টাই কীভাবে বাঁধে

টাই অনেকভাবে বাঁধা যায়। টাইয়ের নটের উপর ভিত্তি করে টাই বাঁধার স্টাইলকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন: Four-in-hand, Windsor Knot, Half Windsor, Pratt ইত্যাদি।
টাইয়ের বিভিন্ন স্টাইলের নট দেখতে এখানে ক্লিক করুন
Four-in-hand নটে টাই বাঁধা খুবই সহজ এবং এটি খুবই জনপ্রিয়। কারণ যে কোন ধরনের সার্টে যে কোন ধরনের টাই এই নটে পড়া যায়। এখানে ধাপে ধাপে Four-in-hand নটে টাই বাঁধার পদ্ধতি দেখানো হলো:

Step 1 : Four-in-Hand Knot

১। সার্টের সবগুলো বোতাম লাগিয়ে কলার উপরের দিকে রাখুন। টাইকে গলায় এমনভাবে পেঁছিয়ে নিন যাতে টাইয়ের প্রশস্থ প্রান্ত ডান দিকে এবং সরু প্রান্ত বাম দিকে থাকে।

Step 2 : Four-in-Hand Knot

২। টাইয়ের সামনের দিকে সীমটি (কাপড়ের জোড়া লাগানোর তির্যক লাইনটি) দেখুন।

Step 3 : Four-in-Hand Knot

৩। প্রশস্থ প্রান্তটি সরু প্রান্তের উপরে এমনভাবে বসান যাতে পরষ্পর সীমের উপর ক্রস করে।

Step 4 : Four-in-Hand Knot

৪। এখন প্রশস্ত প্রান্তকে সরু প্রান্তের নীচ দিয়ে ঘুরিয়ে আনুন।

Step 5 : Four-in-Hand Knot

৫। ঘুরিয়ে পেঁচিয়ে বামদিকে আনুন।

Step 6 : Four-in-Hand Knot

৬। প্রশস্ত প্রান্তটি আবার সরু প্রান্তটির নীচ দিয়ে প্রবেশ করান।

Step 7 : Four-in-Hand Knot

৭। প্রশস্ত প্রান্তটি উপরের দিকে টেনে তুলুন।

Step 8 : Four-in-Hand Knot

৮। উপরের দিকে উঠে আসা প্রশস্ত প্রান্তটিকে সামনে ও নিচের দিকে ঘুরিয়ে নটের মধ্য দিয়ে টেনে বের করুন।

Step 9 : Four-in-Hand Knot

৯। এখন টাইয়ের উভয় প্রান্তকে প্রয়োজন অনুসারে টেনে গলায় সেটিং করুন। নটটি দেখতে সামান্য বাঁকা মনে হবে। four-in-hand knot-এ সেটাই স্বাভাবিক।

Four-in-hand নটে টাই বাঁধার ভিডিও দেখুন

Windsor Knot নটে টাই বাঁধার ভিডিও দেখুন

সুত্র: wikiHow

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।