ইতিহাস

ইতিহাস
Tuesday, 25th March, 2025

 

Python
অম্লবৃষ্টি (Acid Rain)

অম্লবৃষ্টি (Acid Rain) স্বাভাবিক অম্লতার (pH ৫.৬) চেয়ে বেশি অম্লতাযুক্ত (৪.৫ হতে ২.১) বৃষ্টিপাত। পরিশোধিত (Distilled) পানির pH ৭। আর বায়ুমন্ডলের কার্বন ডাই অক্সাইডের (CO2) কারণে স্বাভাবিক বৃষ্টিও কিছু অম্ল হয়ে থাকে (pH ৫.৬)। আবহমন্ডলে সালফার ডাইঅক্সাইড (SO2) ও নাইট্রোজেনের নানা অক্সাইড এর উপস্থিতি অম্লবৃষ্টির কারণ। জীবাশ্ম জ্বালানি, যেমন পর্যাপ্ত গন্ধকসম্পৃক্ত কয়লা পোড়ানোর ফলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর নাইট্রোজেন অক্সাইডের উৎস কল-কারখানা ও মোটরযান থেকে নির্গত ধোঁয়া। অম্লবৃষ্টি আজ বিশ্বের অন্যতম প্রধান পরিবেশ সমস্যা। বাংলাদেশে কলকারখানার সংখ্যা এবং অত্যধিক মোটরযান বৃদ্ধির ফলে এ দেশেও আকাশ থেকে অম্লবৃষ্টির আশঙ্কা বাড়ছে।

নদী ও হ্রদে অম্লসম্পৃক্ত বৃষ্টিপাতের ফলে মাছের ডিম ও পোনা মারা যায়। শৃঙ্খলবিক্রিয়ায় বন্যপ্রাণী, মৎস্যভুক পাখি, মানুষ ও অন্যান্য জীবজন্তু ক্ষতিগ্রস্ত হয়। অম্লবৃষ্টি উদ্ভিদের জন্য অপরিহার্য মৃত্তিকার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও সোডিয়ামের মাত্রা হ্রাস করে। মাটিতে বর্জ্য পাতা পচানোর ব্যাকটেরিয়াকে বাধা দেয়, কেঁচো ও উপকারী জীবদের মেরে ফেলে এবং বীজের অঙ্কুরোদ্গমে বিঘ্ন ঘটায়। এতে ধাতুর বিষাক্ত যৌগ অবমুক্ত হয় এবং এগুলি গাছপালার শিকড়ে ও পানি সরবরাহ ব্যবস্থায় প্রবেশ করে। বিজ্ঞানীদের মতে অম্লবৃষ্টির দরুন মাটির উর্বরতা কমে যাওয়ায় বন ও ফসলের উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। ঢাকা, খুলনা ও চট্টগ্রাম শহরে এবং এগুলির আশপাশের শিল্প এলাকা বাংলাদেশে অম্লবৃষ্টির উৎস। প্রতিবেশী দেশ ভারতের বিদ্যুৎ উৎপাদন প্লান্ট এবং কলকাখানা থেকেও সীমান্ত পেরিয়ে প্রচুর পরিমাণ সালফিউরিক ও নাইট্রিক এসিড আসছে। ফলে জীবজন্তুর প্রজনন ক্ষমতা হ্রাস ও ফসলের উৎপাদনশীলতায় ঘাটতির লক্ষণ দেখা যাচ্ছে।


স্থাপত্য, ভাস্কর্য্য, শিল্পকর্ম, সংস্কৃতি

Doyel-Chattar

দোয়েল চত্বর

দোয়েল চত্বর ঢাকার শাহবাগে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর অন্যতম হচ্ছে দোয়েল চত্বর। এর স্থপতি হলেন আজিজুল জলিল পাশা। এটি বাংলাদেশের জাতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক যা বাংলাদেশের ইতিহাসকে সমৃদ্ধ করেছে।

দোয়েল চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে কার্জন হলের সামনে অবস্থিত। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের একটি স্মারক ভাস্কর্য। এর স্থপতি হলেন আজিজুল জলিল পাশা। এটি বাংলাদেশের জাতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক যা দেশের ইতিহাসকে সমৃদ্ধ করে। শাহবাগে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে একটি হচ্ছে দোয়েল চত্বর।

Ref: Wikipedia, Banglapedia, Newspapers, Internet


রেকর্ড/ব্যতিক্রম

big_mango

একটি আমের ওজন ৪ কেজি ২৪৫ গ্রাম

৪ কেজি ২৪৫ গ্রাম ওজনের এই আম পৃথিবীর সবচেয়ে ওজনদার আম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। রেকর্ডটি হয়েছে ২০২১ সালের এপ্রিল মাসে। এর আগে সবচেয়ে বড় আমটি ফলেছিল ২০০৯ সালে, ফিলিপাইনে। সেটির ওজন ছিল ৩ কেজি ৪৩৫ গ্রাম। নতুন রেকর্ডধারী এই আম ফলিয়েছেন কলম্বিয়ার দুই কৃষক রিনা মারিয়া ম্যারোকুইন (উপরের ছবিতে বাঁয়ে) ও জার্মান অরল্যান্ডো নোভোয়া ব্যারেরা। কলম্বিয়ায় সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে আম চাষ হয় না।

Ref: Internet, Newspapers


ধাঁধাঁ

সবুজ বুড়ি হাটে যায়, হাটে যাইয়া চিমটি খায়।
এই সবুজ বুড়ির নাম কী?


তথ্য ও ছবির সূত্র: এই পাতার সব তথ্য-উপাত্ত ও ছবি বিভিন্ন বই-পুস্তক, পত্র-পত্রিকা, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া এবং ইন্টারনেট থেকে সম্পূর্ণ বা আংশিক সংগৃহীত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।