1 [ ai1 ] বাংলা বর্ণমালার একাদশ স্বরবর্ণ, আধুনিকমতে নবম স্বরবর্ণ, দ্বিস্বরধ্বনি ওই এর লিখিত রূপ।

2ওই [ ai2ōi ] ওই, সেই, উল্লিখিত, সম্মুখস্হ (ঐ লোকটি ওই বিষয়)। ☐ অব্য. 1 অদূরে, সেখানে, দূরে কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্যভাবে ('সখী, ওই বুঝি বাঁশি বাজে': রবীন্দ্র); 2 সম্বোধন স্মরণ খেদ ইত্যাদি সূচক ধ্বনি (ঐ দেখ, ভুলে গেছি; ঐ যা, বইটা আনিনি)। [সং. অদস্]।

ঐক-তান (অশু.) ঐক্যতান [ aika-tāna (aśu.) aikyatāna ] বি. বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য, কনসার্ট (concert); বিভিন্ন ও বিচিত্র সুরের মিলন। [সং. একতান + অ]।

ঐক-পত্য [ aika-patya ] বি. একাধিপত্য; পূর্ণ প্রাধান্য (বাংলা সাহিত্যের জগতে এখন রবীন্দ্রনাথের ঐকপত্য প্রতিষ্ঠিত)। [সং. একপতি + য]।

ঐক্য-পদ্য [ aikya-padya ] বি. একপদতা; বহুপদের একার্থবোধকত্ব সম্পাদন, বহুপদকে একার্থবোধক পদে পরিণত করা। [সং. একপদ + য]।

ঐক-বাক্য [ aika-bākya ] বি. 1 একবাক্যতা; বাক্য বা বক্তব্যের একতা; সমোক্তি; 2 একমত অবলম্বন। [সং. একবাক্য + অ]।

ঐক-মত্য [ aika-matya ] বি. মতের মিল বা অভিন্নতা, মতের ঐক্য (সদস্যদের মধ্যে ঐকমত্য না হওয়ায় সিদ্ধান্ত নেওয়া গেল না)। [সং. একমতি + য]।

ঐক-রাজ্য [ aika-rājya ] বি. একাধিপত্য; সার্বভৌমত্ব। [সং. একরাজন্ + য]।

ঐকল্য [ aikalya ] বি. একাকিত্ব, একাকিতা; একলা থাকা। [সং. একল + য]।

ঐকাগ্র্য [ aikāgrya ] বি. একাগ্রতা, এক বিষয়ে মনোযোগ বা আসক্তি। [সং. একাগ্র + য]।

ঐকাত্ম্য [ aikātmya ] বি. একাত্মতা, অভিন্নহৃদয়ের ভাব; এক প্রাণ। [সং. একাত্মন্ + য]।

ঐকান্তিক [ aikāntika ] বিণ. অত্যধিক, একান্ত (ঐকান্তিক আগ্রহ); প্রগাঢ়; একনিষ্ঠ (ঐকান্তিক চেষ্টা)। [সং. একান্ত + ইক]। বি. ̃ তা

ঐকার [ aikāra ] বি. (ব্যাক.) ব্যঞ্জনবর্ণের সঙ্গে 'ঐ' অক্ষর বা ধ্বনির যোগ।

ঐকাহিক [ aikāhika ] বিণ. 1 একদিন স্হায়ী বা একদিন ধরে হয় এমন; 2 একদিন অন্তর হয় এমন (ঐকাহিক জ্বর); 3 ক্ষণস্হায়ী। [সং. একাহ + ইক]। তু. একাহিক

ঐকিক [ aikika ] বিণ. এক বিষয়ক, এক সংখ্যার বাচক। ☐ বি. গণিতের প্রণালীবিশেষ। [সং. এক + ইক]।

ঐক্য [ aikya ] বি. একতা (জাতীয় ঐক্য, সাম্প্রদায়িক ঐক্য, ঐক্যের বন্ধন); মিল, একত্ব, অভিন্নতা (ভাবের ঐক্য)। [সং. এক + য]।

ঐক্ষব [ aikṣaba ] বিণ. 1 ইক্ষুজাত. এখো; 2 ইক্ষু বা আখসম্বন্ধীয়। [সং. ইক্ষু + অ]।

ঐচ্ছিক [ aicchika ] বিণ. 1 ইচ্ছানুযায়ী; 2 ইচ্ছাধীন (ঐচ্ছিক পাঠ্যবিষয়). optional (তু. বিপ আবশ্যিক; 3 ইচ্ছাসম্পর্কিত। [সং. ইচ্ছা + ইক]।

ঐণিক [ aiṇika ] বিণ. 1 যে এণ অর্থাত্ হরিণ শিকার করে; 2 মৃগয়াকারী। [সং. এণ + ইক]।

ঐণেয় [ aiṇēẏa ] বি. হরিণের চামড়া। ☐ বিণ. হরিণসম্বন্ধীয়। [সং. এণ + এয়]।

ঐতরেয় [ aitarēẏa ] বি. 1 ঋগ্বেদের ব্রাহ্মণ অংশবিশেষ, ঐতরেয় বা ইতর মুনির পুত্রের রচিত ঋগ্বেদের ব্রাহ্মণ অংশ; 2 ইতর মুনির পুত্র। [সং.ইতর + এয়]।

ঐতি-হাসিক [ aiti-hāsika ] বিণ. 1 ইতিহাসজ্ঞ; 2 ইতিহাসসম্পর্কিত; 3 ইতিহাসে স্হান লাভ করার যোগ্য (ঐতিহাসিক ঘটনা)। ☐ বি. ইতিহাস জানেন এমন ব্যক্তি; ইতিহাস রচনা করেন এমন ব্যক্তি (তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক)। [সং. ইতিহাস + ইক]।

ঐতিহ্য [ aitihya ] বি. 1 পরম্পরায় চলে আসে এমন চিন্তা বিশ্রুতি বা বিশ্বাস (ভারতের প্রাচীন ঐতিহ্য অনুসারে মহাভারত রচিত হয়েছিল কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের দ্বারা); 2 পরম্পরাগত চিন্তা সংস্কার ভাবধারা অভ্যাস প্রভৃতি, tradition (ভারতের জাতীয় ঐতিহ্য. দেশের ঐতিহ্যের বিরোধী কাজ)। [সং. ইতিহ + য]।

ঐন্দ্র [ aindra ] বিণ. ইন্দ্রসম্বন্ধীয়। ☐ বি. ইন্দ্রের পুত্র। [সং. ইন্দ্র + অ]। ̃ অস্ত্র বি. বজ্রাস্ত্র; অগ্ন্যস্ত্র।

ঐন্দ্র-জালিক [ aindra-jālika ] বিণ. 1 ইন্দ্রজালবিদ্যায় বা ভোজবাজিতে বা ম্যাজিকে পারদর্শী; 2 ইন্দ্রজালসম্বন্ধীয়। ☐ বি. জাদুকর। [সং. ইন্দ্রজাল + ইক]।

ঐন্দ্রিয়ক [ aindriẏaka ] বিণ. ইন্দ্রিয়সম্বন্ধীয়; ইন্দ্রিয়গ্রাহ্য; প্রত্যক্ষ। [সং. ইন্দ্রিয় + অক]।

ঐন্দ্রিলা [ aindrilā ] বি. বৃত্রাসুরের কন্যা।

ঐমত [ aimata ] বিণ. (বর্ত. অপ্র.) ওইরকম, সেইরকম। [বাং. ঐ2 + মত 1]।

ঐরাবত [ airābata ] বি. সমুদ্রমস্হনে উত্থিত এবং দেবরাজ ইন্দ্রের বাহন হাতি। [সং. ইরাবত্ (=সমুদ্র) + অ]।

ঐরূপ [ airūpa ] বিণ. ওইরকম, সেইরকম (ঐরূপ বুদ্ধি, ঐরূপ দৃশ্য, ঐরূপ মানুষ)। ☐ সর্ব. ওইরকম বস্তু বা বিষয় (ঐরূপ আর দেখা যায় না)। ☐ ক্রি-বিণ. ওইরকমভাবে (ঐরূপ ভালো, ঐরূপ রঙিন)। [বাং. ঐ + সং. রূপ]।

ঐশ. ঐশিক, ঐশ্বর, ঐশ্বরিক [ aiśa. aiśika, aiśbara, aiśbarika ] বিণ. 1 ঈশ্বরসম্বন্ধীয়; ঈশ্বরের; 2 ঈশ্বরের দ্বারা কৃত। [সং. ঈশ + অ, ইক, ঈশ্বর + অ, ঈক]। ঐশী বিণ. (স্ত্রী.) ঈশ্বরীয়, ঈশ্বরীসম্বন্ধীয় (ঐশীশক্তি, ঐশীমায়া)।

ঐশ্বর্য [ aiśbarya ] বি. 1 ধনসম্পত্তি, বিভব; 2 প্রভুত্ব; ঈশ্বরত্ব; 3 যোগলব্ধ অষ্টবিধ শক্তি; বিভূতি। [সং. ঈশ্বর + য]। ̃ .গর্ব বি. ধনগর্ব, টাকার অহংকার। ̃ .বান (-বান্), ̃ .শালী (-লিন্) বিণ. ধনবান, ঐশ্বর্যের অধিকারী। স্ত্রী. &tilde ; .বতী, ̃ .শালিনী

ঐষীক [ aiṣīka ] বিণ. ইষীকাসম্বন্ধীয়; ইষীকা দিয়ে তৈরি এমন। ☐ বি. মহাভারতের সৌপ্তিক পর্বের অন্তর্গত পরিচ্ছেদ। [সং. ইষীকা + অ]।

ঐসন. ঐসে [ aisana. aisē ] যথাক্রমে অইছন ও অইছে -র রূপভেদ।

ঐহলৌকিক [ aihalaukika ] বিণ. ইহলোকসম্বন্ধীয়। [সং. ইহলোক + ইক]। তু. বিপ. পারলৌকিক

ঐহিক [ aihika ] বিণ. ইহলোকসম্বন্ধীয়; ইহকলোকের; এই জন্মের। [সং. ইহ + ইক]।