
ডাহুক – Gallinule, (বৈজ্ঞানিক নাম: Amaurornis phoenicurus), পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। শ্যামল বাংলার প্রকৃতিতে ডাহুকের বিচরণ সত্যিই অপূর্ব। জলাভূমির আশপাশের ঝোপঝাড়ে লুকিয়ে থাকা খুব ভীরু এ পাখিটি মাঝারি আকৃতির। লেজ ছোট। পা লম্বা। পায়ের আঙুলও বেশ লম্বা। পিঠের রঙ ধূসর থেকে খয়েরি-কালো, মাথা ও বুক সাদা। লেজের নিচের অংশে লালচে আভা। ঠোঁট হলুদ রঙের, ঠোঁটের ওপরে লাল রঙের একটি ছোট্ট দাগ আছে। তবে মজার ব্যাপার হলো বাচ্চাদের রঙ হয় সবসময় কালো। উদ্ভিদের ডগা এদের প্রিয় খাবার। জলজ পোকা-মাকড়, শ্যাওলাও এদের খাদ্য। রাতে ‘কোয়াক’ ‘কোয়াক’ ডাক শুনে সহজেই চিনতে পারা যায় তাকে। পল্লীকবি জসীম উদ্দীনসহ অসংখ্য লেখকের গান, গল্প, কবিতা ও নাটকে বহুবার উঠে এসেছে এই পাখির নামটি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই পাখির নামে নিরবধি বয়ে চলেছে ডাহুক নদী।
জুন থেকে সেপ্টেম্বর এদের প্রজননকাল। প্রজননকালীন সময়ে বর্ষার প্রথম বৃষ্টিতে এরা উচ্চস্বরে বার বার ডাকে। ছয়-সাতটি ডিম পাড়ে। ডিমের রঙ ফিকে হলুদ বা গোলাপি মেশানো সাদা। ডাহুক-ডাহুকী উভয়েই ডিমে তা দেয়। ডাহুক আসলে চিরবিরহী একটি পাখি। সঙ্গীহীন হলে এরা পাগল হয়ে যায়। বাচ্চাদের রঙ সব সময় হয় কালো। জলজ পোকা-মাকড়, উদ্ভিদের কচি ডগা, শ্যাওলা এদের প্রিয় খাবার। কোনো কোনো জায়গায় এদের ডাইক, পানপায়রা, ধলাবুক ডাহুক নামেও ডাকা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী আইনে ডাহুক পাখিকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদের অসতর্কতার কারণে হারিয়ে যাচ্ছে পাখিটি। ডাহুক খুব সতর্ক পাখি। আত্মগোপনে পারদর্শী। বাসা করে পানির কাছে ঝোপ ঝাড়ের ভেতরে অথবা ছোটগাছের ডালে। নিরাপত্তা ঠিকঠাক থাকলে মাটিতেও বাসা করে। প্রকৃতির নানা প্রতিকূলতায়ও দারুণ লড়াকু পাখি এরা। পানি এদের প্রধান আশ্রয়। পুকুর, খাল, জলাভূমি, বিল, নদীর গোপন লুকানো জায়গা এদের খুব প্রিয়। পায়ের নখগুলো লম্বা লম্বা, ফলে পদ্ম ও শাপলা পাতায় দিব্যি দাঁড়িয়ে থাকতে পারে এবং কচুরিপানার ওপর ছোটাছুটি করতে পারে। বনে-বাদাড়ে ঘুরে বেড়ানো ডাহুক-ডাহুকীর স্বার্থহীন ভালোবাসার গল্প প্রচলিত আছে। শুনলে অবাক হতে হয়।
দূরত্ব কখনো রক্তের সম্বন্ধ ভাঙতে পারে না -তাই ভাই সব সময় ভাই-ই থাকে।
– কেবলে
গরীব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে ক্ষিধে।
– হিন্দি প্রবাদ
Destroying things is much easier than making them.
― Suzanne Collins
A study in the Washington Post says that women have better verbal skills than men. I just want to say to the authors of that study: ‘Duh.’
― Conan O’Brien
অকথ্য বিশেষ্য
১ অশ্লীল বা অনুচিত (কথা); বলার অযোগ্য (অকথ্য খবর-মনোজ বসু)। ২ কথায় প্রকাশ করা যায় না এমন (অকথ্য বেদনা–চণ্ডীদাস)। অকথ্য কথন (বিশেষ্য) ১ বলার মতো নয় এমন কথা; গালি । ২ অরর্ণনীয়; অনির্বচনীয়।
উদাহরণ:
১। অকথ্য খবর -মনোজ বসু
২। উচিত কহিতে লাজ অকথ্য কথন। -সৈয়দ আলাওল
abdomen [অ্যাব্ডামান্] noun
১ শরীরের যে অংশে পাকস্থলী ও অন্ত্রাদি অবস্থিত; উদর; কুক্ষি।
২ কীটের দেহের তিনটি বিভাগের শেষ ভাগ; উদর।
1 The part of the body of a vertebrate containing the digestive and reproductive organs; the belly.
2 The hinder part of the body of an arthropod.
Example:
1. Being overweight puts more pressure on the abdomen and the valve in the gullet.
2. Attacked bees often have deformed wings and abdomens and a shortened life span.
add up Phrasal verb
নির্দেশ করা; অর্থ দাঁড়ানো
To make sense, seem reasonable
Example:
1. The facts in the case just don’t add up.
The Bible is available in 2,454 languages.
তথ্য ও ছবির উৎস: এই পাতার সব তথ্য-উপাত্ত ও ছবি দেশ-বিদেশের বিভিন্ন বই-পুস্তক, অভিধান, পত্র-পত্রিকা, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া এবং ইন্টারনেট থেকে সংগৃহীত