্নিতে অর্পিত। ☐ বি. হব্য, হোম। হুতাগ্নি বি. প্রজ্বলিত হোমাগ্নি। [সং. √ হু + ত]।

হুতাশ1 [ hutāśa1 ] বি. হতাশা দুর্ভাবনা বা আতঙ্কের অভিব্যক্তি (হা হুতাশ করা)। [< সং. হতাশ]।

হুতাশন, হুতাশ2 [ hutāśana, hutāśa2 ] বি. অগ্নি; হোমাগ্নি। [সং. হুত + (=হব্য) অশন; হুত + √ অশ্ (=ভোজন) + অ]।

হুতি [ huti ] বি. হোম। [সং. √ হু + তি]।

হুতোম, হুতুম [ hutōma, hutuma ] বি. বিকট আওয়াজ করে এমন ধূসর রঙের বড়ো প্যাঁচাবিশেষ। [দেশি]। হুতোম প্যাঁচা হুতোম; কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। হুতোমি বিণ. কালীপ্রসন্ন সিংহ কর্তৃক ব্যবহৃত (হুতোমি ভাষা)।

হুদ্দো [ huddō ] বি. এলাকা, প্রভুত্ব বা কার্যক্ষেত্রের সীমানা, jurisdiction. [আ. হদ্]।

হুনরি, হুনুরি [ hunari, hunuri ] বি. সুদক্ষ শিল্পী। ☐ বিণ. শিল্পসংক্রান্ত। [ফা. হূনর]। ̃ কাজ বি. শিল্পকর্ম, কারিগরি কাজ।

হুণ্ডি [ huṇḍi ] বি. (প্রধানত ব্যাবসাদারের প্রদত্ত) কাউকে টাকা দেবার জন্য ভিন্নস্হানের অপর কারও কাছে নির্দেশ লিপি, bill of exchange, ঋণপরিশোধের প্রতিশ্রুতি পত্র, হ্যাণ্ডনোট। [ফা. হুণ্ডি]।

হুপ [ hupa ] বি. হনুমানের ডাক; আকস্মিক আবির্ভাবের ভাবসূচক (হুপ করে এসে পড়া)। [ধ্বন্যা.]।

হুপো [ hupō ] বি. লম্বা ঠোঁট এবং ঝুঁটিওয়ালা পাখিবিশেষ। [ফ. huppe তু. ইং. hoopoe]।

হুবহু [ hubahu ] বিণ. অবিকল, যথাযথ, সেইরকম (হুবহু অনুবাদ বা নকল)। [আ. হুবহু]।

হুমকি [ humaki ] বি. হুংকার, তর্জন, ধমক, ভয়প্রদর্শন (হুমকি দেওয়া)। [তু. সং. হুস্কৃতি]।

হুমড়ি [ humaḍ়i ] বি. হামাগুড়ি, উপুড়। [দেশি]। হুমড়ি খেয়ে পড়া ক্রি. বি. 1 সামনের দিকে উপুড় হয়ে পড়া; 2 (আল.) নেবার জন্য লালায়িত হয়ে ঝুঁকে পড়া।

হুরি [ huri ] বি. (স্ত্রী.) স্বর্গের পরি। [আ. হুর্]।

হুল [ hula ] বি. কীটপতঙ্গাদির তীক্ষ্ণ কাঁটা (হুল ফুটানো)। [< সং. শূল]।

হুল-স্হূল [ hula-shūla ] বি. গোলমাল, হইচই, তুমুল কাণ্ড (হুলস্হূল বাধিয়ে তোলা)। [তু. সং. হুলহুলী]।

হুলা-হুলি [ hulā-huli ] বি. 1 কোলাহল; 2 (প্রা. কা.) উলুধ্বনি। [সং. হুলহুলী]।

হুলিয়া [ huliẏā ] বি. পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য তার চেহারার বর্ণনাসহ বিজ্ঞাপন। [আ. হুল্সহ্]।

হুলু, উলু [ hulu, ulu ] বি. পূজা শুভকর্ম প্রভৃতিতে হিন্দু নারীরা জিহ্বা ও তালুর সাহায্যে যে-শব্দ করে, জোঁকার (হুলুধ্বনি)। [সং. হুলহুলী শব্দের রূপান্তর।

হুলো [ hulō ] বিণ. হোলবিশিষ্ট; পুরুষজাতীয়, মর্দা। ☐ বি. মর্দা বিড়াল। [বাং. হোল]।

হুল্লোড় [ hullōḍ় ] বি. ভিড় করে হল্লা। [দেশি]।

হুশ, হুশিয়ার [ huśa, huśiẏāra ] যথাক্রমে হুঁশ ও হুঁশিয়ার -এর রূপভেদ।

হুস, হুশ [ husa, huśa ] বি. সহসা উড়ে যাওয়ার ভাব; চিমনি নল ইত্যাদি থেকে জল বা ধোঁয়া বার হবার বা বাষ্পযানাদির দ্রুত ছোটার শব্দ।

হুহু [ huhu ] বি. 1 বেগে বাতাস প্রবাহিত হওয়ার বা আগুন জ্বলার শব্দ (হুহু করে বওয়া বা জ্বলা); 2 যাতনা শূন্যতাবোধ নৈরাশ্য ইত্যাদি সূচক (মন হুহু করা)। [ধ্বন্যা.]।

হুহুং-কার [ huhu-ṅkāra ] বি. গর্জন, সিংহনাদ। [সং. হুঙ্কার]।

হূত [ hūta ] বিণ. আহ্বান করা হয়েছে বা আসতে বলা হয়েছে এমন, আহুত। [সং. √ হ্বে + ত]। হূতি বি. আহ্বান।

হূন, হূণ [ hūna, hūṇa ] বি. ভারতের উত্তরে, চীনের পার্শ্ববর্তী অঞ্চলবাসী প্রাচীন জাতিবিশেষ। [সং.]।

হূয়-মান [ hūẏa-māna ] বিণ. আহ্বান করা হচ্ছে এমন। [সং. √ হ্বে + মান (শানচ্)]।

হৃত [ hṛta ] বিণ. 1 অপহৃত, লুণ্ঠিত; 2 আনীত; 3 আকৃষ্ট। [সং. √ হৃ + ত]। ̃ সর্বস্ব বিণ. যার যাবতীয় ধনসম্পত্তি চুরি বা লুঠ হয়ে গেছে। হৃতাধি-কার বিণ. অধিকার বা প্রভুত্ব হারিয়েছে এমন।

হৃত্ [ hṛt ] (-হৃদ্) বি. 1 হৃদয়; মন, অন্তঃকরণ; 2 বক্ষস্হল; বুকের ভিতরের অংশ। [সং.]। ̃ কমল বি. হৃদয়রূপ পদ্ম। ̃ কম্প বি. হৃত্পিণ়্ডের স্পন্দন; ভয়াদিজনিত হৃত্পিণ্ডের বৃদ্ধিপ্রাপ্ত স্পন্দনবেগ (দুঃসংবাদ শুনে হৃত্কম্প)। হৃদ্-গত বিণ. মনোগত (হৃদ্গত অভিলাষ)। ̃ পিণ্ড, হৃদ্-যন্ত্র বি. বুকের মধ্যে স্পন্দনশীল রক্তসঞ্চালক যন্ত্র, heart. হৃদ্-রোগ বি. বুকের ব্যাধি (হৃদ্রোগে আক্রান্ত)। ̃ স্পন্দন বি. হৃত্পিণ্ডের স্বাভাবিক গতি বা চলন। হৃদ্বোধ বি. ধারণা।

হৃদয় [ hṛdaẏa ] বি. 1 বক্ষস্হল; বুকের অভ্যন্তরভাগ; 2 মন, অন্তঃকরণ, চিত্ত। [সং. √ হৃ + অয়, দ্ আগম]। ̃ গত বিণ. মনোগত। ̃ গ্রাহী (-হিন্) বিণ. মনোরম, চিত্তাকর্ষক। ̃ ং-গম বিণ. মনে প্রবিষ্ট; বোধগম্য, উপলব্ধি করা হয়েছে এমন। ̃ বিণ. হৃদয় হতে উত্পন্ন বা হৃদয়ে জাত। ̃ বল্লভ বিণ. প্রাণপ্রিয়। ☐ বি. পতি; প্রণয়ী। ̃ বল্লভা বি. (স্ত্রী.) প্রাণপ্রিয়া; পত্নী; প্রণয়িনী। ̃ বান (-বত্) উদারচিত্ত, মহাপ্রাণ, মহানুভব; সহানুভূতিশীল। ̃ বিদারক বিণ. অত্যন্ত শোকজনক; মর্মভেদী। ̃ বৃত্তি বি. মনের ব্যাপার, চিত্তবৃত্তি। ̃ বেদনা, ̃ ব্যথা বি. মর্মযন্ত্রণা, মনঃকষ্ট। ̃ ভেদী (-দিন্) বিণ. অতীব দুঃখজনক, মর্মান্তিক, মর্মপীড়াদায়ক। ̃ শূন্য, ̃ হীন বিণ. নির্দয়, নির্মম। হৃদয়াবেগ বি. চিত্তের চঞ্চলতা বা উদ্দীপনা, emotion. হৃদয়ালু বিণ. হৃদয়বান, অত্যন্ত কোমলভাব প্রবণ। হৃদয়েশ বি. প্রাণেশ্বর; পতি; প্রণয়ী।

হৃদি [ hṛdi ] বি. (কাব্যে) হৃদয় -এর কোমল রূপ ('হৃদিবৃন্দাবনে বাস', 'ভক্তহৃদিবিকাশ')।

হৃদ্য [ hṛdya ] বিণ. 1 হৃদয়গ্রাহী; প্রিয়; 2 আন্তরিকতাপূর্ণ (হৃদ্য আলোচনা, হৃদ্য পরিবেশ)। [সং. হৃদ্ + য]। স্ত্রী. হৃদ্যা। ̃ তা বি. হৃদয়গ্রাহিতা; সৌহার্দ্য; আন্তরিকতা (হৃদ্যতার সম্পর্ক)।

হৃষিত [ hṛṣita ] বিণ. প্রীত, আনন্দিত, পুলকিত। [সং. √ হৃষ্ + ত]।

হৃষীকেশ [ hṛṣīkēśa ] বি. বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ। [সং. হৃষীক (ইন্দ্রিয়) + ঈশ]।

হৃষ্ট [ hṛṣṭa ] বিণ. 1 মনে আনন্দ হয়েছে এমন, হর্ষান্বিত, প্রফুল্ল, প্রীত, পুলকিত, খুশি; 2 রোমাঞ্চিত। [সং. √ হৃষ্ + ত]। স্ত্রী. হৃষ্টাহৃষ্টি বি. হর্ষ, আনন্দ, প্রফুল্লতা। ̃ চিত্ত বিণ. 1 আনন্দিত হৃদয়বিশিষ্ট; 2 খোশমেজাজ। ̃ পুষ্ট বিণ. প্রফুল্ল ও মোটামোটা; মানসিক ও শারীরিক সুস্হতাপূর্ণ।

হে [ hē ] অব্য. সম্বোধনসূচক বা আহ্বানসূচক (হে প্রভু); কবিতার ছন্দের মাত্রা বজায় রাখবার জন্য পাদপূরণে ব্যবহৃত শব্দবিশেষ।

হেঁই [ hēm̐i ] (কথ্য) অব্য. সনির্বন্ধ অনুরোধসূচক। ̃ , ̃ য়ো বি. ভারী জিনিস তুলবার ঠেলবার বা টানবার সময়ে কৃত আওয়াজ। [ধ্বন্যা]।

হেঁচকা [ hēn̐cakā ] বি. হঠাত্ সজোরে টান বা আকর্ষণ। ☐ বিণ. হঠাত্ সজোরে প্রযুক্ত (হেঁচকা টান)। [দেশি]।

হেঁচকি [ hēn̐caki ] বি. হিক্কা (হেঁচকি ওঠা)। [দেশি-তু. হেঁচকা]।

হেঁচড়া, হেঁচড়ানো [ hēn̐caḍ়ā, hēn̐caḍ়ānō ] যথাক্রমে হিঁচড়া ও হিঁচড়ানো -র চলিতরূপ।

হেঁজিপেঁজি [ hēn̐jipēn̐ji ] বিণ. তুচ্ছ, অখ্যাত, নগণ্য। [দেশি]।

হেঁট [ hēn̐ṭa ] বিণ. 1 অবনত (মাথা হেঁট হওয়া); 2 আনত (হেঁটমুণ্ড); 3 অবনতমস্তক (হেঁট হয়ে প্রণাম করা)। ☐ বি. তলদেশ (হেঁটে কাঁটা); নিম্নাঙ্গ ('হেটে বস্ত্র')। [পা. হেট্ঠা < সং. অধস্তাত্]।

হেঁড়ে, হেঁড়েল [ hēn̐ḍ়ē, hēn̐ḍ়ēla ] বিণ. 1 হাঁড়ির মতো আকারবিশিষ্ট (হেঁড়ে মুখ); 2 কর্কশ ও মোটা (হেঁড়ে গলা)। [হাঁড়ি দ্র]।

হেঁয়ালি [ hēm̐ẏāli ] বি. প্রহেলিকা, সমস্যা, ধাঁধা (কথাটা হেঁয়ালির মতো শোনায়)। [সং. প্রহেলিকা]।

হেঁশেল, হেঁসেল [ hēm̐śēla, hēm̐sēla ] বি. রান্নাঘর। [বাং. হাঁড়িশাল]।

হেঁসে [ hēm̐sē ] বি. 1 হারবিশেষ; 2 কাস্তের মতো অস্ত্রবিশেষ, হাঁসিয়া। [বাং. হাঁস + ইয়া > এ]।

হেড [ hēḍa ] বি. মাথা, বুদ্ধি (বেহে়ড)। ☐ বিণ. প্রধান (হেডপণ্ডিত, হেড অফিস)। [ইং. head]। ̃ বাবু বি. অফিসের প্রধান কেরানি বা কর্মচারী।

হেতু [ hētu ] বি. 1 যুক্তি; 2 কারণ, নিমিত্ত, মূল; 3 প্রয়োজন; উদ্দেশ্য। [সং. হি (ব্যাপ্তি-অর্থক) + তু]। ̃ বিণ. হেতুসম্বন্ধীয়। ̃ বাদ বি. যুক্তিসহ তর্কের অবতারণা। ̃ শাস্ত্র বি. তর্কশাস্ত্র; (সংকীর্ণ অর্থে) বেদবিরুদ্ধ তর্কপ্রধান শাস্ত্র।

হেত্বাভাস [ hētbābhāsa ] বি. কু-তর্ক, আপাতদৃষ্টিতে সমর্থনযোগ্য বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা নয় এমন যুক্তি, fallacy (বি. প.)। [সং. হেতু + আভাস]।

হেথা, হেথায় [ hēthā, hēthāẏa ] ক্রি-বিণ. (কাব্যে বা গ্রা.) এইখানে, এখানে (হেথা-হোথা)। [পা. এত্থ < সং. অত্র]।

হেদা [ hēdā ] ক্রি. হেদানো। [< সং. খেদ]। ̃ নো ক্রি. (কথ্য) দৈহিক বা মানসিক কষ্টহেতু ব্যাকুলতা বা আলস্যের ভাব প্রকাশ করা (হেদিয়ে পড়া)। ☐ বি. উক্ত অর্থে।

হেদে, হ্যাদে [ hēdē, hyādē ] সখীকে সম্বোধনসূচক, ওগো, ওলো ('হ্যাদে গো নন্দরানী': রবীন্দ্র)। [দেশি]।

হেন [ hēna ] বিণ. এমন, এরূপ; অনুরূপ (হেন লোক নেই যে শোনেনি, হেনকালে, এ-হেন)। [তু. মৈ. এহেন]।

হেনস্তা, হেনস্হ়া [ hēnastā, hēnash়ā ] বি. (কথ্য) অবজ্ঞা (হেনস্তা করা); দুর্দশা, নাকাল অবস্হ়া (হেনস্হ়া হওয়া)। [সং. হীনাবস্হ়া]।

হেনা [ hēnā ] বি. মেহেদি ('উঠল ফুটে হেনার মঞ্জরী': রবীন্দ্র)। [আ. হিনা]।

হেপা-জত, হেফা-জত [ hēpā-jata, hēphā-jata ] বি. রক্ষণাবেক্ষণ, দায়িত্ব, তত্ত্বাবধান। [আ. হিফাজত্]।

হেম [ hēma ] বি. সোনা, সুবর্ণ। [সং. হি + মন্]। ̃ কূট, হেমাদ্রি বি. সুমেরু পর্বত। হেমাঙ্গ বিণ. স্বর্ণের কান্তিযুক্ত। ☐ বি. 1 সুমেরু পর্বত; 2 ব্রহ্মা। বিণ. (স্ত্রী.) হেমাঙ্গী, (বাং.) হেমাঙ্গিনী

হেমন্ত [ hēmanta ] বি. 1 হিমঋতু (পৌষ ও মাঘ মাস); 2 (বাং.) শীতের পূর্ববর্তী ঋতু (কার্তিক ও অগ্রহায়ণ মাস)। [তু. হেমবন্ত]।

হেয় [ hēẏa ] বিণ. 1 ত্যাজ্য; 2 অবজ্ঞার যোগ্য; তুচ্ছ; 3 ঘৃণার্হ (হেয় জ্ঞান করা)। [সং. √ হা + য]। ̃ তা বি. ঘৃণ্যতা (পাপের হেয়তা)।

হের-ফের [ hēra-phēra ] বি. অদলবদল; কম-বেশি, পরিবর্তন (দামের বা তারিখের হেরফের হওয়া)। [তু. হি. হের্ফের্]।

হেরম্ব [ hēramba ] বি. গণেশ। [সং. হে + রব + অ (ম্) আগম]।

হেরা [ hērā ] ক্রি. (কাব্যে) দেখা, নিরীক্ষণ করা ('সমুখে ঐ হেরি পথ', 'হেরো আপন হৃদয়মাঝে': রবীন্দ্র)। [দেশি]।

হেরোয়িন [ hērōẏina ] বি. মরফিন থেকে তৈরি অতি তীব্র মাদকবিশেষ। [ইং. heroin]।

হেল-দোল [ hēla-dōla ] বি. বিকার, বিচলিত ভাব, উত্তেজনা (এত ঝামেলাতেও তার কোনো হেলদোল নেই)। [দেশি]।

হেলন1, হেলন2 [ hēlana1, hēlana2 ] যথাক্রমে হেলা1 ও হেলা2 দ্র।

হেল-মেট [ hēla-mēṭa ] বি. মাথাকে আঘাত থেকে রক্ষা করার জন্য শক্ত আবরণবিশেষ, শিরস্ত্রাণ। [ইং. helmet]।

হেলা1 [ hēlā1 ] ক্রি. ঝোঁকা, নড়া, একপাশে নত হওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [তু. হি. √ হিল্না]। হেলন1 বি. হেলে পড়া; হেলে থাকা অবস্হ়া। ̃ (উচ্চা. হ্যালান্) বি. হেলে অবস্হ়ান; ঠেসান (হেলান দেওয়া)। ̃ নো ক্রি. ঝোঁকানো; এক পাশে নোয়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

হেলা2 [ hēlā2 ] বি. 1 অবজ্ঞা, ঘৃণা, অশ্রদ্ধা; 2 অক্লেশ, অবলীলা ('হেলায় লঙ্কা করিল জয়': দ্বিজেন্দ্র)। [সং. √ হেড়্ + অ + আ]। হেলন2 বি. অবহেলা করা; অবজ্ঞা। ̃ ফেলা বি. তুচ্ছ-তাচ্ছিল্য ('করিস নে আর হেলাফেলা')।

হেলি-কপ্টার [ hēli-kapṭāra ] বি. ডানাবিহীন এবং অনুভূমিকভাবে ঘুরন্ত ব্লেডযুক্ত আকাশযানবিশেষ। [ইং. helicopter]।

হেলে1 [ hēlē1 ] বি. 1 বিষহীন ছোটো সাপবিশেষ; 2 সর্পাকৃতি হারবিশেষ। [দেশি]।

হেলে2 [ hēlē2 ] বি. কৃষক (হেলে চাষি)। ☐ বিণ. হালে জোতায় হয় এমন (হেলে গোরু)। [সং. হাল বাং. ইয়া > এ]।

হেলেঞ্চা, হিঞ্চা, হিঞ্চে [ hēlēñcā, hiñcā, hiñcē ] বি. তেতো স্বাদের জলজ শাকবিশেষ। [সং. হিলমোচিকা]।

হেস্ত-নেস্ত [ hēsta-nēsta ] বি. শেষ নিষ্পত্তি বা মীমাংসা; ভালোমন্দ যাই হোক একটা সমাধান (মামলার হেস্তনেস্ত)। [ফা. হস্ত্ নীস্ত্]।

হৈম1 [ haima1 ] বিণ. 1 স্বর্ণময়, স্বর্ণনির্মিত; 2 স্বর্ণসম্বন্ধীয়। [সং. হেমন্ + অ]।

হৈম2 [ haima2 ] বিণ. হিমসম্বন্ধীয়। [সং. হিম + অ]।

হৈমন্ত [ haimanta ] বিণ. হেমন্তকালীন; হেমন্তসম্বন্ধীয়। ☐ বি. হেমন্ত ঋতু। [সং. হেমন্ত + অ]।

হৈমন্তিক [ haimantika ] বিণ. হেমন্তকালীন; হেমন্তসম্বন্ধীয়। ☐ বি. আমন ধান। [সং. হেমন্ত + ইক]।

হৈম-বত [ haima-bata ] বিণ. হিমালয়সম্বন্ধীয়। ☐ বি. হিমালয়ের দক্ষিণে অবস্হ়িত ভারতবর্ষ। [সং. হিমবত্ + অ]। হৈম-বতী বিণ. (স্ত্রী.) 1 পার্বতী, দুর্গা; 2 গঙ্গা; 3 শতদ্রু নদীর নামান্তর।

হৈয়ঙ্গ-বীন [ haiẏaṅga-bīna ] বি. পূর্বদিনের দুধে তৈরি নবনীত বা ঘৃত; সদ্য তৈরি করা ঘি। [সং. হিয়ঙ্গু + অ + ঈন]।

হোঁচট [ hōn̐caṭa ] বি. চলার সময় হঠাত্ কিছুতে পায়ে ধাক্কা লাগা বা ধাক্কা খেয়ে পতনোম্মুখ হওয়া; উচট। [সং. উচ্চাটন, তু. হি. উচক্না]।

হোঁদড় [ hōn̐daḍ় ] বি. গো-বাঘা; হাইনা। [দেশি]।

হোঁতকা, হোঁত্কা [ hōn̐takā, hōn̐tkā ] বিণ. অশোভন রকমের মোটা; স্হ়ূলবুদ্ধি; গোঁয়ার। [দেশি]।

হোঁদল [ hōn̐dala ] বিণ. ভুঁড়িওয়ালা, নাদাপেটা। [দেশি]। ̃ কুত-কুত বি. পেটমোটা ও ঘোর কৃষ্ণবর্ণ জানোয়ার বা তত্সদৃশ ব্যক্তি-দীনবন্ধু মিত্রের 'নবীন তপস্বিনী' নাটকের বর্ণনা থেকে।

হোগল, হোগলা [ hōgala, hōgalā ] বি. জলাভূমিজাত লম্বা ঈষত্ ত্রিকোণাকার ও চ্যাপটা উদ্ভিদবিশেষ (এর পাতা দিয়ে ঘরের বেড়া দেওয়া হয়)। [দেশি]। হোগল-কুঁড়ি, হোগল-গুঁড়ি বি. হোগলাফুলের রেণু।

হোটেল [ hōṭēla ] বি. মূল্য দিয়ে যেখানে পান-ভোজন করা যায় এবং (কোথাও কোথাও) বাস করা যায়, পান্হশালা। [ইং. hotel]। ̃ ওয়ালা বি. হোটেলের মালিক। স্ত্রী. ̃ ওয়ালি

হোড় [ hōḍ় ] বি. 1 পাঁক; কাদার স্তূপ; 2 বাঙালি হিন্দুর পদবিবিশেষ। [দেশি]।

হোতা [ hōtā ] (-তৃ) বিণ. যজ্ঞকারী; বৈদিক যজ্ঞে ঋক্মন্ত্রের প্রযোক্তা। ☐ বি. যজ্ঞকারী পুরোহিত বা যজমান; (গৌণ অর্থে) ভালো কাজের উদযোক্তা (কর্মযজ্ঞে র প্রধান হোতা)। [সং. √ হু + তৃ]। বিণ. বি. (স্ত্রী.) হোত্রী

হোত্র [ hōtra ] বি. হোম। [সং. √ হু + ত্র]। হোত্রী (ত্রিন্) বিণ. হোমকর্তা, যাজ্ঞিক (অগ্নিহোত্রী)। হোত্রীয় বিণ. হোমসম্বন্ধীয়; হোতাসম্বন্ধীয়।

হোথা, হোথায় [ hōthā, hōthāẏa ] ক্রি-বিণ. (কাব্যে বা গ্রা.) ওইখানে, ওখানে। [হেথা দ্র]।

হোম [ hōma ] বি. যজ্ঞাগ্নিতে দেবতার উদ্দেশে মন্ত্রপূর্বক ঘৃতাহুতি। [সং. √ হু + ম]। ̃ কুণ্ড বি. যজ্ঞাগ্নি জ্বালাবার জন্য যে-গর্ত খোঁড়া হয়। হোমাগ্নি, হোমানল বি. যজ্ঞের আগুন।

হোমরা-চোমরা [ hōmarā-cōmarā ] বিণ. সম্ভ্রান্ত ও খ্যাতিপ্রতিপত্তিযুক্ত। [তু. আ. আমির-উমরাহ]।

হোমিয়ো-প্যাথি [ hōmiẏō-pyāthi ] বি. হ্যামিম্যান-প্রবর্তিত রোগসৃষ্টিকর বিষদ্বারা রোগ-চিকিত্সা-প্রণালী। [ইং. homeopathy]। হোমিয়ো-প্যাথিক বিণ. হোমিয়োপ্যাথি অনুযায়ী।

হোরা [ hōrā ] বি. (জ্যোতিষ.) রাশিপরিমাণের অর্ধাংশকাল; লগ্ন; আড়াই দণ্ডকাল, অহোরাত্রের চতুর্বিঁশ ভাগ; একঘণ্টা সময়। [গ্রি. hora > সং.]। হোরা-বিজ্ঞান বি. জ্যোতিষশাস্ত্র।

হোরি [ hōri ] দ্র হোলি

হোল [ hōla ] (আঞ্চ.) বি. অণ্ডকোষ। [দেশি]। হোলা বিণ. অণ্ডকোষবিশিষ্ট, মর্দা (হোলা বিড়াল)।

হোলি, হোরি [ hōli, hōri ] বি. 1 বসন্তোত্সব; 2 দোলখেলা [সং. হোলিকা]।

হো হো [ hō hō ] অব্য. অট্টহাসির আওয়াজ।

হৌজ [ hauja ] বি. বড়ো চৌবাচ্চা। [আ. হৌজ্]।

হৌস [ hausa ] বি. (বর্ত. অপ্র.) বাণিজ্য-কুঠি; সওদাগরি দফতর; ব্যবসায়ী সংঘ বা ব্যবসায়-প্রতিষ্ঠান, firm. [ইং. house]।

হ্যাংলা [ hyāṃlā ] বিণ. অশোভন রকমের লোভী। [দেশি]। ̃ পনা, ̃ মি বি. অশোভন লোলুপতা।

হ্যাঁচোড়-প্যাঁচোড় [ hyān̐cōḍ়-pyān̐cōḍ় ] বি. অস্হিরতা বা আকুলতার ভাব (ঘর থেকে বেরোবার জন্য হ্যাঁচড়প্যাঁচোড় করা)। [ধ্বন্যা.]।

হ্যাজাক [ hyājāka ] বি. হারিকেন-লণ্ঠনের চেয়ে বড়ো এবং জোরালো আলোর লণ্ঠন।

হ্যাট [ hyāṭa ] বি. সাহেবি টুপি। [ইং. hat]।

হ্যাটা [ hyāṭā ] বি. তাচ্ছিল্য (কাউকে হ্যাটা করা)। [দেশি]।

হ্যাড্ডা-ব্যাড্ডা [ hyāḍḍā-byāḍḍā ] বি. এটা-সেটা; ছোটোখাটো বা অকিঞ্চিত্কর কাজ। [দেশি]।

হ্যাদানো, হ্যাদে [ hyādānō, hyādē ] যথাক্রমে হেদানো ও হেদে -র বানানভেদ।

হ্যাণ্ড-নোট [ hyāṇḍa-nōṭa ] বি. ঋণস্বীকারপত্র, খত। [ইং. handnote]।

হ্যাপা [ hyāpā ] বি. ঝামেলা, ঝক্কি (রাজনীতি করার হ্যাপা অনেক)। [দেশি]।

হ্রদ [ hrada ] বি. চতুর্দিকে স্থলবেষ্টিত (ক্ষেত্রবিশেষে নদীর সঙ্গে যুক্ত) বড়ো স্বাভাবিক জলাশয়। [সং. √ হ্রাদ্ + অ]।

হ্রস্ব [ hrasba ] বিণ. খাটো, খর্ব, ক্ষুদ্র; অল্প, কম; লঘু, হালকা; (ব্যাক.) একমাত্রাব্যাপী উচ্চারণবিশিষ্ট (যেমন, ই উ)। [সং. √ হ্রস্ + ব]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ দীর্ঘ-জ্ঞান বি. লঘুগুরুবোধ, ছোটোবড়োর প্রভেদের জ্ঞান; সাধারণ জ্ঞান, কাণ্ডজ্ঞান।

হ্রাদ [ hrāda ] বি. ধ্বনি, নিনাদ। [সং. √ হ্রাদ্ + অ]। হ্রাদী (-দিন্) বিণ. নিনাদকারী। হ্রাদিনী বিণ. (স্ত্রী.) নিনাদকারিণী। ☐ বি. 1 ইন্দ্রের বজ্র; 2 বিদ্যুত্; 3 নদী।

হ্রাস [ hrāsa ] বি. 1 হ্রস্বতা, কমতি (মূল্যহ্রাস, শক্তির হ্রাস, সংখ্যা হ্রাস হওয়া); 2 লাঘব (রোগের প্রকোপ হ্রাস); 3 ক্ষয় (চন্দ্রকলার হ্রাস-বৃদ্ধি)। [সং. √ হ্রস্ + অ]।

হ্রী [ hrī ] বি. লজ্জা। [সং. √ হ্রী + ক্বিপ্]।

হ্রেষা [ hrēṣā ] বি. ঘোড়ার ডাক। [সং. √ হ্রেষ্ + অ + আ]।

হ্লাদ, হ্লাদন [ hlāda, hlādana ] বি. আহ্লাদ, হর্ষ, আনন্দ। [সং. √ হ্লাদ্ + অ, অন]। হ্লাদিত বিণ. আহ্লাদিত। হ্লাদী (-দিন্) বিণ. আহ্লাদযুক্ত, সহর্ষ; আহ্লাদজনক, আনন্দদায়ক। হ্লাদিনী বিণ. (স্ত্রী.) আহ্লাদযুক্তা, আনন্দদায়িনী (হ্লাদিনী মূর্তি)। ☐ বি. 1 (বৈ. শা.) যে-স্বরূপশক্তির বলে ভগবান নিজে আনন্দিত হন এবং অপর সকলকেও আনন্দিত করেন; 2 শ্রীরাধিকা।