কুইজ

আজকের কুইজ
Thursday, 9th May, 2024

(১) কোন মাছের একটি চোখ নষ্ট হয়ে গেলে ঐ স্থানে অন্য একটি চোখ গজায়?
গুতুম
কুইচা
লইট্টা
চিংড়ি
লবস্টার


(২) ছবির কোন শাকটি পানিতে জন্মে এবং এর নাম কী?

A. শালিঞ্চা শাক A. বথুয়া শাক
B. নাপা শাক B. হেলেঞ্চা শাক
C. কেঁউ শাক C. কলমি শাক
D. কালকাসুন্দা D. গুলঞ্চ শাক


(৩) বর্ষাকালে ব্যাঙ ডাকে কেন?
ব্যাঙ ডাকে বৃষ্টির পূর্বাভাস জানাবার জন্য।
পুরুষ ব্যাঙ ডাকে স্ত্রী ব্যাঙদেরকে আকৃষ্ট করার জন্য।
ব্যাঙ ডাকে ঝিঁঝিঁ পোকাকে তাড়াবার জন্য।
স্ত্রী ব্যাঙ ডাকে পুরুষ ব্যাঙদেরকে আকৃষ্ট করার জন্য।


(৪) মানুষের গায়ের রং নির্ভর করে মূলত ত্বকে একটি বস্তুর উপস্থিতির কারণে। বস্তুটির নাম কী?
প্রোটিন
হরমোন
মেলানিন
এনজাইম
ডিএনএ


(৫) ভারতের নীলগিরি পর্বতের সর্বচ্চ শৃঙ্গের নাম কী?
আঙ্গিন্দা
দোদ্দবেট্টা
দোদাবেতা
অমরকন্টক


(৬) I’m a person ___ technical knowledge of computer will impress anyone.
who
which
whose
whom


(৭) প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সঠিক চিত্র কোনটি?

1  2  3  4  5  6  7  8  


(৮) একজন লোক ১০,০০০ টাকা ব্যাংকে রাখতে চায়। সে ৪০০০ টাকা ৫% সুদে এবং ৩৫০০ টাকা ৪% সুদে রাখার পর অবশিষ্ট টাকা কত % সুদে রাখলে ১০,০০০ টাকায় বছরে মোট ৫০০ টাকা সুদ পাওয়া যাবে?
6%
6.1%
6.2%
6.4%


(৯) কত সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়?
১৯০৯
১৯৪৯
১৯৬৯
১৯৭৯


(১০) This face is expressing…

fear
sadness
surprise
Embarrassment


(১১) সেনাবাহিনীর সাথে ব্রিগেডিয়ারের যেরূপ সম্পর্ক, তেমনি বিমান বাহিনীর সাথে সম্পর্ক…
এয়ার মার্শাল
এয়ার ভাইস মার্শাল
উইং কমান্ডার
এয়ার কমোডর


(১২) কোন বক্তব্যটি সঠিক নয়?
হাঙর তার তীক্ষ্ণ শ্রবণ শক্তির সাহায্যে অন্য মাছের হৃৎস্পন্দন শুনতে পায়।
বেরেস্তা করার সময় পেঁয়াজ ভেজে নামানোর আগে সামান্য পানি ছিটিয়ে দিলে তাড়াতাড়ি লালচে হয়।
ময়না তদন্তের সময় প্যাথোলোজিস্ট গোপনে আইনস্টাইনের মগজ চুরি করে নিজের কাছে রেখে দিয়েছিল।
অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার একটি জটিল মানসিক রোগ। অটিজম আছে এমন শিশুদের মধ্যে মেয়ের সংখ্যা ছেলের চেয়ে ৫ গুণ বেশি।