এই দিনে

ইতিহাসে এই দিনে : ২৭ জুলাই
বাংলাদেশ

২৭ জুলাই ২০০৭

Bangladesh

বুলেট প্রুফ গাড়ি : শেখ হাসিনার বিরুদ্ধে শুল্ক ফাঁকির মামলা হচ্ছে

আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছয় কোটি টাকার শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুল্ক পরিশোধ না করেই তিনি জার্মানীর তৈরী দু’টি বুলেট প্রুফ মার্সিডিজ বেঞ্জ গাড়ি ২০০৫ সালের জুন মাস থেকে ব্যবহার করেন। একই ঘটনায় আরো দু’টি মামলায় গাজীপুরের সাবেক এমপি জাহিদ আহসান রাসেল এবং মাগুরার সাবেক এমপি ডাঃ এম সিরাজুল আকবরকে আসামী করা হবে। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, গাড়ি দু’টি ক্রয়ের জন্য টাকার উৎস, আইন না মেনে অবৈধভাবে হস্তান্তর এবং শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগ আনা হচ্ছে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে। দুর্নীতি বিরোধী টাস্কফোর্স ১০ দিনের ব্যবধানে ধানমন্ডির সুধা সদন থেকে হাসিনার ব্যবহৃত বুলেট প্রুফ গাড়ি দু’টি জব্দ করে। শুল্কমুক্ত কোটায় বিদেশ থেকে গাড়ি আমদানির অধিকার রয়েছে নির্বাচিত সংসদ সদস্যদের। আর গাড়ি আমদানির পর সেটি সংসদ সদস্যের ব্যবহার করা বাধ্যতামূলক।

২৭ জুলাই ২০১৬

Bangladesh

 

জন্ম

Abdul Alim

আবদুল আলীম
(২৭ জুলাই, ১৯৩১ – ৫ সেপ্টেম্বর, ১৯৭৪)
বাংলা লোকসঙ্গীত শিল্পী

১৯৩১ সালের ২৭ জুলাই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে তাঁর জন্ম। তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি দূর অগ্রসর হয় নি। পাঠশালায় পড়ার সময় গ্রামোফোন রেকর্ডে গান শুনে সঙ্গীতের প্রতি তিনি আকৃষ্ট হন, পরে স্থানীয় ওস্তাদ সৈয়দ গোলাম আলীর নিকট সঙ্গীতে তালিম নেন। শৈশবেই সভা-সমিতিতে গান গেয়ে আবদুল আলীম সুনাম অর্জন করেন। পরে কলকাতা গিয়ে আব্বাসউদ্দীন আহমদ ও কাজী নজরুল ইসলামের সঙ্গে তিনি পরিচিত হন।

দেশভাগের পর আবদুল আলীম ঢাকা এসে বেতার-শিল্পীর মর্যাদা লাভ করেন। এখানে বেদারউদ্দীন আহমদ, ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, মমতাজ আলী খান, আব্দুল লতিফ, কানাইলাল শীল, আব্দুল হালিম চৌধুরী প্রমুখের নিকট তিনি লোকসঙ্গীত ও উচ্চাঙ্গসঙ্গীতে শিক্ষা গ্রহণ করেন। ঢাকার সঙ্গীত মহাবিদ্যালয় লোকগীতি বিভাগে তিনি কিছুদিন অধ্যাপনাও করেন। বেতার, টেলিভিশন, চলচ্চিত্র ইত্যাদি মাধ্যমে গান গেয়ে তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন। কলকাতা, বার্মা, চীন ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন সফর করে তিনি বিদেশীদে নিকট বাংলা লোকসঙ্গীতের পরিচয় তুলে ধরেন। আবদুল আলীম মারফতি-মুর্শিদি গানে ছিলেন অদ্বিতীয়। তাঁর দরদভরা কণ্ঠে মরমিধারার এ গান অতি চমৎকারভাবে ফুটে উঠত। তিনি প্রায় পাঁচশ গানে কণ্ঠ দিয়েছেন। এসবের মধ্যে কিছু গান তাঁর নিজের রচনা। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় পুরস্কার একুশে পদক (মরণোত্তর, ১৯৭৭) লাভ করেন।

সূত্র: বাংলাপিডিয়া

 
বহির্বিশ্ব
India

২০১৫: ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মারা গেছেন

ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মারা গেছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছে। বার্তা সংস্থাটির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সোমবার মেঘালয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। রাজ্যটির রাজধানী শিলংয়ে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টে বক্তৃতা দিতে গিয়েছিলেন তিনি। বক্তৃতা দিতে মঞ্চে ওঠার পর অসুস্থ হয়ে পড়ে গেলে তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানিয়েছেন, আব্দুল কালাম হার্টঅ্যাটাকে মারা গেছেন।

মিসাইল ম্যান নামে পরিচিত এই পরমাণু বিজ্ঞানী ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ১৯৩১ সালের ১৫ অক্টোবর দক্ষিণ ভারতের তামিল নাড়ুর রামেশ্বরমের একটি মাঝি পরিবারে তার জন্ম। ১৯৯৮ সালে ভারতের দ্বিতীয় পারমাণবিক অস্ত্রের পরীক্ষায় নেতৃত্ব দিয়েছিলেন বৈচিত্র্যপূর্ণ জীবনের অধিকারী এই বিজ্ঞানী। এছাড়াও ভারতের মহাকাশ কার্যক্রমেরও নেতৃত্ব দিয়েছেন তিনি। তার কাজের অবদান স্বরূপ ভারত সরকার তাকে পদ্ম ভূষণ ও ভারত রত্ন উপাধিতে ভূষিত করে। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতির পদ অলংকৃত করেন। তার আত্মজীবনীর নাম উইংস অব ফায়ার। বিশ্বের বেশ কয়েকটি ভাষায় বইটি অনূদিত হয়েছে।

 
দেশেবিদেশে : আজকের ছুটির দিন ও উদযাপনা

Puerto Rico : Jos‚ Celso Barbosa Birthday (1857)
Virgin Islands : Hurricane Supplication Day

 
আজকের উদ্ধৃতি

‘২০০৫ সালে আপনারা (বিএনপি) বড় পুকুরিয়ার কয়লা চুরিটা শুরু করেছিলেন সেই ধারাবাহিতায় কিছু কর্মকর্তা চুরির সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের সরকার সেই চোরদের ধরেছে এবং এই চোরদের ধরার প্রক্রিয়ার মধ্যদিয়ে ২০০৫ সালে কারা চুরির সঙ্গে যুক্ত ছিল সেটিও নিশ্চয় বেরিয়ে আসবে। যারা ক্ষমতায় থাকা অবস্থায় চুরি এবং দুর্নীতির কারণে বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। যাদের চেয়ারপারসন এতিমের টাকা চুরি করার কারণে শাস্তি প্রাপ্ত হয়ে সাজা ভোগ করছেন। যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই দুটি মামলায় দণ্ডিত হয়ে দেশান্তরি হয়েছেন এবং লন্ডনে টেক্স ফাইলে চুরির অর্থ জায়েজ করার জন্যই তিনি বলেছেন জুয়া খেলার মাধ্যমে অর্থ উপার্জন করেছেন। যাদের দুর্নীতির বিরুদ্ধে এফবিআই দেশে এসে সাক্ষ্য দিয়ে যায়। যাদের চেয়ারপারসনের প্রয়াত ছেলে দেশান্তরি হয়ে মালেশিয়ায় শ্রমিক হিসেবে নিবন্ধিত হয়ে ছিলেন। যাদের দুর্নীতি সিঙ্গাপুরে উৎঘাটিত হয়। যাদের দুর্নীতি ও সন্ত্রাসের কারণে তাদের (বিএনপির) দলের নেতাদের আমেরিকাতে শাস্তি হয়। তারা আবার বড় গলায় কথা বলেন। অর্থাৎ চোরের মায়ের বড় গলা।’
হাছান মাহমুদ : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক (২৭ জুলাই, ২০১৮)


আজকের তারিখ ও এখনকার সময় (বাংলাদেশ)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।