জানা-অজানা

Tuesday, 19th March, 2024

Atiya-masjide

আতিয়া মসজিদ

আতিয়া মসজিদ টাঙ্গাইল জেলা সদর থেকে ৬ কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলার অন্তর্গত আতিয়া গ্রামে লৌহজং নদীর পূর্ব পারে অবস্থিত। ছোট এ মসজিদের বহির্ভাগের পরিমাপ ১৮.২৯ মি x ১২.১৯ মি এবং এর দেয়াল ২.২৩ মি প্রশস্ত। এক গম্বুজবিশিষ্ট বর্গাকৃতির মসজিদটির পূর্বদিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র তিন গম্বুজবিশিষ্ট আয়তাকৃতির বারান্দা রয়েছে। পূর্বদিকে খিলানবিশিষ্ট তিনটি প্রবেশপথ, মাঝখানেরটি দুপার্শ্বের প্রবেশপথ থেকে সামান্য উঁচু। আতিয়া মসজিদের খিলানগুলি চতুর্কেন্দ্রিক রীতির। বারান্দা থেকে তিনটি প্রবেশপথের মাধ্যমে প্রধান প্রার্থনা কক্ষে প্রবেশ করা যায়। এ ছাড়া দক্ষিণ ও উত্তর দিকে দুটি করে প্রবেশপথ রয়েছে। কিবলা দেয়ালে তিনটি অলঙ্কৃত মিহরাব আছে; কেন্দ্রীয় মিহরাবের পেছনে বাইরের দেয়াল কিছুটা প্রক্ষেপিত। মসজিদের চার কোণে চারটি অষ্টভুজাকৃতির পার্শ্ব বুরুজ রয়েছে যা সমদূরত্বে মোল্ডিং নকশায় বিভক্ত। বাংলাদেশে জাতীয় জাদুঘরে রক্ষিত শিলালিপিতে আতিয়া মসজিদটির নির্মাণকাল ১০১৯ হিজরি (১৬১০-১১ খ্রি.) উল্লেখ আছে। সম্রাট জাহাঙ্গীরের সময়ে বায়েজীদ খান পন্নীর পুত্র সাইদ খান পন্নী শাহ বাবা কাশ্মীরির সম্মানার্থে মসজিদটি নির্মাণ করেন বলে জানা যায়। নির্মাতা মসজিদের পশ্চিম দিকে একটি বড় জলাশয় খনন করেন। শাহ বাবা কাশ্মীরির আগমনে আতিয়া প্রাধান্য লাভ করে। তিনি বাংলার এ অঞ্চলে ইসলাম প্রচার করেন।


বাণী

সঠিক স্থানে না রাখলে জিনিসের সৌন্দর্য আনেকখানি কমে যায়।
লর্ড রসবেরি
ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়।
ইলা অলড্রিচ


QUOTES

If you expect nothing from somebody you are never disappointed.
Sylvia Plath
I always arrive late at the office, but I make up for it by leaving early.
Charles Lamb


বাংলা

অকিঞ্চন [অকিন্চন্, অকিন্চোন] বিশেষণ
১ কিছুই নেই এমন; নিঃস্ব; দরিদ্র। ২ তুচ্ছ; নগণ্য । ৩ ইতর; মূঢ়; অধম। অকিঞ্চনতা, অকিঞ্চনত্ব বি।
উদাহরণ:
১। নিতান্ত অকিঞ্চনের ঘরের হতভাগ্য মলিন শিশু – রবীন্দ্রনাথ ঠাকুর
২। কৃপা প্রভু, কর অকিঞ্চনে – মাইকেল মধুসূদন দত্ত
 
সমার্থক শব্দ বা প্রতিশব্দ
অপূর্ব : অদ্ভুত, আজব, আশ্চর্য, তাজ্জব, চমৎকার
উদাহরণ:
১। অপূর্ব সুন্দর পাহাড়, যেন মিটমিট করে রহস্যের পিদিম জ্বলে।


ENGLISH

abominable [আবমিনাব্‌ল্] adjevtive
১ জঘন্য; ঘৃণ্য; ন্যক্কারজনক।
২ (কথ্য) অপ্রীতিকর; খারাপ; বিশ্রী: in abominable conditions; For God’s sake, stop these abominable things.
abominable snowman ইয়েতি বা হিমালয়ের তুষারমানব।
abominably [আবমিনাব্‌‌লি] (adverb) জঘন্যভাবে।
abominate Bengali definition [আবমিনেইট্] (verb transitive)
Example:
1. what an abominable mess!
2. This was a horrifying and abominable thing to do.
 
Good vs. well common mistakes
‘Good’ is an adjective. It goes before a noun. An adjective cannot be used to modify an adverb. ‘Well’ is an adverb. It usually goes after the verb or verb + object.
Example:
1. He did good. – Incorrect
2. He did well. – Correct
3. She speaks English good. – Incorrect
4. She speaks good English. – Correct


বিচিত্র তথ্য

Autism affects about 21.7 million people in the world.


তথ্য ও ছবির উৎস: এই পাতার সব তথ্য-উপাত্ত ও ছবি দেশ-বিদেশের বিভিন্ন বই-পুস্তক, অভিধান, পত্র-পত্রিকা, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া এবং ইন্টারনেট থেকে সংগৃহীত