এই দিনে

ইতিহাসে এই দিনে : ২৫ এপ্রিল
বাংলাদেশ

২৫ এপ্রিল ২০০৭

Bangladesh

হাসিনা খালেদা বিধিনিষেধ মুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেসনোট

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের ব্যাপারে সরকার সাময়িকভাবে যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল, গতকাল বুধবার তা প্রত্যাহার করা হয়েছে। একই সাথে সরকার গতকাল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশ সফর বা দেশ ত্যাগের ব্যাপারে সরকার কোন চাপ প্রয়োগ করেনি। এমনকি তার চলাচলের ওপরও কোন বিধি নিষেধ আরোপ করা হয়নি।
গতকাল প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের কার্যালয়ে তার সভাপতিত্বে সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্তের আলোকেই গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় দু’টি প্রেসনোট জারি করে। শেখ হাসিনার বিষয়ে এই প্রেসনোটে বলা হয়েছে, বর্তমানে বিদেশ সফররত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড এবং তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে শঙ্কা প্রকাশের প্রেক্ষিতে সরকার জনস্বার্থে ও বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ১৮ এপ্রিল একটি প্রেসনোট ইস্যু করেছিল। প্রেসনোটে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আগের ওই প্রেসনোটে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে পদক্ষেপটি সাময়িক। তবে এ সম্পর্কে সংবাদ মাধ্যম ও বিভিন্ন মহলে মতামত প্রকাশের প্রেক্ষিত সরকার ইতোপূর্বে গৃহীত পদক্ষেপটি এখন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

দুই নেত্রীর ব্যাংক হিসাব চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

সাবেক দুই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার ব্যাংক হিসাব বিবরণী জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এই দুই নেত্রীর ব্যাংক হিসাব বিবরণী জানতে চেয়ে সকল বাণিজ্যিক ব্যাংককে টেলিফোনে নির্দেশ দেয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাব বিবরণী গতকালের মধ্যে এবং শেখ হাসিনার ব্যাংক হিসাব বিবরণী আজ বৃহস্পতিবার বেলা ১১টার মধ্যে জানাতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে সকল বাণিজ্যিক ব্যাংকের নিকট বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান ও স্ত্রী, কন্যার ব্যাংক হিসাব বিবরণ জানতে চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া আরো ১৮ জন সাবেক মন্ত্রী, এমপি, ব্যবসায়ীসহ তাদের স্ত্রী, পুত্র, কন্যাসহ নিকটাত্মীয়দের ব্যাংক হিসাব বিবরণীও জানতে চেয়েছে এনবিআর।

২৫ এপ্রিল ২০১৩

Bangladesh

 

মৃত্যু

Falguni

ফাল্গুনী মুখোপাধ্যায়
(৭ মার্চ ১৯০৪ – ২৫ এপ্রিল ১৯৭৫)
খ্যাতনামা বাঙালি লেখক, ঔপন্যাসিক ও সম্পাদক

এটি তার ছদ্মনাম। তার আসল নাম তারাপদ। ফাল্গুনী মুখোপাধ্যায় ১৯০৪ সালের ৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গের খয়রাশোলের নাকড়াকোন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বঙ্গলক্ষী মাসিকপত্রের সম্পাদক। সেখান থেকেই তার সাহিত্য জীবন শুরু হয়।[১] তার রচিত অন্যতম এবং বহুপঠিত দুটি উপন্যাস চিতা বহ্নিমান ও শাপমোচন।

১৯৫৫ সালে শাপমোচন উপন্যাস অবলম্বনে কোলকাতার পরিচালক সুধীর মুখার্জি উত্তম কুমার-সুচিত্রা সেন জুটিকে নিয়ে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এছাড়া ২০০৯ সালে দুর্গা পূজা উপলক্ষ্যে বাংলাদেশী নাট্য নির্মাতা এসএম দুলাল একই নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেন। আহসান হাবীব নাসিম ও মেহবুবা মাহনুর চাঁদনী অভিনীত টেলিফিল্মটি এনটিভিতে প্রচারিত হয়। তার অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে আকাশ বনানী জাগে, আশার ছলনে ভুলি, বহ্নিকন্যা, ভাগীরথী বহে ধীরে, মন ও ময়ূরী, জলে জাগে ঢেউ, মীরার বধূয়া, স্বাক্ষর, চরণ দিলাম রাঙায়ে উল্লেখযোগ্য। এছাড়া প্রকাশিত হয় তার রচিত দুটি কাব্যগ্রন্থ হিঙ্গুল নদীর কূলে ও কাশবনের কন্যা।

সূত্র: উইকিপিডিয়া

 
বহির্বিশ্ব
International

২৫ এপ্রিল ২০১৫: ভূমিকম্পে নেপালে মৃত ৯ শতাধিক, জরুরি অবস্থা জারি

নেপালে ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সর্বশেষ খবরে জানা গেছে, মৃতের সংখ্যা নয়শ ছাড়িয়েছে। ভেঙে পড়া অসংখ্য ভবনের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছেন। দেশটির পুলিশ বলছে, এ সংখ্যা আরো বাড়তে পারে। শনিবার দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখারার মাঝখানে লামজুং এলাকায় ভূমিকম্পটির উত্পত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৯। ভূমিকম্পে ভারতের ১৮ ও বাংলাদেশের চারজনের মৃত্যু হয়েছে।

ভূমিকম্পে কাঠমান্ডুর ঐতিহ্যবাহী ধারাহারা টাওয়ারসহ বহুভবন ধ্বংস হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে রাজধানীর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর। এ ঘটনায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হিমালয় অভিযানে যাওয়া পর্বতারোহীদের একটি বেস ক্যাম্পের একাংশ বরফের ধসে চাপা পড়েছে। এখানে আটজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

 
 

World Penguin Day

World Penguin Day

It’s practically impossible to look at a penguin and feel angry.
– Joe Moore

World Penguin Day is an educative initiative that encourages people to learn more about penguins, their environment, and how important they are to the ecosystem. If you’re interested in learning more about this holiday, then read more to learn about the history of World Penguin day

World Penguin Day takes place during the annual northern migration of Adelie penguins, a species of penguin that is native to Antarctica. The Adelie penguins individually migrate north to have better access to food during the winter months and then during the summer, return to the coastal beaches on Antarctica to build their nests.

Read up about the different species of penguins in the world. On this day, dress in penguin colors. If you have the time, take a trip to the local zoo. Donate to a non-profit organization that you trust such as the WWF or the Antarctic and Southern Ocean Coalition. There are many things that you can do to learn about these fantastic creatures

দেশেবিদেশে : আজকের ছুটির দিন ও উদযাপনা

Italy : Liberation Day
Portugal : Revolution Day (1974)
Swaziland : Flag Day y

 
আজকের উদ্ধৃতি

‘আদালতের মাধ্যমে খালেদা জিয়া কারাগারে গেছেন। আদালতের মাধ্যমে বের করে আনুন। ভাল আইনজীবী নিয়োগ করুন। ’
মোহাম্মদ নাসিম : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী (২৫ এপ্রিল, ২০১৮)

আজকের তারিখ ও এখনকার সময় (বাংলাদেশ)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।