কঙ্কালতন্ত্র – Skeletal System

মানবদেহের কাঠামো হল কঙ্কাল। লম্বা, ছোট, চ্যাপ্টা ইত্যাদি বিভিন্ন আকারের অনেকগুলো অস্থির (bone) সমন্বয়ে মানব কঙ্কাল গঠিত। এটি মানবদেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে এবং মষ্তিষ্ক, ফুসফুস, হৃদপিন্ড, পাকস্থলি, অন্ত্র ইত্যাদি দেহের কোমল অংশসমূহকে বাইরের আগাত থেকে রক্ষা করে। বহিঃকঙ্কালতন্ত্র বলতে লোম, দাঁত, নখ ইত্যাদি এবং অন্তঃকঙ্কালতন্ত্র বলতে প্রধানত দেহের অভ্যন্তরীন কাঠামো অর্থাৎ অস্থি, তরুণাস্থি, কামলাস্থি ইত্যাদিকে বোঝায়।

skeletal-system
নাম্বার ক্লিক করলে কঙ্কালের অস্থিসমূহের নামগুলো দেখা যাবে।
1 ফ্রন্টাল অস্থি – Frontal bone 2 ন্যাচাল অস্থি – Nasal bone
3 4
5 6
7 8
9 10
11 12
13 14
15 16
17 18
19 20
21 22
23 24
25 26
27 28
29 30
31 32
33 34

১। মানব দেহে মোট হাড়ের সংখ্যা কত?
উত্তর+
২। নখ, দাঁত, লোম, আঁইশ প্রভৃতি কোন তন্ত্রের অন্তর্গত?
উত্তর+
৩। মানুষের করোটি (Skull) কয়টি অস্থি নিয়ে গঠিত?
উত্তর+
৪। করোটিকা অস্থি (Cranial bones) কাকে বলে?
উত্তর+
৫। মুখমন্ডল কয়টি অস্থি নিয়ে গঠিত?
উত্তর+
৬। মানুষের মেরুদন্ড (Vertebral column) কয়টি একক অস্থিখন্ডক বা কশেরুকা নিয়ে গঠিত?
উত্তর+
৭। সুষুমাকান্ড (Spinal Cord) মানবদেহের কোন অংশে থাকে?
উত্তর+
৮। অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য কী?
উত্তর+
৯। অস্থিসন্ধি (Joints) কাকে বলে?
উত্তর+
১০। টেনডন (Tendon) কী?
উত্তর+
১১। অস্থিবন্ধনী (Ligament) কী?
উত্তর+
১২। অস্থিসন্ধি (Joints) কয় ধরনের ও কী কী?
উত্তর+
১৩। কবজা সন্ধি (Hinge joint) কী?
উত্তর+
১৪। মানবদেহের অধিকাংশ অস্থিসন্ধি কোন ধরনের?
উত্তর+
১৫। সাইনোভিয়াল সন্ধিকে আবার কয় ভাগে বিভক্ত করা হয়েছে এবং এগুলোর নাম কী?
উত্তর+
১৬। human-joints
ছবির উল্লেখিত অস্থিসন্ধিগুলো কোন ধরনের?
উত্তর+
১৭। কঙ্কালতন্ত্রের প্রধান কাজগুলো কী কী?
উত্তর+

সূত্র: ইন্টারনেট ও স্কুল-কলেজের পাঠ্য পুস্তক

কঙ্কালতন্ত্র – Skeletal System” তে 2টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।