ভিডিও

প্রামাণ্যচিত্র ও শিক্ষামূলক ভিডিও

প্রজাপতি

প্রজাপতি Lepidoptera বর্গের দিবাচর, বড় আকারের আকর্ষণীয় রঙের পতঙ্গ। মথের মতো এদেরও আছে প্যাঁচানো শুঁড়ের মতো মুখোপাঙ্গ। শুঙ্গ ক্লাভেট (clavate) ধরনের। সাধারণত প্রজাপতির শরীর লম্বাটে, উজ্জ্বল রঙের, ওড়ে দিনের বেলা। ‘স্কিপার’ নামের প্রজাপতি মোটাসোটা, ফ্যাকাশে রঙের, শুঙ্গের আগায় একটি হুক-এর মতো গঠন থাকে। পূর্ণবয়স্ক একটি প্রজাপতির মাথার সর্বাধিক লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে বড় একজোড়া প্রায় গোলাকার পুঞ্জাক্ষি। অত্যন্ত সুন্দর কিছুসংখ্যক প্রজাপতির গাঠনিক রং থাকলেও, রঞ্জকঘটিত রঙিন প্রজাপতির সংখ্যাই বেশি। এদের উড়ার প্রকৃতি ও বাসস্থনের ধরন বিবিধ। মনার্ক (monarch) জাতীয় কোন কোন প্রজাপতি উড়তে দক্ষ; আর সর্বত্র দেখা গেলেও অধিকাংশ প্রজাপতিকে সুনির্দিষ্ট আবাসস্থলে দেখা যায়। কোন কোন প্রজাপতি একটি এলাকা নিয়মিত পাহারা দেয়, নিজ প্রজাতির অন্যান্য সদস্য বা অন্য প্রজাতির প্রজাপতির অনুপ্রবেশ ঠেকায়। যৌনমিলনের পর স্ত্রী প্রজাপতি তার লার্ভার খাদ্য-উদ্ভিদের ওপর এককভাবে বা গুচ্ছবদ্ধ ডিম পাড়ে। অধিকাংশ প্রজাপতির লার্ভা নিঃসঙ্গ থাকলেও কয়েক প্রজাতি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত দলবদ্ধ থাকে। লার্ভা কান্ড ছিদ্রকারী, শিকারি কিংবা স্বজাতিভোজী হতে পারে। পূর্ণবয়স্ক শুঁয়াপোকা পিউপায় পরিণত হবার পর এক সপ্তাহ থেকে কয়েকমাস উপ্তিকাল কাটিয়ে পরে পূর্ণাঙ্গ প্রজাপতি হয়ে বের হয়। গোটা জীবনচক্রের দৈর্ঘ্য প্রজাতিভেদে ভিন্ন ভিন্ন।

Butterflies

Butterflies are insects in the macrolepidopteran clade Rhopalocera from the order Lepidoptera, which also includes moths. Adult butterflies have large, often brightly coloured wings, and conspicuous, fluttering flight. Butterflies go through a life cycle. There are four stages. The first stage is the eggs. This is where a girl butterfly lays eggs. She lays them on a leaf. The second stage is the caterpillar. This is where the eggs hatch. It takes about five days for the eggs to hatch. A caterpillar then comes out. At this stage, the caterpillar eats all the time. It also grows really fast. Once it is all the way grown, the third stage starts. This stage is the chrysalis. The caterpillar makes a chrysalis. The caterpillar is inside the chrysalis. Inside the chrysalis, it starts to change. It soon changes into a butterfly. Once the caterpillar has changed into a butterfly, the fourth stage starts. This is also that last stage in the life cycle. The fourth stage is the butterfly. A butterfly comes out of the chrysalis. It can now learn to fly. It can also find a mate. When it finds a mate, it lays eggs. Then the lifecycle process starts all over again.


হাঙ্গর

হাঙ্গর বা হাঙর (ইংরেজি: Shark) তরুণাস্থিবিশিষ্ট এক ধরণের সামুদ্রিক মাছের প্রায় ২২৫টি প্রজাতির জন্য ব্যবহৃত সাধারণ নাম। পৃথিবীর প্রায় সকল সাগর-মহাসাগরে এদের অস্তিত্ব থাকলেও মূলত গ্রীষ্মমণ্ডলীয় এবং অর্ধ-গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এদের প্রাচুর্য দেখা যায়। কয়েকটি প্রজাতি সমুদ্র উপকূলে বসবাস করলেও অধিকাংশ গভীর সমুদ্রের উপরের তলে বসবাস করে। গভীর সমুদ্রে বসবাসকারী কিছু প্রজাতি আলোদায়ক অর্থাৎ আলো বিচ্ছুরণ করতে পারে। ধ্বংস এবং পরজীবীর হাত থেকে রক্ষার জন্য এদের দেহত্বকীয় ডেন্টিক্‌ল রয়েছে। এই ডেন্টিক্‌লের কারণে এদের প্রবাহী গতিবিদ্যায়ও প্রভূত সহায়তা হয়ে থাকে। এছাড়া তাদের প্রতিস্থাপনযোগ্য দাঁত রয়েছে। দাঁতগুলো খুব সুন্দর এবং প্রাচীন হাঙ্গরের এই একটি বৈশিষ্ট্যই তাদের মধ্যে রয়েছে। এদের প্রজাতিতে ব্যাপক তারতম্য পরিলক্ষিত হয়। এক হাতের সমান আকারের পিগমি হাঙ্গর রয়েছে, যেমন: Euprotomicrus bispinatus নামক গভীর সমুদ্রের হাঙ্গরের দৈর্ঘ্য মাত্র ২২ সেমি তথা ৯ ইঞ্চি। আবার তিমি হাঙ্গর হল বৃহত্তম মাছ যারা প্রায় ১২ মিটারের (৩৯ ফিট) মত লম্বা হতে পারে। যেমন: Rhincodon typus নামক প্রজাতিটি। Carcharhinus leucas প্রজাতিটি ষাঁড় হাঙ্গর হিসেবে পরিচিত। এই ষাঁড় হাঙ্গরই একমাত্র লবণাক্ত এবং মিঠা – উভয় পানিতে এমনকি ডেল্টার ভিতরেও সাঁতার কাটতে পারে।

Shark
Sharks are a group of elasmobranch fish characterized by a cartilaginous skeleton, five to seven gill slits on the sides of the head, and pectoral fins that are not fused to the head. Modern sharks are classified within the clade Selachimorpha (or Selachii) and are the sister group to the rays. However, the term shark has also been used for extinct members of the subclass Elasmobranchii outside the Selachimorpha, such as Cladoselache and Xenacanthus, as well as other Chondrichthyes such as the holocephalid eugenedontidans.

তথ্য, ছবি ও ভিডিও সূত্র: উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, ইউটিউব, পত্র-পত্রিকা ও ইন্টারনেট