কুইজ আজকের কুইজ Saturday, 4th February, 2023 (১) প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সঠিক চিত্র কোনটি? A B C D E F (২) জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে?১৯১৪১৯৪০ ১৯৪২ ১৯৪৫ (৩) খঞ্জন কী?ধবধবে সাদা বর্ণের ফুলকে বলা হয় খঞ্জন।হিমালয় পর্বতমালার একটি পর্বতশৃঙ্গের নাম।লম্বালেজবিশিষ্ট, চড়ুই আকারের গায়ক পাখি।এক ধরনের উপজাতীয় লোকউৎসব। (৪) কোন রোগটি অপর চারটি থেকে ভিন্ন?ডিপথেরিয়ানিওমোনিয়াযক্ষ্মাইনফ্লুয়েঞ্জাসিফিলিস (৫) ভিয়েনা শহর কোন নদীর তীরে অবস্থিত?নেভাবলগা রাইন দানিয়ুব (6) Coal is still ___ in Britain.builtminedgrownmanufactured (৭) ভাস্কর্যটির নাম কী এবং এটি কোন শহরে? Bird Girl – Lake ForestVenus de Milo -LouvreBlack Ghost – KlaipedaThe Little Mermaid – CopenhegenDe Vaartkapoen – Brussels (৮) একটি ফলের দোকানে ১০টি লেবুর দাম = ৮টি পেয়ারার দাম, ১৬টি পেয়ারার দাম = ১২টি আপেলের দাম, ৪টি আপেলের দাম = ১টি আনারসের দাম এবং ৬টি আনারসের দাম = ৪৮টি কলার দাম। একজন ক্রেতা ৫টি লেবু কিনল, পরে মত পরিবর্তন করে কলা কিনতে চাইল। সে ৫টি লেবুর পরিবর্তে কয়টি কলা পাবে?৬টি৮টি১০টি১২টি (৯) নারীদের ক্ষমতা লাভের প্রধান ______ শিক্ষা।লক্ষ্যউৎস হাতিয়ারউদ্দেশ্য (১০) ধারার পরবর্তী সংখ্যাটি কত? ২৩৪, ৩৪২, ৪২৩, ২৩৪, ?৪৩২৩২৪৩৪২ ৪২৩ (১১) বীচ ভলিবলে প্রতি পাশে কয়জন খেলোয়াড় থাকে?২ জন৩ জন৪ জন৫ জন (১২) কোন তথ্যটি সঠিক নয়? স্পেনের জাতীয় সঙ্গীতে কোন কথা নেই, রয়েছে শুধু সুর। শুষ্ক অঞ্চলের খাড়া গিরিখাতগুলোকে ক্যনিয়ন বলে।দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে ব্যস্ততম পাঁচটি এয়ারপোর্টের একটি। জিরাফ ও উট – এ দুটি প্রাণীর মধ্যে পানি ছাড়া বেশিদিন বাঁচতে পারে উট।