ইতিহাসে এই দিনে : ২৪ জুন |
বাংলাদেশ |
২৪ জুন ২০০৭ ![]() এবার সুন্দরবনের রাজা মিজান গ্রেফতার এবার যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে সুন্দরবনের রাজা বন সংরক্ষক শেখ মিজানুর রহমান। ব্যাপক দুর্নীতি ও বিশ্বঐতিহ্য সুন্দরবন উজাড় করার অভিযোগে গতকাল রবিবার দুপুরে যৌথ বাহিনীর সদস্যরা নগরীর বয়রার সরকারি বাসভবন থেকে সুন্দরববন বিভাগের বন সংরক্ষক (সিএফ) শেখ মিজানুর রহমানকে (৫২) গ্রেফতার করেছে। এ সময় সিএফ মিজানুর রহমানের ব্যবহৃত আলমিরার লকার থেকে প্রায় ৩ লাখ টাকা, বিদেশি মুদ্রা, একটি আন্তর্জাতিক পাসপোর্ট, অস্ত্রের লাইসেন্স, একটি ক্যামেরা ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বিকালে তাকে জরুরি বিধিমালার ১৬ (২) ধারায় খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত প্রধান বন সংরক্ষক ও বনের রাজা খ্যাত ওসমান গনির স্বীকারোক্তি অনুযায়ী তার দুর্নীতির অন্যতম সহযোগী সিএফ শেখ মিজানুর রহমানকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। |
২৪ জুন ২০১৪ ![]()
|
মৃত্যু আবদুল মতিন চৌধুরী আব্দুল মতিন চৌধুরী একজন বাংলাদেশী পদার্থবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। আব্দুল মতিন ১৯৩৭ সালে এন্ট্রান্স এবং ১৯৩৯ সালে ইন্টারমিডিয়েট পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণীতে বিএসসি এবং এমএসসি পাস করেন। ১৯৪৯ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৬১ সালে তিনি দ্বিতীয় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
আব্দুল মতিন তার কর্মজীবন শুরু করেন পাকিস্তানের আবহাওয়া বিভাগে। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে রীডার হিসেবে যোগদান করেন। ১৯৬২ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান পরমাণু শক্তি কমিশনে কর্মরত ছিলেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।
সূত্র: উইকিপিডিয়া
|
বহির্বিশ্ব |
![]() ২০১৬: ইইউ ছাড়ার পক্ষে ব্রিটেনের রায়, বিশ্ববাজারে অস্থিরতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ঐক্যের সবচেয়ে বড় উদ্যোগ ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়াটায় বিস্মিত বিশ্ববাসী। শুক্রবার গণভোটের মাধ্যমে নিশ্চিত হয় যে ব্রিটেন আর ইউরোপে থাকবেনা। শুক্রবার যুক্তরাজ্যজুড়ে গণভোটের ফলাফলে ইইউ থেকে বিচ্ছেদের পক্ষ ৫২ শতাংশ ভোটে জয়ী হওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে ডলারের বিপরীতে পাউন্ডের নাটকীয় দরপতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের পর আন্তর্জাতিক অর্থ বাজারে সবচেয়ে বড় ঝাঁকুনি দিল এই গণভোট। এটা এমন সময় ঘটলো যখন বিশ্বজুড়ে সুদের হার প্রায় শূন্যের কাছাকাছি। পরিস্থিতি মোকাবেলায় নীতিনির্ধারকদের কপালে পড়েছে ভাঁজ। পাউন্ডের ইতিহাসে ডলারের বিপরীতে একদিনে সর্বোচ্চ দরপতন হয়েছে এদিন। এক পর্যায়ে পাউন্ডের দর ১০ শতাংশ কমে ১ দশমিক ৩৩০৫ ডলারে নেমে আসে, যা ১৯৮৫ সালের পর সর্বোচ্চ দরপতন। |
দেশেবিদেশে : আজকের ছুটির দিন ও উদযাপনা
|
Finland, Latvia, Scandinavia : Midsummer Eve |
আজকের উদ্ধৃতি
|
‘স্বাধীন দেশের লাল সবুজ পতাকা নুইয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। ভারসাম্য হারালে কোনো বস্তু স্থিতিশীল থাকতে পারে না। সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে।’
|
এই দিনে
আজকের তারিখ ও এখনকার সময় (বাংলাদেশ)