ট্যাগ আর্কাইভঃ acid-rain

অ্যাসিড বৃষ্টি (Acid rain)

প্রাকৃতিকভাবে অথবা মানুষের কর্মকান্ডের ফলে সৃষ্ট ক্ষতিকর ও বিষাক্ত পদার্থের দ্বারা বায়ুদূষণের কারণে অ্যাসিড বৃষ্টির ঘটনা ঘটে। এসিড বৃষ্টি হল বৃষ্টি বা শিশির যা বিশেষত অম্লধর্মী, অর্থাৎ এটি উঁচু মাত্রায় হাইড্রোজেন আয়ন (নিম্ন মাত্রার pH-) ধারণ করে। এটি মানবজাতি, উদ্ভিদরাজি, পশুপাখি এবং জলজ প্রতিবেশ ব্যবস্থা এবং অবকাঠামোর উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। কার্বন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির পানিতে মিশে বৃষ্টির পানিকে অ্যাসিডযুক্ত করে। বিস্তারিত