1 [ ē1 ] বাংলা ভাষার দশম (বর্তমানে অষ্টম) স্বরবর্ণ এবং উচ্চমধ্য অর্ধসংবৃত এ-ধ্বনির দ্যোতক বর্ণ।

2 [ ē2 ] অব্য. ওহে, হে, ওগো ইত্যাদি বোধক আহ্বান বা ডাক ('এ সখি হামারি দুখের নাহি ওর': বিদ্যা.)। ☐ সর্ব. এই, এই ব্যক্তি, এই প্রাণী বস্তু বা বিষয় (এ কে? এ মোটেই ভালো নয়)। ☐ বিণ. এই, সামনের, সম্মুখবর্তী (এপার, এ দিন); নিকটস্হ, আলোচ্য (এ পথ, এ ঘটনা)। [সং. এতদ্]। এ-ও-তা সর্ব. নানা বিষয় বা প্রসঙ্গ; আজেবাজে ব্যাপার। এ-ও-সে সর্ব. আজেবাজে ব্যাপার বা প্রসঙ্গ বা লোক।

3 [ ē3 ] (বাং. প্রত্যয়বিশেষ) 1 সেখানে প্রচলিত বা সেখানে উত্পন্ন অর্থে (শহুরে কায়দা, চিনে হাঁস); 2 প্রকার বা ভাব অর্থে (মিটমিটে, জ্বলজ্বলে, গমগমে); 3 তন্নিমিত্ত অর্থে (কাগুজে, মেটে); 4 দিন-কাল-বয়স ইত্যাদি নির্দেশে পূরণবাচক সংখ্যায় (বিশে জুলাই, একুশে পৌষ); 5 বাংলা বিভক্তি (রাজায়, বাজায়, 'জগন্নাথে প্রণামিল', খেয়ে ফেলো, যেতে চাও, মেঘে মেঘে বেলা হল)।

এই [ ēi ] বিণ. সামনের, সম্মুখবর্তী, নিকটস্হ, আলোচ্য (এই লোকটি, এই গাছটি, এই ঘটনা, এই বিষয়। ☐ অব্য. ওরে, ওহে (এই ছেলেটা; তুই ওখানে কী করছিস ?); বিরক্তি ভয় বা বিস্ময়প্রকাশক (এই রে, এই সেরেছে); এখনই, এইমাত্র (এই এলাম)। ☐ সর্ব. ইহা (আমি এই চাই)। [বাং. এ (সং. এতদ্) + ই (নিশ্চয়ার্থে)]। ̃ জন্য অব্য. এই কারণে। ̃ টুকু বি. বিণ. এই সামান্য ব্যাপার বা বস্তু (এইটুকু কাজ. এইটুকু দরকার, এইটুকু ভাত)।

এইরে [ ēirē ] অব্য. বিরক্তি ভয় বিস্ময়াদিসূচক শব্দ (এইরে, লোকটা যে এদিকেই আসছে)।

এইসা [ ēisā ] অব্য. বিণ. এমন, এইরূপ (চোরটা এইসা মার খেয়েছে)। [হি. ঐসা]।

এও [ ēō ] এয়ো -র বানানভেদ।

এওজ, এয়জ, এয়োজ [ ēōja, ēẏaja, ēẏōja ] বি. বদল, বিনিময়; পরিবর্ত (তার সঙ্গে আমি ডিউটি এয়জ করেছি)। [আ. এওয়জ]। ̃ তরাজ, ̃ দরাজ বি. পরম্পর বদল বা বিনিময়। এওজি, এউজি, এয়োজি বিণ. বিনিময়ে প্রাপ্ত (এওজি জমি)। এওজে ক্রি-বিণ. বিনিময়ে, বদলে।

এঃ [ ēḥ ] অব্য. ঘৃণা বিরক্তি প্রভৃতিসূচক ধ্বনি (এঃ এই পচা ডিমগুলো এনেছ কোত্থেকে?)।

এঁটুলি, এঁটুল [ ēn̐ṭuli, ēn̐ṭula ] বি. কুকুর গোরু ছাগল ইত্যাদির গায়ে এঁটে থেকে রক্ত শোষণ করে এমন ক্ষুদ্র কীটবিশেষ। [বাং. আঁটা + উলি, উল]।

এঁটে [ ēn̐ṭē ] অস-ক্রি. আঁট করে, শক্ত করে (বস্তার মুখটা এঁটে বাঁধো)। এঁটে ওঠা ক্রি. বি. সমকক্ষ হওয়া, পেরে ওঠা (তাঁর সঙ্গে কথায় এঁটে ওঠা সহজ নয়)।

এঁটেল [ ēn̐ṭēla ] বিণ. এঁটে ধরে এমন; শুকনো অবস্হায় শক্ত এবং ভিজে অবস্হায় আঠার মতো চট্চটে ও পিচ্ছিল হয় এমন (এঁটেল মাটি)। [বাং. আঁটা + আল > এল]।

এঁটো, এঁঠো [ ēn̐ṭō, ēn̐ṭhō ] বিণ. উচ্ছিষ্ট, ভুক্তাবশিষ্ট; রান্না-করা সামগ্রীর বা উচ্ছিষ্ট দ্রব্যের ছোঁয়া লেগেছে এমন (এঁটো থালা, এঁটো হাত)। ☐ বি. উচ্ছিষ্ট খাবার; ভুক্তাবশিষ্ট দ্রব্যাদি (এঁটো কুড়ানো, এঁটো পরিষ্কার করা)। [সং. উচ্ছিষ্ট]। ̃ খেকো বিণ. (আল.) অতি হীন ও পরমুখাপেক্ষী; অন্যের পরিত্যক্ত খাবার খেয়ে বেঁচে থাকে এমন। এঁটো পাত কখনো স্বর্গে যায় না পরান্নভোজী বা পরমুখাপেক্ষী লোক কখনো বড় হতে পারে না।

এঁড়ে [ ēn̐ḍ়ē ] বি. বলদ, ষাঁড়, বৃষ। ☐ বিণ. 1 পুরুষজাতীয় (এঁড়ে বাছুর); 2 ষাঁড়ের মতো তীব্রগম্ভীর ধ্বনিবিশিষ্ট (এঁড়ে গলা); 3 ক্রুদ্ধ ষাঁড়ের মতো দুর্দমনীয় বা একরোখা (এঁড়ে লোক)। [সং. অণ্ড + বাং. ইয়া > এ]। ̃ তর্ক বি. একগুঁয়ে লোকের যুক্তিহীন তর্ক। এঁড়ে লাগা ক্রি. বি. (শিশুদের) মাতৃস্তন্যের অভাবে অজীর্ণ রোগে আক্রান্ত হওয়া।

এঁদো, এঁধো [ ēn̐dō, ēn̐dhō ] বিণ. 1 অন্ধকারময়, আলো ঢোকে না এমন (এঁদো গলি, এঁদো বাড়ি); 2 সংকীর্ণ নোংরা ও পঙ্কিল (এঁদো পুকুর)। [সং. অন্ধ > অন্ধুয়া > আঁধুয়া]।

এক [ ēka ] বি. 1 1 সংখ্যা; 2 এক ব্যক্তি, একজন (দেশোদ্ধার একের কাজ নয়)। ☐ বিণ. 1 1 সংখ্যক; 2 একটি (এক মাস); 3 অনির্দিষ্ট কোনো (একসময় সেখানে যাব); 4 পূর্ণ, ভর্তি (এক গাল ভাত, এক মুখ দাড়ি, এক বাড়ি লোক); 5 অভিন্ন (এক মায়ের সন্তান, এক বয়সী, এক দেশে বাস); 6 মিলিত, একত্র ('বাঙালীর ঘরে যত ভাইবোন এক হউক': রবীন্দ্র); 7 যুক্ত, জোড়করা (দুই হাত এক করো); 8 মিশ্রিত (চালে-ডালে এক হয়ে গেছে); 9 অদ্বীতীয় ও অনন্য (ঈশ্বর এক ও অভিন্ন); 1 অন্যতম (রবীন্দ্রনাথ বিশ্বের এক শ্রেষ্ঠ কবি)। [সং. √ ই + ক; প্রাকৃ. এক্ক]। এক আঁচড়ে বোঝা ক্রি. বি. একটুখানি দেখেই বুঝে ফেলা (এক আঁচড়েই লোকটির মতলব বুঝে গেছি)। এক-এক বিণ. কোনো কোনো (এক-এক দিন আমিও তার বাড়ি যাই)। ̃ বি. 1 সংখ্যার দক্ষিণের প্রথম অঙ্ক; 2 পরিমাপের মাত্রা, unit. ☐ বিণ. সঙ্গিহীন, একাকী (একক প্রচেষ্টা)। ̃ কলমি বি. বিণ. সংবাদপত্রে একটিমাত্র কলম (column) বা স্তম্ভ লেখেন এমন (ব্যক্তি)। এক কলসি দুধে এক ফোঁটা চোনা এমন উত্কট মন্দ জিনিস যার অল্প একটু পরিমাণই প্রচুর ভালো জিনিসকে নষ্ট করতে পারে। ̃ কাট্টা বিণ. এক উদ্দেশ্যে বা যুক্তিতে দলবদ্ধ (এককাট্টা হয়ে লড়াই করা)। ̃ কালীন বিণ. 1 একবারে করা হয় বা দেওয়া হয় এমন (এককালীন চাঁদা, এককালীন দান); 2 সমসাময়িক (এককালীন লোক)। এক ক্ষুরে মাথা কামানো (মুড়ানো) ক্রি. বি. একই দলভুক্ত হওয়া; সমপ্রকৃতির বা সমান ভাগ্যবিশিষ্ট হওয়া। ̃ খানা বি. বিণ. একটি; এক খণ়্ড বা টুকরো। ̃ গলা বিণ. গলা পর্যন্ত ডুবে যায় এমন (এক গলা জল)। ̃ গাছা, ̃ গাছি বি. একটি. একখানা। ̃ গাদা বিণ. প্রচুর, অনেক, স্তূপাকার। ̃ গাল বিণ. গালভরা (একগাল হাসি);একগ্রাম মাত্র (একগাল খাবার)। ̃ গুঁয়ে বিণ. একরোখা; দুর্দমনীয়, অবাধ্য (ভারি একগুঁয়ে ছেলে)। ̃ ঘরে বিণ. জাতিচ্যুত, সমাজচ্যুত। ̃ ঘেয়ে বিণ. বৈচিত্র্যহীন, নতুনত্ববর্জিত; একটানা কিন্তু বিরক্তিকর (একঘেয়ে সুর), monotonous. ̃ চক্ষু, (বর্জি.) ̃ চক্ষুঃ (-ক্ষুস্) বিণ. একটিমাত্র চক্ষুবিশিষ্ট, এক চোখ কানা। ̃ চত্বারিংশত্ (কথ্য) ̃ চল্লিশ বি. বিণ. 41 সংখ্যা বা সংখ্যক। ̃ চত্বারিংশত্তম বিণ. 41 সংখ্যক। ̃ চর বি. গণ্ডার। ☐ বিণ. একাকী বিচরণ করে এমন। ̃ চালা বি. একটি চালাযুক্ত ঘর। ☐ বিণ. একটি চালাযুক্ত। ̃ চিত্ত বিণ. একমনা, অনন্যচিত্ত, অন্যদিকে মন নেই এমন। ̃ চুল বিণ. একগাছি চুল পরিমাণ। ☐ ক্রি-বিণ. লেশমাত্র (একচুল এদিক-ওদিক হবার উপায় নেই)। ̃ চেটিয়া, ̃ চেটে বিণ. কেবল এক ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের আয়ত্ত এমন (একচেটিয়া অধিকার, একচেটিয়া কারবার)। ̃ চোখো বিণ. একচক্ষুবিশিষ্ট; পক্ষপাতদুষ্ট। ̃ চোখোমি বি. পক্ষপাতিত্ব। ̃ চোট বিণ. ক্রি-বিণ. প্রচুর, যথেষ্ট (একচোট বৃষ্টি, খুব একচোট খেয়েছে, একচোট ঝগড়া)। ̃ চ্ছত্র বিণ. পূর্ণ ক্ষমতার অধিকারী (একচ্ছত্র অধিপতি)। ̃ ছুট বি. 1 এক দৌড় (এক ছুট লাগাও); 2 এক প্রস্হ। এক ছুটে ক্রি-বিণ. এক দৌড়ে। ̃ জাই ক্রি-বিণ. বারবার; ক্রমাগত; অবিরাম (একজাই কথা বলা)। ☐ বিণ. একত্র, জড়ো, সম্মিলিত (সকলকে একজাই করা)। ☐ বি. মোট হিসাব, একুন (সারা বছরের আয়ব্যয়ের একজাই)। ̃ জোট বিণ. দলবদ্ধ, একত্র মিলিত (শ্রমিকরা একজোট হয়েছে)। ̃ টা, ̃ টি বিণ. বি. 1 সংখ্যক; একমাত্র; একের অনধিক (একটা পয়সা হলেই চলবে); নির্দিষ্ট কোনো এক (একটা পরামর্শ আছে); অনির্দিষ্ট যেকোনো (একটা কিছু চাই)। একটা-কিছু বিণ. অজ্ঞাত, কিন্তু আছে (একটা কিছু গোলমাল আছে এখানে)। ☐ বি. যেকোনো বস্তু বিষয় কাজ প্রভৃতি (তোরা একটা কিছু কর)। ̃ টানা বিণ. ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত; একঘেয়ে (একটানা সুর, একটানা স্রোত)। ̃ টু, ̃ টুকু বিণ. অল্প, সামান্য কিছু। ঠাঁই বিণ. এক জায়গায় মিলিত। ̃ তন্ত্রী (-স্ত্রিন্) বি. একতারা। ☐ বিণ. 1 একটি তারবিশিষ্ট; 2 একমতাবলম্বী (একতন্ত্রী হয়ে কাজ করা); 3 একজন শাসকের অধীন (একতন্ত্রী সরকার)। ̃ তম বিণ. দুইয়ের অ অধিকের বা বহুর মধ্যে এক। ̃ তরফ বি. এক দিক; এক পাশ; এক পক্ষ। ̃ তরফা বিণ. একপক্ষীয়, কেবল এক পক্ষ বিবেচনা করে কৃত, exparte. ̃ তলা বিণ. কেবল একটি তলাবিশিষ্ট (একতলা বাড়ি)। ̃ তা বি. ঐক্য; মিলন; ঐকতান। ̃ তান বিণ. 1 এক সুরে বাঁধা; 2 একাগ্রচিত্ত। ☐ বি. এক সুরে বাঁধা ধ্বনি; ঐকতান। ̃ তারা বি. একটিমাত্র তারবিশিষ্ট বাদ্যযন্ত্র। ̃ তাল, ̃ তালা বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ। ̃ তিল-তিল দ্র। ̃ ত্ব বি. অভিন্নতা, একতা; ঐক্য। ̃ ত্র অব্য. ক্রি-বিণ. বিণ একস্হানে মিলিতভাবে; সমবেত। ̃ ত্রিত বিণ. (বাং. প্রয়োগ) সমবেত, মিলিত। ̃ ত্রিংশ বিণ. 31 সংখ্যক। &tilde ; ত্রিংশত্ (কথ্য) ̃ ত্রিশ বি. 31 সংখ্যা। ̃ ত্রিংশত্তম বিণ. 31 সংখ্যক। ̃ দম ক্রি-বিণ. একেবারেই, সম্পূর্ণ, মোটেই (একদম ভালো লাগেনি)। ̃ দমে ক্রি-বিণ. রুদ্ধশ্বাসে; খুব দ্রুত, নিমেষে (একদমে পৌঁছে যাব)। ̃ দা অব্য. ক্রি-বিণ. কোনোএক সময়, কোনোএক দিনে। ̃ দৃষ্টি বিণ. স্হিরনেত্র, একাগ্রদৃষ্টি। ☐ বি. একনজর। ̃ দৃষ্টে ক্রি-বিণ. অপলক চোখে, স্হিরনেত্রে (আমার দিকে একদৃষ্টে চেয়ে আছে)। ̃ দেশ বি. এক অংশ। ̃ দেশ-দর্শী (-র্শিন্) বিণ. একাংশ মাত্র বিচার করে এমন; অনুদার; সংকীর্ণ; অদূরদর্শী; পক্ষপাতিত্ব করে এমন। ̃ ধর্মা (-র্মন্) বিণ. একই ধর্ম বা প্রকৃতিবিশিষ্ট। ̃ ধর্মী (-র্মিন্) বিণ. এক ধর্মসম্প্রদায়ভুক্ত। ̃ নজরে ক্রি-বিণ. একবার বা ক্ষণেক দেখেই; পুঙ্খানুপুঙ্খভাবে না দেখে। ̃ নবতি বি. বিণ. 91 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি-তম বিণ. 91 সংখ্যক বা তার পূরক। ̃ নলা বিণ. একটি নলাবিশিষ্ট (একনলা বন্দুক)। ̃ নাগাড়ে ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত (একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে)। ̃ নায়ক বি. অপ্রতিদ্বন্দী নায়ক বা একচ্ছত্র নেতা। ̃ নায়ক-তন্ত্র বি. একজনমাত্র শাসকের অধীন যে শাসনব্যবস্হা, autocracy. ̃ নিষ্ঠ বিণ. একাগ্র; মাত্র এক বিষয়ে বা বস্তুতে অবিচল নিষ্ঠা এমন (সংগীতের একনিষ্ঠ সাধক)। বি. ̃ নিষ্ঠতা। ̃ নিষ্ঠা। ̃ পঞ্চাশত্ বি. 51 সংখ্যা। ̃ পঞ্চাশত্তম বিণ. 51 সংখ্যক। ̃ পতিকা বিণ. যাঁর একজনমাত্র পতি; পতিব্রতা। ̃ পত্নীক বিণ. যাঁর একটিমাত্র পত্নী। ̃ পত্নী-ব্রত বি. পুরুষের একবারমাত্র বিবাহ করার ব্রত। ̃ পদী-করণ বি. একাধিক পদকে এক পদে পরিণত করা বা সমাসবদ্ধ করা। ̃ পেট বিণ. ক্রি-বিণ. পেট ভরে, ভরপেট (একপেট খেয়েছি, একপেট ভাত)। ̃ পেশে বিণ. একদিকে ঝুঁকে আছে এমন; পক্ষপাতী। ̃ প্রস্হ বি. বিণ. এক দফা, এক কেতা; এক সেট (একপ্রস্হ খাওয়াদাওয়া হল)। ̃ বচন বি (ব্যাক.) এক সংখ্যার বাচক পদ, এক সংখ্যার নির্দেশক বচন, singular number. ̃ বর্গা, ̃ বগ্গা বিণ. একরোখা, একগুঁয়ে। ̃ বর্ণ বিণ. একরঙা। ☐ বি. ক্রি-বিণ. কিছুমাত্র (তোমার কথা সে একবর্ণ বোঝেনি)। ̃ বলকা বিণ. জ্বাল দেবার সময় যে তরল বস্তু একবার উথলে উঠেছে এমন (একবলকা দুধ)। [বলক দ্র]। ̃ বস্ত্র বিণ. কেবল একটি কাপড় পরেছে এমন। ̃ বাক্যে ক্রি-বিণ. একবার শোনামাত্র (এবং বিনা আপত্তিতে বা প্রতিবাদে); সর্বসম্মতভাবে। ̃ বার বি. ক্রি-বিণ. মাত্র এক দফা, মাত্র এক দফায়। ̃ বিংশতি বি. বিণ. 21 সংখ্যা; 21 সংখ্যক, 21 সংখ্যার পূরক। ̃ বিংশতি-তম বিণ. 21 সংখ্যক, 21 সংখ্যার পূরক। ̃ বিধ বিণ. একরকম; সদৃশ; অভিন্ন। ̃ ভিতে ক্রি-বিণ. এক ধারে; এক পাশে ̃ মতাবলম্বী (ম্বিন্) বিণ. এক মতে বিশ্বাসী। ̃ মনা (বর্জি.) ̃ মনাঃ (-নস্) বিণ. একাগ্রচিত্ত। ̃ মনে ক্রি-বিণ. একাগ্রতার সঙ্গে, নিবিষ্টচিত্তে। ̃ মাত্র বিণ. কেবল একটি। ̃ মুখো বিণ. (পথ সম্পর্কে) কেবল একদিকে মুখবিশিষ্ট। ̃ মুঠ, ̃ মুঠো, ̃ মুষ্টি বিণ. এক মুষ্টিতে বা মুঠোয় যতটা ধরে ততটা। ̃ মেটে বিণ. খড়ের কাঠামোর উপর একবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন (একমেটে প্রতিমা)। একমেটে করা ক্রি. বি. (আল.) কোনোকিছুতে প্রথম হস্তক্ষেপ করা; কোনো কাজ আংশিকভাবে করা। ̃ মেবাদ্বিতীয়ম্ বিণ. এক এবং অনন্য; যার তুলনা নেই। ̃ যোগে ক্রি-বিণ. দলবদ্ধভাবে, সম্মিলিতভাবে (একযোগে কাজ করা)। ̃ রকম বিণ. একই ধরনের, একজাতীয়। ☐ ক্রি-বিণ. কোনরকমে, মোটামুটিভাবে (দিন একরকম কেটে যাচ্ছে, কাজটা একরকম এগুচ্ছে)। ̃ রঙা বিণ. কেবল একটি রঙে রঞ্জিত। ̃ রতি, ̃ রত্তি বিণ. 1 এক রতি পরিমাণ; 2 সামান্য একটুখানি; খুব অল্প; 3 অতি ক্ষুদ্র (একরত্তি ছেলে)। ̃ রাশ বিণ. স্তূপীকৃত; প্রচুর; প্রচুর পরিমাণ। ̃ রূপ বিণ. একরকম এর অনুরূপ। ̃ রোখা বিণ. 1 একগুঁয়ে; ক্রুদ্ধস্বভাব; 2 যে কাপড়ের একদিকে নকশা আছে (একরোখা শাল)। ̃ লপ্ত বিণ.একসঙ্গে বা অবিচ্ছিন্নভাবে অবস্হিত (একলপ্তে তিন বিঘা জমি)। ̃লেডা বিণ. এক-একটি লেড দিয়ে পঙ্ক্তি পৃথক করে ছাপা হয়েছে এমন। ̃ শত, ̃ শো বিণ. বি. 1 সংখ্যা; 1 সংখ্যক। ̃ শিরা বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। ̃ শিলা বিণ. একটিমাত্র পাথর দিয়ে গড়া। ̃ শৃঙ্গ বিণ. যার একটিমাত্র শিং (একশৃঙ্গ গণ্ডার)। ̃ শেষ বি. 1 চূড়ান্ত, আতিশয্য, (অপমানের একশেষ); 2 (ব্যাক.) সমাসবিশেষ। ̃ ষষ্টি বি. বিণ. 61 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্টি-তম বিণ. 61-র পূরক। ̃ সপ্ততি বি. বিণ. 71 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 71-এর পূরক। ̃ সহস্র, ̃ হাজার বি. বিণ. 1 সংখ্যা বা সংখ্যক। ̃ হাত বিণ. এক হাত পরিমিত (একহাত কাপড়)। ☐ ক্রি-বিণ. এক দফায়, প্রচুর পরিমাণে-তিরস্কার করা অর্থে (তাকে একহাত নেব)। ̃ হৃদয় বিণ. অভিন্নহৃদয়, একাত্মা।

এক-জমিন, এগ-জমিন [ ēka-jamina, ēga-jamina ] বি. পরীক্ষা। [ইং. examine (v), examination]।

একজি-বিশন [ ēkaji-biśana ] বি. প্রদর্শনী। [ইং. exhibition]।

একতার [ ēkatāra ] এখতিয়ার -এর রূপভেদ।

একপশলা [ ēkapaśalā ] দ্র পশলা

একরার [ ēkarāra ] বি. স্বীকার, কবুল। [আ. এক্বার]। ̃ নামা বি. স্বীকারপত্র, প্রতিজ্ঞাপত্র।

একরাশ [ ēkarāśa ] দ্র এক

একল [ ēkala ] বিণ. একক, একাকী, একলা। [সং. এক + √ লা + অ]। ̃ সেঁড়ে, ̃ ষেঁড়ে বিণ. একা থাকতে ভালোবাসে এমন, অসামাজিক; স্বার্থপর। [সং. একল + বাং. ষাঁড় + ইয়া > এ]।

-একলা [ -ēkalā ] বিণ. একা, নিঃসঙ্গ, একক; অসহায়। [সং. একল; তু. হি. অকেলা]।

একলি [ ēkali ] বিণ. (ব্রজ.) একাকী, একাকিনী। [তু. হি. অকেলী]।

একশা, একসা [ ēkaśā, ēkasā ] বিণ. 1 একত্র; মিলিত; মিশ্রিত; 2 একাকার। [তু. হি. এক্সা]।

একশিরা [ ēkaśirā ] দ্র এক

একস-প্রেস [ ēkasa-prēsa ] দ্র এক্সপ্রেস

একসা [ ēkasā ] দ্র একশা

এক হাতে [ ēka hātē ] ক্রি-বিণ. নিজে নিজে; কারও সাহায্য ছাড়াই (এক হাতে সব কাজ করা)। [সং. এক + বাং. হাত + এ]।

এক-হারা [ ēka-hārā ] বিণ. ছিপছিপে গড়নের; কৃশ, রোগা (একহারা চেহারা)। [হি. এক্হরা]।

একা [ ēkā ] বিণ. একক, নিঃসঙ্গ (একা আমি, একা রাম); কেবল (একা রামে রক্ষা নেই তায় সুগ্রীব দোসর)। [সং. একাকিন্]।

একাংশ [ ēkāṃśa ] বি. একটি অংশ বা ভাগ। [সং. এক + অংশ]।

একাকার [ ēkākāra ] বিণ. 1 সমান আকৃতিবিশিষ্ট; 2 একত্র মিলিত বা মিশ্রিত; 3 একশা (জলে স্হলে একাকার)। [সং. এক + আকার]।

একাকী [ ēkākī ] (-কিন্) বিণ. 1 একক; একা ('একাকী গায়কের নহে তো গান'); 2 অসহায়। [সং. এক + আকিন্]। স্ত্রী. একাকিনী

একাক্ষর [ ēkākṣara ] বিণ. একটিমাত্র অক্ষরবিশিষ্ট। [সং. এক + অক্ষর]। বিণ. স্ত্রী. একাক্ষরা, একাক্ষরী

একাগ্র [ ēkāgra ] বিণ. অনন্যমনা; একনিষ্ঠ; অভিনিবিষ্ট (একাগ্র মনে, একাগ্র চিত্ত)। [সং. এক + অগ্র]। বি. ̃ তাএকাগ্র করা ক্রি. বি. এক বিন্দুতে আনা ('সমস্ত চিত্ত প্রাণপণে একাগ্র করিয়া': শরত্)।

একাঘ্নী [ ēkāghnī ] বি. (মহাভারতে কর্ণের) যেকোনো একজনকে বধ করার শক্তিসম্পন্ন অমোঘ ক্ষেপণাস্ত্র। [সং. একঘ্নী শুদ্ধ। এক + √ হন্ + অ + ঈ। একাঘ্নী অশু. কিন্তু প্রচলিত]।

একাট্টা, এক-কাট্টা [ ēkāṭṭā, ēka-kāṭṭā ] বিণ. এক উদ্দেশ্যে দলবদ্ধ, একজোট; একস্হানে মিলিত। [হি. ইকট্ঠা]।

একাত্তর [ ēkāttara ] বি. বিণ. 91 সংখ্যা বা সংখ্যক। [সং. একসপ্ততি; তু. হি. একহত্তর]।

একাত্মতা [ ēkātmatā ] দ্র একাত্মা

একাত্ম-বাদী [ ēkātma-bādī ] (-দিন্) বিণ. এক ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই এই বৈদান্তিক মতে বিশ্বাসী। [সং. এক + আত্মন্ + বাদিন্]।

একাত্মা [ ēkātmā ] (-ত্মন্) বিণ. একই আত্মা যাদের এমন, অভিন্নহৃদয়; একমন। [সং. এক + আত্মন্]। বি. একাত্মতা

একাদশ1 [ ēkādaśa1 ] (-শন্) বি. বিণ. 11 সংখ্যা বা সংখ্যক। [সং. এক + দশন্]।

একাদশ2 [ ēkādaśa2 ] বিণ. 11 সংখ্যার পূরক। [সং.একাদশন্ + অ]।

একাদশ বৃহস্পতি, একাদশে [ ēkādaśa bṛhaspati, ēkādaśē ] বৃহস্পতি রাশিচক্রে জন্মলগ্ন থেকে একাদশ স্হানে বৃহস্পতির অবস্হিতি, এই অবস্হিতি পরম সৌভাগ্যের লক্ষণ বলে কথিত। একাদশ রুদ্র পিনাকী ত্র্যম্বক শম্ভু হর অপরাজিত বৃষাকপি প্রভৃতি রুদ্রের একাদশ রূপ বা অনু।

একাদশী [ ēkādaśī ] বিণ. একাদশ অর্থাত্ এগারো বত্সর বয়স্কা। ☐ বি. তিথিবিশেষ (এই তিথিতে বিশেষত হিন্দু বিধবাদের উপবাস পালনীয়)। [সং. একাদশ + ঈ]।

একাদি-ক্রমে [ ēkādi-kramē ] ক্রি-বিণ. নিরন্তর, ক্রমাগত; একনাগাড়ে; আনুপূর্বিকভাবে; আনুক্রমিকভাবে। [সং. এক + আদি + ক্রম + বাং. এ]।

একাধার [ ēkādhāra ] বি. একই পাত্র। একাধারে ক্রি-বিণ. একসঙ্গে; একত্রে; মিলিতভাবে (তিনি একাধারে লেখক ও শিল্পী)। [সং. এক + আধার]।

একাধিক [ ēkādhika ] বিণ. একের বেশি। [সং. এক + অধিক]।

একাধি-কার [ ēkādhi-kāra ] বি. একচোটিয়া অধিকার, monopoly.[সং. এক + অধিকার]।

একাধি-পতি [ ēkādhi-pati ] বি. একমাত্র প্রভু; সার্বভৌম নৃপতি; সর্বেসর্বা। [সং. এক + অধিপতি]। একাধি-পত্য বি. কেবল একজনের সর্বময় কর্তৃত্ব, সার্বভৌম ক্ষমতা।

একা-নব্বই (কথ্য) একা-নব্বুই [ ēkā-nabbi (kathya) ēkā-nabbui ] বি. বিণ. 91 সংখ্যা বা সংখ্যক। [সং. একনবতি]।

একান্ত [ ēkānta ] বিণ. 1 অত্যন্ত; নিতান্ত (একান্ত প্রয়োজন); 2 নির্জন (একান্ত বসে আলোচনা); 3 একাগ্র (একান্ত মনে); 4 নিজস্ব, খাস। [সং. এক + অন্ত]। একান্ত সচিব ব্যক্তিগত কাজে সহচর বা সহায়ক, খাস সহকারী বা সেক্রেটারি, private secretary (স. প.)। একান্তে ক্রি-বিণ. নির্জনে, বিজনে; গোপনে (একান্তে কথাবার্তা)।

একান্তর [ ēkāntara ] বিণ. একটির পরে একটি করে বাদ দেওয়া হয়েছে এমন, alternate. [সং. এক + অন্তর]।

একান্ন1 [ ēkānna1 ] বি. বিণ. 51 সংখ্যা বা সংখ্যক। [সং. একপঞ্চাশত্; প্রাকৃ. একপান্ন]।

একান্ন2, একান্ন-বর্তী, একান্ন-ভুক্ত [ ēkānna2, ēkānna-bartī, ēkānna-bhukta ] বিণ. এক যৌথ পরিবারভুক্ত, আহারাদির ব্যাপারে একই গৃহস্হালির অন্তর্ভুক্ত। [সং. এক + অন্ন, + বর্তিন্, + ভুক্ত]। একান্নবর্তী পরিবার বি. যৌথ পরিবার।

একাবলি [ ēkābali ] বি. 1 একনর হার; 2 এগারো অক্ষর বা সিলেবলযুক্ত বাংলা ছন্দোবিশেষ। [সং. এক + আবলি]।

একার1 [ ēkāra1 ] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে 'এ' অক্ষর বা ধ্বনির যোগ।

একার2 [ ēkāra2 ] বিণ. কেবল একজনের। [বাং. একা + র (ষষ্ঠী) বিভক্তি]।

একার্থ [ ēkārtha ] বিণ. সমার্থবোধক; একই অভিপ্রায় বা উদ্দেশ্যবিশিষ্ট। [সং.এক + অর্থ]।

একাশি, (বর্জি.) একাশী [ ēkāśi, (barji.) ēkāśī ] বি. বিণ. 81 সংখ্যা বা সংখ্যক। [সং. একাশীতি]।

একাশীতি [ ēkāśīti ] বি. বিণ. 81 সংখ্যা বা সংখ্যক। [সং. এক + অশীতি]। একাশীতি-তম বিণ. 81 সংখ্যার পূরক।

একাশ্রয়, একাশ্রিত [ ēkāśraẏa, ēkāśrita ] বিণ. কেবল একজনের শরণাপন্ন; যার অন্য আশ্রয় নেই এমন. অনন্যগতি। [সং. এক + আশ্রয়, আশ্রিত]।

একাসন [ ēkāsana ] বি. 1 একমাত্র আসন; 2 যোগাসন (একাসনে বসে আছেন)। ☐ বিণ. 1 আসন বদল করে না এমন; 2 অন্য আসন নেই এমন; 3 একাসনে অর্থাত্ যোগাসনে বসে আছে বা আছেন এমন। [সং. এক + আসন]।

একাহ [ ēkāha ] বি. একদিন। ☐ বিণ. একদিনের। [সং. এক + অহন্]। একাহিক বিণ. একদিনে সম্পাদন করা হয় এমন। তু. ঐকাহিক

একাহার [ ēkāhāra ] বি. সারা দিনে-রাতে মাত্র একবার ভোজন। [সং. এক + আহার]। একাহারী (-রিন্) বিণ. বি. সারা দিনে-রাতে একবারমাত্র ভোজনকারী।

একি, একী [ ēki, ēkī ] অব্য. (আশ্চর্যবোধক) এ কেমন, এ কীরূপ (এ কী কথা, এ কী শুনি)। [বাং. এ (=ইহা) + কি (কী)]।

একিদা [ ēkidā ] বি. বিশ্বাস; ঈশ্বরে বা ধর্মে বিশ্বাস। [আ. আ'কীদহ্]।

একী-করণ [ ēkī-karaṇa ] বি. 1 সমান করা; বিভিন্নতা দূর করা; 2 একত্রে স্হাপন বা মিশ্রণ। [সং. এক + ঈ (চিব) + √ কৃ + অন]। একী-কৃত বিণ. একীকরণ করা হয়েছে এমন।

একী-ভবন [ ēkī-bhabana ] বি. এক হওয়া; সমান অবস্হা প্রাপ্তি; একত্রে মিলিত বা স্হাপিত হওয়া। [সং. এক + ঈ (চিব) + √ ভূ + অন]।

একী-ভূত [ ēkī-bhūta ] বিণ. সমান অবস্হাপ্রাপ্ত; একরকম অবস্হাপ্রাপ্ত; একত্র স্হাপিত বা মিশ্রিত। [সং. এক + ঈ (চিব) + √ ভূ + ত]।

একুন [ ēkuna ] বি. সমষ্টি। [দেশি]। একুনে ক্রি-বিণ. মোট হিসাবে, সাকুল্যে, মোটমাট।

একুল-ওকুল [ ēkula-ōkula ] বি. শ্বশুরকুল ও পিতৃকুল (মেয়েটির একুল-ওকুল দুই-ই গেছে)। [বাং. এই + সং. কুল + বাং. ওই + সং. কুল]।

একুশ [ ēkuśa ] বি. বিণ. 21 সংখ্যা বা সংখ্যক। [সং. একবিংশতি-তু. প্রাকৃ. একোইস]। একুশে বিণ. বি. মাসের একুশ তারিখ; একুশ তারিখের বা একুশ তারিখসম্বন্ধীয়।

একূল-ওকূল [ ēkūla-ōkūla ] বি. এপার-ওপার; নদীর দুই দিক (নদী বন্যায় একূল-ওকূল ছাপিয়ে গেছে)। [বাং. এ + সং. কূল + বাং. ও + সং. কূল]।

একে1 [ ēkē1 ] সর্ব. এই ব্যক্তিকে (কলমটা একে দাও)। [বাং. এ (=এই) + কে (2য়া বিভক্তি)]।

একে2 [ ēkē2 ] (উচ্চারণ আকে) সর্ব. 1 এক ব্যক্তি, একজন (একে চায় আরে পায়); 2 এক বস্তুকে; 3 এক বস্তুতে বা ব্যক্তিতে (একেই চলবে)। ☐ অব্য. ক্রি-বিণ. একপক্ষে, একদিকে (একে মূর্খ তায় অহংকারী)। [সং. এক + বাং. এ]। একে একে ক্রি-বিণ. একের পর এক, পরপর (একে একে এসো)। ̃ বারে ক্রি-বিণ. বিণ-বিণ. পুরোপুরি, সম্পূর্ণভাবে (একেবারে শেষ, একেবারে গোল্লায় গেছে)।

একেলে [ ēkēlē ] বিণ. বর্তমান কালের, এই কালের; আধুনিক রুচি ও চালচলনসম্পন্ন (একেলে ধরনধারণ)। [বাং. একাল + ইয়া > এ]।

একেশ্বর [ ēkēśbara ] বি. একমাত্র ঈশ্বর বা প্রভু। ☐ বিণ. 1 সার্বভৌম; সর্বময় কর্তৃত্বসম্পন্ন; 2 একক; একলা ('একেশ্বর যাবে তুমি')। [সং. এক + ঈশ্বর]। স্ত্রী. একেশ্বরী। ̃ বাদ বি. ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এই দার্শনিক মত। ̃ বাদী (-দিন্) বি. বিণ. একেশ্বরবাদের মত মানে এমন (ব্যক্তি)।

একৈক [ ēkaika ] বিণ. একাকী, একা। ☐ ক্রি-বিণ. একে একে, একজন করে। [সং. এক + এক]।

একোদর [ ēkōdara ] বি. সহোদর ভাই। ☐ বিণ. সহোদর। [সং. এক + উদর]।

একোদ্দিষ্ট [ ēkōddiṣṭa ] বি. (অন্যান্য পূর্বপুরুষদের বাদ দিয়ে) একজন মাত্র মৃতের উদ্দেশে শ্রাদ্ধবিশেষ। [সং. এক + উদ্দিষ্ট]।

একোন [ ēkōna ] বিণ. এক কম এমন (একোননবতি, একোনবিংশতি)। [সং. এক + ঊন]।

এক্কা [ ēkkā ] বি. একটি ঘো়ড়ার দ্বারা চালিত দুই চাকার গাড়িবিশেষ। [হি. এক্কা]।

এক্কা-দোক্কা [ ēkkā-dōkkā ] বি. বালিকাদের খেলাবিশেষ। [< এক-দুই?]।

এক্কেবারে [ ēkkēbārē ] ক্রি-বিণ. (কথ্য) সম্পূর্ণভাবে, পুরোপুরি (মার খেয়ে এক্কেবারে ঠাণ্ডা হয়ে গেছে)। [বাং. একেবারে]।

এক্ষণ [ ēkṣaṇa ] বি. এই মুহূর্ত বা এই সময়। [বাং. এ (=এই) + সং. ক্ষণ]। এক্ষণে ক্রি-বিণ. এই সময়ে বা মুহূর্তে, এখনই; বর্তমানে।

এক্স-চেঞ্জ [ ēksa-cēñja ] বি. 1 বাণিজ্যসংক্রান্ত বিনিময়; 2 মুদ্রাবিনিময়; 3 যে স্হানে ব্যবসায়-বাণিজ্যসংক্রান্ত বিনিময়াদি হয়। [ইং. exchange]।

এক্স-প্রেস [ ēksa-prēsa ] বিণ. যাতে দ্রুততা অত্যাবশ্যক সেইরকম কাজের সঙ্গে সংশ্লিষ্ট (এক্সপ্রেস চিঠি)। ☐ বি. দ্রুতগামী রেলগাড়ি বা অন্য গাড়ি। [ই. express]।

এখ-তিয়ার, এক-তিয়ার [ ēkha-tiẏāra, ēka-tiẏāra ] বি. ক্ষমতা, অধিকার (এটা আমার এখতিয়ারে নয়)। [আ. ইখ্তিয়ার]।

এখন [ ēkhana ] ক্রি-বিণ. 1 এইসময়ে; বর্তমান কালে, অধুনা, সম্প্রতি; 2 এবার, এই অবস্হায় (ক্ষতি যা হবার হয়েছে, এখন কী করা যায়); 3 এতক্ষণে, এত পরে (এখন বুঝি খেয়াল হল?); 4 পরে কোনোএক সময় (যাব এখন, করব এখন)। ☐ বি. এইসময়, বর্তমান কাল (এখন শীতকাল)। ☐ অব্য. (সচ. নতুন বাক্যের সূচনায়) আসলে, প্রকৃতপক্ষে (এখন কথা হল, সে আসবে না)। [বাং. এ (=এই) + খন (সং ক্ষণ)]। ̃ , এখনি, (কথ্য) এখুনি ক্রি-বিণ. এই মুহূর্তে। ̃ , এখনো ক্রি-বিণ. বর্তমান সময় পর্যন্ত; এই অবস্হায়ত্ত; এই ঘটনা বা যুক্তির পরেও; এর পরেও (এখনও কি বলবে সে নির্দোষ?)। ̃ কার বিণ. বর্তমানের, ইদানীন্তন। এখন-তখন বিণ. মুমূর্ষু (রোগীর এখন-তখন অবস্হা)।

এখান [ ēkhāna ] বি. এই জায়গা, এই স্হান (তুমি এখন এখান থেকে যাও); এই জগত্, এই সংসার (এবার এখান থেকে যাবার সময় হল)। [বাং. এ (এই) + খান (সংস্হান)]। ̃ কার বিণ. এই স্হানের।

এখুনি [ ēkhuni ] দ্র এখন

এখো [ ēkhō ] বিণ. আখের রস দিয়ে তৈরি (এখো গুড়)। [বাং. আখ + উয়া > ও]।

এগনো, এগোনো [ ēganō, ēgōnō ] ক্রি. অগ্রসর হওয়া; সামনে যাওয়া (তুমি এগোচ্ছ না কেন?)। ☐ বি. অগ্রসর হওয়া (বারবার এমন এগোনো-পেছোনো করছ কেন?)। [বাং. এগা + আনো]। এগিয়ে দেওয়া ক্রি. বি. আগে যেতে বা অগ্রসর হতে সাহায্য করা; অন্যের অভীষ্টলাভের সুযোগ সৃষ্টি করা।

এগারো [ ēgārō ] বি. বিণ. 11 সংখ্যা বা সংখ্যক। [সং. একাদশন্, প্রাকৃ. এক্বরহ]। ̃ বি. বিণ. মাসের এগারো তারিখ বা তারিখের।

এজন্য, এজন্যে [ ējanya, ējanyē ] অব্য. এর জন্য; এই কারণে। [বাং. এই + জন্য]।

এজ-মালি, ইজ-মালি [ ēja-māli, ija-māli ] বিণ. একাধিক লোকের অধিকারভুক্ত, যৌথ (এজমালি সম্পত্তি)। [আ. ইজমাল]।

এজ-লাস, ইজ-লাস [ ēja-lāsa, ija-lāsa ] বি. বিচারালয়, আদালত (এর ফয়সালা এজলাসেই হবে)। [ফা. ইজ্লাস]।

এজাহার, ইজাহার [ ējāhāra, ijāhāra ] বি. 1 বিজ্ঞপ্তি, ফৌজদারি ঘটনা সম্পর্কে (থানায়) প্রদত্ত বিবৃতি; 2 সাক্ষ্য (দারোগা একে একে সবার এজাহার নেবেন)। [আ. ইজ্'হার]।

এজাজত, ইজাজত [ ējājata, ijājata ] বি. অনুমতি, সম্মতি (বিচারক এজাজত দিয়েছেন)। [আ. ইজাজত্]। এজাজত-নামা বি. অনুমতিপত্র, permit, license.

এজেণ্ট [ ējēṇṭa ] বি. প্রতিনিধি; কর্মচারী; ব্যবসায়ী। [ইং. agent]।

এজেন্সি [ ējēnsi ] বি. প্রতিনিধিত্ব; এজেণ্টের অধিকার কাজ বা দফ্তর। [ইং. agency]।

এঞ্জিন, এঞ্জিনিয়ার [ ēñjina, ēñjiniẏāra ] যথাক্রমে ইঞ্জিন ও ইঞ্জিনিয়ার -এর রূপভেদ।

এটর্নি [ ēṭarni ] বি. 1 বিশেষ এক শ্রেণীর আইনজীবী; 2 বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী, আমমোক্তার। [ইং. attorney]।

এটা [ ēṭā ] সর্ব. (তুচ্ছার্থে) এই বস্তু জন্তু বা ব্যক্তি। [বাং. এ + টা]।

এটি [ ēṭi ] সর্ব. (আদরার্থে) এই বস্তু ব্যক্তি বা প্রাণী। [বাং. এ + টি]।

এটে, এটেল, এডভান্স [ ēṭē, ēṭēla, ēḍabhānsa ] যথাক্রমে এঁটে, এঁটেল ও আডভান্স -এর রূপভেদ।

এড়া1 [ ēḍ়ā1 ] ক্রি. (বর্ত. বিরল) ছোড়া, নিক্ষেপ করা ('মন্ত্র পড়ি রাবণ শেলপাট এড়ে': কৃত্তি)। [সং. √ ইন্ > ইড়্ (নিক্ষেপ) > এড়্ + বাং. আ]।

এড়া2 [ ēḍ়ā2 ] ক্রি. 1 পরিহার করা, বর্জন করা (ভাইকে এড়িয়ে কোনো কাজ করতে পারব না); 2 অতিক্রম করা; 3 অমান্য করা। [বাং. √ এড়া1]। ̃ নো বিণ. পরিহার করা বা অমান্য করা বা অতিক্রম করা হয়েছে এমন; জড়ানো (এড়ানো কথা)। ☐ বি. পরিহার; নিষ্কৃতি; ছাড়ান। ☐ ক্রি. পরিহার করা; পাশ কাটানো। এড়িয়ে যাওয়া ক্রি. বি. জড়িয়ে যাওয়া (কথা এড়িয়ে যাওয়া)।

এডিটর [ ēḍiṭara ] বি. সংবাদপত্র সাময়িকপত্র ইত্যাদির সম্পাদক। [ইং. editor]। এডিট করা ক্রি. বি. সংবাদপত্র ইত্যাদির জন্য প্রাপ্ত বা সংগৃহীত রচনা সংশোধন পরিমার্জন বা সংক্ষেপ করা। এডিটরি বি. এডিটরের বা সম্পাদকের কাজ।

এডিশন [ ēḍiśana ] বি. কোনো বইয়ের একবারের মুদ্রণ (বইয়ের প্রথম এডিশন শেষ হয়ে গেছে)। পকেট এডিশন বি. বইয়ের ছোট আকারের সংস্করণ (যা পকেটে রাখা যায়)।

এড়ো [ ēḍ়ō ] বিণ. একপেশে, আড়, কাত হয়ে আছে এমন; বিস্তারের দিকের। [বাং. আড় + উয়া > ও]।

এণ [ ēṇa ] বি. হরিণ। [সং. √ ই + ণ]। স্ত্রী. এণী। ̃ বি. খুব ছোট হরিণ। স্ত্রী. এণিকাএণাক্ষী বিণ. মৃগনয়না।

এণ্ডা, এণ্ডি [ ēṇḍā, ēṇḍi ] দ্র এণ্ডা, এণ্ডি

এত [ ēta ] বিণ. বি. এই পরিমাণ বা সংখ্যক; এমন বেশি। [সং. এতাবত্-প্রাকৃ এত্তঅ]। ̃ টুকু বিণ. 1 এইটুকু; সামান্য পরিমাণ; যত্কিঞ্চিত্, অত্যল্প; 2 লজ্জা ঘৃণা বা সংকোচে জড়সড় (লজ্জায় এতটুকু হয়ে গেলাম)।

এতত্ [ ētat ] (-তদ্) সর্ব. বিণ. এই, ইনি, উপস্হিত ব্যক্তি বা বস্তু (এতদ্বিষয়ে, এতদ্দেশে, এতদ্দ্বারা)। [সং. এতদ্]। ̃ কালীন বিণ. এইসময়ের; একালের, ইদানীন্তন। এতদতিরিক্ত বিণ. এর বেশি; এ ছাড়া। এতদবস্হা বি. এই অবস্হা। এতদর্থে ক্রি-বিণ. এই জন্য; এই মর্মে। এতদীয় বিণ. এই ব্যক্তি বা বস্তুসম্বন্ধীয়, এতত্সংক্রান্ত। এতদুদ্দেশ্যে ক্রি-বিণ. এই অভিপ্রায়ে; এই জন্য; এই উপলক্ষ্যে। এতদ্দেশ বি. এই দেশ। এতদ্দেশীয় বিণ. এই দেশের। এতদ্রূপ বিণ. এইরূপ, এইরকম। এতদ্ব্যতীত অব্য. এ ছাড়া। এতদ্ভিন্ন অব্য. এ ছাড়া।

এতবার, এত্বার1 [ ētabāra, ētbāra1 ] বি. রবিবার। [আ. এত্বার, তু. সং. আদিত্যবার]।

এতবার, এত্বার2 [ ētabāra, ētbāra2 ] বি. বিশ্বাস, প্রত্যয়। [আ. ইতেবার]।

এতবার3 [ ētabāra3 ] ক্রি-বিণ. এত বেশি বার বা দফায় (এতবার যাচ্ছ কেন?)। [সং. এতদ্ + বার]।

এতলা, এতালা, এত্তেলা [ ētalā, ētālā, ēttēlā ] দ্র এতেলা

এতহি [ ētahi ] ক্রি-বিণ. (ব্রজ.) এই জায়গায়, এখানে। [তু. সং. এতস্মিন্]।

এতহুঁ [ ētahu ] বিণ. (ব্রজ.) এই সমস্ত, এতখানি ('এতহুঁ সম্বাদ': গো. দা.)। [সং. এতাবত্]।

এতাদৃশ, এতাদৃক্ [ ētādṛśa, ētādṛk ] (-দৃশ্) বিণ. এইরকম, এমন, ঈদৃশ। [সং. এতদ্ + √ দৃশ্ + অ, ক্বিপ্]। স্ত্রী. এতাদৃশী

এতাবত্ [ ētābat ] বিণ. 1 এত, এই; 2 এই পর্যন্ত (এতাবত্কাল)। [সং. এতদ্ + বত্]।

এতিম [ ētima ] বিণ. অনাথ; অভিভাবকহীন। [আ. য়তীম]। &tilde ; খানা বি. অনাথ-আশ্রম।

এতেক [ ētēka ] বিণ. এত, এই সমস্ত; এই পরিমাণ; এই পর্যন্ত; এইটুকু। [বাং. এত + এক]।

এতেলা, এত্তেলা [ ētēlā, ēttēlā ] বি. খবর; নোটিস; তলব। [দ্র ইত্তেলা]।

এথা [ ēthā ] অব্য. ক্রি-বিণ. এখানে; এদিকে। [সং. অত্র]।

এদানীং [ ēdānī ] ইদানীং -এর বিকৃত রূপ।

এদিক [ ēdika ] বি. 1 এই দিক; এই দেশ অঞ্চল বা স্হান; 2 এই পক্ষ (আমি এদিকের হয়ে লড়ব)। [বাং. এ (এই) + সং. দিক্]। এদিক-ওদিক বি. ক্রি-বিণ. 1 চার দিক (এদিক-ওদিক থেকে খবর আসছে); 2 ইতস্তত (তুমি এদিক-ওদিক করছ কেন?); 3 ত্রুটি (একটু এদিক-ওদিক হলে কী আসে যায়?)। এদিকে ক্রি-বিণ. 1 এই দিকে, অঞ্চলে বা স্হানে; 2 এই পক্ষে; 3 এই সঙ্গে; 4 এই অবস্হায়; 5 পক্ষান্তরে (ঘরে হাঁড়ি চড়ে না, এদিকে বাবুর বিলাসের ধুম কত)।

এদ্দাত, (বর্জি.) এদ্দাত্ [ ēddāta, (barji.) ēddāt ] বি. (মুস.) বৈধব্যব্রত ('এদ্দাত্ সময় উত্তীর্ণ হয় নাই': মীর)। [আ. এদ্দাত্]।

এদ্দিন [ ēddina ] ক্রি-বিণ. এত দিন, এত কাল, এত দীর্ঘ সময়। [বাং. এত + দিন]।

এধার [ ēdhāra ] বি. এই ধার, এই দিক; এদিক। [বাং. এ (এই) + ধার, তু. হি. ইধর্]। এধার-ওধার বি. ক্রি-বিণ. এদিক-ওদিক; চারিদিক; সর্বত্র; ইতস্তত।

এনকোর [ ēnakōra ] বি. (অভিনয় নৃত্যগীত প্রভৃতি শিল্পকলা) আবার দেখাবার বা শোনাবার জন্য অনুরোধ; আবার আবার; বাহবা (শ্রোতারা তাঁর বক্তৃতা শুনে এনকোর দিতে লাগল)। [ফা. encore (মূল উচ্চারণ অঁকর্। কিন্তু শব্দটির ইংরেজি উচ্চারণ অনুসারে এনকোর বাংলায় প্রচলিত হয়েছে]।

এনজিন, এনজিনিয়ার [ ēnajina, ēnajiniẏāra ] যথাক্রমে ইঞ্জিন ও ইঞ্জিনিয়ার এর রূপভেদ।

এনতার, এন্তার [ ēnatāra, ēntāra ] বিণ. অজস্র, প্রচুর, দেদার; অবিরাম। [পো. entaro তু. ইং. entire]।

এনামেল [ ēnāmēla ] বি. 1 কেওলিন নামে মাটি পাথর সিসা লবণ ইত্যাদির চূর্ণ তৈরি প্রলেপ; 2 ধাতুর পাত্রের উপর একরকম সাদা মসৃণ ও স্বচ্ছ কলাই; 3 দাঁতের স্বচ্ছ মসৃণ প্রলেপ। [ইং. enamel]।

এনু [ ēnu ] ক্রি. (কাব্যে. বা আঞ্চ.) এলাম।

এন-ট্রানস্ [ ēna-ṭrānas ] বি. প্রবেশিকা পরীক্ষা; বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষা। [ইং. entrance (examination)]।

এন-ভেলপ, এন-ভেলাপ [ ēna-bhēlapa, ēna-bhēlāpa ] বি. কাগজের খাম, লেফাফা। [ইং. envelope]।

এণ্ডা [ ēṇḍā ] বি. 1 আণ্ডা, ডিম; 2 অত্যন্ত ছোট ছেলেমেয়ে। [সং. অণ়্ড]। এণ্ডা-বাচ্ছা বি. ছোট ছেলেমেয়ে। এণ্ডায়-গণ্ডায় বিণ. ক্রি-বিণ. গোঁজামিলপূর্ণ; গোঁজামিল দিয়ে।

এণ্ডি (বর্জি.) এণ্ডী [ ēṇḍi (barji.) ēṇḍī ] বি. (মূলত আসামে উত্পন্ন এরণ্ডপত্রভোজী রেশম কীটজাত) তসরবিশেষ। [সং. এরণ্ড > এণ্ড + বাং. ই]।

এন্তে-কাল, ইন্তা-কাল, এন্তা-কাল [ ēntē-kāla, intā-kāla, ēntā-kāla ] বি. মৃত্যু। [আ. ইন্তিকাল]।

এন্তে-জাম, ইন্তি-জাম [ ēntē-jāma, inti-jāma ] বি. সুবন্দোবস্ত। [আ. ইন্তিজাম]।

এন্তে-জার, ইন্তা-জার, এন্তা-জার [ ēntē-jāra, intā-jāra, ēntā-jāra ] বি. সাগ্রহ প্রতীক্ষা; পথ চেয়ে থাকা (তখন থেকে আপনার এন্তেজার করছি)। [আ. ইন্তিজার]।

এপার [ ēpāra ] বি. 1 এই দিক; 2 এই তীর, এই কূল। বিপ. ওপার। [বাং. এ (এই) + সং. পার]। এপার-ওপার বি. 1 এই কূল আর ওই কূল (বর্ষাকালে নদীর এপার-ওপার দেখা যায় না); 2 পারাপার ('তুমি এপার-ওপার করো কে গো ওগো খেয়ার নেয়ে': রবীন্দ্র)।

এপ্রিল [ ēprila ] বি. ইংরেজি বছরের চতুর্থ মাস-বাংলা চৈত্রের মাঝামাঝি থেকে বৈশাখের মাঝামাঝি পর্যন্ত। [ইং. April]। ̃ ফুল বি. পাশ্চাত্য প্রথা অনুসারে পয়লা এপ্রিল কাউকে কৌতুক করে ঠকানো (ওকে এপ্রিল ফুল করা সহজ হবে না)।

এফোঁড়-ওফোঁড় [ ēphōn̐ḍ়-ōphōn̐ḍ় ] দ্র ফোঁড়

এবং [ ēba ] অব্য. (মূল সং. অর্থ) এই, এইপ্রকার, এমন (এবংবিধ, এবম্প্রকার); (বাং.) আর, অধিকন্তু (সচ. দুই বা ততোধিক শব্দ বাক্যাংশ ও বাক্যের মধ্যে সংযোজক অব্যয় হিসাবে ব্যবহৃত হয় (সে পরীক্ষায় পাশ করেছে এবং বৃত্তি পেয়েছে; রাম এবং শ্যাম; রামের ছেলে এবং শ্যামের ছেলে)। [সং. এবম্]। এবংবিধ, এবম্প্রকার বিণ. এইরকম (এবংবিধ ঘটনাবলি)।

এবড়ো-খেবড়ো [ ēbaḍ়ō-khēbaḍ়ō ] বিণ. উঁচু-নিচু, অসমান; বন্ধুর (এবড়োখেবড়ো রাস্তায় চলা শক্ত)। [হি. উভড়খাবড়]।

এবম্ভূত [ ēbambhūta ] বিণ. এইরকম, এইপ্রকার। [সং. এবম্ + ভূত]।

এবরা [ ēbarā ] বি. রেহাই, অব্যাহতি; ছাড়। [আ. ইব্রা]। ̃ নামা বি. (সচ. স্ত্রীধনের) দাবি পরিত্যাগের স্বীকৃতি বা স্বীকৃতিপত্র। [আ. ইব্রা + ফা নামহ্]।

এবাদত, ইবাদত [ ēbādata, ibādata ] বি. প্রার্থনা, উপাসনা। [আ. ইবাদত্]। ̃ খানা বি. প্রার্থনাগৃহ, উপাসনার স্হান; মোগল সম্রাট আকবরের প্রতিষ্ঠিত ধর্মচর্চার গৃহ। [আ. ই'বাদত্ + ফা. খানা]।

এবার [ ēbāra ] বি. ক্রি-বিণ. 1 এই সময়ে (এবার আবার শুরু হল, এবার যাব); 2 এই যাত্রায় (এবার তুমি পেলে না); 3 এখন (এবার তবে আসি); 4 এই বছর (এবার তেমন ধান হয়নি); 5 এই জীবন, এই জীবনে (এবারের খেলা সাঙ্গ হল)। [বাং. এ (এই) + বার]। ̃ কার বিণ. এবারের। এবারের মতো ক্রি-বিণ. এ যাত্রায়. এই দফায়; এই জন্মের মতো।

এবে [ ēbē ] অব্য. ক্রি-বিণ. (কাব্যে) এখন, এইসময়। [হি. মৈ. অব]।

এবেলা [ ēbēlā ] ক্রি-বিণ. (এ বেলা -র রূপভেদ); 1 দিনের এই ভাগে বা অংশ (এবেলা সে কিছুই খায়নি); 2 এখন, এইসময় ('এবেলা ডাক পড়েছে': রবীন্দ্র)। [বাং. এ (এই) + বেলা]।

এভিনিউ [ ēbhiniu ] দ্র ভিনিয়ু

এম এ, এম এসসি, এম কম [ ēma ē, ēma ēsasi, ēma kama ] বি. যথাক্রমে কলা বা মানবিকবিদ্যা, বিজ্ঞান ও বাণিজ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি বা উপাধি। [ইং. M.A., M.Sc., M.Com.]।

এম বি [ ēma bi ] বি. (বর্তমানে পরিবর্তিত) চিকিত্সাশাস্ত্রে বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর ডিগ্রি বা প্রাক্-স্নাতক উপাধি। [ইং. M.B]।

এম বি বি এস [ ēma bi bi ēsa ] বি. চিকিত্শাস্ত্রে বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর ডিগ্রি অর্থাত্ প্রাক্-স্নাতক উপাধি। [ইং. M.B.B.S]।

এম ডি [ ēma ḍi ] বি. চিকিত্সাশাস্ত্রের ডক্টরেট উপাধি। [ইং. M.D.]।

এমত, (অপ্র.) এমতি [ ēmata, (apra.) ēmati ] বিণ. ক্রি-বিণ. এমন, এই রকম। [বাং. এ (এই) + মতো]।

এমন [ ēmana ] সর্ব. বি. বিণ. ক্রি-বিণ. এইরকম, এহেন (এমন যে হবে তা জানতাম, এমন খেলা কে দেখেছে, এমন করেই মরে)। [বাং. এ (এই) + মন]। এমনই. এমনি1 বিণ. এইরকম (এমনি জিনিস যে হাত দিতেই ভেঙে গেল)। ☐ ক্রি-বিণ. এই রকমে ('এমনই করে ঘুরিব দূরে বাহিরে': রবীন্দ্র)। এমনকী অব্য. বেশি আর কী বলব, আর কী বলার আছে (এমনকী, সে মাকেও মানে না)। ̃ টি বি. এইরকম আর একটি (এমনটি আর পাবে না)। ̃ তরো বিণ. এইরকম, এই ধরনের (এমনতরো গুণ. এমনতরো মানুষ)। এমন-তেমন বিণ. তুচ্ছ; সাধারণ; অগ্রাহ্য করার মতো (সে কিন্তু মোটেই এমন-তেমন লোক নয়)। ☐ বি. 1 ব্যতিক্রম (নিয়ম থেকে এতটুকু এমন-তেমন হবার উপায় নেই); 2 বেগতিক; বিপদ (এমন-তেমন দেখলে পালাব)।

এমনি2 [ ēmani2 ] (উচ্চা. এম্নি) ক্রি-বিণ. অকারণে, বিনা কারণে, অপ্রয়োজনে (এমনি এসেছি)। এমনি এমনি ক্রি-বিণ. অপ্রয়োজনে, শুধু শুধু। [এমনই দ্র]।

এমুখো, এ মুখো [ ēmukhō, ē mukhō ] বিণ. এদিকে বা এখানে আসতে প্রস্তুত বা রাজি (তার পর থেকে তুমি তো আর এমুখো হওনি)। [বাং. এ (এই) + মুখ + উয়া > ও]।

এমুড়ো-ওমুড়ো, এমুড়া-ওমুড়া [ ēmuḍ়ō-ōmuḍ়ō, ēmuḍ়ā-ōmuḍ়ā ] বি. ক্রি-বিণ. এদিক থেকে ওদিক; এদিক থেকে ওদিক পর্যন্ত, আগাপাস্তলা (রাস্তার এমুড়ো-ওমুড়ো তাকে খুঁজে বেড়াচ্ছি)। [বাং. এ + মুড়া (=মাথা) + ও (ওই) + মুড়া; 'মুড়ো' কথ্য]।

এযাত্রা, এ যাত্রা [ ēyātrā, ē yātrā ] ক্রি-বিণ. এবার, এইবার। [বাং. এ + সং. যাত্রা (বাং. অর্থে)]।

এযাবত্ [ ēyābat ] অব্য. ক্রি-বিণ. এখন পর্যন্ত, আজ পর্যন্ত (এযাবত্ সে এই নিয়মই মেনে চলেছে)। [বাং. এ + সং. যাবত্]।

এয়ো [ ēẏō ] বি. বিণ. সধবা রমণী, সধবা (এই উত্সবে পাড়ার এয়োরা সবাই এলেন)। [সং. অবিধবা]। ̃ তি1 বি. সধবার অবস্হা; হিন্দু সধবার চিহ্ন অর্থাত্ শাঁখা, সিন্দুর। ̃ তি2 বিণ. বি সধবা। এয়ো-স্ত্রী বি. সধবা নারী।

এরকা [ ērakā ] বি. নলখাগড়া; শর গাছ। [সং. √ ই + রক্ + আ]।

এরণ্ড [ ēraṇḍa ] বি. ভেরেণ্ডা গাছ, রেড়ি গাছ। [সং. এরণ্ড + অ (অপ্) প্রত্যয়লোপ]। ̃ তেল, ̃ তৈল বি. রেড়ির তেল, castor oil. এরণ্ডা বি. পিপ্পলি বা পিপুল গাছ।

এরশাদ, ইরশাদ [ ēraśāda, iraśāda ] বি. নির্দেশ; আদেশ; আজ্ঞা। [আ. ইর্শাদ]।

এরা [ ērā ] ইহারা র চলিত ও আধুনিকতর রূপ।

এরাদা, ইরাদা [ ērādā, irādā ] বি. ইচ্ছা, অভিলাষ; সংকল্প। [আ. ইরাদা]।

এরারুট [ ērāruṭa ] দ্র রারুট ও স্হ্হ আরারুট

এরূপ [ ērūpa ] বি. সর্ব. বিণ. ক্রি-বিণ. বিণ-বিণ. এইরকম (এরূপ কথা শুনি, এরূপই হবার কথা, পৃথিবী এরূপ ঘুরছে, এরূপ প্রখর তেজ)। [বাং. এ (এই) + রূপ]।

এরে [ ērē ] সর্ব. (কাব্যে ও আঞ্চ.) এক, ইহাকে ('এরে ভিখারী সাজায়ে': রবীন্দ্র)। [বাং. এ + রে (2য়া বিভক্তি)]।

এরো-প্লেন, রো-প্লেন [ ērō-plēna, rō-plēna ] বি. উড়োজাহাজ; বিমান। [ইং. aeroplane]।

এল [ ēla ] ক্রি আসিল -র চলিত ও আধুনিকতর রূপ। [আসিল > আইল > এল]।

এলচি, ইলচি [ ēlaci, ilaci ] বি. দূত, রাজদূত। [তুর. এল্চী]।

এল-তলা [ ēla-talā ] (আঞ্চ.) বি. ছাঁচতলা; ঘরের বাইরে চালের নীচের জায়গা। ̃ বেল-তলা বি. এ জায়গা ও জায়গা, এখান-ওখান।

এল-বাস [ ēla-bāsa ] বি. পোশাক; পোশাক-আশাক। [আ. ইলবাস্]।

এলা1 [ ēlā1 ] বি. এলাচ; এলাচ গাছ। [সং. √ ইল্ + অ + আ]।

এলা2 [ ēlā2 ] ক্রি. 1 খোলা, আলগা করা; আলুলায়িত বা এলোমেলো করা (বেণী এলানো); 2 ছড়িয়ে বা বিছিয়ে দেওয়া (ধান এলানো, দেহটা একটু এলিয়ে দেই); 3 অবশ হওয়া (এত খাটুনিতে শরীর এলিয়ে গেছে)। [সং. আলুলায়িত]।

এলাচ, এলাচি [ ēlāca, ēlāci ] বি. সুগন্ধি মশলাবিশেষ; এলা গাছের ফল. cardamom. [সং. এলা; হি. ইলাইচ]।

এলানো [ ēlānō ] বিণ. আলুলায়িত; খোলা; শিথিল; এলো। [বাং √ এলা2 + আনো]। এলা2 দ্র।

এলাম [ ēlāma ] ক্রি. আসিলাম -এর চলিত ও আধুনিকতর রূপ।

এলে-বেলে [ ēlē-bēlē ] বি. বিণ. গুরুত্বহীন (জিনিস বা লোক); যাকে ধরা বা গোনা হয় না এমন (লোক)। [দেশি]।

এলেম1 [ ēlēma1 ] এলাম বা আসিলাম -এর কাব্যরূপ বা আঞ্চ. রূপ।

এলেম2 [ ēlēma2 ] বি. ক্ষমতা; দক্ষতা (ছেলেটার এলেম আছে বলতে হবে)। [আ. ইল্ম্]। ̃ দার বিণ. ক্ষমতাশালী; দক্ষ, পটু; চৌকস (এলেমদার লোক)। [আ. ইলম্ + ফা. দার]।

এলো2 [ ēlō2 ] বিণ. এলানো; আলুলায়িত (এলো চুল); শিথিল (এলো খোঁপা); অসংযত, অসম্বন্ধ, এলোমেলো (এলো কথা); অবাধ, বিশৃঙ্খল (এলো বাতাস)। [সং. আকুল]। ̃ পাথাড়ি, ̃ ধাবাড়ি বিণ. ক্রি-বিণ. এলোমেলো, বিশৃঙ্খল; ক্রমাগত (এলোপাথাড়ি ছোটা)। ̃ মেলো বিণ. অগোছালো, অসম্বদ্ধ।

এলোপ্যাথি [ ēlōpyāthi ] দ্র আলোপ্যাথি

এশিয়া, এসিয়া [ ēśiẏā, ēsiẏā ] বি. পৃথিবীর মহাদেশগুলির মধ্যে আয়তনে বৃহত্তমটি। [ইং. Asia]। ̃ বাসী (-সিন্) বিণ. এশিয়া মহাদেশের অধিবাসী, এশিয়ায় বসবাসকারী।

এশিয়াড [ ēśiẏāḍa ] বি. এশিয়া মহাদেশের অন্তর্গত দেশগুলির মধ্যে চার বছর অন্তর অন্তর বিপুল সমারোহে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতাবিশেষ, এশিয়ান গেমস। [ইং. Asiad]।

এশীয় [ ēśīẏa ] বিণ. এশিয়া মহাদেশসম্বন্ধীয়; এশিয়া মহাদেশের মধ্যে সীমাবদ্ধ। [এশিয়া + ঈয়]।

এষণা, এষা1 [ ēṣaṇā, ēṣā1 ] বি. 1 অন্বেষণ, অনুসন্ধান (গবেষণা); 2 ইচ্ছা, বাসনা (পরহিতৈষণা)। [সং. √ ইষ্ + অন + অ + আ]।

এষা2 [ ēṣā2 ] বিণ. (স্ত্রী.) 1 বাঞ্ছিতা; 2 স্মরণীয়া; 3 অনুসন্ধানযোগ্যা। [সং. এষা1 দ্র]।

এসপার-ওসপার [ ēsapāra-ōsapāra ] অব্য. বি. যা হয় একটা চরম নিষ্পত্তি; হয় ভালো নয় মন্দ কিছু একটা, হেস্তনেস্ত (আর দেরি ভালো লাগে না, একটা এসপার-ওসপার হয়ে গেলে বাঁচি; এবারে একটা এসপার-ওসপার করে তবে ছাড়ব)। [হি. ইস্পার-উস্পার]।

এসরাজ, এস্রাজ [ ēsarāja, ēsrāja ] বি. সেতার ও সারেঙ্গির মিশ্রণে তৈরি ছড়ি দিয়ে বাজাতে হয় এমন তারের বাদ্যবিশেষ। [আ. ইস্রার্]।

এসেন্স [ ēsēnsa ] বি. গন্ধসার, সেণ্ট, তরল সুগন্ধদ্রব্য ('মন্ত্রী বলে এসেন্স দিছি গন্ধ তো নয় মন্দ': সু. বা.)। [ইং. essence]।

এস্টেট [ ēsṭēṭa ] বি. জমিদারি; তালুক; ভূসম্পত্তি (তিনি এই এস্টেটের ম্যানেজার)। [ইং. estate]।

এহেন [ ēhēna ] বিণ. এইরকম, এমন (তাঁর কাছ থেকে এহেন ব্যবহার আশা করিনি)। [বাং. এ (এই) + হেন]।