কুইজ আজকের কুইজ Tuesday, 10th December, 2024 (১)মানুষের শরীরের কোন অঙ্গটি ইনসুলিন তৈরি করে? যকৃৎ প্লীহা কিডনি অগ্ন্যাশয় ফুসফুস ২। ইংরেজি সাহিত্যের কালজয়ী মহাকাব্য “প্যারাডাইস লস্ট”-এর রচয়িতার ছবি কোনটি এবং তাঁর নাম কী? A. Shakespeare A. Lord Byron B. John Keats B. John Milton C. Shakespeare C. Rudyard Kipling D. John Milton D. John Keats (৩) চাঁদে কোন প্রাণী নেই, কারণ – চাঁদে বায়ু নেই চাঁদে পানি নেই চাঁদের পানি ও বায়ু বিষাক্ত চাঁদে বায়ু ও পানি কোনটাই নেই (৪) কোন দুটি মৌলের পরমাণুর বন্ধনে পানির অণু গঠিত হয়? কার্বন ও ক্লোরিননাইট্রোজেন ও হাইড্রোজেনঅক্সিজেন ও হাইড্রোজেনঅক্সিজেন ও কার্বন (৫) অষ্ট্রেলিয়ার রাজধানীর নাম কী? সিডনি ব্রিসবেন ক্যানবেরা মেলবোর্ন (৬) “দেয়াল” উপন্যাসের লেখক কে? শওকত ওসমান হুমায়ূন আহমেদ তসলিমা নাসরিন সৈয়দ শামসুল হক (৭) প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সঠিক চিত্র কোনটি? A B C D E F (৮) তিন অঙ্কের একটি সংখ্যার এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের দ্বিগুণ এবং দশকের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের দ্বিগুণ। সংখ্যাটি কত? Write the answer in numbers. (123) (৯) আডলফ হিটলার কোন দেশে জন্ম গ্রহণ করেছিলেন? অষ্ট্রিয়া জার্মানী রাশিয়া বেলজিয়াম (১০) নিচের চিত্রের খালি স্থানের অংশ কোনটি? A B C D E F (১১) Jun-Sik ______ his teeth before breakfast every morning. clean cleans is cleaning will cleaned (১২) কোন চিত্রটি অপর চারটি থেকে ভিন্ন? A B C D E (১৩) 589654237, 89654237, 8965423, 965423, ?58965 65423 89654 96542 (১৪) নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ? 22 24 26 28 30 (১৫) প্রথম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশ? ব্রাজিল জার্মানী উরুগুয়ে আর্জেন্টিনা (১৬) কোন বক্তব্যটি সঠিক নয়? সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শুনা সম্ভব। সন্দ্বীপ নোয়াখালী জেলার অধীনে একটি উপজেলা। একজন মানুষের সারা জীবনের মুখলালা জমা রাখলে দুটি সুইমিং পুলের সমান হবে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুদিন একই মাসের একই তারিখে।