জানা-অজানা

Friday, 17th January, 2025

tatto Tower

উল্কি

উল্কি (Tatto) এক প্রকার অঙ্গচিত্র। আদিম সমাজে দেহের বিভিন্ন অঙ্গে উল্কি-ধারণ ধর্ম-বিশ্বাসের অংশ ছিল; পরে সমাজ বিকাশের সঙ্গে সঙ্গে তা সৌন্দর্যচর্চা, যৌনাচার, চিকিৎসা, সংবাদ প্রেরণ, আত্মরক্ষা ইত্যাদি কারণে ব্যবহূত হয়। উল্কির রং অমোচনীয়; একবার ধারণ করলে আমরণ থাকে। ভারতে হিন্দুদের বিশ্বাস, দেহের উল্কি অলঙ্কারস্বরূপ; পরলোকে তা বিক্রি করে স্বর্গে যাওয়া যায়। আফ্রিকার ইকোই জাতির মেয়েরা বিশ্বাস করে, মৃত্যুর পর তারা উল্কির বিনিময়ে খাদ্য সংগ্রহ করতে পারবে। প্রাচীনকালে মিশরের লোকেরা বুকে ও বাহুতে দেবতার নাম ও প্রতীকের উল্কি আঁকতো। এতে দেবতার সঙ্গে তাদের একাত্মতা সৃষ্টি হতো। কোনো কোনো জাতি মনে করে, উল্কির ঐন্দ্রজালিক শক্তি আছে; অঙ্গে তা ধারণ করলে আপদ-বিপদ থেকে আত্মরক্ষা পাওয়া এবং রোগ-ব্যাধি ও প্রেতাত্মার আক্রমণ প্রতিহত করা যায়। টোটেম গোষ্ঠীর লোকেরা স্ব-স্ব টোটেমের উল্কি পরে। এতে গোষ্ঠীচেতনা ও স্বাতন্ত্র্য রক্ষা করা সম্ভব হয়। নিউজিল্যান্ডের পুরুষরা কপালে, চোখের নিচে ও চিবুকে উল্কির ছাপ ধারণ করে। ইউরোপের নাবিকরা হাতে নোঙর ও জাহাজের উল্কি পরে।

ইদানিং বিশেষ করে পশ্চিমা বিশ্বে গায়ে উল্কি আঁকা ফ্যাশনে দাঁড়িয়ে গেছে৷ ছাত্র-ছাত্রী, গায়ক-গায়িকা থেকে শুরু করে সাধারণ মানুষের দেহও উল্কির নানা রঙে রঙিন হয়েছে৷ জার্মানিতে চালিত একটি জরিপে জানানো হয়েছে, ৩৫ বছরের নীচে যাদের বয়স তাদের পাঁচজনের মধ্যে একজনের গায়ে উল্কি আঁকা রয়েছে৷ বিদ্যুৎচালিত একটি যন্ত্রের সাহায্যে তা করা হয়৷ দেখতে তা অনেকটা ডেনটিস্টের ড্রিল মেশিনের মত যা দিয়ে দাঁতের চিকিৎসা করানো হয়৷ মেশিনের মাথায় রয়েছে অত্যন্ত সূক্ষ্ম একটি সুঁই৷ এই সুঁইটির মাথায় রঙ লাগনো থাকে৷ প্রতিবার সুঁইটি যখন চামড়ার ভেতরে প্রবেশ করানো হয় সেই সঙ্গে রঙও ভেতরে প্রবেশ করে৷ রঙের পরিমাণ এক মিলিলিটারেরও কম৷ চামড়ার যে স্তরে রঙটি লাগানো হয় তার নাম ডের্মিস৷ এই স্তরে যে কোন রঙ ঢোকাতে পারলে তা সারাজীবন দেখা যাবে৷ রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি এসব রং মানবদেহের জন্য ক্ষতিকারক। আমেরিকা-ইউরোপের দেশে হাজার হাজার ট্যাটু পার্লার রয়েছে। তবে যারা নিয়মিত এসব পার্লারে আসেন তারা এসব নিয়ে চিন্তিত নন৷ কৃত্রিম রঙ দিয়ে নিজেকে রঙিন করতে হবে এই চিন্তায় বিভোর তারা৷ এসব রাসায়নিক পদার্থ তাদের কোন ক্ষতি করবে কিনা তা তারা জানতেও চান না৷


বাণী

Error!
Error!


QUOTES

Error!
Error!


বাংলা

অগম্য বিশেষণ
যে নারী যৌনসম্ভোগের পক্ষে অবৈধ, যে নারীকে সম্ভোগ করা শাস্ত্রবিরুদ্ধ। [সং. ন+গম্যা]। ~গমন বি. অগম্যা নারীকে সম্ভোগ। ~গামী (-মিন্) বি. বিণ. অগম্যা নারীর সঙ্গে সংগমকারী।

উদাহরণ:
১। নায়ক শুনিয়া সব কহে রাম রাম। অগম্যা গমন করে বিধি যারে বাম।


ENGLISH

abominable [আবমিনাব্‌ল্] adjevtive
১ জঘন্য; ঘৃণ্য; ন্যক্কারজনক।
২ (কথ্য) অপ্রীতিকর; খারাপ; বিশ্রী: in abominable conditions; For God’s sake, stop these abominable things.
abominable snowman ইয়েতি বা হিমালয়ের তুষারমানব।
abominably [আবমিনাব্‌‌লি] (adverb) জঘন্যভাবে।
abominate Bengali definition [আবমিনেইট্] (verb transitive)
Example:
1. what an abominable mess!
2. This was a horrifying and abominable thing to do.
 
being vs. been common mistakes
The word been is the past participle form of be. It is used after have.
Example:
1. I have been to Australia.
2. The postman has already been.
The word being is the present participle form of the verb be. It is not used after have. As a rule, being is used after a form of be (is, am, are, was, were).
Example:
1. He is being sick. (NOT He has being sick.)
2. I was being careful.


বিচিত্র তথ্য

1.1 million people died during the four and a half years of Auschwitz’s existence.


তথ্য ও ছবির উৎস: এই পাতার সব তথ্য-উপাত্ত ও ছবি দেশ-বিদেশের বিভিন্ন বই-পুস্তক, অভিধান, পত্র-পত্রিকা, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া এবং ইন্টারনেট থেকে সংগৃহীত