বুদ্ধি, ধৈর্য্য এবং জ্ঞান – ৩

বুদ্ধি হলো সহজাত মানসিক ক্ষমতা আর জ্ঞান হলো অর্জিত বিদ্যা। বিদ্যা ও বুদ্ধি দুটিই যাচাইয়ের জন্য ৩০টি প্রশ্ন দেওয়া হল। সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রয়োজন হবে বুদ্ধি, ধৈর্য্য এবং জ্ঞান। সরাসরি কোন প্রশ্নের উত্তর দেখার আগে নিজে চেষ্টা করে দেখা উচিত উত্তর/সমাধান বের করা যায় কিনা। এতে সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকাশ হবে।

১। প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন চিত্রটি বসবে?
iq-3_1
উত্তর+
২। শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
A. নেপাল
B. জাপান
C. থাইল্যান্ড
D. মিশর
উত্তর+
৩। অসলো কোন দেশের রাজধানী?
A. সুইডেন
B. পেরু
C. কেনিয়া
D. নরওয়ে
উত্তর+
৪। স্থানকালভেদে মানুষের আচার-আচরণের পর্যবেক্ষণ, পরিমাপ ও ব্যাখ্যা করার বিজ্ঞানকে কী বলে?
A. জীববিজ্ঞান (Biology)
B. প্রাণিবিজ্ঞান (Zoology)
C. নৃতত্ত্ব (Anthropology)
D. প্রত্নতত্ত্ব (Archaeology)
উত্তর+
৫। নিম্নের কোন চিত্রটি অপর চারটি থেকে ভিন্ন?
iq-3_5
উত্তর+
৬। ইউরিয়া থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
A. সালফার
B. ফসফরাস
C. নাইট্রোজেন
D. পটাসিয়াম
উত্তর+
৭। বায়ুতে কয়লা পোড়ালে কোন গ্যাস উৎপন্ন হয়?
A. কার্বন ডাইঅক্সাইড
B. কার্বন মনোঅক্সাইড
C. সালফার ডাইঅক্সাইড
D. উপরের সবগুলো
উত্তর+
৮। হারানো সংখ্যা দুটি কী কী?
iq-3_8
উত্তর+
৯। বাংলা ভাষার আদি নিদর্শন ‘চর্যাপদ’ কত সালে আবিষ্কৃত হয়?
A. ১৯০৭
B. ১৮৫২
C. ১৭০৭
D. ১৯৫৭
উত্তর+
১০। মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি?
A. চণ্ডীমঙ্গলকাব্য
B. রসমঞ্জরী
C. বিরাঙ্গনা
D. উপরের সবগুলো
উত্তর+
১১। Hot : Cold : : Fire : ?
A. Heat
B. Flame
C. Warm
D. Ice
উত্তর+
১২। চ হলো ছ-এর বোন। ছ হলো জ-এর মা এবং ঝ হলো জ-এর ছেলে। যদি ঞ, চ-এর ছেলে হয়, তাহলে সঠিক সম্পর্ক কোনটি?
A. চ ও জ ফুফাতো ভাই
B. ঞ, চ, জ ভাইবোন
C. চ ও জ ভাই
D. উপরের কোনটাই নয়
উত্তর+
১৩। চিত্রটিতে মোট কয়টি ত্রিভুজ?
triangles
A. ২০ টি
B. ২৪টি
C. ৩০টি
D. ৩০টির অধিক
উত্তর+
১৪। Which word means the fear of public speaking?
A. Genophobia
B. Monophobia
C. Glossophobia
D. Macrophobia
উত্তর+
১৫। What is the masculine gender of ‘mare’?
A. Cat
B. Bear
C. Dog
D. Stallion
উত্তর+
১৬। He went to the Stadium….. .
A. with taxi
B. by taxi
C. in taxi
D. on taxi
উত্তর+
১৭। …. some more coffee?
A. Do you want
B. Do you like
C. You’d like
D. Would you like
উত্তর+
১৮। ভাওয়াইয়া গানের সাথে রংপুরের যেরূপ সম্পর্ক, তেমনি ভাটিয়ালী গানের সাথে সম্পর্ক –
A. বরিশালের
B. নোয়াখালীর
C. ময়মনসিংহের
D. কুচবিহারের
উত্তর+
১৯। বাংলাদেশের কোন অঞ্চলকে ১২ আউলিয়ার দেশ বলা হয়?
A. চট্টগ্রাম
B. বরিশাল
C. সিলেট
D. রাজশাহী
উত্তর+
২০। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নেই?
A. আসাম
B. নাগাল্যান্ড
C. মিজোরাম
D. ত্রিপুরা
উত্তর+
২১। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of politics) আখ্যা দিয়েছিল?
A. নিউজ উইকস্
B. হেরাল্ড ত্রিবুন
C. টাইম
D. ইকোনোমিস্ট
উত্তর+
২২। Each symbol in this square represents a number. Can you work out which number should replace the question mark?
iq-3_22
উত্তর+
২৩। x-y=2 এবং xy=24 হলে x-এর ধনাত্মক মানটি কত?
A. 3
B. 4
C. 5
D. 6
উত্তর+
২৪। ১২ এর কত শতাংশ ১৫ হবে?
A. ১১০
B. ১২৫
C. ১৪০
D. ১৬০
উত্তর+
২৫। Which of the following is the equation of the red line in this figure?
algebra
উত্তর+
২৬। অসামাঞ্জস্য শব্দ কোনটি?
A. গোরি
B. রুবালখালি
C. কালাহারি
D. ফুজিয়ামা
উত্তর+
২৭। ইনফুট ডিভাইস কোনটি?
A. প্রিন্টার
B. মনিটর
C. কীবোর্ড
D. হার্ডডিস্ক
উত্তর+
২৮। ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
A. চাষী নজরুল
B. হুমায়ুন আহমেদ
C. তারেক মাসুদ
D. অনন্ত জলিল
উত্তর+
২৯। “I have a dream” -কার বক্তৃতা?
iq-3_30
উত্তর+
৩০। কোনটি সঠিক নয়?
A. বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত নাম ‘মুহাম্মদ’।
B. প্রাচীন অলিম্পিকে বিজয়ীদের পুরস্কার ছিল জলপাই পাতার মুকুট।
C. আদা এবং আলু বালির মধ্যে ডুবিয়ে রাখলে অনেক দিন টাটকা থাকে।
D. পাল বংশের রাজারা হিন্দু ধর্মের অনুসারী ছিলেন।
উত্তর+

বুদ্ধি, ধৈর্য্য এবং জ্ঞান – ৩” তে 2টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।