ইতিহাসে এই দিনে : ২১ সেপ্টেম্বর |
বাংলাদেশ |
২১ সেপ্টেম্বর ২০১৭
রোহিঙ্গা সংকটে ‘শক্তিশালী ও দ্রুত’ পদক্ষেপের আহ্বান ট্রাম্পের
মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘শক্তিশালী ও দ্রুত’ পদক্ষেপ নেওয়ার আহ্বন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানের কথা জানিয়েছেন বলে আল-জাজিরার খবরে বলা হয়। জাতিসংঘের শান্তিরক্ষা সংস্কার কার্যক্রম নিয়ে দেওয়া ভাষণে মাইক পেন্স মিয়ানমারে ভয়াবহ সহিংসতা, গ্রাম পুড়িয়ে দেওয়া ও বাড়ি থেকে রোহিঙ্গাদের বিতাড়ন করার জন্য দেশটির সেনাবাহিনীকে অভিযুক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তিনি মিয়ানমার সেনাবাহিনীকে সহিংসতা বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধনে দীর্ঘমেয়াদী কূটনৈতিক প্রচেষ্টা চালানোরও দাবি জানান।
রোহিঙ্গাদের ফেরাতে হবে, জুলুম-অত্যাচার চলবে না: প্রধানমন্ত্রী
আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বারবার দরকার শেখ হাসিনার সরকার—এমন স্লোগান দিলেই চলবে না, আচার-আচরণে সতর্ক থাকতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।’ শরণার্থীদের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষ প্রয়োজনে একবেলা খেয়েও নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেবে। কিন্তু মিয়ানমারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—পালিয়ে আসা রোহিঙ্গারা তাদের নাগরিক। তাদের ফিরিয়ে নিতে হবে, নিরাপদ রাখতে হবে। আশ্রয় দিতে হবে। তাদের ওপর জুলুম-অত্যাচার চলবে না।’
|
১৪ সেপ্টেম্বর ২০১৩
|
আরো ঘটনা : বাংলাদেশ
|
২০০৫ |
হরতালে পুলিশের লাঠিচার্জ, ধরপাকড়
ডিজেল-কেরোসিনসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গত ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে আজ বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালিত হয়। প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল এই হরতাল আহবান করে। হরতাল চলাকালে পুলিশ লালবাগ, ধানমন্ডি, মিরপুর, পল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে।
– – – – – – –
চট্টগ্রামে জঙ্গি গ্রুপ সক্রিয়: অমুসলিম ধর্মীয় নেতাদের হত্যার পরিকল্পনা!
বাংলাদেশে আরো বড় ধরনের হামলা ও অমুসলিম ধর্মীয় নেতাদের হত্যাকান্ডের পরিকল্পনা করা হয়েছে বলে গোয়েন্দা সংস্থা সরকারকে অবহিত করেছে। এই ধরনের পরিকল্পনার প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার পরামর্শ দিয়েছে।
– – – – – – –
শেষ রক্ত বিন্দু দিয়ে সংগ্রাম চালিয়ে যাব: শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আজ রবিবার বিভীষিকাময় একুশ আগস্ট স্মরণে নির্মিত স্মৃতিফলকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তোমরা শান্তিতে ঘুমাও, শেষ রক্ত বিন্দু দিয়েও আমরা সংগ্রাম চালিয়ে যাব। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি আরো বলেন, গত বছরের এই দিনে সন্ত্রাস ও গ্রেনেড হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে আমাদের ২৪ জন নেতা-কর্মীকে জীবন দিতে হয়। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত¡না দেয়ার ভাষা আমার নেই। স্বজনহারাদের বেদনা আমি বুঝতে পারি। কারণ বাবা, মা, ভাই সব হারিয়ে আজ আমি বাংলার জনগণকে সাথে নিয়েই বেঁচে আছি। জোট সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তিকে মদদ ও প্রশ্রয় দেয়ার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী বলেন, সেদিন ওদের লক্ষ্য ছিল আমার জীবন কেড়ে নেয়া। কিš’ আমার দলের নেতা-কর্মীরা নিজেদের জীবন বিসর্জন দিয়ে আল্লাহপাকের অশেষ রহমতে আমাকে রক্ষা করেছেন।
|
২০০৬ |
সুন্দরবনে অর্ধশত লাশ; অবিরাম বর্ষণে উদ্ধার অভিযান ব্যাহত
সুন্দরবন উপকূলে মঙ্গলবার রাতে প্রবাহিত সামুদ্রিক ঝড়ে নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান গতকাল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়। লোকালয় থেকে নিখোঁজ জেলেদের আত্মীয়-স্বজন বনের বিভিন্ন চরে ট্রলারে গিয়ে জীবিত ও মৃত জেলেদের খুঁজে বেড়াচ্ছে। সাগরের উত্তাল ঢেউ ও অবিশ্রান্ত বৃষ্টির কারণে অনুসন্ধান ও উদ্ধার কাজ বাধাগ্রস্ত হয়। সন্ধ্যা পর্যন্ত কচিখালী, নারকেলবাড়িয়া, দুবলার চর, আলোরকোল, নীলবাড়িয়ার চর, শেলারটেক প্রভৃতি এলাকায় অর্ধ শতাধিক লাশ চরে আটকে থাকতে এবং সাগরে ভাসতে দেখা গেছে। এর মধ্যে কচিখালী অভয়ারণ্যের কেন্দ্রের অদূরে চারটি, ঢালচরে পাঁচটি, নারকেলবাড়িয়ার চরে ১৪/১৫টি লাশ জেলেরা দেখতে পায়।
– – – – – – –
বেসরকারি শিক্ষকদের আন্দোলন অব্যাহত: নতুন কর্মসূচি ঘোষণা
চাকরি জাতীয়করণের লক্ষ্যে বিভিন্ন শিক্ষক সংগঠন তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে। এদিকে, শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে রবিবার সরকারের প্রতিনিধির সাথে শিক্ষক নেতৃবৃন্দের আলোচনা শুরু হবে। আজ শুক্রবার সকালে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে বলা হয়- দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। নেতৃবৃন্দ সরকারকে অবিলম্বে আলাপ-আলোচনার মাধ্যমে শিক্ষকদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
– – – – – – –
ভোট লড়াইয়ের জন্য দুই বড় দল নিচ্ছে নানা কৌশল
বিএনপি এবং আওয়ামী লীগে ভোট যুদ্ধের সাংগঠনিক প্রস্তুতি চলছে জোরেশোরে। দুই দলই প্রার্থী যাচাই-বাছাইয়ে মাঠ নেতাদের সঙ্গে মতবিনিময়, নির্বাচনে বিজয় অর্জনের দিক-নির্দেশনা এবং বিশেষ করে এলাকাভিত্তিক কোন্দল নিরসন নিয়ে আসনভিত্তিক সিরিজ মতবিনিময় বৈঠক করছেন দুই নেত্রী বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা। নির্বাচনের ময়দানে জোটবদ্ধ লড়াইয়ে দলীয় নেতা-কর্মীদেরকে ত্যাগের মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ থাকার জন্য পরামর্শ দেয়া হচ্ছে মাঠ নেতাদের। পাশাপাশি বিজয় নিশ্চিত করার জন্য জোট সম্প্রসারণে দুই দলই রীতিমত প্রতিযোগিতায় নেমেছে।
|
২০০৭ |
প্রথম আলো কার্যালয় অভিমুখে মিছিলে পুলিশের বাধা : লাঠিচার্জ
প্রথম আলোর প্রকাশনা নিষিদ্ধ এবং সম্পাদক ও প্রকাশকের শাস্তির দাবিতে আজ শুক্রবার রাজধানীতে বিভিন্ন ইসলামী সংগঠন বাদজুমা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে কাওরান বাজারের প্রথম আলো পত্রিকার কার্যালয় অভিমুখে কয়েক হাজার মুসল্লীর বিক্ষোভ মিছিলটিতে পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীরা পুলিশের কয়েকটি কাঁটাতারের বেড়া উপড়ে ফেলে এবং ধস্তাধস্তি করে। পুলিশের বেধড়ক লাঠিপেটায় প্রায় অর্ধশত মুসল্লী আহত হয়েছে। রাজধানীর তেজগাঁও এবং লালবাগেও বাদ জুমা বিক্ষোভ হয়েছে। দেশের বিভিন্ন মসজিদেও খুৎবায় মহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশের তীব্র নিন্দা জানানো হয় এবং বলা হয় এটা ক্ষমার অযোগ্য। তবে বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা ওবায়দুল হক মিছিল ও ভাংচুর না করার আহ্বান জানান। প্রথম আলোর কার্যালয়ে হামলা ও সহিংসতার আশংকায় নগরীতে বিপুল সংখ্যক পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
|
২০০৮ |
দ্য বেগমস আর ব্যাক’: ‘দেশ আবার ফেলে আসা দিনগুলোতে ফিরে যাচ্ছে’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জামিনে মুক্তি পেয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় দেশ আবার ফেলে আসা দিনগুলোতে ফিরে যাচ্ছে। শুধু এ দুই শীর্ষ নেত্রী নন, দেশের দুইটি বড় দল বিএনপি ও আওয়ামী লীগের যেসব মন্ত্রী ও এমপি দুর্নীতির দায়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন, তারাও জামিনে বাইরে বেরিয়ে আসছেন। এসব রাজনীতিক কারাগার থেকে বাইরে বের হওয়ায় রাজনীতিতে নতুন গতি সঞ্চার হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার দেশের মূলস্রোতের দুই নেত্রীকে আলোচনার টেবিলে নিয়ে আসার চেষ্টা করছে। দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগেও এমন দৃশ্য ছিল অভাবনীয়। বাংলাদেশের রাজনীতির এ নয়া মোড় নিয়ে দ্য ইকনোমিস্ট ‘দ্য বেগমস আর ব্যাক’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে।
গত ১৮ সেপ্টেম্বর ইকনোমিস্টের ইন্টারনেট সংস্করণে প্রকাশিত এ নিবন্ধে বলা হয়, ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা দখল এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা সত্ত্বেও সেনাবাহিনী বাংলাদেশের দুই বিবদমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা ওয়াজেদ প্রভাবাধীন যুগের অবসান ঘটানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। দুর্নীতির অভিযোগে এক বছরের অধিক কারারুদ্ধ থাকার পর দুই বেগম মুক্তিলাভ করেছেন। ১১ সেপ্টেম্বর সরকার খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিয়েছে। তার পাঁচদিন পর সরকার আমেরিকা থেকে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের আইনগত বাধা দূর করে। সরকার দুই বেগমের রাজনৈতিক জীবনের অবসান ঘটানোর চেষ্টা বাদ দিয়েছে। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে তাদের দুইজনের একজন হবেন বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী।
বিস্ময়করভাবে ক্ষমতার হাত বদল হয়েছে দুইজনের মধ্যেই। ১৯৯১ থেকে ২০০৭ সাল পর্যন্ত পালাক্রমে দুই বেগমই ক্ষমতায় ছিলেন। এ দুই বেগম তীব্র শত্রুতামূলক ও দুর্নীতিপ্রবণ রাজনীতি অনুসরণ করেছেন। যার পরিণামে সেনাবাহিনী হস্তক্ষেপ করে। প্রথমে সেনাবাহিনী তাদের দ্ইুজনকে নির্বাসনে পাঠানোর এবং বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করে। পরে তারা দুই নেত্রীকে কারাগারে নিক্ষেপ করে এবং তাদের দলে ভাঙ্গন ধরানোর চেষ্টা করে এই আশায় যে, তাতে নয়া নেতৃত্বের আবির্ভাব ঘটবে। তা সত্ত্বেও দুই বেগমের দল ঐক্যবদ্ধ থাকে। দুইটি বিষয় তাদের দলকে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করেছে। একটি ছিল পৃষ্ঠপোষকতা এবং আরেকটি ব্যক্তিপূজা। দুইটি দল দুই বেগম ছাড়া চলতে পারে না।
|
২০১০ |
বন্যার্তদের সাহায্যের জন্য বাংলাদেশকে সিন্ধের মুখ্যমন্ত্রীর ধন্যবাদ
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী কাইয়ুম আলী শাহ তাঁর প্রদেশের বন্যাদুর্গত মানুষকে সাহায্য পাঠানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। ডেইলি টাইমস পত্রিকা জানিয়েছে, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকী মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করার সময় মুখ্যমন্ত্রী কাইয়ুম আলী শাহ তাঁকে এ কথা বলেন। রুহুল আলম সিদ্দিকী পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেন এবং মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন যে সিন্ধু প্রদেশের বন্যাদুর্গত মানুষকে বাংলাদেশ সাহায্য করবে। রুহুল আলম জানান, ৪০ সদস্যের একটি বাংলাদেশি চিকিৎসক দল হায়দরাবাদের ত্রাণ ক্যাম্পে বন্যাপীড়িত মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছে এবং ত্রাণ কার্যক্রমের জন্য বাংলাদেশ সরকার দুই মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে।
|
২০১১ |
রাতে দুই বাসে আগুন
রাজধানীর মিরপুর ও কদমতলীতে আজ বুধবার রাতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত নয়টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পূর্বপাশে প্রধান সড়কে একদল উচ্ছৃঙ্খল যুবক ইটিএল পরিবহণের একটি বাসের পেছনে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এর আগেই যাত্রীরা বাস থেকে নিরাপদে নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে। কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, বাসে আগুন দেওয়ার পর দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। বাসটি মিরপুর ১৪ নম্বরে যাওয়ার পথে এটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রায় একই সময় কদমতলী থানার ধনেশ্বর এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। আগুন ছড়িয়ে পড়ার আগে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ে। তারা অনেক চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
– – – – – – –
রিমান্ডে জামায়াতের নেতা আজহারসহ ৭১ জনকে জেরা
রাজধানীর মিরপুর ও কদমতলীতে আজ বুধবার রাতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত নয়টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পূর্বপাশে প্রধান সড়কে একদল উচ্ছৃঙ্খল যুবক ইটিএল পরিবহণের একটি বাসের পেছনে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এর আগেই যাত্রীরা বাস থেকে নিরাপদে নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে। কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, বাসে আগুন দেওয়ার পর দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। বাসটি মিরপুর ১৪ নম্বরে যাওয়ার পথে এটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রায় একই সময় কদমতলী থানার ধনেশ্বর এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। আগুন ছড়িয়ে পড়ার আগে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ে। তারা অনেক চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
|
২০১২ |
পদ্মা সেতুতে অর্থায়নে রাজি বিশ্বব্যাংক
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে অর্থায়নে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। গতকাল বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার বেঁধে দেওয়া শর্তগুলো পূরণ করায় নতুন করে পদ্মা সেতু প্রকল্পে যুক্ত হয়েছে বিশ্বব্যাংক। এতে বলা হয়েছে, সেতু প্রকল্পে কোনো ধরনের দুর্নীতির ব্যাপারে ছাড় দেবে না বিশ্বব্যাংক।
বাংলাদেশের জনগণ সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার, প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও উন্নত মানের সেতু দেখতে চায় বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিটিতে। এতে বলা হয়, পদ্মা সেতু নির্মিত হলে বাংলাদেশের জনগণের উল্লেখযোগ্য পরিবর্তন হবে।
দুর্নীতির অভিযোগ এনে গত ২৯ জুন পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধের ঘোষণা দেয় বিশ্বব্যাংক। বিষয়টির উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের পর বাংলাদেশ সরকারকে চারটি শর্ত বেঁধে দেওয়া হয়েছিল। এসব শর্তের মধ্যে ছিল— দুর্নীতির তদন্ত শেষ হওয়ার আগে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের ছুটিতে রাখা, তদন্তের নেতৃত্ব দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেওয়া, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞ প্যানেলকে তদন্তের যাবতীয় বিষয়ে জানানোর ব্যাপারে সম্মত হওয়া এবং বিশ্বব্যাংক ও সহযোগী বিনিয়োগকারীদের প্রকল্পের খুঁটিনাটি পর্যবেক্ষণের সুযোগ দেওয়া।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগ তুলে গত বছরের সেপ্টেম্বরে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার চুক্তি স্থগিত করে।
|
২০১৩ |
স্কুল কলেজ নিয়ে থাকেন, কওমি মাদ্রাসায় হাত দেবেন না: আল্লামা শফী
হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি মাদ্রাসায় ‘হাত’ না দিতে বলেছেন। হাত দিলে ‘ক্ষতি হবে’ বলে তিনি হুঁশিয়ারও করেছেন। আজ শনিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের ওলামা মাশায়েখ সম্মেলনে আহমদ শফী এই হুঁশিয়ারি উচ্চারণ দেন।
শফী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘কওমি মাদ্রাসায় হাত দিলে ক্ষতি হবে। গুলি করলে প্রয়োজনে শহীদ হব। স্কুল-কলেজ নিয়ে থাকেন। ব্রিটিশ সরকারও কওমি মাদ্রাসাকে ধ্বংস করতে চেয়ে পারেনি।’ হেফাজতের কর্মীরা জঙ্গি নন, দাবি করে আহমদ শফী বলেন, ‘আমরা সরল মানুষ। দ্বীনের জন্য ইসলামের জন্য কাজ করছি। আমাদের হাতে কোনো অস্ত্র নেই। হাতিয়ার আছে শুধু দোয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি। যাতে তিনি হেদায়েত হন।’
– – – – – – –
ভোটের দিন খালেদাকে ‘সরাবান তহুরা’ পান করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বিরোধী দলের নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘ভোটের দিন দুপুর ১২টা পর্যন্ত সরাবান তহুরা পান করে জীবন উপভোগ করুন। তবে যাঁরা ভোট দিতে যাবেন, তাঁদের বাধা দেবার চেষ্টা করবেন না। যাঁরা বাধা দেবার চেষ্টা করবেন, তাঁদের গণতন্ত্রের শত্রু হিসেবে দমন করা হবে।’ আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া এলাকায় সিরাজগঞ্জ র্যাব-১২-এর নবনির্মিত সদর দপ্তর (হেডকোয়ার্টার্সের) উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের নেতাকে উদ্দেশ করে আরও বলেন, সংবিধান অনুযায়ী দেশ চলবে, গণতন্ত্রকে টেকসই করতে যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনে কোনো বিশেষ মহল যদি ভোট দিতে না চান, দেবেন না।
– – – – – – –
বাংলাদেশের কিছু পদক্ষেপ মানবাধিকারের পরিপন্থী
বৈশ্বিক মানবাধিকার সংগঠনগুলো জাতিসংঘ মানবাধিকার পরিষদে বাংলাদেশের সাম্প্রতিক কিছু পদক্ষেপকে পশ্চাৎমুখী বলে অভিহিত করে বলেছে, এগুলো মৌলিক মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। সাম্প্রতিক তথ্যপ্রযুক্তি আইনের সংশোধনী এবং মানবাধিকারকর্মী ও সমালোচকদের হয়রানির প্রসঙ্গ তুলে ধরে এ সমালোচনা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু কিছু বিষয়কেও তারা উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে।
|
২০১৪ |
প্রধানমন্ত্রী আজ নিউইয়র্ক যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৬৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন। আজ রবিবার রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। পথিমধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে গভীর রাতে একই এয়ারলাইন্সের অপর একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন। স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রা সহকারে নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াত এ যাবেন। সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।
– – – – – –
হাতকড়াসহ আসামির পলায়ন, পুলিশের মিথ্যা বক্তব্য, সাধারণকে হয়রানি
রংপুরের পীরগঞ্জে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলতাব হোসেন (৪৬) গত শুক্রবার রাতে হাতকড়াসহ পালিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশ উপজেলার রায়পুর ইউনিয়নের চান্দপুর গ্রামের নিরীহ ১০ নারীসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রামবাসী জানায়, রাত আটটার দিকে চান্দপুর গ্রামের নিজের চালকল থেকে ওই আসামিকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর থানায় নেওয়ার পথে তিনি হাতকড়াসহ পুলিশের মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ গাফিলতি আড়াল করতে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করে রাতেই থানায় মামলা করে এবং গ্রামের ওই ২২ জনকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে পুলিশের আতঙ্কে গ্রাম অনেকটা জনশূন্য হয়ে পড়েছে।
– – – – – –
হরতাল জামায়াতের, মাঠ আওয়ামী লীগের
যুদ্ধাপরাধে অভিযুক্ত দেলোওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়ার প্রতিবাদ ও মুক্তির দাবিতে জামায়াত আহূত রাজধানীতে রবিবার দ্বিতীয় দিনে হরতালেও সাড়া মেলেনি। হরতালের সমর্থনে তাদের কোনো ধরনের তত্পরতা দেখা যায়নি। বরং হরতালে প্রতিবাদে রাজপথে সরব উপস্থিতি ছিল আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি। নগরজীবন ছিল প্রায় স্বাভাবিক। গণপরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করেছে। অধিকাংশ দোকানপাট ছিল খোলা, ব্যাংকে স্বাভাবিক লেনদেন হয়েছে। লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও রাজধানী থেকে দূরপাল্লার বাস চলচল ছিল কিছুটা কম। হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীতে পুলিশের ছিল সতর্ক অবস্থান।
|
২০১৫ |
৬৫০ কোটি টাকা আত্মসাতে ১৮ মামলা দুদকের
বেসিক ব্যাংকের চারটি শাখায় অর্থ জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এক দফায় ১৮টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বিকালে দুদকের উপ পরিচালক মাহবুবুল আলম, সহকারী আশিকুর রহমান ও উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন, নাসির উদ্দিন বাদী রাজধানীর গুলশান, মতিঝিল ও পল্টন থানায় দুদকের পক্ষ থেকে মামলাগুলো দায়ের করেছেন। এসব মামলায় বেসিক ব্যাংকের সাড়ে ছয়শ কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে। মামলাগুলোতে ১৫৩ জনকে আসামি করা হয়েছে। এই কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম ব্যাপকভাবে উচ্চারিত হলেও কোনো মামলায় তাকে আসামি করা হয়নি। তবে অধিকাংশ মামলাতে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফখরুল ইসলামকে আসামি করা হয়েছে। এর বাইরে আসামিদের মধ্যে রয়েছেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুল সোবহান, কনক কুমার পুরকায়স্থ ও এ মুনায়েম খান, ব্যাংকের শান্তিনগর শাখার এজিএম এস এম আনিসুর রহমান চৌধুরী, সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আলী, গুলশান শাখার শাখা ব্যবস্থাপক শিপার আহমেদ, এ শাখার ক্রেডিট ইনচার্জ এস এম জাহিদ হাসানসহ ঋণ নেয়া ১৮টি কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং বেসিক ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এর মধ্যে অনেকেই একাধিক মামলার আসামি। আজ মঙ্গলবার ও আগামী বুধবার দুদক আরও মামলা দায়ের করবে বলে জানা গেছে।
– – – – – – –
চট্টগ্রামে মুয়াজ্জিনের কক্ষ থেকে ১১ শিবিরকর্মী আটক
চট্টগ্রাম কলেজ মসজিদের মুয়াজ্জিনের কক্ষে অভিযান চালিয়ে শিবিরের ১১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় নগর গোয়েন্দা পুলিশ এই অভিযান চালায়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এসএম তানভীর আরাফাত ইত্তেফাককে জানান, মসজিদের ছাদে মুয়াজ্জিন থাকার একটি কক্ষ রয়েছে। সেখানে বসে শিবিরের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনায় বৈঠক করছে এমন খবর পেয়ে আমরা অভিযান চালাই। পরে বৈঠক থেকে ১১ জনকে আটক করা হয়। তবে তাদের কাছ থেকে কোন কিছু উদ্ধার করা যায়নি। আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে।
|
২০১৬ |
মিয়ানমারের শরণার্থী সঙ্কটের স্থায়ী সমাধান চায় বাংলাদেশ
মিয়ানমারের শরণার্থী সঙ্কটের স্থায়ী সমাধান খুঁজতে সে দেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পৃষ্ঠপোষকতায় বিশ্ব নেতাদের নিয়ে অনুষ্ঠিত শরণার্থী বিষয়ক এক বৈঠকে তিনি এই আগ্রহের কথা প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, শরণার্থী ইস্যুর স্থায়ী সমাধানে আমরা মিয়ানমারের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমি এরই মধ্যে অং সান সুচির সঙ্গে কথা বলেছি।
প্রধানমন্ত্রী বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ মিয়ানমার থেকে আসা বিপুল সংখ্যক উদ্বাস্তুকে আশ্রয় দিয়ে আসছি। নিজেদের সীমিত সম্পদ নিয়েও বাংলাদেশ এই শরণার্থীদের জন্যে দায়িত্ব পালন করে আসছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্বাস্তুদের নিরাপত্তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এটি করতে গিয়ে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগতভাবে নানা চ্যালেঞ্জর মোকাবিলা করতে হচ্ছে।
– – – – – – –
সিলেটে শেখ হাসিনা হত্যা প্রচেষ্টা মামলা: ১৩ সাক্ষির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সিলেট নগরীর ফাজিল চিশতের একটি বাসায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা মামলায় পুলিশসহ ১৩ সাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) এর বিচারক মো: মাহফুজুর রহমান ভূঞা এ আদেশ প্রদান করেন। এ মামলায় একই আদালতে বুধবার নগরীর বালুচরের পরিমল চন্দ্র দে ও তার ছেলে রিপন চন্দ্র দে আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।
২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে নগরীর ফাজিলচিস্তে ডা: আরিফ আহমদের বাসার বাহিরের ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই দুই জঙ্গী মারা যায়। ঐ দিন মধ্যরাতে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের এক নির্বাচনী জনসভায় শেখ হাসিনা ভাষণ দিচ্ছিলেন । হরকাতুল জিহাদের জঙ্গিরা জনসভায় বোমা মেরে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল। কিন্তু এর আগে বোমা তৈরীকালে বিস্ফোরণ ঘটায় পরিকল্পনা ভেস্তে যায়।
– – – – – – –
বরিশালে লঞ্চডুবি: ১৩ লাশ উদ্ধার
বরিশালের বানারিপাড়ায় সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ থেকে এ পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রী। জানা গেছে, এমএল ঐশী নামের লঞ্চটি ৫০ জন যাত্রী নিয়ে বানারিপাড়া থেকে উজিরপুরে যাচ্ছিল। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার দাসের হাট এলাকা ঘেঁষা ওই নদীতে লঞ্চটি ডুবে যায়। এ সময় কয়েকজন সাতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশিরভাগ যাত্রী ডুবে যান। রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২০-২৫ যাত্র
|
২০১৪ |
– – – – – – –
|
২০১৫ |
– – – – – – –
|
২০১৬ |
– – – – – – –
|
২০১৭ |
– – – – – – –
|
–>
|
|
জন্ম
শিশিরকুমার ভাদুড়ী (২ অক্টোবর ১৮৮৯ – ৩০ জুন ১৯৫৯) বাঙালি অভিনেতা, নাট্যাচার্য
শিশিরকুমার ভাদুড়ী পশ্চিমবঙ্গের হাওড়া জেলার রামরাজাতলায় তাঁর জন্ম। তিনি বঙ্গবাসী স্কুল থেকে ১৯০৫ সালে এন্ট্রান্স, স্কটিশ চার্চ কলেজ থেকে ১৯১০ সালে বিএ এবং ১৯১৩ সালে ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন। পেশাগত জীবনের প্রথমে শিশিরকুমার মেট্রোপলিটন ইনস্টিটিউট ও বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেন। ছাত্রাবস্থা থেকেই অভিনয়ের প্রতি তাঁর প্রবল ঝোঁক ছিল এবং অধ্যাপনাকালীন শৌখিনতাবশত তিনি অনেক বাংলা ও ইংরেজি নাটকে অভিনয় করেন। ইউনিভার্সিটি ইনস্টিটিউট মঞ্চ ছিল তাঁর অভিনয় স্থান। ১৯১২ সালে রবীন্দ্রনাথের বৈকুণ্ঠের খাতা নাটকে অসাধারণ অভিনয় করে তিনি প্রশংসিত হন। ১৯২১ সালে পেশাদার অভিনেতারূপে তিনি ম্যাডান থিয়েটারের সঙ্গে যুক্ত হন এবং ১০ ডিসেম্বর আলমগীর নাটকে নাম-ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু ম্যাডান থিয়েটারের সঙ্গে মতানৈক্য ঘটায় মঞ্চ ছেড়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। শরৎচন্দ্রের অাঁধারে আলো ও চন্দ্রনাথ-এর চিত্রায়ণে একই সঙ্গে পরিচালক ও অভিনেতার ভূমিকা পালনের মাধ্যমে চলচ্চিত্রে তাঁর আত্মপ্রকাশ ঘটে।
রঙ্গমঞ্চে শিশিরকুমারের প্রত্যাবর্তন ঘটে ১৯২৩ সালে। এসময় তিনি একটি নাট্যদল গঠন করেন এবং ২৫ ডিসেম্বর ইডেন গার্ডেন্স-ক্যালকাটা একজিবিশনে মঞ্চায়িত দ্বিজেন্দ্রলালের সীতা নাটকে রামচন্দ্রের ভূমিকায় অসাধারণ অভিনয়-প্রতিভার স্বাক্ষর রাখেন। ১৯২৪ সালের ৬ আগস্ট নাট্যমন্দিরে মঞ্চায়িত যোগেশ চৌধুরীর সীতা নাটকে শিশিরকুমারের অভিনয়ে অভিভূত হয়ে রসরাজ অমৃতলাল বসু তাঁকে থিয়েটারের নবযুগের প্রবর্তক বলে ঘোষণা করেন। এ নাটকের প্রয়োগ-নৈপুণ্যে তিনি বিলেতি ভাবধারার পরিবর্তে এক নতুনত্বের সূচনা করেন। তিনি কনসার্টের বদলে রোশনচৌকি, আসন-ব্যবস্থায় বাংলা অক্ষর, প্রবেশপথে আলপনা ও পূর্ণকলস, প্রেক্ষাগৃহে চন্দন-অগরু-ধূপের গন্ধ, পাদপ্রদীপের পরিবর্তে আলোক-সম্পাত এবং সীনের পরিবর্তে বক্স্ সেট প্রয়োগ করেন। শিশিরকুমার কর্নওয়ালিস থিয়েটার (বর্তমান শ্রী সিনেমা) মঞ্চেও কাজ করেছেন।
নাট্যমঞ্চে একাধিক নাটকে অভিনয় করে শিশিরকুমার যশস্বী হন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো: রঘুপতি ও জয়সিংহ (বিসর্জন, ১৯২৬), যোগেশ (প্রফুল্ল, ১৯২৭), জীবানন্দ (ষোড়শী, ১৯২৭), নাদির শাহ (দিগ্বিজয়ী, ১৯২৮), নিমচাঁদ (সধবার একাদশী, ১৯২৮) এবং চন্দ্রবাবু (চিরকুমার সভা, ১৯২৯)। ১৯৩০ সালে তিনি তপতী নাটকে বিশেষ অভিনয় পারঙ্গমতা প্রদর্শন করেন। আর্থিক অনটনের দরুণ এ বছরই তিনি স্বীয় মঞ্চ নাট্যমন্দির ছেড়ে স্টার থিয়েটারে যোগ দেন। তিনি অনেক সবাক ও নির্বাক চলচ্চিত্রে সফল অভিনয় করেন। ১৯৩০ সালের সেপ্টেম্বর মাসে শিশিরকুমার নিজস্ব নাট্যগোষ্ঠী নিয়ে আমেরিকা যান। পরের বছর ১২ জানুয়ারি তিনি নিউইয়র্কের ভ্যান্ডারবিল্ট থিয়েটারে সীতা মঞ্চায়নের মাধ্যমে বিপুল খ্যাতি অর্জন করেন।
শিশিরকুমার বাংলা রঙ্গমঞ্চের এক কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব। নাট্যমঞ্চে তিনি ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। তাঁর অভিনয় বহু শিক্ষিত যুবককে পেশাদার নাট্যাভিনয়ে যোগদানে উৎসাহ জুগিয়েছে। তাঁর অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ১৯৫৯ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করেন; বরং তাঁর আকাঙ্ক্ষা ছিল একটি জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠা করা এবং এতেই তিনি খুশি হতেন। এ সালে ৩০ জুন বরাহনগরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সূত্র: বাংলাপিডিয়া
|
জন্ম-মৃত্যু : খ্যাতিমান বাঙালি ব্যক্তিত্ব
|
জন্ম |
১৮৮৯ |
শিশিরকুমার ভাদুড়ী (২ অক্টোবর ১৮৮৯ – ৩০ জুন ১৯৫৯), বাঙালি অভিনেতা, নাট্যাচার্য।
|
|
মৃত্যু |
১৯১৭ |
অক্ষয়চন্দ্র সরকার (১১ ডিসেম্বর ১৮৪৬ – ২ অক্টোবর ১৯১৭), ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক।
|
|
|
বহির্বিশ্ব
২০১৬ : ইথিওপিয়ায় সরকার বিরোধী আন্দোলনে নিহত ৫২
ইথিওপিয়ার অরোমিয়া এলাকায় এক ধর্মীয় উৎসবে বিক্ষোভে ৫২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। দেশটির প্রধানমন্ত্রী হ্যাইলেম্যারিয়াম দেসালেন বলেন, বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিত ভাবেই বিক্ষোভ শুরু করে, ফলে প্রাণ হারাতে হয় অনেক সাধারণ মানুষকে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এক ভাষণে তিনি সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করে বলেন, তারা সবসময়ই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চান। যে ‘অপশক্তি’ তাদের মৃত্যুর জন্য দায়ী তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুঁড়ে। সেখান থেকেই ছন্নছাড়া হয়ে গেলে পদতলে পিষ্ট হয়ে মারা যায় অনেক মানুষ। প্রধানমন্ত্রী অবশ্য পুলিশের গুলি করার বিষযটি অস্বীকার করেছেন।
ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা থেকে ৪০ কিলোমিটার দূরে বিশোতু নামে ধর্মীয় উৎসবে মিলিত হয়েছিলেন। কিন্তু সেখানে সরকার বিরোধী আন্দোলন দানা বেধে উঠলে পুলিশ গুলি ছোঁড়ে। এ ঘটনার পর পরই উৎসবস্থলে বিশৃংখলা সৃষ্টি হয়। প্রতিবাদকারীরা পাথর ও বোতল নিক্ষেপ করে এবং নিরাপত্তা বাহিনী প্রথমে লাঠিচার্জ করে এবং পরে কাঁদানে গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে। কাঁদানে গ্যাসের কারণে সৃষ্ট আতঙ্কে পালাতে গিয়ে অন্তত ৫০ জন লোক একটি খাদের ভেতর একজনের ওপর আরেকজন পড়ে যায়। এএফপি’র একজন আলোকচিত্রী ১৫ থেকে ২০টি নিথর দেহ দেখতে পান। যার মধ্যে কয়েকজন নিশ্চিতভাবেই মৃত।
বিশোফতু শহরের একটি পবিত্র হ্রদে বর্ষা ঋতুর বিদায় উপলক্ষে ওরোমো সম্প্রদায়ের ইরিচা অনুষ্ঠানে যোগ দিতে কয়েক হাজার লোক জড়ো হয়। প্রতি বছর ওরোমো অঞ্চলে কয়েক লাখ লোক লেক হারসাদির তীরে ইরিচা উৎসব পালন করে। তারা এ হ্রদটিকে পবিত্র মনে করে।
|
আরো ঘটনা : বহির্বিশ্ব
|
১১৮৬ |
ক্রুসেডের যুদ্ধে মুসলিম সেনাপতি সালাউদ্দীন আইয়ুবি বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে সক্ষম হন।
|
১৭১৮ |
স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড-এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।
|
১৭৮০ |
মার্কিন স্বাধীনতা আন্দোলনে জন এ্যান্ড্রে কে ফাঁসি দেওয়া হয়।
|
১৭৯০ |
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।
|
১৮৬৮ |
কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়।
|
১৯২২ |
চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
|
১৯৩৪ |
জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।
|
১৯৩৫ |
মুসোলিনীর নেতৃত্বে ইথিওপিয়া (আবিসিনিয়া ) আক্রমণ ঘটে।
|
১৯৪১ |
জার্মানীর নাৎসী বাহিনীর নেতা হিটলার রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় হামলার নির্দেশ জারী করে।
|
১৯৫৫ |
সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
|
১৯৫৮ |
ঘানা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
|
১৯৭২ |
বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়।
|
১৯৯০ |
ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।
|
২০০২ |
তেহরানে ইরান ও কুয়েতের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা চুক্তি স্বাক্ষর হয়।
|
২০১৫ |
নাইজেরিয়ায় মসজিদে পাঁচ মেয়ে শিশুর আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত।
|
২০১৬ |
কলম্বিয়ার জনগণ গণভোটে ফার্ক গেরিলা ও সরকারের শান্তিচুক্তির বিপক্ষে রায় দেয়।
|
২০১৭ |
কাতালোনিয়ায় স্বাধীনতার পক্ষে ৯০ শতাংশ ভোট পড়ে।
|
|
|
জন্ম
মোহনদাস করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী) (২ অক্টোবর ১৮৬৯ – ৩০ জানুয়ারি ১৯৪৮) ভারতীয় রাজনীতিবিদ, অহিংস মতবাদী
মোহনদাস করমচাঁদ গান্ধী গুজরাটের পরবন্দরে জন্মগ্রহণ করেন। তিনি মহাত্মা গান্ধী নামেই বেশি পরিচিত। তিনি সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের ওপর, এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকাশক্তি। তার বাবার নাম করমচাঁদ গান্ধী। তার নাম ছিল মোহনদাস। গুজরাটি প্রথা অনুযায়ী তার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তার মায়ের নাম পুতলীবাঈ। মহাত্মা গান্ধীর বাবা করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের দেওয়ান। গুজরাটের ভবনগরের সামালদাস কলেজ থেকে কোনোরকমে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাস করেন। ১৮৮৩ সালে মহাত্মা গান্ধী বাবা-মায়ের পছন্দে কস্তুরবা মাখাঞ্জীকে (কাস্তুবাই নামেও পরিচিত ছিলেন) বিয়ে করেন।১৮ বছর বয়সে ১৮৮৮ সালের ৪ সেপ্টেম্বর ব্যারিস্টারি পড়ার জন্য ইউনিভার্সিটি কলেজ লন্ডনে যান। লন্ডনে তার জীবনযাপন ছিল মায়ের কাছে করা শপথ দ্বারা প্রভাবিত। জৈন সন্ন্যাসী বেচার্জীর সামনে তার মায়ের কাছে শপথ করেছিলেন- মাংস, মদ ও উচ্ছৃঙ্খলতা নয়, হিন্দু নৈতিক আদর্শ পালন করবেন।
১৮৯১ সালে গান্ধী ব্যারিস্টারি পাস করে ফিরে এলেন।কয়েকমাস পরিবারের সাথে রাজকোটে থাকার পর বুম্বাই গেলেন।উদ্দেশ্য ব্যারিস্টারি করা।কিন্তু চার মাসের মধ্যে অর্থ উপার্জনে তিনি সুবিধা করতে পারলেন না। এ সময় দক্ষিণ আফ্রিকার আবদুল্লা কোম্পানির একটি মামলা পরিচালনা করার জন্যে তিনি সেদেশে গমন করেন। দক্ষিণ আফ্রিকায় তিনি আইন পেশায় যুক্ত হন। সেখানে নিপীড়িত ভারতীয় নাগরিকদের অধিকার আদায়ে তিনি প্রথমবারের মতো অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন। ভারতে ফিরে আসার পর কয়েকজন দুস্থ কৃষক ও দিনমজুরকে সঙ্গে নিয়ে বৈষম্যমূলক কর আদায় ব্যবস্থা এবং বহু বিস্তৃত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আসার পর গান্ধী সমগ্র ভারতব্যাপী দারিদ্র্য দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণবৈষম্য দূরীকরণ ও জাতির অর্থনৈতিক সচ্ছলতাসহ বিভিন্ন বিষয়ে মত প্রচার শুরু করেন। এর সবগুলোই ছিল স্বরাজ তথা ভারতকে বিদেশী শাসন থেকে মুক্ত করতে।১৮৯৪ সালে গান্ধী দক্ষিণ আফ্রিকায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের মাধ্যমে সেখানকার ভারতীয়দের রাজনৈতিকভাবে সংঘবদ্ধ করেন। ১৯০৬ সালে ট্রান্সভাল সরকার উপনিবেশের ভারতীয়দের নিবন্ধনে বাধ্য করানোর জন্য একটি আইন পাস করে। ১১ সেপ্টেম্বর জোহানেসবার্গে সংঘটিত এক গণপ্রতিরোধে গান্ধী সবাইকে এই আইন বর্জন করতে বলেন।
১৯২১ সালের ডিসেম্বর মাসে মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহী দায়িত্বপ্রাপ্ত হন। তার নেতৃত্বে কংগ্রেস স্বরাজের লক্ষ্যকে সামনে রেখে নতুন সংবিধান গ্রহণ করে। টোকেন ফি দিতে রাজি হওয়া যে কোনো ব্যক্তির জন্য দলের সদস্যপদ উন্মুক্ত করে দেওয়া হয়। তিনি পার্টিকে একটি অভিজাত প্রতিষ্ঠান থেকে সাধারণ জনগণের দলে রূপান্তর করেন। এর পর একের পর এক জনপ্রিয় কর্মসূচি গ্রহণ করেন। ১৯৩০ সালে ভারতীয়দের লবণ করের বিরুদ্ধে প্রতিবাদে ৪০০ কিলোমিটার দীর্ঘ ডান্ডি লবণ কুচকাওয়াজে নেতৃত্ব দেন, যা ১৯৪২ সালে ইংরেজ শাসকদের প্রতি সরাসরি ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত ঘটায়। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কারণে বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকা ও ভারতে কারাবরণ করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য পাঞ্জাব থেকে পশ্চিমবাংলা, বিহার; বিহার থেকে তৎকালীন পূর্ব বাংলার নোয়াখালী, বিক্রমপুরের ফুরশাইল ও লৌহজং ছুটে গেছেন। নোয়াখালীতে তিনি একবার চার মাস অবস্থান করেন।
মহাত্মা গান্ধী সকল পরিস্থিতিতেই অহিংস মতবাদ ও সত্যের ব্যাপারে অটল থেকেছেন। তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং একটি স্বয়ংসম্পূর্ণ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তার পোশাক ছিল নিজের হাতে বোনা ঐতিহ্যবাহী ভারতীয় ধুতি ও শাল। তিনি সাধারণ নিরামিষ খাবার খেতেন। শেষ জীবনে ফলমূলই বেশি খেতেন। আত্মশুদ্ধি ও প্রতিবাদের কারণে দীর্ঘ সময়ের জন্য উপবাস থাকতেন। গান্ধী ছিলেন বহুমুখী লেখক ও সম্পাদক। ১৯৬০ এর দশকে ভারত সরকার গান্ধীর রচনাবলী প্রকাশ করে। শতাধিক খণ্ডে প্রকাশিত এ রচনাবলীতে প্রায় ৫০ হাজার পাতা আছে।
মহাত্মা গান্ধীর চার ছেলে – হরিলাল গান্ধী, মনিলাল গান্ধী, রামদাস গান্ধী ও দেবদাস গান্ধী। গান্ধী বিশ্বজুড়ে মহাত্মা ও বাপু নামে পরিচিত। ভারত সরকারিভাবে তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেছে। ২ অক্টোবর তার জন্মদিন ভারতে গান্ধী জয়ন্তী হিসেবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ সভায় ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নয়াদিল্লিতে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারী নাথুরাম গডসে ছিলেন চরমপন্থী হিন্দু মহাসভার অনুসারী।
সূত্র: ইন্টারনেট
|
জন্ম-মৃত্যু : খ্যাতিমান আন্তর্জাতিক ব্যক্তিত্ব
|
জন্ম |
১৬৯৬ |
প্রথম মাহমুদ, অটোমান সম্রাট।
|
১৮৬৯ |
মহাত্মা গান্ধী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরূত্বপূর্ণ নেতা।
|
১৮৯৬ |
লিয়াকত আলি খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত মুসলিম লীগ নেতা।
|
১৯০৪ |
গ্রাহাম গ্রীন, খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।
|
১৯৫০ |
পার্সিস খামবাট্টা, ভারতীয় মডেল ও অভিনেত্রী।
|
১৯৭৮ |
আয়ুমি হামাসাকি, জাপানি কন্ঠশিল্পী, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
|
১৯৮৪ |
মারিওন বারতোলি, ফরাসি টেনিস খেলোয়াড়।
|
|
মৃত্যু |
১৮৫৩ |
ফ্রাঁসোয়া জিয়ান ডোমিনিক আরাগো, ফরাসি গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, রাজনীতিবিদ ও ২৫ তম প্রধানমন্ত্রী।
|
১৯০৬ |
রাজা রবি বর্মা , ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী।
|
|
|
আন্তর্জাতিক অহিংস দিবস
“অহিংসভাবে তুমি গোটা বিশ্বকে আন্দোলিত করতে পারো।” —মহাত্মা গান্ধী
আন্তর্জাতিক অহিংস দিবস প্রতিবছর ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে পালিত হয়৷ এছাড়া ভারতে এই দিনটি গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয় ৷ ১৫ জুন ২০০৭, জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যবৃন্দ ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস করার ব্যাপারে ভোট দেন। এরপর সাধারণ পরিষদ তার সদস্যদের কাছে অহিংসার বার্তা দিয়ে ২ অক্টোবর দিবসটি পালনের ব্যাপারে ঘোষণা দেয় ৷
বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতিবছর ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়। অহিংসা বলতে বোঝায় হিংসা থেকে দূরে থাকা। হিংসা থেকে দূরে থাকাই এ দিবসের মূল কথা। পৃথিবীর অসহিষ্ণুতা, উত্তেজনা, সহিংসতা বন্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিক নেতা মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাই মহাত্মা গান্ধীর জন্মদিনকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালন করা হয়। ভারতে এদিনটি গান্ধী জয়ন্তী হিসেবেই পরিচিত।
|
দেশেবিদেশে : আজকের ছুটির দিন ও উদযাপনা
|
(1958) |
Guinea : Independence Day |
(1963) |
India : Gandhi Jayanti |
|
Bhutan : Tsechhu |
|
|
আজকের উদ্ধৃতি
|
‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের কোন ধরনের সমঝোতা হতে দিবে না জাসদ। জাসদ বিএনপি-জামায়াতকে আজীবন দেশের রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রাখবে। ’
– হাসানুল হক ইনু : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী (২১ সেপ্টেম্বর, ২০১৮)
|