কুইজ

আজকের কুইজ
Tuesday, 18th February, 2025

(১) “সমাজতন্ত্র” মতবাদের জনক কার্ল মার্কস কোন দেশের অধিবাসী ছিলেন?
বৃটেন
রাশিয়া
জার্মানী
পোলান্ড
কিউবা


২। বৃটেনের রাণীর রাজপ্রাসাদ কোনটি এবং এটির নাম কী?

A. Schwerin Palace A. Buckingham Palace
B. Winter Palace B. Summer Palace
C. Gloria Palace C. Rose Garden Palace
D. Schwerin Palace D. Buckingham Palace


(৩) বিজ্ঞানের যে শাখায় আলোক অথবা সময়ের সাথে এর প্রবাহের হার পরিমাপ ও গণনা করা হয় তাকে কী বলে?
আলোক বর্ষ
আলোক-বিশ্লেষণ
আলোকচিত্রমিতি
দীপ্তিমিতি


(৪) বৈদ্যুতিক বাতির বাল্বের ভেতরে যে গ্যাস থাকে তার নাম কী?
ক্লোরিন
নাইট্রোজেন
মিথেন
হাইড্রোজেন


(৫) শিয়া মতাদর্শে বিশ্বাসী “হিযবুল্লাহ” কোন দেশের সংগ্রামী সংগঠন?
ইরান
ইরাক
লেবানন
সিরিয়া


(৬) টমেটো দিয়ে তৈরি “ketchup” (কেছাপ) বিশ্বের প্রায় সব দেশে পরিচিত। ketchup শব্দটি মূলতঃ কোন ভাষার শব্দ?
মালয়
স্প্যানিশ
পর্তুগীজ
ইতলিয়ান


(৭) প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সঠিক চিত্র কোনটি?

1    2
3    4
5    6


(৮) একটি দোকানে দুই ধরনের সরবত বিক্রি হয় – লেবুর সরবত ও আমের সরবত। জরিপে দেখা যায় দোকানটিতে ৫ গ্লাস লেবুর সরবত বিক্রি হলে আমের সরবত বিক্রি হয় ২ গ্লাস। একদিন বিকালে দোকানটিতে ৪২ গ্লাস সরবত বিক্রি হল। তার মধ্যে কয় গ্লাস লেবুর সরবত?

        Write the answer in numbers. (123)


(৯) পাল বংশের রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন?
বৌদ্ধ
জৈন
হিন্দু
ইহুদি


(১০) ছবিতে বাম থেকে ডান দিকে দশটি সরলরেখা রয়েছে। এই রেখাগুলোর কয়টি একটি অপরটির সমান্তরাল?

চারটি
ছয়টি
কোনটিই নয়
সবগুলো


(১১) Which is the usual order of adjectives?
Sim City is a new computer exciting game.
Sim City is a new computer exciting game.
Sim City is a new game exciting computer.
Sim City is an exciting new computer game.


(১২) কোন চিত্রটি অপর চারটি থেকে ভিন্ন?

A
B
C
D
E


(১৩) সিরিজের প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সংখ্যাটি কত?

২৭, ৬৪, ?, ২১৬, ৩৪৩

১২৮
১৭২
১২৫
১৫৪


(১৪) In which year was Rahul born?

  1. Rahul at present is 25 years younger to his mother.
  2. Rahul’s brother, who was born in 1964, is 35 years younger to his mother.

You have to decide whether the data provided in the statements I and II are sufficient to answer the question.

I alone is sufficient while II alone is not sufficient
II alone is sufficient while I alone is not sufficient
Either I or II is sufficient
Neither I nor II is sufficient
Both I and II are sufficient


(১৫) জাপানের জাতীয় ক্রীড়া কোনটি?
জুডো
ফুটবল
কারাতে
সুমো রেসলিং


(১৬) কোন বক্তব্যটি সঠিক নয়?

মুন ফ্লাওয়ার রাতের বেলায় প্রস্ফুটিত হয় এবং দিনের বেলায় নিজেকে গুটিয়ে রাখে।
“১০৮” সংখ্যাটিকে হিন্দু ধর্মে বিশ্বাসীরা পবিত্র ও মঙ্গলের প্রতীক মনে করে।
একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক হৃৎস্পন্দন মিনিটে প্রায় ১০০ – ১২০ বার।
ঘৃতকুমারী বা অ্যালোভেরা একটি জনপ্রিয় ভেষজ, যা হাজার বছর ধরে আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে।