
কচুরিপানা সাতটি প্রজাতি আছে এবং এরা মিলে আইকরনিয়া গণটি গঠন করেছে। কচুরিপানা মুক্তভাবে ভাসমান বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা। পুরু, চকচকে এবং ডিম্বাকৃতির পাতাবিশিষ্ট কচুরিপানা পানির উপরিপৃষ্ঠের ওপর ১ মিটার পর্যন্ত বাড়তে পারে। এর কান্ড থেকে দীর্ঘ, তন্তুময়, বহুধাবিভক্ত মূল বের হয়, যার রং বেগুনি-কালো। একটি পুষ্পবৃন্ত থেকে ৮-১৫ টি আকর্ষণীয় ৬ পাঁপড়ি বিশিষ্ট ফুলের থোকা তৈরি হয়। কচুরিপানা খুবই দ্রুত বংশবিস্তার করতে পারে। এটি প্রচুর পরিমাণে বীজ তৈরি করে যা ৩০ বছর পরও অঙ্কুরোদগম ঘটাতে পারে। সবচেয়ে পরিচিত কচুরিপানা Eichhornia crassipes রাতারাতি বংশবৃদ্ধি করে এবং প্রায় দুই সপ্তাহে দ্বিগুণ হয়ে যায়। ধারণা করা হয় কচুরিপানার অর্কিড-সদৃশ ফুলের সৌন্দর্যপ্রেমিক এক ব্রাজিলীয় পর্যটক ১৮শ শতাব্দীর শেষভাগে বাংলায় কচুরিপানা নিয়ে আসেন। তারপর তা এত দ্রুত বাড়তে থাকে যে ১৯২০ সালের মধ্যে বাংলার প্রায় প্রতিটি জলাশয় কচুরিপানায় ভরে যায়। নদ-নদীতে চলাচল দুঃসাধ্য হয়ে পড়ে আর জলাভূমির ফসল আমন ধান আর পাট চাষ অসম্ভব হয়ে পড়ে, ফলে বাংলার অর্থনীতিতে স্থবিরতা দেখা দেয়। ১৯৩৬ সালে কার্যকর কচুরিপানা বিধি মোতাবেক সকলের জন্য তাদের নিজ জমি বা দখলি এলাকায় কচুরিপানা রাখা নিষিদ্ধ ঘোষিত হয় এবং কচুরিপানা উৎখাত অভিযানে সকলের সহায়তা বাধ্যতামূলক করা হয়। ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে প্রশাসকদের সেখানকার কচুরিপানা ধ্বংস কর্মসূচি পালন এবং প্রধানত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এখনও দেশের অনেক জায়গায়, বিশেষত বিল ও হাওরে কচুরিপানা আছে, কিন্তু তাতে নৌ চলাচল বা চাষাবাদে কোনো সমস্যা দেখা দেয় না। এটি এখন প্রধানত সার হিসেবেই অধিক ব্যবহূত হয় এবং বর্ষাকালে বন্যা আক্রান্ত অঞ্চলে গবাদি পশুর খাদ্য যোগায়। এছাড়া হাওর অঞ্চল সংলগ্ন এলাকায় বাঁশ দিয়ে আটকে রেখে ঢেউয়ের আঘাত থেকে ভিটে-মাটি রক্ষায় ব্যবহূত হয়।
অজ্ঞতা যে কষ্ট আনে অজ্ঞ লোকেরা অজ্ঞতার কারণে তা বুঝতে পারে না।
– প্লেটো
না বুঝেও বুঝার ভান করার চেয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করা ভালো।
– বেকন
If you only read the books that everyone else is reading, you can only think what everyone else is thinking.
― Haruki Murakami
War is God’s way of teaching Americans geography.
― Ambrose Bierce
অঙ্গনা [অঙ্গনা] বিশেষ্য (স্ত্রীলিঙ্গ)
১ নারী; রমণী।
২ অঙ্গসৌষ্ঠব সম্পন্না স্ত্রী; সুদর্শনা নারী।
উদাহরণ:
১। অনেক দিবস ধরি অসুস্থ অঙ্গনা-দৌলত উজির বাহরাম খান।
২। কি রঙ্গে অঙ্গনা বেশ ধরিলি দুর্মতি?-মাইকেল মধুসূদন দত্ত।
যুক্তবর্ণ
ঙ্ম = ঙ + ম; বাঙ্ময়
চ্চ = চ + চ; বাচ্চা
accede [আক্সীড্] verb intransitive
accede (to) (১) রাজি হওয়া; মেনে নেওয়া; সম্মতি জানানো।
(২) (পদ, কর্তৃত্ব, দফতরে) সমাসীন হওয়া।
Example:
1. The housing authority has, however, a discretion to accede to the request.
2. Elizabeth I acceded to the throne in 1558.
Beside / besides Common errors
Beside and besides have very different meanings. Beside shows position. It means next to. Besides means ‘in addition’.
Example:
1. Besides the violin, she can play the piano.
2. I didn’t talk to anybody else besides Jane.
The coconut palm is actually the national tree of the Maldives.
তথ্য ও ছবির উৎস: এই পাতার সব তথ্য-উপাত্ত ও ছবি দেশ-বিদেশের বিভিন্ন বই-পুস্তক, অভিধান, পত্র-পত্রিকা, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া এবং ইন্টারনেট থেকে সংগৃহীত