
মহেঞ্জোদারো ছিল প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর-বসতিগুলির মধ্যে অন্যতম। এটি অধুনা পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ নির্মিত এই শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম এবং প্রাচীন মিশর, মেসোপটেমিয়া ও ক্রিটের সভ্যতার সমসাময়িক। এই শহরের পুরাতাত্ত্বিক ধ্বংসাবশেষ বর্তমানে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। মহেঞ্জোদারো খ্রিস্টপূর্ব ২৬ শতাব্দীতে নির্মিত হয়েছিল। এটা প্রাচীন সিন্ধু সভ্যতার বৃহত্তম শহরগুলোর একটি, যেখানে আরেকটি প্রাগৈতিহাসিক শহর হরপ্পা গড়ে ওঠে।
নিজের উপর নিয়ন্ত্রন থাকলে …,
সাধনার জন্যে নির্জনতার প্রয়োজন পরেনা ।
― হেদায়েত সজীদ
দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না, কোনো অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে না। তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছে তারা বুদ্ধি বিক্রি করে খায়। দেশে অনির্বাচিত সরকার আসলে ওই বুদ্ধিজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটে।
― শেখ ফজলুল করিম সেলিম (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য)
Yesterday is history, tomorrow is a mystery, today is a gift of God, which is why we call it the present.
― Bill Keane
Democracy is beautiful in theory; in practice it is a fallacy.
― Benito Mussolini
অকরণ [অকরন্] বিশেষ্য
১ কর্মশূন্যতা; নিষ্ক্রিয়তা। ২ অবৈধ বা অন্যায় কাজ।
অকরণীয় (বিশেষণ) ১ অকর্তব্য; করা উচিত নয় এমন।
অকরণী (বিশেষ্য) (গনিত.) যে রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না;
উদাহরণ:
১। বটু কহে, এ কী অকরণ, ধরি তব চতুশ্চরণ– জীববধ মহাপাপ, তারো বেশি লাগে শাপ পরধন করিলে হরণ। – রবীন্দ্রনাথ ঠাকুর
যুক্তবর্ণ
ক্ষ্ণ = ক+ষ+ণ; তীক্ষ্ণ
ক্ষ্ব = ক+ষ+ব; ইক্ষ্বাকু
aberration [অ্যাবারেইশ্ন্] noun
১ [Uncountable noun] (সাধারণত লাক্ষণিক) বিপথগমন; বিপথগামিতা; নীতিভ্রংশ; বিচ্যুতি; অপেরণ।
২ [Countable noun] দোষ; বিচ্যুতি; চ্যুতি।
Example:
1. It also shouldn’t be seen as anything more than an aberration.
2. This despite White’s claim that it was all some sort of aberration.
above all idioms
পপ্রধানত; সব কিছুর আগে। before everything else; chiefly
Example:
1 , the little girl wanted a piano.
2 Rabindranath is, above all, a cosmopolitan personality.
পৃথিবীর চারটি দেশ – স্পেন, সান মারিনো, কসোভো ও বসনিয়া-হার্জেগোভিনার জাতীয় সংগীতে কোন কথা নেই, রয়েছে শুধু সুর।
তথ্য ও ছবির উৎস: এই পাতার সব তথ্য-উপাত্ত ও ছবি দেশ-বিদেশের বিভিন্ন বই-পুস্তক, অভিধান, পত্র-পত্রিকা, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া এবং ইন্টারনেট থেকে সংগৃহীত