কুইজ

আজকের কুইজ
Saturday, 27th April, 2024

(১) ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধি ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মধ্যে পারিবারিক সম্পর্ক কী?
পিতা ও কন্যা
চাচা ও ভাতিজি
শ্বশুর ও পুত্রবধু
পিতামহ ও দৌহিত্রি
কোনো সম্পর্ক নেই


(২) মেক্সিকোর জাতীয় ফুল কোনটি এবং ফুলটির নাম কী?

A. Orchid A. Daisy
B. Water Lily B. Lotus Flower
C. Cyclamen C. Daffodil
D. Dahlia D. Carnation

(৩) কোন ব্যক্তি যদি মনে করে তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তাহলে সে প্রতিকারের জন্য আবেদন করতে পারে। এই আবেদনকে আইনের ভাষায় কী বলে?
কো ওয়ারাণ্টো
এফ আই আর
হেবিয়াস কর্পাস
রিট অফ সার্টিওরারি


(৪) মানবদেহে ডায়বেটিস রোগ হয় কী কারণে?
ভিটামিনের অভাবে
রক্তে শর্করার অভাবে
ইনসুলিনের অভাবে
রক্তে শর্করা বেড়ে গেলে
রক্তে হিমোগ্লোবিনের অভাবে


(৫) পৃথিবীকে মোট কয়টি প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করা হয়েছে?
১২টি
১৪টি
১৫টি
১৬টি


(৬) কোন শব্দ দুটি সমার্থক?
অগ্নিশর্মা – অগ্নিপরীক্ষা
বিভাবরী – পয়োনিধি
তাসের ঘর – ইন্দ্রালয়
অহিনকুল – দা কুমড়া


(৭) প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সঠিক চিত্র কোনটি?

a  b  c  d  


(৮) ২, ৩, ৪, ৫, ৬ – সংখ্যাগুলো দিয়ে মোট কয়টি পাঁচ অঙ্কের জোড়া সংখ্যা বানানো সম্ভব?
৫২টি  ৭২টি  ৮২টি  ৯৬টি  


(৯) মৌর্য বংশের কোন রাজা অহিংসাকে জীবনের মূলনীতি বলে গ্রহণ করেছিলেন?
কুণাল
বিন্দুসার
অশোক
সংঘমিত্রা


(১০) নিচের চিত্রটিতে মোট কয়টি সরল রেখা?

১৫টি  ১৬টি  ১৭টি  ১৮টি  ১৪টি


(১১) মরীচ, অত্রি, অঙ্গিরা, পুলস্তা, পুলহ, ক্রতু, বশিষ্ঠ – এগুলোকে হিন্দু পুরাণে একসাথে কী বলা হয়?
সপ্তর্ষি
সপ্তসুর
সপ্তরথী
সপ্তস্বর্গ


(১২) কোন বক্তব্যটি সঠিক নয়?
মিসরে আজ পর্যন্ত (২০১৯ সাল) প্রতিটি প্রেসিডেন্ট মৃত্যু বা গ্রেফতার হয়ে ক্ষমতাচ্যুত হয়েছে।
হাত-পায়ের নখে অলিভ অয়েল ম্যাসাজ করলে নখ ফেটে বা ভেঙে যাওয়ার সমস্যা থাকে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কা আয়তনে প্রায় ১২টি বাংলাদেশের সমান এবং জনসংখ্যা মাত্র বাংলাদেশের ১৫০ ভাগের এক ভাগ।
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ৮০তম জন্মদিনে (১৯৯৮ সাল) মোজাম্বিকের সাবেক প্রেসিডেন্টের বিধবা স্ত্রী গ্রাসা মাচেলকে বিয়ে করেন।