জানা-অজানা

Saturday, 27th April, 2024

Pied-Avocet
উল্টোঠুঁটি (Pied Avocet)

উল্টোঠুঁটি Recurvirostridae পরিবারের মাঝারি আকারের (৪৬ সে.মি.) কাদাচর (wader) পরিযায়ী পাখি। দেখতে সাদাকালো এবং সরু, কালো লম্বাঠোঁট উপরের দিকে বাঁকানো; স্ত্রী পাখির ঠোঁট সামান্য ছোট হলেও পুরুষ পাখির চেয়ে বেশি বাঁকানো হয়। সাদাকালো হলেও দেহে বরফ-সাদা রঙের প্রাধান্য বেশি, তবে মাথার উপর অংশ, এবং ডানায় তিনটি চওড়া কালো রেখা আছে যা উড়ন্ত পাখির ডানার গোড়ায়, মাঝবরাবর এবং আগায় দেখা যায়। পা নীলাভ ও বেশ লম্বাটে যা দিয়ে কাদায় হাটতে সুবিধা হয়। শীতকালে বাংলাদেশের বড় বড় নদীর তীর ও উপকূলীয় অঞ্চলে মাঝে মাঝে এদের দেখা যায়। ভাটার সময় নদীর মোহনা, প্লাবনভূমি ও চরাঞ্চলের অগভীর পানিতে চিংড়ি, ঝিনুক ও নানা পোঁকামাকড় খুঁজে বেড়ায় এবং জোয়ারের সময় নদীর পাড় কিংবা উপকূলের কর্দমাক্ত স্থানে বিশ্রাম নেয়। অগায়ক পাখি হলেও উচ্চস্বরে ক্লুইথ করে ডাক দেয়। তবে উড়াল দেওয়ার সময় অনবরত কুইট কুইট কুইট স্বরে ডাকতে থাকে। এরা ইউরোপের উষ্ণাঞ্চল এবং পশ্চিম ও মধ্যএশিয়ায় প্রজনন করে। শীতে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে সরে পড়ে তবে কিছু পাখি ইউরোপের অপেক্ষাকৃত উষ্ণাঞ্চলে থেকে যায়। সাধারণত ছোট ছোট দলে ঘুরে বেড়ালেও শুধু প্রজনন ঋতুতে জোড়া বাঁধে এবং অনেক পাখি কাছাকাছি বাসা বানায়। এপ্রিল-আগস্ট মাসে প্রজনন করে, এসময় অগভীর জলাশয়ের ধারে, বালিতে অথবা হালকা তৃণাচ্ছাদিত জায়গায় খড়কুটো জড়ো করে বাসা বানায়। স্ত্রী পাখি ২-৩টি হালকা বাদামি রঙের ডিম পাড়ে; ২৩-২৫ দিনের মেধ্য ডিম ফুটে এভং ৫-৬ সপ্তাহে ছানারা বাসা ছেড়ে যায়। যদিও বাসা ছাড়ার পর আরও কিছুদিন বাবা-মার সান্নিধ্যে থাকে।


বাণী

দেশমাতৃকার জন্য যারা জীবন দান করেন তারাই সর্বোচ্চ সম্মানের অধিকারী।
জর্জ হার্বাট
তিন ইঞ্চি লম্বা জিভ একজন সাতফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে।
চীনা প্রবাদ


QUOTES

You can’t stay in your corner of the Forest waiting for others to come to you. You have to go to them sometimes.
A.A. Milne
Education is learning what you didn’t even know you didn’t know.
Daniel J. Boorstin


বাংলা

অকাজ [অকাজ্] বিশেষ্য – বাজে বা অন্যায় কাজ।

উদাহরণ:
১। সে হল অকাজের কাজী – আহমদ শরীফ


ENGLISH

abdicate [অ্যাব্‌ডিকেইট্‌] verb
১ ছেড়ে দেওয়া; দাবি ত্যাগ করা।
২ (পদে, অধিকার, বিশেষত সিংহাসন ইত্যাদি) ত্যাগ করা।
1 Fail to fulfil or undertake (a responsibility or duty)
2 (of a monarch) renounce one’s throne.
Example:
1. The government should abdicate some of its responsibilities to the local bodies.
2. The queen should abdicate in favour of her eldest son.
 
as simple as that idioms
সহজ; সহজসাধ্য বা সহজবোধ্য
1 extremely easy to understand or comprehend
2 not complicated at all
3 so easy and not more difficult than that
Example:
1. Every new recruit has to undergo an orientation course, it’s as simple as that.
2. China’s rise to global power is not as simple as that.


বিচিত্র তথ্য

One pint of donated blood can save up to 3 lives.


তথ্য ও ছবির উৎস: এই পাতার সব তথ্য-উপাত্ত ও ছবি দেশ-বিদেশের বিভিন্ন বই-পুস্তক, অভিধান, পত্র-পত্রিকা, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া এবং ইন্টারনেট থেকে সংগৃহীত