কুইজ

আজকের কুইজ
Sunday, 4th June, 2023

(১) কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পেড়ে থাকে?
সীল
তিমি
ডলফিন
হংসচঞ্চু
ওয়ালরাস


(২) নিচের ছবির কোন ব্যক্তিকে “প্রাণীবিজ্ঞানের জনক” বলা হয় এবং তাঁর নাম কী?

A. হোমার A. সক্রেটিস
B. এরিস্টটল B. প্লেটো
C. হোমার C. এরিস্টটল
D. প্লেটো D. সক্রেটিস


(৩) আটলান্টিক মহাসাগরের পানি সবুজ দেখায়, কারণ
এ মহাসাগরের গভীরতা কম।
এ মহাসাগরের গভীরতা বেশি।
এ মহাসাগরের পানিতে জলজ উদ্ভিদ বেশি জন্মে।
এ মহাসাগরের পানিতে প্রচুর পরিমাণে মৃত জলজ উদ্ভিদ ভেসে থাকে।


(৪) নিচের তালিকার কোন মৌলটি বহুরূপতা প্রদর্শন করে?
কার্বন
সালফার
অক্সিজেন
ফসফরাস
উপরের সবগুলো


(৫) বাংলাদেশের এই স্মৃতিসৌধটির নাম কী?

অঙ্গীকার স্মৃতিসৌধ
মুজিবনগর স্মৃতিসৌধ
তেলিয়াপাড়া স্মৃতিসৌধ
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ


(৬) “প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা। কিন্তু প্রবঞ্চিতকে দেয় কী? তাকে দেয় দাহ। ” – এই কালজয়ী উক্তিটি কোন লেখকের?
হুমাহুন আহমেদ
বিনয় মুখোপাধ্যায়
বলাই মুখোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


(৭) প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সঠিক চিত্র কোনটি?

A  B  C  D  


(৮) Simplify (93)5
98
915
935
935


(৯) প্রাচীন বাংলার শেষ রাজবংশ কোনটি?
মৌর্য বংশ
গুপ্ত বংশ
সেন রাজবংশ
পুষ্যভূতি বংশ


(১০) Rugose : Wrinkled :: Resolute : ?
Irascible
Steadfast
Meticulouser.
Oppressive


(১১) ক্রিকেট খেলায় বোলারের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার নাম কী?
এল বি ডব্লিও
কট বিহাইন্ড
কট এন্ড বোল্ট
গোল্ডেন ডাক


(১২) কোন বক্তব্যটি সঠিক নয়?

একটা পূর্ণবয়স্ক উটপাখি ঘোড়ার চেয়ে দ্রুত দৌড়তে পারে।
জাপানের বাইরে জাপানী লোক সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে।
ডিম সিদ্ব করতে পানিতে সামান্য লবন দিলে ডিম খেতে সুস্বাদু হবে।
ভারতীয় চলচ্চিত্র অভিনেতা দিলীপ কুমারের জন্ম পাকিস্তানে এবং তাঁর প্রকৃত নাম মুহাম্মদ ইউসুফ খান।