ইতিহাসে এই দিনে : ১৯ মে |
বাংলাদেশ |
১৯ মে ২০০৫ ![]()
|
১৯ মে ২০১৬ ![]()
|
|
বহির্বিশ্ব |
![]() ২০১৫: সাগরে ডুবতে দেখলেও সহায়তা না করার নির্দেশ সাগরে ডুবতে দেখলেও অভিবাসীদের তীরে না তুলতে জেলেদের নির্দেশনা দিয়েছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই অঞ্চলে সাগরে ভাসতে থাকা অভিবাসীদের নৌকাগুলোর আরোহীদের কোনো রকম সাহায্য না করতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েক হাজার অভিবাসী দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলে সাগরে ভাসছে। থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই অভিবাসীদের বহনকারী নৌকাগুলো তীরে ভিড়তে দিচ্ছে না। অথচ জাতিসংঘ এর আগে খাবার ও পানির তীব্র সংকটে থাকা এসব অভিবাসীকে তীরে ভিড়তে দেবার আহ্বান জানিয়েছিল। মালয়েশিয়াভিত্তিক অভিবাসন বিষয়ক সংস্থা কারাম এশিয়ার সমন্বয়ক হারুন আর রশিদ বিবিসিকে বলেন, দেশগুলো ভাবতে পারে যে তীরে ভিড়তে দিলে আরও লোকজন আসতে পারে তবে মানবিক কারণেই তাদের তীরে আসতে দেয়া উচিত। তিনি বলেন, সংকট নিরসনে জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্যোগ ঠিক কাজ করছে না। এ অবস্থা চলতে থাকলেও তো ভবিষ্যতে মানবিক কোনো বিপর্যয়ে তো সহায়তা করতে কেউই এগিয়ে আসবে না। |
দেশেবিদেশে : আজকের ছুটির দিন ও উদযাপনা
|
Finland : Flag Day of the Army |
আজকের উদ্ধৃতি
|
‘সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করে উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করবেন না।’ ‘সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল হলেও জামায়াত আর রাজাকারদের সন্তানরা যেন সরকারি চাকরি না পায়। কেননা স্বাধীনতাবিরোধী রাজাকারদের সন্তান রাজাকারই হয়। ’
|
এই দিনে
আজকের তারিখ ও এখনকার সময় (বাংলাদেশ)