নদী ও বিলের মাছের মধ্যে সুপরিচিত একটি মাছ আইড় (long-whiskered catfish)। পিঠ ও মাথার কাছে তিনটি শক্ত কাঁটা ও মুখে শুঁড়যুক্ত সুস্বাদু মাছ আইড়। পুষ্টি উপাদান : প্রতি ১০০ গ্রাম আইড় মাছে আছে ১৫.৯ গ্রাম আমিষ, ১.৩ গ্রাম চর্বি, ৮৯ কিলোক্যালরি খাদ্যশক্তি, ৩৮০ মি. গ্রাম ক্যালসিয়াম, ১৮০ মি. গ্রাম ফসফরাস, ০.৭ মি. গ্রাম লৌহ ও ০.৫ মি. গ্রাম নিয়াসিন। তা ছাড়াও আইড় মাছে আছে ওমেগা-৩ ফ্যাটি এসিড। ওষুধি গুণ : আমাদের শরীরের প্রাণিজ আমিষের ঘাটতি পূরণ করে ও দৈহিক গঠনে সহযোগিতা করে। ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠনে কার্যকর। ওমেগা-৩ ফ্যাটি এসিড হৃদরোগের ঝুঁকি কমায়।
দেশের প্রাকৃতিক জলাভূমিগুলো মারাত্মকভাবে দখল আর দূষণের কারণে বিপন্ন হচ্ছে প্রাকৃতিক মাছের জীবন। আজ থেকে দশ বা বিশ বছর আগে যেসব মাছ পাওয়া যেতো সেগুলোর অনেকগুলোই আজ অতীত। আইড় সুস্বাদু একটি মাছ। মাছটি পানির নিম্নস্তরের বসবাস করে। নদী-নালা, খাল-বিল, প্রাকৃতিক হাওর-জলাভূমিসহ পুকুর-ডোবাতে পাওয়া যেতো। এখনো বাজারে এই আইড় মাছের চাহিদা প্রচুর। তবে এখন এ মাছটি একেবারে বিলুপ্তির পথে। গত দশ বছর আগে আমাদের হাইল হাওর বা বাইক্কা বিলে যেসব প্রজাতির মাছ পাওয়া যেতো সেগুলো এখন আর নেই। এখন অধিকাংশই চাষ করা মাছ।
পৃথিবীতে যখন কোনো সত্য আত্মপ্রতিষ্ঠা করতিে চাহিয়াছে তখনই তাহার বিরুদ্ধাচরণ হইয়াছে ,এই বিরুদ্ধাচরণের ধারা ও নীতি মূলত সকল ক্ষেত্রে অভিন্ন।
― আকরাম খাঁ
গ্যাস জ্বালানী নিয়ে আন্দোলন কারী আনু মুহাম্মদরা হলো টোকাই।
― হাসান মাহমুদ (আওয়ামী লীগের সাবেক পরিবেশ মন্ত্রী)
I would rather walk with a friend in the dark, than alone in the light.
― Helen Keller
If you can’t do anything about it, laugh like hell.
― David Cook
অংহ বিশেষ্য
১ পাপ; অধর্ম; ২ অধঃপতন।
সমার্থক শব্দাবলি: অংহ, অক, পাপ।
ইংরেজি: sin, sinning।
উদাহরণ:
১। অংহেতে অঙ্কিত অঙ্গ।
abolish [আবলিশ্] verb transitive
(যুদ্ধ, দাসপ্রথা, প্রাচীনপ্রথা) লোপ করা; উচ্ছেদ করা। abolition [অ্যাবালিশ্ন্] (noun) [Uncountable noun] বিলোপসাধন; বিশেষত ১৮ ও ১৯ শতকে যুক্তরাষ্ট্রে দাসপ্রথার উচ্ছেদ। abolitionist [অ্যাবালিশানিস্ট্] noun (বিশেষত) নিগ্রো দাসপ্রথা বিলোপের পক্ষপাতী।
Example:
1. At the beginning of this year the global quota system for textiles was abolished.
2. The movements to abolish the trade and emancipate the slaves gathered momentum.
Semicolons (;) Punctuation
It’s no accident that a semicolon is a period atop a comma. Like commas, semicolons indicate an audible pause—slightly longer than a comma’s, but short of a period’s full stop.
Example:
Call me tomorrow; you can give me an answer then.
I am here; you are over there.
হরিণের কোনো পিত্তাশয় (গল ব্লাডার) নেই।
তথ্য ও ছবির উৎস: এই পাতার সব তথ্য-উপাত্ত ও ছবি দেশ-বিদেশের বিভিন্ন বই-পুস্তক, অভিধান, পত্র-পত্রিকা, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া এবং ইন্টারনেট থেকে সংগৃহীত