কুইজ

আজকের কুইজ
Saturday, 27th July, 2024

(১) কোন প্রাণীর রক্ত বর্ণহীন?
শামুক
কাঁকড়া
তেলেপোকা
গলদা চিংড়ি
গুবরে পোকা


২। চিত্রের কোন পতাকাটি কখনো অর্ধনমিত রাখা হয় না এবং এটি কোন দেশের জাতীয় পতাকা?

A. ভাটিকান সিটি A. উত্তর আয়ারল্যান্ড
B.ম্যাকাউ B. তিব্বত
C. ইরান C. সৌদি আরব
D. ম্যাকাউ D. ভাটিকান সিটি


(৩) চাঁদে কোন প্রাণী নেই কেন?
চাঁদে বায়ু নেই।
চাঁদে পানি নেই।
চাঁদে খাদ্য নেই।
চাঁদে বায়ু ও পানি নেই।


(৪) ভিটামিন B6-এর রাসায়নিক নাম কী?
Thiamine
Carotene
Riboflavin
Pyridoxine
Cobalamin


(৫) নামিবিয়া কোন রাষ্ট্রের উপনিবেশ ছিল?
পর্তুগাল
জার্মানী
ব্রিটেন
ফ্রান্স


(৬) Do you believe _______ ghosts?
to
on
at
in


(৭) প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সঠিক চিত্র কোনটি?

A  B  C  D  


(৮) From the alternatives, select the set which is most alike the set (23, 29, 31).
(17, 21, 29)
(31, 37, 49)
(13, 15, 23)
(41, 43, 47)

(৯) পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে কত সালে?
১০২৪ সালে
১১২৪ সালে
১১৯০ সালে
১২৩৪ সালে


(১০) How many minutes would you have to exercise each day to have a resting heart rate of 60 beats per minute?

10 minutes
20 minutes
30 minutes
40 minutes
60 minutes


(১১) বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
সিলেট
রংপুর
মানিকগঞ্জ
ময়ময়মনসিংহ


(১২) কোন বক্তব্যটি সঠিক নয়?

সাহারা মরুভূমি প্রতি মাসে ১ কিলোমিটার করে সম্প্রসারণ হচ্ছে।
উগান্ডায় রাষ্ট্রীয় আইন অনুসারে কেউ একটি গাছ কাটলে দুটি গাছ লাগাতে হয়।
গরমে শরীর থেকে যে পরিমাণ ঘাম বের হয়ে যায় তা পূরণের জন্য শসা খুবই কার্যকরী।
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি স্তন ক্যান্সার থেকে রক্ষা পেতে নিজের দুটি স্তনই অপসারণ করে ফেলেছেন।