এই দিনে

ইতিহাসে এই দিনে : ৪ জুন

বাংলাদেশ

৫ জুন, ২০০৭ : দৈনিক ইত্তেফাকের প্রথম পৃষ্টা
৪ জুন, ২০০৭ : জোট আমলে পুলিশে ৮০ ভাগ লোক নেয়া হয়েছে টাকার বিনিময়ে
বিগত জোট সরকারের আমলে পুলিশে যেসব লোক নিয়োগ করা হয়েছে, তার মধ্যে ৮০ ভাগ লোকেরই চাকরি হয়েছে টাকার বিনিময়ে। আর ২০ ভাগ লোককে নিয়োগ দেয়া হয়েছে দলীয় পরিচয়ের ভিত্তিতে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রিমান্ডে থাকা অবস্থায় যৌথবাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদের জবাবে এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, পুলিশে চাকরি দেয়ার বিনিময়ে টাকা সংগ্রহের দায়িত্বে ছিল হাওয়া ভবনের দুই প্রভাবশালী ব্যক্তি ডাক্তার ফিরোজ ও বকুল। এ ব্যাপারে তাদেরকে প্রশ্রয় দিয়েছেন তারেক রহমান নিজে। তবে তারেক রহমান পুলিশে লোক নিয়োগের ক্ষেত্রে ছাত্রদলের নেতা-কর্মীদের প্রাধান্য দিতেন বেশি।
পাঁচ বছরে ১৫ হাজার কোটি টাকা ব্যয় হলেও বিদ্যুৎ পাচ্ছে না জনগণ
জোট সরকারের পাঁচ বছরে বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ হলেও দেশের বিদ্যুৎ খাতের কোন উন্নতি হয়নি। হাজার হাজার কোটি টাকা খরচ করার পরও দেশে বিদ্যুতের সমস্যার কোন সমাধান হয়নি। সরকারি খাতে গত ২০০১-২০০২ অর্থ বছর থেকে ২০০৬-২০০৭ সাল পর্যন্ত এতো অর্থ কিভাবে খরচ হলো এবং এ বিপুল ব্যয় থেকে কোন ফলই কেন এলো না, সেই বিষয়টি বর্তমান সরকারকে ভাবিয়ে তুলেছে। যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তাদের বেশীরভাগই এখন ধরা ছোঁয়ার বাইরে।
তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক – ৫ জুন ২০০৭
বাংলাদেশের উল্লেখযোগ্য ঘটনাবলি:
১৯৭২ যশোর স্টেশনে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় ৫ শতাধিক ব্যক্তি হতাহত।
১৯৭৬ টাঙ্গাইলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমাবেশে জিয়ার ভাষণ। জাতীয় প্রতিরক্ষা তহবিল গঠন।
১৯৭৯ বরিশালে যাত্রীবাহী লঞ্চডুবি। আবগারি কর ধার্যের প্রতিবাদে স্বর্ণব্যবসায়ীদের ধর্মঘট।
১৯৮২ ভারতের সাথে গমচুক্তি স্বাক্ষর।
১৯৮৩ শিশু একাডেমীতে ইসলামি সম্মেলন।
১৯৯৭ মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭, আহত ২৫।
১৯৯৮ পূর্ণ বেতনস্কেল ও অফিস সময়ের পরিবর্তনের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ। অফিসের সময়সূচি বদলাবে না বলে সরকারের ঘোষণা।
১৯৯৮ আসামের ‘উলফা’ নেতা অনুপ চেটিয়া ও তার দুজন সহযোগীর আদালতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা।
১৯৯৯ চট্টগ্রামে হত্যাবিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম বলেন, ‘লিয়াকত হত্যাকারীরা মাটির নিচেও লুকিয়ে থাকতে পারবে না। হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে।’
নৌবাহিনীর নয়া প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের।
২০০৫

৫ জুন, ২০০৫: দৈনিক ইত্তেফাকের প্রথম পৃষ্টা
নাটকীয়ভাবে বিদিশা গ্রেফতার
জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদের দায়ের করা মামলায় বিকেলে নাটকীয় ঘটনার মধ্য দিয়ে পুলিশ বিদিশা এরশাদকে গ্রেফতার করেছে। এর আগে এরশাদ গুলশান থানায় অর্থ আত্মসাৎ, প্রাণে হত্যা ও প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৩৭৯, ৪২৭ ও ৫০৬ ধারায় বিদিশার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মধ্যরাত থেকে পুলিশ এরশাদের বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্কের বাড়ি ঘেরাও করে রাখে।
২০০৫ শেরেবাংলা মেডিক্যাল কলেজ ছাত্রাবাসে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। এ সময় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৬ জন আহত হয়। আহতদের মধ্যে ছাত্র শিবিরের ৩ নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষকালে ছাত্রাবাসের ২৩টি কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়।
‘বিরোধীদল ইস্যুবিহীন হরতাল দিয়ে রাজনৈতিক পরিস্থিতির অনতি ঘটাচ্ছে।’ —প্রধানমন্ত্রী খালেদা জিয়া
আওয়ামী লীগ নরসিংদির উপনির্বাচনে অংশ নেবে না।
২০০৫ ‘বিরোধীদল ইস্যুবিহীন হরতাল দিয়ে রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।’ —প্রধানমন্ত্রী খালেদা জিয়া
আওয়ামী লীগ নরসিংদির উপনির্বাচনে অংশ নেবে না।
২০০৬ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের দীর্ঘতম যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
কারখানা খুলুন, জানমালের নিরাপত্তা দেবো। —বাণিজ্যমন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন
২০০৭ বিগত জোট সরকারের আমলে পুলিশে যেসব লোক নিয়োগ করা হয়েছে, তার মধ্যে ৮০ ভাগ লোকেরই চাকরি হয়েছে টাকার বিনিময়ে। আর ২০ ভাগ লোককে নিয়োগ দেয়া হয়েছে দলীয় পরিচয়ের ভিত্তিতে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রিমান্ডে থাকা অবস্থায় যৌথবাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদের জব বেশি।
জোট সরকারের পাঁচ বছরে বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ হলেও দেশের বিদ্যুৎ খাতের কোন উন্নতি হয়নি। হাজার হাজার কোটি টাকা খরচ করার পরও দেশে বিদ্যুতের সমস্যার কোন সমাধান হয়নি।।
সরকার সবার জন্য বিদ্যুতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আগামী ২০২০ সাল। আর এজন্য প্রয়োজন ১৭ হাজার ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ। এ লক্ষ্যে পৌঁছাতে ২০০৭ সাল পর্যন্ত তৎকালীন সরকার উৎপাদনের টার্গেট ধরেছিল ৬ হাজার ৭শ’ মেগাওয়াট। আর এই কারণে জোট সরকার ক্ষমতায় আসার পর অগ্রাধিকার ভিওিতে ১ হাজার ২শ’ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করে। কিন্তু সেই কাজের কোন ফল আসেনি। সে সময়ে নতুন উৎপাদন যোগ হয়েছে মাত্র ৮০ মেগাওয়াট। নানা ভাবে অর্থ খরচের সাথে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দফায় দফায় যে উদ্যোগ নেয়া হয়েছে, সেই উদ্যোগগুলোর কোনটাই বাস্তবায়ন হয়নি।
খুলনা, কাপ্তাই, ঘোড়াশাল, আশুগঞ্জসহ কয়েকটি কেন্দ্রের পুরনো বিদ্যুৎ ইউনিট মেরামত করার জন্য এক হাজার কোটির বেশি টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু এ ইউনিটগুলোও পরবর্তীকালে ভালভাবে চলেনি। জানা গেছে, একটি ছোট ইউনিট মেরামত করতে ব্যয় করা হয়েছে ১৭০ কোটি টাকা। কিন্তু ১৭০ কোটি টাকা ব্যয় করে ওই ক্ষমতার একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব ছিল। অভিযোগ আছে, এ ইউনিটগুলো যেনতেনভাবে মেরামত করা হয়েছে। কোনটি শুধুমাত্র রং করা হয়েছে। এর বাইরে কোন কাজ করা হয়নি। কিন্তু কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে।
২০০৮ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের সদিচ্ছা থাকলে সংলাপের এমন পরিস্থিতি হতো না। একদিকে সংলাপ, অন্যদিকে গ্রেফতার চলছে। তাই সংলাপ সাজানো নাটক। সংলাপ সফল হোক তারা চায় না। তিনি বলেন, সংলাপে প্রধান রাজনৈতিক দলগুলো যাচ্ছে না। জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে পছন্দের লোক দিয়ে নির্বাচন করে সরকার গঠন করাই তাদের উদ্দেশ্য। যেনতেন প্রকারের নির্বাচন জনগণ মানবে না। দেশকে বাঁচাতে হলে নির্বাচনের বিকল্প নেই। এতদিনে প্রমাণিত হয়েছে, রাজনীতিবিদ ছাড়া দেশকে কেউ এগিয়ে নিতে পারবে না।
২০১০ পুরান ঢাকার নিমতলীতে গত রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে বলে ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরান ঢাকার গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড়ে পুলিশের চেকপোস্টের সামনে এক জঙ্গি সদস্যের বোমা হামলায় আজ সন্ধ্যায় পুলিশ কনস্টেবলসহ চারজন আহত হয়েছেন। পুলিশ ব্যাগভর্তি আটটি তাজা বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় বোমা নিক্ষেপকারী জঙ্গি সদস্য সৈকতকে (২৫) আটক করেছে।
২০১১ ‘আদালতের রায় মানা সংসদের জন্য বাধ্যতামূলক নয়।’ —বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া
‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সর্বোচ্চ আদালতের রায় না মানলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। তাদের রায়টিকে আইন হিসেবে মানতে হবে। ‘ —আইনমন্ত্রী শফিক আহমেদ
২০১১ রাজধানীতে ১১টি বাসে আগুন


বিএনপি জোটের ডাকা আগামীকালের হরতালকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে আজ ১১টি যাত্রীবাহী বাস ও একটি ট্যাক্সি ক্যাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যানবাহনে অগ্নিসংযোগ, নাশকতা সৃষ্টির চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচক্করের কাছে একটি যাত্রিবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় একই সময় আজিমপুর, বাংলামোটর এবং ফকিরাপুলে তিনটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া রাত আটটার দিকে মহাখালী, কাঁটাবন, কাপ্তানবাজার ও কমলাপুর এলাকায় চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত নয়টার দিকে জুরাইনে ও মোহাম্মদপুর আসাদ এভিনিউ এলাকায় দুটি বাস এবং খিলক্ষেত এলাকায় একটি ট্যাক্সি ক্যাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর দেড় ঘণ্টা পর মগবাজার রেলক্রসিং এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
২০১২ সম্প্রতি লন্ডনে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘সাগর-রুনি পরকীয়ার বলি’ হয়েছেন। সাংবাদিক নেতারা এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এটিএন বাংলার সাংবাদিক রুনি সম্পর্কে ওই প্রতিষ্ঠানের মালিকের এ ধরনের উক্তি অমানবিক, অসৌজন্যমূলক ও মানহানিকর।’
২০১৩ বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারিতে মোহাম্মদ আশরাফুলকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামরা গ্রামের ইবনে আব্বাস (রহ.) হেফজখানায় ইউছুপ খান নামের এক কিশোর ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে অজ্ঞান করেছেন এক শিক্ষক। উপজেলার একটি হেফজখানায় আবদুর রহমান নামের ওই শিক্ষক তাকে অন্তত ৫০০ বেত মারেন। একপর্যায়ে ইউছুপ খান অজ্ঞান হয়ে পড়ে। পরে পল্লি চিকিৎসক বিপুল দাস তাকে প্রাথমিক চিকিত্সা দেন।
২০১৩ ১৮-দলীয় জোটে অন্তর্ভুক্ত না হয়ে বিএনপির সঙ্গে নতুন রাজনৈতিক জোট করার ঘোষণা দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।
আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। তিনি বলেন, এই জোট হবে আন্দোলন ও নির্বাচনের জোট।
২০১৪ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে সপরিবারে মালয়েশিয়ায় গেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান গত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান৷ এরপর থেকে সেখানেই আছেন৷ এর মধ্যে তিনি গত বছর ওমরাহ হজ করার জন্য সৌদি আরবে গিয়েছিলেন৷
২০১৫ ব্যবসায়ীর টাকা লুটের ঘটনায় র‌্যাবের ছয় সদস্যের কারাদণ্ড হয়েছে। র‌্যাবের নিজস্ব আইনে বিচারের রায় ঘোষণার পর গত বৃহস্পতিবার বিকেলে সাজাপ্রাপ্ত ছয়জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় দেড় মাস আগে র‌্যাব-১-এর একটি দল এক ব্যবসায়ীকে আটক করে। এরপর ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় এক কোটি টাকা কেড়ে নেওয়া হয়।
২০১৫ ‘বিএনপি জিয়াউর রহমানকে নির্বাসিত করেছে’- এরকম মন্তব্য করে স্থায়ী কমিটির সদস্য লেফট্যানেন্ট জেনারেল (অব.) মাহবুব রহমান বলেছেন ‘বিএনপি জিয়ার আদর্শ চর্চা করে না। জিয়ার আদর্শ থেকে বিএনপি আজ হাজার হাজার মাইল দূরে সরে গেছে। এজন্য বিএনপি দুর্নীতিগ্রস্ত, স্বজনপ্রীতির, কলুষিত, অরক্ষিত আর রুগ্ন দলে পরিণত হয়েছে।’
২০১৬

ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সৌদি আরবের জেদ্দায় পৌঁছে ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর অন্য সফরসঙ্গীরাও এ সময় পবিত্র ওমরাহ পালন করেন।
২০১৬ পাঁচ দিনের সরকারি সফরে গতকাল শুক্রবার সৌদি আরবে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে এ সফরে গেছেন তিনি। বাদশাহ সালমানের সিংহাসনে আরোহণের পর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সৌদি আরব সফর।
২০১৬ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রতিহিংসা, গুম, খুন ও হত্যার রাজনীতি নয়। আসুন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে এক সঙ্গে সমঝোতার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করি। আশা করি, এ বিষয়ে সরকারের শুভ বুদ্ধি হবে।’
২০১৭ বাংলাদেশের পোশাক শিল্প কারখানা ছাড়া অন্যান্য শিল্প কারখানার রপ্তানি বহুমুখীকরণে ৯০ হাজারেরও বেশি দক্ষ কর্মসংস্থান সৃষ্টিতে ১০ কোটি ডলার অনুদান দিবে বিশ্বব্যাংক।
২০১৭ শেখ হাসিনাকে চাপ দিতে ইউনূস-হিলারি ঐক্য

শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে পরিচালিত একটি দুর্নীতির তদন্ত বন্ধের জন্য সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার পদ ব্যবহার করেছিলেন কিনা সে বিষয়ে জানতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র সিনেটের বিচার বিভাগীয় কমিটি। এ বিষয়ে কয়েকটি তথ্য জানতে চেয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে চিঠি লিখেছেন সিনেট কমিটির চেয়ারম্যান চাক গ্র্যাসলে। এদিকে বাংলাদেশ সরকার মার্কিন সিনেটের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
বয়সসীমা পার হওয়ার কারণে ২০১১ সালে ইউনূসকে যখন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিনটন। ইউনূস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের পারিবারিক বন্ধু। এছাড়া ক্লিনটন ফাউন্ডেশনের অন্যতম একজন দাতাও।

সিনেটরের চিঠিতে বলা হয়, ২০১০ থেকে ২০১২ সালের মাঝামাঝি সময়ে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে একাধিকবার চাপ দেন, যাতে ইউনূসের বিরুদ্ধে চলমান তদন্ত ও আইনি পদক্ষেপ বন্ধ করার বিষয়ে তার মাকে রাজি করান। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও চাপ দেওয়া হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে মার্কিন সিনেটের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান গ্র্যাসলে গত বৃহস্পতিবার ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে চিঠি লিখেছেন কিছু তথ্য জানার জন্য। তিনি চিঠিতে বলেছেন, হিলারির কর্মকাণ্ড সন্দেহের তৈরি করেছে যে, তিনি সম্ভবত নীতি লঙ্ঘন করেছেন এবং পররাষ্ট্র দপ্তরের সততার প্রতি জনগণের আস্থার অবমূল্যায়ন করেছেন। সিনেটর গ্র্যাসলে বলেন, ই-মেইলগুলো খতিয়ে দেখা যায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা, হিলারি ক্লিনটন এবং ক্লিনটন ফাউন্ডেশন ইউনূসকে গ্রামীণ ব্যাংকের পদ থেকে অপসারণের প্রক্রিয়াটি ঘনিষ্ঠভাবে নজরদারি করেছে। একইসঙ্গে বাংলাদেশে তত্কালীন মার্কিন রাষ্ট্রদূত ইউনূসের বিরুদ্ধে তদন্ত বন্ধে চাপ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কয়েক দফা সাক্ষাত করার চেষ্টা করেছিলেন।

তিনি আরও লিখেছেন, যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রনীতির বাইরে গিয়ে শুধু ব্যক্তিগত ও ক্লিনটন ফাউন্ডেশন থেকে উত্সারিত আর্থিক সম্পর্কের কারণে একটি সার্বভৌম সরকারের স্বাধীন তদন্তে হস্তক্ষেপে পররাষ্ট্রমন্ত্রী (হিলারি) যদি তার ক্ষমতা ব্যবহার করে থাকেন, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারির ক্ষমতার সঙ্গে তার পারিবারিক ফাউন্ডেশন মিলে গেলে সেটাকে সমানভাবে অসঙ্গত বলে জানিয়েছেন গ্র্যাসলে।
তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক – ৪ জুন ২০১৭
২০১৭ আধুনিকায়নের নামে পরিবেশের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সুন্দরবনের কোনো ক্ষতি না করেই বাস্তবায়িত হবে রামপাল বিদ্যুৎ প্রকল্প।
২০১৭ আপন জুয়েলার্সের ১৪ মণ সোনা জব্দ করে বাংলাদেশ ব্যাংকে জমা

অবশেষে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আপন জুয়েলার্সের ১৪ মণ সোনা জব্দ করে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। পাশাপাশি জব্দ করা ৪২৭ গ্রাম ডায়মন্ডও জমা দেওয়া হয়েছে। আপন জুয়েলার্সের ৫টি শাখায় পূর্ব নির্ধারিত সাড়ে ১৩ মণ সোনা জব্দ করার ঘোষণা দিলেও গতকাল গুলশানে ডিএনসিসি মার্কেটে আপন জুয়েলার্সের শাখা থেকে সোনা জব্দ করার সময় আরো ২২ কেজি অবৈধ সোনা পায় কাস্টমস কর্তৃপক্ষ। তারা সেই সোনাও জব্দ করে। এ নিয়ে জব্দ করা সোনার পরিমাণ ১৪ মণ। যার আনুমানিক বাজার মূল্য ২৬৯ কোটি টাকা।
২০১৭ কূটনীতিক ইসমত জাহান সরকারের সিনিয়র সচিব হলেন। পররাষ্ট্র সার্ভিসের জ্যেষ্ঠতম কর্মকর্তা হিসেবে সরকার ইসমত জাহানকে ১ জুন এই মর্যাদা দিয়ে আদেশ জারি করে। উল্লেখ্য, রাষ্ট্রদূত ইসমত জাহান পররাষ্ট্র সার্ভিসের ইতিহাসে এই প্রথম সিনিয়র সচিব হলেন।।
২০১৮ চলতি ২০১৭-১৮ অর্থবছরের এপ্রিল পর্যন্ত হিসাবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ লোকসানে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটির ২০১৭-১৮ অর্থবছরে নীট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ কোটি টাকা।
২০১৮ আজ রাত আটটা ২০ মিনিটে সৌদি আরবের এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি বিমানে করে কুলসুমসহ নির্যাতনের শিকার ৩০ জন নারীকর্মী দেশে ফিরেছেন। এর আগে গত ১৫ মে সৌদি আরব থেকে নির্যাতনের শিকার আরো ৪০জন গৃহকর্মী দেশে ফিরেন। স্বপ্ন নিয়ে তারা দেশ ছেড়েছিলেন। সৌদি আরব গিয়েছিলেন গৃহকর্মীর কাজ নিয়ে। আর ফেরত আসলেন পলিথিন ভরা কয়েকটি ছেঁড়া কাপড় নিয়ে। ইমিগ্রেশন শেষ হওয়ার পর বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাদের চোখে ছিল অশ্রু। নিজেদের আড়াল করতে তারা মুখমন্ডল কাপড় দিয়ে ঢেকে রাখেন। এর মধ্যে কেউ কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। বলছিলেন, ‘ছবি, ভিডিও করে কী করবেন? পারলে অন্য নারীদের সৌদি যাওয়া ঠেকান। আর কেউ যেন গৃহকর্মী হিসেবে সৌদি আরব না যায়। আটকে পড়া নারীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।’
সৌদি ফেরত নারীরা জানিয়েছেন, দেশটির বাসাবাড়িতে কাজ করতে গিয়ে তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন। কাজ করার পর তারা কোনো ধরনের বেতন পাননি। উল্টো বেতন চাইতে গিয়ে মারধর, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বাধ্য হয়ে তারা বাসা বাড়ি থেকে পালিয়ে যান এবং বাংলাদেশের আশ্রয় কেন্দ্রে তাদের রাখা হয়েছিল। সেখান থেকে তারা দেশে ফেরেন।
২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র এখন শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত এবং অর্থনীতিও যথেষ্ট শক্তিশালী।
২০১৮ চাঁদপুর শহরের ষোলঘর এলাকার নিজ বাসায় কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ছবি ও তথ্যসূত্র: ইন্টারনেট, দেশ-বিদেশের পত্র-পত্রিকা, টিভি-রেডিও সংবাদ

আজকের তারিখ ও এখনকার সময় (বাংলাদেশ)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।