কুইজ আজকের কুইজ Wednesday, 6th December, 2023 (১) পাখির হৃৎপিন্ড কয়টি প্রকোষ্ঠ থাকে? ৩টি ৪টি ৫টি ৬টি ২টি ২। চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষটির ছবি কোনটি এবং তাঁর নাম কী? A. নিল আর্মস্ট্রং A. এডউইন অলড্রিন B. মাইকেল কলিন্স B. নিল আর্মস্ট্রং C. ইউরি গ্যাগারিন C. স্টিভ ওয়াহ D. এডউইন অলড্রিন D. ইউরি গ্যাগারিন (৩) পর্বতের চূড়া থেকে নিম্নাভিমুখী শীতল ও ভারী বায়ু কী নামে পরিচিত?আয়ন বায়ু পশ্চিমা বায়ু পার্বত্য বায়ু ক্যাটাবেটিক বায়ু (৪) কবে মানুষ প্রথম চাঁদে অবতরণ করেন? ২০ জুন, ১৯৬৮ ২০ জুলাই, ১৯৬৮ ২০ অগাস্ট, ১৯৬৯ ২০ জুলাই, ১৯৬৯ ২০ জুলাই, ১৯৭০ (৫) ইতালির রোম শহরে অবস্থিত কলোসিয়াম সম্পর্কিত কোন তথ্যটি সঠিক?রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনার নির্মাণকাজ শেষ হয়েছিল ৮০ খ্রিষ্টাব্দে। এই এম্পিথিয়েটারের মূল আকর্ষন ছিল গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ এবং হিংস্র পশুর লড়াই। ইউনেস্কো কলোসিয়ামকে ১৯৯০ সালে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চলের স্বীকৃতি দেয়। উপরের সবগুলো (৬) কোনগুলো তৎসম শব্দ? চেহারা, চাকর, চাকরি, জঙ্গল, জঙ্গী আজ, আলনা, আটপৌর, ওঝা, কাজ অঞ্চল, অদ্য, কর্ম, ক্ষতি, গমন, ঘৃত কামড়, কয়লা, নেকা, পেয়ালা, নক্ষত্র (৭) প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সঠিক চিত্র কোনটি? A B C D (৮) দুই অঙ্কের কতটি সংখ্যা আছে, যেখানে একই অঙ্ক দুবার ব্যবহার করা হয়নি? Write the answer in numbers. (123) (৯) বিশ্বের প্রথম কোন দেশ কাগজে চাপানো মুদ্রা ব্যবহার শুরু করে? চীন মিশর ইরাক বৃটেন (১০) বাম পাশের চিত্রটি (X) ডান পাশের কোন চিত্রটির মধ্যে লুকিয়ে আছে? A B C D (১১) Who is the author of the book ‘Forbidden Verses’? Abu Nuwas Salman RushDie D.H. Lawrence John Keats (১২) Choose the word which is different from the rest. Ayurveda Rigveda Samveda Yajurveda Atharvaveda (১৩) প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সঠিক সংখ্যাটি কী? 11 12 16 19 (১৪) ১ থেকে ৬টি বিন্দু দেওয়া একটি কিউবের চারটি চিত্র নিচে দেওয়া হলো। কিউবটির ২ বিন্দুর বিপরীতে কয়টি বিন্দু?1 4 5 6 3 (১৫) নিচের পোস্টারটি অমিতাভ বচ্চনের কোন ছায়াছবির? Baghban Eklavya Satyagraha Bunty Aur Babli (১৬) কোন বক্তব্যটি সঠিক নয়? পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারে না। নিঃসন্তান হাজী মুহম্মদ মুহসিন উত্তারাধিকার সূত্রে পাওয়া বিপুল সম্পদ দানসদকায় ব্যয় করতেন। শিশি বা কৌটোর মধ্যে বিস্কুট রাখার আগে সামান্য চিনি বা মোটা কাগজের ঠুকরো রেখে দিলে বিস্কুট অনেকদিন মচমচে থাকে। আফগানিস্তানের হেরাত শহরে প্রতি বৃহস্পতিবার “কবিতা সন্ধ্যা” নামে কবিতা পাঠের একটি উৎসব হয় যেখানে খাওয়া-দাওয়ার আয়োজনও থাকে।