মাসিক আর্কাইভঃ ফেব্রুয়ারী 2015

মহাকবি আলাওল

আলাওল মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। আনুমানিক ১৬০৭ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন (মতান্তরে জোবরা গ্রাম, হাটহাজারি, চট্টগ্রাম)। তাঁর পিতা ফতেয়াবাদের অধিপতি মজলিস কুতুবের একজন অমাত্য ছিলেন। অভিজাত পরিবারের সন্তান আলাওল বাল্যকালে বাংলা, সংস্কৃত, আরবি ও ফারসি ভাষা শেখেন। তাছাড়া যুদ্ধবিদ্যা ও সঙ্গীত বিষয়েও তাঁর জ্ঞান ছিল। মধ্যযুগের বাংলা কবিদের মধ্যে আলাওলের স্থান অতি ঊর্ধ্বে। তাঁর রচনা থেকে প্রমাণ পাওয়া যায় যে তিনি যোগশাস্ত্র, সঙ্গীত বিদ্যা প্রভৃতি অনেক বিষয়ে পারদর্শী ছিলেন। মধ্যযুগের প্রণয়কাব্যধারার কবিদের কবিত্ব শক্তির সার্বিক বৈশিষ্ট বিচারে আলাওল শীর্ষস্থানীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত হয়েছিলেন। বিস্তারিত 

ক্রিকেটের সহজ পাঠ

cricket-symbol

ক্রিকেট একটি দলভিত্তিক খেলা। প্রতি দলে ১১জন করে খেলোয়াড় নিয়ে দুই দলের মধ্যে এই খেলা হয়। ক্রিকেটের একটি ম্যাচ সর্বোচ্চ ৫দিন পর্যন্ত চলতে পারে। দেশ এবং খেলার ফর্মের (টেস্ট, ওয়ান ডে, টি২০) ওপর ভিত্তি করে ক্রিকেটের আইনকানুনে কিছুটা পার্থক্য থাকলেও বেসিক আইনকানুন সব ক্ষেত্রে প্রায় একরকম। অন্যান্য অনেক জনপ্রিয় খেলার তুলনায় ক্রিকেটের আইনকানুন কিছুটা বেশি এবং কোন কোন ক্ষেত্রে অনেকটা জটিল। তাছাড়া সময়ের দাবী এবং যুগের সাথে তাল মিলিয়ে নিয়মিত পুরানো আইনের পরিবর্তন হচ্ছে এবং নতুন আইনের সৃষ্টি হচ্ছে। যা-ই হোক, ক্রিকেটের নতুন ও পুরাতন ভক্ত এবং উৎসাহী সাধারণ পাঠকের কাছে ক্রিকেটকে সহজ ও বোধগম্য করে তোলার উদ্দেশ্যে এখানে ক্রিকেট বিষয়ক বিভিন্ন শব্দের ব্যাখ্যা এবং খেলার নিয়ম ও আইনকানুন সম্পর্কে আলোচনা করা হল। বিস্তারিত