About Us

Sadharongyan.com was created for people who love to know a little bit about everything. Our mission is to provide a free education blog in Bengali language for anyone, anywhere. It is containing facts, world, history, science, people, events, nature, literature, health, IQ, war, tips and many more. It provides readers with general knowledge questions and answers for interview preparation, competitive examination and entrance test.

The sadharongyan.com is a nonprofit project to create free-of-cost content in Bengali language on basic topics across a wide range of fields. It was founded in September 2014 by Zobair Faroque, a social worker and writer.

একসময় মনে করা হতো – সাধারণ জ্ঞান হল দেশ-বিদেশের কিছু ভৌগলিক ও রাজনৈতিক তথ্য। কালের বিবর্তন, বিজ্ঞানের সাফল্য এবং বিশেষ করে তথ্য-প্রযুক্তির ক্রমবিকাশে সাধারণ জ্ঞানের পরিধি এখন অনেক বড়। জ্ঞানভিত্তিক সমাজে টিকে থাকতে এবং ভালোভাবে বাঁচতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দৈনন্দিন জীবনের বিজ্ঞান, দেশ-বিদেশের সাম্প্রতিক ঘটনা, রাজনীতি, ইতিহাস, নিত্য-নতুন প্রযুক্তি, রোগ ও চিকিৎসা, আর্থ-সামাজিক পরিবর্তন, খেলাধুলা, বিনোদন ইত্যাদি অনেক বিষয়ে মোটামুটি ধারণা থাকা প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখে অনলাইনে বিভিন্ন বিষয়ে সকল শ্রেণীর ও পেশার মানুষের জ্ঞান অর্জনের সুবিধার্থে আমার ব্যক্তিগত উদ্যোগ শিক্ষামূলক বাংলা ব্লগ সাধারণজ্ঞান ডট কম (www.sadharongyan.com)।

একে সমৃদ্ধ করার জন্য নিয়মিত পোস্ট প্রকাশ করা হবে এবং বিষয়বস্তুর প্রয়োজনে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক, সাধারণ জ্ঞানের ওপর বিভিন্ন প্রকাশনা, দেশ-বিদেশের পত্র-পত্রিকা, ইন্টারনেট, বিশ্বকোষসহ বিভিন্ন মিডিয়া থেকে তথ্য সংগ্রহ করা হবে। অনলাইনে জ্ঞান চর্চাকে সহজ, আনন্দময় ও ফলপ্রসূ করার জন্য প্রয়োজন অনুসারে অডিও, ভিডিও, এনিমেশন, লিঙ্ক, ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর ইত্যাদি মাল্টিমিডিয়া ফিচার যোগ করা হয়েছে। সেইসাথে তথ্য ও বিষয়বস্তুর বিশ্বাসযোগ্যতার মাপকাঠি নিরুপনের জন্য রেফারেন্স উল্লেখ থাকবে।

জানার কোন শেষ নেই, তাছাড়া সময়ের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন বিষয়ের জ্ঞান ও তথ্যের নতুন নতুন সংস্করণ হচ্ছে। তাই এই ওয়েবসাইটকে নিয়মিতভাবে পরিপূর্ণ ও হালনাগাদ করার চেষ্টা অব্যাহত থাকবে যদিও এটি বেশ সময়সাপেক্ষ ও কঠিন কাজ। আশা করি ‘সাধারণজ্ঞান ডট কম’ বাংলাভাষী ছাত্র-ছাত্রী ও জ্ঞানপিপাসু সাধারণ মানুষকে সাধারণ জ্ঞান চর্চায় উৎসাহিত করে স্বশিক্ষিত ও সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠাতা
জোবাইর ফারুক
zobair.faroque@gmail.com

About Us” তে 3টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।