কুইজ

আজকের কুইজ
Friday, 25th April, 2025

(১) মানুষ গড়ে প্রতিদিন কয়বার হাসে?
৫ বার   ৭ বার   ১১ বার   ১৩ বার  ১৬ বার   


(২) নিচের ছবিতে ইহুদীদের উপসনালয় কোনটি এবং এর নাম কী?

A. Gazebo  B. Daoguan  C. Gurdwara  D. Jinja
A. Mosque  B. Synagogue  C. Pagoda  D. Derasar


(৩) নীলগাই কী?
নীল রংয়ের এক বিশেষ জাতের গাভী।
হিন্দু পৌরাণিক কাহিনীর কাল্পনিক পশু।
কৃষ্ণসার জাতীয় বড় জাতের হরিণ।
সামুদ্রিক প্রাণী নীল তিমির অপর নাম।


(৪) সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়?

ফুল
পাতা
শিকড়
বাকল
ফল


(৫) হিমালয় কোন ধরনের পর্বত?
স্তূপ পর্বত
সঞ্চয়জাত পর্বত
ক্ষয়জাত পর্বত
ভঙ্গিল পর্বত


(৬) The child spoke _____ about her trip to Disney land.
energy
energize
energetic
energetically


(৭) প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সঠিক চিত্র কোনটি?

1  2  3  4  5  6


(৮) রফিকের বেতন অপুর বেতন অপেক্ষা ১০% বেশী হলে অপুর বেতন রফিকের বেতন অপেক্ষা কত % কম?
9.5%   9 1/11%  9 1/12%  10%  


(৯) কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
কোল
দ্রাবিড়
অষ্ট্রিক
নেগ্রিটো


(১০) নিচে একই কিউবের তিনটি চিত্র। S-এর বিপরীত পাশের অক্ষরটি কী?

B  C  D  F  A


(১১) ১৯৮৪ সালে ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণকারী এই পপ আর্টিস্টের আসল নাম ক্যাথরিন এলিজাবেথ হাডসন। বিলবোর্ড-এর উইমেন অফ দি ইয়ার ২০১২ পদক পেয়েছিলেন তিনি। কোন নামে তিনি সবার কাছে পরিচিত?
কেট হাডসন
নাতালি কোল
বিয়ন্সে নোলস
ক্যাটি পেরি


(১২) কোন বক্তব্যটি সঠিক নয়?

কাউকে একটি লাল গোলাপ উপহার দিয়ে বোঝানো হয়: ‘I like you’.
কফের প্রাধান্যে যেসব রোগ সৃষ্টি হয়, সে ক্ষেত্রে তুলসী পাতার রস বেশ ফলদায়ক।
সৌর জগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ ভেনাস যেখানে তাপমাত্রা প্রায় 462°সেলসিয়াস।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পিতামহ জার্মানীর এবং মা স্কটল্যান্ডের অভিবাসী।