কুইজ আজকের কুইজ Monday, 16th December, 2019 (১) রোম ও পারস্য সাম্রাজ্যের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা বিশ্ব ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যুদ্ধ হিসাবে পরিচিত। এই যুদ্ধটি কত বছর ব্যাপী হয়েছিল? ১৮০ বছর ২৪০ বছর ৩২০ বছর ৫০০ বছর ৬৮০ বছর ২। যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট এগার বছর বয়সের একজন বালিকার অনুরোধে দাড়ি রাখা শুরু করেছিলেন? A. Ulysses Grant A. Benjamin Harrison B. Benjamin Harrison B. Ulysses Grant C. James Garfield C. Abraham Lincoln D. Abraham Lincoln D. James Garfield (৩) হিসাববিজ্ঞানে রেওয়ামিলের মূল কাজ কী? ভুল নির্ণয় ভুল ঠেকানো সংক্ষিপ্তকরণ গাণিতিক শুদ্ধতা যাচাই (৪) ১ হর্স পাওয়ার = কত ওয়াট? ৬৪৭ ওয়াট৭৪৬ ওয়াট ১০০০ ওয়াট ১২০০ ওয়াট (৫) নিচের ছবিটি ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপের। দ্বীপটির নাম কী? Aruba Azores Bermuda Cayman (৬) “যে বিষয়ে কোন বিতর্ক নেই” – তাকে এক কথায় কী বলে? অবিসংবাদী দীপ্তমান সার্বজনীন বিতর্কহীন (৭) প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সঠিক চিত্র কোনটি? a b c d (৮) যদি ৪ জন দর্জি ৩ সপ্তাহে ৬টি স্যুট বানাতে পারে, তবে ৪ সপ্তাহে ৮টি স্যুট বানাতে কয়জন দর্জি লাগবে? Write the answer in numbers. (123) (৯) মহাত্মা গান্ধী আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন কোন শহরে? চেন্নাই মাদ্রাজ নয়া দিল্লী কোলকাতা (১০) ডান পাশের কোন চিত্রটির মধ্যে বাম পাশের চিত্রটি লুকিয়ে আছে? A B C D (১১) Who is the author of the book “Nineteen Eighty Four”? Emile Zola Walter Scott Walter Scott George Orwell (১২) কোন চিত্রটি অপর চারটি থেকে ভিন্ন? A B C D E (১৩) সিরিজের প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সংখ্যাটি কত? 23 4 5 (১৪) In which year was Rahul born? Rahul at present is 25 years younger to his mother. Rahul’s brother, who was born in 1964, is 35 years younger to his mother. You have to decide whether the data provided in the statements I and II are sufficient to answer the question. I alone is sufficient while II alone is not sufficient II alone is sufficient while I alone is not sufficient Either I or II is sufficient Neither I nor II is sufficient Both I and II are sufficient (১৫) বলিউড অভিনেতা আমীর খানের স্ত্রীর নাম কী?গৌরি খান টিনা মুনিম শারিকা কিরন রাও (১৬) কোন বক্তব্যটি সঠিক নয়? মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী খুবই উপকারী। মধু যতই পুরানো হোক না কেন কখনও নষ্ট হয় না। বিলুপ্ত ডোডো পাখির আদি নিবাস মাদাগাস্কারে। ইদি আমিন অশিক্ষিত ও অজ্ঞ এক বাবুর্চি থেকে উগান্ডার সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছেছিলেন।