অর্থনীতির প্রাথমিক জ্ঞান

অর্থ অর্থাৎ টাকা-পয়সা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আয় থাকুক আর না থাকুক টাকা ছাড়া মানুষের জীবন অকল্পনীয়। অর্থের অসীম মোহিনীশক্তি! রাজা, প্রজা, ধনী, নির্ধন, যুবক, বৃদ্ধ, সকলেই অর্থের জন্য ব্যস্ত। অর্থ, ব্যবসা-বাণিজ্য, শেয়ার বাজার এবং জিডিপি, রেমিট্যান্স, মুদ্রাস্ফীতি, প্রবৃদ্ধির হার ইত্যাদি চিরপরিচিত অর্থনীতি বিষয়ের শব্দগুলো বুঝতে হলে অর্থনীতির কিছু প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন।

১। অর্থনীতির সংজ্ঞা কী?
উত্তর+
২। আধুনিক অর্থনীতিকে কয়ভাগে ভাগ করা যায় এবং এগুলোর সংজ্ঞা কী?
উত্তর+
৩। বর্তমান বিশ্বে প্রচলিত বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার নাম কী?
উত্তর+
৪। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?
উত্তর+
৫। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?
উত্তর+
৬। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝায়?
উত্তর+
৭। অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়? মুদ্রাস্ফীতির সুফল ও কুফল কী?
উত্তর+
৮। উৎপত্তির দিক থেকে সম্পদ কয় প্রকার ও কী কী?
উত্তর+
৯। মালিকানার ভিত্তিতে সম্পদ কয় প্রকার ও কী কী?
উত্তর+
১০। মোট দেশজ উৎপাদ বলতে কী বোঝায়?
উত্তর+
১১। উপযোগ, চাহিদা ও যোগান বলতে কী বোঝায়?
উত্তর+
১২। বাজার বলতে কী বোঝায়? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজার বলতে কী বোঝায়?
উত্তর+
১৩। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতসমূহ কী?
উত্তর+
১৪। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য কী?
উত্তর+
১৫। দারিদ্র্য ও চরম দারিদ্র বলতে কী বোঝায়?
উত্তর+
১৬। বাংলাদেশে দারিদ্র্য ও চরম দারিদ্রের হার কত?
উত্তর+
১৭। মূল্য সংযোজন কর (মূসক বা VAT) এবং আবগারি শুল্ক বলতে কী বোঝায়?
উত্তর+
১৮। বাজেট বলতে কী বোঝায় এবং বাজেট কত প্রকার ও কী কী?
উত্তর+
১৯। যৌথ মূলধনী কারবার কী?
উত্তর+
২০। অর্থের মূল্য পরিবর্তন বলতে কী বোঝায়?
উত্তর+
২১। শ্রমিক সংঘ কী?
উত্তর+
২২। স্বয়ংক্রিয় দাম প্রক্রিয়াটি কী?
উত্তর+
২৩। বাণিজ্যিক ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য কী?
উত্তর+
২৪। জিডিপি বৃদ্ধির দিক থেকে বিশ্বে বর্তমানে বাংলাদেশর অবস্থান কত?
উত্তর+
২৫। অর্থনীতির জনক বলা হয় কাকে?
উত্তর+
২৬। সুযোগ ব্যয় কাকে বলে?
উত্তর+
২৭। ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয়ের মধ্যে পার্থক্য কী?
উত্তর+
২৮। এশীয় উন্নয়ন ব্যাংক কী?
উত্তর+
২৯। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
উত্তর+
৩০। মোট খাজনা কাকে বলে?
উত্তর+
৩১। অনুপার্জিত আয় কাকে বলে?
উত্তর+
৩২। মুদ্রা সংকোচন কাকে বলে?
উত্তর+
৩৩। রাজস্ব বাজেট ও মূলধনী বাজেট বলতে কী বোঝায়?
উত্তর+
৩৪। বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা কী?
উত্তর+
৩৫। অভাবের বৈশিষ্টসমূহ কি কি?
উত্তর+

সূত্র: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অর্থনীতি, Wikipedia

অর্থনীতির প্রাথমিক জ্ঞান” তে একটি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।