সৌরজগৎ

সৌরজগৎ (Solar System) বলতে সূর্য এবং এর সাথে মহাকর্ষীয়ভাবে আবদ্ধ সকল জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুকে বোঝায়। সূর্যের মাধ্যাকর্ষণ বলের টানে তাকে কেন্দ্র করে ঘুরছে অসংখ্য গ্রহ, গ্রহাণু, ধূমকেতু, জ্যোতিষ্ক ইত্যাদি। বিজ্ঞানীরা আবিষ্কার করছেন নিত্য-নতুন গ্রহ-নক্ষত্র। সৌরজগতের জানা-অজানা তথ্য নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। এই অসীম মহাশূন্যের ছায়াপথ, জ্যোতিষ্ক, নক্ষত্র, ধূমকেতু, সৌরজগতের গ্রহ এবং উপগ্রহ বিষয়ক প্রশ্ন ও উত্তর।

১। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
উত্তর+
২। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
উত্তর+
৩। সূর্য পৃথিবী হতে কত গুণ বড়?
উত্তর+
৪। পৃথিবীর পরিধি কত?
উত্তর+
৫। পৃথিবী হতে সূর্যের দূরত্ব কত?
উত্তর+
৬। পৃথিবীর কয়টি উপগ্রহ আছে?
উত্তর+
৭। সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কতসময় লাগে?
উত্তর+
৮। পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করতে চন্দ্রের কতসময় লাগে?
উত্তর+
৯। গ্যলাক্সির কেন্দ্রের চর্তুদিকে একবার প্রদক্ষিন করতে সূর্য্যের কত সময় লাগে?
উত্তর+
১০। খোলা পরিষ্কার আকাশে খালি চোখে সাধারণত কয়টি তারা দেখা যায়?
উত্তর+
১১। বিজ্ঞানীদের মতে সৌরজগতের আয়ুষ্কাল কত?
উত্তর+
১২। সূর্যের পৃষ্টের তাপমাত্রা কত?
উত্তর+
১৩। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত?
উত্তর+
১৪। সৌরজগতের পূর্ণ গ্রহের সংখ্যা কত ও কী কী?
উত্তর+
১৫। কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
উত্তর+
১৬। সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তর+
১৭। সর্বপ্রথম হ্যালির ধুমকেতু দেখা যায় কবে ?
উত্তর+
১৮। হ্যালির ধুমকেতু কত বছর পর পর দেখা যায় ?
উত্তর+
১৯। পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি ?
উত্তর+
২০। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
উত্তর+

সৌরজগৎ” তে 9টি মন্তব্য

  1. Md. Sabbir Ahmed

    সৌরজগৎ মোট কয়টি?? সৌরজগৎ ১ টি,এই কথাটি কি সত্যি ?আমার ধারনা, লক্ষ লক্ষ সৌরজগৎ বিদ্যমান।আমার ধারনা কি ভুল নাকি সত্যি ? দয়া করে আমাকে জানাবেন।

    1. Zobair Faroque

      সাধারণ অর্থে সৌরজগৎ (ইংরেজি ভাষায়: Solar System) বলতে সূর্য এবং এর সাথে মহাকর্ষীয়ভাবে আবদ্ধ অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে আবর্তিত সকল জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুকে বোঝায়। সূর্যের মত বিভিন্ন নক্ষত্রকে কেন্দ্র করে রয়েছে অসংখ্য ভিন্ন ভিন্ন সৌরজগৎ।

      গ্যালাক্সি বা ছায়াপথ হচ্ছে মহাকর্ষীয় শক্তি দ্বারা আবদ্ধ একটি অতি বৃহৎ সুশৃঙ্খল ব্যবস্থা যা নক্ষত্র, আন্তঃনাক্ষত্রিক গ্যাস ও ধূলিকণা, প্লাসমা এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু দ্বারা গঠিত। একটি ছায়াপথে ১০ মিলিয়ন থেকে এক ট্রিলিয়ন পর্যন্ত নক্ষত্র থাকে যারা সবাই একটি সাধারণ মহাকর্ষীয় কেন্দ্রের চারদিকে ঘূর্ণায়মান। এই নক্ষত্রগুলোর মধ্যে অনেকগুলোকে কেন্দ্র করে রয়েছে ভি্ন্ন ভিন্ন সৌরজগৎ। অর্থাৎ বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ নিয়ে গঠিত হয় প্রতিটি গ্যালাক্সি বা ছায়াপথ। বিজ্ঞানীদের পর্যবেক্ষণিক সীমার মধ্যে একশ বিলিয়নেরও বেশী ছায়াপথ রয়েছে। আমাদের সৌরজগত যে ছায়াপথে অবস্থিত তার নাম Milky circle বা “দুধালো বৃত্তপথ”।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।