এই দিনে

ইতিহাসে এই দিনে : ১৯ এপ্রিল
বাংলাদেশ

১৯ এপ্রিল ২০০৬

Bangladesh

অবস্থান কর্মসূচিতে রক্তাক্ত রাজপথ

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কয়েক কিলোমিটারব্যাপী নিèিদ্র নিরাপত্তা ব্যুহ রচনা এবং রাজধানীর দুই-তৃতীয়াংশ এলাকা জুড়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার মধ্য দিয়েই গতকাল বুধবার আওয়ামী লীগসহ ১৪ দলের প্রধানমন্ত্রী কার্যালয়কে ঘিরে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি চলাকালে বাংলামোটর মোড়, নিউ ইস্কাটন, হাতিরপুল, পরীবাগ, ধানমণ্ডি, মহাখালীসহ বিভিন্ন স্থানে পুলিশের বেধড়ক পিটুনিতে সাধারণ পথচারীসহ শতাধিক আহত হয়। আহতদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম এমপি, সাবের হোসেন চৌধুরী ও আসাদুজ্জামান নূর এমপি রয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, প্রধান নির্বাচন কমিশনারসহ নবনিযুক্ত দুই নির্বাচন কমিশনার এবং জোট সরকারের পদত্যাগের দাবিতে ১৪ দল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি দেয়।

বিএনপি’র পাল্টা কর্মসূচি : শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ

গত দু’দিন বিরোধী দলের কর্মসূচিতে সংঘর্ষ-হাঙ্গামা, গতকাল ধানমন্ডিতে বিএনপির সাবেক মন্ত্রীর বাসভবনে আক্রমণের সহিংস ঘটনার পর আজ ও রবিবার বিরোধী দলের হরতালকে ঘিরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। প্রশাসনিকভাবে সরকারের কঠোর পদক্ষেপের পাশাপাশি বিরোধী দলের পাল্টা কর্মসূচি হিসেবে বিএনপি শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া গতকাল বিরোধী দলকে প্রচ্ছন্নভাবে সাবধান করে দিয়ে বলেছেন, ওরা আলোচনার পরিবেশকে ভণ্ডুল করতে সংঘাতের পথ বেছে নিয়েছে। ওরা রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করতে চায়। মান্নান ভুঁইয়া বিরোধী দলের চিঠির জবাব দেয়া হবে উল্লেখ করে বলেছেন, ওদের চিঠির শর্ত অনভিপ্রেত। অপরদিকে গতকাল ১৪ দলের সভা থেকে বলা হয়েছে, গণতান্ত্রিক আন্দোলনের সব পথ সরকার রুদ্ধ করে দিচ্ছে।

১৯ এপ্রিল ২০০৭

Bangladesh

খালেদা জিয়া কি গৃহবন্দি

বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী বা আটক রাখা হয়েছে কিনা, বিষয়টি পরিষ্কার করে রবিবার আদালতকে জানানোর জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া আগামী রবিবার পর্যন্ত যেন খালেদা জিয়া স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন তা নিশ্চিত করে ব্যবস্থা নেয়ার কথা সরকারকে জানাতে অ্যাটর্নি জেনারেলকে বলা হয়েছে। ঐদিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিচারপতি মোঃ আবদুল ওয়াহাব মিঞা এবং বিচারপতি মোঃ এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে সরকারকে এ নির্দেশ দেয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা চ্যালেঞ্জ করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিদেশে পাঠান থেকে বিরত থাকতে সরকারকে নির্দেশ দেয়ার জন্য হাইকোর্টে আবেদন করার পর আদালত এ নির্দেশ দেন।

লন্ডনে শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে পৌঁছেছেন। গতকাল বৃহস্পতিবার সময় সকাল সোয়া দশটায় তিনি ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে পৌঁছলে যুক্তরাজ্যে বসবাসকারী দলের নেতা-কর্মীসহ অসংখ্য মানুষ তাকে অভ্যর্থনা জানান। বিমান বন্দরে প্রতিক্রিয়ায় শেখ হাসিনা আগামী ২৩ এপ্রিল দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান। তিনি বলেন, ‘আমি অবশ্যই যাব। কি অন্যায় করেছি যে, আমাকে দেশে ঢুকতে দেয়া হবে না। আমি জাতির পিতার কন্যা। বাংলাদেশে আমার জন্ম। জন্মস্থানে ফিরতে সরকার বাধা দেবে কোন যুক্তিতে?’

১৯ এপ্রিল ২০১৫

Bangladesh

 

মৃত্যু

Anorupa

অনুরূপা দেবী
(৯ই সেপ্টেম্বর ১৮৮২- ১৯ এপ্রিল ১৯৫৮)
বাঙালি ঔপন্যাসিক

অনুরূপা দেবীর পিতার নাম মুকুন্দদেব মুখোপাধ্যায় এবং পিতামহ ছিলেন বিশিষ্ট লেখক ভূদেব মুখোপাধ্যায়। তাঁর দিদি ইন্দিরা দেবী ছিলেন একজন ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং কবি। তিনি তাঁর আইন ব্যবসায়ী স্বামী শিখরনাথ বন্দ্যোপাধ্যায়ের সাথে মজঃফরপুরে বসবাস করতেন। অনুরূপা দেবী তাঁর পিতামহ ভূদেব মুখোপাধ্যায় ও দিদি ইন্দিরা দেবীর অণুপ্রেরণায় সাহিত্য চর্চা আরম্ভ করেন।

তাঁর প্রথম কবিতা ঋজুপাঠ অবলম্বনে রচিত। রাণী দেবী ছদ্মনামে তাঁর রচিত প্রথম গল্প কুন্তলীন পুরস্কার প্রতিযোগিতায় প্রকাশিত হয়। ১৩১১ বঙ্গাব্দে তাঁর রচিত প্রথম উপন্যাস টিলকুঠি নবনূর পত্রিকায় প্রকাশিত হয়। ১৩১৯ বঙ্গাব্দে তাঁর উপন্যাস পোষ্যপুত্র ভারতী পত্রিকায় প্রকাশিত হলে তিনি বিখ্যাত হন। অনুরূপা দেবী একজন সমাজ সংস্কারক ছিলেন। তিনি কাশী এবং কলকাতায় কয়েকটি বালিকা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একাধিক নারীকল্যাণ আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৩০ খ্রিস্টাব্দে তিনি মহিলা সমবায় প্রতিষ্ঠান স্থাপন করেন। নারীর অধিকার আন্দোলনের তিনি একজন পুরোধা ছিলেন।

সূত্র: বাংলাপিডিয়া

 
বহির্বিশ্ব
International

১৯ এপ্রিল ২০১৫: ভূমধ্যসাগরে ৭০০ যাত্রী নিয়ে নৌকাডুবি

ভূমধ্যসাগরে ৭০০ অভিবাসী নিয়ে একটি নৌকাডুবে গেছে। এতে শতাধিক নিহতের আশঙ্কা করা হচ্ছে। আরেকটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। ইতালের কোস্টগার্ড রবিবার এই তথ্য জানিয়েছে।

ইতালীর ল্যাম্পিদুসা দ্বীপের কাছে শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। নৌকাটিতে ‘৫০০ থেকে ৭০০ অভিবাসী’ ছিল। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত মাত্র ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

 
 

Bicycle Day

Bicycle Day

My own preferred fitness regime is to use my bicycle.
– Unknown

Judging from the name alone, you might be tempted to think that Bicycle Day was a holiday that was used to celebrate and commemorate the two-wheeled method of transportation or the day in the 19th century when it was invented. However, if you did that, you would be dead wrong. This holiday is actually a day that commemorates Dr. Albert Hofmann intentionally taking LSD (Lysergic acid diethylamide) for the first time after he had discovered it. It’s called Bicycle Day because Dr. Hofmann decided to ride his bicycle home. This holiday is celebrated on April 19th.

Bicycle Day wouldn’t become celebrated as a holiday until April 19th, 1985. This is when Thomas B. Roberts, who was a Professor at Northern Illinois University, decided to celebrate this day in Dekalb, Illinois as Bicycle Day.

Memorialized on April 19, Bicycle Day isn’t necessarily a celebration (aside from some enthusiasts who choose to make it one), but rather a way to recognize a man, his discovery, and the serendipitous way it happened.

দেশেবিদেশে : আজকের ছুটির দিন ও উদযাপনা

Cuba : Bay of Pigs Victory Day (1961)
Sierra Leone : Republican Anniversary Day (1971)
USA : John Parker Day
Venezuela : Declaration of Independence Day

 
আজকের উদ্ধৃতি

‘মানুষ ও বাস পুড়িয়ে তিনি (খালেদা জিয়া) এখন তাবিথ আউয়ালের পক্ষে বাস মার্কায় ভোট চাচ্ছেন।’
শেখ হাসিনা প্রধানমন্ত্রী (১৯ এপ্রিল, ২০১৫)

‘সেনাবাহিনীকে মানুষ নামে ভয় পায়। আর র‍্যাবকে কাজে ভয় পায়। সুতরাং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। ।’
কর্নেল জিয়াউল আহসান : র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) (১৯ এপ্রিল, ২০১৫)


আজকের তারিখ ও এখনকার সময় (বাংলাদেশ)

অজ্ঞাতনামা কেউ একজন শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।