ভিডিও

প্রামাণ্যচিত্র ও শিক্ষামূলক ভিডিও

আফ্রিকান হাতি

আফ্রিকান হাতি (গণ: লক্সোডন্টা ইংরেজি: Loxodonta গ্রিক ভাষায় অর্থ “তেরছা দাঁত”) হল আফ্রিকা মহাদেশের হাতিগুলোর দুটি প্রজাতির নাম – আফ্রিকান ঝাড় হাতি (লক্সোডন্টা আফ্রিকানা) আর আফ্রিকান বন হাতি। আফ্রিকান ঝাড় হাতি স্থলজ প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় আর বন হাতি হল তৃতীয় সবচেয়ে বড় প্রাণী। তাঁদের মোটা শরীরের তলায়স্তম্ভের মত পা আছে। তাঁদের বড় কান দিয়ে শরীর থেকে তাপ ক্ষয় হয়। উপরের ঠোঁট আর নাক জুড়েই শুঁড় হয়। শুঁড় এক হাতের মত কাজ করে, ধ্বনি বাড়ায়, আর স্পর্শ করতে সাহায্য় করে। আফ্রিকান হাতির শুঁড়ে দুটি ঠোঁট থাকে, আর এশীয় হাতির শুঁড়ে মাত্র একটি। আফ্রিকান হাতিরা সাহারা-নিম্ন আফ্রিকা, ঘন বনে, মোপানে আর মিয়োম্বো কাষ্ঠভূমি, সহিলের ঝাড় আর মরুভূমিতে বাস করে।
আফ্রিকান হাতিদের সমাজ পারিবারিক এককে বিভাজিত। একটি পারিবারিক এককে দশটি স্ত্রী হাতি আর তাদের বাছুর থাকে যাদের নেত্রিত্ব এক মাতৃশাষক করে। আলাদা পারিবারিক এককের বন্ধন হলে তাদের একটি সমূহ তৈরি হয়। বয়ঃসন্ধির পর পুরুষ হাতিরা অন্য পুরুষদের সঙ্গে মৈত্রী গঠন করে। হাতিরা ২৫ আর ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রজনন যোগ্য থাকে। বাছুররা প্রায় ২ বছরের গর্ভকালের পর জন্মগ্রহণ কারে। আফ্রিকান হাতিরা অত্যন্ত বুদ্ধিমান, আর তাদের মস্তিষ্কের নিওকর্টেক্স-টা বড় আর বেশি সংবর্ত, মানুষ, নরবানর আর কিছু ডলফিন প্রজাতির মত। তারা পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণীদের মধ্যে এক।

The African elephant

The African elephant is the largest animal walking the Earth. Their herds wander through 37 countries in Africa. They are easily recognized by their trunk that is used for communication and handling objects. And their large ears allow them to radiate excess heat. Upper incisor teeth develop into tusks in African elephants and grow throughout their lifetime. There are two subspecies of African elephants—the Savanna (or bush) elephant and the Forest elephant.

সংস্কৃতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

কাদায়ওয়ান উৎসব

কাদায়ওয়ান উৎসব ফিলিপাইনের দাওয়াও শহরের বার্ষিক উতৎসব। এর নামটি বন্ধুত্বপূর্ণ অভিবাদন “মাদায়ো” থেকে এসেছে, ডাবভেনিও শব্দ “দিওউ” থেকে, অর্থাৎ ভাল, মূল্যবান, উচ্চতর বা সুন্দর। উৎসবটি জীবনের জন্য, প্রকৃতির উপহারের জন্য ধন্যবাদ , সংস্কৃতির সম্পদ, ফসলের দান এবং জীবন্ত সান্ত্বনা ইত্যাদি বুঝাতে পালন করা হয়। এটা আগস্টের প্রতি তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হয়।

Kadayawan Festival

The Kadayawan Festival is an annual festival in the city of Davao in the Philippines. Its name derives from the friendly greeting “Madayaw”, from the Dabawenyo word “dayaw”, meaning good, valuable, superior or beautiful. The festival is a celebration of life, a thanksgiving for the gifts of nature, the wealth of culture, the bounties of harvest and serenity of living. It is held every third week of August.


তথ্য, ছবি ও ভিডিও সূত্র: উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, ইউটিউব, পত্র-পত্রিকা ও ইন্টারনেট