1 [ ṛ1 ] বাংলা ভাষার সপ্তম স্বরবর্ণ, স্বরবর্ণ হিসাবে গণ্য হলেও এর উচ্চারণ ব্যঞ্জনের মতো।

2 [ ṛ2 ] স্বরগ্রামের দ্বিতীয় স্বর ঋষভ এর সংক্ষিপ্ত রূপ।

ঋ-কার [ ṛ-kāra ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ঋ যোগ -কৃ খৃ গৃ ইত্যাদি।

ঋক [ ṛka ] (ঋক্) বি. 1 ঋগ্বেদ; 2 ছন্দোবদ্ধ বেদমন্ত্রবিশেষ; 3 গায়ত্রী। [সং. √ ঋচ্ + ক্বিপ্]।

ঋক্থ, রিক্থ [ ṛktha, riktha ] বি. 1 ধন; 2 উত্তরাধিকারসূত্রে পাওয়া ধনসম্পত্তি; 3 মৃত ব্যক্তির পরিত্যক্ত বা ফেলে-যাওয়া সম্পত্তি। [সং. √ ঋচ্ + থ]।

ঋক্ষ [ ṛkṣa ] বি. 1 ভল্লুক; 2 নক্ষত্র; 3 প্রাচীনকালের পর্বতবিশেষ। [সং. √ ঋষ্ + স]। বি. ̃ মণ্ডল বি. সপ্তর্ষিমণ্ডল, the Great Bear. বি. ̃ রাজ বি. 1 ভল্লুকরাজ জাম্ববান; 2 চন্দ্র।

ঋগ্বেদ, ঋগ্-বেদ [ ṛgbēda, ṛg-bēda ] বি. চারটি বেদের মধ্যে প্রাচীনতম ও প্রধান বেদ। [সং. ঋক্ + বেদ]। ঋগ্বেদী বিণ. 1 ঋগ্বেদজ্ঞ, যিনি ঋগ্বেদ প্রকৃষ্টরূপে জানেন; 2 ঋগ্বেদীয় পুরোহিত।

ঋজু [ ṛju ] বিণ. 1 সোজা, সরল, অবক্র (ঋজু রেখা); 2 অকপট (ঋজু মন); 3 সহজ, সহজবোধ্য (ঋজু পাঠ)। [সং. √ ঋজ্ (অর্জ্) + উ]। বি. ̃ তা। ̃ রেখ বিণ. সরলরেখা দিয়ে ঘেরা, সরলরেখাযুক্ত (ঋজুরেখ ক্ষেত্র)। ̃ রেখা বি. সরলরেখা।

ঋণ [ ṛṇa ] বি. ফেরত দেবার শর্তে অপরের কাছ থেকে সাময়িক ব্যবহারের জন্য কিছু নেওয়া, দেনা, ধার, কর্জ। [সং. √ঋ + ত]। ̃ গ্রস্ত, ঋণী বিণ. ধার করেছে এমন, দেনদার, খাতক (কারও কাছে ঋণী থাকতে চাই না)। ̃ চিহ্ন বি. বিয়োগচিহ্ন, minus. ̃ জাল বি. দেনার দায় (ঋণজালে জড়িয়ে পড়েছে)। ̃ দাস বি. যে ব্যক্তি দেনা শোধ না হওয়া পর্যন্ত, বা দেনার বিনিময়ে উত্তমর্ণের দাসত্ব করে। ̃ পত্র বি. দেনার দলিল, তমসুক, খত, debentureমুক্ত বিণ. দেনার দায় থেকে রেহাই পেয়েছে এমন, দেনা শোধ করেছে এমন। ̃ শোধ বি. দেনা মিটিয়ে দেওয়া। ঋণাত্মক বিণ. 1 বিয়োগসূচক; বিয়োজ্য; 2 নঞর্থক, না-বোধক।

ঋত [ ṛta ] বি. 1 সত্য, পরম সত্য (ঋতব্রত); 2 পরব্রহ্ম। ☐ বিণ. 1 সত্য, যথার্থ; 2 পূজিত; 3 দীপ্ত; 4 পীড়িত। [সং. √ ঋ + ত]। ̃ ব্রত বিণ. সত্যই যার ব্রত। ̃ ম্ভর বিণ. বি. সত্যপালক, সত্যনিষ্ঠ। ̃ ম্ভরা বি. 1 সত্যনিষ্ঠা; 2 সত্যজ্ঞানরূপ চিত্তবৃত্তি।

ঋতি [ ṛti ] বি. 1 গমন, গতি; 2 পথ; 3 সৌভাগ্য। [সং. √ ঋ + তি]।

ঋতু [ ṛtu ] বি. 1 প্রাকৃতিক অবস্হা অনুযায়ী বছরের বিভাগ, যথা গ্রীষ্ম বর্ষা শীত ইত্যাদি; 2 মেয়েদের মাসিক রজস্রাব, স্ত্রীরজ। [সং. √ ঋ + তু]। ̃ কাল বি. মাসের যে কয়দিন মেয়েদের ঋতুস্রাব চলে। ̃ পতি, ̃ রাজ বি. ঋতুশ্রেষ্ঠ বসন্ত। ̃ পরিবর্তন বি. এক ঋতুর পরে আর এক ঋতুর আগমন, ঋতু বদলে যাওয়া। ̃ মতী বিণ. রজস্বলা, যার ঋতুস্রাব হয় এমন। ̃ স্নান বি. ঋতুমতী হওয়ার পর চতুর্থ দিন স্নান করার সংস্কার।

ঋত্বিক [ ṛtbika ] (-ত্বিজ্) বি. বৈদিক যজ্ঞের পুরোহিত, যাজক। [সং. ঋতু +√ যজ্ + ক্বিপ্]।

ঋদ্ধ [ ṛddha ] বিণ. সমৃদ্ধিযুক্ত, ঐশ্চর্যশালী, গুণশালী ('ঋদ্ধ, বিধিবদ্ধ জগত্': বুদ্ধ)। [সং. √ ঋধ্ + ত]। ঋদ্ধি বি. সমৃদ্ধি, ঐশ্চর্যশালিতা; সর্বাঙ্গীণ উন্নতি, শ্রীবৃদ্ধি; সৌভাগ্য। ঋদ্ধি-মান বিণ. সমৃদ্ধ; সৌভাগ্যশালী; শ্রীবৃদ্ধিযুক্ত।

ঋভু [ ṛbhu ] বি. 1 দেবতা; 2 দেবত্বপ্রাপ্ত মানুষ, দেবতার গুণ বা ক্ষমতা পেয়েছে এমন মানুষ। [সং. ঋ + √ ভূ + উ]।

ঋষভ [ ṛṣabha ] বি. 1 ষাঁড়; 2 (সমাসের উত্তরপদে) শ্রেষ্ঠ জন (পুরুষর্ষভ); 3 পৌরাণিক পর্বতবিশেষ; 4 সংগীতে স্বরগ্রামের দ্বিতীয় স্বর বা রে। [সং. √ ঋষ্ + অভ]।

ঋষি1 [ ṛṣi1 ] বি. 1 মন্ত্রদ্রষ্টা মুনি, তপস্যাকারী মুনি; 2 শাস্ত্রজ্ঞ তপস্বী; 3 বেদ মন্ত্রের সংকলয়িতা যোগী। [সং.√ ঋষ্ + ই]। ̃ কল্প বিণ. ঋষির তুল্য। ̃ তা বি ঋষির গুণ। ̃ প্রোক্ত বিণ. ঋষির দ্বারা উক্ত, ঋষি বলেছেন এমন, আর্ষ (ঋষিপ্রোক্ত বাণী)। ̃ শ্রাদ্ধ বি. মৃত ঋষির শ্রাদ্ধকার্য এতে কেবল কলাপাতাই কাটা হয়, কাউকে খাওয়ানো হয় না।

ঋষি2 [ ṛṣi2 ] বি. বাঙালি চর্মকার জাতিবিশেষ। [হি. রৈসি]।

ঋষ্টি [ ṛṣṭi ] বি. 1 রিষ্টি, কল্যাণ, শুভ; 2 অকল্যাণ, অশুভ। [সং. √ ঋষ্ + তি]।

ঋষ্য [ ṛṣya ] বি. 1 কৃষ্ণসার মৃগ; 2 মৃগ। [সং. √ঋষ্ + য]।