এই দিনে

ইতিহাসে এই দিনে : ১৯ ফেব্রুয়ারি
বাংলাদেশ

১৯ ফেব্রুয়ারি ২০০৭

Bangladesh

সেয়ানা মানুষের পরিণতি ভালো হয় না বোকারাই ইতিহাস তৈরি করে : ড. কামাল

বিশিষ্ট আইনজীবী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সেয়ানা মানুষের পরিণতি কখনো ভালো হয় না। বোকারা সব সময় ইতিহাস তৈরি করে। তিনি বলেন, কিছু সেয়ানা লোক দেশবাসীকে বোকা ভেবে সীমাহীন লুটপাট এবং দুর্নীতির মাধ্যমে অগাধ সম্পদের মালিক হয়েছে। এখন তারাও বিচারের আওতায় আসছে। গতকাল সোমবার রাজধানীর কচি-কাঁচা মিলনায়তনে গণশিল্পী সংসদ আয়োজিত ‘মহান একুশের বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় ড. কামাল হোসেন একথা বলেন। সংসদের আহ্বায়ক ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমেদ বক্তব্য রাখেন।

ভোলায় দুই বিএনপি নেতার গুদাম থেকে ১২ কোটি টাকার নিষিদ্ধ জাল আটক

ভোলার দৌলতখানের ২০ সিন্ডিকেটের নেতা বিএনপি নেতা ও দৌলতখান পৌর কমিশনার বশির ও মনসুর মেম্বারের আস্তানা থেকে সোমবার ১২ কোটি টাকার নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়েছে। নৌ-বাহিনীর লেঃ কমান্ডার মনোয়ার হোসেন, ইউএনও শাহ আলম সর্দারের নেতৃত্বে যৌথ বাহিনী দৌলতখান চৌকিঘাটে বশির মেম্বারের পাইলট ঘরে অভিযান চালায়। উদ্ধার করে ২ কোটি টাকার ৩৫ হাজার মিটার খুপচি জাল। এগুলো দিয়ে ডুবোচরে জাটকা নিধন করা হতো। এ সময় মেঘনা নদী থেকে আরো ৫০ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল আটক করে পোড়ানো হয়। এরপর জেলেদের তথ্য অনুযায়ী বিএনপি নেতা মনছুর মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে ১০ কোটি টাকা মূল্যের ৭৫ হাজার মিটার নিষিদ্ধ জাল আটক করা হয়।

ওয়াদুদ ভুঁইয়ার সোয়া কোটি টাকা দামের গাড়ি জব্দ

সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার সোয়া কোটি টাকা মূল্যের অত্যাধুনিক প্রাইভেট কার আটক করেছে স্পেশাল টাস্কফোর্স। গতকাল বুধবার বিকালে স্পেশাল টাস্কফোর্স’র মেজর আজিজের নেতৃত্বে বিশেষ টিম জেলা শহরের কলাবাগান এলাকায় এক বিএনপি নেতার নবনির্মিত ভবনের গ্যারেজ থেকে ‘বিএমডব্লিউ-এক্স ফাইভ’ মডেলের গাড়িটি আটক করে। আটক এ গাড়িটি সদর থানায় নিয়ে আসা হয়। সদর থানার ওসি জানান, টাস্কফোর্স তিনদিন ধরে ওয়াদুদ ভুঁইয়ার সম্পদ ও দুর্নীতির তথ্য সংগ্রহ করছে। ওসি জানান, ওয়াদুদ ভুঁইয়ার নামে বিদেশ থেকে আনা আরো একটি অত্যাধুনিক গাড়ির সন্ধান চলছে। যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া বিএনপি দলীয় খাগড়াছড়ির সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ ভুঁইয়ার বাড়ি থেকে সরকারি ত্রাণের তিন হাজার পিস জ্যাকেট উদ্ধার করেছে স্পেশাল টাস্কফোর্স।

১৯ ফেব্রুয়ারি ২০১৪

Bangladesh

আরো ঘটনা : বাংলাদেশ
 

মৃত্যু

Mallik

পঙ্কজ কুমার মল্লিক
(১০ মে ১৯০৫ – ১৯ ফেব্রুয়ারি ১৯৭৮)
ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা

১৯০৫ সালে কলকাতায় পঙ্কজ কুমার মল্লিকের জন্ম। তাঁর পিতার নাম মণিমোহন মল্লিক ও মায়ের নাম মনোমোহিনী দেবী। মণিমোহনের সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ ছিল। পঙ্কজ কুমার দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন। স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি পড়াশোনা শেষ করেন। অল্পকালের মধ্যেই পঙ্কজ কুমার রবীন্দ্রসঙ্গীতের এক অগ্রণী শিল্পীর খ্যাতি অর্জন করেন।

১৯২৭ সাল থেকে তিনি কলকাতার ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনে কাজ শুরু করেন। এই সংস্থা পরে অল ইন্ডিয়া রেডিও (এআইআর) (বর্তমানে আকাশবাণী কলকাতা) নামে পরিচিত হয়। এখানে তাঁর সহকর্মী ছিলেন রাইচাঁদ বড়াল। প্রায় পঞ্চাশ বছর তিনি আকাশবাণীতে সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। ১৯৩১ সাল থেকে দীর্ঘ ৩৮ বছর পঙ্কজ কুমার বাংলা, হিন্দি, উর্দু ও তামিল চলচ্চিত্রে অবদান রাখেন। তিনি কুন্দন লাল সায়গল, শচীন দেব বর্মণ, হেমন্ত মুখোপাধ্যায়, গীতা দত্ত, আশা ভোঁসলে প্রমুখ সঙ্গীত পরিচালক ও শিল্পীদের সঙ্গে কাজ করেছেন।

ভারতের প্রথম যুগের ফিল্ম স্টুডিও নিউ থিয়েটার্সের সঙ্গে তিনি ২৫ বছর যুক্ত ছিলেন। ১৯৩১ সালে তিনি মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠানটির সুর দেন। ১৯৭০ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।[৫] ১৯৭২ সালে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাঁকে দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করে।

সূত্র: উইকিপিডিয়া

জন্ম-মৃত্যু : খ্যাতিমান বাঙালি ব্যক্তিত্ব
 
বহির্বিশ্ব

২০১৬: কেনিয়ার রাজধানীতে ঘুরে বেড়াচ্ছে দুই ‘পলাতক’ সিংহ

কেনিয়ার রাজধানীর ন্যাশনাল পার্ক থেকে দুটি সিংহ পালিয়ে গিয়ে শহরের জনবসতিপূর্ণ এলাকার দিকে চলে গেছে। দেশটির বন্যপ্রাণী সার্ভিস (কেডব্লিউএস) শুক্রবার নাইরোবির জাতীয় পার্ক থেকে পালানো সিংহদুটিকে ধরতে সাহায্যের আহ্বান জানিয়েছে। কেডব্লিউএস মুখপাত্র পল উদোতো বলেন, ‘সিংহ বিপজ্জনক বন্য প্রাণী। তাই তাদের মুখোমুখি হয়ে উত্তেজিত না করার আহ্বান জানানো হয়েছে।’

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার কমপক্ষে দুটি সিংহ পার্ক থেকে পালিয়ে যায়। ১১৭ বর্গকিলোমিটার জুড়ে এ পার্ক বিস্তৃত। প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত সুউচ্চ সিটি সেন্টার থেকে পার্কে থাকা ষাঁড় ও গণ্ডারের গর্জন শোনা যায়।

আরো ঘটনা : বহির্বিশ্ব
 

জন্ম

Nikolaus

নিকোলাউস কোপের্নিকুস
(১৯ ফেব্রুয়ারি ১৪৭৩ – ২৪ মে ১৫৪৩)
বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী

তিনিই প্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতবাদ প্রদান করেন। যেখানে তিনি পৃথিবী নয় বরং সূর্যকে সৌরজগতের কেন্দ্র হিসাবে উল্লেখ করেন। তিনি আঠারো শতকের আগে এমন একটি মডেল প্রনয়ন করেন যখন চারিদিকে সক্রেটিস এবং এরিস্টটলের মতবাদ চলছিল।

তার মৃত্যুর কিছুদিন কোপারনিকাস তার বই (দি রেভলিউসনিবাস অরবিয়াম কোয়েলেস্তিয়াম) বইটি প্রকাশ করা হয়। এই বইটি বিজ্ঞানের ইতিহাসের বড় একটি ভুমিকা পালন করে। এছাড়াও কোপারনিকান বিপ্লবের সৃষ্টি এবং বৈজ্ঞানিক বিপ্লবে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে।

কোপারনিকাস জন্ম এবং মৃত্যু একই জায়গা রয়েল প্রুশিয়াতে যেটি ১৪৬৬ সাল পর্যন্ত পোল্যান্ড সম্রাজের অন্তর্ভুক্ত ছিল। তিনি একাধারে গনিতবিদ, জ্যোতির্বিদ, পদার্থবিদ, আধুনিক পণ্ডিতবিদ, অনুবাদক, গভর্নর কূটনীতিক এবং অর্থনীতিবিদ ছিলান। ১৫১৭ সালে তিনি অর্থের একটি পরিমাণ তত্ত্ব বের করেন যাকে অর্থনীতির প্রধান ধারণা বলা যায়। এছাড়াও ১৫১৯ সালে তিনি অর্থনীতির একটি সূত্র প্রদান করেন যা পরবর্তীতে গ্রিসমের সূত্র নামে পরিচিত।

সূত্র: উইকিপিডিয়া
জন্ম-মৃত্যু : খ্যাতিমান আন্তর্জাতিক ব্যক্তিত্ব
 

International Tug-of-War Day

International Tug-of-War Day

Creating success is a tug of war between your mind and your heart-your fears and your dreams. If your fears win, you lose.
–Robert G. Allen

One of the simplest of sports, dating back to ownership disputes over food and clothing, the history disappears into legend with the Sun and Moon wrestling over light and darkness. Most cultures have references to competitions of strength that involve pulling in opposite directions which can be found on stone carvings, in ancient texts and legends.

Tug-of-war is a competitive sport that takes place around the world and has a long and ancient history. Two teams hold each end of a large rope and attempt to pull the other towards them in order to win. Contests often take place over bodies of water or muddy areas so that the losing team suffers the indignity of falling in, which is preferable to the Viking version of tug-of-war when teams competed over a pit of fire.

The number of people taking part can vary from just a few to a large crowd, with the world record for a single tug-of-war standing at 1,574 participants. It is not surprising that such a popular event has its own annual day; Tug-of-War Day. Cries of ‘heave’ are heard around the world on a day when numerous matches take place, giving a chance to take part or cheer on this timeless team game.

দেশেবিদেশে : আজকের ছুটির দিন ও উদযাপনা


Ethiopia : Martyr’s Day (1930)
Gabon : Constitution Day (1959)

 
আজকের উদ্ধৃতি

‘সেয়ানা মানুষের পরিণতি কখনো ভালো হয় না। বোকারা সব সময় ইতিহাস তৈরি করে।’
ড. কামাল হোসেন : গণফোরাম সভাপতি (১৯-০২-২০০৭)


‘বিদেশিরা বললে কোনো সমস্যা হয় না, আর আমি সংলাপের কথা বললেই সব দোষ হয়।’
অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী :বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট (১৯-০২-২০১৫)


‘মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। খালেদার ও পাকিস্তানের সুর একই সূত্রে গাঁথা।’
রাশেদ খান মেনন : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী (১৯-০২-২০১৬)


‘পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে সে সময় আমরা যে বক্তব্য দিয়েছি তা রাজনৈতিক বক্তব্য। ’
ব্যারিস্টার মওদুদ আহমদ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য (১৯-২-২০১৭)

আজকের তারিখ ও এখনকার সময় (বাংলাদেশ)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।