বেসিক ইংলিশ [০৩] : সংখ্যা, সময় এবং তারিখ

eng-lang
সংখ্যা, সময়, সাপ্তাহিক দিন, তারিখ, মাস, ঋতু ইত্যাদি সম্পর্কিত যাবতীয় Vocabulary (শব্দভান্ডার) বাংলা থেকে ইংরেজি ও ইংরেজি থেকে বাংলা উচ্চারণসহ দেওয়া হলো। ইংরেজিতে সময় প্রকাশের নিয়ম-কানুন, adverb, conjunction এবং preposition-এর সঠিক ব্যবহার, সংখ্যা প্রকাশের অঙ্কবাচক ও অবস্থানসূচক রীতি, তারিখ লেখা ও বলার বৃটিশ ও আমেরিকান পদ্ধতি, শব্দ সংক্ষেপ ইত্যাদি নিয়েও আলোচনা করা হয়েছে। Self-test হিসাবে যোগ করা হয়েছে ইন্টার-অ্যাকটিভ অনুশীলনী। Date, Numbers and Time – Vocabulary Exercises-এর জন্য external link-র তালিকা দেওয়া হলো। আশা করি লেখাটি ইংরেজির নতুন শিক্ষার্থীদের কাজে লাগবে।

Vocabulary (English – Bengali)
শব্দভান্ডার (ইংরেজি – বাংলা)
Vocabulary (Bengali – English)
শব্দভান্ডার (বাংলা – ইংরেজি)
Numbers 1 to 1,000,000
সংখ্যা ১ – ১,০০০,০০০
Cardinal, Ordinal and Nominal Format
অঙ্কবাচক, অবস্থানসূচক ও নামসংক্রান্ত রীতি
Word/Abbreviation
শব্দ/শব্দসংক্ষেপ
Prepositions of Time
সময় ও প্রসর্গ
Writing Time
সময় লেখা
Telling Time
সময় বলা
Exercise
অনুশীলনী
Self Test
পরীক্ষা
PDF Version / Download
পিডিএফ/ডাউনলোড

বেসিক ইংলিশ [০৩] : সংখ্যা, সময় এবং তারিখ” তে একটি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।